NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: শিল্পকলার নানা দিক


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: শিল্পকলার নানা দিক


১.
নন্দনতত্ত্বে সুন্দরকে কী করা হয়?
Ο ক) 
বিশ্লেষণ
Ο খ) 
উপলব্ধি
Ο গ) 
বিশ্লেষণ ও উপিলব্ধি
Ο ঘ) 
ধ্বংস

  সঠিক উত্তর: (গ)

২.
স্বাধীনতার অপর নাম-
Ο ক) 
যা খুশি তাই করা
Ο খ) 
অন্যের ইচ্ছামতো কাজ করা
Ο গ) 
বাধ্য হয়ে কাজ করা
Ο ঘ) 
ইচ্ছার বিরুদ্ধে কাজ

  সঠিক উত্তর: (ক)

৩.
প্রয়োজন আর অপ্রায়োজন মিলিয়েই মানুসের কিসের আশা পূরণ হয়?
Ο ক) 
মনের
Ο খ) 
শিল্পকলার
Ο গ) 
সৌন্দর্যের
Ο ঘ) 
আনন্দের

  সঠিক উত্তর: (গ)

৪.
প্রয়োজন পূরণের সাথে কোনটির যোগসূত্র বেশ ঘনিষ্ঠ?
Ο ক) 
শরীরকে
Ο খ) 
বাহিরকে
Ο গ) 
সুন্দরকে
Ο ঘ) 
মনকে

  সঠিক উত্তর: (ঘ)

৫.
ছবি আঁকার ক্ষেত্রে ছোটদের উপযোগী মাধ্যম কোনটি?
Ο ক) 
প্যাস্টেল রং
Ο খ) 
তেল রং
Ο গ) 
ভূষা কালি
Ο ঘ) 
কালি-কলম

  সঠিক উত্তর: (ক)

৬.
আর্কিটেক্‌চারের বাংলা কী?
Ο ক) 
ভাস্কর্য
Ο খ) 
স্থাপত্য
Ο গ) 
স্তম্ভ
Ο ঘ) 
গম্বুজ

  সঠিক উত্তর: (খ)

৭.
‘হাসিয়া’ শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত?
Ο ক) 
কাঠশিল্প
Ο খ) 
মৃৎশিল্প
Ο গ) 
বেত শিল্প
Ο ঘ) 
তাঁত শিল্প

  সঠিক উত্তর: (ক)

৮.
নিচের কোনটি শুদ্ধ বানান?
Ο ক) 
প্যান্ডেল
Ο খ) 
ভাস্কর্য
Ο গ) 
স্থাপত্ব
Ο ঘ) 
সৌন্দর্য

  সঠিক উত্তর: (খ)

৯.
আনন্দকে আমরা যার সাহায্যে উপভোগ করি-
i রূপ-রস
ii. শব্দ-স্পর্শ
iii. রুপ-গন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
বিশ্বের সকল দেশেই কারা ছবি আঁকে?
Ο ক) 
শিশুরা
Ο খ) 
কিশোররা
Ο গ) 
যুবকরা
Ο ঘ) 
বৃদ্ধরা

  সঠিক উত্তর: (ক)

১১.
‘জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ’ কোনটি?
Ο ক) 
আনন্দের প্রকাশ
Ο খ) 
বেদনার প্রকাশ
Ο গ) 
ভাবের প্রকাশ
Ο ঘ) 
ক্ষোবের প্রকাশ

  সঠিক উত্তর: (ক)

১২.
‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
Ο ক) 
পরিশীলিত
Ο খ) 
উজ্জীবিত
Ο গ) 
উচ্ছৃসিত
Ο ঘ) 
আনন্দিত

  সঠিক উত্তর: (ক)

১৩.
শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) 
সংস্কৃতি
Ο খ) 
ব্যবসা
Ο গ) 
ভাষা
Ο ঘ) 
ভাস্কর্য

  সঠিক উত্তর: (ক)

১৪.
সকল শিল্পকলার আছে-
i রূপ ও রস
ii. সুর ও ছন্দ
iii. রং ও গড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) 
উপজাত দ্রব্য
Ο খ) 
সার অংশ
Ο গ) 
আবশ্যক পদার্থ
Ο ঘ) 
মূল বস্তু

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
রবীন্দ্রনাথের গানটিতে ভুবনে কী বইছে?
Ο ক) 
জীবনধারা
Ο খ) 
অশ্রুধারা
Ο গ) 
আনন্দধারা
Ο ঘ) 
ফল্গুধারা

  সঠিক উত্তর: (গ)

১৭.
বাংলাদেশে পুরাকালে শিল্পীরা কোন মাধ্যমে ছবি আঁকত?
Ο ক) 
প্যাস্টেল রং
Ο খ) 
জল রং
Ο গ) 
কালি কলম
Ο ঘ) 
কাঠ কয়লা

  সঠিক উত্তর: (খ)

১৮.
আনন্দকে আমরা বুুঝি-
i রূপ-রস শব্দের সাহায্যে
ii. স্পর্শ-গন্ধের সাহায্যে
iii. ইন্দ্রিয় সকলের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
নকশিকাঁথা দেখলেই-
i. সুন্দর লাগে
ii. প্রয়োজনের কথা মনে পড়ে
iii. প্রয়োজনের কথা মনে পড়ে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২০.
গৃহ বা ভবন নিমার্ণের শিল্পকর্মকে কী বলে?
Ο ক) 
ভাস্ককর্য
Ο খ) 
স্ট্রাকচার
Ο গ) 
নিদানশিল্প
Ο ঘ) 
স্থাপত্য

  সঠিক উত্তর: (ঘ)

২১.
নন্দনতত্ত্ব মানে কী?
Ο ক) 
সুন্দরকে উপভোগ
Ο খ) 
সুন্দরকে বিশ্লেষণ
Ο গ) 
সুন্দরের নিয়ম
Ο ঘ) 
সুন্দরের সাধনা

  সঠিক উত্তর: (খ)

২২.
সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে তাক কী বলা হয়?
Ο ক) 
রূপ
Ο খ) 
রস
Ο গ) 
শিল্প
Ο ঘ) 
প্রেম

  সঠিক উত্তর: (খ)

২৩.
‘শিল্পকলার নানা দিক’ রচনাটির রচয়িতার নাম কী?
Ο ক) 
মুস্তাফা মনোয়ার
Ο খ) 
বিপ্রদাশ বড়ুয়া
Ο গ) 
মমতাজ উদ্‌দীন আহমদ
Ο ঘ) 
শামসুজ্জামান খান

  সঠিক উত্তর: (ক)

২৪.
শুদ্ধ বাবান চিহ্নিত করো-
Ο ক) 
ইন্দ্রীয়
Ο খ) 
স্পর্শ
Ο গ) 
সংগিত
Ο ঘ) 
ভূবন

  সঠিক উত্তর: (খ)

২৫.
সব সুন্দর সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম কী?
Ο ক) 
স্বাধীনতা
Ο খ) 
পরাধীনতা
Ο গ) 
সৌন্দর্য
Ο ঘ) 
ঐতিহ্য

  সঠিক উত্তর: (ক)

২৬.
আমাদের দেশের প্রাচীন পোড়ামাটির ভাস্কর্ষ ছিল-
Ο ক) 
নিম্নমানের
Ο খ) 
কর্দম রুচির
Ο গ) 
বেশ বিখ্যাত
Ο ঘ) 
চলনসই মাপের

  সঠিক উত্তর: (গ)

২৭.
সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) 
উপজাত দ্রব্য
Ο খ) 
সার অংশ
Ο গ) 
আবশ্যক পদার্থ
Ο ঘ) 
মূলবস্তু

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
সকলের পক্ষে অপরিহার্য কোনটি?
Ο ক) 
শিল্পকলা চর্চা
Ο খ) 
স্থাপত্য বিদ্যা চর্চা
Ο গ) 
ভাস্কর্য নির্মাণ কলা শিক্ষা
Ο ঘ) 
ছবি আঁকা অনুশীলন

  সঠিক উত্তর: (ক)

২৯.
বর্তমানে জলরঙের ছবি অঙ্কিত হয়-
Ο ক) 
কাপড়ে
Ο খ) 
খেজুর পাতায়
Ο গ) 
কলাপাতায়
Ο ঘ) 
কাগজে

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক উপস্থাপন করেছেন-
i সৃষ্টি শীলতা
ii. সৌন্দর্যবোধ
iii. মৌলিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
ছবি আঁকার মাধ্যমে হিসেবে শিশুদের জন্য সহজ হয়-
i. তেলমিশ্রিত রং
ii. প্যাস্টেল রং
iii. জল রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩২.
গতি বা ছন্দ, রঙ, রেখা ইত্যাদির মিলনে হয়-
Ο ক) 
দালানকোঠা
Ο খ) 
ছবি বা ভাস্কর্য
Ο গ) 
সংগীতের সুর
Ο ঘ) 
প্রকৃতি

  সঠিক উত্তর: (খ)

৩৩.
‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী হবে-
i চিত্রকলা
ii. খেলাধুলা
iii. ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি?
Ο ক) 
কাগজ ও কালি
Ο খ) 
কালি ও কলম
Ο গ) 
জল রঙ ও কাগজ
Ο ঘ) 
প্যাস্টেল রঙ ও কাগজ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে কোনটি সৃষ্টি হবে?
Ο ক) 
সৌন্দর্যবোধ
Ο খ) 
রুচিবোধ
Ο গ) 
অনুপ্রেরণা
Ο ঘ) 
রসবোধ

  সঠিক উত্তর: (ক)

৩৬.
বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকত?
Ο ক) 
চক
Ο খ) 
পেন্সিল
Ο গ) 
কলম
Ο ঘ) 
জল রঙ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ঘরে অসংগত আগুন লাগালে কী হবে?
Ο ক) 
ঘর আলোকিত হবে
Ο খ) 
ঘরের মশা মাছি দূর হবে
Ο গ) 
ঘরের অলক্ষ্মী যাবে
Ο ঘ) 
ঘর পুড়ে ছারখার হবে

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
গৃহ বা ভবনাদি নির্মাণের কাজকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) 
স্থাপতি
Ο খ) 
স্থাপত্য
Ο গ) 
ভাস্কর্য
Ο ঘ) 
ভাস্কর

  সঠিক উত্তর: (খ)

৩৯.
শিল্পকলার কোন অর্থ আমরা বুঝতে সমর্থ হই?
Ο ক) 
পূর্ণাঙ্গ
Ο খ) 
অস্পস্ট
Ο গ) 
রূপক
Ο ঘ) 
স্পষ্ট

  সঠিক উত্তর: (খ)

৪০.
শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) 
সংস্কৃতি
Ο খ) 
ব্যবসা
Ο গ) 
ভাষা
Ο ঘ) 
ভাস্কর্য

  সঠিক উত্তর: (ক)

৪১.
মুস্তাফা মনোয়ারের জন্মতারিখ কোনটি?
Ο ক) 
১লা সেপ্টেম্বর
Ο খ) 
১লা অক্টোবর
Ο গ) 
১লা নভেম্বর
Ο ঘ) 
১লা ডিসেম্বর

  সঠিক উত্তর: (ক)

৪২.
নিচের কোনটি পরিবেশনা শিল্পকলা?
Ο ক) 
স্থাপত্য
Ο খ) 
সাহিত্য
Ο গ) 
সংগীত
Ο ঘ) 
চিত্র

  সঠিক উত্তর: (গ)

৪৩.
শিল্পকলাকে সাজাবার জন্য কী রয়েছে?
Ο ক) 
নির্দিষ্ট বই
Ο খ) 
সুবিন্যস্ত নিয়ম
Ο গ) 
সরকারি আইন
Ο ঘ) 
দক্ষ প্রশিক্ষক

  সঠিক উত্তর: (খ)

৪৪.
ছবি আঁকা মানে-
Ο ক) 
লেখা শেখা
Ο খ) 
পড়া শেখা
Ο গ) 
দেখা শেখা
Ο ঘ) 
শেখা দেখা

  সঠিক উত্তর: (গ)

৪৫.
মানুসের মনের আনন্দের ফলে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) 
শিল্পকর্ম
Ο খ) 
স্বাধীনতা
Ο গ) 
সৌন্দর্য
Ο ঘ) 
বুদ্ধি

  সঠিক উত্তর: (ক)

৪৬.
শিল্পকলা চর্চা সকলের পক্ষে কী?
Ο ক) 
গুরুত্বপূর্ণ
Ο খ) 
তাৎপর্যপূর্ণ
Ο গ) 
কর্তব্য
Ο ঘ) 
অপরিহার্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন কোথায় আছে?
Ο ক) 
চিত্রকলায়
Ο খ) 
আলো-ছায়ায়
Ο গ) 
পুরাতন পুঁথিতে
Ο ঘ) 
মাটির ভাস্কর্যে

  সঠিক উত্তর: (গ)

৪৮.
মুস্তাফা মনোয়ারের সম্পর্কে বলা যায়-
i. বিশিষ্ট নৃত্য পরিকল্পনাকারী
ii. সংগীত পরিচালক
iii. বিশিষ্ট অভিনেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘আনন্দধারা বহিছে ভুবনে’-গানটি কার রচনা?
Ο ক) 
লালন শাহ
Ο খ) 
গোলাম মেস্তাফা
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
মুস্তফা মনোয়ার

  সঠিক উত্তর: (গ)

৫০.
প্রয়োজন মিটানোর পাশাপাপশি বস্তুকে হতে হয়-
Ο ক) 
আধুনিক
Ο খ) 
টেকসই
Ο গ) 
সুন্দর
Ο ঘ) 
হালকা

  সঠিক উত্তর: (গ)

৫১.
মানুষ যখনর আনন্দ পায় তখন নানারূপে সে কাকে প্রকাশ করতে চায়?
Ο ক) 
ইন্দ্রিয়কে
Ο খ) 
মনকে
Ο গ) 
শিল্পকে
Ο ঘ) 
রসকে

  সঠিক উত্তর: (খ)

৫২.
মুস্তাফা মনোয়ার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
গাজীপুর
Ο খ) 
মেহেরপুর
Ο গ) 
ঝিনাইদহ
Ο ঘ) 
গাইবান্ধা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
মুস্তাফা মনোয়ার দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের কী নির্মাতা ছিলেন?
Ο ক) 
মাসকট
Ο খ) 
নৃত্য
Ο গ) 
সংগীত
Ο ঘ) 
পাপেট

  সঠিক উত্তর: (ক)

৫৪.
‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের মূল বক্তব্য কোনটি?
Ο ক) 
শিল্পকলার সৌন্দর্য
Ο খ) 
আনন্দ ধারার ভুবনান
Ο গ) 
সৌপঠবের গুরুত্ব
Ο ঘ) 
সুন্দরের বন্দনা

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
শিল্পকলা সাজানোর নিয়মটি কোন ধরনের?
Ο ক) 
অস্পষ্ট
Ο খ) 
বিশৃঙ্খল
Ο গ) 
অনিয়মিত
Ο ঘ) 
সুবিন্যস্ত

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
মুস্তাফা মনোয়ার হলেন একজন-
Ο ক) 
চিত্রশিল্পী
Ο খ) 
ভাস্কর্যশিল্পী
Ο গ) 
স্থাপত্যশিল্পী
Ο ঘ) 
কারুশিল্পী

  সঠিক উত্তর: (ক)

৫৭.
শিল্পচর্চা করা সকলের পক্ষে-
Ο ক) 
অনাবশ্যক
Ο খ) 
অপরিহার্য
Ο গ) 
অতিমাত্রিক
Ο ঘ) 
অসম্ভব

  সঠিক উত্তর: (খ)

৫৮.
‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
Ο ক) 
পরিশীলিত
Ο খ) 
উজ্জীবিত
Ο গ) 
উচ্ছ্বসিত
Ο ঘ) 
আনন্দতি

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে’ কথাটি কাদের?
Ο ক) 
সকল গবেষকের
Ο খ) 
সকল শিল্পীর
Ο গ) 
সকল জ্ঞানীর
Ο ঘ) 
সকল মূর্খের

  সঠিক উত্তর: (গ)

৬০.
শিল্পকলায় আছে-
i রূপ-ছন্দ-সুর-রঙ
ii. বিশেষ গড়ন
iii. সুবিন্যস্ত নিয়ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
সুন্দরের ধর্মবৈশিষ্ট্য হলো তা-
i. সকলকে আনন্দ দেয়
ii. সকলকে খুশি করে
iii. সকলকে অখুশি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

৬২.
ছোটদের জ্যে কোনটির ব্যবহার সহজ?
Ο ক) 
প্যাস্টেল ও জল রঙ
Ο খ) 
কালি-কলম
Ο গ) 
তেলমিশ্রিত রঙ
Ο ঘ) 
জল রঙ

  সঠিক উত্তর: (ক)

৬৩.
ভাস্কর্যের গড়ন বানানো হয়-
i শক্ত পাথর কেটে
ii. নরম মাটি দিয়ে
iii. ছাঁচে গরিত মেটাল ঢেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
মানুষের আনন্দ কী রূপে প্রকাশিত হয়?
Ο ক) 
বিচ্ছিন্ন রূপে
Ο খ) 
খন্ডিত রূপে
Ο গ) 
নানা রূপে
Ο ঘ) 
আংশিক রূপে

  সঠিক উত্তর: (গ)

৬৫.
সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
Ο ক) 
জ্ঞানতত্ত্ব
Ο খ) 
নন্দনতত্ত্ব
Ο গ) 
শিল্পকলা
Ο ঘ) 
চিত্রকলা

  সঠিক উত্তর: (খ)

৬৬.
ছোটরা দেখে শিখে-
i প্রকৃতি থেকে
ii. পরিবার থেকে
iii. সমাজ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
শিল্পকলার অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. নৃত্যকলা ও সংগীতশাস্ত্র
ii. সাহিত্যশিল্প ও চিত্রকলা
iii. ভাস্কর্য ও স্তাপত্যশিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
সব শিল্পকর্মের সৃষ্টি প্রক্রিয়ার কয়েকটি কী থাকে?
Ο ক) 
উপকরণ
Ο খ) 
উপজাত
Ο গ) 
মাধ্যম
Ο ঘ) 
ধরন-ধারণ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
চিত্রকলার মাধ্যম কোনটি?
Ο ক) 
কারি-কলম
Ο খ) 
ক্যামেরা
Ο গ) 
কল্পনা
Ο ঘ) 
পাথর

  সঠিক উত্তর: (ক)

৭০.
চিত্রকলার মাধ্যমে-
i কালি-কলম
ii. জল রং
iii. সমাজ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
‘ভুবন’ শব্দটির অর্থ কোনটি?
Ο ক) 
জগৎ
Ο খ) 
প্রকৃতি
Ο গ) 
মৃত্তিকা
Ο ঘ) 
ভাস্কর্য

  সঠিক উত্তর: (ক)

৭২.
ভাস্কর্যকে ইংরেজিতে কী বলা হয়?
Ο ক) 
স্কাল্পচার
Ο খ) 
মনুমেন্ট
Ο গ) 
আর্কিটেকচার
Ο ঘ) 
কালচার

  সঠিক উত্তর: (ক)

৭৩.
শিল্পকলার অন্তর্ভুক্ত হলো-
i চিত্রকলা
ii. ভাস্কর্য
iii. নাচ-গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
কোনটির মধ্য দিয়ে একটি দেশ ও দেশের মানুষকে জানা যায়?
Ο ক) 
শিল্পকলাচর্চা
Ο খ) 
সাহিত্যচর্চা
Ο গ) 
বিজ্ঞানচর্চা
Ο ঘ) 
চিত্রকলাচর্চা

  সঠিক উত্তর: (ক)

৭৫.
‘গড়ন’ বলতে যা বোঝায় তা হলো-
i আকার
ii. আকৃতি
iii. রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
আনন্দ প্রকাশ কিসের প্রতীক?
Ο ক) 
সরলতার
Ο খ) 
আত্মার
Ο গ) 
জীবনীশক্তির
Ο ঘ) 
স্নিগ্ধতার

  সঠিক উত্তর: (গ)

৭৭.
প্রয়োজন মিটানোর পাশাপাশি বস্তুকে হতে হয়-
Ο ক) 
আধুনিক
Ο খ) 
টেকসই
Ο গ) 
সুন্দর
Ο ঘ) 
মানানসই

  সঠিক উত্তর: (গ)

৭৮.
সব সুন্দরের সৃষ্টির রূপের নাম-
Ο ক) 
স্বাধীনতা
Ο খ) 
আনুষ্ঠানিকতা
Ο গ) 
উদারতা
Ο ঘ) 
স্বয়ংক্রিয়তা

  সঠিক উত্তর: (ক)

৭৯.
স্থাপত্যকলার ইংরেজি পরিভাষা কোনটি?
Ο ক) 
কোরিওগ্রাফি
Ο খ) 
আর্কিটেকচার
Ο গ) 
স্কালল্‌প্‌চার
Ο ঘ) 
স্ট্রাকচার

  সঠিক উত্তর: (খ)

৮০.
সব সুন্দরই সরাসরি কীসের বাইরে অবস্থান করে?
Ο ক) 
আঙ্গিনার
Ο খ) 
পৃথিবীর
Ο গ) 
ধরা-ছোঁয়ার
Ο ঘ) 
প্রয়োজনের

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
বিশ্বের সব দেশে কাদেরকে ছবি আঁকতে দেখা যায়?
Ο ক) 
বয়স্কদের
Ο খ) 
মহিলাদের
Ο গ) 
পুরুষ যুবাদের
Ο ঘ) 
শিশুদের

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে তাকে কী বলে?
Ο ক) 
সুন্দরের নিয়ম
Ο খ) 
স্বেচ্ছাচার
Ο গ) 
সুন্দর
Ο ঘ) 
স্বাধীনতা

  সঠিক উত্তর: (গ)

৮৩.
বাংলাদেশের লোকশিল্পের একটি সমৃদ্ধ শাখার নাম হলো-
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
ছাইদানি
Ο গ) 
চাদর
Ο ঘ) 
খড়ম

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মুস্তাফা মনোয়ার কর্মজীবনে দায়িত্ব পালন করেন-
i. বাংলাদেশ টেলিভিশনে
ii. বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে
iii. ঢাকায় চারুকলা কলেজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
কোনো জিনিসের মাধ্যমে শুধু প্রয়োজন মিটলেই মানুষ কুশি হয় না জিনিসটিকে একইসাথে-
Ο ক) 
দামি হতে হয়
Ο খ) 
সুন্দর হতে হয়
Ο গ) 
দামি ও সুন্দর হতে হয়
Ο ঘ) 
দুর্লভ হতে হয়

  সঠিক উত্তর: (খ)

৮৬.
মুস্তাফা মনোয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মনোহরপুর
Ο খ) 
সাগরদাঁড়ি
Ο গ) 
ছেউরিয়া
Ο ঘ) 
বাড়িখাল

  সঠিক উত্তর: (ক)

৮৭.
‘ভবন’ শব্দের অর্থ কী?
Ο ক) 
পৃথিবী
Ο খ) 
মহাকাশ
Ο গ) 
জলাধার
Ο ঘ) 
ভাবনা

  সঠিক উত্তর: (ক)

৮৮.
শিশুদের কী বিকাশে নতুন কুঁড়ি অনুষ্ঠানটি প্রচারিত হয়?
Ο ক) 
মেধা
Ο খ) 
দক্ষতা
Ο গ) 
প্রতিভা
Ο ঘ) 
সৌন্দর্য

  সঠিক উত্তর: (গ)

৮৯.
সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
Ο ক) 
জ্ঞানতত্ত্ব
Ο খ) 
নন্দনতত্ত্ব
Ο গ) 
শিল্পকলা
Ο ঘ) 
চিত্রকলা

  সঠিক উত্তর: (খ)

৯০.
মুস্তাফা মনোয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মনোহরপুর
Ο খ) 
সাগরদাঁড়ি
Ο গ) 
ছেউরিয়া
Ο ঘ) 
রাড়িখাল

  সঠিক উত্তর: (ক)

৯১.
ইংরেজি sculpture শব্দটি দ্বারা কোন শিল্পকর্মটিকে বোঝানো হয়?
Ο ক) 
ভাস্কর্য
Ο খ) 
স্থাপত্য
Ο গ) 
চিত্রকলা
Ο ঘ) 
নন্দনতত্ত্ব

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
মামুদ মিয়া বেকার
তাই বলে কী সাধ নাই তার বিশ্ব ঘুরে দেখার?
আসলে পরে চেকার
বললে হেসে মামুদ মিয়া, ‘ট্রেন কি তোমার একার?’
৯২.
উদ্দীপকে কোন কবিতার ভাবধারা ফুঠে উঠেছে?
Ο ক) 
বঙ্গভূমির প্রতি
Ο খ) 
দুই বিঘা জমি
Ο গ) 
আবার আসিব ফিরে
Ο ঘ) 
নদীর স্বপ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
ভাবটি হলো-
i. দেশপ্রেম
ii. প্রকৃতি সন্ধান
iii. ভ্রমণবিলাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন