NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : মার্চেন্ট অব ভেনিস



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : মার্চেন্ট অব ভেনিস


১.
পাণিপ্রার্থী হাজার যুবকের ভীড়ে পোর্শিয়া কয়জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিল?
Ο ক) 
তিনজন
Ο খ) 
পাঁচজন
Ο গ) 
সাতজন
Ο ঘ) 
নয়জন

  সঠিক উত্তর: (ক)

২.
অ্যান্টনিওর প্রতি শাইলক কেন ক্ষিপ্ত ছিল?
Ο ক) 
শাইলকের ক্ষতি করেছিল বলে
Ο খ) 
 তার ব্যবসায়ের ক্ষতি হচ্ছিল বলে
Ο গ) 
শাইলকের বিরুদ্ধে মামলা করেছিল বলে
Ο ঘ) 
অ্যান্টনিও জাতে খ্রিস্টান ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩.
পোর্শিয়া বিয়ের জন্য প্রাথমিকভাবে বাছাই করেছিল-
i. মরক্কোর যুবরাজকে
ii. মিসরের ডিউককে
iii. বাসানিওকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমাক করল না কেন?
Ο ক) 
শাইলক আইনের অতি শ্রদ্ধাশীল ছিল
Ο খ) 
অ্যান্টনিওর উপর প্রতিশোধ নেয়ার সুযোগ কাজে লাগাতে
Ο গ) 
অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায়
Ο ঘ) 
অ্যান্টনিও দু:শ্চরিত্র ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৫.
অফুরন্ত হতাশা আর লজ্জা নিয়ে কে বিদায় হলেন?
Ο ক) 
মরক্কোর রাজপুত্র
Ο খ) 
আরাগনের যুবরাজ
Ο গ) 
বাসানিও
Ο ঘ) 
শাইলক

  সঠিক উত্তর: (ক)

৬.
অ্যান্টনিও শাইলককে অপছন্দ করার কারণ-
i. শাইলকের নীতির কারণে
ii. শাইলকের ব্যবসায়েল কারণে
iii. শাইলক ইহুদি ছিল তাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭.
অ্যান্টনিও চরিত্র বিশ্লেষণ করলে নিচের কোনগুলো পাওয়া যায়-
i. মহানুভব, মুক্তহস্ত
ii. ধূর্ততা, দানশীল
iii. মুক্তহস্ত, বন্ধুবৎসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮.
‘আপনে ঠিকই বলেছেন উকিল সাহেব।’-এই উকিল সাহেব প্রকৃত পক্ষে
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
নেরিসা
Ο গ) 
বাসানিও
Ο ঘ) 
লরেঞ্জো

  সঠিক উত্তর: (ক)

৯.
‘ভেনিস’ কোন দেশের শহর?
Ο ক) 
ইংল্যান্ড
Ο খ) 
মায়ানমার
Ο গ) 
ইরান
Ο ঘ) 
ইতালি

  সঠিক উত্তর: (ঘ)

১০.
পোর্শিয়া সীসার পেটিকাটিতে নিজের ছবি কেন রাখল?
Ο ক) 
বরের বীরত্ব অনুধাবন করার জন্য
Ο খ) 
বরের সততা অনুধাবন করার জন্য
Ο গ) 
বরের শক্তি অনুধাবন করার জন্য
Ο ঘ) 
বরের বুদ্ধি অনুধাবন করার জন্য

  সঠিক উত্তর: (খ)

১১.
অ্যান্টনিও ছিল-
i. সদা হাসিখুশি
ii. পরোপকারী
iii. বন্ধুবৎসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
“অাপনে ঠিকই বলেছেন উকিল সাহেব।”-এই উকিল সাহেব প্রকৃত পক্ষে-
Ο ক) 
নেরিসা
Ο খ) 
বাসানিও
Ο গ) 
পোর্শিয়া
Ο ঘ) 
লরেঞ্জো

  সঠিক উত্তর: (গ)

১৩.
ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
Ο ক) 
ইতালি
Ο খ) 
জার্মানি
Ο গ) 
স্পেন
Ο ঘ) 
ইরান

  সঠিক উত্তর: (ক)

১৪.
শাইলক ছিল-
Ο ক) 
ধর্মবিদ্বেষী
Ο খ) 
বর্ণবিদ্বেষী
Ο গ) 
মানববিদ্বেষী
Ο ঘ) 
জাতিবিদ্বেষী

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
সুদের ব্যবসা কে করে?
Ο ক) 
বাসানিও
Ο খ) 
শাইলক
Ο গ) 
লরেঞ্জো
Ο ঘ) 
অ্যান্টনিও

  সঠিক উত্তর: (খ)

১৬.
আরাগনের যুবরাজ কোন পেটিকাটি বাছাই করেছিল?
Ο ক) 
সিসার
Ο খ) 
স্বর্ণের
Ο গ) 
রুপার
Ο ঘ) 
লোহার

  সঠিক উত্তর: (গ)

১৭.
বজ্রহাত পথিকের মতো কে দাঁড়িয়ে রইল?
Ο ক) 
অ্যান্টনিও
Ο খ) 
শাইলক
Ο গ) 
পোর্শিয়া
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘মার্চেন্ট ভেনিস’ -এর অর্থ ভেনিসের-
Ο ক) 
রাজপুত্র
Ο খ) 
সওদাগর
Ο গ) 
প্রেমিক
Ο ঘ) 
নাবিক

  সঠিক উত্তর: (খ)

১৯.
‘মাচেন্ট অব ভেনিস’ গল্পের লেখক কে?
Ο ক) 
মার্ক টোয়েন
Ο খ) 
লিও টলস্টয়
Ο গ) 
ড্যানিয়েল ডিফো
Ο ঘ) 
উইলিয়াম শেক্সপিয়ার

  সঠিক উত্তর: (ঘ)

২০.
বহু ডিউক ও রাজপুত্র পোর্শিয়ার পাণি হয়েছিল। কারণ-
i. পোর্শিয়া ছিল অসম্ভব রূপবতী
ii. পোর্শিয়া খুব ভাল গান জানত
iii. পোর্শিয়ার অনেক ধনসম্পদ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২১.
অ্যান্টনিওর চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে-
i. মহানুভবতার জয়
ii. বন্ধুত্বের জয়
iii. প্রেমের জয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

২২.
কোন পেটিকাটির মাঝে পোর্শিয়ার ছবি ছিল?
Ο ক) 
সোনার
Ο খ) 
রূপার
Ο গ) 
সিসার
Ο ঘ) 
তামার

  সঠিক উত্তর: (গ)

২৩.
অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে-
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
লরেঞ্জো
Ο গ) 
ম্যালারিও
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (ক)

২৪.
শাইলক পরিহাসছলে অ্যান্টনিওকে জামিনের জন্য যে শর্ত লিখতে বলল এটির মাধ্যমে শাইলকের চরিত্রের কোন দিকটি উম্মোচিত হয়েছে?
Ο ক) 
কূটবুদ্ধি
Ο খ) 
বিদ্বেষপূর্ণ মনোভাব
Ο গ) 
প্রতিহিংসাপরায়ণতা
Ο ঘ) 
নিষ্ঠুরতা

  সঠিক উত্তর: (ক)

২৫.
অ্যান্টনিওর হয়ে শাইলকের ঋণ পরিশোধ করার জন্য পোর্শিয়া বসানিওকে দিয়ে ধারের টাকার কত গুণ পাঠিয়েছিল?
Ο ক) 
দ্বিগুণ
Ο খ) 
তিনগুণ
Ο গ) 
পাঁচগুণ
Ο ঘ) 
দশগুণ

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
অ্যান্টনিওর তরুণ উকিল পারিশ্রমিক হিসেবে কী চেয়েছিলেন?
Ο ক) 
অ্যান্টনিওর আংটি
Ο খ) 
বাসানিওর আংটি
Ο গ) 
পোর্শিয়ার আংটি
Ο ঘ) 
শাইলকের আংটি

  সঠিক উত্তর: (খ)

২৭.
অ্যান্টনিওর শাইলকের অর্ধেক সম্পত্তি কাকে দান করে দিলেন?
Ο ক) 
গরিব দু:খীকে
Ο খ) 
শাইলককে
Ο গ) 
লরেঞ্জো ও শাইলকের মেয়েকে
Ο ঘ) 
পোর্শিয়া ও বাসানিওকে

  সঠিক উত্তর: (গ)

২৮.
অ্যান্টনিও ধারকৃত টাকা পরিশোধ করতে পারে নি কেন?
Ο ক) 
তার কাছে টাকা ছিল না
Ο খ) 
কথাটি তার স্মরণ ছিল না?
Ο গ) 
তার ব্যবসায়ে লোকসান হয়েছিল
Ο ঘ) 
তার টাকাগুলো চুরি গিয়েছিল

  সঠিক উত্তর: (গ)

২৯.
‘অ্যান্টনিওর জাহাজগুলো সাগরবক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে’- এই উক্তিটি অ্যান্টনিওর কোন পেশাকে ইঙ্গিত করে?
Ο ক) 
বৈদেশিক বাণিজ্য
Ο খ) 
নাবিক
Ο গ) 
জলদস্যু
Ο ঘ) 
জাহাজ নির্মাতা

  সঠিক উত্তর: (ক)

৩০.
নেবিসা ও গ্রাসিয়ানো কার মধ্যস্থতায় দাম্পত্যজীবনে আবধ্ধ হলো?
Ο ক) 
অ্যান্টনিও
Ο খ) 
বাসানিও
Ο গ) 
পোর্শিয়া
Ο ঘ) 
লরেজো

  সঠিক উত্তর: (গ)

৩১.
বাস্তব জীবনের যে চিরন্তন সত্যটি অ্যান্টনিওর চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে-
i. বন্ধুত্বের জয়
ii. শক্তির জয়
iii. মহানুভবতার জয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
আরাগনের যুবরাজ কোন পেটিকাটি বাছাই করেছিল?
Ο ক) 
স্বর্ণের পেটিকা
Ο খ) 
রুপার পেটিকা
Ο গ) 
সীসার পেটিকা
Ο ঘ) 
লোহার পেটিকা

  সঠিক উত্তর: (খ)

৩৩.
শাইলক কোন ধর্মের লোক ছিল?
Ο ক) 
ইসলাম
Ο খ) 
হিন্দু
Ο গ) 
খ্রিস্টান
Ο ঘ) 
ইহুদি

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
Ο ক) 
ইতালি
Ο খ) 
জার্মানি
Ο গ) 
স্পেন
Ο ঘ) 
ইরান

  সঠিক উত্তর: (ক)

৩৫.
শাইলক ছিল-
Ο ক) 
ধর্ম বিদ্বেষী
Ο খ) 
বর্ণ বিদ্বেষী
Ο গ) 
মানব বিদ্বেষী
Ο ঘ) 
জাতি বিদ্বেষী

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
কোন পেটিকাটিতে পোর্শিয়ার ছবি ছিল?
Ο ক) 
সীসার পেটিকায়
Ο খ) 
লোহার পেটিকায়
Ο গ) 
রুপার পেটিকায়
Ο ঘ) 
স্বর্ণের পেটিকায়

  সঠিক উত্তর: (ক)

৩৭.
অ্যান্টিনিওর প্রতিপোর্শিয়া যে দায়িত্ব পালন করেছে তাকে আমরা কী বলতে পারি?
Ο ক) 
বন্ধুবৎসলতা
Ο খ) 
কর্তব্য
Ο গ) 
কৃতজ্ঞতা
Ο ঘ) 
মহানুভবতা

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ড্যাকাট কী?
Ο ক) 
অ্যান্টিনিওর বন্ধুর নাম
Ο খ) 
ইতালীয় মুদ্রার নাম
Ο গ) 
ইতালীয় তৎকালীন মুদ্রার নাম
Ο ঘ) 
পোর্শিয়ার চাকরানির নাম

  সঠিক উত্তর: (গ)

৩৯.
অ্যান্টনিওর বিরুদ্ধে শাইলকের প্রতিশোধ গ্রহণের কারণ হলো-
i. তার বিরুদ্ধে কুৎসা রটানো
ii. ব্যবসায়ে ক্ষতি
iii. জাতিগত বিদ্বেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
অ্যান্টনিওর মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শান দিতে লাগল?
Ο ক) 
পাথরে
Ο খ) 
হাতের তালুতে
Ο গ) 
ছুরির খাপে
Ο ঘ) 
জুতার তলায়

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার-
i. বুদ্ধিমত্তা
ii. আনুহত্য
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
কিসের অভাব থাকায় বাসানিও পোর্সিয়াকে বিয়ের প্রস্তাব দিতে পারছিল না?
Ο ক) 
সময়ের
Ο খ) 
শাইলক
Ο গ) 
পোর্শিয়া
Ο ঘ) 
জেসিকা

  সঠিক উত্তর: (খ)

৪৩.
পোর্শিয়া কোন শহরে বাস করত?
Ο ক) 
ভেনিস
Ο খ) 
রোম
Ο গ) 
বেলমেন্ট
Ο ঘ) 
লন্ডন

  সঠিক উত্তর: (গ)

৪৪.
বন্ধু মহলের মধ্যে কার সাথে অ্যান্টনিওর বেশি অন্তরঙ্গতা ছিল?
Ο ক) 
বাসানিও
Ο খ) 
শািইলক
Ο গ) 
নেরিসা
Ο ঘ) 
মেন্ডিস

  সঠিক উত্তর: (ক)

৪৫.
বাসানিও যে পেটিকাটি নির্বাচন করেছিলেন সেটি ছিল-
i. সীসার তৈরি
ii. সাধারণ ও জৌলুসহীন
iii. পোর্শিয়ার ছবি ধারণকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
শাইলকের মেয়ের নাম কী?
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
নেরিসা
Ο গ) 
গ্রোসিয়া
Ο ঘ) 
জেসিকা

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
আমাদের সমাজের মহাজন শ্রেণির লোকের সাথে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
Ο ক) 
অ্যান্টনিও
Ο খ) 
শাইলক
Ο গ) 
বাসানিও
Ο ঘ) 
পোর্শিয়া

  সঠিক উত্তর: (খ)

৪৮.
বাসানিও শাইলকের কাছে টাকা ধার নেয় কিন্তু এর জামিন থাকে অ্যান্টনিও, এতে অ্যান্টনিওর কোন গুণটির প্রকাশ ঘটে?
Ο ক) 
দানমশীলতা
Ο খ) 
মুক্তহস্ত
Ο গ) 
ভালো ব্যবসায়ি
Ο ঘ) 
বন্ধুবাৎসল্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
অ্যান্টনিওর বন্ধুর অভাব ছিল না কেন?
Ο ক) 
অনেক ধন সম্পদ ছিল তাই
Ο খ) 
দানবীর ছিল তাই
Ο গ) 
মুক্তহস্ত ছিল তাই
Ο ঘ) 
বন্ধুবৎসল ছিল তাই

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
বাসানিও শাইলকের কাছ থেকে কত ড্যাকাট ধার নিয়েছিল?
Ο ক) 
পাঁচ হাজার ড্যাকাট
Ο খ) 
তিন হাজার ড্যাকাট
Ο গ) 
এক হাজার ড্যাকাট
Ο ঘ) 
দুই হাজার ড্যাকাট

  সঠিক উত্তর: (খ)

৫১.
পোর্শিয়া বিয়েল জন্য প্রাথমিকভাবে বাছাই করেছিল-
i. মরক্কোর যুবরাজকে
ii. মিশরের ডিউককে
iii. বাসানিওকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
লরেঞ্জো কে?
Ο ক) 
অ্যান্টনিওর বন্ধুপুত্র
Ο খ) 
পোর্শিয়ার ভাই
Ο গ) 
শাইলকের পুত্র
Ο ঘ) 
বাসানিওর চাকর

  সঠিক উত্তর: (ক)

৫৩.
বাসানিওকে টাকার ব্যবস্থা করে দেয়ায় প্রকাশিত হয়-
i. বন্ধুর প্রতি অ্যান্টনিওর কৃতজ্ঞতা
ii. অ্যান্টনিওর উদারতা
iii. অ্যান্টনিও বন্ধুবাৎসল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
বিচারকের রায়ে শেষ পর্যন্ত শাইলক হেরে গেল-
i. আইনের প্যাঁচে পড়ে
ii. শর্তে রক্ত ঝরার কথা না থাকায়
iii. শর্তের দুর্বলতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
বাসানিওর টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জামিন থাকে কে?
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
অ্যান্টনিও
Ο গ) 
শাইলক
Ο ঘ) 
গ্রাসিয়ানো

  সঠিক উত্তর: (খ)

৫৬.
সীসার পেটিকাটি বাছাই করার মাধ্যমে বাসানিওর কোন গুণটির প্রকাশ ঘটেছে?
Ο ক) 
বিচার ক্ষমতা
Ο খ) 
বুদ্ধিমত্তা
Ο গ) 
নিলোভ
Ο ঘ) 
বিচক্ষণতা

  সঠিক উত্তর: (গ)

৫৭.
‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) 
ফ্রান্সের
Ο খ) 
ইতালির
Ο গ) 
জার্মানির
Ο ঘ) 
সুইডেনের

  সঠিক উত্তর: (খ)

৫৮.
বিয়ের শর্তানুযায়ী পোর্শিয়া কতজন যুবককে বাছাই করেছিল?
Ο ক) 
একজন
Ο খ) 
দুইজন
Ο গ) 
তিনজন
Ο ঘ) 
চারজন

  সঠিক উত্তর: (গ)

৫৯.
‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প তেকে আমরা বিষয়টি অর্জন করতে পারি-
i. মানবিকতার জয়
ii. হিংসার পরাজয়
iii. স্বজাতি প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬০.
‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) 
দানশীল
Ο খ) 
বন্ধুবৎসল
Ο গ) 
সৎ
Ο ঘ) 
সাম্প্রদায়িক

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
শাইলক বাসানিওকে টাকা ধার দিতে চায় কেন?
Ο ক) 
বেশি সুদের জন্য
Ο খ) 
পরিচিতি বলে
Ο গ) 
অ্যান্টনিওকে জামিনদার পেয়ে
Ο ঘ) 
ভালোবাসে বরে

  সঠিক উত্তর: (গ)

৬২.
লরেঞ্জো ছিল অ্যান্টনিওর-
Ο ক) 
বন্ধু
Ο খ) 
বন্ধুপুত্র
Ο গ) 
পুত্র
Ο ঘ) 
পুত্রের বন্ধু

  সঠিক উত্তর: (খ)

৬৩.
মরক্কোর রাজপুত্র কোন পেটিকাটি বাছাই করেছিলেন?
Ο ক) 
স্বর্ণের পেটিকা
Ο খ) 
রৌপ্যের পেটিকা
Ο গ) 
সিসার পেটিকা
Ο ঘ) 
তামার পেটিকা

  সঠিক উত্তর: (ক)

৬৪.
বাসানিও এর ঋণের জামিনদার কে?
Ο ক) 
অ্যান্টনিও
Ο খ) 
রেঞ্জে
Ο গ) 
পোর্শিয়া
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (ক)

৬৫.
অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধুর নাম কী?
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
শাইলক
Ο গ) 
বাসানিও
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (গ)

৬৬.
তরুণ উকিল পারিশ্রমিক স্বরূপ কী চেয়েছিল?
Ο ক) 
স্বর্ণালঙ্কার
Ο খ) 
বাসানিওর আংটি
Ο গ) 
তিনহাজার ড্যাকেট
Ο ঘ) 
জাহাজ

  সঠিক উত্তর: (খ)

৬৭.
শাইলক ছিল-
Ο ক) 
ধর্মবিদ্বেষী
Ο খ) 
বর্ণবিদ্বেষী
Ο গ) 
মানেইবদ্বেষী
Ο ঘ) 
জাতিবিদ্বেষী

  সঠিক উত্তর: (গ)

৬৮.
সোন, রূপা� আর সীসার পোটিকায় কোন নীতিবাক্যের উল্লেখ ছিল না?
Ο ক) 
বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ক্ব হয়
Ο খ) 
চকচক করলেই সোন হয় না
Ο গ) 
বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
Ο ঘ) 
অতি লোভে তাঁতী নষ্ট

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
অ্যান্টনিওর প্রতি পোর্শিয়া যে দায়িত্ব পালন করেছে তাকে আমরা কী বলতে পারি?
Ο ক) 
বন্ধুবৎসলতা
Ο খ) 
কর্তব্য
Ο গ) 
কৃতজ্ঞতা
Ο ঘ) 
মহানুভবতা

  সঠিক উত্তর: (গ)

৭০.
অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে-
Ο ক) 
পোর্শিয়া
Ο খ) 
লরেঞ্জো
Ο গ) 
ম্যালারিও
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘বরদাস্ত’ শব্দের অর্থ কী?
Ο ক) 
বর কামনা
Ο খ) 
অসহ্য
Ο গ) 
সহ্য
Ο ঘ) 
বর যাচাই

  সঠিক উত্তর: (গ)

৭২.
শাইলকের কাছ থেকে বাসানিও ধার করে-
Ο ক) 
এক হাজার ড্যাকাট
Ο খ) 
দুই হাজার ড্যাকাট
Ο গ) 
তিন হাজার ড্যাকাট
Ο ঘ) 
চার হাজার ড্যাকাট

  সঠিক উত্তর: (গ)

৭৩.
অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার-
i. বুদ্ধিমত্তা
ii. আনুগত্য
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৪.
‘মাচেন্ট অব ভেনিস’ -এর অর্থ ভেনিসের-
Ο ক) 
রাজপুত্র
Ο খ) 
সওদাগর
Ο গ) 
প্রেমিক
Ο ঘ) 
নাবিক

  সঠিক উত্তর: (খ)

৭৫.
আদালতে আইনের যথাযথ বাস্তাবায়ন করার দায়িত্ব কার?
Ο ক) 
তিন হাজার ড্যাকাট
Ο খ) 
প্রচুর পরিমাণে স্বর্ণ
Ο গ) 
নিজের গলার স্বর্ণের হার
Ο ঘ) 
বাসানিওর হাতের আংটি

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
শাইলক কোন ধর্মের লোক ছিল?
Ο ক) 
ইসলাম
Ο খ) 
ইহুদি
Ο গ) 
খ্রিস্টান
Ο ঘ) 
হিন্দু

  সঠিক উত্তর: (খ)

৭৭.
অ্যান্টনিও শাইলককে ঘৃণার চোখে দেখত-
Ο ক) 
শাইলক বিধর্মী ছিল বলে
Ο খ) 
শাইলক নীতিহীন সুদের ব্যবসা করত বলে
Ο গ) 
শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না বলে
Ο ঘ) 
শাইলক সৎ ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৭৮.
শাইলক খ্রিস্টান জাতির উপর বীতশ্রদ্ধ ছিল, কেননা-
i. লরেঞ্জো ছিল খ্রিষ্টান
ii. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর বন্ধুপুত্র
iii. জেসিকা উহুদিধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
বন্ধুমহলের মধ্যে কার সাথে অ্যান্টনিওর বেশি অন্তরঙ্হতা ছিল?
Ο ক) 
সেন্ডিস
Ο খ) 
বাসানিও
Ο গ) 
শােইলক
Ο ঘ) 
নেরিসা

