NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : দেশ



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : দেশ


১.
বাংলাদেশ কিসে ভরপুর?
Ο ক) 
ধন-সম্পদে
Ο খ) 
আলো-বাতাস
Ο গ) 
ফুলে-ফলে
Ο ঘ) 
সবুজ ধানে

  সঠিক উত্তর: (গ)

২.
চলমান নৌকায় কোন গান গাওয়া হয়ে থাকে?
Ο ক) 
ভাওয়াইয়া
Ο খ) 
ভাটিয়ালি
Ο গ) 
বাউল
Ο ঘ) 
মুর্শিদ

  সঠিক উত্তর: (খ)

৩.
মাঠের ফসল ভোগ করতে পারে সমাজের কোন শ্রেণির জনগণ?
Ο ক) 
ভূমিহীন কৃষক
Ο খ) 
অভাবী জনগণ
Ο গ) 
সর্বহারার দল
Ο ঘ) 
বিত্তবান মানুষ

  সঠিক উত্তর: (ঘ)

৪.
কালো মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) 
মেঘ
Ο খ) 
পাখি
Ο গ) 
হাতি
Ο ঘ) 
বক

  সঠিক উত্তর: (গ)

৫.
বনের লিপিখানি কী দিয়ে বুনোট করে?
Ο ক) 
ফুৃলের সুবাস দিয়ে
Ο খ) 
পাতার পারাবারে
Ο গ) 
সবুজ শস্য দিয়ে
Ο ঘ) 
রোদের গুঁড়ো দিয়ে

  সঠিক উত্তর: (ক)

৬.
‘দেশ’ কবিতায় চিত্রিত গ্রামবাংলার প্রকৃতির চতুর্দিকে রয়েছে-
i. বিস্তৃত ধানের খেত
ii. পাখপাখালির আনাগোনা
iii. ফসলের হাতছানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
শস্যের দোলায়মান ডগার উপর থাকা প্রজাপতিদের দেখতে কেমন মনে হয়?
Ο ক) 
অলংকারে সজ্জিত
Ο খ) 
প্রজাপতির মেলা
Ο গ) 
রঙে রঙিন শস্য
Ο ঘ) 
দোদুল্যমান খেত

  সঠিক উত্তর: (ক)

৮.
‘দেশ’ কবিতায় কবি খেতের সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন যে উপাদানে তা হলো-
i. শরতের শোভা
ii. সূর্যের আলোর নাচন
iii. ফুল ও ফলের সম্ভার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯.
‘বেদের মেয়ে’ জসীমউদ্‌দীনের কী জাতীয় রচনা?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
গল্প
Ο গ) 
কবিতা
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (ঘ)

১০.
বালুচর কোন পাখিতে মুখর থাকে?
Ο ক) 
চখা
Ο খ) 
ডাহুক
Ο গ) 
শালিক
Ο ঘ) 
শঙ্খচিল

  সঠিক উত্তর: (ক)

১১.
“নিবিড় ছায়ায় আঁধার করা পাতার -।” শূন্যস্থানে কী হবে?
Ο ক) 
পাহাড়
Ο খ) 
পারাবার
Ο গ) 
লোকালয়
Ο ঘ) 
নদী-নালা

  সঠিক উত্তর: (খ)

১২.
কোথায় ‘চখায় মুখর’ হয়ে থাকে?
Ο ক) 
নদীতে
Ο খ) 
আকাশে
Ο গ) 
বনে
Ο ঘ) 
নদীর তীরে

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
শস্যের দোলায়মান ডগার ওপর কারা মালা পরে নাচে?
Ο ক) 
চখা
Ο খ) 
কালো কাক
Ο গ) 
প্রজাপতির ঝাঁক
Ο ঘ) 
বক-কনেরা

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
কবি জসীমউদ্‌দীনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে?
Ο ক) 
বিশ্বভারতী
Ο খ) 
ঢাকা
Ο গ) 
শিকাগো
Ο ঘ) 
আল-আজহার

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘দেশ’ কবিতায় কোন গানে মন উদাস হয়ে যাবার কথা বলা হয়েছে?
Ο ক) 
পল্লি
Ο খ) 
ভাটিয়ালি
Ο গ) 
বাউল
Ο ঘ) 
ভাওয়াইয়া

  সঠিক উত্তর: (খ)

১৬.
‘দেশ’ কবিতায় ‘আলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
খেতের আল
Ο খ) 
আলো
Ο গ) 
জ্যোৎস্না
Ο ঘ) 
জোনাকি

  সঠিক উত্তর: (খ)

১৭.
কবি জসীমউদ্‌দীন কত বছর ঢকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
Ο ক) 
৬ বছর
Ο খ) 
৫ বছর
Ο গ) 
৪ বছর
Ο ঘ) 
৩ বছর

  সঠিক উত্তর: (খ)

১৮.
বালুচর কোন পাখিতে মুখর থাকে?
Ο ক) 
চখা
Ο খ) 
ডাহুক
Ο গ) 
শালিক
Ο ঘ) 
শঙ্খচিল

  সঠিক উত্তর: (ক)

১৯.
খেতের পরে খেত দুলছে-
Ο ক) 
সবুজ হাওয়ায়
Ο খ) 
হলুদ হাওয়ায়
Ο গ) 
ধূসর হাওয়ায়
Ο ঘ) 
হরিৎ হাওয়ায়

  সঠিক উত্তর: (ক)

২০.
‘সেই কেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক।’- এখানে গয়না পরানো কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
েউপমা
Ο খ) 
রূপক
Ο গ) 
চিত্রকল্প
Ο ঘ) 
ছন্দ

  সঠিক উত্তর: (খ)

২১.
‘দেশ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
Ο ক) 
নকসী কাঁথার মাঠ
Ο খ) 
সোজন বাদিয়ার ঘাট
Ο গ) 
রাখালী
Ο ঘ) 
মাটির কান্না

  সঠিক উত্তর: (ঘ)

২২.
সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?
Ο ক) 
মায়ের আঁচল
Ο খ) 
বোনের আঁচল
Ο গ) 
পিতার চরণ
Ο ঘ) 
মায়ের চরণ

  সঠিক উত্তর: (ক)

২৩.
আমাদের দেশের প্রকৃতি ভরপুর-
i. ফুলে
ii. ফলে
iii. বনজ সম্পদে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i,ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
“সাত সাগরের পণ্য চলে সওদাগরের নায়।” এখানে নায় বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
কিনার
Ο খ) 
পাত্র
Ο গ) 
নৌকা
Ο ঘ) 
বাড়ি

  সঠিক উত্তর: (গ)

২৫.
‘দেশ’ কবিতায় কোন গানে মর উদাস হয়ে যাবার কথা বলা হয়েছে?
Ο ক) 
পল্লি
Ο খ) 
ভাটিয়ালি
Ο গ) 
বাউল
Ο ঘ) 
ভাওয়াইয়া

  সঠিক উত্তর: (খ)

২৬.
কারা মাঠের সোনার ফসল ভোগ করতে পারে না?
Ο ক) 
সুখী মানুষ
Ο খ) 
ধনী মানুষ
Ο গ) 
মহিলা মানুষ
Ο ঘ) 
নি:স্ব মানুষ

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কবি জসীমউদ্‌দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তাঁর কোন কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়?
Ο ক) 
দেশ
Ο খ) 
রূপাই
Ο গ) 
কবর
Ο ঘ) 
পল্লীবর্ষা

  সঠিক উত্তর: (গ)

২৮.
বাংলার বনাঞ্চলে পাখির গতিশীলতা আর যেখানে গতিধর্ম সৃষ্টি করে-
i. কচি বনের পাতা কাঁপে
ii. রোদের কণা তলায় নাচে
iii. বুনোহাতিরা আকাশ থেকে নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
‘এক পয়সার বাঁশি’ জসীমউদ্‌দীনের কী জাতীয় রচনা?
Ο ক) 
শিশুতোষ গ্রন্থ
Ο খ) 
গল্প গ্রন্থ
Ο গ) 
খন্ডকাব্য
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (ক)

৩০.
নদী কীভাবে গমন বা পরিভ্রমণ করেছে?
i. অজানা বিশ্ব পেরিয়ে
ii. অজানা গ্রাম পেরিয়ে
iii. অজানা দেশ পেরিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩১.
‘বুনো হাতির দল’ কোথা থেকে এসেছে?
Ο ক) 
আকাশ ছেড়ে
Ο খ) 
জঙ্গল ছেড়ে
Ο গ) 
পাহাড় থেকে
Ο ঘ) 
সাগর থেকে

  সঠিক উত্তর: (ক)

৩২.
সাত সাগরে পণ্য কে গঞ্জে-নগরে ছড়িয়ে দেয়?
Ο ক) 
ববসায়ীদের জাহাজ
Ο খ) 
সওদাগরের নৌকা
Ο গ) 
বণিজ্য তরী
Ο ঘ) 
লঞ্চ-স্টিমার

  সঠিক উত্তর: (খ)

৩৩.
‘দেশ’ কবিতটির রচয়িতা কে?
Ο ক) 
কামিনী রায়
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জসীমউদ্‌দীন
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (গ)

৩৪.
শরৎকালের কী আলো মানিক জ্বালায়?
Ο ক) 
সবুজ হাওয়া
Ο খ) 
শিশির
Ο গ) 
ফুলের সুবাস
Ο ঘ) 
ধানের ছড়া

  সঠিক উত্তর: (খ)

৩৫.
এলোমাথার কেশে কে গয়না পরায়?
Ο ক) 
প্রজাপতির ঝাঁক
Ο খ) 
সবুজ হাওয়া
Ο গ) 
কালো মেঘ
Ο ঘ) 
বক-কনেরা

  সঠিক উত্তর: (ক)

৩৬.
নিচের কোনটি জসীম উদ্‌দীনের গাথাকাব্য?
Ο ক) 
চলে মুসাফির
Ο খ) 
সোজন বাদিয়ার ঘাট
Ο গ) 
বোবা কাহিনী
Ο ঘ) 
বেদের মেয়ে

  সঠিক উত্তর: (খ)

৩৭.
সওদাগরের নৌকা সুধার ধারা কোথায় গড়িয়ে দেয়?
Ο ক) 
গঞ্জে-নগরে
Ο খ) 
হাটে-বাজারে
Ο গ) 
নগরে-বন্দরে
Ο ঘ) 
ঘরে-ঘরে

  সঠিক উত্তর: (ক)

৩৮.
বুনো হাতির দল কী ছেড়ে নেমে এসেছে?
Ο ক) 
পাহাড়
Ο খ) 
আকাশ
Ο গ) 
বন
Ο ঘ) 
মাঠ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘‘নদীর পরে নদী গেছে নদীর নাহি-।’’ শূন্যস্থানে কী হবে?
Ο ক) 
দেশ
Ο খ) 
শেষ
Ο গ) 
সীমা
Ο ঘ) 
তল

  সঠিক উত্তর: (খ)

৪০.
সবুজ কেশে গয়না পরায় কে?
Ο ক) 
সাদা বক
Ο খ) 
কালো কাক
Ο গ) 
শিশির
Ο ঘ) 
প্রজাপতি

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোন ঋতুতে ঘাসের ওপর পড়া শিশিরে রোদ পড়লে জ্বল জ্বল করে ওঠে?
Ο ক) 
শরৎ
Ο খ) 
শীত
Ο গ) 
হেমন্ত
Ο ঘ) 
বসন্ত

  সঠিক উত্তর: (ক)

৪২.
‘দেশ’ কবিতায় কবি কিসের ছবি ফুটিয়ে তুলেছেন?
Ο ক) 
মানুষের সুখ দু:খ
Ο খ) 
প্রাকৃতিক সৌন্দর্য
Ο গ) 
ব্যবসা-বাণিজে্যর
Ο ঘ) 
প্রকৃতি ও মানুষের

  সঠিক উত্তর: (খ)

৪৩.
জসীমউদ্‌দীন বাংলাদেশ সরকারের কোন পুরস্কার পেয়েছেন?
Ο ক) 
বাংলা একাডেমি পুরস্কার
Ο খ) 
একুশে পদক
Ο গ) 
স্বাধীনতা পদক
Ο ঘ) 
নাসির উদ্দীন স্বর্ণপদক

  সঠিক উত্তর: (খ)

৪৪.
চখায় মুখর হয়ে কী হাসে?
Ο ক) 
নদীর তীর
Ο খ) 
বালুর চরা
Ο গ) 
সমুদ্র তট
Ο ঘ) 
নদীর পানি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘দেশ’ কবিতায় কবি ধানের শীষের ওপর কোন কালের শিশিরের কথা বলেছেন?
Ο ক) 
শরৎকাল
Ο খ) 
হেমন্তকাল
Ο গ) 
শীতকাল
Ο ঘ) 
বসন্তকাল

  সঠিক উত্তর: (ক)

৪৬.
শস্যের দোলায়মান ডগার ওপর কে চঞ্চুতে জল ছিটায়?
Ο ক) 
বক-কণেরা
Ο খ) 
প্রজাপতির ঝাঁক
Ο গ) 
চখা-চখি
Ο ঘ) 
কালো কাক

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কার পরশে সকল অভাব দূর হয়?
Ο ক) 
পিতার
Ο খ) 
মাতার
Ο গ) 
বোনের
Ο ঘ) 
চাচির

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘পরির দেশ’ বলতে কান দেশকে বোঝানো হয়েছে?
Ο ক) 
স্বপ্নরাজ্য
Ο খ) 
বাংলাদেশ
Ο গ) 
বসুন্ধরা
Ο ঘ) 
মর্ত্যলোক

  সঠিক উত্তর: (খ)

৪৯.
সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?
Ο ক) 
সাদা বক
Ο খ) 
কালো কাক
Ο গ) 
সাদা সারস
Ο ঘ) 
কালো কোকিল

  সঠিক উত্তর: (খ)

৫০.
কবি জসীমউদ্‌দীন মাতৃস্নেহের সাথে কোনটাকে তুলনা করেছেন?
Ο ক) 
ধানের ছড়া
Ο খ) 
বনের কচি পাতা
Ο গ) 
শরতের শিশির
Ο ঘ) 
সুবাস ফুল

  সঠিক উত্তর: (ক)

৫১.
দেশ কবিতায় কালো কালো কিসে জল ছিটায়?
Ο ক) 
পাখায়
Ο খ) 
চঞ্চুতে
Ο গ) 
ডানায়
Ο ঘ) 
এলোকেশে

  সঠিক উত্তর: (খ)

৫২.
কোথায় রবির আলো আলো খন্ড হয়ে নাচে?
Ο ক) 
ফসলের মাঠে
Ο খ) 
এলো মাথার কেশে
Ο গ) 
পাতার পারাবারে
Ο ঘ) 
অজানা গাঁয়ে

  সঠিক উত্তর: (গ)

৫৩.
রবির আলো কীভাবে নাচছে?
Ο ক) 
বক্র হয়ে
Ο খ) 
পূর্ণ হয়ে
Ο গ) 
খন্ড হয়ে
Ο ঘ) 
সমান্তরালে

  সঠিক উত্তর: (গ)

৫৪.
কবি মাকৃস্নেহের সমতুল্য বিবেচনা করেছেন কোনটি কে?
Ο ক) 
ধানের ছড়া
Ο খ) 
ফুলের সুবাস
Ο গ) 
পাতার পার বার
Ο ঘ) 
রোদের গুঁড়ো

  সঠিক উত্তর: (ক)

৫৫.
‘দেশ’ কবিতায় কবির ভাষায় কারা মালা রচনা করে?
Ο ক) 
কাক-কনেরা
Ο খ) 
মায়েরা
Ο গ) 
পরীরা
Ο ঘ) 
বক-কনেরা

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘বুনো হাতির দল’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
মেঘ
Ο খ) 
বৃষ্টি
Ο গ) 
কুয়াশা
Ο ঘ) 
বিদ্যুৎ

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কবি জসীমউদ্‌দীন কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
ফরিদপুর
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (গ)

৫৮.
জসীমউদ্‌দীনের রচনায় সাধারণত চিত্রিত হয়-
i. রাখালী, বালুচর, মাটির কান্না
ii. নকশিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট
iii. বোবা কাহিনী, ডালিমকুমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
রবির আলো কীভাবে নাচছে?
Ο ক) 
বক্র হয়ে
Ο খ) 
পূর্ণ হয়ে
Ο গ) 
সমান্তরালে
Ο ঘ) 
খন্ড হয়ে

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘দেশ’ কবিতায় যেখানে যেখানে বিশেষণের দুইবার ব্যবহার করা হয়েছে-
i. কচি কচি বন
ii. কালো কালো বক
iii. সাদা সাদা বক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬১.
‘দেশ’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে চয়িতা?
Ο ক) 
নকসীকাঁথার মাঠ
Ο খ) 
সোজন বাগিয়ার ঘাট
Ο গ) 
মাটির কান্না
Ο ঘ) 
রাখালী

  সঠিক উত্তর: (গ)

৬২.
বনের তলায় কী ঘুরে ঘুরে নাচে?
Ο ক) 
পাতা
Ο খ) 
ময়ূর
Ο গ) 
জ্যোৎস্না
Ο ঘ) 
রোদের গুঁড়ো

  সঠিক উত্তর: (গ)

৬৩.
জসীমউদ্‌দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
Ο ক) 
মাটির কান্না
Ο খ) 
রঙিলা নায়ের মাঝি
Ο গ) 
এক পয়সার বাঁশী
Ο ঘ) 
বেদের মেয়ে

  সঠিক উত্তর: (গ)

৬৪.
‘‘সেই কেশেতে গয়না পরায়-’’। শূন্যস্থানে হবে-
Ο ক) 
কালো কালো কাক
Ο খ) 
পিপীলিকার ঝাঁক
Ο গ) 
পাখ-পাখলির ঝাঁক
Ο ঘ) 
প্রজাপতির ঝাঁক

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
সাত সাগরের পণ্য কার নৌকায় চলে?
Ο ক) 
শ্রমিকের
Ο খ) 
মাঝির
Ο গ) 
সওদাগরের
Ο ঘ) 
জেলের

  সঠিক উত্তর: (গ)

৬৬.
‘দেশ’ কবিতায় প্রকাশ পেয়েছে-
i. বাংলার প্রকৃতি
ii. বাংলার ইতিহাস
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৭.
কবি জসীমউদ্‌দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
গোবিন্দপুর
Ο খ) 
রসুলপুর
Ο গ) 
তাম্বুলখানা
Ο ঘ) 
মাঝআইল

  সঠিক উত্তর: (গ)

৬৮.
সওদাগরের দল শহরের গঞ্জে কী পৌঁছে দেয়?
Ο ক) 
সওদা
Ο খ) 
ফসল
Ο গ) 
ফলার
Ο ঘ) 
খবর

  সঠিক উত্তর: (ক)

৬৯.
‘দেশ’ কবিতায় ‘পাতার পারাবার’� বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
পাতার সমুদ্র
Ο খ) 
পাতার প্রাচুর্য
Ο গ) 
ঝরা পাতা
Ο ঘ) 
পাতার সৌন্দর্য

  সঠিক উত্তর: (খ)

৭০.
বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চপদে চাকরি করেন-
Ο ক) 
জসীমউদ্‌দীন
Ο খ) 
বুদ্ধদেব বসু
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
আল মাহমুদ

  সঠিক উত্তর: (ক)

৭১.
বাংলার নদী যা ফেলে বহতাধর্মেিএগিয়ে যায়-
i. হাট
ii. বন্দর
iii. বাজার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
‘দেশ’ কবিতায় ‘সুধার ধারা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মধুর নহরকে
Ο খ) 
সওদাগরের নৌকাকে
Ο গ) 
পণ্যসামগ্রী সরবরাহকে
Ο ঘ) 
নদীর স্রোতধারাকে

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কর্মজীবনের শুরুতে কবি জসীমউদ্‌দীন কী পেশা গ্রহণ করেন?
Ο ক) 
সাংবাদিকতা
Ο খ) 
শিক্ষকতা
Ο গ) 
তথ্য ও প্রচার বিভাগে চাকরি
Ο ঘ) 
অধ্যাপনা

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
বাংলার নদ-নদীতে কারা নৌকা ভাসায় এবং ভাটিয়ালি গান গায়?
Ο ক) 
সওদাগরগণ
Ο খ) 
মাঝিগণ
Ο গ) 
জেলেগণ
Ο ঘ) 
ধনীগণ

  সঠিক উত্তর: (খ)

৭৫.
সবুজ শস্যের খেতে আলো জ্বালায় কে?
Ο ক) 
থোকা থোকা জোনাকি
Ο খ) 
শরৎকালের শিশির
Ο গ) 
সাদা সাদা বক
Ο ঘ) 
প্রজাপতির ঝাঁক

  সঠিক উত্তর: (খ)

৭৬.
ডাল থেকে ডালে ফিরছে কারা?
Ο ক) 
পতঙ্গ
Ο খ) 
পাখি
Ο গ) 
সূর্যালোক
Ο ঘ) 
বনমোরগ

  সঠিক উত্তর: (খ)

৭৭.
কবি জসমিউদ্‌দীন কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১লা জানিুয়ারি
Ο খ) 
১লা ফেব্রুয়ারি
Ο গ) 
১লা মার্চ
Ο ঘ) 
১লা এপ্রিল

  সঠিক উত্তর: (ক)

৭৮.
‘দেশ’ কবিতার প্রথম স্তবকে কোন ঋতুর উল্লেখ রয়েছে?
Ο ক) 
শরৎ
Ο খ) 
হেমন্ত
Ο গ) 
শীত
Ο ঘ) 
বসন্ত

  সঠিক উত্তর: (ক)

৭৯.
সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ। এখানে মাথার কেশ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
এলোমেলো চুল
Ο খ) 
কালো চুল
Ο গ) 
শস্যের ডগা
Ο ঘ) 
শস্যের খেত

  সঠিক উত্তর: (গ)

৮০.
‘দেশ’ কবিতায় ‘আলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
খেতের আল
Ο খ) 
আলো
Ο গ) 
জ্যোৎস্না
Ο ঘ) 
জোনাকি

  সঠিক উত্তর: (খ)

৮১.
জসীমউদ্‌দীনের কবি হৃদয় এক হয়ে মিশে আছে-
i. নগবের ধনীদের� সঙ্গে
ii. পল্লির মাটির সঙ্গে
iii. পল্লির মানুষের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
জসীমউদ্‌দীন কখন থেকে কবিতা লিখতে শুরু করেন?
Ο ক) 
শিশুকাল
Ο খ) 
বাল্যকাল
Ο গ) 
ছাত্রজীবন
Ο ঘ) 
শিক্ষক জীবন

  সঠিক উত্তর: (গ)

৮৩.
আমাদের বনজ সম্পদ ভরপুর-
i. ফুলে ও ফলের সম্ভারে
ii. নান প্রকার বনজ সম্পদে
iii. স্বর্ণময় দোলায়িত শস্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
দেশ কবিতাটির রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জসীমউদ্‌দীন
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (গ)

৮৫.
‘রঙিলা নায়ের মাঝি’ জসীমউদ্‌দীনের কোন ধরনের রচনা?
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
গাথাকাব্য
Ο গ) 
গীতিনাট্য
Ο ঘ) 
গানের সংকলন

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
নদী কোন গানে উদাস হয়ে অজানায় বয়ে চলে?
Ο ক) 
সারি
Ο খ) 
ভাটিয়ালি
Ο গ) 
মারফতি
Ο ঘ) 
মুর্শিদি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
ঢাকা শহরের মানুষ অবকাশের আনন্দ পেতে ছায়া সুনিবিড় সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে যায়। সেখানে পাখিরা গান শোনায় আর কচি পাতা পরম আদরে গায়ে হাত বুলিয়ে দেয়। নির্জন বন-বনানী নির্মল আনন্দে ভরে দেয় মনকে।
৮৭.
উদ্দীপকটি ‘দেশ’ কবিতার সঙ্গে যে বিষয়গত দিক থেকে সংগতিপূর্ণ, তা হলো-
i. নিসর্গ চেতনা
ii. প্রকৃতি
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৮.
উল্লিখিত সংঘতির মধ্যে ভাবের ঐক্য হলো-
Ο ক) 
দেশপ্রেম
Ο খ) 
প্রকৃতিপ্রেম
Ο গ) 
স্বজাতিবোধ
Ο ঘ) 
অবকাশের আনন্দ

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...