NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৫: গদ্য - নিরীহ বাঙালি



এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৫: গদ্য - নিরীহ বাঙালি


১.
আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?
Ο ক) 
মানুষ মারতে
Ο খ) 
সমাজের উন্নতি করতে
Ο গ) 
অর্থ অর্জনে
Ο ঘ) 
মেদ বর্ধনে

  সঠিক উত্তর: (গ)

২.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায় –
i. দুর্বল
ii. অবলা
iii. নিরীহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩.
বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো –
i. ভালোবেসে
ii. পরিশ্রমে অনীহা
iii. নিজেদের সুবিধায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪.
আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?
Ο ক) 
রসালো
Ο খ) 
তিতা
Ο গ) 
পানসে
Ο ঘ) 
টক

  সঠিক উত্তর: (ক)

৫.
‘ভাঙ্গাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?
Ο ক) 
জীর্ণ কাঁথা
Ο খ) 
কালিডোর
Ο গ) 
কুন্তলীন
Ο ঘ) 
ভগ্ন শূর্প

  সঠিক উত্তর: (ঘ)

৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো -
Ο ক) 
ইতিবাচক
Ο খ) 
নেতিবাচক
Ο গ) 
হাস্যরসাত্মক
Ο ঘ) 
প্রশংসাবাচক

  সঠিক উত্তর: (খ)

৭.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে -
i. অলসপ্রিয়তা
ii. পরিশ্রমে অনীহা
iii. বাগাড়ম্বর আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮.
মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা -
i. সাহিত্য রচনা করেছেন
ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন
iii. উপবৃত্তি প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
Ο ক) 
পুরুষরা
Ο খ) 
নারীরা
Ο গ) 
ধনীরা
Ο ঘ) 
দরিদ্ররা

  সঠিক উত্তর: (ক)

১০.
৯ ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক –
i. জন্মে
ii. মৃত্যুতে
iii. বিবাহে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১.
আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত -
i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা
ii. পাস বিক্রয়
iii. ভিক্ষা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে -
i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে
ii. সমাজে নারী-পুরুসের বৈষম্য সম্পর্কে
iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘বাঙালির গুণের কথা লিখতে হেইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’ - এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
বৈচিত্র‌্য
Ο খ) 
মর্যাদা
Ο গ) 
বৈশিষ্ট্য
Ο ঘ) 
দোষ

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?
Ο ক) 
আমেরিকায় ভিক্ষা করব
Ο খ) 
পরিশ্রম করব
Ο গ) 
বিশৃঙ্খলার সৃষ্টি করব
Ο ঘ) 
সেনাবাহিনীতে যোগ দেব

  সঠিক উত্তর: (খ)

১৫.
স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয় -
i. মুখম্রীর প্রফুল্লতা
ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা
iii. সৌন্দর্য বর্ধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬.
সৌকমুার্য শব্দের অর্থ কী?
Ο ক) 
সৌন্দর্য
Ο খ) 
আনন্দ
Ο গ) 
আকাশ
Ο ঘ) 
বন

  সঠিক উত্তর: (ক)

১৭.
বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো -
i. সরস
ii. সুস্বাদু
iii. মধুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?
Ο ক) 
পুঁইশাকের ডাঁটা, সজিনা
Ο খ) 
ফ্রাইড রাইস, নুডুলস
Ο গ) 
স্যুপ, চিকেন ফ্রাই
Ο ঘ) 
রুটি, ডাল

  সঠিক উত্তর: (ক)

১৯.
নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?
Ο ক) 
স্নেহময়ী রূপ
Ο খ) 
কঠোর রূপ
Ο গ) 
অবলা
Ο ঘ) 
বন্ধুত্বের রূপ

  সঠিক উত্তর: (গ)

২০.
বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?
Ο ক) 
সমাজসংস্কার
Ο খ) 
নারী জাগরণ
Ο গ) 
নারী জাতির মূল্যায়ন
Ο ঘ) 
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার

  সঠিক উত্তর: (খ)

২১.
কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?
Ο ক) 
বড় ভাই
Ο খ) 
মেজ ভাই
Ο গ) 
সেজ ভাই
Ο ঘ) 
ছোট ভাই

  সঠিক উত্তর: (ক)

২২.
‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
Ο ক) 
বিজ্ঞান বিষয়ক
Ο খ) 
হাস্যরসাত্মক
Ο গ) 
তথ্য প্রযুক্তি বিষয়ক
Ο ঘ) 
নারীর উন্নতি বিষয়ক

  সঠিক উত্তর: (খ)

২৩.
দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?
Ο ক) 
না চাইতেই পাওয়া যায় বলে
Ο খ) 
সহজেই পাওয়া যায় বলে
Ο গ) 
চাইলেই পাওয়া যায় বলে
Ο ঘ) 
বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক -
i. অনন্ত মসী
ii. কাগজ
iii. অক্লান্ত লেখক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
লেখকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
Ο ক) 
কৃষি
Ο খ) 
মৃৎশিল্প
Ο গ) 
তাঁতশিল্প
Ο ঘ) 
বস্ত্রশিল্প

  সঠিক উত্তর: (ক)

২৬.
বাঙালির খাদ্যসামগ্রী হলো –
i. ত্রিগুণাত্মক
ii. সুস্বাদু
iii. মধুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
‘আজি কালি কোন জিনিষটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
Ο ক) 
ভেজালের চাহিদা বেশি বলে
Ο খ) 
ভেজাল সহজলভ্য বলে
Ο গ) 
ভেজালের অল্পতা বোঝাতে
Ο ঘ) 
ভেজাল দ্রব্য সস্তা বলে

  সঠিক উত্তর: (খ)

২৮.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?
Ο ক) 
আলিবাবা
Ο খ) 
আলাদিন
Ο গ) 
সিন্ধবাদ
Ο ঘ) 
হারুন-অর-রশিদ

  সঠিক উত্তর: (গ)

২৯.
সমকালীন মুসলমান সমাজের কীসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?
Ο ক) 
কুসংস্কার
Ο খ) 
দারিদ্র‌্য
Ο গ) 
শিক্ষা
Ο ঘ) 
অর্থনীতি

  সঠিক উত্তর: (ক)

৩০.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) 
শিক্ষাকে
Ο খ) 
ব্যক্তিকে
Ο গ) 
ব্যক্তিত্বকে
Ο ঘ) 
মূল্যবোধকে

  সঠিক উত্তর: (ক)

৩১.
তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনর বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন -
Ο ক) 
ভীতু, কাপুরুষ
Ο খ) 
দুর্বল, নিরীহ
Ο গ) 
অলস, কুঁড়ে
Ο ঘ) 
অসভ্য, বর্বর

  সঠিক উত্তর: (খ)

৩২.
‘মস্তিষ্ক উর্বর’ - এর ইংরেজী কী?
Ο ক) 
Brain culture
Ο খ) 
Brein culture
Ο গ) 
Culture of Breain
Ο ঘ) 
Brain of culture

  সঠিক উত্তর: (ক)

৩৩.
ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?
Ο ক) 
উর্দু
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
বাংলা
Ο ঘ) 
ফারসি

  সঠিক উত্তর: (গ)

৩৪.
বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন -
i. কুসংস্কারের পথে
ii. শিক্ষার পথে
iii. সংস্কৃতির পথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫.
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম -
Ο ক) 
১৮৭০ সালের ৫ জুন
Ο খ) 
১৮৭৬ সালের ৯ জুলাই
Ο গ) 
১৮৮০ সালের ৯ ডিসেম্বর
Ο ঘ) 
১৮৮০ সালের ১১ ডিসেম্বর

  সঠিক উত্তর: (গ)

৩৬.
বাঙালি নারীরা কি পরিধান করে?
Ο ক) 
পাটের শাড়ি
Ο খ) 
তাঁতের শাড়ি
Ο গ) 
জামদানি শাড়ি
Ο ঘ) 
হাওয়ার শাড়ি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায় -
i. বিদেশি ভাষা
ii. অর্ধেক রাজত্ব
iii. এক রাজকুমারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৮.
রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ক)

৩৯.
আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে -
i. কেশতেল, রোগবর্ধক ঔষধ, বোতাম
ii. পিতলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম
iii. কেশতেল, নকল হীরার আংটি, বোতাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
বাঙালীর গুণ লিখতে কী প্রয়োজন?
Ο ক) 
কাগজ ও কলম
Ο খ) 
অন্ত সময়
Ο গ) 
অনেক লেখক
Ο ঘ) 
অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
বাঙালি নামটি শুনতে কেমন লাগে?
Ο ক) 
শ্রুতিমধুর
Ο খ) 
তিক্ত
Ο গ) 
অম্ল
Ο ঘ) 
ঝাল

  সঠিক উত্তর: (ক)

৪২.
বাঙালি নারীরা সাধারণত কেমন?
Ο ক) 
সাহসী
Ο খ) 
লজ্জাবতী
Ο গ) 
ভীরু
Ο ঘ) 
ভদ্র

  সঠিক উত্তর: (খ)

৪৩.
পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?
Ο ক) 
নীরস
Ο খ) 
সরস
Ο গ) 
তিতা
Ο ঘ) 
মিষ্টি

  সঠিক উত্তর: (খ)

৪৪.
মাদার তেরেসার মৃত্যু দিবস পালন করা কোনটি অপেক্ষা সহজ কাজ?
Ο ক) 
প্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া
Ο খ) 
অল্প বিস্তর অর্থ ব্যয়ে খ্যাতি লাভ করা
Ο গ) 
দুর্ভিক্ষ নিরারণে কাজ করা
Ο ঘ) 
স্বাস্থ্যরক্ষায় যত্নবান হওয়া

  সঠিক উত্তর: (ক)

৪৫.
ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?
Ο ক) 
পরিশ্রম নেই বলে
Ο খ) 
পরিশ্রম কম বলে
Ο গ) 
অর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
Ο ঘ) 
সুস্থতার সম্পর্ক আছে বলে

  সঠিক উত্তর: (ক)

৪৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাস নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?
Ο ক) 
একটি গাড়ি ও রাজকুমারী
Ο খ) 
একটি বাড়ি ও রাজকমুারী
Ο গ) 
একটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব
Ο ঘ) 
সম্মানজনক চাকরি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
রোকেয়া খাবারের বর্ণনা দিয়ে বুঝাতে চেয়েছেন –
i. বাঙালির ভোজনপ্রিয়তা
ii. বাঙালির বেছে বেছে খাওয়া
iii. বাঙালির বেশি খাদ্যের প্রতি অনীহা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৮.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (গ)

৪৯.
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে -
i. কুসুমকোমল
ii. অমিয়াসিক্ত
iii. তৈলসিক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫০.
নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?
Ο ক) 
সাহসিকতা
Ο খ) 
ভীরুতা
Ο গ) 
স্নিগ্ধতা
Ο ঘ) 
কঠোরতা

  সঠিক উত্তর: (খ)

৫১.
বেগম রোকেয়া অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রমে স্মরণীয় হয়ে আছেন -
i. বিদ্যাচর্চায়
ii. শিক্ষা সংগঠনে
iii. সামাজিক অগ্রগতি সাধনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?
Ο ক) 
নারীকে
Ο খ) 
পুরুষকে
Ο গ) 
বাঙালিকে
Ο ঘ) 
ইংরেজদেরকে

  সঠিক উত্তর: (গ)

৫৩.
কৃষির মাধ্যমে কী বৃদ্ধি হতে পারে?
Ο ক) 
অন্ন
Ο খ) 
বুদ্ধি
Ο গ) 
শিক্ষা
Ο ঘ) 
স্বাস্থ্য

  সঠিক উত্তর: (ক)

৫৪.
“কুন্তলীনের’ সঙ্গে ‘কেশলীন’ বিক্রয় হয়।” - এ বক্তব্য দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) 
অবাধ নকলের প্রবণতাকে
Ο খ) 
মান নিয়ন্ত্রণের অভাবকে
Ο গ) 
উৎপাদনের আধিক্যকে
Ο ঘ) 
বিপণনের প্রসারতাকে

  সঠিক উত্তর: (ক)

৫৫.
কৃষিকার্যে উন্নতি করতে হলে কী করতে হবে?
Ο ক) 
কঠিন পরিশ্রম
Ο খ) 
কীটনাশক প্রয়োগ
Ο গ) 
বিদেশের সাহায্য
Ο ঘ) 
নারীদের অংশগ্রহণ

  সঠিক উত্তর: (ক)

৫৬.
আমরা খাঁটি সোনা রূপা জওযাহেরাৎ রাখি না, কারণ -
i. পরিশ্রম দরকার
ii. মানসিকতার অভাব
iii. টাকার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৭.
তন্ডুল বলতে কী বোঝ?
Ο ক) 
ডাল
Ο খ) 
তেল
Ο গ) 
নুন
Ο ঘ) 
চাল

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
সংসারের সমৃদ্ধির আশায় করিম মিয়া তার জমি বিক্রি করে অনিশ্চয়তার পথে দুবাই পাড়ি জমায়। উদ্দীপকের করিম মিয়ার সাথে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লেখিত কার মিল রয়েছে?
Ο ক) 
শ্বশুরের
Ο খ) 
সিন্ধবাদের
Ο গ) 
গৃহিণীর
Ο ঘ) 
বরের

  সঠিক উত্তর: (খ)

৫৯.
ভারতবর্ষকে উপন্যাস মনে করলে বাঙালি তাতে কী?
Ο ক) 
খল চরিত্র
Ο খ) 
পার্শ্ব চরিত্র
Ο গ) 
নায়ক
Ο ঘ) 
নায়িকা

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?
Ο ক) 
বাঙালিকে পরিশ্রমী করা
Ο খ) 
বাঙালিকে শিক্ষা দেওয়া
Ο গ) 
বাঙালির ইতিহাস স্মরণ করা
Ο ঘ) 
বাঙালিকে দুর্বল করে দেওয়া

  সঠিক উত্তর: (ক)

৬১.
‘মিল্ক অব রোজ’ হলো -
Ο ক) 
দুধের সামগ্রী
Ο খ) 
সৌন্দর্যবর্ধক সামগ্রী
Ο গ) 
শক্তিবর্ধক সামগ্রী
Ο ঘ) 
ভুঁড়িরোধক সামগ্রী

  সঠিক উত্তর: (খ)

৬২.
‘দিব্যাঙ্গনা’ বলতে বোঝায় -
Ο ক) 
স্বর্গের সুন্দরী
Ο খ) 
মর্ত্যের সুন্দরী
Ο গ) 
পাতালের সুন্দরী
Ο ঘ) 
গৃহের সুন্দরী

  সঠিক উত্তর: (ক)

৬৩.
বাঙালি নারীর অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরে কেন?
Ο ক) 
তারা লজ্জাবতী বলে
Ο খ) 
আরামের জন্য
Ο গ) 
বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে
Ο ঘ) 
তারা পর্দাপ্রথা মানেন বলে

  সঠিক উত্তর: (ক)

৬৪.
‘যা না করে বৈদ্যে তাই করে পথ্যে’ - এ উক্তির বিপরীত উক্তি কোনটি?
Ο ক) 
প্রহৃত হয়ে প্রতিশোধ না নিয়ে মামলা করা
Ο খ) 
স্বাস্থ্যের উন্নতির চেষ্টা না করে ভিনোলিয়া ব্যবহার
Ο গ) 
স্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া
Ο ঘ) 
শিল্পকাজে পারদর্শী হওয়া অপেক্ষা বি.এসসি পাস করা

  সঠিক উত্তর: (গ)

৬৫.
রোকেয়া সাখাওয়াত হোসেন গার্লস স্কুল ও আঞ্জুমানে খাতয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?
Ο ক) 
নারীরা অবরুদ্ধ ছিল বলে
Ο খ) 
নারীরা সমাজে নিন্দনীয় ছিল বলে
Ο গ) 
নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে
Ο ঘ) 
নারীরা নির্যাতিত ছিল বলে

  সঠিক উত্তর: (গ)

৬৬.
ভারতবর্ষকে ইংরাজি ধরনের একটি অট্টালিকা মনে করা হলে বঙ্গদেশ সেখানকার কী?
Ο ক) 
গোসলখানা
Ο খ) 
বৈঠকখানা
Ο গ) 
শোবার ঘর
Ο ঘ) 
রান্নাঘর

  সঠিক উত্তর: (খ)

৬৭.
লেখিকা বাঙালির দুটি চারটি গুণের কথা বর্ণনা করতে চেয়েছেন, কারণ -
Ο ক) 
লেখিকার অত ধৈর্য নেই
Ο খ) 
বাঙালির গুণের শেষ নেই
Ο গ) 
সকল গুণের বর্ণনা করা আবশ্যক
Ο ঘ) 
লেখিকা সব গুণের কথা জানেন না

  সঠিক উত্তর: (খ)

৬৮.
ভারতবর্ষের অট্টালিকার মধ্যে বঙ্গদেশ বৈঠকখানা আর বাঙালি তার মধ্যে -
Ο ক) 
সোফা
Ο খ) 
পেইন্টিং
Ο গ) 
সাজসজ্জা
Ο ঘ) 
গ্রাফিকস

  সঠিক উত্তর: (গ)

৬৯.
কাদের ত্রিবিধ দন্ড হওয়া উচিত? যারা -
Ο ক) 
শ্রীমতীদিগকে স্বহস্তে রান্না করতে বলেন
Ο খ) 
লেখিকাদের সাহিত্য রচনায় বিরক্ত করতে চান
Ο গ) 
গৃহিণীদের রন্ধনকার্যের সাথে গৃহকর্ম করতে বলেন
Ο ঘ) 
গৃহিণীদের রূপচর্চায় বিরত থাকতে বলেন

  সঠিক উত্তর: (ক)

৭০.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কিসের ওপর ভিত্তি করে রচিত?
Ο ক) 
পটভূমির
Ο খ) 
বিষয়বস্তু
Ο গ) 
হাস্যরসের
Ο ঘ) 
জাতির জীবনাচরণের

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
‘কুন্তলীনের পাশাপাশি কেলশীনও পাওয়া যায়’ - এ কথার মানে কী?
Ο ক) 
উৎপাদনের আধিক্য
Ο খ) 
তুচ্ছ জিনিসের ছড়াছড়ি
Ο গ) 
অবাধ নকলপ্রবণতা
Ο ঘ) 
মাননিয়ন্ত্রণের অভাব

  সঠিক উত্তর: (গ)

৭২.
নিরীহ বাঙালি প্রবন্ধে আমাদের কাব্যে বীররস অপেক্ষা কোন রস বেশি?
Ο ক) 
হাস্যরস
Ο খ) 
রৌদ্ররস
Ο গ) 
করুণরস
Ο ঘ) 
অদ্ভুত রস

  সঠিক উত্তর: (গ)

৭৩.
রোকেয়া কেন বিষয়ে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন?
Ο ক) 
হিন্দু নারী জাগরণে
Ο খ) 
ইংরেজ নারী জাগরণে
Ο গ) 
পারসি নারী জাগরণে
Ο ঘ) 
মুসলিম নারী জাগরণে

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
খাদ্যের গুণ অনুসারে শরীরে কী হয়?
Ο ক) 
পুষ্টি
Ο খ) 
হাড়ের গঠন
Ο গ) 
মেদ
Ο ঘ) 
ভুড়ি

  সঠিক উত্তর: (ক)

৭৫.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি জাতি গঠিত হয়েছে বিশ্বজগতের –
i. সৌন্দর্যে
ii. স্নিগ্ধতায়
iii. কৃপায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি পুরুষের এক একটি পাসের মূল্য কত?
Ο ক) 
একটি গাড়ি ও এক রাজকুমারী
Ο খ) 
পূর্ণ রাজত্ব ও এক রাজকুমারী
Ο গ) 
অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী
Ο ঘ) 
একটি বাড়ি ও এক রাজকুমারী

  সঠিক উত্তর: (গ)

৭৭.
‘পরিষ্কার নীল আকাশ’ বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) 
সৌকামার্য
Ο খ) 
শুভ্রনীলাম্বর
Ο গ) 
চন্দ্রিকা
Ο ঘ) 
কেশলীন

  সঠিক উত্তর: (খ)

৭৮.
বাঙালি নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস দোকানে রাখে যে কারণে –
i. পরিশ্রম কম
ii. বেশি লাভ
iii. চাহিদা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিদের বৈশিষ্ট্য –
i. আলস্যপ্রিয়
ii. কর্মঠ
iii. নিষ্ঠাবান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮০.
রোকেয়া মুসলমান নারীদের কোন পথে অগ্রসর হতে সাহায্য করেন?
Ο ক) 
শিক্ষা ও সংস্কৃতির পথে
Ο খ) 
অর্থনৈতিক উন্নয়নের পথে
Ο গ) 
আন্দোলনের পথে
Ο ঘ) 
সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে

  সঠিক উত্তর: (ক)

৮১.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালিদের -
Ο ক) 
ভর্ৎসনা করেছেন
Ο খ) 
প্রশস্তি করেছেন
Ο গ) 
হেয় করেছেন
Ο ঘ) 
উপহাস করেছেন

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
আমরা কোন ধরনের বাঙালি -
i. অলসপ্রিয়
ii. শ্রমকাতর
iii. তরলমতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
যারা স্ত্রীদিগকে রান্না করতে বলেন লেখিকা তাদের কী বলে বিশেষিত করেছেন?
Ο ক) 
হতভাগা
Ο খ) 
লক্ষ্মীছাড়া
Ο গ) 
নির্বোধ
Ο ঘ) 
হতচ্ছারা

  সঠিক উত্তর: (খ)

৮৪.
রন্ধন - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) 
রাধুনী+অন
Ο খ) 
রধ্+অন
Ο গ) 
রন্ধ+ন
Ο ঘ) 
রাধা+অন

  সঠিক উত্তর: (খ)

৮৫.
আমাদের দেশের প্রধান ফল কী?
Ο ক) 
পেঁপে, আনারস
Ο খ) 
আম, কাঁঠাল
Ο গ) 
জলপাই, আমড়া
Ο ঘ) 
পেয়ারা, তরমুজ

  সঠিক উত্তর: (খ)

৮৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বর্ণিত দোকানে কী মজুদ আছে?
Ο ক) 
রোগবর্ধক ঔষধ, নকল হীরার আংটি
Ο খ) 
খাঁটি মধু ও তেল
Ο গ) 
ভালো শাড়ি, সাবান
Ο ঘ) 
চাল-ডাল-তেল-নুন

  সঠিক উত্তর: (ক)

৮৭.
কাব্যে নতুন যেসব শব্দ সৃষ্টি হয়েভে বলে রোকেয়া উল্লেখ করেছেন -
i. অতি শুভ্রনীলাম্বর
ii. বেদনাসিক্ত তপ্ত হৃদয়
iii. সাশ্রুসজল নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.
নিচের কোনটি সমাসবদ্ধ পদ?
Ο ক) 
অগ্রণী
Ο খ) 
সাশ্রূসজলনয়ন
Ο গ) 
তন্ডুল
Ο ঘ) 
কুন্তলীন

  সঠিক উত্তর: (খ)

৮৯.
কার অনুপ্রেরণায় রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন?
Ο ক) 
বাবার
Ο খ) 
 মায়ের
Ο গ) 
স্বামীর
Ο ঘ) 
শ্বশুরের

  সঠিক উত্তর: (গ)

৯০.
আমরা মূর্তিমান আলস্য - আমাদের কারা এ বিষয়ে অগ্রণী?
Ο ক) 
গৃহিণীগণ
Ο খ) 
ব্যবসায়িগণ
Ο গ) 
পুরুষগণ
Ο ঘ) 
কৃষকেরা

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের পটভূমি কী?
Ο ক) 
বিশ শতকের পুরুষশাসিত সমাজব্যবস্থা
Ο খ) 
উনিশ শতকে বাঙালির স্বভাব চরিত্র
Ο গ) 
একুশ শতকে বাঙালির কর্মকান্ড
Ο ঘ) 
পনের শতকে বাঙালির সমাজব্যবস্থা

  সঠিক উত্তর: (খ)

৯২.
রোকেয়ার মতে ‘বাঙালি’ শব্দটিতে কেমন ভাব প্রকাশ হয়?
Ο ক) 
কোমল
Ο খ) 
রুক্ষ
Ο গ) 
কঠিন
Ο ঘ) 
জীর্ণ

  সঠিক উত্তর: (ক)

৯৩.
রোকেয়া বাঙালিকে সমুদয় সৌন্দর্যের আধার মনে করেন –
i. তাদের মধ্যে তেজের অভাব দেখে
ii. তাদের শিক্ষার ঘাটতি দেকে
iii. তাদের ভোজনবিলাস দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কৃষিকার্যে পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষা কী পাস করা সহজ?
Ο ক) 
F.C.P.S
Ο খ) 
M.B.B.S
Ο গ) 
M.R.A.C
Ο ঘ) 
M.A

  সঠিক উত্তর: (গ)

৯৫.
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Ο ক) 
মতিচুর
Ο খ) 
সঞ্চিতা
Ο গ) 
দত্তা
Ο ঘ) 
মৃত্যুক্ষুধা

  সঠিক উত্তর: (ক)

৯৬.
ii ও iii
Ο ক) 
Ο খ) 
Ο গ) 
Ο ঘ) 

  সঠিক উত্তর:

৯৭.
রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?
Ο ক) 
রমিজউদ্দিন সাবের
Ο খ) 
জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের
Ο গ) 
হায়দার আলী সাবের
Ο ঘ) 
রশিদ মুন্সী সাবের

  সঠিক উত্তর: (খ)

৯৮.
‘করুণরস’ হলো –
i. শোকাশ্রিত
ii. বিয়োগাশ্রিত
iii. রাগাশ্রিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৯.
বেগম রোকেয়ার অধিকাংশ রচনায় ফুটে উঠেছে -
i. মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা
ii. নারীর অধিকারহীনতা
iii. পুরুষ সমাজের নিদারুণ স্বার্থপরতা ও শ্রমকাতর মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
বেগম রোকেয়ার মতে আমরা মূর্তিমতী -
Ο ক) 
গল্প
Ο খ) 
প্রহসন
Ο গ) 
নাটক
Ο ঘ) 
কবিতা

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
‘আমাদের খাদ্যসামগ্রী ত্রিগুণাত্মক’ - বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
বাঙালি জাতির খাদ্য ব্যবহারের বৈচিত্র‌্য
Ο খ) 
বাঙালি জাতির আলস্যপ্রিয়তা
Ο গ) 
বাঙালি জাতির মসলাযুক্ত খাবার
Ο ঘ) 
বাঙালি জাতির খাদ্য ব্যবহারে অনীহা

  সঠিক উত্তর: (ক)

১০২.
বাঙালির নারীরা কীসের মাধ্যমে সুন্দর হওয়ার চেষ্টা করে -
i. কালিডোর
ii. মিল্প অব রোজ
iii. ভিনোলিয়া পাউডার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
‘আমরা ধান্য তন্ডুলের ব্যবসায় করি না।’ এ বক্তব্যে বাঙালির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
শ্রমভীরুতা
Ο খ) 
শ্রমহীনতা
Ο গ) 
শ্রমান্বেষী
Ο ঘ) 
শ্রমপ্রিয়তা

  সঠিক উত্তর: (খ)

১০৪.
লেখিকার মতে আমাদের বরের পরিধেয় বস্ত্র কী?
Ο ক) 
শিমলার ধুতি ও চাদর
Ο খ) 
লুঙ্গি ও চাদর
Ο গ) 
চাদর ও প্যান্ট
Ο ঘ) 
পাঞ্জাবি ও শিমলার ধুতি

  সঠিক উত্তর: (ক)

১০৫.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘অর্ধাঙ্গী-হেমাঙ্গী’ বলতে কাদেরকে বুঝিয়েছেন?
Ο ক) 
বাঙালি নারীদেরকে
Ο খ) 
ইংরেজ নারীদেরকে
Ο গ) 
মুসলমান নারীদেরকে
Ο ঘ) 
হিন্দু নারীদেরকে

  সঠিক উত্তর: (ক)

১০৬.
বেগম রোকেয়া দক্ষতা অর্জন করেছিলেন -
i. আরবি ভাষায়
ii. ইংরেজি ভাষায়
iii. বাংলা ভাষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৭.
‘আর আত্মপ্রশংসা কত করিব?’ - এটি কী ধরনের উক্তি?
i. শ্রমকাতর
ii. হাস্যাত্মক
iii. ব্যঙ্গাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৮.
নিরীহ বাঙালির ধনবৃদ্ধির উপায় হলো -
i. চাকরি
ii. বাণিজ্য
iii. কৃষি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৯.
ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ ব্যবহার করেন না -
i. লজ্জাবতী লতিকারা
ii. অর্ধাঙ্গী-হেমাঙ্গীরা
iii. কেষ্ণাঙ্গীগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
সময় সময় সভ্যতার অনুরোধে বাঙালি পুরুষেরা পরিধান করে -
i. কোর্ট
ii. শার্ট
iii. টাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
বেগম রোকেয়ার রচিত গ্রন্থ -
i. পদ্মরাগ
ii. রক্তকবরী
iii. মতিচূর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২.
অন্নোৎপাদন না করে অর্থোৎপাদনে চেষ্টার ফল কী হতে পারে?
Ο ক) 
দেশের দুর্ভিক্ষ নিবারণ
Ο খ) 
কৃষকের উন্নতি
Ο গ) 
দরিদ্র মানুষের মনোভাব
Ο ঘ) 
দেশের সুখ শান্তি

  সঠিক উত্তর: (গ)

১১৩.
লেখিকা প্রবন্ধে কোথাকার ধুতির কথা উল্লেখ করেছেন?
Ο ক) 
বিহারের
Ο খ) 
পাঞ্জাবের
Ο গ) 
শিমলার
Ο ঘ) 
কলকাতার

  সঠিক উত্তর: (গ)

১১৪.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লেখিত কুন্তলীন, কেশলীন কিসের নাম?
Ο ক) 
চুলে দেয়ার তেলের
Ο খ) 
গায়ে মাখার সাবানের
Ο গ) 
কাপড় ধোয়ার সাবানের
Ο ঘ) 
রান্না করার তেলের

  সঠিক উত্তর: (ক)

১১৫.
বীররস ও করুণরস প্রযোজ্য -
Ο ক) 
কবিতার ক্ষেত্রে
Ο খ) 
গল্পের ক্ষেত্রে
Ο গ) 
উপন্যাসের ক্ষেত্রে
Ο ঘ) 
প্রবন্ধের ক্ষেত্রে

  সঠিক উত্তর: (ক)

১১৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালি নারী চরিত্রে প্রকাশ পেয়েছে -
i. অহেতুক রূপচর্চা
ii. পরচর্চা
iii. অবলা প্রমাণের সর্বাত্মক প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
‘বাণিজ্য ব্যবসায়ে যে কঠিন পরিশ্রম আবশ্যক, তাহা বর্জন করিয়াছি।’ লেখিকার এই উক্তিতে প্রকাশ পেয়েছে-
Ο ক) 
বাঙালির বল
Ο খ) 
বাঙালির আলস্য
Ο গ) 
বাঙালির কুটিলতা
Ο ঘ) 
বাঙালির বিলাসপ্রিয়তা

  সঠিক উত্তর: (খ)

১১৮.
পাউডার কোন শব্দ?
Ο ক) 
তৎসম
Ο খ) 
দেশি
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
ইংরেজি

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে
Ο খ) 
শরীয়তপুর জেলার বিলাসপুর গ্রামে
Ο গ) 
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া
Ο ঘ) 
পাবনা জেলার রাধানগর

  সঠিক উত্তর: (ক)

১২০.
আরাম কেদারায় বসে কোনটি করা সহজ?
Ο ক) 
কাব্যচর্চা করা
Ο খ) 
সমাচার পাঠ করা
Ο গ) 
বই পড়া
Ο ঘ) 
একা একা চিন্তা করা

  সঠিক উত্তর: (খ)

১২১.
রোকেয়ার মতে বাঙালি পুরুষগণ সাধারণত -
Ο ক) 
খেলাধুলা প্রিয়
Ο খ) 
সিনেমা প্রিয়
Ο গ) 
আরামপ্রিয়
Ο ঘ) 
কর্মপ্রিয়

  সঠিক উত্তর: (গ)

১২২.
আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কী ব্যবহার করি?
Ο ক) 
টাই, কোট
Ο খ) 
শার্ট, প্যান্ট
Ο গ) 
কোট, শার্ট
Ο ঘ) 
লুঙ্গি, ধুতি

  সঠিক উত্তর: (গ)

১২৩.
‘ভারতবর্ষকে উপন্যাস ভাবা হলে বাঙালি তার নায়িকা।’ এ বক্তব্যে প্রতিফলিত হয়েছে -
Ο ক) 
বাঙালির দুর্বলতা
Ο খ) 
বাঙালির ভীরুতা
Ο গ) 
বাঙালির সরলতা
Ο ঘ) 
বাঙালির নিষ্ক্রিয়তা

  সঠিক উত্তর: (ক)

১২৪.
রোকেয়ার প্রতিষ্ঠিত স্কুলের নাম কী?
Ο ক) 
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
Ο খ) 
আদর্শ গার্লস স্কুল
Ο গ) 
আলিয়া মাদ্রাসা
Ο ঘ) 
সেন্ট্রাল গার্লস স্কুল

  সঠিক উত্তর:

১২৫.
বাঙালির অতিরিক্ত খাদ্যগ্রহণের প্রতি রোকেয়ার কী প্রকাশ পায়?
Ο ক) 
ক্ষোভ
Ο খ) 
সমর্থন
Ο গ) 
ঘৃণা
Ο ঘ) 
ধিক্কার

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদের কথা বলতে গিয়ে লেখিকা কোন পোশাকের নাম উল্লেখ করেছেন?
Ο ক) 
প্যান্ট-শার্ট
Ο খ) 
শেমিজ-জ্যাকেট
Ο গ) 
স্কার্ট-শার্ট
Ο ঘ) 
গেঞ্জি-লেহেঙ্গা

  সঠিক উত্তর: (খ)

১২৭.
কৃষি বিভাগের কাজ করা অপেক্ষা সহজতর হলো -
i. মস্তিষ্ক উর্বর করা
ii. M.R.A.C. পাস করা
iii. দুর্ভিক্ষ সমাচার পাঠ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
‘পাস বিক্রয়’ ব্যবসায়ের মূল লক্ষ্য কী?
Ο ক) 
রাজকন্যা
Ο খ) 
শ্বশুরের যথাসর্বস্ব লুন্ঠন
Ο গ) 
শিক্ষার মূল্যায়ন
Ο ঘ) 
নারীদের সম্মান দেওয়া

  সঠিক উত্তর: (খ)

১২৯.
বাঙালি পুরুষকে লেখিকা ‘পুরুষিকা’ বলেছেন কেন?
Ο ক) 
নেতৃত্বদানে অক্ষম বলে
Ο খ) 
খাদ্যবিলাসী বলে
Ο গ) 
নবনীত-কোমল বলে
Ο ঘ) 
পৌরুষের অভাবহেতু

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
লেখিকার মতে বাঙালিকে গড়া হয়েছে -
Ο ক) 
আকাশের নীলে
Ο খ) 
কুসুমের সৌকুমার্যে
Ο গ) 
পাখির মতো
Ο ঘ) 
বাঘের মতো সাহসী করে

  সঠিক উত্তর: (খ)

১৩১.
বাঙালির আচার-আচরণ রোকেয়ার কেমন লাগে?
Ο ক) 
ভালো
Ο খ) 
মন্দ
Ο গ) 
বিরক্ত
Ο ঘ) 
সন্তুষ্ট

  সঠিক উত্তর: (গ)

১৩২.
নিচের কোনটি ইংরেজি শব্দ?
Ο ক) 
দিব্যাঙ্গনা
Ο খ) 
মিল্ক অব রোজ
Ο গ) 
জবেহ্
Ο ঘ) 
দন্ড

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
ভারতবর্ষ উপন্যাস হলে বাঙালি -
Ο ক) 
নায়ক
Ο খ) 
নায়িকা
Ο গ) 
কাহিনী
Ο ঘ) 
চরিত্র

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকার মতে আমাদের কাব্যে বীররস অপেক্ষা কোন রস বেশি?
Ο ক) 
হাস্যরস
Ο খ) 
রুদ্ররস
Ο গ) 
করুণরস
Ο ঘ) 
অদ্ভুত রস

  সঠিক উত্তর: (গ)

১৩৫.
রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে বাঙালিদের শিল্পকার্যে পারদর্শী হওয়া অপেক্ষা –
i. BSc পাস করা সহজ
ii. DSc পাস করা সহজ
iii. MSc পাস করা সহজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
বাঙালিদের ক্রিয়াকলাপ সহজ-সরল, কারণ -
i. বাঙালিরা কাজকর্মে মাথা খাটাতে চায় না
ii. বাঙারিরা শারীরিক পরিশ্রমে অনাগ্রহী
iii. বাঙালিরা স্বল্পায়াসে সবকিছু পেতে চায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
যেসব কারণে বাঙালি ভীরু, অলস, আরামপ্রিয় এবং কর্মবিমুখ তা হলো -
i. খাদ্যদ্রব্যের প্রভাব
ii. সহজলভ্য জীবিকা
iii. পারিপার্শ্বিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
আমাদের ভীরুতা অধিক কেন?
Ο ক) 
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে
Ο খ) 
মায়েরা অশিক্ষিত বলে
Ο গ) 
খাদ্যদ্রব্যের বৈশিষ্ট্যের জন্য
Ο ঘ) 
কর্মস্পৃহার অভাবহেতু

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি জাতিকে অনুপ্রাণিত করবে -
i. পরিশ্রমী হতে
ii. পাস বিক্রয় রোধে
iii. নারীমনের সংকীর্ণতা দূর করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
রোকেয়া নারী-পুরুষের প্রাত্যহিক জীবনাচরণ হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন কেন?
Ο ক) 
সবার বোধোদয়ের জন্য
Ο খ) 
সবাইকে কাঁদানোর জন্য
Ο গ) 
সবাই ঠাট্টা সম্পর্কীয় আত্মীয়
Ο ঘ) 
সবাইকে মজা দেওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৪১.
আমরা ধান্য তন্ডুলের ব্যবসায় করি না, কারণ -
i. লাভ কম হয়
ii. পরিশ্রম আবশ্যক
iii. ক্ষতির সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪২.
বাঙালির ভীরুতার মাত্রা অধিক কেন?
Ο ক) 
মায়েরা ভীতু বলে
Ο খ) 
কর্মস্পৃহার অভাবের কারণে
Ο গ) 
ভৌগোলিক অবস্থার কারণে
Ο ঘ) 
খাদ্যদ্রব্যের গুণানুসারে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকার মতে দেশে দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা কী করা সহজ?
Ο ক) 
ঘুমানো
Ο খ) 
দৌড়ানো
Ο গ) 
খেলাধুলা
Ο ঘ) 
আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
বাঙালিদের পরিচয় তুলে ধরতে লেখক কোন শব্দ ব্যবহার করেছেন?
Ο ক) 
নিরীহ
Ο খ) 
সাহসী
Ο গ) 
বুদ্ধিমান
Ο ঘ) 
দুষ্কৃতিকারী

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
বাঙালি নারীর ব্যবহৃত হাওয়ার শাড়ি ছিল -
i. অতি কারুকার্যময়
ii. অতি মসৃণ
iii. অতি সূক্ষ্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা ছিলেন -
Ο ক) 
ম্যাজিস্ট্রেট
Ο খ) 
ইঞ্জিনিয়ার
Ο গ) 
ডাক্তার
Ο ঘ) 
ভূস্বামী

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
প্রবন্ধটি সবাই বুঝতে পারলে কী হবে?
Ο ক) 
সমাজের উন্নতি
Ο খ) 
পারস্পরিক সমঝোতা
Ο গ) 
ন্যায়বান হবে
Ο ঘ) 
সবার উপকার করবে

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
‘ইট ভাঙ্গার চেয়ে সাহেবের পা টেপা সহজ’ - এ উক্তিতে বাঙালির যে স্বভাব প্রতিফলিত তা হলো -
i. নমনীয়তা
ii. শ্রমবিমুখতা
iii. ব্যক্তিত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
রোকেয়ার মতে বাঙালির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
নবনীসিক্ত
Ο খ) 
তৈলসিক্ত
Ο গ) 
দুগ্ধসিক্ত
Ο ঘ) 
অমিয়াসিক্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
বাঙালির অতিশয় সুস্বাদু খাদ্যদ্রব্য -
i. নবনীত
ii. সন্দেশ
iii. রসগোল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
নিরীহ বাঙালী গ্রন্থের লেখক কে?
Ο ক) 
রোকেয়া সাখাওয়াত হোসেন
Ο খ) 
সারদা সুন্দরী
Ο গ) 
মহাশ্বেতা দেবী
Ο ঘ) 
স্বর্ণকুমারী দেবী

  সঠিক উত্তর: (ক)

১৫২.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের প্রথমেই রয়েছে -
Ο ক) 
বাঙালির রসিকতার চিত্র
Ο খ) 
বাঙালির পরিশ্রমের চিত্র
Ο গ) 
বাঙালির শ্রমভীরুতার চিত্র
Ο ঘ) 
বাঙালির দুর্বলতার চিত্র

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
‘আমাদের অর্ধাঙ্গীগণ কীরূপে অগ্নির উত্তাপ সহিবেন?’ - এ বাক্যের মধ্যে কী মনোভাব প্রকাশিত -
i. প্রতিবাদী
ii. ন্যায়পরায়ণতা
iii. শ্রমকাতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে সজিনার সাথে বাঙালি জাতির কোন জিনিসটির তুলনা করা হয়েছে?
Ο ক) 
ওষ্ঠ
Ο খ) 
চক্ষু
Ο গ) 
কুন্তল
Ο ঘ) 
ভুঁড়ি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
‘অবরোধবাসিনী’ গ্রন্থের সাথে সম্পর্ক রয়েছে -
Ο ক) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুরের
Ο গ) 
রোকেয়া সাখাওয়াত হোসেনের
Ο ঘ) 
সুফিয়া কামালের

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কীসের প্রতীক?
Ο ক) 
বাঙালির পরিশ্রমের
Ο খ) 
বাঙালির শিক্ষাব্যবস্থার
Ο গ) 
বাঙালির জীবনব্যবস্থার
Ο ঘ) 
বাঙালির হীন মানসিকতার

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে পাস বিক্রেতা হলো -
Ο ক) 
বর
Ο খ) 
কনে
Ο গ) 
ঘটক
Ο ঘ) 
শিক্ষা প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
‘যে লক্ষ্মীছাড়া দিব্যাঙ্গনাদিগকে রন্ধন করিতে বলে’ - এখানে ‘দিব্যাঙ্গনা’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে -
i. গৃহকর্মী
ii. স্বর্গের রূপসী
iii. হুরপরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
যে লক্ষ্মীছাড়া দিব্যাঙ্গনাদিগকে রন্ধন করতে বলে তাদের কয়ভাবে শাস্তি হওয়া উচিত?
Ο ক) 
এক ভাবে
Ο খ) 
দুই ভাবে
Ο গ) 
তিন ভাবে
Ο ঘ) 
চার ভাবে

  সঠিক উত্তর: (গ)

১৬০.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি জাতি দুর্বল কেন?
Ο ক) 
শোষণের কারণে
Ο খ) 
নিজের দোষে
Ο গ) 
খাদ্যাভাবে
Ο ঘ) 
অর্থাভাবে

  সঠিক উত্তর: (খ)

১৬১.
দিব্যাঙ্গনার সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
চাকরানি
Ο খ) 
মেথরানি
Ο গ) 
হুরপরী
Ο ঘ) 
গোয়ালিনী

  সঠিক উত্তর: (গ)

১৬২.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালিকে মূর্তিমান কাষ্ঠ বলেছেন কেন?
Ο ক) 
মূর্তির মতো অবয়ব বলে
Ο খ) 
মূর্তি পূজা করে বলে
Ο গ) 
মূর্তির মতো স্থির থাকে বলে
Ο ঘ) 
মূর্তি নিয়ে কাব্য রচনা করে বলে

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
বাঙালির ত্রিগুণাত্মক খাদ্যদ্রব্য গ্রহণের ফলে -
i. কোমলতা বাড়ছে
ii. স্বভাবের ভীরুতা বেড়েছে
iii. কর্মকান্ডে অগ্রগতি হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
ভারতবর্ষকে সরোবর মনে করা হলে বাঙালি তাতে কী?
Ο ক) 
পদ্মিনী
Ο খ) 
গোলাপ
Ο গ) 
চাঁপা
Ο ঘ) 
জুঁই

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
দেশে মহৎ কাজ করা অপেক্ষা কীসের আশায় অর্থ ব্যয় করা সহজ -
i. খান বাহাদুর উপাধি জন্য
ii. রায় বাহাদুর উপাধির জন্য�
iii. শিল্পকাজে দক্ষতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন কত সালে?
Ο ক) 
১৯২৮
Ο খ) 
১৯৩০
Ο গ) 
১৯৩১
Ο ঘ) 
১৯৩২

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
রোকেয়ার মতে বাঙালি ভারতবর্ষের –
i. চন্দ্রমালা
ii. গোলাপ
iii. পদ্মিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
বাঙালি শব্দে কেমন ভাব প্রকাশ হয়?
Ο ক) 
কঠিন ও তরল
Ο খ) 
তরল ও কোমল
Ο গ) 
কোমল ও কঠিন
Ο ঘ) 
ভুলো মন

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
বাঙালির অতিশয় সরস খাদ্য কোনটি?
Ο ক) 
পুঁইশাক
Ο খ) 
রুই মাছের ঝোল
Ο গ) 
কলমি শাক
Ο ঘ) 
বেগুন ভাজা

  সঠিক উত্তর: (ক)

১৭০.
‘পাস বিক্রয়’ – এর সাথে সম্পর্কযুক্ত হলো –
i. বর
ii. কনে
iii. শ্বশুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭১.
খাদ্যের গুণ অনুসারে হয় -
Ο ক) 
পুষ্টি
Ο খ) 
ভিটামিন
Ο গ) 
আয়রন
Ο ঘ) 
ক্যালরি

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
পড়িল ধন্য, দেশের জন্য নন্দ খাটিয়া খুন -
লেখে যেতে তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশ গুণ।�
খাইতে ধরিল লুচি আর ছোঁকা, সন্দেশ থাল থাল -
তখন সকলে বলিল, ‘বাহবা, বাহবা, নন্দলাল।
১৭২.
উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
লাইব্রেরি
Ο খ) 
অভাগীর স্বর্গ
Ο গ) 
নিরীহ বাঙালি
Ο ঘ) 
নিমগাছ

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
উদ্দীপকটির নন্দলাল উক্ত প্রবন্ধের কোন চরিত্রকে নির্দেশ করে?
Ο ক) 
বাঙালি
Ο খ) 
হিন্দুস্তানি
Ο গ) 
নারী
Ο ঘ) 
পাকিস্তানি

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
উদ্দীপকটি ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের সাথে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ -
i. অলসতা
ii. ভাবুক
iii. ভোজন বিলাসিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন