এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১৬: পদ্য - আমার সন্তান |
১. |
নিচের কোন পঙক্তিটিতে দেবী অন্নপূর্ণার প্রতি ঈশ্বরী পাটুনীর ভক্তি প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
কাঠের সেঁউতী মোর হৈলা অষ্টাপদ |
Ο খ) |
তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার |
Ο গ) |
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে |
Ο ঘ) |
ভয় করি কি জানি কে দিবে ফেরফার |
সঠিক উত্তর: (খ)
২. |
‘সত্যপীরের পাঁচালী’ কার লেখা? |
Ο ক) |
ভারতচন্দ্র রায়গুণাকর |
Ο খ) |
আবদুল হাকিম |
Ο গ) |
শামসুর রাহমান |
Ο ঘ) |
আহসান হাবীব |
সঠিক উত্তর: (ক)
৩. |
ভবানন্দ মজুমদারের বাড়ি যাওয়ার আগে অন্নপূর্ণা কার বাড়িতে ছিলেন? |
Ο ক) |
হরিহোড়ের বাড়িতে |
Ο খ) |
ঈশ্বরীর বাড়িতে |
Ο গ) |
অজ্ঞাত একজনের বাড়িতে |
Ο ঘ) |
স্বামীর বাড়িতে |
সঠিক উত্তর: (ক)
৪. |
চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে পূজা হয় - i. দেবী সরস্বতীর ii. দেবী অন্নপূর্ণার iii. দেবী দুর্গার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫. |
দেবী অন্নপূর্ণা স্বামীর নাম বলেন নি - i. ঈশ্বরী পাটুনী চিনে ফেলবে ii. সমাজের ভয়ে iii. স্বামী সম্মানীয় বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬. |
কী জানতে না পারলে ঈশ্বরী পাটুনী কুলবধূকে পার করতে পারবে না? |
Ο ক) |
পরিচয় |
Ο খ) |
বয়স |
Ο গ) |
ওজন |
Ο ঘ) |
মালপত্রের হিসাব |
সঠিক উত্তর: (ক)
৭. |
অন্নপূর্ণা ঈশ্বরীকে কী বলে ডাক দিলেন? |
Ο ক) |
মাঝি ভাই |
Ο খ) |
ঘাটে কে আছে |
Ο গ) |
পার কর |
Ο ঘ) |
পাটুনী দাদা |
সঠিক উত্তর: (গ)
৮. |
ভারতচন্দ্র রায়গুণাকর কোন শতাব্দীর কবি? |
Ο ক) |
ষোড়শ শতাব্দীর |
Ο খ) |
সপ্তদশ শতাব্দীর |
Ο গ) |
অষ্টাদশ শতাব্দীর |
Ο ঘ) |
ঊনবিংশ শতাব্দীর |
সঠিক উত্তর: (গ)
৯. |
‘আমার সন্তান’ কবিতায় বাঙালি পিতার যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো - i. নিজ স্বার্থ ত্যাগ ii. উদার মানসিকতা iii. নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
দেবীর পদস্পর্শে সেঁউতী কীসে পরিণত হলো? |
Ο ক) |
রূপায় |
Ο খ) |
খাঁটি সোনায় |
Ο গ) |
হীরায় |
Ο ঘ) |
দস্তায় |
সঠিক উত্তর: (খ)
১১. |
দেবীকে পার করার ক্ষেত্রে ঈশ্বরী ভয় পেয়েছে - |
Ο ক) |
দেবতাকে |
Ο খ) |
প্রতিপক্ষকে |
Ο গ) |
মানুষের অপবাদকে |
Ο ঘ) |
পরিবারকে |
সঠিক উত্তর: (গ)
১২. |
দুধে-ভাতে থাকা বলতে বোঝায় - i. কোনো অভাবে না থাকা ii. সব সময় শুধু দুধ আর ভাত খেয়ে থাকা iii. দুধ বিক্রি করে ভাত খাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩. |
চৈত্র মাসের কোন তিথিতে অন্নপূর্ণার পূজা হয়? |
Ο ক) |
৬ষ্ঠী |
Ο খ) |
৭মী |
Ο গ) |
৮মী |
Ο ঘ) |
৯মী |
সঠিক উত্তর: (গ)
১৪. |
ঈশ্বরী পাটুনী বামাস্বর শুনে নৌকা পাড়ে নিয়ে এসেছিল কেন? |
Ο ক) |
কুলবধূ একা দাঁড়িয়ে ছিল বলে |
Ο খ) |
কুলবধূ পাটুনীর পরিচিত ছিল বলে |
Ο গ) |
কুলবধূ অসুস্থ ছিল বলে |
Ο ঘ) |
কুলবধূ দাঁড়িয়ে কাঁদছিল বলে |
সঠিক উত্তর: (ক)
১৫. |
দেবী স্বামীর নাম বলা এড়িয়ে গেলেন - i. সংস্কারের দোহাই দিয়ে ii. কৌশলের আশ্রয়ে iii. সত্য কথা বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬. |
পাটুনী তরী তাড়াতাড়ি ভিড়ালেন কেন? |
Ο ক) |
স্ত্রীকন্ঠ শুনে |
Ο খ) |
দুর্গাকে দেখে |
Ο গ) |
অন্নপূর্ণাকে দেখে |
Ο ঘ) |
ঈশ্বরীকে দেখে |
সঠিক উত্তর: (ক)
১৭. |
ঈশ্বরী দেবীকে কোথায় পা রাখতে বলল? |
Ο ক) |
ঘাটে |
Ο খ) |
সেঁউতীতে |
Ο গ) |
গলুইয়ে |
Ο ঘ) |
মাস্তুলে |
সঠিক উত্তর: (খ)
১৮. |
‘ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া’ - এখনে ‘নারি’ শব্দের সমার্থক হলো - |
Ο ক) |
মহিলা |
Ο খ) |
রমণী |
Ο গ) |
নড়াচড়া |
Ο ঘ) |
না পেরে |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
দেবীর ছলাকলা বুঝে পাটুনীর চোখে জল এসে পড়ে - i. ভয়ে ii. ভক্তিতে iii. লজ্জায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০. |
‘সেঁউতী উপরে রাখ ও রাঙা চরণ।’ এখানে কার রাঙা চরণের কথা বলা হয়েছে? |
Ο ক) |
ঈশ্বরী পাটুনীর |
Ο খ) |
পাটুনীর স্বামীর |
Ο গ) |
পাটুনীর সন্তানের |
Ο ঘ) |
দেবী অন্নপূর্ণার |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
কার নাম নারী মুখে আনে না? |
Ο ক) |
স্বামীর |
Ο খ) |
দেবরের |
Ο গ) |
ননদের |
Ο ঘ) |
বাবার |
সঠিক উত্তর: (ক)
২২. |
‘সত্যপীরের পাঁচালী’ কোন ধরনের রচনা? |
Ο ক) |
কাব্য |
Ο খ) |
নাটক |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
ছোটগল্প |
সঠিক উত্তর: (ক)
২৩. |
‘গঙ্গাষ্টক’ কার লেখা? |
Ο ক) |
ভারতচন্দ্র রায়গুণাকর |
Ο খ) |
হেমচন্দ্র সেন |
Ο গ) |
রঙ্গলাল সেন |
Ο ঘ) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ক)
২৪. |
কৃষ্ণচন্দ্র রায় কোথাকার রাজা ছিলেন? |
Ο ক) |
বহরমপুর |
Ο খ) |
মুর্শিদাবাদ |
Ο গ) |
নবদ্বীপ |
Ο ঘ) |
রোহিঙ্গাঙ |
সঠিক উত্তর: (গ)
২৫. |
খেয়া হলো - |
Ο ক) |
পারাপারের নৌকা |
Ο খ) |
খেয়ালের বশে |
Ο গ) |
খইয়ের পাত্র |
Ο ঘ) |
খাবারের পাত্র |
সঠিক উত্তর: (ক)
২৬. |
তট, কূল, পাড়, ধার এগুলো কোন শব্দের সমার্থক শব্দ? |
Ο ক) |
তীর |
Ο খ) |
তর্ক |
Ο গ) |
তাক |
Ο ঘ) |
তুলা |
সঠিক উত্তর: (ক)
২৭. |
পূর্বমুখে সুখে গজগমনে কে চলল? |
Ο ক) |
অন্নপূর্ণা |
Ο খ) |
পাটনী |
Ο গ) |
ভবানন্দ |
Ο ঘ) |
হরিহোড় |
সঠিক উত্তর: (ক)
২৮. |
নারী কন্ঠের সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো - |
Ο ক) |
উত্তরিলা |
Ο খ) |
ফেরফার |
Ο গ) |
কুলবধূ |
Ο ঘ) |
বামাস্বর |
সঠিক উত্তর: (ঘ)
২৯. |
‘গাঙ্গিনী’ শব্দের প্রতিশব্দ কোনটি? |
Ο ক) |
স্রোতস্বিনী |
Ο খ) |
উর্মি |
Ο গ) |
পারাবার |
Ο ঘ) |
কল্লোলিত |
সঠিক উত্তর: (ক)
৩০. |
পাটুনীর জীবনের মূল লক্ষ্য কী? |
Ο ক) |
নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা |
Ο খ) |
খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ |
Ο গ) |
স্বার্থপর নারী |
Ο ঘ) |
পারলৌকিক মুক্তি |
সঠিক উত্তর: (ক)
৩১. |
‘ত্বরায়’ অর্থ হলো - |
Ο ক) |
সেখানে |
Ο খ) |
তীরে |
Ο গ) |
ধীরে |
Ο ঘ) |
তাড়াতাড়ি |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
দেবী অন্নপূর্ণা কোন্দলের কারণে হরিহোড়ের বাড়ি ছেড়ে আসা প্রমাণ করে - i. অন্নপূর্ণা শান্তিপ্রিয় ii. অন্নপূর্ণা কলহ পছন্দ করেন না iii. অন্নপূর্ণা স্বার্থপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
পাটুনী নিজেকে দেবীর সাক্ষাৎ লাভের অনুপযুক্ত মনে করেছে, কেননা - i. সে প্রার্থনা করতে জানে না ii. সে জ্ঞানী নয় iii. সে ধ্যান করে না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
ভারতচন্দ্র কার সভা-কবি ছিলেন? |
Ο ক) |
রাজা হরিশচন্দ্রের |
Ο খ) |
রাজা বিধানচন্দ্রের |
Ο গ) |
রাজা চাঁদরায়ের |
Ο ঘ) |
রাজা কৃষ্ণচন্দ্র রায়ের |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
‘মানসিংহ ও ভবানন্দ’ উপাখ্যান সম্পাদনা করেছেন - |
Ο ক) |
মুনীর চৌধুরী ও আহমদ শরীফ |
Ο খ) |
মুহম্মদ শহীদুল্লাহ ও ওয়াকিল আহমদ |
Ο গ) |
গোলাম মুরশিদ ও মযহারুল হক |
Ο ঘ) |
আব্দুল হাই ও আনোয়ার পাশা |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
ঈশ্বরী পাটুনী প্রণাম করে - i. দেবীকে ii. জোড় হাতে iii. অঙ্গ লুটিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
‘আমার সন্তান’ কবিতায় দুধে ভাতে থাকা বলতে বোঝায় - i. অভাব না থাকা ii. শুধু দুধ ভাত থাকা iii. সম্পদশালী হওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
বামাস্বর শুনে ঈশ্বরী পাটুনী তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে আসেন, কারণ - i. বিপদে না পড়লে কোনো কুলবধূর একা আসার কথা না ii. বামাস্বর শুনে ভেবেছেন সুখ-দুঃখের আলাপ করা যাবে iii. নদীর পারে এর আগে কখনো বামাস্বর শোনেন নি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
অন্নপূর্ণা সম্পর্কে প্রযোজ্য হলো - i. কাশীতে অধিষ্ঠান ii. বিদ্যাদাত্রী iii. অন্নদাত্রী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪০. |
পাটনী কাকে বলে? |
Ο ক) |
যে খেয়া পারাপার করে |
Ο খ) |
পাটালি গুড় বানায় যে |
Ο গ) |
যে নৌকায় মালামাল পার করে |
Ο ঘ) |
যে পাটের মাশুল আদায় করে |
সঠিক উত্তর: (ক)
৪১. |
ত্বরায় নৌকা আনলে ঈশ্বরী পাটুনী কোন স্বর শুনতে পেল? |
Ο ক) |
পুরুষের কন্ঠ |
Ο খ) |
বামাস্বর |
Ο গ) |
পাখির কলরব |
Ο ঘ) |
বাঘের স্বর |
সঠিক উত্তর: (খ)
৪২. |
‘নাগাষ্টক’ - এর সাথে ভারতচন্দ্রের সাদৃষ্য কীসে? |
Ο ক) |
রচয়িতা হিসেবে |
Ο খ) |
শাসক হিসেবে |
Ο গ) |
উপাধি হিসেবে |
Ο ঘ) |
স্বামী হিসেবে |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
ঈশ্বরী পাটুনীর আশীর্বাদ প্রার্থনার মধ্যে কী প্রতীয়মান হয়? |
Ο ক) |
নিঃস্বার্থ মনোভাব |
Ο খ) |
লোভী মনোবৃত্তি |
Ο গ) |
সুযোগ সন্ধানী |
Ο ঘ) |
সুবিধাবাদী |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
‘সুখ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? |
Ο ক) |
সন্তোষ |
Ο খ) |
অভিনন্দিত |
Ο গ) |
সানন্দে |
Ο ঘ) |
যন্ত্রণা |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
‘আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে।’ এ বাক্যে ‘কাশী’ হলো - i. শীর্ষস্থান ii. পুণ্যস্থান iii. তীর্থস্থান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
ঈশ্বরী পাটুনী কীভাবে অন্নপূর্ণার কাছে আশীর্বাদ চায়? |
Ο ক) |
মাথা সোজা রেখে |
Ο খ) |
মাথা নত করে |
Ο গ) |
জোড় হাতে |
Ο ঘ) |
চোখের জলে |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
ভারতচন্ত্র রায় গুণাকর কোন ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন? |
Ο ক) |
সংস্কৃত ও ফার্সি |
Ο খ) |
পালি ও উর্দু |
Ο গ) |
বাংলা ও হিন্দি |
Ο ঘ) |
পর্তুগিজ ও গুজরাটি |
সঠিক উত্তর: (ক)
৪৮. |
‘ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী’ - এখানে শেষোক্ত ‘ঈশ্বরী’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
অন্নপূর্ণা |
Ο খ) |
মাঝি |
Ο গ) |
লক্ষ্মী |
Ο ঘ) |
সরস্বতী |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
‘এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়।’ পাটুনীর এ ভাবনার কারণ কী? |
Ο ক) |
অন্নপূর্ণার কমল কান্তি |
Ο খ) |
অন্নপূর্ণার চোখের জ্যোতি |
Ο গ) |
অন্নপূর্নার দেবীসুলব আচরণ |
Ο ঘ) |
পদস্পর্শে সেঁউতি সোনায় পরিণত হওয়ায় |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
ঈশ্বরী পাটুনী অন্নপূর্ণাকে কীসের উপরে পা রাখতে বলে? |
Ο ক) |
নৌকার পাটাতনে |
Ο খ) |
পানি সেচার পাত্রের উপরে |
Ο গ) |
পাটুনীর কোলের উপর |
Ο ঘ) |
বৈঠার উপর |
সঠিক উত্তর: (খ)
৫১. |
দেবী কী বলে ঈশ্বরী পাটুনীর প্রার্থনা মেনে নিলেন? |
Ο ক) |
হের |
Ο খ) |
আজ্ঞা |
Ο গ) |
মঞ্জুর |
Ο ঘ) |
তথাস্তু |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
ঈশ্বরী অন্নপূর্ণাকে নৌকায় তুলতে পরিচয় জানতে চেয়েছে - i. সন্দেহবশত ii. সমাজের কথা ভেবে iii. নারী বিদ্বেষের কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
দেবী হরিহোড়ের নিবাস ত্যাগ করেছিলেন কেন? |
Ο ক) |
ঝগড়াঝাঁটির জন্য |
Ο খ) |
ভাবান্দের আহবানে |
Ο গ) |
দৈব নির্দেশের জন্য |
Ο ঘ) |
ঈশ্বরী পাটনীকে দেখার জন্য |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
‘বামাস্বর’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
কাতর ধ্বনি |
Ο খ) |
নারীকন্ঠ |
Ο গ) |
পুরুষ কন্ঠ |
Ο ঘ) |
নারীর চিৎকার |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
নারীরা স্বামীর নাম বলতে পারে না, এটা একটা - i. সংস্কার ii. ভুল ধারণা iii. ধর্মীয় বিধান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৬৭২ |
Ο খ) |
১৭১২ |
Ο গ) |
১৮৭২ |
Ο ঘ) |
১৫৭২ |
সঠিক উত্তর: (খ)
৫৭. |
অন্নপূর্ণা কে? |
Ο ক) |
ধানের দেবী |
Ο খ) |
অন্নদাত্রী দেবী |
Ο গ) |
শক্তির দেবী |
Ο ঘ) |
বিদ্যার দেবী |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
‘সভয়ে পাটুনী কহে চক্ষে বহে জল।’ এই পঙক্তিতে চোখে জল বহার মধ্যে প্রকাশ পায় ঈশ্বরী পাটুনীর - i. আনন্দানুভূতি ii. ক্ষুদ্ধানুভূতি iii. সহানুভূতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
অন্নপূর্ণা নিজের পরিচয় না দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছেন যে পঙক্তিতে - i. বিশেষণে সবিশেষ কহিবারে পারি ii. জানহ স্বামীর নাম নাহি ধরে নারী iii. কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬০. |
ঈশ্বরী পাটুনী কুলবধূরূপী দেবী অন্নপূর্ণাকে স্বামীর পরিচয় ব্যতীত নৌকায় তুলতে চায় নি কেন? |
Ο ক) |
ধর্মীয় গোঁড়ামির কারণে |
Ο খ) |
লোকলজ্জার ভযে |
Ο গ) |
সামাজিক বাধার কারণে |
Ο ঘ) |
দেবতার ভযে |
সঠিক উত্তর: (গ)
৬১. |
‘এ ত মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়’ - পঙক্তিতে ‘মেয়ে’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
মানবী |
Ο খ) |
দেবী |
Ο গ) |
ঈশ্বরী |
Ο ঘ) |
পরী |
সঠিক উত্তর: (ক)
৬২. |
দেবী অন্নপূর্ণা কোথায় যাচ্ছিলেন? |
Ο ক) |
ভবানন্দের বাড়িতে |
Ο খ) |
হরিহোড়ের বাড়িতে |
Ο গ) |
ঈশ্বরীর বাড়িতে |
Ο ঘ) |
তীর্থস্থান কাশীতে |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
দেবীর মতে, নারীরা কোটনা করতে পারে না? |
Ο ক) |
স্বামীর নাম মুখে আনা |
Ο খ) |
স্বামীর পরিচয় দেওয়া |
Ο গ) |
একা একা নৌকায় চড়া |
Ο ঘ) |
একা একা বাড়ির বাইরে যাওয়া |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
‘আমার সন্তান’ কবিতার উৎস মঙ্গলকাব্য। মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য হলো - i. কাহিনীর বর্ণনা ii. দেবদেবীর বন্দনা iii. কবির গীতিচেতনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
ঈশ্বরী অন্নপূর্ণাকে চিনতে পেরেছিল - i. তাঁর রূপ দেখে ii. সেঁউতীর সোনায় পরিণত হওয়ায় iii. দেবীর মুখের ভাষায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
‘সেঁউতী’ কী? |
Ο ক) |
নৌকার গলুই |
Ο খ) |
নৌকার পাটাতন |
Ο গ) |
নৌকার মাস্তুল |
Ο ঘ) |
নৌকার পানি সেচবার পাত্র |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
‘আমার সন্তান’ কবিতায় নৌকার পানি সেচবার পাত্রটি যে কারণে সোনায় পরিণত হয় - |
Ο ক) |
দেবীর বরে |
Ο খ) |
দেবীর পদস্পর্শে |
Ο গ) |
ঈশ্বরের দয়ায় |
Ο ঘ) |
অলৌকিক মন্ত্রে |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
ভারতচন্দ্র রায়গুণাকরের পিতা ছিলেন - |
Ο ক) |
জমিদার |
Ο খ) |
ব্রাহ্মণ |
Ο গ) |
চাকরিজীবী |
Ο ঘ) |
সন্ন্যাসী |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
অন্নপূর্ণা একটি - i. পৌরাণিক চরিত্র ii. অন্নদামঙ্গলের চরিত্র iii. রামায়ণের চরিত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭০. |
‘উত্তরিলা’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
উত্তর দিলেন |
Ο খ) |
ত্যাগ করলেন |
Ο গ) |
উত্তর চাইলেন |
Ο ঘ) |
উপস্থিত হলেন |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
‘আমার সন্তান’ কবিতায় গৃহবধূর ছদ্মবেশ ধারণ করেছিলেন - |
Ο ক) |
অন্নপূর্ণা |
Ο খ) |
পাটুনী |
Ο গ) |
ভবানন্দ |
Ο ঘ) |
হরিহোড় |
সঠিক উত্তর: (ক)
৭২. |
‘আমার সন্তান’ কবিতায় দেবী অন্নপূর্ণার চরণকে কী বলে বিশেষায়িত করা হয়েছে? |
Ο ক) |
পবিত্র |
Ο খ) |
রাঙ্গা |
Ο গ) |
কোমল |
Ο ঘ) |
স্বর্ণ |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
ভারতচন্দ্র রায় গুণাকর - এর নাগরিক বৈদগ্ধ্যের পরিচয় পাওয়া যায় - i. শব্, ছন্দ, অলঙ্কার ব্যবহারে ii. উচ্চমানের কাব্য নির্মাণে iii. সনেট নির্মাণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
কার বাক্যে মাতা হাসিয়া অন্তরে। রাখিল দুখানি পদ সেঁউতী উপরে? |
Ο ক) |
পাটনীর |
Ο খ) |
অন্নপূর্ণার |
Ο গ) |
সহযাত্রীর |
Ο ঘ) |
প্রতিবেশীর |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
‘বর’ মানে কী? |
Ο ক) |
বৃহৎ |
Ο খ) |
করুণা |
Ο গ) |
আশীর্বাদ |
Ο ঘ) |
বাড়তি |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
‘অন্তর’ শব্দের বিপরীত শব্দ কোনটি? |
Ο ক) |
বিয়োগ |
Ο খ) |
যোগ |
Ο গ) |
বাহির |
Ο ঘ) |
ভিতর |
সঠিক উত্তর: (গ)
৭৭. |
খেয়াঘাটের কুলবধূ ঈশ্বরী পাটুনীর কাছে কীভাবে নিজের পরিচয় দিয়েছিলেন? |
Ο ক) |
বামাস্বরে |
Ο খ) |
বিশেষণে |
Ο গ) |
স্বামীর নাম বলে |
Ο ঘ) |
বংশ পরিচয় বলে |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
‘আমার সন্তান’ কবিতায় প্রাপ্ত মধ্যযুগের সামাজিক জীবনের চিত্র আছে - i. পারিবারিক কলহ ii. নারী স্বাধীনতার নিশ্চয়তা iii. দৈবনির্ভরতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
কোনটি সোনার প্রতিশব্দ? |
Ο ক) |
ষষ্ঠাপদ |
Ο খ) |
অষ্টাপদ |
Ο গ) |
গঙ্গাপদ |
Ο ঘ) |
সর্বপদ |
সঠিক উত্তর: (খ)
৮০. |
কত বছর বয়সে ভারতচন্দ্র রায়গুণাকর সংস্কৃত ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন? |
Ο ক) |
দশ |
Ο খ) |
বারো |
Ο গ) |
সতেরো |
Ο ঘ) |
কুড়ি |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
‘আমার সন্তান’ কবিতায় মূল চরিত্র কয়টি? |
Ο ক) |
দুটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
৮২. |
ভারতচন্দ্র রায়গুণাকরের শ্রেষ্ঠ কাব্য কোনটি? |
Ο ক) |
অন্নদামঙ্গল |
Ο খ) |
গঙ্গাষ্টক |
Ο গ) |
নাগাষ্টক |
Ο ঘ) |
রসমঞ্জরী |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
নারী তার স্বামীর নাম মুখে আনতে না পারার কারণ - i. পতিভক্তি ii. সামাজিক প্রথা iii. আত্মসচেতনতার অভাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
‘ভয়’ - এর সমার্থক শব্দ হলো - i. শঙ্কা ii. ডর iii. বিভা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
ভারতচন্দ্র রায়গুণাকরের পিতা কোন পরগনার জমিদার ছিলেন? |
Ο ক) |
দিনাজপুর |
Ο খ) |
নারকেলবাড়িয়া |
Ο গ) |
মেদিনীপুর |
Ο ঘ) |
ভুরশুট |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
‘বরদান’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
অভীষ্ট পূর্ণ করে এমন |
Ο খ) |
প্রার্থনীয় জিনিস লাভ |
Ο গ) |
দেবতার অনুগৃহীত ব্যক্তি |
Ο ঘ) |
দেবতার অভিশব্দ ব্যক্তি |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
‘আমার সন্তান’ কবিতার মূল নাম কী? |
Ο ক) |
মানসিংহ ও ভবানন্দ |
Ο খ) |
অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা |
Ο গ) |
হরিহোড় নিবাসে অন্নপূর্ণা |
Ο ঘ) |
অন্নপূর্ণার বরদান |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
‘সেঁউতী উপরে রাখ ও রাঙ্গা চরণ।’ - পাটুনীর মুখে এ বাক্য শুনে দেবী অন্নপূর্ণার মনে কেমন ভাবের উদয় ঘটল? |
Ο ক) |
মনে মনে হাসলেন |
Ο খ) |
কিছুটা বিরক্ত হলেন |
Ο গ) |
ঈষৎ ক্রুদ্ধ হলেন |
Ο ঘ) |
খুবই লজ্জিত হলেন |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
দেবী অন্নপূর্ণা কোথায় আবির্ভূত হন? |
Ο ক) |
গয়ায় |
Ο খ) |
কাশীতে |
Ο গ) |
নবদ্বীপে |
Ο ঘ) |
বারানসীতে |
সঠিক উত্তর: (খ)
৯০. |
‘অন্নদামঙ্গল’ কোন যুগে রচিত? |
Ο ক) |
প্রাচীন যুগ |
Ο খ) |
মধ্যযুগ |
Ο গ) |
আধুনিক যুগ |
Ο ঘ) |
বর্তমান যুগ |
সঠিক উত্তর: (খ)
৯১. |
শুক্ল অষ্টমী হলো - i. তিথির নাম ii. অষ্ট ধাতু iii. শুক্লপক্ষের অষ্টম রাত্রি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
অন্নপূর্ণার পদস্পর্শে কাঠের সেঁউতী সোনার সেঁউতী হয়ে গেছে দেখে ঈশ্বরী পাটুনী কী বুঝতে পারল? |
Ο ক) |
এ তো জাদুকর |
Ο খ) |
এ তো মেয়ে নয়, রাক্ষসী |
Ο গ) |
ভীত ও চিন্তিত হয়ে পড়ল |
Ο ঘ) |
এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয় |
সঠিক উত্তর: (ঘ)
৯৩. |
‘অষ্টাপদ’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
সোনা |
Ο খ) |
আশীর্বাদ |
Ο গ) |
ঘোরপ্যাঁচ |
Ο ঘ) |
ছলাকলা |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
অন্নপূর্ণা কোথায় উপস্থিত হলেন? |
Ο ক) |
নদীর ঘাটে |
Ο খ) |
বাড়ির কাছে |
Ο গ) |
পুকুর ঘাটে |
Ο ঘ) |
পথের ধারে |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে কার পূজা হয়? |
Ο ক) |
দেবী দুর্গার |
Ο খ) |
দেবী মনসার |
Ο গ) |
দেবী অন্নপূর্ণার |
Ο ঘ) |
দেবী সরস্বতীর |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
ঈশ্বরী পাটুনী ভয়ে ভয়ে কুলবধূর সাথে কথা বলছে কেন? |
Ο ক) |
পাটুনী কুলবধূর আসল পরিচয় জানতে পেরেছে বলে |
Ο খ) |
কুলবধূর কাছে অস্ত্র আছে এটা অনুমান করে |
Ο গ) |
কুলবধুর সাথে কথা বলতে দেখলে তার স্বামী কটাক্ষ করবে বলে |
Ο ঘ) |
চেনা চেনা লাগছে বলে |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
ঈশ্বরী পাটুনী পানি সেচের পাত্র কীসে নিয়ে চলল? |
Ο ক) |
বুকে |
Ο খ) |
পিঠে |
Ο গ) |
হাতে |
Ο ঘ) |
মাথায় |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
কাশীতে কোন দেবীর অধিষ্ঠান? |
Ο ক) |
দুর্গার |
Ο খ) |
সরস্বতীর |
Ο গ) |
মনসার |
Ο ঘ) |
অন্নপূর্ণার |
সঠিক উত্তর: (ঘ)
৯৯. |
অন্নপূর্ণা নদী পার হওয়ার জন্য ঈশ্বরীকে ডাকেন, কারণ - i. ঈশ্বরী তার পরিচিত ii. ঈশ্বরী একজন পাটুনী iii. ঈশ্বরী একজন রূপবতী নারী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০০. |
তীরে উপস্থিত হয়ে ঈশ্বরী পাটুনী কোন দিকে রওনা হলেন? |
Ο ক) |
উত্তর মুখে |
Ο খ) |
দক্ষিণ মুখে |
Ο গ) |
পূর্ব মুখে |
Ο ঘ) |
পশ্চিম মুখে |
সঠিক উত্তর: (গ)
১০১. |
পানি সেচের পাত্রের উপর দেবী অন্নপূর্ণা পা রাখতেই পাত্র কেমন হয়ে গেল? |
Ο ক) |
সোনা |
Ο খ) |
রূপা |
Ο গ) |
হীরা |
Ο ঘ) |
পিতল |
সঠিক উত্তর: (ক)
১০২. |
‘সেই দয়া হৈতে মোর দেহ পরিচয়’ - এখানে কোন দয়ার কথা বলা হয়েছে? |
Ο ক) |
সেঁউতী সোনায় পরিণত হওয়া |
Ο খ) |
নৌকা সোনায় পরিণত হওয়া |
Ο গ) |
দেবী নৌকাতে উপবিষ্ট হওয়া |
Ο ঘ) |
পাটুনীর ভাগ্য পরিবর্তন হওয়া |
সঠিক উত্তর: (ঘ)
১০৩. |
তীরে উঠে ঈশ্বরী কী বুকে ধারণ করে চলল? |
Ο ক) |
দেবীর আশীর্বাদ |
Ο খ) |
আশা-আকাঙ্ক্ষা |
Ο গ) |
সেঁউতী |
Ο ঘ) |
অষ্টাপদ |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
ভারতচন্দ্র রায়গুণাকর কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
হুগলি |
Ο খ) |
কুষ্টিয়া |
Ο গ) |
যশোর |
Ο ঘ) |
বর্ধমান |
সঠিক উত্তর: (ক)
১০৫. |
ভারতচন্দ্র রায় গুণাকর হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহন করেন? |
Ο ক) |
পেঁড়ো গ্রাম |
Ο খ) |
ভাঁড়ারা গ্রাম |
Ο গ) |
সাগরদাঁড়ি গ্রাম |
Ο ঘ) |
বাকুলিয়া গ্রাম |
সঠিক উত্তর: (ক)
১০৬. |
নিচের কোন চরণে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ প্রকাশিত হয়েছে� |
Ο ক) |
আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে |
Ο খ) |
চৈত্র মাসে মোর পূজা হয় শুক্ল অষ্টমীতে |
Ο গ) |
দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান |
Ο ঘ) |
বর মাগ মনোনীত যাহা চাহ দিব |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
ঈশ্বরীর আচরণে প্রকাশ পেয়েছে - i. দেবভক্তি ii. সমাজ জীবন iii. মঙ্গলচেতনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৮. |
‘তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আর।’ এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে ঈশ্বরী পাটুনীর - |
Ο ক) |
বোকামি |
Ο খ) |
চালাকি |
Ο গ) |
আনুগত্য |
Ο ঘ) |
অজ্ঞতা |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
খেয়াঘাটের মাঝিকে বলা হয় - |
Ο ক) |
ঈশ্বরী |
Ο খ) |
নাবিক |
Ο গ) |
পাটনী |
Ο ঘ) |
জেলে |
সঠিক উত্তর: (গ)
১১০. |
দুধ ভাত কীসের প্রতীক? |
Ο ক) |
সুলভমূল্যের |
Ο খ) |
সরলতার |
Ο গ) |
সমৃদ্ধির |
Ο ঘ) |
দুর্ভিক্ষের |
সঠিক উত্তর: (গ)
১১১. |
‘ত্বরায় আনিল নৌকা বামাস্বর শুনি।’ এখানে ‘বামাস্বর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) |
আশীর্বাদের |
Ο খ) |
অভিশাপের |
Ο গ) |
পুরুষদের |
Ο ঘ) |
মেয়েদের |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
‘ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী।’ এখানে ‘ঈশ্বরী’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
অন্নপূর্ণা |
Ο খ) |
পাটুনী |
Ο গ) |
দেবী লক্ষ্মী |
Ο ঘ) |
দেবী সরস্বতী |
সঠিক উত্তর: (ক)
১১৩. |
ঈশ্বরী পাটুনী দেবী অন্নপূর্ণাকে কী বলে সম্বোধন করেছে? |
Ο ক) |
দেবী |
Ο খ) |
মাগো |
Ο গ) |
করুণাময়ী |
Ο ঘ) |
ঈশ্বরী |
সঠিক উত্তর: (খ)
১১৪. |
ঈশ্বরী পাটুনী কার স্বার্থ ও সমৃদ্ধির কথা ভাবে? |
Ο ক) |
স্বামী |
Ο খ) |
শ্বশুর |
Ο গ) |
সন্তান |
Ο ঘ) |
বাবার |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
‘মাগ’ শব্দটির অর্থ কী? |
Ο ক) |
প্রার্থনা কর |
Ο খ) |
দয়া কর |
Ο গ) |
দর্শন কর |
Ο ঘ) |
মার্জনা কর |
সঠিক উত্তর: (ক)
১১৬. |
‘উদয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি? |
Ο ক) |
অস্ত |
Ο খ) |
বিহীন |
Ο গ) |
শীর্ষ |
Ο ঘ) |
অগ্র |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
পাটুনী মনে করেছে, দেবী অন্নপূর্ণা তাকে দেখা দিয়েছেন - |
Ο ক) |
অনুগ্রহ করে |
Ο খ) |
বর দেওয়ার জন্য |
Ο গ) |
শাস্তি দেওয়ার জন্য |
Ο ঘ) |
নদী পার হওয়ার জন্য |
সঠিক উত্তর: (গ)
১১৮. |
‘অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা’ কবিতার সম্পাদিত অংশ কোন কবিতা? |
Ο ক) |
বাংলার মুখ |
Ο খ) |
রূপসী বাংলা |
Ο গ) |
আমার সন্তান |
Ο ঘ) |
পূর্বাশার আলো |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
দেবী অন্নদার পূজা কোন তারিখে? |
Ο ক) |
বৈশাখ মাসের কৃষ্ণ সপ্তমীতে |
Ο খ) |
আষাঢ়ের শুক্ল দশমীতে |
Ο গ) |
চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে |
Ο ঘ) |
ফাল্গুন মাসের পূর্ণিমায় |
সঠিক উত্তর: (গ)
১২০. |
ঈশ্বরী কোনটিকে সৌভাগ্য বলে অভিহিত করেছে? |
Ο ক) |
দেবীর বর |
Ο খ) |
সোনার সেঁউতী |
Ο গ) |
দেবীর পরিচয় |
Ο ঘ) |
দেবীর দর্শন |
সঠিক উত্তর: (ঘ)
১২১. |
মাঝির সেঁউতীটি কিসের তৈরি ছিল? |
Ο ক) |
লোহার |
Ο খ) |
টিনের |
Ο গ) |
কাঠের |
Ο ঘ) |
বাঁশের |
সঠিক উত্তর: (গ)
১২২. |
‘গজগমন’ বলতে কী বোঝায়? |
Ο ক) |
গরুর মতো হেঁটে যাওয়া |
Ο খ) |
হাতির মতো হেঁটে যাওয়া |
Ο গ) |
ঘোড়ার মতো হেঁটে যাওয়া |
Ο ঘ) |
গাধার মতো হেঁটে যাওয়া |
সঠিক উত্তর: (খ)
১২৩. |
‘পূর্বমুখে সুখে গজগমনে চলিলা।’ এখানে ‘গজগমনে’ হলো - |
Ο ক) |
ঘোড়ার মতো চলা |
Ο খ) |
গাধার মতো চলা |
Ο গ) |
হাতির মতো চলা |
Ο ঘ) |
বাঘের মতো চলা |
সঠিক উত্তর: (গ)
১২৪. |
‘আমার সন্তান’ কবিতায় ‘সেঁউতী’ শব্দের ব্যবহার রয়েছে - |
Ο ক) |
দুইবার |
Ο খ) |
চারবার |
Ο গ) |
ছয়বার |
Ο ঘ) |
আটবার |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
ঈশ্বরী পাটনীর বর প্রার্থনায় ধরা পড়েছে - i. ব্যক্তিস্বার্থ উপেক্ষা ii. জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন iii. উদার দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৬. |
‘আমার সন্তান’ কবিতার শুরুতে পাটুনী অন্নপূর্ণাকে কী মনে করেছিল? |
Ο ক) |
ঈশ্বরী |
Ο খ) |
কুলবধূ |
Ο গ) |
দেবতা |
Ο ঘ) |
ভিখারী |
সঠিক উত্তর: (খ)
১২৭. |
অন্নপূর্ণা প্রথমে কীভাবে তাঁর পরিচয় দিয়েছিলেন? |
Ο ক) |
স্বামীর নাম ধরে |
Ο খ) |
মিথ্যে কথা বলে |
Ο গ) |
কৌশলে পরোক্ষভাবে |
Ο ঘ) |
সরাসরি স্পষ্টভাবে |
সঠিক উত্তর: (গ)
১২৮. |
ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে ইহলোক ত্যাগ করেন? |
Ο ক) |
১৬৫০ |
Ο খ) |
১৭৬০ |
Ο গ) |
১৬৭০ |
Ο ঘ) |
১৬৮০ |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনীকে কী বলেন? |
Ο ক) |
যেকোনো কিছু চাইতে |
Ο খ) |
তাঁর পরিচয় গোপন রাখতে |
Ο গ) |
সেচ পাত্র ফেরত দিতে |
Ο ঘ) |
তাকে প্রণাম করতে |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
‘চন্ডীনাটক’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) |
ভারতচন্দ্র রায়গুণাকর |
Ο খ) |
ঈশ্বরচন্দ্র গুপ্ত |
Ο গ) |
বিহারীলাল চক্রবর্তী |
Ο ঘ) |
মুকুন্দরাম চক্রবর্তী |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ‘সোনার হরফে লেখা’ গল্পের বড়মিয়া নামক চরিত্রটি বন্যার্তদের সাহায্য করতে গিয়ে ডুবে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করে নিজের জীবন বিসর্জন দেন। |
১৩১. |
উদ্দীপকের বড়মিয়ার সঙ্গে ‘আমার সন্তান’ কবিতার কোন চরিত্রের মিল আছে? |
Ο ক) |
অন্নপূর্ণা |
Ο খ) |
পাটুনী |
Ο গ) |
হরিহর |
Ο ঘ) |
ভবানন্দ |
সঠিক উত্তর: (খ)
১৩২. |
সাদৃশ্যপূর্ণ চরিত্রটির মূলভাবনা কী? |
Ο ক) |
বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা |
Ο খ) |
খেয়া পারাপারের ক্ষেত্রে নিষ্ঠার পরিচয় |
Ο গ) |
স্বার্থ উপেক্ষা করে সন্তানদের মঙ্গল কামনা |
Ο ঘ) |
পূজার উৎসব ভালোভাবে পালন করা |
সঠিক উত্তর: (গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন