NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ২য় পত্র অধ্যায় - ১০: শব্দার্থ


জে.এস.সি    ||    বাংলা ২য় পত্র
অধ্যায় - ১০: শব্দার্থ


১.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী?
Ο ক) 
ধরা
Ο খ) 
শৈল
Ο গ) 
সিন্ধু
Ο ঘ) 
তড়িৎ

  সঠিক উত্তর: (খ)

২.
‘ছেলেটির বয়স অল্প, কিন্তু কথায় পাকা।’ বাক্যে ‘পাকা’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
পরিপক্ব
Ο খ) 
নিপুণ
Ο গ) 
অকালপক্ব
Ο ঘ) 
দক্ষ

  সঠিক উত্তর: (গ)

৩.
‘উন্নতি’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
রসাতল
Ο খ) 
অবনতি
Ο গ) 
অধঃপতন
Ο ঘ) 
অনুন্নতি

  সঠিক উত্তর: (খ)

৪.
কোনটি ‘হ্রস্ব’ - এর বিপরীত শব্দ?
Ο ক) 
দীর্ঘ
Ο খ) 
ঋষী
Ο গ) 
বৃদ্ধি
Ο ঘ) 
হ্রাস

  সঠিক উত্তর: (ক)

৫.
‘ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।’ বাক্যে ‘তোলা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত -
Ο ক) 
উত্তোলন
Ο খ) 
উত্থাপন
Ο গ) 
সংগ্রহ
Ο ঘ) 
ছেঁড়া

  সঠিক উত্তর: (ক)

৬.
‘ফপর দালালি’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
অতিরিক্ত চালবাজি
Ο খ) 
কান্ডজ্ঞানহীন
Ο গ) 
গোপনে কাজ সমাধা
Ο ঘ) 
অযথা শ্রম

  সঠিক উত্তর: (ক)

৭.
‘অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তার ব্যবসায় লালবাতি জ্বলছে।’ বাক্যে ‘লাল’ শব্দটি যে অর্থে ব্যবহৃত -
Ο ক) 
জেলখানা
Ο খ) 
উন্নতি
Ο গ) 
বন্ধ হওয়া
Ο ঘ) 
রং

  সঠিক উত্তর: (গ)

৮.
‘সুশ্রী’ - এর বিপরীত শব্দ -
Ο ক) 
কুশ্রী
Ο খ) 
খারাপ
Ο গ) 
বিশ্রী
Ο ঘ) 
মন্দ

  সঠিক উত্তর: (ক)

৯.
মাথা খাও, এখন যেও না - বাক্যে ‘খাও’ শব্দটি কোন অর্থ বহন করে?
Ο ক) 
ভোজন
Ο খ) 
অনুরোধ
Ο গ) 
বাধা
Ο ঘ) 
দিব্যি

  সঠিক উত্তর: (ঘ)

১০.
‘চক্ষুদান করা’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
কাউকে চোখ দান করা
Ο খ) 
চুরি করা
Ο গ) 
জ্ঞানদান করা
Ο ঘ) 
উপহার দেয়া

  সঠিক উত্তর: (খ)

১১.
অহি-নকুল বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
ভীষণ শত্রুতা
Ο খ) 
সামান্য লোক
Ο গ) 
উঠেপড়ে লাগা
Ο ঘ) 
কঠিন অবস্থা

  সঠিক উত্তর: (ক)

১২.
‘ঈশ্বর তোমার ভালো করুন।’ বাক্যে ‘ভালো’ শব্দের অর্থ কী?
Ο ক) 
সৎ
Ο খ) 
সুন্দর
Ο গ) 
মঙ্গল
Ο ঘ) 
ধনী

  সঠিক উত্তর: (গ)

১৩.
‘তার কোনো কথা আমি গায়ে মাখি না’ - এ বাক্যে ‘গা’ কথাটি যে অর্থ বহন করে?
Ο ক) 
শরীর
Ο খ) 
গ্রাহ্য
Ο গ) 
পরিধান
Ο ঘ) 
অভ্যস্ত

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Ο ক) 
চপলা
Ο খ) 
বীচি
Ο গ) 
অম্বর
Ο ঘ) 
সরিৎ

  সঠিক উত্তর: (খ)

১৫.
‘পয়ঃ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
আগুন
Ο খ) 
সূর্য
Ο গ) 
নদী
Ο ঘ) 
জল

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
‘সুমন চাকরিতে লেগেছে।’ বাক্যে ‘লাগা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত?
Ο ক) 
স্পর্শ
Ο খ) 
শুরু
Ο গ) 
নিযুক্ত
Ο ঘ) 
থামা

  সঠিক উত্তর: (গ)

১৭.
‘লোকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও।’ এ বাক্যে ‘গলা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
অপমান
Ο খ) 
বোঝা
Ο গ) 
ভিক্ষা
Ο ঘ) 
কন্ঠ

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘কৈ মাছের প্রাণ’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
নীরোগ শরীর
Ο খ) 
প্রভাবশালী
Ο গ) 
যা সহজে মরে না
Ο ঘ) 
ধামাধরা

  সঠিক উত্তর: (গ)

১৯.
‘মাস্তানদের দৌরাত্ম্য এখন গা সওয়া হয়ে গেছে’ বাক্যে ‘গা’ কোন অর্থ বহন করে?
Ο ক) 
শরীর
Ο খ) 
গ্রাহ্য
Ο গ) 
অভ্যস্ত
Ο ঘ) 
আত্মগোপন

  সঠিক উত্তর: (গ)

২০.
‘তোমার হাতখানা একবার ধরতে চাই।’ বাক্যে ‘ধরে’ শব্দটি কী অর্থ বহন করে?
Ο ক) 
আটক
Ο খ) 
স্পর্শ
Ο গ) 
ভালো লাগা
Ο ঘ) 
তোষামুদে

  সঠিক উত্তর: (খ)

২১.
‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
দুরন্ত
Ο খ) 
সচেতন
Ο গ) 
চালাক
Ο ঘ) 
বোকা

  সঠিক উত্তর: (ঘ)

২২.
নিচের কোন বাক্যে ‘মাথা’ শব্দটি ‘প্রধান’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
তার মাথায় অনেক চুল
Ο খ) 
তিনি এ গায়ের মাথা
Ο গ) 
অঙ্কটি আমার মাথায় ঢুকছে না
Ο ঘ) 
রাস্তার চৌ মাথায় আমাদের বাড়ি

  সঠিক উত্তর: (খ)

২৩.
‘ভাঙা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) 
গড়া
Ο খ) 
শেষ
Ο গ) 
ভঙ্গুর
Ο ঘ) 
গঠন

  সঠিক উত্তর: (ক)

২৪.
কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
Ο ক) 
হুতাশন
Ο খ) 
সর্বভুক
Ο গ) 
মার্তন্ড
Ο ঘ) 
পাবক

  সঠিক উত্তর: (গ)

২৫.
গান শিখতে হলে ছাড়া গলায় প্রতিদিন রেওয়াজ করতে হবে। বাক্যে ‘ছাড়া’ কী অর্থ প্রকাশ করে?
Ο ক) 
ত্যাগ
Ο খ) 
মুক্তি
Ο গ) 
ব্যতীত
Ο ঘ) 
উচ্চস্বরে

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
‘মুখ ফুটে কথাটা বলে ফেল।’ - এ বাক্যে ‘কথা’ যে অর্থ বহন করে -
Ο ক) 
সাহস
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
সংযত
Ο ঘ) 
কথা

  সঠিক উত্তর: (ক)

২৭.
‘জল’ শব্দের সমার্থক শব্দ কোন দুটি?
Ο ক) 
উদক, নীরদ
Ο খ) 
বারি, সলিল
Ο গ) 
নীর, পদক
Ο ঘ) 
জীবন, বীচি

  সঠিক উত্তর: (খ)

২৮.
‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ -
Ο ক) 
উচ্ছৃঙ্খল
Ο খ) 
অমিতব্যয়ী
Ο গ) 
নির্বোধ
Ο ঘ) 
গোঁয়ার

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘উৎকর্ষ’ - এর বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
উৎকৃষ্ট
Ο খ) 
অপকৃষ্ট
Ο গ) 
নিকৃষ্ট
Ο ঘ) 
অপকর্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
‘চাঁদের হাট’ - অর্থ কী?
Ο ক) 
অদৃশ্য বস্তু
Ο খ) 
মগের মুল্লুক
Ο গ) 
বিরাট আয়োজন
Ο ঘ) 
আনন্দের প্রাচুর্য

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
‘দু নম্বরি টাকার গরমে করিমের পা মাটিতে পড়ে না’ - এ বাক্যে ‘গরম’ যে অর্থ বহন করে -
Ο ক) 
উষ্ণ
Ο খ) 
চড়া
Ο গ) 
উগ্র
Ο ঘ) 
অহংকার

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) 
প্রচেষ্ট
Ο খ) 
নিশ্চেষ্ট
Ο গ) 
যথেষ্ট
Ο ঘ) 
নিরত

  সঠিক উত্তর: (খ)

৩৩.
‘আমার ব্যাপারে নাক গলাতে এসো না।’ বাক্যে ‘নাক’ শব্দ কী অর্থে ব্যবহৃত -
Ο ক) 
নাসিকা
Ο খ) 
আগ্রহ
Ο গ) 
শব্দ করা
Ο ঘ) 
অনধিকার চর্চা

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
Ο ক) 
নীলাম্বু
Ο খ) 
জীমূত
Ο গ) 
লহরী
Ο ঘ) 
সিন্ধু

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
শ্রবণী
Ο খ) 
ব্যোম
Ο গ) 
শৈল
Ο ঘ) 
স্বামী

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
‘পরের গাঁট কাটা ওর স্বভাব’ - বাক্যে ‘কাটা’ শব্দটি যে অর্থ বহন করে -
Ο ক) 
ক্ষত
Ο খ) 
নষ্ট
Ο গ) 
চুরি
Ο ঘ) 
ছন্দপতন

  সঠিক উত্তর: (গ)

৩৭.
কোনটি সমার্থক শব্দের সম অর্থজ্ঞাপক শব্দ?
Ο ক) 
প্রতিশব্দ
Ο খ) 
মৌলিক শব্দ
Ο গ) 
বিপরীত শব্দ
Ο ঘ) 
যৌগিক শব্দ

  সঠিক উত্তর: (ক)

৩৮.
‘বন্ধন’ এর বিপরীত শব্দ কী?
Ο ক) 
মুক্তি
Ο খ) 
স্বাধীন
Ο গ) 
বন্দি
Ο ঘ) 
খোলামেলা

  সঠিক উত্তর: (ক)

৩৯.
‘বিজলি’ - এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
কিরণ
Ο খ) 
জ্যোতি
Ο গ) 
বিদ্যুৎ
Ο ঘ) 
অর্ণব

  সঠিক উত্তর: (গ)

৪০.
‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) 
ডাকাবুকা
Ο খ) 
তুলসী বনের বাঘ
Ο গ) 
তামার বিষ
Ο ঘ) 
অলস

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘অগ্রজ’ শব্দটির বিপরীত শব্দ কী?
Ο ক) 
অগ্র
Ο খ) 
অনুজ
Ο গ) 
গ্রহীতা
Ο ঘ) 
পশ্চাৎ

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
শত্রুর
Ο খ) 
মসৃণ
Ο গ) 
অমসৃণ
Ο ঘ) 
সমতল

  সঠিক উত্তর: (খ)

৪৩.
কোন বাগধারাটির অর্থ ‘বেহায়া’?
Ο ক) 
ঠোঁটকাটা
Ο খ) 
কানকাটা
Ο গ) 
জিলাপির প্যাঁচ
Ο ঘ) 
চিনির বলদ

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘আকাশ কুসুম’ - বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
বিপদে পড়া
Ο খ) 
একমাত্র অবলম্বন
Ο গ) 
অসম্ভব কল্পনা
Ο ঘ) 
ভয়াবহ সন্ধ্যা

  সঠিক উত্তর: (গ)

৪৫.
‘লঘু’ - এর বিপরীত শব্দ কী?
Ο ক) 
চপল
Ο খ) 
গম্ভীর
Ο গ) 
গুরু
Ο ঘ) 
আভিজাত্য

  সঠিক উত্তর: (গ)

৪৬.
‘কান’ শব্দটি কোন বাক্যে ‘শ্রবণ অঙ্গ’ অর্থ হিসেবে ব্যবহার হয়েছে?
Ο ক) 
আমার কথায় কান দাও
Ο খ) 
কথাটা পাঁচ কান করো না
Ο গ) 
লোকটি কানে শোনে না
Ο ঘ) 
নোভা কানে দুল পরেছে

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
‘কাঁচা দুধ সবার হজম হয় না’ - বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো -
Ο ক) 
অপক্ব
Ο খ) 
অসিদ্ধ
Ο গ) 
অপরিণত
Ο ঘ) 
অপূর্ণ

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘বহ্নি’ শব্দের অর্থ -
Ο ক) 
আগুন
Ο খ) 
বাতাস
Ο গ) 
সমুদ্র
Ο ঘ) 
পৃথিবী

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
Ο ক) 
তীব্র জ্বালা
Ο খ) 
অর্থের অহংকার
Ο গ) 
দীর্ঘস্থায়ী কষ্ট
Ο ঘ) 
অর্থের কু-প্রভাব

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
Ο ক) 
রাঘব বোয়াল
Ο খ) 
গোঁয়ার গোবিন্দ
Ο গ) 
উড়নচন্ডী
Ο ঘ) 
নেই আঁকড়া

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
‘নীরস’ - এর বিপরীত শব্দ কী?
Ο ক) 
সবল
Ο খ) 
দুর্বল
Ο গ) 
সরস
Ο ঘ) 
রসালো

  সঠিক উত্তর: (গ)

৫২.
‘শকুনি মামা’ অর্থ কী?
Ο ক) 
কুৎসিত মামা
Ο খ) 
সৎমামা
Ο গ) 
কুচক্রী লোক
Ο ঘ) 
পাতানো মামা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
নিচের কোন বাক্যে ‘সারা’ শব্দটি ক্লান্ত অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সারা গ্রাম জুড়ে হৈ চৈ পড়ে গেছে
Ο খ) 
শিশুটি মাকে খুঁজে না পেয়ে কেঁদে সারা হলো
Ο গ) 
যাক এতক্ষণে কাজটি সারা হয়েছে
Ο ঘ) 
রৌদ্রে ঘুরে ঘুরে সারা হয়েছি

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
নিচের কোন বাক্যে ‘বড়’ শব্দটি অগ্রজ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
রাম আমার বড় ভাই
Ο খ) 
পদ্মা বাংলাদেশের বড় নদী
Ο গ) 
লোকমান সাহেব বড় লোক
Ο ঘ) 
বাড়িতে বড় কুটুম এসেছে

  সঠিক উত্তর: (ক)

৫৫.
‘পুলিশের চোখ আসামির দিকে।’ এ বাক্যে ‘চোখ’ শব্দটির ব্যবহৃত অর্থ -
Ο ক) 
আঁখি
Ο খ) 
দৃষ্টি
Ο গ) 
রোগ
Ο ঘ) 
ফাঁকি

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...