NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৮: গদ্য - বনফুল


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৮: গদ্য - বনফুল


১.
বনফুল লেখাপড়া করেন -
i. সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়ে
ii. সেন্ট কলম্বাস কলেজে
iii. পাটনা মেডিক্যাল কলেজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
মানুষ নিমের পাতা ছিড়ে -
i. রান্না করে খায়
ii. গরম তেলে ভাজে
iii. চুলকানিতে লাগায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
নিমাগাছকে কেউ যত্ন করে না যে কারণে -
i. আলসেমির কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. অপ্রয়োজনীয়তার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪.
‘নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য কোন লাইনে?
Ο ক) 
প্রথম লাইনে
Ο খ) 
দ্বিতীয় লাইনে
Ο গ) 
মাঝের লাইনে
Ο ঘ) 
শেষ লাইনে

  সঠিক উত্তর: (ঘ)

৫.
বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মণিহার
Ο খ) 
সীতাহার
Ο গ) 
গীতহার
Ο ঘ) 
দোহার

  সঠিক উত্তর: (ক)

৬.
‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
পটল
Ο খ) 
বেগুন
Ο গ) 
টমেটো
Ο ঘ) 
লাউ

  সঠিক উত্তর: (খ)

৭.
লোকজন সিদ্ধ করে নিমগাছের কোন উপাদানটি খায়?
Ο ক) 
কান্ড
Ο খ) 
ছাল
Ο গ) 
ফুল
Ο ঘ) 
শিকড়

  সঠিক উত্তর: (খ)

৮.
‘নিমগাছ’ গল্পে বিজ্ঞদের মাঝে প্রকাশ পেয়েছে -
i. উদাসীনতা
ii. অবহেলা
iii. দায়িত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯.
বনফুলের পরিচয়, তিনি একজন -
i. কবি
ii. গল্পকার
iii. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
বনফুলের কর্মজীবন শুরু হয় -
Ο ক) 
মেডিক্যাল অফিসার হিসেবে
Ο খ) 
ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে
Ο গ) 
কলেজের শিক্ষক হিসেবে
Ο ঘ) 
পত্রিকার সম্পাদক হিসেবে

  সঠিক উত্তর: (ক)

১১.
বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
Ο ক) 
বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
Ο খ) 
কাল্পনিক উপাদান
Ο গ) 
পরাবাস্তববাদ
Ο ঘ) 
প্রাণীবিষয়ক

  সঠিক উত্তর: (ক)

১২.
‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
Ο ক) 
অদৃশ্যলোক
Ο খ) 
বনফুলের গল্প
Ο গ) 
বাহুল্য
Ο ঘ) 
তন্বী

  সঠিক উত্তর: (ক)

১৩.
কত সালে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ ঘটে?
Ο ক) 
১৯১৬
Ο খ) 
১৯১৮
Ο গ) 
১৯২০
Ο ঘ) 
১৯২৭

  সঠিক উত্তর: (খ)

১৪.
নিমগাছের সাথে কোনটি তুলনীয়?
Ο ক) 
কবিরাজের জীবন
Ο খ) 
কবির জীবন
Ο গ) 
লক্ষ্মীবউটার জীবন
Ο ঘ) 
বিজ্ঞজনের জীবন

  সঠিক উত্তর: (গ)

১৫.
‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
Ο ক) 
সন্ধি
Ο খ) 
সমাস
Ο গ) 
উপসর্গ
Ο ঘ) 
প্রত্যয়

  সঠিক উত্তর: (গ)

১৬.
বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
Ο ক) 
নিমগাছের গুণাগুণ জানেন বলে
Ο খ) 
নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
Ο গ) 
পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
Ο ঘ) 
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে

  সঠিক উত্তর: (ক)

১৭.
নিমগাছ না যেতে পেরে কী করল?
Ο ক) 
কান্নাকাটি
Ο খ) 
বিধাতাকে দোষারোপ
Ο গ) 
স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল
Ο ঘ) 
মারা গেল

  সঠিক উত্তর: (গ)

১৮.
‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি -
i. সীমাহীন কথার আখ্যানসম্পন্ন
ii. নিমগাছ সম্পর্কে প্রযোজ্য
iii. লক্ষ্মীবউটা সম্পর্কে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন -
Ο ক) 
বুদ্ধদেব বসু
Ο খ) 
বনফুল
Ο গ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
সুভাষ মুখোপাধ্যায়

  সঠিক উত্তর: (খ)

২০.
নিমগাছের বাহারি ফুলগুলো ছিল -
Ο ক) 
থোকা থোকা
Ο খ) 
ছাড়া ছাড়া
Ο গ) 
অঙ্কুরিত
Ο ঘ) 
গাছের নিচে পাটির মতো

  সঠিক উত্তর: (ক)

২১.
নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে?
Ο ক) 
সিদ্ধ করছে
Ο খ) 
বাতাস দিচ্ছে
Ο গ) 
শিলে পিষছে
Ο ঘ) 
ঔষধ বানাচ্ছে

  সঠিক উত্তর: (গ)

২২.
হাজারীবাগের সেন্ট কলম্বাস করেজ থেকে বনফুল কত সালে আইএসসি পাস করেন?
Ο ক) 
১৯১৮
Ο খ) 
১৯১৯
Ο গ) 
১৯২০
Ο ঘ) 
১৯২১

  সঠিক উত্তর: (গ)

২৩.
লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছে হলো?
Ο ক) 
পা ভেঙ্গে দিতে
Ο খ) 
কথা বলতে
Ο গ) 
চিমটি কাটতে
Ο ঘ) 
সঙ্গে যেতে

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
Ο ক) 
অদৃশ্যলোক
Ο খ) 
দৃশ্যমান
Ο গ) 
অদৃশ্য
Ο ঘ) 
দৃশ্যমান স্বপ্ন

  সঠিক উত্তর: (ক)

২৫.
‘প্রতীকী অর্থ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
ভিন্নার্থে
Ο খ) 
একই অর্থে
Ο গ) 
বিপরীত অর্থে
Ο ঘ) 
বাস্তব অর্থে

  সঠিক উত্তর: (খ)

২৬.
বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুমি হন যে কারণে -
i. নিমের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী বৃক্ষ
iii. এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
বনফুল কোন মিডিক্যাল কলেজ থেকে এমবি পাস করেন?
Ο ক) 
কলকাতা মেডিক্যাল কলেজ
Ο খ) 
দিল্লি মেডিক্যাল কলেজ
Ο গ) 
মাদ্রাজ অফিসার হিসেবে
Ο ঘ) 
পাটনা মেডিক্যাল কলেজ

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারণে -
i. কিছু করার ছিল না
ii. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
‘অনুগামিনী’ হলো বনফুলের -
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
গল্পগ্রন্থ
Ο ঘ) 
কাব্যনাট্য

  সঠিক উত্তর: (গ)

৩০.
গরম তেলে ভাজলে নিমপাতা -
i. মচমচে হয়
ii. উপাদেয় হয়
iii. ঔষধি গুণসম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
‘ছাল’ শব্দের অর্থ কী?
Ο ক) 
পাতা
Ο খ) 
বাকল
Ο গ) 
ডাল
Ο ঘ) 
রস

  সঠিক উত্তর: (খ)

৩২.
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনী নাটক হলো -
i. শ্রীমধুসূদন
ii. বিন্দুবিসর্গ
iii. বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩.
যিনি কবিতা লেখেন তাকে কী বলে?
Ο ক) 
কবিরাজ
Ο খ) 
চিকিৎসক
Ο গ) 
সাহিত্যিক
Ο ঘ) 
কবি

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কবি নিমগাছটির -
i. ছাল তুলল না
ii. পাতা ছিঁড়ল না
iii. ডাল ভাঙল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
নিমগাছের উপকারের কথা বর্ণনা করে লেখক আসলে কী প্রকাশ করেছেন?
Ο ক) 
গৃহকর্তার প্রতাপ
Ο খ) 
বিজ্ঞদের অভিজ্ঞতা
Ο গ) 
ছোটদের সচেতনতা
Ο ঘ) 
বিজ্ঞজনের জীবন

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
নিমগাছের বাহ্যিক উপকারিতা প্রকাশ করে -
i. আত্মত্যাগ
ii. দায়বদ্ধতা
iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ফেব্রুয়ারি মাসের কত তারিখে বনফুল মৃত্যুবরণ করেন?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
‘সে আর এক আবর্জনা’ কথাটি নির্দেশ করে -
Ο ক) 
বিপদ
Ο খ) 
নতুন আপদ
Ο গ) 
বিরক্তি
Ο ঘ) 
প্রতিবাদ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
বনফুলের গল্পগ্রন্থ হলো -
i. বাহুল্য, বিন্দুবিসর্গ, অনুগামিনী
ii. বনফুলের গল্প, কিছুক্ষণ, জঙ্গম
iii. ঊর্মিমালা, দূরবীন, তন্বী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০.
রাস্তার পাশের অর্জুন গাছটি থেকে মানুষ বাকল, ডাল এবং পাতা নিচ্ছে। - উদ্দীপকের এই বিষয়টি তোমার পঠিত কোন গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Ο ক) 
পালামৌ
Ο খ) 
নিরীহ বাঙালি
Ο গ) 
নিমগাছ
Ο ঘ) 
আম আঁটির ভেঁপু

  সঠিক উত্তর: (গ)

৪১.
বনফুল কী ধরনের লেখনীর মাধ্যমে সাহিত্য অঙ্গণে প্রবেশ করেন?
Ο ক) 
নাটক
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
ছোটগল্প
Ο ঘ) 
ব্যঙ্গ কবিতা ও প্যারডি

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
কবি আর কবিরাজদের পার্থক্য দেখা যায় -
i. উন্নত মানসিকতায়
ii. স্বার্থপরতায়
iii. লোভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞজনরা খুশি হন, কারণ -
i. নিমের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী বৃক্ষ
iii. এটা যত্ন ছাড়াই বেড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
নিম কোন ধরনের বৃক্ষ?
Ο ক) 
ফলজ বৃক্ষ
Ο খ) 
বনজ বৃক্ষ
Ο গ) 
ঔষধি বৃক্ষ
Ο ঘ) 
পবিত্র বৃক্ষ

  সঠিক উত্তর: (গ)

৪৫.
‘হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো।’ তিনি কে?
Ο ক) 
কবিরাজ
Ο খ) 
কবি
Ο গ) 
ঠাকুর
Ο ঘ) 
বাউল

  সঠিক উত্তর: (খ)

৪৬.
কবির মুগ্ধতার কারণ হলো -
i. উন্নত ব্যক্তিত্ব
ii. নিমগাছের রূপ
iii. নিগমাছের গুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭.
নিমগাছের কচি পাতাগুলো অনেকে খায় -
i. উপকারিতা আছে বলে
ii. অভ্যাস
iii. মানুষের কথা শুনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৮.
উপকার শব্দের ‘উপ’ -�
i. উপসর্গ
ii. অনুসর্গ
iii. পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
বনফুল কী উপাধি লাভ করেন?
Ο ক) 
নাইট
Ο খ) 
পদ্মভূষণ
Ο গ) 
লিটল মাস্টার
Ο ঘ) 
ভারতগর্ব

  সঠিক উত্তর: (খ)

৫০.
কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ
Ο ক) 
রবিবারের চিঠি
Ο খ) 
কল্লোল
Ο গ) 
শনিবারের চিঠি
Ο ঘ) 
সংবাদ

  সঠিক উত্তর: (গ)

৫১.
বনফুলের গল্পের আঙ্কিক কেমন ছিল?
Ο ক) 
ক্ষুদ্র
Ο খ) 
বড়
Ο গ) 
মাঝারি
Ο ঘ) 
ছোট-বড়

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘নিমগাছ’ গল্পের মূল বিষয়বস্তু ফুটে উঠেছে -
Ο ক) 
নিরহংকার
Ο খ) 
গাছের অবদান
Ο গ) 
আত্মত্যাগ ও উপেক্ষা
Ο ঘ) 
প্রয়োজনীয়তা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
‘নিমগাছ’ গল্পে উল্লিখিত ‘নতুন লোক’ বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
Ο ক) 
গৃহিণীর মনে মুক্তির ভাবনার উদয়
Ο খ) 
সংসারে নতুন অতিথি
Ο গ) 
অপরিচিত লোক
Ο ঘ) 
আগন্তুক

  সঠিক উত্তর: (ক)

৫৪.
খানিকক্ষণ চেয়ে থেকে কবি কী করলেন?
Ο ক) 
নিমের একটি পাতা ছিড়লেন
Ο খ) 
নিমের একটু ছাল মুখে দিলেন
Ο গ) 
মুগ্ধতা নিয়ে চলে গেলেন
Ο ঘ) 
গাছকে জড়িয়ে ধরলেন

  সঠিক উত্তর: (গ)

৫৫.
নিমগাছ গল্পের লেখক কে?
Ο ক) 
কামিনী রায়
Ο খ) 
নীল লোহিত
Ο গ) 
বনফুল
Ο ঘ) 
বীরবল

  সঠিক উত্তর: (গ)

৫৬.
কবি নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?
Ο ক) 
এর সৌন্দর্যের জন্য
Ο খ) 
এর ঔষধি গুণের জন্য
Ο গ) 
বৃক্ষপ্রেমের জন্য
Ο ঘ) 
কোনো কারণ ছাড়াই

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কত সালে বনফুল ম্যাট্রিক পাস করেন?
Ο ক) 
১৯১৬
Ο খ) 
১৯১৭
Ο গ) 
১৯১৮
Ο ঘ) 
১৯১৯

  সঠিক উত্তর: (গ)

৫৮.
‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’ - কার?
Ο ক) 
বিজ্ঞজনের
Ο খ) 
নিমগাছের
Ο গ) 
রোগীদের
Ο ঘ) 
সৌন্দর্যের

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘নিমগাছ’ গল্পে লক্ষ্মীবউটির প্রতীক কী?
Ο ক) 
কবিরাজ
Ο খ) 
কবি
Ο গ) 
বিজ্ঞরা
Ο ঘ) 
নিমগাছ

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
বিজ্ঞরা নিমগাছের কোন জিনিসটির পক্ষে বলেন?
Ο ক) 
পাতা
Ο খ) 
ডাল
Ο গ) 
ছাল
Ο ঘ) 
হাওয়া

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
কবিকে নিমগাছের ভালো লাগার কারণ কী?
Ο ক) 
কবি নিমগাছটির সঠিক মূল্যায়ন করেছেন
Ο খ) 
নিমগাছটি রূপবতী
Ο গ) 
নিমগাছটি বসতবাড়িতে থাকতে চায় না
Ο ঘ) 
নিমগাছ উপকারী বৃক্ষ

  সঠিক উত্তর: (ক)

৬২.
মানুষ কোন সবজির সাথে নিমপাতা রান্না করে খায়?
Ο ক) 
আলু
Ο খ) 
পটল
Ο গ) 
চিচিঙ্গা
Ο ঘ) 
বেগুন

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।’ এখানে ‘সবুজ সায়র’ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) 
বাংলার প্রকৃতিকে
Ο খ) 
নিমগাছকে
Ο গ) 
অবারিত সাগরকে
Ο ঘ) 
সবুজের সমারোহকে

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোন পত্রিকায় ব্যঙ্গ-কবিতা ও প্যারডি লিখে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
Ο ক) 
বঙ্গদর্শন
Ο খ) 
সবুজপত্র
Ο গ) 
শনিবারের চিঠি
Ο ঘ) 
প্রবাসী

  সঠিক উত্তর: (গ)

৬৫.
নিমপাতা হলো -
i. চর্মরোগের মহৌষধ
ii. শরীরে শক্তি বর্ধনকারী
iii. যকৃতের পক্ষে উপকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
বনফুল কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
পাকিস্তানে
Ο খ) 
ঢাকায়
Ο গ) 
লন্ডনে
Ο ঘ) 
কলকাতায়

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
কবিরাজ বলতে বোঝায় -
Ο ক) 
কবিদের রাজা
Ο খ) 
মানুষের নাম
Ο গ) 
যিনি গাছ গাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন
Ο ঘ) 
কবিগানের ওস্তাদ

  সঠিক উত্তর: (গ)

৬৮.
নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
Ο ক) 
এটা দেখতে সুন্দর
Ο খ) 
এটা উপকারী
Ο গ) 
এটা পরিবেশ বান্ধব
Ο ঘ) 
এটা আকারে ছোট

  সঠিক উত্তর: (গ)

৬৯.
‘শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ’ বাক্যটির সমার্থ হলো -
i. গৃহিণীর আরও কঠিন বাঁধন
ii. উপযুক্ত ব্যবস্থা
iii. স্থায়িত্ব বাড়াতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭০.
বনফুলের কাব্যগ্রন্থ হলো -
Ο ক) 
সে ও আমি
Ο খ) 
চতুর্দশপদী
Ο গ) 
নির্মোক
Ο ঘ) 
তৃণখন্ড

  সঠিক উত্তর: (খ)

৭১.
‘আবর্জনা জমে এসে চারিদিকে’ - কার চারিদিকে?
Ο ক) 
বাড়ির
Ο খ) 
নিমগাছের
Ο গ) 
ঘরের
Ο ঘ) 
পুকুরের

  সঠিক উত্তর: (খ)

৭২.
বনফুল কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
নদীয়ার শ্যামপুর গ্রামে
Ο খ) 
শিলিগুড়ির শ্রীপুর গ্রামে
Ο গ) 
বিহারের মণিহার গ্রামে
Ο ঘ) 
বীরভূমের বোলপুর গ্রামে

  সঠিক উত্তর: (গ)

৭৩.
‘মাটির ভেতর শিকড় অনেক দূর চলে গেছে।’ এখানে ‘শিকড়’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) 
শিকড়ের বিস্তৃতি
Ο খ) 
নিমগাছের মূল শিকড়
Ο গ) 
গাছটির অটলতা
Ο ঘ) 
বউয়ের সাংসারিক জাল বা বন্ধন

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
কবিরাজরা সাধারণত -
Ο ক) 
গাছগাছালি পরিশোধন করে মানুষের চিকিৎসা করেন
Ο খ) 
তন্ত্র-মন্ত্র আয়ত্ত করে মানুষের চিকিৎসা করেন
Ο গ) 
হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে মানুষের চিকিৎসা করেন
Ο ঘ) 
কোনো ঔষধ ব্যবহার না করে মানুষের চিকিৎসা করেন

  সঠিক উত্তর: (ক)

৭৫.
নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কিসের মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে?
Ο ক) 
নাটক
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
কবিতা
Ο ঘ) 
ছড়া

  সঠিক উত্তর: (গ)

৭৬.
‘ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা।’ - এখানে যে দশার কথা বোঝানো হয়েছে -
i. অবহেলিত
ii. বঞ্চিত
iii. নিগৃহীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
‘নিমের হাওয়া ভালো, থাক্, কেটো না।’ কথাটিতে প্রকাশ পেয়েছে -
Ο ক) 
অনুরাগ
Ο খ) 
দয়া
Ο গ) 
প্রয়োজন
Ο ঘ) 
আত্মত্যাগ

  সঠিক উত্তর: (গ)

৭৮.
নিমগাছের উপকারী রূপ বর্ণনায় লেখক আসলে কী প্রকাশ করেছেন?
Ο ক) 
গৃহিণীর গুণ
Ο খ) 
গৃহকর্তার গুণ
Ο গ) 
ছেলেমেয়েদের গুণ
Ο ঘ) 
সংসারে বৃদ্ধদের গুণ

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’ - এখানে ‘নক্ষত্র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
Ο ক) 
নিমগাছের পাতাকে
Ο খ) 
নিমগাছের ফুলকে
Ο গ) 
নিমগাছের কচি পাতাকে
Ο ঘ) 
নিমগাছের ছালকে

  সঠিক উত্তর: (খ)

৮০.
নিমগাছটা লোকটার সাথে যেতে পারল না কেন?
Ο ক) 
বাড়ির মালিকের অনুমতি নেই বলে
Ο খ) 
শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত েবলে
Ο গ) 
হাঁটতে পারে না বলে
Ο ঘ) 
লোকটা নিতে চায় না বলে

  সঠিক উত্তর: (খ)

৮১.
বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস কোনগুলো?
Ο ক) 
আনন্দমঠ, সীতারাম
Ο খ) 
জননী, ক্রীতদাসের হাসি
Ο গ) 
দ্বৈরথ, জঙ্গম
Ο ঘ) 
অপরাজিত, অপুর সংসার

  সঠিক উত্তর: (গ)

৮২.
নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়?
Ο ক) 
কাঁচা
Ο খ) 
রৌদ্রে শুকিয়ে
Ο গ) 
চিনি দিয়ে মিশিয়ে
Ο ঘ) 
গাছ থেকে মরে ঝরে পড়লে

  সঠিক উত্তর: (ক)

৮৩.
একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাক্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
রূপক
Ο খ) 
উপমা
Ο গ) 
যমক
Ο ঘ) 
উৎপ্রেক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
বনফুলের ‘উর্মিমালা’ কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
ছোটগল্প
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
কাব্যগ্রন্থ
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (ক)

৮৫.
‘নিমগাছ’ গল্পে নিমগাছটিকে কী অর্থে ব্যবহার করা হয়েছে?
Ο ক) 
তাৎপর্যপূর্ণ অর্থে
Ο খ) 
রূপকার্থে
Ο গ) 
ভিন্নার্থে
Ο ঘ) 
প্রশংসার্থে

  সঠিক উত্তর: (খ)

৮৬.
রহিম মিয়া গাছগাছালি ব্যবহার করে চিকিৎসা করেন। তাকে তুমি কী বলবে?
Ο ক) 
কবি
Ο খ) 
চিকিৎসক
Ο গ) 
কবিরাজ
Ο ঘ) 
বিশেষজ্ঞ

  সঠিক উত্তর: (গ)

৮৭.
যকৃতের জন্য উপকারী পাতা কোনটি?
Ο ক) 
কলাপাতা
Ο খ) 
নিমপাতা
Ο গ) 
জামপাতা
Ο ঘ) 
আমপাতা

  সঠিক উত্তর: (খ)

৮৮.
‘নিমগাছের পাতা শিলে পিষছে’ বলতে কী বোঝায়?
Ο ক) 
গৃহিণীর উপর গৃহস্বামীর স্বেচ্ছাচারিতা
Ο খ) 
চুলকানিতে লাগাবে
Ο গ) 
পাতা শক্ত বলে
Ο ঘ) 
রান্নার কৌশল

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কবি নিমগাছের পাতাগুলোকে কল্পনা করেছেন -
Ο ক) 
সবুজ আকাশ রূপে
Ο খ) 
সবুজ প্রান্তর রূপে
Ο গ) 
সবুজ মেঘমালা রূপে
Ο ঘ) 
সবুজ সাগর রূপে

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
‘নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়’ - এখানে প্রকাশ পেয়েছে -
Ο ক) 
মুক্তির অদম্য বাসনা
Ο খ) 
ভালোবাসার ব্যাকুলতা
Ο গ) 
বন্দিত্বের যন্ত্রণা
Ο ঘ) 
স্থানের প্রতি ঘৃণা

  সঠিক উত্তর: (ক)

৯১.
যা বিফল হয় না - তাকে এক কথায় কী বলা হয়?
Ο ক) 
অব্যর্থ
Ο খ) 
সফল
Ο গ) 
বিফল
Ο ঘ) 
অসফল

  সঠিক উত্তর: (ক)

৯২.
‘অদৃশ্যলোক’ - এর প্রকাশ সাল কত?
Ο ক) 
১৯৪৩
Ο খ) 
১৯৪৪
Ο গ) 
১৯৪৫
Ο ঘ) 
১৯৪৭

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাতে কোনটি বলা যায়?
Ο ক) 
শান দিয়ে বাঁধানো
Ο খ) 
ইস্পাতে বাঁধানো
Ο গ) 
কংক্রিট বাঁধানো
Ο ঘ) 
কাঠ দিয়ে তৈরি

  সঠিক উত্তর: (ক)

৯৪.
‘নিমগাছ’ গল্পের লেখক কবিরাজ বলতে কাদের বুঝিয়েছেন?
Ο ক) 
পরিবারের বিজ্ঞ বয়স্ক মানুষ
Ο খ) 
পরিবারের চাকর
Ο গ) 
পরিবারের শিশু
Ο ঘ) 
পরিবারের কর্তা

  সঠিক উত্তর: (ক)

৯৫.
নিমগাছকে ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ’ এখানে প্রকাশ পেয়েছে -
Ο ক) 
ধর্মের অনুভূতি
Ο খ) 
বৃক্ষের প্রতি ভালোবাসা
Ο গ) 
ঔষধি গুণের জন্য কদর
Ο ঘ) 
সৌন্দর্যবোধ

  সঠিক উত্তর: (গ)

৯৬.
‘নিমগাছ’ গল্পে উল্লিখিত নতুন লোক নিমগাছের দিকে তাকিয়ে কী বলল?
Ο ক) 
পাতাগুলো সুন্দর
Ο খ) 
পাতা তিতা
Ο গ) 
পাতা খুব উপাদেয়
Ο ঘ) 
পাতাগুলো আমার

  সঠিক উত্তর: (ক)

৯৭.
নিম পাতা হলো -
i. চর্মরোগের মহৌষধ
ii. যকৃতের পক্ষে উপকারী
iii. শরীরে শক্তি বর্ধনকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৮.
বনফুল - এর প্রকৃত নাম কী?
Ο ক) 
বলাইচাঁদ মুখোপাধ্যায়
Ο খ) 
সুভাষ মুখোপাধ্যায়
Ο গ) 
সুনীল গঙ্গোপাধ্যায়
Ο ঘ) 
মানিক বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

৯৯.
‘নিমগাছ’ গল্পে উল্লেখিত নতুন লোক এসে কী করল?
Ο ক) 
পাতাগুলো সুন্দর
Ο খ) 
পাতা তিতা
Ο গ) 
ডাল ভাঙল
Ο ঘ) 
মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
কোন পত্রিকায় বনফুল একপাতা আধপাতার গল্প লিখেছেন?
Ο ক) 
আঙুর
Ο খ) 
প্রবাসী
Ο গ) 
তত্ত্ববোধিনী
Ο ঘ) 
সংবাদ প্রভাকর

  সঠিক উত্তর: (খ)

১০১.
কোথায় নিমগাছটি দাঁড়িয়ে রইল?
Ο ক) 
বাড়ির পেছনে
Ο খ) 
বাড়ির সামনে
Ο গ) 
বাড়ির পার্শ্বে
Ο ঘ) 
বাড়ির মধ্যে

  সঠিক উত্তর: (ক)

১০২.
বনফুল - এর জন্ম সাল কত?
Ο ক) 
১৮৯৭
Ο খ) 
১৮৯৯
Ο গ) 
১৯০১
Ο ঘ) 
১৯০৩

  সঠিক উত্তর: (খ)

১০৩.
বনফুল রচিত জীবনী নাটক কোনটি?
Ο ক) 
বিদ্যাসাগর
Ο খ) 
মেবার পতন
Ο গ) 
টিনের তলোয়ার
Ο ঘ) 
সধবার একাদশী

  সঠিক উত্তর: (ক)

১০৪.
নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?
Ο ক) 
সিদ্ধ করে খায়
Ο খ) 
ভিজিয়ে খায়
Ο গ) 
শুকিয়ে খায়
Ο ঘ) 
রান্না করে খায়

  সঠিক উত্তর: (ক)

১০৫.
কবিকে মুগ্ধ করেছে নিমগাছের -
i. পাতা
ii. ফুল
iii. কান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৬.
‘নিমগাছ’ গল্পে বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
Ο ক) 
শিক্ষকেরা
Ο খ) 
শিশুরা
Ο গ) 
বিজ্ঞরা
Ο ঘ) 
অজ্ঞরা

  সঠিক উত্তর: (গ)

১০৭.
নিমগাছের পাতা কী কাজে লাগে?
Ο ক) 
খোস দাদ হাজা চুলকানিতে
Ο খ) 
মুখের রুচি ফিরিয়ে আনতে
Ο গ) 
আমাশয় ভালো করতে
Ο ঘ) 
যক্ষ্মা রোগে

  সঠিক উত্তর: (ক)

১০৮.
‘নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য কোনটি?
Ο ক) 
কবিরাজ নয় কবি
Ο খ) 
বাহ্ কী সুন্দর পাতাগুলি ... কী রূপ!
Ο গ) 
ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা
Ο ঘ) 
নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়

  সঠিক উত্তর: (গ)

১০৯.
নিমের ডাল চিবানোর মধ্যে কী উপকারিতা আছে?
Ο ক) 
চোখ ভালো থাকে
Ο খ) 
দাঁত ভালো থাকে
Ο গ) 
মুখগহবর ভালো থাকে
Ο ঘ) 
গলা ভালো থাকে

  সঠিক উত্তর: (খ)

১১০.
বনফুলের গল্পের বক্তব্য কেমন?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
তাৎপর্যপূর্ণ
Ο গ) 
আড়ম্বরপূর্ণ
Ο ঘ) 
জটিল

  সঠিক উত্তর: (খ)

১১১.
বনফুল মৃত্যুবরণ করেন কত সালে?
Ο ক) 
১৯৭৮ সালে
Ο খ) 
১৯৭৯ সালে
Ο গ) 
১৯৮১ সালে
Ο ঘ) 
১৯৮৩ সালে

  সঠিক উত্তর: (খ)

১১২.
‘খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল’ বাক্যটিতে বোঝানো হয়েছে -
i. মুক্ত হওয়ার বাসনা উদয় হয়ে মুহূর্তেই মিলিয়ে গেল
ii. উন্মাদ
iii. চিরপ্রস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৩.
লোকজন নিমের কচি পাতা কাঁচা খায় কেন?
Ο ক) 
স্বাদ গ্রহণের জন্য
Ο খ) 
রোগমুক্তির জন্য
Ο গ) 
রুচি বাড়ানোর জন্য
Ο ঘ) 
কৃতিত্ব অর্জনের জন্য

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
গফুরের প্রিয় ষাঁড় মহেশ। প্রায় আট বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে। গফুর সাধ্যমত তার যত্ন নেয়। পরিবারের কেউ তাকে চায় না। কিন্তু গফুর সন্তানস্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে ঘরের চাল ফেড়ে মহেশকে খেতে দেয়।
১১৪.
উদ্দীপকের মহেশ - এর সাথে যে দিক দিয়ে ‘নিমগাছ’ গল্পটি সাদৃশ্যপূর্ণ তা হলো -
i. অবদান
ii. প্রয়োজনীয়তা
iii. পরোপকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৫.
সাদৃশ্য থাকলেও নিমগাছটা কোন বিচারে ব্যতিক্রম?
Ο ক) 
উপেক্ষিত
Ο খ) 
উপকারী
Ο গ) 
আত্মত্যাগী
Ο ঘ) 
নিরহংকারী

  সঠিক উত্তর: (ক)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...