NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-১১: জীব প্রযুক্তি


এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১১: জীব প্রযুক্তি


১.
ল্যাকটোফেরিন কী?
Ο ক) 
এনজাইম
Ο খ) 
অ্যান্টিবায়োটিক
Ο গ) 
হরমোন
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (ঘ)

২.
প্লাজমিড-
i. স্বতন্ত্র DNA অণু
ii. ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে থাকে
iii. স্ববিভাজনে সক্ষম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
DNA তে একটি শর্করার সাথে কয়টি নাইট্রোজেন বেস যুক্ত হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৪.
ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতিকে কী বলা হয়?
Ο ক) 
হিমোফিলিয়া
Ο খ) 
এক্টোডার্মাল ডিসপ্লোসিয়া
Ο গ) 
অপটিক এট্রাফি
Ο ঘ) 
জুভেনাইল গ্লুকোমা

  সঠিক উত্তর: (খ)

৫.
মানব ক্লোনিং বন্ধ হওয়া উচিত কেন?
Ο ক) 
সামাজিক বাধার জন্য
Ο খ) 
অর্থনৈতিক কারণে
Ο গ) 
ধর্মীয় অনুশাসনের জন্য
Ο ঘ) 
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য

  সঠিক উত্তর: (গ)

৬.
বেটসন কত সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দেন জিন?
Ο ক) 
১৯০৮
Ο খ) 
১৯০০
Ο গ) 
২০০৮
Ο ঘ) 
১৯১৩

  সঠিক উত্তর: (ক)

৭.
টার্নারস সিনড্রোম রোগ কাদের হয়?
Ο ক) 
পুরুষ
Ο খ) 
নারী
Ο গ) 
শিশু
Ο ঘ) 
পশুর

  সঠিক উত্তর: (খ)

৮.
মেন্ডেল কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) 
অস্ট্রেলিয়া
Ο খ) 
সিরিয়া
Ο গ) 
অস্ট্রিয়া
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (গ)

৯.
হেপাটাইটিস-এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
থ্রম্বিন
Ο গ) 
লাইপেজ
Ο ঘ) 
ইন্টারফেরন

  সঠিক উত্তর: (ঘ)

১০.
হানটিংটন’স রোগের ফলে মানুষের যে সমস্যা হয়-
i. মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না
ii. শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় ক্ষমতা লোপ পায়
iii. শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

১১.
মানুষের মধ্যে লক্ষণীয় জেনেটিক বিশৃঙ্খলা হলো-
i. জিনের ভিতর পরিবর্তন
ii. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধি
iii. ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম স্পষ্ট হয়?
Ο ক) 
প্রোফেজ ও প্রোমেটাফেজ
Ο খ) 
প্রোমেটাফেজ ও মেটাফেজ
Ο গ) 
এনাফেজ ও টেলোফেজ
Ο ঘ) 
প্রোফেজ ও মেটাফেজ

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
হিমোফিলিয়া রোগের লক্ষণ হলো-
i. অপটিক স্নায়ূর ক্ষয়িষ্ণুতা
ii. অক্ষিগোলকের কাঠিন্য
iii. বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
DNA অণুতে থাকে না কোনটি?
Ο ক) 
থাইমিন
Ο খ) 
ইউরাসিন
Ο গ) 
সাইটোসিস
Ο ঘ) 
গুয়ানিন

  সঠিক উত্তর: (খ)

১৫.
পুরুষের সেক্স ক্রোমোজোমের ডিসজাংশনের কারণে কোন রোগ হয়?
Ο ক) 
হানটিংটন রোগ
Ο খ) 
ডাউন’স রোগ
Ο গ) 
ক্লিনিফেলটার’স সিনড্রোম
Ο ঘ) 
টার্নার’স সিনড্রোম

  সঠিক উত্তর: (গ)

১৬.
ক্লিনিফেলটার সিনড্রোমবিশিষ্ট বালকদের বৈশিষ্ট্য হলো-
i. তাদের কন্ঠস্বর খুব কর্কশ হয়
ii. তাদের স্তনগুলো বড় আকারের হয়
iii. তাদের বৃদ্ধি কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
ক্রোমোজোমের আকার সাধারণত কেমন হয়?
Ο ক) 
চিকন ও লম্বা
Ο খ) 
মোটা ও খাটো
Ο গ) 
মোটা ও লম্বা
Ο ঘ) 
গোলাকৃতির

  সঠিক উত্তর: (ক)

১৮.
কোনটিকে রিপ্রোডাকটিভ ক্লোনিং বলে?
Ο ক) 
ডলির ক্লোনিং
Ο খ) 
ব্যাকটেরিয়ার ক্লোনিং
Ο গ) 
ছত্রাকের ক্লোনিং
Ο ঘ) 
ভাইরাসের ক্লোনিং

  সঠিক উত্তর: (ক)

১৯.
মানুষের সেক্স ক্রোমোজোমগুলো -
Ο ক) 
x ও y
Ο খ) 
y ও z
Ο গ) 
x ও z
Ο ঘ) 
x ও o

  সঠিক উত্তর: (ক)

২০.
মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা-
Ο ক) 
৪৬
Ο খ) 
৪৭
Ο গ) 
৪৮
Ο ঘ) 
৪৯

  সঠিক উত্তর: (ক)

২১.
প্লাজমিড DNA পাওয়া যায়-
Ο ক) 
ব্যাকটেরিয়ায়
Ο খ) 
ছত্রাকে
Ο গ) 
অ্যামিবায়
Ο ঘ) 
মানুষে

  সঠিক উত্তর: (ক)

২২.
ট্রান্সজেনিক গরু উদ্ভাবন করলে-
i. মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে
ii. গরু দ্রুত বিক্রয়যোগ্য হবে
iii. রোগ প্রতিরোধী হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
ডাইন’স সিনড্রাম হয় - তম ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে।
Ο ক) 
২০
Ο খ) 
২১
Ο গ) 
২২
Ο ঘ) 
২৩

  সঠিক উত্তর: (খ)

২৪.
জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক বিজ্ঞানীদ্বয় কত সালে DNA� অনুর গঠন আবিষ্কার করেন?
Ο ক) 
১৯২০
Ο খ) 
১৯৪৩
Ο গ) 
১৯৫৩
Ο ঘ) 
১৯৬৩

  সঠিক উত্তর: (গ)

২৫.
SIT কোন দেশে প্রচলিত নয়?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
জাপান
Ο গ) 
থাইল্যান্ড
Ο ঘ) 
ব্রাজিল

  সঠিক উত্তর: (ক)

২৬.
ক্রোমোজোমের প্রোটিন-
i. হিস্টেন
ii. লাইপেজ
iii. নন-হিস্টেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৭.
সেক্স লিংকড জিনের কারণে সৃষ্ট রোগ-
i. হোয়াইট ফোরলক
ii. মায়োপিয়া
iii. রাতকানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
কৃষি উন্নয়নে যেসব জীবপ্রযুক্তিগত পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো-
i. টিস্যু কালচার
ii. ট্রান্সজেনিক উদ্ভিদ
iii. সুপার রাইস সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
ক্ষতিকর জিন অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপনকে বলে-
Ο ক) 
জিন থেরাপি
Ο খ) 
সেরোলজি
Ο গ) 
ফরেনসিক টেস্ট
Ο ঘ) 
মলিকুলার ফার্মিং

  সঠিক উত্তর: (ক)

৩০.
গ্রেগর জোহান মেন্ডেল একজন কি ছিলেন?
Ο ক) 
অস্ট্রীয় রাজনীতিবিদ
Ο খ) 
অস্ট্রীয় ধর্মযাজক
Ο গ) 
পদার্থবিদ
Ο ঘ) 
জার্মান ধর্মযাজক

  সঠিক উত্তর: (খ)

৩১.
ডাউন’স সিনড্রোম রোগে মানুষের কোন ধরনের সমস্যা দেখা দেয়?
Ο ক) 
নাক লম্বা হয়ে যায়
Ο খ) 
চোখের পাতা ফুলে যায়
Ο গ) 
হাত বেশি লম্বা হয়ে যায়
Ο ঘ) 
জিহ্বা ছোট হয়

  সঠিক উত্তর: (খ)

৩২.
ভিটামিন A সমৃদ্ধ-
i. সুপার রাইস
ii. গোল্ডেন রাইস
iii. নেরিকা রাইস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
স্তন্যপায়ী কোন প্রজাতির প্রাণী থেকে প্রথম ক্লোনিং করে একই প্রজাতির নতুন প্রাণী সৃষ্টি করা হয়?
Ο ক) 
গরু
Ο খ) 
শূকর
Ο গ) 
খরগোশ
Ο ঘ) 
ভেড়া

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
ট্রান্সজেনিক টমেটো-
i. ত্বক শক্ত থাকে
ii. দেরিতে পাকে
iii. সুক্রোজের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
ক্রোমোজোমের অংশ হল-
i. ক্রোমাটিড
ii. প্রোটোনেমা
iii. ক্রোমোনেমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
পনির উৎপাদনের জন্য বিখ্যাত নয়-
Ο ক) 
ফ্রান্স
Ο খ) 
ইতালি
Ο গ) 
ব্রাজিল
Ο ঘ) 
যুক্তরাজ্য

  সঠিক উত্তর: (গ)

৩৭.
নিচের কোনটি স্ববিভাজনে সক্ষম?
Ο ক) 
ট্রান্সজেনিক
Ο খ) 
রিকম্বিনেন্ট
Ο গ) 
এনজাইম
Ο ঘ) 
প্লাজমিড

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
কোন উদ্ভিদ থেকে ক্লোভার ঘাসে জিন স্থানান্তর করা হয়েছে?
Ο ক) 
সূর্যমুখী
Ο খ) 
লোলপ
Ο গ) 
লেটুস
Ο ঘ) 
নিম

  সঠিক উত্তর: (ক)

৩৯.
DNA অণুর আকৃতি দেখতে কেমন?
Ο ক) 
বৃত্তাকার কুন্ডলীর মতো
Ο খ) 
প্যাঁচানো সিঁড়ির মতো
Ο গ) 
চর্তুভুজাকার
Ο ঘ) 
ত্রিভুজাকার

  সঠিক উত্তর: (খ)

৪০.
বিভিন্ন বর্ণের পার্থক্য না বুঝতে পারা কোন রোগের লক্ষণ?
Ο ক) 
দৃষ্টিক্ষীণতা
Ο খ) 
অপটিক অ্যট্রিফি
Ο গ) 
হোয়াইট ফোরলক
Ο ঘ) 
বর্ণান্ধতা

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোন রোগটির লক্ষণ আক্রান্ত ব্যক্তির বয়স চল্লিশ হওয়ার পূর্বে প্রকাশ পায় না?
Ο ক) 
ডাউন’স সিনড্রোম
Ο খ) 
ক্লিনিফেলটার’স সিনড্রোম
Ο গ) 
হানটিংটনস
Ο ঘ) 
সিকিলসেল

  সঠিক উত্তর: (গ)

৪২.
আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি কে রচনা করেন?
Ο ক) 
বেটসন
Ο খ) 
গ্রেগর মেন্ডেল
Ο গ) 
হার্বার্ট বয়ার
Ο ঘ) 
স্ট্যানলি কোহেন

  সঠিক উত্তর: (খ)

৪৩.
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের কোথায় অবস্থিত?
Ο ক) 
গাজীপুর
Ο খ) 
সাভার
Ο গ) 
আগারগাঁও
Ο ঘ) 
শাহাবাগ

  সঠিক উত্তর: (খ)

৪৪.
কোষে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বট গাছ থেকে কোন এনজাইম পাওয়া যায়?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
প্যাপেইন
Ο গ) 
ট্রিপসিন
Ο ঘ) 
থ্রম্বিন

  সঠিক উত্তর: (ক)

৪৬.
ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে সৃষ্ট রোগ-
i. ডাউন’স সিনড্রোম
ii. টার্নার’স সিনড্রোম
iii. হানটিংটন’স রোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মানুষের নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
Ο ক) 
স্যালমোলিনা
Ο খ) 
ব্যাসিলাস
Ο গ) 
নিউমোকক্কাস
Ο ঘ) 
সিউডোমোনাস

  সঠিক উত্তর: (গ)

৪৮.
হানটিংটনস রোগের কারণ কোনটি?
Ο ক) 
পয়েন্ট মিউটেশন
Ο খ) 
ননডিসজাঙ্কশন
Ο গ) 
ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
Ο ঘ) 
ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি

  সঠিক উত্তর: (ক)

৪৯.
জীব প্রযুক্তির ফসল হচ্ছে-
i. সিরকা
ii. মদ
iii. পাউরুটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে কী বলে?
Ο ক) 
সেল ক্লোনিং
Ο খ) 
জীব ক্লোনিং
Ο গ) 
রিপ্রোডাকটিভ ক্লোনিং
Ο ঘ) 
প্রাকৃতিক ক্লোনিং

  সঠিক উত্তর: (গ)

৫১.
DNA প্রোফাইল তৈরি করা হয় কীভাবে?
Ο ক) 
রং পেন্সিল
Ο খ) 
রাসায়নিক বিক্রিয়া
Ο গ) 
ভৌত পরিবর্তন
Ο ঘ) 
ডাক্তারের ইচ্ছানুসারে

  সঠিক উত্তর: (খ)

৫২.
নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন আলাদা করা হয় কত সালে?
Ο ক) 
১৯৩৩
Ο খ) 
১৯৪৪
Ο গ) 
১৯৫৫
Ο ঘ) 
১৯৬৬

  সঠিক উত্তর: (খ)

৫৩.
সেক্স ক্রোমোজোম গুলোকে প্রকাশ করা হয়-
i. x দ্বারা
ii. y দ্বারা
iii. z দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৪.
পয়েন্ট মিউটেনশনের কারণে হয়-
i. সিঁকিল সেল রোগ
ii. হানটিংটন’স রোগ
iii. টানার’স সিনড্রোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
মানুষের প্রতিটি দেহকোষে কত জোড়া অটোজোম রয়েছে?
Ο ক) 
১ জোড়া
Ο খ) 
২২ জোড়া
Ο গ) 
২৩ জোড়া
Ο ঘ) 
২৪ জোড়া

  সঠিক উত্তর: (খ)

৫৬.
সেরোলজি টেস্টে ডিএনএ বিশ্লেষণ করা হয় মানুষের-
i. রক্তের
ii. বীর্যের
iii. লালার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়-
i. প্রোফেজ
ii. মেটাফেজ
iii. অ্যানাফেজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
x লিংকড জিন-
i. x ক্রোমোজোমে থাকে
ii. y ক্রোমোজোমে থাকে না
iii. প্রকট প্রকৃতির হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
পেঁপে থেকে কোন এনজাইম পাওয়া যায়?
Ο ক) 
অ্যামাইলেজ
Ο খ) 
প্রোটিয়েজ
Ο গ) 
লাইপেজ
Ο ঘ) 
প্যাপেইন

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
নিউক্লিক এসিড কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৬১.
ডিএনএ আবিষ্কৃত হয় কত সালে?
Ο ক) 
১৯৫২
Ο খ) 
১৯৫৩
Ο গ) 
১৯৫৬
Ο ঘ) 
১৯৫৫

  সঠিক উত্তর: (খ)

৬২.
ইন্টারফেরন উপাদানটি কীভাবে গঠিত হয়েছে?
Ο ক) 
ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন অণুর সমন্বয়ে
Ο খ) 
কয়েকটি হাইড্রোজেন অণুর সমন্বয়ে
Ο গ) 
ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে
Ο ঘ) 
চারটি গ্লুকোজ অণুর সমন্বয়ে

  সঠিক উত্তর: (গ)

৬৩.
গোল্ডেন রাইস কোন দেশ আবিষ্কার করে?
Ο ক) 
সুইডেন
Ο খ) 
আমেরিকা
Ο গ) 
চীন
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ক)

৬৪.
জেনেটিক বিশৃঙ্খলার কারণ-
i. পয়েন্ট মিউটেশন
ii. নন-ডিসজাংশন
iii. ক্রোমোজোম সংখ্যার হ্রাস-বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
Ο ক) 
নৃবিজ্ঞান
Ο খ) 
রাষ্ট্রবিজ্ঞান
Ο গ) 
জীবপ্রযুক্তি
Ο ঘ) 
শারীরবিদ্যা

  সঠিক উত্তর: (গ)

৬৬.
ডাউন’স সিনড্রোম রোগের লক্ষণ হলো-
i. চোখের পাতা ফুলে যায়
ii. নাক চ্যাপ্টা হয়
iii. হাতগুলো ছোট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্ট ভাইরাস প্রতিরোধী জাত হলো-
i. আলু
ii. তামাক
iii. কলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
জীবকোষে RNA কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬৯.
ক্লিনিফেলটার’স সিনড্রোমে পুরুষের সেক্স ক্রোমোজোম হয়-
Ο ক) 
XY
Ο খ) 
XYY
Ο গ) 
XXY
Ο ঘ) 
XXYY

  সঠিক উত্তর: (গ)

৭০.
কী আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার পান?
Ο ক) 
RNA
Ο খ) 
DNA
Ο গ) 
ক্রোমোজোম
Ο ঘ) 
কোষ

  সঠিক উত্তর: (খ)

৭১.
ক্রোমোজোমে যে মৌলিক পদার্থ থাকে তা হলো-
i. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ii. লৌহ ও ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭২.
নাইট্রোজেন ক্ষারক পাইরিমিডিন এর অন্তর্ভুক্ত হলো-
i. গুয়ানিন
ii. থাইমনি
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৩.
জীব প্রযুক্তির পঠিত বিষয় নয় কোনটি?
Ο ক) 
অণুজীব বিজ্ঞান
Ο খ) 
টিস্যু কালচার
Ο গ) 
জিন প্রেকৌশল
Ο ঘ) 
ফিস কালচার

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
প্রতিটি ক্রোমাটিতে কতটি ক্রোমোনেমা থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৭৫.
জীবকোষে পাওয়া যায়-
i. বার্তা বাহক আরএনএ
ii. রাইবোজোমাল আরএনএ
iii. ট্রান্সফার আরএনএ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
ট্রিপসিন
Ο গ) 
থ্রম্বিন
Ο ঘ) 
প্যাপেইন

  সঠিক উত্তর: (খ)

৭৭.
উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে-
i. পেনিসিলিন
ii. সেফালোস্পোরিন
iii. ইন্টারফেরন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৮.
DNA ও RNA এর বাহক কে?
Ο ক) 
জিন
Ο খ) 
প্রোটিন
Ο গ) 
ক্রোমোজোম
Ο ঘ) 
কোষ

  সঠিক উত্তর: (গ)

৭৯.
নিচের কোনটি সেক্স লিংকড নয়?
Ο ক) 
বর্ণান্ধতা
Ο খ) 
সিকিল সেল
Ο গ) 
ডাউন’স সিনড্রোম
Ο ঘ) 
রাতকানা

  সঠিক উত্তর: (গ)

৮০.
বিশ্বের দুধের প্রধান উৎস কোনটি?
Ο ক) 
গাভী
Ο খ) 
ছাগল
Ο গ) 
মহিষ
Ο ঘ) 
ভেড়া

  সঠিক উত্তর: (ক)

৮১.
ইন্টাফেরন ব্যবহার করা হয়-
i. ক্যান্সার নিয়ন্ত্রণে
ii. হেপাটাইটিস চিকিৎসায়
iii. ডায়াবেটিস নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
নিচের কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
Ο ক) 
অণু বিজ্ঞান
Ο খ) 
জীব প্রযুক্তি
Ο গ) 
সমুদ্র বিজ্ঞান
Ο ঘ) 
রসায়ন

  সঠিক উত্তর: (খ)

৮৩.
কোনটির পূর্ণ� নাম হচ্ছে ডি-অক্সিরাইবোনিউক্লিক এসিড?
Ο ক) 
DNA
Ο খ) 
R-RNA
Ο গ) 
RNA
Ο ঘ) 
R-DNA

  সঠিক উত্তর: (ক)

৮৪.
প্রাকৃতিকভাবে ক্লোন তৈরি হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ইস্টে
iii. মস-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
কোনো সন্তানের প্রকৃত পিতা কে তা নির্ণয় করা যায়-
i. জিন ক্লোনিং পদ্ধতির সাহায্যে
ii. DNA টেস্ট করে
iii. রিপ্রোডাকটিভ ক্লোনিং-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৬.
কত সালে ডি এন এ অণু আবিষ্কৃত হয়?
Ο ক) 
১৯৫৩
Ο খ) 
১৯৫১
Ο গ) 
১৯৫৬
Ο ঘ) 
১৯৭৬

  সঠিক উত্তর: (ক)

৮৭.
সেক্স লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সকল পুত্র সন্তানে বৈশিষ্ট্য প্রকাশ পায় কিন্তু এর বাহক কে?
Ο ক) 
স্বামী
Ο খ) 
স্ত্রী
Ο গ) 
পুত্র সন্তান
Ο ঘ) 
কন্যা সন্তান

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
রক্তপাত বন্ধে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
ট্রিপসিন এনজাইম
Ο খ) 
থ্রম্বিন এনজাইম
Ο গ) 
অ্যামাইলেজ এনজাইম
Ο ঘ) 
প্রোটিয়েজ এনজাইম

  সঠিক উত্তর: (খ)

৮৯.
নিচের কোনটিকে রাইবোনিউক্লিক এসিড বলা হয়?
Ο ক) 
DNA
Ο খ) 
RNA
Ο গ) 
GTP
Ο ঘ) 
ATP

  সঠিক উত্তর: (খ)

৯০.
কোন রোগটিতে আক্রান্ত ব্যক্তির� জিহ্বা লম্বা ও হাত ছোট হয়?
Ο ক) 
হানটিংটন’স রোগ
Ο খ) 
সিকিল রোগ
Ο গ) 
ডাউন’স সিনড্রোম
Ο ঘ) 
ক্লিনিফেলটার’স সিনড্রোম

  সঠিক উত্তর: (গ)

৯১.
কৃষি উন্নয়নে ব্যবহৃত হয়-
i. গুণগত মান উন্নয়ন
ii. স্টেরাইল ইনসেক্ট টেকনিক
iii. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
কোষস্থ ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ হলো-
i. লিপিড ও ম্যাগনেসিয়াম আয়ন
ii. ক্যালসিয়াম ও লৌহ
iii. হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো-
i. চর্বি যুক্ত মাংস উৎপাদন
ii. দ্রুত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯৪.
DNA এর শর্করা কোনটি?
Ο ক) 
হেক্সোজ
Ο খ) 
ডেক্সোট্রোজ
Ο গ) 
রাইবোজ
Ο ঘ) 
ডি অক্সিরাইবোজ

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য-
i. চর্বিমুক্ত মাংস উৎপাদন
ii. দ্রত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ভ্যাকসিন বা টিকা আবিষ্কৃত হয়েছে-
i. পোলিও রোগের
ii. যক্ষ্মা রোগের
iii. বসন্ত রোগের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
ট্রান্সজেনিক জীব উদ্ভাবনের হাতিয়ার-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল
ii. মাইক্রোইনজেকশন
iii. মাইক্রোপ্রপাগেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৮.
নিচের কোনটিতে বিকলাঙ্গতা হয়?
Ο ক) 
হিমোফিলিয়া
Ο খ) 
মায়োপিয়া
Ο গ) 
মাসকুলার ডিস্ট্রফি
Ο ঘ) 
হোয়াইট ফোররক

  সঠিক উত্তর: (গ)

৯৯.
DNA অণুর� গঠন আবিষ্কার কত সালে?
Ο ক) 
১৯৫৩ সালে
Ο খ) 
১৯৬৩ সালে
Ο গ) 
১৯৭৩ সালে
Ο ঘ) 
১৯৮৩ সালে

  সঠিক উত্তর: (ক)

১০০.
রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
বর্ণান্ধতা
Ο গ) 
গ্লুকোমা
Ο ঘ) 
হিমোফিলিয়া

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
Ο ক) 
২০ জোড়া
Ο খ) 
২২ জোড়া
Ο গ) 
২৩ জোড়া
Ο ঘ) 
২৫ জোড়া

  সঠিক উত্তর: (গ)

১০২.
বিভিন্ন ধরনের RNA-
i. mRNA
ii. rRNA
iii. tRNA
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
মানব ক্লোনিং-এর প্রধান অন্তরায় কী ?
Ο ক) 
ধর্ম
Ο খ) 
জনবল
Ο গ) 
অর্থ
Ο ঘ) 
যন্ত্রপাতি

  সঠিক উত্তর: (ক)

১০৪.
দুধ দই-এ পরিণত হয় কোন ব্যাকটেরিয়ার কারণে?
Ο ক) 
E.coli
Ο খ) 
ল্যাক্টিক এসিড
Ο গ) 
Rhi=obinm
Ο ঘ) 
ফ্যাটি এসিড

  সঠিক উত্তর: (খ)

১০৫.
নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মত অংশকে কী বলে?
Ο ক) 
নিউক্লিওলাস
Ο খ) 
নিউক্লিওপ্লাজম
Ο গ) 
সেন্ট্রোসোম
Ο ঘ) 
ক্রোমোজোম

  সঠিক উত্তর:

১০৬.
রাইবোনিউক্লিক এসিডের প্রকারভেদের অন্তর্ভুক্ত হলো-
i. বার্তাবাহক রাইবোনিউক্লিক এসিড
ii. রাইবোজোমাল রাইবোনিউক্লিক এসিড
iii. ফসফোনিক রাইবোনিউক্লিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০৭.
বংশগতির ভৌত ভিত্তি কোনটি?
Ο ক) 
DNA
Ο খ) 
RNA
Ο গ) 
ক্রোমোজোম
Ο ঘ) 
নিউক্লিয়াস

  সঠিক উত্তর: (গ)

১০৮.
মানবকল্যাণে জীবজ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহারকে কী বলে?
Ο ক) 
ঔষধ বিজ্ঞান
Ο খ) 
জীবপ্রযুক্তি
Ο গ) 
কৃষিবিজ্ঞান
Ο ঘ) 
অনুজীববিজ্ঞান

  সঠিক উত্তর: (খ)

১০৯.
সিকিল সেল রোগ হলে-
i. দেহে তীব্র ব্যথা হয়
ii. রক্তশূন্যতা দেখা দেয়
iii. লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে-
Ο ক) 
কোষ
Ο খ) 
নিউক্লিয়াস
Ο গ) 
জিন
Ο ঘ) 
ক্রোমোসোম

  সঠিক উত্তর: (গ)

১১১.
বিজ্ঞানী মেন্ডেল বংশগত বৈশিষ্ট্যের নির্ধারকের একককে কী বলে অভিহিত করেছেন?
Ο ক) 
জিন
Ο খ) 
RNA
Ο গ) 
DNA
Ο ঘ) 
ফ্যাক্টর

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
ক্রোমাটিড গঠিত হয় কী দ্বারা?
Ο ক) 
প্রোটোনেমা
Ο খ) 
ক্রোমোনেমা
Ο গ) 
ক্রোমোপ্লাস্ট
Ο ঘ) 
নিউক্লিওপ্লাজম

  সঠিক উত্তর: (খ)

১১৩.
বর্তমানে কাদের মতানুযায়ী, ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশের দুটি নাম?
Ο ক) 
পদার্থবিদ
Ο খ) 
কোষতত্ত্ববিদ
Ο গ) 
ইঞ্জিনিয়ার
Ο ঘ) 
কার্ডিওলজিস্ট

  সঠিক উত্তর: (খ)

১১৪.
যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না তাকে কী বলে?
Ο ক) 
প্রকট জিন
Ο খ) 
হেটোরোজাইগাস
Ο গ) 
প্রচ্ছন্ন জিন
Ο ঘ) 
অ্যালীল

  সঠিক উত্তর: (গ)

১১৫.
প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা-
Ο ক) 
নির্দিষ্ট
Ο খ) 
অনির্দিষ্ট
Ο গ) 
২০,০০০ এর কম
Ο ঘ) 
২০,০০০ এর অধিক

  সঠিক উত্তর: (খ)

১১৬.
জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে DNA কে সাহায্যে করে-
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
RNA
Ο গ) 
হরমোন
Ο ঘ) 
এনজাইম

  সঠিক উত্তর: (খ)

১১৭.
ফরেনসিক টেস্টে ব্যবহৃত হয়-
i. DNA
ii. অ্যান্টিবডি
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১১৮.
উচ্চ শ্রেণির জীবের দেহকোষের ক্রোমোজোমকে কী বলে?
Ο ক) 
নিওসোম
Ο খ) 
অটোসোম
Ο গ) 
ক্রোমাটিড
Ο ঘ) 
সেন্ট্রোসোম

  সঠিক উত্তর: (খ)

১১৯.
কোন টেস্ট দ্বারা ডিএনএ বিশ্লেষণ করা হয়?
Ο ক) 
আল্ট্রাসনোগ্রাম
Ο খ) 
ইসিজি
Ο গ) 
সরোলজি
Ο ঘ) 
মাইক্রোটিউব

  সঠিক উত্তর: (গ)

১২০.
দুগ্ধজাত খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
ব্যাকটেরিয়া
Ο খ) 
ভাইরাস
Ο গ) 
শৈবাল
Ο ঘ) 
প্রোটোজোয়া

  সঠিক উত্তর: (ক)

১২১.
নিচের কোন রোগটির কারণে অপটিক স্নায়ু ক্ষয়িষ্ণুতা ঘটে?
Ο ক) 
এক্টডার্মাল ডিসপ্লেসিয়া
Ο খ) 
অপটিক অ্যট্রফি
Ο গ) 
মাসকুলার ডিসট্রফি
Ο ঘ) 
হোয়াইট ফোরলক

  সঠিক উত্তর: (খ)

১২২.
সুপার রাইসে কোন ভিটামিন রয়েছে?
Ο ক) 
A
Ο খ) 
B
Ο গ) 
C
Ο ঘ) 
D

  সঠিক উত্তর: (ক)

১২৩.
সিকিল সেল রোগ হবার কারণ কী?
Ο ক) 
পয়েন্ট মিউটেশন
Ο খ) 
ননডিসজাঙ্কসন
Ο গ) 
ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
Ο ঘ) 
ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি

  সঠিক উত্তর: (ক)

১২৪.
ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন পৃথক করেন-
i. এভেরি
ii. ম্যাকলিওড
iii. ম্যাককারটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
সেক্স-লিংকড বৈশিষ্ট্যগুলো মহিলাদের চেয়ে পুরুষের বেশি প্রকাশিত হওয়ার কারণ কোনটি?
Ο ক) 
স্ত্রীলোকের দেহে এ জিনটি অকার্যকর থাকে
Ο খ) 
স্ত্রীলোকদের হোমোজাইগাস অবস্থায় এর প্রকাশ ঘটে
Ο গ) 
এটি কেবল পুরুষদের দেহে থাকে
Ο ঘ) 
পুরুষদের হোমোজাইগাস অবস্থায় এটি প্রকট হয়

  সঠিক উত্তর: (খ)

১২৬.
ট্রান্সজেনিক জীব উদ্ভাবন করা হয়-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল প্রয়োগ করে
ii. জিন ক্লোনিং-এর মাধ্যমে
iii. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস-বৃদ্ধির ঘটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২৭.
হানটিংটন’স রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?
Ο ক) 
কিডনি
Ο খ) 
লিভার
Ο গ) 
মস্তিষ্ক
Ο ঘ) 
হৃৎপিন্ড

  সঠিক উত্তর: (গ)

১২৮.
নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন উপাদান হলো-
i. প্রোটিন
ii. শর্করা
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো যে বস্তুগুলো থাকে তাদেরকে কী বলে?
Ο ক) 
সেন্ট্রোমিয়ার
Ο খ) 
ক্রোমোজোম
Ο গ) 
নিউক্লিওটাইড
Ο ঘ) 
নিউক্লিওলাস

  সঠিক উত্তর: (খ)

১৩০.
ক্লোনিং কয় ধরনের হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৩১.
সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশ হল -
Ο ক) 
ক্রোমাটিড
Ο খ) 
কাইনেটোকোর
Ο গ) 
বাহু
Ο ঘ) 
ম্যাট্রিক্স

  সঠিক উত্তর: (গ)

১৩২.
আলফা এন্টিট্রিপসিন প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
Ο ক) 
এমফাইসেমা
Ο খ) 
হিমোফিলিয়া
Ο গ) 
থ্যালাসেমিয়া
Ο ঘ) 
হার্ট ব্লক

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
কোষে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অংশের গঠন উপাদান হল-
i. প্রোটিন
ii. জৈব পদার্থ
iii. অজৈব পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
কোন পদ্ধতিতে প্রাপ্ত জীব হুবহু মাতৃজীবের মত হয়?
Ο ক) 
ক্লোনিং
Ο খ) 
যৌন প্রজনন
Ο গ) 
স্পোরলেশন
Ο ঘ) 
ফিশন

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা কোন দেশের গবেষকরা উদ্ভাবন করেছে?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
জাপান
Ο গ) 
স্পেন
Ο ঘ) 
আমেরিকা

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে এক সাথে সৃষ্ট লক্ষণগুলোকে কী বলে?
Ο ক) 
সিম্পর্টম
Ο খ) 
সিনড্রোম
Ο গ) 
ডিসিস
Ο ঘ) 
প্রবলেম

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
বট থেকে নিচের কোন এনজাইমটি পাওয়া যায়?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
ট্রিপসিন
Ο গ) 
থ্রম্বিন
Ο ঘ) 
প্যাপেইন

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
মানুষের রক্তে ‘সিকিল্‌ সেল’ রোগটি কেন হয়?
Ο ক) 
ক্রোমোজোমের সংখ্যা হ্রাসের জন্য
Ο খ) 
ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধির জন্য
Ο গ) 
পয়েন্ট মিউটেশনের জন্য
Ο ঘ) 
ক্রোমোজোমের একটি অংশ হ্রাসের জন্য

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
জিন নামকরণ হয় কত সালে?
Ο ক) 
১৯০৫
Ο খ) 
১৯০৭
Ο গ) 
১৯০৮
Ο ঘ) 
১৯০৯

  সঠিক উত্তর: (গ)

১৪০.
DNA অণুর গঠন আবিষ্কার করেন-
i. জেমস ওয়াটসন
ii. ফ্রানসিস ক্রীক
iii. গ্রেগর জোহান মেন্ডেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪১.
জিন-এর ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হলো-
i. জিন হচ্ছে DNA অণুর সুনির্দিষ্ট একটি অংশ
ii. ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে অসংখ্য জিন
iii. জিন হচ্ছে বংশগতির একক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
রিকম্বিনেন্ট DNA তৈরি হয় - পদ্ধতিতে?
Ο ক) 
জিন ক্লোনিং
Ο খ) 
সেল ক্লোনিং
Ο গ) 
রিপ্রোডাকটিভ ক্লোনিং
Ο ঘ) 
মাইক্রো ক্লোনিং

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
খন্ডিত DNA গ্রাহক কোষে প্রবেশ করানোকে কী বলে?
Ο ক) 
ট্রান্সলেশন
Ο খ) 
ট্রান্সফরমেশন
Ο গ) 
ট্রান্সজেনেসিস
Ο ঘ) 
ক্লোনিং

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
কোনো সন্তানের DNA-এর গঠনের সাথে কোনো পিতার DNA-এর গঠনের শতকরা কত অংশ মিললে উক্ত ব্যক্তিকে ঐ সন্তানের প্রকৃত পিতা বলা হয়?
Ο ক) 
৭০.৯%
Ο খ) 
৮৮.৯%
Ο গ) 
৯০.৯%
Ο ঘ) 
৯৯.৯%

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
ক্রোমোজোম স্বাভাবিক অবস্থায় কোষে কীভা্বে থাকে?
Ο ক) 
সারিবদ্ধভাবে
Ο খ) 
সুশৃঙ্খলভাবে
Ο গ) 
বিশৃঙ্খলভাবে
Ο ঘ) 
থাকেন না

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
সেন্ট্রোমিয়ারকে - নামেও ডাকা হয়?
Ο ক) 
ক্রোমাটিড
Ο খ) 
কাইনেটোকোর
Ο গ) 
বাহু
Ο ঘ) 
ম্যাট্রিক্স

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
টার্নার’স সিনড্রোমে মহিলার সেক্স ক্রোমোজোম হয়-
Ο ক) 
X
Ο খ) 
XX
Ο গ) 
XXX
Ο ঘ) 
XXXY

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
কত জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষের দেহকোষে একই রকম থাকে?
Ο ক) 
১ জোড়া
Ο খ) 
১০ জোড়া
Ο গ) 
২২ জোড়া
Ο ঘ) 
২৩ জোড়া

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
রক্তপাত বন্ধে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
ট্রিপসিন
Ο গ) 
থ্রম্বিন
Ο ঘ) 
প্যাপেইন

  সঠিক উত্তর: (গ)

১৫০.
নিচের কোনটি জৈব প্রযুক্তি দ্বারা উৎপাদিত হয়?
Ο ক) 
মাখন
Ο খ) 
পনির
Ο গ) 
দই
Ο ঘ) 
দুধ

  সঠিক উত্তর: (খ)

১৫১.
সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?
Ο ক) 
গোলাকার
Ο খ) 
ডিম্বাকার
Ο গ) 
কাস্তের মত
Ο ঘ) 
লম্বাটে

  সঠিক উত্তর: (গ)

১৫২.
সেন্ট্রোমিয়ার-এর অপর নাম কী?
Ο ক) 
কাইনেটোকোর
Ο খ) 
সাইটোপ্লাজম
Ο গ) 
ক্রোমোজোম
Ο ঘ) 
মাইটোকন্ড্রিয়া

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
নিচের কোন রোগটির কারণে দৃষ্টিক্ষীণতা ঘটে?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
বর্ণান্ধতা
Ο গ) 
মায়োপিয়া
Ο ঘ) 
হিমোফিলিয়া

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
অপরাধীকে শনাক্ত করা হয় কীভাবে?
Ο ক) 
বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে
Ο খ) 
শুধু রক্তের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে
Ο গ) 
ফরেনসিক টেস্টের মাধ্যমে
Ο ঘ) 
আরএনএ টেস্টের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
কোনটি প্রকৃতির ওপর এক বড় ধরনের হস্তক্ষেপ হবে?
Ο ক) 
উদ্ভিদ ক্লোনিং
Ο খ) 
মানব ক্লোনিং
Ο গ) 
পশু ক্লোনিং
Ο ঘ) 
নন-ডিসজাংশন

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
সর্বপ্রথম কারা DNA অণুর গঠন আবিষ্কার করেন?
Ο ক) 
জেমস ওয়াটসন ও রবার্ট হুক
Ο খ) 
জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক
Ο গ) 
রবার্ট হুক ও গ্রেগর মেন্ডেল
Ο ঘ) 
হার্বার্ট বয়ার ও স্ট্যানলি কোহেন

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
ক্রোমোজোমে অল্প পরিমাণে পাওয়া যায়-
i. লৌহ
ii. ক্যালসিয়াম
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড দেখা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫৯.
ক্রোমোসোমে যে সকল প্রোটিন থাকে, তা হলো-
i. হিস্টোন প্রোটিন
ii. নন হিস্টোন প্রোটিন
iii. ইন্টাফেরন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৬০.
যার ২৩ তম জোড়ার ক্রোমোজোম xx হলে সে কী হবে?
Ο ক) 
পুরুষ
Ο খ) 
নারী
Ο গ) 
শিশু
Ο ঘ) 
বয়স্ক

  সঠিক উত্তর: (খ)

১৬১.
ইন্টারফেরন ব্যবহার করা হয়-
i. হাম রোগের চিকিৎসায়
ii. হেপাটাইটিস� এর চিকিৎসায়
iii. ক্যান্সার রোগের চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৬২.
যে জিনের বৈশিষ্ট্যর প্রকাশ ঘটে তাকে কী বলে?
Ο ক) 
প্রকট জিন
Ο খ) 
হেটোরোজাইগাস
Ο গ) 
প্রচ্ছন্ন জিন
Ο ঘ) 
অ্যালীল

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
ভ্রণে জেনেটিক বিঘ্নতার কারণ কোনটি?
Ο ক) 
তেজস্ক্রিয় রশ্মি
Ο খ) 
সেক্স লিংকড জিন
Ο গ) 
ক্রোমোজোমের নন ডিসজাংশন
Ο ঘ) 
জীব প্রযুক্তি

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
নাইট্রোজেন ক্ষারক পিউরিন এর অন্তর্ভুক্ত হলো-
i. এডিনিন
ii. গুয়ানিন
iii. থাইমিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
নিউক্লিওটাইডে থাকে-
i. শর্করা
ii. ফসফেট
iii. নাইট্রোজেন বেস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
কোনটি ক্রোমোজোমে পাওয়া যায় না?
Ο ক) 
লিপিড
Ο খ) 
লৌহ
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
সীসা

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
কোনটির কারণে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?
Ο ক) 
জুডেনাইল গ্লুকোমা
Ο খ) 
রাতকানা
Ο গ) 
এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
Ο ঘ) 
মাসকুলার ডিসট্রফি

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
বার্তাবাহক নিচের কোনটি?
Ο ক) 
m RNA
Ο খ) 
r RNA
Ο গ) 
t RNA
Ο ঘ) 
s RNA

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
২২টি
Ο ঘ) 
৪৪টি

  সঠিক উত্তর: (খ)

১৭০.
ক্রোমোজোমের প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে কী বলে?
Ο ক) 
ক্রোমোপ্লাজম
Ο খ) 
নিউক্লিওপ্লাজম
Ο গ) 
ক্রোমোনেমা
Ο ঘ) 
সাইটোপ্লাজম

  সঠিক উত্তর: (গ)

১৭১.
কোন রোগ বিশিষ্ট বালকদের মধ্যে একজন স্বাভাবিক পুরুষের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থাকে না?
Ο ক) 
সিকিল সেল
Ο খ) 
হানটিংটন’স
Ο গ) 
ডাউন’স সিনড্রোম
Ο ঘ) 
ক্লিনিফেলটারস সিনড্রোম

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
কতটি উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনেসিস করা হয়েছে?
Ο ক) 
প্রায় ৩০
Ο খ) 
প্রায় ৪০
Ο গ) 
প্রায় ৫০
Ο ঘ) 
প্রায় ৬০

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
Escheritia coli মানুষের কোথায় থাকে?
Ο ক) 
অন্ত্রে
Ο খ) 
মাথায়
Ο গ) 
চোখে
Ο ঘ) 
নাকে

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
জীব প্রযুক্তির উদাহরণ নয় কোনটি?
Ο ক) 
মদ
Ο খ) 
পাউরুটি
Ο গ) 
পনির
Ο ঘ) 
গরুর দুধ

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুতকৃত হরমোন-
i. দামি হয়
ii. সহজসাধ্য হয়
iii. দামেও কম পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭৬.
নন-ডিসজাংশন সমস্যা কোষ বিভাজনের কোন ধাপে হয়?
Ο ক) 
প্রোফেজ
Ο খ) 
মেটাফেজ
Ο গ) 
অ্যানাফেজ
Ο ঘ) 
টেলোফেজ

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
দুইটি প্রকট জিন একসাথে থাকলে তাকে বলে -
Ο ক) 
প্রচ্ছন্ন জিন
Ο খ) 
প্রকট জিন
Ο গ) 
হোমোজাইগাস
Ο ঘ) 
হেটারোজাইগাস

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণকে কী বলে?
Ο ক) 
ট্রান্সজেনসিস
Ο খ) 
মলিকুলার  ফার্মিং
Ο গ) 
ক্লোনিং
Ο ঘ) 
ভ্যাকসিনেশন

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
ক্রোমোনেমা-এর বহুবচন কোনটি?
Ο ক) 
ক্রোমোলেমা
Ο খ) 
ক্রোমোনেইমা
Ο গ) 
ক্রোমোনেমাটা
Ο ঘ) 
ক্রোমোনেমার

  সঠিক উত্তর: (গ)

১৮০.
আধুনিক জৈব প্রযুক্তি বলতে বোঝায়-
i. অণুজীব বিজ্ঞান
ii. টিস্যু কালচার
iii. জিন প্রকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
আজ থেকে কত বছর পূর্বে আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে উঠেছিল?
Ο ক) 
১০০ বছর পূর্বে
Ο খ) 
১৫০ বছর পূর্বে
Ο গ) 
২০০ বছর পূর্বে
Ο ঘ) 
৩০০ বছর পূর্বে

  সঠিক উত্তর: (খ)

১৮২.
ক্রোমোজোমকে বংশগতির - বলা হয়।
Ο ক) 
মূল ভিত্তি
Ο খ) 
ভৌত ভিত্তি
Ο গ) 
জনক
Ο ঘ) 
প্রক্রিয়া

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
নিচের কোন রোগটির ভ্যাকসিন জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে?
Ο ক) 
হাম
Ο খ) 
এইডস
Ο গ) 
ক্যান্সার
Ο ঘ) 
জন্ডিস

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
জীব প্রযুক্তি কতগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহার হচ্ছে?
Ο ক) 
৫০০
Ο খ) 
১০০০
Ο গ) 
২০০০
Ο ঘ) 
৩০০০

  সঠিক উত্তর: (খ)

১৮৫.
নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজন করা হয়-
Ο ক) 
১৯৭২
Ο খ) 
১৯৭৩
Ο গ) 
১৯৭৪
Ο ঘ) 
১৯৭৫

  সঠিক উত্তর: (খ)

১৮৬.
জিন নামকরণ করেন-
Ο ক) 
মেন্ডেল
Ο খ) 
স্ট্যানলি
Ο গ) 
বয়ার
Ο ঘ) 
বেটসন

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭.
ইনসুলিন কী?
Ο ক) 
এনজাইম
Ο খ) 
অ্যান্টিবায়োটিক
Ο গ) 
হরমোন
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (গ)

১৮৮.
প্রকৃতিতে ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে-
i. ব্যাকটেরিয়া
ii. অনেক শৈবাল
iii. ইস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
ইন্টারফেরন কী দিয়ে গঠিত?
Ο ক) 
পেকটিন
Ο খ) 
গ্লাইকোজেন
Ο গ) 
নিউক্লিক এসিড
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
পৃথিবীর প্রথম ক্লোনের নাম কী?
Ο ক) 
ডলি
Ο খ) 
পলি
Ο গ) 
কলি
Ο ঘ) 
মিলি

  সঠিক উত্তর: (ক)

১৯১.
দুধের শর্করার নাম কী?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
গ্যালাকটোজ
Ο গ) 
ল্যাকটোজ
Ο ঘ) 
মল্টোজ

  সঠিক উত্তর: (গ)

১৯২.
নিচের কোন এনজাইমটি আঠার মতো কাজ করে?
Ο ক) 
লাইপেজ
Ο খ) 
লাইগেজ
Ο গ) 
সুক্রোজ
Ο ঘ) 
মল্টেজ

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
আমাদের দেশে পনির তৈরি করা হয় কিসের দুধ থেকে?
Ο ক) 
গরু ও ছাগল
Ο খ) 
গরু ও মহিষ
Ο গ) 
ভেড়া ও ছাগল
Ο ঘ) 
গরু

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
কোন রোগের কারণে অক্ষি গোলকের কাঠিন্য হয়?
Ο ক) 
জুভেনাইল গ্লুকোমা
Ο খ) 
দৃষ্টিক্ষীণতা
Ο গ) 
অপটিক অ্যট্রফি
Ο ঘ) 
মায়োপিয়া

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইডে কয় ধরনের রাসায়নিক উপাদান থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৯৬.
গবাদি পশুর প্লাজমা থেকে আহরিত হয় কোনটি?
Ο ক) 
ফাইসিন
Ο খ) 
ট্রিপসিন
Ο গ) 
থ্রম্বিন
Ο ঘ) 
প্যাপেইন

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশগতি রক্ষিত হয়?
Ο ক) 
অ্যামাইটোসিস
Ο খ) 
মিয়োসিস
Ο গ) 
মাইটোসিস
Ο ঘ) 
অসম বিভাজন

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
সীমার মাথার সামনে একগোছা সাদা চুল দেখা যায়। কোন রোগের কারণে এটি ঘটেছে?
Ο ক) 
জুভেনাইল গ্লুকোমা
Ο খ) 
অপটিক এট্রফি
Ο গ) 
হোয়াইট ফোরলক
Ο ঘ) 
রাতকানা

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
জৈব পিতা কী?
Ο ক) 
প্রকৃত পিতা
Ο খ) 
পালক পিতা
Ο গ) 
সৎ পিতা
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২০০.
পুংলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
Ο ক) 
x
Ο খ) 
y
Ο গ) 
xx
Ο ঘ) 
xy

  সঠিক উত্তর: (ঘ)

২০১.
ট্রান্সফরমেশনের ফলে সৃষ্ট জীবকে কী বলে?
Ο ক) 
ক্লোন
Ο খ) 
উত্তরাধিকার
Ο গ) 
ট্রান্সজেনিক জীব
Ο ঘ) 
রিকম্বনেন্ট জীব

  সঠিক উত্তর: (গ)

২০২.
বংশগতির ধারক ফ্যাক্টর-এর নাম জিন দিয়েছেন কে?
Ο ক) 
বিজ্ঞানী বেটসন
Ο খ) 
বিজ্ঞানী রবার্ট হুক
Ο গ) 
বিজ্ঞানী জন ডাল্টন
Ο ঘ) 
বিজ্ঞানী টমাস আলভা এডিসন

  সঠিক উত্তর: (ক)

২০৩.
গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ?
Ο ক) 
ভিটামিন-এ
Ο খ) 
ভিটামিন-সি
Ο গ) 
ভিটামিন-ডি
Ο ঘ) 
ভিটামিন-কে

  সঠিক উত্তর: (ক)

২০৪.
নিচের কোনটি প্রোটিন?
Ο ক) 
হিস্টেন
Ο খ) 
গুয়ানিন
Ο গ) 
অ্যাডিনিন
Ο ঘ) 
থাইমিন

  সঠিক উত্তর: (ক)

২০৫.
মানুষের সিনড্রোম হওয়ার কারণ কোনটি?
Ο ক) 
ক্রোমোজোমের নন-ডিসজাংশন
Ο খ) 
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
Ο গ) 
ক্রোমোজোমের সংখ্যা হ্রাস
Ο ঘ) 
অতিরিক্ত রক্তক্ষরণ

  সঠিক উত্তর: (ক)

২০৬.
প্রাণঘাতী রোগ কোনটি?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
বর্ণান্ধতা
Ο গ) 
গ্লকোমা
Ο ঘ) 
হিমোফিলিয়া

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম যে দুটি ভাগে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) 
ক্রোমোনেমা
Ο খ) 
নিউক্লিওলাস
Ο গ) 
সেন্ট্রোমিয়ার
Ο ঘ) 
প্লাস্টিড

  সঠিক উত্তর: (গ)

২০৮.
ক্রোমোজোমে কয়টি প্রোটিন থাকে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইড গঠিত হয়-
i. এটি দ্বি-সূত্রবিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলিনিউক্লিওটাইড
ii. এ অণুটি অনেক গুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত
iii. এটি সকল জীবের আদি বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১০.
দুগ্ধজাত দ্রব্য-
i. মাখন
ii. পনির
iii. দই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
Ο ক) 
প্রোফেজ
Ο খ) 
মেটাফেজ
Ο গ) 
অ্যানাফেজ
Ο ঘ) 
টেলোফেজ

  সঠিক উত্তর: (খ)

২১২.
যখন দুটি জিনের একটি প্রকট অপরটি প্রচ্ছন্ন হয় তখন সেটি-
Ο ক) 
প্রকট
Ο খ) 
প্রচ্ছন্ন
Ο গ) 
হোমোজাইগাস
Ο ঘ) 
হেটারোজাইগাস

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
কতগুলো বিষয়ের সমন্বয়ে আধুনিক জীবপ্রযুক্তি গঠিত?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

২১৪.
DNA অণুর রাসায়নিক গঠনের একক কোনটি?
Ο ক) 
সাইটোপ্লাজম
Ο খ) 
নিউক্লিওটাইড
Ο গ) 
প্লাজমা তন্তু
Ο ঘ) 
প্লাস্টিড

  সঠিক উত্তর: (খ)

২১৫.
হোমোজাইগাস বলতে বোঝায়-
i. দুটি প্রকট জিন
ii. দুটি প্রচ্ছন্ন জিন
iii. একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২১৬.
DNA টেস্টে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
চুল
Ο খ) 
মিউকাস
Ο গ) 
হাতের কোষ
Ο ঘ) 
নখ

  সঠিক উত্তর: (খ)

২১৭.
DNA পার্শ্ব কাঠামো তৈরি করে কীভাবে?
Ο ক) 
স্ববিভাজন
Ο খ) 
দ্বিবিভাজন
Ο গ) 
সমবিভাজন
Ο ঘ) 
অসম বিভাজন

  সঠিক উত্তর: (ক)

২১৮.
ডিএনএ অণুর আকৃতি অনেকটা-
Ο ক) 
সিঁড়ির মতো
Ο খ) 
লিফটের মতো
Ο গ) 
চাকার মতো
Ο ঘ) 
হাতির মতো

  সঠিক উত্তর: (ক)

২১৯.
লিঙ্গ নির্ধারিত হয় কীসের মাধ্যমে?
Ο ক) 
সেক্স ক্রোমোজোম
Ο খ) 
অটোজোম
Ο গ) 
সেন্ট্রোমিয়ার
Ο ঘ) 
ক্রোমোনেমা

  সঠিক উত্তর: (ক)

২২০.
ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড রয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২২১.
প্রতিটি ক্রোমোজোমের দেহ কত গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

২২২.
ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে কীভাবে?
Ο ক) 
পর্যাপ্ত শস্য উৎপাদন করে
Ο খ) 
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে
Ο গ) 
ট্রান্সজেনিক উদ্ভিদ চাষ করে
Ο ঘ) 
প্রাকৃতিক সারের ব্যবহারে উৎসাহিত করে

  সঠিক উত্তর: (গ)

২২৩.
নিচের কোনটি ক্রোমোজোমের প্রোটিন?
Ο ক) 
গুয়ানিন
Ο খ) 
থাইমিন
Ο গ) 
হিস্টোন
Ο ঘ) 
ইউরাসিল

  সঠিক উত্তর: (গ)

২২৪.
লোহিত কণিকা কাস্তের মতো হয় কোন ক্ষেত্রে?
Ο ক) 
সিকিল সেল
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
লিউকোমিয়া
Ο ঘ) 
গ্লুকোমা

  সঠিক উত্তর: (ক)

২২৫.
দুটি ডিএনএ-র প্রান্ত জোড়া লাগানো হয় কোন এনজাইম দিয়ে?
Ο ক) 
লাইগেজ
Ο খ) 
লাইপেজ
Ο গ) 
রেস্ট্রিকশন এনজাইম
Ο ঘ) 
লাইএজ

  সঠিক উত্তর: (ক)

২২৬.
অটোজোম নারী-পুরুষে কী রকম?
Ο ক) 
একই রকম
Ο খ) 
ভিন্নধর্মী
Ο গ) 
অর্ধেক ভিন্ন
Ο ঘ) 
একটি ভিন্ন

  সঠিক উত্তর: (ক)

২২৭.
যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সেটি-
Ο ক) 
প্রচ্ছন্ন
Ο খ) 
প্রকট
Ο গ) 
হোমোজাইগাস
Ο ঘ) 
হেটাবোজাইগাস

  সঠিক উত্তর: (খ)

২২৮.
স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
Ο ক) 
x
Ο খ) 
y
Ο গ) 
xx
Ο ঘ) 
xy

  সঠিক উত্তর: (গ)

২২৯.
এমফাইসেমা নামক রোগ হয় কীসের অভাবে?
Ο ক) 
এন্টিট্রিপসিন
Ο খ) 
থ্রম্বিন
Ο গ) 
লাইপেজ
Ο ঘ) 
ইন্টারফেরন

  সঠিক উত্তর: (ক)

২৩০.
সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে কী বলে?
Ο ক) 
বাহু
Ο খ) 
ধাত্র
Ο গ) 
আবরণী
Ο ঘ) 
কণা

  সঠিক উত্তর: (ক)

২৩১.
কোন জিনটির বৈশিষ্ট্য শুধু পুরুষের প্রকাশিত হয়?
Ο ক) 
x-লিংকড
Ο খ) 
y-লিংকড
Ο গ) 
লিংকড
Ο ঘ) 
o-লিংকড

  সঠিক উত্তর: (খ)

২৩২.
সিকিল সেল রোগ হয় কীসের কারনে?
Ο ক) 
পয়েন্ট মিউটেশন
Ο খ) 
নন-ডিসজাংশন
Ο গ) 
সেক্স লিংকড জিন
Ο ঘ) 
মায়োসিস বিভাজন

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
ফাইসিন নামক এনজাইম কোন রোগের প্রতিবোধে ব্যবহৃত হয়?
Ο ক) 
রক্তপাত বন্ধে
Ο খ) 
জন্ডিস
Ο গ) 
হাম
Ο ঘ) 
কৃমি

  সঠিক উত্তর: (ঘ)

২৩৪.
ক্রোমাটিন ফাইবার কোষের কোথায় থাকে?
Ο ক) 
নিউক্লিয়াসের নিউক্লিও প্লাজমে
Ο খ) 
সাইটোপ্লাজমে
Ο গ) 
মাইটোকন্ড্রিয়ায়
Ο ঘ) 
কোষগহ্বরে

  সঠিক উত্তর: (ক)

২৩৫.
DNA অণু আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
Ο ক) 
১৯৫৩
Ο খ) 
১৯৬২
Ο গ) 
১৯৬৬
Ο ঘ) 
১৯৭২

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
কোষে কোন বিভাজন দ্বারা বংশগতির ধারা পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়?
Ο ক) 
মায়োটিক
Ο খ) 
অ্যামাইটোসিস
Ο গ) 
দ্বিবিভাজন
Ο ঘ) 
মিয়োসিস

  সঠিক উত্তর: (ক)

২৩৭.
সিকিলসেল রোগের লক্ষণ কী?
Ο ক) 
রক্তচাপ
Ο খ) 
রক্তশূন্যতা
Ο গ) 
কানে কম শোনা
Ο ঘ) 
চোখে কম দেখা

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার কত সালে পান?
Ο ক) 
১৯৫২
Ο খ) 
১৯৬২
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৮২

  সঠিক উত্তর: (খ)

২৩৯.
নিচের কোন রোগটি মানুষের রক্তাকণিকায় হয়?
Ο ক) 
সিকিল সেল
Ο খ) 
হানটিংটন’স
Ο গ) 
ডাউন’স সিনড্রোম
Ο ঘ) 
মায়োপিয়া

  সঠিক উত্তর: (ক)

২৪০.
সিকিল সেল রোগটি মানুষের কোথায় হয়?
Ο ক) 
ফুসফুসে
Ο খ) 
কিডনিতে
Ο গ) 
রক্তকণিকায়
Ο ঘ) 
পাকস্থলীতে

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও:
* রফিক একটি বিজ্ঞান পত্রিকায় একটি বংশগত রোগ সম্পর্কে পড়তে গিয়ে জানল যে এই রোগটি ক্রোমোজোমের নন-ডিসজাংশনের কারণে হয়। এই রোগে আক্রান্ত কোন নারীর ক্রোমোজোম xx এর পরিবর্তে x হয়।
২৪১.
উল্লেখিত রোগের নাম কী?
Ο ক) 
হানটিংটন রোগ
Ο খ) 
ডাউন’স সিনড্রোম
Ο গ) 
হিমোফিলিয়া
Ο ঘ) 
টার্নার’স সিনড্রোম

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
উক্ত রোগের আক্রান্ত একজন স্ত্রীলোকের-
i. ঘাড় দীর্ঘ হয়
ii. জনন অঙ্গের বিকাশ ঘটে না
iii. স্তন বড় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন