NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২৪: পদ্য - পল্লিজননী


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২৪: পদ্য - পল্লিজননী


১.
‘দুঃ ছাই! কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি।’ - এ বাক্যে পুত্রের প্রতি প্রকাশিত হয়েছে -
Ο ক) 
মায়ের ভালোবাসা
Ο খ) 
মায়ের ক্ষোভ
Ο গ) 
মায়ের অমূলক আশঙ্কা
Ο ঘ) 
মায়ের অসহায়ত্ব

  সঠিক উত্তর: (গ)

২.
পাতা-চোঁয়া জল কীভাবে পড়ছে?
Ο ক) 
টপ টপ করে
Ο খ) 
ফোঁটায় ফোঁটায়
Ο গ) 
ঝর ঝর করে
Ο ঘ) 
দর দর করে

  সঠিক উত্তর: (খ)

৩.
‘পল্লিজননী’ কবিতায় কয়টি পাখির নাম আছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৪.
অসুস্থ খোকা মাকে তার কোন জিনিসটার বিশেষ যত্ন নিতে বলেছে?
Ο ক) 
ঘুড়ি
Ο খ) 
ব্যাট-বল
Ο গ) 
লাটাই
Ο ঘ) 
মাছ ধরার ছিপ

  সঠিক উত্তর: (গ)

৫.
‘পল্লিজননী’ কবিতায় ‘মহাকাল’ অর্থে তুমি কী বোঝ?
Ο ক) 
মহা+কাল
Ο খ) 
মহা যে কাল
Ο গ) 
অন্ধকার রাত
Ο ঘ) 
দুঃসময়

  সঠিক উত্তর: (ঘ)

৬.
‘আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল।’ - এটা হলো -
Ο ক) 
উপমা
Ο খ) 
চিত্রকল্প
Ο গ) 
দৃষ্টান্ত
Ο ঘ) 
অনুষঙ্গ

  সঠিক উত্তর: (ক)

৭.
জসীমউদদীনের কবিতার বিষয়বস্তু -
Ο ক) 
পল্লির প্রকৃতি ও মানুষের জীবন
Ο খ) 
সাধারণ মানুষের জীবন
Ο গ) 
নাগরিক জীবনের সুখ-দুঃখ
Ο ঘ) 
পল্লির প্রকৃতি ও নিসর্গ

  সঠিক উত্তর: (ক)

৮.
‘পল্লিজননী’ কবিতায় পচান পাতার ঘ্রাণ কেমন?
Ο ক) 
দুর্গন্ধযুক্ত
Ο খ) 
সোনা গন্ধময়
Ο গ) 
অত্যন্ত দুর্গন্ধময়
Ο ঘ) 
দম বন্ধ হওয়া ভ্যাপসা

  সঠিক উত্তর: (গ)

৯.
জসীমউদদীনের মৃত্যু তারিখ কোনটি?
Ο ক) 
১৪ই মার্চ, ১৯৭৬
Ο খ) 
১৫ই ফেব্রুয়ারী, ১৯৭৭
Ο গ) 
১৯শে এপ্রিল, ১৯৭৮
Ο ঘ) 
৩০শে জুন, ১৯৮০

  সঠিক উত্তর: (ক)

১০.
‘পান্ডুর’ কথাটির সমার্থক কোনটি?
Ο ক) 
পাংশু
Ο খ) 
কালচে
Ο গ) 
লালচে
Ο ঘ) 
হলদে

  সঠিক উত্তর: (ক)

১১.
জসীমউদদীন রচিত ভ্রমণকাহিনী কোনটি?
Ο ক) 
হাসু
Ο খ) 
সোজন বাদিয়ার ঘাট
Ο গ) 
চলে মুসাফির
Ο ঘ) 
মাটির কান্না

  সঠিক উত্তর: (গ)

১২.
আজিম চড়কের মেলায় যেতে চায়। মা বলেন, ওখানে যেতে নেই। ওখানে গেলে পাপ হয়। আজিমের মা কার সঙ্গে তুলনীয়?
Ο ক) 
‘পল্লিজননী’র মায়ের সঙ্গে
Ο খ) 
গ্রামবাংলার মায়ের সঙ্গে
Ο গ) 
কোনো এক মায়ের সঙ্গে
Ο ঘ) 
শহুরে এক মায়ের সঙ্গে

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘পল্লিজননী’ কবিতায় কিসের আলোয় কাল রাত নাচে?
Ο ক) 
চাঁদের
Ο খ) 
দীপের
Ο গ) 
জোনাকির
Ο ঘ) 
তারার

  সঠিক উত্তর: (খ)

১৪.
‘যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে।’ এখানে যে কথার প্রসঙ্গে বলা হয়েছে -
Ο ক) 
ছেলের আরোগ্যের কথা
Ο খ) 
ছেলের অসুস্থতার কথা
Ο গ) 
ছেলের মৃত্যুর ক্ষুধা
Ο ঘ) 
ছেলের দুরন্তপনার কথা

  সঠিক উত্তর: (গ)

১৫.
ঘরের চালে কী ডাকছে?
Ο ক) 
পেঁচা
Ο খ) 
কা
Ο গ) 
কোকিল
Ο ঘ) 
হুতুম

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
‘পল্লিজননী’ কবিতায় ‘বায়না’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে -
i. অগ্রিম প্রদেয়
ii. চাওয়া
iii. আবদার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭.
রহিম চাচা কী জানে?
Ο ক) 
তাবিজ-কবজ
Ο খ) 
ডাক্তারি
Ο গ) 
কবিরাজি
Ο ঘ) 
ঝাড়ফুঁক

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
নয়ন নীর কী?
Ο ক) 
নয়ন নামের ছেলের বাসা
Ο খ) 
নয়ন নামের ছেলের পানি
Ο গ) 
চোখের পানি
Ο ঘ) 
রুগ্ন ছেলেটির নাম

  সঠিক উত্তর: (গ)

১৯.
মা দরগায় দান মানত করেন, কারণ তাঁর বিশ্বাস -
i. দরগাবাসীর দোয়ায় ছেলে সুস্থ হবে
ii. দরগাবাসীর চিকিৎসা করে ছেলেকে ভালো করে দেবে
iii. দরগাবাসীর কুদরতে ছেলে ভাল হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০.
বেড়ার ফাঁক দিয়ে কী আসে?
Ο ক) 
চোর
Ο খ) 
বুনো জন্তু
Ο গ) 
দখিনা হাওয়া
Ο ঘ) 
শীতের বায়ু

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কে বিরহিণী পাখির বাচ্চা চুরি করেছে?
Ο ক) 
রুগ্ন ছেলে
Ο খ) 
করিম
Ο গ) 
আজিজ
Ο ঘ) 
কৃষাণ ছেলেরা

  সঠিক উত্তর: (ঘ)

২২.
‘জোনাকি’ শব্দটি ‘পল্লিজননী’ কবিতায় ক’বার ব্যবহার করা হয়েছে?
Ο ক) 
একবার
Ο খ) 
দুবার
Ο গ) 
তিনবার
Ο ঘ) 
চারবার

  সঠিক উত্তর: (খ)

২৩.
রুগ্ন ছেলে কার পায়ে পড়ে?
Ο ক) 
বাবার
Ο খ) 
মায়ের
Ο গ) 
বড় বোনের
Ο ঘ) 
রহিম চাচার

  সঠিক উত্তর: (খ)

২৪.
মা ছেলেকে ‘মুখপোড়া’ সম্বোধন করেছেন কীভাবে?
Ο ক) 
আদর করে
Ο খ) 
রাগ করে
Ο গ) 
গালি দিয়ে
Ο ঘ) 
বিরক্ত হয়ে

  সঠিক উত্তর: (ক)

২৫.
‘কোঁচ’ কাকে বলে?
Ο ক) 
ছোট্ট কাপড়ের থলে
Ο খ) 
কোমরে লুঙ্গির ভাঁজ
Ο গ) 
ছোট্ট বেতের ডালা
Ο ঘ) 
ঘোর সন্ধ্যাবেলা

  সঠিক উত্তর: (খ)

২৬.
‘ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর।’ এখানে প্রকাশ পেয়েছে মায়ের -
i. অজ্ঞতা
ii. কুসংস্কার
iii. অশিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
‘বিরহী মায়ের একেলা পরান দোলে’ শীর্ষক বাক্যে ফুটে উঠেছে -
Ο ক) 
রুগ্ন ছেলের আকুতি
Ο খ) 
স্বজন হারানোর হাহাকার
Ο গ) 
স্নেহময়ী মায়ের পুত্র হারানোর শঙ্কা
Ο ঘ) 
রুগ্ন ছেলের সুস্থ অবস্থার স্মৃতি

  সঠিক উত্তর: (গ)

২৮.
অধ্যাপনা ছেড়ে দিয়ে জসীমউদদীন যোগদান করেন -
Ο ক) 
সরকারি তথ্য ও প্রচার বিভাগে
Ο খ) 
শিক্ষা মন্ত্রণালয়ে
Ο গ) 
বাংলা একাডেমীতে
Ο ঘ) 
বাংলাদেশ বেতারে

  সঠিক উত্তর: (ক)

২৯.
ভন্ ভন্ করা মশাগুলো কেমন?
Ο ক) 
বুনো
Ο খ) 
হিংস্র
Ο গ) 
পালিত
Ο ঘ) 
রুগ্ন প্রকৃতির

  সঠিক উত্তর: (ক)

৩০.
‘পল্লিজননী’ কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
Ο ক) 
চারটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
সাতটি

  সঠিক উত্তর: (ক)

৩১.
কবি মায়ের মনের বেদনা ও অসহায়ত্ব তুলে ধরেছেন -
i. প্রকৃতির রূপায়ণে
ii. জীবজগতের যোগসূত্রে
iii. লোকবিশ্বাসের অনুসন্ধানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
মাতৃস্নেহের বৈশিষ্ট্য হলো -
i. নিঃস্বার্থতা
ii. আন্তরিকতা
iii. অকৃত্রিমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
‘পল্লিজননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
Ο ক) 
রাখালী
Ο খ) 
বালুচর
Ο গ) 
মাটির কান্না
Ο ঘ) 
হাসু

  সঠিক উত্তর: (ক)

৩৪.
কার সামনে ঘোর কুজ্ঝটি?
Ο ক) 
মায়ের
Ο খ) 
বাবার
Ο গ) 
রুগ্ন ছেলের
Ο ঘ) 
করিমের

  সঠিক উত্তর: (ক)

৩৫.
কোঁচ ভরা বেথুল কী করছিল?
Ο ক) 
গড়াগড়ি
Ο খ) 
ঝোলাঝুলি
Ο গ) 
ঝুমুর ঝুমুর বাজনা
Ο ঘ) 
ঝন-ঝন-ঝন শব্দ

  সঠিক উত্তর: (গ)

৩৬.
ছেলে কোন সময়টার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
Ο ক) 
বিকেল
Ο খ) 
দুপুর
Ο গ) 
সন্ধ্যা
Ο ঘ) 
সকাল

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
কবি জসীমউদদীন কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৯০০
Ο খ) 
১৯০২
Ο গ) 
১৯০১
Ο ঘ) 
১৯০৩

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ছোট্ট আবিরের বেশ জ্বর। তার পাশে কাকে দেখা যাবে?
Ο ক) 
বাবাকে
Ο খ) 
মাকে
Ο গ) 
ডাক্তারকে
Ο ঘ) 
নার্সকে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘পল্লিজননী’ কবিতায় দরগায় কী মানত করা হয়?
Ο ক) 
মোমবাতি
Ο খ) 
আগরবাতি
Ο গ) 
জোড় মুরগি
Ο ঘ) 
দান

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
মায়ের মনে রুগ্ন ছেলের অকল্যাণের অশুভ প্রতীক হিসেবে যে প্রাণীগুলো ‘পল্লিজননী’ কবিতায় এসেছে, সেগুলো হলো -
i. কানাকুয়ো
ii. জোনাকি
iii. হুতুম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪১.
নিচের শুদ্ধ বানানটি চিহ্নিত কর -
Ο ক) 
নির
Ο খ) 
নীর
Ο গ) 
ণির
Ο ঘ) 
নিড়

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘পল্লিজননী’ কবিতায় থম থম কাল রাত কোথায়?
Ο ক) 
রুগ্ন ছেলের শিয়রে
Ο খ) 
বাঁশবনে
Ο গ) 
বাইরে
Ο ঘ) 
কুটিরে

  সঠিক উত্তর: (গ)

৪৩.
‘আড়ঙ’ শব্দের অর্থ কী?
Ο ক) 
সমাবেশ
Ο খ) 
হাট
Ο গ) 
স্থান
Ο ঘ) 
উৎসব

  সঠিক উত্তর: (খ)

৪৪.
‘অভাগীর স্বর্গ’ গল্পের কাঙালীর সাথে সাদৃশ্য রয়েছে ‘পল্লিজননী’ কবিতার -
i. মায়ের
ii. রুগ্ন ছেলের
iii. রহিম চাচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘মাটির কান্না’ কাব্যগ্রন্থের লেখক কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
জীবনানন্দ দাশ
Ο গ) 
জসীমউদদীন
Ο ঘ) 
সুমিয়া কামাল

  সঠিক উত্তর: (গ)

৪৬.
জসীমউদদীনের কবি প্রতিভার বিকাশ ঘটে -
Ο ক) 
বাল্যকালে
Ο খ) 
চাকরি জীবনে
Ο গ) 
ছাত্রজীবনে
Ο ঘ) 
অবসর জীবনে

  সঠিক উত্তর: (গ)

৪৭.
কৃষাণের ছেলেরা কার বাচ্চা চুরি করেছে?
Ο ক) 
কানাকুয়োর
Ο খ) 
ডাহুকের
Ο গ) 
হুতুমের
Ο ঘ) 
বাদুড়ের

  সঠিক উত্তর: (খ)

৪৮.
‘মোসলমানের আড়ঙ দেখিতে নাই।’ এ কথা কে বলেছে?
Ο ক) 
রহিম চাচা
Ο খ) 
মসজিদের ইমাম
Ο গ) 
বাবা
Ο ঘ) 
মা

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
মায়ের চাহনি কী রকম?
Ο ক) 
সজল
Ο খ) 
করুণ
Ο গ) 
ক্ষুদ্ধ
Ο ঘ) 
পলকহীন

  সঠিক উত্তর: (খ)

৫০.
কুয়াশা কাফন ধরে কারা চলে?
Ο ক) 
বাদুড়
Ο খ) 
হুতুম
Ο গ) 
মশক
Ο ঘ) 
জোনাকি

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
পচান শব্দের ক্রিয়ামূল কী?
Ο ক) 
পচা
Ο খ) 
পচ্চার
Ο গ) 
পচ্
Ο ঘ) 
পচাই

  সঠিক উত্তর: (গ)

৫২.
‘ওঝা’ বলতে ‘পল্লিজননী’ কবিতায় কোন নামটি এসেছে?
Ο ক) 
আজিজ চাচা
Ο খ) 
সোলেমান চাচা
Ο গ) 
করিম চাচা
Ο ঘ) 
রহিম চাচা

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
বাঁশ বনে বসে কোন পাখি ডাকে?
Ο ক) 
কোকিল
Ο খ) 
কানাকুয়া
Ο গ) 
হুতুম
Ο ঘ) 
দোয়েল

  সঠিক উত্তর: (খ)

৫৪.
জসীমউদদীন কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
ফরিদপুরে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
রাজশাহীতে

  সঠিক উত্তর: (ক)

৫৫.
মায়ের চোখের পাতা ঢুলছে কেন?
Ο ক) 
ছেলের রোগ চিন্তায়
Ο খ) 
রাত থমথম স্তব্ধ থাকায়
Ο গ) 
রাত্রি জাগরণে
Ο ঘ) 
চোখে তন্দ্রা আসায়

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
বুনো পাতার সঙ্গে কী ঝরে পড়ে?
Ο ক) 
খোকার আয়ু
Ο খ) 
মরণের স্মৃতি
Ο গ) 
মায়ের চোখের জল
Ο ঘ) 
খোকার চোখের জল

  সঠিক উত্তর: (গ)

৫৭.
কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লিজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায় -
Ο ক) 
এঁদো ডোবা
Ο খ) 
ছোট কুঁড়ে ঘর
Ο গ) 
নিবু নিবু দ্বীপ
Ο ঘ) 
ঘোর ঘোর আন্ধার

  সঠিক উত্তর: (খ)

৫৮.
নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?
Ο ক) 
নিবু নিবু দীপ
Ο খ) 
ঘোর-আন্ধার
Ο গ) 
হুতুমের ডাক
Ο ঘ) 
ঝড়ের কাঁপন

  সঠিক উত্তর: (গ)

৫৯.
‘ফুলঝুরি’ কী?
Ο ক) 
এক ধরনের শিকা
Ο খ) 
এক ধরনের কাপড়
Ο গ) 
এক ধরনের খাবার
Ο ঘ) 
এক ধরনের অলংকার

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘পল্লিজননী’ কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো -
i. বাছারে
ii. যাদু
iii. মুখপোড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
ছাত্রাবস্থায় জসীমউদদীনের ‘কবর’ কবিতা কোন পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?
Ο ক) 
প্রবেশিকা বাংলা সংকলনে
Ο খ) 
স্নাতক বাংলা সংকলনে
Ο গ) 
নিম্ন মাধ্যমিক বাংলা সংকলনে
Ο ঘ) 
উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনে

  সঠিক উত্তর: (ক)

৬২.
‘দরগা’ শব্দটি কোন ধরনের?
Ο ক) 
উর্দু
Ο খ) 
হিন্দি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
ফারসি

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
‘পল্লিজননী’ কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো -
i. একটি করুণ রসাত্মক কবিতা
ii. রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগা এক মায়ের কষ্ট
iii. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘পল্লিজননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
Ο ক) 
বন্ধুদের সাথে খেলতে যাওয়ার জন্য
Ο খ) 
অভিযানে যাওয়ার জন্য
Ο গ) 
পেটের ক্ষুধার কারণে
Ο ঘ) 
রোগ যন্ত্রণার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
‘পারে যদি বুকে যত স্নেহ আছে’ - এখানে যত স্নেহ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
অপরিসীম স্নেহ
Ο খ) 
রুগ্ন পুত্রের প্রতি স্নেহ
Ο গ) 
পুত্রের রোগমুক্তি কামনা
Ο ঘ) 
দুখিনী মায়ের হৃদয়ের হাহাকার

  সঠিক উত্তর: (ক)

৬৬.
‘হুড়ুম’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) 
তৎসময
Ο খ) 
অর্ধ-তৎসম
Ο গ) 
প্রাকৃত
Ο ঘ) 
আঞ্চলিক

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
বাদুড়ের পাখার বাতাসে কোনটি হেলে পড়ে?
Ο ক) 
নারিকেল বন
Ο খ) 
বেত ও বন
Ο গ) 
সুপারি বন
Ο ঘ) 
বাঁশ বন

  সঠিক উত্তর: (গ)

৬৮.
‘পল্লিজননী কবিতায় ছেলেকে কেন চুপ করতে বলা হয়েছে?
Ο ক) 
রোগের উপশমের জন্য
Ο খ) 
ঘুমোনোর জন্য
Ο গ) 
মা’র ঘুমুতে অসুবিধা হচ্ছে
Ο ঘ) 
পড়শিরা বিরক্ত হচ্ছে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
আড়ঙে না যাওযার ব্যাপারে মায়ের কথার জবাবে ছেলে তুলনা উপস্থাপন করে -
i. করিমের
ii. রহিম চাচার
iii. আজিজের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘পল্লিজননী’ কবিতায় রুগ্ন ছেলের কোন কোন সহপাঠীর নাম উল্লেখ করা হয়েছে?
Ο ক) 
করিম-রহিম
Ο খ) 
রহিম-আজিজ
Ο গ) 
করিম-আজিজ
Ο ঘ) 
করিম-কামাল

  সঠিক উত্তর: (গ)

৭১.
জসীমউদদীন কিছুকাল কোথায় অধ্যাপনা করেন?
Ο ক) 
ঢাকা কলেজে
Ο খ) 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο গ) 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Ο ঘ) 
রাজেন্দ্র কলেজে

  সঠিক উত্তর: (খ)

৭২.
হুতুমের ডাক সম্পর্কে বিশ্বাসের ভিত্তি কী?
Ο ক) 
খনার বচন
Ο খ) 
চালু মতবাদ
Ο গ) 
জনশ্রুতি
Ο ঘ) 
কুসংস্কার

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
‘চলে মুসাফির’ - কোন ধরনের রচনা?
Ο ক) 
কাব্যগ্রন্থ
Ο খ) 
কাহিনী কাব্য
Ο গ) 
আত্মজীবনী
Ο ঘ) 
ভ্রমণকাহিনী

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
‘পল্লিজননী’ কবিতায় যে সিকার নাম করা হয়েছে -
i. সমুদ্রকলি
ii. ফুলঝুরি
iii. সাত-নরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৫.
ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৭৬.
জসীমউদদীন কোন নামে বিশেষভাবে খ্যাত?
Ο ক) 
আধুনিক কবি
Ο খ) 
লোককবি
Ο গ) 
মরমি কবি
Ο ঘ) 
পল্লিকবি

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
‘পল্লিজননী’ কবিতায় জোনাকি মেয়েরা কোন পথে চলে?
Ο ক) 
শহুরে পথে
Ο খ) 
গ্রাম্য পথে
Ο গ) 
মেঠোপথে
Ο ঘ) 
বুনোপথে

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
‘পল্লিজননী’র জীবনবাস্তবতায় জড়িয়ে আছে -
i. দারিদ্র‌্য
ii. অসহায়ত্ব
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
‘হর্ষ’ শব্দটির দ্বারা কবি কোনটি বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
বেদনা
Ο খ) 
আগ্রহ
Ο গ) 
উত্তেজনা
Ο ঘ) 
আনন্দ

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
‘পল্লিজননী’ কবিতায় ফুটে উঠেছে -
Ο ক) 
স্বজন হারানোর হাহাকার
Ο খ) 
রুগ্ন ছেলের আকুতি
Ο গ) 
গ্রামীণ প্রকৃতি ও মানুষ
Ο ঘ) 
অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
রুগ্ন ছেলের পাশে কে জাগেন?
Ο ক) 
মা
Ο খ) 
বাবা
Ο গ) 
মা ও বাবা
Ο ঘ) 
পরিবারের সবাই

  সঠিক উত্তর: (ক)

৮২.
সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি জসীমউদদীন লাভ করেন -
Ο ক) 
জগত্তারিণী পদক
Ο খ) 
নাসিরউদ্দীন স্বর্ণপদক
Ο গ) 
একুশে পদক
Ο ঘ) 
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার

  সঠিক উত্তর: (গ)

৮৩.
জসীমউদদীন সরকারের কোন বিভাগে চাকরি করেন?
Ο ক) 
সংস্কৃতি বিভাগে
Ο খ) 
তথ্য ও প্রচার বিভাগে
Ο গ) 
বেতার বিভাগে
Ο ঘ) 
সেবা বিভাগে

  সঠিক উত্তর: (খ)

৮৪.
কোনো একদিন মাকে না বলে ছেলে কোথায় গিয়েছির?
Ο ক) 
নদীতে
Ο খ) 
বিলে
Ο গ) 
খালে
Ο ঘ) 
দূর বনে

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
মা কাকে মরনের দূত ভেবেছেন?
Ο ক) 
কাকের ডাক
Ο খ) 
রাতের ঝড়
Ο গ) 
শীতের হাওয়া
Ο ঘ) 
হুতুম পেঁচা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কে ছেলেকে চুপ করে ঘুমোতে বলেছেন?
Ο ক) 
বাবা
Ο খ) 
মা
Ο গ) 
ডাক্তার
Ο ঘ) 
ইমাম

  সঠিক উত্তর: (খ)

৮৭.
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কবির কোন কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?
Ο ক) 
পল্লিজননী
Ο খ) 
কবর
Ο গ) 
ধানক্ষেত
Ο ঘ) 
দেশ

  সঠিক উত্তর: (খ)

৮৮.
নামাজের ঘর বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
খানকা
Ο খ) 
মসজিদ
Ο গ) 
মাদ্রাসা
Ο ঘ) 
জায়নামাজ

  সঠিক উত্তর: (খ)

৮৯.
‘মারে কত রাত আছে, কখন সকাল হবে!’ এ উক্তিতে প্রকাশ পেয়েছে রুগ্ন ছেলের -
Ο ক) 
যন্ত্রণা
Ο খ) 
আকাঙ্ক্ষা
Ο গ) 
অস্থিরতা
Ο ঘ) 
শখ

  সঠিক উত্তর: (গ)

৯০.
‘পল্লিজননী’ কবিতায় রুগ্ন ছেলের জন্য কী জোটে নি?
Ο ক) 
ওষুধ
Ο খ) 
ঝাড়-ফুঁক
Ο গ) 
পথ্য
Ο ঘ) 
পানিপড়া

  সঠিক উত্তর: (গ)

৯১.
ছেলের কোঁচ ভরা কী ছিল?
Ο ক) 
বেথুর
Ο খ) 
জাম
Ο গ) 
পেয়ারা
Ο ঘ) 
কুল

  সঠিক উত্তর: (ক)

৯২.
“বলেছে আমরা, মোসলমানের আড়ঙ দেখিতে নাই।” - এ বাক্যে প্রকাশিত হয়েছে -
i. গ্রামবাংলায় ফতোয়ার অপপ্রয়োগ
ii. বাঙালি মুসলমান পরিবারে ধর্মীয় অনুশাসন
iii. পল্লিজননীর অর্থনৈতিক অসামর্থ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
‘পল্লিজননী’ কবিতায় অনেকক্ষণ কথা বলে রুগ্ন ছেলে -
Ο ক) 
হাঁপিয়ে ওঠে
Ο খ) 
ঘুমিয়ে পড়ে
Ο গ) 
চুপ করে
Ο ঘ) 
গল্প শুনতে চায়

  সঠিক উত্তর: (গ)

৯৪.
আড়ঙের দিনে ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ন ছেলে পুতুল কিনতে চেয়েছিল কেন?
Ο ক) 
পুতুল তার প্রিয় খেলনা বলে
Ο খ) 
তার বন্ধুরা কিনেছিল বলে
Ο গ) 
বন্ধুকে উপহার দেবে বলে
Ο ঘ) 
তার কাছে টাকা ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৯৫.
যে পাখিগুলোর নাম ‘পল্লিজননী’ কবিতায় এসেছে -
i. দোয়েল, ডাহুক, কানাকুয়ো
ii. কানাকুয়ো, বাদুড়, হুতুম
iii. হুতুম, ডাহুক, বাদুড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৬.
প্রদীপটি কীসের?
Ο ক) 
কাচের
Ο খ) 
পিতলের
Ο গ) 
মাটির
Ο ঘ) 
টিনের

  সঠিক উত্তর: (গ)

৯৭.
পল্লিজননীর ঘরটি ছিল -
Ο ক) 
পাতার
Ο খ) 
বেড়ার
Ο গ) 
মাটির
Ο ঘ) 
ইটের

  সঠিক উত্তর: (খ)

৯৮.
‘কালি সাঁঝ’ কী?
Ο ক) 
কালিমাখা সাঁঝ
Ο খ) 
মেঘাচ্ছন্ন সাঁঝ
Ο গ) 
নিঝুম সন্ধ্যাবেলা
Ο ঘ) 
ঘোর সন্ধ্যাবেলা

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
কহিতে কহিতে মুখখানি ভাসে বলতে কবি কাকে বুঝিয়েছেন?
Ο ক) 
পল্লিজননীকে
Ο খ) 
রুগ্ন ছেলেকে
Ο গ) 
রহিম চাচাকে
Ο ঘ) 
করিমকে

  সঠিক উত্তর: (ক)

১০০.
মা ছেলের রোগমুক্তির জন্য ক’জনের কাছে আকুতি জানিয়েছেন?
Ο ক) 
একজনের কাছে
Ο খ) 
দুজনের কাছে
Ο গ) 
তিনজনের কাছে
Ο ঘ) 
চারজনের কাছে

  সঠিক উত্তর: (গ)

১০১.
পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র কোন কবির কবিতায় নতুন মাত্রা পেয়েছে?
Ο ক) 
জসীমউদদীন
Ο খ) 
আল মাহমুদ
Ο গ) 
জীবনানন্দ দাশ
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (ক)

১০২.
সুপারি বাগান কীসে আলোড়িত হয়?
Ο ক) 
ঝাপটা বাতাসে
Ο খ) 
বাদুড়ের পাখার বাতাসে
Ο গ) 
পাখির ডাকে
Ο ঘ) 
বাদুড়ের ডাকে

  সঠিক উত্তর: (খ)

১০৩.
‘পল্লিজননী’ কবিতায় ‘জোনাকী’ শব্দটি কবি ক’বার ব্যবহার করেছেন?
Ο ক) 
একবার
Ο খ) 
দুবার
Ο গ) 
তিনবার
Ο ঘ) 
চারবার

  সঠিক উত্তর: (খ)

১০৪.
জসীমউদদীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বিরামপুর
Ο খ) 
রসুলপুর
Ο গ) 
তাম্বুলখানা
Ο ঘ) 
মালখানা

  সঠিক উত্তর: (গ)

১০৫.
আড়ঙের দিনে খোকা কী কিনতে পয়সা চেয়েছিল?
Ο ক) 
ঘুড়ি
Ο খ) 
লাটাই
Ο গ) 
পুতুল
Ο ঘ) 
বাঁশি

  সঠিক উত্তর: (গ)

১০৬.
জসীমউদদীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
গোপালগঞ্জ
Ο খ) 
ফরিদপুর
Ο গ) 
মাদারীপুর
Ο ঘ) 
শরিয়তপুর

  সঠিক উত্তর: (খ)

১০৭.
পল্লিজননী কবিতায় রাকত কত বাকি আছে - এ প্রশ্ন কার?
Ο ক) 
মায়ের
Ο খ) 
ছেলের
Ο গ) 
মুয়াজ্জিনের
Ο ঘ) 
করিমের

  সঠিক উত্তর: (খ)

১০৮.
‘কোন দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দূর বনে।’ এই পঙক্তিতে সন্তানের যে ভাবটি ফুটে উঠেছে -
i. অনুগত
ii. অবাধ্য
iii. বখাটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৯.
‘পল্লিজননী’ কবিতায় রাতের আবহ -
i. গা ছমছমে
ii. স্তব্ধ নিঝুম
iii. ঘোর-ঘোর আঁধার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১০.
পচা পাতার দুর্গন্ধ কোথা থেকে আসছে?
Ο ক) 
পাশের খাল থেকে
Ο খ) 
এঁদো ডোবা থেকে
Ο গ) 
মজা পুকুর থেকে
Ο ঘ) 
ময়লার স্তূপ থেকে

  সঠিক উত্তর: (খ)

১১১.
‘পল্লিজননী’ কবিতায় কুঁড়েঘরে শীতের বায়ু আসছে কেন?
Ο ক) 
ঘরে বেড়া নেই বলে
Ο খ) 
বেড়া থাকলেও দরজা নেই বলে
Ο গ) 
বেড়ার জানালা খোলা বলে
Ο ঘ) 
জীর্ণ বেড়া ফাঁক হয়ে আছে বলে

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
মাটির প্রদীপ কার সাথে খেলা জমিয়েছে?
Ο ক) 
রুগ্ন ছেলের
Ο খ) 
জোনাকির
Ο গ) 
আঁধারের
Ο ঘ) 
বাতাসের

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
‘পল্লিজননী’ কবিতায় ছেলে মা-কে ঢ্যাঁপের মোয়া রাখতে বলেছে কোথায়?
Ο ক) 
ফুলঝুরি সিকা ভরে
Ο খ) 
সাত-নরি সিকা ভরে
Ο গ) 
সমুদ্র কলি সিকা-ভরে
Ο ঘ) 
আনার কলি সিকায়

  সঠিক উত্তর: (গ)

১১৪.
কানাকুয়ো কোথায় থাকে
Ο ক) 
বাঁশ বনে
Ο খ) 
সুপারি গাছে
Ο গ) 
হিজল গাছে
Ο ঘ) 
বটগাছে

  সঠিক উত্তর: (ক)

১১৫.
“আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুলায়ে এসেছে তেল” এটা কী?
Ο ক) 
উপমা
Ο খ) 
চিরকল্প
Ο গ) 
দৃষ্টান্ত
Ο ঘ) 
অনুষঙ্গ

  সঠিক উত্তর: (খ)

১১৬.
জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
Ο ক) 
রাখালী
Ο খ) 
নকশী কাঁথার মাঠ
Ο গ) 
ধানক্ষেত
Ο ঘ) 
বালুচর

  সঠিক উত্তর: (খ)

১১৭.
‘পল্লিজননী’ কবিতাটি জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Ο ক) 
ধানক্ষেত
Ο খ) 
বালুচর
Ο গ) 
নকশী কাঁথার মাঠ
Ο ঘ) 
রাখালী

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
খেজুরের গুড় দিয়ে কী তৈরি হয়?
Ο ক) 
মিছরি
Ο খ) 
পায়েশ
Ο গ) 
পাটালি
Ο ঘ) 
মোয়া

  সঠিক উত্তর: (গ)

১১৯.
মা খোকার অনেক চাহিদা অপূর্ণ রেখেছেন -
i. ইচ্ছাকৃতভাবে
ii. অনিচ্ছাকৃতভাবে
iii. সামর্থ্যের অভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২০.
মায়ের প্রাণ আই ঢাই করে কেন?
Ο ক) 
বনের বেথুল খেতে
Ο খ) 
রুগ্ন ছেলের অসুস্থতায়
Ο গ) 
দুরন্ত ছেলের অমঙ্গল শঙ্কায়
Ο ঘ) 
সন্ধ্যা হয়ে আসায়

  সঠিক উত্তর: (গ)

১২১.
‘মাটির পাত্র’ বোঝাতে কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক) 
খাচা
Ο খ) 
ধামা
Ο গ) 
কোলা
Ο ঘ) 
সিকা

  সঠিক উত্তর: (গ)

১২২.
মা চুপ করতে বলায় ছেলে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে?
Ο ক) 
মিনতি
Ο খ) 
ঘৃণা
Ο গ) 
রাগ
Ο ঘ) 
অভিমান

  সঠিক উত্তর: (গ)

১২৩.
‘বালাই বালাই, ভালো হবে যাদু মনে মনে জাল বোনে।’ - এখানে ‘যাদু’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
মৃত স্বামীকে
Ο খ) 
রুগ্ন ছেলেকে
Ο গ) 
মৃত বাবাকে
Ο ঘ) 
করিমকে

  সঠিক উত্তর: (খ)

১২৪.
‘হুড়ুম’ শব্দ দিয়ে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
মুড়ি
Ο খ) 
খই
Ο গ) 
চিড়া
Ο ঘ) 
কদমা

  সঠিক উত্তর: (ক)

১২৫.
মুনিরা যখন খুব ছোট তখন তার মা মারা গেছেন। তার কাছে মা কেবল স্মৃতি। সে বঞ্চিত -
Ο ক) 
মধুর স্মৃতি থেকে
Ο খ) 
মাতৃস্নেহ থেকে
Ο গ) 
শাসন থেকে
Ο ঘ) 
উপদেশ থেকে

  সঠিক উত্তর: (খ)

১২৬.
‘মোসলমানের আড়ঙ দেখিতে নাই’ - মায়ের একথা বলার কারণ -�
Ο ক) 
ধর্মীয়
Ο খ) 
সামাজিক
Ο গ) 
অর্থনৈতিক
Ο ঘ) 
সাংস্কৃতিক

  সঠিক উত্তর: (গ)

১২৭.
‘পল্লিজননী’ কবিতায় বনে কী রকম পাতা ঝরার কথা বলা হয়েছে?
Ο ক) 
সবুজ পাতা
Ο খ) 
হলদে পাতা
Ο গ) 
কচি পাতা
Ο ঘ) 
বুড়ো পাতা

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
‘পল্লিজননী’ কবিতায় কোন গুড়ের উল্লেখ আছে?
Ο ক) 
আখের
Ο খ) 
খেজুরের
Ο গ) 
তালের
Ο ঘ) 
নারকেলের

  সঠিক উত্তর: (খ)

১২৯.
আদর ও সেবা বোঝাতে যে কথাটি ‘পল্লিজননী’ কবিতায় এসেছে -
i. শিয়রে বসে একেলা জাগিছে মাতা
ii. দরগায় মানে দান
iii. সারা গায়ে দেয় হাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩০.
‘পল্লিজননী’ কবিতায় ‘মন’ বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক) 
হৃদয়
Ο খ) 
অন্তর
Ο গ) 
হিয়া
Ο ঘ) 
মর্ম

  সঠিক উত্তর: (গ)

১৩১.
‘পল্লিজননী’ কবিতায় মা বসেছিলেন ছেলের -
Ο ক) 
পায়ের কাছে
Ο খ) 
ডান পাশে
Ο গ) 
বাম পাশে
Ο ঘ) 
মাথার কাছে

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
জসীমউদদীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করে?
Ο ক) 
ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
Ο গ) 
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Ο ঘ) 
কলকাতা বিশ্ববিদ্যালয়

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
‘পল্লিজননী’ কবিতায় মা ‘বালাই’ বলেছেন -
Ο ক) 
মনের ভয় তাড়াতে
Ο খ) 
হুতোম পেঁচা তাড়াতে
Ο গ) 
অমঙ্গল চিন্তা দূর করতে
Ο ঘ) 
ছেলেকে ঘুম পাড়াতে

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
রুগ্ন ছেলে কী আবদার করে?
Ο ক) 
রুগ্ন অবস্থা অবস্থা হতে ভালো হতে
Ο খ) 
করিমের সাথে খেলতে দিতে
Ο গ) 
মায়ের গাল না খেতে
Ο ঘ) 
মাথায় মা’র হাত বুলিয়ে দিতে

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
রহিম চাচার ঝাড়া চাওয়ার মধ্য দিয়ে ফুটে উঠেছে খোকার -
i. সুস্থতা লাভের আকুতি
ii. মায়ের প্রতি অনাস্থা
iii. জীবনের প্রতি মায়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
কবি কাদের পোশাককে কুয়াশা কাফনের সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) 
জোনাকি মেয়েদের
Ο খ) 
বাদুড়দের
Ο গ) 
কানাকুয়োদের
Ο ঘ) 
ডাহুক পাখিদের

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
ভাসা ভাসা যত কথা বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
নানারকম কথা
Ο খ) 
নানা ঘটনার টুকরো স্মৃতি
Ο গ) 
জলে ভেসে যাওয়ার কথা
Ο ঘ) 
তুচ্ছ যত স্মৃতি

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
‘ওরে মুখপোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাঁঝে’। এখানে প্রকাশিত হয়েছে -
i. মায়ের আদরমাখা শাসন
ii. শুধুই ক্ষোভ
iii. প্রশ্রয়ের সুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদদীনকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করে?
Ο ক) 
পিএইচডি
Ο খ) 
কবিতীর্থ
Ο গ) 
এম.ফিল
Ο ঘ) 
ডি.লিট

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
জসীমউদদীনের মৃত্যু তারিখ হলো -
Ο ক) 
১১ মার্চ
Ο খ) 
১২ মার্চ
Ο গ) 
১৪ মার্চ
Ο ঘ) 
১৬ মার্চ

  সঠিক উত্তর: (গ)

১৪১.
‘পল্লিজননী’ কবিতার শুরুতে প্রকাশ পেয়েছে -
Ο ক) 
গভীর বেদনা
Ο খ) 
গভীর সহানুভূতি
Ο গ) 
স্তব্ধ রাতের থমথমে পরিবেশ
Ο ঘ) 
মমতাময়ী মায়ের রাত জাগা

  সঠিক উত্তর: (গ)

১৪২.
খোকার শিয়রে নিবু নিবু দীপ প্রতীকী ব্যঞ্জনা দেয় -
i. খোকার সঙ্গিন অবস্থার
ii. মায়ের বেদনাঘন অবস্থার
iii. রোগমুক্তির সম্ভাবনার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
রুগ্ন পরিবেশে মায়ের মনে কী জেগে ওঠে?
Ο ক) 
রুগ্ন সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা
Ο খ) 
মনে নানা অশুভ কথা
Ο গ) 
পুত্র হারানোর শঙ্কা
Ο ঘ) 
গত আড়ঙের কথা

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
আই ঢাই কার প্রাণ?
Ο ক) 
বাবার
Ο খ) 
রহিম চাচার
Ο গ) 
রুগ্ন ছেলের
Ο ঘ) 
মায়ের

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
মা খোকাকে কী বলে গালি দিয়েছেন?
Ο ক) 
বজ্জাত
Ο খ) 
সর্বনেশে
Ο গ) 
বাঁদর
Ο ঘ) 
মুখপোড়া

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
কত খ্রিস্টাব্দে জসীমউদদীন মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৭৫
Ο খ) 
১৯৭৬
Ο গ) 
১৯৭৭
Ο ঘ) 
১৯৭৮

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
‘সাত-নরি’, ‘ফুলঝুরি’ বলতে তুমি কী বোঝ?
Ο ক) 
একপ্রকার মিষ্টান্ন
Ο খ) 
একপ্রকার তৈজসপত্র
Ο গ) 
মাটির হাঁড়ি
Ο ঘ) 
হাঁড়ি রাখার সিকা

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
কবিতার ‘আড়ঙ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
আড্ডা
Ο খ) 
মেলা
Ο গ) 
বিপণি
Ο ঘ) 
উৎসব

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
পুত্রের অসুস্থতায় মায়ের অসহায়ত্বের পেছনে রয়েছে -
i. নিদারুন দারিদ্র‌্য
ii. সবার চিকিৎসা প্রাপ্যতার অভাব
iii. শত্রুর ভয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
‘পল্লিজননী’ কবিতায় কোনটি জমাট বাঁধার কথা বলা হয়েছে?
Ο ক) 
বুনো মশকের গান
Ο খ) 
জোনাকির গান
Ο গ) 
হুতুমের গান
Ο ঘ) 
কানাকুযোর গান

  সঠিক উত্তর: (ক)

১৫১.
কোনটি জসীমউদদীনের কাব্য নয়?
Ο ক) 
রাখালী
Ο খ) 
মানসী
Ο গ) 
এক পয়সার বাঁশি
Ο ঘ) 
মাটির কান্না

  সঠিক উত্তর: (খ)

১৫২.
আড়ঙের দিনে কী কেনার পয়সা জোটে নি?
Ο ক) 
বাঁশি
Ο খ) 
পুতুল
Ο গ) 
তৈজসপত্র
Ο ঘ) 
মিষ্টি

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
কীসের ডাক অকল্যাণ বয়ে আনে বলে মায়ের বিশ্বাস?
Ο ক) 
কুকুরের
Ο খ) 
হুতুমের
Ο গ) 
গরুর
Ο ঘ) 
বিড়ালের

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মৃদু শাসন
Ο খ) 
সোহাগ
Ο গ) 
সান্ত্বনা
Ο ঘ) 
দোয়া

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
মা মসজিদে কী মানত করেন?
Ο ক) 
সিন্নি
Ο খ) 
টাকা
Ο গ) 
মোমবাতি
Ο ঘ) 
কুরআন শরিফ

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
বিরহিণী ডাহুকের ডাক পল্লিজননীর মনে কোন অনুভূতির জোগান দেয়?
Ο ক) 
আনন্দের
Ο খ) 
বেদনার
Ο গ) 
শূন্যতার
Ο ঘ) 
পূর্ণতার

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
ছেলে কাকে লাটােই যত্ন করে রাখতে বলে?
Ο ক) 
বড় বোনকে
Ο খ) 
করিমকে
Ο গ) 
মাকে
Ο ঘ) 
আজিজকে

  সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
“তোমরা দেখছনি কেউ তারে -
আমার সাতরাজার ধন নয়নমণি কোথায় যেতে পারে?”
১৫৮.
উদ্দীপকের সাথে নিচের কোনটির মিল আছে?
Ο ক) 
রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা
Ο খ) 
মা কয়, ‘বাছারে! চুপটি করিয়া ঘুমোত একটি বার
Ο গ) 
পান্ডুর গালে চুমো খায় মাতা। সারা গায়ে দেয় হাত
Ο ঘ) 
ওরে মুখপোড়া কোথা গিয়াছিলি এমনি এ কালি সাঁঝে

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
মিলটি যে দিক থেকে বিবেচ্য -
i. উৎকন্ঠা
ii. প্রগাঢ় বাৎসল্য
iii. সন্তান প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

1 টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...