  সঠিক উত্তর: (খ)

৮০.
পোর্শিয়া বহু ডিউক ও রাপপুত্রদের নজরে পড়ার কারণ-
i. পিতার ধনসম্পদের কারণে
ii. রূপলাবণ্যের কারণে
iii. পোর্শিয়ার গুণের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮১.
চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) 
বন্ধুবৎসল বলে
Ο খ) 
মুক্তহস্ত বলে
Ο গ) 
হাশিখুশি বলে
Ο ঘ) 
ধার্মিক ব্যবসায়ী বলে

  সঠিক উত্তর: (খ)

৮২.
‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) 
দানমীল
Ο খ) 
বন্ধুবৎসল
Ο গ) 
সৎ
Ο ঘ) 
সাম্প্রদায়িক

  সঠিক উত্তর: (খ)

৮৩.
শাইলক চরিত্রেইবশ্লেষণে বলা যায়-
i. শাইলক ক্রুর স্বভাবের লোক ও অমানবিক
ii. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল
iii. শাইলক প্রতিশোধপরায়ণ, জাতিবিদ্বেষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
শাইলক ছিল-
Ο ক) 
ধর্ম বিদ্বেষী
Ο খ) 
বর্ণবিদ্বেষী
Ο গ) 
মানববিদ্বেষী
Ο ঘ) 
জাতিবিদ্বেষী

  সঠিক উত্তর: (গ)

৮৫.
জাহাজডুবির খবর বাসানিওকে দেয়-
i. গ্রাসিয়ানো
ii. লরেঞ্জো
iii. সালারিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৬.
মরক্কোর রাজকুমার পোর্শিয়াকে বিবাহ করতে না পারার কারণ নিচের কোনটি?
Ο ক) 
স্বর্ণের পেটিকাটি বাছাই করায়
Ο খ) 
পোর্শিয়ার বাবার সাথে বিরোধ থাকায়
Ο গ) 
পোর্শিয়ার ছবি না পাওয়ায়
Ο ঘ) 
পোর্শিয়া তাকে পছন্দ করত না

  সঠিক উত্তর: (ক)

৮৭.
আইনের অপমৃত্যু ঘটে কখন?
Ο ক) 
আসামির মুক্তি পাওয়ায়
Ο খ) 
বিচারকের ভুল রায়ে
Ο গ) 
আইন বাতিল হলে
Ο ঘ) 
বিচারকের পক্ষপাতে

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
শাইলক জাতে কী ছিল?
Ο ক) 
খ্রিষ্টান
Ο খ) 
ইহুদি
Ο গ) 
ব্রাহ্মণ
Ο ঘ) 
বৈশ্য

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
দুর্ঘটনার হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় সাগর। সাগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় বন্ধুৃ সৈকতের মন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সাগরের অর্থের প্রয়োজন হয়। সৈকত তার বাবার কাছে এজন্য টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
৮৯.
উদ্দীপকের চরিত্রগুলোর সাথে সাদৃশ্য রয়েছে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের-
i. অ্যান্টনিওর
ii. পোর্শিয়ার
iii. বাসানিওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯০.
উদ্দীপকের সৈকতের বাবা-
Ο ক) 
পোর্শিয়ার মতোই বিচক্ষণ
Ο খ) 
অ্যান্টনিওর মতোই উদারমনা
Ο গ) 
শাইলকের মতোই সংকীর্ণমনা
Ο ঘ) 
বাসানিওর মতোই কৃতজ্ঞচিত্ত

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন