NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ১৮: পদ্য - জীবন সঙ্গীত


 
এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ১৮: পদ্য - জীবন সঙ্গীত


১.
‘যায় দিন ভালো’ - এ বক্তব্যটির সাথে ‘জীবন সঙ্গীত’ কবিতার সাদৃশ্যপূর্ণ অংশ কোনটি?
Ο ক) 
অতীত সুখের দিন
Ο খ) 
বেগে ধায় নাহি রয়ে স্থির
Ο গ) 
আয়ু যেন শৈবারের নীর
Ο ঘ) 
দিন যায় ক্ষণ যায়

  সঠিক উত্তর: (ক)

২.
‘মহাজন’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
Ο ক) 
সন্ধির
Ο খ) 
সমাসের
Ο গ) 
প্রকৃতি-প্রত্যয়ের
Ο ঘ) 
উপসর্গের

  সঠিক উত্তর: (খ)

৩.
মানুষকে যুদ্ধক্ষেত্রের সাহসী সৈনিকের মতোই সংসারে কী মোকাবেলা করে বেঁচে থাকতে হয়?
Ο ক) 
বাদ-প্রতিবাদ
Ο খ) 
ঘাত-প্রতিঘাত
Ο গ) 
গৌরব লাভের বাসনা
Ο ঘ) 
শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা

  সঠিক উত্তর: (খ)

৪.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ?
Ο ক) 
Happiness
Ο খ) 
Bere in There
Ο গ) 
There is Another Sky
Ο ঘ) 
A Psalm of life

  সঠিক উত্তর: (ঘ)

৫.
‘আকিঞ্চন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
কুঞ্চন
Ο খ) 
প্রসারণ
Ο গ) 
কিঞ্চিত
Ο ঘ) 
চেষ্টা/আকাঙ্ক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৬.
‘সমরাঙ্গন’ শব্দের সঠিক বিশ্লেষণ কোনটি?
Ο ক) 
সম + রাঙ্গন = সমরাঙ্গন
Ο খ) 
সমরা + অঙ্গন = সমরাঙ্গন
Ο গ) 
সমর + অঙ্গন = সমরাঙ্গন
Ο ঘ) 
সমরা + ঙ্গন = সমরাঙ্গন

  সঠিক উত্তর: (গ)

৭.
‘সেই পথ লক্ষ্য করে’ - এখানে যে পথের কথা বলা হয়েছে -
i. মহাজ্ঞানীদের পথ
ii. রাজা-রানিদের পথ
iii. মহাজনদের পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি সহায় সম্পদকে বলেছেন -
Ο ক) 
মূল্যবান
Ο খ) 
চিরস্থায়ী
Ο গ) 
ক্ষণিকের
Ο ঘ) 
প্রয়োজনীয় বস্তু

  সঠিক উত্তর: (গ)

৯.
‘জীবন সঙ্গীত’ কবিতার প্রথম চরণ কোনটি?
Ο ক) 
দারা পুত্র পরিবার
Ο খ) 
মানব-জনম সার
Ο গ) 
কর যত্ন হবে জয়
Ο ঘ) 
বলো না কাতর স্বরে

  সঠিক উত্তর: (ঘ)

১০.
কবি কাতর তে নিষেধ করেছেন -
Ο ক) 
অতীতের সুখের দিন চিন্তা করে
Ο খ) 
ভয়ে ভীত হয়ে
Ο গ) 
সফলতা না পেয়ে
Ο ঘ) 
অতীতের দুঃখের কথা চিন্তা না করে

  সঠিক উত্তর: (ক)

১১.
‘শৈবালের নীর’ দ্বারা কী বুঝানো হয়েছে?
Ο ক) 
ক্ষণস্থায়ী
Ο খ) 
দীর্ঘস্থায়ী
Ο গ) 
দুর্লভ
Ο ঘ) 
সহজলভ্য

  সঠিক উত্তর: (ক)

১২.
কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন?
Ο ক) 
দামি পোশাক
Ο খ) 
দুখের ফাঁস
Ο গ) 
সংসারী সাজ
Ο ঘ) 
যুদ্ধের পোশাক

  সঠিক উত্তর: (খ)

১৩.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি?
Ο ক) 
মহাভারত
Ο খ) 
বীরাঙ্গনা কাব্য
Ο গ) 
মেঘনাদবধ কাব্য
Ο ঘ) 
বৃত্রসংহার

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
‘দারা পুত্র পরিবার’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
সংসার জীবন
Ο খ) 
ব্যক্তি জীবন
Ο গ) 
বিশ্বভুবন
Ο ঘ) 
সমগ্র মানব সমাজ

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কিসের কথা বলেছেন?
Ο ক) 
মাতৃভাষার
Ο খ) 
জীবনের
Ο গ) 
কুসংস্কারের
Ο ঘ) 
মুক্তিযুদ্ধের

  সঠিক উত্তর: (খ)

১৬.
মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
Ο ক) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
শক্তি চট্টোপাধ্যায়
Ο গ) 
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
সুনীল গঙ্গোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৭.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় কোন মহাকাব্য রচনা করেছেন?
Ο ক) 
বৃত্রসংহার
Ο খ) 
পলাশীর যুদ্ধ
Ο গ) 
মহাশ্মশান
Ο ঘ) 
মেঘনাদবধ কাব্য

  সঠিক উত্তর: (ক)

১৮.
কবি কোন দৃশ্যে মন ভোলাতে নিষেধ করেছেন?
Ο ক) 
বাহ্যদৃশ্যে
Ο খ) 
ক্রন্দনদৃশ্যে
Ο গ) 
হাস্যদৃশ্যে
Ο ঘ) 
মৃত্যুদৃশ্যে

  সঠিক উত্তর: (ক)

১৯.
‘দারা, পুত্র, পরিবার কে কার’ - এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?
Ο ক) 
আনন্দ
Ο খ) 
ক্রন্দন
Ο গ) 
দান
Ο ঘ) 
উল্লাস

  সঠিক উত্তর: (খ)

২০.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার কোন বাংলা স্কুলে পড়তেন?
Ο ক) 
সোমপুর
Ο খ) 
রাজাপুর
Ο গ) 
খিদিরপুর
Ο ঘ) 
মধুপুর

  সঠিক উত্তর: (গ)

২১.
কোন কাজটি করলে জীবনে জয় হবে?
Ο ক) 
যত্ন
Ο খ) 
অযত্ন
Ο গ) 
ভোগ
Ο ঘ) 
সঞ্চয়

  সঠিক উত্তর: (ক)

২২.
'A Psalm of Life' কবিতাটি কে লিখেছেন?
Ο ক) 
William Wordsworth
Ο খ) 
William Shakespeare
Ο গ) 
Henry Wadsworth Longfellow
Ο ঘ) 
Somerset Maugham

  সঠিক উত্তর: (গ)

২৩.
কোন বানানটি সঠিক?
Ο ক) 
কীর্তি
Ο খ) 
কির্তী
Ο গ) 
কীর্তী
Ο ঘ) 
কির্তি

  সঠিক উত্তর: (ক)

২৪.
‘জীবন সঙ্গীত’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো -
i. ক্ষণস্থায়ী জীবনে সংগ্রামী হতে হবে
ii. মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে বরণীয় হতে হবে
iii. লক্ষ্য স্থির করেই কর্তব্যকর্ম করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
‘জীব করো না ক্রন্দন।’ - এখানে ‘জীব’ হলো -
Ο ক) 
প্রাণী
Ο খ) 
মানুষ
Ο গ) 
পশুপাখি
Ο ঘ) 
পুরুষ

  সঠিক উত্তর: (খ)

২৬.
জীবাত্মা কী নয়?
Ο ক) 
অনিত্য
Ο খ) 
নিত্য
Ο গ) 
ধ্রুব
Ο ঘ) 
পরিবর্তনীয়

  সঠিক উত্তর: (ক)

২৭.
জগতে দুর্লভ কী?
Ο ক) 
জীবাত্মা
Ο খ) 
শৈবাল
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
মহিমা

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
‘আকিঞ্চন’ শব্দের ‘ঞ্চ’ কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Ο ক) 
ঞ + চ
Ο খ) 
ণ + চ + ব
Ο গ) 
ঞ + চ + ব
Ο ঘ) 
ণ + ঞ + চ

  সঠিক উত্তর: (ক)

২৯.
কাদের পথ অনুসরণ করতে হবে?
Ο ক) 
সাধারণ মানুষের
Ο খ) 
আশাবাদী মানুষের
Ο গ) 
সম্পদশালী মানুষের
Ο ঘ) 
মহাজ্ঞানী মহাজনের

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
‘মানব-জনম সার, এমন পাবে না আর’ - উদ্ধৃত চরণটির পরের চরণ কোনটি?
Ο ক) 
ওহে জীব করো আকিঞ্চন
Ο খ) 
বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
Ο গ) 
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
Ο ঘ) 
দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়

  সঠিক উত্তর: (খ)

৩১.
সকলি ঘুচায় কী?
Ο ক) 
বন
Ο খ) 
নীর
Ο গ) 
কাল
Ο ঘ) 
পণ

  সঠিক উত্তর: (গ)

৩২.
কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কারণ এখানে মানুষকে -
i. নিত্য নিজ কাজ করে যেতে হয়
ii. প্রতিকূলতার মুখোমুখি হতে হয়
iii. অবধারিতভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি সংসারে কী সাজার কথা বলেছেন?
Ο ক) 
সংসারী
Ο খ) 
বৈরাগী
Ο গ) 
জ্ঞানী
Ο ঘ) 
মহান

  সঠিক উত্তর: (ক)

৩৪.
জীবন সঙ্গীত কবিতায় কবি কীভাবে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে বলেছেন?
Ο ক) 
ভীরুর মতো
Ο খ) 
স্বার্থপরের মতো
Ο গ) 
সাহসী যোদ্ধার মতো
Ο ঘ) 
আত্মচিন্তায় মগ্ন থেকে

  সঠিক উত্তর: (গ)

৩৫.
‘সমরাঙ্গন’ বলতে কী বোঝায়?
Ο ক) 
যুদ্ধক্ষেত্র
Ο খ) 
বাড়ির উঠান
Ο গ) 
সুন্দর বারান্দা
Ο ঘ) 
কর্মক্ষেত্র

  সঠিক উত্তর: (ক)

৩৬.
‘মহিমা’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
গৌরব
Ο খ) 
মহৎ
Ο গ) 
মহান
Ο ঘ) 
গর্বিত

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সঠিক বানান কোনটি?
Ο ক) 
সকল্প
Ο খ) 
সঙ্খল
Ο গ) 
কঙ্কল্প
Ο ঘ) 
সংকল্প

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
‘সম্মানের যোগ্য’ শব্দটিকে এক কথায় কী বলা যায়?
Ο ক) 
করণীয়
Ο খ) 
বরণীয়
Ο গ) 
স্মরণীয়
Ο ঘ) 
অনুসরণীয়

  সঠিক উত্তর: (খ)

৩৯.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন?
Ο ক) 
বাংলা কলেজ
Ο খ) 
সংস্কৃত কলেজ
Ο গ) 
কলকাতা কলেজ
Ο ঘ) 
হিন্দু কলেজ

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
আমরাও বরণীয় হতে পারব -
i. মহাজ্ঞানী মহাজনের পথ লক্ষ করে
ii. স্বীয় কীর্তি ধ্বজা ধরে
iii. বাহ্যদৃশ্যে মন ভুলিযে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১.
ভবের উন্নতি হয় -
i. সংসারে সংসারী কাজ করলে
ii. নিত্য নিজ কাজ করলে
iii. দুখের ফাঁস পড়লে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কিত করে অমর হওয়ার আশা ব্যক্ত করেছেন?
Ο ক) 
সংসার সাগর তীরে
Ο খ) 
সমর-সাগর-তীরে
Ο গ) 
জীবন সাগর তীরে
Ο ঘ) 
সুখের সাগর তীরে

  সঠিক উত্তর: (খ)

৪৩.
জীবনের উদ্দেশ্য হলো -
i. সংসারী হওয়া
ii. নিত্য নিজ কাজ করা
iii. ভবের উন্নতিতে কাজ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
‘বীর্যবান’ শব্দটি ‘জীবন সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত হয়েছে -
i. পরাক্রম অর্থে
ii. পরাক্রমশালী অর্থে
iii. শক্তিশালী অর্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘বৃথা জন্ম এ সংসারে’ - এই অংশটি দ্বারা মানবজীবনের কোন ভাবাবেগটি উঠে এসেছে?
Ο ক) 
হতাশা
Ο খ) 
আনন্দ
Ο গ) 
উল্লাস
Ο ঘ) 
নিরর্থকতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
‘বলে জীব করো না ক্রন্দন’�‍উদ্ধৃত পঙক্তিতে ‘জীব’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
মানুষ
Ο খ) 
সমস্ত প্রাণীকূল
Ο গ) 
পুরুষ
Ο ঘ) 
মানবী

  সঠিক উত্তর: (ক)

৪৭.
‘সহায় সম্বল বল, সকলি ঘুচায় কাল’ - এই পঙক্তিতে ‘কাল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
বার্ধক্যকে
Ο খ) 
মৃত্যুর পরের অবস্থাকে
Ο গ) 
নিকট ভবিষ্যতকে
Ο ঘ) 
অতীতকে

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘দিন যায় -- যায়’, শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Ο ক) 
সুখ
Ο খ) 
রাত
Ο গ) 
আলো
Ο ঘ) 
ক্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?
Ο ক) 
বৃথা জন্ম এ সংসারে
Ο খ) 
তুমি কার কে তোমার
Ο গ) 
এমন পাবে না আর
Ο ঘ) 
জীবাত্মা অনিত্য নয়

  সঠিক উত্তর: (ক)

৫০.
সমর-সাগর-তীরে কী করে আমরা অমর হব?
Ο ক) 
যুদ্ধ করে
Ο খ) 
দান করে
Ο গ) 
জীবন বাজি রেখে
Ο ঘ) 
পদাঙ্ক অঙ্কিত করে

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
‘জীবন সঙ্গীত’ কবিতায় মানুষকে সংসার সমরাঙ্গনে কীভাবে যুদ্ধ করার কথা বলেছেন?
Ο ক) 
সাহসের পথে
Ο খ) 
দৃঢ়পণে
Ο গ) 
সতর্কতার সাথে
Ο ঘ) 
পাষাণ হৃদয়ে

  সঠিক উত্তর: (খ)

৫২.
চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না কোনটি?
Ο ক) 
প্রেতাত্মা
Ο খ) 
মহাত্মা
Ο গ) 
জীবাত্মা
Ο ঘ) 
পরমাত্মা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
মানবগণকে কবি কোন জিনিসটি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?
Ο ক) 
কথা
Ο খ) 
সুখ
Ο গ) 
সম্মান
Ο ঘ) 
জীবন

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি কোন ধরনের রচনা?
Ο ক) 
মৌলিক রচনা
Ο খ) 
নাটকে ব্যবহৃত সঙ্গীত
Ο গ) 
কবির আখ্যানকাব্যের অংশ
Ο ঘ) 
বিদেশি কবিতার ভাবানুবাদ

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
‘জীবন সঙ্গীত’ কবিতাটির রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
নির্মলেন্দু গুণ
Ο গ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
আবু জাফর ওবায়দুল্লাহ

  সঠিক উত্তর: (গ)

৫৬.
‘তুমি কার কে তোমার’ - এই অন্তঃসারশূন্য ভাবনা কোথা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে?
Ο ক) 
পারলৌকিক চিন্তা থেকে
Ο খ) 
বৈরাগ্য থেকে
Ο গ) 
আত্মস্বার্থ নিমগ্নতা থেকে
Ο ঘ) 
পূর্ণাঙ্গ জীবনযাপন থেকে

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
Ο ক) 
কলকাতা সংস্কৃত কলেজের
Ο খ) 
প্রেসিডেন্সি কলেজের
Ο গ) 
কলকাতা বাংলা কলেজের
Ο ঘ) 
হুগলি সংস্কৃত কলেজের

  সঠিক উত্তর: (ক)

৫৮.
হেমচন্দ্র�বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
২৪শে মে, ১৯০১
Ο খ) 
২৪শে মে, ১৯০৩
Ο গ) 
২৬শে মে, ১৯০৫
Ο ঘ) 
২৬শে মে, ১৯০৭

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কবি ‘প্রাতঃস্মরণীয়’ বলতে কাদেরকে বুঝিয়েছেন?
Ο ক) 
সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র
Ο খ) 
সকলের বিশ্বাসের পাত্র
Ο গ) 
সকলের নিন্দার পাত্র
Ο ঘ) 
সকলের অবজ্ঞা ও ঘৃণার পাত্র

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
নিশার স্বপন
Ο খ) 
রাত্রি জাগরণ
Ο গ) 
বেদনার ক্রন্দন
Ο ঘ) 
সকল কর্ম

  সঠিক উত্তর: (ক)

৬১.
ভবের উন্নতির জন্য করা উচিত -
i. সংসারী হওয়া
ii. দুঃখ ভুলে থাকা
iii. প্রতিদিন নিজের কাজ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬২.
‘আকিঞ্চন’ শব্দটি ‘জীবন সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত হযেছে -
i. দীনতা অর্থে
ii. অভিলাষ অর্থে
iii. চেষ্টা অর্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
‘যা চিরকালের নয়’ - এক কথায় কী হবে?
Ο ক) 
নিত্য
Ο খ) 
অনিত্য
Ο গ) 
সত্য
Ο ঘ) 
চিরকালীন

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোন চিহ্ন লক্ষ �করে কেউ একজন যশোদ্ধারে আসবে?
Ο ক) 
সুখ চিহ্ন
Ο খ) 
দুঃখ চিহ্ন
Ο গ) 
বিজয় চিহ্ন
Ο ঘ) 
পদাঙ্ক চিহ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
‘বীর্যবান’ অর্থ কী?
Ο ক) 
সাহসী
Ο খ) 
বুদ্ধিমান
Ο গ) 
শক্তিমান
Ο ঘ) 
ধৈর্যশীল

  সঠিক উত্তর: (গ)

৬৬.
‘মানব’ কোন শ্রেণির পদ?
Ο ক) 
তদ্ভব
Ο খ) 
তৎসম
Ο গ) 
দেশি
Ο ঘ) 
অর্ধ-তৎসম

  সঠিক উত্তর: (খ)

৬৭.
‘আশ’ শব্দের সমার্থক কোনটি?
Ο ক) 
আশা
Ο খ) 
তন্তু
Ο গ) 
স্বপ্ন
Ο ঘ) 
অনুরাগ

  সঠিক উত্তর: (ক)

৬৮.
‘জীবন সঙ্গীত’ কবিতায় মানুষের জীবনের আয়ুকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
Ο ক) 
কচুপাতার পানি
Ο খ) 
শৈবারের নীর
Ο গ) 
বিদ্যুৎ তরঙ্গ
Ο ঘ) 
পুঁটি মাছের প্রাণ

  সঠিক উত্তর: (খ)

৬৯.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি হেমচন্দ্র কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলে মত প্রকাশ করেছেন?
Ο ক) 
সংসারী হওয়া
Ο খ) 
সুখের আশা করা
Ο গ) 
মনীষীদের অনুসরণ করা
Ο ঘ) 
বরণীয় হওয়ার চেষ্টা করা

  সঠিক উত্তর: (খ)

৭০.
মানব-জন্ম কেমন?
Ο ক) 
মূল্যহীন
Ο খ) 
মূল্যবান
Ο গ) 
ক্ষণস্থায়ী
Ο ঘ) 
মহান

  সঠিক উত্তর: (গ)

৭১.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নাম কী?
Ο ক) 
চুরুলিয়া
Ο খ) 
তাম্বুলখানা
Ο গ) 
কাঁঠালপাড়া
Ο ঘ) 
গুলিটা রাজবল্লভহাট

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
‘জগতের’ বা ‘সংসারের’ শব্দের পরিপূরক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
বিধির
Ο খ) 
দৈবের
Ο গ) 
ভবের
Ο ঘ) 
অমরার

  সঠিক উত্তর: (গ)

৭৩.
‘জীবন সঙ্গীত’ একটি -
i. অনুবাদমূলক কবিতা
ii. নীতিশিক্ষামূলক কবিতা
iii. ভাবানুবাদমূলক কবিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
‘জীবন সঙ্গীত’ কবিতার আলোকে এ পৃথিবীকে বলা ঠিক হবে না -
i. স্বপ্নের জগৎ
ii. মায়ার জগৎ
iii. সফলতার জগৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৫.
জীবনের উদ্দেশ্য নয় -
i. সুখের আশা করে
ii. দুঃখের ফাঁসি পরা
iii. মনকে ভুলিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৬.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন?
Ο ক) 
নদীর জল
Ο খ) 
পুকুরের জল
Ο গ) 
শৈবালের জল
Ο ঘ) 
ফটিক জল

  সঠিক উত্তর: (গ)

৭৭.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
Ο খ) 
কলকাতা বিশ্ববিদ্যালয়
Ο গ) 
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) 
জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

  সঠিক উত্তর: (খ)

৭৮.
‘মহিমা’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
মহৎ
Ο খ) 
গুরুত্বপূর্ণ
Ο গ) 
অহংকারী
Ο ঘ) 
গৌরব

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
প্রসন্নকুমার সর্বাধিকারীর আশ্রয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কী শেখেন?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
ফরাসি
Ο গ) 
ইংরেজি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

৮০.
জীবনের উদ্দেশ্য কোনটি?
Ο ক) 
নিজের উন্নতি
Ο খ) 
জীবনের উন্নতি
Ο গ) 
সমাজের উন্নতি
Ο ঘ) 
ভবের উন্নতি

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
বরণীয় বলতে বোঝায় -
i. বিখ্যাত ব্যক্তিত্ব
ii. সম্মানের অযোগ্য
iii. সম্মানের যোগ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি হেমচন্দ্র কোন কালের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন?
Ο ক) 
অতীত
Ο খ) 
বর্তমান
Ο গ) 
ভবিষ্যৎ
Ο ঘ) 
নিত্যবৃত্ত অতীত

  সঠিক উত্তর: (খ)

৮৩.
কবি দৃঢ়পণে যুদ্ধ করতে বলেছেন -
i. সংসারে
ii. সমরাঙ্গনে
iii. শত্রুর সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
‘মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন’ - চরণটির মর্মকথা হলো জীবনচলার পথে -
i. কীর্তিমানেরা যে পথ অনুসরণ করেছেন
ii. �মহাজ্ঞানী মহাজনেরা যে পথে তীর্থে গিয়েছেন
iii. সফল ব্যক্তিগর্ব যে আদর্শ অনুসরণ করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
ভবের উন্নতি করবার জন্য অপরিহার্য -
i. সংসারে সংসারী সাজ ধারণ করা
ii. নিত্য নিজ কাজ করা
iii. সুখের আশা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৬.
‘জীবন সঙ্গীত’ কবিতাটির রচয়িতা -
Ο ক) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
সুনীল গঙ্গোপাধ্যায়
Ο গ) 
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

৮৭.
কোনটি শৈবারের নীর?
Ο ক) 
আয়ু
Ο খ) 
সম্পদ
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
সুখ

  সঠিক উত্তর: (ক)

৮৮.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার অনুবাদ?
Ο ক) 
A Psalm of Life
Ο খ) 
A Pleasure of Life
Ο গ) 
Diamond Doll
Ο ঘ) 
The Sand's of Dee

  সঠিক উত্তর: (ক)

৮৯.
পৃথিবীতে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন -
Ο ক) 
মহাজ্ঞানী মহাজনেরা
Ο খ) 
বৈরাগী মানুষেরা
Ο গ) 
বাস্তববাদী মানুষেরা
Ο ঘ) 
সংসারী মানুষেরা

  সঠিক উত্তর: (ক)

৯০.
‘পদাঙ্ক’ শব্দের সঠিক বিশ্লেষণ কোনটি?
Ο ক) 
পদা + অঙ্ক = পদাঙ্ক
Ο খ) 
পদ + অঙ্ক = পদাঙ্ক
Ο গ) 
পদ + ঙ্ক = পদাঙ্ক
Ο ঘ) 
পদা + ঙ্ক = পদাঙ্ক

  সঠিক উত্তর: (খ)

৯১.
‘শৈবাল’ বলতে কী বোঝ?
Ο ক) 
কচুরিপানা
Ο খ) 
শেওলা
Ο গ) 
ছোট ঘাস
Ο ঘ) 
পানির ময়লা

  সঠিক উত্তর: (খ)

৯২.
আমাদের জীবন কেবল নিছক কী নয়?
Ο ক) 
সুখ
Ο খ) 
স্থির
Ο গ) 
দুঃখ
Ο ঘ) 
স্বপ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি শিক্ষা দেয় -
i. পরোপকারের
ii. আত্মোপলব্ধির
iii. আত্মশুদ্ধির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
‘ধ্বজা’ শব্দের সমার্থক কোনগুলো?
Ο ক) 
পতাকা, নিশান
Ο খ) 
প্রভাকর, দিবাকর
Ο গ) 
কল্লোল, তরঙ্গ
Ο ঘ) 
জলদ, বারিদ

  সঠিক উত্তর: (ক)

৯৫.
‘বৃত্রসংহার’ কী জাতীয় রচনা?
Ο ক) 
গীতিকাব্য
Ο খ) 
কাহিনীকাব্য
Ο গ) 
পত্রকাব্য
Ο ঘ) 
মহাকাব্য

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
এ সংসারে মানুষের জন্ম বৃথা নয়; কারণ -
i. মানুষের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে
ii. মানুষের জীবন পদ্মপাতার শিশির বিন্দু নয়
iii. মানুষের জন্মের গূঢ় তাৎপর্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৭.
নিচের কোন বিষয়টির সাথে সাদৃশ্য থাকার কারণে কবি আয়ুকে শৈবালের নীর বলেছেন?
Ο ক) 
স্থায়িত্বতা
Ο খ) 
নিরর্থকতা
Ο গ) 
ক্ষুদ্রতা
Ο ঘ) 
বিশালতা

  সঠিক উত্তর: (ক)

৯৮.
‘চিন্তাতরাঙ্গিনী’ কী ধরনের রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
গল্পগ্রন্থ
Ο গ) 
কাব্যগ্রন্থ
Ο ঘ) 
প্রহসন

  সঠিক উত্তর: (গ)

৯৯.
‘জীবন সঙ্গীত’ কবিতায় চিত্রিত হয়েছে -
i. বাংলার কথা
ii. মানুষের কথা
iii. জীবনের কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০০.
নিচের কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রন করতে পারে না?
Ο ক) 
জীবনকে
Ο খ) 
সংসারকে
Ο গ) 
কর্মকে
Ο ঘ) 
সময়কে

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি কোন ভাষা থেকে অনূদিত?
Ο ক) 
ইংরেজি
Ο খ) 
ফরাসি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
ইতালীয়

  সঠিক উত্তর: (ক)

১০২.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থ হলো -
i. বীরবাহু
ii. আশাকানন
iii. ছায়াময়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
‘অনিত্য’ মানে -
i. চিরস্থায়ী
ii. অস্থায়ী
iii. ক্ষণস্থায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৪.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল কেন?
Ο ক) 
আর্থিক সংকটের জন্য
Ο খ) 
দুষ্টুমির জন্য
Ο গ) 
অমনোযোগিতার জন্য
Ο ঘ) 
অনিচ্ছার জন্য

  সঠিক উত্তর: (ক)

১০৫.
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন -
i. মাইকেল মধুসূদন দত্তের পূর্বের খ্যাতনামা কাব্য রচয়িতা
ii. মহাকাব্য রচয়িতা
iii. মাইকেল মধুসূদন দত্তের পরের খ্যাতনামা কাব্য রচয়িতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
‘জীবন সঙ্গীত’ কবিতার শেষ চরণ কোনটি?
Ο ক) 
আমরাও হব হে অমর
Ο খ) 
যশোদ্বারে আসিবে সত্বর
Ο গ) 
রত হয়ে নিজ নিজ কাজে
Ο ঘ) 
সংসার-সমরাঙ্গনে মাঝে

  সঠিক উত্তর: (গ)

১০৭.
‘মহিমা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
Ο ক) 
সন্ধির
Ο খ) 
প্রকৃতি-প্রত্যয়ের
Ο গ) 
সমাসের
Ο ঘ) 
উপসর্গের

  সঠিক উত্তর: (খ)

১০৮.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কেমন স্বরে বলতে নিষেধ করেছেন?
Ο ক) 
মৃদু স্বরে
Ο খ) 
কঠিন স্বরে
Ο গ) 
কাতর স্বরে
Ο ঘ) 
উগ্র স্বরে

  সঠিক উত্তর: (গ)

১০৯.
‘বৃথা জন্ম এ সংসারে’ - এর পরের অংশ কোনটি?
Ο ক) 
তুমি কার কে তোমার
Ο খ) 
এমন পাবে না আর
Ο গ) 
এ জীবন নিশার স্বপন
Ο ঘ) 
বলো না কাতর স্বরে

  সঠিক উত্তর: (গ)

১১০.
‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘সংসার-সাগর-তীরে’ বলতে কবি বুঝিয়েছেন -
i. সংসারক্ষেত্রকে
ii. মর্ত্যকে
iii. যুদ্ধক্ষেত্রকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
‘মহিমাই জগতে দুর্লভ’ - এ বাক্যে প্রকাশিত হয়েছে -
i. জগতে মাহাত্ম্য লাভ বড় কঠিন
ii. গৌরব জগতে বড় মহামূল্য জিনিস
iii. জগতে মহিমা দুষ্প্রাপ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১২.
‘জীবন সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত ‘মনোহর’ শব্দটি গঠিত হয়েছে -
i. সন্ধির নিয়মে
ii. প্রত্যয়ের নিয়মে
iii. বিসর্গ সন্ধির নিয়মে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৩.
কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন, কেননা -
i. মানবজীবন তাৎপর্যময়
ii. মানবজবিন একবারই ধারণ করা যায়
iii. মানবজীবনে উপভোগ-ভোগের অনেক কিছু রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৪.
‘জীবন পুষ্পশয্যা নয়’ - উক্তিটির �ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার ভাবের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
কপোতাক্ষ নদ
Ο খ) 
প্রাণ
Ο গ) 
আমার সন্তান
Ο ঘ) 
জীবন সঙ্গীত

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
Ο ক) 
কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
মুখচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
জ্ঞানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১১৬.
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিসের আশা করতে নিষেধ করেছেন?
Ο ক) 
সুখের
Ο খ) 
দুঃখের
Ο গ) 
আনন্দের
Ο ঘ) 
বিরহের

  সঠিক উত্তর: (ক)

১১৭.
‘দারা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
পুত্র
Ο খ) 
কন্যা
Ο গ) 
স্বামী
Ο ঘ) 
স্ত্রী

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
‘জীবন সঙ্গীত’ কবিতাকে সমর্থন করে কোন শব্দটি?
Ο ক) 
আদর্শবান
Ο খ) 
কর্মনিষ্ঠতা
Ο গ) 
বলিষ্ঠতা
Ο ঘ) 
পরশ্রীকাতরতা

  সঠিক উত্তর: (খ)

১১৯.
‘জীবন সঙ্গীত’ কবিতাটি কোন কবির ইংরেজি কবিতার বাংলা অনুবাদ?
Ο ক) 
শেকসপিয়ার
Ο খ) 
বায়রন
Ο গ) 
টি এস এলিয়ট
Ο ঘ) 
হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কোন জিনিসটিকে কবি মিথ্যা বা অসার বলে মনে করেছেন?
Ο ক) 
স্বপন
Ο খ) 
সংকল্প
Ο গ) 
ধ্বজা
Ο ঘ) 
মহিমা

  সঠিক উত্তর: (ক)

১২১.
পরিবার বলতে বোঝায় -
i. স্ত্রী
ii. পুত্র-কন্যা
iii. পিতামাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৫ই এপ্রিল, ১৮৩৪
Ο খ) 
১৭ই এপ্রিল, ১৮৩৮
Ο গ) 
১৯শে এপ্রিল, ১৯৪২
Ο ঘ) 
২১শে এপ্রিল, ১৯৪৬

  সঠিক উত্তর: (খ)

১২৩.
‘জীবাত্মা অনিত্য নয়’ - এর পরের লাইন কোনটি?
Ο ক) 
ওহে জীব কর আকিঞ্চন
Ο খ) 
জীবনের উদ্দেশ্য তা নয়
Ο গ) 
বেগে ধায় নাহি রহে স্থির
Ο ঘ) 
ভয়ে ভীত হইও না মানব

  সঠিক উত্তর: (ক)

১২৪.
‘বীরবাহু’ কাব্যের রচয়িতা কে?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
নবীনচন্দ্র সেন

  সঠিক উত্তর: (গ)

১২৫.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি মানুষের মনকে ভুলতে নিষেধ করেছেন -
Ο ক) 
রঙের খেলায়
Ο খ) 
বাহ্যদৃশ্যে
Ο গ) 
ভবের মায়ায়
Ο ঘ) 
সংসারের মোহে

  সঠিক উত্তর: (খ)

১২৬.
‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘যশোদ্ধার’ বলতে কবি বুঝিয়েছেন -
i. গৌরবের মুহূর্ত
ii. মৃত্যুক্ষণ
iii. প্রাতঃস্মরণীয় হওয়ার ক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৭.
মানুষের মৃত্যু হলো -
Ο ক) 
অনিবার্য
Ο খ) 
নিবার্য
Ο গ) 
সম্ভাবী
Ο ঘ) 
প্রতিরোধী

  সঠিক উত্তর: (ক)

১২৮.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বর্ধমান
Ο খ) 
কলকাতা
Ο গ) 
হুগলি
Ο ঘ) 
মেদিনীপুর

  সঠিক উত্তর: (গ)

১২৯.
কবি হেমচন্দ্রের নিকট অন্ধকার বলে প্রতিভাত হয়েছে কোনটি?
Ο ক) 
অতীত
Ο খ) 
বর্তমান
Ο গ) 
ভবিষ্যৎ
Ο ঘ) 
জীবন

  সঠিক উত্তর: (গ)

১৩০.
কর্মজীবনে হেমচন্দ্র�বন্দ্যোপাধ্যায় নিয়োজিত ছিলেন -
i. সরকারি চাকরিতে
ii. স্কুল শিক্ষকতায়
iii. আইন ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
মানুষ কীভাবে কাতর হয়?
i. লক্ষ্য অর্জন করে
ii. চিন্তা করে
iii. অতীত সুখের কথা ভেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩২.
বৈরাগ্যের সাথে সাদৃশ্য রয়েছে -
Ο ক) 
আলেমদের
Ο খ) 
মূর্খদের
Ο গ) 
বাউলদের
Ο ঘ) 
শিল্পীদের

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
কবি হেমচন্দ্র নির্ভর করতে নিষেধ করেছেন -
i. অতীতে
ii. বর্তমানে
iii. ভবিষ্যতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
আত্মার জীবন
Ο খ) 
মানুষের আত্মা
Ο গ) 
জীব ও আত্মা
Ο ঘ) 
পরম আত্মা

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
‘নিশার স্বপন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
রাতের স্বপ্নের মতোই ভয়ংকর
Ο খ) 
রাতের স্বপ্নের মতোই মধুময়
Ο গ) 
রাতের স্বপ্নের মতোই মিথ্যা
Ο ঘ) 
রাতের স্বপ্নের মতোই আকাঙ্ক্ষিত

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
‘বৈরাগ্য’ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) 
সংসারমুখী
Ο খ) 
সংসারভোগী
Ο গ) 
সংসারত্যাগী
Ο ঘ) 
সংসারপ্রেমী

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
Ο ক) 
১৮৫৩
Ο খ) 
১৮৫৫
Ο গ) 
১৮৫৭
Ο ঘ) 
১৮৫৯

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
জগতে দুর্লভ কোনটি?
Ο ক) 
সম্পদ
Ο খ) 
সুখ
Ο গ) 
দুঃখ
Ο ঘ) 
মহিমা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
দ্রুত বেগে চলে যায় -
i. দিনক্ষণ
ii. সময়
iii. সুখের আশা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪০.
কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন?
Ο ক) 
কুসুমিত কানন
Ο খ) 
সমরাঙ্গন
Ο গ) 
পুষ্পশয্যা
Ο ঘ) 
মেঠো পথ

  সঠিক উত্তর: (খ)

১৪১.
‘মহাজন’ শব্দের ব্যাসবাক্য কী?
Ο ক) 
মহৎ যে জন
Ο খ) 
মহান জন
Ο গ) 
মহান যে জন
Ο ঘ) 
মহতী যে জন

  সঠিক উত্তর: (গ)

১৪২.
‘নীর’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) 
ঘর
Ο খ) 
বাসা
Ο গ) 
পানি
Ο ঘ) 
নিরাপদ আশ্রয়

  সঠিক উত্তর: (গ)

১৪৩.
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বাহ্যদৃশ্য’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) 
বাইরের জগতের চাকচিক্যময় রূপ
Ο খ) 
বাইরের জগতের মলিন রূপ
Ο গ) 
রূপালি জগৎ
Ο ঘ) 
ধূলা-ময়লা আবর্জনা

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
কবি ‘সংসারে সমরাঙ্গনে’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) 
যুদ্ধক্ষেত্রকে
Ο খ) 
জীবনযুদ্ধকে
Ο গ) 
প্রতিরোধ যুদ্ধকে
Ο ঘ) 
অস্তিত্বকে

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
কীসে মুক্তি নেই?
Ο ক) 
মিথ্যায়
Ο খ) 
সত্যে
Ο গ) 
বৈরাগ্যে
Ο ঘ) 
আশায়

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘নিত্য’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
প্রতি সপ্তাহ
Ο খ) 
প্রতিদিন
Ο গ) 
প্রতি মাস
Ο ঘ) 
প্রতি বছর

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
কবি কী বলতে না করেছেন?
Ο ক) 
মানুষ মহীয়ান
Ο খ) 
সার্থক জন্ম এ সংসারে
Ο গ) 
বৃথা জন্ম এ সংসারে
Ο ঘ) 
মানুষ অমর

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
‘জীবন সঙ্গীত’ কবিতায় সংসারে-সমরাঙ্গনে যুদ্ধের মাধ্যমে কবি প্রত্যাশা করেছেন -
Ο ক) 
উন্নতির
Ο খ) 
সুখের
Ο গ) 
মুক্তির
Ο ঘ) 
প্রতিশোধের

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
কবির দৃষ্টিতে, কাল ঘোচায় -
i. সহায়
ii. সম্পদ
iii. বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
সহায় সম্পদকে ঘুচিয়ে দেয় -
Ο ক) 
মানুষ
Ο খ) 
সংসার
Ο গ) 
কাল
Ο ঘ) 
অশান্তি

  সঠিক উত্তর: (গ)

১৫১.
সময় সম্পর্কে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - এর উপলব্ধি -
i. এটি কারো নয়
ii. নিজ বেগে ধাবমান
iii. নিয়ন্ত্রণ অসাধ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
‘জীবন সঙ্গীত’ কবিতায় প্রাণের মায়া ত্যাগ করে গৌরব লাভের জন্য কবি কাদের প্রতি আহবান করেছেন?
Ο ক) 
ভীরুদের
Ο খ) 
বীর্যবানদের
Ο গ) 
ছাত্রদের
Ο ঘ) 
ধ্যানীদের

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
কবি ভবিষ্যতের ওপর কী কমানোর কথা বলেছেন?
Ο ক) 
বিশ্বাস
Ο খ) 
আস্থা
Ο গ) 
নির্ভরতা
Ο ঘ) 
ভরসা

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
যুদ্ধক্ষেত্রে সৈনিকরা কেমন প্রকৃতির হয়?
Ο ক) 
সাহসী
Ο খ) 
দুর্বল
Ο গ) 
ভীতু
Ο ঘ) 
আন্তরিক

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
‘জীবন সঙ্গীত’ কবিতায় এ জবিন কিসের স্বপন?
Ο ক) 
উষার
Ο খ) 
দিবা
Ο গ) 
ভুলের
Ο ঘ) 
নিশার

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কোনটি সাধন করতে বলেছেন?
Ο ক) 
সংকল্প
Ο খ) 
মহত্তর কর্ম
Ο গ) 
শিল্পকর্ম
Ο ঘ) 
অন্যের কল্যাণ

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
কবি হেমচন্দ্র কোন বিশেষ ভাবনায় মানবজাতিকে ক্রন্দন করতে নিষেধ করেছেন?
Ο ক) 
জীবনের নিরর্থকতার ভাবনায়
Ο খ) 
মৃত্যুর অনিবার্যতার ভাবনায়
Ο গ) 
আধ্যাত্মবাদের ভাবনায়
Ο ঘ) 
রহস্যময় মহাজগতের ভাবনায়

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
জীবনে সুখের আশা না করার কারণ -
i. তা জীবনে দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
ii. মানবজীবনের উদ্দেশ্য তা নয়
iii. সুখের আশা করলে প্রচুর পরিশ্রম করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
‘চিন্তাতরাঙ্গিনী’ কবিতাটির রচয়িতা -
Ο ক) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
সুনীল গঙ্গোপাধ্যায়
Ο গ) 
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (ক)

১৬০.
‘এমন পাবে না আর’ - কী না পাওয়ার কথা বলা হয়েছে?
Ο ক) 
সুখী-জীবন
Ο খ) 
মানব-জনম
Ο গ) 
আনন্দের জীবন
Ο ঘ) 
জীবন সঙ্গী

  সঠিক উত্তর: (খ)

১৬১.
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে অতীত কেমন দিন?
Ο ক) 
দুঃখের
Ο খ) 
আনন্দের
Ο গ) 
সুখের
Ο ঘ) 
গর্বের

  সঠিক উত্তর: (গ)

১৬২.
প্রাতঃস্মরণীয় হয়েছেন -
i. মহাজ্ঞানী
ii. মহাজন
iii. সম্পদশালী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
ইন্দ্রনীল কবিতা লিখে কেবল মানুষকে নিয়ে এবং মানুষের কর্তব্যকর্ম নিয়ে। তার অন্য কোনো বিষয় ভালো লাগে না। কিন্তু তার অন্যান্য কবি বন্ধুরা তার এই বিষয়টি পছন্দ করে না। তারা বলে প্রেম, প্রকৃতি - এসব নিয়ে লিখতে।
১৬৩.
কোন কবিতায় মানুষের কর্তব্যকর্ম বিষয়ে বলা হয়েছে?
Ο ক) 
আমার সন্তান
Ο খ) 
জীবন সঙ্গীত
Ο গ) 
সাহসী জননী বাংলা
Ο ঘ) 
বৃষ্টি

  সঠিক উত্তর: (খ)

১৬৪.
নিম্নের কোন কবিকে অনুচ্ছেদের ইন্দ্রনীলের মতো কবি বলা যায়?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (গ)

১৬৫.
হেমচন্দ্রের সাহিত্যকর্মে ফুটে উঠেছে -
i. জীবনের জয়গান
ii. মানুষের জয়গান
iii. ধর্ম ও আধ্যাত্মিকতার জয়গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪টি মন্তব্য:

  1. আপনার ব্লগ টেমপ্লেট বা থিম কি দেওয়া যাবে

    উত্তরমুছুন
  2. আমি একটি প্রশ্নের উত্তর চাই

    উত্তরমুছুন
  3. আমরা পরিক্ষার মতো দিতে চাই মানে আগে টিক দাগাবো পরে result এ চাপ দিলে আপনারা বলে দিবেন কয়টা টিক হইছে বুঝছেন

    উত্তরমুছুন
  4. জিবন সঙ্গীত কবিতার যে বিষয় ধারণ করেছে তা কি

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...