NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৯: গদ্য - উপেক্ষিত শক্তির উদ্বোধন


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৯: গদ্য - উপেক্ষিত শক্তির উদ্বোধন


১.
কাজী নজরুল ইসলামকে কীভাবে সমাহিত করা হয়েছে?
Ο ক) 
পূর্ণ সামরিক মর্যাদায়
Ο খ) 
রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়
Ο গ) 
শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়
Ο ঘ) 
সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়

  সঠিক উত্তর: (ক)

২.
কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহবান করেছেন?
Ο ক) 
নেতৃত্বদানকারীদের
Ο খ) 
উপেক্ষিত ভাইদের
Ο গ) 
প্রতারকদের
Ο ঘ) 
যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের

  সঠিক উত্তর: (খ)

৩.
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
Ο ক) 
কুহেলিকা
Ο খ) 
যুবগাণী
Ο গ) 
অগ্নিবীনা
Ο ঘ) 
মৃত্যুক্ষুধা

  সঠিক উত্তর: (খ)

৪.
উপেক্ষিত শক্তি কী আনতে পারে?
Ο ক) 
ভেদাভেদ
Ο খ) 
সাম্প্রদায়িকতা
Ο গ) 
সন্দেহ
Ο ঘ) 
পরিবর্তন

  সঠিক উত্তর: (ঘ)

৫.
‘মন তুমি জান কি - তোমাতে বিরাজে খোদা
ওর থেকে ও নয় সে জুদা।’ যে বক্তব্যকে এ উক্তির পরিণতি বিবেচনা করা যায় তা হলো -
i. মহাজাগরণের দিনে আমাদের সে শক্তিকে ভুলিলে চলিবে না
ii. সে ও যে এক আল্লাহর সৃষ্টি
iii. তাহার আত্মা তোমার আত্মার মতোই একই মহা আত্মার অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬.
তথাকথিত হতভাগাদের অবহেলা করার ফলে আমাদের কোনটি গড়ে উঠতে পারছে না?
Ο ক) 
সমাজতন্ত্র
Ο খ) 
গণতন্ত্র
Ο গ) 
অধিকার
Ο ঘ) 
জাতীয়তা

  সঠিক উত্তর: (খ)

৭.
অগ্নিবীণা ও বিষের বাঁশি কোন ধরনের রচনা?
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
নাটক
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
ছোটগল্প

  সঠিক উত্তর: (ক)

৮.
“ঐ তথাকথিত ‘ছোটলোক’-এর অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ।” এখানে ছোটলোকের সঙ্গে সম্পর্কযুক্ত -
i. মেহনতি মানুষ
ii. শ্রমিক সম্প্রদায়
iii. সাধারণ চাকরিজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯.
কত বছর বয়সে কাজী নজরুল বাকশক্তি হারান?
Ο ক) 
৪৩ বছর
Ο খ) 
৪২ বছর
Ο গ) 
৪১ বছর
Ο ঘ) 
৪০ বছর

  সঠিক উত্তর: (ঘ)

১০.
কোনটি ব্যতিত জাতীয় উন্নতি সম্ভব নয়?
Ο ক) 
সামষ্টিক অনুভূতি
Ο খ) 
ব্যক্তিগত অনুভূতি
Ο গ) 
ত্যাগের অনুভূতি
Ο ঘ) 
সহমর্মিতার অনুভূতি

  সঠিক উত্তর: (ক)

১১.
কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়েছিলেন -
Ο ক) 
দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে
Ο খ) 
দুর্ঘটনায় পড়ে
Ο গ) 
ভুল চিকিৎসার কারণে
Ο ঘ) 
যুদ্ধে বাকযন্ত্রের ক্ষতির কারণে

  সঠিক উত্তর: (ক)

১২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘ছোটলোক’ হচ্ছে -
i. উপেক্ষিত শক্তি
ii. দশ আনা শক্তি
iii. অসহায় শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ হচ্ছে -
i. তথাকথিত ছোটলোক
ii. উপেক্ষিত হতভাগারা
iii. ভদ্র সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘চক্রবাক’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
Ο ক) 
গল্প
Ο খ) 
কাব্যগ্রন্থ
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (খ)

১৫.
কাজী নজরুল ইসলামের মতে উপেক্ষিত শক্তির নির্ভরশীলতার পরিমাণ -
Ο ক) 
আট আনা
Ο খ) 
ছয় আনা
Ο গ) 
নয় আনা
Ο ঘ) 
দশ আনা

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
Ο ক) 
চুরুলিয়া
Ο খ) 
জোড়াসাঁকো
Ο গ) 
কাজির শিমলা
Ο ঘ) 
আসানসোল

  সঠিক উত্তর: (ক)

১৭.
ছোটলোক সম্প্রদায় জন্ম হতে -
i. সুখ ভোগ করে থাকে
ii. ঘৃণা পেয়ে থাকে
iii. উপেক্ষা পেয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক কোন অবদানকে প্রাধান্য দিয়েছেন?
Ο ক) 
উপেক্ষিত শক্তির বিনাশ
Ο খ) 
উপেক্ষিত শক্তির অবহেলা
Ο গ) 
উপেক্ষিত শক্তি মূল্যায়ন
Ο ঘ) 
উপেক্ষিত শক্তির আবির্ভাব

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
‘মসীময়’ এর সাথে সাদৃশ্য রয়েছে -
Ο ক) 
কলমের কালির
Ο খ) 
মৌমাছির চোখের
Ο গ) 
মৌমাছির রঙের
Ο ঘ) 
মহৎ মনের

  সঠিক উত্তর: (ক)

২০.
কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন -
i. সামাজিক অবিচারের বিরুদ্ধে
ii. পরাধীনতার বিরুদ্ধে
iii. ঔপনিবেশিক জান্তার বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
‘বোধন’ শব্দটি নজরুল ইসলাম কোন অর্থে প্রয়োগ করেছেন?
Ο ক) 
বাধ্যবাধকতা
Ο খ) 
উদ্বুদ্ধকরণ
Ο গ) 
অভিষেক
Ο ঘ) 
উন্নয়ন

  সঠিক উত্তর: (খ)

২২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ না হওয়ার কারণ -
i. ছোটলোক বলে অবহেলা
ii. সহজ-সরল জীবনযাপন
iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩.
‘হাবিব সাহেব অভিজাত বংশের মানুষ হওয়া সত্ত্বেও ধনী-গরিব, কুলি-মজুর, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বুকে টেনে নেন।’ হাবিব সাহেবের মানসিকতার সাথে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে -
i. মহাত্মা গান্ধীর
ii. রবীন্দ্রনাথ ঠাকুর
iii. কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪.
কাজী নজরুল ইসলাম ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কোন মহাপুরুষের উদাহরণ টেনেছেন?
Ο ক) 
কামাল আতাতুর্ক
Ο খ) 
মহাত্মা গান্ধী
Ο গ) 
হাজী মুহম্মদ মোহসীন
Ο ঘ) 
স্বামী বিবেকানন্দ

  সঠিক উত্তর: (খ)

২৫.
ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্রের নাম কী?
Ο ক) 
বরজ
Ο খ) 
গোলা
Ο গ) 
কুলা
Ο ঘ) 
ঢেঁকি

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
কবি ‘তথাকথিত’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
যথোচিত
Ο খ) 
সুনিশ্চিত
Ο গ) 
অবহেলিত
Ο ঘ) 
মনগড়া

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কত বছর বয়সে কাজী নজরুল অসুস্থ হন?
Ο ক) 
আটত্রিশ বচর বয়সে
Ο খ) 
তেতাল্লিশ বছর বয়সে
Ο গ) 
পঁয়তাল্লিশ বছর বয়সে
Ο ঘ) 
ছিয়াত্তর বছর বয়সে

  সঠিক উত্তর: (খ)

২৮.
ভারতের অসাধ্য সাধন রাজনীতির শিল্পী -
Ο ক) 
ভারতচন্দ্র
Ο খ) 
মহাত্মা গান্ধী
Ο গ) 
ভারতের সেনাবাহিনী
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে’ - এখানে ‘দশ আনা’ শব্দগুচ্ছ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
সমগ্র
Ο খ) 
সিংহভাগ
Ο গ) 
শতভাগ
Ο ঘ) 
আপামর

  সঠিক উত্তর: (খ)

৩০.
ভারতবাসী মহাত্মা গান্ধীর কথা কর্ণপাত করেন -
i. তিনি বুকের রক্ত দিয়েছেন বলে
ii. তাদের সুখ-দুঃখে সাথী হয়েছেন বলে
iii. তাদের জন্য উপোস করেছেন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?
Ο ক) 
নদীর দিকে
Ο খ) 
সরকারি বাসভবনের দিকে
Ο গ) 
ধর্মালয়ের দিকে
Ο ঘ) 
মহাত্মা গান্ধীর

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
তথাকথিত ‘ছোটলোক’ সম্প্রদায়ের অন্তর কীসের মতো?
Ο ক) 
স্ফটিকের
Ο খ) 
কাচের
Ο গ) 
মার্বেলের
Ο ঘ) 
আয়নার

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই -
Ο ক) 
কর্মক্ষেত্রে নেমে কাজ করার
Ο খ) 
আত্মনির্ভরশীল হওয়ার
Ο গ) 
যুগোপযোগী শিক্ষার
Ο ঘ) 
ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের

  সঠিক উত্তর: (ক)

৩৪.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘আভিজাত্য গর্বিত সম্প্রদায়’ - এর প্রতিনিধিত্ব করে -
i. ধনিক শ্রেণি
ii. বণিক শ্রেণি
iii. কুলীন শ্রেণি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
শত শত বছর ধরে চেষ্টা করেও জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কী?
Ο ক) 
অশিক্ষা ও ধর্মীয় গোঁড়ামি
Ο খ) 
অভিজাতদের কথায় কেউ কর্ণপাত করে না
Ο গ) 
ভাগ্যের কাছে অসহায় তাই
Ο ঘ) 
ছোটদের প্রতি উদারতার কারণে

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কবি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে -
Ο ক) 
প্রেমের কবি
Ο খ) 
প্রকৃতির কবি
Ο গ) 
পল্লিকবি
Ο ঘ) 
বিদ্রোহী কবি

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
‘সঙ্কোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে -
Ο ক) 
তথাকথিত ছোটলোকদের
Ο খ) 
ভদ্র সম্প্রদায়ের
Ο গ) 
শিক্ষিত সমাজের
Ο ঘ) 
দেশের শাসকদের

  সঠিক উত্তর: (ক)

৩৮.
‘উপেক্ষিতবোধ জাগিয়ে তোলার বাঁশি’কে এককথায় কী বলা হয়?
Ο ক) 
প্রলয় বাঁশি
Ο খ) 
সুরেলা বাঁশি
Ο গ) 
বোধন বাঁশি
Ο ঘ) 
মরণ বাঁশি

  সঠিক উত্তর: (গ)

৩৯.
জাগো অপশন বন্দি ওঠোরে যত - এ আহবান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?
Ο ক) 
ভদ্রলোকদের
Ο খ) 
নেতৃবৃন্দের
Ο গ) 
ছোটলোকদের
Ο ঘ) 
অহংকারীদের

  সঠিক উত্তর: (গ)

৪০.
‘আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি’ - এই পঙক্তিটির শিষ্ট চলিত রুফ কোনটি?
Ο ক) 
আমরা তাহাদের উপেক্ষা করে আসি
Ο খ) 
আমরা তাদের উপেক্ষা করি
Ο গ) 
আমরা তাদের উপেক্ষা করে আসছি
Ο ঘ) 
আমরা তাদের উপেক্ষা করিয়া আসি

  সঠিক উত্তর: (গ)

৪১.
নজরুল উদ্ধৃত রবীন্দ্রনাথের কবিতায় দেশকে কী বলে সম্বোধন করা হয়েছে?
Ο ক) 
মাতা
Ο খ) 
জননী
Ο গ) 
অভাগা
Ο ঘ) 
দুর্ভাগা

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
কাজী নজরুল ইসলামের রচিত গানের বিখ্যাত সংকলনটি হচ্ছে -
Ο ক) 
মরুভাস্কর
Ο খ) 
লাঙল
Ο গ) 
ধূমকেতু
Ο ঘ) 
বুলবুল

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
গল্প
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
প্রবন্ধ

  সঠিক উত্তর: (খ)

৪৪.
দেশে যুগান্তর সাধনের জন্য দরকার -
Ο ক) 
উপেক্ষিত শক্তির জাগরণ
Ο খ) 
শ্রমের পরিমাণ বৃদ্ধি
Ο গ) 
অভিজাত শ্রেণির কর্মতৎপরতা বৃদ্ধি
Ο ঘ) 
বেশি বেশি কারখানা নির্মাণ

  সঠিক উত্তর: (ক)

৪৫.
দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করতেন -
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) 
মহাত্মা গান্ধী
Ο ঘ) 
রাজা রামমোহন রায়

  সঠিক উত্তর: (গ)

৪৬.
মহাত্মা গান্ধীর সাথে ভারতবাসীর সম্পর্ক ছিল -
Ο ক) 
প্রাণ খুলে মিশবার
Ο খ) 
ঘোড়ার গাড়িতে চড়তে দেওয়ার
Ο গ) 
মাথায় রাজমুকুট পরার
Ο ঘ) 
কলের তৈরি কাপড় পরার

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয়?
Ο ক) 
আত্মার ধর্ম
Ο খ) 
মুসলমানদের ধর্ম
Ο গ) 
নীতি আদর্শের
Ο ঘ) 
সত্যের ধর্ম

  সঠিক উত্তর: (ক)

৪৮.
চির সুখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে? এই কথার সাথে সংগতিপূর্ণ হচ্ছে -
i. এসব বঞ্চিত মানুষের উপেক্ষার আঘাত
ii. বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখ
iii. দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
কাজী নজরুল ইসলামের সমাধি কোথায়?
Ο ক) 
বাংলা একাডেমীতে
Ο খ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায়
Ο গ) 
কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায়
Ο ঘ) 
চুরুলিয়া গ্রামে

  সঠিক উত্তর: (খ)

৫০.
মহাত্মা গান্ধীর ডাকে সবাই ব্যগ্র হয়ে ছুটে যেত কেন?
Ο ক) 
তিনি সাধারণের কাতারে নেমেছিলেন বলে
Ο খ) 
তিনি মানুষকে মুক্তির কথা শোনাতেন বলে
Ο গ) 
তিনি সবাইকে অর্থ সাহায্য দিতেন বলে
Ο ঘ) 
তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন বলে

  সঠিক উত্তর: (ক)

৫১.
কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান?
Ο ক) 
১৯৭৬
Ο খ) 
১৯৭৮
Ο গ) 
১৯৭০
Ο ঘ) 
১৯৭২

  সঠিক উত্তর: (ক)

৫২.
কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৬১
Ο খ) 
১৮৮৫
Ο গ) 
১৮৮০
Ο ঘ) 
১৮৯৯

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
কাজী নজরুল ইসলাম জন্ম কোন জেলায়?
Ο ক) 
আসাম
Ο খ) 
মেদিনিপুর
Ο গ) 
কলকাতা
Ο ঘ) 
বর্ধমান

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
কাজী নজরুল ইসলামের মতে ব্যক্তির সমষ্টি -
Ο ক) 
সমাজ
Ο খ) 
জাতি
Ο গ) 
পরিবার
Ο ঘ) 
রাষ্ট্র

  সঠিক উত্তর: (খ)

৫৫.
আজীজ আল-আমান কোন গ্রন্থটি সম্পাদনা করেন?
Ο ক) 
মধুসূধন রচনাবলী
Ο খ) 
নজরুল রচনাসমগ্র
Ο গ) 
রবীন্দ্র রচনাবলী
Ο ঘ) 
মানিক রচনাসমগ্র

  সঠিক উত্তর: (খ)

৫৬.
কাজী নজরুল ইসলাম বাংলা কোন মাষে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
আষাঢ়
Ο খ) 
শ্রাবণ
Ο গ) 
বৈশাখ
Ο ঘ) 
জ্যৈষ্ঠ

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ভদ্র সম্প্রদায় বুঝতে পারে -
i. দেশের মর্যাদা
ii. জাতির উন্নতি
iii. জাতির দুর্গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ছোটলোকদের প্রাণ কেমন?
Ο ক) 
সরল-মুক্ত-উদার
Ο খ) 
কঠিন-ভক্ত-সংবেদনশীল
Ο গ) 
ক্ষুদ্র-ভক্ত-উদার
Ο ঘ) 
সরল-সংবেদনশীল-কলুষিত

  সঠিক উত্তর: (ক)

৫৯.
কোনটি আত্মার ধর্ম?
Ο ক) 
মানুষকে ভালোবাসা
Ο খ) 
ভেদবৈষম্য করা
Ο গ) 
জ্ঞানচর্চা
Ο ঘ) 
অধিকার আদায় করা

  সঠিক উত্তর: (ক)

৬০.
অত্যাচারের উপেক্ষায় ‘ছোটলোক’ সম্প্রদায় ভুলে যায় তার -
i. মানবিক পরিচয়
ii. অধিকারবোধ
iii. অস্তিত্বের সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?
Ο ক) 
ঘুমন্ত মানুষ
Ο খ) 
সত্যিকার মানুষ
Ο গ) 
দায়িত্ববান মানুষ
Ο ঘ) 
দুর্গত মানুষ

  সঠিক উত্তর: (খ)

৬২.
ভদ্র সমাজের দেশ উন্নয়নের ভাবনা পরিণতি পায় কিসে?
Ο ক) 
কথাতে
Ο খ) 
পরিকল্পনায়
Ο গ) 
আয়োজনে
Ο ঘ) 
বুদ্ধিতে

  সঠিক উত্তর: (ক)

৬৩.
বিশ্বের বুকে একটি জাতিকে মর্যাদাবান করতে যা প্রয়োজন -
i. মনীষীদের অবদান
ii. ঐক্যের উপলব্ধি
iii. অবহেলিতদের সর্বময় ক্ষমতা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
ভদ্রলোকদের চন্ডাল বংশে জন্মগ্রহণের উপমা দিয়ে প্রাবন্ধিক যা ফুটিয়ে তুলেছেন -
i. ব্যথিতের বেদনা
ii. উচিত শাস্তির ইঙ্গিত
iii. মনুষ্যত্বের শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৫.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিতদের উপর আমাদের -
i. শক্তি নির্ভর করে
ii. দশ আনা শক্তি নির্ভর করে
iii. ছয় আনা শক্তি নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
উপেক্ষিত শক্তির বোধন করলে কোনটি ঘটবে?
Ο ক) 
অসাধ্য সাধিত হবে
Ο খ) 
স্বাধীনতা আসবে
Ο গ) 
স্বরাজ কায়েম হবে
Ο ঘ) 
দুর্যোগ কেটে যাবে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
‘অন্ধকারাচ্ছন্ন’ শব্দটির সমার্থক কোনটি?
Ο ক) 
অমিয়াসিক্ত
Ο খ) 
মসীময়
Ο গ) 
মধ্যাসর
Ο ঘ) 
আঁধারমানিক

  সঠিক উত্তর: (খ)

৬৮.
তথাকথিত ছোটলোকদের সাথে সদাচরণ করা উচিত -
i. তাদের পুনর্বাসনের জন্য
ii. সামাজিক বৃহত্তর স্বার্থে
iii. জাতীয় ঐক্যের প্রয়োজনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৯.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মূলকথা কী?
Ο ক) 
সাম্যবাদ
Ο খ) 
সংগ্রাম
Ο গ) 
মানুষের দুঃখের কাহিনী
Ο ঘ) 
মুক্তিযুদ্ধের কথা

  সঠিক উত্তর: (ক)

৭০.
ভারতবাসী এমন করে গান্ধীর ডাকে সাড়া দিয়েছিল কারণ -
i. তাদের আর কেউ এমন করে ডাকেনি
ii. গান্ধী ছিলেন তাদের সুখ-দুঃখের ভাগী
iii. তারা অভাবী গরিব-দুঃখী ছিল সেজন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের শেষ উক্তি কোনটি?
Ο ক) 
কিসের লজ্জা, কিসের ক্লেশ!
Ο খ) 
তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন
Ο গ) 
ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না
Ο ঘ) 
কিসের দুঃখ, কিসের দৈন্য

  সঠিক উত্তর: (ক)

৭২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ভদ্র সম্প্রদায় তথাকথিত ছোট লোকদের কষ্ট দেয় -
i. তাদের আদর করে
ii. তাদের দুর্ভাগ্যের কথা বলে
iii. তাদের ভর্ৎসনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘দশের লাঠি একের বোঝা’ - কথাটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন ভাবসত্যকে ধারণ করে?
Ο ক) 
একার পক্ষে জাতীয় উন্নতি সাধন সম্ভব
Ο খ) 
দশে মিলে কাজ করলে উন্নতি অবশ্যম্ভাবী
Ο গ) 
ক্ষমতাধররা কেবল শোষণই করতে পারে
Ο ঘ) 
বিত্তবানেরা সদা আত্মসুখ সন্ধানেই ব্যস্ত

  সঠিক উত্তর: (খ)

৭৪.
নজরুল ছেলেবেলায় কোন গানের দলে যোগ দেন?
Ο ক) 
লেটো
Ο খ) 
জারি
Ο গ) 
যাত্রা
Ο ঘ) 
বাউল

  সঠিক উত্তর: (ক)

৭৫.
‘মানুষ হইয়া মানুষের পূজা’ যেমন পাপ তেমনি পাপ -
Ο ক) 
মানুষ হইয়া মানুষকে ঘৃণা
Ο খ) 
নিজ স্বার্থ বড় করে দেখা
Ο গ) 
পরের সম্পদ অপহরণ করা
Ο ঘ) 
অপরকে সম্মান দেখানো

  সঠিক উত্তর: (ক)

৭৬.
মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের অপামর জনতাকে সম্মোহিত করেছিল?
Ο ক) 
স্বদেশপ্রেম
Ο খ) 
বুকভরা স্নেহ
Ο গ) 
নির্লোভ মন
Ο ঘ) 
সন্ন্যাসীভাব

  সঠিক উত্তর: (খ)

৭৭.
কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?
Ο ক) 
১৯১৭
Ο খ) 
১৯১৪
Ο গ) 
১৯২৭
Ο ঘ) 
১৯১৯

  সঠিক উত্তর: (ক)

৭৮.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘হতভাগা’ বলা হয়েছে কাদেরকে?
Ο ক) 
শ্রমিকদেরকে
Ο খ) 
বণিকদেরকে
Ο গ) 
অভিজাতদেরকে
Ο ঘ) 
অত্যাচারীদেরকে

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘সিন্ধু-হিন্দোল’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
প্রবন্ধ গ্রন্থ
Ο গ) 
নাটক
Ο ঘ) 
কাব্যগ্রন্থ

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির ভাষারীতি কী?
Ο ক) 
সাধু
Ο খ) 
চলিত
Ο গ) 
আঞ্চলিক
Ο ঘ) 
মিশ্র

  সঠিক উত্তর: (ক)

৮১.
কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগদান করেন -
Ο ক) 
কলকাতায় গিয়ে
Ο খ) 
দিল্লিতে গিয়ে
Ο গ) 
করাচি গিয়ে
Ο ঘ) 
ঢাকায় গিয়ে

  সঠিক উত্তর: (গ)

৮২.
বোধন-বাঁশিতে সুর দেওয়া বলতে বুঝানো হয়েছে -
Ο ক) 
বাঁশি বাজিয়ে মানুষকে সচেতন করা
Ο খ) 
জ্বালাময়ী বক্তৃতা দেওয়া
Ο গ) 
নীতিবোধ জাগ্রত করা
Ο ঘ) 
দৈন্য দূর করা

  সঠিক উত্তর: (গ)

৮৩.
তোমার আমার মা সে তো একই রকম নারী -
একই খেয়ায় আসাযাওয়া একই ঘাটে বাড়ি।�
এ বক্তব্যের প্রতিধ্বনি হলো -
Ο ক) 
তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর
Ο খ) 
তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়
Ο গ) 
হীনজনদের ভাই বলে কোলে টেনে নাও
Ο ঘ) 
বিত্তবানদের গুরুত্ব দাও

  সঠিক উত্তর: (ক)

৮৪.
দুনিয়াতে মানুষ আল্লাহর প্রতিনিধি, এ মানুষকে ঘৃণা করা -
i. স্রষ্টাকে ঘৃণার সামিল
ii. মহাপাপের আয়োজন
iii. নিজ সত্তাটিকে অপমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১১ই বৈশাখ
Ο খ) 
১১ই জ্যৈষ্ঠ
Ο গ) 
২২শে শ্রাবণ
Ο ঘ) 
২২শে আষাঢ়

  সঠিক উত্তর: (খ)

৮৬.
লেখকের মতে আমরা উপেক্ষা করে আসছি -
Ο ক) 
দশ আনা শক্তি ধারকদের
Ο খ) 
তোষামোদকারীদের
Ο গ) 
নিস্তেজদের
Ο ঘ) 
প্রবীণ মৃতপ্রায়দের

  সঠিক উত্তর: (ক)

৮৭.
মহাত্মা গান্ধীর আহবানে অনুপস্থিত -
i. বর্ণভেদ
ii. ধর্মভেদ
iii. জাতিভেদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
দেশে যুগান্তর সাধনের জন্য কোনটি দরকার?
Ο ক) 
অর্থনৈতিক মুক্তি আনয়ন
Ο খ) 
নেতাদের আত্মম্ভরিতা ত্যাগ
Ο গ) 
বিত্তবানদের উদার হওয়া
Ο ঘ) 
উপেক্ষিত শক্তির জাগরণ

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্নবর্ণের লোককে কী বলা হয়?
Ο ক) 
ব্রাহ্মণ
Ο খ) 
ক্ষত্রিয়
Ο গ) 
বৈশ্য
Ο ঘ) 
চন্ডাল

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
জাতির মহাজাগরণ ঘটবে -
i. মা কালীর আরাধনা করলে
ii. ভদ্র সম্প্রদায়ের শুভদৃষ্টির ফলে
iii. ভদ্র সম্প্রদায়ের আত্মোপলব্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯১.
কাজী নজরুল ইসলাম ময়মনসিংহে লেখাপড়া করেন -
Ο ক) 
পুলিশ লাইন হাই স্কুলে
Ο খ) 
হরেকৃষ্ণ হাই স্কুলে
Ο গ) 
মুসলিম হাই স্কুলে
Ο ঘ) 
দরিরামপুর হাই স্কুলে

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) 
সঞ্চিতা
Ο খ) 
রিক্তের বেদন
Ο গ) 
নজরুল রচনাবলী
Ο ঘ) 
দুর্দিনের যাত্রী

  সঠিক উত্তর: (গ)

৯৩.
তথাকথিত ছোটলোকদের বড় পরিচয় কোনটি?
Ο ক) 
তাদের কিছুই নেই
Ο খ) 
নিরহংকার এবং নির্লোভ
Ο গ) 
ভদ্র এবং মার্জিত
Ο ঘ) 
সরল এবং উদার

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
‘বোধন-বাঁশিতে’ সুর দেব -
i. জাতির জাগরণের জন্য
ii. পাপের প্রায়শ্চিত্ত করার জন্য
iii. ভ্রাতৃত্বের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৫.
কাজী নজরুল কী বিশেষণে সমধিক পরিচিত?
Ο ক) 
বিদ্রোহী কবি
Ο খ) 
নাট্যকার
Ο গ) 
গীতিকার
Ο ঘ) 
ঔপন্যাসিক

  সঠিক উত্তর: (ক)

৯৬.
আমাদের ভদ্র সমাজের বড় ত্রুটি কোনটি?
Ο ক) 
উদাসীনতা
Ο খ) 
অকর্মণ্যতা
Ο গ) 
আবেগসর্বস্বতা
Ο ঘ) 
বাকসর্বস্বতা

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় -
Ο ক) 
বাংলাদেশ প্রতিষ্ঠার পর
Ο খ) 
বাংলাদেশ প্রতিষ্ঠার আগে
Ο গ) 
যুদ্ধ চলাকালীন সময়ে
Ο ঘ) 
ভাষা আন্দোলনের সময়

  সঠিক উত্তর: (ক)

৯৮.
আমাদের জাতীয় কবি কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) 
জসীমউদদীন

  সঠিক উত্তর: (খ)

৯৯.
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন -
i. কবিতা ও উপন্যাসে
ii. নাটক ও প্রবন্ধে
iii. ছোটগল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির অন্তর্নিহিত লক্ষ্য কোনটি?
Ο ক) 
উপেক্ষিতদের পরিচয়
Ο খ) 
মহাত্মা গান্ধীর প্রশংসা
Ο গ) 
সাম্যমৈত্রীর বন্দনা
Ο ঘ) 
ভদ্র সম্প্রদায়ের বৈশিষ্ট্য

  সঠিক উত্তর: (গ)

১০১.
কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় কেন?
Ο ক) 
তিনি ধর্মের নামে ভন্ডামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন
Ο খ) 
তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন
Ο গ) 
তিনি সকল কবিতায় বিদ্রোহের সুর অনুরণিত করে তুলেছেন
Ο ঘ) 
তিনি তার রচনায় বিদ্রোহী ভাব উদ্দীপনার বীজ বপণ করেছেন

  সঠিক উত্তর: (খ)

১০২.
ভদ্র সম্প্রদায় কেন নীচদের মাথায় আঘাত করে?
Ο ক) 
ছোটরা তাদের অধিখার দাবি করে সেজন্য
Ο খ) 
ছোটরা বড়দের আক্রমণ করে সেজন্য
Ο গ) 
ছোটরা নির্বোধ সেজন্য
Ο ঘ) 
ছোটদের মন কাঁচের ন্যায় সেজন্য

  সঠিক উত্তর: (ক)

১০৩.
উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিলে কী হবে?
Ο ক) 
বিশ্ব তোমাকে ঠাট্টা করবে
Ο খ) 
বিশ্ব তোমাকে বাহবা দিবে
Ο গ) 
বিশ্ব তোমাকে নমস্কার করবে
Ο ঘ) 
বিশ্ব তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে

  সঠিক উত্তর: (গ)

১০৪.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘ছোটলোকরা’ জন্ম থেকেই অভিজাত শ্রেণির কাছ থেকে -
Ο ক) 
অত্যাচারের শিকার হয়
Ο খ) 
নির্যাতনের শিকার হয়
Ο গ) 
উপেক্ষার শিকার হয়
Ο ঘ) 
সহযোগিতা পেয়ে থাকে

  সঠিক উত্তর: (গ)

১০৫.
ভারতে কে অসাধ্য সাধন করেছিলেন?
Ο ক) 
মমতা ব্যানার্জী
Ο খ) 
মহাত্মা গান্ধী
Ο গ) 
শিব নারায়ণ
Ο ঘ) 
প্রতিভা পাতিল

  সঠিক উত্তর: (খ)

১০৬.
কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন?
Ο ক) 
১৯১৪
Ο খ) 
১৯১৬
Ο গ) 
১৯১৯
Ο ঘ) 
১৯২১

  সঠিক উত্তর: (ক)

১০৭.
আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?
Ο ক) 
মেহনতি মানুষদের প্রতি অবহেলা
Ο খ) 
গণজাগরণের অভাব
Ο গ) 
স্বপ্নরাজ্যে বিচরণ
Ο ঘ) 
ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

  সঠিক উত্তর: (খ)

১০৮.
দেশের দুর্দশা ও জাতির দুর্গতির কথা বুঝতে পারে কারা?
Ο ক) 
শ্রমিক সম্প্রদায়
Ο খ) 
অভিজাত সম্প্রদায়
Ο গ) 
অন্ত্যজ সম্প্রদায়
Ο ঘ) 
চাঁড়াল সম্প্রদায়

  সঠিক উত্তর: (খ)

১০৯.
‘গরিবদের’ ছোটলোক বলে নামকরণ করেছেন -
Ο ক) 
আভিজাত্য-গর্বিত সম্প্রদায়ের লোকেরা
Ο খ) 
এদেশের কবিরা
Ο গ) 
নিম্নশ্রেণির লোকেরা
Ο ঘ) 
দেশের সমাজপতিরা

  সঠিক উত্তর: (ক)

১১০.
‘পোশাক কারখানার মালিক রফিক সাহেব বরাবরই শ্রমিকদের ওপর জুলুম নির্যাতন করে থাকেন।’ এখানে শ্রমিকদের সাথে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে সাদৃশ্য রয়েছে কাদের?
Ο ক) 
ভদ্র সম্প্রদায়ের
Ο খ) 
ছোটলোক সম্প্রদায়ের
Ο গ) 
নিম্নবিত্তদের
Ο ঘ) 
চন্ডালদের

  সঠিক উত্তর: (খ)

১১১.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আত্মা শিহরিয়া ওঠার কথা বলা হয়েছে যে প্রেক্ষিতে -
Ο ক) 
জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে
Ο খ) 
কলুষিত আত্মার কষ্ট বোঝাতে
Ο গ) 
ভদ্রলোকদের চরিত্র বোঝাতে
Ο ঘ) 
জাতির যুগান্তর আনা বোঝাতে

  সঠিক উত্তর: (ক)

১১২.
উপেক্ষিত জনগোষ্ঠীকে উদ্বোধিত করতে প্রয়োজন -
i. জাতপাত ভুলে যাওয়া
ii. ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা
iii. প্রাণে প্রাণে সংযোগ স্থাপন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
‘মরুভাস্কর’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
Ο ক) 
হযরত মুহম্মদ (স) - এর আত্মজীবনীগ্রন্থ
Ο খ) 
মরুভূমির মানুষদের জীবন-ইতিহাস
Ο গ) 
মুরুভূমির যুদ্ধ কাহিনী
Ο ঘ) 
মরুভূমির রূপকাহিনী

  সঠিক উত্তর: (ক)

১১৪.
গণমানুষের ওপর সদাচার করা হয় -
i. সাহচর্য দিলে
ii. ভালোবাসা দিলে
iii. ভেদবুদ্ধি মুছে দিলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
কাজী নজরুল ইসলামের মতে, শ্রমজীবী মানুষদেরকে অবহেলা করার কারণেই আজ আমাদের এই -
Ο ক) 
উন্নয়ন
Ο খ) 
অধঃপতন
Ο গ) 
সহিংসতা
Ο ঘ) 
বৈষম্য

  সঠিক উত্তর: (খ)

১১৬.
কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ হচ্ছে -
i. ছোটলোক বলে অবহেলা
ii. সহজ-সরল জীবনযাপন
iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৭.
ভারতবাসীকে স্নোহর্দ্র বুকে কাছে টেনেছেন -
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
গোথেলে
Ο ঘ) 
মহাত্মা গান্ধী

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?
Ο ক) 
পৃথিবীকে ভেঙে দিতে
Ο খ) 
পৃথিবকে গড়ে তুলতে
Ο গ) 
পৃথিবীর মানুষদের শান্তি দিতে
Ο ঘ) 
বোধন বাঁশিতে সুর দিতে

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করেছে?
Ο ক) 
ছয় আনা
Ο খ) 
আট আনা
Ο গ) 
দশ আনা
Ο ঘ) 
বারো আনা

  সঠিক উত্তর: (গ)

১২০.
কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১২০৪
Ο খ) 
১৩০৪
Ο গ) 
১২০৬
Ο ঘ) 
১৩০৬

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
মহাত্মা গান্ধীর দিকে কারা হা হা করে ছুটেছিল?
Ο ক) 
নিখিল ভারতবাসী
Ο খ) 
ইংরেজরা
Ο গ) 
অভিজাত সম্প্রদায়
Ο ঘ) 
ছোটলোকেরা

  সঠিক উত্তর: (ক)

১২২.
তথাকথিত ছোটলোকদের অন্তর কী রকম?
Ο ক) 
আয়নার মতো ঝলমলে
Ο খ) 
কাঁচের মতো স্বচ্ছ
Ο গ) 
বেদনামুক্ত
Ο ঘ) 
কুটিলতায় ভরা

  সঠিক উত্তর: (খ)

১২৩.
‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
Ο ক) 
ছোটলোক সম্প্রদায়ের
Ο খ) 
জমিদার সম্প্রদায়ের
Ο গ) 
হিন্দু সম্প্রদায়ের
Ο ঘ) 
মুসলিম সম্প্রদাযের

  সঠিক উত্তর: (ক)

১২৪.
মানুষের অধিকারের অন্তর্ভুক্ত নয় -
i. মানুষ হয়ে মানুষকে সাহায্য করা
ii. মানুষ হয়ে মানুষকে উপেক্ষা করা
iii. মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৫.
ভদ্র সম্প্রদায়ের সাথে সংগতি রয়েছে -
i. অর্থবিত্তের
ii. আভিজাত্যের
iii. অন্যায় অবিচারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৬.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আভিজাত্য গৌরব নেই কার?
Ο ক) 
লেখকের
Ο খ) 
পাঠকের
Ο গ) 
তথাকথিত ছোটলোকদের
Ο ঘ) 
মহাত্মা গান্ধীর

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
‘তাহাদেরই মতো দীন বসন পরিয়া’ - এখানে ‘দীন বসন’ কথাটির অর্থ কী?
Ο ক) 
সামরিক পোশাক
Ο খ) 
ধর্মীয় পোশাক
Ο গ) 
গরিবানা পোশাক
Ο ঘ) 
রাষ্ট্রীয় পোশাক

  সঠিক উত্তর: (গ)

১২৮.
‘ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে।’ এখানে যে শ্রেণির কথা ইঙ্গিত করা হয়েছে -
i. শ্রমজীবী
ii. মেহনতি
iii. বুদ্ধিজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৯.
ছোটলোকেরা কোনো বড় কাজ করতে পারে না -
i. বড় লোকদের সহানুভূতির অভাবে
ii. সংকোচ ও জড়তার জন্য
iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
Ο ক) 
নজরুল রচনাসম্ভার প্রথম খন্ড
Ο খ) 
নজরুল রচনাসম্ভার দ্বিতীয় খন্ড
Ο গ) 
নজরুল রচনাসম্ভার তৃতীয় খন্ড
Ο ঘ) 
নজরুল রচনাসম্ভার চতুর্থ খন্ড

  সঠিক উত্তর: (গ)

১৩১.
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
Ο ক) 
অগ্নিবীণা
Ο খ) 
বিষের বাঁশি
Ο গ) 
ছায়ানট
Ο ঘ) 
চক্রবাক

  সঠিক উত্তর: (ক)

১৩২.
‘চন্ডাল’ - এর সাথে সাদৃশ্য রয়েছে -�
i. অন্ত্যজ শ্রেণির
ii. অভিজাত শ্রেণির
iii. শূদ্র শ্রেণির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
উপেক্ষিতরা ভদ্র সমাজের চেষ্টায় অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে -
Ο ক) 
১ দিনে
Ο খ) 
১০ দিনে
Ο গ) 
১০০ দিনে
Ο ঘ) 
১০০০ দিনে

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
খেটে খাওয়া শ্রমজীবীরা নিজেদের ছোট মনে করার কারণ কী?
Ο ক) 
জন্মবধি ঘৃণা, উপেক্ষার শিকার বলে
Ο খ) 
অর্থকড়ি কম বলে
Ο গ) 
শিক্ষা-দীক্ষা নেই বলে
Ο ঘ) 
অন্যের কাজ করে বলে

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
‘চন্ডাল’ দ্বারা বোঝায় -
Ο ক) 
হিন্দু সম্প্রদায়ের উচ্চ বর্ণের লোক
Ο খ) 
হিন্দু সম্প্রদায়ের মধ্যম বর্ণের লোক
Ο গ) 
হিন্দু সম্প্রদায়ের নিম্ন বর্ণের লোক
Ο ঘ) 
হিন্দু সম্প্রদায়ের পূজনীয় লোক

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
কাজী নজরুল ইসলামকে শেষবারের মতো বাংলাদেশে আনা হয় -
Ο ক) 
সুস্থ অবস্থায়
Ο খ) 
অসুস্থ অবস্থায়
Ο গ) 
সৈনিক অবস্থায়
Ο ঘ) 
বাকশক্তি সচল অবস্থায়

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
স্রষ্টা বোঝাতে নজরুল তাঁর প্রবন্ধে কোনটি ব্যবহার করেছেন?
Ο ক) 
পরম আত্মা
Ο খ) 
মহা আত্মা
Ο গ) 
মুক্তি পিয়াসী
Ο ঘ) 
মুক্তিদাতা

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মর্মকথা নিচের কোনটিতে অভিব্যক্ত হয়েছে?
Ο ক) 
যে সহে সে রহে
Ο খ) 
বাহুবলই সেরা বল
Ο গ) 
একতাই বল
Ο ঘ) 
সাম্য সমৃদ্ধি আনে

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
নজরুলের মতে, আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না কেন?
Ο ক) 
বিত্তবানদের ষড়যন্ত্রের কারণে
Ο খ) 
ছোটলোকদেরকে উপেক্ষার কারণে
Ο গ) 
ক্ষমতাশীলদের স্বার্থপরতার কারণে
Ο ঘ) 
কিছু লোকের নিষ্ক্রিয়তার কারণে

  সঠিক উত্তর: (খ)

১৪০.
‘গৃহকর্ত্রীর ভয়ে কাজের মেয়ে সীমা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।’ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি সীমার মধ্যে লক্ষণীয়?
Ο ক) 
নির্যাতনের ভীতি
Ο খ) 
কাজের প্রতি অনীহা
Ο গ) 
সংকোচ জড়তা
Ο ঘ) 
শারীরিক দুর্বলতা

  সঠিক উত্তর: (গ)

১৪১.
নজরুলের কবিতাকে বিশিষ্টটা দান করেছে -
Ο ক) 
বাংলা-উর্দু শব্দের ব্যবহার
Ο খ) 
ইংরেজি ও বাংলার ব্যবহার
Ο গ) 
হিন্দি-সংস্কৃতি শব্দের
Ο ঘ) 
আরবি-ফারসি শব্দের ব্যবহার

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
নজরুল ইসলামের সাহিত্য জীবন শুরু হয় কোথায়?
Ο ক) 
পশ্চিমবঙ্গ
Ο খ) 
করাচি
Ο গ) 
ঢাকা
Ο ঘ) 
মাদ্রাজ

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
‘এস আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই’ - কেন?
Ο ক) 
উপেক্ষিতদের কাছে ক্ষমা চাওয়ার জন্য
Ο খ) 
জাতিকে জাগিয়ে তোলার জন্য
Ο গ) 
দীন বসন পরিধানের জন্য
Ο ঘ) 
ভদ্রলোক হওয়ার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক কী জরুরি মনে করেছেন?
Ο ক) 
সর্বজনীন শিক্ষার সুযোগ
Ο খ) 
কর্মসংস্থানের সুযোগ
Ο গ) 
হাতিয়ার
Ο ঘ) 
জাতীয় ঐক্য

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
‘দৈন্য’ শব্দ দ্বারা বোঝায় -
Ο ক) 
দিবস
Ο খ) 
দিন
Ο গ) 
দীনতা
Ο ঘ) 
হীনতা

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
মহাত্মা গান্ধী কেন উপবাস করেছিলেন?
Ο ক) 
ছোটলোক সম্প্রদায় খেতে পায়নি বলে
Ο খ) 
ভদ্র সম্প্রদায়ের অনুরোধ রক্ষা করতে
Ο গ) 
অপরাধের শাস্তি ভোদ করতে
Ο ঘ) 
দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
নিচের কোনটি প্রবন্ধ নয়?
Ο ক) 
ধূমকেতু
Ο খ) 
দুর্দিনের যাত্রী
Ο গ) 
ঝিলিমিলি
Ο ঘ) 
রাজবন্দীর জবানবন্দিী

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের প্রারম্ভের কবিতাংশটি কার রচনা?
Ο ক) 
জীবনানন্দ দাশের
Ο খ) 
কাজী নজরুল ইসলামের
Ο গ) 
শামসুর রাহমানের
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুরের

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
উপেক্ষিথ ভাইদের জাগিয়ে তোলার মুল সুর -
i. সকল অহংকারের পতন হোক
ii. কিসের দুঃখ, কিসের দৈন্য
iii. কিসের লজ্জা, কিসের ক্লেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) 
সাম্যবাদী মানসিকতা
Ο খ) 
সামাজিক দায়িত্ববোধ
Ο গ) 
রাজনৈতিক মতাদর্শ
Ο ঘ) 
যুদ্ধের মানসিকতা

  সঠিক উত্তর: (ক)

১৫১.
ভদ্র সম্প্রদায়ের দ্বারা সম্ভব নয় -
i. ছোটলোক বলে গালি দেওয়া
ii. বিলাসিতার জীবনযাপন করা
iii. কার্যক্ষেত্রে নেমে কাজ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সাথে সাদৃশ্য বহন করে কোনটি?
Ο ক) 
অর্থনীতি
Ο খ) 
ধর্মনীতি
Ο গ) 
সুশাসন
Ο ঘ) 
মানবতা

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
সরল অন্তর হওয়া সত্ত্বেও তথাকথিত ছোটলোকরা কাজ করতে পারে না -
Ο ক) 
ভদ্র সম্প্রদায়ের অত্যাচাররের কারণে
Ο খ) 
ভদ্র সম্প্রদায়ের প্রতিহিংসা আছে বলে
Ο গ) 
ভদ্রদের সাথে মিশতে চায় না বলে
Ο ঘ) 
নিজেরা ভদ্র হতে চায় না বলে

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
তথাকথিত ছোটলোকদের মহাত্মা গান্ধী কী বলে ডেকেছেন?
Ο ক) 
ভাই
Ο খ) 
অস্পৃশ্য
Ο গ) 
বন্ধু
Ο ঘ) 
ঘৃণ্য

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মোহিত করেছিল?
Ο ক) 
দেশাত্মবোধ
Ο খ) 
মানবতাবোধ
Ο গ) 
সন্ন্যাসী ভাব
Ο ঘ) 
মধুর ভাষণ

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
কীসের কারণে মানুষের মাঝে জড়তা ঢুকে পড়ে?
Ο ক) 
বার বার অবহেলা পেলে
Ο খ) 
উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে
Ο গ) 
স্বচ্ছ কাঁচের মতো মন হলে
Ο ঘ) 
বিদ্রোহের কারণে

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
কোনটি প্রতিষ্ঠার জন্য ছোট-বড়, উঁচু-নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক?
Ο ক) 
ব্যক্তির মর্যাদা
Ο খ) 
উন্নত রাষ্ট্র
Ο গ) 
গণতন্ত্র
Ο ঘ) 
ইসলামি রাষ্ট্র

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?
Ο ক) 
দোলনচাঁপা
Ο খ) 
শিউলিমালা
Ο গ) 
বাঁধনহারা
Ο ঘ) 
ধূমকেতু

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
মহাত্মা গান্ধীর ক্ষেত্রে যা প্রযোজ্য -
i. আভিজাত্যের গৌরব ছিল না
ii. পদ-গৌরবের অহংকার ছিল না
iii. হিন্দু সম্প্রদায়ের প্রতি অধিকতর দরদি ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬০.
একটি মর্যাদাবান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রয়োজন -
Ο ক) 
ধর্মীয় ও জাতিগত বিভেদ
Ο খ) 
উঁচু-নিচুর মধ্যে বৈষম্য
Ο গ) 
শ্রেণিবৈষম্যহীন সমাজ
Ο ঘ) 
চিন্তার মাত্রা বৃদ্ধি

  সঠিক উত্তর: (গ)

১৬১.
নজরুলের মতে আমাদের অধঃপতনের মূল কারণ কোনটি?
Ο ক) 
সততার অভাব
Ο খ) 
স্বচ্ছতার অভাব
Ο গ) 
সাম্যের অভাব
Ο ঘ) 
শ্রদ্ধার অভাব

  সঠিক উত্তর: (গ)

১৬২.
‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখকের জীবন চেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে?
Ο ক) 
বিদ্রোহ
Ο খ) 
সাম্যবোধ
Ο গ) 
জাতীয়তাবোধ
Ο ঘ) 
তারুণ্য

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
Ο ক) 
ফণি-মনসা
Ο খ) 
সন্ধ্যা
Ο গ) 
পদ্মগোখরা
Ο ঘ) 
জিঞ্জীর

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
কাজী নজরুল ইসলাম প্রবন্ধে হতভাগা বলেছেন কাদের?
Ο ক) 
শিক্ষকদের
Ο খ) 
তথাকথিত ‘ছোটলোক’ হিসেবে চিহ্নিতদের
Ο গ) 
আভিজাত্যে গর্বিতদের
Ο ঘ) 
দেশের কবিদের

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ! কবিতাংশটি তোমার পাঠ্য কোন রচনার অন্তর্ভুক্ত?
Ο ক) 
শিক্ষা ও মনুষ্যত্ব
Ο খ) 
বাংলা শব্দ
Ο গ) 
মমতাদি
Ο ঘ) 
উপেক্ষিত শক্তির উদ্বোধন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
‘তোমার উত্থান মাগি, ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়’ - এ উক্তির আলোকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে সমৃদ্ধ ভবিষ্যৎ কার প্রতীক্ষায় আছে?
Ο ক) 
প্রগতিশীল মানুষদের
Ο খ) 
তথাকথিত ভদ্রলোকদের
Ο গ) 
সহমর্মী মানুষদের
Ο ঘ) 
উপেক্ষিত ছোট লোকদের

  সঠিক উত্তর: (ঘ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
মাতাপিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে।।
সকলে সমান মিত্র শত্রু নাহি যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?
১৬৭.
উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাকে ইঙ্গিত করা হয়েছে?
Ο ক) 
চাচাজিকে
Ο খ) 
নেতাজিকে
Ο গ) 
গান্ধীজিকে
Ο ঘ) 
দাদাজিকে

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
নিচের যে কথাটিতে উদ্দীপকের মূল বক্তব্য ফুটে উঠেছে -
i. ‘এস, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই’
ii. মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার, তোমার কি অধিকার আছে
iii. তাহার আভিজাত্য-গৌরব নাই, পদ-গৌরবের অহংকার নাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
উদ্দীপক থেকে আমরা যে অনুপ্রেরণা পাই -
i. সাম্যবাদের
ii. মনুষ্যত্বের
iii. উপেক্ষিত শক্তির উদ্বোধনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন