NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ২য় পত্র অধ্যায় - ২: ধ্বনি ও বর্ণ



জে.এস.সি    ||    বাংলা ২য় পত্র
অধ্যায় - ২: ধ্বনি ও বর্ণ


১.
স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
Ο ক) 
স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
Ο খ) 
শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
Ο গ) 
সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
Ο ঘ) 
যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে

  সঠিক উত্তর: (ক)

২.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) 
কার
Ο খ) 
ফলা
Ο গ) 
স্বর
Ο ঘ) 
মূল

  সঠিক উত্তর: (ক)

৩.
স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) 
স্বরস্বর
Ο খ) 
স্বরবর্ণ
Ο গ) 
স্বরাগম
Ο ঘ) 
স্বরলিপি

  সঠিক উত্তর: (খ)

৪.
ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
Ο ক) 
দন্ত্য বর্ণ
Ο খ) 
ওষ্ঠ্য বর্ণ
Ο গ) 
কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
Ο ঘ) 
তালব্য বর্ণ

  সঠিক উত্তর: (গ)

৫.
নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে -
Ο ক) 
একটি
Ο খ) 
কেটলি
Ο গ) 
এক
Ο ঘ) 
মেঘ

  সঠিক উত্তর: (গ)

৬.
ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো -
Ο ক) 
ব্যঞ্জন
Ο খ) 
তৃষ্ণা
Ο গ) 
অঞ্চল
Ο ঘ) 
যজ্ঞ

  সঠিক উত্তর: (গ)

৭.
‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো -
Ο ক) 
বিশশাশ্
Ο খ) 
পকক
Ο গ) 
দনদো
Ο ঘ) 
তিববত

  সঠিক উত্তর: (ক)

৮.
নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
Ο ক) 
উকিল
Ο খ) 
বাউল
Ο গ) 
মৌসুমি
Ο ঘ) 
পৃথিবী

  সঠিক উত্তর: (খ)

৯.
কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
Ο ক) 
চ, ছ, জ, ঝ, ঞ
Ο খ) 
ক, খ, গ, ঘ, ঙ
Ο গ) 
ট, ঠ, ড, ঢ, ণ
Ο ঘ) 
ত, থ, দ, ধ, ন

  সঠিক উত্তর: (খ)

১০.
‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে -
Ο ক) 
শঁরন্
Ο খ) 
শোরন্
Ο গ) 
শঁরোন্
Ο ঘ) 
শোঁরোন

  সঠিক উত্তর: (গ)

১১.
যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১২.
মৌলিক স্বরধ্বনি কয়টি?
Ο ক) 
২টি
Ο খ) 
৫টি
Ο গ) 
৬টি
Ο ঘ) 
৭টি

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে -
Ο ক) 
স্বরধ্বনি
Ο খ) 
ব্যঞ্জনধ্বনি
Ο গ) 
যৌগিক ধ্বনি
Ο ঘ) 
মৌলিক ধ্বনি

  সঠিক উত্তর: (ক)

১৪.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Ο ক) 
৩৩, ৮, ১০
Ο খ) 
৩২, ৭, ১১
Ο গ) 
৩০, ৮, ১২
Ο ঘ) 
৩২, ৭, ৯

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো -
Ο ক) 
পদদঁ
Ο খ) 
পোদদো
Ο গ) 
পদদোঁ
Ο ঘ) 
পদদুঁ

  সঠিক উত্তর: (গ)

১৬.
ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
Ο ক) 
স্বরতন্ত্রী
Ο খ) 
গলনালি
Ο গ) 
তালু
Ο ঘ) 
বাগযন্ত্র

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে -
Ο ক) 
স্মার্ট
Ο খ) 
স্মৃতি
Ο গ) 
স্মিত
Ο ঘ) 
স্মাইল

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) 
শঁশান্
Ο খ) 
শসান্
Ο গ) 
শোশান্
Ο ঘ) 
শোসান্

  সঠিক উত্তর: (ক)

১৯.
‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) 
দিততো
Ο খ) 
দিততোঁ
Ο গ) 
দিতত
Ο ঘ) 
দিততঁ

  সঠিক উত্তর: (ক)

২০.
‘অ, ই, উ, ঋ’ - কোন ধরনের স্বরধ্বনি?
Ο ক) 
দীর্ঘ স্বরধ্বনি
Ο খ) 
হ্রস্ব স্বরধ্বনি
Ο গ) 
যৌগিক স্বরধ্বনি
Ο ঘ) 
মৌলিক স্বরধ্বনি

  সঠিক উত্তর: (খ)

২১.
‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
Ο ক) 
মৃনময়
Ο খ) 
মৃনমোয়
Ο গ) 
মৃনময়্
Ο ঘ) 
মৃনমোয়্

  সঠিক উত্তর: (ক)

২২.
মৌলিক স্বরধ্বনি কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৩.
ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) 
বর্ণ
Ο খ) 
শব্দ
Ο গ) 
পদ
Ο ঘ) 
ধ্বনি

  সঠিক উত্তর: (ক)

২৪.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) 
কার
Ο খ) 
ফলা
Ο গ) 
হলন্ত বর্ণ
Ο ঘ) 
সংবৃত

  সঠিক উত্তর: (খ)

২৫.
‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
Ο ক) 
তালু
Ο খ) 
ওষ্ঠ
Ο গ) 
মূর্ধা
Ο ঘ) 
কন্ঠ্য

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
Ο ক) 
অগ্রতালু
Ο খ) 
জিহ্বামূল
Ο গ) 
পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) 
অগ্র দন্তমূল

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
Ο ক) 
কন্ঠ্য ধ্বনি
Ο খ) 
তালব্য ধ্বনি
Ο গ) 
মূর্ধন্য ধ্বনি
Ο ঘ) 
ওষ্ঠ্য ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
র-ফলা কোথায় যুক্ত হয়?
Ο ক) 
বর্ণের উপরে
Ο খ) 
বর্ণের নিচে
Ο গ) 
বর্ণের পাশে
Ο ঘ) 
বর্ণের আগে

  সঠিক উত্তর: (খ)

২৯.
ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) 
ব্যঞ্জনস্বর
Ο খ) 
ব্যঞ্জনরব
Ο গ) 
ব্যঞ্জনবর্ণ
Ο ঘ) 
স্বরবর্ণ

  সঠিক উত্তর: (গ)

৩০.
ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
Ο ক) 
শব্দ
Ο খ) 
বর্ণ
Ο গ) 
বাক্য
Ο ঘ) 
পদ

  সঠিক উত্তর: (খ)

৩১.
উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
Ο ক) 
ক, খ, গ
Ο খ) 
চ, ছ, ঝ
Ο গ) 
ট, ঠ, ড
Ο ঘ) 
প, ফ, ব

  সঠিক উত্তর: (খ)

৩২.
গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
দুইভাগে
Ο খ) 
তিনভাগে
Ο গ) 
চারভাগে
Ο ঘ) 
পাঁচভাগে

  সঠিক উত্তর: (ক)

৩৩.
মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
Ο ক) 
ভাষা
Ο খ) 
ধ্বনি
Ο গ) 
শব্দ
Ο ঘ) 
বাক্য

  সঠিক উত্তর: (খ)

৩৪.
বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৩৫.
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) 
১১টি
Ο খ) 
১৩টি
Ο গ) 
৩৯টি
Ο ঘ) 
৪৯টি

  সঠিক উত্তর: (গ)

৩৬.
নিচের কোন শব্দের ‘অ বর্ণের উচ্চারণ বিকৃত?
Ο ক) 
গয়না
Ο খ) 
মৌন
Ο গ) 
জঞ্জাল
Ο ঘ) 
ঘর

  সঠিক উত্তর: (খ)

৩৭.
কোনটি অন্তঃস্থ য এর উচ্চারণ স্থান?
Ο ক) 
কন্ঠ ও তালু
Ο খ) 
কন্ঠ ও ওষ্ঠ
Ο গ) 
দন্ত ও ওষ্ঠ
Ο ঘ) 
কন্ঠ ও জিহ্বামূল

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...