এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১২: গদ্য - পয়লা বৈশাখ |
১. |
অধ্যাপক কবীর চৌধুরী সম্পর্কে কোনটি সঠিক নয়? |
Ο ক) |
তিনি সাম্প্রদায়িকতা বিরোধী ছিলেন |
Ο খ) |
তিনি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন |
Ο গ) |
‘পুশকিন ও অন্যান্ ‘ তাঁর একট উল্লেখযোগ্য রচনা |
Ο ঘ) |
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন |
সঠিক উত্তর: (ঘ)
২. |
‘সাহিত্য কোষ’ বইটি কার লেখা? |
Ο ক) |
প্রমথ চৌধুরী |
Ο খ) |
ডা. লুৎফর রহমান |
Ο গ) |
কবীর চৌধুরী |
Ο ঘ) |
মীর মশাররফ |
সঠিক উত্তর: (গ)
৩. |
উপমহাদেশ বিভক্ত হয়েছিল কত সালে? |
Ο ক) |
১৯৩৭ |
Ο খ) |
১৯৪৫ |
Ο গ) |
১৯৪৭ |
Ο ঘ) |
১৯৫০ |
সঠিক উত্তর: (গ)
৪. |
অধ্যাপক কবীর চৌধুরীর উল্লেখযোগ্য রচনা - i. ছয় সঙ্গী ii. ছায়া সঙ্গী iii. ছবি কথা সুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫. |
বর্তমানে পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র - |
Ο ক) |
গ্রাম |
Ο খ) |
রাজধানী শহর |
Ο গ) |
পাড়া |
Ο ঘ) |
বাণিজ্যিক শহর |
সঠিক উত্তর: (খ)
৬. |
‘শভিনিস্টিক’ কী? |
Ο ক) |
ফরাসি রাজনৈতিক মতবাদী |
Ο খ) |
স্পেনিশ রাজনৈতিক মতবাদী |
Ο গ) |
ইহুদি রাজনৈতিক মতবাদী |
Ο ঘ) |
রুশ রাজনৈতিক মতবাদী |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
পাকিস্তানি শাসকবর্গ ছিল - i. উপনিবেশবাদী ii. ক্ষীণদৃষ্টি iii. ধর্মান্ধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
‘পয়লা বৈশাখ’ গল্পের শেষ বাক্য কোনটি? |
Ο ক) |
বাঙালির শ্রেষ্ঠ উৎসব নববর্ষ |
Ο খ) |
এই হোক আমাদের শুভ কামনা |
Ο গ) |
ধর্মনিরপেক্ষ চেতনায় পয়লা বৈশাখ পালন করি |
Ο ঘ) |
জয় পয়লা বৈশাখ |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
‘সাবরিনা তার বন্ধুদের সাথে রমনার বটমূলে গিয়ে উৎসবমুখর পরিবেশে পান্তা-ইলিশ খাচ্ছে।’ এ বিষয়টির সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) |
পয়লা বৈশাখের |
Ο খ) |
ঈদের |
Ο গ) |
পূজা উৎসবের |
Ο ঘ) |
বিজয় উৎসবের |
সঠিক উত্তর: (ক)
১০. |
এক সময় গ্রামবাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র। কারণ তখন - i. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন ছিল গ্রামে ii. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নববর্ষ উৎসবে সোৎসাহে যোগ দিত iii. পরস্পরের বাড়িতে যাওয়া-আসা, শুভেচ্ছা বিনিময় ও খাওয়া-দাওয়া করত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১. |
রাখিবন্ধন উৎসব কোন পূর্ণিমায় করা হয়? |
Ο ক) |
বৈশাখী |
Ο খ) |
শ্রাবণ |
Ο গ) |
চৈতালী |
Ο ঘ) |
মাঘী |
সঠিক উত্তর: (খ)
১২. |
পয়লা বৈশাখে ঢাকা শহরে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো - i. নিতান্তই মেকি ii. নিতান্তই মেকি নয় iii. বৃহত্তর জনজীবনের সাথে পয়লা বৈশাখকে যুক্ত করেছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩. |
কবীর চৌধুরী মৃত্যুবরণ করেন ২০১১ সালের - |
Ο ক) |
৭ ডিসেম্বর |
Ο খ) |
৯ ডিসেম্বর |
Ο গ) |
১৩ ডিসেম্বর |
Ο ঘ) |
১৭ ডিসেম্বর |
সঠিক উত্তর: (গ)
১৪. |
ভারতীয় উপমহাদেশ কত সালে বিভক্ত হয়? |
Ο ক) |
১৯৪৬ |
Ο খ) |
১৯৪৫ |
Ο গ) |
১৯৪৭ |
Ο ঘ) |
১৯৪৮ |
সঠিক উত্তর: (গ)
১৫. |
পাকিস্তান আমলে বাংলা নববর্ষ উদযাপিত হতো - i. বাঙালি জাতীয়তাবাদ চেতনায় ii. স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ে iii. ধর্মনিরপেক্ষতার আদর্শে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
তাপস-নিশ্বাস-বায়ে উযে যাক - |
Ο ক) |
আবর্জনা |
Ο খ) |
মুমূর্ষু |
Ο গ) |
পুরাতন স্মৃতি |
Ο ঘ) |
অশ্রুবাষ্প |
সঠিক উত্তর: (খ)
১৭. |
টেনিসনের ‘রিং আউট দি ওল্ড ...... রিং ইন দি ট্রু’ - এর মাধ্যমে লক্ষ করা যায় - |
Ο ক) |
নববর্ষ উদযাপনের আনন্দের কথা |
Ο খ) |
পাশ্চাত্যের নববর্ষ উদযাপনের কথা |
Ο গ) |
পুনরুজ্জীবনের আনন্দানুভূতির কথা |
Ο ঘ) |
নববর্ষের নানা প্রথার কথা |
সঠিক উত্তর: (গ)
১৮. |
পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন কে? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
টেনিসন |
Ο গ) |
কায়কোবাদ |
Ο ঘ) |
বিষ্ণু দে |
সঠিক উত্তর: (খ)
১৯. |
পাকিস্তানি শাসকগোষ্ঠী পয়লা বৈশাখ উদযাপনে বাধা দিলে এ অঞ্চলের শিক্ষিত মানুষেরা এগিয়ে আসে - i. অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে ii. প্রতিবাদী মনোভাব নিয়ে iii. পরম উৎসাহ নিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
নববর্ষে আমাদের প্রত্যাশা থাকে - i. মুখে যাক গ্লানি ii. ঘুচে যাক জরা iii. অগ্নিস্নানে শুচি হোক ধরা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
ধর্মান্ধ শব্দের অর্থ হলো - |
Ο ক) |
নিজ ধর্মে অন্ধের মতো বিশ্বাসী |
Ο খ) |
ধর্মের কারণে অন্ধ হয়ে যাওয়া |
Ο গ) |
পরধর্ম বিদ্বেষী |
Ο ঘ) |
অন্ধ ব্যক্তির ধর্ম পালন |
সঠিক উত্তর: (ক)
২২. |
ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? |
Ο ক) |
নওরোজ |
Ο খ) |
জাতীয় উৎসব |
Ο গ) |
অনন্য উৎসব |
Ο ঘ) |
বর্ষবরণ উৎসব |
সঠিক উত্তর: (ক)
২৩. |
