NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২৫: পদ্য - বৃষ্টি


 
এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২৫: পদ্য - বৃষ্টি


১.
ফররুখ আহমদ স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন -
i. দর্শনের
ii. ইংরেজির
iii. বাংলার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২.
‘বৃষ্টি’ কবিতাটি কতটি স্তবকে রচিত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩.
কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে?
Ο ক) 
আবাদি জমি
Ο খ) 
নদী
Ο গ) 
বিস্তৃত মাঠ
Ο ঘ) 
দগ্ধ ধানক্ষেত

  সঠিক উত্তর: (খ)

৪.
“ফররুখ আহমদের পিতার নাম সৈয়দ হাতেম আলী।” - এ পঙক্তিতে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
খান বংশীয়
Ο খ) 
ভূঁইয়া বংশীয়
Ο গ) 
সৈয়দ বংশীয়
Ο ঘ) 
শেখ বংশীয়

  সঠিক উত্তর: (গ)

৫.
তৃষিত বন জেগে উঠেছে কেন?
Ο ক) 
বর্ষণের সুর শুনে
Ο খ) 
বিদগ্ধ আকাশ দেখে
Ο গ) 
বৃষ্টির প্রতীক্ষা করে
Ο ঘ) 
পুবের হাওয়ায় ভেসে

  সঠিক উত্তর: (ক)

৬.
বিদগ্ধ আকাশ, মাঠ বলতে বোঝায় -
i. রৌদ্র ঝলসিত আকাশ ও মাটি
ii. রৌদ্রে পুষ্ট আকাশ ও মাঠ
iii. রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭.
নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?
Ο ক) 
বন্যা
Ο খ) 
ঝড়
Ο গ) 
মেঘ
Ο ঘ) 
মাটি

  সঠিক উত্তর: (ক)

৮.
‘সওয়ার’ অর্থ কী?
Ο ক) 
আরোহণ করা
Ο খ) 
আরোহী
Ο গ) 
নৌকা
Ο ঘ) 
পালকি

  সঠিক উত্তর: (খ)

৯.
‘আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে’ - পঙক্তিটি কীভাবে ‘বৃষ্টি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ -
Ο ক) 
বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করছে বলে
Ο খ) 
বৃষ্টির আগমনের আনন্দ প্রকাশ করছে বলে
Ο গ) 
বৃষ্টির স্নিগ্ধ সৌন্দর্যকে প্রকাশ করছে বলে
Ο ঘ) 
বৃষ্টির দিনের সংবেদনশীলতাকে প্রকাশ করেছে বলে

  সঠিক উত্তর: (ক)

১০.
পদ্মা-মেঘনা কী?
Ο ক) 
বাংলাদেশের দুটি রণতরী
Ο খ) 
দুটি রাষ্ট্রীয় অতিথিশালা
Ο গ) 
দুটি বাণিজ্যিক জাহাজ
Ο ঘ) 
বাংলাদেশের দুটি প্রধান নদী

  সঠিক উত্তর: (ঘ)

১১.
‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
ফররুখ আহমদ
Ο গ) 
গোলাম মোস্তফা
Ο ঘ) 
সৈয়দ আলী আহসান

  সঠিক উত্তর: (খ)

১২.
‘বৃষ্টি’ কবিতার রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
জসীমউদদীন
Ο গ) 
ফররুম আহমদ
Ο ঘ) 
আহসান হাবীব

  সঠিক উত্তর: (গ)

১৩.
কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) 
কন্যার
Ο খ) 
পরি
Ο গ) 
আলোর
Ο ঘ) 
বৃষ্টির

  সঠিক উত্তর: (খ)

১৪.
রুক্ষ মাঠ ও অাসমান কীসের সুর শোনে?
Ο ক) 
মেঘের
Ο খ) 
বর্ষণের
Ο গ) 
বিদ্যুৎ চমকানোর
Ο ঘ) 
চাতকের

  সঠিক উত্তর: (খ)

১৫.
তৃষিত বনের সাথে কী জেগে ওঠে?
Ο ক) 
তৃষাতপ্ত মন
Ο খ) 
তৃষাতপ্ত পথিক
Ο গ) 
গৌরবের ফসল
Ο ঘ) 
তৃষ্ণার্ত মাটি

  সঠিক উত্তর: (ক)

১৬.
রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন’ - কোন কবিতার চরণ?
Ο ক) 
জীবন সঙ্গীত
Ο খ) 
বৃষ্টি
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
সুখের লাগিয়া

  সঠিক উত্তর: (খ)

১৭.
‘সিরাজাম মুনীরা’ গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
আহসান হাবীব
Ο গ) 
ফররুখ আহমদ
Ο ঘ) 
কামাল চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

১৮.
‘বৃষ্টি’ কবিতাটি শুরু এবং শেষ হয়েছে -
i. শুরু হয়েছে প্রতীক্ষিত বৃষ্টির আগমন দিয়ে
ii. শেষ হয়েছে বৃষ্টির যশগাথা গেয়ে
iii. শেষ হয়েছে প্রকৃতির সাথে মানুষের রসসিক্ততা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৯.
বহু প্রতীক্ষিত বৃষ্টি! কারণ বৃষ্টি -
i. প্রাণের স্পন্দন নিয়ে আসে
ii. বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে
iii. প্রকৃতির রুক্ষতা দূর করে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘বর্ষণমুখর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে -
i. স্থিরতার
ii. প্রবহমানতার
iii. জলাবদ্ধতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১.
‘অরণ্য’ শব্দ বলতে কী বোঝ?
Ο ক) 
ক্ষেত
Ο খ) 
গাছ
Ο গ) 
সৌন্দর্য
Ο ঘ) 
বন

  সঠিক উত্তর: (ঘ)

২২.
‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
রোদে পুষ্ট ধানক্ষেত
Ο খ) 
রোদে স্বর্ণালিবরণ ধানক্ষেত
Ο গ) 
রোদে পাকানো ধানক্ষেত
Ο ঘ) 
রোদে ঝলসিত ধানক্ষেত

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
‘বৃষ্টি’ কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে?
Ο ক) 
ধান
Ο খ) 
পাট
Ο গ) 
সরিষা
Ο ঘ) 
তিল

  সঠিক উত্তর: (ক)

২৪.
বর্ষার সময় নদীর দু ধারে কী দেখা যায়?
Ο ক) 
প্লাবন
Ο খ) 
বিদ্যুৎচমক
Ο গ) 
ফাটল
Ο ঘ) 
ভাটা

  সঠিক উত্তর: (ক)

২৫.
নদীর ফাটলে বন্যা কী আনে?
Ο ক) 
প্লাবন
Ο খ) 
জলোচ্ছ্বাস
Ο গ) 
জীবন ও ফসলের ক্ষতি
Ο ঘ) 
পূর্ণ প্রাণের জোয়ার

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
নিচের কোন কাব্যগ্রন্থগুলো কবি ফররুখ আহমদের?
Ο ক) 
অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক
Ο খ) 
রাখালী, বালুচর, বোবা কাহিনী
Ο গ) 
নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা
Ο ঘ) 
সাঁঝের মায়া, মায়াকাজল, উদাত্ত পৃথিবী

  সঠিক উত্তর: (গ)

২৭.
কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আসে?
Ο ক) 
সাগরের পাড়ে
Ο খ) 
নদীর ফাটলে
Ο গ) 
নদীর পাড়ে
Ο ঘ) 
বিলের পাড়ে

  সঠিক উত্তর: (খ)

২৮.
‘ধানক্ষেত’ - এর সাথে সম্পর্কযুক্ত হলো -
i. কৃষকের
ii. লাঙলের
iii. জলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান?
Ο ক) 
আদমজী পুরস্কার
Ο খ) 
একুশে স্বর্ণপদক
Ο গ) 
বাংলা একাডেমী পুরস্কার
Ο ঘ) 
নাসির উদ্দিন স্বর্ণপদক

  সঠিক উত্তর: (খ)

৩০.
ফররুখ আহমদ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মাগুরা
Ο খ) 
বগুড়া
Ο গ) 
সাতক্ষীরা
Ο ঘ) 
কুষ্টিয়া

  সঠিক উত্তর: (ক)

৩১.
পদ্মা-মেঘনার দুপাশে আবাদি গ্রাম বলতে বোঝায় -
i. নদীমাতৃক বাংলাদেশ
ii. নদীতীরবর্তী গ্রাম-প্রান্তর
iii. নানা নৌবন্দর, গঞ্জ ও হাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
বিস্মৃত দিন কী অবস্থায় পড়ে আছে?
Ο ক) 
নিঃসঙ্গ নির্জন
Ο খ) 
রুক্ষ বিষন্ন
Ο গ) 
রৌদ্র-দগ্ধ
Ο ঘ) 
বিষন্ন মেদুর

  সঠিক উত্তর: (ক)

৩৩.
তৃষাতপ্ত মনের পাড়ি দেওয়া পথ-প্রান্তরের যে চিত্র ‘বৃষ্টি’ কবিতায় ফুটে উঠেছে তা কেমন?
Ο ক) 
বর্ণিল
Ο খ) 
রোমাঞ্চকর
Ο গ) 
বন্ধুর
Ο ঘ) 
বঙ্কিম

  সঠিক উত্তর: (গ)

৩৪.
দিক দিগন্তের পথে বিদ্যুতের কী দেখা যায়?
Ο ক) 
প্রাণের জোয়ার
Ο খ) 
অপরূপ আভা
Ο গ) 
স্নিগ্ধ কোমলতা
Ο ঘ) 
তৃষ্ণাতপ্ত মন

  সঠিক উত্তর: (খ)

৩৫.
‘বিষন্ন মেদুর’ শব্দটি দ্বারা ‘বৃষ্টি’ কবিতায় কী বোঝানো হয়েছে?
Ο ক) 
হতাশা
Ο খ) 
অবসাদ
Ο গ) 
স্নিগ্ধ কোমল
Ο ঘ) 
তৃষাতপ্ত মন

  সঠিক উত্তর: (গ)

৩৬.
বর্ষণমুখর দিনে তৃষ্ণাতপ্ত মন জেগে উঠছে কেন?
Ο ক) 
বিষন্ন মেদুর হয়ে
Ο খ) 
বর্ষণের সুর শুনে
Ο গ) 
পুবের হাওয়ায় ভেসে
Ο ঘ) 
বিগদ্ধ আকাশ দেখে

  সঠিক উত্তর: (খ)

৩৭.
কোন সময়ের মেঘ বিষন্নমেদুর?
Ο ক) 
বর্ষার
Ο খ) 
শরতের
Ο গ) 
হেমন্তের
Ο ঘ) 
কালবৈশাখীর

  সঠিক উত্তর: (ক)

৩৮.
“১৯৪৭ সালের ১৯শে অক্টোবর কবি ফররুখ আহমদ পরলোকগমন করেন।” - এ বক্তব্যে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
উনিশ শতকের শেষ ধাপ
Ο খ) 
বিশ শতকের শেষ ধাপ
Ο গ) 
বিশ শতকের মাঝামাঝি
Ο ঘ) 
বিশ শতকের শেষ ধাপ

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
বৃষ্টিতে প্রাণ জুড়ায় কী?
Ο ক) 
রুক্ষ মাটি
Ο খ) 
ধানের শীষ
Ο গ) 
আমের মুকুল
Ο ঘ) 
বর্ষার ফুল

  সঠিক উত্তর: (ক)

৪০.
‘বৃষ্টি’ কবিতার কবির বিস্মৃত দিন কেমন?
Ο ক) 
বর্ণিল ও বৈচিত্র‌্যময়
Ο খ) 
সুখে-দুঃখে ভরা
Ο গ) 
সুখ স্বাচ্ছন্দ্যময়
Ο ঘ) 
নিঃসঙ্গ নির্জন

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত নিঃসঙ্গ নিজন হলো -
i. বিস্মৃত দিন
ii. অতীত দিন
iii. হারানো দিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
ফররুখ আহমদ কোন দুটি বিষয়ে অনার্সে ভর্তি হন?
Ο ক) 
পদার্থ ও রসায়ন
Ο খ) 
পদার্থ ও গণিত
Ο গ) 
দর্শন ও ইংরেজি
Ο ঘ) 
বাংলা ও ভাষাতত্ত্ব

  সঠিক উত্তর: (গ)

৪৩.
‘বৃষ্টি’ কবিতায় ‘বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে’ বলা হয় কেন?
Ο ক) 
মেঘেদের সাজপোশাক পরেছে বলে
Ο খ) 
মেঘেদের আড়ালে ঢাকা পড়ছে বলে
Ο গ) 
মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে
Ο ঘ) 
মেঘে মেঘে প্রাণের জোয়ার আনছে বলে

  সঠিক উত্তর: (গ)

৪৪.
‘তৃষিত’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
প্রতীক্ষিত
Ο খ) 
পিপাসার্ত
Ο গ) 
ভোগেচ্ছুক
Ο ঘ) 
কাম্য

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বৃষ্টি একাকী জীবনে বাড়ায় -
Ο ক) 
বিড়ম্বনা
Ο খ) 
বিরহ
Ο গ) 
বিরক্তি
Ο ঘ) 
বিশ্বাস

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘দিকদিগন্তের পথে অপরূপ আভা’ - কিসের আভার কথা বলা হয়েছে?
Ο ক) 
চাঁদের
Ο খ) 
সূর্যের
Ο গ) 
মেঘের
Ο ঘ) 
বিদ্যুতের

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’ - চরণটির সাথে ‘বৃষ্টি’ কবিতার সাদৃশ্যপূর্ণ পঙক্তি হলো -
i. বৃষ্টি এলো ....... বহু প্রতীক্ষিত বৃষ্টি!
ii. বৃষ্টি এলো পুবের হাওয়ায়
iii. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
বৃষ্টির সাথে সম্পর্ক রয়েছে -
i. আকাশের
ii. সূর্যের
iii. প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৯.
ফররুখ আহমদ স্টাফ রাইটার হিসেবে কত বছর নিয়োজিত ছিলেন?
Ο ক) 
১০ বছর
Ο খ) 
১৫ বছর
Ο গ) 
২০ বছর
Ο ঘ) 
২৫ বছর

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
বর্ষার জমাটবাঁধা কালো অন্ধকার আমাদের মনকে -
i. ছন্দোময় করে তোলে
ii. কল্পলোকে নিয়ে যায়
iii. তোলপাড় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরিত হচ্ছে কেন?
Ο ক) 
মেঘে মেঘে সওয়ার হয়েছে বলে
Ο খ) 
বিদ্যুতের অপরূপ আভা দেখেছে বলে
Ο গ) 
বন্যায় প্রাণসম্পদ পেয়েছে বলে
Ο ঘ) 
বর্ষায় বিষন্ন মেদুর হয়েছে বলে

  সঠিক উত্তর: (খ)

৫২.
কদম আলীর ‘ক্লান্ত চোখের আঁধার’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
ঘুম ঘুম চোখ
Ο খ) 
বার্ধক্যের চোখ
Ο গ) 
ঘুমহীন চোখ
Ο ঘ) 
বিশ্রামহীন চোখ

  সঠিক উত্তর: (খ)

৫৩.
‘বিদগ্ধ আকাশ, ঘাট ঢেকে গেল কাজল ছায়ায়’ - এখানে ‘বিদগ্ধ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ভস্মীভূত
Ο খ) 
প্রাণোচ্ছল
Ο গ) 
বিষন্ন
Ο ঘ) 
তৃষাতপ্ত

  সঠিক উত্তর: (ক)

৫৪.
ফররুখ আহমদ কোন কলেজের অনার্সের ছাত্র ছিলেন?
Ο ক) 
রিপন কলেজ
Ο খ) 
সেন্ট গ্রেগরি করেজ
Ο গ) 
প্রেসিডেন্সি কলেজ
Ο ঘ) 
স্কটিশ চার্চ কলেজ

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
বৃষ্টি কোন হাওয়ায় এসেছে?
Ο ক) 
পুবের
Ο খ) 
দখিনের
Ο গ) 
ঈশান কোনের
Ο ঘ) 
পশ্চিমের

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘বৃষ্টি’ কবিতায় পঙক্তি সংখ্যা কত?
Ο ক) 
১২
Ο খ) 
১৪
Ο গ) 
১৬
Ο ঘ) 
১৮

  সঠিক উত্তর: (খ)

৫৭.
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে উঠতে পারে -
i. রসসিক্ত
ii. স্মৃতিকাতর
iii. তৃষাতপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
‘বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়’ - অলংকার শাস্ত্রে এর সঠিক প্রয়োগ কী?
Ο ক) 
অনুপ্রাস
Ο খ) 
চিত্রকল্প সৃজন
Ο গ) 
অর্থালংকার
Ο ঘ) 
অনুষঙ্গ

  সঠিক উত্তর: (খ)

৫৯.
বৃষ্টি একাকী জীবনে কী বাড়ায়?
Ο ক) 
সুখ
Ο খ) 
তৃষ্ণা
Ο গ) 
আবেগ
Ο ঘ) 
বিরহ

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
‘বিদ্যুৎ-রূপসী পরি’র ধারণাটি কোন জাতীয়?
Ο ক) 
বৈজ্ঞানিক
Ο খ) 
কাল্পনিক
Ο গ) 
কাব্যিক
Ο ঘ) 
লোকজ

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে ওঠে -
Ο ক) 
বিরক্ত
Ο খ) 
বিবাগী
Ο গ) 
রসসিক্ত
Ο ঘ) 
পুলকিত

  সঠিক উত্তর: (গ)

৬২.
তৃষিত বনের সাথে তৃষাতৃপ্ত মনের জেগে ওঠার কারণ -
i. বৃষ্টির পরশ
ii. উন্মন মন
iii. ভ্রমণ ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৩.
‘বৃষ্টি’ কবিতায় প্রান্তরকে কী রকম বলা হয়েছে?
Ο ক) 
নির্জন
Ο খ) 
বিষন্ন
Ο গ) 
তৃষিত
Ο ঘ) 
বন্ধুর

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে?
Ο ক) 
মেঘের
Ο খ) 
নদীর
Ο গ) 
মাটির
Ο ঘ) 
আকাশের

  সঠিক উত্তর: (গ)

৬৫.
সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ কোন পুরস্কারে ভূষিত হন?
Ο ক) 
ম্যাগসাস
Ο খ) 
কিং ফয়সাল
Ο গ) 
অলক্ত
Ο ঘ) 
বাংলা একাডেমি

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
‘বৃষ্টি’ কবিতায় বহু প্রতীক্ষার পর কী এসেছে?
Ο ক) 
জোয়ার
Ο খ) 
জলোচ্ছ্বাস
Ο গ) 
বৃষ্টি
Ο ঘ) 
ঝড়

  সঠিক উত্তর: (গ)

৬৭.
ফররুখ আহমদের পিতার নাম কী?
Ο ক) 
সৈয়দ হাসান আলী
Ο খ) 
সৈয়দ হোসেন আলী
Ο গ) 
সৈয়দ হাসেন আলী
Ο ঘ) 
সৈয়দ হাতেম আলী

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’ - এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে -
i. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
ii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
iii. দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি হলো পুবের হাওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৯.
কবি বিদ্যুৎকে রূপসী পরীর সাথে তুলনা করেছেন কেন?
Ο ক) 
কাব্য প্রকাশের
Ο খ) 
কাব্যরীতি অনুযায়ী
Ο গ) 
লোকজ ধারণা অনুযায়ী
Ο ঘ) 
ভালোবেসে

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টি -
Ο ক) 
বহু আকাঙ্ক্ষিত
Ο খ) 
বহু প্রতীক্ষিত
Ο গ) 
বহু উপেক্ষিত
Ο ঘ) 
বহু নিগৃহীত

  সঠিক উত্তর: (খ)

৭১.
‘অনাগত’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Ο ক) 
সমাস যোগে
Ο খ) 
সন্ধি যোগে
Ο গ) 
উপসর্গ যোগে
Ο ঘ) 
প্রত্যয় যোগে

  সঠিক উত্তর: (গ)

৭২.
ফররুখ আহমদের সৃষ্টিকর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) 
নাগরিক জীবনবোধ ও ব্যঞ্জনা
Ο খ) 
নিসর্গপ্রীতি ও মানবিকতা
Ο গ) 
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ
Ο ঘ) 
ইসলামি আদর্শ ও ঐতিহ্য

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
‘যথাসময়ে বৃষ্টির অভাবে অনেক আবাদি জমি নষ্ট হয়ে যায়’ বক্তব্যটির সাথে ‘বৃষ্টি’ কবিতার কোন পঙক্তির সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়
Ο খ) 
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
Ο গ) 
রৌদ্র-স্নান ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
Ο ঘ) 
তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন

  সঠিক উত্তর: (গ)

৭৪.
প্রকৃতিতে প্রাণস্পন্দন নিয়ে আসে কী?
Ο ক) 
রৌদ্র
Ο খ) 
পাখি
Ο গ) 
বর্ষা
Ο ঘ) 
পুষ্প

  সঠিক উত্তর: (গ)

৭৫.
বিদ্যুৎ রূপসী পরি কিসে আরোহী হয়েছে?
Ο ক) 
বৃষ্টিতে
Ο খ) 
মেঘে
Ο গ) 
বন্যায়
Ο ঘ) 
অরণ্যে

  সঠিক উত্তর: (খ)

৭৬.
নদীর দু-ধারে প্লাবন দেখা দেয় কেন?
Ο ক) 
পুবের হাওয়ায়
Ο খ) 
বর্ষার বর্ষণে
Ο গ) 
কাজল ছায়ায়
Ο ঘ) 
বর্ষণের সুরে

  সঠিক উত্তর: (খ)

৭৭.
বর্ষণমুখর দিনে কোথাকার কেয়া শিহরায়?
Ο ক) 
ফুলদানির
Ο খ) 
ব্যালকনির
Ο গ) 
অরণ্যের
Ο ঘ) 
নার্সারির

  সঠিক উত্তর: (গ)

৭৮.
“ফররুখ আহমদ ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন জন্মগ্রহণ করেন।” - এখানে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
আঠারো শতকে
Ο খ) 
উনিশ শতকে
Ο গ) 
বিশ শতকে
Ο ঘ) 
একুশ শতকে

  সঠিক উত্তর: (গ)

৭৯.
‘ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে’ - এই বক্তব্যকে সমর্থন করে ‘বৃষ্টি’ কবিতার কোন শব্দ?
Ο ক) 
প্রাণের জোয়ার
Ο খ) 
বর্ষণমুখর
Ο গ) 
অরূপ আভা
Ο ঘ) 
তৃষাতৃপ্ত মন

  সঠিক উত্তর: (খ)

৮০.
মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন?
Ο ক) 
আকাশ বিদগ্ধ হয়েছে বলে
Ο খ) 
আকাশ মেদুর হয়েছে বলে
Ο গ) 
রুগ্ন আকাশ
Ο ঘ) 
কাজল আকাশ

  সঠিক উত্তর: (খ)

৮১.
বৃষ্টি কখনো কখনো -
i. মন বিষন্ন করে
ii. বিরহ বাড়ায়
iii. জীবন একাকী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোকে কী বলা যায়?
Ο ক) 
সুন্দরী রমনী
Ο খ) 
মেঘের পাখি
Ο গ) 
রূপসী পরি
Ο ঘ) 
স্বপ্নের রাণী

  সঠিক উত্তর: (গ)

৮৩.
বৃষ্টির দিনে মনে মনে আঁকা হয় ভালোবাসার -
Ο ক) 
গাথা
Ο খ) 
মানপত্র
Ο গ) 
আলপনা
Ο ঘ) 
সংগীত

  সঠিক উত্তর: (গ)

৮৪.
‘বৃষ্টি’ কবিতায় বর্ষণমুখর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে?
Ο ক) 
হিজল
Ο খ) 
কেয়া
Ο গ) 
শিউলি
Ο ঘ) 
বকুল

  সঠিক উত্তর: (খ)

৮৫.
বর্ষায় কোথায় ফুল ফোটে?
Ο ক) 
বনে
Ο খ) 
ব্যালকনিতে
Ο গ) 
নার্সারিতে
Ο ঘ) 
সর্বত্র

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
তৃষিত বনের সাথে কে জেগে ওঠে?
Ο ক) 
বনের কেয়া
Ο খ) 
রৌদ্র-দদ্ধ ধানখেত
Ο গ) 
দুপাশে আবাদি গ্রাম
Ο ঘ) 
তৃষাতপ্ত মন

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
‘বৃষ্টি’ কবিতায় অসমান রুক্ষ মাঠকে কার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে
Ο খ) 
উত্তাপে গলে পড়া মাথার মগজের সাথে
Ο গ) 
ফেটে হাঁ করে থাকা মাঠঘাটের সাথে
Ο ঘ) 
ফুটির ফেটে চৌচির অবস্থার সাথে

  সঠিক উত্তর: (ক)

৮৮.
বৃষ্টি বর্ষার কী?
Ο ক) 
সাথী
Ο খ) 
সারথী
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
মান

  সঠিক উত্তর: (গ)

৮৯.
কবি ফররুখ আহমদের গ্রামের নাম কী?
Ο ক) 
মাঝকান্দি
Ο খ) 
মাঝদন্ডি
Ο গ) 
মাঝপাড়া
Ο ঘ) 
মাঝআইল

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
বিদগ্ধ আকাশ, মাঠ কীসে ঢেকে যায়?
Ο ক) 
কালো মেঘে
Ο খ) 
প্রবল বর্ষণে
Ο গ) 
কাজল ছায়ায়
Ο ঘ) 
বিদ্যুৎ চমকে

  সঠিক উত্তর: (গ)

৯১.
‘বৃষ্টি’ কবিতার বর্ণনা অনুযায়ী, বর্ষাকালে -
i. আকাশের সর্বত্র মেঘের খেলা
ii. রুক্ষ মাটিতে প্রাণের সঞ্চার
iii. বিদগ্ধ আকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯২.
ইসলামি আদর্শ ও ঐতিহ্য বিশেষভাবে অনুপ্রাণিত করেছে কোন কবিকে?
Ο ক) 
সৈয়দ শামসুল হককে
Ο খ) 
জসীমউদদীনকে
Ο গ) 
আহসান হাবীবকে
Ο ঘ) 
ফররুখ আহমদকে

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
বিদ্যুৎ-রূপসী পরী কীসে সওয়ার হয়েছে?
Ο ক) 
বিদ্যুৎ চমকে
Ο খ) 
হাওয়ার রথে
Ο গ) 
বৃষ্টিতে বৃষ্টিতে
Ο ঘ) 
মেঘে মেঘে

  সঠিক উত্তর: (ঘ)

৯৪.
রুক্ষ মাঠ কিসের সুর শোনে?
Ο ক) 
কোকিলের সুর
Ο খ) 
বর্ষণের সুর
Ο গ) 
বাউলের সুর
Ο ঘ) 
কান্নার সুর

  সঠিক উত্তর: (খ)

৯৫.
‘বৃষ্টি’ কবিতায় মন বহু পথ পাড়ি দিতে চায় কেন?
Ο ক) 
চঞ্চল বলে
Ο খ) 
পুলকের শিহরণে
Ο গ) 
তৃষাতপ্ত বলে
Ο ঘ) 
ভ্রমণপিয়াসী বলে

  সঠিক উত্তর: (গ)

৯৬.
বৃষ্টি বহু প্রতীক্ষিত কেন?
Ο ক) 
কবি মনেপ্রাণে চাইছিলেন বলে
Ο খ) 
বিস্মৃত দিনের কথা মনে পড়ে বলে
Ο গ) 
গ্রীষ্মের রুদ্রতাকে দূর করে বলে
Ο ঘ) 
আউশ ধান কাটার প্রয়োজনে

  সঠিক উত্তর: (গ)

৯৭.
‘বৃষ্টি’ কবিতায় বনের কী অবস্থার কথা বলা হয়েছে?
Ο ক) 
রুগ্ন অবস্থা
Ο খ) 
বিগদ্ধ অবস্থা
Ο গ) 
তৃষিত অবস্থা
Ο ঘ) 
বিষন্ন অবস্থা

  সঠিক উত্তর: (গ)

৯৮.
নদীর ফাটলে বন্যা আনে -
i. ফসলের প্রাচুর্য
ii. প্রাণের প্রাচুর্য
iii. প্রাণের জোয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৯.
‘বৃষ্টি’ কবিতায় ভিখারী -
i. রুগ্ন
ii. বৃদ্ধ
iii. প্রফুল্ল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০০.
‘আবাদি’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
বাস্তুভিটা
Ο খ) 
পৈতৃক বাড়ি
Ο গ) 
পতিত জমি
Ο ঘ) 
চাষের জমি

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
কোন মাটিতে ফসল ভালো হয়?
Ο ক) 
এঁটেল মাটিতে
Ο খ) 
দোঁআশ মাটিতে
Ο গ) 
কাঁকর মাটিতে
Ο ঘ) 
পলিমাটিতে

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
বর্ষার প্রাণ কী?
Ο ক) 
বৃক্ষ
Ο খ) 
নদী
Ο গ) 
প্রকৃতি
Ο ঘ) 
বৃষ্টি

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
অনাবৃষ্টির আকাশ - এর বিপরীত দৃশ্য অঙ্কিত হয়েছে -
i. ‘বৃষ্টি’ কবিতায়
ii. ‘ঝর্ণার গান’ কবিতায়
iii. মুহূর্তের কবিতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৪.
ফররুখ আহমদের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
Ο ক) 
সিরাজাম মুনীরা
Ο খ) 
বিষবৃক্ষ
Ο গ) 
আনন্দমঠ
Ο ঘ) 
রাজসিংহ

  সঠিক উত্তর: (ক)

১০৫.
‘বৃষ্টি’ কবিতায় কোন কোন গাছের উল্লেখ রয়েছে?
Ο ক) 
কেয়া ও কদম
Ο খ) 
ধান, কেয়া, কদম
Ο গ) 
ধান ও কেয়া
Ο ঘ) 
কেয়া, কদম, হাস্নাহেনা

  সঠিক উত্তর: (গ)

১০৬.
গ্রীষ্মের মাঠ কেমন?
Ο ক) 
ধূসর
Ο খ) 
বালিময়
Ο গ) 
এবড়োথেবড়ো
Ο ঘ) 
রুক্ষ অসমান

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
‘বৃষ্টি’ কবিতায় মানব মনের কোন অবস্থার কথা বলা হয়েছে?
Ο ক) 
আনন্দিত
Ο খ) 
বিস্মিত
Ο গ) 
তৃষাতপ্ত
Ο ঘ) 
শিহরিত

  সঠিক উত্তর: (গ)

১০৮.
ফররুখ আহমদ কলকাতার কোন কলেজ থেকে আই.এ পাস করেন?
Ο ক) 
প্রেসিডেন্সি কলেজ
Ο খ) 
রিপন কলেজ
Ο গ) 
কিংস কলেজ
Ο ঘ) 
সিটি কলেজ

  সঠিক উত্তর: (খ)

১০৯.
‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টি মানব মনকে করে তোলে -
Ο ক) 
পুলকিত
Ο খ) 
বেদনা বিধুর
Ο গ) 
একাকী
Ο ঘ) 
চঞ্চল

  সঠিক উত্তর: (খ)

১১০.
বৃষ্টির সময় আকাশের সর্বত্র কী দেখা যায়?
Ο ক) 
সংবেদনশীলতা
Ο খ) 
প্রাণোচ্ছলতা
Ο গ) 
মেঘের খেলা
Ο ঘ) 
অন্ধকারাচ্ছন্ন রূপ

  সঠিক উত্তর: (গ)

১১১.
কে সওয়ার হয়ে ঘুরে বেড়ায়?
Ο ক) 
রূপসী পরি
Ο খ) 
বিদ্যুৎ
Ο গ) 
কালো মেঘ
Ο ঘ) 
বারিধারা

  সঠিক উত্তর: (খ)

১১২.
‘নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণ ধারা।’ - পঙক্তিটি বৃষ্টি কবিতার যে দিকটির সাথে মিল প্রদর্শন করেছে -
Ο ক) 
বৃষ্টির জলে নদীতে প্রাণের জোয়ার আসা
Ο খ) 
বৃষ্টির জলের নদীকে শিহরিত করা
Ο গ) 
বৃষ্টির জলের নদীতে অঝোরে ঝরে পড়া
Ο ঘ) 
বৃষ্টির জলের নদীতে রুক্ষতার অবসান হওয়া

  সঠিক উত্তর: (ক)

১১৩.
‘বৃষ্টি’ কবিতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে?
Ο ক) 
মেঘনা-যমুনা
Ο খ) 
পদ্মা-মেঘনা
Ο গ) 
পদ্মা-যমুনা
Ο ঘ) 
ব্রহ্মপুত্র-ধলেশ্বরী

  সঠিক উত্তর: (খ)

১১৪.
‘হাওয়া’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) 
আঞ্চলিক
Ο খ) 
বিদেশী
Ο গ) 
দেশি
Ο ঘ) 
সংস্কৃত

  সঠিক উত্তর: (খ)

১১৫.
‘রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন’ - কী?
Ο ক) 
অরণ্য
Ο খ) 
নদীর ফাটল
Ο গ) 
আবাদি গ্রাম
Ο ঘ) 
রুক্ষ মাঠ

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
ফররুখ আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৭১
Ο খ) 
১৯৭২
Ο গ) 
১৯৭৩
Ο ঘ) 
১৯৭৪

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে?
Ο ক) 
আশা
Ο খ) 
আনন্দ
Ο গ) 
প্রশান্তি
Ο ঘ) 
প্রাণস্পন্দন

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
ফররুখ আহমদ কখন কর্মজীবনে প্রবেশ করেন?
Ο ক) 
ছাত্রজীবন চলাকালে
Ο খ) 
ছাত্রজবিন সমাপনান্তে
Ο গ) 
জীবনের মধ্যবস্থায়
Ο ঘ) 
জীবনের সায়াহ্নে

  সঠিক উত্তর: (ক)

১১৯.
কবি ফররুখ আহমদ ভূষিত হন -
i. আদমজী পুরস্কারে
ii. একুশে পদকে
iii. বাংলা একাডেমী পুরস্কারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
‘বৃষ্টি এলো ... ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
কালবৈশাখী
Ο খ) 
সাইক্লোন
Ο গ) 
সিডর
Ο ঘ) 
বর্ষা

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
‘বৃষ্টি কবিতায় প্রতি চরণে কতটি মাত্রা রয়েছে?
Ο ক) 
১৪টি
Ο খ) 
১৬টি
Ο গ) 
১৮টি
Ο ঘ) 
২০টি

  সঠিক উত্তর: (গ)

১২২.
‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টি কখনো -
i. বিষন্ন করে মন
ii. পিপাসায় কাতর হয়ে
iii. একাকী জীবনে জাগায় বিরহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৩.
রুক্ষ অসমান মাঠ কী শোনে?
Ο ক) 
মেঘের ডাক
Ο খ) 
পাখির কূজন
Ο গ) 
বর্ষণের সুর
Ο ঘ) 
বন্যার গর্জন

  সঠিক উত্তর: (গ)

১২৪.
দুপাশে আবাদি গ্রামে - এর পরের অংশ কী?
Ο ক) 
অরণ্যের কেয়া শিহরায়
Ο খ) 
পূর্ণ প্রাণের জোয়ার
Ο গ) 
বৃষ্টি এলো পুবের হাওয়ায়
Ο ঘ) 
বহু প্রতীক্ষিত বৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

১২৫.
‘পাখির বাসা’ - কোন কবির উল্লেখযোগ্য গ্রন্থ?
Ο ক) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
ফররুখ আহমদ
Ο ঘ) 
সেলিনা হোসেন

  সঠিক উত্তর: (গ)

১২৬.
তৃষাতপ্ত মন কেমন পথ পাড়ি দিতে চায়?
Ο ক) 
নির্জন
Ο খ) 
বিষন্ন
Ο গ) 
বন্ধুর
Ο ঘ) 
বাধাহীন

  সঠিক উত্তর: (গ)

১২৭.
‘বৃষ্টি কবিতায় মেঘকে কার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) 
রূপসী পরী
Ο খ) 
পুবের হাওয়া
Ο গ) 
অপরূপ আভা
Ο ঘ) 
কাজল ছায়া

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
‘মুহূর্তের কবিতা’ গ্রন্থটি রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
আহসান হাবীব
Ο গ) 
কামাল চৌধুরী
Ο ঘ) 
ফররুখ আহমদ

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
বৃষ্টি হলো বর্ষার -
Ο ক) 
সাথি
Ο খ) 
সারথি
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
ঘ্রাণ

  সঠিক উত্তর: (গ)

১৩০.
ফররুখ আহমদ কর্মজীবনে প্রবেশ করেন কখন?
Ο ক) 
অনার্স পরীক্ষা না দিয়েই
Ο খ) 
অনার্সে ভর্তি হওয়ার পূর্বে
Ο গ) 
অনার্স পাশ করার পর
Ο ঘ) 
অনার্স পাশের বহু বছর পর

  সঠিক উত্তর: (ক)

১৩১.
বৃষ্টির দিনে মনে পড়া অতীত কেমন?
Ο ক) 
সুখময়
Ο খ) 
দুঃখময়
Ο গ) 
অবিমিশ্র
Ο ঘ) 
বিব্রতকর

  সঠিক উত্তর: (ক)

১৩২.
‘বন্ধুর’ বিপরীত শব্দ কোনটি?
Ο ক) 
সমতল
Ο খ) 
আঁকাবাঁকা
Ο গ) 
উঁচুনিচু
Ο ঘ) 
পরিষ্কার

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
ফররুখ আহমদ কত সাল থেকে কত সাল পর্যন্ত ঢাকা বেতারে নিয়োজিত ছিলেন?
Ο ক) 
১৯৪৫-১৯৭৫
Ο খ) 
১৯৪৭-১৯৭১
Ο গ) 
১৯৪৭-১৯৭২
Ο ঘ) 
১৯৫৫-১৯৭৫

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
‘মেদুর’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় ব্যবহৃত হয়েছে -
i. মসৃণ, চিক্কন অর্থে
ii. কোমল, সুস্নিগ্ধ অর্থে
iii. ঘোর, ঘন অর্থে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
বর্ষণের সুর শুনে জেগে উঠছে -
i. তৃষিত বন
ii. তৃষ্ণাতপ্ত মন
iii. তৃষ্ণাকাতর মাঠ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত’ কার স্পর্শ পেতে চায়?
Ο ক) 
নদীর
Ο খ) 
পুবের হাওয়ার
Ο গ) 
বৃষ্টির
Ο ঘ) 
কাজল ছায়ার

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
বৃষ্টির দিনে মানুষ -
i. রসসিক্ত হয়ে ওঠে
ii. ভালোলাগার আল্পনা আঁকে আপন মনে
iii. বিরহী হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
পদ্মা-মেঘনার দুপাশে কী?
Ο ক) 
গঞ্জ-বন্দর
Ο খ) 
পালতোলা নৌকা
Ο গ) 
আবাদি গ্রাম
Ο ঘ) 
জেলে পল্লি

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
‘বৃষ্টি’ কবিতায় তৃষিত বনের সাথে তুলনা করা হয়েছে -
Ο ক) 
রৌদ্র-দগ্ধ ধানখেতকে
Ο খ) 
তৃষাতপ্ত মনকে
Ο গ) 
বন্ধুর পথকে
Ο ঘ) 
অরণ্যের কেয়াকে

  সঠিক উত্তর: (খ)

১৪০.
ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?
Ο ক) 
স্টাফ রাইটার
Ο খ) 
চিফ এডিটর
Ο গ) 
সংবাদ পাঠক
Ο ঘ) 
নিউজ এডিটর

  সঠিক উত্তর: (ক)

১৪১.
তৃষাতপ্ত মন পাড়ি দিয়ে যেতে চায় -
i. বহু পথ
ii. বন্ধুর প্রান্তর
iii. বাড়ির আঙিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪২.
পূর্ণ প্রাণের জোয়ারের কারণ -
i. বৃষ্টি
ii. বর্ষা
iii. বন্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
আসমানের কোন জিনিসকে কবি সাক্ষী মেনেছেন?
Ο ক) 
তারা
Ο খ) 
সূর্য
Ο গ) 
চাঁদ
Ο ঘ) 
ধূমকেতু

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
‘ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। করে নবঘন বরিষনে গোপনে গোপনে এলি কেয়া।’
১৪৪.
পঙক্তিটিতে তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
পল্লিজননী
Ο খ) 
বৃষ্টি
Ο গ) 
প্রাণ
Ο ঘ) 
সেইদিন এই মাঠ

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
সাদৃশ্যের কারণ -
Ο ক) 
বর্ষার প্রকৃতির প্রাণস্পন্দনকে প্রকাশ করছে বলে
Ο খ) 
বর্ষার প্রতি আকাংখাকে প্রকাশ করছে বলে
Ο গ) 
বর্ষার পল্লীর সৌন্দর্যে প্রকাশ করছে বলে
Ο ঘ) 
বর্ষার মাঠের স্নিগ্ধা কোমল রূপ করছে বলে

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
বৃষ্টি এলো -
i. আবাদি গ্রামে
ii. পুবের হাওয়ায়
iii. পদ্মা-মেঘনার দুপাশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...