NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২৩: পদ্য - সেইদিন এই মাঠ


 
এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২৩: পদ্য - সেইদিন এই মাঠ


১.
কবির চেতনায় প্রকৃতির রূপরস কিরূপ?
Ο ক) 
বিলীয়মান
Ο খ) 
প্রাণময়ী
Ο গ) 
বিস্মৃত
Ο ঘ) 
মলিন

  সঠিক উত্তর: (খ)

২.
‘এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে
Ο খ) 
এশিরিয়া আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল
Ο গ) 
পুড়ে যাওয়া বেবিলনের ছাই পড়ে আছে
Ο ঘ) 
এশিরিয়া ধুলো বেবিলনে পড়ে ছাই হলো

  সঠিক উত্তর: (ক)

৩.
জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?
Ο ক) 
প্রকৃতির কবি
Ο খ) 
আধুনিক জীবনচেতনার কবি
Ο গ) 
নাগরিক কবি
Ο ঘ) 
বাস্তববাদী কবি

  সঠিক উত্তর: (খ)

৪.
জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজ থেকে শিক্ষালাভ করেন?
Ο ক) 
প্রেসিডেন্সি কলেজ
Ο খ) 
রিপন কলেজ
Ο গ) 
কলকাতা কলেজ
Ο ঘ) 
সেন্ট ডেভিয়ার্স কলেজ

  সঠিক উত্তর: (ক)

৫.
‘সেইদিন এই মাঠ’ কবিতাটির নামকরণ করা হয়েছে -
Ο ক) 
রূপকের আশ্রয়ে
Ο খ) 
অন্তর্নিহিত তাৎপর্যের ওপর
Ο গ) 
বিষয়বস্তুর ওপর
Ο ঘ) 
দার্শনিক তত্ত্বের ওপর

  সঠিক উত্তর: (গ)

৬.
‘সেইদিন এই মাঠ’ কবিতার স্বপ্নের সাথে সম্পর্ক রয়েছে -
i. প্রকৃতির
ii. মানুষের
iii. নক্ষত্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭.
জীবনানন্দ দাশের জননীর নাম কী?
Ο ক) 
কুসুমকুমারী দাশ
Ο খ) 
কুসুম রানি দাশ
Ο গ) 
কুসুম কানন দাশ
Ο ঘ) 
কুসুম বালা দাশ

  সঠিক উত্তর: (ক)

৮.
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচিত গ্রন্থ?
Ο ক) 
চক্রবাক
Ο খ) 
তীর্থরেণু
Ο গ) 
চিন্তাতরঙ্গিনী
Ο ঘ) 
সুতীর্থ

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘সাধ’ শব্দের অর্থ হলো -
Ο ক) 
খোয়াব
Ο খ) 
পুলক
Ο গ) 
স্পৃহা
Ο ঘ) 
মমতা

  সঠিক উত্তর: (গ)

১০.
মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় না -
i. প্রাণময় সৌন্দর্য
ii. চিরকালীন ব্যস্ততা
iii. নিত্যকার বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
‘ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে।’ - পঙক্তিটিতে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন কথাটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ο ক) 
যেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো
Ο খ) 
এই নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন
Ο গ) 
লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
Ο ঘ) 
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

  সঠিক উত্তর: (ক)

১২.
‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ পঙক্তিটিতে কবি মাঠ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) 
মানুষের বিচরণভূমি
Ο খ) 
প্রকৃতির সৌন্দর্য
Ο গ) 
সভ্যতার অবস্থান
Ο ঘ) 
মানুষের স্বপ্নভূমি

  সঠিক উত্তর: (ক)

১৩.
সেইদিন এই মাঠ কী হবে না বলে কবি মনে করেন?
Ο ক) 
শান্ত
Ο খ) 
স্তব্ধ
Ο গ) 
স্থবির
Ο ঘ) 
বন্ধ

  সঠিক উত্তর: (খ)

১৪.
এশিরিয়া, বেবিলন হলো -
i. মানুষের নাম
ii. সভ্যতার নাম
iii. বাড়ির নাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১৫.
‘এশিরিয়া’ কী?
Ο ক) 
একটি মহাদেশের নাম
Ο খ) 
একটি সংস্কৃতির নাম
Ο গ) 
একটি জাতিগোষ্ঠীর নাম
Ο ঘ) 
একটি সভ্যতার নাম

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
জীবনানন্দ দাশ মূলত -
Ο ক) 
আধুনিক জীবনচেতনার কবি
Ο খ) 
গ্রামবাংলার কবি
Ο গ) 
দ্রোহের কবি
Ο ঘ) 
নগরচেতনার কবি

  সঠিক উত্তর: (ক)

১৭.
জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৯০৩
Ο খ) 
১৮৯৯
Ο গ) 
১৮৯৭
Ο ঘ) 
১৮৯৫

  সঠিক উত্তর: (খ)

১৮.
সভ্যতা একইসাথে যেসব বিপরীত বৈশিষ্ট্যের ধারক -
i. ক্ষয় ও বিনির্মাণ
ii. ভাঙা ও গড়া
iii. জীবন ও মৃত্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়াশোনা করেছিলেন?
Ο ক) 
বরিশাল জিলা স্কুল
Ο খ) 
সেন্ট আলফ্রেড হাই স্কুল
Ο গ) 
বরিশাল ব্রজমোহন স্কুল
Ο ঘ) 
বরিশাল ব্রজমোহন কলেজ

  সঠিক উত্তর: (ঘ)

২০.
চালতাফুলের গন্ধের ঢেউটি কেমন ছিল?
Ο ক) 
নরম
Ο খ) 
উষ্ণ
Ο গ) 
শীতল
Ο ঘ) 
অপূর্ব

  সঠিক উত্তর: (ক)

২১.
কবির মতে শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ কতটা সময় প্রবাহিত হবে?
Ο ক) 
কিছুকালব্যাপী
Ο খ) 
যুগান্তরব্যাপী
Ο গ) 
অনন্তকালব্যাপী
Ο ঘ) 
বছরব্যাপী

  সঠিক উত্তর: (গ)

২২.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় লক্ষ্মীপেঁচা কী করবে তার লক্ষ্মীটির তরে?
Ο ক) 
নাচবে
Ο খ) 
জীবন দিবে
Ο গ) 
অভিনয় করবে
Ο ঘ) 
গান গাইবে

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে?
Ο ক) 
মৃত্যুভাবনা
Ο খ) 
অস্তিত্বভাবনা
Ο গ) 
সমাজ ভাবনা
Ο ঘ) 
দেশ ভাবনা

  সঠিক উত্তর: (খ)

২৪.
প্রকৃতির মধ্যে কীসের আস্বাদ পাওয়া যায়?
Ο ক) 
বিচিত্র কলরবের
Ο খ) 
বিচিত্র দুর্বলতার
Ο গ) 
বিচিত্র গন্ধের
Ο ঘ) 
বিচিত্র শক্তির

  সঠিক উত্তর: (গ)

২৫.
জীবনানন্দ দাশের পিতার নাম কী?
Ο ক) 
গোবিন্দ দাশ
Ο খ) 
নিত্যানন্দ দাশ
Ο গ) 
পরমানন্দ দাশ
Ο ঘ) 
সত্যানন্দ দাশ

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
‘খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে।’ এখানে খেয়ানৌকার সাথে সম্পৃক্ত হলো -
i. মাঝি
ii. বৈঠা
iii. পাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কবির দৃষ্টিতে কোন দেশ এক অনন্য রূপসী?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
পাকিস্তান
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
নেপাল

  সঠিক উত্তর: (ক)

২৮.
নদী কীসের তলে সেদিনো স্বপ্ন দেখবে?
Ο ক) 
আকাশের
Ο খ) 
নক্ষত্রের
Ο গ) 
প্রকৃতির
Ο ঘ) 
সৌন্দর্যের

  সঠিক উত্তর: (খ)

২৯.
চালতাফুলে কী পড়ে থাকে?
Ο ক) 
ধুলোর চাদর
Ο খ) 
গ্রীষ্মের রোদ
Ο গ) 
শীতের শিশির
Ο ঘ) 
মেঘের রেশ

  সঠিক উত্তর: (গ)

৩০.
প্রকৃতি তার নিজস্ব অফুরন্ত সৌন্দর্য দিয়ে মানুষের অন্তর্গত কোন দিকটিকে তৃপ্ত করে?
Ο ক) 
স্বপ্ন-সাধ কল্পনা
Ο খ) 
মাহাত্ম্য ও মমত্ব
Ο গ) 
অনুভাবনা ও প্রাণময়তা
Ο ঘ) 
বোধশক্তি ও চেতনা

  সঠিক উত্তর: (ক)

৩১.
এ জগতে মৃত্যু নেই -
i. মানুষের স্বপ্নের
ii. জগতের সৌন্দর্যের
iii. পৃথিবীর বহমানতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কবির মতে কোনটির মৃত্যু নেই?
Ο ক) 
সভ্যতার
Ο খ) 
জীবনের
Ο গ) 
সৌন্দর্যের
Ο ঘ) 
মানুষের

  সঠিক উত্তর: (গ)

৩৩.
‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ - পঙক্তিটিতে কবি মাঠ স্তব্ধ হবে না বলতে কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
প্রকৃতির রহস্যময় স্থবিরতা
Ο খ) 
প্রকৃতির চিরকালীন স্থায়িত্ব
Ο গ) 
প্রকৃতির চিরকালীন বহমানতা
Ο ঘ) 
প্রকৃতির রহস্যময় কোলাহল

  সঠিক উত্তর: (গ)

৩৪.
শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন?
Ο ক) 
সুগন্ধ বোঝাতে
Ο খ) 
স্নিগ্ধতা বোঝাতে
Ο গ) 
সৌন্দর্য বোঝাতে
Ο ঘ) 
স্বাভাবিক বোঝাতে

  সঠিক উত্তর: (খ)

৩৫.
শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
Ο ক) 
পৌষ
Ο খ) 
জ্যৈষ্ঠ
Ο গ) 
শ্রাবণ
Ο ঘ) 
ভাদ্র

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য হলো -
Ο ক) 
পল্লির জীবন ও জীবন দর্শন
Ο খ) 
প্রকৃতির রূপবৈচিত্র্য ও জীবন চেতনা
Ο গ) 
নাগরিক জীবনের আশা আকাঙ্ক্ষা
Ο ঘ) 
বাংলার প্রকৃতি ও ঐতিহ্যচেতনা

  সঠিক উত্তর: (খ)

৩৭.
প্রকৃতি কী দিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করা যায়?
Ο ক) 
বিচিত্র বিবর্তন
Ο খ) 
গভীর মমত্ব
Ο গ) 
অফুরন্ত সৌন্দর্য
Ο ঘ) 
রহস্যময় আবির্ভাব

  সঠিক উত্তর: (গ)

৩৮.
মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে কীসের মৃত্যু নেই?
Ο ক) 
সৌন্দর্যের
Ο খ) 
স্বপ্নের
Ο গ) 
গাছের
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Ο ক) 
বনলতা সেন
Ο খ) 
রূপসী বাংলা
Ο গ) 
ঝরা পালক
Ο ঘ) 
ধূসর পান্ডুলিপি

  সঠিক উত্তর: (খ)

৪০.
এশিরিয়া বেবিলন এখন কেমন?
Ο ক) 
পরিপূর্ণ গড়া সভ্যতা
Ο খ) 
এখনও সৌন্দর্যে ভরপুর এ সভ্যতা
Ο গ) 
ধ্বংসস্তূপ ছাড়া এখন আর কিছুই নয়
Ο ঘ) 
ফুলেফলে ভরা

  সঠিক উত্তর: (গ)

৪১.
‘চারিদিকে শান্ত বাতি - ভিজে গন্ধ - মৃদু কলরব’ - পঙক্তিটিতে কবি বিস্ময়কর শক্তিতে প্রকৃতির কোন দিকটিকে উপস্থাপন করেছেন?
Ο ক) 
চিরকালীন ক্ষয়িষ্ণুতা
Ο খ) 
চিরকালীন সৌন্দর্য
Ο গ) 
চিরকালীন রহস্য
Ο ঘ) 
চিরকালীন ব্যস্ততা

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘দিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
অহঃ
Ο খ) 
শর্বরী
Ο গ) 
তিমির
Ο ঘ) 
দ্বীপ

  সঠিক উত্তর: (ক)

৪৩.
চারিদিকে শান্ত বাতি --- ভিজে গন্ধ -
Ο ক) 
নক্ষত্রের আলো
Ο খ) 
প্রকৃতির সুবাস
Ο গ) 
নরম ঢেউ
Ο ঘ) 
মৃদু কলরব

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) 
কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο গ) 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয
Ο ঘ) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়

  সঠিক উত্তর: (খ)

৪৫.
মাঠে কী থাকে?
Ο ক) 
গরু
Ο খ) 
স্থিরতা
Ο গ) 
চঞ্চলতা
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (ক)

৪৬.
‘সব কিছু যেমন আছে তেমনি রবে যদিও আমি থাকব না।’ - উক্তিটি কবিতার -
Ο ক) 
মূলভাব
Ο খ) 
খন্ডিত ভাব
Ο গ) 
বিপরীত ভাব
Ο ঘ) 
সারাংশ

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বহমানতাকে রহিত করতে পারে না কেন?
Ο ক) 
পৃথিবীতে চিরকালীন ব্যস্ততা আছে বলে
Ο খ) 
ক্ষয় ও বিনির্মাণ একই সাথে চলে বলে
Ο গ) 
মানুষের মৃত্যুতে পৃথিবীর কোন দায় নেই বলে
Ο ঘ) 
মানুষের মৃত্যুতে তার স্বপ্নেরও মরণ হয় বলে

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘আকাশ-বাতাস-আলোক-আঁধার মৌন স্বপ্নভরে, মনে হয় যেন নিখিল বিশ্ব কোল পেতে তার তরে!’ - ‘সেইদিন এই মাঠ’ কবিতার প্রেক্ষিতে কী বলা যায়?
Ο ক) 
সোনার স্বপ্ন পৃথিবীতে সর্বদাই বর্তমান থাকে
Ο খ) 
প্রকৃতির রূপবৈচিত্র্য পৃথিবীতে সর্বদাই বর্তমান থাকে
Ο গ) 
প্রকৃতিতে এক শ্বাশতরূপ রয়েছে অসাধারণ তাৎপর্যকে
Ο ঘ) 
পৃথিবীতে স্বপ্নের বিনির্মাণ হয় নিখুঁত সৌন্দর্যে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি ছাই হয়ে আছে বলা হয়েছে?
Ο ক) 
বেবিলন
Ο খ) 
পৃথিবী
Ο গ) 
নক্ষত্র
Ο ঘ) 
কবিতা

  সঠিক উত্তর: (ক)

৫০.
লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
সকালের
Ο খ) 
দুপুরের
Ο গ) 
বিকেলের
Ο ঘ) 
রাতের

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
‘আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজিবে না’? - এ উক্তিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
জীবন ও প্রকৃতি সমানতালে চলে
Ο খ) 
প্রকৃতি নিত্য প্রাণময় কিন্তু জীবন তা নয়
Ο গ) 
জীবন ও প্রকৃতি ক্ষয়িষ্ণু
Ο ঘ) 
পৃথিবীর ক্ষয়িষ্ণুতা নিরন্তর প্রবহমান

  সঠিক উত্তর: (খ)

৫২.
নিচের কোন কবিকে আধুনিক জীবনচেতনার কবি হিসেবে আখ্যায়িত করা যায়?
Ο ক) 
যতীন্দ্রমোহন বাগচী
Ο খ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο গ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
জীবনানন্দ দাশ

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
জীবনানন্দের দৃষ্টিতে বাংলাদেশ কেমন?
Ο ক) 
জনবহুল
Ο খ) 
নদীমাতৃক
Ο গ) 
রূপসী
Ο ঘ) 
অপরূপ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
মোহনা নবম শ্রেণির মাধ্যমিক বাংলা সাহিত্য বইটির ‘সেইদিন এই মাঠ’ কবিতা পড়ে দুটি সভ্যতার নাম জানতে পারল। সে কোন সভ্যতা দুটির নাম জানতে পারল?
Ο ক) 
ক্যালডীয় ও মিশরীয় সভ্যতা
Ο খ) 
চৈনিক ও ইন্ডিয়ান সভ্যতা
Ο গ) 
এশিরিয়া ও বেবিলনীয় সভ্যতা
Ο ঘ) 
ইনকা ও রোমান সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

৫৫.
স্বপ্নকে ‘সোনার’ বলা হয়েছে কেন?
Ο ক) 
আহ্লাদ করে
Ο খ) 
মধুর বলে
Ο গ) 
মূল্যবান বলে
Ο ঘ) 
অপূর্ণ বলে

  সঠিক উত্তর: (খ)

৫৬.
‘আমি চলে যাব বলে’ - এখানে ‘আমি’ কে?
Ο ক) 
কবি
Ο খ) 
প্রকৃতি
Ο গ) 
স্বপ্ন
Ο ঘ) 
সৌন্দর্য

  সঠিক উত্তর: (ক)

৫৭.
শিশিরের জলে চালতা ফুল ভিজে কী ধরনের সৌন্দর্য সৃষ্টি করে?
Ο ক) 
গভীরতম
Ο খ) 
চিরস্থায়ী
Ο গ) 
রহস্যময়
Ο ঘ) 
অকল্পনীয়

  সঠিক উত্তর: (গ)

৫৮.
খেয়া নৌকাগুলো কোথায় এসে ভিড়েছে?
Ο ক) 
নদীর একদম তীরে
Ο খ) 
চরের খুব কাছে
Ο গ) 
খেয়া পারাপারের পথে
Ο ঘ) 
নদী নক্ষত্রের তলে

  সঠিক উত্তর: (খ)

৫৯.
লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীর তরে গান গাওয়া বলতে কী বোঝায়?
Ο ক) 
আনন্দের বিস্তার
Ο খ) 
প্রাণময় আবেদন
Ο গ) 
মমত্বের অনুভাবনা
Ο ঘ) 
স্নেহকাতর ভালোবাসা

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘আমি চলে যাব বলে
চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’ - পঙক্তিটিতে কী মূর্ত হয়ে উঠেছে?
Ο ক) 
প্রকৃতির ক্ষয়িষ্ণু রূপ
Ο খ) 
প্রকৃতির শ্বাশত রূপ
Ο গ) 
প্রকৃতির রহস্যময়তা
Ο ঘ) 
প্রকৃতির সীমাহীন রূপ

  সঠিক উত্তর: (খ)

৬১.
কবি ঢেউকে ‘নরম গন্ধের’ বলেছেন কেন?
Ο ক) 
ভিজে রয়েছে বলে
Ο খ) 
চির ঐশ্বর্যময় বলে
Ο গ) 
স্নিগ্ধ মধুর বলে
Ο ঘ) 
শীতের বাতাস বলে

  সঠিক উত্তর: (গ)

৬২.
‘আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে।’ - পঙক্তিগুলো ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন বিষয়টির মাঝে প্রতিফলিত হয়েছে?
Ο ক) 
চালতাফুল শিশির পড়ার মাঝে
Ο খ) 
লক্ষ্মীপেঁচার লক্ষ্মীটির তরে গান গাওয়ার মাঝে
Ο গ) 
খেয়ানৌকাগুলোর চরের কাছে লাগার মাঝে
Ο ঘ) 
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে ঝরার মাঝে

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
চরের খুব কাছে কী এসে লেগেছে?
Ο ক) 
কোকিল
Ο খ) 
খেয়ানৌকা
Ο গ) 
শিশিরের জল
Ο ঘ) 
সোনার স্বপ্ন

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
ময়না
Ο খ) 
লক্ষ্মীপেঁচা
Ο গ) 
সাদা বক
Ο ঘ) 
ময়ূর

  সঠিক উত্তর: (খ)

৬৫.
সেদিনও স্বপ্ন দেখতে কে?
Ο ক) 
নক্ষত্র
Ο খ) 
আকাশ
Ο গ) 
বাতাস
Ο ঘ) 
নদী

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
ব্যক্তিমানুষের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
Ο ক) 
অবিনশ্বর
Ο খ) 
মরণশীল
Ο গ) 
ক্ষয়িষ্ণু
Ο ঘ) 
অফুরন্ত

  সঠিক উত্তর: (খ)

৬৭.
জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে এম.এ ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
১৯২০
Ο খ) 
১৯২১
Ο গ) 
১৯২২
Ο ঘ) 
১৯২৩

  সঠিক উত্তর: (খ)

৬৮.
শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কত দিন থাকবে?
Ο ক) 
পাঁচ দিন
Ο খ) 
সাত দিন
Ο গ) 
দশ দিন
Ο ঘ) 
অনন্তকাল

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কী?
Ο ক) 
ট্রেন দুর্ঘটনা
Ο খ) 
নৌকাডুবি
Ο গ) 
ট্রাম দুর্ঘটনা
Ο ঘ) 
বাস দুর্ঘটনা

  সঠিক উত্তর: (গ)

৭০.
জীবনানন্দ দাশ কোন শতকের কবি?
Ο ক) 
আঠার শতকের
Ο খ) 
ঊনিশ শতকের
Ο গ) 
বিশ শতকের
Ο ঘ) 
সতের শতকের

  সঠিক উত্তর: (গ)

৭১.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় ‘ধুলো’ ও ‘ছাই’ - এর মাধ্যমে কোন বিষয়টি স্পষ্ট হয়েছে?
Ο ক) 
প্রকৃতির পরিবর্তন
Ο খ) 
মরুভূমির পরিবর্তন
Ο গ) 
মানবসভ্যতার পরিণতি
Ο ঘ) 
প্রাকৃতিক বিপর্যয়

  সঠিক উত্তর: (গ)

৭২.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত অনেক সভ্যতা -
Ο ক) 
গড়ে উঠেছে
Ο খ) 
বিলীন হয়ে গেছে
Ο গ) 
বিবর্তিত হচ্ছে
Ο ঘ) 
ধ্বংস হচ্ছে

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।’ - পঙক্তিটিতে কবি জীবনানন্দ দাশের কোন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে?
Ο ক) 
প্রকৃতিপ্রেম
Ο খ) 
আশঙ্কা
Ο গ) 
মমত্ববোধ
Ο ঘ) 
আকাঙ্ক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ’ - কীসের?
Ο ক) 
ইতিহাসের
Ο খ) 
মানুষের
Ο গ) 
প্রকৃতির
Ο ঘ) 
সভ্যতার

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘নদী নক্ষত্রের তলে সেদিনো দেখিবে স্বপ্ন’ - পঙক্তিটিতে ‘সেদিনো’ বলতে কোন সময়টিকে বোঝানো হয়েছে?
Ο ক) 
যখন পৃথিবীর সৌন্দর্য হারিয়ে যাবে
Ο খ) 
যখন কবি পৃথিবীতে থাকবেন না
Ο গ) 
যখন প্রকৃতির প্রাণময়তা হারিয়ে যাবে
Ο ঘ) 
যখন সভ্যতা বিলীন হয়ে যাবে

  সঠিক উত্তর: (খ)

৭৬.
লক্ষ্মীপেঁচার গান গাওয়ার মাধ্যমে কোনটি প্রকাশ পায়?
Ο ক) 
সৌজন্যবোধ
Ο খ) 
মমত্ববোধ
Ο গ) 
সাহসিকতা
Ο ঘ) 
অনুপ্রেরণা

  সঠিক উত্তর: (খ)

৭৭.
জীবনানন্দ দাশের জীবনাবসান হয়েছিল -
Ο ক) 
১৯৫৪ সালের ১৯শে অক্টোবর
Ο খ) 
১৯৫৪ সালের ২০শে অক্টোবর
Ο গ) 
১৯৫৪ সালের ২১শে অক্টোবর
Ο ঘ) 
১৯৫৪ সালের ২২শে অক্টোবর

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় পরম গন্ধের ঢেউয়ে কোনটি ভেজার কথা বলা হয়েছে?
Ο ক) 
গোলাপ ফুল
Ο খ) 
কদম ফুল
Ο গ) 
চালতা ফুর
Ο ঘ) 
পদ্ম ফুল

  সঠিক উত্তর: (গ)

৭৯.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি ধুলো হয়েছে বলা হয়েছে?
Ο ক) 
নক্ষত্র
Ο খ) 
এশিরিয়া
Ο গ) 
চর
Ο ঘ) 
চালতাফুল

  সঠিক উত্তর: (খ)

৮০.
‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’ - এখানে কবি কোন সময়ের কথা বলেছেন?
Ο ক) 
যখন পৃথিবী থাকবে না
Ο খ) 
যখন সৌন্দর্য থাকবে না
Ο গ) 
যখন সভ্যতা থাকবে না
Ο ঘ) 
যখন কবি থাকবেন না

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
আজাদ বয়সে ছোট হলেও তার মধ্যে রয়েছে অফুরন্ত প্রাণময়তা। সবাই যা করতে ভয় পায়, সে তা করে ফেলে দ্বিধাহীনভাবে। কারণ, তার রয়েছে স্বপ্নসাধ আর কল্পনা, যা একইসাথে রঙিন ও ঐশ্বর্যময়। আজাদের এই অন্তর্গত বোধকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার প্রেক্ষিতে কী বলা যায়?
Ο ক) 
সোনার স্বপ্নের সাধ
Ο খ) 
মানবের শাশ্বতরূপ
Ο গ) 
চিরকালীন মানব চরিত্র
Ο ঘ) 
কল্পনার সোনালি সৌন্দর্য

  সঠিক উত্তর: (ক)

৮২.
‘এশিরিয়া ধুলো আজ - বেবিলন ছােই হয়ে আছে’ - পঙক্তিটি ইতিহাসের সভ্যতা ছাড়াও আর কী সম্পর্কে আমাদের ধারণা দেয়?
Ο ক) 
দার্শনিকতা
Ο খ) 
সাহিত্য
Ο গ) 
প্রকৃতি
Ο ঘ) 
স্নায়ুযুদ্ধ

  সঠিক উত্তর: (ক)

৮৩.
মাঠ কখনো স্তব্ধ হবে না, কারণ -
Ο ক) 
সবাই মিলে সজীব রাখবে
Ο খ) 
নতুনভাবে পরিচর্যা করবে
Ο গ) 
কোনো দুর্যোগের সম্ভাবনা নেই
Ο ঘ) 
বহমানতা টিকিয়ে রাখবে

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে -
Ο ক) 
কবির প্রেমিকার নামানুসারে
Ο খ) 
একটি কবিতার নামানুসারে
Ο গ) 
কবির মেয়ের নামানুসারে
Ο ঘ) 
কবির স্ত্রীর নামানুসারে

  সঠিক উত্তর: (খ)

৮৫.
‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ পঙক্তিটিতে কবি সেইদনি বলতে কোন দিনটিকে বুঝিয়েছেন?
Ο ক) 
যখন সভ্যতা থাকবে না
Ο খ) 
যখন পৃথিবী থাকবে না
Ο গ) 
যখন কবি থাকবেন না
Ο ঘ) 
যখন প্রকৃতি থাকবে না

  সঠিক উত্তর: (গ)

৮৬.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় উল্লিখিত গন্ধটা কেমন?
Ο ক) 
সোঁদা
Ο খ) 
ভেজা
Ο গ) 
ঝাঁঝালো
Ο ঘ) 
মিষ্টি

  সঠিক উত্তর: (খ)

৮৭.
বিষয়বস্তু বিচারে ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি -
Ο ক) 
দার্শনিকতামূলক
Ο খ) 
প্রকৃতি বিষয়ক
Ο গ) 
দেশপ্রেমমূলক
Ο ঘ) 
মৃত্যুভাবনা বিষয়ক

  সঠিক উত্তর: (ক)

৮৮.
জীবনানন্দ দাশ কোন পেশায় নিযুক্ত ছিলেন?
Ο ক) 
সাংবাদিকতা
Ο খ) 
সম্পাদনা
Ο গ) 
অধ্যাপনা
Ο ঘ) 
ব্যবসা

  সঠিক উত্তর: (গ)

৮৯.
জীবনানন্দ দাশের জননী ছিলেন -
Ο ক) 
চারণ কবি
Ο খ) 
পল্লি কবি
Ο গ) 
স্বভাব কবি
Ο ঘ) 
গীতি কবি

  সঠিক উত্তর: (গ)

৯০.
কবি এশিরিয় ও বেবিলনের কথা বলেছেন কেন?
Ο ক) 
ধ্বংসস্তূপ চেনাতে
Ο খ) 
একটি বিশেষ যুগ বোঝাতে
Ο গ) 
প্রকৃতির স্থায়িত্ব বোঝাতে
Ο ঘ) 
কল্পনা বোঝাতে

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘সেইদিন’ কোনটি স্তব্ধ হবে না?
Ο ক) 
খেয়াঘাট
Ο খ) 
গ্রাম
Ο গ) 
শহর
Ο ঘ) 
মাঠ

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
জীবনানন্দ দাশের সৃষ্টিতে বাংলাদেশ কীরূপে ধরা পড়েছে?
Ο ক) 
এক সাহসী জননী
Ο খ) 
এক প্রাণময় প্রেয়সী
Ο গ) 
এক অনন্য রূপসী
Ο ঘ) 
এক বিচিত্র ধরনী

  সঠিক উত্তর: (গ)

৯৩.
জীবনানন্দ দাশের জননী কী ছিলেন?
Ο ক) 
চারণ কবি
Ο খ) 
গীতিকবি
Ο গ) 
পল্লিকবি
Ο ঘ) 
স্বভাবকবি

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ হিসেবে কোনটিকে বিবেচনা করা যায়?
Ο ক) 
বক্ষব্যাধিতে আক্রান্ত হওয়া
Ο খ) 
হৃদরোগে আক্রান্ত হওয়া
Ο গ) 
ট্রাম দুর্ঘটনায় আহত হওয়া
Ο ঘ) 
ট্রেন দুর্ঘটনায় আহত হওয়া

  সঠিক উত্তর: (গ)

৯৫.
‘এশিরিয়া ধুলো আজ-বেবিলন ছাই হয়ে আছে।’ - পঙক্তিটিতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
সভ্যতার বিনির্মাণ
Ο খ) 
সভ্যতার ক্ষয়িষ্ণুতা
Ο গ) 
সভ্যতার বহমানতা
Ο ঘ) 
সভ্যতার রহস্যময়তা

  সঠিক উত্তর: (খ)

৯৬.
‘ঝরা পালক’ ও ‘রূপসী বাংলা’ গ্রন্থের মধ্যে সাদৃশ্য রয়েছে -
Ο ক) 
লেখকদের দিক থেকে
Ο খ) 
বিষয়বস্তুর দিক থেকে
Ο গ) 
প্রকাশের দিক থেকে
Ο ঘ) 
প্রেক্ষাপটের দিক থেকে

  সঠিক উত্তর: (ক)

৯৭.
পৃথিবীর বহমানতার গল্প চিরকাল বেঁচে রবে কেন?
Ο ক) 
পৃথিবীর বহমানতার ক্ষয় নেই বলে
Ο খ) 
পৃথিবীর বহমানতার বিনির্মাণ নেই বলে
Ο গ) 
পৃথিবীর বহমানতার স্থায়িত্ব নেই বলে
Ο ঘ) 
পৃথিবীর বহমানতার অমরত্ব নেই বলে

  সঠিক উত্তর: (ক)

৯৮.
জীবনানন্দ দাশ কত তারিখে ট্রাম দুর্ঘটনায় আহত হন?
Ο ক) 
১৪ই অক্টোবর
Ο খ) 
১৪ই নভেম্বর
Ο গ) 
১৪ই ডিসেম্বর
Ο ঘ) 
১৪ই জানুয়ারি

  সঠিক উত্তর: (ক)

৯৯.
‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের লেখক কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (গ)

১০০.
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Ο ক) 
চক্রবাক
Ο খ) 
ঝিঙেফুল
Ο গ) 
মালঞ্চ
Ο ঘ) 
মহাপৃথিবী

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
পৃথিবীতে কোনটি আর ঝরবে কিনা ভেবে কবি আক্ষেপ করেছেন?
Ο ক) 
শিশিরভেজা চালতা ফুল
Ο খ) 
লক্ষ্মীপেঁচার মঙ্গলবার্তা
Ο গ) 
সোনার স্বপ্নের সাধ
Ο ঘ) 
মানুষের স্বপ্ন-সাধের সুর

  সঠিক উত্তর: (গ)

১০২.
‘খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে’ - পঙক্তিটিতে কোনটি উঠে এসেছে?
Ο ক) 
পৃথিবীর ব্যস্ততা
Ο খ) 
পৃথিবীর সৌন্দর্য
Ο গ) 
পৃথিবীর স্থবিরতা
Ο ঘ) 
পৃথিবীর বহমানতা

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কীরকম?
Ο ক) 
প্রাণময়
Ο খ) 
ঐশ্বর্যময়
Ο গ) 
স্নিগ্ধময়
Ο ঘ) 
রহস্যময়

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
‘বেবিলন’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
বেবিলনীয় সংস্কৃতি
Ο খ) 
বেবিলনীয় ভূখন্ড
Ο গ) 
বেবিলনীয় সভ্যতা
Ο ঘ) 
বেবিলনীয় উদ্যান

  সঠিক উত্তর: (গ)

১০৫.
প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে কী হয়ে উঠেছে?
Ο ক) 
ক্ষণস্থায়ী
Ο খ) 
চিরস্থায়ী
Ο গ) 
স্বপ্নময়
Ο ঘ) 
প্রাণময়

  সঠিক উত্তর: (ঘ)

১০৬.
‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে’ পঙক্তি দ্বারা কী বোঝায়?
Ο ক) 
কবি না থাকলেও প্রকৃতি মানুষের সাধ কল্পনাকে তৃপ্ত করবে
Ο খ) 
মানুষের মনের আশা চিরদিনই বিরাজ করে
Ο গ) 
সুন্দর স্বপ্নগুলো পৃথিবীতে থেকে যায়
Ο ঘ) 
শরতের সকাল স্মৃতিতে ভাসে

  সঠিক উত্তর: (ক)

১০৭.
মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে -
Ο ক) 
সমুদ্রে
Ο খ) 
পাহাড়ে
Ο গ) 
আকাশে
Ο ঘ) 
প্রকৃতিতে

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় যে সভ্যতার কথা বলা হযেছে -
i. এশিরীয়
ii. বেবিলনীয়
iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৯.
জীবনানন্দ দাশ কোন শহরে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
রাজশাহী
Ο গ) 
বরিশাল
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (গ)

১১০.
প্রত্যেক মানুষের মৃত্যু হয় কিন্তু, প্রকৃতি -
i. বেঁচে থাকে চিরকাল�
ii. তার আপন অস্তিত্ব বজায় রাখে
iii. মানুষের শোক হৃদয়ে ধারণ করে
নিচের কোনটি সঠিক?�
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
Ο ক) 
গোলাপ
Ο খ) 
শিউলী
Ο গ) 
চালতা
Ο ঘ) 
কদম

  সঠিক উত্তর: (গ)

১১২.
‘লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?’ - এখানে ‘লক্ষ্মীপেঁচার গান’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
প্রণয়বার্তা
Ο খ) 
আগমনী বার্তা
Ο গ) 
মঙ্গলবার্তা
Ο ঘ) 
আনন্দবার্তা

  সঠিক উত্তর: (গ)

১১৩.
চারদিকে কী রকম বাতি দেখা যায়?
Ο ক) 
শান্ত বাতি
Ο খ) 
আলোকিত বাতি
Ο গ) 
ভিজে বাতি
Ο ঘ) 
অফুরন্ত বাতি

  সঠিক উত্তর: (গ)

১১৪.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় মোট ক’টি চরণ আছে?
Ο ক) 
দশ
Ο খ) 
এগারো
Ο গ) 
বারো
Ο ঘ) 
তেরো

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
জীবনানন্দ দাশ কোনটিতে নিমগ্নচিত্ত ছিলেন?
Ο ক) 
বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে
Ο খ) 
বাংলার মানুষের জীবনচিত্রে
Ο গ) 
বাংলার মানুষের ঐতিহ্যের প্রবাহমানতা
Ο ঘ) 
বাংলার প্রতিবাদী চেতনায়

  সঠিক উত্তর: (ক)

১১৬.
নদী কোথায় বসে স্বপ্ন দেখবে?
Ο ক) 
আকাশের তলে
Ο খ) 
নরম আসনে
Ο গ) 
উচ্চ মাচায়
Ο ঘ) 
নক্ষত্রের তলে

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
পৃথিবীর কোন গল্প চিরকাল বেঁচে রবে?
Ο ক) 
সৌন্দর্যের
Ο খ) 
বহমানতার
Ο গ) 
আবেগের
Ο ঘ) 
সভ্যতার

  সঠিক উত্তর: (খ)

১১৮.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় যে বিষয়টি কবি বোঝাতে চেয়েছেন -
Ο ক) 
জীবন ও প্রকৃতির উভয়ে চিরস্থায়ী
Ο খ) 
খেয়ালী প্রকৃতি আপন মনে বয়ে চলে
Ο গ) 
জীবন ও প্রকৃতি পরস্পর বিপরীতধর্মী
Ο ঘ) 
জীবন নশ্বর কিন্তু প্রকৃতি সর্বদা চলমান

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
‘আমি চলে যাব’ - কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
Ο ক) 
গ্রামে
Ο খ) 
শহরে
Ο গ) 
পরপারে
Ο ঘ) 
বিদেশে

  সঠিক উত্তর: (গ)

১২০.
‘কবিতার কথা’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) 
আল মাহমুদ
Ο খ) 
সৈয়দ শামসুল হক
Ο গ) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο ঘ) 
জীবনানন্দ দাশ

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’ পঙক্তিটিতে স্তব্ধ শব্দটি কবি মাঠের ক্ষেত্রে ব্যক্ত করেছেন কী বোঝাতে?
Ο ক) 
প্রকৃতির চিরকালীন প্রাণময়তা থেমে যাওয়া বোঝাতে
Ο খ) 
প্রকৃতির রহস্যময় বিনির্মাণ থেমে যাওয়া বোঝাতে
Ο গ) 
প্রকৃতির ক্ষয়িষ্ণুতা শুরু হওয়া বোঝাতে
Ο ঘ) 
প্রকৃতির প্রাণময়তার বদলে স্থবিরতা শুরু বোঝাতে

  সঠিক উত্তর: (ক)

১২২.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কটি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

১২৩.
‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’ - পঙক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
প্রকৃতির রহস্যময়তা
Ο খ) 
প্রকৃতির শ্বাশতরূপ
Ο গ) 
প্রকৃতির প্রাণময়তা
Ο ঘ) 
প্রকৃতির স্থায়ীরূপ

  সঠিক উত্তর: (খ)

১২৪.
জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
কলকাতা
Ο গ) 
শিলিগুড়ি
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (খ)

১২৫.
‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কে লিখেছেন?
Ο ক) 
শামসুর রাহমান
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
জসীমউদদীন

  সঠিক উত্তর: (গ)

১২৬.
খেয়ানৌকা কীসের জন্য ব্যবহৃত হয়?
Ο ক) 
জেলেদের মাছ ধরার জন্য
Ο খ) 
জাহাজের বিভিন্ন কাজের জন্য
Ο গ) 
দূরে থেকে মাল আনার জন্য
Ο ঘ) 
মানুষের নদী পার হওয়ার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
কবি জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
বাংলা সাহিত্য
Ο খ) 
মৃত্তিকা বিজ্ঞান
Ο গ) 
ইংরেজি সাহিত্য
Ο ঘ) 
গণিতশাস্ত্র

  সঠিক উত্তর: (গ)

১২৮.
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবি চারদিকে কী ধরনের কলরবের কথা বলেছেন?
Ο ক) 
শান্ত কলরব
Ο খ) 
উচ্চ কলরব
Ο গ) 
মুগ্ধ কলরব
Ο ঘ) 
মৃদু কলরব

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
‘শস্যের খেত চষে-চষে
গেছে চাষা চলে
তাদের মাটির গল্প - তাদের মাঠের গল্প সব শেষ হলে
অনেক তবুও থাকে বাকি, -
তুমি জান - এ পৃথিবী আজ জানে তা কি!
১২৯.
উদ্দীপকের পঙক্তিগুলো ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে পঙক্তিটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ -
i. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
iii. পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
উদ্দীপকটি ‘সেইদিন এই মাঠ’ কবিতার সাথে যে দৃষ্টিকোণ থেকে সাদৃশ্যপূর্ণ -
i. পৃথিবীর বহমানতা চিরস্থায়ী নয়
ii. মানুষের স্বপ্নের মৃত্যু নেই
iii. প্রকৃতির ব্যস্ততা চিরকালীন অফুরন্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২টি মন্তব্য:

  1. পৃথিবীর এই সব গপ্ল বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন

    উত্তরমুছুন
  2. মানুষ মরণশীল হলেও প্রকৃতি চিরবহমান

    উত্তরমুছুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...