এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ২৮: পদ্য - আমার পরিচয় |
১. |
‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি জাতি কোথায় জন্ম নিয়েছে? |
Ο ক) |
আমেরিকায় |
Ο খ) |
ফ্রান্সে |
Ο গ) |
জার্মানে |
Ο ঘ) |
বাংলায় |
সঠিক উত্তর: (ঘ)
২. |
কবি তাঁর পরিচয় শনাক্ত করেছেন - |
Ο ক) |
হাজার বছরের পটভূমিতে |
Ο খ) |
পারিবারিক ঐতিহ্যে |
Ο গ) |
বংশের গতিধারায় |
Ο ঘ) |
সমকালীন পটভূমিতে |
সঠিক উত্তর: (ক)
৩. |
সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে যা সত্য - i. কবি ii. কথাসাহিত্যিক iii. নাট্যকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
২৭ ডিসেম্বর |
Ο খ) |
২৮ ডিসেম্বর |
Ο গ) |
২৯ ডিসেম্বর |
Ο ঘ) |
৩০ ডিসেম্বর |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
‘আমার পরিচয়’ কবিতায় কবি চর্যাপদের কোন উপাদান থেকে এসেছেন? |
Ο ক) |
পঙক্তি |
Ο খ) |
অক্ষর |
Ο গ) |
ছন্দ |
Ο ঘ) |
ভাব |
সঠিক উত্তর: (খ)
৬. |
মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলন করেন কে? |
Ο ক) |
সূর্য সেন |
Ο খ) |
হাজী শরীয়তউল্লাহ |
Ο গ) |
তিতুমীর |
Ο ঘ) |
শেখ মুজিবুর |
সঠিক উত্তর: (খ)
৭. |
কবি হাজার চরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন? |
Ο ক) |
যুদ্ধক্ষেত্রে |
Ο খ) |
রাজপথে |
Ο গ) |
বীজমন্ত্রে |
Ο ঘ) |
পেছনে |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
রাজা ধর্মপালদেবের রাজত্বকাল হলো - |
Ο ক) |
৭৭৭-৮১০ খ্রি: |
Ο খ) |
৭৮৩-৮০১ খ্রি: |
Ο গ) |
৭৯১-৮১৭ খ্রি: |
Ο ঘ) |
৭৯৮-৮২৩ খ্রি: |
সঠিক উত্তর: (ক)
৯. |
‘চর্যাপদ’ কী? |
Ο ক) |
মধ্যযুগের কাব্য |
Ο খ) |
বাংলা সাহিত্যের আদি নিদর্শন |
Ο গ) |
বাংলা গদ্যের আদি নিদর্শন |
Ο ঘ) |
বাংলা আধুনিক কবিতার প্রথম নিদর্শন |
সঠিক উত্তর: (খ)
১০. |
পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? |
Ο ক) |
বগুড়া |
Ο খ) |
নওগাঁ |
Ο গ) |
চাঁপাইনবাবগঞ্জ |
Ο ঘ) |
রাজশাহী |
সঠিক উত্তর: (খ)
১১. |
‘আমার পরিচয়’ কবিতায় বাংলা লোকসাহিত্যের উপাদানগুলো হলো - i. কমলার দীঘি ii. মহুয়ার পালা iii. সওদাগরের ডিঙা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
মাস্টার দা সূর্য সেন আজীবন কী করেছেন? |
Ο ক) |
ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ |
Ο খ) |
ধর্ম সাধনা |
Ο গ) |
সন্ন্যাসী জীবনযাপন |
Ο ঘ) |
ব্রিটিশদের তাবেদারি |
সঠিক উত্তর: (ক)
১৩. |
তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৭৬২ |
Ο খ) |
১৮২৬ |
Ο গ) |
১৭৭২ |
Ο ঘ) |
১৭৮২ |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
হাজী শরিয়তউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
মাদারীপুর |
Ο খ) |
নাটোর |
Ο গ) |
ময়মনসিংহ |
Ο ঘ) |
জামালপুর |
সঠিক উত্তর: (ক)
১৫. |
জয়নুল আবেদিন ছবি আঁকতেন - i. দুর্ভিক্ষতাড়িত জীবন ও জগতের ii. দেশজ ইতিহাসের iii. ঐতিহ্য ও সংস্কৃতির নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
‘গীতাঞ্জলি’ কী? |
Ο ক) |
নজরুলের কবিতার বই |
Ο খ) |
রবীন্দ্রনাথের কবিতার বই |
Ο গ) |
নজরুলের গানের বই |
Ο ঘ) |
রবীন্দ্রনাশের গানের স্বরলিপি |
সঠিক উত্তর: (খ)
১৭. |
কবি যে কারণে বলেছেন, ‘হাজার চরণ চিহ্ন পেছনে ফেলে এসেছি।’ তা হলো - i. হাজার বছর ধরে বাংলায় বসবাস করা হচ্ছে ii. হাজার বছরের স্বতন্ত্র সংস্কৃতি ও ধর্ম নিয়ে বসবাস করা হচ্ছে iii. বাঙালি জাতিগতভাবে পৃথক মনোভাবের জাতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮. |
‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা আছে? |
Ο ক) |
মুঘল যুগের |
Ο খ) |
পাল যুগের |
Ο গ) |
সুলতানি যুগের |
Ο ঘ) |
পাঠান যুগের |
সঠিক উত্তর: (খ)
১৯. |
নিচের কোন জন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন না? |
Ο ক) |
ক্ষুদিরাম |
Ο খ) |
সূর্যসেন |
Ο গ) |
তিতুমীর |
Ο ঘ) |
জয়নুল |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
সৈয়দ শামসুল হক যে পুরস্কারে ভূষিত হয়েছেন - i. একুশে পদক ii. স্বাধীনতা পদক iii. বাংলা একাডেমী পুরস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১. |
বাঙালির হাজার বছরের পথ চলা হচ্ছে - i. বাঙালির অস্তিত্ব ii. বাংলা সামনে এগুচ্ছে iii. বাংলার ক্লান্তি নেই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২. |
বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল - i. শাসকগোষ্ঠীর বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য ii. অস্তিত্ব রক্ষার জন্য iii. মানুষের যুদ্ধংদেহী মনোভাবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩. |
কবি তাঁর পরিচয় খুঁজে পেয়েছেন - i. ইতিহাসের ধারাবাহিকতায় ii. ঐতিহ্যের ধারায় iii. সাম্যবাদী চেতনায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
কবি হাজার বছর চলেন কোন পথ দিয়ে? |
Ο ক) |
গলিপথ |
Ο খ) |
মেঠোপথ |
Ο গ) |
আলপথ |
Ο ঘ) |
রাজপথ |
সঠিক উত্তর: (গ)
২৫. |
চর্যাপদের সাথে সম্পর্ক রয়েছে - i. বৌদ্ধ সহজিয়াদের ii. নেপালের রাজদরবারের iii. হরপ্রসাদ শাস্ত্রীর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থ থেকে ‘আমার পরিচয়’ শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে? |
Ο ক) |
অগ্নি ও জলের কবিতা |
Ο খ) |
রাজনৈতিক কবিতা |
Ο গ) |
একদা এক রাজ্যে |
Ο ঘ) |
কিশোর কবিতা সমগ্র |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
‘বজ্রকন্ঠ’ কার কন্ঠকে বলা হয়? |
Ο ক) |
শেরে বাংলা এ. কে. ফজলুল হক |
Ο খ) |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
Ο গ) |
মওলানা ভাসানী |
Ο ঘ) |
জিয়াউর রহমান |
সঠিক উত্তর: (খ)
২৮. |
পাল যুগের সাথে সম্পর্কিত - i. কৈবর্ত বিদ্রোহ ii. সোমপুর বিহার iii. বড় সোনামসজিদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৯. |
পাহাড়পুর বৌদ্ধবিহার কে আবিষ্কার করেন? |
Ο ক) |
স্যার রিচার্ডসন |
Ο খ) |
স্যার উইলিয়ামসর |
Ο গ) |
স্যার বিলিফোর্ড |
Ο ঘ) |
স্যার কানিংহাম |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
‘কৈবর্ত বিদ্রোহ’ নির্দেশ করে - i. বাঙালির রাজনৈতিক ইতিহাসের দীর্ঘপথ ii. বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য iii. বাঙালির অতীত ইতিহাস খারাপ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩১. |
বাঙালির সংগ্রামী চেতনার ব্রিটিশ বিরোধী নায়ক - |
Ο ক) |
ক্ষুদিরাম, সূর্য সেন |
Ο খ) |
জয়নুল, অবনঠাকুর |
Ο গ) |
বারোভূঁইয়ারা |
Ο ঘ) |
কৈবর্ত বিদ্রোহীরা |
সঠিক উত্তর: (ক)
৩২. |
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালির জাতীয় স্লোগান কী ছিল? |
Ο ক) |
বাংলাদেশ জিন্দাবাদ |
Ο খ) |
জয় বাংলা |
Ο গ) |
বন্দে মাতরম |
Ο ঘ) |
জয় হিন্দ |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
চাঁদ সওদাগরের কাহিনী কোথায় বর্ণিত হয়েছে? |
Ο ক) |
চর্যাপদে |
Ο খ) |
মঙ্গলকাব্যে |
Ο গ) |
ময়মনসিংহ গীতিকায় |
Ο ঘ) |
গীতিকবিতায় |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
‘আমার পরিচয়’ কবিতায় তিতুমীর ও হাজী শরীয়তউল্লাহ - এর নাম বলার কারণ হলো - i. বাঙালির স্বাধীকার আন্দোলনের ইতিহাস বোঝানোর জন্য ii. বিদেশি শাসকদের দাসত্ব মেনে না নেওয়ার পুরোধাদের জানতে iii. তাদের সংগ্রামী চেতনার রক্ষা পরবর্তী প্রজন্মকে জানাতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
‘আমার পরিচয়’ কবিতায় কবি বাংলার পলিমাটিতে চলেন - |
Ο ক) |
হাতের চিহ্ন ফেলে |
Ο খ) |
পায়ের চিহ্ন ফেলে |
Ο গ) |
দ্রুতবেগে |
Ο ঘ) |
ধীরগতিতে |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
সৈয়দ শামসুল হকের পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান - i. ঢাকা কলেজিয়েট স্কুল ii. জগন্নাথ কলেজ iii. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
‘নুরুলদীনের সারাজীবন’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? |
Ο ক) |
কাব্যগ্রন্থ |
Ο খ) |
গল্পগ্রন্থ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
হাজী শরিয়তউল্লাহ প্রবর্তিত আন্দোলনের নাম কী? |
Ο ক) |
ভারত ছাড় আন্দোলন |
Ο খ) |
আত্মশুদ্ধি আন্দোলন |
Ο গ) |
সশস্ত্র আন্দোলন |
Ο ঘ) |
ফরায়েজি আন্দোলন |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
‘আমার পরিচয়’ কবিতায় ধরা পড়েছে কবির - i. স্বদেশপ্রেম ii. স্বাজত্যবোধ iii. ঐতিহ্যপ্রীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
ক্ষুদিরামের ফাঁসির আদেশ কার্যকর করা হয় কত সালে? |
Ο ক) |
১৯০৮ |
Ο খ) |
১৯১০ |
Ο গ) |
১৯১২ |
Ο ঘ) |
১৯১৪ |
সঠিক উত্তর: (ক)
৪১. |
আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে কী আছে? |
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
ঐতিহ্য |
Ο গ) |
সংস্কৃতি |
Ο ঘ) |
সংগ্রাম |
সঠিক উত্তর: (ক)
৪২. |
‘আমার পরিচয়’ কবিতায় ‘বীজমন্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
মন্ত্রের বীজ |
Ο খ) |
মূল প্রেরণা |
Ο গ) |
বজ্রকন্ঠ |
Ο ঘ) |
চর্যাপদ |
সঠিক উত্তর: (খ)
৪৩. |
তিতুমীর শহিদ হন কত সালে? |
Ο ক) |
১৮৪১ |
Ο খ) |
১৯১০ |
Ο গ) |
১৯১২ |
Ο ঘ) |
১৯১৪ |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
‘আমার পরিচয়’ কবিতায় কতটি নদী কবির আগমন সম্পর্কে প্রশ্ন করে? |
Ο ক) |
পাঁচশত |
Ο খ) |
নয়শত |
Ο গ) |
তেরোশত |
Ο ঘ) |
পনেরোশত |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
কবি বরেন্দ্রভূমের কোন মসজিদ থেকে এসেছেন? |
Ο ক) |
শিয়া মসজিদ |
Ο খ) |
ষাট গম্বুজ মসজিদ |
Ο গ) |
আদী মসজিদ |
Ο ঘ) |
সোনা মসজিদ |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
কবি কোথাকার মন্দির-বেদি থেকে এসেছেন? |
Ο ক) |
জোড়বাংলার |
Ο খ) |
পাহাড়পুরের |
Ο গ) |
কমলার দীঘির |
Ο ঘ) |
বরেন্দ্রভূমের |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. |
শিশুতোষ গ্রন্থ ও নাটক রচনা করেছেন কে? |
Ο ক) |
মনসুর বয়াতি |
Ο খ) |
শাকিল খান |
Ο গ) |
কায়কোবাদ |
Ο ঘ) |
সৈয়দ শামসুল হক |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
বারোভূঁইয়াদের নেতা কে ছিলেন? |
Ο ক) |
প্রতাপাদিত্য |
Ο খ) |
কেদার রায় |
Ο গ) |
চাঁদ রায় |
Ο ঘ) |
ঈসা খাঁ |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
চট্টগ্রামকে ইংরেজমুক্ত করে স্বাধীন ঘোষণা করেন কে? |
Ο ক) |
প্রীতিলতা |
Ο খ) |
ক্ষুদিরাম |
Ο গ) |
সূর্যসেন |
Ο ঘ) |
তিতুমীর |
সঠিক উত্তর: (গ)
৫০. |
‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি? |
Ο ক) |
চিত্রকলা |
Ο খ) |
ছন |
Ο গ) |
মাটি |
Ο ঘ) |
পাটকাঠি |
সঠিক উত্তর: (গ)
৫১. |
শিল্পী জয়নুল আবেদিনের উপাধি কী? |
Ο ক) |
শিল্পাচার্য |
Ο খ) |
শিল্পগুরু |
Ο গ) |
পটুয়া |
Ο ঘ) |
শিল্পীশ্রেষ্ঠ |
সঠিক উত্তর: (ক)
৫২. |
সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন? |
Ο ক) |
১৫৬৫ |
Ο খ) |
১৫৭০ |
Ο গ) |
১৫৭৫ |
Ο ঘ) |
১৫৮০ |
সঠিক উত্তর: (গ)
৫৩. |
‘আমার পরিচয়’ কবিতার ডিঙার বহরের মালিক কে? |
Ο ক) |
বাউল |
Ο খ) |
জয়নুল |
Ο গ) |
হাজী শরিয়ত |
Ο ঘ) |
সওদাগর |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
কবি কার ডিঙার বহর থেকে এসেছেন? |
Ο ক) |
বাউলের |
Ο খ) |
সওদাগরের |
Ο গ) |
কৈবর্তের |
Ο ঘ) |
সূর্যসেনের |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
কবি কীরূপ মাটির দেউল থেকে এসেছেন? |
Ο ক) |
কমলার দীঘি |
Ο খ) |
আউল-বাউল |
Ο গ) |
মন্দির-বেদী |
Ο ঘ) |
সোনা মসজিদ |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
সৈয়দ শামসুল হকের পিতার নাম কী? |
Ο ক) |
সিদ্দিক হুসাইন |
Ο খ) |
মোহাম্মদ সিদ্দিকুল্লাহ |
Ο গ) |
সৈয়দ সিদ্দিক হুসাইন |
Ο ঘ) |
সৈয়দ সিদ্দিক হক |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত নদীর সংখ্যা কত? |
Ο ক) |
১২০০ |
Ο খ) |
১৩০০ |
Ο গ) |
১৪০০ |
Ο ঘ) |
১৫০০ |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
ক্ষুদিরাম ও সূর্যসেনের মাঝে সাদৃশ্যের দিক হলো - i. সশস্ত্র বিদ্রোহী ii. ফাঁসিতে মৃত্যুদন্ড প্রাপ্ত iii. প্রকৃত দেশপ্রেমী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
ক্ষুদিরামের ফাঁসির আদেশ কার্যকর হয় - |
Ο ক) |
১৯০৮ সালের ১ মার্চ |
Ο খ) |
১৯০৮ সালের ১ জুন |
Ο গ) |
১৯০৮ সালের ১ আগস্ট |
Ο ঘ) |
১৯০৮ সালের ১ সেপ্টেম্বর |
সঠিক উত্তর: (গ)
৬০. |
‘অবনঠাকুর’ কার সংক্ষিপ্ত নাম? |
Ο ক) |
অবনেন্দুনাথ ঠাকুর |
Ο খ) |
অরবিন্দ ঠাকুর |
Ο গ) |
অবনীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) |
অবনকুমার ঠাকুর |
সঠিক উত্তর: (গ)
৬১. |
চিত্রশিল্পী ছাড়াও অবনীন্দ্রনাথ আর কী হিসেবে খ্যাতিমান ছিলেন? |
Ο ক) |
সমালোচক |
Ο খ) |
সংগীতজ্ঞ |
Ο গ) |
কবি |
Ο ঘ) |
শিশু সাহিত্যিক |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
ক্ষুদিরাম ও সূর্যসেন কাদের বিরুদ্ধে লড়াই করেছেন? |
Ο ক) |
ইংরেজদের বিরুদ্ধে |
Ο খ) |
জমিদারদের বিরুদ্ধে |
Ο গ) |
শোষকদের বিরুদ্ধে |
Ο ঘ) |
পাকিস্তানিদের বিরুদ্ধে |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
হোসেন শাহের রাজত্বকাল কত? |
Ο ক) |
১৪৬৩-১৪৮১ খ্রি: |
Ο খ) |
১৪৭৬-১৪৯৮ খ্রি: |
Ο গ) |
১৪৮৯-১৫০৮ খ্রি: |
Ο ঘ) |
১৪৯৩-১৫১৯ খ্রি: |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
ক্ষুদিরাম কাকে হত্যা করতে চেয়েছিলেন? |
Ο ক) |
চেমসফোর্ডকে |
Ο খ) |
কিংসফোর্ডকে |
Ο গ) |
লর্ড মিন্টোকে |
Ο ঘ) |
লর্ড কার্জনকে |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ছিলেন - |
Ο ক) |
মওলানা ভাসানী |
Ο খ) |
শেখ মুজিবুর রহমান |
Ο গ) |
জিয়াউর রহমান |
Ο ঘ) |
কর্নেল ওসমানী |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
মৈমনসিংহ গীতকার পালা কোনটি? |
Ο ক) |
কললার পালা |
Ο খ) |
মহুয়ার পালা |
Ο গ) |
গাজী পালা |
Ο ঘ) |
কীর্তন পালা |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
‘চর্যাপদ’ কাদের সৃষ্টি? |
Ο ক) |
হিন্দু কবিদের |
Ο খ) |
মুসলমান কবিদের |
Ο গ) |
খ্রিস্টান কবিদের |
Ο ঘ) |
বৌদ্ধ কবিদের |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
ইতিহাসের ধারাবাহিকতায় বিপ্লবী হলেন - i. দিব্য ii. তিতুমীর iii. সূর্যসেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
সৈয়দ শামসুল হকের জন্ম সাল কোনটি? |
Ο ক) |
১৯২৫ |
Ο খ) |
১৯৩৫ |
Ο গ) |
১৯৪৫ |
Ο ঘ) |
১৯৫৫ |
সঠিক উত্তর: (খ)
৭০. |
চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? |
Ο ক) |
শ্রীলঙ্কা |
Ο খ) |
নেপাল |
Ο গ) |
পাকিস্তান |
Ο ঘ) |
ভারত |
সঠিক উত্তর: (খ)
৭১. |
ক্ষুদিরাম কোথায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
শরীয়তপুরে |
Ο খ) |
মেদিনীপুর |
Ο গ) |
শেরপুরে |
Ο ঘ) |
বহরমপুরে |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বড় সোনামসজিদ কোথায় অবস্থিত? |
Ο ক) |
চাঁপাইনবাবগঞ্জ |
Ο খ) |
নওগাঁ |
Ο গ) |
গৌড় |
Ο ঘ) |
নাটোর |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
সৈয়দ শামসুল হকের উপন্যাস কোনটি? |
Ο ক) |
বৃষ্টি ও বিদ্রোহীগণ |
Ο খ) |
পায়ের আওয়াজ পাওয়া যায় |
Ο গ) |
তিতাস একটি নদীর নাম |
Ο ঘ) |
জলেশ্বরীর গল্পগুলো |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বারো ভূঁইয়াদের কোন ক্ষমতার অধিকারী বলা হয়েছে? |
Ο ক) |
স্বাধীন |
Ο খ) |
পরাধীন |
Ο গ) |
বাউল |
Ο ঘ) |
সার্বভৌম |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
পাল বংশ কত বছর রাজত্ব করে? |
Ο ক) |
দুইশত |
Ο খ) |
তিনশত |
Ο গ) |
চারশত |
Ο ঘ) |
পাঁচশত |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
একজন বাঙালির বৈশিষ্ট্য হলো - i. বাংলায় কথা বলা ii. বাংলায় জন্মগ্রহণ iii. বিদেশ না যাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
‘মহুয়ার পালা’ কী? |
Ο ক) |
কবিতা |
Ο খ) |
মৈমনসিংহ গীতিকার একটি পালা |
Ο গ) |
পূর্ববঙ্গ গীতিকা |
Ο ঘ) |
গীতিনাট্য |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
সবচেয়ে বড় বৌদ্ধবিহার কোনটি? |
Ο ক) |
শালবন বিহার |
Ο খ) |
মহাস্থানগড় |
Ο গ) |
পাহাড়পুর বৌদ্ধবিহার |
Ο ঘ) |
মহাপীঠ বিহার |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
বাঙালির অতীত ইতিহাসের উপাদান হচ্ছে - i. ঔপনিবেশিক শাসন ii. স্বাধীনতা সংগ্রাম iii. বিভিন্ন জাতিগোষ্ঠীর আগমন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
হাজী শরিয়তউল্লাহ কোথায় অবস্থান করে ইসলাম ধর্ম বিসয়ে পান্ডিত্য অর্জন করেন? |
Ο ক) |
মক্কায় |
Ο খ) |
জেদ্দায় |
Ο গ) |
ইরানে |
Ο ঘ) |
ইরাকে |
সঠিক উত্তর: (ক)
৮১. |
সূর্য সেনের ফাঁসি হয় কবে? |
Ο ক) |
১৯০৩ সালের ১ জানুয়ারি |
Ο খ) |
১৯৩২ সালের ৩ জানুয়ারি |
Ο গ) |
১৯৩৩ সালের ৫ জুন |
Ο ঘ) |
১৯৩৪ সালের ১২ জানুয়ারি |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
কবি-উল্লিখিত তেরো শ নদীর ক্ষেত্রে প্রযোজ্য - i. বাংলার বুকে নাড়ি ii. অর্থনীতি ও জীবনধারার অংশ iii. কৃষির সাথে সম্পর্কিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
কুমিল্লা |
Ο খ) |
রংপুর |
Ο গ) |
কুড়িগ্রাম |
Ο ঘ) |
রাজশাহী |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
‘আমার পরিচয়’ কবিতায় ‘আউল’ বলতে বোঝানো হয়েছে - i. আল পথকে ii. আউলিয়াকে iii. সংসার বিরাগী ব্যক্তিকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
‘সব বিভেদের রেখা�মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই’ - উক্তিটি কে করেছেন? |
Ο ক) |
কাজী নজরুল ইসলাম |
Ο খ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
সৈয়দ শামসুল হক |
Ο ঘ) |
জীবনানন্দ দাশ |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’ - এখানে ‘চার্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন? |
Ο ক) |
অতীত ঐতিহ্য |
Ο খ) |
সাংস্কৃতিক রূপ |
Ο গ) |
ঐতিহাসিক পটভূমি |
Ο ঘ) |
সাংস্কৃতিক পরিচয় |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. |
কবি সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ কবিতায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যারা - i. শিকড়হীন পরগাছা স্বরূপ ii. জন্মভূমির প্রতি দায়িত্ববোধহীন iii. নাড়ির টানে মাটির বুকে ফেরে না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. |
‘আমার পরিচয়’ কবিতায় ‘বারো ভূঁইয়ার’ প্রসঙ্গ আনার কারণ হলো - i. বারো ভূঁইয়ারা স্বউদ্যোগে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলেছেন ii. তাঁরা বৈদেশিক শাসকদের আনুগত্য মানেননি iii. বাঙালিরা বারো ভূঁইয়াদের দ্বারা শোষিত হয়েছিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
পাহাড়পুর বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়? |
Ο ক) |
১৯৫০ |
Ο খ) |
১৮৭৯ |
Ο গ) |
১৯৭৯ |
Ο ঘ) |
১৮৬৯ |
সঠিক উত্তর: (খ)
৯০. |
বরেন্দ্র কোন এলাকাকে বলা হয়? |
Ο ক) |
বরিশাল |
Ο খ) |
চট্টগ্রাম |
Ο গ) |
রাজশাহী |
Ο ঘ) |
ঢাকা |
সঠিক উত্তর: (গ)
৯১. |
ব্রিটিশদের আগ্নেয়াস্ত্রের মুখে বাঁশের প্রতিরোধে সৃষ্টি করেন কে? |
Ο ক) |
ক্ষুদিরাম |
Ο খ) |
সূর্য সেন |
Ο গ) |
হাজী শরীয়তউল্লাহ |
Ο ঘ) |
তিতুমীর |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
পাল যুগের সূচনা করেন কে? |
Ο ক) |
মহীপাল |
Ο খ) |
ধর্মপাল |
Ο গ) |
হরিপাল |
Ο ঘ) |
গোপাল |
সঠিক উত্তর: (ঘ)
৯৩. |
বাঙালি জাতির ইতিবাচক বৈশিষ্ট্য হলো - i. সাম্যচেতনা ii. অসাম্প্রদায়িকতা iii. স্বাধিকার চেতনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
‘একদা এক রাজ্যে’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? |
Ο ক) |
কাব্যগ্রন্থ |
Ο খ) |
গল্পগ্রন্থ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ - কবির মতে এটি হচ্ছে - |
Ο ক) |
শাশ্বত মানবতার বাণী |
Ο খ) |
সর্বজনীন উক্তি |
Ο গ) |
বাঙালির জাতির বীজমন্ত্র |
Ο ঘ) |
বাঙালি জাতির আদর্শ |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
চর্যাপদের পান্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়? |
Ο ক) |
আসামের রাজদরবার থেকে |
Ο খ) |
বিহারের রাজদরবার থেকে |
Ο গ) |
আগরতলার রাজদরবার থেকে |
Ο ঘ) |
নেপালের রাজদরবার থেকে |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন? |
Ο ক) |
হাজার বছর |
Ο খ) |
শত বছর |
Ο গ) |
লক্ষ বছর |
Ο ঘ) |
কোটি বছর |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
‘আমার পরিচয়’ কবিতায় ‘আউল-বাউল’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
সংসারী মানুষকে |
Ο খ) |
সংসার ত্যাগীকে |
Ο গ) |
বিদ্রোহী নেতাকে |
Ο ঘ) |
বারো ভূঁইয়াকে |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
‘আমার পরিচয়’ কবিতায় কবি কাদের ডিঙার বহর থেকে এসেছেন বলে উল্লেখ করেছেন? |
Ο ক) |
পালদের |
Ο খ) |
নাবিকদের |
Ο গ) |
সওদাগরদের |
Ο ঘ) |
জেলেদের |
সঠিক উত্তর: (গ)
১০০. |
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ - এটি কীসের দ্যোতক? |
Ο ক) |
মানবতার |
Ο খ) |
সাম্যের |
Ο গ) |
প্রেমের |
Ο ঘ) |
মনুষ্যত্বের |
সঠিক উত্তর: (খ)
১০১. |
নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে - i. তটিনী ii. প্রবাহিণী iii. সরিৎ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০২. |
‘আমার পরিচয়’ কবিতায় কবি এসেছেন জোড়বাংলার - |
Ο ক) |
মন্দির-বেদি থেকে |
Ο খ) |
সোনা মসজিদ থেকে |
Ο গ) |
বৌদ্ধবিহার থেকে |
Ο ঘ) |
কমলার দীঘি থেকে |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
পাহাড়পুর বৌদ্ধবিহার কার আমলে নির্মিত হয়? |
Ο ক) |
গোপাল |
Ο খ) |
মহীপাল |
Ο গ) |
ন্যায় পাল |
Ο ঘ) |
ধর্মপালদেব |
সঠিক উত্তর: (ঘ)
১০৪. |
জয়বাংলা ধ্বনিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? |
Ο ক) |
চরণচিহ্ন |
Ο খ) |
বজ্রকন্ঠ |
Ο গ) |
কৈবর্ত বিদ্রোহ |
Ο ঘ) |
তীব্রকন্ঠ |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
অবনীন্দ্রনাথ ছিলেন একজন - |
Ο ক) |
নৃত্যশিল্পী |
Ο খ) |
কারুশিল্পী |
Ο গ) |
চিত্রশিল্পী |
Ο ঘ) |
সংগীতশিল্পী |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত চিত্রশিল্পী হলেন - i. তিতুমীর ii. অবনঠাকুর iii. জয়নুল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৭. |
শ্রী ধর্মপালদেব ছিলেন - |
Ο ক) |
প্রথম পাল রাজা |
Ο খ) |
দ্বিতীয় পাল রাজা |
Ο গ) |
তৃতীয় পাল রাজা |
Ο ঘ) |
চতুর্থ পাল রাজা |
সঠিক উত্তর: (খ)
১০৮. |
‘কোথা থেকে তুমি এলে?’ - একথা কবিকে কে শুধায়? |
Ο ক) |
মাঠঘাট |
Ο খ) |
গাছপালা |
Ο গ) |
আকাশ |
Ο ঘ) |
নদী |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
কবি সৈয়দ শামসুল হক ‘আমার পরিচয়’ কবিতায় সওদাগরের ডিঙার বহরের কথা যে কারণে বলেছেন, তা হলো - i. বাঙালির প্রতিবাদি মানসিকতা বোঝানোর জন্য ii. কোনো অনৈতিকতার কাছে মাথা নত না করার জন্য iii. সওদাগরের ডিঙার বহর দেখতে সুন্দর বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১০. |
‘কমলার দীঘি’ কোন সাহিত্যের অংশ? |
Ο ক) |
মঙ্গলকাব্য |
Ο খ) |
মৈয়মনসিংহ গীতিকা |
Ο গ) |
শ্রীকৃষ্ণ কীর্তন |
Ο ঘ) |
পারস্য সাহিত্য |
সঠিক উত্তর: (খ)
১১১. |
তিতুমীর দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন - i. অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে ii. পাল রাজাদের বিরুদ্ধে� iii. হিন্দু জমিদারদের বিরুদ্ধে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১২. |
বাঙালি জাতি কীসের ছবি আঁকবেই? |
Ο ক) |
ঐক্যের |
Ο খ) |
মুক্তির |
Ο গ) |
সুখের |
Ο ঘ) |
সাম্যের |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
বাঙালি জাতির ইতিহাসে প্রাচীনতম বিদ্রোহ কোনটি? |
Ο ক) |
সিপাহি বিদ্রোহ |
Ο খ) |
কৃষক বিদ্রোহ |
Ο গ) |
কৈবর্ত বিদ্রোহ |
Ο ঘ) |
তিতুমীরের বিদ্রোহ |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
‘দেউল’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
আলয় |
Ο খ) |
দেবালয় |
Ο গ) |
দেবার্চনা |
Ο ঘ) |
উৎস |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
পাল বংশের শাসনকাল কত বছর? |
Ο ক) |
৩০০ |
Ο খ) |
৩৫০ |
Ο গ) |
২৫০ |
Ο ঘ) |
৪০০ |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
চর্যাপদ কে আবিষ্কার করেন? |
Ο ক) |
আবদুল করিম সাহিত্যবিশারদ |
Ο খ) |
মুহম্মদ শহীদুল্লাহ |
Ο গ) |
আশুতোষ ভট্টাচার্য |
Ο ঘ) |
হরপ্রসাদ শাস্ত্রী |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
বাংলায় চিত্রকলা ও শিল্প-সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন সময়ে? |
Ο ক) |
সেনযুগে |
Ο খ) |
পাল যুগে |
Ο গ) |
মুঘল আমলে |
Ο ঘ) |
সুলতানি আমলে |
সঠিক উত্তর: (খ)
১১৮. |
সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
বরিশাল |
Ο খ) |
নোয়াখালী |
Ο গ) |
চট্টগ্রাম |
Ο ঘ) |
কুমিল্লা |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের - i. স্বাধীনতার প্রতীক ii. মুক্তির প্রতীক iii. সমৃদ্ধির প্রতীক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২০. |
‘কৈবর্ত’ সম্প্রদায়ের নেতার নাম কী? |
Ο ক) |
মহীপাল |
Ο খ) |
ধর্মপাল |
Ο গ) |
দিব্য বা দিব্বোক |
Ο ঘ) |
হরপ্রসাদ |
সঠিক উত্তর: (গ)
১২১. |
বাঙালি জাতির সাম্যবাদী চেতনার বহিঃপ্রকাশ হলো - i. ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান ii. মানুষের প্রতি মানুষের সহানুভূতি iii. রাজনৈতিক সমঝোতার অভাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২২. |
তিতুমীরের আসল নাম কী? |
Ο ক) |
মীর নাসির আলী |
Ο খ) |
মীর নিসার আলী |
Ο গ) |
মীর নেছার আহমদ |
Ο ঘ) |
মীর নাসিরউদ্দিন |
সঠিক উত্তর: (খ)
১২৩. |
‘আলপথ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
সামনের পথ |
Ο খ) |
পেছনের পথ |
Ο গ) |
পাশের পথ |
Ο ঘ) |
জমির সীমানার পথ |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
‘কমলার দীঘি’ কী? |
Ο ক) |
বিদ্রোহের প্রতীক |
Ο খ) |
লোককাহিনী |
Ο গ) |
চিত্রকলা |
Ο ঘ) |
পলিমাটি |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
‘আমার পরিচয়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? |
Ο ক) |
কিশোর কবিতা সমগ্র |
Ο খ) |
সীমান্তের সিংহাসন |
Ο গ) |
অগ্নি ও জলের কবিতা |
Ο ঘ) |
একদা এক রাজ্যে |
সঠিক উত্তর: (ক)
১২৬. |
আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশরূপে কবি তুলে ধরেছেন - i. মৈমনসিংহ গীতিকা ii. চর্যাপদ iii. পাল চিত্রকলা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
কৈবর্ত বিদ্রোহ কার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল? |
Ο ক) |
মহীপাল |
Ο খ) |
হরিপাল |
Ο গ) |
গোপাল |
Ο ঘ) |
অনন্তপাল |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
‘অগ্নিবীণা’ কী? |
Ο ক) |
একটি কবিতার বই |
Ο খ) |
একটি সংগঠন |
Ο গ) |
একটি শিক্ষাপ্রতিষ্ঠান |
Ο ঘ) |
একটি বাদ্যযন্ত্র |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
তিতুমীরের সাথে জড়িয়ে আছে - i. ব্রিটিশবিরোধী বিদ্রোহ ii. বাঁশের কেল্লা iii. বিজয়ী বীর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
কোনটি সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ? |
Ο ক) |
পায়ের আওয়াজ পাওয়া যায় |
Ο খ) |
নূরুলদীনের সারাজীবন |
Ο গ) |
সীমান্তের সিং |
Ο ঘ) |
শীত বিকেল |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
কবি পেছনে কী ফেলে এসেছেন? |
Ο ক) |
বীজমন্ত্র |
Ο খ) |
প্রাণের কথা |
Ο গ) |
বিভেদের রেখা |
Ο ঘ) |
চরণচিহ্ন |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ - উক্তিটি কার? |
Ο ক) |
শ্রীরামকৃষ্ণের |
Ο খ) |
কানুপা |
Ο গ) |
ভরতচন্দ্র রায়গুণকরের |
Ο ঘ) |
চন্ডীদাসের |
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. |
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের লেখক কে? |
Ο ক) |
সৈয়দ শামসুল হক |
Ο খ) |
নুরুল মোমেন |
Ο গ) |
সেলিম আলদীন |
Ο ঘ) |
আতাউর রহমান |
সঠিক উত্তর: (ক)
১৩৪. |
‘রক্ত গোলাপ’ সৈয়দ শামসুল হকের কোন জাতীয় রচনা? |
Ο ক) |
প্রবন্ধ |
Ο খ) |
গল্প |
Ο গ) |
নাটক |
Ο ঘ) |
উপন্যাস |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
ছোট সোনামসজিদ কার আমলে নির্মিত হয়? |
Ο ক) |
আলাউদ্দিন হোসেন শাহ |
Ο খ) |
গিয়াসউদ্দিন আযম শাহ |
Ο গ) |
জালালউদ্দিন শাহ |
Ο ঘ) |
নুসরৎ শাহ |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
কবি ‘লাল রাজপথ’ বলতে যা বোঝাতে চেয়েছেন, তা হলো - i. ভাষার দাবিতে আন্দোলনরত বাঙালির বুকের রক্তে রাজপথ লাল হলো ii. পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে iii. বাংলার বেশির ভাগ রাজপথেই লাল লাল দাগ রয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন হলো - i. ছোট সোনামসজিদ ii. বড় সোনামসজিদ iii. পাহাড়পুরের বৌদ্ধবিহার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৮. |
‘আমার পরিচয়’ কবিতায় কবি মুসলিম ঐতিহ্যের নিদর্শন বোঝাতে কীসের কথা উল্লেখ করেছেন? |
Ο ক) |
কৈবর্ত বিদ্রোহের |
Ο খ) |
বৌদ্ধবিহারের |
Ο গ) |
সোনা মসজিদের |
Ο ঘ) |
কমলার দীঘির |
সঠিক উত্তর: (গ)
১৩৯. |
কৈবর্ত বিদ্রোহ কখন সংঘটিত হয়? |
Ο ক) |
আনুমানিক ১০০-৩৫ খ্রি: |
Ο খ) |
আনুমানিক ১০০-৪৫ খ্রি: |
Ο গ) |
আনুমানিক ১০০-৫৫ খ্রি: |
Ο ঘ) |
আনুমানিক ১০০-৬৫ খ্রি: |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. |
সূর্য সেন কত সালে চট্টগ্রামকে ইংরেজমুক্ত স্বাধীনতা ঘোষণা করেন? |
Ο ক) |
১৯২৫ |
Ο খ) |
১৯২৭ |
Ο গ) |
১৯২৯ |
Ο ঘ) |
১৯৩০ |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
পাহাড়পুরের বৌদ্ধবিহারের আরেক নাম কী? |
Ο ক) |
মহাস্থানগড় |
Ο খ) |
শালবন বিহার |
Ο গ) |
সোমপুর বিহার |
Ο ঘ) |
মহাবিহার |
সঠিক উত্তর: (গ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ভাষার প্রতি গভীর ভালোবাসার কারণেই সেদিন বাঙালি জাতি পাকিস্তানি হানাদারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। গড়ে ওঠে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। এ বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ৭১-এর স্বাধীনতাযুদ্ধে গোটা বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে। |
১৪২. |
উদ্দীপকের বাঙালির সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য কোথায়? |
Ο ক) |
আত্মত্যাগে |
Ο খ) |
স্বার্থপরতায় |
Ο গ) |
অভিমানে |
Ο ঘ) |
উত্তেজনায় |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
উদ্দীপক ও ‘আমার পরিচয়’ কবিতা উভয় ক্ষেত্রেই দেখা যায় - |
Ο ক) |
বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল |
Ο খ) |
বাঙারি জাতি পালিয়ে গিয়েছিল |
Ο গ) |
বাঙালি জাতি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিল |
Ο ঘ) |
বাঙালি জাতি বিক্ষুদ্ধ ছিলো |
সঠিক উত্তর: (ক)
কমলার দীঘি মহুয়ার পালা কোন ধরনের সাহিত্য?সাহিত্যিক ঐতিহ্য নাকি সাংস্কৃতিক ঐতিহ্য?
উত্তরমুছুন