NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২১: পদ্য - ঝর্ণার গান


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২১: পদ্য - ঝর্ণার গান


১.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ যেভাবে শঙ্কা সৃষ্টি করে তা হলো -
i. ঘাড় ঝুঁকিয়ে
ii. চোখ পাকিয়ে
iii. নূপুর পায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২.
পাহার যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় - এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
উপমা
Ο খ) 
উৎপ্রেক্ষা
Ο গ) 
যমক
Ο ঘ) 
শ্লেষ

  সঠিক উত্তর: (ক)

৩.
‘ঝাঁঝি’ অর্থ কী?
Ο ক) 
এক প্রকার পাখি
Ο খ) 
জল
Ο গ) 
ঝর্ণার ঢেউ
Ο ঘ) 
এক প্রকার জলজ গুল্ম

  সঠিক উত্তর: (ঘ)

৪.
ঝর্ণা কিসের রং ধরে যায়?
Ο ক) 
মখমলের
Ο খ) 
ডালচিনির
Ο গ) 
টগর ফুলের
Ο ঘ) 
জরির জারের

  সঠিক উত্তর: (খ)

৫.
বিজন দেশে কী নেই?
Ο ক) 
গাছপালা
Ο খ) 
পশু-পাখি
Ο গ) 
মানুষ
Ο ঘ) 
কূজন

  সঠিক উত্তর: (ঘ)

৬.
‘শঙ্কা’ শব্দের বিপরীতার্থ প্রকাশ করে কোন শব্দটি?
Ο ক) 
ডঙ্কা
Ο খ) 
উদ্যম
Ο গ) 
বীর্যবান
Ο ঘ) 
সাহস

  সঠিক উত্তর: (ঘ)

৭.
গিরিবনে কীসের উৎসব?
Ο ক) 
গানের
Ο খ) 
নাচের
Ο গ) 
কবিতার
Ο ঘ) 
পাখির

  সঠিক উত্তর: (খ)

৮.
‘অঙ্গ মোর ঝলমলে’ - কার?
Ο ক) 
পরীর
Ο খ) 
পাহাড়ের
Ο গ) 
ঝর্ণার
Ο ঘ) 
শালিকের

  সঠিক উত্তর: (গ)

৯.
ঝর্ণার কীসের খেয়াল নেই?
Ο ক) 
আনন্দের
Ο খ) 
দুঃখের
Ο গ) 
বেদনার
Ο ঘ) 
নাচের উৎসবের

  সঠিক উত্তর: (ঘ)

১০.
বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
i. অরণ্য
ii. অটবি
iii. বনানী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
‘ঝর্ণার গান’ কবিতায় প্রকাশ পেয়েছে -
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পেছনের দিকে তাকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.
কারা মুখ বুলায়?
Ο ক) 
বুলবুলি-টিয়া
Ο খ) 
শালিক-শুক
Ο গ) 
চকোর-চাতক
Ο ঘ) 
ময়না-কাক

  সঠিক উত্তর: (খ)

১৩.
ঝুম-পাহাড় -
i. চোখ পাকায়
ii. ভয় দেখায়
iii. আশঙ্কা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘বেলা শেষের গান’ সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?
Ο ক) 
মৌলিক কাব্য
Ο খ) 
গানের গ্রন্থ
Ο গ) 
গল্পগ্রন্থ
Ο ঘ) 
অনূদিত গ্রন্থ

  সঠিক উত্তর: (ক)

১৫.
কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
Ο ক) 
শালিক
Ο খ) 
শুক
Ο গ) 
চাতক
Ο ঘ) 
চকোর

  সঠিক উত্তর: (গ)

১৬.
ঝর্ণার কোথায় পুলকের অবস্থান?
Ο ক) 
প্রাণে
Ο খ) 
গায়ে
Ο গ) 
চরণে
Ο ঘ) 
ললাটে

  সঠিক উত্তর: (খ)

১৭.
‘থল’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
স্থল
Ο খ) 
জল
Ο গ) 
তল
Ο ঘ) 
মেদ

  সঠিক উত্তর: (ক)

১৮.
ঝর্ণার কেমন ঝিলিক দেখা যায় -
i. ঝিলিমিলি
ii. �উপল ঘায়ের
iii. মন ভোলানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
ঝরনা কীসের সংবাদ পায় নি?
Ο ক) 
পরীর হার ছেঁড়ার
Ο খ) 
ঝিঁঝিঁ পোকা অসুস্থ হওয়ার
Ο গ) 
টগর ফুলের নূপুর পরার
Ο ঘ) 
চাতুকের ডাকার

  সঠিক উত্তর: (ক)

২০.
কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব এঁকেছেন, সে অনুযায়ী ঝর্ণার বক্তব্য হলো -
i. একলা গাই
ii. একলা ধাই
iii. বাজাই তাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
গিরির কীরূপ ললাট ঘেমে ঘর্ণার উদ্ভব হয়েছে?
Ο ক) 
তপ্ত
Ο খ) 
হিম
Ο গ) 
সিক্ত
Ο ঘ) 
শুষ্ক

  সঠিক উত্তর: (খ)

২২.
ঝরনার শরীর ঝলমল করছে কেন?
Ο ক) 
জরির লম্বা ও ঢিলা পোশাকে
Ο খ) 
গায়ে রং মেখেছে বলে
Ο গ) 
গায়ে সূর্যের আলো পড়েছে বলে
Ο ঘ) 
জলের ফেনার কারণে

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘ঝর্ণার গান’ কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো -
i. দিবস-রাত
ii. সাঁঝ-সকাল
iii. দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
ঝর্ণার কী নেই?
Ο ক) 
সন্দেহ
Ο খ) 
শঙ্কা
Ο গ) 
লজ্জা
Ο ঘ) 
অনুভূতি

  সঠিক উত্তর: (খ)

২৫.
কীসের হিম ললাট?
Ο ক) 
টিলার
Ο খ) 
পাহাড়ের
Ο গ) 
গিরির
Ο ঘ) 
সমুদ্রের

  সঠিক উত্তর: (গ)

২৬.
ঝিঁঝিঁর ডাক ঝর্ণা কখন শোনে?
Ο ক) 
সাঁঝ-সকাল
Ο খ) 
দুপুর-ভোর
Ο গ) 
দিবস-রাত
Ο ঘ) 
সকাল-সন্ধ্যা

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘তরল শ্লোক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
মাত্রাবৃত্ত ছন্দের কবিতা
Ο খ) 
লঘু বা হালকা চালের কবিতা
Ο গ) 
সহজবোধ্য কাহিনী
Ο ঘ) 
দুর্বোধ্য কবিতা

  সঠিক উত্তর: (খ)

২৮.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো -
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাহাড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
‘সুন্দরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
সুন্দরের প্রতি অনুরাগ
Ο খ) 
সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা
Ο গ) 
সুন্দরের প্রতি অবজ্ঞা
Ο ঘ) 
সুন্দরের প্রতি সমর্পণ

  সঠিক উত্তর: (ক)

৩০.
অক্ষয়কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কে ছিলেন?
Ο ক) 
পিতামহ
Ο খ) 
মাতামহ
Ο গ) 
পিতা
Ο ঘ) 
কাকা

  সঠিক উত্তর: (ক)

৩১.
সত্যেন্দ্রনাথ দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) 
সংবাদ প্রভাকর
Ο খ) 
সংবাদ কৌমুদী
Ο গ) 
কল্লোল
Ο ঘ) 
তত্ত্ববোধিনী

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
গিরির হিম ললাট কার উদ্ভবে ঘামল?
Ο ক) 
কবির
Ο খ) 
ঝরনার
Ο গ) 
ঝিঁঝি পোকার
Ο ঘ) 
টগর ফুলের

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কবি কেমন চোখে চায় -
i. বিমোহিত চোখে
ii. মুগ্ধ চোখে
iii. ঝিলিক মারা চোখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪.
গিরির হিম ললাট ঘামল কেন?
Ο ক) 
ঝর্ণার গতিশীলতায়
Ο খ) 
ঝর্ণার উদ্ভবে
Ο গ) 
নাটের উৎসবে
Ο ঘ) 
ভয় পাওয়ায়

  সঠিক উত্তর: (খ)

৩৫.
যার খোঁজে ঝর্ণার বিরাম নেই সে হলো -
Ο ক) 
সুন্দরের তৃষ্ণা যার
Ο খ) 
অঙ্গ ঝলমলে যার
Ο গ) 
গরজ যার জল স্যাঁচার
Ο ঘ) 
মন দুলে যায় দিগ্বিদিক

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কবির খেয়াল নাই -
i. নাচের উৎসবের
ii. কৃত্রিম সৌন্দর্যের
iii. প্রকৃতি ভালোবাসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭.
অক্ষয় কুমার দত্ত কোন শতকের প্রাবন্ধিক ছিলেন?
Ο ক) 
আঠার শতকের
Ο খ) 
ঊনিশ শতকের
Ο গ) 
বিশ শতকের
Ο ঘ) 
সতের শতকের

  সঠিক উত্তর: (খ)

৩৮.
ঝর্ণা কীরূপ চোখে তাকায়?
Ο ক) 
মুগ্ধ চোখে
Ο খ) 
অবাক চোখে
Ο গ) 
ভয়ার্ত চোখে
Ο ঘ) 
তৃষ্ণার্ত চোখে

  সঠিক উত্তর: (ক)

৩৯.
‘ঝর্ণা’ শব্দের অধুনা প্রচলিত বানান কোনটি?
Ο ক) 
ঝরনা
Ο খ) 
ঝরণা
Ο গ) 
ঝরন্না
Ο ঘ) 
ঝরণ্না

  সঠিক উত্তর: (ক)

৪০.
ঝরনা কীসের গান করে?
Ο ক) 
ঝরনার
Ο খ) 
পরীর
Ο গ) 
মানুষের
Ο ঘ) 
পাখির

  সঠিক উত্তর: (খ)

৪১.
গা শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
গেহ
Ο খ) 
গাঁ
Ο গ) 
তনু
Ο ঘ) 
গ্রীবা

  সঠিক উত্তর: (খ)

৪২.
কবির কল্পনায় চকোর পাখি কী বলে?
Ο ক) 
ঝর্ণার পানি খায়
Ο খ) 
চাঁদের আলো খায়
Ο গ) 
পাতকুয়ার জল খায়
Ο ঘ) 
পাঁকের জল খায়

  সঠিক উত্তর: (খ)

৪৩.
কীসের পাশে ঝরনা ধায়?
Ο ক) 
পাহাড়ের
Ο খ) 
নদীর
Ο গ) 
সুন্দরের
Ο ঘ) 
বনের

  সঠিক উত্তর: (গ)

৪৪.
সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
তেঁতুলিয়া
Ο খ) 
নিমতা
Ο গ) 
চুরুলিয়া
Ο ঘ) 
মালদহ

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কবি সত্যেন্দ্রনাথ দত্ত ‘ঝর্ণার গান’ কবিতায় ‘বুলবুলির বোল সাধি’ বলতে যা বুঝিয়েছেন, তা হলো -
Ο ক) 
ঝর্ণা চলার সময় যে ধ্বনি হয়
Ο খ) 
ঝর্ণার হাসির মধ্য দিয়ে বুলবুলির অনুকরণ
Ο গ) 
ঝর্ণার খিলখিল হাসি
Ο ঘ) 
ঝর্ণার দুলে ওঠা মন

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ কী?
Ο ক) 
সাগরের জলধরা
Ο খ) 
পর্বতের জলধারা
Ο গ) 
নদীর স্রোতধারা
Ο ঘ) 
গতিশীল স্রোতধারা

  সঠিক উত্তর: (খ)

৪৭.
পাহাড়ের চূড়ায় কার জন্ম?
Ο ক) 
বৃষ্টির
Ο খ) 
মেঘের
Ο গ) 
ঝর্ণার
Ο ঘ) 
ঝাঁঝির

  সঠিক উত্তর: (গ)

৪৮.
টিলার কোথায় ডালিম ফোটে?
Ο ক) 
গায়ে
Ο খ) 
পায়ে
Ο গ) 
ওপরে
Ο ঘ) 
নিচে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘আংরাখা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
লম্বা ও ঢিলেঢালা পোশাক
Ο খ) 
চাতক পাখি
Ο গ) 
পাহাড়ের নাম
Ο ঘ) 
ঝরনার নাম

  সঠিক উত্তর: (ক)

৫০.
বিভোল কার সকল প্রাণ?
Ο ক) 
ঝর্ণার
Ο খ) 
পাহাড়ের
Ο গ) 
পরীর
Ο ঘ) 
টগরের

  সঠিক উত্তর: (ক)

৫১.
সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৮১
Ο খ) 
১৮৮২
Ο গ) 
১৮৮৩
Ο ঘ) 
১৮৮৪

  সঠিক উত্তর: (খ)

৫২.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘চরণ থুই দোদুল মন’ বলতে যা বোঝানো হয়েছে তা হলো -
i. ঝর্ণা চঞ্চলতার কারণে কোথাও দাঁড়াতে চায় না
ii. ঝর্ণা গতিশীল বলে কোথাও পায়ে ভর দিয়ে দাঁড়ায় না
iii. ঝর্ণা বহমান বলে কোথাও চরণ রেখে দাঁড়ায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
পায়ে নূপুর কোন ফুরের?
Ο ক) 
টগর
Ο খ) 
গোলাপ
Ο গ) 
জবা
Ο ঘ) 
মাধবী

  সঠিক উত্তর: (ক)

৫৪.
‘ছন্দের রাজা’ কে?
Ο ক) 
রবীন্দ্রাথ ঠাকুর
Ο খ) 
সুকুমার রায়
Ο গ) 
অক্ষয়কুমার দত্ত
Ο ঘ) 
সত্যেন্দ্রনাথ দত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
ঝর্ণা নিজের পায়ে কী বাজায়?
Ο ক) 
সুর
Ο খ) 
তাল
Ο গ) 
বোল
Ο ঘ) 
ঘুঙুর

  সঠিক উত্তর: (খ)

৫৬.
‘ঝুম-পাহাড়’ চোখ পাকিয়ে কী করে?
Ο ক) 
ভয় দেখায়
Ο খ) 
ঝিমায়
Ο গ) 
ঘুমায়
Ο ঘ) 
বোল সাধে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
সত্যেন্দ্রনাথ দত্ত কতদূর পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন?
Ο ক) 
আই.এ
Ο খ) 
বি.এ
Ο গ) 
এম.এ
Ο ঘ) 
এম.কম

  সঠিক উত্তর: (খ)

৫৮.
ঝর্ণা কীভাবে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে?
Ο ক) 
সারাদিন ঝরে পড়ে
Ο খ) 
পাথরের সঙ্গে আঘাত হেনে
Ο গ) 
সাগরের জলে পড়ে
Ο ঘ) 
ভয় দেখিয়ে

  সঠিক উত্তর: (খ)

৫৯.
পাহাড়ের সুউচ্চ শিখরে কার জন্ম?
Ο ক) 
মেঘের
Ο খ) 
বৃষ্টির
Ο গ) 
ঝর্ণার
Ο ঘ) 
ঝাঁঝির

  সঠিক উত্তর: (গ)

৬০.
‘সংবাদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
পত্রিকা
Ο খ) 
ছাপাখানা
Ο গ) 
সন্ধান
Ο ঘ) 
দিনপঞ্জি

  সঠিক উত্তর: (গ)

৬১.
চন্দ্রমায় কে চায়?
Ο ক) 
বুলবুলি
Ο খ) 
শালিক
Ο গ) 
চকোর
Ο ঘ) 
ফটিক জল

  সঠিক উত্তর: (গ)

৬২.
ঝর্ণা কোথায় ঝিলমিলায়?
Ο ক) 
পাহাড়ের চূড়ায়
Ο খ) 
চারপাশে
Ο গ) 
দিগ্বিদিক
Ο ঘ) 
বিজন দেশে

  সঠিক উত্তর: (গ)

৬৩.
সত্যেন্দ্রনাথ দত্ত কীসে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন?
Ο ক) 
ছন্দ নির্মাণে
Ο খ) 
কাব্য নির্মাণে
Ο গ) 
নাটক রচনায়
Ο ঘ) 
উপন্যাস রচনায়

  সঠিক উত্তর: (ক)

৬৪.
লেখকের দিক থেকে ‘সবিতা’ গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ গ্রন্থ কোনটি?
Ο ক) 
অভ্র আবীর
Ο খ) 
ভাঙার গান
Ο গ) 
দোলনচাঁপা
Ο ঘ) 
পত্রপুট

  সঠিক উত্তর: (ক)

৬৫.
‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় পথ, ঘুমায় কে?
Ο ক) 
পাহাড়
Ο খ) 
সাগর
Ο গ) 
আকাশ
Ο ঘ) 
বন

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
‘বিলাই’ শব্দের সঠিক অর্থ হলো -
Ο ক) 
বিতরণ করি
Ο খ) 
বিড়াল বিশেষ
Ο গ) 
বিলে ভ্রমণ
Ο ঘ) 
বিহ্বল হওয়া

  সঠিক উত্তর: (ক)

৬৭.
‘বিভোল’ বলতে বোঝায় -
i. অচেতন
ii. বিহ্বল
iii. বিভোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কখন পাখির ডাক শোনা যায় না?
Ο ক) 
ভোরে
Ο খ) 
সকালে
Ο গ) 
দুপুরে
Ο ঘ) 
বিকালে

  সঠিক উত্তর: (গ)

৬৯.
সত্যেন্দ্রনাথ দত্ত অনুরাগী ছিলেন -
i. দর্শনের প্রতি
ii. বিজ্ঞানের প্রতি
iii. ইতিহাসের প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
‘শিথিল’ শব্দটি দ্বারা কী বোঝায়?
Ο ক) 
অবসন্নতা
Ο খ) 
বিষন্নতা
Ο গ) 
শীতলতা
Ο ঘ) 
চঞ্চলতা

  সঠিক উত্তর: (ক)

৭১.
সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য কোনটি?
Ο ক) 
সবিতা
Ο খ) 
সন্ধিক্ষণ
Ο গ) 
তীর্থরেণু
Ο ঘ) 
হোমশিখা

  সঠিক উত্তর: (গ)

৭২.
ঝর্ণা কেবল কার গান গায়?
Ο ক) 
শিলার
Ο খ) 
পাহাড়ের
Ο গ) 
পরীর
Ο ঘ) 
বুলবুলির

  সঠিক উত্তর: (গ)

৭৩.
সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯২১
Ο খ) 
১৯২২
Ο গ) 
১৯২৩
Ο ঘ) 
১৯২৪

  সঠিক উত্তর: (খ)

৭৪.
টগর ফুলকে কেমন দেখায়?
Ο ক) 
সূর্যের মতো
Ο খ) 
নূপুর পরা মেয়ের মতো
Ο গ) 
রাজার মতো
Ο ঘ) 
কুমড়ো ফুলের মতো

  সঠিক উত্তর: (খ)

৭৫.
‘স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
ঝর্ণার গান
Ο খ) 
পাতকুয়ার জল
Ο গ) 
পাহাড়ের সৌন্দর্য
Ο ঘ) 
পাথরের গান

  সঠিক উত্তর: (ক)

৭৬.
দুপুর-ভোরে কার ডাক শোনা যায়?
Ο ক) 
পরীর
Ο খ) 
শিলার
Ο গ) 
বুলবুলির
Ο ঘ) 
ঝিঁঝিঁর

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
চীনা, জাপানি, ইংরেজি ছাড়াও সত্যেন্দ্রনাথ দত্ত আরও যে ভাষার রচনা বাংলা অনুবাদ করেন -
i. ল্যাটিন
ii. আরবি
iii. ফার্সি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৮.
কবি ঝর্ণার কন্ঠে তখন পরীর গান শুনেছেন যখন ঝর্ণা বলে -
i. বিভোল মোর সকল প্রাণ
ii. পুলক মোর সকল গায়
iii. চপল পায় কেবল ধাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
‘দোদুল’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
দেখা
Ο খ) 
দোলায়মান
Ο গ) 
বিহারি ব্রাহ্মণের উপাধিবিশেষ
Ο ঘ) 
চঞ্চল

  সঠিক উত্তর: (খ)

৮০.
‘চপল পায় কেবল ধাই’ - বলা হয়েছে কেন?
Ο ক) 
স্থবির পদচারণার জন্য
Ο খ) 
অসাড় পদচারণার জন্য
Ο গ) 
চঞ্চল পদচারণার জন্য
Ο ঘ) 
অলস পদচারণার জন্য

  সঠিক উত্তর: (গ)

৮১.
‘ভয়’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
i. শঙ্কা
ii. ত্রাস
iii. শিহরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
ঝরনারা কীসের দিকে চায়?
Ο ক) 
চাঁদের দিকে
Ο খ) 
তারার দিকে
Ο গ) 
মুগ্ধ চোখের দিকে
Ο ঘ) 
আকাশের দিকে

  সঠিক উত্তর: (গ)

৮৩.
‘চন্দ্রমা’ শব্দের সঠিক অর্থ কী?
Ο ক) 
চাঁদের আলো
Ο খ) 
বনের নাম
Ο গ) 
ঝরনার আরেক নাম
Ο ঘ) 
পাখিবিশেষ

  সঠিক উত্তর: (ক)

৮৪.
পাখিটি ‘ফটিক জল’ বলে ডাকে কেন?
Ο ক) 
জলের আশায়
Ο খ) 
মনের হরষে
Ο গ) 
প্রচন্ড গরমে
Ο ঘ) 
মনের দুঃখে

  সঠিক উত্তর: (ক)

৮৫.
দুপুর-ভোরে পথের অবস্থা কেমন?
Ο ক) 
ঝিমানো
Ο খ) 
চঞ্চল
Ο গ) 
কখনো নীরব কখনো সরব
Ο ঘ) 
সরব

  সঠিক উত্তর: (ক)

৮৬.
‘ঝর্ণার গান’ কবিতায় কোন উৎসবের কথা উল্লেখ আছে?
Ο ক) 
নাচের উৎসব
Ο খ) 
গানের উৎসব
Ο গ) 
প্রাণের উৎসব
Ο ঘ) 
নবান্নের উৎসব

  সঠিক উত্তর: (ক)

৮৭.
‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণা যার আশায় ধাবমান -�
i. সুন্দরের তৃষ্ণা যার
ii. পাতকুয়ায় যায় না যে
iii. সুন্দরের প্রতি প্রবল আগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.
সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে পরলোকগমন করেন?
Ο ক) 
৪০
Ο খ) 
৫০
Ο গ) 
৬০
Ο ঘ) 
৭০

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ?
Ο ক) 
অগ্নিবীণা
Ο খ) 
রিক্তের বেদন
Ο গ) 
ধানক্ষেত
Ο ঘ) 
বেণু ও বীণা

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
Ο ক) 
ঝিঁঝিঁর
Ο খ) 
পরীর
Ο গ) 
বুলবুলির
Ο ঘ) 
শালিকের

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘গরজ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
সামর্থ্য
Ο খ) 
ইচ্ছা
Ο গ) 
তৃষ্ণা
Ο ঘ) 
প্রয়োজন

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
ঝরনা কীভাবে গায়?
Ο ক) 
সাতজন মিরে
Ο খ) 
পাঁচজন মিলে
Ο গ) 
তিনজন মিলে
Ο ঘ) 
একলা

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
ঝর্ণা দুল দোলায়ে ভোলায় -
Ο ক) 
তৃষ্ণা
Ο খ) 
চোখ
Ο গ) 
মন
Ο ঘ) 
প্রেম

  সঠিক উত্তর: (গ)

৯৪.
কবি ধেয়ে চলেন কীভাবে?
Ο ক) 
বন্ধু নিয়ে
Ο খ) 
শত্রু নিয়ে
Ο গ) 
আত্মীয়স্বজন নিয়ে
Ο ঘ) 
একলা

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
ঝর্ণার মন কেমন?
Ο ক) 
শিথিল
Ο খ) 
বিভোল
Ο গ) 
দোদুল
Ο ঘ) 
অচল

  সঠিক উত্তর: (গ)

৯৬.
ঝর্ণা উপল ঘায়ে কী দেয়?
Ο ক) 
পুলক
Ο খ) 
তাল
Ο গ) 
ঝিলিক
Ο ঘ) 
সুর

  সঠিক উত্তর: (গ)

৯৭.
ঝর্ণা নিজের পায়ে তাল বাজিয়ে -
i. একলা গায়
ii. একলা ধায়
iii. লাফিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৮.
ঝরনার মন কেমন?
Ο ক) 
শান্ত
Ο খ) 
চঞ্চল
Ο গ) 
দোদুল
Ο ঘ) 
গম্ভীর

  সঠিক উত্তর: (গ)

৯৯.
শালিক শুক কোথায় মুখ বুলায়?
Ο ক) 
থল-ঝাঁঝির মখমরে
Ο খ) 
বনে
Ο গ) 
পানিতে
Ο ঘ) 
পাতকুয়ায়

  সঠিক উত্তর: (ক)

১০০.
‘ঝর্ণার গান’ কবিতায় কার হার টুটল?
Ο ক) 
ঝরনার
Ο খ) 
কবির
Ο গ) 
পরীর
Ο ঘ) 
টগরের

  সঠিক উত্তর: (গ)

১০১.
ঝুম পাহাড়ের চোখে পাকানো দেখে ঝরনা কী করে?
Ο ক) 
পালিয়ে যায়
Ο খ) 
ভয় পায়
Ο গ) 
সামনে এগিয়ে যায়
Ο ঘ) 
স্থির থাকে

  সঠিক উত্তর: (গ)

১০২.
ঝর্ণা কার বোল সাধে?
Ο ক) 
শালিকের
Ο খ) 
চড়ুইয়ের
Ο গ) 
বুলবুলির
Ο ঘ) 
ময়নার

  সঠিক উত্তর: (গ)

১০৩.
কোথায় কুজন নেই?
Ο ক) 
ঝুম-পাহাড়ে
Ο খ) 
শিলার ওপরে
Ο গ) 
বিজন দেশে
Ο ঘ) 
বনে-জঙ্গলে

  সঠিক উত্তর: (গ)

১০৪.
‘চকোর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
পাখিবিশেষ
Ο খ) 
ফুলবিশেষ
Ο গ) 
ঝরনার নাম
Ο ঘ) 
গাছের নাম

  সঠিক উত্তর: (ক)

১০৫.
হাঁকছে কে, এখানে ঝরনা কাকে প্রশ্ন করেছে?
Ο ক) 
ফটিকজলকে
Ο খ) 
পরীকে
Ο গ) 
শালিককে
Ο ঘ) 
শুককে

  সঠিক উত্তর: (ক)

১০৬.
কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় যা অনুবাদ করেন, তা হলো -
i. বিবিধ উপনিষদ, কবির, নানক প্রমুখের রচনা
ii. আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি ইত্যাদি ভাষার কবিতা
iii. সবিতা, সন্ধিক্ষণ, অভ্র-আবীর ইত্যাদি কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৭.
‘পুলক’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দুঃখ
Ο খ) 
আনন্দ
Ο গ) 
ক্লান্ত
Ο ঘ) 
গতিশীল

  সঠিক উত্তর: (খ)

১০৮.
আরবি, ফার্সি, চীনা, জাপানি, ফারসি ভাষার অনেক কবিতা ও গদ্য বাংলায় অনুবাদ করেন কোন কবি?
Ο ক) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
যতীন্দ্রমোহন বাগচী
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
নির্মলেন্দু গুণ

  সঠিক উত্তর: (ক)

১০৯.
চপল শব্দের অর্থ কী?
Ο ক) 
চাঞ্চল্য
Ο খ) 
চকিত
Ο গ) 
বিরায়ত
Ο ঘ) 
চিন্ময়

  সঠিক উত্তর: (ক)

১১০.
কোনটি কুজন শব্দের অর্থ?
Ο ক) 
নির্জন
Ο খ) 
নিভৃত
Ο গ) 
জনশূন্য
Ο ঘ) 
চেঁচামেচি

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
‘পুলক’ - এর বিপরীত শব্দ হলো -
Ο ক) 
হর্ষ
Ο খ) 
বিষাদ
Ο গ) 
হৃষ্ট
Ο ঘ) 
অলক

  সঠিক উত্তর: (খ)

১১২.
চাতক কোথা থেকে জল নিবে?
Ο ক) 
পুকুর
Ο খ) 
নদী
Ο গ) 
পাঁক থেকে
Ο ঘ) 
পাতকুয়া থেকে

  সঠিক উত্তর: (গ)

১১৩.
ঝর্ণার সাহসিকতা প্রকাশ পেয়েছে কোন চরণে?
Ο ক) 
শঙ্কা নাই, সমান চাই
Ο খ) 
চপল পায় কেবল ধাই
Ο গ) 
চরণ থুই দোদুল মন
Ο ঘ) 
ভয় দ্যাখায়, চোখ পাকায়

  সঠিক উত্তর: (ক)

১১৪.
‘পাতকুয়া’ হলো -
Ο ক) 
বড় কুয়া
Ο খ) 
ছোট কুয়া
Ο গ) 
মাঝারি কুয়া
Ο ঘ) 
গভীর কুয়া

  সঠিক উত্তর: (খ)

১১৫.
কাকে পাতকুয়ায় যেতে বলা হয়েছে?
Ο ক) 
যার জল স্যাঁচার গরজ
Ο খ) 
সুন্দরের তৃষ্ণা যার
Ο গ) 
কন্ঠাতেই তৃষ্ণা যার
Ο ঘ) 
অঙ্গ যার ঝলমলে

  সঠিক উত্তর: (ক)

১১৬.
ঝর্ণা মানুষের জন্য করে -
i. সৌন্দর্য সৃষ্টি
ii. পরিবেশের ভারসাম্য রক্ষা
iii. ভয় ও শঙ্কা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৭.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘কন্ঠাতেই তৃষ্ণা যার’ তাকে বলা হয়েছে -
Ο ক) 
নিক না সেই পাঁক ছেঁকে
Ο খ) 
পাত কুয়ায় যাক না সেই
Ο গ) 
বিলাক না সে তান-তরল শ্লোক
Ο ঘ) 
হোক সুন্দরের তৃষ্ণা দূর

  সঠিক উত্তর: (ক)

১১৮.
‘ফটিকজল’ অর্থ কী?
Ο ক) 
ফুটানো জল
Ο খ) 
ঠান্ডা জল
Ο গ) 
ঝরনার জল
Ο ঘ) 
চাতক পাখি

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
কার খোঁজে ঝর্ণার বিরাম নেই?
Ο ক) 
কন্ঠাতেই তৃষ্ণা যার
Ο খ) 
সুন্দরের তৃষ্ণা যার
Ο গ) 
অঙ্গ যার ঝলমলে
Ο ঘ) 
গরজ যার জল স্যাঁচার

  সঠিক উত্তর: (খ)

১২০.
‘শুক’ অর্থ কী?
Ο ক) 
টিয়ে পাখি
Ο খ) 
চাতক পাখি
Ο গ) 
চকোর
Ο ঘ) 
শালিক

  সঠিক উত্তর: (ক)

১২১.
সত্যেন্দ্রনাথ দত্ত কখন কাব্যচর্চা আরম্ভ করেন?
Ο ক) 
ছাত্রজীবনে
Ο খ) 
ছাত্রজীবন শেষ করে
Ο গ) 
চাকরিতে কর্মরত অবস্থায়
Ο ঘ) 
চাকরি থেকে অবসর গ্রহণের পর

  সঠিক উত্তর: (ক)

১২২.
সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
তেত্রিশ
Ο খ) 
পঁয়ত্রিশ
Ο গ) 
চল্লিশ
Ο ঘ) 
পঁয়তাল্লিশ

  সঠিক উত্তর: (গ)

১২৩.
বন-ঝাউয়ের ঝোপগুলোয় কিসের দল চরে?
Ο ক) 
ভেড়ার
Ο খ) 
কালসারের
Ο গ) 
মহিষের
Ο ঘ) 
ফটিক জলের

  সঠিক উত্তর: (খ)

১২৪.
বুলবুলির বোল সেধে কবি প্রকাশ করেছেন -
i. প্রফুল্লতা
ii. মনের আনন্দ
iii. নিজের গানের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৫.
ঝর্ণা কীরূপ শিলার ওপর চরণ রাখে?
Ο ক) 
শিথিল
Ο খ) 
ঝুম
Ο গ) 
বিজন
Ο ঘ) 
বিভোল

  সঠিক উত্তর: (ক)

১২৬.
ঝরনা কেবল কী করে?
Ο ক) 
কবিতা লেখে
Ο খ) 
নাচ করে
Ο গ) 
গান করে
Ο ঘ) 
অভিনয় করে

  সঠিক উত্তর: (গ)

১২৭.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘বিজন দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
থমথমে দেশ
Ο খ) 
জনশূন্য দেশ
Ο গ) 
লোকালয়পূর্ণ দেশ
Ο ঘ) 
শঙ্কিত দেশ

  সঠিক উত্তর: (খ)

১২৮.
ঝর্ণা নিজের কোথায় তাল বাজায়?
Ο ক) 
পায়ে
Ο খ) 
হাতে
Ο গ) 
মনে
Ο ঘ) 
প্রাণে

  সঠিক উত্তর: (ক)

১২৯.
‘একলা গাই, একলা ধাই,
দিবস রাত, সাঁঝ সকাল।’ এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
Ο ক) 
প্রকৃতি চেতনা
Ο খ) 
সৌন্দর্যপ্রীতি
Ο গ) 
ছুটে চলা
Ο ঘ) 
শঙ্কাহীন চিত্ত

  সঠিক উত্তর: (গ)

১৩০.
ঝর্ণা চপল পায় -
i. ধেয়ে যায়
ii. আনন্দ পায়
iii. গান গায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩১.
সত্যেন্দ্রনাথ দত্ত ছাত্রজীবন থেকেই কিসের চর্চা করতেন?
Ο ক) 
দর্শন
Ο খ) 
বিজ্ঞান
Ο গ) 
কাব্য
Ο ঘ) 
ধর্ম

  সঠিক উত্তর: (গ)

১৩২.
‘ঝর্ণার গান’ কবিতাটি কে রচনা করেছেন?
Ο ক) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
সুকুমার রায়
Ο গ) 
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
Ο ঘ) 
অক্ষয়কুমার দত্ত

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
কার খোঁজে বিরাম নেই?
Ο ক) 
শালিকের
Ο খ) 
সুন্দরের
Ο গ) 
শুকের
Ο ঘ) 
টগরের

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
অক্ষয়কুমার দত্ত ছিলেন -
i. সত্যেন্দ্রনাথ দত্তের পিতা
ii. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ
iii. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
ঝর্ণার সকল গায়ে কী?
Ο ক) 
পুলক
Ο খ) 
শিলা
Ο গ) 
ঝিঁঝিঁ
Ο ঘ) 
টগর

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য?
Ο ক) 
তীর্থরেণু
Ο খ) 
তীর্থ-সলিল
Ο গ) 
ফুলের ফসল
Ο ঘ) 
কুহু ও কেকা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
ঝুম-পাহাড় কীভাবে ভয় দেখায়?
Ο ক) 
ঘাড় ঝুঁকিয়ে
Ο খ) 
ঝিঁঝিঁর ডাক দিয়ে
Ο গ) 
নূপুর পরে
Ο ঘ) 
বোল সেধে

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
‘দিবস’ শব্দের সমার্থক শব্দ হলো -
Ο ক) 
দিনমণি
Ο খ) 
ভানু
Ο গ) 
অহ্ন
Ο ঘ) 
অংশু

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
‘সবিতা’ ও ‘হোমশিখা’ গ্রন্থ দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে -
i. দুটিই কাব্যগ্রন্থ
ii. দুটিই সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক গ্রন্থ
iii. দুটিই সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ গ্রন্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪০.
ঝর্ণা দুল দোলায়ে কী ভোলায়?
Ο ক) 
প্রাণ
Ο খ) 
স্মৃতি
Ο গ) 
তৃষ্ণা
Ο ঘ) 
মন

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
‘পুলক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
শিহরণ
Ο খ) 
পাপ
Ο গ) 
গরম প্রলেপ
Ο ঘ) 
পাহাড়

  সঠিক উত্তর: (ক)

১৪২.
সত্যেন্দ্রনাথ দত্ত প্রতিদিন প্রচুর সময় ব্যয় করতেন -
i. অধ্যয়ন করে
ii. উপাসনা করে
iii. কাব্যচর্চা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
কাকে পাঁক ছেঁকে নিতে বলা হয়েছে?
Ο ক) 
গরজ যার জল স্যাঁচার
Ο খ) 
সুন্দরের তৃষ্ণা যার
Ο গ) 
কন্ঠাতেই তৃষ্ণা যার
Ο ঘ) 
বিভোল যার সকল প্রাণ

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার বৈশিষ্ট্য হলো -
i. ছন্দ ব্যবহারে অসাধারণ নৈপুণ্য
ii. মৌলিক কাব্যধারায় সক্রিয়তা
iii. পুরাণের বিভিন্ন চরিত্রের প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণার স্বরূপ ধরা হয়েছে -
i. গতিতে
ii. সৌন্দর্যে
iii. প্রকৃতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
‘তার খোঁজের বিরাম নাই’ কবিতার লাইনটিতে কার খোঁজের কথা বলা হয়েছে -
i. সুন্দরের
ii. পাতকুয়ার
iii. ভালোবাসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
টিলার গায় কী?
Ο ক) 
নূপুর
Ο খ) 
ডালিম-ফাট
Ο গ) 
কাটা দাগ
Ο ঘ) 
ফুল

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ο ক) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
সুকুমার রায়
Ο গ) 
অক্ষয়কুমার দত্ত
Ο ঘ) 
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
‘ললাট’ শব্দটির সঠিক অর্থ হলো -
Ο ক) 
কপোল
Ο খ) 
কপাল
Ο গ) 
আঁখি
Ο ঘ) 
কুন্তল

  সঠিক উত্তর: (খ)

১৫০.
‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণা ‘চল পায়ে ধাওয়ার সময়’ আর যা যা করে, তা হলো -
i. উপল-ঘায় দেয় ঝিলিক
ii. দুল দোলায় মনভোলায়
iii. ঝিলমিলায় দিগ্বিদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
কে চপল পায়ে ধায়?
Ο ক) 
পরী
Ο খ) 
ঝর্ণা
Ο গ) 
বুলবুরি
Ο ঘ) 
পাহাড়

  সঠিক উত্তর: (খ)

১৫২.
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ -
i. দৃক
ii. ঈক্ষণ
iii. আঁখি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হলো -
Ο ক) 
বেলা-অবেলা
Ο খ) 
বিদায় আরতী
Ο গ) 
সিন্ধু হিন্দোল
Ο ঘ) 
ধূসর পৃথিবী

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
‘একলা গাই, একলা ধাই, দিবস রাত, সাঁঝ সকাল’ বলতে বোঝানো হয়েছে -
i. ঝরনা অবিরাম ছুটে চলে
ii. ঝরনা বিশ্রাম নিয়ে ছুটে চলে
iii. ঝিঁঝিঁ পোকা অবিরামভাবে ডেকে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
‘সন্ধিক্ষণ’ সত্যেন্দ্রনাথ দত্তের কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
ছোটগল্প
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
নাটক
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
ঝরনা কীভাবে পথ চলে?
Ο ক) 
চুপচাপ
Ο খ) 
ভয়ে ভয়ে
Ο গ) 
মন খারাপ করে
Ο ঘ) 
খিলখিলিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
ফটিকজলের কী হয়েছে?
Ο ক) 
পা ভেঙেছে
Ο খ) 
মন খারাপ
Ο গ) 
ক্ষুধা পেয়েছে
Ο ঘ) 
তৃষ্ণা পেয়েছে

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
‘ঝুঁকিয়ে ঘার ঝুম-পাহাড় ভয় দ্যাখায়, চোখ পাকায়’ শঙ্কা নাই, সমান যাই’ বলতে বোঝানো হয়েছে -
i. ঝরনার সমান্তরাল ধারা
ii. পাহাড়ের বীরত্ব
iii. ঝরনার ছুটে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
ঝর্ণা কী দুলিয়ে যায়?
Ο ক) 
তরল শ্লোক
Ο খ) 
অচল-ঠোঁট
Ο গ) 
কানের দুল
Ο ঘ) 
জরির জাল

  সঠিক উত্তর: (খ)

১৬০.
ঝর্ণার এক গাওয়ার এবং একা ধাওয়ার সময়গুলো হলো -
i. দিবস-রাত
ii. দুপুর-ভোর
iii. সাঁঝ-সকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
‘টিলার গায়ে ডালিম-ফাট’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
ডালিম ফলের মতো টিলা
Ο খ) 
ফাটা ডালিমের মতো টিলার সৌন্দর্য
Ο গ) 
পাহাড়ের উপর ঝর্ণার সৌন্দর্য
Ο ঘ) 
ঝর্ণার গান শোনার শব্দ

  সঠিক উত্তর: (খ)

১৬২.
সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের রাজা’ বলা হয় -
i. ছন্দ নির্মাণের জন্য
ii. ছন্দ প্রবর্তনের জন্য
iii. ছন্দে কবিতা লেখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে গতিশীলতা ফুটিয়ে তুলেছেন, সে হিসেবে ঝর্ণার চলাচলের প্রকৃতি হলো -
i. ঝাঁপিয়ে যায়
ii. লাফিয়ে যায়
iii. নাড়িয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের রাজা’ বলার কারণ কী?
Ο ক) 
ছন্দ নিয়ে গবেষণা করায়
Ο খ) 
ছন্দ নির্মাণে বিশেষ নৈপুণ্যের জন্য
Ο গ) 
ছন্দ ব্যবহারে অত্যন্ত দক্ষ বলে
Ο ঘ) 
ছন্দের প্রবর্তন করেছেন বলে

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
ঝর্ণার সাদা জলরাশির ধারা কেমন?
Ο ক) 
শীতল
Ο খ) 
ধ্বনিমাধুর্যময়
Ο গ) 
উষ্ণ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
সিলেটের মৌলভীবাজারে ঝরনা দেখতে গিয়েছিলাম। অবিরল ধারায় ঝরনার পানি পড়ার দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। সুউচ্চ পাহাড় থেকে অঝোরে ঝরছে ঝরনা।
১৬৬.
উদ্দীপকের বিষয়ের সাথে ‘ঝর্ণার গান’ কবিতার বিষয়ের সাদৃশ্য কোথায়?
Ο ক) 
ঝরনা
Ο খ) 
ফুল
Ο গ) 
পাখি
Ο ঘ) 
কালসার

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
‘উদ্দীপক ও ঝর্ণার গান’ কবিতায় কী ফুটে উঠেছে?
Ο ক) 
পাহাড়ের সৌন্দর্য
Ο খ) 
ঝরনার সৌন্দর্য
Ο গ) 
পাখির সৌন্দর্য
Ο ঘ) 
ঝরনার নিন্দা

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
উদ্দীপকের ঝরনা ও ‘ঝর্ণার গান’ কবিতার ঝরনার চলার গতি -
i. চঞ্চল
ii. ধীর
iii. নেমে থেমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...