এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ২৯: পদ্য - স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো |
১. |
‘মার্চের বিরুদ্ধে মার্চ’ বলতে বোঝানো হয়েছে - i. অশুভ শক্তির উত্থান ii. স্বাধীনতার সত্যকে গ্রাস iii. বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২. |
প্রাপ্তির দিক থেকে যে পুরস্কারের সাথে নির্মলেন্দু গুণের সম্পর্ক রয়েছে - i. একুশে পদক ii. বাংলা একাডেমী পুরস্কার iii. জাতীয় কবিতা পরিষদ পুরস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
‘উদ্যান’ এর সমার্থক শব্দ কোনটি? |
Ο ক) |
জঙ্গল |
Ο খ) |
বাগান |
Ο গ) |
সুবাস |
Ο ঘ) |
অন্তরীক্ষ |
সঠিক উত্তর: (খ)
৪. |
‘স্বাধীনতা’ শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি সংযুক্ত - i. ঐক্য ও প্রত্যয় ii. সংগ্রাম ও মুক্তি iii. ত্যাগ ও গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫. |
‘গণসূর্যের মঞ্চ’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
আলোচিত মঞ্চ |
Ο খ) |
উদ্দীপ্ত মঞ্চ |
Ο গ) |
নেতার মঞ্চ সূর্যের মতো |
Ο ঘ) |
বিপ্লবী মঞ্চ |
সঠিক উত্তর: (গ)
৬. |
‘সবুজে সবুজময়’ শব্দের বিশিষ্ট প্রয়োগে নিচের কোন অর্থটি গ্রহণযোগ্য? |
Ο ক) |
সবুজ ঘাসে অাবৃত |
Ο খ) |
সুন্দর পরিবেশ |
Ο গ) |
সবুজ বন |
Ο ঘ) |
সবুজ মাঠ |
সঠিক উত্তর: (ক)
৭. |
নির্মলেন্দু গুণ নেত্রকোণা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
বাঁশবন |
Ο খ) |
কাশবন |
Ο গ) |
কাশিপুর |
Ο ঘ) |
আনন্দপুর |
সঠিক উত্তর: (খ)
৮. |
অগ্নিঝরা সে ডাকে বাংলার মানুষ উদ্বেলিত হলো। ‘অগ্নিঝরা’ ডাক কোন কবিতার মূল বিষয় হিসেবে উপস্থাপিত? i. স্বাধীনতা তুমি ii. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো iii. শহিদ স্মরনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
ii |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯. |
‘উলঙ্গ কৃষক’ বলতে প্রকৃত অর্থ বোঝানো হয়েছে - |
Ο ক) |
সংগ্রামী কৃষক |
Ο খ) |
শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক |
Ο গ) |
শীর্ণকায় কৃষক |
Ο ঘ) |
মাঠ থেকে আসা কৃষক |
সঠিক উত্তর: (খ)
১০. |
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতা শোনালেন - i. রাজনীতির কবি ii. স্বাধীনতার মহানায়ক iii. বাংলাদেশের স্থপতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১. |
‘বিমুখ প্রান্তরে’ অর্থ কী? |
Ο ক) |
বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে |
Ο খ) |
বিরুদ্ধ পরিবেশের মাঠে |
Ο গ) |
প্রতিকূল পরিবেশের বাইরে |
Ο ঘ) |
মেঘলা পরিবেশের আকাশে |
সঠিক উত্তর: (খ)
১২. |
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’� এই পঙক্তি দুটিকে ‘অমর কবিতা’ বলা হয়েছে, কেননা - i. এর মাঝে স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে ii. এর মাঝে একটি রাজনৈতিক দলের স্লোগান ধ্বনিত হয়েছে iii. এর মধ্য দিয়ে পরাধীন বাঙালি জাতির হাজার বছরের মুক্তি সংগ্রামের পরিণতি ব্যক্ত হয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩. |
‘স্বাধীন’ - এর বিপরীত শব্দ কোনটি? |
Ο ক) |
মুক্ত |
Ο খ) |
আযাদ |
Ο গ) |
পরাধীন |
Ο ঘ) |
বন্দি |
সঠিক উত্তর: (গ)
১৪. |
এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে? |
Ο ক) |
লেখক |
Ο খ) |
কবি |
Ο গ) |
গায়ক |
Ο ঘ) |
অভিনেতা |
সঠিক উত্তর: (খ)
১৫. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় সেদিন কোথায় জোয়ার এসেছিল? |
Ο ক) |
মাঠে |
Ο খ) |
বাজারে |
Ο গ) |
নদীতে |
Ο ঘ) |
জনসমুদ্রে |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
বঙ্গবন্ধু ১৯৭১ সালের মার্চের কত তারিখে অমর বাণীটি উচ্চারণ করেন? |
Ο ক) |
৭ তারিখ |
Ο খ) |
১০ তারিখ |
Ο গ) |
২৫ তারিখ |
Ο ঘ) |
২৬ তারিখ |
সঠিক উত্তর: (ক)
১৭. |
কোন কলেজ থেকে নির্মলেন্দু গুণ উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) |
ঢাক কলেজ থেকে |
Ο খ) |
নেত্রকোণা কলেজ থেকে |
Ο গ) |
কারমাইকেল কলেজ থেকে |
Ο ঘ) |
বি.এল কলেজ থেকে |
সঠিক উত্তর: (খ)
১৮. |
নির্মলেন্দু গুণ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) |
১৯৬২ |
Ο খ) |
১৯৬৩ |
Ο গ) |
১৯৬৪ |
Ο ঘ) |
১৯৬৫ |
সঠিক উত্তর: (গ)
১৯. |
সেদিন কোন মাস ছিল? |
Ο ক) |
ফেব্রুয়ারি |
Ο খ) |
মার্চ |
Ο গ) |
আগস্ট |
Ο ঘ) |
ডিস্বের |
সঠিক উত্তর: (খ)
২০. |
করুণ কেরানি কাদেরকে বলা হয়েছে? |
Ο ক) |
আবেগে করুণ |
Ο খ) |
স্বভাবে করুণ |
Ο গ) |
করুণভাবে জীবনযাপনকারী |
Ο ঘ) |
চাকরিজীবী |
সঠিক উত্তর: (গ)
২১. |
কখন থেকে উদ্যান অভিমুখে লোকজন আসতে শুরু করেছিল? |
Ο ক) |
দুপুর থেকে |
Ο খ) |
রাত থেকে |
Ο গ) |
ভোর থেকে |
Ο ঘ) |
বিকেল থেকে |
সঠিক উত্তর: (গ)
২২. |
‘রেসকোর্স ময়দান’ কালের আবর্তে এর এখনকার নাম কী? |
Ο ক) |
বঙ্গবন্ধু ময়দান |
Ο খ) |
সোহরাওয়ার্দী উদ্যান |
Ο গ) |
শেরে বাংলা উদ্যান |
Ο ঘ) |
ইয়াহিয়া ময়দান |
সঠিক উত্তর: (খ)
২৩. |
সেদিনের সেই প্রান্তরের বর্তমান নাম কী? |
Ο ক) |
বঙ্গবন্ধু উদ্যান |
Ο খ) |
জিয়া উদ্যান |
Ο গ) |
সোহরাওয়ার্দী উদ্যান |
Ο ঘ) |
পল্টন উদ্যান |
সঠিক উত্তর: (গ)
২৪. |
বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাঙালির বিজয় ঘটে কত সালে? |
Ο ক) |
১৯৭০ সালে |
Ο খ) |
১৯৭১ সালে |
Ο গ) |
১৯৭২ সালে |
Ο ঘ) |
১৯৭৩ সালে |
সঠিক উত্তর: (ক)
২৫. |
‘প্রাণের সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
সবুজ পোশাক |
Ο খ) |
মনের আনন্দ |
Ο গ) |
প্রাণের স্বাধীনতা |
Ο ঘ) |
ঝরনার নৃত্য |
সঠিক উত্তর: (গ)
২৬. |
নির্মলেন্দু গুণের পিতার নাম কী? |
Ο ক) |
সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী |
Ο খ) |
সুখেন্দু প্রকাশ গুণ |
Ο গ) |
অরবিন্দ গুণ চৌধুরী |
Ο ঘ) |
সুখেন্দু গুণ |
সঠিক উত্তর: (ক)
২৭. |
নির্মলেন্দু গুণের শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত রয়েছে - i. নেত্রকোণা কলেজের ii. কারমাইকেল কলেজের iii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮. |
‘গণসূর্যের মঞ্চ’ শব্দটির অর্থের ক্ষেত্রে নিচের কোন অর্থটি গ্রহণযোগ্য? |
Ο ক) |
সূর্যের মতো গরম মঞ্চ |
Ο খ) |
সূর্যের রশ্মি |
Ο গ) |
নেতার দ্যুতিতে বিচ্ছুরিত মঞ্চ |
Ο ঘ) |
কোলাহলপূর্ণ মঞ্চ |
সঠিক উত্তর: (গ)
২৯. |
কত সালে শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ বলা হয়েছিল? |
Ο ক) |
১৯৭০ সালের ১৫ই মার্চ |
Ο খ) |
১৯৭১ সালের ৫ই এপ্রিল |
Ο গ) |
১৯৭০ সালের ৫ই এপ্রিল |
Ο ঘ) |
১৯৭১ সালের ১০ই এপ্রিল |
সঠিক উত্তর: (খ)
৩০. |
বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলেছে - |
Ο ক) |
ইন্ডিয়ান টাইমস পত্রিকা |
Ο খ) |
লন্ডনের টাইমস পত্রিকা |
Ο গ) |
যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা |
Ο ঘ) |
বাংলাদেশ নিউজউইক পত্রিকা |
সঠিক উত্তর: (গ)
৩১. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় উল্লিখিত ‘গণ সূর্যের মঞ্চে ‘ সাথে সাদৃশ্যমান হলো - i. শহিদ মিনার ii. জাতীয় স্মৃতিসৌধ iii. জাতীয় পতাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩২. |
‘বজ্রকন্ঠ’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) |
মধুর কন্ঠ |
Ο খ) |
কর্কশ কন্ঠে |
Ο গ) |
বঙ্গবন্ধুর কন্ঠ |
Ο ঘ) |
মেঘের কন্ঠ |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি ‘কালো হাত’ বলতে বুঝিয়েছেন - i. পাকিস্তানি শাসকদের ii. অশুভশক্তিকে iii. নীরব ঘাতকদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
রমনা রেসকোর্সে সমবেত লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে কবি কল্পনা করেছেন - |
Ο ক) |
বর্ষার সাগরের উত্তাল ঢেউরূপে |
Ο খ) |
জনসমুদ্রের উত্তাল ঢেউরূপে |
Ο গ) |
জনসমুদ্রের বাগানরূপে |
Ο ঘ) |
লাল সূর্য আাঁকা পতাকা রূপে |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
‘উন্মত্ত’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
বিক্ষিপ্ত |
Ο খ) |
ক্ষিপ্ত |
Ο গ) |
আনন্দিত |
Ο ঘ) |
পাগল |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
নির্মলেন্দু গুণের জন্মসাল কত? |
Ο ক) |
১৯৫৩ |
Ο খ) |
১৯৪৫ |
Ο গ) |
১৯৪৭ |
Ο ঘ) |
১৯৫১ |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটিতে ব্যক্ত হয়েছে মূলত - |
Ο ক) |
মুক্তিযুদ্ধের কথা |
Ο খ) |
ভাষা আন্দোলনের কথা |
Ο গ) |
গণঅভ্যুত্থানের কথা |
Ο ঘ) |
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ |
সঠিক উত্তর: (ঘ)
৩৮. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য - |
Ο ক) |
শিশুদের ইতিহাস শেখানো |
Ο খ) |
শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের স্মৃতি জাগ্রত করা |
Ο গ) |
শিক্ষার্থীদের পাকিস্তানিদের ভয়াবহতা সম্পর্কে জানানো |
Ο ঘ) |
শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
‘তাই দেখি কবিহীন এ বিমুখ প্রান্তরে আজ’ - এখানে ‘বিমুখ প্রান্তর’ বলতে বোঝানো হয়েছে - i. বিরুদ্ধ পরিবেশের মাঠ ii. বন্ধ করে দেওয়া মাঠ iii. প্রতিকূল পরিবেশের মাঠ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪০. |
কপাল ও কবজিতে বাঁধা লাল সালু হলো - i. উত্তেজনার প্রতীক ii. সংগ্রামীর প্রতীক iii. স্বাধীনতার প্রতীক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪১. |
‘কখন আসবে কবি?’ - এই অধীর অপেক্ষা কাদের? |
Ο ক) |
কাব্যপ্রেমীদের |
Ο খ) |
মুক্তিকামী জনতার |
Ο গ) |
সশস্ত্র জনতার |
Ο ঘ) |
দলীয় কর্মীদের |
সঠিক উত্তর: (খ)
৪২. |
৭ই মার্চ জনসভায় আসা মধ্যবিত্তের হাতে কী ছিল? |
Ο ক) |
প্ল্যাকার্ড |
Ο খ) |
পতাকা |
Ο গ) |
মৃত্যু |
Ο ঘ) |
পোস্টার |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
সেদিনের শিশু পার্কের মাঠ কীসে ঢাকা ছিল? |
Ο ক) |
ফুলে |
Ο খ) |
লালসালুতে |
Ο গ) |
দুর্বাদলে |
Ο ঘ) |
সবুজ পাতায় |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় আজকের সেই প্রান্তর বিমুখ কেন? |
Ο ক) |
কবি নেই তাই |
Ο খ) |
মানুষের জন্য |
Ο গ) |
কষ্টের জন্য |
Ο ঘ) |
যুদ্ধের জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
নির্মলেন্দু গুণ রচিত নিচের কোনটি শিশুতোষ উপন্যাস? |
Ο ক) |
কালোমেঘের ভেলা |
Ο খ) |
চাষাভুষার কাব্য |
Ο গ) |
আপন দলের মানুষ |
Ο ঘ) |
পঞ্চাশ সহস্র বর্ষ |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল হচ্ছে - |
Ο ক) |
বাঙালির অস্তিত্বের অংশরূপে |
Ο খ) |
রাজনীতির আদর্শিক চেতনায় |
Ο গ) |
পোশাক-পরিচ্ছদ |
Ο ঘ) |
বজ্রকন্ঠী ভাষণে |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
‘কে রোধে তাহার বজ্রকন্ঠ বাণী’ - এ বাণীর উদগাতা হলেন - |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
কাজী নজরুল ইসলাম |
Ο গ) |
মওলানা আবদুল হামিদ খান ভাসানী |
Ο ঘ) |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় স্বর্বস্তরের মানুষ কার জন্য ব্যাকুল প্রতীক্ষায় ছিল? |
Ο ক) |
কবির জন্য |
Ο খ) |
সাংবাদিকের জন্য |
Ο গ) |
জজের জন্য |
Ο ঘ) |
ডিসির জন্য |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
বঙ্গবন্ধুর অমর ঘোষণার মাধ্যমে কী প্রকাশিত হয়েছে? |
Ο ক) |
পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্তি |
Ο খ) |
মুক্তিযুদ্ধের শুরু |
Ο গ) |
নতুন দেশের জন্ম |
Ο ঘ) |
যুদ্ধের আহবান |
সঠিক উত্তর: (ক)
৫০. |
‘স্বাধীনতা’ শব্দটির সাথে সম্পৃক্ত রয়েছে - i. সংগ্রামের ii. আনন্দের iii. মুক্তির নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
‘আাগমী দিনের কবি’ বলতে বোঝায় - |
Ο ক) |
জাতির ভবিষ্যৎ কর্ণধার |
Ο খ) |
রবীন্দ্রনাথের উত্তরসূরি |
Ο গ) |
বঙ্গবন্ধুর দলের ভবিষ্যৎ নেতা |
Ο ঘ) |
বাংলা কাব্যসাহিত্যের কান্ডারি |
সঠিক উত্তর: (ক)
৫২. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় লাঙল-জোয়াল কাঁধে কারা এসেছিল? |
Ο ক) |
গরুরা |
Ο খ) |
কৃষকরা |
Ο গ) |
জেলেরা |
Ο ঘ) |
শ্রমিকরা |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় শিশুপার্কের দোলনা দেখতে কেমন? |
Ο ক) |
কালো |
Ο খ) |
সাদা |
Ο গ) |
হলুদ |
Ο ঘ) |
রঙিন |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে তুমি যে দৃষ্টিতে দেখবে - i. বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা ii. বাঙালিকে মুক্তিযুদ্ধে নেমে পড়ার নির্দেশ iii. স্বাধীনতা সংগ্রামের এক অনবদ্য কবিতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
কত বছরের সংগ্রাম শেষে কবি মঞ্চে এসে দাঁড়ালেন? |
Ο ক) |
শত বছরের |
Ο খ) |
পঞ্চাশ বছরের |
Ο গ) |
পঁয়ত্রিশ বছরের |
Ο ঘ) |
চল্লিশ বছরের |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
জনসাধারণ কখন থেকে অপেক্ষা করছিল? |
Ο ক) |
সকাল |
Ο খ) |
দুপুর |
Ο গ) |
সন্ধ্যা |
Ο ঘ) |
ভোর |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
‘আগামী দিনের কবি’ কাদেরকে বলা হয়েছে? |
Ο ক) |
বাংলার ভবিষ্যৎ পথকে |
Ο খ) |
বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে |
Ο গ) |
বাংলার তরুণ কবিকে |
Ο ঘ) |
বাংলার শিশু কবিকে |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
‘হাতের মুঠোয় মৃত্যু’ বলতে বোঝানো হয়েছে - i. পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-নিপীড়ন ii. মৃত্যুভয় উপেক্ষা করে সমাবেশে যোগদান iii. মৃত লাশ নিয়ে মিছিলে অংশ নেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
‘চাষাভুষার কাব্য’ গ্রন্থের লেখক কে? |
Ο ক) |
কাজী নজরুল ইসলাম |
Ο খ) |
সুকান্ত ভট্টাচার্য |
Ο গ) |
নির্মলেন্দু গুণ |
Ο ঘ) |
রফিক আজাদ |
সঠিক উত্তর: (গ)
৬০. |
নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে ‘কবি’ বলে চিহ্নিত করেছেন। কারণ - |
Ο ক) |
বঙ্গবন্ধু কবিতা লিখেছেন |
Ο খ) |
তিনি স্বাধীনতাকে কবিতা ভেবেছেন |
Ο গ) |
দর্শকরা ছিল কবিতাপ্রেমী |
Ο ঘ) |
বঙ্গবন্ধুর কন্ঠের ভাষণ কবিতার মতো |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
‘কবির বিরুদ্ধে কবি’ - কথাটির ভাবার্থ হলো - |
Ο ক) |
বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি |
Ο খ) |
বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়াহিয়া খান |
Ο গ) |
বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র |
Ο ঘ) |
বঙ্গবন্ধুর বিরুদ্ধে কবিদের অপপ্রচার |
সঠিক উত্তর: (ক)
৬২. |
কালোহাতের স্পর্শে কবি লক্ষ করেন - i. কবির বিরুদ্ধে কবি ii. মাঠের বিরুদ্ধে মাঠ iii. মার্চের বিরুদ্ধে মার্চ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
রেসকোর্স ময়দানের অবস্থান হলো ঢাকার - |
Ο ক) |
রমনায় |
Ο খ) |
মালিবাগে |
Ο গ) |
মতিঝিলে |
Ο ঘ) |
ধানমন্ডিতে |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
নিচের কোনটি নির্মলেন্দু গুণের রচনা নয়? |
Ο ক) |
প্রেমাংশুর রক্ত চাই |
Ο খ) |
চোখের বালি |
Ο গ) |
চাষাভুষার কাব্য |
Ο ঘ) |
বাংলার মাটি বাংলার জল |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ - কবি নির্মলেন্দু গুণ রচিত এ কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের - |
Ο ক) |
ভাষা আন্দোলন ও স্বাধীনতা রক্ষা সম্পর্কে সচেতন করা |
Ο খ) |
গণতন্ত্র সম্পর্কে জনসচেতন করা |
Ο গ) |
৬ দফা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া |
Ο ঘ) |
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা |
সঠিক উত্তর: (ঘ)
৬৬. |
‘লাল সালু’ কীসের প্রতীক? |
Ο ক) |
মাজারের |
Ο খ) |
বিপ্লবের |
Ο গ) |
স্বাধীনতার |
Ο ঘ) |
মুক্তিযুদ্ধের |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করেন - |
Ο ক) |
১৯৭০ সালের ১লা মার্চ |
Ο খ) |
১৯৭১ সালের ১লা মার্চ |
Ο গ) |
১৯৭১ সালের ১৭ মার্চ |
Ο ঘ) |
১৯৭১ সালের ২৫শে মার্চ |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন কত সালে? |
Ο ক) |
১৯৬৭ |
Ο খ) |
১৯৬৮ |
Ο গ) |
১৯৬৯ |
Ο ঘ) |
১৯৭০ |
সঠিক উত্তর: (গ)
৬৯. |
রেসকোর্স ময়দানে আগত মানুষদের সংগ্রামী চেতনার পরিচয় মেলে নিচের কোন পঙক্তিতে? |
Ο ক) |
মার্চের বিরুদ্ধে মার্চ |
Ο খ) |
শত বছরের শত সংগ্রাম শেষে |
Ο গ) |
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম |
Ο ঘ) |
কপালে কব্জিতে লালসালু বেঁধে |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়? |
Ο ক) |
ওয়াশিংটন পোস্ট |
Ο খ) |
নিউইয়র্ক টাইমস |
Ο গ) |
এশিয়া উইক |
Ο ঘ) |
নিউজ উইক |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
‘আপন দলের মানুষ’ কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
নাটক |
Ο গ) |
কাব্য |
Ο ঘ) |
ছোটগল্প |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
‘প্রেমাংশুর রক্ত চাই’ - কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
কাব্যগ্রন্থ |
Ο খ) |
উপন্যাস |
Ο গ) |
ছোটগল্প |
Ο ঘ) |
শিশুতোষ |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
কবিতায় ব্যবহৃত ‘দিগন্ত প্লাবিত’ শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য? |
Ο ক) |
যার কোনো সীমা নেই |
Ο খ) |
অসীম জায়গা |
Ο গ) |
আকাশ-ছোঁয়া |
Ο ঘ) |
বিরাট ফসলের মাঠ |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন - |
Ο ক) |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে |
Ο খ) |
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে |
Ο গ) |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে |
Ο ঘ) |
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
মধ্যবিত্তের হাতে সেদিন ছিল মৃত্যু আর চোখে ছিল - |
Ο ক) |
ঝিলিক |
Ο খ) |
স্বপ্ন |
Ο গ) |
বাসনা |
Ο ঘ) |
তীব্র চাহনি |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
আজকের সেই প্রান্তর বিমুখ কেন? |
Ο ক) |
কবি নেই বলে |
Ο খ) |
মানুষের জন্য |
Ο গ) |
কষ্টের জন্য |
Ο ঘ) |
যুদ্ধের জন্য |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
নির্মলেন্দু গুণ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? |
Ο ক) |
১৯৮০ |
Ο খ) |
১৯৮১ |
Ο গ) |
১৯৮২ |
Ο ঘ) |
১৯৮৩ |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
‘একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের’ - এখানে কিসের প্রতিক্ষার কথা বলা হয়েছে? |
Ο ক) |
বঙ্গবন্ধু জাতির জন্যে কী ঘোষণা দেবেন সে প্রতীক্ষা |
Ο খ) |
বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আসার প্রতিক্ষা |
Ο গ) |
বিজয়ী বঙ্গবন্ধু বিজয় দিবসে রেসকোর্স ময়দানে আসার প্রতিক্ষা |
Ο ঘ) |
বঙ্গবন্ধু ৭০ সালের নির্বাচনের ফলাফল জানাতে আসার প্রতিক্ষা |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
নির্মলেন্দু গুণ কত সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন? |
Ο ক) |
১৯৯০ সালে |
Ο খ) |
১৯৭২ সালে |
Ο গ) |
১৯৮০ সালে |
Ο ঘ) |
১৯৮২ সালে |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কারখানা থেকে কারা ছুটে এসেছিল? |
Ο ক) |
শিশুরা |
Ο খ) |
কর্মকর্তারা |
Ο গ) |
শ্রমিকরা |
Ο ঘ) |
ভিক্ষুকরা |
সঠিক উত্তর: (গ)
৮১. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ - কবিতাটি কে লিখেছেন? |
Ο ক) |
নির্মলেন্দু গুন |
Ο খ) |
শামসুর রাহমান |
Ο গ) |
সৈয়দ শামসুল হক |
Ο ঘ) |
কাজী নজরুল ইসলাম |
সঠিক উত্তর: (ক)
৮২. |
কবি কাদের কথা ভেবে শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে যাচ্ছেন? |
Ο ক) |
ছাত্রদের |
Ο খ) |
শিশুদের |
Ο গ) |
বৃদ্ধদের |
Ο ঘ) |
শিশুদের |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
নিচের কোন চরণে ‘ব্যাকুলতা’ প্রকাশ পেয়েছে - i. কখন আসবে কবি ii. তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান iii. কখন শোনানো হবে স্বপ্নের কথা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
‘বাংলার মাটি বাংলার জল’ নির্মলেন্দু গুণের কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
কাব্যগ্রন্থ |
Ο খ) |
গল্পগ্রন্থ |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
প্রবন্ধ গ্রন্থ |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ - কবে থেকে? |
Ο ক) |
২৬-এ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে |
Ο খ) |
৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকে |
Ο গ) |
পার্শ্ববর্তী রাষ্ট্র স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর থেকে |
Ο ঘ) |
১৬ই ডিসেম্বর বিজয় লাভের পর থেকে |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
কত বছরের সংগ্রাম শেখে কবি এসে দাঁড়ালেন? |
Ο ক) |
৩০ |
Ο খ) |
৫০ |
Ο গ) |
১০০ |
Ο ঘ) |
১০০০ |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
‘এই শিশুপার্ক সেদিন ছিল না’ - কোথায়? |
Ο ক) |
সাভারে |
Ο খ) |
মতিঝিলে |
Ο গ) |
টঙ্গিতে |
Ο ঘ) |
রেসকোর্সে |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. |
নির্মলেন্দু গুণের কবিতায় ফুটে উঠেছে - i. প্রতিবাদী চেতনা ii. সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি iii. পল্লি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি কে রচনা করেছেন? |
Ο ক) |
সৈয়দ শামসুল হক |
Ο খ) |
শামসুর রাহমান |
Ο গ) |
নির্মলেন্দু গুণ |
Ο ঘ) |
রফিক আজাদ |
সঠিক উত্তর: (গ)
৯০. |
‘বিদ্রোহী’ শব্দটির সাথে সম্পর্ক রয়েছে কীসের? |
Ο ক) |
সহনশীলতার |
Ο খ) |
মেনে নেওয়ার |
Ο গ) |
উত্তেজনার |
Ο ঘ) |
নীরবতার |
সঠিক উত্তর: (গ)
৯১. |
জনসমুদ্রের জোয়ার জেগেছিল কোথায়? |
Ο ক) |
পার্কে |
Ο খ) |
রেসকোর্স উদ্যানে |
Ο গ) |
জাদুঘরে |
Ο ঘ) |
মসজিদে |
সঠিক উত্তর: (খ)
৯২. |
‘বাবা যখন ছোট্ট ছিলেন’ নির্মলেন্দু গুণ রচিত কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
শিশুতোষ উপন্যাস |
Ο খ) |
নাটক |
Ο গ) |
কাব্যগ্রন্থ |
Ο ঘ) |
ছোটগল্প |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে চলেছেন - i. রাজনীতির কবি ii. স্বাধীনতার কবি iii. বাংলাদেশের স্থপতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
‘কবির বিরুদ্ধে কবি, মার্চের বিরুদ্ধে মার্চ’ এগুলো হচ্ছে - |
Ο ক) |
ইতিহাস বিকৃতি |
Ο খ) |
যথার্থ উদ্যোগ |
Ο গ) |
প্রতিবাদী কর্মকান্ড |
Ο ঘ) |
রাজনৈতিক সিদ্ধান্ত |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
যেখান থেকে স্বাধীনতা শব্দটি ঘোষিত হয়েছিল সেখানে এখন কী আছে? |
Ο ক) |
জাদুঘর |
Ο খ) |
শিখা চিরন্তন |
Ο গ) |
শিশু পার্ক |
Ο ঘ) |
শহিদ মিনার |
সঠিক উত্তর: (গ)
৯৬. |
নির্মলেন্দু গুণ মাধ্যমিক পাস করেন - |
Ο ক) |
বারহাট্টার সিকেপি ইনস্টিটিউট থেকে |
Ο খ) |
নেত্রকোণা জেলা স্কুল থেকে |
Ο গ) |
নদীয়ার আরপি ইনস্টিটিউট থেকে |
Ο ঘ) |
ঢাকার সেন্ট গ্রেগরী স্কুল থেকে |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ - কবিতাটি নির্মলেন্দু গুণের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? |
Ο ক) |
বাংলার মাটি বাংলার জল |
Ο খ) |
চাষাভুষার কাব্য |
Ο গ) |
পঞ্চাশ সহস্র বর্ষ |
Ο ঘ) |
প্রেমাংশুর রক্ত চাই |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
‘সেই বিকেলটি ছিল কবির দৃষ্টিতে বাংলার মানুষের জন্য এক শ্রেষ্ঠ বিকেল।’ কারণ - i. এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধের ডাক এসেছে ii. এ বিকেলেই ‘রাজনীতির কবি’ শ্রেষ্ঠ কবিতা শোনান iii. এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৯. |
‘আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে’ - চরণে উল্লিখিত পাতা কুড়ানিরা সমাজ বাস্তবতায় এখন কী নামে পরিচিত? |
Ο ক) |
টোকাই নামে |
Ο খ) |
ছিন্নমুকুল নামে |
Ο গ) |
পথশিশু নামে |
Ο ঘ) |
অনাথ শিশু নামে |
সঠিক উত্তর: (ক)
১০০. |
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য? |
Ο ক) |
কবির |
Ο খ) |
নায়কের |
Ο গ) |
শিল্পীর |
Ο ঘ) |
গায়কের |
সঠিক উত্তর: (ক)
১০১. |
‘প্রেমাংশুর রক্ত চাই’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
কাজী নজরুল ইসলাম |
Ο গ) |
রফিক আজাদ |
Ο ঘ) |
নির্মলেন্দু গুণ |
সঠিক উত্তর: (ঘ)
১০২. |
নির্মলেন্দু গুণ কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
ঢাকা |
Ο খ) |
নেত্রকোণা |
Ο গ) |
টাঙ্গাইল |
Ο ঘ) |
নোয়াখালী |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
কবি কাদের কথা ভেভে শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে যাচ্ছেন? |
Ο ক) |
ছাত্রদের |
Ο খ) |
মুক্তিযোদ্ধাদের |
Ο গ) |
বৃদ্ধদের |
Ο ঘ) |
শিশুদের |
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: “ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” |
১০৪. |
৭ই মার্চের ভাষণের উল্লেখযোগ্য একটি স্লোগান - i. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব ii. চলে সবাই যুদ্ধে নেমে পড়ি iii. আমি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করছি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৫. |
উদ্দীপকের স্লোগানটি কেন সাধারণ মানুষের মনে প্রেরণা জাগিয়েছিল? |
Ο ক) |
কারণ, বঙ্গবন্ধুর এই স্লোগানে তারা যুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছিল না |
Ο খ) |
কারণ, বঙ্গবন্ধু নির্ভীক হয়ে যুদ্ধ করার সাহস দিয়েছিলেন |
Ο গ) |
যুদ্ধে জয়ী হবেই, কোনো চিন্তা নেই এই ভাব উক্ত স্লোগানে প্রকাশ পেয়েছে বলে |
Ο ঘ) |
যুদ্ধ ছাড়া কোনো গতি নেই |
সঠিক উত্তর: (গ)
very good. new more contents please
উত্তরমুছুন35 no mcq is totally wrong it is answer b
উত্তরমুছুন