NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য


জে.এস.সি    ||    বাংলা ২য় পত্র
অধ্যায় - ৬: বাক্য


১.
খন্ড বাক্য কত রকমের হয়?
Ο ক) 
দু রকম
Ο খ) 
তিন রকম
Ο গ) 
চার রকম
Ο ঘ) 
পাঁচ রকম

  সঠিক উত্তর: (ক)

২.
‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
Ο ক) 
আকাঙ্ক্ষা
Ο খ) 
যোগ্যতা
Ο গ) 
আসত্তি
Ο ঘ) 
বস্তুনিষ্ঠতা

  সঠিক উত্তর: (খ)

৩.
বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
Ο ক) 
আকাঙ্ক্ষা
Ο খ) 
আসত্তি
Ο গ) 
যোগ্যতা
Ο ঘ) 
অর্থবাচকতা

  সঠিক উত্তর: (গ)

৪.
যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ - বাক্যটির যৌগিক রূপ হবে -
Ο ক) 
যদিও লোকটি দনী কিন্তু সে কৃপণ
Ο খ) 
যেহেতু লোকটি ধনী সেহেতু সে কৃপণ
Ο গ) 
লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) 
লোকটি ধনী হলেও কৃপণ

  সঠিক উত্তর: (গ)

৫.
‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য?
Ο ক) 
সরল বাক্য
Ο খ) 
জটিল বাক্য
Ο গ) 
যৌগিক বাক্য
Ο ঘ) 
মিশ্র বাক্য

  সঠিক উত্তর: (ক)

৬.
কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে - এর উদাহরণ কোনটি?
Ο ক) 
অথৈ গান গায়
Ο খ) 
মিলি আসে
Ο গ) 
সে যায়
Ο ঘ) 
সঙ্গে যাবে কে

  সঠিক উত্তর: (ঘ)

৭.
মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
Ο ক) 
একটি বাক্যে
Ο খ) 
একটি পদে
Ο গ) 
একটি শব্দে
Ο ঘ) 
একটি ধ্বনিতে

  সঠিক উত্তর: (ক)

৮.
বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
Ο ক) 
আকাঙ্ক্ষা
Ο খ) 
আসত্তি
Ο গ) 
যোগ্যতা
Ο ঘ) 
ইচ্ছা

  সঠিক উত্তর: (খ)

৯.
বিপদ ও দুঃখ এক সাথে আসে - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) 
সরল
Ο খ) 
জটিল
Ο গ) 
যৌগিক
Ο ঘ) 
মিশ্র

  সঠিক উত্তর: (গ)

১০.
কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
Ο ক) 
ঘোড়ার ডিম
Ο খ) 
গৌরীসেনের টাকা
Ο গ) 
গোড়ায় গলদ
Ο ঘ) 
ঘোটকের ডিম্ব

  সঠিক উত্তর: (ঘ)

১১.
বাক্যের কয়টি অংশ?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

১২.
‘ছাত্ররা পড়ছে’ - এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
Ο ক) 
ছাত্ররা
Ο খ) 
ছাত্ররা পড়ছে
Ο গ) 
পড়ছে
Ο ঘ) 
সব কটি

  সঠিক উত্তর: (গ)

১৩.
শিমুল মাঠে খেলতে গেল - এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি?
Ο ক) 
শিমুল
Ο খ) 
মাঠে
Ο গ) 
খেলতে
Ο ঘ) 
গেল

  সঠিক উত্তর: (ক)

১৪.
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
Ο ক) 
আসত্তি
Ο খ) 
পূর্ণতা
Ο গ) 
যোগ্যতা
Ο ঘ) 
আকাঙ্ক্ষা

  সঠিক উত্তর: (গ)

১৫.
পিতা যখন আছে তখন পুতক্রে খোঁজ কেন - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) 
জটিল বাক্য
Ο খ) 
যৌগিক বাক্য
Ο গ) 
সরল বাক্য
Ο ঘ) 
নির্দেশক বাক্য

  সঠিক উত্তর: (ক)

১৬.
যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন - কোন ধরনের বাক্য?
Ο ক) 
যৌগিক বাক্য
Ο খ) 
মিশ্র বাক্য
Ο গ) 
সরল বাক্য
Ο ঘ) 
বাহুল্যদুষ্ট বাক্য

  সঠিক উত্তর: (খ)

১৭.
অধীন খন্ডবাক্যের অপর নাম কী?
Ο ক) 
অপূর্ণ বা অপ্রধান খন্ডবাক্য
Ο খ) 
অপূর্ণ বা ক্ষীণ খন্ডবাক্য
Ο গ) 
পরাধীন বা আংশিক খন্ডবাক্য
Ο ঘ) 
স্বতন্ত্র বা একক খন্ডবাক্য

  সঠিক উত্তর: (ক)

১৮.
যে আশ্রিত খন্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
Ο ক) 
ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য
Ο খ) 
যৌগিক বাক্য
Ο গ) 
মিশ্র বাক্য
Ο ঘ) 
জটিল বাক্য

  সঠিক উত্তর: (ক)

১৯.
‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
Ο ক) 
আকাঙ্ক্ষার
Ο খ) 
যোগ্যতার
Ο গ) 
আসত্তির
Ο ঘ) 
নৈকট্যের

  সঠিক উত্তর: (খ)

২০.
নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খন্ডবাক্য?
Ο ক) 
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে
Ο খ) 
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο গ) 
আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া শেষ
Ο ঘ) 
যিনি স্বশিক্ষিত তিনি শিক্ষিত

  সঠিক উত্তর: (গ)

২১.
কোনটি জটিল বাক্য?
Ο ক) 
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
Ο খ) 
যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
Ο গ) 
আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
Ο ঘ) 
সে কাল আসবে এবং আমি বাড়ি যাব

  সঠিক উত্তর: (খ)

২২.
আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
Ο ক) 
তিন প্রকার
Ο খ) 
চার প্রকার
Ο গ) 
পাঁচ প্রকার
Ο ঘ) 
ছয় প্রকার

  সঠিক উত্তর: (ক)

২৩.
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
Ο ক) 
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο খ) 
যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
Ο গ) 
লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) 
জগতে অসম্ভব বলে কিচু নেই

  সঠিক উত্তর: (গ)

২৪.
একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
Ο ক) 
আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
Ο খ) 
আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগবিধি ও যোগ্যতা
Ο গ) 
আসত্তি ও যোগ্যতা
Ο ঘ) 
আকাঙ্ক্ষা ও আসত্তি

  সঠিক উত্তর: (ক)

২৫.
বাক্য তৈরি হয় কী দিয়ে?
Ο ক) 
ধ্বনি দিয়ে
Ο খ) 
শব্দ দিয়ে
Ο গ) 
অক্ষর দিয়ে
Ο ঘ) 
বর্ণ দিয়ে

  সঠিক উত্তর: (খ)

২৬.
বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
Ο ক) 
বিশেষ্য
Ο খ) 
অব্যয়
Ο গ) 
সর্বনাম
Ο ঘ) 
বিশেষণ

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
Ο ক) 
যোগ্যতা
Ο খ) 
আসত্তি
Ο গ) 
আকাঙ্ক্ষা
Ο ঘ) 
প্রাঞ্জলতা

  সঠিক উত্তর: (ক)

২৮.
যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
Ο ক) 
পদ
Ο খ) 
শব্দ
Ο গ) 
বাক্য
Ο ঘ) 
বিভক্তি

  সঠিক উত্তর: (গ)

২৯.
যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলে -
Ο ক) 
সরল বাক্য
Ο খ) 
জটিল বাক্য
Ο গ) 
যৌগিক বাক্য
Ο ঘ) 
বিস্ময় বাক্য

  সঠিক উত্তর: (খ)

৩০.
কর্তা ক্রিয়ার আগে বসে - এর উদাহরণ কোনটি?
Ο ক) 
আলম ডাকছে
Ο খ) 
পাতা খায় ছাগলে
Ο গ) 
গান গায় সুমি রায়
Ο ঘ) 
সঙ্গে যাবে কে

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...