NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : সাড়ে তিন হাত জমি



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : সাড়ে তিন হাত জমি


১.
বাসকিরদের দেশে রাতে পাখোমকে কীসের বিছানায় শুতে দেয়া হয়েছিল?
Ο ক) 
ভেড়ার লোমের
Ο খ) 
পাখির পালকের
Ο গ) 
নরম তুলোর
Ο ঘ) 
শক্ত তক্তার

  সঠিক উত্তর: (খ)

২.
পাখোম প্রথমে কতটুকু জমির মালিক হলো?
Ο ক) 
বিশ একর
Ο খ) 
তিরিশ একর
Ο গ) 
পঁচিশ একর
Ο ঘ) 
দশ একর

  সঠিক উত্তর: (খ)

৩.
পাখোম কীসের টুপিতে ১০০ রুবল রেখেছিল?
Ο ক) 
ভেড়ার চামড়ার
Ο খ) 
শক্ত কাপড়ের
Ο গ) 
শেয়ালের চামড়ার
Ο ঘ) 
নেকড়ের চামড়ার

  সঠিক উত্তর: (গ)

৪.
বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত?
Ο ক) 
ফসল ফলিয়ে
Ο খ) 
পশু চড়িয়ে
Ο গ) 
ব্যবসা করে
Ο ঘ) 
চাকরি করে

  সঠিক উত্তর: (খ)

৫.
শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইলো কেন?
Ο ক) 
লোভের শাস্তি দেওয়ার জন্য
Ο খ) 
সুপথে ফিরিয়ে আনার জন্র
Ο গ) 
লোভের পরিণতি দেখানোর জন্য
Ο ঘ) 
জমিদার বানানোর জন্য

  সঠিক উত্তর: (ক)

৬.
‘ছোটবেলা থেকেই মাটির কোলে পড়ে আছি।’ এখানে মাটির কোলে বলতে বোঝানো হয়েছে?
Ο ক) 
মাটিতে বসবাস করা
Ο খ) 
গ্রামে থাকা
Ο গ) 
দরিদ্রতা
Ο ঘ) 
মাটির সঙ্গে সখ্যতা

  সঠিক উত্তর: (খ)

৭.
স্টার্শিনার হাসির কারণ কী?
Ο ক) 
পাখোমের জমি লাভ
Ο খ) 
পাখোমের মৃত্যু
Ο গ) 
পাখোমের বাসকিরদের দেশে যাওয়া
Ο ঘ) 
পাখোমের শরীর খারাপে

  সঠিক উত্তর: (খ)

৮.
কখন পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায়?
Ο ক) 
গ্রীষ্মের শুরুতে
Ο খ) 
বর্ষার শুরুতে
Ο গ) 
শীতের শুরুতে
Ο ঘ) 
বসন্তের শুরুতে

  সঠিক উত্তর: (ঘ)

৯.
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভুরি কবিতাংশের মূলভাব কোন রচনায় প্রকাশ পেয়েছে?
Ο ক) 
রবিনন ক্রুসো
Ο খ) 
রাজকুমার ও ভিখারির ছেলে
Ο গ) 
সোহরাব রোস্তম
Ο ঘ) 
সাড়ে তিন হাজ জমি

  সঠিক উত্তর: (ঘ)

১০.
বাসকিরদের দেশের মানুষের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. এদের বাড়িঘর নেই
ii. এরা চাষ করে না, ফসল ফলায় না
iii. তারা দয়ালু ও হাসিখুশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
পাখোম গোল পাহাড় থেকে কত মাইল পর্যন্ত অগ্রসর হয়েছিল?
Ο ক) 
৩ মাইল
Ο খ) 
৬ মাইল
Ο গ) 
৯ মাইল
Ο ঘ) 
১০ মাইল

  সঠিক উত্তর: (ঘ)

১২.
রাশিয়ার মুদ্রার নাম কী?
Ο ক) 
টাকা
Ο খ) 
রুবল
Ο গ) 
পাউন্ড
Ο ঘ) 
ডলার

  সঠিক উত্তর: (খ)

১৩.
পাখোমের মৃত্যুর জন্য দায়ী-
i. শয়তানের প্ররোচনা
ii. তার বোকামি
iii. অতি লোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
চা খেতে খেতে কারা গল্প করছিল?
Ο ক) 
পাখোম ও তার স্তী
Ο খ) 
পাখোম ও তার বোন
Ο গ) 
দুই বোন
Ο ঘ) 
পাখোম ও শয়তান

  সঠিক উত্তর: (গ)

১৫.
পাখোম স্বপ্নে যে শয়তানটিকে দেখল, তার-
i. মাথায় ছিল শিং
ii. পায়ে খুর
iii. হাতে ধারালো নখ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৬.
পাখোমের করুণ পরিণতির ক্ষেত্রে নিচের� যে কথাটি প্রযোজ্য-
Ο ক) 
যত গর্জে তত বর্ষে না
Ο খ) 
লোভে পাপ্‌ পাপে মুত্যু
Ο গ) 
যেমন কর্ম তেমন ফল
Ο ঘ) 
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ

  সঠিক উত্তর: (খ)

১৭.
শয়তানের প্ররোচনায় পাখোম প্রথমে কিনল-
i. তিন একর জমি
ii. অর্ধেক মৌমাছি
iii. একটি বাগান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
বাসকিরদের দেশে জমিতে চড়ে বেড়ায়-
i. হাতিম ঘোড়া, মহিষ
ii. গরু, ছাগল, মহিষ
iii. ঘোড়া গরু-মহিষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
Ο ক) 
জনৈক চাষির কাছে
Ο খ) 
পাখোমের স্ত্রীর বোনের কাছে
Ο গ) 
স্টার্শিনার কাছে
Ο ঘ) 
ওভারশিয়ারের কাছে

  সঠিক উত্তর: (ক)

২০.
শয়তান যে রূপ ধারণ করে পাখোমের নিকট এসেছিলো তা হলো-
i. জনৈক চাষী
ii. মহাজন
iii. স্টার্শিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
পাকোমের প্রতিবেশি মহিলাটি কত একর জমির মালিক ছিলেন?
Ο ক) 
১৪০ একর
Ο খ) 
২৪০ একর
Ο গ) 
৩৪০ একর
Ο ঘ) 
৪৪০ একর

  সঠিক উত্তর: (খ)

২২.
শয়তান পাখোমকে শিক্ষা দিতে চায় কেন?
Ο ক) 
পাখোমের লোভ দেখে
Ο খ) 
জমি কিনতে চায় বলে
Ο গ) 
তাকে পরায়া করবে না বলে
Ο ঘ) 
প্রতিহিংসাপরায়ণ বলে

  সঠিক উত্তর: (গ)

২৩.
‘অভিভূত’ শব্দটির অর্থ-
i. আচ্ছন্ন
ii. বিহ্বল
iii. আনন্দিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
ভলগার ওপারের নতুন পত্তনিতে প্রতি একর জমির দাম কত ছিল?
Ο ক) 
১ রুবল
Ο খ) 
১.৫০ রুবল
Ο গ) 
২ রুবল
Ο ঘ) 
২.৫০ রুবল

  সঠিক উত্তর: (খ)

২৫.
উল্লিখিত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো-
i. মূল বক্তব্য
ii. মর্মকথা
iii. পরিণতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
ভলগার ওপারে পত্তনিতে গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালেই কী পাওয়া যায়?
Ο ক) 
১০০ একর জমি
Ο খ) 
১০০০ একর জমি
Ο গ) 
৫০০ রুবল
Ο ঘ) 
৫০০০ রুবল

  সঠিক উত্তর: (ক)

২৭.
পাখোমের কীসের অভাব ছিল?
Ο ক) 
সুখ-শান্তির
Ο খ) 
জমির
Ο গ) 
অর্থের
Ο ঘ) 
শহরের সুযোগ সুবিধার

  সঠিক উত্তর: (খ)

২৮.
মহাজন বাসকিরদের দেশের মানুষদের ভেড়ার মতো সরল বলেছেন, কারণ তারা ছিল-
i. সহজ-সরল
ii. দয়ালু
iii. হাসি খুশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
কতটুকু জমির মধ্যে পাখোমের সমাধি হলো?
Ο ক) 
সাড়ে চার হাত
Ο খ) 
সাড়ে তিন হাত
Ο গ) 
একশত একর
Ο ঘ) 
দুইশত একর

  সঠিক উত্তর: (খ)

৩০.
নতুন দেশে পাখোমের জীবনযাপন আগের চেয়ে কতগুণ ভালো?
Ο ক) 
পাঁচগুণ
Ο খ) 
দশগুণ
Ο গ) 
বিশগুণ
Ο ঘ) 
পঞ্চাশগুণ

  সঠিক উত্তর: (খ)

৩১.
পঞ্চায়েত হলো-
i. গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে গঠিত বিচারসভা
ii. গ্রামের পাঁচজনের বৈঠক
iii. গ্রামের সালিশী কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
অভ্যর্থনা শব্দের অর্থ-
i. সাদরে গ্রহণ
ii. সংবর্ধনা
iii. আপ্যায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
পাখোমের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. অতি লোভী
ii. দাম্ভিক
iii. দুষ্ট প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
কী পেলে পাখোম স্বয়ং শয়তানকেও পরোয়া করবে না?
Ο ক) 
পুত্র সন্তান
Ο খ) 
স্বর্ণালঙ্কার
Ο গ) 
জমি
Ο ঘ) 
টাকা-পয়সা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
পাখোম কোন দেশে সস্তায় জমি কিনতে যায়?
Ο ক) 
বাসকিরদের দেশে
Ο খ) 
শিকানে
Ο গ) 
সামারায়
Ο ঘ) 
বাসকিনদের দেশে

  সঠিক উত্তর: (ক)

৩৬.
১ একর = কত?
Ο ক) 
১০ শতাংশ
Ο খ) 
১২ শতাংশ
Ο গ) 
৫০ শতাংশ
Ο ঘ) 
১০০ শতাংশ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
“জমি যদি পাই তা হলে কাউকে পরোয়া করবো না, স্বয়ং শয়তানকেও না।”- এ উক্তিটির মাধ্যমে পাখোমের কোন মনোবৃত্তি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
অর্থবিত্তই মানুষের মূল্যায়নের মাপকাঠি
Ο খ) 
যে যত ধনী সে তত বড় মানুষ নয়
Ο গ) 
ধনসম্পদ মানুষকে অমর করে দেয়
Ο ঘ) 
ধনসম্পদ শয়তানের চেয়েও শক্তিশালী

  সঠিক উত্তর: (ক)

৩৮.
বাসকিরদের দেশের লোকজন পাখোমকে-
i. অভ্যর্থনা জানাল
ii. আদর-আপ্যায়ন করল
iii. তিরস্কার করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৯.
পাখোমের মৃত্যুর কারণ কোনটি?
Ο ক) 
অতিরিক্ত পরিশ্রম
Ο খ) 
অতিরিক্ত লোভ
Ο গ) 
শয়তানের কারসাজি
Ο ঘ) 
ভাগ্য বিড়ম্বনা

  সঠিক উত্তর: (খ)

৪০.
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি। উদ্দীপকের মূলভাব কোন রচনায় প্রকাশ পেয়েছে?
Ο ক) 
রবিনসন ক্রুশো
Ο খ) 
রাজকুমার ও ভিখারির ছেলে
Ο গ) 
সোহরাব রোস্তম
Ο ঘ) 
সাড়ে তিন হাত জমি

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
পাখোম জমি কেনার জন্য কী বিক্রয় করেছিল?
Ο ক) 
হাতির বাচ্চা ও মৌমাছি
Ο খ) 
গাধার বাচ্চা ও মৌমাছি
Ο গ) 
পুরো মৌমাছি
Ο ঘ) 
তার পুরো সম্পত্তি

  সঠিক উত্তর: (খ)

৪২.
পাখোম তিরিশ একর জমি ও ছোট একটি বাগান ক্রয় করল-
i. জমানো ১০০ রুবল দিয়ে
ii. গাধার বাচ্চা ও মৌমাছি বিক্রীর টাকা দিয়ে
iii. ছেলের চাকরির পারিশ্রমিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে?
Ο ক) 
স্টার্শিনা
Ο খ) 
মহাজন
Ο গ) 
শয়তান
Ο ঘ) 
একজন মজুর

  সঠিক উত্তর: (ক)

৪৪.
পাখোমের মৃত্যুর প্রকৃত কারণ কোনটি?
Ο ক) 
অতিরিক্ত পরিশ্রম
Ο খ) 
অতিরিক্ত লোভ
Ο গ) 
শয়তানের কারসাজি
Ο ঘ) 
 ভাগ্য বিড়ম্বনা

  সঠিক উত্তর: (খ)

৪৫.
কখন পাখোর স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশের পাড়ি জমায়?
Ο ক) 
গ্রীষ্মের শুরুতে
Ο খ) 
বর্ষার শুরুতে
Ο গ) 
শীতের শুরুতে
Ο ঘ) 
বসন্তের শুরুতে

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
পাখোমের জমির যে জমির যে জিনিসগুলো আলাদা-
i. জমির ফসলগুলেঅ
ii. জমির ঘাসগুলো
iii. জমির ফুলগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৭.
পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
Ο ক) 
পাখোমের স্ত্রী
Ο খ) 
স্ত্রীর বড় বোন
Ο গ) 
স্ত্রী ও তার বড় বোন
Ο ঘ) 
শয়তান

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
ভলগা কী?
Ο ক) 
রাশিয়ার একটি বিখ্যাত নদী
Ο খ) 
যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত নদী
Ο গ) 
বাসকিরদের দেশের প্রধান নদী
Ο ঘ) 
একটি কৃত্রিম জলপথ

  সঠিক উত্তর: (ক)

৪৯.
রুবল কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) 
ইতালি
Ο খ) 
ফ্রান্স
Ο গ) 
জার্মানি
Ο ঘ) 
রাশিয়া

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায়, কারণ-
i. বেশি জমি পাবার আশায়
ii. টাকার আশায়
iii. চাকরির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৫১.
পাখোমকে জমি কিনতে শয়তান প্ররোচিত করে কেন?
Ο ক) 
তাকে ভালোবাসে বলে
Ο খ) 
পাখোমের অভাব দূর করার জন্র
Ο গ) 
তাকে নিয়ে মজার খেলা খেলবে বলে
Ο ঘ) 
তাকে জমির মালিক করার জন্য

  সঠিক উত্তর: (গ)

৫২.
পাখোম কোন পাহাড় থেকে যাত্রা শুরু করে?
Ο ক) 
গারো পাহাড়
Ο খ) 
শিকান নামে গোল পাহাড়
Ο গ) 
তার নিজ গ্রামের পাহাড় থেকে
Ο ঘ) 
ভলগার ওপারের পাহাড় থেকে

  সঠিক উত্তর: (খ)

৫৩.
‘সাড়ে তিন হাত জমি’ গল্পটির মূল রচয়িতা কে?
Ο ক) 
লেভ তলস্তয়
Ο খ) 
সরকার আব্দুল মান্নান
Ο গ) 
মার্ক টোয়েন
Ο ঘ) 
ড্যানিয়েল ডিফো

  সঠিক উত্তর: (ক)

৫৪.
পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে।
Ο ক) 
স্টার্শিনা
Ο খ) 
তার স্ত্রী
Ο গ) 
মহাজন
Ο ঘ) 
শয়তান

  সঠিক উত্তর: (গ)

৫৫.
ভলগার ওপারের পত্তনিতে একগরিব চাষী ১০০ একর জমিতে শুধু গম ফলিয়ে কত রুবল আয় করেছে?
Ο ক) 
৩০০০ রুবল
Ο খ) 
৪০০০ রুবল
Ο গ) 
৫০০০ রুবল
Ο ঘ) 
৬০০০ রুবল

  সঠিক উত্তর: (গ)

৫৬.
উল্লিখিত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো-
i. মূল বক্তব্য
ii. মর্মকথা
iii. পরিণতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
বাসকিরদের দেশে জমির দিনপ্রিতি দাম কত?
Ο ক) 
১০০ রুবল
Ο খ) 
১৫০ রুবল
Ο গ) 
২০০ রুবল
Ο ঘ) 
৫০০ রুবল

  সঠিক উত্তর: (ক)

৫৮.
কৃষকরা দুশ্চিন্তায় পড়ে-
i. জমি কিনতে না পারায়
ii. ওভারশিয়ারের জমি কেনার সিদ্ধান্তে
iii. পাখোমের জমি কেনার সিদ্ধান্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৫৯.
শিকান কিসের নাম?
Ο ক) 
বাসকিরদের
Ο খ) 
গোল পর্বতের
Ο গ) 
গোল পাহাড়ের
Ο ঘ) 
খরস্রোত নদীর

  সঠিক উত্তর: (গ)

৬০.
পাখোমের বাড়িতে অতিথি চাষি কোথা তেকে এসেছিল?
Ο ক) 
বাসকিরদের দেশ থেকে
Ο খ) 
শহর থেকে
Ο গ) 
অজানা দেশ তেকে
Ο ঘ) 
ভলগার ওপার থেকে

  সঠিক উত্তর: (ক)

৬১.
বাসকিরদের প্রিয় খাদ্য কী?
Ο ক) 
জবের রুটি
Ο খ) 
গমের রুটি
Ο গ) 
উটের দুধ
Ο ঘ) 
ঘোড়ার দুধ

  সঠিক উত্তর: (খ)

৬২.
পাখোম কীভাবে পাহাড় ডিঙিয়ে টুপিটি স্পর্শ করল ?
Ο ক) 
বীরের মতো
Ο খ) 
পাখির মতো
Ο গ) 
মুমূর্ষ জন্তুর মতো
Ο ঘ) 
ভয়ঙ্কর জন্তুর মতো

  সঠিক উত্তর: (গ)

৬৩.
১৪০ একর জমির মালিক কে ছিলেন?
Ο ক) 
পাখোম
Ο খ) 
অতিথির চাষি
Ο গ) 
জনৈক মহিলা
Ο ঘ) 
সৈনিক

  সঠিক উত্তর: (গ)

৬৪.
ভলগা নদীতে স্টীমারে চড়ে পাখোম কোথায় পৌঁছেল?
Ο ক) 
বাসকিরদের দেশে
Ο খ) 
সামারায়
Ο গ) 
মস্কোয়
Ο ঘ) 
নতুন পত্তনিতে

  সঠিক উত্তর: (খ)

৬৫.
‘দিনপ্রতি জমির দাম ১০০ রুবল’- এখানে দিনপ্রতি বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
২৪ ঘন্টা
Ο খ) 
সূর্যোদয়-সূর্যাস্ত
Ο গ) 
ফজর-মাগরিব
Ο ঘ) 
ভোর ৫টা-সন্ধ্যা ৭টা

  সঠিক উত্তর: (খ)

৬৬.
বাসকিররা বাস করত-
i. চামড়ার ছাউনি দেয়া গাড়িতে
ii. খোলা প্রান্তরে
iii. সুসজ্জিত ছাউনিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
Ο ক) 
কৃষক
Ο খ) 
জমিদার
Ο গ) 
মেষপালক
Ο ঘ) 
শয়তান

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
‘সাড়ে তিন হাত জমি’ এর মূল লেখক কে?
Ο ক) 
লেভ তলস্তয়
Ο খ) 
বরিস পাস্তারকে
Ο গ) 
ম্যাক্সিম গোর্কি
Ο ঘ) 
নিকোলাই গোগল

  সঠিক উত্তর: (ক)

৬৯.
বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাটতে হলো-
Ο ক) 
২৪০ মাইল
Ο খ) 
২৭৪ মাইল
Ο গ) 
৩৩২ মাইল
Ο ঘ) 
৪০০ মাইল

  সঠিক উত্তর: (গ)

৭০.
গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালেই কত একর জমির মালিক হওয়া যায়?
Ο ক) 
১০০ একর
Ο খ) 
২০০ একর
Ο গ) 
৩০০ একর
Ο ঘ) 
৪০০ একর

  সঠিক উত্তর: (ক)

৭১.
পাখোম তার বাড়ির পাশের মহিলার কাছ থেকে জায়গা কেনার জন্য-
i. একটি গাধার বাচ্চা বিক্রি করল
ii. অর্ধেক মৌমাছি বিক্রয় করল
iii. স্ত্রীর সমস্ত গয়না বিক্রয় করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি কুনো ব্যাঙ মাঠে একটি গরু দেখে ভাবল, ‘আমিও গরুর মতো বড় হব।’ সে এবার পেট ফুলাতে থাকল। ফুলাতে ফুলাতে এক সময় পেট ফেটে� মরে গেল।
৭২.
উদ্দীপক কোন গল্প স্মরণ করিয়ে দেয়?
Ο ক) 
সাড়ে তিন হাত জমি
Ο খ) 
রামায়ণ কাহিনী
Ο গ) 
রিপভ্যান উইংকল
Ο ঘ) 
মার্চেন্ট অব ভেনিস

  সঠিক উত্তর: (ক)

৭৩.
উদ্দীপক ও উদ্দিষ্ট গল্পে রয়েছে-
Ο ক) 
প্রতিহিংসা
Ο খ) 
বীরত্ব
Ο গ) 
অলৌকিকতা
Ο ঘ) 
লোভ

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...