NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ২য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ধ্বনির পরিবর্তন


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
২য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ধ্বনির পরিবর্তন


১.
অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
Ο ক) 
নামধাতু
Ο খ) 
অন্তর্হতি
Ο গ) 
অভিশ্রুতি
Ο ঘ) 
যোগরূঢ় শব্দ

  সঠিক উত্তর: (গ)

২.
পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে - এমন উদাহরণ নিচের কোনটি?
Ο ক) 
আশা > আশ
Ο খ) 
জানালা > জানলা
Ο গ) 
বিলাতি > বিলিতি
Ο ঘ) 
চক্র > চকক

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
Ο ক) 
আইজ
Ο খ) 
রতন
Ο গ) 
ইস্কুল
Ο ঘ) 
সত্যি

  সঠিক উত্তর: (গ)

৪.
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
Ο ক) 
সমীভবন
Ο খ) 
ব্যঞ্জন বিকৃতি
Ο গ) 
ব্যঞ্জনদ্বিত্বতা
Ο ঘ) 
বিষমীভবন

  সঠিক উত্তর: (ঘ)

৫.
কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
Ο ক) 
বিলিতি
Ο খ) 
মুড়ো
Ο গ) 
শিকে
Ο ঘ) 
মুজো

  সঠিক উত্তর: (ঘ)

৬.
পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় - এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) 
মৌলিক স্বর
Ο খ) 
যৌগিক স্বর
Ο গ) 
সাধিত স্বর
Ο ঘ) 
অল্প স্বর

  সঠিক উত্তর: (খ)

৭.
স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
Ο ক) 
আদি স্বরাগম
Ο খ) 
স্বরলোপ
Ο গ) 
মধ্য স্বরাগম
Ο ঘ) 
অন্ত্যস্বরাগম

  সঠিক উত্তর: (ক)

৮.
রিকসা > রিসকা - কিসের উদাহরণ?
Ο ক) 
ব্যঞ্জন বিকৃতি
Ο খ) 
ধ্বনি বিপর্যয়
Ο গ) 
বিষমীভবন
Ο ঘ) 
বিপ্রকর্ষ

  সঠিক উত্তর: (খ)

৯.
চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঙ’ থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কী রকম থাকে?
Ο ক) 
হারিয়ে যায়
Ο খ) 
বজায় থাকে
Ο গ) 
জীবন্ত থাকে
Ο ঘ) 
সহজ হয়

  সঠিক উত্তর: (খ)

১০.
কোনগুলো আদি স্বরাগম?
Ο ক) 
স্নেহ > সিনহে, দর্শন > দরিশন
Ο খ) 
রত্ন > রতন, ধর্ম > ধরম
Ο গ) 
স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
Ο ঘ) 
গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

  সঠিক উত্তর: (গ)

১১.
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) 
আজি > আইজ
Ο খ) 
পিশাচ > পিচাশ
Ο গ) 
পাকা > পাক্কা
Ο ঘ) 
স্কুল > ইস্কুর

  সঠিক উত্তর: (খ)

১২.
শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
Ο ক) 
সমীভবন
Ο খ) 
অসমীকরণ
Ο গ) 
মধ্যস্বর লোপ
Ο ঘ) 
পরাগত সমীভবন

  সঠিক উত্তর: (গ)

১৩.
‘শরীর > শরীল’ - ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
Ο ক) 
সমীভবন
Ο খ) 
অন্তর্হতি
Ο গ) 
ব্যঞ্জনচ্যুতি
Ο ঘ) 
বিষমীভবন

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
স্বরভক্তির অপর নাম কী?
Ο ক) 
বিপ্রকর্ষ
Ο খ) 
অভিশ্রুতি
Ο গ) 
অন্ত্যস্বরাগম
Ο ঘ) 
অপিনিহিতি

  সঠিক উত্তর: (ক)

১৫.
স্বরলোপের উদাহরণ কোনগুলো?
Ο ক) 
বাক্য > বাইক্য, সত > সইত্য
Ο খ) 
শরীর > শরীল, লাল > নাল
Ο গ) 
বসতি > বসতি, জানালা > জানলা
Ο ঘ) 
কবাট > কপাট, ধোবা > ধোপা

  সঠিক উত্তর: (গ)

১৬.
উৎ + মুখ > উন্মুখ কিসের উদাহরণ?
Ο ক) 
প্রগত
Ο খ) 
মধ্যগত
Ο গ) 
অন্যোন্য
Ο ঘ) 
পরাগত

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
Ο ক) 
অভিশ্রুতি
Ο খ) 
বিষমীভবন
Ο গ) 
স্বরলোপ
Ο ঘ) 
অন্তর্হতি

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
Ο ক) 
আদি স্বরসংগতি
Ο খ) 
পরাগত স্বরসংগতি
Ο গ) 
প্রগত স্বরসংগতি
Ο ঘ) 
মধ্য স্বরসংগতি

  সঠিক উত্তর: (গ)

১৯.
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) 
অপিনিহিতি
Ο খ) 
অসমীকরণ
Ο গ) 
ধ্বনি বিপর্যয়
Ο ঘ) 
বিষমীভবন

  সঠিক উত্তর: (গ)

২০.
ধ্বনি বিপর্যয় - এর উদাহরণ কোনটি?
Ο ক) 
মুড়া > মুড়ো
Ο খ) 
বাকস > বাসক
Ο গ) 
মোজা > মুজো
Ο ঘ) 
দেশি > দিশি

  সঠিক উত্তর: (খ)

২১.
কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
Ο ক) 
পক্ব > পকক, পদ্ম > পদ্দ
Ο খ) 
পাকা > পাক্কা, সকাল > সক্কাল
Ο গ) 
জন্ম > জন্ম, কাঁদনা > কান্না
Ο ঘ) 
রাধনা > রান্না, গৃহিণী > গিন্নী

  সঠিক উত্তর: (খ)

২২.
‘আলাহিদা > আলাদা’ কীসের উদাহরণ?
Ο ক) 
ব্যঞ্জনচ্যুতি
Ο খ) 
ব্যঞ্জন বিকৃতি
Ο গ) 
সমীভবন
Ο ঘ) 
অন্তর্হতি

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
‘পুরোহিত > পুরুত’ কিসের উদাহরণ?
Ο ক) 
ব্যঞ্জনচ্যুতি
Ο খ) 
হ-কার লোপ
Ο গ) 
অন্তর্হতি
Ο ঘ) 
ব্যঞ্জন বিকৃতি

  সঠিক উত্তর: (খ)

২৪.
একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) 
স্বরলোপ
Ο খ) 
সমীকরণ
Ο গ) 
অন্তস্বরলোপ
Ο ঘ) 
স্বরসংগতি

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
Prothesis - অর্থ হলো -
Ο ক) 
মধ্যস্বরাগম
Ο খ) 
আদি স্বরাগম
Ο গ) 
অন্ত্যস্বরাগম
Ο ঘ) 
অপিনিহিতি

  সঠিক উত্তর: (খ)

২৬.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Ο ক) 
কবাট > কপাট
Ο খ) 
লাফ > ফাল
Ο গ) 
ফাল্গুন > ফাগুন
Ο ঘ) 
শরীর > শরীল

  সঠিক উত্তর: (খ)

২৭.
দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
Ο ক) 
বিষমীভবন
Ο খ) 
সমীভবন
Ο গ) 
স্বরসংগতি
Ο ঘ) 
সম্প্রকর্ষ

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
মাছুয়া > মেছা - কোন নিয়ম?
Ο ক) 
অভিশ্রুতি
Ο খ) 
অপশ্রুতি
Ο গ) 
অন্তর্হতি
Ο ঘ) 
সম্প্রকর্ষ

  সঠিক উত্তর: (ক)

২৯.
ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস - এগুলো কিসের উদাহরণ?
Ο ক) 
অপিনিহিতি
Ο খ) 
স্বরসংগতি
Ο গ) 
স্বরাগম
Ο ঘ) 
সমীভবন

  সঠিক উত্তর: (গ)

৩০.
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
Ο ক) 
পরাগত
Ο খ) 
সম্প্রকর্ষ
Ο গ) 
স্বরসংগতি
Ο ঘ) 
অন্ত্যস্বরাগম

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
কোনটি স্বরাগমের উদাহরণ?
Ο ক) 
পিরীতি
Ο খ) 
বিলিতি
Ο গ) 
বসতি
Ο ঘ) 
উড়নি

  সঠিক উত্তর: (ক)

৩২.
পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
Ο ক) 
বিপ্রকর্ষ
Ο খ) 
ধ্বনি বিপর্যয়
Ο গ) 
অভিশ্রুতি
Ο ঘ) 
অপিনিহিতি

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
কোনটি অন্তর্হতির উদাহরণ?
Ο ক) 
ফালগুন > ফাগুন
Ο খ) 
বৌদিদি > বৌদি
Ο গ) 
কবাট > কপাট
Ο ঘ) 
রিক্সা > রিসকা

  সঠিক উত্তর: (ক)

৩৪.
বউ দিদি > বউদি, বড়দাদা > বড়দা কোন ধরনের নিয়মে পরিবর্তিত হয়েছে?
Ο ক) 
ব্যঞ্জনচ্যুতি
Ο খ) 
ব্যঞ্জন বিকৃতি
Ο গ) 
বিষমীভবন
Ο ঘ) 
সমীভবন

  সঠিক উত্তর: (ক)

৩৫.
‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
Ο ক) 
প্রগত
Ο খ) 
পরাগত
Ο গ) 
মধ্যগত
Ο ঘ) 
অন্যান্য

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় -
Ο ক) 
অপিনিহিতি
Ο খ) 
অসমীকরণ
Ο গ) 
স্বরসঙ্গতি
Ο ঘ) 
অন্ত্যস্বরাগম

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
মধ্য স্বরাগম - এর অপর নাম কী?
Ο ক) 
অসমীকরণ
Ο খ) 
বিষমীভবন
Ο গ) 
বিপ্রকর্ষ
Ο ঘ) 
সমীভবন

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
Ο ক) 
বিলাতি > বিলিতি
Ο খ) 
দেশি > দিশি
Ο গ) 
বাক্য > বাইক্য
Ο ঘ) 
মুলা > মুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
ঝম + ঝম > ঝমাঝম - এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
Ο ক) 
অপিনিহিতি
Ο খ) 
অসমীকরণ
Ο গ) 
বিষমীভবন
Ο ঘ) 
সমীভবন

  সঠিক উত্তর: (খ)

৪০.
বিষমীভবনের উদাহরণ কোনটি?
Ο ক) 
গ্রাম > গেরাম
Ο খ) 
বিলাতি > বিলিতি
Ο গ) 
ধোবা > ধোপা
Ο ঘ) 
লাল > নাল

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
Ο ক) 
রত্ন > রতন; ভ্রু > ভুরু
Ο খ) 
সত্য > সইত্য
Ο গ) 
বিলাত > বিলিতি
Ο ঘ) 
ধপধপ > ধপাধপ

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...