NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৪ মার্চ, ২০১৫

জে.এস.সি|বিজ্ঞান অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ


জে.এস.সি    ||    বিজ্ঞান
অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ


১.
শাখাকলমে মূল উৎপাদনে সাহায্য করে কোনটি?
Ο ক) 
অক্সিন
Ο খ) 
জিব্বেরেলিন
Ο গ) 
ফ্লোরিজেন
Ο ঘ) 
ইথিলিন

  সঠিক উত্তর: (ক)

২.
স্নায়ুতন্তুর রং কীরূপ?
Ο ক) 
ধূসর
Ο খ) 
লাল
Ο গ) 
খয়েরি
Ο ঘ) 
সাদা

  সঠিক উত্তর: (ঘ)

৩.
ফাইটো অর্থ-
Ο ক) 
আদি
Ο খ) 
উদ্ভিদ
Ο গ) 
প্রাণী
Ο ঘ) 
ছত্রাক

  সঠিক উত্তর: (খ)

৪.
হাতে মশা বসলে কোথায় সাড়া জাগে?
Ο ক) 
কোষে
Ο খ) 
ডেনড্রনে
Ο গ) 
অ্যাক্সনে
Ο ঘ) 
কোষপ্রান্তে

  সঠিক উত্তর: (ঘ)

৫.
নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
Ο ক) 
ডেনড্রন
Ο খ) 
অ্যাক্সন
Ο গ) 
থ্যালামাস
Ο ঘ) 
ডেনড্রাইট

  সঠিক উত্তর: (ক)

৬.
আলো তীর্যকভাবে একদিকে লাগলে ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কীভাবে বৃদ্ধি পায়?
Ο ক) 
বক্র হয়ে
Ο খ) 
সোজা হয়ে
Ο গ) 
নিচু হয়ে
Ο ঘ) 
উচু হয়ে

  সঠিক উত্তর: (ক)

৭.
হাতের চামড়ায় পিন ফোটা মাত্র কোন স্নায়ুতন্তু পিন ফোটার যন্ত্রনা গ্রহণ করে?
Ο ক) 
অনুভূতিবাহী
Ο খ) 
আজ্ঞাবাহী
Ο গ) 
পেশি
Ο ঘ) 
ত্বক

  সঠিক উত্তর: (ক)

৮.
মেরুরজ্জুর শ্বেতপর্দা কোথায় অবস্থিত?
Ο ক) 
বাইরে
Ο খ) 
ভেতরে
Ο গ) 
মাঝখানে
Ο ঘ) 
সামনে

  সঠিক উত্তর: (ক)

৯.
নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
Ο ক) 
জিব্বেরেলিন
Ο খ) 
সাইটোকাইনিন
Ο গ) 
ফ্লোরিজেন
Ο ঘ) 
অক্সিন

  সঠিক উত্তর: (গ)

১০.
ছোট দিনের উদ্ভিদ কোনটি?
Ο ক) 
চন্দ্রমল্লিকা
Ο খ) 
সুর্যমূখী
Ο গ) 
গোলাপ
Ο ঘ) 
গম

  সঠিক উত্তর: (ক)

১১.
গ্যাসীয় হরমোন কোনটি?
Ο ক) 
ইথিলিন
Ο খ) 
অক্সিন
Ο গ) 
জিব্বেরেলিন
Ο ঘ) 
সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ক)

১২.
দেহের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে?
Ο ক) 
শোষণ
Ο খ) 
পরিশোষণ
Ο গ) 
শ্বসন
Ο ঘ) 
রেচন

  সঠিক উত্তর: (গ)

১৩.
যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কী বলে?
Ο ক) 
বৃক্ক
Ο খ) 
রেচনতন্ত্র
Ο গ) 
ফুসফুস
Ο ঘ) 
ত্বক

  সঠিক উত্তর: (খ)

১৪.
বর্জ পদার্থ দেহের বাহিরে চলে যায়-
i. নিঃশ্বাসের মাধ্যমে
ii. ঘামের সাথে
iii. মূত্রের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
বৃদ্ধি সহায়ক হরমোন হল-
i. অক্সিন, সাইটোকাইনিন
ii. ইথিলিন, অক্সিন
iii. সাইটোকাইনিন, জিব্বেরেলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৬.
মূত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়?
Ο ক) 
কার্বন ডাইঅক্সাইড ঘটিত
Ο খ) 
নাইট্রোজেন ঘটিত
Ο গ) 
লৌহ ঘটিত
Ο ঘ) 
ইউরিয়া ঘটিত

  সঠিক উত্তর: (খ)

১৭.
বরই গাছে ফুল আসে কখন?
Ο ক) 
শীতকালে
Ο খ) 
বর্ষাকালে
Ο গ) 
শরৎকালে
Ο ঘ) 
গ্রীষ্মকালে

  সঠিক উত্তর: (গ)

১৮.
ছোটদিনের উদ্ভিদ কোনটি?
Ο ক) 
আম
Ο খ) 
ডালিয়া
Ο গ) 
আউশ ধান
Ο ঘ) 
ঝিঙা

  সঠিক উত্তর: (খ)

১৯.
সেরিব্রামের নিচের অংশ-
i. থ্যালামাস
ii. সেরিবেলাম
iii. হাইপোথ্যালামাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২০.
উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটির নাম কী?
Ο ক) 
হরমোন
Ο খ) 
ফাইটোহরমোন
Ο গ) 
ফাইটোএনজাইম
Ο ঘ) 
এনজাইম

  সঠিক উত্তর: (খ)

২১.
নিচের কোনটিকে দীর্ঘ রাত্রির উদ্ভিদ বলা যেতে পারে?
Ο ক) 
শিম
Ο খ) 
ঝিঙা
Ο গ) 
সূর্যমুখী
Ο ঘ) 
আউশ ধান

  সঠিক উত্তর: (ক)

২২.
কোন বিজ্ঞানী অক্সিন নামকরণ করেন?
Ο ক) 
প্লেটো
Ο খ) 
উইলমুট
Ο গ) 
হেনরি ব্ল্যাক
Ο ঘ) 
ভেন্ট

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম?
Ο ক) 
চলন
Ο খ) 
সমন্বয়
Ο গ) 
স্থিতি
Ο ঘ) 
সুপ্তাবস্তা

  সঠিক উত্তর: (খ)

২৪.
অ্যাক্সনের উৎপত্তিস্থল-
Ο ক) 
কোষদেহ
Ο খ) 
ডেনড্রন
Ο গ) 
ইস্কিয়াম
Ο ঘ) 
মেডুলা

  সঠিক উত্তর: (ক)

২৫.
উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে-
i. কীটপতঙ্গ
ii. আলো
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৬.
নিচের কোন হরমোনের প্রভাবে চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ করা যায়?
Ο ক) 
ইথিলিন
Ο খ) 
অক্সিন
Ο গ) 
জিব্বেরেলিন
Ο ঘ) 
সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ক)

২৭.
মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
Ο ক) 
৩টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (খ)

২৮.
কোন বিজ্ঞানী অক্সিন আবিষ্কার করেন?
Ο ক) 
ডারউইন
Ο খ) 
আন নাফীস
Ο গ) 
অ্যারিস্টটল
Ο ঘ) 
লিউয়েন হুক

  সঠিক উত্তর: (ক)

২৯.
মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?
Ο ক) 
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে
Ο খ) 
মেরুদন্ডে
Ο গ) 
মস্তিষ্কে
Ο ঘ) 
নিউরনে

  সঠিক উত্তর: (খ)

৩০.
কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
Ο ক) 
পাট
Ο খ) 
গম
Ο গ) 
আউশ ধান
Ο ঘ) 
আলু

  সঠিক উত্তর: (গ)

৩১.
প্রতিবর্ত চক্রের কয়টি অংশ রয়েছে?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (গ)

৩২.
প্রতিটি প্রতির্বত চক্রের কয়টি অংশ থাকে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
ম্যাকস কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
আমেরিকা
Ο খ) 
জার্মানি
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
ইতালি

  সঠিক উত্তর: (খ)

৩৪.
অ্যাক্সনের আকৃতি কিসের মতো?
Ο ক) 
লাঠিম
Ο খ) 
বল
Ο গ) 
বেলন
Ο ঘ) 
সুতা

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
মানবদেহের গুরুমস্তিষ্কের ক্ষেত্রে বলা যায়-
i. এটি দুই খন্ডে বিভক্ত
ii. এর অন্ত:স্তরে কোন স্নায়ুকোষ থাকে না
iii. এর উপরিভাগকে গ্রেম্যাটার বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
নিচের কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) 
অক্সিন
Ο খ) 
জিব্বেরেলিন
Ο গ) 
ইথিলিন
Ο ঘ) 
সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (গ)

৩৭.
বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা কোন মস্তিষ্কের কোন অংশের কাজ?
Ο ক) 
মেডুলা
Ο খ) 
লঘু মস্তিষ্ক
Ο গ) 
গুরু মস্তিষ্ক
Ο ঘ) 
মাধ্য মস্তিষ্ক

  সঠিক উত্তর: (গ)

৩৮.
অক্সিন হরমনের অাবিষ্কারক কে?
Ο ক) 
স্টারলিং
Ο খ) 
ক্যারোলাস লিনিয়াস
Ο গ) 
ভেল্ট
Ο ঘ) 
চার্ল ডারউইন

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
Ο ক) 
গুরু মস্তিষ্ক
Ο খ) 
লঘু মস্তিষ্ক
Ο গ) 
মেডুলা
Ο ঘ) 
পনস

  সঠিক উত্তর: (গ)

৪০.
গুরুমস্তিস্কের অবস্থান লঘুমস্তিষ্কের-
Ο ক) 
সম্মুখে
Ο খ) 
পশ্চাতে
Ο গ) 
নিম্নে
Ο ঘ) 
উপরে

  সঠিক উত্তর: (ক)

৪১.
কান্ডের মোটা হওয়ার সাথে জড়িত কোনটি?
Ο ক) 
পিথ
Ο খ) 
এন্ডোডার্ম
Ο গ) 
কর্টেক্স
Ο ঘ) 
ক্যাম্বিয়াম বলয়

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
মস্তিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?
Ο ক) 
সেরিবেলাম
Ο খ) 
পনস
Ο গ) 
মেডুলা
Ο ঘ) 
থ্যালামাস

  সঠিক উত্তর: (গ)

৪৩.
কোন হরেোন প্রয়োগে শাখা কলমে মূল গজায়?
Ο ক) 
ইথিলিন
Ο খ) 
জিবেরেলিন
Ο গ) 
অক্সিন
Ο ঘ) 
সাইটোকাইসিন

  সঠিক উত্তর: (গ)

৪৪.
লঘুমস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি?
Ο ক) 
সেরিবেলাম
Ο খ) 
সেরিব্রাম
Ο গ) 
পনস
Ο ঘ) 
মেডুলা

  সঠিক উত্তর: (খ)

৪৫.
লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?
Ο ক) 
শ্রবণ করা
Ο খ) 
কথাবলা নিয়ন্ত্রণ
Ο গ) 
চলাফেরা নিয়ন্ত্রণ
Ο ঘ) 
দেহের ভারসাম্য রক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
ঘামে থাকে-
i. পানি ও লবণ
ii. লবণ ও কার্বন-ডাই-অক্সাইড
iii. পানি ও অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মস্তিষ্কের কোন অংশটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?
Ο ক) 
থ্যালামাস
Ο খ) 
হাইপোথালামাস
Ο গ) 
সেরিবেলাম
Ο ঘ) 
পনস

  সঠিক উত্তর: (গ)

৪৮.
নিউরনের কোষদেহ বিভাজিত না হওয়ার কারণ কী?
Ο ক) 
নিউক্লিয়াস নেই
Ο খ) 
নিউক্লিওলাস নেই
Ο গ) 
সেন্ট্রিওল নেই
Ο ঘ) 
সেন্ট্রোসোম নেই

  সঠিক উত্তর: (গ)

৪৯.
রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
Ο ক) 
বৃক্ক
Ο খ) 
মূত্রথলি
Ο গ) 
মূত্রনালি
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (ক)

৫০.
কোনটি হরমোন নয়?
Ο ক) 
অ্যাক্সন
Ο খ) 
অক্সিন
Ο গ) 
জিবেরেলিন
Ο ঘ) 
সাইটোকাইনিন

  সঠিক উত্তর: (ক)

৫১.
নিউরনের কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. কাজের সমন্বয় সাধন করা
iii. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
স্নায়ুতন্ত্র কয় প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৫৩.
আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে কোনটির ভেতর দিয়ে?
Ο ক) 
পনস
Ο খ) 
মেডুলা
Ο গ) 
শ্বেতপদার্থ
Ο ঘ) 
ধূসর পদার্থ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
জিব্বোরেলিন দেখা যায়-
i. চারাগাছ, বীজপত্রে
ii. বীজপত্র, মূলে
iii. চারাগাছ, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৫.
স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কোনটি ঘটে?
Ο ক) 
দর্শনানুভূতি
Ο খ) 
শ্রবণানুভূতি
Ο গ) 
প্রতিবর্ত ক্রিয়া
Ο ঘ) 
ক্রোধ, লজ্জা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
Ο ক) 
বীজপত্রে
Ο খ) 
মূলে
Ο গ) 
ফলে
Ο ঘ) 
ফুলে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
উদ্ভিদের বৃদ্ভিবর্ধক পদার্থ নয় কোনটি?
Ο ক) 
ডরমিন
Ο খ) 
অক্সিন
Ο গ) 
সাইটোকাইনিন
Ο ঘ) 
জিবেরেলিন

  সঠিক উত্তর: (ক)

৫৮.
নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের সাথে আর কী থাকে?
Ο ক) 
জলীয় বাষ্প
Ο খ) 
পানি
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
অক্সিজেন

  সঠিক উত্তর: (ক)

৫৯.
গুরুমিস্তিষ্ক ও পনস এর মাঝখানে কোনটি অবস্থিত?
Ο ক) 
লঘুমস্তিষ্ক
Ο খ) 
মধ্যমস্তিষ্ক
Ο গ) 
সেরিবেলাম
Ο ঘ) 
মেডুলা

  সঠিক উত্তর: (খ)

৬০.
বৃদ্ধি সহায়ক হরমোন-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইলিথিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
মেরুরজ্জুর শ্বেতপদার্থ কোথায় অবস্থিত?
Ο ক) 
বাইরে
Ο খ) 
ভেতরে
Ο গ) 
মাঝকানে
Ο ঘ) 
সামনে

  সঠিক উত্তর: (ক)

৬২.
ডেনড্রন হতে সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
Ο ক) 
অ্যাক্সন
Ο খ) 
ডেনড্রােইট
Ο গ) 
সিন্যাপস্‌
Ο ঘ) 
কোষদেহ

  সঠিক উত্তর: (খ)

৬৩.
ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে?
Ο ক) 
ইথিলিন
Ο খ) 
সাইটোকাইনিন
Ο গ) 
অক্সিন
Ο ঘ) 
জিব্বেরেলিন

  সঠিক উত্তর: (গ)

৬৪.
স্নায়ুতন্তুর রং কী?
Ο ক) 
ধূসর
Ο খ) 
কালো
Ο গ) 
সাদা
Ο ঘ) 
লাল

  সঠিক উত্তর: (গ)

৬৫.
নিউরনের প্রলম্বিত অংশ হলো-
i. অ্যাক্সন
ii. ডেনড্রন
iii. কোষদেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
মূত্র তৈরির কারখানা কোনটি?
Ο ক) 
যকৃত
Ο খ) 
বক্ক
Ο গ) 
ফুসফুস
Ο ঘ) 
অগ্ন্যাশয়

  সঠিক উত্তর: (খ)

৬৭.
নিচের কোনটি আমাদের রেচন অঙ্গ?
Ο ক) 
হৃৎপিন্ড
Ο খ) 
যকৃত
Ο গ) 
অগ্ন্যাশয়
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

৬৯.
লঘুমস্তিষ্কের অংশ-
i. সেরিবেলাম
ii. সেরিব্রাম
iii. পনস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭০.
স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
Ο ক) 
স্নায়ুরজ্জু
Ο খ) 
নিউরন
Ο গ) 
মস্তিষ্ক
Ο ঘ) 
মেরুরজ্জু

  সঠিক উত্তর: (গ)

৭১.
আমাদের দেহে বর্জ্য তৈরি করে কোনটি?
Ο ক) 
বৃক্ক
Ο খ) 
যকৃত
Ο গ) 
অগ্ন্যাশয়
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (খ)

৭২.
নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
Ο ক) 
আম
Ο খ) 
কাঁঠাল
Ο গ) 
চন্দ্রমল্লিকা
Ο ঘ) 
আলু

  সঠিক উত্তর: (গ)

৭৩.
নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক) 
অক্সিন
Ο খ) 
জিব্বেরেলিন
Ο গ) 
ইথিলিন
Ο ঘ) 
ফ্লোরিজেন

  সঠিক উত্তর: (খ)

৭৪.
শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৫.
নিউরনের প্রধান অংশ কোনটি?
Ο ক) 
ডেনড্রন
Ο খ) 
অ্যাক্সন
Ο গ) 
কাষদেহে
Ο ঘ) 
সাইন্যাপস

  সঠিক উত্তর: (গ)

৭৬.
নিউরন-
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক
ii. মানবদেহের ক্ষুদ্রতম কোষ
iii. প্রধান দু’টি অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৭.
মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
Ο ক) 
নিউরনে
Ο খ) 
যকৃত
Ο গ) 
হৃৎপিন্ড
Ο ঘ) 
চুল

  সঠিক উত্তর: (ক)

৭৮.
আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
অক্সিন
Ο খ) 
জিবেরেলিন
Ο গ) 
সাইটোকাইনিন
Ο ঘ) 
অ্যাবসিসিক এসিড

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কোনটি স্নায়ুকোষ?
Ο ক) 
ডেনড্রন
Ο খ) 
সিন্যাপস
Ο গ) 
নিউরন
Ο ঘ) 
অ্যাক্সন

  সঠিক উত্তর: (গ)

৮০.
শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে কোন গ্যাস তৈরি করে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
কার্বন মনো অক্সাইড
Ο ঘ) 
কার্বন ডাই-অক্সাইড

  সঠিক উত্তর: (গ)

৮১.
কীসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়?
Ο ক) 
অ্যাক্সন
Ο খ) 
ডেনড্রন
Ο গ) 
সিন্যাপস
Ο ঘ) 
কোষদেহ

  সঠিক উত্তর: (গ)

৮২.
নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৮৩.
মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?
Ο ক) 
নিউরন
Ο খ) 
অ্যাক্সন
Ο গ) 
ডেনড্রন
Ο ঘ) 
স্নায়ুরজ্জু

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মূত্র তৈরির কারখানা কোনটি?
Ο ক) 
বৃক্ক
Ο খ) 
মূত্রথলি
Ο গ) 
ইউরেটর
Ο ঘ) 
মূত্রনালি

  সঠিক উত্তর: (ক)

৮৫.
উদ্ভিদের জীবনচক্রের পর্যায় হল-
i. অঙ্কুরোদগম
ii. ফল সৃষ্টি
iii. বাধক্য প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কোনটি হৃদস্পন্দন ও শ্বসনকাজ নিয়ন্ত্রণ করে?
Ο ক) 
সেরিবেলাম
Ο খ) 
মেডুলা
Ο গ) 
নিউরন
Ο ঘ) 
পনস

  সঠিক উত্তর: (খ)

৮৭.
জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
i. চারাগাছে
ii. বীজপত্রে
iii. পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ?
Ο ক) 
মস্তিষ্ক
Ο খ) 
প্রান্তীয় রজ্জু
Ο গ) 
পনস
Ο ঘ) 
মেডুলা

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
ফুয়াদ বাসায় সন্ধ্যায় স্কুলের পড়া রেডি করছিল। এমন সময় তার পায়ে মশা কামড় দিলে সে ব্যথা পায় এবং দ্রুত পা সরিয়ে নেয়।
৮৯.
নিচের কোনটির কারণে ফুয়াদ পায়ে ব্যথা পায়ও পা সরিয়ে নেয়?
Ο ক) 
প্রতিবর্ত ক্রিয়া
Ο খ) 
পোলারায়ন
Ο গ) 
আবেশ ক্রিয়া
Ο ঘ) 
সংবন্ধন ক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

৯০.
নিচের কোনটি মশার কামড়ের যন্ত্রণা গ্রহণ করে?
Ο ক) 
আজ্ঞাবাহী কোষ
Ο খ) 
অনূভূতিবাহী স্নায়ু
Ο গ) 
প্রতিবর্ত চক্র
Ο ঘ) 
পেশি কোষ

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...