টেনিসনের ‘রিং আউট দি ওল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো, এসো, এসো হে বৈশাখ’ পঙক্তি দুটো - i. একই মাসের প্রথম দিনটিকে নিয়ে লেখা ii. নববর্ষকে বরণ করার জন্য লেখা iii. একই ভাবকে কেন্দ্র করে লেখা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৪. |
ধর্মের নামে নৃশংসতার ইতিহাস কোন সময়ের? |
Ο ক) |
মুঘল আমলের |
Ο খ) |
পাকিস্তান আমলের |
Ο গ) |
ব্রিটিশ আমলের |
Ο ঘ) |
সুদূর অতীতের |
সঠিক উত্তর: (খ)
২৫. |
‘আমাদের ঐতিহ্য গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর।’ কথাটি বলার উদ্দেশ্য - i. তাঁদের অবদানের কথা স্মরণ করা ii. ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা তুলে ধরা iii. সাম্প্রদায়িক বাংলাদেশের স্বরূপ তুলে ধরা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৬. |
তুমি কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা নববর্ষ উদযাপন করবে? |
Ο ক) |
সাম্প্রদায়িক |
Ο খ) |
ধর্মান্ধ |
Ο গ) |
সাম্রাজ্যবাদী |
Ο ঘ) |
ধর্মনিরপেক্ষ |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
‘নওরোজ’ কোন ভাষার শব্দ? |
Ο ক) |
হিন্দি |
Ο খ) |
ফারসি |
Ο গ) |
আরবি |
Ο ঘ) |
সংস্কৃত |
সঠিক উত্তর: (খ)
২৮. |
‘পাক শাসকদের রুদ্র দৃষ্টির পরও বাংলার শিক্ষিত জনগণ বাংলা নববর্ষ উদযাপন করেছে।’ এর মধ্যে ফুটে উঠেছে বাঙালির - i. জাতীয়তাবাদী চেতনা ii. অসাম্প্রদায়িক মনোভাব iii. আনন্দ অনুভূতির বহিঃপ্রকাশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৯. |
কবীর চৌধুরী খ্যাতি অর্জন করেন - |
Ο ক) |
কবি হিসেবে |
Ο খ) |
কথাসাহিত্যিক হিসেবে |
Ο গ) |
অনুবাদক হিসেবে |
Ο ঘ) |
নাট্যকার হিসেবে |
সঠিক উত্তর: (গ)
৩০. |
ব্রিটিশদের কাছে স্বাধীনতার সূর্য হারানোর সময় বাংলার শেষ শাসক কে ছিলেন? |
Ο ক) |
মীর মদন |
Ο খ) |
সিরাজদ্দৌলা |
Ο গ) |
মঙ্গল পান্ডে |
Ο ঘ) |
মোহল লাল |
সঠিক উত্তর: (খ)
৩১. |
কবীর চৌধুরী কী হিসেবে ভূষিত হন? |
Ο ক) |
জাতীয় শিল্পী |
Ο খ) |
জাতীয় অভিনেতা |
Ο গ) |
জাতীয় অধ্যাপক |
Ο ঘ) |
জাতীয় নাট্যকার |
সঠিক উত্তর: (গ)
৩২. |
কবীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অবসর গ্রহন করেন? |
Ο ক) |
রাজশাহী বিশ্ববিদ্যালয় |
Ο খ) |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
Ο গ) |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) |
ওয়াইএমসিএ |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
কী ভুলে যাওয়া এত সহজ নয়? |
Ο ক) |
ধর্মের নামে নৃশংসতা |
Ο খ) |
সংস্কৃতির নামে নৃশংসতা |
Ο গ) |
উৎসবের নামে নৃশংসতা |
Ο ঘ) |
আত্মীয়তার বন্ধন |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
সাম্রাজ্যবাদ অর্থ কী? |
Ο ক) |
সমাজনীতি |
Ο খ) |
রাজার নীতি |
Ο গ) |
পররাজ্যের ওপর কর্তৃত্ব বিস্তাররূপ |
Ο ঘ) |
রাজনৈতিক কূটকৌশল |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন। কারণ - i. এই দিনটি সম্পূর্ণ স্বতন্ত্র ii. এই দিনটি গৌরবমন্ডিত iii. এই দিনটি মানুষ নানাভাবে পালন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
বিশ শতকের প্রথমার্ধে নববর্ষ উদযাপন আবলম্বন করে জাতীয়তাবাদী চেতনার সঙ্গে কোন চেতনা যুক্ত হয়েছিল? i. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ii. নয়া উপনিবেশবাদ চেতনা iii. ধর্মবিরোধী চেতনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
পূর্ব পাকিস্তানের লোকজনের দৃষ্টিভঙ্গি ছিল - i. ধর্মনিরপেক্ষ ii. ধর্মের পক্ষপাতিত্ব iii. অহিংস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
‘প্রতিফলন’ অর্থ হচ্ছে - |
Ο ক) |
প্রত্যুত্তর |
Ο খ) |
প্রতিজ্ঞা |
Ο গ) |
প্রতিবিম্ব |
Ο ঘ) |
পরাস্ত |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
কবীর চৌধুরীর লেখা বই - i. স্তঁদাল থেকে প্রুস্ত ii. পুশকিন ও অন্যান্য iii. ফ্রম মার্ক্স টু লেনিন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪০. |
বাংলা নববর্ষ উদযাপনে কারা বাধার সৃষ্টি করেছিল? |
Ο ক) |
ইংরেজ শাসক |
Ο খ) |
পর্তুগিজ শাসক |
Ο গ) |
পাকিস্তানি শাসক |
Ο ঘ) |
বর্গি দস্যুরা |
সঠিক উত্তর: (গ)
৪১. |
বাংলা নববর্ষ পালন আরম্ভ হয় - |
Ο ক) |
ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে |
Ο খ) |
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে |
Ο গ) |
বিংশ শতাব্দীর প্রথমার্ধে |
Ο ঘ) |
বিংশ শতাব্দীর শেষার্ধে |
সঠিক উত্তর: (খ)
৪২. |
পৃথিবীর সবদেশে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে কোন মৌলিক ধারণাটি চোখে পড়ে? |
Ο ক) |
পুনর্জন্মের ধারণা |
Ο খ) |
অস্তিত্ববাদ |
Ο গ) |
বর্ষবরণের ধারনা |
Ο ঘ) |
ধর্মীয় বিশ্বাস |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
‘আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
ব্রিটিশবিরোধী মনোভাব |
Ο খ) |
সৌহার্দ্য |
Ο গ) |
অসাম্প্রদায়িকতা |
Ο ঘ) |
শভিনিস্টিক |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
ভারতীয় উপমহাদেশে উপনিবেশ স্থাপন করেছিল কারা? |
Ο ক) |
ফরাসিরা |
Ο খ) |
ডাচরা |
Ο গ) |
ব্রিটিশরা |
Ο ঘ) |
আরবরা |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
