এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৩: অর্থের সময়মূল্য |
১. |
প্রতি বছর ১০,০০০ টাকা করে ১০% হার সুদে ৫ বছর মেয়াদি অর্থ জমা রাখলে হবে- i ৪১,১৫০ ii ৫০,৪৩০ iii ৬১,০৫১ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২. | এককালীন অর্থ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে ব্যবহৃত পদ্ধতি কোনটি? |
Ο ক) | ঐকিক পদ্ধতি |
Ο খ) | বাট্টাকরণ পদ্ধতি |
Ο গ) | সরল রৈখিক পদ্ধতি |
Ο ঘ) | যৌগিক পদ্ধতি |
সঠিক উত্তর:
৩. | মি. জামাল ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে ৮,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন। ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে? |
Ο ক) | ১১,০৫৮ টাকা |
Ο খ) | ১১,৯২৫ টাকা |
Ο গ) | ১২,০১৫ টাকা |
Ο ঘ) | ১২,৩৪৬ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে- i মেয়দকে ১২ দিয়ে গুণ করতে হয় ii সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হয় iii মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫. | ১০% সুদে ২০,০০০.০০ টাকা কত বছরে দ্বিগুণ হবে? |
Ο ক) | ৫.২ বছর |
Ο খ) | ৬ বছর |
Ο গ) | ৭.২ বছর |
Ο ঘ) | ৮ বছর |
সঠিক উত্তর: (গ)
৬. |
অর্থের সময়মূল্যের উদ্দেশ্য- i. মূলধন ব্যবস্থাপনা ii. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ iii. প্রকল্প নির্বাচন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭. | নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যেূর গুরুত্ব অপরিসীম? |
Ο ক) | সুদের হার নির্ধারণ |
Ο খ) | বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ |
Ο গ) | আর্থিক অবস্থা নিরূপণ |
Ο ঘ) | ঋণের কিস্তি হ্রাস করা |
সঠিক উত্তর: (খ)
৮. | অর্থের সময়মূল্যের ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? |
Ο ক) | পরিচালন সিদ্ধান্ত |
Ο খ) | বিনিয়োগ সিদ্ধান্ত |
Ο গ) | লভ্যাংশ সিদ্ধান্ত |
Ο ঘ) | আর্থিক সিদ্ধান্ত |
সঠিক উত্তর: (খ)
৯. | মনির আজ ১০০ টাকা ব্যাংকে জমা দিল। ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৪ বছর পর আরাফাতের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ১৪৮ টাকা |
Ο খ) | ১৭৫ টাকা |
Ο গ) | ১৮৫ টাকা |
Ο ঘ) | ১৯৫ টাকা |
সঠিক উত্তর: (ক)
১০. | প্রতি বছরের ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? |
Ο ক) | বর্তমান মূল্য |
Ο খ) | বাট্ট মূল্য |
Ο গ) | ভবিষ্যৎ মূল্য |
Ο ঘ) | বাৎসলিক মূল্য |
সঠিক উত্তর: (ক)
১১. | �জনাব সালাউদ্দিন ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টর হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? |
Ο ক) | ৩৭,০০০ টাকা |
Ο খ) | ৫৩,০০০ টাকা |
Ο গ) | ৬২,০৯২ টাকা |
Ο ঘ) | ১,৬১,০৫১. টাকা |
সঠিক উত্তর: (গ)
১২. | অধ্যাপক আজিম উদ্দিন ২০০৯ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বচরের শেষে ১০,০০০ টাকা করে আগামী ৫ বছর জয়ন্তী ব্যাংক জমা দিবেন। যদি সুদের হার ১২% হয় তাহলে অধ্যাপক আজিম উদ্দিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ৭০,০৫৭ টাকা |
Ο খ) | ৬৩,৫২৮ টাকা |
Ο গ) | ৬৮,৬৭২ টাকা |
Ο ঘ) | ৬১,০৫১ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৩. | ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে কারবারটি কিসের সম্মুখীন হতে পারে? |
Ο ক) | ঋণগ্রস্ত |
Ο খ) | লাভজনক |
Ο গ) | ক্ষতিগ্রস্ত |
Ο ঘ) | দউলিয়া |
সঠিক উত্তর: (ঘ)
১৪. | অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত? |
Ο ক) | ২ |
Ο খ) | ৪ |
Ο গ) | ৬ |
Ο ঘ) | ১২ |
সঠিক উত্তর: (ক)
১৫. | সাপ্তাহিক সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | R |
Ο খ) | I |
Ο গ) | N |
Ο ঘ) | M |
সঠিক উত্তর: (ক)
১৬. |
অর্থের সময়মূল্যের ধারণা প্রয়োজন- i. দৈনন্দিন জীবনে ii. প্রকল্প মূল্যায়নে iii. প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭. | ব্যাংক বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়? |
Ο ক) | ঋণের বহি:মূল্য |
Ο খ) | ঋণের অন্ত:মূল্য |
Ο গ) | কিস্তি পরিশোধের ক্ষমতা |
Ο ঘ) | কিস্তির বর্তমান মূল্য |
সঠিক উত্তর: (গ)
১৮. | আদিল ২% সুদে ‘জয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। এই ব্যাংকে মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয়। উক্ত ব্যাংকের প্রকৃত সুদের হার কত? |
Ο ক) | ২০.০২% |
Ο খ) | ২৯.০৬% |
Ο গ) | ২৬.৮২% |
Ο ঘ) | ২৫.৭৯% |
সঠিক উত্তর: (গ)
১৯. | মি. মামুন ২% সুদে ব্যাংক হতে ঋণ গ্রহণ করলেন। যদি মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয় তাহল তার প্রকৃত সুদের হার কত হবে? |
Ο ক) | ১১.২৩% |
Ο খ) | ১২.৬৫% |
Ο গ) | ১৩.৭৬% |
Ο ঘ) | ২৬.৯২% |
সঠিক উত্তর: (ঘ)
২০. | ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? |
Ο ক) | মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি |
Ο খ) | অর্থের সময়মূল্যের পদ্ধতি |
Ο গ) | মূলধনী আয়-ব্যয় প্রাক্কলনের পদ্ধতি |
Ο ঘ) | ঝুঁকির অনিশ্চয়তা নির্ণয়ের পদ্ধতি |
সঠিক উত্তর: (খ)
২১. |
ব্যাংকে টাকা রাখলে বছরে- i. ৬ বার চক্রবৃদ্ধি হয় ii. ৮ বার চক্রবৃদ্ধি হয় iii. ১২ বার চক্রবৃদ্ধি হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i,iiও iii |
সঠিক উত্তর: (গ)
২২. | মি. খালেদ ৯% সুদে ৮৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখল। কত বছরে তিনি দ্বিগুণ পাবেন? |
Ο ক) | ১৩ |
Ο খ) | ১৪ |
Ο গ) | ১৭ |
Ο ঘ) | ৮ |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
সুদের হারের কারণে অর্থের মূল্যের পার্থক্য ঘটে- i. বর্তমান সময়ের ii. ভবিষ্যৎ সময়ের iii. অতীত সময়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪. | অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কীসের ওপর ভিত্তি করে গৃহীত হয়? |
Ο ক) | অর্থের সময়মূল্যের ওপর |
Ο খ) | অর্থের অর্থের ক্রয়মূল্যের ওপর |
Ο গ) | অর্থের বিক্রয়মূল্যের ওপর |
Ο ঘ) | অর্থের নগদ মূল্যের ওপর |
সঠিক উত্তর: (ক)
২৫. | সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | n |
Ο খ) | i |
Ο গ) | Fv |
Ο ঘ) | Pv |
সঠিক উত্তর: (খ)
২৬. |
অর্থের সমান মূল্য বহন করে না- i বর্তমানে ১০০ টাকা ii ১০ বছর পরের ১০০ টাকা iii ১০ বছর পরের ১,০০০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭. | ঋণের টাকা পরিশোধে কোণো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হলে তাকে কী বলে? |
Ο ক) | অনাদায়ী দেনা |
Ο খ) | দউলিয়া |
Ο গ) | দেনাদার |
Ο ঘ) | পাওনাদার |
সঠিক উত্তর: (খ)
২৮. | সুদের হার ১০% হলে ১০০ টাকার ৫ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? |
Ο ক) | ১৬১ |
Ο খ) | ১৭১ |
Ο গ) | ১৭৫ |
Ο ঘ) | ১৮১ |
সঠিক উত্তর: (ক)
২৯. |
ভোক্ত ঋণ হলো- i বার্ষিক হারে ঋণ পরিশাধ ii বড় অঙ্কের অর্থ বর্তমানে গ্রহণ iii ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০. | তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস নির্ণয় করা যায় কীভাবে? |
Ο ক) | অর্থায়ন উৎস থেকে |
Ο খ) | অর্থের সময়মূল্যের মাধ্যমে |
Ο গ) | গড় মুনাফার হার নির্ধারণ করে |
Ο ঘ) | মূলধন ব্যয় নির্ধারণ করে |
সঠিক উত্তর: (খ)
৩১. | দৈনন্দিন অর্থায়নে কোন ধারণাটি প্রয়োজন? |
Ο ক) | অর্থের সময়মূল্যে |
Ο খ) | অর্থের বিহিত মূল্যে |
Ο গ) | অর্থের ঐচ্ছিক মূল্যে |
Ο ঘ) | বাৎসসিক মূল্য |
সঠিক উত্তর: (ক)
৩২. | মকবুল অর্থের সময়মূল্যের কোন সূত্র প্রয়োগের মাধ্যমে মহাজনকে বার্ষিক সুদ প্রদান করে? |
Ο ক) | ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র |
Ο খ) | বার্ষিক বৃত্তি নির্ণয়ের সূত্র |
Ο গ) | বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র |
Ο ঘ) | প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. | কীভাবে তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায়? |
Ο ক) | মূলধন ব্যয় নির্ধারণ করে |
Ο খ) | অর্থায়নের উৎস থেকে |
Ο গ) | অর্থের সময়মূল্যের মাধ্যমে |
Ο ঘ) | গড় মুনাফার হার নির্ধারণের পদ্ধতি |
সঠিক উত্তর: (খ)
৩৪. | মকবুল প্রকৃতপক্ষে মহাজনকে শতকরা কত হারে সুদ প্রদান করবে? |
Ο ক) | ১০০% |
Ο খ) | ১১৬.৮৯% |
Ο গ) | ১৫২% |
Ο ঘ) | ১৫৭.১৫% |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
সুদের হার সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো- i. এর সম্পর্ক অর্থের মূল্যের সাথে সমানুপাতিক নয় ii. এটি বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য ঘটায় iii. বাট্টাকরণ হলেও অর্থের পরিমাণ বাড়িয়ে দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৬. | অর্থায়নে ক্ষেত্রে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য উৎস চিন্হিত করতে পারি কেমন করে? |
Ο ক) | অর্থের সময়মূল্যের ধারণার সাহায্যে |
Ο খ) | পূর্বেকার পরি সংখ্যানের সাহায্যে |
Ο গ) | ফিন্যান্সিয়াল ক্যালকুলেটরের সাহায্যে |
Ο ঘ) | প্রকৃত সুদের হার নির্ণয় করে |
সঠিক উত্তর: (ক)
৩৭. | ১০% হার সুদে ৫ বছর পরের ১০০.০- টাকার বর্তমান মূল্য ৬২.০৯ টাকা ও ২০% হার সুদে ৪০.১৮ টাকা হয়। এক্ষেত্রে সুদ ও অর্থের সময়মূল্যের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? |
Ο ক) | সমানুপাতিক সম্পর্ক |
Ο খ) | সম্পর্কটি সমানুপাতিক নয় |
Ο গ) | বিপরীতমুখী সম্পর্ক |
Ο ঘ) | পরিপূরক সম্পর্ক |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করে এককালীন অর্থ প্রবাহের- i. বর্তমান মল্য নির্ণয় করা হয় ii. ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় iii. ক্রয়-বিক্রয় মূল্য বের করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | i ও ii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৯. | ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণ কোনটি বিবেচরা করতে হয়? |
Ο ক) | কিস্তি পরিশোধের ক্ষমতা |
Ο খ) | অর্থ বিনিয়োগের ক্ষমতা |
Ο গ) | নির্ধারিত কমিশন |
Ο ঘ) | সুদের পরিমাণ |
সঠিক উত্তর: (ক)
৪০. | বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্যের করণ কোনটি? |
Ο ক) | বাণিজ্য হার |
Ο খ) | অর্থের বিনিময় হার |
Ο গ) | সুদের হার |
Ο ঘ) | মুনাফার হার |
সঠিক উত্তর: (গ)
৪১. | কোন প্রকল্প মূল্যায়নে কোনটি খুব গুরুত্বপূর্ণ? |
Ο ক) | মূলধন ব্যয় |
Ο খ) | অর্থের সময়মূল্য |
Ο গ) | বর্তমান মূল্য নির্ধারণ |
Ο ঘ) | ভবিষ্যৎ মূল্য নির্ধারণ |
সঠিক উত্তর: (খ)
৪২. | অ্যানুইটি কত প্রকার? |
Ο ক) | ২ |
Ο খ) | ৩ |
Ο গ) | ৪ |
Ο ঘ) | ৫ |
সঠিক উত্তর: (ক)
৪৩. | চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্জ করা হয় কেন? |
Ο ক) | বর্তমান মূল্য নির্ধারণের জন্য |
Ο খ) | ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য |
Ο গ) | ব্যাংকের লাভ নির্ণয়ের জন্য |
Ο ঘ) | ব্যাংকের লোকসান নির্ণয় করে |
সঠিক উত্তর: (খ)
৪৪. | ’৬৯ বিধি’ কী? |
Ο ক) | বিনিয়োগকৃত অর্ধ দ্বিগুণের হিসাব |
Ο খ) | বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণের সময় |
Ο গ) | অর্থ দ্বিগুণের সূত্র |
Ο ঘ) | বিনিয়োগকৃত অর্থ তিন গুণের সময় |
সঠিক উত্তর: (খ)
৪৫. | FVIF–এর পূর্ণ রূপ কী? |
Ο ক) | Ruture Value Interest Factor of Annuity |
Ο খ) | Future Value Interest Factor |
Ο গ) | Facility Intrest Factor |
Ο ঘ) | Final Value Instruction actor |
সঠিক উত্তর: (খ)
৪৬. | সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলে? |
Ο ক) | আসল সুদ |
Ο খ) | মূল সুদ |
Ο গ) | সরল সুদ |
Ο ঘ) | চক্রবৃদ্ধি সুদ |
সঠিক উত্তর: (গ)
৪৭. | সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনকে কী বলা হয়? |
Ο ক) | অর্থের পরিবর্তন মূল্য |
Ο খ) | অর্থের সম্ভাব্য মূল্য |
Ο গ) | অর্থের সময়মূল্য |
Ο ঘ) | অর্থের অর্থের আনুপাতিন মূল্য |
সঠিক উত্তর: (গ)
৪৮. | সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত? |
Ο ক) | ৭ |
Ο খ) | ১২ |
Ο গ) | ২৪ |
Ο ঘ) | ৫২ |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. | অর্থের সময় মূল্যের কারণ কোনটি? |
Ο ক) | বিনিময় হার |
Ο খ) | সুদের হার |
Ο গ) | নগদ হার |
Ο ঘ) | অগ্রিম হার |
সঠিক উত্তর: (খ)
৫০. | কবির মিয়া ৫৬,০০০ টাকা ৯ বছরের জন্য ব্যাংকে রাখতে চায়। |
Ο ক) | ৮% |
Ο খ) | ৯% |
Ο গ) | ১১% |
Ο ঘ) | ১২% |
সঠিক উত্তর: (ক)
৫১. |
বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়- i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫২. |
বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়- i. সরল রৈখিক পদ্ধতি ব্যবহার করে ii. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করে iii. বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও iii |
Ο খ) | i ও ii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৩. | চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়? |
Ο ক) | আসলে ওপর |
Ο খ) | বাট্টার ওপর |
Ο গ) | সুদাসলের ওপর |
Ο ঘ) | কমিশনের ওপর |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
ষান্মাসিক চক্রবৃদ্ধি হলে- i. সুদের হারকে ২ দিয়ে ভাগ করতে হবে ii. সুদের হাকে ৬ দিয়ে ভাগ করতে হবে iii. মেয়াদকে ২ দিয়ে গুণ করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৫. | কোন ক্ষেত্রে সুদ-আসল সবচেয়ে বেশি? |
Ο ক) | সরল সুদের |
Ο খ) | চক্রবৃদ্ধি পদ্ধতিতে |
Ο গ) | বাট্টাকরণ পদ্ধতিতে |
Ο ঘ) | সুযোগ ব্যয় |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
সুদের হার, বাৎসরিক মেয়াদকাল, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে যথাক্রমে- i� Fv,pv,iএবং n ii i,n,pv এবং Fv iii n,i,Fv এবং Pv নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৭. |
ভোক্তা ঋণের পলিসিতে- i এককালীন কিছু অর্থ বর্তমানে পাওয়া যায় ii ভবিষ্যতে সমান কিস্তিতে তা পরিশোধ করা হয় iii সাধারনত একটি মেয়াদকালের মধ্যে পরিশোধ করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. | সোহাগ একটি বিনিয়োগের ওপর শতকরা ১২ টাকা চক্রবৃদ্ধি হারে সুদ পান যা ৩ বছর পরে ১৬,০৬২ টাকা হবে। সোহাগের বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য কত? |
Ο ক) | ১০,১৯০ টাকা |
Ο খ) | ১১,৮৩২ টাকা |
Ο গ) | ১৪,০০২ টাকা |
Ο ঘ) | ১৪,২৮০ টাকা |
সঠিক উত্তর: (খ)
৫৯. | অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে? |
Ο ক) | বর্তমান মূল্য |
Ο খ) | ভবিষ্যৎ মূল্য |
Ο গ) | প্রকৃত সুদের হার |
Ο ঘ) | বর্তমান ও ভবিষ্যৎ মূল্য |
সঠিক উত্তর: (ক)
৬০. |
প্রতি বছর ৫,০০০ টাকা করে ৮% হার সুদে ৫ বছর মেয়াদি অর্থ জমা রাখলে হবে- i ৭,৩৪৭ টাকা ii ২৯,৩৩ টাকা iii ২৭,০০০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬১. |
বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল ৭২’ অনুযায়ী ৭২-কে- i. মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায় ii. মেয়াদ দিয়ে ভাগ করলে সুদ পাওয়া যায় iii. সুদ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬২. | জনাব শহীদকে কত টাকা করে বার্ষিক কিস্তি প্রদান করতে হবে? |
Ο ক) | ১১৫৪৪০ টাকা |
Ο খ) | ১২৬৬৫০ টাকা |
Ο গ) | ১২৬৯২ টাকা |
Ο ঘ) | ১৮২০২০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৬৩. | নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে? |
Ο ক) | মোট বৃত্তি |
Ο খ) | বার্ষিক বৃত্তি |
Ο গ) | মোট কিস্তি |
Ο ঘ) | বৃত্তি |
সঠিক উত্তর: (খ)
৬৪. | FV এর পূর্ণ রূপ কী? |
Ο ক) | Foreign Value |
Ο খ) | Future Value |
Ο গ) | Fiscal Value |
Ο ঘ) | Full Value |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
চক্রবৃদ্ধি প্রক্রিয় হতে পারে- i দৈনিক সুদের ওপর ii মাসিক,ত্রৈমাসিক সুদের ওপর iii অর্ধবার্ষিক দ্বিবার্ষিক সুদের ওপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. | কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়? |
Ο ক) | আসল সুদ |
Ο খ) | মূল সুদ |
Ο গ) | সরল সুদ |
Ο ঘ) | চক্রবৃদ্ধি সুদ |
সঠিক উত্তর: (গ)
৬৭. |
সুদের হারের কারণে পার্থক্য ঘটে- i. অর্থের বর্তমান মূল্যে ii অর্থের সময়ে iii. অর্থের ভবিষ্যৎ মূল্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৮. | মি. রওশন মিল্লাত ব্যাংক থেকে ১০% সুদে ৫০,০০০ টাকা ৫ বছরের জন্যে ঋণ নিয়েছেন। তাকে এ ঋণ ৫টি সমকিস্তিতে পরিশোধ করতে হবে। মি. রওশন প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবেন? |
Ο ক) | ১৪,৯১০ টাকা |
Ο খ) | ১২,৪৬০ টাকা |
Ο গ) | ১৩,১৯০ টাকা |
Ο ঘ) | ১১,৫৮০ টাকা |
সঠিক উত্তর: (গ)
৬৯. | আমিন সাহেব কিস্তিতে ঋণ পরিশোধ করতে অর্থের কোন ধারণা ব্যবহার করেছেন? |
Ο ক) | অর্থের সময়মূল্যের |
Ο খ) | অর্থের ভবিষ্যৎ মূল্যের |
Ο গ) | অর্থের বর্তমান মূল্যের |
Ο ঘ) | অর্থের অতীত মূল্যের |
সঠিক উত্তর: (ক)
৭০. | কোনটি ব্যবহার করে এককালীন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়? |
Ο ক) | চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি |
Ο খ) | সরল রৈখিক পদ্ধতি |
Ο গ) | মুনাফা সর্বোচ্চকরণ পদ্ধতি |
Ο ঘ) | আয় –ব্যয় |
সঠিক উত্তর: (ক)
৭১. | FVIFA-এর পূর্ণ রুপ কী? |
Ο ক) | Future Value Internal Factor of Annuity |
Ο খ) | Future Value Internal Factor Annually |
Ο গ) | Future Value Internal Factor of Annually |
Ο ঘ) | Future Value Interest Factor of Annuity |
সঠিক উত্তর: (ঘ)
৭২. | বর্তমান মূল্য থেকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে? |
Ο ক) | চক্রবৃদ্ধিকরণ |
Ο খ) | বাট্টকরণ |
Ο গ) | সুদ-আসল নির্ণয় |
Ο ঘ) | আসল নিয়ন্ত্রণ |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে- i সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে ii মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে ii মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৪. | একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থে আগমনকে কী বলে? |
Ο ক) | আয় |
Ο খ) | আন্ত:প্রবাহ |
Ο গ) | বহি:প্রবাহ |
Ο ঘ) | নগদ প্রবাহ |
সঠিক উত্তর: (খ)
৭৫. | জমিতে বিনিয়োগ করলে ৫ বছরে তার মূল্য দ্বিগুণ হবে। এক্ষেত্রে সুদের হার নির্ণয়ের সূত্র কী নামে পরিচিত? |
Ο ক) | রুল ৬৯ |
Ο খ) | রুল ৭২ |
Ο গ) | রুল ৭৪ |
Ο ঘ) | রুল ৭৫ |
সঠিক উত্তর: (খ)
৭৬. | কোন সূত্র প্রযোগের মাধ্যমে সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়? |
Ο ক) | অর্থের সময়মূল্যের সূত্র |
Ο খ) | ঝুঁকি পরিমাপের সূত্র |
Ο গ) | মূলধন ব্যয় নিরূপণের সূত্র |
Ο ঘ) | লভ্যাংশ নিরূপণের সূত্র |
সঠিক উত্তর: (ক)
৭৭. | FV = ৫০,০০০ টাকা, i = ২৪%, n =২ বছর m = ১২ হলে, মাসিক কিস্তি C = কত? |
Ο ক) | ২৬৪৩.৫ টাকা |
Ο খ) | ২২৩৯.৫২ টাকা |
Ο গ) | ১৯৪২.৭৭ টাকা |
Ο ঘ) | ২৪৫০.৫৫ টাকা |
সঠিক উত্তর: (ক)
৭৮. | ব্যাংক বা কোনো আর্থি প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? |
Ο ক) | কিস্তি পরিশোধের ক্ষমতা |
Ο খ) | অর্থ বিনিয়োগের ক্ষমতা |
Ο গ) | নির্ধারিত কমিশন |
Ο ঘ) | সুদের পরিমাণ |
সঠিক উত্তর: (ক)
৭৯. | বছরে চক্রবৃদ্ধি সংখ্যা কী দ্বারা কী দ্বারা প্রকাশ কর হয়? |
Ο ক) | n |
Ο খ) | i |
Ο গ) | m |
Ο ঘ) | DC |
সঠিক উত্তর: (গ)
৮০. | মি. বসির ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে৮,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন । ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে? |
Ο ক) | ১১,০০০ টাকা |
Ο খ) | ১১,৯০০ টাকা |
Ο গ) | ১২,০০০ টাকা |
Ο ঘ) | ১২,৩৪৬ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৮১. | সুদের হার শতকরা ১০ টাকা হলে এখনকার ১০০ টাকা ১ বছর পরে কত টাকার সমান মূল্য বহন করে? |
Ο ক) | ২০০ টাকা |
Ο খ) | ১১১ টাকা |
Ο গ) | ১৯০ টাকা |
Ο ঘ) | ১১০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে- i. ১ম বছরের সুদ সুদাসলকে ২য় বছরের আসল ধরা হয় ii. ১ম বছরের আসলকে ২য় বছরের সুদ ধরা হয় iii. প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্জ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও iii |
Ο খ) | i ও ii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৩. | ‘রুল ৭২’ –এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? |
Ο ক) | বার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে |
Ο খ) | সরল সুদ পদ্ধতিতে |
Ο গ) | ত্রৈমাসিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে |
Ο ঘ) | অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি পদ্ধতিতে |
সঠিক উত্তর: (ক)
৮৪. | একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? |
Ο ক) | সুযোগ ব্যয় |
Ο খ) | প্রকল্প মূল্যায়ন |
Ο গ) | উৎপাদন ব্যয় |
Ο ঘ) | বিনিয়োগ ব্যয় |
সঠিক উত্তর: (ক)
৮৫. | ঋণ নেওয়ার আগ কোনটি করা আবশ্যক? |
Ο ক) | সুদের পরিমাণ নির্ধারণ করা |
Ο খ) | ঋণের পরিমাণ নির্দিষ্ট করা |
Ο গ) | অর্থের মূল্য নির্ধাণ |
Ο ঘ) | পরিশোধ ক্ষমতা যাচাই |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
অর্থের সময়মূল্যের সাথে সম্পৃক্ত বিষয় কোনটি? i বর্তমান মূল্য ii ভবিষ্যৎ মূল্য iii চক্রবৃদ্ধি প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. | মি. নাজির ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত? |
Ο ক) | ২,৫০০ টাকা |
Ο খ) | ২,৯০০ টাকা |
Ο গ) | ৩,২০০ টাকা |
Ο ঘ) | ৩,৬০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৮৮. | অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? |
Ο ক) | বর্তমান মূল্য /(১+ সুদের হার) মেয়াদ |
Ο খ) | বর্তমান মূল্য /(১- সুদের হার) মেয়াদ |
Ο গ) | বর্তমান মূল্য ´(১+ সুদের হার) মেয়াদ |
Ο ঘ) | বর্তমান মূল্য ´(১- সুদের হার) মেয়াদ |
সঠিক উত্তর: (খ)
৮৯. | বেল আসলের ওপর যে সুদ গণনা করা হয়,তাকে কী বলে? |
Ο ক) | সরল সুদ |
Ο খ) | চক্রবৃদ্ধি সুদ |
Ο গ) | বাৎসরিক সুদ |
Ο ঘ) | মাসিক সুদ |
সঠিক উত্তর: (ক)
৯০. | সামসুল হক এজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে সামসুল হক সাহেবের বিনিয়োগকৃত অর্থের� ভবিষ্যৎ মূল্য কত হবে? |
Ο ক) | ২১,২০১ টাকা |
Ο খ) | ২২,৫৮৩ টাকা |
Ο গ) | ২৩,০৭৮ টাকা |
Ο ঘ) | ২৬০৯২ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৯১. | ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে- |
Ο ক) | উদ্যোক্তা ঋণ |
Ο খ) | কৃষি ঋণ |
Ο গ) | ভোক্তা ঋণ |
Ο ঘ) | ক্ষুদ্র ঋণ |
সঠিক উত্তর: (গ)
৯২. | ‘EAR’ – দ্বারা কী বোঝায়? |
Ο ক) | বাৎসরিক সুদের হার |
Ο খ) | প্রকৃত সুদের হার |
Ο গ) | ষাণ্মাসিক সুদের হার |
Ο ঘ) | চক্রবৃদ্ধি সুদের হার |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
মানুষ চলতি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আগ্রহী হওয়ার কারণ- i. অনিশ্চিত ভবিষ্যৎ ii. মুদ্রাস্ফীতি iii. ঝুঁকি হ্রাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. | আমিন সাহেবের প্রতিটি কিস্তির পরিমাণ কত? |
Ο ক) | ৩৯৫০০ টাকা |
Ο খ) | ৩৭৪১.১১ টাকা |
Ο গ) | ৬৫০১.২২ টাকা |
Ο ঘ) | ৪২৬২.১২ টাকা |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
আজকের ১,০০০ টাকা ভবিষ্যতের যেকোনো সময়ের ১,০০০ টাকার চেয়ে বেশি মূল্যবান কে? i এখনই ভোগ করার সুযোগ ii ভবিষ্যৎ অনিশ্চয়তা iii মুদ্রাস্ফীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৬. |
ব্যবসায়ের প্রতিটি আর্থিক সদ্ধান্তের সাথে যুক্ত থাকে- i. অর্থের আন্ত:প্রবাহ ii. অর্থের বহি:প্রবাহ iii. অর্থের উপযোগিতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে- i. সদাসলের ওপর সুদ ধার্জ করা হয় ii. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় iii. আসলের ওপর সুদ ধার্জ করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৮. | সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কীসের দৃষ্টিতে? |
Ο ক) | ফিন্যান্সের |
Ο খ) | হিসাববিজ্ঞানের |
Ο গ) | ব্যবস্থাপনার |
Ο ঘ) | পরিসংখ্যানের |
সঠিক উত্তর: (ক)
৯৯. | নাফসি তার বন্ধুর নিকট হতে সাপ্তাহিক ২% হারে চক্র বৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। ২% চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার কত? |
Ο ক) | ০৫.৫০০% |
Ο খ) | ১০.৯৫৪% |
Ο গ) | ০২.২৬১% |
Ο ঘ) | ০৪.২৫৫% |
সঠিক উত্তর: (খ)
১০০. | ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত? |
Ο ক) | ২ |
Ο খ) | ৪ |
Ο গ) | ৬ |
Ο ঘ) | ১২ |
সঠিক উত্তর: (খ)
১০১. |
সাধারণত কিস্তির মেয়াদ- i ১ মাস পরপর ii ৬ মাস পরপর iii ২ বছর পরপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও iii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i, ii ও iii |
Ο ঘ) | i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
১০২. | ‘রুল ৭২’ কী? |
Ο ক) | ৭২ নম্বর আইন |
Ο খ) | ৭২ নম্বর ধারা |
Ο গ) | বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয় পদ্ধতি |
Ο ঘ) | ৭২ নম্বর সিদ্ধান্ত |
সঠিক উত্তর: (গ)
১০৩. | EAR কী |
Ο ক) | Effective annual Rate |
Ο খ) | Effecient annual Rate |
Ο গ) | Erning annual Rate |
Ο ঘ) | Evalued annual Rate |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
ত্রৈ-মাসিক চক্রবৃদ্ধি হলে- i. সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে ii. মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে� হবে iii. য়োদকে ৪ দিয়ে গুণ করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০৫. | সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি? |
Ο ক) | সরল সুদ |
Ο খ) | চক্রবৃদ্ধি সুদ |
Ο গ) | মোট সুদ |
Ο ঘ) | নিট সুদ |
সঠিক উত্তর: (খ)
১০৬. | মি. জিয়া� একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে? |
Ο ক) | ২৮.০৮% |
Ο খ) | ৩৮.১২% |
Ο গ) | ৪৮.২০% |
Ο ঘ) | ৫৮.৬৯% |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. | বর্তমান ও ভবিষ্যৎ অর্থের মধ্যে পার্থক্য না করার ফলাফল কোনটি? |
Ο ক) | আর্থিকভাবে লাভবান হওয়া |
Ο খ) | আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া |
Ο গ) | লাভ-ক্ষতি কিছুই না হওয়া |
Ο ঘ) | ঝুঁকির মধ্যে থাকা |
সঠিক উত্তর: (খ)
১০৮. | বাট্টর হার বেশি হল কী হয়? |
Ο ক) | বর্তমান মূ্ল্যের পরিমাণ বেশি হবে |
Ο খ) | বর্তমান মূল্যের পরিমাণ কম হবে |
Ο গ) | চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পাবে |
Ο ঘ) | বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে |
সঠিক উত্তর: (খ)
১০৯. | সরল সুদের ক্ষেত্রে কীসের ওপর সুদ গণনা করা হয়? |
Ο ক) | আসলের ওপর |
Ο খ) | বাৎসরিক টাকার ওপর |
Ο গ) | সুদাসলের ওপর |
Ο ঘ) | বাট্টার ওপর |
সঠিক উত্তর: (ক)
১১০. | মি. সালাম ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে েএ বর্তমান মূল্য কত? |
Ο ক) | ২,৫০০ টাকা |
Ο খ) | ২,৯০০ টাকা |
Ο গ) | ৩,২০০ টাকা |
Ο ঘ) | ৩,৬০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
১১১. | অর্থের সময়মূল্য নির্ধারণের মূল্য কারণ কোনটি? |
Ο ক) | সুদের হার |
Ο খ) | মুদ্রা নীতি |
Ο গ) | অর্থের তারল্য |
Ο ঘ) | বর্ধিত মুনাফা |
সঠিক উত্তর: (ক)
১১২. | সালেহা বেগম ৫ % সুদে ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে? |
Ο ক) | ১২.৪৫ বছর |
Ο খ) | ১৪.১৫ বছর |
Ο গ) | ১৬.২৮ বছর |
Ο ঘ) | ২০.৬৯ বছর |
সঠিক উত্তর: (খ)
১১৩. | একটা ব্যবসায় প্রতিষ্ঠান দউলিয়া হয়ে যাওয়ার প্রধান কারণ কী? |
Ο ক) | পরিকল্পনার অভাব |
Ο খ) | ভুল প্রকল্প মূল্যায়ন |
Ο গ) | সিদ্ধান্তহীনতা |
Ο ঘ) | ঋণের অপ্রতুলতা |
সঠিক উত্তর: (ক)
১১৪. | জামাল সাহেব ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? |
Ο ক) | ২,৮৬৪ টাকা |
Ο খ) | ২,৯৮২ টাকা |
Ο গ) | ৩,১২৫ টাকা |
Ο ঘ) | ৩,৩২৮ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১১৫. | বর্তমান মূল্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | PV |
Ο খ) | PB |
Ο গ) | FV |
Ο ঘ) | FB |
সঠিক উত্তর: (ক)
১১৬. | বাট্টার হার কম হলে কী হয়? |
Ο ক) | চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে |
Ο খ) | বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিতে থাকবে |
Ο গ) | বর্তমান মূল্যের পরিমাণ বেশি হবে |
Ο ঘ) | বর্থমান মূল্যের পরিমাণ কম হবে |
সঠিক উত্তর: (গ)
১১৭. | মাসিক কিস্তিতে পরিশোধ করলে কত টাকা পরিশোধ করতে হবে? |
Ο ক) | ১৫,৮৫৫ টাকা |
Ο খ) | ১৮,৭৫৫ টাকা |
Ο গ) | ২০,১৬৮ টাকা |
Ο ঘ) | ২১,৮৫৫ টাকা |
সঠিক উত্তর: (ক)
১১৮. | জনাব হারুন প্রেভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিচাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইলে। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান? |
Ο ক) | ২,০০,৭৩০.০০ টাকা |
Ο খ) | ২,৮৩,৭২০.০০ টাকা |
Ο গ) | ৩,১৩,৫২০.০০ টাকা |
Ο ঘ) | ৪,৪০,০০০. টাকা |
সঠিক উত্তর: (খ)
১১৯. | আল আমিন একজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তাহলে আল আমিন সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে? |
Ο ক) | ২৬,০৯২ টাকা |
Ο খ) | ৩০,০০০ টাকা |
Ο গ) | ৪৪,৯০৮ টাকা |
Ο ঘ) | ৫২,১৩৪ টাকা |
সঠিক উত্তর: (ক)
১২০. |
বছরে যদি ১২ বার সুদ চক্রবৃদ্ধি হয় তাহলে- i সুদ আসলের তুলনায় দ্বিগুণ হবে ii সুদের হাকে ১২ দ্বারা ভাগ করতে হবে iii মেয়াদকেও ১২ দ্বারা গুণ করতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২১. | মি. জালিফ চাকরি থেকে অবসর নেওয়ার পর আগামী ১০ বছর ধরে প্রতি বছরের শেষে বিমা কোম্পানি থেকে ১৬,০০০ টাকা করে পাবেন। বাট্টার হার ৮% হলে ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক বৃত্তিসমূহের বর্তমান মূল্য কত? |
Ο ক) | ১,৮৮,১৯৮ টাকা |
Ο খ) | ১,২০,০০০ টাকা |
Ο গ) | ২,২০,০০০ টাকা |
Ο ঘ) | ১,০৭,৩৬১ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১২২. | বাজারে সুদের হার শতকরা ১০ ভাগ হলে এখনকার ১০০.০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? |
Ο ক) | ১১০.০০ টাকা |
Ο খ) | ১২১.০০ টাকা |
Ο গ) | ১৩০.০০ টাকা |
Ο ঘ) | ১৪৭.০০ টাকা |
সঠিক উত্তর: (খ)
১২৩. | প্রকৃত সুদের হারে R দ্বারা কী বোঝানো হয়? |
Ο ক) | Revene |
Ο খ) | Rate |
Ο গ) | Reason |
Ο ঘ) | Resource |
সঠিক উত্তর: (খ)
১২৪. | ভবিষ্যৎ মূল্য=বর্তমান মূল্য (১ + সুদের হার )মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত? |
Ο ক) | বাৎসরিক চক্রবৃদ্ধি |
Ο খ) | বাৎসরিক বাট্টাকরণ |
Ο গ) | প্রক্রত সুদের হার |
Ο ঘ) | চক্রবৃদ্ধি হার |
সঠিক উত্তর: (ক)
১২৫. | সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক প্রকৃত সুদের হার কত? |
Ο ক) | ৭% |
Ο খ) | ২৪% |
Ο গ) | ৬৭.৭৬% |
Ο ঘ) | ৭২% |
সঠিক উত্তর: (গ)
১২৬. | ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াক কী বলে? |
Ο ক) | বাট্টাকরণ |
Ο খ) | চক্রবৃদ্ধিকরণ |
Ο গ) | সরলকরণ |
Ο ঘ) | সুদ নির্ণয় |
সঠিক উত্তর: (ক)
১২৭. | ঋণ পরিশোধের সময় কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয় কেন? |
Ο ক) | মেয়াদের কারণে |
Ο খ) | পরিবেশের কারণে |
Ο গ) | বৈচিত্র্যের কারণে |
Ο ঘ) | সুদের কারণে |
সঠিক উত্তর: (ক)
১২৮. | অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়? |
Ο ক) | প্রকৃত অর্থের |
Ο খ) | সুযোগ ব্যয়ের |
Ο গ) | মূল্য নির্ধারণের |
Ο ঘ) | প্রকল্প মূল্যায়ন ব্যয়ের |
সঠিক উত্তর: (খ)
১২৯. |
অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহৃত হয়- i. বিনিয়োগের ক্ষেত্রে ii. মূলধন বাজেটিং-এর ক্ষেত্রে iii. প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. | চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়? |
Ο ক) | আসলের ওপর |
Ο খ) | বাট্টার ওপর |
Ο গ) | সুদাসলের ওপর |
Ο ঘ) | কমিশনের ওপর |
সঠিক উত্তর: (ক)
১৩১. | একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় কীসের মাধ্যমে? |
Ο ক) | বাট্টাকরণের মাধ্যমে |
Ο খ) | কমিশনের মাধ্যমে |
Ο গ) | অুদানের মাধ্যমে |
Ο ঘ) | ছাড়ের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
১৩২. | মি. মাহিন ১,০০,০০০ টাকা ১৬% সুদে ২ বছরের জন্যে ঋণ নিয়েছেন। সমান ২টি বার্ষিক কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে হবে। মি. মাহিন প্রতি কিস্তিতে পশোধ্য অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ২১,৭০৮ টাকা |
Ο খ) | ৮৪,২০৮ টাকা |
Ο গ) | ৬২,২৯৬ টাকা |
Ο ঘ) | ৯২,৪২৮ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৩৩. | অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়? |
Ο ক) | প্রকৃত অর্থের |
Ο খ) | সুযোগ ব্যয়ের |
Ο গ) | মূল্য নির্ধারণের |
Ο ঘ) | প্রকল্প মূল্যায়ন ব্যয়ের |
সঠিক উত্তর: (খ)
১৩৪. | মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | m |
Ο খ) | n |
Ο গ) | i |
Ο ঘ) | PV |
সঠিক উত্তর: (খ)
১৩৫. | অর্থায়নের দৃষ্টিতে কীসের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে? |
Ο ক) | সম্পত্তির |
Ο খ) | সংগঠনের |
Ο গ) | সময়ের |
Ο ঘ) | মূলধনের |
সঠিক উত্তর: (গ)
১৩৬. |
ভোক্তা ঋণের বৈশিষ্ট্যগুলো হলো- i. বড় অঙ্কের অর্থ বর্তমানে প্রহণ ii. ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান iii. শুধু মাত্র বার্ষিক হার ঋণ পরিশোধ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৭. | কবির আজকে ব্যাংকে ১০০ টাকা জমা দিল। ব্যাংক ১০% হরে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে ৪ বছর পর কবিরের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ১২৮ টাকা |
Ο খ) | ১৪৬ টাকা |
Ο গ) | ১৫৬ টাকা |
Ο ঘ) | ১৯২ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৩৮. | অর্থ বিনিয়োগ না করলে কী সৃষ্টি হয়? |
Ο ক) | সুযোগ ব্যয় |
Ο খ) | পরিচালন ব্যয় |
Ο গ) | কারবারি ব্যয় |
Ο ঘ) | বিনিয়োগ ব্যয় |
সঠিক উত্তর: (ক)
১৩৯. | কোন সূত্র ব্যবহারের মাধ্যমে ভোক্ত ঋণের পরিমাণ নির্ধারিত হয়? |
Ο ক) | Future Value of annual Rate |
Ο খ) | Present Value of Annuity |
Ο গ) | Present Value of Perpetuity |
Ο ঘ) | Multi Period Compounding |
সঠিক উত্তর: (খ)
১৪০. |
ভোগ্যপণ্য সমান হার বহন করে? i গাড়ি ii কারখানার মেশিন iii ফ্রিজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪১. | দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কীসের তুলনা করা হয়?> |
Ο ক) | ভবিষ্যৎ আয়ের |
Ο খ) | সুযোগ ব্যয়ের |
Ο গ) | উৎপাদন মূ্ল্যের |
Ο ঘ) | অনিশ্চিত ব্যয়ের |
সঠিক উত্তর: (ক)
১৪২. | ‘৭২ বিধি’ কী? |
Ο ক) | বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণের হিসাব |
Ο খ) | বিনিয়োগকৃত অর্থ তিন গুণের হিসাব |
Ο গ) | বিনিয়োগকৃত অর্থ চার গুণের হিসাব |
Ο ঘ) | বিনিয়োগকৃত অর্থ পাঁচ গুণের হিসাব |
সঠিক উত্তর: (ক)
১৪৩. | ব্যাংক থেকে ভোগ্যপণ্য ক্রয়ে যে ঋণ নেওয়া হয়, তাকে কী বলে? |
Ο ক) | নগদ ঋণ |
Ο খ) | ভোক্তা ঋণ |
Ο গ) | ব্যবসায়িক ঋণ |
Ο ঘ) | শিল্প ঋণ |
সঠিক উত্তর: (খ)
১৪৪. | ‘EAR’-এর পূর্ণ রূপ কোনটি? |
Ο ক) | Effective Annual Rate |
Ο খ) | Essential Annual Rate |
Ο গ) | Effective Actual Rate |
Ο ঘ) | Earn Annual Revenue |
সঠিক উত্তর: (ক)
১৪৫. | ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়? |
Ο ক) | ১০ বার |
Ο খ) | ১১ বার |
Ο গ) | ১২ বার |
Ο ঘ) | ১৬ বার |
সঠিক উত্তর: (গ)
১৪৬. | প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে? |
Ο ক) | প্রকল্প বাছাই |
Ο খ) | প্রকল্প মূল্যায়ন |
Ο গ) | প্রকল্প নির্বাচন |
Ο ঘ) | প্রকল্প য়িন্ত্রণ |
সঠিক উত্তর: (খ)
১৪৭. | অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণে সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতির নাম কী? |
Ο ক) | রুল-৭৫ |
Ο খ) | রুল-৭২ |
Ο গ) | রুল-৬৫ |
Ο ঘ) | রুল-৬২ |
সঠিক উত্তর: (খ)
১৪৮. | ভবিষ্যৎ মূল্য কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | FV |
Ο খ) | PV |
Ο গ) | FB |
Ο ঘ) | PB |
সঠিক উত্তর: (ক)
১৪৯. | ঋণ নেয়ার আগে কোনটি করা আবশ্যক? |
Ο ক) | সুদের পরিমাণ নির্ধারখ করা |
Ο খ) | ঋণের পরিমাণ নির্দিষ্ট করা |
Ο গ) | অর্থের মূল্য নির্ধারণ |
Ο ঘ) | পরিশোধ ক্ষমতা যাচাই |
সঠিক উত্তর: (ঘ)
১৫০. | রংধনু ব্যাংক লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে? |
Ο ক) | ১৭.৮৭% |
Ο খ) | ১৭.৯৬% |
Ο গ) | ২৮.১৯% |
Ο ঘ) | ৩১.০৮% |
সঠিক উত্তর: (ঘ)
১৫১. | সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়? |
Ο ক) | আসলের ওপর |
Ο খ) | বাৎসরিক টাকার ওপর |
Ο গ) | সুদাসলের ওপর |
Ο ঘ) | বাট্টার ওপর |
সঠিক উত্তর: (ক)
১৫২. | �রিদওয়ান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা জমা করতে চাচ্ছে। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন । যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে আনোয়ার সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংক জমা রাখবেন? |
Ο ক) | ৩৪,০৯২ টাকা |
Ο খ) | ৩১,০৯২ টাকা |
Ο গ) | ৩২,০৯২ টাকা |
Ο ঘ) | ৩৩,০৯২ টাকা |
সঠিক উত্তর: (ক)
১৫৩. | ব্যাংক থেকে গাড়ি,ফ্রিজ,কম্পউটার ইত্যাদি ক্রয়ের জণ্যে যে ঋণ দেওয়া হয় তাকে কোন ঋণ বলে? |
Ο ক) | চক্রবৃদ্ধি ঋণ |
Ο খ) | ভোক্ত ঋণ |
Ο গ) | বৃত্তি ঋণ |
Ο ঘ) | বার্ষিক বাট্টাকরণ ঋন |
সঠিক উত্তর: (খ)
১৫৪. | বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? |
Ο ক) | ২,১১৭ টাকা |
Ο খ) | ২,৫৩০ টাকা |
Ο গ) | ২,২২৭ টাকা |
Ο ঘ) | ২,৭৪৭ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন- i বর্তমান মূল্য ii সুদের হার iii বাৎসরিক মূল্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. | র্বমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের কার্থক্য ঘটে কেন? |
Ο ক) | উপযোগের কারণে |
Ο খ) | স্বর্ণমূল্যের কারণে |
Ο গ) | সুদের হারের কারণে |
Ο ঘ) | বাট্টাকরণের কারণে |
সঠিক উত্তর: (গ)
১৫৭. | PVIFA এর পূর্ণরূপ কী? |
Ο ক) | Past Value Interest Factor of Annuity |
Ο খ) | Present Value Interest Factor of Annuity |
Ο গ) | Present Value Interest Factor of Annuity |
Ο ঘ) | Parmanent Value Internal Factor of Annuity |
সঠিক উত্তর: (খ)
১৫৮. | সুদের হার নির্ধারণ কোনটির ওপর নির্ভর করে? |
Ο ক) | চক্রবৃদ্ধির ওপর |
Ο খ) | বাট্টার হারের ওপর |
Ο গ) | মূল্যস্ফীতির ওপর |
Ο ঘ) | বিনিয়োগের ওপর |
সঠিক উত্তর: (গ)
১৫৯. | সুদের হার ১০% হলে, আগামী ১০ বছর যাবত বার্ষিক কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে? |
Ο ক) | ১,৮৫,৪৫০ টাকা |
Ο খ) | ১,৯৫,২৯৪ টাকা |
Ο গ) | ১,৯৮,২৯৪ টাকা |
Ο ঘ) | ১,৯৯,৩৪৫ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৬০. | রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে? |
Ο ক) | ৪০,০০৬ টাকা |
Ο খ) | ৪০,০৯৫ টাকা |
Ο গ) | ৪৩,১৯২ টাকা |
Ο ঘ) | ৫৬,৭৮০ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৬১. | হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৬ বছর পর মো. রফিকের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ৮৬,২৫০ টাকা |
Ο খ) | ৮৭,৫৩৭ টাকা |
Ο গ) | ৮৮,৫৬০ টাকা |
Ο ঘ) | ৮৯,৯৯০ টাকা |
সঠিক উত্তর: (খ)
১৬২. | ভবিষ্যৎ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়? |
Ο ক) | FV |
Ο খ) | FR |
Ο গ) | FI |
Ο ঘ) | FS |
সঠিক উত্তর: (ক)
১৬৩. | জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ২,৭০০ টাকা |
Ο খ) | ১,৯০০ টাকা |
Ο গ) | ১২,২১০ টাকা |
Ο ঘ) | ১০,৫০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৬৪. | নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম? |
Ο ক) | সুদের হার নির্ধারণ |
Ο খ) | বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ |
Ο গ) | আর্থিক অবস্থা নিরূপণ |
Ο ঘ) | ঋণের কিস্তি হ্রাস করা |
সঠিক উত্তর: (খ)
১৬৫. | নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ� ক্রমাগত পাওয়াকে কী বলে? |
Ο ক) | প্রকৃত সুদের হার |
Ο খ) | বার্ষিক বৃত্তি |
Ο গ) | বার্ষিক চক্রবৃদ্ধি |
Ο ঘ) | বার্ষিক বাট্টাকরণ |
সঠিক উত্তর: (খ)
১৬৬. | PVIF –এর পূর্ণ রূপ কী? |
Ο ক) | Present Value Ienterest Factor |
Ο খ) | Personal Value Internal Factor |
Ο গ) | Present Vew Interest Factor |
Ο ঘ) | Personal Value Infact Facility |
সঠিক উত্তর: (ক)
১৬৭. | মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জণ্যে ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে� ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রান করে তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করেত হবে? |
Ο ক) | ১৪,২০০ টাকা |
Ο খ) | ১৫,০০০ টাকা |
Ο গ) | ১৩,০০০ টাকা |
Ο ঘ) | ১১,৮৮১ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. | একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? |
Ο ক) | আর্থিক ব্যবস্থাপনা |
Ο খ) | অর্থায়ন সুযোগ |
Ο গ) | প্রকল্প মূল্যায়ন |
Ο ঘ) | সুযোগ ব্যয় |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. | ভবিষ্যৎ মূল্য= বর্তমান মূল্য(১ + সুদের হার)মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত? |
Ο ক) | চক্রবৃদ্ধি হার |
Ο খ) | বাৎসরিক বাট্টকরণ |
Ο গ) | প্রকৃত সুদের হার |
Ο ঘ) | বাৎসরিক চক্রবৃদ্ধি |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. | কীভাবে তহবিলের সবচেয়ে ওপর ভিত্তি করে গৃহীত হয়? |
Ο ক) | গড় মুনাফার দক্ষতার ওপর |
Ο খ) | আর্থিক পরিকল্পনার ওপর |
Ο গ) | অর্থের সময়মূল্যের মাধ্যমে |
Ο ঘ) | মূলধনের প্রকৃতি নির্ধারণ করে |
সঠিক উত্তর: (গ)
১৭১. | কোনটি ভোগ্যপণ্য ? |
Ο ক) | গাড়ি |
Ο খ) | ফ্রি |
Ο গ) | পম্পউটার |
Ο ঘ) | সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. | অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোটি? |
Ο ক) | সুদের হার |
Ο খ) | মুদ্রা নীতি |
Ο গ) | অর্থের তারল্য |
Ο ঘ) | বর্ধিত মুনাফা |
সঠিক উত্তর: (ক)
১৭৩. |
কিস্তিতে পরিশোধয়োগ্য ঋণর প্রধান বৈশিষ্ট্য হলো- i কিস্তির পরিমাণ নির্ণয় ii নির্দিষ্ট সময় পর পর কিস্তি পরিশোধ করা হয় iii প্রতিটি কিস্তিতে পরিশোধ্য অর্থের মধ্যে আসল টাকা ও সুদ উভয়ই থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. | অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য- |
Ο ক) | পরিবর্তনশীল |
Ο খ) | অপরিবর্তনীয় |
Ο গ) | ধ্রুবক |
Ο ঘ) | স্থির |
সঠিক উত্তর: (ক)
১৭৫. |
i= ১২% , m = ১২ মাস এবং n = ২ বছর হলে ২০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হবে- i ৯২০.৫০ ii ৯৪১.৫০ iii ৯৭১.৫০ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৬. | ২০০ টাকার ১০ বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব হবে না, যখন- |
Ο ক) | সুদের হার না থাকে |
Ο খ) | সুদের হার থাকে |
Ο গ) | বছর সংখ্যা না থাকে |
Ο ঘ) | বছর সংখ্যা থাকে |
সঠিক উত্তর: (ক)
১৭৭. | আছমা ‘জুই ব্যাংকে’ ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে বিভিন্ন মেয়াদে ঋণের সুদ পরিশোধের ধারণা দিলেন। ঋন দেওয়ার ক্ষেত্রে সুদের হার নির্ধারণে কোনটি লাভজনক? |
Ο ক) | সাপ্তাহিক চক্রবৃদ্ধি |
Ο খ) | মাসিক চক্রবৃদ্ধি |
Ο গ) | ষাণ্মাসিক চক্রবৃদ্ধি |
Ο ঘ) | বাৎসসিক চক্রবৃদ্ধি |
সঠিক উত্তর: (ক)
১৭৮. | কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্প অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে বলে- |
Ο ক) | মূলধন ব্যয় |
Ο খ) | বিক্রয়ের ব্যয় |
Ο গ) | সুযোগ ব্যয় |
Ο ঘ) | উৎপাদন ব্যয় |
সঠিক উত্তর: (গ)
১৭৯. | কোন সূত্র ব্যবহার করে আমরা ঋণের পরিমাণ বে করতে পারি? |
Ο ক) | বার্ষিক বৃত্তির সূত্র |
Ο খ) | ভোক্তা ঋণ সূত্র |
Ο গ) | অ্যানুয়িটির সূত্র |
Ο ঘ) | উপাদান মূল্যের সূত্র |
সঠিক উত্তর: (গ)
১৮০. |
বাট্টকরণ প্রক্রিয়া বলতে বোঝায়- i বাট্টাকরণ পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া ii অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া iii সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮১. | সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়? |
Ο ক) | আন্ত:প্রবাহ |
Ο খ) | বহি:প্রবাহ |
Ο গ) | বিনিয়োগের সুযোগ |
Ο ঘ) | সময়মূল্য |
সঠিক উত্তর: (গ)
১৮২. | সময়ের সাথে সাথে মূল্য পরিবর্তনের জন্য কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী? |
Ο ক) | মজুরির হার |
Ο খ) | বাণিজ্য হার |
Ο গ) | তারল্য হার |
Ο ঘ) | সুদের হার |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. | ঋন পরিশোধ তালিকায় নিচের কোনটি ঘটবে? |
Ο ক) | ব্যালেন্স বাড়বে |
Ο খ) | ব্যালেন্স কমবে |
Ο গ) | ব্যালেন্স শূন্য হবে |
Ο ঘ) | ব্যালেন্স এক হবে |
সঠিক উত্তর: (গ)
১৮৪. | অর্থের কোন মূল্য অসমান? |
Ο ক) | বর্তমান |
Ο খ) | অতীত |
Ο গ) | ভবিষ্যৎ |
Ο ঘ) | বর্তমান ও ভবিষ্যৎ |
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. | ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? |
Ο ক) | সাপ্তাহিক ভিত্তিতে |
Ο খ) | দৈনিক ভিত্তিতে |
Ο গ) | মাসিক ভিত্তিতে |
Ο ঘ) | বার্ষিক ভিত্তিতে |
সঠিক উত্তর: (গ)
১৮৬. | সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলা হয়? |
Ο ক) | বাট্টাকৃত সুদ |
Ο খ) | চক্রবৃদ্ধি সদ |
Ο গ) | বাৎসরিক সুদ |
Ο ঘ) | প্রক্রিয়াকৃত সুদ |
সঠিক উত্তর: (খ)
১৮৭. | ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্যে ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়? |
Ο ক) | সুদ প্রক্রিয়া |
Ο খ) | বাট্টাকরণ পদ্ধতি |
Ο গ) | মেয়াদি প্রক্রিয়া |
Ο ঘ) | চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি |
সঠিক উত্তর: (খ)
১৮৮. | একটি ব্যবসায় প্রতিষ্ঠান অর্থের সময়মূল্যে বিবেচনা না করলে ফলাফল কী হবে? |
Ο ক) | আর্থিক পরিকল্পনা কার্জকরী হবে |
Ο খ) | আর্থিক পরিকল্না দীর্ঘায়িত হবে |
Ο গ) | প্রতিষ্ঠানটি দউলিয়া ঘোষিত হতে পারে |
Ο ঘ) | প্রতিষ্ঠানটি দউলিয়া লাভের মুখ দেখবে |
সঠিক উত্তর: (গ)
১৮৯. | তনভীর প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবে? |
Ο ক) | ১০০.০০ টাকা |
Ο খ) | ১০০০.০০ টাকা |
Ο গ) | ২৬৪৩.৫৬ টাকা |
Ο ঘ) | ২২৪২.২২ টাকা |
সঠিক উত্তর: (গ)
১৯০. |
কিস্তিতে পরিশোধ্য ঋণের বৈশিষ্ট্য হলো- i. প্রতিটি কিস্তির পরিমাণ সমান ii. নির্দিষ্ট সময় পরপর কিস্তি প্রদান করা হয় iii. প্রতিটি কিস্তিতে সুদ ও আসল টাকা থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯১. | ৬ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বাৎসরিক ১০% হারে অথবা মাসিক ৮% হারের মধ্যে কোনটি অধিক লাভজনক? |
Ο ক) | মাসিক ১০% |
Ο খ) | বাৎসরিক ৮% |
Ο গ) | বাৎসরিক ১০% |
Ο ঘ) | মাসিক ৮% |
সঠিক উত্তর: (গ)
১৯২. |
অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ,করণ- i সুযোগ ব্যয় ii প্রাকল্প iii ঋণ গ্রহণ সিদ্ধান্ত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. | তানভীরের প্রতি বিস্তিতে� পরিশোধ্য অর্থের মধ্যে কোনটি বিদ্যমান আছে? |
Ο ক) | সুদের টাকা |
Ο খ) | আসল টাকা |
Ο গ) | প্রান্তীক মূল্য |
Ο ঘ) | আসল টাকা ও সুদ |
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. |
বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন হয় কিসের? i ভবিষ্যৎ মূল্য ii সুদের হার iii মেয়াদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. | কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়? |
Ο ক) | বর্তমান মূল্য |
Ο খ) | অতীত মূল্য |
Ο গ) | বার্ষিক মূল্য |
Ο ঘ) | সাপ্তাহিক মূল্য |
সঠিক উত্তর: (ক)
১৯৬. | টিসি ব্যাংকে লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে? |
Ο ক) | ১৭.১৯% |
Ο খ) | ১৭.২৯% |
Ο গ) | ২৮.১৯% |
Ο ঘ) | ৩১.০৮% |
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. |
মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন- i সুদের হার ii কিস্তির মেয়াদ iii বাৎসরিক কিস্তির সংস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. |
সাধারণত কিস্তির মেয়াদ হয়- i. ৬ মাস পরপর ii. ৩ মাস পরপর iii. ১ মাস পরপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৯. | জনাব শফিক ১৫% চক্রবৃদ্ধি সুদে প্রিতম ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? |
Ο ক) | ৯৯৫ টাকা |
Ο খ) | ৯৯৯ টাকা |
Ο গ) | ১০০৬ টাকা |
Ο ঘ) | ১২২৫ টাকা |
সঠিক উত্তর: (গ)
২০০. | অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত? |
Ο ক) | অর্থের সময়মূলের |
Ο খ) | অর্থের অন্তর্নিহিত মূল্যের |
Ο গ) | অর্থের বহ্যিক মূল্যের |
Ο ঘ) | অর্থের ব্যবহার মূল্যের |
সঠিক উত্তর: (ক)
২০১. | আসলাম সাহেব ১২,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে রাখতে চান। ঐ টাকা শতকরা� কত সুদে দ্বিগুণ হবে? |
Ο ক) | ১২% |
Ο খ) | ১৪.৪% |
Ο গ) | ১৬.২% |
Ο ঘ) | ১৯.৯% |
সঠিক উত্তর:
২০২. | মি. রাহাত একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্যে বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে? |
Ο ক) | ৩৩.৪০% |
Ο খ) | ৮৭.৬৫% |
Ο গ) | ২৮.৯০% |
Ο ঘ) | ৫৮.৬৯% |
সঠিক উত্তর: (ঘ)
২০৩. | কোন সূত্র ব্যবহারের মাধ্যমে ভোক্তা ঋণের পরিমাণ নির্ধারিত হয়? |
Ο ক) | Present Value of Perpetuity |
Ο খ) | Future Value of Lump sum |
Ο গ) | Present Value of Annuity |
Ο ঘ) | Effective Annual Rate |
সঠিক উত্তর: (গ)
২০৪. |
সুদের হার ১২% হলে ২,০০০ টাকায় ৩ বছরের- i ভবিষ্যৎ মূল্য ২৮১০ টাকা ii বর্তমান মূল্য২৮১০ টাকা iii সুদ-আসল ২৮১০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i, ii ও iii |
Ο ঘ) | i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৫. | PV এর পূর্ণপূপ কী? |
Ο ক) | Present Value |
Ο খ) | Permanent Value |
Ο গ) | Prnvcipal Value |
Ο ঘ) | Profit Valume |
সঠিক উত্তর: (ক)
২০৬. | কোন সুদের ক্ষেত্রেও প্রতি বছর বর্ধিত আসলের ওপর সুদ গণনা করা হয়? |
Ο ক) | ব্যাংক |
Ο খ) | দীর্ঘমেয়াদি |
Ο গ) | চক্রবৃদ্ধি |
Ο ঘ) | সরল |
সঠিক উত্তর: (গ)
২০৭. | মি. রতন ৬ বছর পর ব্যাংক থেকে ৭০,০০০ টাকা পাবে। বাট্টার হার ১২% হলে সে কত টাকা জমা রেখেছে? |
Ο ক) | ৩৬,২৯২ টাকা |
Ο খ) | ৩৫,৪৬৪ টাকা |
Ο গ) | ৪৩,১৯২ টাকা |
Ο ঘ) | ৫৬,৭৮০ টাকা |
সঠিক উত্তর: (খ)
২০৮. | জনাব মুমেন যদি কোনো সঞ্চয় স্কিমে অর্থ জমা করে এবং তার যদি অর্থের সময়মূল্য সংক্রান্ত ধারণা থাকে, তবে তা কী ফল দিবে? |
Ο ক) | আর্থিক প্রতিষ্ঠানের বিচ্যুতি ধরতে পারবে |
Ο খ) | বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে |
Ο গ) | ব্যাংকের মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবে |
Ο ঘ) | আর্থিক প্রতিষ্ঠানের সাথে সদ্বিশ্বাস বাড়বে |
সঠিক উত্তর: (খ)
২০৯. | দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়? |
Ο ক) | সময়েঢর সাথে আয়ের তুলনা |
Ο খ) | ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা |
Ο গ) | বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা |
Ο ঘ) | বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা |
সঠিক উত্তর: (ঘ)
২১০. | কী কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে? |
Ο ক) | সুদ আসলের |
Ο খ) | সুদের হারের |
Ο গ) | বাট্টার হারের |
Ο ঘ) | চার্জ নির্ধারণের ওপর |
সঠিক উত্তর: (খ)
২১১. | �জনাব জামাল ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত? |
Ο ক) | ৩৭,১০০ টাকা |
Ο খ) | ৫৩,৪২০ টাকা |
Ο গ) | ৬২,০৯২ টাকা |
Ο ঘ) | ১,৬১,০৫১ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
২১২. | বেসিক ব্যাংক থেকে বার্ষিক ১৫% চক্রবৃদ্ধি সুদের মি. করিম একটি গাড়ি ক্রয়ের জন্যে ৩,৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলেন । ৩ বছরের মধ্যে ৩টি কিস্তিতে েএ ঋণ পরিশোধ কতে হবে । মি. করিমের বার্ষিক কিস্তির পরিমাণ কত? |
Ο ক) | ১,১০,০০০ টাকা |
Ο খ) | ১,২০,০০০ টাকা |
Ο গ) | ১,৩০,০০০ টাকা |
Ο ঘ) | ১,৫৩,২৯২ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
২১৩. |
কোনগুলো সমান হার বন করে? i বাৎসরিক ৬৭.৬১% সুদের হার ii সাপ্তাহিক ১% সুদের হার iii মাসিক ১২% সুদের হার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৪. | কোন মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায়? |
Ο ক) | ভবিষ্যৎ মূ্ল্য |
Ο খ) | অতীত মূল্য |
Ο গ) | শতকরা মূল্য |
Ο ঘ) | চক্রবৃদ্ধি মূল্য |
সঠিক উত্তর: (ক)
২১৫. |
m = ১২ মাস, n = ১ বছর এবং i= ১০% হলে ১০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হব- i ১৭৯ টাকা ii ৯০৫ টাকা iii ৭৯৬ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৬. | প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাষ করা হয়? |
Ο ক) | R |
Ο খ) | I |
Ο গ) | N |
Ο ঘ) | EAR |
সঠিক উত্তর: (ঘ)
২১৭. | প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | EPR |
Ο খ) | EAR |
Ο গ) | ECR |
Ο ঘ) | ETR |
সঠিক উত্তর: (খ)
২১৮. | ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক? |
Ο ক) | বাৎসরিক চক্রবৃদ্ধি |
Ο খ) | মাসিক চক্রবৃদ্ধি |
Ο গ) | সাপ্তাহিক চক্রবৃদ্ধি |
Ο ঘ) | তৈমাসিক চক্রবৃদ্ধি |
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * আখতারুজ্জামান তার ব্যবসায়ের মুনাফা লাভজনক খাতে বিনিয়োগের জন্যে চিন্তা করে। একবার সে চিন্তা করে টাকাগুলো ৮% হার সুদে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে রখবে। আবার চিন্তা করে জমি ক্রয় করবে যা ১২ বছর পরে দ্বিগুণ হবে। অবশেষে অনেক হিসাব-নিকাশের পর তিনি ব্যাংকে সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছেন। |
২১৯. |
� আখতারুজ্জামান যদি জমি ক্রয় করে হবে সুযোগ ব্যয় কত হবে? |
Ο ক) | ৬ % |
Ο খ) | ৭.২ % |
Ο গ) | ৮ % |
Ο ঘ) | ১০ % |
সঠিক উত্তর: (গ)
২২০. | আখতারুজ্জামান জমি ক্রয় না করে ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন কেন? |
Ο ক) | সুদের হার ৫% হওয়ায় |
Ο খ) | সুদের হার ৬% হওয়ায় |
Ο গ) | সুদের হার ৭% হওয়ায় |
Ο ঘ) | সুদের হার ৮% হওয়ায় |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন