NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫


এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২০: পদ্য - অন্ধবধূ


১.
ওমা ও যে ঝরা ----। শূন্যস্থানে কোনটি হবে?
Ο ক) 
জুঁই
Ο খ) 
বেলী
Ο গ) 
শিউলি
Ο ঘ) 
বকুল

  সঠিক উত্তর: (ঘ)

২.
অন্ধবধূর জীবন থেকে বোঝা যায় -
i. প্রতিবন্ধীদের প্রতি অবজ্ঞা
ii. প্রতিবন্ধীদের প্রতি সবাই সহানুভূতিশীল
iii. প্রতিবন্ধীদের দুঃখভার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩.
ঠাকুরঝি কে?
Ο ক) 
ঠাকুরের মেয়ে
Ο খ) 
ছোট ভাইয়ের স্ত্রী
Ο গ) 
স্বামীর বোন
Ο ঘ) 
স্ত্রীর ছোট বোন

  সঠিক উত্তর: (গ)

৪.
কী করবে ভাই তারা - এখানে ‘তারা’ কারা?
Ο ক) 
যাদের চোখ নেই
Ο খ) 
যাদের পা নেই
Ο গ) 
যাদের হাত নেই
Ο ঘ) 
যাদের অর্থ নেই

  সঠিক উত্তর: (ক)

৫.
‘এমনি শঙ্কা জাগে’ - অন্ধবধুর এই শঙ্কা হলো -
Ο ক) 
স্বামীকে হারানোর
Ο খ) 
দিঘির জলে তলিয়ে যাওয়ার
Ο গ) 
পঙ্গু হয়ে যাওয়ার
Ο ঘ) 
শশুড়বাড়ি সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার

  সঠিক উত্তর: (খ)

৬.
অন্ধবধূর মৃত্যু হলে তাঁর স্বামীর আবার বিয়ে হবে -
Ο ক) 
শীতে
Ο খ) 
গ্রীষ্মে
Ο গ) 
ভাদ্রে
Ο ঘ) 
আষাঢ়ে

  সঠিক উত্তর: (ঘ)

৭.
অন্ধবধূর হৃদয়ের যন্ত্রণাকে প্রশমিত করে -
i. শীতল জল
ii. চোখ গেল
iii. আমের বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮.
‘দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় -
Ο ক) 
শীত এসেছে
Ο খ) 
গ্রীষ্ম এসেছে
Ο গ) 
বসন্ত এসেছে
Ο ঘ) 
শরৎ এসেছে

  সঠিক উত্তর: (খ)

৯.
‘মধুমদির বাসে’ - এখানে ‘বাসে’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) 
আশেপাশে
Ο খ) 
ভালোবাসে
Ο গ) 
সুবাসে
Ο ঘ) 
পরবাসে

  সঠিক উত্তর: (গ)

১০.
কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৭৫৮
Ο খ) 
১৮১৮
Ο গ) 
১৮৭৮
Ο ঘ) 
১৯১৮

  সঠিক উত্তর: (গ)

১১.
অন্ধবধূ আমাদের মনে জাগায় -
i. সহানুভূতির ভাব
ii. বেদনাবোধ
iii. ঘৃণাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.
যতীন্দ্রমোহন বাগচী গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন -
i. সহৃদয়তার সঙ্গে
ii. প্রতীকী ব্যঞ্জনায়
iii. তাৎপর্যমন্ডিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩.
‘নাগেকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
প্রবন্ধ
Ο গ) 
ছোটগল্প
Ο ঘ) 
কাব্য

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
অন্ধবধূর দৃষ্টিশক্তি নেই, কিন্তু আছে -
i. তীক্ষ্ণ অনুভূতি
ii. অবরুদ্ধ আবেগ
iii. আত্ম-অহমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫.
‘মধুমদির’ শব্দটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
Ο ক) 
নান্দনিক
Ο খ) 
সুস্নিগ্ধ
Ο গ) 
মোহময়
Ο ঘ) 
সুতীব্র

  সঠিক উত্তর: (গ)

১৬.
‘পরভৃত’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
Ο ক) 
কোকিল
Ο খ) 
কাক
Ο গ) 
ময়ূর
Ο ঘ) 
দোয়েল

  সঠিক উত্তর: (ক)

১৭.
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কাব্যগ্রন্থ?
Ο ক) 
অপরাজিতা
Ο খ) 
অনামিকা
Ο গ) 
অগ্নি-বীণা
Ο ঘ) 
বনফুল

  সঠিক উত্তর: (ক)

১৮.
দখিনা হাওয়া বন্ধ হলে কী ধরে নিতে হবে?
Ο ক) 
বসন্তের আগমন
Ο খ) 
গ্রীষ্মের বিদায়
Ο গ) 
বসন্তের বিদায়
Ο ঘ) 
শীতের আগমন

  সঠিক উত্তর: (গ)

১৯.
‘এই আষাঢ়ে আবার বিয়ে হবে’ - উক্তিটি নিচের কোন বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Ο ক) 
তৎকালীন সমাজের প্রচলিত বহুবিবাহ
Ο খ) 
তৎকালীন সমাজের অত্যাচার
Ο গ) 
তৎকালীন সমাজের অবস্থা
Ο ঘ) 
তৎকালীন নারীর অবস্থা

  সঠিক উত্তর: (ক)

২০.
অন্ধবধূর মনের ব্যথা ভোলায় -
i. শীতল জলের পরশ
ii. দরদ ভরা দুখের আলাপন
iii. দাদার প্রত্যাবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১.
‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
Ο ক) 
কাক
Ο খ) 
চোখ গেল
Ο গ) 
কোকিল
Ο ঘ) 
শালিক

  সঠিক উত্তর: (খ)

২২.
যতীন্দ্রমোহন বাগচীর কবিতার প্রধান উপকরণ হলো -
i. গ্রাম্যজীবনের অতি সাধারণ বিষয়
ii. গ্রাম্যজীবনের সুখ-দুঃখ
iii. গ্রাম্যজীবনের ধর্মীয় কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো -
Ο ক) 
ঠাকুরঝি
Ο খ) 
অন্ধবধূ
Ο গ) 
কবি
Ο ঘ) 
পথিক

  সঠিক উত্তর: (খ)

২৪.
কীসে দুঃখ নেই?
Ο ক) 
ঠাকুরঝির মৃত্যুতে
Ο খ) 
আছাড় খেলে
Ο গ) 
অন্ধবধূর মৃত্যু হলে
Ο ঘ) 
ঠাকুরঝির ভাইয়ের মৃত্যু হলে

  সঠিক উত্তর: (গ)

২৫.
‘টানিস কেন?’ - কে টানে?
Ο ক) 
ঠাকুরঝি
Ο খ) 
ছোট বোন
Ο গ) 
মেয়ে
Ο ঘ) 
ছেলে

  সঠিক উত্তর: (ক)

২৬.
ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
Ο ক) 
বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
Ο খ) 
অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই
Ο গ) 
অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী?
Ο ঘ) 
অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই

  সঠিক উত্তর: (গ)

২৭.
‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে -
i. কোকিল
ii. হুতুম
iii. চোখ গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮.
অন্ধবধূ কীভাবে নতুন সিঁড়ির সন্ধান পায়?
Ο ক) 
লোক মারফত
Ο খ) 
শ্যাওলায় পা রেখে
Ο গ) 
হাতের স্পর্শে
Ο ঘ) 
পা পিছলে পড়ে গিয়ে

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘চোখ গেল’ পাখির ডাক অন্ধবধূর জীবনে বয়ে এনেছে -
i. শূন্যতাবোধ
ii. দৃষ্টিহীনতাজনিত আক্ষেপ
iii. জীবনের প্রতি বিতৃষ্ণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
দৃষ্টিহীনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
অপরের সাহায্য প্রার্থী
Ο খ) 
অন্তর্দৃষ্টির প্রসারণ
Ο গ) 
মুক্তি অন্বেষণ
Ο ঘ) 
ভয়ংকর প্রতিকূলতা

  সঠিক উত্তর: (খ)

৩১.
চোখ গেল পাখির ভরসা কোনটি?
Ο ক) 
মানুষের সহানুভূতি
Ο খ) 
ছোট একটা বাসা
Ο গ) 
নিবিড় গাছপারা
Ο ঘ) 
কষ্টের ডাক

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
‘কোকিল-ডাকা শুনেছি সেই কবে।’ এখানে ‘কোকিল-ডাকা’ দ্বারা ইঙ্গিত করা হয়েছে-
Ο ক) 
গ্রীষ্মকালকে
Ο খ) 
বর্ষাকালকে
Ο গ) 
বসন্তকালকে
Ο ঘ) 
শরৎকালকে

  সঠিক উত্তর: (গ)

৩৩.
কীসের পাশে বসে অন্ধবধূ বকুলের মোহময় গন্ধ পেয়েছে?
Ο ক) 
জানালার
Ο খ) 
বেড়ার
Ο গ) 
দোরের
Ο ঘ) 
বারান্দার

  সঠিক উত্তর: (গ)

৩৪.
“দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?” বাক্যটি দ্বারা বোঝা যায় -
i. নিজের জীবনের প্রতি অনীহা
ii. স্বামীর ওপর রাগ
iii. ঠাকুর ঝির ওপর রাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫.
‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই/ আমের গায়ে বরণ দেখা যায়?’ এ প্রশ্নের উত্তরে ঠাকুরঝি কী বলেছিল?
Ο ক) 
অনেক দেরি
Ο খ) 
খুব কাছে
Ο গ) 
অতি নিকটে
Ο ঘ) 
বেশি দিন নেই

  সঠিক উত্তর: (ক)

৩৬.
দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়েছে?
Ο ক) 
মায়ের স্নেহের মতো
Ο খ) 
বাবার আদরের মতো
Ο গ) 
শ্বশুরের আদরের মতো
Ο ঘ) 
স্বামীর ভালোবাসার মতো

  সঠিক উত্তর: (ক)

৩৭.
অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী?
Ο ক) 
ছোট সংসার
Ο খ) 
স্বামীর প্রবাস
Ο গ) 
স্বামীর অবহেলা
Ο ঘ) 
স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া

  সঠিক উত্তর: (খ)

৩৮.
অন্ধ চোখের দ্বন্ধ কীসে চুকে যায়?
Ο ক) 
ওষুধে
Ο খ) 
মৃত্যুতে
Ο গ) 
ভুলে থাকায়
Ο ঘ) 
চিকিৎসায়

  সঠিক উত্তর: (খ)

৩৯.
সমাজ কাদের অবজ্ঞা করে?
Ο ক) 
দৃষ্টিহীনদের
Ο খ) 
মূর্খদের
Ο গ) 
ধনীদের
Ο ঘ) 
বেকারদের

  সঠিক উত্তর: (ক)

৪০.
‘নাগকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
ছোটগল্প
Ο গ) 
কাব্য
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (গ)

৪১.
দিঘির জল কী ভুলায়?
Ο ক) 
মনের ব্যথা
Ο খ) 
প্রাণের শোক
Ο গ) 
হৃদয় দহন
Ο ঘ) 
হৃদয় জ্বালা

  সঠিক উত্তর: (ক)

৪২.
বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যা প্রমাণ করে -
i. প্রকৃতি প্রেম
ii. প্রকৃতি বিদ্বেষ
iii. বকুল ফুলের গন্ধ ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়নি, কারণ -
i. বাড়িতে শাশুড়ি জ্বালায়
ii. বাড়িতে নিঃসঙ্গতা গ্রাস করে
iii. প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৪.
কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯২৮
Ο খ) 
১৯৩৮
Ο গ) 
১৯৪৮
Ο ঘ) 
১৯৫৮

  সঠিক উত্তর: (গ)

৪৫.
যতীন্দ্রমোহন বাগচীর কোন গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়?
Ο ক) 
অপরাজিতা
Ο খ) 
জাগরণী
Ο গ) 
মহাভারতী
Ο ঘ) 
বন্ধুর দান

  সঠিক উত্তর: (গ)

৪৬.
‘আমের গায়ে বরণ দেখা যায়?’ এখানে ‘বরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
গ্রহন
Ο খ) 
বর্জন
Ο গ) 
রং
Ο ঘ) 
মুকুল

  সঠিক উত্তর: (গ)

৪৭.
কীসের তলায় নরম ঠেকল?
Ο ক) 
হাত
Ο খ) 
শরীর
Ο গ) 
মাথা
Ο ঘ) 
পা-এর

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য -
Ο ক) 
বাস্তববাদিতা
Ο খ) 
চিত্রকল্প
Ο গ) 
পুরাণ নির্ভরতা
Ο ঘ) 
রূপকধর্মিতা

  সঠিক উত্তর: (খ)

৪৯.
‘আকাশ-পাতাল’ কী শব্দ?
Ο ক) 
সমার্থক শব্দ
Ο খ) 
বিপরীতার্থক শব্দ
Ο গ) 
পারিভাষিক শব্দ
Ο ঘ) 
দ্বিরুক্ত শব্দ

  সঠিক উত্তর: (খ)

৫০.
‘ঠাকুরঝি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
স্বামীর বোন
Ο খ) 
স্বামীর মা
Ο গ) 
স্বামীর মাসি
Ο ঘ) 
স্বামীর পিসি

  সঠিক উত্তর: (ক)

৫১.
দৃষ্টিহীন হলে নিজেকে -
Ο ক) 
অসহায় ভাবা ঠিক নয়
Ο খ) 
অন্যের সাহায্যে চলা উচিত
Ο গ) 
সাহসী হতে হবে
Ο ঘ) 
দুর্বল ভাবতে হবে

  সঠিক উত্তর: (ক)

৫২.
নানান ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি?
Ο ক) 
দা-কুমড়া
Ο খ) 
সাপে-নেউলে
Ο গ) 
আদায়-কাঁচকলায়
Ο ঘ) 
আকাশ-পাতাল

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
‘অন্ধবধূ’ কবিতার রচয়িতা কে?
Ο ক) 
যতন্দ্রমোহন বাগচী
Ο খ) 
যতীন্দ্রনাথ রায়
Ο গ) 
সুকুমার রায়
Ο ঘ) 
কামিনী রায়

  সঠিক উত্তর: (ক)

৫৪.
‘কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই’ - কে?
Ο ক) 
অন্ধবধূ
Ο খ) 
কোকিল
Ο গ) 
চোখ গেল
Ο ঘ) 
চাতক

  সঠিক উত্তর: (গ)

৫৫.
অন্ধবধূ জ্যৈষ্ঠ এসেছে কি-না তার প্রমাণস্বরূপ জানতে চেয়েছে -
i. আমের গায়ে রং ধরেছি কি না
ii. দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগেছে কি না
iii. পুকুর ঘাট শুকিয়ে গেছে কি না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৬.
‘অন্ধবধূ’ কবিতায় জ্যৈষ্ঠের সঙ্গে কোন ফলের সম্পর্ক চিহ্নিত করা হয়েছে?
Ο ক) 
জাম
Ο খ) 
আম
Ο গ) 
কলা
Ο ঘ) 
লিচু

  সঠিক উত্তর: (খ)

৫৭.
‘পরশ তাহার মায়ের স্নেহের মতো’ বাক্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
উপমা
Ο খ) 
উৎপ্রেক্ষা
Ο গ) 
রূপক
Ο ঘ) 
শ্লেষ

  সঠিক উত্তর: (ক)

৫৮.
চেঁচিয়ে সারা হলো কে?
Ο ক) 
অন্ধবধূ
Ο খ) 
চোখ গেল পাখি
Ο গ) 
কোকিল
Ο ঘ) 
ঠাকুরঝি

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর গ্রন্থ?
Ο ক) 
দেখা
Ο খ) 
লেখা
Ο গ) 
খেয়া
Ο ঘ) 
বহ্নি

  সঠিক উত্তর: (খ)

৬০.
অন্ধবধূর নিকট শান্তির জায়গা কোনটি?
Ο ক) 
গৃহকোণ
Ο খ) 
পুকুর ঘাট
Ο গ) 
বৃক্ষতল
Ο ঘ) 
ঘরের দাওয়া

  সঠিক উত্তর: (খ)

৬১.
ঘাটের সিঁড়ি কেমন?
Ο ক) 
ঝকঝকে
Ο খ) 
ভাঙা
Ο গ) 
কর্দমাক্ত
Ο ঘ) 
পিচ্ছিল

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
অন্ধবধূর কাছে কার পরশ মায়ের স্নেহের মতো?
Ο ক) 
ঘরের সামনের গাছটি
Ο খ) 
বৃষ্টির জল
Ο গ) 
পুকুরের জল
Ο ঘ) 
গৃহকোণ

  সঠিক উত্তর: (গ)

৬৩.
‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই?’ এখানে ‘জ্যৈষ্ঠ’ বলতে মূলত বোঝানো হয়েছে -
Ο ক) 
জ্যৈষ্ঠ মাসকে
Ο খ) 
গ্রীষ্মকালকে
Ο গ) 
শরৎকালকে
Ο ঘ) 
হেমন্তকালকে

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘জ্যৈষ্ঠ মাসের ক-দিন দেরি ভােই?’ এখানে ‘ভাই’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?
Ο ক) 
ঠাকুর ঝিকে
Ο খ) 
দেবরকে
Ο গ) 
আপন ভাইকে
Ο ঘ) 
খালাত ভাইকে

  সঠিক উত্তর: (ক)

৬৫.
‘ও মা! এ যে ঝরা-বকুল!’ অন্ধবধূর এ উক্তির মধ্যে রয়েছে -
i. অনুভূতির তীক্ষ্ণতা
ii. বোধের দূরদর্শিতা
iii. চিন্তার গাঢ়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
‘সারা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
সমগ্র
Ο খ) 
ইশারা
Ο গ) 
উত্তর
Ο ঘ) 
ইঙ্গিত

  সঠিক উত্তর: (ক)

৬৭.
‘অন্ধ গেলে কী আর হবে বোন?’ - এ কথায় লুকিয়ে আছে -
i. বধূজীবনের গ্লানি
ii. জীবনের প্রতি মমত্ববোধ
iii. জীবনের প্রতি বিতৃষ্ণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৮.
দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেদেরকে কী ভাবে?
Ο ক) 
অভিমানী
Ο খ) 
অসহায়
Ο গ) 
আত্মতৃপ্ত
Ο ঘ) 
গুরুত্বপূর্ণ

  সঠিক উত্তর: (খ)

৬৯.
যতীন্দ্রমোহন বাগচী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
নদীয়া
Ο খ) 
হুগলি
Ο গ) 
বর্ধমান
Ο ঘ) 
নাটোর

  সঠিক উত্তর: (ক)

৭০.
দিঘির ঘাটে কী জেগেছে?
Ο ক) 
মাটি
Ο খ) 
ইট-পাথর
Ο গ) 
নতুন সিঁড়ি
Ο ঘ) 
শাপলা

  সঠিক উত্তর: (গ)

৭১.
‘দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এখানে ‘সিঁড়ি জাগা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
নতুন সিঁড়ি নির্মাণ
Ο খ) 
সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা
Ο গ) 
সিঁড়ি দৃশ্যমান হওয়া
Ο ঘ) 
অলৌকিকভাবে সিঁড়ি সৃষ্টি হওয়া

  সঠিক উত্তর: (গ)

৭২.
‘বাঁচবি তোরা - দাদা তো তোর আগে’ - এ কথায় ফুটে উঠেছে -
i. স্বামীর প্রতি অভিমান
ii. নিজের সম্পর্কে তুচ্ছতাবোধ
iii. স্বামীর প্রতি ঘৃণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
‘অন্ধবধূ’ কবিতায় বধূটির জীবনে আছে -
i. একাকিত্ব
ii. উপেক্ষা
iii. বেদনাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
‘অন্ধবধূ’ কবিতার পরশ কিসের মতো?
Ο ক) 
বাবার মতো
Ο খ) 
মায়ের মতো
Ο গ) 
শিশুর মতো
Ο ঘ) 
বোনের মতো

  সঠিক উত্তর: (খ)

৭৫.
‘বাঁচবি তোরা - দাদা তো তোর আগে’ - এ কথায় ফুটে উঠেছে -
Ο ক) 
অভিমান
Ο খ) 
অনুরাগ
Ο গ) 
বিরাগ
Ο ঘ) 
ক্ষোভ

  সঠিক উত্তর: (ক)

৭৬.
‘অন্ধবধূ’ কবিতা শিক্ষার্থীদের কোন বিষয়ে শিক্ষা দেয়?
Ο ক) 
পিছিয়ে পড়াদের ভালোবাসার
Ο খ) 
মানুষকে অবহেলা না করার
Ο গ) 
প্রকৃতিকে ভালোবাসার
Ο ঘ) 
দেশপ্রেম জাগ্রত করা

  সঠিক উত্তর: (খ)

৭৭.
‘মহাভারতী’ গ্রন্থটির আঙ্গিক কোনটি?
Ο ক) 
কাব্য
Ο খ) 
নাটক
Ο গ) 
মহাকাব্য
Ο ঘ) 
গীতিকবিতা

  সঠিক উত্তর: (ক)

৭৮.
অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয় কেন?
Ο ক) 
জীবনের প্রতি ভালোবাসার কারণে
Ο খ) 
স্বামীকে ভালোবাসার কারণে
Ο গ) 
ননদের সঙ্গে সুসম্পর্কের কারণে
Ο ঘ) 
প্রতিবন্ধিতা জয় করার কারণে

  সঠিক উত্তর: (ক)

৭৯.
অন্ধবধূ জ্যৈষ্ঠের আগমন নিশ্চিত হবার জন্য কী দেখতে বলেছে?
Ο ক) 
আমের রং
Ο খ) 
আমের মুকুর
Ο গ) 
লিচুর রং
Ο ঘ) 
পাকা ফলের গন্ধ

  সঠিক উত্তর: (ক)

৮০.
‘অন্ধবধূ’ কোকিলের ডাক শুনেছে কখন?
Ο ক) 
প্রভাতে
Ο খ) 
রাত্তিরে
Ο গ) 
দুপুরে
Ο ঘ) 
অনেক আগে

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
যতীন্দ্রমোহন বাগচীর বাক্যবস্তু কার মতো নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়?
Ο ক) 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
মানিক বন্দ্যোপাধ্যায়
Ο গ) 
কামিনী রায়
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

  সঠিক উত্তর: (ক)

৮২.
অন্ধবধূর পায়ের তলায় কী পড়েছিল?
Ο ক) 
কাদা
Ο খ) 
ঝরাফুল
Ο গ) 
কাঁটা
Ο ঘ) 
ঝরা-বকুল

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘আকাশ-পাতাল কতই মনে হয়।’ - এখানে ‘আকাশ-পাতাল’ মানে কী?
Ο ক) 
প্রচুর ব্যবধান
Ο খ) 
উঁচু-নিচু
Ο গ) 
ছোট-বড়
Ο ঘ) 
নানান ভাবনা-অনুভাবনা

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
‘কাঁদা সুখ সে বারণ তাহার’ - এখানে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
অন্ধবধূর
Ο খ) 
অন্ধবধূর স্বামীর
Ο গ) 
চোখ গেল পাখির
Ο ঘ) 
কোকিলের

  সঠিক উত্তর: (ক)

৮৫.
‘পায়ের তলায় নরম ঠেকল কী!’ - এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী?
Ο ক) 
ধাক্কা লাগল
Ο খ) 
অনুভূত হলো
Ο গ) 
লেগে রইল
Ο ঘ) 
বাধা দির

  সঠিক উত্তর: (খ)

৮৬.
‘পায়ের তলায় নরম ঠেকল কী?’ - এ চরণটির বক্তা কে?
Ο ক) 
অন্ধবধূ
Ο খ) 
কবি
Ο গ) 
ঠাকুরঝি
Ο ঘ) 
দাদা

  সঠিক উত্তর: (ক)

৮৭.
অন্ধবধূর পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি?
Ο ক) 
ঝরা বকুল
Ο খ) 
আমের মুকুল
Ο গ) 
আমের খোসা
Ο ঘ) 
ঝরা শিউলি

  সঠিক উত্তর: (ক)

৮৮.
দৃষ্টিহীনদের পক্ষে কী সম্ভব?
Ο ক) 
নতুন ঋতুর আগমন অনুভব করা
Ο খ) 
আমের গায়ে বরণ দেখা
Ο গ) 
প্রকৃতির সৌন্দর্য দেখা
Ο ঘ) 
রাতের চাঁদ দেখা

  সঠিক উত্তর: (ক)

৮৯.
বধূটি কোন ধরনের প্রতিবন্ধী?
Ο ক) 
শ্রবণ প্রতিবন্ধী
Ο খ) 
মানসিক প্রতিবন্ধী
Ο গ) 
শারীরিক প্রতিবন্ধী
Ο ঘ) 
দৃষ্টিপ্রতিবন্ধী

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
অন্ধ হলেও কোনটি সম্পর্কে অন্ধবধূর জ্ঞান আছে?
Ο ক) 
ইতিহাস
Ο খ) 
রাজনীতি
Ο গ) 
সমাজনীতি
Ο ঘ) 
জগতের রূপ-রস-গন্ধ

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
নিজের স্বামীর বিয়ের কথা বলার মধ্যে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
আনন্দ
Ο খ) 
কষ্ট
Ο গ) 
নীচতা
Ο ঘ) 
মহত্ত্ব

  সঠিক উত্তর: (খ)

৯২.
‘অন্ধবধূ’ কবিতায় ‘দ্বন্ধ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
লড়াই
Ο খ) 
অভিশাপ
Ο গ) 
বিরক্তি
Ο ঘ) 
সংশয়

  সঠিক উত্তর: (খ)

৯৩.
‘দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?’ এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে অন্ধবধূর -
Ο ক) 
প্রত্যাশা
Ο খ) 
বেদনা
Ο গ) 
আনন্দ
Ο ঘ) 
উচ্ছ্বাস

  সঠিক উত্তর: (খ)

৯৪.
‘অন্ধবধূ’ কবিতার মূল উদ্দেম্য হলো -
i. প্রতিবন্ধীদের কষ্ট তুলে ধরা
ii. অন্ধের কর্মজীবন তুলে ধরা
iii. প্রতিবন্ধীদের জীবন পদ্ধতিকে তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৫.
অন্ধবধূ সম্পর্কে প্রযোজ্য, সে -
i. অনুভব ঋদ্ধ মানুষ
ii. আত্মমর্যাদাবোধে সমৃদ্ধ
iii. অনুভূতিহীন মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
কবি যতীন্দ্রমোহন বাগচী কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
নদীয়া জেলার জামশেরপুর গ্রামে
Ο খ) 
মুর্শিদাবাদ জেলার জামশেরপুর গ্রামে
Ο গ) 
দিনাজপুর জেলার জামশেরপুর গ্রামে
Ο ঘ) 
বর্ধমান জেলার জামশেরপুর গ্রামে

  সঠিক উত্তর: (ক)

৯৭.
কোকিল কখন ডাকে?
Ο ক) 
বসন্তে
Ο খ) 
গ্রীষ্মে
Ο গ) 
শীতে
Ο ঘ) 
শরতে

  সঠিক উত্তর: (ক)

৯৮.
অন্ধবধূর জীবনে দুঃখের ভার বাড়িয়েছে -
i. তার গায়ের কালো রং
ii. তার অন্ধত্ব
iii. তার যন্ত্রণাময় অসুস্থতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৯.
‘বন্ধুর দান’ কোন ধরনের গ্রন্থ?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
নাটক
Ο গ) 
কাব্য
Ο ঘ) 
ছোটগল্প

  সঠিক উত্তর: (গ)

১০০.
পুকুর ঘাটে অন্ধবধূর সঙ্গে কে ছিল?
Ο ক) 
স্বামী
Ο খ) 
শাশুরি
Ο গ) 
ননদ
Ο ঘ) 
দেবর

  সঠিক উত্তর: (গ)

১০১.
‘দোর’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দরজা
Ο খ) 
জানালা
Ο গ) 
উঠান
Ο ঘ) 
পুকুরপাড়

  সঠিক উত্তর: (ক)

১০২.
অন্ধবধূ কীভাবে বুঝতে পারল এটা ঝরা বকুল?
Ο ক) 
অনুভূতি দিয়ে
Ο খ) 
ঠাকুরঝি বলে দিয়েছে
Ο গ) 
স্বপ্নে দেখেছিল
Ο ঘ) 
গন্ধ মুঁকে

  সঠিক উত্তর: (ক)

১০৩.
অন্ধবধূ তার স্বামীর প্রবাসজীবন সম্পর্কে কী ধারণা পোষণ করে?
Ο ক) 
তাকে এড়াতেই সে প্রবাসে থাকে
Ο খ) 
সেখানে সে ভালোই আছে
Ο গ) 
সেখানে সে খুব কষ্টে আছে
Ο ঘ) 
বধূ বিহনে সময় কাটে না

  সঠিক উত্তর: (খ)

১০৪.
‘আমের গায়ে বরণ দেখা যায়?’ কোন ইঙ্গিতবহ?
Ο ক) 
আমের গুটি আসা
Ο খ) 
আম পাকার লক্ষণ
Ο গ) 
আমের রূপ দর্শন
Ο ঘ) 
আমের বোল ফোটা

  সঠিক উত্তর: (খ)

১০৫.
‘দুটো যেন প্রাণের কথা বলে’ - এখানে কোন দুজনের কথা বলা হয়েছে?
Ο ক) 
ঠাকুরঝি ও তার দাদা
Ο খ) 
অন্ধবধূ ও তার স্বামী
Ο গ) 
অন্ধবধূ ও ঠাকুরঝি
Ο ঘ) 
অন্ধবধূ ও চোখ গেল পাখি

  সঠিক উত্তর: (গ)

১০৬.
গ্রাম্যজীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্রমোহনের ভাষারীতি কেমন?
Ο ক) 
হাস্যমধুর
Ο খ) 
ঋজু
Ο গ) 
সহজ-সরল
Ο ঘ) 
বলিষ্ঠ

  সঠিক উত্তর: (গ)

১০৭.
‘পরশ তাহার মায়ের স্নেহের মতো’ এই বাক্যে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
স্বামী
Ο খ) 
দিঘির জল
Ο গ) 
ঠাকুর ঝি
Ο ঘ) 
বকুল ফুল

  সঠিক উত্তর: (খ)

১০৮.
কাকে একটু আস্তে চলার জন্য বলা হয়েছে?
Ο ক) 
খোকাকে
Ο খ) 
বাবাকে
Ο গ) 
মাকে
Ο ঘ) 
ঠাকুর ঝিকে

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
‘অন্ধবধূ’ কোথায় এসেছে?
Ο ক) 
পুকুর ঘাটে
Ο খ) 
বারান্দায়
Ο গ) 
খোলা বাতাসে
Ο ঘ) 
দিঘির ঘাটে

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
যতীন্দ্রমোহন বাগচীর কবিতায় কিসের সৌন্দর্য চিত্রময় হয়ে উঠেছে?
Ο ক) 
জীবনের
Ο খ) 
চেতনার
Ο গ) 
নিসর্গের
Ο ঘ) 
অনুভূতির

  সঠিক উত্তর: (গ)

১১১.
‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ দ্বারা বোঝানো হয়েছে -
Ο ক) 
চোখ অন্ধ হওয়াকে
Ο খ) 
চোখ নষ্ট হওয়াকে
Ο গ) 
দৃষ্টিকটু হওয়াকে
Ο ঘ) 
এক ধরনের পাখিকে

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
দৃষ্টিহীনরা কোনটি দিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারে?
Ο ক) 
সাদা ছড়ি দিয়ে
Ο খ) 
সকলের সহযোগিতা
Ο গ) 
সরকারি পৃষ্ঠপোষকতায়
Ο ঘ) 
ইন্দ্রিয়সচেতনতা দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

১১৩.
‘কতক তবু কমত যে তার শোক’ - কীসে শোক কমত?
Ο ক) 
সান্ত্বনায়
Ο খ) 
আশ্বাসে
Ο গ) 
কান্নায়
Ο ঘ) 
হাসিতে

  সঠিক উত্তর: (গ)

১১৪.
‘সেই তো ফিরে যাব আবার বাড়ি।’ এখানে ‘বাড়ি’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) 
বাবার বাড়ি
Ο খ) 
মামার বাড়ি
Ο গ) 
শ্বশুড়ের গৃহ
Ο ঘ) 
স্বামীর কর্মস্থল

  সঠিক উত্তর: (গ)

১১৫.
‘জন্ম লাগি গিয়েছে যার চোখ’ - কার চোখের কথা বলা হয়েছে?
Ο ক) 
চোখ গেল পাখির
Ο খ) 
কোকিলের
Ο গ) 
ঠাকুরঝির
Ο ঘ) 
অন্ধবধূর

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
কার ভরসা আছে?
Ο ক) 
‘চোখ গেল’র
Ο খ) 
অন্ধবধূর
Ο গ) 
চক্ষুহীনার
Ο ঘ) 
ঠাকুরঝির

  সঠিক উত্তর: (ক)

১১৭.
অন্ধবধূর স্বামী যদি আরেকটি বিয়ে করে তাহলে তার কোন পরিবর্তন লক্ষ করা যাবে?
Ο ক) 
ঘন ঘন চিঠি লেখা
Ο খ) 
প্রবাস জীবনের অবসান ঘটানো
Ο গ) 
চাকরি ছেড়ে দেওয়া
Ο ঘ) 
বাড়ি আসার জন্য আগ্রহ

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
‘অন্ধবধূ’ কবিতায় কী বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Ο ক) 
উত্তরের হাওয়া
Ο খ) 
দখিনের হাওয়া
Ο গ) 
জানালা
Ο ঘ) 
দরজা

  সঠিক উত্তর: (খ)

১১৯.
অন্ধবধূ কাল রাতে কীসের গন্ধ ছোটার কথা বলেছে?
Ο ক) 
বকুল ফুলের
Ο খ) 
কামিনী ফুলের
Ο গ) 
গোলাপ ফুলের
Ο ঘ) 
নাম না জানা ফুলের

  সঠিক উত্তর: (ক)

১২০.
‘অন্ধবধূ’ কবিতায় যে মাসের কথা উল্লেখ করা হয়েছে -
i. বৈশাখ
ii. জ্যৈষ্ঠ
iii. আষাঢ়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২১.
অন্ধবধূ গভীরভাবে অনুভব করে -
Ο ক) 
স্বামী বিরহের বেদনা
Ο খ) 
অন্ধত্বের কষ্ট
Ο গ) 
মানুষের অবহেলা
Ο ঘ) 
পায়ের তলার নরম বস্তু

  সঠিক উত্তর: (খ)

১২২.
‘অন্ধবধূ’ কবিতায় ‘বাসে’ কথাটির মানে কী?
Ο ক) 
বাসস্থানে
Ο খ) 
গৃহে
Ο গ) 
গন্ধে
Ο ঘ) 
দুর্গন্ধে

  সঠিক উত্তর: (গ)

১২৩.
অন্ধবধূ আকাশ-পাতাল ভাবে -
i. দোরের পাশে বসে
ii. রাত্রিবেলা
iii. জ্যৈষ্ঠ মাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৪.
‘অন্ধবধূ’ কবিতাটি লিখেছেন -
Ο ক) 
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ) 
মধুসূদন দত্ত
Ο গ) 
যতীন্দ্রমোহন বাগচী
Ο ঘ) 
বিষ্ণু দে

  সঠিক উত্তর: (গ)

১২৫.
‘অন্ধবধূ’ কবিতার চেতনা থেকে মনে হয়, অন্ধবধূ -
i. নৈরাশ্যবাদী মানুষ নয়
ii. আশাহীন মানুষ
iii. জীবনের প্রতি মমত্ববোধসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৬.
যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন কত তারিখে?
Ο ক) 
১ জানুয়ারি
Ο খ) 
১ ফেব্রুয়ারি
Ο গ) 
১ মার্চ
Ο ঘ) 
১ এপ্রিল

  সঠিক উত্তর: (খ)

১২৭.
পা পিছলিয়ে তলিয়ে গেলে কিসের দ্বন্ধ চুকে যাবে বলে অন্ধবধূ মনে করে?
Ο ক) 
প্রতিবেশীর সাথে দ্বন্ধ
Ο খ) 
স্বামীর সাথে দ্বন্ধ
Ο গ) 
অন্ধ চোখের দ্বন্ধ
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১২৮.
যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
আত্মমগ্নতা
Ο খ) 
প্রকৃতিচেতনা
Ο গ) 
নাগরিকতা
Ο ঘ) 
পল্লিপ্রীতি

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
‘অন্ধবধূ’ কবিতায় রয়েছে -
i. অন্ধবধূর একাকিত্ব
ii. অন্ধত্বের কষ্ট
iii. স্বামীর নির্যাতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩০.
জ্যৈষ্ঠ মাস আম, কোকিলের ডাক, দিঘির ঘাট সম্পর্কে অন্ধবধূর কথা প্রমাণ করে -
i. অন্ধরাও অনুভূতিপ্রবণ
ii. অন্ধরা অনুভূতিহীন
iii. অন্ধরা না বুঝেই আন্দাজে বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩১.
‘আচ্ছা দিদি, কী করবে ভাই তারা - জন্ম লাগি গিয়েছে যার চোখ!’ বাক্যটি দ্বারা বোঝায় -
i. সমাজের প্রতি ধিক্কার
ii. অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব
iii. ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩২.
অন্ধবধূর শঙ্কা কি নিয়ে?
Ο ক) 
পা-পিছলে কাদায় পড়ে যাওয়ার
Ο খ) 
পা পিছলে জলে ডুবে যাওয়ার
Ο গ) 
গাড়ির নিচে পড়ার
Ο ঘ) 
নদীর জলে ডোবার

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
অন্ধবধূটি কীভাবে প্রকৃতির পরিবর্তন সম্পর্কে জ্ঞান রাখে?
Ο ক) 
অন্যের সাহায্যে
Ο খ) 
হাতের স্পর্শে
Ο গ) 
শ্রবণশক্তি দ্বারা
Ο ঘ) 
অনুভব দ্বারা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
‘অন্ধবধূ’ কবিতার মূল সুরটি হলো -
Ο ক) 
করুণ
Ο খ) 
গ্লানিময়
Ο গ) 
প্রীতিময়
Ο ঘ) 
গীতিময়

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
‘কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক’ বাক্যটিতে কী বুঝানো হয়েছে?
Ο ক) 
অন্ধত্বের গভীর কষ্ট
Ο খ) 
কাঁদতে না পারার কস্ট
Ο গ) 
কান্নার আনন্দ থেকে বঞ্চিত
Ο ঘ) 
প্রিয়জনের দেখা পাওয়া

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
যতীন্দ্রমোহন বাগচীর জন্ম তারিখ হলো -
Ο ক) 
২২ নভেম্বর
Ο খ) 
২৫ নভেম্বর
Ο গ) 
২৭ নভেম্বর
Ο ঘ) 
২৯ নভেম্বর

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
‘মন্দ নেহাত হয় না কিন্তু তায় - অন্ধ চোখের দ্বন্ধ চুকে যাক।’ - পঙক্তিটির মধ্যে কোনটি ফুটে উঠেছে?
Ο ক) 
উপলব্ধির গভীরতা
Ο খ) 
অন্ধবধূর মুক্তিলাভ
Ο গ) 
অন্ধবধূর হৃদয়বেদনা
Ο ঘ) 
দ্বন্ধ-সংঘাত থেকে মুক্তি

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
‘অন্ধবধূ’ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায় -
i. কোকিলের ডাক
ii. ঝরা বকুল
iii. পচান পাতার ঘ্রাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
যতীন্দ্রমোহন কোন দিক থেকে জীবনানন্দ �ও বিভূতিভূষণের সঙ্গে সম্পর্কিত?
Ο ক) 
নিসর্গ-সৌন্দর্যের চিত্ররূপময়তার দিক থেকে
Ο খ) 
বাস্তববাদী বৈশিষ্ট্যের দিক থেকে
Ο গ) 
কাল্পনিক বিষয়বস্তু রচনার সন্নিবেশের দিক থেকে
Ο ঘ) 
ঐতিহ্যপ্রীতির সাদৃশ্যময়তার দিক থেকে

  সঠিক উত্তর: (ক)

১৪০.
যতীন্দ্রমোহন বাগচী কীসের রূপ উন্মোচনে প্রসাসী হয়েছেন?
Ο ক) 
গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপ
Ο খ) 
নদীর রূপ
Ο গ) 
দারিদ্র‌্যক্লিষ্ট মানুষের রূপ
Ο ঘ) 
বনবনানীর

  সঠিক উত্তর: (ক)

১৪১.
কাব্যবস্তু নিসর্গ-সৌন্দর্যে চিত্ররূপময় -
i. জীবনানন্দ দাশের
ii. যতীন্দ্রমোহন বাগচীর
iii. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪২.
‘মন্দ নেহাত হয় না কিন্তু তায়’ - বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
মৃত্যুকে বরণ করে নেয়া
Ο খ) 
অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
Ο গ) 
সকলের কষ্ট দূর করা
Ο ঘ) 
স্বামীকে দায়মুক্ত করা

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
অন্ধবধূর কাছে মন্দ নয় কোনটি?
Ο ক) 
স্বামীর মৃত্যু
Ο খ) 
ঠাকুরঝির রূপ
Ο গ) 
দিঘির ঘাট
Ο ঘ) 
নিজের মৃত্যু

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
তিনি নদীয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
নন্দনপুর
Ο খ) 
জামশেরপুর
Ο গ) 
বাকুলিয়া
Ο ঘ) 
গোপালপুর

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
‘রাত্তি’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) 
রাত
Ο খ) 
রাত্র
Ο গ) 
রাতি
Ο ঘ) 
ক্ষুদ্র

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
চোখের আলো নিভল যখন মনের আলো জ্বেলে,
একলা এসেছি আমি একলা যাব চলে।
আমিও সুখের মতো ফুরিয়ে যাবো।
১৪৬.
উদ্ধৃত চরণের কোনটি অন্ধবধূর নেই?
Ο ক) 
নিঃসঙ্গতাবোধ
Ο খ) 
মৃত্যুকামনা
Ο গ) 
মনের আবেগ
Ο ঘ) 
চোখের আলো

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
‘আমিও সুখের মতো ফুরিয়ে যাবো।’ - এ কথায় অন্ধবধূর জীবনের নির্দেশকৃত দিক হলো -
i. মৃত্যুকে স্বাগত জানানো
ii. অসহায়ত্ব ও বঞ্চনা
iii. মুক্তিকামনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...