এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১১: গদ্য - মমতাদি |
১. |
মমতাদিকে দেখে কে নিজেদের বাড়ির একজন মনে করে? |
Ο ক) |
ছেলেটির মা |
Ο খ) |
ছেলেটি নিজে |
Ο গ) |
বাড়ির মানুষ |
Ο ঘ) |
পাড়ার লোক |
সঠিক উত্তর: (খ)
২. |
মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? |
Ο ক) |
১০ টাকা |
Ο খ) |
১২ টাকা |
Ο গ) |
১৫ টাকা |
Ο ঘ) |
১৮ টাকা |
সঠিক উত্তর: (গ)
৩. |
মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন? |
Ο ক) |
বিশটি |
Ο খ) |
পঁচিশটি |
Ο গ) |
চল্লিশটিরও বেশি |
Ο ঘ) |
পঞ্চাশটিরও অধিক |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
মমতাদির সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে কে? |
Ο ক) |
বাড়ির বড়কর্তা |
Ο খ) |
বাড়ির মেঝকর্তা |
Ο গ) |
বাড়ির সেজকর্তা |
Ο ঘ) |
বাড়ির ছোটকর্তা |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
মমতাদির শাড়ির পাড়টি কেমন ছিল? |
Ο ক) |
বিবর্ণ সবুজ |
Ο খ) |
বিবর্ণ নীল |
Ο গ) |
বিবর্ণ হলুদ |
Ο ঘ) |
বিবর্ণ লাল |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
‘কাজগুলিকে সে আপনার করে নিল’ - এ চিত্রকল্পে মমতাদি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
স্বল্পভাষ স্বভাব |
Ο খ) |
কাজের প্রতি মনোযোগ |
Ο গ) |
কাজের প্রতি আন্তরিকতা |
Ο ঘ) |
কাজ নিয়ে মাতামাতি |
সঠিক উত্তর: (গ)
৭. |
‘পরনে সেলাই করা ময়লা শাড়ি’ - মমতার এই বসনের সাথে সংগতি রয়েছে - i. দরিদ্রতার ii. অভাবের iii. রুচিহীনতার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮. |
‘বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে।’ এখানে আস্কারার সাথে সাদৃশ্যপূর্ণ হলো - i. স্নেহ ii. প্রশ্রয় iii. তিরস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯. |
মমতাদির ট্রাঙ্ক দুটির একটি রং চটে গেছে আর একটির - |
Ο ক) |
ডালা ভাঙ্গা |
Ο খ) |
কোণা ভাঙ্গা |
Ο গ) |
তালা ভাঙ্গা |
Ο ঘ) |
হুক ভাঙ্গা |
সঠিক উত্তর: (গ)
১০. |
‘রাঁধুনী’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? |
Ο ক) |
সমাস |
Ο খ) |
প্রত্যয় |
Ο গ) |
উপসর্গ |
Ο ঘ) |
সন্ধি |
সঠিক উত্তর: (খ)
১১. |
‘অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না’ - মমতাদিকে একথা বলার কারন হলো - i. মমতাদি কাজে কর্মে নিপুণ ii. মমতাদির অসৎ উদ্দেশ্য নেই iii. মমতাদির মধ্যে শৃঙ্খলা রয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২. |
মমতাদি ঘরে ব্যস্ত হয়ে ঢুকে কী করল? |
Ο ক) |
ছেলেটির গায়ে হাত দিল |
Ο খ) |
ছেলেটির মাথায় হাত দিল |
Ο গ) |
ছেলেটির পায়ে হাত দিল |
Ο ঘ) |
ছেলেটির পিঠে হাত দিল |
সঠিক উত্তর: (ক)
১৩. |
খোকাকে মমতাদির আপ্যায়ন ছিল - |
Ο ক) |
গরিবি প্রকাশ |
Ο খ) |
কৃতজ্ঞতার প্রকাশ |
Ο গ) |
যথাসামর্থ্য আপ্যায়ন |
Ο ঘ) |
আপ্যায়ন ছিল না |
সঠিক উত্তর: (গ)
১৪. |
মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন? |
Ο ক) |
লজ্জা ঢাকতে |
Ο খ) |
কাজের সুবিধার্থে |
Ο গ) |
আত্মসম্মান ঢাকতে |
Ο ঘ) |
রান্না করবে তাই |
সঠিক উত্তর: (গ)
১৫. |
‘তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে।’ এ বাক্যটি আমাদেরকে মনে করিয়ে দেয় - i. স্বামীত্বের দাম্ভিকতা ii. অধিকারের যথাযথ ব্যবহার iii. নির্যাতনের নিষ্ঠুরতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬. |
ছেলেটির বাড়িতে মমতাদির কততম চাকরি ছিল? |
Ο ক) |
চতুর্থ |
Ο খ) |
তৃতীয় |
Ο গ) |
দ্বিতীয় |
Ο ঘ) |
প্রথম |
সঠিক উত্তর: (ঘ)
১৭. |
খোকা শীতের সকালের রোদে বসে কী করছিল? |
Ο ক) |
ফুলকপি কুটছিল |
Ο খ) |
স্কুলের পড়া করছিল |
Ο গ) |
দাবা খেলছিল |
Ο ঘ) |
ছবি আঁকছিল |
সঠিক উত্তর: (খ)
১৮. |
খোকা মমতাদিকে কী দেখাতে চেয়েছিল? |
Ο ক) |
বাড়ি |
Ο খ) |
বাগান বাড়ি |
Ο গ) |
রান্নাঘর |
Ο ঘ) |
খোকার শোবার ঘর |
সঠিক উত্তর: (গ)
১৯. |
বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? |
Ο ক) |
নারায়ণগঞ্জ |
Ο খ) |
মুন্সিগঞ্জ |
Ο গ) |
মানিকগঞ্জ |
Ο ঘ) |
নরসিংদি |
সঠিক উত্তর: (খ)
২০. |
‘মমতাদি’ গল্পে লেখক কী করতে ব্যস্ত হয়ে উঠেছিলেন? |
Ο ক) |
মা’র সাথে গল্প করতে |
Ο খ) |
মমতাদির সাথে ভাব করতে |
Ο গ) |
মমতাদির কথা বলতে |
Ο ঘ) |
মমতাদির বাড়ি যেতে |
সঠিক উত্তর: (খ)
২১. |
শোবার ঘরকে অন্য ঘরের চেয়ে মান দেওয়া হয়েছে কেন? |
Ο ক) |
সাথে রান্নাঘর আছে বলে |
Ο খ) |
এক শিট আয়রনের ছাদ বলে |
Ο গ) |
ঘরে দুটি জানালা আছে বলে |
Ο ঘ) |
ঘরটি অনেক চওড়া বলে |
সঠিক উত্তর: (গ)
২২. |
মমতাদিকে সবাই ভালোবাসত - i. সে কাজকর্মে দক্ষ ii. সে অসহায় মেয়ে iii. সে মমতাময়ী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৩. |
মমতাদি কত নম্বর বাড়িতে থাকে? |
Ο ক) |
সতেরো নম্বর |
Ο খ) |
একুশ নম্বর |
Ο গ) |
সাতাশ নম্বর |
Ο ঘ) |
সাঁইত্রিশ নম্বর |
সঠিক উত্তর: (গ)
২৪. |
‘তুমি রাঁধুনী?’ প্রশ্নটি কার? |
Ο ক) |
মায়ের |
Ο খ) |
ছেলেটির |
Ο গ) |
স্বামীর |
Ο ঘ) |
ছোটকর্তার |
সঠিক উত্তর: (ক)
২৫. |
“হঠাৎ সে তরকারী নামাতে ভারি ব্যস্ত হয়ে পড়ল” - কে? |
Ο ক) |
দুর্গা |
Ο খ) |
সর্বজয়া |
Ο গ) |
মমতাদি |
Ο ঘ) |
লক্ষ্মী বউটি |
সঠিক উত্তর: (গ)
২৬. |
‘পরদিন থেকে সে আর আসত না।’ - কথাটিতে ফুটে উঠেছে - i. মমতাদির অহংকার ii. মমতাদির আত্মসম্মান iii. মমতাদির সাহস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭. |
‘মমতাদি’ কেমন ঘরের নারী? |
Ο ক) |
বনেদি ঘরের |
Ο খ) |
মর্যাদাসম্পন্ন ঘরের |
Ο গ) |
বামুন ঘরের |
Ο ঘ) |
বস্তিঘরের |
সঠিক উত্তর: (খ)
২৮. |
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটি রচনা করেন? |
Ο ক) |
১৯ বছর |
Ο খ) |
২০ বছর |
Ο গ) |
২১ বছর |
Ο ঘ) |
২২ বছর |
সঠিক উত্তর: (গ)
২৯. |
মমতাদি অপরের বাড়িতে কাজ নেয় - i. সংসারে অভাব বলে ii. স্বামীর চাকরি নেই বলে iii. বাড়তি রোজগারের আশায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থ দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে - i. লেখকের ii. প্রেক্ষাপটের iii. আঙ্গিকের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩১. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী? |
Ο ক) |
প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায় |
Ο খ) |
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় |
Ο গ) |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
Ο ঘ) |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (খ)
৩২. |
বাড়ির কুটুমরা কী নিয়ে এসেছিল? |
Ο ক) |
রসগোল্লা আর চমচম |
Ο খ) |
রসগোল্রা আর সন্দেশ |
Ο গ) |
রসগোল্লা আর লাড্ডু |
Ο ঘ) |
রসগোল্রা আর সরভাজা |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
লেখকদের বাড়িতে কে একগাদা রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল? |
Ο ক) |
মমতাদি |
Ο খ) |
কুটুম |
Ο গ) |
অবনী |
Ο ঘ) |
মমতাদির স্বামী |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
বেলা কয়টা পর্যন্ত মমতাদির একটা কাশির শব্দও শোনা গেল না? |
Ο ক) |
সাড়ে নয়টা পর্যন্ত |
Ο খ) |
সাড়ে দশটা পর্যন্ত |
Ο গ) |
সাড়ে এগারোটা পর্যন্ত |
Ο ঘ) |
সাড়ে বারটা পর্যন্ত |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অন্যের বাড়িতে কাজ নিতে বের হওয়াকে ‘মমতাদি’ গল্পে কোন উপমা দ্বারা প্রকাশ করা হয়েছে? |
Ο ক) |
পর্দা ঠেলে বাইরে বের হওয়া |
Ο খ) |
চমকে মুখ লাল হওয়া |
Ο গ) |
নিঃসংকোচ আবেদন |
Ο ঘ) |
এই তার প্রথম চাকরি |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’ - এ কথা বলার কারণ হলো - |
Ο ক) |
মমতাদি ছেলেটিকে ভালোবাসবে |
Ο খ) |
ছেলেটির সকল উৎকন্ঠা দূর হবে |
Ο গ) |
ছেলেটির অসহায় হয়ে তাকাবে না |
Ο ঘ) |
ছেলেটি মাকে প্রশ্ন করা বন্ধ করবে |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
স্বামীর চাকরি হওয়ার পরও মমতাদি চাকরি ছেড়ে চলে গেল না কেন? |
Ο ক) |
বেশি টাকার লোভে |
Ο খ) |
স্নেহ-মায়ার বন্ধন অটুট রাখতে |
Ο গ) |
স্বামীর আদেশ পালনের জন্য |
Ο ঘ) |
খোকাকে দেখাশুনার জন্য |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
‘কোনো দ্বিধা দ্বন্ধ ছাড়াই অনিন তার বাবার বন্ধুর কাছে একশ টাকা চেয়ে বসল।’ - এ পঙক্তির সাথে সাদৃশ্য রয়েছে মমতাদির - |
Ο ক) |
নিঃসঙ্কোচ আবেদনের |
Ο খ) |
মায়না আবদারের |
Ο গ) |
কর্মদক্ষতার |
Ο ঘ) |
স্নেহপরায়ণতার |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
জীবনময় লেনের মান যমালয়ের পথ ভাবার কারণ কী? |
Ο ক) |
খুব দূরুহ পথ বলে |
Ο খ) |
খুব নোংরা পথ বলে |
Ο গ) |
এপথে বিপদ আছে বলে |
Ο ঘ) |
পথে অন্ধকার আছে বলে |
সঠিক উত্তর: (খ)
৪০. |
রান্নাঘরের চটগুলি কীসের ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে? |
Ο ক) |
খড়ির ধোঁয়ায় |
Ο খ) |
ঘুটের ধোঁয়ায় |
Ο গ) |
তুষের ধোঁয়ায় |
Ο ঘ) |
কয়লার ধোঁয়ায় |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
মমতাদির গালে চড়ের দাগ প্রমাণ কার স্বামীর সংসারে সে ছিল - i. নির্যাতিতা ii. লাঞ্ছিতা iii. মহীয়সী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪২. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? |
Ο ক) |
১৯৩৬ |
Ο খ) |
১৯৩৭ |
Ο গ) |
১৯৩৮ |
Ο ঘ) |
১৯৩৯ |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
‘মমতাদি’ গল্পের সহানুভূতিশীল মানুষ হলো - i. মমতাদি ii. মা iii. খোকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
‘বামুনদি’ শব্দের পরিপূর্ণ রূপ কী? |
Ο ক) |
বামুনের দিদি |
Ο খ) |
ব্রাহ্মণ দিদি |
Ο গ) |
বামুন বৌদি |
Ο ঘ) |
ব্রাহ্মণ বৌদি |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কোন গ্রামে? |
Ο ক) |
মালবদিয়া |
Ο খ) |
মাধবনগর |
Ο গ) |
মানিকনগর |
Ο ঘ) |
গাঁওদিয়া |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
‘সীমান্ত’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
শির |
Ο খ) |
সিন্ধুর |
Ο গ) |
সিঁথি |
Ο ঘ) |
সীমানা |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
মমতাদির স্বামীর কত মাস চাকরি নেই? |
Ο ক) |
তিন মাস |
Ο খ) |
চার মাস |
Ο গ) |
পাঁচ মাস |
Ο ঘ) |
ছয় মাস |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
মমতাদি খোকাকে কমলালেবু ছাড়া কিছুই খেতে দেয়নি কারণ - i. ঘরে মুড়ি ছাড়া আর কিছু ছিল না ii. দোকানে সব অখাদ্য iii. কমলাই ছিল সামর্থ্যের মধ্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
‘মমতাদি’ গল্পে কে রান্না ছাড়া ছোট ছোট কাজও করবে? |
Ο ক) |
রাঁধুনি |
Ο খ) |
বামুনদি |
Ο গ) |
মমতাদি |
Ο ঘ) |
বামুন ঠাকুর |
সঠিক উত্তর: (গ)
৫০. |
‘মমতাদি’ গল্পে লেখক মমতাদির গেটের কাছে পাকড়াও করেছিলেন মমতাদিকে - |
Ο ক) |
বাগান দেখানোর জন্য |
Ο খ) |
বাড়ি দেখানোর জন্য |
Ο গ) |
রান্নাঘর দেখানোর জন্য |
Ο ঘ) |
পোষা পাখি দেখানোর জন্য |
সঠিক উত্তর: (গ)
৫১. |
জীবনময় লেনকে লেখক কার সাথে তুলনা করেছেন? |
Ο ক) |
স্বর্গালয় |
Ο খ) |
যমালয় |
Ο গ) |
দেবালয় |
Ο ঘ) |
প্রমোদালয় |
সঠিক উত্তর: (খ)
৫২. |
মালবদিয়া গ্রাম কোন অঞ্চলে অবস্থিত? |
Ο ক) |
মানিকগঞ্জ অঞ্চল |
Ο খ) |
শ্রীপুর অঞ্চল |
Ο গ) |
শেরপুর অঞ্চল |
Ο ঘ) |
বিক্রমপুর অঞ্চল |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
মমতাদি লেখকের কপালে চুম্বন করেছিল কেন? |
Ο ক) |
আদর করে |
Ο খ) |
স্নেহের আতিশয্যে |
Ο গ) |
নিজের গর্ব প্রতিষ্ঠায় |
Ο ঘ) |
লেখক মিশুক বলে |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
‘মমতাদি’ গল্পের শুরু হয়েছে - |
Ο ক) |
শীতের সকালে |
Ο খ) |
গ্রীষ্মের সকালে |
Ο গ) |
হেমন্তের সকালে |
Ο ঘ) |
বসন্তের সকালে |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
মমতাদির নিঃসংকোচ আবেদনের কারণ - i. ঘরেতে অভাব, সংসার আর চলে না ii. প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলা iii. পেশাদারি মনোভাব ও প্রগলভতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’ - মা একথা বলেছিল - i. ছেলেটি মন খারাপ করেছিল বলে ii. ছেলেটি স্নেহ প্রত্যাশী ছিল বলে iii. ছেলেটি আবদার করেছিল বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
অবনী কার হাতের চড় খেয়েছিল? |
Ο ক) |
মায়ের |
Ο খ) |
শিক্ষকের |
Ο গ) |
স্বামীর |
Ο ঘ) |
খোকার |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’ এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করে পাওয়া যায় - i. মমতাদির ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল ii. মমতাদি তার স্বামীর কাছে নির্যাতিত হতো iii. ছোট ছেলেটি মমতাদিকে ভালোবেসেছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
মমতাদির মুখ লাল হলো কেন? |
Ο ক) |
তাকে রাঁধুনী বলায় |
Ο খ) |
তাকে বামুনদি বলায় |
Ο গ) |
তাকে লজ্জায় ফেলায় |
Ο ঘ) |
তাকে অপমান করায় |
সঠিক উত্তর: (ক)
৬০. |
‘কপাল’ - এর সমার্থক শব্দ কোনটি? |
Ο ক) |
ভাল |
Ο খ) |
ললাট |
Ο গ) |
তনু |
Ο ঘ) |
কান্তশ্রী |
সঠিক উত্তর: (খ)
৬১. |
মমতাদির দেহাবয়ব ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে? |
Ο ক) |
রাঁধুনির বেশ |
Ο খ) |
চাকরিপ্রার্থিনীর অবস্থা |
Ο গ) |
মধ্যবিত্তের মূর্তি |
Ο ঘ) |
দারিদ্র্যের ক্লেশ |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
বন্ধুদের সঙ্গে বাজি ধরে মানিক বন্দ্যোপাধ্যায় কোন গল্প লিখেছেন? |
Ο ক) |
হলুদে পোড়া |
Ο খ) |
প্রাগতৈহাসিক |
Ο গ) |
কুষ্ঠরোগীর বৌ |
Ο ঘ) |
অতসী মামী |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
‘এত কথা কইতে পারে আপনার ছেলে’ - মমতাদির এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো - i. ছেলেটি অনেক কথা বলে ii. ছেলেটি অনেক আবদার করে iii. ছেলেটি ভীষণ স্নেহকাতর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
মায়ের প্রশ্নের কেমন জবাব দিয়েছিল মমতাদি? |
Ο ক) |
সোজা জবাব |
Ο খ) |
কড়া জবাব |
Ο গ) |
পাল্টা জবাব |
Ο ঘ) |
ছাঁকা জবাব |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
ছেলেটির সঙ্গে কবে মমতাদি ভাব করেছিল? |
Ο ক) |
সপ্তাহ খানেক পর |
Ο খ) |
দিন ছয়েক পর |
Ο গ) |
দিন পাঁচেক পর |
Ο ঘ) |
দিন চারেক পর |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
ছেলেটির মা তার কাছে বসে কী কুটছিলেন? |
Ο ক) |
বাঁধাকপি |
Ο খ) |
লালশাক |
Ο গ) |
ফুলকপি |
Ο ঘ) |
পালংশাক |
সঠিক উত্তর: (গ)
৬৭. |
মমতাদির বাড়িতে সদর দরজার পরেই একটি - |
Ο ক) |
কুয়া |
Ο খ) |
উঠান |
Ο গ) |
বাগান |
Ο ঘ) |
স্নানঘর |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিল? |
Ο ক) |
লজ্জা পেয়ে |
Ο খ) |
আত্ম-সম্মানের জন্য |
Ο গ) |
বিপদের আশংকায় |
Ο ঘ) |
চাকরি যাওয়ার ভয়ে |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
সবাই যদি তোমার মতো ভালোবাসত - এ বাক্যে প্রকাশ পেয়েছে মমতাদির - i. মনের হতাশা ii. মনের আক্ষেপ iii. মনের আকাঙ্ক্ষা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
হরির লুট কী? |
Ο ক) |
প্রসাদ গ্রহণ |
Ο খ) |
হাত ভরে দান |
Ο গ) |
চাকরি পাওয়া |
Ο ঘ) |
প্রসাদ দেওয়া |
সঠিক উত্তর: (খ)
৭১. |
অন্যকে স্নেহ ও ভালোবাসা দেওয়ার ব্যাপারে মমতাদির মধ্যে ছিল না - |
Ο ক) |
সঙ্কোচ |
Ο খ) |
ভয় |
Ο গ) |
কার্পণ্য |
Ο ঘ) |
দ্বিধা |
সঠিক উত্তর: (গ)
৭২. |
‘মমতাদি’ গল্পের সাতাশ নম্বর বাড়িটা কয় তলা? |
Ο ক) |
একতলা |
Ο খ) |
দোতলা |
Ο গ) |
তিনতলা |
Ο ঘ) |
চারতলা |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
গালে আঙ্গুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু - i. সবাই তার অবস্থা টের পেয়েছিল ii. তার আত্মসম্মানের ধাক্কা লেগেছিল iii. স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
খোকার মা বললেন, তুমি রাঁধুনী? এই কথার উত্তরে মমতা কী বলেছিল? |
Ο ক) |
আমি ছোট ছেলে-মেয়েও রাখব |
Ο খ) |
হ্যাঁ আমি রাঁধুনী |
Ο গ) |
তুমি কাল থেকে এসো |
Ο ঘ) |
আমি দেখিয়ে দিচ্ছি এসো |
সঠিক উত্তর: (খ)
৭৫. |
‘অতসীমামী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? |
Ο ক) |
কীর্ত্তিবাস |
Ο খ) |
বিচিত্রা |
Ο গ) |
সবুজপত্র |
Ο ঘ) |
চিত্রালী |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
নিচের কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যের সিংহাসনে আরোহণ করেন? |
Ο ক) |
সহরতলী |
Ο খ) |
অহিংস |
Ο গ) |
চতুষ্কোণ |
Ο ঘ) |
পুতুলনাচের ইতিকথা |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
মমতাদির ছেলে - i. পেটের ব্যথায় ঘুমায়নি ii. মমতাকে ঘুমাতে দেয়নি iii. স্কুলে যায়নি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
ছেলেটি ক্ষুন্ন হয়ে মায়ের কাছে গিয়েছিল, যেহেতু - i. মমতাদি তাকে বকা দিয়েছিল ii. মমতাদি তাকে ভালোবাসে নি iii. মমতাদি তাকে পাত্তা দেয় নি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত? |
Ο ক) |
চল্লিশটির অধিক |
Ο খ) |
পঞ্চাশটির অধিক |
Ο গ) |
ষাটটির অধিক |
Ο ঘ) |
সত্তরটির অধিক |
সঠিক উত্তর: (খ)
৮০. |
মমতাদির গালে কিসের দাগ পড়ে ছিল? |
Ο ক) |
মেছতার |
Ο খ) |
আঁচড়ের |
Ο গ) |
শ্বেতের |
Ο ঘ) |
আঙুলের |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
মমতাদি রেঁধে দিয়ে যাবে - |
Ο ক) |
একবেলা |
Ο খ) |
দুইবেলা |
Ο গ) |
তিনবেলা |
Ο ঘ) |
মাঝে মাঝে |
সঠিক উত্তর: (খ)
৮২. |
কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আই.এসসি পাস করেন? |
Ο ক) |
বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ |
Ο খ) |
কলকাতা প্রেসিডেন্সি কলেজ |
Ο গ) |
মেদেনীপুর সেন্ট্রাল কলেজ |
Ο ঘ) |
কুচবিহার মডার্ন কলেজ |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
‘হরির লুট’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
কোষাগার লুন্ঠন |
Ο খ) |
ভাঁড়ার খালি করা |
Ο গ) |
দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ |
Ο ঘ) |
হরিকে লুন্ঠন করা |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
মানিক বন্দ্যোপাধ্যায় কোন খ্রিস্টাব্দে মারা যান? |
Ο ক) |
১৯৫৬ খ্রিস্টাব্দে |
Ο খ) |
১৯৫৭ খ্রিস্টাব্দে |
Ο গ) |
১৯৫৮ খ্রিস্টাব্দে |
Ο ঘ) |
১৯৬০ খ্রিস্টাব্দে |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
মমতাদির ঘরে কীসের আসা যাওয়া একেবারে অসম্ভব? |
Ο ক) |
আলোর |
Ο খ) |
সুগন্ধের |
Ο গ) |
বাতাসের |
Ο ঘ) |
তাপের |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
‘পর্দা ঠেলে’ শব্দগুলোর ক্ষেত্রে নিচের কোন অর্থটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
পর্দা সরিয়ে |
Ο খ) |
পর্দা উঁচু করে |
Ο গ) |
প্রথা ভঙ্গ করে |
Ο ঘ) |
লজ্জাশরম ভুলে |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
‘মর্যাদাসম্পন্ন ঘরের মেয়ে হয়েও অভাবের তাড়নায় সীমা আজ বাসায় বাসায় বুয়ার কাজ করে।’ মমতাদির সাথে সীমার সাদৃশ্য রয়েছে - i. মর্যাদার দিক থেকে ii. অভাবের দিক থেকে iii. কর্মের দিক থেকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. |
মমতাদির বরের পুনরায় চাকরি হয়েছিল - |
Ο ক) |
বাংলা মাসের পয়লা থেকে |
Ο খ) |
ইংরেজি মাসের পয়লা থেকে |
Ο গ) |
বাংলা মাসের শেষ থেকে |
Ο ঘ) |
ইংরেজি মাসের শেষ থেকে |
সঠিক উত্তর: (খ)
৮৯. |
ছেলেটি মমতাদিকে নিজের বাড়ির একজন বলে মনে করেছিল, কেননা - i. ছেলেটিকে সে স্নেহ করেছিল ii. ছেলেটিকে সে ভাই বলেছিল iii. ছেলেটির কাছে সত্য বলেছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
মমতাদি যে বিষয়ে উপদেশ পেল তা কী করল? |
Ο ক) |
পালন করল |
Ο খ) |
মেনে নিল |
Ο গ) |
চিন্তা করল |
Ο ঘ) |
বুঝে নিল |
সঠিক উত্তর: (ক)
৯১. |
যে কারণে মমতাদি পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে - i. স্বামীর চাকরি নেই চার মাস ii. সংসারের জন্য দুটো বাড়তি উপার্জন iii. সংসার আর চলে না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯২. |
মাস্টারের চড় খেয়ে কার গালে দাগ হয়েছিল? |
Ο ক) |
অবনীর |
Ο খ) |
ভবানীর |
Ο গ) |
নবনীর |
Ο ঘ) |
শিবানীর |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
মমতাদির পরনের ময়লা শাড়িটি কেমন ছিল? |
Ο ক) |
জোড়া দেওয়া |
Ο খ) |
রংচটানো |
Ο গ) |
সেলাই করা |
Ο ঘ) |
জীর্ণশীর্ণ |
সঠিক উত্তর: (গ)
৯৪. |
‘তুমি মিথ্যে বলছ দিদি। তোমায় কেউ মেরেছে’ - ছেলেটির একথা বলার কারণ - i. দাগ নিয়ে দিদি মিথ্যে বলেছে ii. দাগের বিষয়টি দিদি প্রাধান্য দেয়নি iii. দিদির মুখে বেদনা প্রকাশ পেয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
‘এমনে কথা কইবেন না আফা। কাম করি বইলা কি মান সম্মান নাই?’ এই উক্তির সাথে মমতাদির সাদৃশ্য হলো - |
Ο ক) |
ব্যবহারে |
Ο খ) |
রুষ্টতায় |
Ο গ) |
আত্মসম্মানবোধে |
Ο ঘ) |
আভিজাত্যের দাম্ভিকতায় |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৭ |
Ο ঘ) |
৯ |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
মমতাদি লেখককে শুধু দিদি বলে ডাকতে বলেছিল কেন? |
Ο ক) |
আত্মমর্যাদার জন্য |
Ο খ) |
সে ব্রাহ্মণ কন্যা নয় বলে |
Ο গ) |
সে লেখকের বোন হতে চায় বলে |
Ο ঘ) |
ডাকটি তার প্রিয় বলে |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথনকে মূল্যবান বলার কারণ - i. কথায় মূল্যবান জিনিস ছিল ii. কথার ভেতরে স্নেহ লুকিয়ে ছিল iii. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
মমতাদির গলা কেমন? |
Ο ক) |
কর্কশ |
Ο খ) |
সুরেলা |
Ο গ) |
মোলায়েম |
Ο ঘ) |
মিষ্টি |
সঠিক উত্তর: (ঘ)
১০০. |
মমতাদির নিঃসঙ্কোচ আবেদন বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
সঙ্কোচের আবেদন |
Ο খ) |
সঙ্কোচজয়ের আবেদন |
Ο গ) |
সঙ্কোচবিচ্ছিন্ন আবেদন |
Ο ঘ) |
সঙ্কোচিত আবেদন |
সঠিক উত্তর: (খ)
১০১. |
জীবনময়ের গলিটি কী দিয়ে বাঁধানো? |
Ο ক) |
পাথর দিয়ে |
Ο খ) |
সুড়কি দিয়ে |
Ο গ) |
লোহা দিয়ে |
Ο ঘ) |
ইট দিয়ে |
সঠিক উত্তর: (ঘ)
১০২. |
মমতাদির ছেলেটি চৌকিতে কীসের উপর শুয়ে ছিল? |
Ο ক) |
চাদরের উপর |
Ο খ) |
বালিশের উপর |
Ο গ) |
কাঁথার উপর |
Ο ঘ) |
মাদুরের উপর |
সঠিক উত্তর: (ঘ)
১০৩. |
মমতাদি কীসের অভাবে কোনো কাজ ফেলে রাখল না? |
Ο ক) |
বুদ্ধির অভাবে |
Ο খ) |
নির্দেশের অভাবে |
Ο গ) |
চিন্তার অভাবে |
Ο ঘ) |
সময়ের অভাবে |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
মা প্রথম দিন মমতাদিকে জেরা করলেন কেন? |
Ο ক) |
বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য |
Ο খ) |
কাজে দক্ষ কি না জানার জন্য |
Ο গ) |
বেতন ঠিক করার জন্য |
Ο ঘ) |
তিন বেলা রাঁধতে হবে না |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
‘তাঁর আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।’ - এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর - |
Ο ক) |
ডাকনাম |
Ο খ) |
বংশীয় নাম |
Ο গ) |
পদবি |
Ο ঘ) |
ছদ্মনাম |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
কে আদর ও সম্মান প্রত্যাশী - i. মমতাদি ii. খোকা iii. মা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
মমতাদি কাজের সম্মতি জানিয়েছিল কীভাবে? |
Ο ক) |
হাত হেলিয়ে |
Ο খ) |
মাথা হেলিয়ে |
Ο গ) |
কাঁধ দুলিয়ে |
Ο ঘ) |
চোখ নাড়িয়ে |
সঠিক উত্তর: (খ)
১০৮. |
‘যেটুকু সঙ্কোচ নিতান্তই এর থাকা উচিত তাও এর নেই’ - কার? |
Ο ক) |
লেখকের |
Ο খ) |
লেখকের মায়ের |
Ο গ) |
মমতাদির |
Ο ঘ) |
মমতাদির স্বামীর |
সঠিক উত্তর: (গ)
১০৯. |
মমতাদির ঘোমটা দেওয়া - |
Ο ক) |
সীমান্ত পর্যন্ত |
Ο খ) |
বেশ উঁচু করে |
Ο গ) |
হালকা করে |
Ο ঘ) |
বেশ নিচু করে |
সঠিক উত্তর: (ক)
১১০. |
‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী’ - এ বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো - i. মমতাদিকে আপন ভাবা ii. মমতাদির কষ্টে সমব্যথী হওয়া iii. মমতাদিকে মর্যাদা দেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১১. |
মমতাদি ছেলেটির বাড়িতে কাজগুলোকে আপন করে নিল কেন? |
Ο ক) |
নিজে কাজের মানুষ বলে |
Ο খ) |
কাজ করতে চায় বলে |
Ο গ) |
কাজের প্রতি আন্তরিক বলে |
Ο ঘ) |
ভালো মাইনে পাবে বলে |
সঠিক উত্তর: (গ)
১১২. |
‘আবিষ্কার’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? |
Ο ক) |
সমাস |
Ο খ) |
প্রত্যয় |
Ο গ) |
উপসর্গ |
Ο ঘ) |
সন্ধি |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
ছেলেটি মমতাদির বাড়িতে গিয়ে তাকে কেমন অবস্থায় দেখতে পের? |
Ο ক) |
লাজুক |
Ο খ) |
অলস |
Ο গ) |
চঞ্চল |
Ο ঘ) |
কর্মব্যস্ত |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
মমতাদি কোন মোড়ে কমলালেবু কিনছিল - |
Ο ক) |
জীবনময়ের গলির মোড়ে |
Ο খ) |
জীবনানন্দের গলির মোড়ে |
Ο গ) |
সুখময়ের গলির মোড়ে |
Ο ঘ) |
নিত্যানন্দের গলির মোড়ে |
সঠিক উত্তর: (ক)
১১৫. |
স্বামীর চাকরি হওয়ার পরেও মমতাদির কাজ করার কারণ কী? |
Ο ক) |
দুটো পয়সা অতিরিক্ত আয় |
Ο খ) |
স্বামীর নিম্ন আয়ের চাকরি |
Ο গ) |
নারীর ক্ষমতায়নের স্পৃহা |
Ο ঘ) |
গৃহকর্ত্রীর স্নেহ-মমতা |
সঠিক উত্তর: (খ)
১১৬. |
মমতাদির সংসার আর চলে না কেন? |
Ο ক) |
দুর্যোগে সব বিনষ্ট হয়ে গেছে |
Ο খ) |
স্বামী চার মাস হলো চাকরিচ্যুত |
Ο গ) |
স্বামী থানা-হাজতে বন্দি |
Ο ঘ) |
ঋণভারে জর্জরিত সংসার |
সঠিক উত্তর: (খ)
১১৭. |
মমতাদির ছেলে সারারাত ঘুমায়নি কেন? |
Ο ক) |
দাঁতের ব্যাথায় |
Ο খ) |
পায়ের ব্যাথায় |
Ο গ) |
পেটের ব্যাথায় |
Ο ঘ) |
হাতের ব্যাথায় |
সঠিক উত্তর: (গ)
১১৮. |
“কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?” - বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
দারিদ্র্য ও কুঞ্চন |
Ο খ) |
কাঙ্ক্ষিত জনের কাছে অনাদর অবহেলা |
Ο গ) |
নিম্ন বেতন-ভাতা |
Ο ঘ) |
স্বামী-সন্তানের দুরবস্থা |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
কোন লেখক গণিতে অনার্সে ভর্তি হয়েও পাস করতে পারেননি? |
Ο ক) |
মোতাহের হোসেন চৌধুরী |
Ο খ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
Ο গ) |
বালাইচাঁদ মুখোপাধ্যায় |
Ο ঘ) |
মোহাম্মদ ওয়াজেদ আলী |
সঠিক উত্তর: (খ)
১২০. |
রাগ করে ছোট ছেলেটি কোথায় চলে গেল? |
Ο ক) |
বাইরে |
Ο খ) |
ভেতরে |
Ο গ) |
স্কুলে |
Ο ঘ) |
বাজারে |
সঠিক উত্তর: (গ)
১২১. |
‘সংকোচ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? |
Ο ক) |
সন্ধিযোগে |
Ο খ) |
প্রত্যয়যোগে |
Ο গ) |
উপসর্গযোগে |
Ο ঘ) |
সমাসযোগে |
সঠিক উত্তর: (খ)
১২২. |
‘মমতাদি’ গল্পের লেখক কী নিয়ে বেণী পাকাবার চেষ্টা আরম্ভ করলেন? |
Ο ক) |
দিদির চুল |
Ο খ) |
মার চুল |
Ο গ) |
মমতাদির চুল |
Ο ঘ) |
ঠাকুরমার চুল |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
‘উনি তো রাগ করে’ - এখানে কার কথা বলা হয়েছে? |
Ο ক) |
মমতাদির স্বামী |
Ο খ) |
মমতাদির ছেলে |
Ο গ) |
মমতাদির ভাই |
Ο ঘ) |
মমতাদির প্রতিবেশী |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
বর্তমান প্রেক্ষাপটে মমতাদিকে বলা যায় - |
Ο ক) |
কর্মঠ নারী |
Ο খ) |
সাহসী নারী |
Ο গ) |
বিনয়ী নারী |
Ο ঘ) |
সংসারী নারী |
সঠিক উত্তর: (ক)
১২৫. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি নির্ধারিত হয় কী হিসেবে? |
Ο ক) |
সাংবাদিক |
Ο খ) |
লেখক |
Ο গ) |
অভিনেতা |
Ο ঘ) |
কলামিস্ট |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
মমতাদির কাজের কোন বৈশিষ্ট্য দেখে সকলে মুগ্ধ হলো? |
Ο ক) |
দক্ষতা ও বিন্যাস |
Ο খ) |
ক্ষিপ্রতা ও বিন্যাস |
Ο গ) |
শৃঙ্খলা ও ক্ষিপ্রতা |
Ο ঘ) |
ক্ষিপ্রতা ও দক্ষতা |
সঠিক উত্তর: (গ)
১২৭. |
মমতাদি খোকার হাত থেকে মিষ্টি কেড়ে নিয়ে কী করল? |
Ο ক) |
ভর্ৎসনা করল |
Ο খ) |
বকুনি দিল |
Ο গ) |
অতিরিক্ত না খাওয়ার আবেদন করল |
Ο ঘ) |
তাড়িয়ে দিল |
সঠিক উত্তর: (গ)
১২৮. |
বাড়ির সকলে কুটুম নিয়ে ব্যস্ত হলে খোকা কী করল? |
Ο ক) |
ব্যাগ নিয়ে স্কুলে গেল |
Ο খ) |
রান্নাঘরে মিষ্টি খেতে গেল |
Ο গ) |
রান্নাঘরে আসন পেতে বসল |
Ο ঘ) |
ফুটবল খেরতে চলে গেল |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
‘বাছা’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
বাদ দেওয়া |
Ο খ) |
পছন্দ করা |
Ο গ) |
বাছাই করা |
Ο ঘ) |
বৎস বা সম্বোধন |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
লেখক মমতাদিকে কার সঙ্গে তুলনা করেছেন? |
Ο ক) |
শব্দহীন সত্তা |
Ο খ) |
ছায়াময়ী মানবী |
Ο গ) |
নির্বাক রমণী |
Ο ঘ) |
অনুভূতিহীন নারী |
সঠিক উত্তর: (খ)
১৩১. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন? |
Ο ক) |
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় |
Ο খ) |
দারিদ্র্যের কারণে |
Ο গ) |
সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায় |
Ο ঘ) |
রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায় |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ - এগুলো কী? |
Ο ক) |
গল্পগ্রন্থ |
Ο খ) |
প্রবন্ধ সংগ্রহ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (গ)
১৩৩. |
পাড়ার মহিলাদের কাছে মা কী বলল? |
Ο ক) |
ভদ্রলোকের মেয়ে বিপদে পড়েছে |
Ο খ) |
ভদ্রলোকের মেয়ে চাকরি ছেড়ে দিবে |
Ο গ) |
সে খুব ভালো কাজের মেয়ে পেয়েছে |
Ο ঘ) |
সে মমতাকে বাদ দিয়ে অন্য কাজের মেয়ে রাখতে চায় |
সঠিক উত্তর: (ক)
১৩৪. |
মানিক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে ম্যাট্রিক পাস করেন? |
Ο ক) |
কলকাতা |
Ο খ) |
বীরভূম |
Ο গ) |
মেদিনীপুর |
Ο ঘ) |
পূর্ণিয়া |
সঠিক উত্তর: (গ)
১৩৫. |
‘মমতাদি’ গল্পের জীবনময় গলিটি কেমন? |
Ο ক) |
অস্বাস্থ্যকর |
Ο খ) |
বিপজ্জনক |
Ο গ) |
বিশ্রি নোংরা |
Ο ঘ) |
অপরাধপ্রবণ |
সঠিক উত্তর: (গ)
১৩৬. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী? |
Ο ক) |
সারদাসুন্দরী দেবী |
Ο খ) |
নীরদাসুন্দরী দেবী |
Ο গ) |
বিমলাসুন্দরী দেবী |
Ο ঘ) |
কমলাসুন্দরী দেবী |
সঠিক উত্তর: (খ)
১৩৭. |
মমতাদির সংসারে কে কে আছে? |
Ο ক) |
স্বামী আর এক ছেলে |
Ο খ) |
স্বামী আর বুড়ো বাপ |
Ο গ) |
স্বামী-সন্তান, শ্বশুর-শাশুড়ি |
Ο ঘ) |
এক ছেলে আর বুড়ো শ্বশুর |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
মমতাদি কীভাবে আনমনা ও গম্ভীর হয়ে গেল? |
Ο ক) |
গালে হাত ঘষতে ঘষতে |
Ο খ) |
হাসতে আরম্ভ করে |
Ο গ) |
ভাতের হাঁড়ির বুদবুদ দেখতে দেখতে |
Ο ঘ) |
নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
‘মমতাদি’ গল্পের লেখকের বাড়ি থেকে খানিক দূরে কী? |
Ο ক) |
রূপচান লালের গলি |
Ο খ) |
পাতলাখানের গলি |
Ο গ) |
মরণময়ের গলি |
Ο ঘ) |
জীবনময়ের গলি |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. |
মমতাদি ছেলেটির বাড়ির কাজ ছাড়তে চায় নি কেন? |
Ο ক) |
স্নেহ পেয়েছে তাই |
Ο খ) |
ভালো মাইনে তাই |
Ο গ) |
স্বমীর বেতন কম বলে |
Ο ঘ) |
মা বারণ করেছে তাই |
সঠিক উত্তর: (ক)
১৪১. |
‘বার বার তোর দিকে এমন করে তাকাচ্ছিল’ - কে? |
Ο ক) |
লেখক |
Ο খ) |
লেখকের |
Ο গ) |
মমতাদি |
Ο ঘ) |
মমতাদির স্বামী |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
১৯৫৬ খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। - এ চিত্রকল্পে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
উনিশ শতকের মাঝামাঝি |
Ο খ) |
বিশ শতকের সূচনা |
Ο গ) |
বিশ শতকের মাঝামাঝি |
Ο ঘ) |
বিশ শতকের সমাপ্তি |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
কাজের পারিশ্রমিক হিসেবে মমতাদি কত টাকা আশা করেছিল? |
Ο ক) |
সাতাশ টাকা |
Ο খ) |
বারো টাকা |
Ο গ) |
পনের টাকা |
Ο ঘ) |
পঁচিশ পয়সা |
সঠিক উত্তর: (খ)
১৪৪. |
মমতাদির দুচোখ সজল হয়ে ওঠার মধ্য দিয়ে কোন বিষয়টি ফুটে ওঠে? |
Ο ক) |
যাতনা |
Ο খ) |
কৃতজ্ঞতা |
Ο গ) |
দুঃখ |
Ο ঘ) |
মমতা |
সঠিক উত্তর: (খ)
১৪৫. |
জীবনময়ের গলির মোড়ে মমতাদি কী করছিল? |
Ο ক) |
কমলালেবু কিনছিল |
Ο খ) |
কারও জন্যে অপেক্ষা করছিল |
Ο গ) |
বাচ্চা কোলে দাঁড়িয়েছিল |
Ο ঘ) |
পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
মমতাদি শোবার ঘরে কয়টি জানালা ছিল? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
১৪৭. |
‘তুমি এবার বাড়ি যাও ভাই। তোমার খিদে পেয়েছে।’ মমতাদির এই উক্তিতে প্রকাশ পায় - |
Ο ক) |
সে খাবার খাওয়াতে চায় নি |
Ο খ) |
তার ঘরে খাবার ছিল না |
Ο গ) |
সে ঝামেলা দূর করতে চেয়েছে |
Ο ঘ) |
সে খুব বিরক্তিবোধ করছিল |
সঠিক উত্তর: (খ)
১৪৮. |
মা মমতাদিকে কখন থেকে কাজে আসতে বলেছিলেন? |
Ο ক) |
সকাল থেকে |
Ο খ) |
দুপুর থেকে |
Ο গ) |
বিকাল থেকে |
Ο ঘ) |
সন্ধে থেকে |
সঠিক উত্তর: (ক)
১৪৯. |
মমতাদিকে লেখক কোথায় পাকড়াও করলেন? |
Ο ক) |
গেটের কাছে |
Ο খ) |
রান্নাঘরে |
Ο গ) |
রাস্তায় |
Ο ঘ) |
বারান্দায় |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
‘মমতাদি’ গল্পে কাকে লেখকের ভালো লেগেছিল? |
Ο ক) |
নিরুপমাকে |
Ο খ) |
কাদম্বরীকে |
Ο গ) |
মমতাদিকে |
Ο ঘ) |
মঞ্জুলিদিকে |
সঠিক উত্তর: (গ)
১৫১. |
ছোট ছেলেটি কত বার রান্না ঘরে গিয়ে দাঁড়ালো? |
Ο ক) |
এক দুই বার |
Ο খ) |
দুই তিন বার |
Ο গ) |
তিন চার বার |
Ο ঘ) |
চার পাঁচ বার |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্গত? |
Ο ক) |
সরীসৃপ |
Ο খ) |
অতসীমামী |
Ο গ) |
প্রাগৈতিহাসিক |
Ο ঘ) |
ফেরিওয়ালা |
সঠিক উত্তর: (ক)
১৫৩. |
মমতাদির গালে চড়ের দাগের বিষয়টি নিশ্চিত হয়েছিল - i. তার কথার সুর শুনে ii. তার মুখের দাগ দেখে iii. তার চোখের দাগ দেখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. |
মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন? |
Ο ক) |
লেখক বামুনদি বলায় |
Ο খ) |
লেখক তার কথা শোনায় |
Ο গ) |
রান্নাঘরে মা’র আগমনে |
Ο ঘ) |
চুলার আঁচে ডাল পুড়ে যাওয়ায় |
সঠিক উত্তর: (ক)
১৫৫. |
ছোট ছেলেটি মমতাদির গালে দাগ দেখতে পেল - |
Ο ক) |
তিন-চারদিন পর |
Ο খ) |
চার-পাঁচদিন পর |
Ο গ) |
পাঁচ-ছয়দিন পর |
Ο ঘ) |
ছয়-সাতদিন পর |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
মমতাদি মুখের দিকে তাকাতেই ছেলেটি লজ্জা পেয়েছিল - i. ছেলেটি মিষ্টি চুরি করে খেয়েছিল বলে ii. ছেলেটি হাতে নাতে ধরা পড়েছিল বলে iii. ছেলেটি মমতাদিকে হাসতে দেখেছিল বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. |
মমতাদির চোখে জল এল কেন? |
Ο ক) |
কৃতজ্ঞতায় |
Ο খ) |
আহলাদে |
Ο গ) |
স্বামীর চাকরির খুশিতে |
Ο ঘ) |
গৃহকর্ত্রীর চাকরি ছেড়ে দেওয়ার প্রস্তাবে |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. |
ছেলেটি কেন মমতাদির সঙ্গে তার বাড়িতে গিয়েছিল? |
Ο ক) |
নিছক শখের বশে |
Ο খ) |
স্নেহ পাবার আশায় |
Ο গ) |
বাড়ি দেখার আশায় |
Ο ঘ) |
কমলা খাবার আশায় |
সঠিক উত্তর: (গ)
১৫৯. |
‘মমতাদি’ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? |
Ο ক) |
শরৎ |
Ο খ) |
হেমন্ত |
Ο গ) |
শীত |
Ο ঘ) |
বসন্ত |
সঠিক উত্তর: (গ)
১৬০. |
মমতাদি দরজার পাশে দাঁড়িয়ে কী করছির? |
Ο ক) |
কুটুমদের কথা শুনছিল |
Ο খ) |
মার আদেশ পালন করছিল |
Ο গ) |
খোকার মিষ্টি খাওয়া গুনছিল |
Ο ঘ) |
মনঃক্ষুন্ন হয়ে বসে ছিল |
সঠিক উত্তর: (গ)
১৬১. |
মমতাদি ছেলেটিকে কোন ঘরে নিয়ে বসাল? |
Ο ক) |
শোবার ঘরে |
Ο খ) |
বসার ঘরে |
Ο গ) |
বাইরের ঘরে |
Ο ঘ) |
ভেতরের ঘরে |
সঠিক উত্তর: (ক)
১৬২. |
মমতাদির ঘর বিশৃঙ্খল মনে হবার কারণ কী? |
Ο ক) |
ঘর খুব নোংরা বলে |
Ο খ) |
ঘর অগোছালো বলে |
Ο গ) |
কমদামী জিনিসে ঠাসা |
Ο ঘ) |
মলিন বিছানা আছে তাই |
সঠিক উত্তর: (গ)
১৬৩. |
খোকা মমতাকে কী বলে ডেকেছিল? |
Ο ক) |
দিদি |
Ο খ) |
মমতাদি |
Ο গ) |
রাঁধুনি |
Ο ঘ) |
বামুনদি |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
দাগগুলো দেখে ছেলেটির কীসের দাগ বলে মনে হয়েছিল? |
Ο ক) |
লাঠির দাগ |
Ο খ) |
কালির দাগ |
Ο গ) |
পোড়ার দাগ |
Ο ঘ) |
আঙ্গুলের দাগ |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. |
মমতাদির শ্রান্তির ছায়া পড়েছে - |
Ο ক) |
কর্মঠ মুখে |
Ο খ) |
বিশীর্ণ মুখে |
Ο গ) |
বিদীর্ণ মুখে |
Ο ঘ) |
শান্ত মুখে |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? |
Ο ক) |
অতসীমামী |
Ο খ) |
প্রাগৈতিহাসিক |
Ο গ) |
সরীসৃপ |
Ο ঘ) |
চিত্রাবলী |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
কোন ঘটনায় মমতাদির কষ্টের বিষয়টি অনেক বেশি প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
ছেলেটির বামুনদি বলায় |
Ο খ) |
মায়ের রাঁধুনী বরায় |
Ο গ) |
স্বামী চাকরি হারানোয় |
Ο ঘ) |
গালের দাগের কথা ওঠায় |
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. |
‘অনাড়ম্বর’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
অগোছালো |
Ο খ) |
জাঁকজমকহীন |
Ο গ) |
সৌন্দর্যহীন |
Ο ঘ) |
অস্বাভাবিক |
সঠিক উত্তর: (খ)
১৬৯. |
স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে দেখে - |
Ο ক) |
বিভ্রান্ত হয় |
Ο খ) |
স্বাভাবিক হয় |
Ο গ) |
রাগান্বিত হয় |
Ο ঘ) |
আনন্দিত হয় |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
‘মমতাদি’ গল্পে রোদে বসে লেখক কী করছিলেন? |
Ο ক) |
গায়ে তেল মাখছিলেন |
Ο খ) |
খেলা করছিলেন |
Ο গ) |
শাস্তি ভোগ করছিলেন |
Ο ঘ) |
পড়া তৈরি করছিলেন |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
‘অতসী মামী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? |
Ο ক) |
বিচিত্রা |
Ο খ) |
সানন্দা |
Ο গ) |
ভারতী |
Ο ঘ) |
কল্লোল |
সঠিক উত্তর: (ক)
১৭২. |
‘তোমার বরের চাকরি হয়েছে?’ খোকা মমতাদিকে একথা জিজ্ঞাসা করলে সে কী বলল? |
Ο ক) |
হরির লুট দেবে |
Ο খ) |
তোমায় সন্দেশ খাওয়াব |
Ο গ) |
হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল |
Ο ঘ) |
দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল |
সঠিক উত্তর: (গ)
১৭৩. |
‘দিবারাত্রির কাব্য’ উপন্যাস রচনার পর মানিক জীবিকা হিসেবে বেছে নেন? |
Ο ক) |
গবেষণাকর্মকে |
Ο খ) |
সাংবাদিকতাকে |
Ο গ) |
শিক্ষকতাকে |
Ο ঘ) |
লেখালেখিকে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
মিষ্টি চুরি করে খেয়ে মায়ের কাছে ধরা পড়লে ছেলেটি - |
Ο ক) |
লজ্জা পেত |
Ο খ) |
মার খেত |
Ο গ) |
বকুনি খেত |
Ο ঘ) |
ভয় পেত |
সঠিক উত্তর: (গ)
১৭৫. |
মমতাদি দুবেলা বেঁধে দিয়ে যাবে, কিন্তু |
Ο ক) |
খাবে না |
Ο খ) |
নেবে না |
Ο গ) |
ছোঁবে না |
Ο ঘ) |
ধরবে না |
সঠিক উত্তর: (ক)
১৭৬. |
‘মমতাদি’ গল্পে লেখকের মনোক্ষুন্ন হওয়ার কারণ - i. মমতাদির এক সেকেন্ডও না দাঁড়ানো ii. লেখককে তুচ্ছ করে চলে যাওয়া iii. লেখকের সাথে ভাব জমিয়ে দুটো কথা না বলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. |
রান্না ছাড়াও মমতাদি কী করবে বলে কী হয়? |
Ο ক) |
বাড়ির সব কাজ |
Ο খ) |
ছোট ছোট কাজ |
Ο গ) |
ঘর ঝাড় দেওয়া |
Ο ঘ) |
সব ঘর মোছা |
সঠিক উত্তর: (খ)
১৭৮. |
‘মা তাকে জেরা করলেন।’ এখানে ‘জেরা’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) |
শিক্ষকের |
Ο খ) |
উকিলের |
Ο গ) |
ব্যবসায়ীর |
Ο ঘ) |
ডাক্তারের |
সঠিক উত্তর: (খ)
১৭৯. |
মমতাদি নিজে কী প্রত্যাশী ছিলেন? |
Ο ক) |
আদর ও স্নেহ |
Ο খ) |
আদর ও সম্মান |
Ο গ) |
আদর ও ভালোবাসা |
Ο ঘ) |
আদর ও সোহাগ |
সঠিক উত্তর: (খ)
১৮০. |
কে সারারাত পেটের ব্যথায় ঘুমায়নি? |
Ο ক) |
মমতাদি |
Ο খ) |
মমতাদির স্বামী |
Ο গ) |
মমতাদির ছেলে |
Ο ঘ) |
খোকা |
সঠিক উত্তর: (গ)
১৮১. |
মমতাদির কপালে কী ছিল? |
Ο ক) |
লাল টিপ |
Ο খ) |
সিঁদুর |
Ο গ) |
তিলক |
Ο ঘ) |
ক্ষতচিহ্ন |
সঠিক উত্তর: (ঘ)
১৮২. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়ি কোন গ্রামে? |
Ο ক) |
গাঁওদিয়া গ্রাম |
Ο খ) |
গৌরীনন্দন গ্রাম |
Ο গ) |
গিরিশপুর গ্রাম |
Ο ঘ) |
গোরাক্ষপুর গ্রাম |
সঠিক উত্তর: (ক)
১৮৩. |
মমতাদি কয়টি কমলালেবু কিনেছিল? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
১৮৪. |
মমতাদির চৌকিতে কী গুটানো ছিল? |
Ο ক) |
মলিন বিছানা |
Ο খ) |
মলিন চাদর |
Ο গ) |
মলিন তোষক |
Ο ঘ) |
মলিন মাদুর |
সঠিক উত্তর: (ক)
১৮৫. |
স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদির কাছে কিসের মর্যাদা লাভ করে? |
Ο ক) |
ছোট ভাইয়ের |
Ο খ) |
বড় ভাইয়ের |
Ο গ) |
আপনজনের |
Ο ঘ) |
নিজের ছেলের |
সঠিক উত্তর: (ক)
১৮৬. |
‘অপ্রতিভ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
অপর্যাপ্ত |
Ο খ) |
অপ্রতুল |
Ο গ) |
অপ্রস্তুত |
Ο ঘ) |
অসময় |
সঠিক উত্তর: (গ)
১৮৭. |
মমতাদি প্রথম দিন খোকা স্কুলে যাওয়ার আগে কয়টা পর্যন্ত কাজ করেছিল? |
Ο ক) |
সাতটা থেকে সাড়ে দশটা |
Ο খ) |
ছয়টা থেকে সাড়ে নয়টা |
Ο গ) |
সাড়ে ছয়টা থেকে দশটা |
Ο ঘ) |
ছয়টা থেকে সাড়ে দশটা |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. |
সংসারের সব জিনিস মমতাদির কোন ঘরে স্থান পেয়েছে? |
Ο ক) |
ভেতরের ঘরে |
Ο খ) |
বসার ঘরে |
Ο গ) |
বাইরের ঘরে |
Ο ঘ) |
শোবার ঘরে |
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. |
মমতাদি ঘরের দেওয়ালে ঘেঁষে কী পাতা ছিল? |
Ο ক) |
তেলের বোতল |
Ο খ) |
ভাঙ্গা চেয়ার |
Ο গ) |
আচারের ডিব্বা |
Ο ঘ) |
শখের হাঁড়ি |
সঠিক উত্তর: (খ)
১৯০. |
কথাসাহিত্য বলতে কী বোঝায়? |
Ο ক) |
সংগীত |
Ο খ) |
নাটক |
Ο গ) |
গল্প-উপন্যাস |
Ο ঘ) |
কাব্য |
সঠিক উত্তর: (গ)
১৯১. |
জীবনময়ের গলিতে ছেলেটি মমতাদির সঙ্গে কীভাবে চলতে লাগল? |
Ο ক) |
সংকুচিত হয়ে |
Ο খ) |
উঁচু হয়ে |
Ο গ) |
প্রসারিত হয়ে |
Ο ঘ) |
নিচু হয়ে |
সঠিক উত্তর: (ক)
১৯২. |
মমতাদি স্বভাবে -� |
Ο ক) |
ভারি দুষ্ট |
Ο খ) |
ভারি শান্ত |
Ο গ) |
ভারি চাপা |
Ο ঘ) |
ভারি লাজুক |
সঠিক উত্তর: (গ)
১৯৩. |
মমতাদির বরের চাকরি হওয়ার পরও তাকে খুশি হতে দেখা যায়নি। বিষয়টির অভ্যন্তরে যে প্রকৃত সত্য লুকিয়ে ছিল তা হলো - i. শারীরিকভাবে নির্যাতন করে ii. তার স্বামী তাকে ভারোবাসে না iii. অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৪. |
মমতাদির ঘরে কী খাবার ছিল? |
Ο ক) |
আপেল |
Ο খ) |
খই |
Ο গ) |
বিস্কুট |
Ο ঘ) |
মুড়ি |
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. |
‘মমতাদি’ গল্পে কোন দিকটি প্রাধান্য পেয়েছে? |
Ο ক) |
গৃহকর্মীদের কর্তব্যকর্মে দক্ষতা |
Ο খ) |
গৃহকর্মীদের দুঃখগাথা |
Ο গ) |
গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ |
Ο ঘ) |
গৃহকর্মীদের প্রতি পেশাদার আচরণ |
সঠিক উত্তর: (গ)
১৯৬. |
চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন? |
Ο ক) |
লজ্জা পেয়ে |
Ο খ) |
আত্মসম্মানের জন্য |
Ο গ) |
বিপদের আশঙ্কায় |
Ο ঘ) |
চাকরি যাওয়ার ভয়ে |
সঠিক উত্তর: (খ)
১৯৭. |
সবাই মমতাদির সান্নিধ্য আশা করেছিল কেন? |
Ο ক) |
সে ভালো গল্প করে বলে |
Ο খ) |
তার প্রশংসা করবে বলে |
Ο গ) |
তার পরিচয় জানবে বলে |
Ο ঘ) |
তার কর্মনিষ্ঠা ভালো বলে |
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. |
মমতাদির পাঁচ বছরের ছেলেটি সারা রাত ঘুমায় নি কেন? |
Ο ক) |
পেটের ব্যথায় |
Ο খ) |
জ্বরের তীব্রতায় |
Ο গ) |
আলো-বাতাসের |
Ο ঘ) |
সুখ-শান্তির |
সঠিক উত্তর: (গ)
১৯৯. |
পাশের বাড়ির ঝর্নাদি হঠাৎ করে সুব্রতদের বাড়িতে এসে রাঁধুনীর কাজ করতে চাইল। বাড়ির সবাই তো তার আচরণে অবাক। মমতাদির আচরণের কোন দিকটি ঝর্নাদির মধ্যে প্রতিফলিত হয়েছে? |
Ο ক) |
লজ্জাহীন ভাবের |
Ο খ) |
নিঃসঙ্কোচ আবেদন |
Ο গ) |
কাজের প্রতি একাগ্রতা |
Ο ঘ) |
উপার্জনে বাধ্য হওয়া |
সঠিক উত্তর: (খ)
২০০. |
মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে? |
Ο ক) |
সেন্ট গ্রেগরী স্কুল থেকে |
Ο খ) |
মেদেনীপুর জেলা স্কুল থেকে |
Ο গ) |
বরিশাল পাইলট স্কুল থেকে |
Ο ঘ) |
কুচবিহার হাই স্কুল থেকে |
সঠিক উত্তর: (খ)
২০১. |
‘মমতাদি’ গল্পে প্রাধান্য পেয়েছে - i. গৃহকর্মের চিত্র ii. মনের আবেগ iii. মানবিক আচরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০২. |
ছোট ছেলেটি কয় বার খাবার জল চেয়েছিল? |
Ο ক) |
চার বার |
Ο খ) |
তিন বার |
Ο গ) |
দুই বার |
Ο ঘ) |
এক বার |
সঠিক উত্তর: (গ)
২০৩. |
‘দীর্ঘদিন পর চাকরি পেয়ে সুমনের খুশির আর সীমা নেই।’ - সমুনের সাথে মিল রয়েছে কোন চরিত্রের? |
Ο ক) |
নিরূপমা |
Ο খ) |
মমতাদি |
Ο গ) |
হরিহর |
Ο ঘ) |
অবনি |
সঠিক উত্তর: (খ)
২০৪. |
মমতাদিকে শব্দহীন অনুভূতিহীন নির্বিকার বলার পেছনে যুক্তি কী? |
Ο ক) |
তার সুখ দুঃখের বোধ নেই |
Ο খ) |
কাজের প্রতি সে একনিষ্ঠ |
Ο গ) |
সে সর্বদা সময় সচেতন |
Ο ঘ) |
তার হৃদয়ানুভূতি প্রচ্ছন্ন |
সঠিক উত্তর: (ঘ)
২০৫. |
মমতাদির পরনের শাড়িটি কেমন ছিল? |
Ο ক) |
উজ্জ্বল বাসন্তি রঙের |
Ο খ) |
টাঙ্গাইলের ডুরিকাটা |
Ο গ) |
শান্তিপুরের আটপৌরে |
Ο ঘ) |
সেলাই করা ময়লা |
সঠিক উত্তর: (ঘ)
২০৬. |
আপনারা রান্নার জন্য লোক রাখবেন? - প্রশ্নটি কার? |
Ο ক) |
ছেলেটির |
Ο খ) |
মায়ের |
Ο গ) |
মমতাদির স্বামীর |
Ο ঘ) |
মমতাদির |
সঠিক উত্তর: (ঘ)
২০৭. |
‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি - |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
ছোটগল্প |
Ο গ) |
নাটক |
Ο ঘ) |
প্রবন্ধ |
সঠিক উত্তর: (ক)
২০৮. |
ছেলেটির মা মমতাদিকে জেরা করল - i. মমতাদি কাজের মানুষ বলে ii. মমতাদির প্রকৃতাবস্থা জানতে iii. মমতাদির সঙ্কোচ দূর করতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. |
মার্কসবাদ ও ফ্রয়েডীয় মনোবিশ্লেষণতত্ত্বের প্রতিফলন হয়েছে কোন ঔপন্যাসিকের উপন্যাসে? |
Ο ক) |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
Ο খ) |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
Ο গ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
Ο ঘ) |
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (ক)
২১০. |
মমতাদি লেখককে শোবার ঘরে নিয়ে গিয়ে কোথায় বসতে দিল? |
Ο ক) |
চেয়ারে |
Ο খ) |
চৌকিতে |
Ο গ) |
টুলে |
Ο ঘ) |
মেঝেতে |
সঠিক উত্তর: (গ)
২১১. |
মমতাদির ছেলের বয়স কত? |
Ο ক) |
তিন বছর |
Ο খ) |
চার বছর |
Ο গ) |
পাঁচ বছর |
Ο ঘ) |
ছয় বছর |
সঠিক উত্তর: (গ)
২১২. |
মমতাদির স্বামীর চাকরি নিয়ে মা কাদের কাছে মন্তব্য করেছির? |
Ο ক) |
বাড়ির সকলের কাছে |
Ο খ) |
এলাকার সকলের কাছে |
Ο গ) |
পাড়ার মহিলাদের কাছে |
Ο ঘ) |
পাড়ার বৃদ্ধদের কাছে |
সঠিক উত্তর: (গ)
২১৩. |
মমতাদির কাজ বিনা আড়ম্বরে - |
Ο ক) |
শেষ হলো |
Ο খ) |
শুরু হলো |
Ο গ) |
নিখুঁত হলো |
Ο ঘ) |
কমে গেলো |
সঠিক উত্তর: (গ)
২১৪. |
খোকা কী সন্দেহ করল? |
Ο ক) |
মমতাদি কখনো আদর করবে না |
Ο খ) |
মমতাদিকে কেউ চড় মেরেছে |
Ο গ) |
মমতাদিকে কেউ চড় মারতে পারে না |
Ο ঘ) |
মা মমতাদিকে মেরেছে |
সঠিক উত্তর: (খ)
২১৫. |
মমতাদির দুচোখ সজল হয়ে ওঠার কারণ - i. আশাতিরিক্ত মাইনা লাভ ii. কৃতজ্ঞতা iii. দুঃখবোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৬. |
মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৯০৪ |
Ο খ) |
১৯০৬ |
Ο গ) |
১৯০৮ |
Ο ঘ) |
১৯১০ |
সঠিক উত্তর: (গ)
২১৭. |
মমতাদির বয়স কত ছিল? |
Ο ক) |
তেইশ বছর |
Ο খ) |
চব্বিশ বছর |
Ο গ) |
পঁচিশ বছর |
Ο ঘ) |
তেত্রিশ বছর |
সঠিক উত্তর: (ক)
২১৮. |
লেখক মমতাদিকে তুলনা করেছেন - i. ছায়াময়ী মানবী বলে ii. ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী বলে iii. মর্যাদাসম্পন্ন ঘরের নারী বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৯. |
মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন? |
Ο ক) |
পদার্থ |
Ο খ) |
রসায়ন |
Ο গ) |
জীববিদ্যা |
Ο ঘ) |
গণিত |
সঠিক উত্তর: (ঘ)
২২০. |
‘মমতাদি’ গল্পে বামুনদি সম্বোধনটি কীসের সাথে তুলনীয় হয়েছে? |
Ο ক) |
আদর করে |
Ο খ) |
স্নেহের আতিশয্যে |
Ο গ) |
নিজের গর্ব প্রতিষ্ঠার জন্য |
Ο ঘ) |
লেখক মিশুক বলে |
সঠিক উত্তর: (গ)
২২১. |
মমতাদির ঘরের দড়িতে কী টানানো ছিল? |
Ο ক) |
বিছানার চাদর |
Ο খ) |
ব্যবহৃত গামছা |
Ο গ) |
গায়ের চাদর |
Ο ঘ) |
খানকয়েক মোড়া |
সঠিক উত্তর: (ঘ)
২২২. |
“সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ, না?” - এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে? |
Ο ক) |
রোমাঞ্চকর পথ চলা |
Ο খ) |
ভীতিকর পাতাল অভিযান |
Ο গ) |
লেখকের গল্প বলার মুন্সিয়ানা |
Ο ঘ) |
জীবনময়গলির ঘিঞ্জি পরিবেশ |
সঠিক উত্তর: (ঘ)
২২৩. |
মমতাদির মিষ্টি খেতে বারণ করার মধ্যে কী ফুটে উঠেছিল? |
Ο ক) |
আবেদন |
Ο খ) |
ভর্ৎসনা |
Ο গ) |
তিরস্কার |
Ο ঘ) |
ব্যঙ্গ |
সঠিক উত্তর: (ক)
২২৪. |
লেখক কেন বলল যে, মমতাদি মিথ্যা বলছে? |
Ο ক) |
রাগে |
Ο খ) |
সন্দিগ্ধ হয়ে |
Ο গ) |
অবিশ্বাসে |
Ο ঘ) |
ঘৃণায় |
সঠিক উত্তর: (খ)
২২৫. |
মমতাদির চোখ দুটি কেমন? |
Ο ক) |
কিঞ্চিৎ চঞ্চল |
Ο খ) |
সহজ সরল |
Ο গ) |
স্থির অচঞ্চল |
Ο ঘ) |
অটল অবিচল |
সঠিক উত্তর: (গ)
২২৬. |
মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্স ভর্তি হন - |
Ο ক) |
স্কটিস চার্চ কলেজে |
Ο খ) |
প্রেসিডেন্সি কলেজে |
Ο গ) |
কলকাতা বিশ্ববিদ্যালয়ে |
Ο ঘ) |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে |
সঠিক উত্তর: (খ)
২২৭. |
ছেলেটির মুখে বামুনদি ডাক শুনে মমতাদির হাসি বন্ধ হয়ে গিয়েছিল কেন? |
Ο ক) |
অতীতের কথা মনে করে |
Ο খ) |
নিজেকে রাঁধুনী মনে করে |
Ο গ) |
আত্মসম্মানে আঘাত লাগায় |
Ο ঘ) |
নিজের অবস্থান টের পেয়ে |
সঠিক উত্তর: (গ)
২২৮. |
মমতাদি সহজ মানুষ হয়ে গেল - i. মুখ ফিরিয়ে হেসে ii. রহস্যের ঘোমটা খুলে iii. ভালোবাসা আকাঙ্ক্ষা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৯. |
মা রান্নাঘরে আসতেই মমতাদি ছেলেটিকে ছেড়ে দিয়েছিল, কেননা - i. মমতাদি বিব্রত হয়েছিল ii. মমতাদির মধ্যে ভয় ছিল iii. মমতাদির মধ্যে সঙ্কোচ ছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৩০. |
‘হান্নান তার স্ত্রীকে মেরে রক্তাক্ত করেছে।’ হান্নানের নিষ্ঠুরতার স্পষ্ট প্রভাব লক্ষ করা যায় যে চরিত্রে - i. মমতাদি ii. লেখক iii. লেখকের মা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩১. |
মমতার কোথায় আন্দাজে পরা টিপের মতো একটি ক্ষত চিহ্ন ছিল? |
Ο ক) |
কপালে |
Ο খ) |
হাতে |
Ο গ) |
মুখে |
Ο ঘ) |
পায়ে |
সঠিক উত্তর: (ক)
২৩২. |
মমতাদির ঘরের কোণে পাশাপাশি কয়টি ট্রাংক ছিল? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
২৩৩. |
খোকার হাত থেকে মমতাদি সন্দেশ কেড়ে নিল কেন? |
Ο ক) |
খোকা চুরি করে সন্দেশ খাচ্ছিল |
Ο খ) |
সন্দেশে নোংরা পানি ছিল |
Ο গ) |
অতিরিক্ত সন্দেশ খেলে পেট খারাপ হবে |
Ο ঘ) |
অতিথিরা দুষ্ট চেলে বলবে |
সঠিক উত্তর: (গ)
২৩৪. |
ছোট ছেলেটি মমতাদিকে প্রথমে কী বলে সম্বোধন করেছিল? |
Ο ক) |
মমতাদি |
Ο খ) |
বড়দিদি |
Ο গ) |
বউদিদি |
Ο ঘ) |
বামুনদি |
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. |
মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছে - |
Ο ক) |
দরজা ঠেলে |
Ο খ) |
লজ্জা ঠেলে |
Ο গ) |
পর্দা ঠেলে |
Ο ঘ) |
গলি ঠেলে |
সঠিক উত্তর: (গ)
২৩৬. |
‘মমতাদি’ গল্পে মা মমতাদিকে জেরা করলেন কেন? |
Ο ক) |
কাজে নিয়োগদানের প্রয়োজনে |
Ο খ) |
তাকে পছন্দ হয় নি বলে |
Ο গ) |
তাকে সন্দেহ হওয়ায় |
Ο ঘ) |
মা’র বাবা উকিল তাই |
সঠিক উত্তর: (ক)
২৩৭. |
‘মমতাদি’ গল্পে “আপনার রান্নার জন্য লোক রাখবেন।” - বাক্যটি দ্বারা কী বোঝায়? |
Ο ক) |
জিজ্ঞাসা |
Ο খ) |
তথ্য অনুসন্ধান |
Ο গ) |
অনুজ্ঞা |
Ο ঘ) |
বিস্ময় |
সঠিক উত্তর: (ক)
২৩৮. |
‘কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না।’ এই বাক্যে ফুটে উঠেছে মমতাদির - |
Ο ক) |
কর্মদক্ষতা |
Ο খ) |
কর্মনিপুণতা |
Ο গ) |
দায়িত্বের স্বচ্ছতা |
Ο ঘ) |
লোকদেখানো অভিনয় |
সঠিক উত্তর: (গ)
২৩৯. |
মমতাদির চোখ দুটি কেমন দেখাচ্ছিল? |
Ο ক) |
উজ্জ্বল |
Ο খ) |
স্থির চঞ্চল |
Ο গ) |
নিষ্প্রভ |
Ο ঘ) |
চঞ্চল |
সঠিক উত্তর: (খ)
২৪০. |
মমতাদির চৌকির তলে ছিল একটা চরকা আর একটি ভাঙ্গা - |
Ο ক) |
বাঁশের ঝুঁড়ি |
Ο খ) |
বেতের বাস্কেট |
Ο গ) |
টিনের ট্রাঙ্ক |
Ο ঘ) |
কাঠের বাক্স |
সঠিক উত্তর: (খ)
২৪১. |
কোন বিচারে জীবনময় লেনকে যমালয় বলা যায় - |
Ο ক) |
ছোট গলি |
Ο খ) |
দূষিত চাপা গন্ধ |
Ο গ) |
যাওয়ার রাস্তা পাতাল রাস্তার মতো |
Ο ঘ) |
ঘরগুলো ছোট ছোট |
সঠিক উত্তর: (গ)
২৪২. |
১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে - |
Ο ক) |
ম্যাট্রিক পাসের ক্ষেত্রে |
Ο খ) |
আই.এসসি পাসের ক্ষেত্রে |
Ο গ) |
বি.এসসি পাসের ক্ষেত্রে |
Ο ঘ) |
এম. এসসি পাসের ক্ষেত্রে |
সঠিক উত্তর: (ক)
২৪৩. |
মমতাদি লেখকের বাড়ির কাজ ছাড়তে চায় নি কেন? |
Ο ক) |
মাইনে বেশি বলে |
Ο খ) |
ভালোবাসা পেয়েছে বলে |
Ο গ) |
স্বামী চাকরিহীন বলে |
Ο ঘ) |
গৃহকর্ত্রীর নিষেধে |
সঠিক উত্তর: (খ)
২৪৪. |
মমতাদি কমলালেবু কিনছিল - |
Ο ক) |
লেবুওয়ালার কাছ থেকে |
Ο খ) |
ফলওয়ালার কাছ থেকে |
Ο গ) |
ফেরিওয়ালার কাছ থেকে |
Ο ঘ) |
মুদি দোকানির কাছ থেকে |
সঠিক উত্তর: (গ)
২৪৫. |
মমতাদির ঘরের সামনে দুহাত চওড়া রয়েছে কী? |
Ο ক) |
উঠান |
Ο খ) |
জানালা |
Ο গ) |
রোয়াক |
Ο ঘ) |
বারান্দা |
সঠিক উত্তর: (গ)
২৪৬. |
গল্পে মমতার স্বামী পরিচয় দিয়েছে - |
Ο ক) |
অসহায়ত্বের |
Ο খ) |
দায়িত্বহীনতার |
Ο গ) |
অপারগতার |
Ο ঘ) |
নিষ্ঠুরতার |
সঠিক উত্তর: (খ)
২৪৭. |
মমতাদি ঘরে ঢুকেই তার ছেলেটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কেন? |
Ο ক) |
ছেলেটি সারাদিন একা থাকে |
Ο খ) |
ছেলেটির জ্বর হয়েছে |
Ο গ) |
ছেলেটির পেট খারাপ হয়েছে |
Ο ঘ) |
ছেলে কান্নাকাটি করছিল |
সঠিক উত্তর: (গ)
২৪৮. |
মমতাদির শোবার ঘরের টেবিলে ছিল - i. কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র ii. বই খাতা, অল্পদামী টাইমপিস iii. ওষুধের শিশি মেরামত করা আর্সি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. |
প্রসাদ বলা হয় - i. দেবতার উদ্দেশ্যে নিবেদিত ফল-ফলাদি ii. চাকরি পাওয়ার জন্য মিষ্টি বিতরণ iii. মন্ত্রপূত খাবার জাতীয় উপকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫০. |
মমতাদি গুটানো বিছানা থেকে কী বের করল? |
Ο ক) |
লেপ ও কাঁথা |
Ο খ) |
লেপ ও বালিশ |
Ο গ) |
বালিশ ও কাঁথা |
Ο ঘ) |
মাদুর ও বালিশ |
সঠিক উত্তর: (গ)
২৫১. |
মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? |
Ο ক) |
মুন্সিগঞ্জের বিক্রমপুর |
Ο খ) |
বিহারের পালামৌ |
Ο গ) |
আসামের কাছাড় |
Ο ঘ) |
বিহারের সাঁওতাল পরগনা |
সঠিক উত্তর: (ঘ)
২৫২. |
মমতাদির স্বামী আছে, আর কে আছে? |
Ο ক) |
একটি ছেলে |
Ο খ) |
একটি মেয়ে |
Ο গ) |
দুইটি ছেলে |
Ο ঘ) |
দুইটি মেয়ে |
সঠিক উত্তর: (ক)
২৫৩. |
মমতাদি ছেলেটির মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল কেন? |
Ο ক) |
রান্নার কাজে দিয়েছিল বলে |
Ο খ) |
আশাতীত বেতন দিয়েছিল বলে |
Ο গ) |
বিপদে উদ্ধার করেছিল বলে |
Ο ঘ) |
যথার্থ সম্মান দিয়েছিল বলে |
সঠিক উত্তর: (খ)
২৫৪. |
মা মমতাদিকে কাল সকাল থেকে আসতে বললেন কেন? |
Ο ক) |
কথাবার্তা বলতে |
Ο খ) |
কাজে যোগ দিতে |
Ο গ) |
জেরার জবাব দিতে |
Ο ঘ) |
বাবার সাথে দেখা করতে |
সঠিক উত্তর: (খ)
২৫৫. |
মমতাদির ঘরে কয়টি ট্রাংক ছিল? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
২৫৬. |
কোথায় বসে মমতাদির চুল খুলে? |
Ο ক) |
বারান্দায় বসে |
Ο খ) |
পিঁড়িতে বসে |
Ο গ) |
উঠানে বসে |
Ο ঘ) |
ঘরেতে বসে |
সঠিক উত্তর: (খ)
২৫৭. |
‘জেরা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? |
Ο ক) |
খাঁটি বাংলা |
Ο খ) |
আরবি |
Ο গ) |
ফার্সি |
Ο ঘ) |
সংস্কৃত |
সঠিক উত্তর: (খ)
২৫৮. |
ওয়েসলিস মিশন কোথায় অবস্থিত? |
Ο ক) |
বাঁকুড়া |
Ο খ) |
হাওড়া |
Ο গ) |
দমদম |
Ο ঘ) |
সল্টলেক |
সঠিক উত্তর: (ক)
২৫৯. |
‘মমতাদি’ গল্পে মমতাদির স্বভাব কেমন? |
Ο ক) |
চপলা |
Ο খ) |
কুটিল |
Ο গ) |
ভারি চাপা |
Ο ঘ) |
মুখরা |
সঠিক উত্তর: (গ)
২৬০. |
ছোট ছেলেটি মমতাদির গালে কয়টি দাগ দেখতে পেয়েছিল? |
Ο ক) |
দুইটি দাগ |
Ο খ) |
তিনটি দাগ |
Ο গ) |
চারটি দাগ |
Ο ঘ) |
পাঁচটি দাগ |
সঠিক উত্তর: (খ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: আজিজার মেম্বার বাড়ির বছর বাঁধা কামলা। জমি-জিরেত থেকে গোয়াল-পুকুর সর্বত্র সে এমনি তদারকি করে যে, সবাই বলে - “আজিজার মেম্বার বাড়ির চেয়ারম্যান।” |
২৬১. |
উদ্দীপকের আজিজার চরিত্রটি ‘মমতাদি’ গল্পের কোন চরিত্রকে সমর্থন করে? |
Ο ক) |
লেখকের মা |
Ο খ) |
লেখক |
Ο গ) |
মমতাদি |
Ο ঘ) |
মমতাদির স্বামী |
সঠিক উত্তর: (গ)
২৬২. |
উদ্দীপকের আলোকে ‘মমতাদি’ গল্পে চিত্রিত হয়েছে - i. মমতাদির সংসারের কাজগুলোকে আপন করে নেওয়া ii. মমতাদির কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা iii. মমতাদির নীরবে নতমুখে কাজ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৬৩. |
উদ্দীপকের মেম্বার বাড়ির মধ্য দিয়ে ‘মমতাদি’ গল্পে যে বাড়ির কথা বোঝা যায় তা হলো - |
Ο ক) |
মমতাদির শ্বশুরবাড়ির |
Ο খ) |
লেখকের বাড়ির |
Ο গ) |
জীবনময় গলির সাতাশ নম্বর বাড়ির |
Ο ঘ) |
মমতাদির বাপের বাড়ির |
সঠিক উত্তর: (খ)
আর্সি অর্থ কী?
উত্তরমুছুনজানিনা
মুছুন'দর্পণ' বা 'আয়না' অর্থে ব্যবহৃত হয়েছে
মুছুনআর্সি অর্থ কি???
উত্তরমুছুনমেরামত করা আর্সি মানে কি???
উত্তরমুছুনআর্সি আরসি বুঝাচ্ছে কিনা কে জানে!?
উত্তরমুছুন'দর্পণ' বা 'আয়না' অর্থে ব্যবহৃত হয়েছে। কোলা বা আরসি(RC) নয়।
মুছুনআমি ভালো আছি
উত্তরমুছুনভালো থেকো