NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-১: উন্নততর জীবনধারা (252-500)

২৫২.
ফুসফুসে ক্যান্সার দেখা দেওয়ার কত দিনের মধ্যে রোগী মৃত্যুবরণ করে?
Ο ক) 
৮-১২ মাস
Ο খ) 
২-৫ বছর
Ο গ) 
৪ বছর
Ο ঘ) 
৫ বছর

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
কোনটি খাদ্যের মুখ্য উপাদান?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
শর্করা
Ο গ) 
পানি
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
আত্তীকরণ
Ο খ) 
পরিপাক
Ο গ) 
‌শ্বসন
Ο ঘ) 
প্রস্বেদন

  সঠিক উত্তর: (খ)

২৫৫.
সূর্যালোকের অতিবেগুণি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
Ο ক) 
ভিটামিন 'A'
Ο খ) 
ভিটামিন 'C'
Ο গ) 
ভিটামিন 'D'
Ο ঘ) 
ভিটামিন 'E'

  সঠিক উত্তর: (গ)

২৫৬.
সুষম খাদ্যের তালিকায় থাকা প্রয়োজন-
i. দেহর্গঠনকারী খাদ্য
ii. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য
iii. প্রতিরক্ষামূলক খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৭.
দেহে কোনটির পরিমাণ কমে গেল রক্তশূণ্যতা রোগ হয়?
Ο ক) 
কোবালামিন
Ο খ) 
পিরিডক্সিন
Ο গ) 
হিমোগ্লোবিন
Ο ঘ) 
ইসুলিন

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো-
Ο ক) 
BME
Ο খ) 
BSI
Ο গ) 
MBI
Ο ঘ) 
BMI (Body Mass Index)

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
প্রত্যেক মানুসের কমপক্ষে দৈনিক কতঘন্টা ঘুমের প্রয়োজন?
Ο ক) 
4
Ο খ) 
6
Ο গ) 
10
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (খ)

২৬০.
মানসিক অবসাদ ও ক্লান্তি কোন ভিটামিনের অভাজনিত লক্ষণ?
Ο ক) 
রিবোফ্ল্যাভিন
Ο খ) 
থায়ামিন
Ο গ) 
পিরিডক্সিন
Ο ঘ) 
কোবালামিন

  সঠিক উত্তর: (খ)

২৬১.
স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে-
i. ভিটামিন-ডি
ii. ভিটামিন-ই
iii. ভিটামিন-কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

২৬২.
ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি প্রদান করে-
Ο ক) 
শর্করা
Ο খ) 
আমিষ
Ο গ) 
ভিটামিন সি
Ο ঘ) 
ভিটামিন ই

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
Ο ক) 
৩.১
Ο খ) 
৪.১
Ο গ) 
৫.১
Ο ঘ) 
৬.১

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে-
i. শর্করা
ii. ভিটামিন
iii. খনিজ লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
ভিটামিন 'A' ক্যপসুল খেয়ে কোন রোগ নিরাময় করা যায়?
Ο ক) 
আলসার
Ο খ) 
অ্যাানিমিয়া
Ο গ) 
রাতকানা
Ο ঘ) 
মেরাসমাস

  সঠিক উত্তর: (গ)

২৬৬.
ধুমপানের ফলে নিচের কোন রোগটি হয়?
Ο ক) 
পোলিও
Ο খ) 
আমাশয়
Ο গ) 
ফুসফুসে ক্যান্সার
Ο ঘ) 
জন্ডিস

  সঠিক উত্তর: (গ)

২৬৭.
ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে?
Ο ক) 
পটাসিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম কার্বাইড
Ο গ) 
সোডিয়াম ফসফেট
Ο ঘ) 
নাইট্রিক এসিড

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
শিশু এবং বাড়ন্ত বালক-বালিকাদের প্রতি কেজি দৈহিক ওজনে কী পরিমাণ প্রোটিন গ্রহণে সুপারিশ করা হয়েছে?
Ο ক) 
২-৩ গ্রাম
Ο খ) 
৩-৪ গ্রাম
Ο গ) 
২-৪ গ্রাম
Ο ঘ) 
১-৩ গ্রাম

  সঠিক উত্তর: (খ)

২৬৯.
একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে লৌহের প্রয়োজন-
Ο ক) 
২৮ gm
Ο খ) 
১২ gm
Ο গ) 
৯ gm
Ο ঘ) 
১০ gm

  সঠিক উত্তর: (গ)

২৭০.
স্নায়ু ও মস্তিষ্কের কাজ, প্রজনন সম্পন্ন করার জন্য খাদ্য কোনটির উপস্থিতি অতি আবশ্যক?
Ο ক) 
ভিটামিন 'A'
Ο খ) 
ভিটামিন B কমপ্লেক্স
Ο গ) 
নিয়াসিন
Ο ঘ) 
থায়ামিন

  সঠিক উত্তর: (খ)

২৭১.
কোন শর্করাটি প্রাণিজ উৎস?
Ο ক) 
দুধ
Ο খ) 
শাক-সবজি
Ο গ) 
পেপে
Ο ঘ) 
ভুট্টা

  সঠিক উত্তর: (ক)

২৭২.
ধূমপানে ফলে মানবদেহে যে ধরনের রোগ হয়-
i. ফুসফুসে ক্যান্সার
ii. ল্যারিংক্স
iii. অ্যানিমিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৩.
ভিটামিন-সি এর অভাবে-
i. অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না
ii. ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়
iii. দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
গর্ভবতী স্ক্রী লোকের প্রত্যহ ক্যালসিয়াম প্রয়োজন-
Ο ক) 
৬০০-৮০০ gm
Ο খ) 
৮০০-১০০০ gm
Ο গ) 
১০০০ gm
Ο ঘ) 
১২০০ gm

  সঠিক উত্তর: (গ)

২৭৫.
সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটি?
Ο ক) 
আফিম
Ο খ) 
হেরোইন
Ο গ) 
ম্যারিজুয়ানা
Ο ঘ) 
কোকেন

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
একজন ৫৭ কেজি ওজনকারী ব্যক্তির প্রোটিন চাহিদা হবে-
Ο ক) 
১০০ গ্রাম
Ο খ) 
৮০ গ্রাম
Ο গ) 
৫৭ গ্রাম
Ο ঘ) 
৭৫ গ্রাম

  সঠিক উত্তর: (গ)

২৭৭.
ভিটামিন 'D' এর আধিক্যের কারণে বৃক্ক, হৃৎপিন্ড ও ধমনিতে কোনটি জমা হতে থাকে?
Ο ক) 
ফসফরাস
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
পটাসিয়াম
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (খ)

২৭৮.
HIV এক ধরনের-
Ο ক) 
ছত্রাক
Ο খ) 
রক্তকণিকা
Ο গ) 
বিশেষ ভাইরাস
Ο ঘ) 
ব্যাকটেরিয়া

  সঠিক উত্তর: (গ)

২৭৯.
কো-এনজাইম মূলত কী?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
নন প্রোটিন
Ο গ) 
ফ্রাট
Ο ঘ) 
কার্বহাইড্রেট

  সঠিক উত্তর: (খ)

২৮০.
চর্বি কী?
Ο ক) 
সম্পৃক্ত ফ্যাটি এসিড
Ο খ) 
অসম্পৃক্ত ফ্যাটি এসিড
Ο গ) 
সাইট্রিক এসিড
Ο ঘ) 
পাইরুভিক এসিড

  সঠিক উত্তর: (ক)

২৮১.
রাফেজ হচ্ছে শস্যদানা, ফল, সবজির অপাচ্য তন্তুময় অংশ। এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
দেহে চর্বির পরিমাণ বৃদ্ধি করে
Ο খ) 
স্থূলতা বৃদ্ধি করে
Ο গ) 
ক্ষুধার প্রবণতা বাড়ায়
Ο ঘ) 
হৃদরোগ প্রতিরোধ করে

  সঠিক উত্তর: (ঘ)

২৮২.
মাদকাসক্ত ব্যক্তির মধ্যে কোন লক্ষণ প্রকাশ পায়?
Ο ক) 
কর্মবিমুখ ও হতাশা
Ο খ) 
চুল পড়ে যাওয়া
Ο গ) 
রক্তশূণ্যতা
Ο ঘ) 
মুখে ক্ষত সৃষ্টি হওয়া

  সঠিক উত্তর: (ক)

২৮৩.
রিবোফ্ল্যাভিন ভিটামিন উপস্থিত-
Ο ক) 
মাছে
Ο খ) 
আটায়
Ο গ) 
সবুজ-শাক-সবজিতে
Ο ঘ) 
ডালে

  সঠিক উত্তর: (গ)

২৮৪.
ড্রাগের উপর কোন ব্যাক্তির আসক্তি জন্মাতে পারে-
i. হতাশা ও দূর করার জন্যে
ii. পারিবারিক অশান্তির জন্যে
iii. অধিক লেখাপড়া করার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮৫.
মানবদেহে স্নেহে পদার্থের কাজ-
i. সর্বাধিক তাপ ও শক্তি উৎপন্ন করে
ii. দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে
iii. চর্মরোগ প্রতিরোধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৬.
স্থূল দেহের অধিকারীদের BMI-
Ο ক) 
২০-২৫
Ο খ) 
১৯-২৩
Ο গ) 
২৫ এর অধিক
Ο ঘ) 
৩০ এর অধিক

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
কবুতরের পেশির মাংসে কোনটি থাকে?
Ο ক) 
ফ্রুকটোজ
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
কাবোর্হাইড্রেট
Ο ঘ) 
গ্লাইকোজেন

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮.
খনিজ লবণের কাজ হলো-
i. দেহের গঠন উপাদান অংশ নেয়
ii. পেশি সংকোচনে সহায়তা করে না
iii. বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৯.
দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে কোনটি?
Ο ক) 
ভিটামিন-ডি
Ο খ) 
ভিটামিন-এ
Ο গ) 
ভিটামিন-সি
Ο ঘ) 
ভিটামিন-কে

  সঠিক উত্তর: (খ)

২৯০.
অস্থি ও দাঁত গঠন করা কোনটির প্রধান কাজ?
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
লৌহ
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (গ)

২৯১.
লবণের দ্রবণকে কী বলে?
Ο ক) 
ব্রাইন
Ο খ) 
ব্রেইন
Ο গ) 
ক্রেইন
Ο ঘ) 
ব্রাউন

  সঠিক উত্তর: (ক)

২৯২.
ধূমপান ও তামাকজাত পদার্থের নিয়ন্ত্রণে-
i. সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে
ii. তামাক দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করতে হবে
iii. যত্রতত্র ধুমপান করা নিষিদ্ধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
রক্তের একটি প্রধান উপাদান-
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
লৌহ
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

২৯৪.
ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
Ripen
Ο খ) 
Ethylene
Ο গ) 
Ripen & Ethylene
Ο ঘ) 
Sodium benzoate

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
নিচের কোনটি থেকে ভিটামিন-সি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
Ο ক) 
পনির
Ο খ) 
কাঁঠাল
Ο গ) 
কলমিশাক
Ο ঘ) 
মুলাশাক

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে-
i. প্রোটিন
ii. খনিজ লবণ
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৭.
ঘি, মাখন, বিভিন্ন ধরনের তেল, যথা-বাদাম, সরিষা, ইত্যাদি প্রথম শ্রেণির স্নেহজাতীয় খাদ্য। কারণ-
Ο ক) 
এতে শতকরা ১০০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο খ) 
এতে শতকরা ৮০-৯০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο গ) 
এতে শতকরা ৬০-৭০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο ঘ) 
এতে কোনো প্রকার স্নেহ পদার্থ থাকে না

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
রাফেজ প্রতিরোধ করে-
i. কোষ্ঠকাঠিন্য
ii. হৃদরোগ�
iii. ডায়াবেটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৯.
শর্করা দহনে কী পরিমাণে শক্তি উৎপন্ন হয়?
Ο ক) 
২.৬ কিলোক্যালরি
Ο খ) 
৪.২ কিলোক্যালরি
Ο গ) 
৪.১ কিলোক্যালরি
Ο ঘ) 
৩.৮ কিলোক্যালরি

  সঠিক উত্তর: (গ)

৩০০.
কোনটি টমেটোর সসকে দ্রুত নষ্ট করে ফেলে?
Ο ক) 
ইস্ট
Ο খ) 
পেনিসিলিন
Ο গ) 
ব্যাকটেরিয়া
Ο ঘ) 
ভাইরাস

  সঠিক উত্তর: (ক)

৩০১.
কোন দেশগুলোতে AIDS এর প্রকোপ সবচেয়ে বেশি?
Ο ক) 
এশিয়ার
Ο খ) 
ইউরোপের
Ο গ) 
অস্ট্রেলিয়ার
Ο ঘ) 
আফ্রিকার

  সঠিক উত্তর: (ঘ)

৩০২.
প্রাণিজ স্নেহপদার্থের উৎস হচ্ছে-
i. চর্বিসহ মাংস
ii. ডিমের কুসুম
iii. পনির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
দাঁত ও মাড়ি শক্ত রাখতে কোন ভিটামিন প্রয়োজন?
Ο ক) 
ভিটামিন 'A'
Ο খ) 
ভিটামিন 'B'
Ο গ) 
ভিটামিন 'C'
Ο ঘ) 
ভিটামিন 'K'

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
প্রানীদের স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখায় কোনটি অপরিহার্য?
Ο ক) 
ভিটামিন
Ο খ) 
প্রোটিন
Ο গ) 
খনিজ লবণ
Ο ঘ) 
শর্করা

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
প্রাণিদেহের গঠনে অপরিহার্য উপাদান হলো-
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
শর্করা
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
খাদ্যপ্রাণ

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
ক্যালসিয়ামের উৎস হচ্ছে-
i. ছোট মাছ
ii. ফল
iii. কচুশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৭.
কোষের গঠন ও কার্যবলি কিসের সাহায্য নিয়ন্ত্রিত হয়?
Ο ক) 
লাইসিন
Ο খ) 
ফিনাইল
Ο গ) 
প্রোটিন
Ο ঘ) 
শর্করা

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
কোনটি খাদ্যের মুখ্য উপাদানের অন্তর্ভুক্ত-
i. ভিটামিন
ii. শর্করা
iii. আমিষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
ক্যালসিয়ামের প্রাণিজ উৎস হচ্ছে-
i. শুটকি মাছ
ii. ডিম
iii. কড মাছের তেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১০.
জীবের জীবনীশক্তি যোগান দেয়-
i. গ্লুকোজ
ii. খনিজ লবণ
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১১.
কোনটি ভিটামিন-ডি এর প্রধান উৎস?
Ο ক) 
যকৃৎ
Ο খ) 
বাঁধাকপি
Ο গ) 
আম
Ο ঘ) 
মাখন

  সঠিক উত্তর: (ঘ)

৩১২.
ভিটামিন 'C' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
Ο ক) 
স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিডের বিপাক কাজে
Ο খ) 
স্নেহ, আমিষ ও ফলিক এসিডের বিপাক কাজে
Ο গ) 
প্রোটিন ও পাইরুভিক এসিডের বিপাক কাজে
Ο ঘ) 
শর্করা ও ফসফোরিক এসিডের বিপাক কাজে

  সঠিক উত্তর: (ক)

৩১৩.
লৌহের প্রধান কাজ কী?
Ο ক) 
হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা
Ο খ) 
দেহের ওজন বৃদ্ধি করা
Ο গ) 
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
Ο ঘ) 
অস্থি ও দাঁতের গঠন শক্ত করা

  সঠিক উত্তর: (ক)

৩১৪.
রাফেজের প্রধান উৎস হলো-
i. খোসাসমেত টাটকা ফল
ii. শাক-সবজি
iii. ভাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
Sorbates কোনটির লবণ?
Ο ক) 
Sorbic acid
Ο খ) 
Sulfuric acid
Ο গ) 
Benzoic acid
Ο ঘ) 
Sulfuric acid

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
কোনটি দ্বারা শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান দেহের সর্বত্র পরিবাহিত হয়?
Ο ক) 
লৌহ
Ο খ) 
পানি
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (খ)

৩১৭.
মাছ, মাংস ও ডিমে চর্বির পরিমাণ কত?
Ο ক) 
১০-৩০ শতাংশ
Ο খ) 
১০-৪০ শতাংশ
Ο গ) 
৭০-৮০ শতাংশ
Ο ঘ) 
৭০-৯০ শতাংশ

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
পুষ্টির উৎসকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

৩১৯.
গ্লুকোজ-
i. চিনির তুলনায় কম মিষ্টি
ii. আপেল ও গাজরে পাওয়া যায়
iii. আঙুর ও খেজুরে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২০.
নিচের কোন খাদ্যে পর্যাপ্ত আমিষ আছে?
i. মাছ
ii. কলা
iii. ডাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
 ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২১.
এইডস রোগের প্রধান কারণ কী?
Ο ক) 
অনিয়ন্ত্রিত যৌন সংযোগ
Ο খ) 
মাদকাদ্রব্য সেবন করা
Ο গ) 
অপরিচ্ছন্ন থাকা
Ο ঘ) 
অতিরিক্ত ধুমপান করা

  সঠিক উত্তর: (ক)

৩২২.
করলা থেকে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
Ο ক) 
থায়ামিন
Ο খ) 
ভিটামিন-এ
Ο গ) 
অ্যাসকারবিক এসিড
Ο ঘ) 
নিয়াসিন

  সঠিক উত্তর: (গ)

৩২৩.
জেরপথ্যালমিয়া রোগ হলে ব্যক্তির-
Ο ক) 
চোখে কম দেখতে পায়
Ο খ) 
রাতে দেখতে পায় না
Ο গ) 
চোখ দিয়ে পানি পড়ে
Ο ঘ) 
পুরোপুরি অন্ধ হয়ে যায়

  সঠিক উত্তর: (ঘ)

৩২৪.
একজন পূর্ণবয়স্ক মহিলার সুষম খাদ্য তালিকায় দৈনিক পাতবহুল সবজির প্রয়োজন-
Ο ক) 
৩৫০ গ্রাম
Ο খ) 
১৪৬ গ্রাম
Ο গ) 
৫৫ গ্রাম
Ο ঘ) 
৫৮ গ্রাম

  সঠিক উত্তর: (খ)

৩২৫.
প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ কত?
Ο ক) 
২০ gm
Ο খ) 
৩০ gm
Ο গ) 
৪০ gm
Ο ঘ) 
৫০ gm

  সঠিক উত্তর: (ঘ)

৩২৬.
একজন মানুষের দৈনিক কী পরিমাণ ভিটামিন 'A' প্রয়োজন?
Ο ক) 
২০০০ I.U
Ο খ) 
১৫০০  I.U
Ο গ) 
১৪০০ I.U
Ο ঘ) 
২৫০০ I.U

  সঠিক উত্তর: (ঘ)

৩২৭.
স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো-
i. A, D, E
ii. A, B, C
iii. A, D, K
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার নিষিদ্ধ?
Ο ক) 
ফ্রিজিং
Ο খ) 
রেফ্রিজারেশন
Ο গ) 
ফরমালিন
Ο ঘ) 
চিনি ও লবণের দ্রবণ

  সঠিক উত্তর: (গ)

৩২৯.
ক্যালরির প্রাপ্যতার উপর ভিত্ত করে সাধারণভাবে-
i. মোট ক্যালরির ১৫ শতাংশ প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া উচিত
ii. মোট ক্যালরির ৫০-৬০ শতাংশ শর্করা জাতীয় খাদ্য খাওয়া উচিত
iii. মোট ক্যালরির ২০ শতাংশ অস্মৃক্ত চর্বি জাতীয় খাদ্য খাওয়া উচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
সুষম খাদ্য তালিকায় দেহ গঠনের উপযোগী খাদ্য কোনগুলো-
Ο ক) 
দুধ, ডাল, শাক-সবজি
Ο খ) 
চাল, আলু, গম
Ο গ) 
মাছ, মাংস, ডিম
Ο ঘ) 
গুড়, চিনি, ঘি

  সঠিক উত্তর: (গ)

৩৩১.
পশু ও পাখি জাতীয় প্রাণীতে কোন শর্করাটি উপস্থিত?
Ο ক) 
ল্যাকটোজ
Ο খ) 
গ্লাইকোজেন
Ο গ) 
সুক্রোজ
Ο ঘ) 
সেলুলোজ

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
বাড়ন্ত শিশুদের প্রত্যহ কী পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন?
Ο ক) 
২০০-৪০০ gm
Ο খ) 
২০০-৩০০ gm
Ο গ) 
৫০০-৬০০ gm
Ο ঘ) 
৪০০-৬০০ gm

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
ক্যারোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে-
Ο ক) 
মাছ
Ο খ) 
মাংস
Ο গ) 
দুধ
Ο ঘ) 
গাজর

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪.
বাদামের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
গ্লুকোজ
Ο খ) 
শ্বেতসার
Ο গ) 
সেলুলোজ
Ο ঘ) 
ফ্রুকটোজ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৫.
এক অণু বিশিষ্ট শর্করা কোনটি?
Ο ক) 
মনোস্যাকারাইড
Ο খ) 
ডাইস্যাকরাইড
Ο গ) 
পলিস্যাকারাইড
Ο ঘ) 
ট্রাইস্যাকারাইড

  সঠিক উত্তর: (ক)

৩৩৬.
অস্বাভাবিক BMI কোনটি?
Ο ক) 
১৫-১৯
Ο খ) 
১৯-২৪
Ο গ) 
২৫ এর অধিক
Ο ঘ) 
৩০ এর অধিক

  সঠিক উত্তর: (গ)

৩৩৭.
কোনটি পরিপাকে সহায়তা করে?
Ο ক) 
লৌহ
Ο খ) 
রাফেজ
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
প্রাণিজ উৎসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন 'A' পাওয়া যায়-
Ο ক) 
গরুর দুধে
Ο খ) 
যকৃতে
Ο গ) 
ছানায়
Ο ঘ) 
কড মাছে

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৯.
দেহে অতিরিক্ত স্নেহ পদার্থ থাকলে কী হবে?
i. দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাবে
ii. মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করতে
iii. দেহের ওজন হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪০.
লৌহ রক্তের একটি প্রধান উপাদান কারণ-
i. অস্থিমজ্জা, যকৃত, লোহিত রক্তকণিকায় সঞ্চিত থাকে
ii. এর প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা
iii. এর অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
নিচের কোনটি রাফেজযুক্ত খাবারের গুরুত্ব?
Ο ক) 
বারবার ক্ষুধার প্রবণতা কমায়
Ο খ) 
পানি শোষণ করে না
Ο গ) 
স্থূলতা বৃদ্ধি করে
Ο ঘ) 
মলের পরিমাণ হ্রাস করে

  সঠিক উত্তর: (ক)

৩৪২.
দীর্ঘদিন কোন উপাদানটির অভাবে দেহে সঞ্চিত প্রোটিন ক্ষয় এবং ওজন হ্রাস পায়?
Ο ক) 
শ্বেতসার
Ο খ) 
সেলুলোজ
Ο গ) 
স্নেহ পদার্থ
Ο ঘ) 
গ্লুকোজ

  সঠিক উত্তর: (গ)

৩৪৩.
AIDS কী?
Ο ক) 
মানসিক ব্যাধি
Ο খ) 
স্বাস্থ্যহীনতা
Ο গ) 
পুষ্টিহীনতা
Ο ঘ) 
সংক্রামক রোগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৪.
পাকা পেঁপেতে উল্লেখযোগ্য হারে ক্যারোটিন সমৃদ্ধ?
Ο ক) 
করলা
Ο খ) 
পাটশাক
Ο গ) 
ফুলকপি
Ο ঘ) 
কাঁচামরিচ

  সঠিক উত্তর: (খ)

৩৪৫.
সুষম খাদ্য গঠনে কোনটি অত্যাবশ্যকীয় নয়?
Ο ক) 
আমিষ
Ο খ) 
চর্বি
Ο গ) 
ভাত
Ο ঘ) 
শর্করা

  সঠিক উত্তর: (গ)

৩৪৬.
কোনটির প্রধান অংশ শর্করা?
Ο ক) 
সরিষার
Ο খ) 
আলুর
Ο গ) 
ইলিশ-মাছের
Ο ঘ) 
পেয়ারার

  সঠিক উত্তর: (খ)

৩৪৭.
চর্বি হল-
i. কঠিন স্নেহ পদার্থ
ii. অসম্পৃক্ত ফ্যাটি এসিড
iii. সম্পৃক্ত ফ্যাটি এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪৮.
ভিটামিন A এর কাজ হলো-
i. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করা
ii. দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে
iii. দাঁতের মাড়ি সুস্থ রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
স্নেহ পদার্থ গঠিত হয়-
Ο ক) 
লিপিড ও প্রোটিন সমন্বয়ে
Ο খ) 
অক্সিজেন ও নাইট্রোজেন সমন্বয়ে
Ο গ) 
ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে
Ο ঘ) 
কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
নিচের কোন খাদ্য দুটির ১০০ গ্রাম খাদ্য থেকে সমান পরিমাণে প্রোটিন পাওয়া যায়?
Ο ক) 
দই,মহিষের দুধ
Ο খ) 
কাতলা, মৃগেল
Ο গ) 
ক্ষীর, গরুর দুধ
Ο ঘ) 
দই,ক্ষীর

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
প্রাণিদেহে পানি রয়েছে শতকরা-
Ο ক) 
২০-৩০ ভাগ
Ο খ) 
৪০-৫০ ভাগ
Ο গ) 
৫০-৬০ ভাগ
Ο ঘ) 
৬০-৭৫ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৫২.
পুষ্টির ইংরেজি শব্দ কী?
Ο ক) 
Nutriceae
Ο খ) 
Nuclear
Ο গ) 
Nutrtion
Ο ঘ) 
Nucleus

  সঠিক উত্তর: (গ)

৩৫৩.
কোন খনিজ পদার্থটির অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে?
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
পটাসিয়াম
Ο গ) 
শক্তি উৎপাদনে
Ο ঘ) 
রোগ প্রতিরোধে

  সঠিক উত্তর: (খ)

৩৫৪.
পাম তেল কোন ভিটামিন এর উত্তম উৎস?
Ο ক) 
ভিটামিন-ই
Ο খ) 
ভিটামিন-ডি
Ο গ) 
ভিটামিন-সি
Ο ঘ) 
ভিটামিন-কে

  সঠিক উত্তর: (ক)

৩৫৫.
বমিভাব দেখা দেয় কোনটির অভাবে?
Ο ক) 
থায়ামিন
Ο খ) 
রাইবোফ্ল্যাভিন
Ο গ) 
ভিটামিন-সি
Ο ঘ) 
পিরিডক্সিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৬.
১০০ গ্রাম ওজেনের শোল মাছ থেকে কী পরিমাণের শক্তি পাওয়া যায়?
Ο ক) 
৯৪ ক্যালরি
Ο খ) 
১৭৩ ক্যালরি
Ο গ) 
১৭৬ ক্যালরি
Ο ঘ) 
২৭৬ ক্যালরি

  সঠিক উত্তর: (গ)

৩৫৭.
শর্করার পুষ্টিগত গুরুত্ব হলো-
i. শর্করা দহনে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে
ii. শর্করা থোকে লিপিড ও প্রোটিন সংশ্লেষ হয়
iii. নিউক্লিয় এসিড গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৮.
কোষের নিউক্লিয় অ্যাসিড হচ্ছে-
i. DNA
ii. RNA
iii. ATP
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৯.
আমাদের দেহে কোন খাবারকে প্রধান হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) 
সকালের
Ο খ) 
দুপুরের
Ο গ) 
বিকালের
Ο ঘ) 
রাতের

  সঠিক উত্তর: (খ)

৩৬০.
নিচের কোনট ড্রাগ আসক্তির কারণ?
Ο ক) 
অপরিচ্ছন্ন থাকা
Ο খ) 
মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য
Ο গ) 
খেলাধুলা
Ο ঘ) 
পড়াশুনা

  সঠিক উত্তর: (খ)

৩৬১.
ভিটামিন 'A' এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কোন রোগটি হয়ে থাকে?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
জেরপথ্যালমিয়া
Ο গ) 
অ্যানিমিয়া
Ο ঘ) 
কোয়াশিয়রকর

  সঠিক উত্তর: (খ)

৩৬২.
শরীরের পানি শতকরা কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১০

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৩.
দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ কোনটি ছাড়া চলতে পারে না?
Ο ক) 
পানি
Ο খ) 
লৌহ
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
গ্লুকোজ

  সঠিক উত্তর: (ক)

৩৬৪.
জেরপৃথ্যালমিয়া কী ধরনের রোগ?
Ο ক) 
পাকস্থলীর আলসার
Ο খ) 
চোখের কর্নিয়ার আলসার
Ο গ) 
রক্তশূণ্যতা
Ο ঘ) 
মেরাসমাসের প্রাথমিক পর্যায়

  সঠিক উত্তর: (খ)

৩৬৫.
ভিটামিন 'E' এর প্রধান উৎস কী?
Ο ক) 
শাক-সবজি
Ο খ) 
ডিমের কুসুম
Ο গ) 
মটরশুটি
Ο ঘ) 
তুলা বীজের তেল

  সঠিক উত্তর: (ক)

৩৬৬.
একমাত্র প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়-
i. ভিটামিন 'A'
ii. ভিটামিন 'D'
iii. ভিটামিন 'K'
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
 ii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৬৭.
অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখতে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
Ο ক) 
ক্যালসিয়াম
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
ম্যাগনেসিয়াম

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
১০০ গ্রাম মুরগির মাংসের শক্তিমূল্য কত?
Ο ক) 
১০৯ ক্যালরি
Ο খ) 
১১৮ ক্যালরি
Ο গ) 
২৫.৯ ক্যালরি
Ο ঘ) 
১৭৬ ক্যালরি

  সঠিক উত্তর: (ক)

৩৬৯.
ছোলা কোন শ্রেণির খাদ্য?
Ο ক) 
মাংস
Ο খ) 
সবজি ও ফল
Ο গ) 
দুধ
Ο ঘ) 
শস্যদানা

  সঠিক উত্তর: (ক)

৩৭০.
ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয় কোনটির অভাবে?
Ο ক) 
ভিটামিন-সি
Ο খ) 
ভিটামিন-এ
Ο গ) 
ভিটামিন-ডি
Ο ঘ) 
ভিটামিন-ই

  সঠিক উত্তর: (খ)

৩৭১.
খাদ্যে ভিটামিন B কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক কারণ-
i. পেলেগ্রা রোগ হতে রক্ষা করে
ii. রক্তশূন্যতা থেকে রক্ষা করে
iii. অ্যানিমিয়া থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭২.
কোনটি দৈহিক ওজনের কতভাগ পানি?
Ο ক) 
৪৫-৬০ %
Ο খ) 
৬০-৭৫ %
Ο গ) 
৭৫-৮০ %
Ο ঘ) 
৮০-৮৫%

  সঠিক উত্তর: (খ)

৩৭৩.
কোনটি প্রাণিজ আমিষের উদাহরণ?
Ο ক) 
ডাল
Ο খ) 
বাদাম
Ο গ) 
ছানা
Ο ঘ) 
মটরশুঁটি

  সঠিক উত্তর: (গ)

৩৭৪.
তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
Ο ক) 
থায়ামিন
Ο খ) 
নিয়াসিন
Ο গ) 
কোবালামিন
Ο ঘ) 
নিকোটিন

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৫.
জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়-
Ο ক) 
পরিপাকের দ্বারা
Ο খ) 
‌উৎসেচক দ্বারা
Ο গ) 
আলোর দ্বারা
Ο ঘ) 
‌তাপের দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৩৭৬.
কোনটি কারণে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয়?
Ο ক) 
পেলেগ্রা রোগ
Ο খ) 
রক্তশূণ্যতা
Ο গ) 
অ্যানিমিয়া চোখ
Ο ঘ) 
জন্ডিস

  সঠিক উত্তর: (ক)

৩৭৭.
প্রাণিজ স্নেহ পদার্থের উৎস কোনটি?
Ο ক) 
বাদাম
Ο খ) 
পনির
Ο গ) 
সরিষা
Ο ঘ) 
মুরগির যকৃৎ

  সঠিক উত্তর: (খ)

৩৭৮.
কোন গাছের পাতা শুকিয়ে তামাক তৈরি হয়?
Ο ক) 
Adhatoda vasica
Ο খ) 
Nicotiana tabacum
Ο গ) 
Melia azaditachta
Ο ঘ) 
Dutura metel

  সঠিক উত্তর: (খ)

৩৭৯.
কোনটি পানির কাজ?
Ο ক) 
অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে
Ο খ) 
খাদ্য পরিপাক ও পরিশোষণে সাহায্য করে
Ο গ) 
রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে
Ο ঘ) 
রোগ প্রতিরোধে সাহায্য করে

  সঠিক উত্তর: (খ)

৩৮০.
একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির দৈনিক চাহিদা তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য-
Ο ক) 
২ গ্রাম
Ο খ) 
১ গ্রাম
Ο গ) 
৩ গ্রাম
Ο ঘ) 
৫ গ্রাম

  সঠিক উত্তর: (খ)

৩৮১.
গর্ভবতী স্ক্রীলোকের প্রত্যহ কতটুকু ক্যালসিয়াম দরকার?
Ο ক) 
১০০০ mg
Ο খ) 
২০০০ mg
Ο গ) 
৩০০০ mg
Ο ঘ) 
৪০০০ mg

  সঠিক উত্তর: (ক)

৩৮২.
বয়সন্ধিকালের তরুণদের সুষম খাদ্যের সবকয়টি উপাদানই দরকার হয় কারণ তারা-
Ο ক) 
খেলাধুলা করা
Ο খ) 
দ্রুত বড় হয়
Ο গ) 
বেশি সক্রিয় থাকে
Ο ঘ) 
প্রচুর পড়াশুনা করে

  সঠিক উত্তর: (খ)

৩৮৩.
নিচের �কোনটি মাদকাসক্তির উল্লেখযোগ্য লক্ষণ?
Ο ক) 
সবসময় অগোছালোভাব
Ο খ) 
পরিচ্ছন্ন থাকা
Ο গ) 
লেখাপড়ায় মনোযোগী
Ο ঘ) 
কর্মমুখী হওয়া

  সঠিক উত্তর: (ক)

৩৮৪.
আমিষ সম্পর্কে তথ্য হলো-
i. এটি অ্যামিনো এসিডের জটিল যৌগ
ii. প্রাণিদেহে পাওয়া যায়
iii. দেহ গঠনকারী খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৫.
উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার?
Ο ক) 
৩ প্রকার
Ο খ) 
২ প্রকার
Ο গ) 
৪ প্রকার
Ο ঘ) 
৫ প্রকার

  সঠিক উত্তর: (খ)

৩৮৬.
কোনটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে?
Ο ক) 
পানি
Ο খ) 
লৌহ
Ο গ) 
আমিষ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (ক)

৩৮৭.
১০০ গ্রাম চিংড়ি মাছে কী পরিমাণ প্রোটিন থাকে?
Ο ক) 
২১.৮ গ্রাম
Ο খ) 
২১.৯ গ্রাম
Ο গ) 
১৯.২ গ্রাম
Ο ঘ) 
১৯.১ গ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৮.
Propionic acid এর লবণ ব্যবহার করে কোনটিকে সংরক্ষণ করা হয়?
Ο ক) 
বেকারি সামগ্রী
Ο খ) 
সস
Ο গ) 
মাছ
Ο ঘ) 
শাকসবজি

  সঠিক উত্তর: (ক)

৩৮৯.
খাদ্যে শর্করার অভাব হলে কোন কর্মশক্তি উৎপন্ন করে-
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
মনোস্যাকারাইড
Ο গ) 
হাইড্রোজেন
Ο ঘ) 
গ্লাইকোজেন

  সঠিক উত্তর: (ঘ)

৩৯০.
কোন ভিটামিনের অভাবে চোখে ছানি পড়ে?
Ο ক) 
রিবোফ্ল্যাভিন
Ο খ) 
থায়ামিন
Ο গ) 
কোবালামিন
Ο ঘ) 
নিয়াসিন

  সঠিক উত্তর: (ক)

৩৯১.
দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহের-
i. সঞ্চিত প্রোটিন বৃদ্ধির প্রাপ্ত হয়
ii. সঞ্চিত প্রোটিন ক্ষয়প্রাপ্ত হয়
iii. ওজন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৯২.
ভিটামিন 'E' এর উত্তম উৎস কোনটি?
Ο ক) 
সূর্য বীজের তেল

Ο খ) 
এন্টি অক্সিডেন্ট
Ο গ) 
এন্টিজেন তৈরি করে
Ο ঘ) 
রেটিনায় আলসার সৃষ্টিকারী

  সঠিক উত্তর: (খ)

৩৯৩.
দেহ পরিপোষক খাদ্য হচ্ছে-
i. প্রোটিন
ii. শর্করা
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪.
ইস্ট ছত্রাক কোন খাবার দ্রুত নষ্ট করে ফেলে?
Ο ক) 
ফলের রস
Ο খ) 
 গোল আলু
Ο গ) 
কুমড়া
Ο ঘ) 
মিষ্টি আলু

  সঠিক উত্তর: (ক)

৩৯৫.
লৌহের প্রাণিজ উৎস হচ্ছে-
i. পনির
ii. মাংস
iii. মাছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৯৬.
পূর্ণবয়স্ক মহিলার দৈনিক সুষম খাদ্য তালিকায় কত গ্রাম চাল থাকা উচিত?
Ο ক) 
৪৪
Ο খ) 
৫৮
Ο গ) 
৮৮
Ο ঘ) 
১১৬

  সঠিক উত্তর: (ক)

৩৯৭.
কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
Ο ক) 
আঙুর
Ο খ) 
কলা
Ο গ) 
ধান
Ο ঘ) 
ফ্রুকটোজ

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৮.
দাঁত ও মাড়ি শক্ত রাখে কোন ভিটামিন?
Ο ক) 
বি-২
Ο খ) 
বি-১
Ο গ) 
সি
Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৩৯৯.
কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
Ο ক) 
রাইবোফ্ল্যঅভিন
Ο খ) 
নিয়াসিন
Ο গ) 
পিরিডক্সিন
Ο ঘ) 
কোবালামিন

  সঠিক উত্তর: (ঘ)

৪০০.
ভিটামিন ডি এর উৎস কোনটি?
Ο ক) 
ডিমের কুসুম
Ο খ) 
গাজর
Ο গ) 
ফুলকপি
Ο ঘ) 
লেটুস পাতা

  সঠিক উত্তর: (ক)

৪০১.
ফসফরাস কোথায় সঞ্চিত থাকে?
Ο ক) 
অস্থিমজ্জায়
Ο খ) 
প্লীহায়
Ο গ) 
লোহিত কণিকায়
Ο ঘ) 
যকৃৎ ও রক্তরসে

  সঠিক উত্তর: (ঘ)

৪০২.
প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে প্রোটিনের পরিমাণ কত?
Ο ক) 
২৮.৮ গ্রাম
Ο খ) 
২১.৮ গ্রাম
Ο গ) 
২৫.৯ গ্রাম
Ο ঘ) 
১৯.১ গ্রাম

  সঠিক উত্তর: (খ)

৪০৩.
সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ কোনটি?
Ο ক) 
ক্যান্সার
Ο খ) 
এইডস
Ο গ) 
জন্ডিস
Ο ঘ) 
সার্স

  সঠিক উত্তর: (খ)

৪০৪.
নীলার দেহে চর্মরোগ দেখা দিয়েছে এবং তার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তার করণীয় কী?
Ο ক) 
পরিমিত প্রোটিন গ্রহণ করতে হবে
Ο খ) 
পরিমিত পরিমাণ শর্করা গ্রহণ করতে হবে
Ο গ) 
স্নেহ পদার্থ গ্রহণ করতে হবে
Ο ঘ) 
পরিমিত পরিমাণ স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে

  সঠিক উত্তর: (ঘ)

৪০৫.
কোন ব্যক্তির বি এম আর নির্ণয় করার জন্য প্রয়োজন-
i. সম্পূর্ণ গঠন দ্বারা
ii. বয়স ও লিঙ্গ দ্বারা
iii. শক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৬.
কোন গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি করা হয়?
Ο ক) 
Nicotiana rustica
Ο খ) 
Mangifera indica
Ο গ) 
Mymusa pudica
Ο ঘ) 
Lantana camara

  সঠিক উত্তর: (ক)

৪০৭.
মটরশুঁটি কোন জাতীয় খাবার?
Ο ক) 
শর্করা
Ο খ) 
আমিষ
Ο গ) 
স্নেহ
Ο ঘ) 
মিনারেলস

  সঠিক উত্তর: (খ)

৪০৮.
Nutrients-এর উপাদান-
i. খনিজ লবণ
ii. লোহা
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও iii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগার কারণ-
Ο ক) 
ভিটামিন  এ এর অভাবে
Ο খ) 
ভিটামি বি এর অভাবে
Ο গ) 
ভিটামিন সি এর অভাবে
Ο ঘ) 
ভিটামিন ই এর অভাবে

  সঠিক উত্তর: (গ)

৪১০.
সুষম খাদ্যবস্তু দেহের-
i. ক্যালরির চাহিদা পূরণ করে
ii. কোষের বৃদ্ধি বজায় রাখে
iii. রোগ-প্রতিরোধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১১.
খাদ্যে ব্যবহৃত রাসায়নিক সংরক্ষকগুলো হল?
i. এসোটিক অ্যাসিডের 5% দ্রবণ
ii. সালফেট ও বেনজোয়িক এসিডের লবণ
iii. চিনি বা লবণের দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১২.
নিচের কোনটি পনির ও বৃক্ক থেকে পাওয়া যায়?
Ο ক) 
কোবালামিন
Ο খ) 
নিয়াসিন
Ο গ) 
পিরিডক্সিন
Ο ঘ) 
থায়ামিন

  সঠিক উত্তর: (ক)

৪১৩.
থায়ামিনের (B1)�অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) 
বেরিবেরি
Ο খ) 
মুখে ঘা
Ο গ) 
চোখে ছানি পড়া
Ο ঘ) 
চোখ দিয়ে পানি পড়া

  সঠিক উত্তর: (ক)

৪১৪.
শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ করে-
Ο ক) 
রেচন তন্ত্র
Ο খ) 
রক্ত সংবহন তন্ত্র
Ο গ) 
শ্বসন তন্ত্র
Ο ঘ) 
স্নায়ুতন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

৪১৫.
কোন পদ্ধতিতে শাক সবজি, ফল, মাছ, মাংস দীর্ঘদিন ভালো থাকে?
Ο ক) 
শুষ্ককরণ
Ο খ) 
রেফ্রিজারেশন
Ο গ) 
ফ্রিজিং
Ο ঘ) 
সংরক্ষক দ্রব্য

  সঠিক উত্তর: (গ)

৪১৬.
খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার প্রাকৃতিক কারণ-
i. পরিবেশ আর্দ্রতা বৃদ্ধি
ii. পরিবেশ তাপমাত্রা বৃদ্ধি
iii. জীবাণু ও ছত্রাকের আক্রমণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৭.
স্কন প্রদানকারী মহিলাদের প্রতিদিন প্রতিকেজি ওজনে কত গ্রাম আমিষ খাওয়া উচিত?
Ο ক) 
২-৩
Ο খ) 
১-২
Ο গ) 
Ο ঘ) 
৩-৭

  সঠিক উত্তর: (ক)

৪১৮.
কোনটি খাদ্যের সহায়ক উপাদান?
Ο ক) 
স্নেহ
Ο খ) 
প্রোটিন
Ο গ) 
শর্করা
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯.
দেহকোষে বিপাক কাজ সম্পন্ন করার জন্য খাদ্যে কোনটির উপস্থিতি অতি আবশ্যক?
Ο ক) 
ভিটামিন-ডি
Ο খ) 
ভিটামিন-বি কমপ্লেক্স
Ο গ) 
ভিটামিন-সি
Ο ঘ) 
ভিটামিন-কে

  সঠিক উত্তর: (খ)

৪২০.
ফাস্টফুড খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ-
i. শুষ্ককরণ
ii. রেফ্রিজারেশন
iii. ফ্রিজিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২১.
কোনটি রাফেজযুক্ত খাদ্য?
Ο ক) 
চিনি
Ο খ) 
মধু
Ο গ) 
ভাত
Ο ঘ) 
শস্য বীজ

  সঠিক উত্তর: (ঘ)

৪২২.
হাবিবের দেহে একজিমা দেখা দিয়েছে। তাকে কোন জাতীয় ওষুধ সেবন করতে হবে?
Ο ক) 
ফ্যাটি এসিডসমৃদ্ধ ওষুধ
Ο খ) 
এস্টারসমৃদ্ধ ওষুধ
Ο গ) 
গ্লুকোজসমৃদ্ধ ওষুধ
Ο ঘ) 
এসিটিক এসিডসমৃদ্ধ ওষুধ

  সঠিক উত্তর: (ক)

৪২৩.
মাদকাসক্তির পরিবেশগত কারণ-
i. সন্তানের প্রতি যত্নহীনতা
ii. পরিবার থেকে বিচ্ছিন্ন
iii. বেকারত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪২৪.
Immune অর্থ কী?
Ο ক) 
অন্যের কাছ থেকে নেওয়া
Ο খ) 
ঘাটতি বা অভাব
Ο গ) 
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
Ο ঘ) 
উপসর্গ বা লক্ষণ

  সঠিক উত্তর: (গ)

৪২৫.
ক্যারোটিন সমৃদ্ধ খাবার হলো-
i. লাল শাক
ii. পুদিনা পাতা
iii. ছানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২৬.
স্নেহ পদার্থের অভাবের ফলে দেহে-
i. চর্মরোগ দেখা দেয়
ii. চামড়া শুষ্ক হয়ে যায়
iii. ফ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৭.
কোনটি আঁশ যুক্ত খাদ্য?
Ο ক) 
সেলুলোজ
Ο খ) 
তরমুজ
Ο গ) 
গ্লুকোজ
Ο ঘ) 
সুক্রোজ

  সঠিক উত্তর: (ক)

৪২৮.
ক্যালসিয়াম কার্বাইড পরবর্তীতে কোন বিষাক্ত রাসায়নিক পদার্থ রূপান্তরিত হয়?
Ο ক) 
অ্যাসিটিলিন ইথানল
Ο খ) 
সোডিয়াম নাইট্রেট
Ο গ) 
ফসফোরিক এসিড
Ο ঘ) 
সোডিয়াম কার্বনেট

  সঠিক উত্তর: (ক)

৪২৯.
দেহে পরিমাণের দিক থেকে খণিজ লবণগুলোর মধ্যে ফসফরাসের অবস্থান-
Ο ক) 
প্রথম
Ο খ) 
দ্বিতীয়
Ο গ) 
চতুর্থ
Ο ঘ) 
তৃতীয়

  সঠিক উত্তর: (খ)

৪৩০.
কত সালে এইডস সর্বপ্রথম চিহ্নিত হয়?
Ο ক) 
1961
Ο খ) 
1971
Ο গ) 
1981
Ο ঘ) 
1991

  সঠিক উত্তর: (গ)

৪৩১.
কোন রোগটি নিয়ন্ত্রণে না থাকলে ঘন ঘন প্রস্রাবের কারণে দেহে পানির অভাব হতে পারে?
Ο ক) 
অ্যানিমিয়া
Ο খ) 
ডায়াবেটিস
Ο গ) 
চোখে ছানি পড়া
Ο ঘ) 
যক্ষ্মা

  সঠিক উত্তর: (খ)

৪৩২.
ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে কত তাপমাত্রায় রাখা হয়?
Ο ক) 
F
Ο খ) 
০.৫F
Ο গ) 
F
Ο ঘ) 
F

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৩.
অ্যাসকরবিক এসিড বা ভিটামিন সি-
i. টাটকা শাকসবজি ও ফলে থাকে
ii. তেলজাতীয় মাছ ও মাংস থাকে
iii. শরীরের ক্ষত পূনর্গঠনের কাজে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩৪.
কোন খাদ্যটিতে স্নেহ পদার্থের পরিমাণ খুবই কম?
Ο ক) 
বাদাম
Ο খ) 
আখরোট
Ο গ) 
দুধ
Ο ঘ) 
চিনাবাদাম

  সঠিক উত্তর: (গ)

৪৩৫.
আমাদের কাজকর্মে, আচরণে ও জীবনের মানের ভিন্নতা ঘটাতে পারে কোনটি?
Ο ক) 
রাসায়নিক পদার্থ
Ο খ) 
উৎসেচক
Ο গ) 
আলো
Ο ঘ) 
খাদ্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৬.
খাদ্য উপাদানের ভিত্তিতে মাংসের সমতুল্য খাবার হলো-
i. সবজি, শাক
ii. মাছ, ডিম
iii. মটর, ছোলা, বাদাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৩৭.
ভিটামিন 'C' অনুপস্থিত-
Ο ক) 
শুকনো ফলে ও বীজে
Ο খ) 
ফুলকপিতে
Ο গ) 
আমলকিতে
Ο ঘ) 
মুলাশাকে

  সঠিক উত্তর: (ক)

৪৩৮.
উৎপত্তিগতভাবে আমিষ কয় প্রকার?
Ο ক) 
৫টি
Ο খ) 
৬টি
Ο গ) 
৭টি
Ο ঘ) 
৮টি

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৯.
শক্তির একক কী?
Ο ক) 
ক্যালরি
Ο খ) 
নিউটন
Ο গ) 
জুল
Ο ঘ) 
ওয়াট

  সঠিক উত্তর: (ক)

৪৪০.
সর্বাধিক তাপ ও শক্তি উৎপন্ন করে কোনটি?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
‌স্নেহ
Ο গ) 
খনিজ লবণ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (খ)

৪৪১.
রাফেজ কোন রোগটি প্রতিরোধ করতে সক্ষম?
Ο ক) 
কোষ্ঠ্যকাঠিন্য
Ο খ) 
রক্তশূণ্যতা
Ο গ) 
গলগন্ড
Ο ঘ) 
ম্যারাসমাস

  সঠিক উত্তর: (ক)

৪৪২.
মানবদেহে স্নেহ পদার্থ-
i. দেহ থকে তাপের অপচয় রোধ করে
ii. ত্বকের সজীবতা ও মসৃণতা বজায় রাখে
iii. A, D, E �ও K ভিটামিন শোষণে সহাযতা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪৩.
ড্রাগকে সাধারণ ভাষায় আমরা কি বলি?
Ο ক) 
ধূমপান
Ο খ) 
তামাক
Ο গ) 
মাদক
Ο ঘ) 
নিকোটিন

  সঠিক উত্তর: (গ)

৪৪৪.
উচ্চতা ও পরিশ্রমের ওপর দেহে কোনটির চাহিদা নির্ভর করে?
Ο ক) 
আমিষ
Ο খ) 
স্নেহ
Ο গ) 
শর্করা
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (গ)

৪৪৫.
কোনটি লৌহের উদ্ভিজ্জ উৎস?
Ο ক) 
গাজর
Ο খ) 
বাঁধাকপি
Ο গ) 
ফুলকপির পাতা
Ο ঘ) 
টমোটো

  সঠিক উত্তর: (গ)

৪৪৬.
কোনটি দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে সঞ্চিত থাকে?
Ο ক) 
লৌহ
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
ক্যালসিয়াম
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (গ)

৪৪৭.
এসেটিক এসিডের ৫% দ্রবণকে কী বলে?
Ο ক) 
ভিনেগার
Ο খ) 
সোডিয়াম বেনজয়েট
Ο গ) 
পটাসিয়াম বেনজয়েট
Ο ঘ) 
বেনজয়িক এসিড

  সঠিক উত্তর: (ক)

৪৪৮.
সুষম খাদ্য তালিকায় প্রয়োজনীয় উপাদানগুলো উপযুক্ত পরিমাণ অন্তর্ভূক্তির ক্ষেত্রে কোনটি বিবেচ্য বিষয় নয়?
Ο ক) 
বয়স
Ο খ) 
লিঙ্গভেদ
Ο গ) 
শারীরিক প্রতিবন্ধকতা
Ο ঘ) 
পরিশ্রমের ধরন

  সঠিক উত্তর: (গ)

৪৪৯.
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
রাত কানা
Ο গ) 
ম্যারাসমাস
Ο ঘ) 
রক্তশূন্যতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৫০.
আচার, চাটনি, সস প্রভৃতিতে কোনটি ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা যায়?
Ο ক) 
ভিনেগার
Ο খ) 
সরবিট
Ο গ) 
রিপেন
Ο ঘ) 
ইথিলিন

  সঠিক উত্তর: (ক)

৪৫১.
নয়ন দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। তার পরিবার মাদাকের উপর তার আসক্তি কমাতে পারে-
i. তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে
ii. ওষুধ সেবন করিয়ে
iii. বিশেষ কোনো কাজে নিয়োজিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫২.
১০০ গ্রাম ছানা থেকে কী পরিমাণের আমিষ পাওয়া যায়?
Ο ক) 
১৮.৩ গ্রাম
Ο খ) 
২৬.৫ গ্রাম
Ο গ) 
৬.৯ গ্রাম
Ο ঘ) 
৩.২ গ্রাম

  সঠিক উত্তর: (ক)

৪৫৩.
অস্ভাভাবিক BMI কোনটি?
Ο ক) 
১৯-২৪
Ο খ) 
২৫ এর অধিক
Ο গ) 
২০-২৫
Ο ঘ) 
৩০ এর অধিক

  সঠিক উত্তর: (খ)

৪৫৪.
অপাচ্য প্রকৃতির শর্করা কোনটি?
Ο ক) 
সেলুলোজ
Ο খ) 
ফ্রুকটোজ
Ο গ) 
সুক্রোজ
Ο ঘ) 
গ্লুকোজ

  সঠিক উত্তর: (ক)

৪৫৫.
গর্ভবতী মহিলাদের সুষম খাদ্য তালিকায় কোন গুলোর আধিক্য থাকা জরুরী?
Ο ক) 
শ্বেতসার, পানি ও আয়োডিন
Ο খ) 
প্রোটিন, ভিটামিন ও পানি
Ο গ) 
প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন
Ο ঘ) 
ভিটামিন, পানি ও স্নেহ পদার্থ

  সঠিক উত্তর: (গ)

৪৫৬.
কোনটি লোহিত রক্তকণিকায় সঞ্চিত থাকে?
Ο ক) 
ফসফরাস
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
ভিটামিন-বি১২
Ο ঘ) 
লৌহ

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৭.
এইচআইভি মানবদেহে সংক্রমিত হতে পারে-
i. আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে
ii. অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে
iii. আক্রান্ত মায়ের দুধ পানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৮.
চিনি কোনটির উপাদান?
Ο ক) 
ফ্রুকটোজ
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
সেলুলোজ
Ο ঘ) 
সুক্রোজ

  সঠিক উত্তর: (ঘ)

৪৫৯.
খাদ্য উপাদান আমিষ-
i. অ্যামাইনো এসিডের জটিল যৌগ
ii. উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়
iii. কোষের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬০.
ভিটামিন-বি সংখ্যায় কয়টি?
Ο ক) 
চারটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
আটটি
Ο ঘ) 
বারটি

  সঠিক উত্তর: (ঘ)

৪৬১.
ভিটামিন A এর অভাবে যা হতে পারে-
i. চোখের কর্ণিয়াতে আলসার
ii. পুরোপুরি অন্ধ
iii. ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬২.
নিচের কোনটি বেনজোয়িক এসিডের লবণ?
Ο ক) 
Propionic acid
Ο খ) 
Sodium benzoate
Ο গ) 
Sorbic acid
Ο ঘ) 
Sulfuric acid

  সঠিক উত্তর: (খ)

৪৬৩.
Ripen ব্যবহারের �কতদিন পর ফল বাজারজাত করা উচিত?
Ο ক) 
৪-৫ দিন
Ο খ) 
৬-৭ দিন
Ο গ) 
২-৩ দিন
Ο ঘ) 
৭-৮ দিন

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৪.
কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে?
Ο ক) 
ভিটামিন 'A'
Ο খ) 
ভিটামিন 'B'
Ο গ) 
ভিটামিন 'C'
Ο ঘ) 
ভিটামিন 'E'

  সঠিক উত্তর:

৪৬৫.
স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিড বিপাক কাজে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) 
ভিটামিন-এ
Ο খ) 
ভিটামিন-সি
Ο গ) 
ভিটামিন-বি
Ο ঘ) 
ভিটামিন-ই

  সঠিক উত্তর: (খ)

৪৬৬.
খাদ্যের কাজ-
i. জীবদেহের বৃদ্ধি গঠন
ii. শক্তি উৎপাদন, তাপ উৎপাদন
iii. রোগ প্রতিরোধ, দেহের সুস্থতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৬৭.
কোনটি ব্যতীত আমরা বাঁচতে পারি না?
Ο ক) 
তাপ
Ο খ) 
খাদ্য
Ο গ) 
খনিজ লবণ
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

৪৬৮.
দেহের অস্থি, পাখির পালক, পশুর শিং কী দিয়ে তৈরি?
Ο ক) 
শর্করা
Ο খ) 
প্রোটিন
Ο গ) 
ভিটামিন
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (খ)

৪৬৯.
লৌহ রক্তের একটি প্রধান উপাদান। কারণ-
i. লৌহ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে
ii. অস্থিমজ্জা এবং লোহিত কণিকায় এটি সঞ্চিত থাকে
iii. এর অভাবে রিকেটস রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৭০.
একমাত্র প্রাণিজ উৎস হতে কোন ভিটামিন পাওয়া যায়?
Ο ক) 
ভিটামিন এ
Ο খ) 
ভিটামিন ডি
Ο গ) 
ভিটামিন সি
Ο ঘ) 
ভিটামিন ডি

  সঠিক উত্তর: (ঘ)

৪৭১.
শুকনো ফল ও টিনজাত খাদ্যে কোন ভিটামিন থাকে না?
Ο ক) 
সি
Ο খ) 

Ο গ) 
ডি
Ο ঘ) 
বি

  সঠিক উত্তর: (ক)

৪৭২.
টক জাতীয় ফলের কাজ-
i. রিকেটস প্রতেরোধ
ii. মাড়ি ফুলে ওঠা প্রতিরোধ
iii. স্কার্ভি প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
 ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৭৩.
জৈব প্রকৃতির যৌগিক পদার্থ কোনটি?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
সেলুলোজ
Ο গ) 
ভিটামিন
Ο ঘ) 
খনিজ লবণ

  সঠিক উত্তর: (গ)

৪৭৪.
প্রাণিজ স্নেহের উঃস হলো-
i. চর্বি
ii. বাদাম
iii. মাখন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭৫.
আম, কলাতে রয়েছে-
i. সুক্রোজ
ii. ফ্রুকটোজ
iii. সেলুলোজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৭৬.
ধূমপান করার ফলে কোন রোগটি হওয়ার সম্ভবনা থাকে?
Ο ক) 
বেরিবেরি রোগ
Ο খ) 
পাকস্থলিতে ক্যান্সার
Ο গ) 
স্নায়ুতন্ত্রের অবক্ষয়
Ο ঘ) 
হাম

  সঠিক উত্তর: (খ)

৪৭৭.
মানুষের দেহের মোট ওজনের পরিমাণে সবচেয়ে বেশি-
Ο ক) 
লৌহ
Ο খ) 
ফসফরাস
Ο গ) 
আয়োডিন
Ο ঘ) 
ক্যালসিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

৪৭৮.
দেহে ভিটামিন 'D' এর অভাব হলে কী হবে?
i. ওজন হ্রাাস পাবে
ii. হৃদযন্ত্রের দৃর্বলতা দেখা দিবে
iii. দাঁতের গঠন ব্যাহত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭৯.
তৈল সাধারণ তাপমাত্রায় কেমন থাকে?
Ο ক) 
কঠিন
Ο খ) 
বায়বীয়
Ο গ) 
তরল
Ο ঘ) 
অর্ধতরল

  সঠিক উত্তর: (গ)

৪৮০.
ড্রাগকে সাধারণ ভাষায় আমরা কী বলি?
Ο ক) 
নেশা
Ο খ) 
মাদক
Ο গ) 
আফিম
Ο ঘ) 
চরস

  সঠিক উত্তর: (খ)

৪৮১.
প্রতিদিন কী পরিমাণে আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত?
Ο ক) 
১০-২০ গ্রাম
Ο খ) 
১৫-২০ গ্রাম
Ο গ) 
১৫-২৫ গ্রাম
Ο ঘ) 
২০-৩০ গ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৪৮২.
ফাস্ট ফুডে কোনগুলো প্রচুর পরিমাণ থাকে?
Ο ক) 
শর্করা ও চর্বি
Ο খ) 
উদ্ভিজ্জ, চর্বি ও চিনি
Ο গ) 
প্র্রাণিজ চর্বি ও চিনি
Ο ঘ) 
স্নেহ পদার্থ ও ভিটামিন

  সঠিক উত্তর: (গ)

৪৮৩.
আহারে পর্যাপ্ত পরিমাণে কোনটি থাকলে ফসফরাসের অভাব হয় না?
Ο ক) 
লৌহ ও ফসফরাস
Ο খ) 
শর্করা ও ক্যালসিয়াম
Ο গ) 
প্রোটিন ও ক্যালসিয়াম
Ο ঘ) 
স্নেহ ও ফসফরাস

  সঠিক উত্তর: (গ)

৪৮৪.
কোনটির তীব্র অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) 
ভিটামিন 'A'
Ο খ) 
ভিটামিন 'C'
Ο গ) 
ভিটামিন B2
Ο ঘ) 
ভিটামিন B12

  সঠিক উত্তর: (খ)

৪৮৫.
চর্মরোগ প্রতিরোধ দৈনিক মোট ক্যালরির শতকরা কত ভাগ লাইমোলেনিক এসিড সংবলিত স্নেহ পদার্থ গ্রহণ করা উচিত?
Ο ক) 
১-২ ভাগ
Ο খ) 
৩-৪ ভাগ
Ο গ) 
৪-৫ ভাগ
Ο ঘ) 
৩-৫ ভাগ

  সঠিক উত্তর: (ক)

৪৮৬.
একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক পানি পান করা উচিত-
Ο ক) 
২-৩ লিটার
Ο খ) 
৩-৪ লিটার
Ο গ) 
৪-৫ লিটার
Ο ঘ) 
২-৪ লিটার

  সঠিক উত্তর: (ক)

৪৮৭.
রিবোফ্ল্যাভিনের অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) 
চোখ দিয়ে পানি পড়া
Ο খ) 
খাওয়ায় অরুচি
Ο গ) 
ওজনহীনতা
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (ক)

৪৮৮.
কোনটি ক্যালসিয়ামের প্রাণিজ উৎস?
Ο ক) 
যকৃত
Ο খ) 
রুই মাছ
Ο গ) 
দুধ
Ο ঘ) 
খাসির মাংস

  সঠিক উত্তর: (গ)

৪৮৯.
টক্সিন কী?
Ο ক) 
তেতো
Ο খ) 
মিষ্টি
Ο গ) 
বিষ
Ο ঘ) 
টক

  সঠিক উত্তর: (গ)

৪৯০.
কোন দেশে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়?
Ο ক) 
আফ্রিকা
Ο খ) 
ল্যাটিন আমেরিকা
Ο গ) 
ইউরোপের
Ο ঘ) 
মধ্যপ্রাচ্যের

  সঠিক উত্তর: (ক)

৪৯১.
পানির অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) 
স্কার্ভি
Ο খ) 
রক্তশূন্যতা
Ο গ) 
রাতকানা
Ο ঘ) 
এসিডোসিস

  সঠিক উত্তর: (ঘ)

৪৯২.
কোনটি খাদ্য নিঃসরণে ও বাষ্পীভবনের দ্বারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে/?
Ο ক) 
রক্তরস
Ο খ) 
পানি
Ο গ) 
ফসফরাস
Ο ঘ) 
পটাসিয়াম

  সঠিক উত্তর: (খ)

৪৯৩.
আমিষের পরিচয় অ্যামাইনো এসিড দিয়ে কারণ-
i. অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক
ii. আমিষ দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো এসিডে পরিণত হয়
iii. মানবদেহে এ পর্যন্ত ২৫ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯৪.
খাদ্য সংরক্ষণের পদ্ধতি হচ্ছে-
i. শুষ্ককরণ
ii. রেফ্রিজারেশন
iii. সংরক্ষক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৫.
দেহে ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
i. নিউক্লিয় এসিড, নিউক্লিয় প্রোটিন তৈরিতে
ii. শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে
iii. হিমোগ্লোবিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৯৬.
কোষের গঠন এবং কার্যাবলি কোনটির সাহায্য নিয়ন্ত্রিত হয়?
Ο ক) 
ফ্যাট
Ο খ) 
কার্বোহাইড্রেট
Ο গ) 
ফ্রুকটোজ
Ο ঘ) 
প্রোটিন

  সঠিক উত্তর: (ঘ)

৪৯৭.
ত্বক ও চোখের কর্নিয়াকে স্বাভাবিক ও সজীব রাখতে কোন ভিটামিন প্রয়োজন?
Ο ক) 
ভিটামিন 'B'
Ο খ) 
ভিটামিন 'A'
Ο গ) 
ভিটামিন 'C'
Ο ঘ) 
ভিটামিন 'D'

  সঠিক উত্তর: (খ)

৪৯৮.
লৌহেরপ্রাণিজ উৎস-
i. দুধ, পনির
ii. মাছ, মাংস
iii. ডিম, যকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

অুনচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
রিমা মাঝে মাঝে সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে নিয়মিত দুধ পান করতে বলেন।
৪৯৯.
দুধে কি জাতীয় উপাদান রয়েছে?
i. খনিজ লবণ
ii. পানি
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০০.
ডাক্তারেরে পরামর্শে রিাম নিয়মিত দুধ পান করে। এর কারণ দুধ পান করতে-
i. দেহে-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
ii. দেহে শক্তি বৃদ্ধি পাবে
iii. কখনো সর্দি ও কাশি হবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
 ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...