NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-১৩: সবাই কাছাকাছি


এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১৩: সবাই কাছাকাছি


১.
টেলিভিশনের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ্য কর-
i. টেলিভিশন শব্দের বাংলা অর্থ দূরদর্শন
ii. টেলিভিশনের আবিষ্কারক বিজ্ঞানী লজিবেয়ার্ড
iii. টিভি পর্দায় ফসফর নামক রাসায়নিক পদার্থ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২.
টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনে ব্যবহৃত মৌলিক রংয়ের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) 
নীল
Ο খ) 
বেগুনি
Ο গ) 
সবুজ
Ο ঘ) 
কমলা

  সঠিক উত্তর: (গ)

৩.
বহুল ব্যবহৃত তথ্য প্রযুক্তিপন্যগুলো হলো-
i. কম্পিউটার
ii. টেলিভিশন
iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে থাকে-
i. স্মৃতি ইউনিট
ii. নিয়ন্ত্রণ ইউনিট
iii. গাণিতক যুক্তি ইউনিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫.
বাইনারি কোড এর সাহায্য নিয়ে প্রেরিত হয়-
i. সংখ্যা
ii. অক্ষর
iii. বিশেষ সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কম্পিউটারের কাজ করার সময় কীভাবে তাকানো সঠিক?
Ο ক) 
ডান দিক থেকে
Ο খ) 
বাম দিক থেকে
Ο গ) 
সোজা সামনে
Ο ঘ) 
একটু নিচু হয়ে

  সঠিক উত্তর: (গ)

৭.
স্পিকারে কোনটি থাকে?
Ο ক) 
একটি চৌম্বক পদার্থ
Ο খ) 
একটি অচৌম্বক পদার্থ
Ο গ) 
একটি স্থায়ী চুম্বক
Ο ঘ) 
একটি অস্থায়ী চুম্বক

  সঠিক উত্তর: (গ)

৮.
যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় কয়টি অংশ থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৯.
যোগাযোগ কী?
Ο ক) 
সংকেত আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο খ) 
তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο গ) 
ছবি আদান-প্রদানের মূল প্রক্রিয়া
Ο ঘ) 
কথা আদান-প্রদানের মূল প্রক্রিয়া

  সঠিক উত্তর: (খ)

১০.
নিচের কোনটি ই-মেইল এড্রেসের উদাহরণ?
Ο ক) 
W.W.W google.com
Ο খ) 
vally@gmail.com
Ο গ) 
vally.gmail.com
Ο ঘ) 
yohoo.com

  সঠিক উত্তর: (খ)

১১.
ইন্টারনেট কতটি দেশ সংযুক্ত করেছে?
Ο ক) 
২০০টি
Ο খ) 
৩০০টি
Ο গ) 
২৫০টি
Ο ঘ) 
৫০০টি

  সঠিক উত্তর: (ক)

১২.
তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
প্রকাশ
Ο খ) 
প্রযুক্তি
Ο গ) 
যোগাযোগ
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (গ)

১৩.
মুদ্রণ শিল্পের ব্যয় কমে আসার কারণ কী?
Ο ক) 
ইন্টারনেটের ব্যবহার
Ο খ) 
কম্পিউটারের ব্যবহার
Ο গ) 
ফ্যাক্সের ব্যবহার
Ο ঘ) 
 মোবাইলের ব্যবহার

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোনটি যোগাযোগের অন্তর্ভুক্ত?
Ο ক) 
তথ্য প্রক্রিয়াকরণ
Ο খ) 
তথ্য সংরক্ষণ
Ο গ) 
তথ্য বিনিময়
Ο ঘ) 
তথ্য বিকৃতি

  সঠিক উত্তর: (গ)

১৫.
কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে-
i. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে
ii. প্রতিরক্ষার ক্ষেত্রে
iii. চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
প্রেরক কীরূপ দিয়ে বার্তা প্রেরণ করে?
Ο ক) 
প্যানেল
Ο খ) 
ফিডব্যাক
Ο গ) 
প্রতীক
Ο ঘ) 
সংকেত

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
প্রেরণের দিক বিবেচনায় সংকেতের প্রকারভেদ হলো-
i. ভিডিও সংকেত
ii. এনালগ সংকেত
iii. ডিজিটাল সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮.
ভিশন সিনড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ জ্বালাপোড়া করা
ii. চোখ শুষ্ক হয়ে যাওয়া
iii. চোখ চুলকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
ভিসিআর-এ থাকে-
i. ইন্টারনেট
ii. মাইক্রোফোন
iii. স্পিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২০.
যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি কোনটি?
Ο ক) 
টেলিগ্রাফ
Ο খ) 
টেলিফোন
Ο গ) 
ডাক
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (ঘ)

২১.
এনালগ ডাটা প্রেরণ করে কোনটি?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
রাডার
Ο গ) 
ই-মেইল
Ο ঘ) 
টেলিফোন

  সঠিক উত্তর: (ঘ)

২২.
স্থায়ী চুম্বক থাকে কোনটিতে?
Ο ক) 
মাইক্রোফোনে
Ο খ) 
রেডিওতে
Ο গ) 
স্পিকারে
Ο ঘ) 
টেলিভিশনে

  সঠিক উত্তর: (গ)

২৩.
এনালগ ডিভাইসের� অসুবিধা কোনটি?
Ο ক) 
এতে ক্রসকানেকশন হয়
Ο খ) 
এতে ব্যয় বেশি হয়
Ο গ) 
এতে উপাত্ত বিছিন্নভাবে প্রেরিত হয়
Ο ঘ) 
এতে সংকেত ভিন্ন রকম হয়

  সঠিক উত্তর: (ক)

২৪.
রঙিন টেলিভিশন ক্যামেরায় কয়টি মৌলিক রঙ রয়েছে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

২৫.
রেডিও প্রেরকযন্ত্রের শেষে কী থাকে?
Ο ক) 
অ্যানটেনা
Ο খ) 
মাইক্রোফোন
Ο গ) 
লাউড স্পিকার
Ο ঘ) 
মডেম

  সঠিক উত্তর: (ক)

২৬.
টেলিভিশন থেকে নিরাপদ দূরত্ব কত সে. মি.?
Ο ক) 
৫০-৬০
Ο খ) 
৬০-৭০
Ο গ) 
৭০-৮০
Ο ঘ) 
৫০-৭৫

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
স্থপতি ও শিল্পীদের ডিজাইনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
মোবাইল
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
টেলিভিশন

  সঠিক উত্তর: (ক)

২৮.
কোনো সমস্যা সমাধান বা সম্পর্কের উন্নতি নির্ভর করে কোনটির ওপর?
Ο ক) 
ব্যর্থ যোগাযোগের ওপর
Ο খ) 
সার্থক ও কার্যকর যোগাযোগের ওপর
Ο গ) 
সার্থক ও নিষ্ক্রিয় যোগাযোগের ওপর
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (খ)

২৯.
টেলিফোনের কল প্রেরক-গ্রাহক টাওয়ার হতে কোন ওয়েবের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশন যায়?
Ο ক) 
শর্টওয়েভ
Ο খ) 
মাইক্রোওয়েভ
Ο গ) 
মেগাওয়েভ
Ο ঘ) 
মিডিয়ামওয়েভ

  সঠিক উত্তর: (খ)

৩০.
রঙিন টেলিভিশনে রঙিন ছবি দেখার জন্য প্রয়োজন-
i. লাল, সবুজ, আসমানী রঙের পৃথক ইলেকট্রন টিউব
ii. তিন রকম ফসফর দানা
iii. তিন রকম প্রতিভব কণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

৩১.
নয়েজ বেড়ে গেলে সংকেতের মান-
i. বেড়ে যায়
ii. হ্রাস পায়
iii. বিকৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩২.
কম্পিউটারের পর্দা চোখ থেকে কত সে.মি. দূরে থাকে?
Ο ক) 
৪০-৫০
Ο খ) 
৩০-৪০
Ο গ) 
৫০-৬০
Ο ঘ) 
১০-২০

  সঠিক উত্তর: (গ)

৩৩.
সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন কে?
Ο ক) 
গুগলিয়েলমো মার্কনি
Ο খ) 
আলেকজান্ডার গ্রাহম বেল
Ο গ) 
লজি বেয়ার্ড
Ο ঘ) 
আলেকসান্দ্রো ভোল্ট

  সঠিক উত্তর: (খ)

৩৪.
বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান কোথায়?
Ο ক) 
নারায়নঞ্জ
Ο খ) 
বগুড়া
Ο গ) 
বিক্রমপুর
Ο ঘ) 
কুমিল্লা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
প্রেরক স্টেশন
Ο খ) 
গ্রাহক স্টেশন
Ο গ) 
তরঙ্গ
Ο ঘ) 
চৌম্বক

  সঠিক উত্তর: (ক)

৩৬.
ফ্যাক্স মেশিন কাজ করে-
i. ডকুমেন্টকে ইলেকট্রনিক সংকেতে রুপান্তর করে
ii. ইলেকট্রনিক সংকেতকে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করে
iii. প্রেরিত ডকুমেন্টকে প্রিন্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
কম্পিউটারের সাথে কোনটি যুক্ত থাকে?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
টেলেক্স
Ο গ) 
 ইমেইল
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

৩৮.
রঙিন টেলিভিশন ক্যামেরায় কয়টি মৌলিক রঙের জন্য পৃথক ইলেকট্রন টিউব থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (খ)

৩৯.
কোনটি কোনো চিহ্ন বা কার্য বা শব্দ যা নির্দিষ্ট বার্তা বহন করে?
Ο ক) 
মাত্রা সমীকরণ
Ο খ) 
সংকেত
Ο গ) 
একক
Ο ঘ) 
সবকটি

  সঠিক উত্তর: (খ)

৪০.
রেডিও আবিষ্কারের সাথে কার নাম জড়িয়ে আছে?
Ο ক) 
নিউটন
Ο খ) 
ফ্লেমিং
Ο গ) 
ফ্যারাডে
Ο ঘ) 
জগদীশচন্দ্র বসু

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
ল্যান্ডফোন কাজ করে-
i. শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে
ii. তড়িৎ সংকেতকে তারের মাধ্যমে সঞ্চালিত করে
iii. তড়িৎ স্বংকেতকে শব্দে রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
প্রেরক ও গ্রাহক অবশ্যই থাকতে হবে কোনটির জন্য?
Ο ক) 
ফিডব্যাক
Ο খ) 
যোগাযোগ
Ο গ) 
ঘড়ি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৪৩.
যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে-
i. ছাপাখানা
ii. কম্পিউটার
iii. স্যাটেলাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
আরমান তার কম্পিউটারে ইন্টানেট সংযোগ নিয়েছে। সে এর মাধ্যমে-
i. পৃথিবীর যেকোনো রেডিও শুনতে পারে
ii. বিমানের টিকিট বুকিং দিতে পারে
iii. কনফারেন্স করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
যেসব ভৌত ডিভাইস দ্বারা কম্পিউটার তৈরি তাদের কী বলে?
Ο ক) 
হার্ডওয়্যার
Ο খ) 
সফটওয়্যার
Ο গ) 
স্ক্যানার
Ο ঘ) 
মাইক্রোফোন

  সঠিক উত্তর: (ক)

৪৬.
উচ্চ শব্দে টেলিভিশন চালানো কাদের জন্য ক্ষতিকর?
Ο ক) 
উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিস রোগীদের
Ο খ) 
উচ্চরক্তচাপ ও হৃদরোগীদের
Ο গ) 
অ্যাঁজমা ও যক্ষ্মা রোগীদের
Ο ঘ) 
ক্যান্সার ও আর্থ্রাইটিস রোগীদের

  সঠিক উত্তর: (খ)

৪৭.
টিভি পর্দার ফসফরে ইলেকট্রন বিম পড়লে কী ঘটে?
Ο ক) 
পর্দাটি আলোকিত হয়
Ο খ) 
পর্দাটি অন্ধকারাচ্ছন্ন হয়
Ο গ) 
পর্দাটি কাঁপতে থাকে
Ο ঘ) 
টিভি পর্দায় ছবি ফুটে ওঠে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
স্পিকার তড়িৎ সংকেতকে কোনটিতে পরিবর্তিত করে?
Ο ক) 
শব্দে
Ο খ) 
ডিজিটাল সংকেতে
Ο গ) 
এনালগ সংকেতে
Ο ঘ) 
ভিডিও সংকেতে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
শব্দের কম্পন মাইক্রোফোনের ডায়াফ্রামকে কম্পিত করলে যে পরিবর্তনশীল তড়িৎ সংকেতের উদ্ভব হয় তাকে কী বলে?
Ο ক) 
মোর্স সংকেত
Ο খ) 
ডিজিটাল সংকেত
Ο গ) 
ভিডিও সংকেত
Ο ঘ) 
অডিও সংকেত

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কত রকম ফসফর দানা দিয়ে?
Ο ক) 
২ রকম
Ο খ) 
৩ রকম
Ο গ) 
৪ রকম
Ο ঘ) 
৫ রকম

  সঠিক উত্তর: (খ)

৫১.
কে রেডিও আবিষ্কার করেন?
Ο ক) 
ফ্লেমিং
Ο খ) 
ফ্যারাডে
Ο গ) 
মার্কনি
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (গ)

৫২.
প্রেরক যন্ত্রের প্রথমে কী থাকে?
Ο ক) 
অ্যানটেনা
Ο খ) 
মাইক্রোফোন
Ο গ) 
লাউডস্পিকার
Ο ঘ) 
ইলেকট্রন গান

  সঠিক উত্তর: (খ)

৫৩.
কোনো বক্তা যে কোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয় তাকে কী বলে?
Ο ক) 
ভিডিও সংকেত
Ο খ) 
অডিও সংকেত
Ο গ) 
ডিজিটাল সংকেত
Ο ঘ) 
এনালগ সংকেত

  সঠিক উত্তর: (খ)

৫৪.
শব্দের কম্পন বিভিন্নভাবে কোনটিকে কম্পিত করে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
ডায়াফ্রাম
Ο গ) 
স্পিকার
Ο ঘ) 
ট্রানজিস্টার

  সঠিক উত্তর: (খ)

৫৫.
যারা দিনে চার ঘন্টার বেশি টিভি দেখেন তাদের কী স্বাস্থ্য সমস্যা হতে পারে?
Ο ক) 
মাথা ব্যথা
Ο খ) 
বাহুতে ব্যথা
Ο গ) 
ঘাড়ে ব্যথা
Ο ঘ) 
আঙ্গুল ফুলে যাওয়া

  সঠিক উত্তর: (ক)

৫৬.
কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কী বলা হয়?
Ο ক) 
সিপিইউ
Ο খ) 
অন্তর্গামী
Ο গ) 
বহির্গামী
Ο ঘ) 
মনিটর

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কোন সংকেতকে পৃথকভাবে চেনা যায়?
Ο ক) 
ডিজিটাল
Ο খ) 
এনালগ
Ο গ) 
ভিডিও
Ο ঘ) 
অডিও

  সঠিক উত্তর: (ক)

৫৮.
যোগাযোগের মাধ্যমে মানুষের কার্যক্রম সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে-
i. অষ্টাদশ শতকের শেষদিকে
ii. বিংশ শতকের প্রারম্ভে
iii. একবিংশ শতকের প্রারম্ভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ?
Ο ক) 
৭টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৬০.
তুমি কোনো ডকুমেন্ট হুবহু কপি করে কাউকে পাঠাতে কোনটি ব্যবহার করবে?
Ο ক) 
টেলিগ্রাফ
Ο খ) 
টেলিফোন
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (গ)

৬১.
কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কম্পিউটার ভুল করে না ভুল শনাক্ত করতে পারে
ii. কম্পিউটার নিজে ভুল সংশোধন করতে পারে
iii. কম্পিউটার অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬২.
যোগাযোগের মৌলিক নীতি হলো-
i. এর জন্য প্রেরক ও গ্রাহক থাকে
ii. এর ভাষা সহজ, সুস্পষ্ট ও সম্পূর্ণ
iii. সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে পাঠাতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
অনলাইনে সম্ভব-
i. সিনেমা দেখা
ii. ছবি আঁকা
iii. বাজার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৪.
অডিও তরঙ্গের সাথে তাড়িতচৌম্বক তরঙ্গ মিশ্রিত করা হয় কেন?
Ο ক) 
অডিও তরঙ্গের শক্তি খুব বেশি বলে
Ο খ) 
অডিও তরঙ্গের শক্তি খুব কম বলে
Ο গ) 
নয়েজ প্রতিরোধের জন্য
Ο ঘ) 
শব্দের রূপান্তরযোগ্য করার জন্য

  সঠিক উত্তর: (খ)

৬৫.
কম্পিউটার যেখানে তথ্য গ্রহণ করে তাকে কী বলা হয়?
Ο ক) 
Input
Ο খ) 
output
Ο গ) 
CPU
Ο ঘ) 
GUI

  সঠিক উত্তর: (ক)

৬৬.
মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি-
i. টেলিফোন-এর মাধ্যমে
ii. প্লেনের মাধ্যমে
iii. ইন্টারনেট-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৭.
বাসাবাড়িতে ব্যবহৃত রেডিও বা ট্রানজিস্টর সেটটি কী?
Ο ক) 
লাউড স্পিকার
Ο খ) 
মাইক্রোফোন
Ο গ) 
গ্রাহক যন্ত্র
Ο ঘ) 
প্রেরক যন্ত্র

  সঠিক উত্তর: (গ)

৬৮.
পুরানো যোগাযোগ সিস্টেম বা ব্যবস্থা কোন প্রযুক্তি?
Ο ক) 
এনালগ প্রযুক্তি
Ο খ) 
ডিজিটাল প্রযুক্তি
Ο গ) 
কম্পিউটার প্রযুক্তি
Ο ঘ) 
মোবাইল প্রযুক্তি

  সঠিক উত্তর: (ক)

৬৯.
ফেডরিক বেকওয়েল কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
ইংল্যান্ড
Ο খ) 
ফ্রান্স
Ο গ) 
জার্মান
Ο ঘ) 
ভারত

  সঠিক উত্তর: (ক)

৭০.
আউটপুট ডিভাইসে প্রধানত থাকে কোনটি?
Ο ক) 
মনিটর
Ο খ) 
প্রিন্টার
Ο গ) 
মাউস
Ο ঘ) 
মনিটর ও প্রিন্টার

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয় তাকে কী বলে?
Ο ক) 
সফটওয়্যার
Ο খ) 
হার্ডওয়্যার
Ο গ) 
প্রসেসর
Ο ঘ) 
মনিটর

  সঠিক উত্তর: (ক)

৭২.
ডিজিটাল কথাটি এসছে কোনটি থেকে?
Ο ক) 
ভিজিট
Ο খ) 
ডিজিট
Ο গ) 
ডিজিটি
Ο ঘ) 
ডিজেটি

  সঠিক উত্তর: (খ)

৭৩.
কোনটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের অংশ?
Ο ক) 
মাউস
Ο খ) 
স্মৃতি ইউনিট
Ο গ) 
মনিটর
Ο ঘ) 
পরিবর্ধক ইউনিট

  সঠিক উত্তর: (খ)

৭৪.
ফ্যাক্স এর পূর্ণ শব্দ কোনটি?
Ο ক) 
FAXCIMILE
Ο খ) 
FXOCIMILE
Ο গ) 
FXOCOMILE
Ο ঘ) 
FERIMILE

  সঠিক উত্তর: (ক)

৭৫.
কোনো নির্দিষ্ট পাল্লা বা রেঞ্জের মধ্যে হতে পারে-
i. আলোর যে কোনো মান
ii. চাপের যে কোনো মান
iii. তাপমাত্রার যে কোনো মান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
অডিও ও ভিডিও ভোল্টেজ কোন সংকেতের উদাহরণ?
Ο ক) 
ডিজিটাল
Ο খ) 
এনালগ
Ο গ) 
অডিও
Ο ঘ) 
ভিডিও

  সঠিক উত্তর: (খ)

৭৭.
কোনটির সাহায্যে এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে?
Ο ক) 
মোডেম
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
সংকেত
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (ক)

৭৮.
মাইক্রোফোন শব্দশক্তিকে কোন শক্তিতে পরিবর্তিত করে?
Ο ক) 
তড়িৎ সংকেত
Ο খ) 
তড়িৎ তরঙ্গ
Ο গ) 
তড়িৎশক্তি
Ο ঘ) 
তড়িৎ আধান

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কম্পিউটারে তথ্য প্রদান ব্যবস্থাকে কী বলে?
Ο ক) 
ইনপুট
Ο খ) 
আউটপুট
Ο গ) 
প্রক্রিয়াকরণ
Ο ঘ) 
ডিজিট

  সঠিক উত্তর: (ক)

৮০.
১৯২৬ সালে সর্বপ্রথম টেলিভিশনে চিত্র প্রেরণের ক্ষেত্রে সেদিনকার টিভি শিল্পী কে ছিল?
Ο ক) 
গুগলিয়েলমো মার্কনি
Ο খ) 
লজি বেয়ার্ড
Ο গ) 
একটি কথা বাল পুতুল
Ο ঘ) 
একজন কথাশিল্পী

  সঠিক উত্তর: (গ)

৮১.
কার আবিষ্কৃত টেলিফোন বহু বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক টেলিফোনে এসে পৌঁছেছে?
Ο ক) 
লজি বেয়ার্ড
Ο খ) 
গ্রাহাম বেল
Ο গ) 
চার্লস ব্যাবেজ
Ο ঘ) 
আর্থার করনা

  সঠিক উত্তর: (খ)

৮২.
যে কোনো শব্দ তরঙ্গকে কীসের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়?
Ο ক) 
ক্যামেরা
Ο খ) 
মাইক্রোফোন
Ο গ) 
স্পিকার
Ο ঘ) 
স্ক্যানার

  সঠিক উত্তর: (খ)

৮৩.
উৎস অনুসারে সংকেত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
ফ্যাক্স মেশিনের উন্নত রূপদানকারী ফ্রেডারিক বেকওয়েল কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
জার্মান
Ο খ) 
স্কটল্যান্ড
Ο গ) 
ইংল্যান্ড
Ο ঘ) 
ইতালি

  সঠিক উত্তর: (গ)

৮৫.
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে কী থাকে?
Ο ক) 
কী-বোর্ড
Ο খ) 
মাউস
Ο গ) 
স্মৃতি ইউনিট
Ο ঘ) 
স্ক্যানার

  সঠিক উত্তর: (গ)

৮৬.
মার্কনি কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
ইরান
Ο খ) 
ইতালি
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
আমেরিকা

  সঠিক উত্তর: (গ)

৮৭.
কোন দেশ রেডিও আবিষ্কারের সাথে সম্পৃক্ত?
Ο ক) 
বাংলাদেশ ও জার্মানি
Ο খ) 
বাংলাদেশ ও ইতালি
Ο গ) 
ভারত ও জাপান
Ο ঘ) 
ভারত ও ইতালি

  সঠিক উত্তর: (খ)

৮৮.
চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়-
i. পণ্যের মজুত নিয়ন্ত্রণে
ii. ওষুধ নির্বাচনে
iii. পরীক্ষানিরীক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৯.
মোটর সাইকেল চালানোর সময় কোনটি করা অনুচিত?
Ο ক) 
মোবাইলে কথা বলা
Ο খ) 
হেলমেট পড়া
Ο গ) 
ট্রাফিক সিগন্যাল মানা
Ο ঘ) 
কম স্পীডে চালানো

  সঠিক উত্তর: (ক)

৯০.
যোগাযোগের কোন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি বেশি ব্যবহৃত হয়?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
রেডিও
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
ভিডিও

  সঠিক উত্তর: (গ)

৯১.
রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রং তিনটি কী কী?
Ο ক) 
লাল, সবুজ ও আসমানি
Ο খ) 
লাল, বেগুনি ও সবুজ
Ο গ) 
লাল, নীল ও হলুদ
Ο ঘ) 
লাল, নীল ও কমলা

  সঠিক উত্তর: (ক)

৯২.
সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
বিট
Ο খ) 
বাইট
Ο গ) 
কোড
Ο ঘ) 
আইসি

  সঠিক উত্তর: (গ)

৯৩.
স্পিকারে থাকে-
i. স্থায়ী চুম্বক
ii. পিকচার টিউব
iii. ভয়েস কয়েল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯৪.
মানুষ আদিকাল থেকে পরস্পরের সাথে যোগাযোগ করেছে-
i. সামনাসামনি কথা বলে
ii. কবুতরের পায়ে চিঠি বা বার্তা বেঁধে
iii. ইশারা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত?
Ο ক) 
ড্রেজার
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
ডায়নামো
Ο ঘ) 
টারবাইন

  সঠিক উত্তর: (খ)

৯৬.
উৎস অনুসারে সংকেত কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৯৭.
পরিবহন ব্যবস্থাপনার কাজ সার্থকভাবে ও দ্রুত সম্পাদন করা যায় কোনটির কারণে?
Ο ক) 
অনুন্নত যোগাযোগ
Ο খ) 
অল্প মজুরি দিয়ে
Ο গ) 
উন্নত যোগাযোগ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৯৮.
কীসের সাহায্যে তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করা হয়?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
মডেম
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
এন্টেনার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. এটি প্রেরক যন্ত্র থেকে সংকেত ছড়িয়ে দেয়
ii. এটি গ্রাহক যন্ত্রে সংকেত গ্রহণ করে
iii. এটি বেতার তরঙ্গ ছড়িয়ে দেয় বা গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
কোনটি কম্পিউটারে বিভিন্ন উপাত্ত প্রদানের সাথে সম্পর্কযুক্ত?
Ο ক) 
স্ক্যানার
Ο খ) 
মনিটর
Ο গ) 
প্রিন্টার
Ο ঘ) 
স্পিকার ইউনিট

  সঠিক উত্তর: (ক)

১০১.
ইন্টারনেট তৈরিতে প্রয়োজন কোনটি?
Ο ক) 
টেলিফোন লাইন
Ο খ) 
ইলেকট্রিক লাইন
Ο গ) 
ক্যাবল লাইন
Ο ঘ) 
স্থির ইলেকট্রিক লাইন

  সঠিক উত্তর: (ক)

১০২.
কবে থেকে যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে?
Ο ক) 
আদিকাল
Ο খ) 
সাম্প্রতিক কাল
Ο গ) 
কলিকাল
Ο ঘ) 
বিংশ শতাব্দী

  সঠিক উত্তর: (ক)

১০৩.
ভিডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) 
শব্দ
Ο খ) 
ছবি
Ο গ) 
ক্যামেরা
Ο ঘ) 
তড়িৎ

  সঠিক উত্তর: (খ)

১০৪.
স্পিকারের বায়ু ফাঁকে কোনটি ঝুলানো থাকে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
রেডিও
Ο গ) 
তড়িৎক্ষেত্র
Ο ঘ) 
ভয়েস কল

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
মোবাইল ফোন ব্যবহারে বিকিরণের প্রভাব-
i. প্রাপ্তবয়স্কদের ওপরে কম
ii. সবার ওপরে সমান
iii. শিশুদের ওপরে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
শ্রোতা যে যন্ত্র থেকে জোড়ে শব্দ শুনতে পান তাকে কী বলে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
টেলিভিশন
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
ইন্টারনেটের মাধ্যমে নিম্নের যে সেবা পাওয়া যায় তা হলো-
i. E-mail আদান-প্রদান
ii. Web Browsing
iii. Web searching
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
অধিক সময় ধরে কম্পিউটারে গেইম খেললে কী সমস্যা হয়?
Ο ক) 
আঙ্গুল কেটে যায়
Ο খ) 
আঙ্গুল ফুলে যায়
Ο গ) 
চোখ চুলকানো
Ο ঘ) 
আঙ্গুল স্বাভাবিক থাকে

  সঠিক উত্তর: (খ)

১০৯.
কম্পিউটারের বৈশিষ্ট্যে আওতাভুক্ত নয় কোনটি?
Ο ক) 
দ্রুত গতি
Ο খ) 
বিবেক বুদ্ধি
Ο গ) 
বিশ্বস্ততা
Ο ঘ) 
অক্লান্ত

  সঠিক উত্তর: (খ)

১১০.
ক্যামেরা দ্বারা ধারণকৃত দৃশ্য স্ক্যানিং প্রক্রিয়া তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তাকে কী বলে?
Ο ক) 
অডিও সংকেত
Ο খ) 
ভিডিও সংকেত
Ο গ) 
ডিজিটাল সংকেত
Ο ঘ) 
এনালগ সংকেত

  সঠিক উত্তর: (খ)

১১১.
রিনা ক্লাসে তার শিক্ষকের বক্তৃতা শুনছে। এটিকে কী বলা যায়?
Ο ক) 
যোগাযোগ
Ο খ) 
বক্তৃতা
Ο গ) 
চিন্তাভাবনা
Ο ঘ) 
আলোচনা

  সঠিক উত্তর: (ক)

১১২.
টেলিভিশন কে আবিষ্কার করেন?
Ο ক) 
লজিবেয়ার্ড
Ο খ) 
গ্রাহাম বেল
Ο গ) 
স্যামুয়েল মোর্স
Ο ঘ) 
পপভ

  সঠিক উত্তর: (ক)

১১৩.
কম্পিউটারের প্রধান দু’টি ইনপুট ডিভাইস হলো-
i. মনিটর
ii. কী- বোর্ড
iii. মাউস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১১৪.
কত সালে টেলিফোন আবিষ্কার করেন?
Ο ক) 
১৯০৫
Ο খ) 
১৮৭৫
Ο গ) 
১৯৭৫
Ο ঘ) 
১৮০৫

  সঠিক উত্তর: (খ)

১১৫.
রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কোনটি দিয়ে?
Ο ক) 
সালফার দানা
Ο খ) 
ফসফিন
Ο গ) 
ফসফর দানা
Ο ঘ) 
সিলিকন দানা

  সঠিক উত্তর: (গ)

১১৬.
কম্পিউটার ব্যবহৃত হয়-
i. চিকিৎসাক্ষেত্রে
ii. ব্যবসায়িক যোগাযোগে
iii. শিল্প কারখানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
০ এবং ১ অংক দুটির প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) 
ডিজিট
Ο খ) 
বিট
Ο গ) 
বাইট
Ο ঘ) 
বাইনারী

  সঠিক উত্তর: (খ)

১১৮.
কম্পিউটার ব্যবহৃত হয়-
i. চিকিৎসাক্ষেত্রে
ii. শিক্ষাক্ষেত্রে
iii. ব্যবসা-বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
টিভি সম্প্রচার সাধারণত কোনটি প্রেরণ করে থাকে?
Ο ক) 
এনালগ ডেটা
Ο খ) 
ডিজিটাল ডেটা
Ο গ) 
প্রথমে ডিজিটাল পরে এনালগ ডেটা
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১২০.
কোন ডিভাইসে ক্রস কানেকশন হতে পারে?
Ο ক) 
এনালগ
Ο খ) 
ডিজিটাল
Ο গ) 
অডিও
Ο ঘ) 
ভিডিও

  সঠিক উত্তর: (ক)

১২১.
ই-মেইল এর পূর্ণ রূপ কী?
Ο ক) 
ইন্টারনেট মেইল
Ο খ) 
ইলেকট্রিক্যাল মেইল
Ο গ) 
ইলেকট্রিক মেইল
Ο ঘ) 
ইলেকট্রনিক মেইল

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
ইন্টারনেটের Search করার জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনের উদাহরণ হচ্ছে-
i. Google
ii. Altavista
iii. Opera
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২৩.
প্রেরক কী দিয়ে বার্তা প্রেরণ করে?
Ο ক) 
মাধ্যম
Ο খ) 
মানুষ
Ο গ) 
যন্ত্র
Ο ঘ) 
যানবাহন

  সঠিক উত্তর: (ক)

১২৪.
কোনটিতে ক্রস কানেকশন হয় না?
Ο ক) 
এনালগ ডিভাইস
Ο খ) 
অডিও ডিভাইস
Ο গ) 
ডিজিটাল ডিভাইসে
Ο ঘ) 
সবকটি

  সঠিক উত্তর: (গ)

১২৫.
বেশি সংখ্যক কম্পিউটার নেটওর্য়াকের জন্য কোন সংকেত ব্যবহার করা উত্তম?
Ο ক) 
অডিও সংকেত
Ο খ) 
ভিডিও সংকেত
Ο গ) 
এনালগ সংকেত
Ο ঘ) 
ডিজিটাল সংকেত

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
অডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) 
আধান
Ο খ) 
শব্দ
Ο গ) 
তরঙ্গ
Ο ঘ) 
ক্যামেরা

  সঠিক উত্তর: (খ)

১২৭.
যে ইলেকট্রিক ব্যবস্থা কোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণ করা হয় তাকে কী বলে?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
ই-মেইল
Ο গ) 
টেলিফোন
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (ক)

১২৮.
কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের বড় পার্থক্য কোনটি?
Ο ক) 
বিনোদন যন্ত্র
Ο খ) 
তথ্য বিনিময় যন্ত্র
Ο গ) 
হিসাবের যন্ত্র
Ο ঘ) 
প্রোগ্রামিং যন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
দূরত্ব বেশি হলে এনালগ সংকেতের ক্ষমতা কী হয়?
Ο ক) 
বাড়তে থাকে
Ο খ) 
কমতে থাকে
Ο গ) 
একই থাকে
Ο ঘ) 
কমে তারপর বাড়ে

  সঠিক উত্তর: (খ)

১৩০.
যোগাযোগের মৌলিক নীতিমালা-
Ο ক) 
সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে পাঠানো
Ο খ) 
প্রেরক ও গ্রাহক থাকতে হবে না
Ο গ) 
যোগাযোগে আগ্রহ ও গ্রহণযোগ্যতা থাকবে না
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৩১.
অডিও সংকেত দূর-দূরান্তে প্রেরণ করা যায় না কেন?
Ο ক) 
শক্তি কম থাকে
Ο খ) 
শক্তি বেশি থাকে
Ο গ) 
শক্তি থাকে না
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৩২.
টেলিভিশন শব্দের বাংলা অর্থ কী?
Ο ক) 
দূর দর্শন
Ο খ) 
নিকট দর্শন
Ο গ) 
শব্দ
Ο ঘ) 
তরঙ্গ

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
মোবাইল বা সেলুলার টেলিফোন যোগাযোগে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
রেডিও
Ο খ) 
টেলিভিশন
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
যে তরঙ্গের কোনো মাধ্যম লাগে না তা হলো-
i. আলোর তরঙ্গের
ii. তাপ তরঙ্গের
iii. বেতার তরঙ্গের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
CPU এর পূর্ণরূপ কোনটি?
Ο ক) 
Central  processing Union
Ο খ) 
Central Parts of Unit
Ο গ) 
Central Processing Unit
Ο ঘ) 
Central Process Unit

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
লাউড স্পিকার
Ο গ) 
ক্যামেরা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে?
Ο ক) 
মাউস
Ο খ) 
প্রিন্টার
Ο গ) 
হার্ডওয়্যার
Ο ঘ) 
সফটওয়্যার

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানান সমস্যার সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) 
চোখ উঠা
Ο খ) 
চোখ ব্যথা
Ο গ) 
কম্পিউটার ভিশন সিনড্রোম
Ο ঘ) 
চোখে ছানি পড়া

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
আদিকালে মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি ছিল?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
কবুতর
Ο গ) 
ইন্টারনেট
Ο ঘ) 
ফ্যাক্স

  সঠিক উত্তর: (খ)

১৪০.
কোনটির মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় বইপুস্তক পেতে পার?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
ইন্টারনেট
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (খ)

১৪১.
কোনটি শব্দ দূষণজনিত সমস্যা সৃষ্টি করে?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
রাডার
Ο গ) 
টেলিভিশন
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (গ)

১৪২.
যোগাযোগের নীতিমালার ক্ষেত্রে-
i. প্রেরক ও গ্রাহক থাকবে
ii. ভাষা হবে সহজ, সরল ও সুস্পষ্ট
iii. যোগাযোগ আসলে একটি আর্ট বা কলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
ভিডিও তরঙ্গকে কীভাবে তাড়িতচৌম্বক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়?
Ο ক) 
এন্টেনা ব্যবহার করে
Ο খ) 
স্ক্যান করে
Ο গ) 
ইলেকট্রনগান দিয়ে ইলেকট্রন ছুড়ে
Ο ঘ) 
মডুলেশন প্রক্রিয়ায়

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
কোনটি কাঁধ ও ঘাড়ে সমস্যা সৃষ্টির জন্য দায়ী?
Ο ক) 
দীর্ঘক্ষণ টিভি দেখা
Ο খ) 
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা
Ο গ) 
দীর্ঘক্ষণ রেডিও শোনা
Ο ঘ) 
দীর্ঘক্ষণ ফোনে কথা বলা

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
শব্দ প্রেরণকারী যন্ত্র কীসের সাহায্যে শব্দ সংগ্রহ করে?
Ο ক) 
গ্রাহক যন্ত্রের সাহায্যে
Ο খ) 
প্রেরক যন্ত্রের সাহায্যে
Ο গ) 
মাইক্রোফোনের সাহায্যে
Ο ঘ) 
লাউড স্পিকারের সাহায্যে

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
কম্পিউটারের কোন অংশকে মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হয়?
Ο ক) 
প্রধান স্মৃতি
Ο খ) 
সহায়ক স্মৃতি
Ο গ) 
সিপিইড
Ο ঘ) 
আউটপুট

  সঠিক উত্তর: (গ)

১৪৭.
মুদ্রন শিল্পে কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ডিজাইন তৈরিতে
ii. কম্পোজ করতে
iii. স্বশিখনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
যোগাযোগের গুরুত্বের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
মাধ্যম ছাড়াই যোগাযোগ সম্ভব
Ο খ) 
যোগাযোগের ভাষা হতে হয় দুর্বোধ্য
Ο গ) 
প্রেরক ও গ্রাহক ব্যতীত যোগযোগ হয়
Ο ঘ) 
যোগযোগের ওপর সমস্যার সমাধান নির্ভরশীল

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কোনটি প্রধান অফিস বা অন্য ফোনের সাথে তার দিয়ে সংযুক্ত থাকে না?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
মোবাইল
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
ফ্যাক্স

  সঠিক উত্তর: (খ)

১৫০.
এনালগ সংকেতের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
মান পরিবর্তন হয় না
Ο খ) 
মান নিরবচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয়
Ο গ) 
পৃথকভাবে চেনা যায়
Ο ঘ) 
বাইনারি কোড এর সাহায্য নিতে হয়

  সঠিক উত্তর: (খ)

১৫১.
কোন যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে প্রেরণ করা হয়?
Ο ক) 
গ্রাহক যন্ত্র
Ο খ) 
রেডিও
Ο গ) 
তরঙ্গ
Ο ঘ) 
প্রেরক যন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
মোবাইল ফোনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) 
বেতারের সাহায্যে তথ্যের আদান-প্রদান ঘটে
Ο খ) 
তারের মধ্য দিয়ে সংকেত প্রেরিত হয়
Ο গ) 
শব্দশক্তি রূপান্তর না হয়ে সরাসরি প্রেরিত হয়
Ο ঘ) 
বাহক তরঙ্গ ছাড়াই তড়িৎ সংকেত সঞ্চালিত হয়

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
কোন সংকেতে অসীম সংখ্যক মান রয়েছে?
Ο ক) 
এনালগ সংকেত
Ο খ) 
ডিজিটাল সংকেত
Ο গ) 
অডিও সংকেত
Ο ঘ) 
ভিডিও সংকেত

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
কম্পিউটারে যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) 
Input
Ο খ) 
Output
Ο গ) 
CPU
Ο ঘ) 
GUI

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
তথ্য আদান-প্রদানের মূল প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
যোগাযোগ
Ο খ) 
প্রেরক
Ο গ) 
গ্রাহক
Ο ঘ) 
মানুষ

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
ডিজিট কথাটির অর্থ কী?
Ο ক) 
সংখ্যা
Ο খ) 
পরিমাপ
Ο গ) 
পরিমাণ
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
কোন তড়িৎ বা রেডিও যে ঘাত বা শব্দ তরঙ্গ প্রেরণ করে তাকে কী বলে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
সংকেত
Ο গ) 
স্পিকার
Ο ঘ) 
যোগাযোগ

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
মোবাইলের কল মোবাইল সুইচ স্টেশনে যায়-
i. মাইক্রোফোনের মাধ্যমে
ii. মাইক্রোওয়েভের মাধ্যমে
iii. তারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৫৯.
কম্পিউটার অর্থ কী?
Ο ক) 
প্রেরণকারী
Ο খ) 
বহনকারী
Ο গ) 
গণনাকারী
Ο ঘ) 
তথ্য প্রচার

  সঠিক উত্তর: (গ)

১৬০.
রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্যের ডকুমেন্ট হুবুহু কপি করে প্রেরণ ও গ্রহণের ইলেকট্রনিক ব্যবস্থার নাম কী?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
মোবাইল
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
কম্পিউটার

  সঠিক উত্তর: (গ)

১৬১.
মোবাইল কোন তথ্য প্রেরণ ও গ্রহণ করে থাকে-
i. রেডিওর সাহায্যে
ii. টিভির সাহায্যে
iii. বেতারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৬২.
যোগাযোগের প্রথম ধাপ কোনটি?
Ο ক) 
গ্রাহকযন্ত্র
Ο খ) 
যোগযোগ মাধ্যম
Ο গ) 
প্রেরক যন্ত্র
Ο ঘ) 
বার্তা প্রেরণ

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
সিপিইউ এর কাজ কোনটি?
Ο ক) 
তথ্য গ্রহণ করা
Ο খ) 
ফলাফল প্রদান করা
Ο গ) 
তথ্য প্রিন্ট করা
Ο ঘ) 
তথ্য প্রক্রিয়াজাত করা

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
রেডিও বা ট্রানজিস্টর সেটটিকে কী বলে?
Ο ক) 
প্রেরক যন্ত্র
Ο খ) 
গ্রাহক যন্ত্র
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
কোনটির শক্তি খুবই কম?
Ο ক) 
অডিও সংকেত
Ο খ) 
ডিজিটাল সংকেত
Ο গ) 
ভিডিও সংকেত
Ο ঘ) 
সাধারণ সংকেত

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
নিচের কোনটির তরঙ্গ ক্যান্সার সৃষ্টি করতে পারে?
Ο ক) 
টেলিভিশন
Ο খ) 
মোবাইল
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
যোগযোগ মানুষের কার্যক্রমকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে-
i. ঊনবিংশ শতকে
ii. বিংশ শতকে
iii. একবিংশ শতকের প্রারম্ভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
দেখা ও শোনা দুটিই ঘটে কোনটিতে?
Ο ক) 
রেডিও
Ο খ) 
টেলিভিশন
Ο গ) 
রাডার
Ο ঘ) 
টেলিফোন

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
কোনো বড় অনুষ্ঠানের সময় বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে কী বলে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
স্পিকার
Ο গ) 
টেলিভিশন
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (ক)

১৭০.
যেসব প্রতিভাস বা ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলে?
Ο ক) 
ডিজিটাল
Ο খ) 
অডিও
Ο গ) 
এনালগ
Ο ঘ) 
ভিডিও

  সঠিক উত্তর: (গ)

১৭১.
কত সালে ফ্যাক্স আবিষ্কার করেন?
Ο ক) 
১৯৪০
Ο খ) 
১৮৪২
Ο গ) 
১৮৪৩
Ο ঘ) 
১৮৪৪

  সঠিক উত্তর: (খ)

১৭২.
যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে-
i. টেলিফোন
ii. টেলিভিশন
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
কোনটির ব্যবহার মুদ্রণশিল্পে বিপ্লব এনেছে?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
রঙিন টেলিভিশন
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (গ)

১৭৪.
জরুরি চিঠি পাঠাতে সবচেয়ে কম খরচে এবং দ্রুত সময়ে নিচের কোনটির সংযোগ দরকার?
Ο ক) 
টেলিফোন
Ο খ) 
মোবাইল
Ο গ) 
টেলিগ্রাফ
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
ডিজিটাল ঘড়িতে কতক্ষণ পরপর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়?
Ο ক) 
১ সেকেন্ড
Ο খ) 
৬০ সেকেন্ড
Ο গ) 
১২০ সেকেন্ড
Ο ঘ) 
৩৬০০০ সেকেন্ড

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়-
i. স্ক্যানার
ii. লাইট পেন
iii. মাইক্রোফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
ডিজিটাল সংকেতে তথ্য বোঝাতে ব্যবহৃত হয়-
i. 0
ii. 1
iii. 2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
অধিকাংশ যোগাযোগ ব্যবস্থার মেসেজ কে তৈরি করে?
Ο ক) 
যন্ত্র
Ο খ) 
মানুষ
Ο গ) 
হার্ডওয়্যার
Ο ঘ) 
সফটওয়্যার

  সঠিক উত্তর: (খ)

১৭৯.
ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে-
i. একটি প্রেরক যন্ত্র
ii. একটি যোগাযোগ মাধ্যম
iii. একটি গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্য মাইক্রোফোনের কোন অংশ ডিজাইন করা হয়?
Ο ক) 
ডায়াফ্রাম
Ο খ) 
ভয়েস কয়েল
Ο গ) 
চুম্বক
Ο ঘ) 
মুভিং ফিল্ড

  সঠিক উত্তর: (ক)

১৮১.
কত সালে টেলিভিশন চিত্র প্রেরণ সক্ষম হয়?
Ο ক) 
১৯৬০
Ο খ) 
১৯৩০
Ο গ) 
১৯২৬
Ο ঘ) 
১৯৫০

  সঠিক উত্তর: (গ)

১৮২.
কোনটি রেকর্ডিং-এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) 
লাউড স্পিকার
Ο খ) 
মাইক্রোফেন
Ο গ) 
রেডিও
Ο ঘ) 
ডায়াফ্রাম

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
কেন্দ্রীয় প্রেক্রিয়াকরণ ইউনিটে থাকে-
i. স্মৃতি ইউনিট
ii. নিয়ন্ত্রণ ইউনিট
iii. গাণিতিক যুক্তি ইউনিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৪.
ভিশন সিনড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ লাল� হয়ে যাওয়া
ii. চোখের পানি শুকিয়ে যাওয়া
iii. রক্তশূণ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
বিজ্ঞানী অার্থার কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
ব্রিটিশ
Ο খ) 
ইতালি
Ο গ) 
জার্মান
Ο ঘ) 
ইংল্যান্ড

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
টেলিফোনের হ্যান্ডসেটের ইয়ার পিসকে কী বলে?
Ο ক) 
মাইক্রোফোন
Ο খ) 
স্পিকার
Ο গ) 
রিংগার
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় থাকে-
i. প্রেরক যন্ত্র
ii. মাধ্যম
iii. গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
কম্পিউটারে প্রধান যে দুটি ইনপুট ডিভাইস থাকে তা হল-
Ο ক) 
কী-বোর্ড
Ο খ) 
মাউস
Ο গ) 
কী-বোর্ড ও মাউস
Ο ঘ) 
স্পিকার ও সিপিইউ

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
মাইক্রোফোনের মধ্যের ধাতুর পাতলা পাতটির নাম কী?
Ο ক) 
ডায়াফ্রাম
Ο খ) 
রেডিও
Ο গ) 
ট্রানজিস্টার
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ক)

১৯০.
রেডিওর লাউড স্পিকার বিদ্যুৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
Ο ক) 
শব্দ শক্তিতে
Ο খ) 
আলোক শক্তিতে
Ο গ) 
চাপ শক্তিতে
Ο ঘ) 
তাপ শক্তিতে

  সঠিক উত্তর: (ক)

১৯১.
নিচের কোনটি যোগাযোগ চ্যানেল বা মাধ্যমের উদাহরণ?
Ο ক) 
নয়েজ
Ο খ) 
ফিডব্যাক
Ο গ) 
মুখোমুখি আলাপন
Ο ঘ) 
ম্যাসেজ

  সঠিক উত্তর: (গ)

১৯২.
বার্তা প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোকে কী বলে?
Ο ক) 
সৌজন্যবোধ
Ο খ) 
ফিডব্যাক
Ο গ) 
সংকেত
Ο ঘ) 
চ্যানেল

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা হয় কোনটি থেকে?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
রাডার
Ο গ) 
টেলিফোন
Ο ঘ) 
রেডিও টেলিভিশন

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১৬
Ο ঘ) 
৩২

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহৃত সফ্‌টওয়্যার হচ্ছে-
i. Netscape communication
ii. Internet Explorer
iii. Opera
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৬.
এনালগ সংকেতে অসুবিধা-
i. সংকেত বিকৃত হয়
ii. সংকেত একই রকম থাকে
iii. ক্রস কানেকশন হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
কোনো ই-মেইল আসলে তা কোথায় জমা থাকে?
Ο ক) 
ব্যবহারকারীর কম্পিউটারে
Ο খ) 
ওয়েব ব্রাউজিং সফ্‌টওয়্যারে
Ο গ) 
ISP-এর সার্ভারে অবস্থিত প্রাপকের মেইল বক্সে
Ο ঘ) 
ISP-এর সার্ভারে অবস্থিত প্রেরকের মেইল বক্সে।

  সঠিক উত্তর: (গ)

১৯৮.
ইন্টারনেটের ব্যবহার হয়-
i. ই-মেইলে
ii. ই-কমার্সে
iii. ওয়ার্ড প্রসেসিং-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৯৯.
টেলিভিশন ক্যামেরা দৃশ্যকে কোন প্রক্রিয়ায় তড়িৎ সংকেতে রূপান্তর করে?
Ο ক) 
গ্রাফিক্স
Ο খ) 
এনিমেশন
Ο গ) 
স্ক্যানিং
Ο ঘ) 
ড্রয়িং

  সঠিক উত্তর: (গ)

২০০.
সংকেত প্রেরণের দিক দিয়ে বিবেচনা করলে সংকেত কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২০১.
কোনটির সাহায্যে এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করা হয়?
Ο ক) 
মোডেম
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
সংকেত
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (ক)

২০২.
টেপরেকর্ডারে থাকে-
i. মাইক্রোফোন
ii. স্পিকার
iii. ইলেকট্রনগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

২০৩.
তুমি কীসের মাধ্যমে ঘরে বসে প্রবাসী বন্ধুর সাথে আড্ডা দিতে পার?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
ইন্টারনেট
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
মোবাইল

  সঠিক উত্তর: (খ)

২০৪.
টেলিভিশনের ছবি প্রেরণ করা হয় কীভাবে?
Ο ক) 
শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
Ο খ) 
আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে
Ο গ) 
বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে
Ο ঘ) 
আলোক তরঙ্গ রূপে

  সঠিক উত্তর: (খ)

২০৫.
টেলিফোনের কোন অংশ কন্ঠস্বরের শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
Ο ক) 
মাউথপিস
Ο খ) 
রিংগাস
Ο গ) 
ইয়ারপিস
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ক)

২০৬.
কোনটির ভাষা সহজ, সরল, সুস্পষ্ট ও সম্পূর্ণ হতে হবে?
Ο ক) 
যোগাযোগের
Ο খ) 
গ্রাহকের
Ο গ) 
প্রেরকের
Ο ঘ) 
ফিডব্যাকের

  সঠিক উত্তর: (ক)

২০৭.
দীপার টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিস কোনটি?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
মডেম
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
স্পিকার

  সঠিক উত্তর: (ঘ)

২০৮.
নিচের কোনটি জনপ্রিয় ইনপুট ডিভাইস?
Ο ক) 
স্ক্যানার
Ο খ) 
ডিজিটাল ক্যামেরা
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
কোনো সভা বা অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে কী বলে?
Ο ক) 
স্পিকার
Ο খ) 
ডায়াফ্রাম
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
ইয়ারফোন

  সঠিক উত্তর: (গ)

২১০.
অডিও এবং ভিডিও ভোল্টেজকে কেন এনালগ সংকেত বলা হয়?
Ο ক) 
এগুলো বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় বলে
Ο খ) 
সংকেত একই রকম থাকে বলে
Ο গ) 
শুধু 0 ও 1 মান সম্ভব বলে
Ο ঘ) 
এগুলো নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল বলে

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
হাই-ভলিউমে রেডিও চালালে কী হতে পারে?
Ο ক) 
শ্রবণশক্তি কমে যেতে পারে
Ο খ) 
চোখ লাল হয়ে যেতে পারে
Ο গ) 
আঙুল ফুলে যেতে পারে
Ο ঘ) 
ঘাড়ে ব্যথা হতে পারে

  সঠিক উত্তর: (ক)

২১২.
সংকেত প্রেরণের দিক দিয়ে সংকেত কত প্রকার?
Ο ক) 
চার প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
পাঁচ প্রকার
Ο ঘ) 
দুই প্রকার

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
কম্পিউটারে কাজের ফাঁকে আধা ঘন্টা পর কত মিনিট বিশ্রাম নেওয়া উচিত?
Ο ক) 
৫মিনিট
Ο খ) 
১০মিনিট
Ο গ) 
১৫মিনিট
Ο ঘ) 
২০মিনিট

  সঠিক উত্তর: (ক)

২১৪.
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কোনটি?
Ο ক) 
Input
Ο খ) 
Out put
Ο গ) 
Cpu
Ο ঘ) 
Cpo

  সঠিক উত্তর: (গ)

২১৫.
নিচের কোনটি সফটওয়্যার-এর উদাহরণ?
Ο ক) 
উইন্ডোজ-৯৮
Ο খ) 
মাউস
Ο গ) 
কী-বোর্ড
Ο ঘ) 
মনিটর

  সঠিক উত্তর: (ক)

২১৬.
গ্রাহকযন্ত্র হচ্ছে-
i. টেলিভিশন
ii. ট্রানজিস্টার
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২১৭.
টেলিফোন আবিষ্কার করেন কে?
Ο ক) 
আর্কিমিডিস
Ο খ) 
স্যামুয়েল মোর্স
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
আলেকজান্ডার গ্রাহামবেল

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
কোনটিতে মাইক্রোফোন ও স্পিকার দুটিই থাকে?
Ο ক) 
টেপরেকর্ডার
Ο খ) 
রেডিও সেট
Ο গ) 
টেলিভিশন সেট
Ο ঘ) 
ক্যালকুলেটর

  সঠিক উত্তর: (ক)

২১৯.
এনালগ ডেট প্রেরণ করে থাকে-
i. টেলিফোন
ii. রেডিও
iii. টিভি সম্প্রচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
মাইক্রোফোন কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) 
শব্দশক্তি থেকে অডিও সংকেত পেতে
Ο খ) 
তড়িৎশক্তিকে শব্দে রূপান্তর করতে
Ο গ) 
আলোকশক্তি থেকে ভিডিও সংকেত পেতে
Ο ঘ) 
ভিডিও সংকেতকে দৃশ্যে পরিণত করতে

  সঠিক উত্তর: (ক)

২২১.
তথ্য প্রযুক্তির উল্লেখ্যযোগ্য অবদান হলো-
i. সময় বাঁচে
ii. অপচয় বাড়ায়
iii. তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২২২.
সফ্‌টওয়্যার কী ধরনের শক্তি?
Ο ক) 
দৃশ্য শক্তি
Ο খ) 
অদৃশ্য শক্তি
Ο গ) 
অলৌকিক শক্তি
Ο ঘ) 
রাসায়নিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

২২৩.
কোনটি হার্ডওয়্যার এর উদাহরণ?
Ο ক) 
কী-বোর্ড
Ο খ) 
মাউস
Ο গ) 
প্রসেসর
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২২৪.
টেলিফোনের হ্যান্ডসেটের মাউথ পিস কোনটি?
Ο ক) 
ফ্যাক্স
Ο খ) 
মডেম
Ο গ) 
মাইক্রোফোন
Ο ঘ) 
স্পীকার

  সঠিক উত্তর: (গ)

২২৫.
নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট হল-
Ο ক) 
এনালগ সংকেত
Ο খ) 
ডিজিটাল সংকেত
Ο গ) 
অডিও সংকেত
Ο ঘ) 
ভিডিও সংকেত

  সঠিক উত্তর: (ক)

২২৬.
ফ্যাক্স আবিষ্কার করেন-
Ο ক) 
আলেকজান্ডার বেইন
Ο খ) 
ব্লেকওয়লে
Ο গ) 
করুনা
Ο ঘ) 
রেল

  সঠিক উত্তর: (ক)

২২৭.
অডিও সংকেতের উৎস কোনটি?
Ο ক) 
শব্দ
Ο খ) 
ছবি
Ο গ) 
দৃশ্য
Ο ঘ) 
তড়িৎ সংকেত

  সঠিক উত্তর: (ক)

২২৮.
ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে কী বলে?
Ο ক) 
ই-মেইল
Ο খ) 
ইন্টরনেট
Ο গ) 
ফ্যাক্স
Ο ঘ) 
টেলিগ্রাফ

  সঠিক উত্তর: (ক)

২২৯.
সংকেতের প্রকারগুলো-
i. অডিও সংকেত
ii. ডিজিটাল সংকেত
iii. ভিডিও সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩০.
জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) 
ইতালি
Ο খ) 
ফ্রান্স
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
আমেরিকা

  সঠিক উত্তর: (গ)

২৩১.
কোনটি তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে?
Ο ক) 
স্পিকার
Ο খ) 
মাইক্রোফোন
Ο গ) 
ডায়াফ্রাম
Ο ঘ) 
ভয়েস কয়েল

  সঠিক উত্তর: (ক)

২৩২.
যোগাযোগের ধাপ কয়টি?
Ο ক) 
৫টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
২টি

  সঠিক উত্তর: (গ)

২৩৩.
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহৃত হয়?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

২৩৪.
কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. ১০ মিনিট পর পর দূরের বস্তুর দিকে তাকিয়ে
ii. সঠিক পদ্ধতিতে টাইপ করে
iii. মাঝে মাঝে চোখের পলক ফেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
গ্রাফিক্যাল তথ্যের অন্তগর্ত-
i. ছবি
ii. ডায়াগ্রাম
iii. লেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৬.
ঘুমে ব্যাঘাত, স্মৃতি সমস্যা, মাথা ব্যথা হতে পারে কোনটি ব্যবহারের ফলে?
Ο ক) 
মোবাইল
Ο খ) 
টেলিভিশন
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
রাডার

  সঠিক উত্তর: (ক)

২৩৭.
ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) 
নিরবচ্ছিন্ন পাঠ দেয়
Ο খ) 
এটি পুরনো প্রযুক্তি
Ο গ) 
এটি ব্যয়বহুল
Ο ঘ) 
ক্রস কানেকশন হতে পারে

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
নিচের কোনটি টেলিফোন?
Ο ক) 
কডলেস
Ο খ) 
সেলুলার
Ο গ) 
মোবাইল
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯.
বর্তমান যুগকে কী বলা হয়?
Ο ক) 
অন্ধকার যুগ
Ο খ) 
ত্রেতা যুগ
Ο গ) 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ
Ο ঘ) 
সত্য যুগ

  সঠিক উত্তর: (গ)

২৪০.
যোগাযোগের ক্ষেত্রে তথ্য বা সংকেত প্রেরক ও গ্রাহকের নিকট কীরূপ হবে?
Ο ক) 
অস্পষ্ট ও বোধগম্য
Ο খ) 
জটিল ও সুস্পষ্ট
Ο গ) 
বোধগম্য ও সুস্পষ্ট
Ο ঘ) 
অবিরত ও বোধগম্য

  সঠিক উত্তর: (গ)

২৪১.
বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি?
Ο ক) 
ডিজাইন
Ο খ) 
যোগাযোগ
Ο গ) 
পাবলিশিং
Ο ঘ) 
ফলাফল তৈরি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
* আহসান দীর্ঘদিন ধরে একটি গণমাধ্যমে অনুষ্ঠান শুনে আসছে। সম্প্রতি সে একটি ডিভাইস কিনেছে, যাতে সে অনুষ্ঠান শুনতে ও দেখতে পারে।
২৪২.
আহসানের সম্প্রতি কেনা ডিভাইসটি কী?
Ο ক) 
টেলিভিশন
Ο খ) 
রেডিও
Ο গ) 
টেলিফোন
Ο ঘ) 
ফ্যাক্স মেশিন

  সঠিক উত্তর: (ক)

২৪৩.
আহসানের সম্প্রতি কেনা ডিভাইসটি কাজ করে-
i.অডিও এবং ভিডিও সংকেতকে তড়িৎ সংকেতে রূপান্তর করে
ii. তড়িৎ সংকেতের সাথে তাড়িতচৌম্বক তরঙ্গ মিশ্রিত করে
iii. তড়িৎ সংকেতকে অডিও এবং ভিডিও সংকেতে রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
আহসানের ব্যবহার করা ডিভাইস দুটির মধ্যে সাদৃশ্য কোনটি?
Ο ক) 
ভিডিও সংকেত একই পদ্ধতিতে পাঠানাে হয়
Ο খ) 
অডিও সংকেত একই পদ্ধতিতে পাঠানো হয়
Ο গ) 
উভয়ই প্রেরক যন্ত্ররূপে ব্যবহারযোগ্য
Ο ঘ) 
উভয়ক্ষেত্রে তারের মধ্য দিয়ে সংকেত সঞ্চালিত হয়

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন