NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : রিপভ্যান উইংকল



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : রিপভ্যান উইংকল


১.
কত বছর রিপের এক রাত মনে হলো?
Ο ক) 
ত্রিশ বছর
Ο খ) 
পঁচিশ বছর
Ο গ) 
পাঁচ বছর
Ο ঘ) 
বিশ বছর

  সঠিক উত্তর: (ঘ)

২.
ক্যাটসৃকিল পাহাড়গলো কোন নদীর পশ্চিম দিকে অবস্থিত?
Ο ক) 
হাডসন নদীর
Ο খ) 
টেমস নদীর
Ο গ) 
সীন নদীর
Ο ঘ) 
অ্যাঞ্জেল নদীর

  সঠিক উত্তর: (ক)

৩.
রিপ ছিল-
i. আড্ডাবাজ
ii. পরোপকারী
iii. শৌখিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
অদ্ভূত লোকগুলোর হ্যাটের রং কী ছিল?
Ο ক) 
বেগুনি
Ο খ) 
নীল
Ο গ) 
কালো
Ο ঘ) 
লাল

  সঠিক উত্তর: (ঘ)

৫.
ফাঁদ কাঁধে করে রিপ ঘুরে বেড়াত-
i. উঁচু পাহাড়ে
ii. বনবাদাড়ে
iii. নদীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬.
রিপভ্যান উইংকল-
i. শিকার করত
ii. মাছ ধরত
iii. পাড়াপড়শির উপকার করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭.
কাদের ওলন্দাজ বলা হয়?
Ο ক) 
ইংরেজদের
Ο খ) 
আমেরিকানদের
Ο গ) 
হল্যান্ডের অধিবাসীদের
Ο ঘ) 
ফ্রান্সের অধিবাসীদের

  সঠিক উত্তর: (গ)

৮.
শিশুটির ভয় পেল কেন?
Ο ক) 
অচেনা বৃদ্ধকে দেখে
Ο খ) 
বন্দুকে দেখে
Ο গ) 
লাঠি দেখে
Ο ঘ) 
ছড়ি দেখে

  সঠিক উত্তর: (ক)

৯.
রিপভ্যান কী দিয়ে কাঠবিড়ালি শিকার করত?
Ο ক) 
লাঠি
Ο খ) 
বর্শা
Ο গ) 
তীরধনুক
Ο ঘ) 
ফাঁদ

  সঠিক উত্তর: (ঘ)

১০.
রিপভ্যান উইংকল-এর নাতির নাম কী?
Ο ক) 
জুনিথ
Ο খ) 
ডেভার
Ο গ) 
রিপ
Ο ঘ) 
মিশেল

  সঠিক উত্তর: (গ)

১১.
‘রিপভ্যান উইংকল’ হলো-
i. হাস্যরসাত্মক, ভৌতিক
ii. রহস্যময়, অযৌক্তিক
iii. করুণ রসত্মক, বাস্তবভিত্তিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১২.
রিপভ্যান অদ্ভুত ধরনের লোকটির পিছনে চলা শুরু করেছিল কেন?
Ο ক) 
লোকটিকে সাহায্য  করতে
Ο খ) 
লোকটির ইশারায়
Ο গ) 
কোনোকিছু না বুকেই
Ο ঘ) 
লোকটির রহস্য উদঘাটনের জন্য

  সঠিক উত্তর: (খ)

১৩.
‘রিপভ্যান উইংকল’ গল্পটি যুগ যুগ ধরে কাদের নিকট সমাদৃত হয়েছে?
i. যারা রহস্যগল্প পড়তে পছন্দ করেন
ii. তরুণদের নিকট
iii. যুক্তিগ্রাহ্য নয় এমন লেখা যারা পড়তে চান না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
ক্যাটসকিল পাহাড়গুলো হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
Ο ক) 
উত্তর
Ο খ) 
দক্ষিণ
Ο গ) 
পূর্ব
Ο ঘ) 
পশ্চিম

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
‘রিপভ্যান উইংকল’ গল্পটিতে রয়েছে-
i. রহস্যময়তা
ii. ব্যঙ্গ ও বিদ্রুপ
iii. কাল্পনিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৬.
পিটারের বংশের ঐতিহাসিকগণ ক্যাটস্‌কিল পাহাড়ের অদ্ভুত লোক সম্পর্কে বলেছে যে তারা-
i. উন্মুক্ত খাদে খেলা করে বেড়ায়
ii. বাজের মতো শব্দ করে
iii. মানুষকে মদ খাইয়ে দীর্ঘদিনের ঘুম পাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৭.
রিপভ্যান ঘুম থেকে জেগে কী দেখতে পেল?
Ο ক) 
সবুজ উপত্যকায় শুয়ে আছে
Ο খ) 
সে বাসায় শুয়ে আছে
Ο গ) 
তার হাত-পা বাঁধা
Ο ঘ) 
তার বন্দুকটি চুরি গেছে

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘রিপভ্যান কেমন প্রকৃতির লোক ছিল?
Ο ক) 
সাহসী
Ο খ) 
কর্মঠ
Ο গ) 
অসল
Ο ঘ) 
তেজী

  সঠিক উত্তর: (গ)

১৯.
রিপের হৃদয় দামে গেল-
i. পরিচিত পরিবেশ বদলে যাওয়ায়
ii. আত্মীয় ও আগন্তুকদের বিয়োগের সংবাদে
iii. নিজ গ্রামের মানুষের নিকট আগন্তুক বিবেচিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কাদের ওলন্দাজ বলা হয়?
Ο ক) 
নিউজিল্যান্ড দেশের অধিবাসী
Ο খ) 
হল্যান্ড দেশের অধিবাসী
Ο গ) 
ইংল্যান্ড দেশের অধিবাসী
Ο ঘ) 
স্কটল্যান্ড দেশের অধিবাসী

  সঠিক উত্তর: (খ)

২১.
“ওহ বড্ড অন্যায় হয়ে গেছে এভাবে ঘুমিয়ে পড়াটা।” এখানে কোন অন্যায়কে বোঝানো হয়েছে?
Ο ক) 
ঘুমিয়ে পড়া
Ο খ) 
বাইরে রাত কাটানো
Ο গ) 
মদ পান করা
Ο ঘ) 
শিকার করতে আসা

  সঠিক উত্তর: (খ)

২২.
বিশ বছর পর রিপ গ্রামে ঢুকতেই-
i. একদল ছেলেমেয়ে তার পিছু পিছু দৌড়াতে লাগল
ii. কুকুরগুলো ঘেউ করে তেড়ে এল
iii. গ্রামের লোকজন তাকে গুপ্তচর বলে সন্দেহ করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমিকে কী বলঅ হয়?
Ο ক) 
ঝরনা
Ο খ) 
গিরি
Ο গ) 
মরু
Ο ঘ) 
উপত্যকা

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
ক্যাটসকিল পাহাড়গুলো হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
Ο ক) 
উত্তর
Ο খ) 
দক্ষিণ
Ο গ) 
পূর্ব
Ο ঘ) 
পশ্চিম

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
কত বছরকে রিপের এক রাত মনে হলো?
Ο ক) 
ত্রিশ বছর
Ο খ) 
পঁচিশ বছর
Ο গ) 
বিশ বছর
Ο ঘ) 
পনের বছর

  সঠিক উত্তর: (গ)

২৬.
রিপের কোন প্রতিবেশী সৈন্যদলে যোগ দিয়ে মারা গেছে?
Ο ক) 
নিকোলাস ডেভার
Ο খ) 
জোনাথন ডুলিটল
Ο গ) 
ব্রম ডুচার
Ο ঘ) 
পিটার

  সঠিক উত্তর: (গ)

২৭.
রিপভ্যান কী দিয়ে কাঠবিড়ালি শিকার করত?
Ο ক) 
লাঠি
Ο খ) 
বর্ষা
Ο গ) 
তীরধনুক
Ο ঘ) 
বন্দুক

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
অদ্ভুত আকৃতির লোকটির গায়ে কী ধরনের পোশাক ছিল?
Ο ক) 
শার্ট
Ο খ) 
জ্যাকেট
Ο গ) 
পাঞ্জাবি
Ο ঘ) 
ব্রিচেস

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
রিপের স্ত্রী রিপের মতোই আর কাকে অপছন্দ করত?
Ο ক) 
রিপের মেয়ে জুডিথকে
Ο খ) 
রিপের কুকুর উলফকে
Ο গ) 
রিপের প্রতিবেশী নিকোলাস ডেভারকে
Ο ঘ) 
রিপের বহনকৃত বন্ধুকটিকে

  সঠিক উত্তর: (খ)

৩০.
নিকোলাস ডেভার কে?
Ο ক) 
রিপের ছেলে
Ο খ) 
রিপের প্রতিবেশী
Ο গ) 
হোটেলের মালিক
Ο ঘ) 
স্কুল মাস্টার

  সঠিক উত্তর: (খ)

৩১.
রিপ কোন ঋতুতে পাহাড় গিয়েছিল?
Ο ক) 
গ্রীষ্ম
Ο খ) 
বর্ষা
Ο গ) 
শরৎ
Ο ঘ) 
বসন্ত

  সঠিক উত্তর: (গ)

৩২.
রিপের অনুপস্থিতিতে রিপের পরিবার ভেবেছিল-
i. সে আত্মহত্যা করেছে
ii. ইন্ডিয়ানরা তাকে মেরে ফেলেছে
iii. সে যুদ্ধে যোগ দিয়ে শহীদ হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
ঘুম থেকে জেগে রিপভ্যানের চোখে পড়ল-
i. সে উপত্যকায় সবুজ ঘাসে শুয়ে আছে
ii. বন্দুকটিতে মরচে পড়েছে
iii. তার শরীরের আকারে পরিবর্তন ঘটেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
অতি কষ্টে শান্তি রক্ষা করল কে?
Ο ক) 
রিপের মেয়েটি
Ο খ) 
বিশিষ্ট লোকটি
Ο গ) 
প্রতিবেশী বৃদ্ধটি
Ο ঘ) 
অদ্ভুত লোকটি

  সঠিক উত্তর: (খ)

৩৫.
ক্যাট্‌সকিল পাহাড়শ্রেণি হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
Ο ক) 
উত্তরদিকে
Ο খ) 
দক্ষিণকে
Ο গ) 
পশ্চিম দিকে
Ο ঘ) 
পূর্বদিকে

  সঠিক উত্তর: (গ)

৩৬.
রিপভ্যান তার পুরনো আড্ডাখানা সরাইখানায় গিয়ে কী দেখতে পেল?
Ο ক) 
পুরনো লোকজন নেই
Ο খ) 
সরাইখানার মালিক মারা গেছে
Ο গ) 
একখানা বিরাট কাঠের ঘর
Ο ঘ) 
একটি বিরাট পাকা বাড়ি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
রিপভ্যানের ঘুম ভেঙে ছিল কত বছর পরে?
Ο ক) 
ত্রিশ
Ο খ) 
বিশ
Ο গ) 
পঁচিশ
Ο ঘ) 
পনেরো

  সঠিক উত্তর: (খ)

৩৮.
ঘুম ভাঙার পর রিপ দেখতে পেল সে কোন রঙের উপত্যকায় শুয়ে আছে?
Ο ক) 
সবুজ
Ο খ) 
বেগুনি
Ο গ) 
হলুদ
Ο ঘ) 
বাদামি

  সঠিক উত্তর: (খ)

৩৯.
রিপের স্ত্রীর নাম কী?
Ο ক) 
ডেম ভ্যান উইংকল
Ο খ) 
জুনিথ গার্ডনার
Ο গ) 
জোনাথন ডুলিটল
Ο ঘ) 
কেটি ভ্যান উইংকল

  সঠিক উত্তর: (ক)

৪০.
রিপভ্যান উইংকলের সম্ভানের নাম কী?
Ο ক) 
ব্রম ডুচার
Ο খ) 
নিকোলাস ডেভার
Ο গ) 
ভ্যান বুশেল
Ο ঘ) 
জুনিথ গার্ডনার

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘রিপভ্যান উইংকল’ গল্পে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
i. উপকার, আলসেমি
ii. ব্রিচেস, ওলন্দাজ
iii. প্রতিধ্বনি, অনাহারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৪২.
রিপের পোষা কুকুরটির নাম-
Ο ক) 
ডগি
Ο খ) 
টাইগার
Ο গ) 
উল্‌ফ
Ο ঘ) 
টমি

  সঠিক উত্তর: (গ)

৪৩.
রিপভ্যান উইংকল এর এক রাতের ঘুম ভাঙে কত বছর পরে?
Ο ক) 
দশ
Ο খ) 
পনেরো
Ο গ) 
বিশ
Ο ঘ) 
পঁচিশ

  সঠিক উত্তর: (গ)

৪৪.
রিপের আড্ডাবাজ মনোভাব কারা মেনে নিত?
Ο ক) 
সহকর্মীরা
Ο খ) 
ছেলেরা
Ο গ) 
বন্ধুরা
Ο ঘ) 
গ্রামবাসী

  সঠিক উত্তর: (গ)

৪৫.
অদ্ভুত মানুষদের হ্যাটে বসানো ছিল
Ο ক) 
কবুতরের পালক
Ο খ) 
মোরগের পালক
Ο গ) 
ময়ূরের পালক
Ο ঘ) 
ঈগলের পালক

  সঠিক উত্তর: (খ)

৪৬.
রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল?
Ο ক) 
গ্রীষ্ম
Ο খ) 
বর্ষা
Ο গ) 
শরৎ
Ο ঘ) 
বসন্ত

  সঠিক উত্তর: (ক)

৪৭.
রিপভ্যান উইংকল মদ্যপানের কথা ভাবল কেন?
Ο ক) 
মদ্যপানে আসক্তি আছে বলে
Ο খ) 
মদ্যপানের অভিজ্ঞতার জন্য
Ο গ) 
তৃষ্ণা নিবারণের আশায়
Ο ঘ) 
ঘুম আসছিল না বলে

  সঠিক উত্তর: (খ)

৪৮.
কে সমস্ত হৃদয় দিয়ে রিপের দু:খ বোঝার চেষ্টা করত?
Ο ক) 
রিপের স্ত্রী
Ο খ) 
রিপের ছেলে-মেয়ে
Ο গ) 
রিপের প্রতিবেশী
Ο ঘ) 
রিপের পোষা কুকুর

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
‘অবজ্ঞা’ শব্দটি দ্বারা বোঝায়-
i. উপেক্ষা
ii. ঘৃণা
iii. অবহেলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
‘রিপভ্যান উইংকল’ গল্পটির মূল রচয়িতা কে?
Ο ক) 
লেভ তলস্তয়
Ο খ) 
উইলিয়াম শেক্সপিয়র
Ο গ) 
ওয়াশিংটন আরভিং
Ο ঘ) 
এডগার অ্যালান পো

  সঠিক উত্তর: (গ)

৫১.
রিপ শিস দিয়ে কুকুরটাকে ডাকলে জবাব দেয়-
Ο ক) 
কুকুরটি
Ο খ) 
কিছু শেয়াল
Ο গ) 
কিছু কাক
Ο ঘ) 
কিছু অদ্ভূত ধরনের মানুষ

  সঠিক উত্তর: (গ)

৫২.
রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল ?
Ο ক) 
জুনিথ গার্ডনার
Ο খ) 
পিটার
Ο গ) 
ব্রম ডুচার
Ο ঘ) 
নিকোলাস ডেভার

  সঠিক উত্তর: (খ)

৫৩.
কার কথা মনে হওয়ায় রিপ ভীত হলো?
Ο ক) 
উল্‌ফের
Ο খ) 
স্ত্রীর
Ο গ) 
ছেলের
Ο ঘ) 
মেয়ের

  সঠিক উত্তর: (খ)

৫৪.
জুনিথ গার্ডনার কে?
Ο ক) 
রিপভ্যানের স্ত্রী
Ο খ) 
ব্রমডুচারের মেয়ে
Ο গ) 
রিপভ্যানের নাতনি
Ο ঘ) 
রিপভ্যানের মেয়ে

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
বিশ বছর পর রিপ গ্রামে ফিরলে কেউ তাকে চিনতে পারল না কারণ-
i. রিপের আত্মীয় ও প্রতিবেশীরা বেশিরভাগ মারা গিয়েছিল
ii. রিপ ভুল ঠিকানায় এসে উপস্থিত হয়েছিল
iii. রিপের চেহারা দেখে চেনার উপায় ছিল না।
নিচের কোনটি সঠিক? রিপের
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৬.
রিপের স্ত্রী রিপের সাথে সব সময় ঝগড়াঝাটি করত, কারণ-
i. আলসেমি ও অসাবধানতার জন্য
ii. টাকা পয়সা ও ছন্নছাড়া ভাবের জন্য
iii. পাড়ার মানুষের উপকার করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৭.
‘রিপভ্যান উইংকল’ গল্পটির মূল রচয়িতা কে?
Ο ক) 
লেভ তলস্তয়
Ο খ) 
উইলিয়াম শেক্সপিয়ার
Ο গ) 
ওয়াশিংটন আরভিং
Ο ঘ) 
এডগার অ্যালান পো

  সঠিক উত্তর: (গ)

৫৮.
রিপভ্যানর করগ্রেসি বন্ধুর নামক কী?
Ο ক) 
জোনাথন
Ο খ) 
ভ্যান বুশেল
Ο গ) 
ব্রম ডুচার
Ο ঘ) 
নিকোলাস ডেভার

  সঠিক উত্তর: (খ)

৫৯.
ছেলেদের মার্বেল খেলা শেখাত কে?
Ο ক) 
রিপভ্যান উইংকল
Ο খ) 
উলফ
Ο গ) 
রিপের ছেলে
Ο ঘ) 
অদ্ভুত আকৃতির লোকটি

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘রিপভ্যান উইংকল’ গল্পে নিম্নলিখিত চরিত্রগুলো পাওয়া যায়-
i. রিপ জুনিথ গার্ডনার
ii. ব্রম ডুচার, ভ্যান বুশেল
iii. পিটার, জোনাথন ডুলিটল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৬১.
অদ্ভূত লোকটির পোশাক কোন ধাঁচের ছিল?
Ο ক) 
পুরনো ফরাসী ধাঁচের
Ο খ) 
আধুনিক জার্মান ধাঁচের
Ο গ) 
পুরনো ভেনিশ ধাঁচের
Ο ঘ) 
পুরনো ওলন্দাজ ধাঁচের

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
রিপের অলস স্বভাবের ফলাফল-
i. ছেলেমেয়েগুলো বজ্জাত হয়ে উঠল
ii. সংসারে শান্তি বজায় থাকলো
iii. স্ত্রীর অপছন্দের কারণ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
রিপভ্যান ঘুম থেকে জেগে উল্‌ফকে খুঁজে পেল না কেন?
Ο ক) 
উল্‌ফ পালিয়ে গেছে
Ο খ) 
উল্‌ফ মরে গেছে
Ο গ) 
উল্‌ফকে ভূত খেয়ে ফেলেছে
Ο ঘ) 
উল্‌ফ বন্দি হয়েছে

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘দি ইউনিয়ন হোটেল’টির মালিকের নাম কী?
Ο ক) 
রিপভ্যান উইংকল
Ο খ) 
জোনাথন ডুলিটল
Ο গ) 
ব্রম ডুচার
Ο ঘ) 
ভ্যান বুশেল

  সঠিক উত্তর: (খ)

৬৫.
রিপভ্যানের গ্রামের সবচেয়ে পুরোনো অধিবাসী কে?
Ο ক) 
রিপভ্যান
Ο খ) 
জুনিথ গার্ডনার
Ο গ) 
ভ্যান বুশেল
Ο ঘ) 
পিটার

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
অদ্ভুত গোছের লোকগুরেলার মাথার হ্যাটে কী বসানো ছিল?
Ο ক) 
গাছের পাতা
Ο খ) 
সুগন্ধিযুক্ত ফুল
Ο গ) 
মোরগের পালক
Ο ঘ) 
পাখির পালক

  সঠিক উত্তর: (গ)

৬৭.
মহিলার কণ্ঠস্বর শুনে রিপের কোন স্মৃতি জেগে উঠল?
Ο ক) 
বহুদিনের কথা
Ο খ) 
স্ত্রী-কন্যার স্মৃতি
Ο গ) 
বন্ধুদের কথা
Ο ঘ) 
শিশুপুত্রের কথা

  সঠিক উত্তর: (খ)

৬৮.
রিপের কথা পিটার বিশ্বাস করল কেন?
Ο ক) 
সে রিপের বন্ধু ছিল বলে
Ο খ) 
ক্যাটস্‌কিল পাহাড়ের অদ্ভূত ঘ্টনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
Ο গ) 
সহজ সরল লোক ছিল বলে
Ο ঘ) 
রিপের কথা বিশ্বাসযোগ্য ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
রিপভ্যান উইংকল ছিল-
i. আড্ডাবাজ স্বভাবের
ii. পরোপকারী মনোভাবের
iii. অলস প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
রিপের কুকুরটা কেন ঘেউ ঘেউ করে উঠল?
Ο ক) 
একটি শিকার দেখে
Ο খ) 
লোকটির আকৃতি দেখে
Ο গ) 
ভয় পেয়ে
Ο ঘ) 
মনিবকে সতর্ক করতে

  সঠিক উত্তর: (খ)

৭১.
রিপের স্ত্রীর নামক কী?
Ο ক) 
ডেম ভ্যান উইংকল
Ο খ) 
জুনিথ গার্ডনার
Ο গ) 
জোনাথন ডুলিটল
Ο ঘ) 
কেটি ভ্যান উইংকল

  সঠিক উত্তর: (ক)

৭২.
দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমিকে কী বলে?
Ο ক) 
ঢাল
Ο খ) 
সমভূমি
Ο গ) 
উপত্যকা
Ο ঘ) 
মালভূমি

  সঠিক উত্তর: (গ)

৭৩.
হাডসন নদীর ওপর দিয়ে যাওয়ার সময় সবার দৃষ্টি আকর্ষণ করে কোনটি?
Ο ক) 
নদীর সৌন্দর্য
Ο খ) 
নদীর ঢেউ
Ο গ) 
দুর্গম পাহাড়
Ο ঘ) 
ক্যাসটস্‌কিল পাহাড়ের সৌন্দর্য

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
রিপভ্যান কোথায় কাঠবিড়ালি শিকার করছিল?
Ο ক) 
বাড়ির ধারে
Ο খ) 
হাডসন নদীর তীরে
Ο গ) 
ক্যাটসকিল পাহাড়ে
Ο ঘ) 
বাড়ির পাশের বনে

  সঠিক উত্তর: (গ)

৭৫.
রিপ ভ্যান উইংকল-এর এক রাতের ঘুম ভাঙে কত বছর পরে?
Ο ক) 
দশ
Ο খ) 
পনেরো
Ο গ) 
বিশ
Ο ঘ) 
পঁচিশ

  সঠিক উত্তর: (গ)

৭৬.
রিপের কুকুরটা কেন ঘেউ ঘেউ করে উঠেল?
Ο ক) 
ভয় পেয়ে
Ο খ) 
শিকার দেখে
Ο গ) 
মনিবকে সতর্ক করতে
Ο ঘ) 
লোকটির আকৃতি দেখে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
রিপভ্যানের ঘুমিয়ে পড়ার কারণ কী?
Ο ক) 
মদের নেশা
Ο খ) 
ক্লান্তি
Ο গ) 
জাদুর বশে
Ο ঘ) 
রাত হয়ে গিয়েছিল

  সঠিক উত্তর: (ক)

৭৮.
‘দি ইউনিয়ন হোটেল’- এর মালিকের নাম কী?
Ο ক) 
জুনিথ গার্ডনার
Ο খ) 
জোনাথন
Ο গ) 
জোনাথন ডুলিটল
Ο ঘ) 
ভ্যান বুশেল

  সঠিক উত্তর: (গ)

৭৯.
পাহাড়শ্রেণির উন্মুক্ত খাদে রিপভ্যান যে লোকগুলো দেখতে পেল তাদের আকৃতি-
i. কারও মুখ বড়
ii. কারও শুয়োরের মতো ছোট চোখ
iii. মুখ যেন নাকের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
রিপভ্যান উইংকল ফাঁদ কাঁধে করে উঁচু পাহাড় আর বনে বাদারে ঘুরে বেড়াত-
i. কাঠবিড়ালী ধরার জন্য
ii. বুনো কবুতর ধরার জন্য
iii. অলস সময় কাটানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
রিপভ্যান চরিত্রটি বিশ্লেষণ করলে নিচের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়-
i. অলস, উপকারী ও সহজসরল
ii. আড্ডাবাজ, অসাবধানী
iii. ছন্নছাড়া, ঝগড়াটে, ভীতু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
রিপকে প্রথম কে চিনতে পারে?
Ο ক) 
রিপের মেয়ে জুডিথ
Ο খ) 
পুরোনো অধিবাসী পিটার
Ο গ) 
রিপের কুকুর উলফ
Ο ঘ) 
এক বৃদ্ধ প্রতিবেশী

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
যিনি ইতিহাস লেখেন তাকে এককথায় কী বলে?
Ο ক) 
ঐতিহাসিক
Ο খ) 
ইতিহাসবেত্তা
Ο গ) 
অনৈতিহাসিক
Ο ঘ) 
ইতিহাস বিশেষজ্ঞ

  সঠিক উত্তর: (ক)

৮৪.
উন্মুক্ত খাদে রিপের দেখা লোকগুলো অদ্ভুত ছিল-
i. তাদের শারীরিক গড়নের কারণে
ii. পোশাক পরিচ্ছদের কারণে
iii. তাদের কাদ্যাভ্যাসের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও:
মনির ছন্নছাড়া প্রকৃতির লোক। নিজ সংসারের কোনো কাজ সে করে না। কিন্তু গ্রামের সকলের কাজ করে আর আড্ডা দেয়। অবসর সময়ে সে শুধু ঘুড়ি ওড়ায়। এজন্য মনিরের মা তার উপর খুব বিরক্ত।
৮৫.
উদ্দীপকের মনিরের সাথে ‘রিপভ্যান উইংকল’ গল্পের কার মিল রয়েছে?
Ο ক) 
রিপভ্যান
Ο খ) 
উলফ্‌
Ο গ) 
বুশেল
Ο ঘ) 
ডুচার

  সঠিক উত্তর: (ক)

৮৬.
উদ্দীপকের মনিরের ঘুড়ি ওড়ানোর সাথে ‘রিপভ্যান উইংকল’ গল্পের রিপের কোন কাজের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
জজ্গলে ঘোর
Ο খ) 
কবুতর ধরা
Ο গ) 
মার্বেল খেলা
Ο ঘ) 
মাছ ধরা

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
উদ্দীপকের সাথে সাথে কোনব গল্পের সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
রামায়ণ-কাহিনী
Ο খ) 
রিপভ্যান উইংকল
Ο গ) 
সাড়ে তিন হাত জমি
Ο ঘ) 
মার্চেন্ট অব ভেনিস

  সঠিক উত্তর: (খ)

৮৮.
উদ্দীপকের মনির ও ‘রিপভ্যান উইংকল’ গল্পের রিপভ্যান দুজনেই-
i. অলস
ii. বদরাগী
iii. আড্ডাবাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন