NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৪র্থ অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৪র্থ অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত


১.
‘কর’ ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?
Ο ক) 
করতাম
Ο খ) 
করিয়াছিলাম
Ο গ) 
করিলাম
Ο ঘ) 
করেছিলাম

  সঠিক উত্তর: (ঘ)

২.
খুঁজ্, খুল্, তুল্ ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
কহ্
Ο খ) 
কাট্
Ο গ) 
ইলখ্
Ο ঘ) 
উঠ্

  সঠিক উত্তর: (ঘ)

৩.
‘ঘুরা’ - এর আদিগণ কোনটি?
Ο ক) 
ঝিমা
Ο খ) 
খোঁচা
Ο গ) 
উঁচা
Ο ঘ) 
দৌড়া

  সঠিক উত্তর: (গ)

৪.
কোনটি ‘লিখ’ আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
আক্
Ο খ) 
ভিড়্
Ο গ) 
গুণ্
Ο ঘ) 
শিখ্

  সঠিক উত্তর: (খ)

৫.
খোয়া, গোছা, যোগা ধাতুগুলো কোন আদি গণভুক্ত?
Ο ক) 
ফিরা
Ο খ) 
ঘুরা
Ο গ) 
উঠ্
Ο ঘ) 
ধোয়া

  সঠিক উত্তর: (ঘ)

৬.
যেসব ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাকে বলে -
Ο ক) 
অজ্ঞাতমূল ধাতু
Ο খ) 
অসম্পূর্ণ ধাতু
Ο গ) 
সাধিত ধাতু
Ο ঘ) 
সংযোগমূলক ধাতু

  সঠিক উত্তর: (খ)

৭.
‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
Ο ক) 
চারটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
দুইটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

৮.
ঘটমান বর্তমান কালের সাধুরীতির উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি?
Ο ক) 
ইতেছি
Ο খ) 
ইয়াছি
Ο গ) 
ইলাম
Ο ঘ) 
ইতেছ

  সঠিক উত্তর: (ক)

৯.
কোন ধাতুগুলো ‘কাট্’ আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
চাহ্, বাহ্, নাহ্
Ο খ) 
গাঁথ্, চাল্, আক্
Ο গ) 
কহ্, সহ্, বহ
Ο ঘ) 
উড়্, শুন, ফুট

  সঠিক উত্তর: (খ)

১০.
‘জিত্’ - কোন আদি গণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
ফিরা
Ο খ) 
বিগড়া
Ο গ) 
চিন্
Ο ঘ) 
লিখ্

  সঠিক উত্তর: (ঘ)

১১.
‘চটকা’ আদিগণের উদাহরণ নয় কোনটি?
Ο ক) 
সমঝা
Ο খ) 
উপচা
Ο গ) 
ধমকা
Ο ঘ) 
কচলা

  সঠিক উত্তর: (খ)

১২.
বিভক্তিসমূহ কিসের ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
Ο ক) 
ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্যভেদে
Ο খ) 
ক্রিয়ার বিন্যাসভেদে
Ο গ) 
ক্রিয়ার রূপভেদে
Ο ঘ) 
ক্রিয়ার অবস্থানভেদে

  সঠিক উত্তর: (ক)

১৩.
সাধারণ মধ্যম পুরুষের পুরাঘটিত অতীত কালের ‘কর’ ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কী?
Ο ক) 
করিয়েছিলে
Ο খ) 
করাচ্ছিলে
Ο গ) 
করিয়াছিলে
Ο ঘ) 
করালে

  সঠিক উত্তর: (ক)

১৪.
দুমড়া, মুচড়া কোন আদি গণের মধ্যে পড়ে?
Ο ক) 
ছোবলা
Ο খ) 
বিগড়া
Ο গ) 
কোদলা
Ο ঘ) 
উলটা

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে ‘কর’ ধাতুর ভবিষ্যৎ কালের ক্রিয়াপদের রূপ কী?
Ο ক) 
করিও
Ο খ) 
করো
Ο গ) 
করিস
Ο ঘ) 
সবগুলোই

  সঠিক উত্তর: (ক)

১৬.
সমঝা, ধমকা, কচলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) 
ছোবলা
Ο খ) 
বিগড়া
Ο গ) 
চটকা
Ο ঘ) 
উলটা

  সঠিক উত্তর: (গ)

১৭.
‘সিটকা’ কোন আদিগণের ধাতু?
Ο ক) 
ছোবলা
Ο খ) 
উলটা
Ο গ) 
বিগড়া
Ο ঘ) 
চটকা

  সঠিক উত্তর: (গ)

১৮.
‘উঁচা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
শু
Ο খ) 
ফিরা
Ο গ) 
দৌড়া
Ο ঘ) 
ঘুরা

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
কোন গুচ্ছের সবগুলো ধাতু উঠ্-আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) 
শুন্, খুঁজ্, ডুব্, তুল
Ο খ) 
সহ্, সহ্, বস্, শুন্
Ο গ) 
নিখ্, কিন্, বাহু, ডুব্
Ο ঘ) 
কিহ্, ডুব্, নিখ্, শুন্

  সঠিক উত্তর: (ক)

২০.
‘যা’ - ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি?
Ο ক) 
গেল
Ο খ) 
গিয়াছিল
Ο গ) 
যেত
Ο ঘ) 
গিয়েছিল

  সঠিক উত্তর: (ঘ)

২১.
ক্রিয়া বিভক্তিসমূহ কী ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
Ο ক) 
বাচ্য
Ο খ) 
কাল
Ο গ) 
পুরুষ
Ο ঘ) 
সবই সঠিক

  সঠিক উত্তর: (ঘ)

২২.
‘বাঁধ’ ধাতুটি কোন আদিগণ ভুক্ত?
Ο ক) 
গাহ্
Ο খ) 
কাট্
Ο গ) 
নাহা
Ο ঘ) 
লাফা

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে?
Ο ক) 
কি কথা শুনালি মোরে
Ο খ) 
দাঁড়াও তোমাকে দেখাচ্ছি
Ο গ) 
কোথায় ছিলি
Ο ঘ) 
অন্য কোথা, অন্য কোন স্থানে

  সঠিক উত্তর: (গ)

২৪.
‘নহ’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
Ο ক) 
নহ্
Ο খ) 
নহে
Ο গ) 
নই
Ο ঘ) 
নয়

  সঠিক উত্তর: (গ)

২৫.
অসম্পূর্ণ ধাতু কয়টি?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (গ)

২৬.
‘কচলা’ ধাতুটি কোন আদিগণের?
Ο ক) 
উলটা
Ο খ) 
চটকা
Ο গ) 
ছোবলা
Ο ঘ) 
বিগড়া

  সঠিক উত্তর: (খ)

২৭.
একান ধাতুগুলোর সর্বকালের রূপ পাওয়া যায় না?
Ο ক) 
শুন, খুজ, ডুব, তুম
Ο খ) 
আছ, নহ, বট, থাক
Ο গ) 
সহ, কহ, বস, বহ
Ο ঘ) 
কিন, কম, ধমকা, উপচা

  সঠিক উত্তর: (খ)

২৮.
বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে
Ο ক) 
বাইশটি
Ο খ) 
একুশটি
Ο গ) 
বিশটি
Ο ঘ) 
উনিশটি

  সঠিক উত্তর: (গ)

২৯.
কাটা, ডাকা কোন আদিগণভুক্ত?
Ο ক) 
লাফা - আদিগণ
Ο খ) 
উলটা - আদিগণ
Ο গ) 
ছোবলা - আদিগণ
Ο ঘ) 
চটকা - আদিগণ

  সঠিক উত্তর: (ক)

৩০.
কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?
Ο ক) 
কালভেদে
Ο খ) 
পুরুষভেদে
Ο গ) 
বাচ্যভেদে
Ο ঘ) 
বচনভেদে

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
ছিটা, শিখা, ঝিমা, চিরা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) 
ঘুরা
Ο খ) 
নি
Ο গ) 
লাফা
Ο ঘ) 
ফিরা

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কোঁচকা, কোঁকড়া, কোদলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) 
ছোবলা
Ο খ) 
ঘরা
Ο গ) 
লাফা
Ο ঘ) 
কর

  সঠিক উত্তর: (ক)

৩৩.
‘কেমন আছিস?’ কোন ধাতুজাত ক্রিয়া?
Ο ক) 
কর্মবাচ্যের ধাতু
Ο খ) 
যৌগিক ধাতু
Ο গ) 
অসম্পূর্ণ ধাতু
Ο ঘ) 
বাংলা ধাতু

  সঠিক উত্তর: (গ)

৩৪.
ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে -
Ο ক) 
অনুসর্গ
Ο খ) 
প্রত্যয়
Ο গ) 
ক্রিয়া-বিভক্তি
Ο ঘ) 
কৃৎপ্রত্যয়

  সঠিক উত্তর: (গ)

৩৫.
‘যা’ ধাতুর মধ্যম পুরুষের নিত্যবৃত্ত অতীত কালের চলিত ভাষার রূপ কোনটি?
Ο ক) 
গিয়েছিল
Ο খ) 
যেতে
Ο গ) 
যাইতে
Ο ঘ) 
যেতাম

  সঠিক উত্তর: (খ)

৩৬.
ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?
Ο ক) 
ধাতুর বানানের ধরন
Ο খ) 
ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
Ο গ) 
ধাতুর গঠন অনুসারে
Ο ঘ) 
ক্রিয়াপদ গঠনের নিয়ম

  সঠিক উত্তর: (ক)

৩৭.
নিচের কোন ধাতুটিতে মূলস্বর আ-কারান্ত?
Ο ক) 
শেখো
Ο খ) 
যেতো
Ο গ) 
শোনেন
Ο ঘ) 
দিতাম

  সঠিক উত্তর: (খ)

৩৮.
‘দে’ ধাতুর প্রথম পুরষের ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?
Ο ক) 
দিতেছে
Ο খ) 
দিত
Ο গ) 
দিয়েছিল
Ο ঘ) 
দিচ্ছে

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
‘গণ’ শব্দের অর্থ কী?
Ο ক) 
গুচ্ছ
Ο খ) 
শ্রেণি
Ο গ) 
প্রকার
Ο ঘ) 
দল

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...