কাজের স্বীকৃতিস্বরূপ কবীর চৌধুরী লাভ করেন - i. বাংলা একাডেমি পুরস্কার ii. একুশে পদক iii. আলাউল পুরস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
'Colony' শব্দটির সমার্থক কী? |
Ο ক) |
স্বাধীনতা |
Ο খ) |
জাতীয়তা |
Ο গ) |
উপনিবেশ |
Ο ঘ) |
স্বাদেশিকতা |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
যেমন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন কবীর চৌধুরী - i. প্রগতিশীল ii. আধুনিক iii. সাম্প্রদায়িক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৮. |
‘সোৎসাহ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
সৎভাবে |
Ο খ) |
উৎসাহের সঙ্গে |
Ο গ) |
আনন্দঘন |
Ο ঘ) |
উল্লাসমুখর |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
‘আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পান্ডের,
গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর’ - লেখকের এ উক্তিটির মধ্য দিয়ে ফুটে উঠেছে - i. মানবতা ii. সততা ও কর্তব্যনিষ্ঠা iii. ধর্মনিরপেক্ষতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫০. |
পয়লা বৈশাখে ‘হালখাতা’ অনুষ্ঠানের আয়োজন করে - |
Ο ক) |
চাকরিজীবী মহল |
Ο খ) |
শিক্ষিত মহল |
Ο গ) |
রাজনৈতিক মহল |
Ο ঘ) |
ব্যবসায়ী মহল |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির ফলে কোন দুটি রাষ্ট্রের জন্ম হয়? |
Ο ক) |
ভারত ও বাংলাদেশ |
Ο খ) |
ভারত ও পাকিস্তান |
Ο গ) |
পাকিস্তান ও বাংলাদেশ |
Ο ঘ) |
পাকিস্তান ও শ্রীলঙ্কা |
সঠিক উত্তর: (খ)
৫২. |
তিতুমীর, মঙ্গল পান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি? |
Ο ক) |
মুসলমান-মুসলমান |
Ο খ) |
মুসলমান-হিন্দু |
Ο গ) |
হিন্দু-হিন্দু |
Ο ঘ) |
মুসলমান-বৌদ্ধ |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
কবীর চৌধুরীর জন্মস্থান - |
Ο ক) |
ব্রাহ্মণবাড়িয়া |
Ο খ) |
মন্সীগঞ্জ |
Ο গ) |
কুমিল্লা |
Ο ঘ) |
ফরিদপুর |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
‘বাঙালির এক অনন্য উৎসব, এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমন্ডিত’ - এ উৎসবটি হলো - i. পয়লা বৈশাখ ii. ভ্যালেনটাইনডে iii. বাংলা নববর্ষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৫. |
রাখিবন্ধন উৎসব কখন হয়? |
Ο ক) |
আষাঢ়ে |
Ο খ) |
ফাল্গুনে |
Ο গ) |
শ্রাবণে |
Ο ঘ) |
মাঘে |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
নববর্ষ সর্বত্র পালিত হলেও দেশে দেশে ভিন্নতা দেখা যায় - i. পুনর্জন্মের ধারণার মাঝে ii. উদযাপনের রীতি পদ্ধতির মাঝে iii. নবজীবনে প্রবেশের আনন্দানুভূতির মাঝে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
হালখাতা ও মিঠাই বিতরণ কোন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ? |
Ο ক) |
ঈদ |
Ο খ) |
মহররম |
Ο গ) |
নববর্ষ |
Ο ঘ) |
রাখিবন্ধন |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
সংগত কোন শব্দের বিপরীত শব্দ? |
Ο ক) |
অসংযত |
Ο খ) |
অসংগত |
Ο গ) |
অসহযোগ |
Ο ঘ) |
অস্পৃশ্য |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
ধর্মের নামে নৃশংসতা কোন আমলে দেখা যায়? |
Ο ক) |
ইংরেজ |
Ο খ) |
পর্তুগিজ |
Ο গ) |
পাকিস্তানি |
Ο ঘ) |
মুঘল |
সঠিক উত্তর: (গ)
৬০. |
‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ নামক গ্রন্থটি সম্পাদনা করেছেন কে? |
Ο ক) |
কবীর চৌধুরী |
Ο খ) |
মোবারক হোসেন |
Ο গ) |
প্রমথ চৌধুরী |
Ο ঘ) |
আবুল ফজল |
সঠিক উত্তর: (খ)
৬১. |
বাঙালির স্বতন্ত্র সংস্কৃতির পরিচয় পাওয়া যায় - |
Ο ক) |
ব্যান্ড সংগীত থেকে |
Ο খ) |
আকাশ সংস্কৃতি থেকে |
Ο গ) |
নববর্ষ উদযাপন থেকে |
Ο ঘ) |
পাশ্চাত্য সংস্কৃতি থেকে |
সঠিক উত্তর: (গ)
৬২. |
কবীর চৌধুরী কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) |
১৯৩৫ |
Ο খ) |
১৯৩৬ |
Ο গ) |
১৯৩৭ |
Ο ঘ) |
১৯৪০ |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
‘ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস’ গ্রন্থের রচয়িতা কে? |
Ο ক) |
সিরাজুল ইসলাম চৌধুরী |
Ο খ) |
মোতাহের হোসেন চৌধুরী |
Ο গ) |
কবীর চৌধুরী |
Ο ঘ) |
ড. হুমায়ুন আজাদ |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ নামক গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? |
Ο ক) |
বাংলা একাডেমী |
Ο খ) |
শিশু একাডেমী |
Ο গ) |
জাতীয় গ্রন্থাগার |
Ο ঘ) |
নওরোজ কিতাবিস্তান |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
‘পয়লা বৈশাখ’ গল্পে ‘ক্রীড়া প্রতিযোগিতা’, ‘হালখাতা’, ‘মেলা’ প্রভৃতি কীসের পরিচয় বহন করে? |
Ο ক) |
ঈদ |
Ο খ) |
বৌদ্ধ পূর্ণিমা |
Ο গ) |
নববর্ষ |
Ο ঘ) |
দূর্গাপূজা |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে নববর্ষকে ঘিরে কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ করা যায় না - |
Ο ক) |
সে সময়কার মুসলিম মানসে |
Ο খ) |
সে সময়কার হিন্দু মানসে |
Ο গ) |
সে সময়কার খ্রিষ্টান মানসে |
Ο ঘ) |
সে সময়কার বৌদ্ধ মানসে |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
নবাব সিরাজদ্দৌলা কোন শক্তির নিকট পরাজিত হয়েছিলেন? |
Ο ক) |
মৌলবাদী শক্তির কাছে |
Ο খ) |
সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির কাছে |
Ο গ) |
ধর্মান্ধ শক্তির নিকট |
Ο ঘ) |
উপনিবেশধারী শক্তির কাছে |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
কোন ধারণাটি প্রাচীন কৃষিনির্ভর সমাজের বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ের সাথে জড়িয়ে ছিল? |
Ο ক) |
নতুন ফসল তোলার দিনক্ষণের ধারণা |
Ο খ) |
চন্দ্র-সূর্যের আগমনের বিচার-বিশ্লেষণ |
Ο গ) |
শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণা |
Ο ঘ) |
জমিদারদের নতুন বছরে খাজনা দেবার ধারণা |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
নিচের কোন কাজটি করলে লেখকের কামনা পূর্ণ হবে? |
Ο ক) |
প্রতিটি জেলা শহরে নববর্ষ পালন করলে |
Ο খ) |
মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা নববর্ষ পালন করলে |
Ο গ) |
ধর্মনিরপেক্ষ চেতনায় নববর্ষ পালন করলে |
Ο ঘ) |
হিন্দু ও মুসলমান একত্রে নববর্ষ পারন করলে |
সঠিক উত্তর: (গ)
৭০. |
পয়লা বৈশাখ প্রবন্ধে পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে কবিতা লিখেছেন কে? |
Ο ক) |
টেনিসন |
Ο খ) |
বনফুল |
Ο গ) |
কায়কোবাদ |
Ο ঘ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
প্রাচীন কৃষি সমাজে কীসের পর নবজীবনের আবির্ভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হতো? |
Ο ক) |
বসন্তের পরে |
Ο খ) |
হেমন্তের পরে |
Ο গ) |
বর্ষার পরে |
Ο ঘ) |
শীতকালীন নির্জীবতার পরে |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
উপনিবেশধারী, ক্ষীণদৃষ্টি, ধর্মান্ধ এগুলো কাদের মনোভাব? |
Ο ক) |
ভারতীয় শাসকবর্গের |
Ο খ) |
পাকিস্তানি শাসকবর্গের |
Ο গ) |
ইংরেজদের |
Ο ঘ) |
বাঙালি শাসকবর্গের |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
নওরোজ শব্দের অর্থ কী? |
Ο ক) |
নববর্ষ |
Ο খ) |
প্রতিদিন |
Ο গ) |
নবদিগন্ত |
Ο ঘ) |
নতুন দিন |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
ব্রিটিশ শাসনামলে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে প্রতিফলিত হয় এদেশের মানুষের - i. স্বাদেশিকতা ii. �জাতীয়তাবাদী চেতনা iii. অতিথিপরায়ণতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এ দেশে কাদের রাজত্ব ছিল? |
Ο ক) |
মুঘল রাজাদের |
Ο খ) |
পাল রাজাদের |
Ο গ) |
সেন রাজাদের |
Ο ঘ) |
ব্রিটিশদের |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বাংলার জনগণের চিত্তে - i. স্বাদেশিকতার প্রতিফলন ঘটে ii. জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে iii. বাঙালি জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
বাংলা নববর্ষ উদযাপনের তাৎপর্য কী? |
Ο ক) |
ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করা |
Ο খ) |
বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করা |
Ο গ) |
সাম্রাজ্যবাদ চেতনাকে পুনঃ প্রতিষ্ঠা করা |
Ο ঘ) |
সাম্প্রদায়িকতাকে লালন করা |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
কবীর চৌধুরীর মাতার নাম কী? |
Ο ক) |
আফিয়া বেগম |
Ο খ) |
সাফিয়া বেগম |
Ο গ) |
আফিয়া খানম |
Ο ঘ) |
সাফিয়া খানম |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
ব্রিটিশ আমলে বাংলা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে কোন আদর্শের প্রতিফলন ঘটেছিল? |
Ο ক) |
উপনিবেশবাদী |
Ο খ) |
ধর্মনিরপেক্ষতা |
Ο গ) |
স্বদেশপ্রেম |
Ο ঘ) |
সাম্রাজ্যবাদবিরোধী চেতনা |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন - লেখক এখানে কোন অবস্থার কথা বলেছেন? |
Ο ক) |
ধর্মনিরপেক্ষতার আদর্শ |
Ο খ) |
ধর্মের নামে নৃশংসতা |
Ο গ) |
বুর্জোয়া বিলাস ও ফ্যাশন |
Ο ঘ) |
বাঙালি জাতীয়তাবাদী চেতনা |
সঠিক উত্তর: (গ)
৮১. |
‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’; পঙক্তিতে ‘ধরা’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
চন্দ্র |
Ο খ) |
সূর্য |
Ο গ) |
নক্ষত্র |
Ο ঘ) |
পৃথিবী |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
প্রাচীন সমাজে পয়লা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে বেমানান - i. শুভেচ্ছা বিনিময় ii. মঙ্গল শোভাযাত্রা iii. বক্তৃতা-ভাষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
কবীর চৌধুরী অধ্যয়ন করেছেন - i. ঢাকা বিশ্ববিদ্যালয় ii. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় iii. মিনেসোটা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
রবীন্দ্রনাথের যে পঙক্তিতে পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দেবার কথা আছে - i. এসো, এসো, এসো হে বৈশাখ ii. অশ্রুবাষ্প সুদূরে মিলাক iii. আনো আনো তব প্রলয়ের শাঁখ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
নববর্ষ পালনের মধ্যে এদেশের জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার যে প্রতিফলন ঘটেছিল সে সময়কার কাদের মানসে এর কোনো গভীর বা প্রত্যয় অভিঘাত লক্ষ করা যায় না? |
Ο ক) |
হিন্দু মানসে |
Ο খ) |
কৃষক মানসে |
Ο গ) |
মুসলিম মানসে |
Ο ঘ) |
উচ্চবিত্তের মানসে |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
কবীর চৌধুরী কোন উপাধিতে ভূষিত হয়েছেন? |
Ο ক) |
জাতীয় অধ্যাপক |
Ο খ) |
জাতীয় লেখক |
Ο গ) |
জাতীয় সাহিত্যিক |
Ο ঘ) |
জাতীয় সাংবাদিক |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
আগে পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র কোথায় ছিল? |
Ο ক) |
রাজধানীতে |
Ο খ) |
নগরে |
Ο গ) |
বন্দরে |
Ο ঘ) |
গ্রামবাংলায় |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. |
পাকিস্তানি শাসকবর্গ ছিল - i. ধর্মান্ধ ii. সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী iii. নয়া ঔপনিবেশবাদী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৯. |
‘জাতীয় অধ্যাপক’ কার উপাধি? |
Ο ক) |
প্রমথ চৌধুরী |
Ο খ) |
কবীর চৌধুরী |
Ο গ) |
মুনীর চৌধুরী |
Ο ঘ) |
মীর মশাররফ |
সঠিক উত্তর: (খ)
৯০. |
বর্তমান কালের পয়লা বৈশাখ নিয়ে প্রাবন্ধিক কবির চৌধুরীর উপলব্ধি - |
Ο ক) |
পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন |
Ο খ) |
এখন পয়লা বৈশাখ হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব |
Ο গ) |
একটি দিনের জন্য হলেও সবাই বাঙালিত্ব ফিরে পায় |
Ο ঘ) |
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একাত্ম হয়ে যায় |
সঠিক উত্তর: (ক)
৯১. |
কবীর চৌধুরী আজীবন সংগ্রাম করে গেছেন যে ধরনের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য - i. প্রগতিশীল ও আধুনিক ii. অসাম্প্রদায়িক ও সংস্কারমুক্ত iii. স্বাধীন ও সার্বভৌম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯২. |
রাখি বাঁধা হয় কাকে? |
Ο ক) |
প্রিয়জনকে |
Ο খ) |
শত্রুকে |
Ο গ) |
জমিদারকে |
Ο ঘ) |
মজুরকে |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
‘প্রত্যক্ষ অভিঘাত’ বলতে কী বোঝায়? |
Ο ক) |
সরাসরি আঘাত |
Ο খ) |
দূর থেকে আঘাত |
Ο গ) |
সরাসরি প্রতিবাদ |
Ο ঘ) |
দূর থেকে প্রতিবাদ |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি প্রায় কত বছর আগে লেখা? |
Ο ক) |
দু’শ বছর |
Ο খ) |
আড়াইশ বছর |
Ο গ) |
তিনশ বছর |
Ο ঘ) |
সাড়ে তিনশ বচর |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. |
গ্রামবাংলায় পয়লা বৈশাখের অনুষ্ঠানমালা হলো - i. পরস্পরের বাড়িতে যাওয়া-আসা ii. ব্যান্ড সংগীত ও চাইনিজ খাওয়া iii. মেলা ও শুভেচ্ছা বিনিময় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
যারা সমাজ বিনির্মাণের কারিগর, তারা - |
Ο ক) |
শভিনিস্টিক |
Ο খ) |
সামাজিক প্রকৌশলী |
Ο গ) |
বুর্জোয়া |
Ο ঘ) |
সাম্রাজ্যবাদী |
সঠিক উত্তর: (খ)
৯৭. |
কৃষি সমাজের সঙ্গে নববর্ষের যোগসূত্র ছিল কেন? |
Ο ক) |
কৃষকরা বাঙালি সংস্কৃতির ধরক ছিল বলে |
Ο খ) |
কৃষকরা নববর্ষের দিন ফসল তুলত বলে |
Ο গ) |
কৃষিভিত্তিক অর্থনীতি ছিল বলে |
Ο ঘ) |
কৃষকরা বৈশাখী মেলার আয়োজন করত বলে |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কার লেখা? |
Ο ক) |
সৈয়দ আলী আহসান |
Ο খ) |
কবীর চৌধুরী |
Ο গ) |
আবুল ফজল |
Ο ঘ) |
বন্দে আলী মিয়া |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাঙলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে কে শেষবারের মতো ডাক দিয়েছিল? |
Ο ক) |
আকবর |
Ο খ) |
সিরাজউদ্দৌলা |
Ο গ) |
সিরাজ সাঁই |
Ο ঘ) |
আবুল ফজল |
সঠিক উত্তর: (খ)
১০০. |
কোন দেশের নিয়ম অনুযায়ী ‘নওরোজ’ নতুন বছরের প্রথম দিন? |
Ο ক) |
বাংলাদেশের |
Ο খ) |
পারস্যের |
Ο গ) |
পাকিস্তানের |
Ο ঘ) |
রাশিয়ার |
সঠিক উত্তর: (খ)
১০১. |
কীসের কারণে নববর্ষ পালন শহরকেন্দ্রিক হযেছে? |
Ο ক) |
অর্থনৈতিক |
Ο খ) |
সামাজিক |
Ο গ) |
রাজনৈতিক |
Ο ঘ) |
ধর্মীয় |
সঠিক উত্তর: (ক)
১০২. |
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ - এর মূলভাব কী? i. পুরাতন স্মৃতি য়ে আঁকড়ে বেঁচে থাকা ii. পুরাতন ও নতুনের সমন্বয় করা iii. পুরাতনকে বিদায় দিয়ে নবীন জীবনে প্রবেশ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৩. |
বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোন বিশেষ চেতনা যুক্ত হয়েছিল? |
Ο ক) |
জাতীয়তাবোধ |
Ο খ) |
সাম্প্রদায়িক চেতনা |
Ο গ) |
ঐতিহ্যপ্রীতি |
Ο ঘ) |
সাম্রাজ্যবাদবিরোধী চেতনা |
সঠিক উত্তর: (ঘ)
১০৪. |
বাংলা নববর্ষ পালনের মধ্য দিয়ে এদেশের জনগণের মাঝে কোন চেতনার প্রতিফলন ঘটেছিল? |
Ο ক) |
নান্দনিকতা ও জাতীয়তা |
Ο খ) |
জাতীয়তা ও স্বাদেশিকতা |
Ο গ) |
স্বাদেশিকতা ও বিদ্রোহী চেতনা |
Ο ঘ) |
বিদ্রোহী ও সাম্রাজ্যবাদী চেতনা |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
দেশের বাইরে কবীর চৌধুরী কোথায় অধ্যয়ন করেন? |
Ο ক) |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে |
Ο খ) |
ডালাস বিশ্ববিদ্যালয়ে |
Ο গ) |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে |
Ο ঘ) |
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে - i. প্রায় সব দেশে ii. প্রায় সব জনগোষ্ঠীর মধ্যে iii. সব সংস্কৃতিতেই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. |
নববর্ষের মৌলিক ঐক্যের ধারণা হলো - i. নবজন্ম ii. পুনর্জন্ম iii. পুনরুজ্জীবন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৮. |
নববর্ষ উদযাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
উগ্র জাতীয়তা |
Ο খ) |
ঐক্যবোধ |
Ο গ) |
বহুমুখী ভাবনা |
Ο ঘ) |
সাংস্কৃতিক ভিন্নতা |
সঠিক উত্তর: (খ)
১০৯. |
বাংলা নববর্ষ উদযাপনের মূল লক্ষ কী? |
Ο ক) |
আনন্দ উৎসব করা ও মেলা দেখা |
Ο খ) |
ধর্মনিরপেক্ষ চেতনাকে জাগ্রত করা |
Ο গ) |
হালখাতা ও মিঠাই বিতরণ করা |
Ο ঘ) |
ধনী-গরিবের বৈষম্য দূর করা |
সঠিক উত্তর: (খ)
১১০. |
ধরা কীভাবে শুচি হবে বলে রবীন্দ্রনাথ ‘এসো হে বৈশাখ’ গানে প্রত্যাশা করেছেন? |
Ο ক) |
তাপস-নিশ্বাস-বায়ে |
Ο খ) |
অশ্রুবাষ্পে |
Ο গ) |
অগ্নিস্নানে |
Ο ঘ) |
বৈশাখী ঝড়ে |
সঠিক উত্তর: (গ)
১১১. |
মুছে যাক গ্লানি - |
Ο ক) |
যাক পুরাতন স্মৃতি |
Ο খ) |
যাক দূরে যাক |
Ο গ) |
ঘুচে যাক জরা |
Ο ঘ) |
শুচি হোক ধরা |
সঠিক উত্তর: (গ)
১১২. |
কবীর চৌধুরীর জন্ম তারিখ হলো - |
Ο ক) |
৭ ফেব্রুয়ারি |
Ο খ) |
৯ ফেব্রুয়ারি |
Ο গ) |
১১ ফেব্রুয়ারি |
Ο ঘ) |
১৩ ফেব্রুয়ারি |
সঠিক উত্তর: (খ)
১১৩. |
কীসের সাথে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়? |
Ο ক) |
ফসল উৎপাদন |
Ο খ) |
মৎস্যের সাথে |
Ο গ) |
মৃৎশিল্পের সাথে |
Ο ঘ) |
ঘর তোলার সাথে |
সঠিক উত্তর: (ক)
১১৪. |
‘পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ আমাদের জাতীয় উৎসব’ - এখানে জাতীয় উৎসব বলতে বোঝানো হয়েছে - i. রাজধানী শহরে যে উৎসব পালন করা হয় ii. জাতীয়ভাবে সারাদেশব্যাপী যে উৎসব পালন করা হয় iii. জেলা ও উপজেলা শহরে যে উৎসব পালন করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
শিক্ষা প্রতিষ্ঠানে পয়লা বৈশাখে উদযাপিত হয় - i. ক্রীড়া প্রতিযোগিতা ii. কবিতা আবৃত্তি ও আলোচনা সভা iii. সংগীতানুষ্ঠান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
আজ স্বাদীন বাংলাদেশের কোন দিকটি নানা কর্মকান্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে? |
Ο ক) |
১৫ই আগস্ট |
Ο খ) |
২১ শে ফেব্রুয়ারি |
Ο গ) |
১লা জানুয়ারি |
Ο ঘ) |
১লা বৈশাখ |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
এক সময় কারা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত? |
Ο ক) |
খ্রিস্টানরা |
Ο খ) |
হিন্দুরা |
Ο গ) |
মুসলিমরা |
Ο ঘ) |
বাংলার সব মানুষ |
সঠিক উত্তর: (ঘ)
১১৮. |
‘একুশে পদক’ লাভ করেন - |
Ο ক) |
কাজী নজরুল ইসলাম |
Ο খ) |
জীবনানন্দ দাশ |
Ο গ) |
জসীমউদদীন |
Ο ঘ) |
কবীর চৌধুরী |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. |
অধ্যাপক কবীর চৌধুরীকে সম্মান জানানো হয়েছে - i. স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করে ii. জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত করে iii. বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২০. |
প্রাচীন কৃষি সমাজের সাথে পয়লা বৈশাখের কোন বিষয়টির সম্পর্ক ছিল? |
Ο ক) |
হেমন্তের পাকা ধানের আবির্ভাব |
Ο খ) |
শীতের নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণা |
Ο গ) |
বর্ষার গ্রামীণ প্রকৃতির মনোরম সৌন্দর্য |
Ο ঘ) |
গ্রীষ্মের রুক্ষ প্রকৃতির নানা দিক |
সঠিক উত্তর: (খ)
১২১. |
পয়লা জানুয়ারি ও পয়লা বৈশাখের মধ্যে বৈসাদৃশ্য - i. অস্তিত্বে ii. কেন্দ্রীয়ভাবে iii. উদযাপনরীতিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২২. |
ব্যবসায়ীরা পয়লা বৈশাখ উপলক্ষে - i. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ii. প্রদর্শনী ও মেলার আসর বসায় iii. হালখাতা ও মিষ্টি বিতরণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কী? |
Ο ক) |
তিরোভাব |
Ο খ) |
বিসর্জন |
Ο গ) |
নিরাশ্রয় |
Ο ঘ) |
প্রত্যাখ্যান |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
নববর্ষ উদযাপনকে পাকিস্তানি শাসকেরা দেখেছিল - i. ধর্মবিরোধী কার্যকলাপ হিসেবে ii. পুণ্য হিসেবে iii. মুসলমানদের জন্য গুণাহ হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
পয়লা বৈশাখে আমরা - i. প্রাণের উচ্ছ্বাসে মাতব ii. ধর্ম ও শ্রেণিগত বিভেদ ভুলে যাব iii. নতুন বছরকে স্বাগত জানাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৬. |
কবীর চৌধুরী প্রবেশিকা পাস করেন কোন স্কুল থেকে? |
Ο ক) |
বগুড়া জেলা স্কুল থেকে |
Ο খ) |
পাবনা জেলা স্কুল থেকে |
Ο গ) |
ঢাকা কলেজিয়েট স্কুল থেকে |
Ο ঘ) |
ওয়াইএমসিএ থেকে |
সঠিক উত্তর: (গ)
১২৭. |
বাঙালি প্রতিবাদী মনোভাব নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করত কেন? |
Ο ক) |
পাকিস্তানি শাসকবর্গের বাধার কারণে |
Ο খ) |
পাকিস্তানি শাসকবর্গের উৎসাহের কারণে |
Ο গ) |
পাকিস্তানি শাসকবর্গের উদাসীনতার কারণে |
Ο ঘ) |
পাকিস্তানি শাসকবর্গের কৌতূহলোদ্দীপক ও ন্যক্কারজনক মনোভাবের কারণে |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
বাংলার সূর্য ডুবে যাওয়ার সময় সিরাজদ্দৌলা ডাক দিয়েছিলেন - |
Ο ক) |
মীর মদন ও মোহনলালকে |
Ο খ) |
তিতুমীর ও মঙ্গল পান্ডেকে |
Ο গ) |
গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীকে |
Ο ঘ) |
মীর মদন ও মঙ্গল পান্ডেকে |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
সাহিত্যে অবদানের জন্য কবীর চৌধুরী কোন পুরস্কারে ভূষিত হন? |
Ο ক) |
বাংলা একাডেমি পুরস্কার |
Ο খ) |
আলাওল সাহিত্য পুরস্কার |
Ο গ) |
ম্যাগসাস পুরস্কার |
Ο ঘ) |
আনন্দ পুরস্কার |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
বর্তমান যুগের রাজধানীকেন্দ্রিক পয়লা বৈশাখকে অনেকাংশে মেকি বলা হয়েছে। কারণ - |
Ο ক) |
এতে স্বদেশপ্রেম খুঁজে পাওয়া যায় না |
Ο খ) |
এই উৎসবে সব শ্রেণি-পেশার মানুষ যোগ দেয় |
Ο গ) |
এতে বিত্তবান নাগরিকদের বিলাস ও ফ্যাশন কাজ করছে |
Ο ঘ) |
শুধু একটি দিনকে কেন্দ্র করেই পালিত হয় |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
আবুল ফজলের বলে যাওয়ারও কত আগে এদেশের জনগণ বাংলা নববর্ষকে পালন করে আসছে? |
Ο ক) |
পাঁচ বছর |
Ο খ) |
পঞ্চাশ বছর |
Ο গ) |
সত্তর বছর |
Ο ঘ) |
বহু শতবর্ষ |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
‘হালখাতা’ কী? |
Ο ক) |
নতুন বছরের হিসাব-নিকাশের জন্য নতুন খাতা আরম্ভের উৎসব |
Ο খ) |
জাতীয় উৎসব |
Ο গ) |
খাতা বিশেষ |
Ο ঘ) |
বর্ষবরণের মূল উৎসব |
সঠিক উত্তর: (ক)
১৩৩. |
ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বে এদেশের মানুষ ছিল - i. পরাধীন ii. শোষিত iii. পরশাসিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতি বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে, বলতে বোঝানো হয়েছে - i. যুগের সাথে মানুষের অনুভূতির পরিবর্তন ঘটে ii. প্রাচীন কালেও জনপদে নববর্ষ উদযাপিত হতো iii. বর্ষবরণ রীতিতে যুগের সাথে পরিবর্তন ঘটেছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
বাঙালির ঐতিহ্য হলো - i. ধর্মনিরপেক্ষতা ii. অসাম্প্রদায়িকতা iii. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. |
‘স্বতন্ত্র’ শব্দ দ্বারা বোঝায় - |
Ο ক) |
আলাদা |
Ο খ) |
অভিন্ন |
Ο গ) |
পরতন্ত্র |
Ο ঘ) |
সাদৃশ্য |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
টেনিসনের ‘রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ’ - এই পঙক্তিটির সাথে সমতুল্য পঙক্তি কোনটি? |
Ο ক) |
এসো হে বৈশাখ |
Ο খ) |
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক |
Ο গ) |
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা |
Ο ঘ) |
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি |
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. |
বাংলা নববর্ষের ঐতিহ্য - |
Ο ক) |
প্রাচীন ও গৌরবমন্ডিত |
Ο খ) |
আধুনিক ও বিলাসবহুল |
Ο গ) |
সুপ্রাচীন ও গৌরবমন্ডিত |
Ο ঘ) |
অত্যাধুনিক ও বিলাসবহুল |
সঠিক উত্তর: (গ)
১৩৯. |
পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিনকে কী বলে? |
Ο ক) |
নিউ ইয়ার |
Ο খ) |
নববর্ষ |
Ο গ) |
নওরোজ |
Ο ঘ) |
নয়াসন |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
কোনটি কবীর চৌধুরীর রচনা? |
Ο ক) |
বিবর্ণ সকাল |
Ο খ) |
পুশকিন ও অন্যান্য |
Ο গ) |
শীত ও সন্ধ্যার কাব্য |
Ο ঘ) |
ও মাটি ও পাতাল |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
উপনিবেশ |
Ο খ) |
প্রবাস |
Ο গ) |
অভিবাসন |
Ο ঘ) |
সাম্রাজ্যবাদ |
সঠিক উত্তর: (ক)
১৪২. |
ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে নিচের কোনটির সঙ্গে তুলনা করেছেন? |
Ο ক) |
জনগণের আনন্দের দিন |
Ο খ) |
মধ্যবিত্তদের উৎসবের দিন |
Ο গ) |
জনগণের নওরোজের দিন |
Ο ঘ) |
উচ্চবিত্তদের উৎসবের দিন |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? |
Ο ক) |
২০০৫ |
Ο খ) |
২০০৮ |
Ο গ) |
২০১০ |
Ο ঘ) |
২০১২ |
সঠিক উত্তর: (খ)
১৪৪. |
জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনার উন্মেষ ঘটে - |
Ο ক) |
ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে |
Ο খ) |
ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে |
Ο গ) |
বিংশ শতাব্দীর প্রথমার্ধে |
Ο ঘ) |
বিংশ শতাব্দীর শেষার্ধে |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
‘গুলজারের পরিবারের ওপর জাবেদ মেম্বার প্রভাব বিস্তার করতে চায়’ - এটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? |
Ο ক) |
জাতীয়তাবাদ |
Ο খ) |
সাম্প্রদায়িকতা |
Ο গ) |
সাম্রাজ্যবাদ |
Ο ঘ) |
সহিংসবাদ |
সঠিক উত্তর: (গ)
১৪৬. |
স্বাদেশিকতা বলতে বোঝায়? |
Ο ক) |
দেশপ্রেমিকতা |
Ο খ) |
নিজের দেশ |
Ο গ) |
স্বদেশী আন্দোলন |
Ο ঘ) |
স্বার্থ ত্যাগ |
সঠিক উত্তর: (ক)
১৪৭. |
রীতি-প্রকৃতি পদ্ধতি প্রকরণের মধ্যে পার্থক্য থাকলেও সর্বক্ষেত্রেই মৌলিক ঐক্য আছে - i. নববর্ষ পালনে ii. ঈদ পালনে iii. দূর্গাপূজা পালনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪৮. |
১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর নববর্ষ উদযাপিত হতো - |
Ο ক) |
পরম উৎসাহে |
Ο খ) |
পরম আনন্দে |
Ο গ) |
প্রতিবাদী মনোভাব নিয়ে |
Ο ঘ) |
বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় |
সঠিক উত্তর: (গ)
১৪৯. |
লেখক কবির চৌধুরী মূলত ‘পয়লা বৈশাখ’ রচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোন বিষয়টিকে? |
Ο ক) |
দেশপ্রেমের পুনরুজ্জীবন |
Ο খ) |
অসাম্প্রদায়িক চেতনার পুনরুজ্জীবন |
Ο গ) |
বিলাসিতা পরিহার |
Ο ঘ) |
শ্রেণিবৈষম্য হ্রাস |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
বাংলা নববর্ষ উৎসব - i. বাংলা ভাষাভাষীর ii. বাংলাদেশে বসবাসকারীর iii. দীন দরিদ্র কৃষকের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫১. |
নববর্ষের অনুষ্ঠানকে সংযুক্ত করতে হবে - i. বৃহত্তর জনজীবনের সঙ্গে ii. শ্রমজীবী মানুষের অন্তরসত্তার সঙ্গে iii. সাম্রাজ্যবাদী চেতনার সঙ্গে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫২. |
‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ - এ পঙক্তিতে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে - i. বিদ্রোহী চেতনা ii. অসাম্প্রদায়িক মনোভাব iii. সজীব নবীন জীবনে প্রবেশের অনুভূতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৫৩. |
কবীর চৌধুরী কোন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন? |
Ο ক) |
আধুনিক |
Ο খ) |
গণতান্ত্রিক |
Ο গ) |
সাম্প্রদায়িক |
Ο ঘ) |
সমাজতান্ত্রিক |
সঠিক উত্তর: (ক)
১৫৪. |
অতীতে নববর্ষের সঙ্গে যোগসূত্র ছিল - |
Ο ক) |
শিল্প সমাজের |
Ο খ) |
গ্রাম্য সমাজের |
Ο গ) |
কৃষি সমাজের |
Ο ঘ) |
শহুরে সমাজের |
সঠিক উত্তর: (গ)
১৫৫. |
বুর্জোয়া বিলাস শব্দের অর্থ কী? |
Ο ক) |
মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ |
Ο খ) |
গরিব শ্রেণির শখ |
Ο গ) |
নিচু জাতের শখ |
Ο ঘ) |
বজরায় ভ্রমণ |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
বাংলাদেশের যেকোনো ধর্মাবলম্বীর শ্রেষ্ঠ উৎসব হলো - |
Ο ক) |
বাংলা নববর্ষ |
Ο খ) |
ইংরেজি নববর্ষ |
Ο গ) |
বিজয় উৎসব |
Ο ঘ) |
দুর্গোৎসব |
সঠিক উত্তর: (ক)
১৫৭. |
পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে ধর্মান্ধ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধাচরণ করেছিল - |
Ο ক) |
পূর্ব পাকিস্তানের শিক্ষিত মানুষ |
Ο খ) |
পূর্ব পাকিস্তানের শ্রমজীবী মানুষ |
Ο গ) |
পূর্ব পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষ |
Ο ঘ) |
পূর্ব পাকিস্তানের সব মানুষ |
সঠিক উত্তর: (ক)
১৫৮. |
ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে শেষ লড়াইয়ে অংশ নেন - i. সিরাজদ্দৌলা ii. মোহনলাল iii. মীর মদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
দেশ, জনগোষ্ঠী ও সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের তারতম্য ঘটে - i. রীতি-প্রকৃতিতে ii. চেতনা-আদর্শে iii. পদ্ধতি-প্রকরণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬০. |
কত বছরেরও বেশি আগে আবুল ফজল নববর্ষকে নওরোজ বলে উল্লেখ করেছেন? |
Ο ক) |
দেড়শ |
Ο খ) |
আড়াইশ |
Ο গ) |
সাড়ে তিনশ |
Ο ঘ) |
সাড়ে চারশ |
সঠিক উত্তর: (গ)
১৬১. |
সিরাজদ্দৌলা বাংলার স্বাধীনতা রক্ষার লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন - |
Ο ক) |
হিন্দুদের |
Ο খ) |
মুসলমানদের |
Ο গ) |
সেনাবাহিনী |
Ο ঘ) |
হিন্দু-মুসলমান সবাইকে |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
শহরে পয়লা বৈশাখ উদযাপিত হয় কেন? |
Ο ক) |
রাজনৈতিক কারণে |
Ο খ) |
ধর্মীয় কারণে |
Ο গ) |
সামাজিক কারণে |
Ο ঘ) |
অর্থনৈতিক কারণে |
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. |
কবীর চৌধুরী কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) |
ঢাকা কলেজ |
Ο খ) |
নটর ডেম কলেজ |
Ο গ) |
ঢাকা সিটি কলেজ |
Ο ঘ) |
ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
প্রাচীনকালে নববর্ষ উদযাপনের ধারণাটি তেরি হয়েছিল মূলত কীসের ওপর ভিত্তি করে? |
Ο ক) |
সৌর বছর |
Ο খ) |
কৃষি সমাজ |
Ο গ) |
পশু শিকার |
Ο ঘ) |
ধর্মীয় বিশ্বাস |
সঠিক উত্তর: (খ)
১৬৫. |
কবীর চৌধুরী ছিলেন - i. ব্যবসায়ী ii. সাহিত্যিক iii. অধ্যাপক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬৬. |
পাকিস্তানি শাসকবর্গের নববর্ষ উদযাপনে মনোভাব কীরূপ ছিল? |
Ο ক) |
কৌতূহলোদ্দীপক ও উদার |
Ο খ) |
কৌতূহলোদ্দীপক ও গৌরবমন্ডিত |
Ο গ) |
কৌতূহলোউদ্দীপক ও ন্যাক্কারজনক |
Ο ঘ) |
উদার ও গৌরবমন্ডিত |
সঠিক উত্তর: (গ)
১৬৭. |
অধ্যয়নের ক্ষেত্রে কবীর চৌধুরীর সাথে সম্পর্ক রয়েছে - i. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের iii. মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: সব শ্রেণি আর সব ধর্মীয় সম্প্রদায়ের বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। কিন্তু ২০০১ সালে এই দিনটি বিষাদগ্রস্ত হয় সন্ত্রাসী হামলায়। গ্রেনেড হামলায় কেঁপে ওঠে রমনার ঐতিহাসিক বটমূল। ধর্মের নামে সেই সন্ত্রাসী কর্মকান্ড বাঙালিকে দমাতে পারেনি। আজও পয়লা বৈশাখে মুখর হয়ে ওঠে সেই প্রাঙ্গণ। |
১৬৮. |
হামলাকারী সন্ত্রাসীরা ছিল - i. ধর্মান্ধ ii. ক্ষীণদৃষ্টির অধিকারী iii. প্রতিশোধপরায়ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৯. |
‘পয়লা বৈশাখ’ প্রবন্ধ অনুযায়ী ইতিহাসের এ ধরনের নৃশংসতার নজির রয়েছে - |
Ο ক) |
পাকিস্তান আমলে |
Ο খ) |
ব্রিটিশ আমলে |
Ο গ) |
ঔপনিবেশিক আমলে |
Ο ঘ) |
সিরাজদ্দৌলা আমলে |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
উদ্দীপকটি পড়ে প্রবন্ধের আলোকে বলা যায় - i. বাংলাদেশের অধিকাংশ মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ii. ধর্মনিরপেক্ষতার চেতনা পয়লা বৈশাখের অন্যতম প্রতিপাদ্য iii. পয়লা বৈশাখের উদযাপন আমাদের স্বাদেশিকতা ও জাতীয়তাবোধের পরিচায়ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
good
উত্তরমুছুন