NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৪র্থ অধ্যায় - ৩য় পরিচ্ছেদ: কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৪র্থ অধ্যায় - ৩য় পরিচ্ছেদ: কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ


১.
কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়?
Ο ক) 
প্রয়োগভেদে
Ο খ) 
পুরুষভেদে
Ο গ) 
বচনভেদে
Ο ঘ) 
অর্থভেদে

  সঠিক উত্তর: (খ)

২.
‘সন্ধ্যায় সূর্য অস্ত গেল’ - উদাহরণটি কোন বর্তমান কালের?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
ঘটমান
Ο গ) 
নিত্যবৃত্ত
Ο ঘ) 
পুরাঘটিত

  সঠিক উত্তর: (ক)

৩.
স্বয়ং বক্তা কোন পুরুষ
Ο ক) 
নাম পুরুষ
Ο খ) 
মধ্যম পুরুষ
Ο গ) 
উত্তম পুরুষ
Ο ঘ) 
তৃতীয় পুরুষ

  সঠিক উত্তর: (গ)

৪.
‘যা’ ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রথম পুরুষের রূপ কোনটি?
Ο ক) 
গিয়াছিল
Ο খ) 
গিয়েছিল
Ο গ) 
গেল
Ο ঘ) 
যেত

  সঠিক উত্তর: (খ)

৫.
নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম কী?
Ο ক) 
সাধারণ অতীত
Ο খ) 
ঘটমান অতীত
Ο গ) 
পুরাঘটিত অতীত
Ο ঘ) 
অভ্যাসসূচক অতীত

  সঠিক উত্তর: (ঘ)

৬.
অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?
Ο ক) 
নিত্যবৃত্ত অতীত কাল
Ο খ) 
পুরাঘটিত অতীত কাল
Ο গ) 
ঘটমান অতীত কাল
Ο ঘ) 
সাধারণ অতীত কাল

  সঠিক উত্তর: (ক)

৭.
বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। কোন কালের উদাহরণ?
Ο ক) 
সাধারণ বর্তমান
Ο খ) 
সাধারণ ভবিষ্যৎ
Ο গ) 
ঘটমান বর্তমান
Ο ঘ) 
নিত্যবৃত্ত অতীত

  সঠিক উত্তর: (ক)

৮.
‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’ - এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
Ο ক) 
ঘটমান বর্তমান
Ο খ) 
পুরাঘটিত বর্তমান
Ο গ) 
ঘটমান অতীত
Ο ঘ) 
সাধারণ অতীত

  সঠিক উত্তর: (খ)

৯.
চন্ডীদাস বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” - এটি কোন কালের বাক্য?
Ο ক) 
সাধারণ অতীত
Ο খ) 
সাধারণ বর্তমান
Ο গ) 
পুরাঘটিত অতীত
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (খ)

১০.
কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
Ο ক) 
সেবার তাকে সুস্থ্যই দেখেছিলাম
Ο খ) 
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
Ο গ) 
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
Ο ঘ) 
কে জানত আমার ভাগ্য এমন হবে

  সঠিক উত্তর: (ক)

১১.
কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?
Ο ক) 
আমরা গিয়েছি
Ο খ) 
সে কি গিয়েছিল
Ο গ) 
তুমি যেতে থাক
Ο ঘ) 
সেখানে গিয়ে দেখে আস

  সঠিক উত্তর: (খ)

১২.
“কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল” - এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?
Ο ক) 
ঘটমান অতীত কাল
Ο খ) 
পুরাঘটিত অতীত কাল
Ο গ) 
নিত্যবৃত্ত অতীত কাল
Ο ঘ) 
সাধারণ অতীত কাল

  সঠিক উত্তর: (ক)

১৩.
কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
Ο ক) 
গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
Ο খ) 
চোখের আলোয় দেখেছিলেম
Ο গ) 
আকাশ জুড়ে মেঘ করেছে
Ο ঘ) 
নকুল দা জুতো মচমচিয়ে চলছিলেন

  সঠিক উত্তর: (ক)

১৪.
পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
Ο ক) 
শীতের বাতাস বইছে
Ο খ) 
কৃষ্ণচূড়া ফুটল
Ο গ) 
আকাশে মেঘ ডেকেছিল
Ο ঘ) 
বৃষ্টিতে পথে কাদা হয়েছে

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
কোন বাক্যে স্থায়ী সত্য প্রকাশ পেয়েছে?
Ο ক) 
আমি রোজ সকালে বেড়াই
Ο খ) 
চার আর তিনে সাত হয়
Ο গ) 
সকলেই যেন সভায় হাজির থাকে
Ο ঘ) 
এখন তবে আসি

  সঠিক উত্তর: (খ)

১৬.
ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
Ο ক) 
এক প্রকার
Ο খ) 
দশ প্রকার
Ο গ) 
তিন প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (গ)

১৭.
অনুপস্থিত ব্যক্তিকে কী বলে?
Ο ক) 
উত্তম পুরুষ
Ο খ) 
মধ্যম পুরুষ
Ο গ) 
নাম পুরুষ
Ο ঘ) 
কোনোটাই নয়

  সঠিক উত্তর: (গ)

১৮.
আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
Ο ক) 
বর্তমান
Ο খ) 
ভবিষ্যৎ
Ο গ) 
ঘটমান অতীত
Ο ঘ) 
নিত্যবৃত্ত অতীত

  সঠিক উত্তর: (খ)

১৯.
ইতে থাকিবে/তে থাকিবে (করিতে থাকিবে/করতে থাকবে) সাধারণত কোন পুরুষ?
Ο ক) 
উত্তম পুরুষ
Ο খ) 
নাম পুরুষ
Ο গ) 
সর্বনামের পুরুষ
Ο ঘ) 
মধ্যম পুরুষ

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনটি ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ?
Ο ক) 
সন্ধ্যায় সূর্য অস্ত যায়
Ο খ) 
আমি রোজ সকালে বেড়াতে যাই
Ο গ) 
বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লীর সিংহাসনে আরোহণকরেন
Ο ঘ) 
চার আর তিনে সাত হয়

  সঠিক উত্তর: (গ)

২১.
“দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ” - বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে?
Ο ক) 
ঘটমান বর্তমান
Ο খ) 
সাধারণ বর্তমান
Ο গ) 
নিত্যবৃত্ত বর্তমান
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (ক)

২২.
তিনি গতকাল হাটে যান নি - বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে?
Ο ক) 
সাধারণ বর্তমান
Ο খ) 
সাধারণ অতীত
Ο গ) 
পুরাঘটিত অতীত
Ο ঘ) 
নিত্য বর্তমান

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ’ - বাক্যের ক্রিয়াটি কোন কালের?
Ο ক) 
সাধারণ বর্তমান
Ο খ) 
সাধারণ অতীত
Ο গ) 
পুরাঘটিত অতীত
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি

  সঠিক উত্তর: (ক)

২৫.
“শীঘ্রই বৃষ্টি আসবে” - কোন কালের উদাহরণ?
Ο ক) 
সাধারণ বর্তমান
Ο খ) 
বর্তমান অনুজ্ঞা
Ο গ) 
সাধারণ ভবিষ্যৎ
Ο ঘ) 
ভবিষ্যৎ অনুজ্ঞা

  সঠিক উত্তর: (গ)

২৬.
“এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে” এটি -
Ο ক) 
নিত্যবৃত্ত অতীত
Ο খ) 
সাধারণ অতীত
Ο গ) 
পুরাঘটিত বর্তমান
Ο ঘ) 
সাধারণ বর্তমান

  সঠিক উত্তর: (খ)

২৭.
অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়?
Ο ক) 
বর্তমান ও ভবিষ্যৎ
Ο খ) 
ভবিষ্যৎ ও অতীত
Ο গ) 
বর্তমান ও অতীত
Ο ঘ) 
নিত্যবৃত্ত ও ঘটমান অতীত

  সঠিক উত্তর: (ক)

২৮.
শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম। - উক্ত বাক্যটি কোন অতীত কাল?
Ο ক) 
সাধারণ অতীত
Ο খ) 
নিত্যবৃত্ত অতীত
Ο গ) 
ঘটমান অতীত
Ο ঘ) 
পুরাঘটিত অতীত

  সঠিক উত্তর: (খ)

২৯.
অসম্পূর্ণ বর্তমান কালের সঠিক উদাহরণ কোনটি?
Ο ক) 
অমলা গান গাইছে
Ο খ) 
সে রোজ সকালে বেড়াতে যায়
Ο গ) 
আমি ভাত খাই
Ο ঘ) 
তুহিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে

  সঠিক উত্তর: (ক)

৩০.
‘অনুরোধ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
Ο ক) 
কাল একবার এসো
Ο খ) 
সত্য কথা বলবে
Ο গ) 
কাজটি করে ফেলো
Ο ঘ) 
আল্লাহ তোমার মঙ্গল করুন

  সঠিক উত্তর: (ক)

৩১.
জ্যোৎস্নায় চারদিক ঝলমল করছে। বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক?
Ο ক) 
সাধারণ বর্তমান
Ο খ) 
ঘটমান বর্তমান
Ο গ) 
পুরাঘটিত বর্তমান
Ο ঘ) 
নিত্যবৃত্ত বর্তমান

  সঠিক উত্তর: (খ)

৩২.
সাধারণ অতীত কালের উত্তম পুরুষের চলিত রূপের বিভক্তি কোনটি?
Ο ক) 
তাম
Ο খ) 
তুম
Ο গ) 
লাম
Ο ঘ) 
এ হিলাম

  সঠিক উত্তর: (গ)

৩৩.
কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয়?
Ο ক) 
নিত্যবৃত্ত বর্তমান
Ο খ) 
ঘটমান বর্তমান
Ο গ) 
ঘটমান অতীত
Ο ঘ) 
নিত্যবৃত্ত অতীত

  সঠিক উত্তর: (ক)

৩৪.
‘আজ যদি মাহমুদ আসত, কেমন মজা হত’ - বাক্যটি কোন কালের?
Ο ক) 
ঘটমান অতীত
Ο খ) 
পুরাঘটিত অতীত
Ο গ) 
নিত্যবৃত্ত অতীত
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (গ)

৩৫.
অতীতের স্থলে কখন সাধারণ বর্তমান কাল ব্যবহার করা হয়?
Ο ক) 
বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে
Ο খ) 
অনিশ্চয়তা প্রকাশে
Ο গ) 
স্থায়ী সত্য প্রকাশে
Ο ঘ) 
কাব্যের ভণিতায়

  সঠিক উত্তর: (ক)

৩৬.
‘আমরা তখন রোজ সকালের নদীতীরে ভ্রমণ করতাম’ - এটি কোন কালের বাক্য?
Ο ক) 
পুরাঘটিত বর্তমান
Ο খ) 
ঘটমান অতীত
Ο গ) 
নিত্যবৃত্ত অতীত
Ο ঘ) 
পুরাঘটিত অতীত

  সঠিক উত্তর: (গ)

৩৭.
পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ নয় কোনটি?
Ο ক) 
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
Ο খ) 
এতক্ষণ আমি অঙ্ক কষেছি
Ο গ) 
চিন্তা করো না, কালই আসছি
Ο ঘ) 
আমি তার সঙ্গে কথা কয়েছি

  সঠিক উত্তর: (গ)

৩৮.
‘সন্ধ্যায় সূর্য অস্ত সায়’ - উদাহরণটি কোন বর্তমান কালের?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
ঘটমান
Ο গ) 
নিত্যবৃত্ত
Ο ঘ) 
পুরাঘটিত

  সঠিক উত্তর: (গ)

৩৯.
‘রোগ হলে ওষুধ খাবে’ - কোন কালের অনুজ্ঞা?
Ο ক) 
শীতকাল
Ο খ) 
বর্তমান কাল
Ο গ) 
ভবিষ্যৎ কাল
Ο ঘ) 
অতীত কাল

  সঠিক উত্তর: (গ)

৪০.
১৯৭১ সালে এদেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল - কোন কালের উদাহরণ?
Ο ক) 
সাধারণ অতীত
Ο খ) 
পুরাঘটিত অতীত
Ο গ) 
সাধারণ বর্তমান
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (খ)

৪১.
প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ?
Ο ক) 
উত্তম পুরুষ
Ο খ) 
মধ্যম পুরুষ
Ο গ) 
নাম পুরুষ
Ο ঘ) 
প্রত্যক্ষ পুরুষ

  সঠিক উত্তর: (খ)

৪২.
মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি?
Ο ক) 
তারা
Ο খ) 
তাকে
Ο গ) 
আপনি
Ο ঘ) 
মম

  সঠিক উত্তর: (গ)

৪৩.
‘হাসান বই পড়ছে’ - কোন বর্তমান কালের উদাহরণ?
Ο ক) 
নিত্যবৃত্ত
Ο খ) 
সাধারণ
Ο গ) 
ঘটমান
Ο ঘ) 
পুরাঘটিত

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কাল কাকে বলে?
Ο ক) 
ক্রিয়া সংঘটনের সময়কে
Ο খ) 
যেকোনো সময়কে
Ο গ) 
কর্তা যা করে তাকে
Ο ঘ) 
ক্রিয়ার কাজকে

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
Ο ক) 
প্রয়োগভেদে
Ο খ) 
অর্থভেদে
Ο গ) 
বচনভেদে
Ο ঘ) 
বর্ণনাভেদে

  সঠিক উত্তর: (গ)

৪৬.
নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
Ο ক) 
আমি রোজ সকালে বেড়াই
Ο খ) 
তোমাকে আজ স্কুলে যেতে হবে
Ο গ) 
আমি রোজ বেড়াতে যাব
Ο ঘ) 
আমি রোজ স্কুলে যেতাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোনটিতে পুরাঘটিত বর্তমান কাল আছে?
Ο ক) 
এতক্ষণ অঙ্ক করেছি
Ο খ) 
হাসান বই পড়ছে
Ο গ) 
হয়তো বৃষ্টি হবে
Ο ঘ) 
বৃষ্টি নামল

  সঠিক উত্তর: (ক)

৪৮.
‘চিন্তা করো না, কালই আসছি’ - কোন কালের উদাহরণ?
Ο ক) 
ঘটমান ভবিষ্যৎ
Ο খ) 
সাধারণ অতীত
Ο গ) 
সাধারণ বর্তমান
Ο ঘ) 
ঘটমান বর্তমান

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
সম্মানার্থক প্রথম পুরুষের একবচনবাচক রূপ কোনটি?
Ο ক) 
সে
Ο খ) 
তিনি
Ο গ) 
তারা
Ο ঘ) 
তাঁরা

  সঠিক উত্তর: (খ)

৫০.
কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?
Ο ক) 
বেলা যে পড়ে এল
Ο খ) 
আকাশে চাঁদ ছিল
Ο গ) 
আমরা রোজ ফুল কুড়াতাম
Ο ঘ) 
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

  সঠিক উত্তর: (গ)

৫১.
কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?
Ο ক) 
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
Ο খ) 
এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে
Ο গ) 
কাজটি কি তুমি করেছিলে
Ο ঘ) 
তুমি যদি যেতে, তবে ভালোই হতো

  সঠিক উত্তর: (ক)

৫২.
কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
Ο ক) 
সাতাশ হতো যদি এক শ সাতাশ
Ο খ) 
আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম
Ο গ) 
তোমার যা খুশি করো, আমি বিদায় হলাম
Ο ঘ) 
প্রদীপ নিভে গেল

  সঠিক উত্তর: (ক)

৫৩.
‘বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।’ - এটি কোন কালের উদাহরণ?
Ο ক) 
অতীত কাল
Ο খ) 
ঐতিহাসিক বর্তমান কাল
Ο গ) 
নিত্যবৃত্ত অতীত কাল
Ο ঘ) 
পুরাঘটিত অতীত কাল

  সঠিক উত্তর: (খ)

৫৪.
নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?
Ο ক) 
তুমি পড়তে থাকবে
Ο খ) 
আমি সেখানে যেতাম
Ο গ) 
তুমি গিয়েছিলে
Ο ঘ) 
আমি লিখে থাকব

  সঠিক উত্তর: (খ)

৫৫.
স্বাভাবিক ও অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয় -
Ο ক) 
পুরাঘটিত বর্তমান কাল
Ο খ) 
সাধারণ বর্তমান কাল
Ο গ) 
নিত্যবৃত্ত বর্তমান কাল
Ο ঘ) 
ঘটমান বর্তমান কাল

  সঠিক উত্তর: (গ)

৫৬.
“বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন” - এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?
Ο ক) 
ঘটমান অতীত
Ο খ) 
পুরাঘটিত অতীত
Ο গ) 
নিত্যবৃত্ত অতীত
Ο ঘ) 
সাধারণ অতীত

  সঠিক উত্তর: (ক)

৫৭.
ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
Ο ক) 
চাঁদাবাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন
Ο খ) 
আনিয়াছে তৃণলতা
Ο গ) 
এখন না কব কথা
Ο ঘ) 
তুমি আসবে বলে

  সঠিক উত্তর: (ক)

৫৮.
দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনায় সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহৃত হয়?
Ο ক) 
সাধারণ অতীত কাল
Ο খ) 
পুরাঘটিত অতীত কাল
Ο গ) 
ঘটমান বর্তমান কাল
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান কাল

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’ - এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?
Ο ক) 
নিত্যবৃত্ত অতীত
Ο খ) 
সাধারণ অতীত
Ο গ) 
পুরাঘটিত অতীত
Ο ঘ) 
পুরাঘটিত বর্তমান

  সঠিক উত্তর: (ক)

৬০.
কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?
Ο ক) 
আজ যদি খোকা আসত কেমন মজা হতো
Ο খ) 
তুমি যদি যেতে, তবে ভালোই হতো
Ο গ) 
সাতাশ হত যদি একশ সাতাশ
Ο ঘ) 
আমার রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম

  সঠিক উত্তর: (খ)

৬১.
চার আর তিনে মিলে সাত হয় - বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট্য প্রয়োগ হয়েছে?
Ο ক) 
স্থায়ী সত্য
Ο খ) 
অনিশ্চয়তা
Ο গ) 
কামনা
Ο ঘ) 
সম্ভাবনা

  সঠিক উত্তর: (ক)

৬২.
কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
Ο ক) 
অতীত কালে
Ο খ) 
ভবিষ্যৎ কালে
Ο গ) 
বর্তমান কালে
Ο ঘ) 
বর্তমান ও ভবিষ্যৎ কালে

  সঠিক উত্তর: (খ)

৬৩.
ক্রিয়া বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
Ο ক) 
ক্রিয়ার ভাব
Ο খ) 
ক্রিয়ার কাল
Ο গ) 
ক্রিয়ার অনুজ্ঞা
Ο ঘ) 
ক্রিয়ার কর্ম

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
Ο ক) 
ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
Ο খ) 
গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
Ο গ) 
সবাই বসে গল্প করছিল
Ο ঘ) 
দেখিতে গিয়াছি পর্বতমালা

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...