এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ২০: পদ্য - অন্ধবধূ |
১. |
ওমা ও যে ঝরা ----। শূন্যস্থানে কোনটি হবে? |
Ο ক) |
জুঁই |
Ο খ) |
বেলী |
Ο গ) |
শিউলি |
Ο ঘ) |
বকুল |
সঠিক উত্তর: (ঘ)
২. |
অন্ধবধূর জীবন থেকে বোঝা যায় - i. প্রতিবন্ধীদের প্রতি অবজ্ঞা ii. প্রতিবন্ধীদের প্রতি সবাই সহানুভূতিশীল iii. প্রতিবন্ধীদের দুঃখভার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩. |
ঠাকুরঝি কে? |
Ο ক) |
ঠাকুরের মেয়ে |
Ο খ) |
ছোট ভাইয়ের স্ত্রী |
Ο গ) |
স্বামীর বোন |
Ο ঘ) |
স্ত্রীর ছোট বোন |
সঠিক উত্তর: (গ)
৪. |
কী করবে ভাই তারা - এখানে ‘তারা’ কারা? |
Ο ক) |
যাদের চোখ নেই |
Ο খ) |
যাদের পা নেই |
Ο গ) |
যাদের হাত নেই |
Ο ঘ) |
যাদের অর্থ নেই |
সঠিক উত্তর: (ক)
৫. |
‘এমনি শঙ্কা জাগে’ - অন্ধবধুর এই শঙ্কা হলো - |
Ο ক) |
স্বামীকে হারানোর |
Ο খ) |
দিঘির জলে তলিয়ে যাওয়ার |
Ο গ) |
পঙ্গু হয়ে যাওয়ার |
Ο ঘ) |
শশুড়বাড়ি সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার |
সঠিক উত্তর: (খ)
৬. |
অন্ধবধূর মৃত্যু হলে তাঁর স্বামীর আবার বিয়ে হবে - |
Ο ক) |
শীতে |
Ο খ) |
গ্রীষ্মে |
Ο গ) |
ভাদ্রে |
Ο ঘ) |
আষাঢ়ে |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
অন্ধবধূর হৃদয়ের যন্ত্রণাকে প্রশমিত করে - i. শীতল জল ii. চোখ গেল iii. আমের বরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮. |
‘দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় - |
Ο ক) |
শীত এসেছে |
Ο খ) |
গ্রীষ্ম এসেছে |
Ο গ) |
বসন্ত এসেছে |
Ο ঘ) |
শরৎ এসেছে |
সঠিক উত্তর: (খ)
৯. |
‘মধুমদির বাসে’ - এখানে ‘বাসে’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে - |
Ο ক) |
আশেপাশে |
Ο খ) |
ভালোবাসে |
Ο গ) |
সুবাসে |
Ο ঘ) |
পরবাসে |
সঠিক উত্তর: (গ)
১০. |
কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১৭৫৮ |
Ο খ) |
১৮১৮ |
Ο গ) |
১৮৭৮ |
Ο ঘ) |
১৯১৮ |
সঠিক উত্তর: (গ)
১১. |
অন্ধবধূ আমাদের মনে জাগায় - i. সহানুভূতির ভাব ii. বেদনাবোধ iii. ঘৃণাবোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২. |
যতীন্দ্রমোহন বাগচী গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন - i. সহৃদয়তার সঙ্গে ii. প্রতীকী ব্যঞ্জনায় iii. তাৎপর্যমন্ডিত করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩. |
‘নাগেকেশর’ কোন ধরনের রচনা? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
প্রবন্ধ |
Ο গ) |
ছোটগল্প |
Ο ঘ) |
কাব্য |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
অন্ধবধূর দৃষ্টিশক্তি নেই, কিন্তু আছে - i. তীক্ষ্ণ অনুভূতি ii. অবরুদ্ধ আবেগ iii. আত্ম-অহমিকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫. |
‘মধুমদির’ শব্দটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়? |
Ο ক) |
নান্দনিক |
Ο খ) |
সুস্নিগ্ধ |
Ο গ) |
মোহময় |
Ο ঘ) |
সুতীব্র |
সঠিক উত্তর: (গ)
১৬. |
‘পরভৃত’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? |
Ο ক) |
কোকিল |
Ο খ) |
কাক |
Ο গ) |
ময়ূর |
Ο ঘ) |
দোয়েল |
সঠিক উত্তর: (ক)
১৭. |
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কাব্যগ্রন্থ? |
Ο ক) |
অপরাজিতা |
Ο খ) |
অনামিকা |
Ο গ) |
অগ্নি-বীণা |
Ο ঘ) |
বনফুল |
সঠিক উত্তর: (ক)
১৮. |
দখিনা হাওয়া বন্ধ হলে কী ধরে নিতে হবে? |
Ο ক) |
বসন্তের আগমন |
Ο খ) |
গ্রীষ্মের বিদায় |
Ο গ) |
বসন্তের বিদায় |
Ο ঘ) |
শীতের আগমন |
সঠিক উত্তর: (গ)
১৯. |
‘এই আষাঢ়ে আবার বিয়ে হবে’ - উক্তিটি নিচের কোন বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? |
Ο ক) |
তৎকালীন সমাজের প্রচলিত বহুবিবাহ |
Ο খ) |
তৎকালীন সমাজের অত্যাচার |
Ο গ) |
তৎকালীন সমাজের অবস্থা |
Ο ঘ) |
তৎকালীন নারীর অবস্থা |
সঠিক উত্তর: (ক)
২০. |
অন্ধবধূর মনের ব্যথা ভোলায় - i. শীতল জলের পরশ ii. দরদ ভরা দুখের আলাপন iii. দাদার প্রত্যাবর্তন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১. |
‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? |
Ο ক) |
কাক |
Ο খ) |
চোখ গেল |
Ο গ) |
কোকিল |
Ο ঘ) |
শালিক |
সঠিক উত্তর: (খ)
২২. |
যতীন্দ্রমোহন বাগচীর কবিতার প্রধান উপকরণ হলো - i. গ্রাম্যজীবনের অতি সাধারণ বিষয় ii. গ্রাম্যজীবনের সুখ-দুঃখ iii. গ্রাম্যজীবনের ধর্মীয় কুসংস্কার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩. |
‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো - |
Ο ক) |
ঠাকুরঝি |
Ο খ) |
অন্ধবধূ |
Ο গ) |
কবি |
Ο ঘ) |
পথিক |
সঠিক উত্তর: (খ)
২৪. |
কীসে দুঃখ নেই? |
Ο ক) |
ঠাকুরঝির মৃত্যুতে |
Ο খ) |
আছাড় খেলে |
Ο গ) |
অন্ধবধূর মৃত্যু হলে |
Ο ঘ) |
ঠাকুরঝির ভাইয়ের মৃত্যু হলে |
সঠিক উত্তর: (গ)
২৫. |
‘টানিস কেন?’ - কে টানে? |
Ο ক) |
ঠাকুরঝি |
Ο খ) |
ছোট বোন |
Ο গ) |
মেয়ে |
Ο ঘ) |
ছেলে |
সঠিক উত্তর: (ক)
২৬. |
ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন? |
Ο ক) |
বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে |
Ο খ) |
অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই |
Ο গ) |
অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী? |
Ο ঘ) |
অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই |
সঠিক উত্তর: (গ)
২৭. |
‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে - i. কোকিল ii. হুতুম iii. চোখ গেল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮. |
অন্ধবধূ কীভাবে নতুন সিঁড়ির সন্ধান পায়? |
Ο ক) |
লোক মারফত |
Ο খ) |
শ্যাওলায় পা রেখে |
Ο গ) |
হাতের স্পর্শে |
Ο ঘ) |
পা পিছলে পড়ে গিয়ে |
সঠিক উত্তর: (খ)
২৯. |
‘চোখ গেল’ পাখির ডাক অন্ধবধূর জীবনে বয়ে এনেছে - i. শূন্যতাবোধ ii. দৃষ্টিহীনতাজনিত আক্ষেপ iii. জীবনের প্রতি বিতৃষ্ণা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
দৃষ্টিহীনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
অপরের সাহায্য প্রার্থী |
Ο খ) |
অন্তর্দৃষ্টির প্রসারণ |
Ο গ) |
মুক্তি অন্বেষণ |
Ο ঘ) |
ভয়ংকর প্রতিকূলতা |
সঠিক উত্তর: (খ)
৩১. |
চোখ গেল পাখির ভরসা কোনটি? |
Ο ক) |
মানুষের সহানুভূতি |
Ο খ) |
ছোট একটা বাসা |
Ο গ) |
নিবিড় গাছপারা |
Ο ঘ) |
কষ্টের ডাক |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
‘কোকিল-ডাকা শুনেছি সেই কবে।’ এখানে ‘কোকিল-ডাকা’ দ্বারা ইঙ্গিত করা হয়েছে- |
Ο ক) |
গ্রীষ্মকালকে |
Ο খ) |
বর্ষাকালকে |
Ο গ) |
বসন্তকালকে |
Ο ঘ) |
শরৎকালকে |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
কীসের পাশে বসে অন্ধবধূ বকুলের মোহময় গন্ধ পেয়েছে? |
Ο ক) |
জানালার |
Ο খ) |
বেড়ার |
Ο গ) |
দোরের |
Ο ঘ) |
বারান্দার |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
“দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?” বাক্যটি দ্বারা বোঝা যায় - i. নিজের জীবনের প্রতি অনীহা ii. স্বামীর ওপর রাগ iii. ঠাকুর ঝির ওপর রাগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই/ আমের গায়ে বরণ দেখা যায়?’ এ প্রশ্নের উত্তরে ঠাকুরঝি কী বলেছিল? |
Ο ক) |
অনেক দেরি |
Ο খ) |
খুব কাছে |
Ο গ) |
অতি নিকটে |
Ο ঘ) |
বেশি দিন নেই |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়েছে? |
Ο ক) |
মায়ের স্নেহের মতো |
Ο খ) |
বাবার আদরের মতো |
Ο গ) |
শ্বশুরের আদরের মতো |
Ο ঘ) |
স্বামীর ভালোবাসার মতো |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী? |
Ο ক) |
ছোট সংসার |
Ο খ) |
স্বামীর প্রবাস |
Ο গ) |
স্বামীর অবহেলা |
Ο ঘ) |
স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
অন্ধ চোখের দ্বন্ধ কীসে চুকে যায়? |
Ο ক) |
ওষুধে |
Ο খ) |
মৃত্যুতে |
Ο গ) |
ভুলে থাকায় |
Ο ঘ) |
চিকিৎসায় |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
সমাজ কাদের অবজ্ঞা করে? |
Ο ক) |
দৃষ্টিহীনদের |
Ο খ) |
মূর্খদের |
Ο গ) |
ধনীদের |
Ο ঘ) |
বেকারদের |
সঠিক উত্তর: (ক)
৪০. |
‘নাগকেশর’ কোন ধরনের রচনা? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
ছোটগল্প |
Ο গ) |
কাব্য |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (গ)
৪১. |
দিঘির জল কী ভুলায়? |
Ο ক) |
মনের ব্যথা |
Ο খ) |
প্রাণের শোক |
Ο গ) |
হৃদয় দহন |
Ο ঘ) |
হৃদয় জ্বালা |
সঠিক উত্তর: (ক)
৪২. |
বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যা প্রমাণ করে - i. প্রকৃতি প্রেম ii. প্রকৃতি বিদ্বেষ iii. বকুল ফুলের গন্ধ ভালো নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়নি, কারণ - i. বাড়িতে শাশুড়ি জ্বালায় ii. বাড়িতে নিঃসঙ্গতা গ্রাস করে iii. প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
কবি যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন? |
Ο ক) |
১৯২৮ |
Ο খ) |
১৯৩৮ |
Ο গ) |
১৯৪৮ |
Ο ঘ) |
১৯৫৮ |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
যতীন্দ্রমোহন বাগচীর কোন গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়? |
Ο ক) |
অপরাজিতা |
Ο খ) |
জাগরণী |
Ο গ) |
মহাভারতী |
Ο ঘ) |
বন্ধুর দান |
সঠিক উত্তর: (গ)
৪৬. |
‘আমের গায়ে বরণ দেখা যায়?’ এখানে ‘বরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
গ্রহন |
Ο খ) |
বর্জন |
Ο গ) |
রং |
Ο ঘ) |
মুকুল |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
কীসের তলায় নরম ঠেকল? |
Ο ক) |
হাত |
Ο খ) |
শরীর |
Ο গ) |
মাথা |
Ο ঘ) |
পা-এর |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য - |
Ο ক) |
বাস্তববাদিতা |
Ο খ) |
চিত্রকল্প |
Ο গ) |
পুরাণ নির্ভরতা |
Ο ঘ) |
রূপকধর্মিতা |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
‘আকাশ-পাতাল’ কী শব্দ? |
Ο ক) |
সমার্থক শব্দ |
Ο খ) |
বিপরীতার্থক শব্দ |
Ο গ) |
পারিভাষিক শব্দ |
Ο ঘ) |
দ্বিরুক্ত শব্দ |
সঠিক উত্তর: (খ)
৫০. |
‘ঠাকুরঝি’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
স্বামীর বোন |
Ο খ) |
স্বামীর মা |
Ο গ) |
স্বামীর মাসি |
Ο ঘ) |
স্বামীর পিসি |
সঠিক উত্তর: (ক)
৫১. |
দৃষ্টিহীন হলে নিজেকে - |
Ο ক) |
অসহায় ভাবা ঠিক নয় |
Ο খ) |
অন্যের সাহায্যে চলা উচিত |
Ο গ) |
সাহসী হতে হবে |
Ο ঘ) |
দুর্বল ভাবতে হবে |
সঠিক উত্তর: (ক)
৫২. |
নানান ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি? |
Ο ক) |
দা-কুমড়া |
Ο খ) |
সাপে-নেউলে |
Ο গ) |
আদায়-কাঁচকলায় |
Ο ঘ) |
আকাশ-পাতাল |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
‘অন্ধবধূ’ কবিতার রচয়িতা কে? |
Ο ক) |
যতন্দ্রমোহন বাগচী |
Ο খ) |
যতীন্দ্রনাথ রায় |
Ο গ) |
সুকুমার রায় |
Ο ঘ) |
কামিনী রায় |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
‘কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই’ - কে? |
Ο ক) |
অন্ধবধূ |
Ο খ) |
কোকিল |
Ο গ) |
চোখ গেল |
Ο ঘ) |
চাতক |
সঠিক উত্তর: (গ)
৫৫. |
অন্ধবধূ জ্যৈষ্ঠ এসেছে কি-না তার প্রমাণস্বরূপ জানতে চেয়েছে - i. আমের গায়ে রং ধরেছি কি না ii. দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগেছে কি না iii. পুকুর ঘাট শুকিয়ে গেছে কি না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
‘অন্ধবধূ’ কবিতায় জ্যৈষ্ঠের সঙ্গে কোন ফলের সম্পর্ক চিহ্নিত করা হয়েছে? |
Ο ক) |
জাম |
Ο খ) |
আম |
Ο গ) |
কলা |
Ο ঘ) |
লিচু |
সঠিক উত্তর: (খ)
৫৭. |
‘পরশ তাহার মায়ের স্নেহের মতো’ বাক্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
উপমা |
Ο খ) |
উৎপ্রেক্ষা |
Ο গ) |
রূপক |
Ο ঘ) |
শ্লেষ |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
চেঁচিয়ে সারা হলো কে? |
Ο ক) |
অন্ধবধূ |
Ο খ) |
চোখ গেল পাখি |
Ο গ) |
কোকিল |
Ο ঘ) |
ঠাকুরঝি |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর গ্রন্থ? |
Ο ক) |
দেখা |
Ο খ) |
লেখা |
Ο গ) |
খেয়া |
Ο ঘ) |
বহ্নি |
সঠিক উত্তর: (খ)
৬০. |
অন্ধবধূর নিকট শান্তির জায়গা কোনটি? |
Ο ক) |
গৃহকোণ |
Ο খ) |
পুকুর ঘাট |
Ο গ) |
বৃক্ষতল |
Ο ঘ) |
ঘরের দাওয়া |
সঠিক উত্তর: (খ)
৬১. |
ঘাটের সিঁড়ি কেমন? |
Ο ক) |
ঝকঝকে |
Ο খ) |
ভাঙা |
Ο গ) |
কর্দমাক্ত |
Ο ঘ) |
পিচ্ছিল |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
অন্ধবধূর কাছে কার পরশ মায়ের স্নেহের মতো? |
Ο ক) |
ঘরের সামনের গাছটি |
Ο খ) |
বৃষ্টির জল |
Ο গ) |
পুকুরের জল |
Ο ঘ) |
গৃহকোণ |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই?’ এখানে ‘জ্যৈষ্ঠ’ বলতে মূলত বোঝানো হয়েছে - |
Ο ক) |
জ্যৈষ্ঠ মাসকে |
Ο খ) |
গ্রীষ্মকালকে |
Ο গ) |
শরৎকালকে |
Ο ঘ) |
হেমন্তকালকে |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
‘জ্যৈষ্ঠ মাসের ক-দিন দেরি ভােই?’ এখানে ‘ভাই’ বলে কাকে সম্বোধন করা হয়েছে? |
Ο ক) |
ঠাকুর ঝিকে |
Ο খ) |
দেবরকে |
Ο গ) |
আপন ভাইকে |
Ο ঘ) |
খালাত ভাইকে |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
‘ও মা! এ যে ঝরা-বকুল!’ অন্ধবধূর এ উক্তির মধ্যে রয়েছে - i. অনুভূতির তীক্ষ্ণতা ii. বোধের দূরদর্শিতা iii. চিন্তার গাঢ়তা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
‘সারা’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
সমগ্র |
Ο খ) |
ইশারা |
Ο গ) |
উত্তর |
Ο ঘ) |
ইঙ্গিত |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
‘অন্ধ গেলে কী আর হবে বোন?’ - এ কথায় লুকিয়ে আছে - i. বধূজীবনের গ্লানি ii. জীবনের প্রতি মমত্ববোধ iii. জীবনের প্রতি বিতৃষ্ণা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
দৃষ্টিপ্রতিবন্ধীরা নিজেদেরকে কী ভাবে? |
Ο ক) |
অভিমানী |
Ο খ) |
অসহায় |
Ο গ) |
আত্মতৃপ্ত |
Ο ঘ) |
গুরুত্বপূর্ণ |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
যতীন্দ্রমোহন বাগচী কোন জেলায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
নদীয়া |
Ο খ) |
হুগলি |
Ο গ) |
বর্ধমান |
Ο ঘ) |
নাটোর |
সঠিক উত্তর: (ক)
৭০. |
দিঘির ঘাটে কী জেগেছে? |
Ο ক) |
মাটি |
Ο খ) |
ইট-পাথর |
Ο গ) |
নতুন সিঁড়ি |
Ο ঘ) |
শাপলা |
সঠিক উত্তর: (গ)
৭১. |
‘দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে।’ এখানে ‘সিঁড়ি জাগা’ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
নতুন সিঁড়ি নির্মাণ |
Ο খ) |
সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা |
Ο গ) |
সিঁড়ি দৃশ্যমান হওয়া |
Ο ঘ) |
অলৌকিকভাবে সিঁড়ি সৃষ্টি হওয়া |
সঠিক উত্তর: (গ)
৭২. |
‘বাঁচবি তোরা - দাদা তো তোর আগে’ - এ কথায় ফুটে উঠেছে - i. স্বামীর প্রতি অভিমান ii. নিজের সম্পর্কে তুচ্ছতাবোধ iii. স্বামীর প্রতি ঘৃণা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
‘অন্ধবধূ’ কবিতায় বধূটির জীবনে আছে - i. একাকিত্ব ii. উপেক্ষা iii. বেদনাবোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
‘অন্ধবধূ’ কবিতার পরশ কিসের মতো? |
Ο ক) |
বাবার মতো |
Ο খ) |
মায়ের মতো |
Ο গ) |
শিশুর মতো |
Ο ঘ) |
বোনের মতো |
সঠিক উত্তর: (খ)
৭৫. |
‘বাঁচবি তোরা - দাদা তো তোর আগে’ - এ কথায় ফুটে উঠেছে - |
Ο ক) |
অভিমান |
Ο খ) |
অনুরাগ |
Ο গ) |
বিরাগ |
Ο ঘ) |
ক্ষোভ |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
‘অন্ধবধূ’ কবিতা শিক্ষার্থীদের কোন বিষয়ে শিক্ষা দেয়? |
Ο ক) |
পিছিয়ে পড়াদের ভালোবাসার |
Ο খ) |
মানুষকে অবহেলা না করার |
Ο গ) |
প্রকৃতিকে ভালোবাসার |
Ο ঘ) |
দেশপ্রেম জাগ্রত করা |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
‘মহাভারতী’ গ্রন্থটির আঙ্গিক কোনটি? |
Ο ক) |
কাব্য |
Ο খ) |
নাটক |
Ο গ) |
মহাকাব্য |
Ο ঘ) |
গীতিকবিতা |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয় কেন? |
Ο ক) |
জীবনের প্রতি ভালোবাসার কারণে |
Ο খ) |
স্বামীকে ভালোবাসার কারণে |
Ο গ) |
ননদের সঙ্গে সুসম্পর্কের কারণে |
Ο ঘ) |
প্রতিবন্ধিতা জয় করার কারণে |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
অন্ধবধূ জ্যৈষ্ঠের আগমন নিশ্চিত হবার জন্য কী দেখতে বলেছে? |
Ο ক) |
আমের রং |
Ο খ) |
আমের মুকুর |
Ο গ) |
লিচুর রং |
Ο ঘ) |
পাকা ফলের গন্ধ |
সঠিক উত্তর: (ক)
৮০. |
‘অন্ধবধূ’ কোকিলের ডাক শুনেছে কখন? |
Ο ক) |
প্রভাতে |
Ο খ) |
রাত্তিরে |
Ο গ) |
দুপুরে |
Ο ঘ) |
অনেক আগে |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
যতীন্দ্রমোহন বাগচীর বাক্যবস্তু কার মতো নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়? |
Ο ক) |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
Ο খ) |
মানিক বন্দ্যোপাধ্যায় |
Ο গ) |
কামিনী রায় |
Ο ঘ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ক)
৮২. |
অন্ধবধূর পায়ের তলায় কী পড়েছিল? |
Ο ক) |
কাদা |
Ο খ) |
ঝরাফুল |
Ο গ) |
কাঁটা |
Ο ঘ) |
ঝরা-বকুল |
সঠিক উত্তর: (ঘ)
৮৩. |
‘আকাশ-পাতাল কতই মনে হয়।’ - এখানে ‘আকাশ-পাতাল’ মানে কী? |
Ο ক) |
প্রচুর ব্যবধান |
Ο খ) |
উঁচু-নিচু |
Ο গ) |
ছোট-বড় |
Ο ঘ) |
নানান ভাবনা-অনুভাবনা |
সঠিক উত্তর: (ঘ)
৮৪. |
‘কাঁদা সুখ সে বারণ তাহার’ - এখানে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
অন্ধবধূর |
Ο খ) |
অন্ধবধূর স্বামীর |
Ο গ) |
চোখ গেল পাখির |
Ο ঘ) |
কোকিলের |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
‘পায়ের তলায় নরম ঠেকল কী!’ - এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী? |
Ο ক) |
ধাক্কা লাগল |
Ο খ) |
অনুভূত হলো |
Ο গ) |
লেগে রইল |
Ο ঘ) |
বাধা দির |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
‘পায়ের তলায় নরম ঠেকল কী?’ - এ চরণটির বক্তা কে? |
Ο ক) |
অন্ধবধূ |
Ο খ) |
কবি |
Ο গ) |
ঠাকুরঝি |
Ο ঘ) |
দাদা |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
অন্ধবধূর পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি? |
Ο ক) |
ঝরা বকুল |
Ο খ) |
আমের মুকুল |
Ο গ) |
আমের খোসা |
Ο ঘ) |
ঝরা শিউলি |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
দৃষ্টিহীনদের পক্ষে কী সম্ভব? |
Ο ক) |
নতুন ঋতুর আগমন অনুভব করা |
Ο খ) |
আমের গায়ে বরণ দেখা |
Ο গ) |
প্রকৃতির সৌন্দর্য দেখা |
Ο ঘ) |
রাতের চাঁদ দেখা |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
বধূটি কোন ধরনের প্রতিবন্ধী? |
Ο ক) |
শ্রবণ প্রতিবন্ধী |
Ο খ) |
মানসিক প্রতিবন্ধী |
Ο গ) |
শারীরিক প্রতিবন্ধী |
Ο ঘ) |
দৃষ্টিপ্রতিবন্ধী |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
অন্ধ হলেও কোনটি সম্পর্কে অন্ধবধূর জ্ঞান আছে? |
Ο ক) |
ইতিহাস |
Ο খ) |
রাজনীতি |
Ο গ) |
সমাজনীতি |
Ο ঘ) |
জগতের রূপ-রস-গন্ধ |
সঠিক উত্তর: (ঘ)
৯১. |
নিজের স্বামীর বিয়ের কথা বলার মধ্যে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
আনন্দ |
Ο খ) |
কষ্ট |
Ο গ) |
নীচতা |
Ο ঘ) |
মহত্ত্ব |
সঠিক উত্তর: (খ)
৯২. |
‘অন্ধবধূ’ কবিতায় ‘দ্বন্ধ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
লড়াই |
Ο খ) |
অভিশাপ |
Ο গ) |
বিরক্তি |
Ο ঘ) |
সংশয় |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
‘দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?’ এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে অন্ধবধূর - |
Ο ক) |
প্রত্যাশা |
Ο খ) |
বেদনা |
Ο গ) |
আনন্দ |
Ο ঘ) |
উচ্ছ্বাস |
সঠিক উত্তর: (খ)
৯৪. |
‘অন্ধবধূ’ কবিতার মূল উদ্দেম্য হলো - i. প্রতিবন্ধীদের কষ্ট তুলে ধরা ii. অন্ধের কর্মজীবন তুলে ধরা iii. প্রতিবন্ধীদের জীবন পদ্ধতিকে তুলে ধরা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
অন্ধবধূ সম্পর্কে প্রযোজ্য, সে - i. অনুভব ঋদ্ধ মানুষ ii. আত্মমর্যাদাবোধে সমৃদ্ধ iii. অনুভূতিহীন মানুষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
কবি যতীন্দ্রমোহন বাগচী কোথায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
নদীয়া জেলার জামশেরপুর গ্রামে |
Ο খ) |
মুর্শিদাবাদ জেলার জামশেরপুর গ্রামে |
Ο গ) |
দিনাজপুর জেলার জামশেরপুর গ্রামে |
Ο ঘ) |
বর্ধমান জেলার জামশেরপুর গ্রামে |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
কোকিল কখন ডাকে? |
Ο ক) |
বসন্তে |
Ο খ) |
গ্রীষ্মে |
Ο গ) |
শীতে |
Ο ঘ) |
শরতে |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
অন্ধবধূর জীবনে দুঃখের ভার বাড়িয়েছে - i. তার গায়ের কালো রং ii. তার অন্ধত্ব iii. তার যন্ত্রণাময় অসুস্থতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
‘বন্ধুর দান’ কোন ধরনের গ্রন্থ? |
Ο ক) |
উপন্যাস |
Ο খ) |
নাটক |
Ο গ) |
কাব্য |
Ο ঘ) |
ছোটগল্প |
সঠিক উত্তর: (গ)
১০০. |
পুকুর ঘাটে অন্ধবধূর সঙ্গে কে ছিল? |
Ο ক) |
স্বামী |
Ο খ) |
শাশুরি |
Ο গ) |
ননদ |
Ο ঘ) |
দেবর |
সঠিক উত্তর: (গ)
১০১. |
‘দোর’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
দরজা |
Ο খ) |
জানালা |
Ο গ) |
উঠান |
Ο ঘ) |
পুকুরপাড় |
সঠিক উত্তর: (ক)
১০২. |
অন্ধবধূ কীভাবে বুঝতে পারল এটা ঝরা বকুল? |
Ο ক) |
অনুভূতি দিয়ে |
Ο খ) |
ঠাকুরঝি বলে দিয়েছে |
Ο গ) |
স্বপ্নে দেখেছিল |
Ο ঘ) |
গন্ধ মুঁকে |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
অন্ধবধূ তার স্বামীর প্রবাসজীবন সম্পর্কে কী ধারণা পোষণ করে? |
Ο ক) |
তাকে এড়াতেই সে প্রবাসে থাকে |
Ο খ) |
সেখানে সে ভালোই আছে |
Ο গ) |
সেখানে সে খুব কষ্টে আছে |
Ο ঘ) |
বধূ বিহনে সময় কাটে না |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
‘আমের গায়ে বরণ দেখা যায়?’ কোন ইঙ্গিতবহ? |
Ο ক) |
আমের গুটি আসা |
Ο খ) |
আম পাকার লক্ষণ |
Ο গ) |
আমের রূপ দর্শন |
Ο ঘ) |
আমের বোল ফোটা |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
‘দুটো যেন প্রাণের কথা বলে’ - এখানে কোন দুজনের কথা বলা হয়েছে? |
Ο ক) |
ঠাকুরঝি ও তার দাদা |
Ο খ) |
অন্ধবধূ ও তার স্বামী |
Ο গ) |
অন্ধবধূ ও ঠাকুরঝি |
Ο ঘ) |
অন্ধবধূ ও চোখ গেল পাখি |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
গ্রাম্যজীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্রমোহনের ভাষারীতি কেমন? |
Ο ক) |
হাস্যমধুর |
Ο খ) |
ঋজু |
Ο গ) |
সহজ-সরল |
Ο ঘ) |
বলিষ্ঠ |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
‘পরশ তাহার মায়ের স্নেহের মতো’ এই বাক্যে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে? |
Ο ক) |
স্বামী |
Ο খ) |
দিঘির জল |
Ο গ) |
ঠাকুর ঝি |
Ο ঘ) |
বকুল ফুল |
সঠিক উত্তর: (খ)
১০৮. |
কাকে একটু আস্তে চলার জন্য বলা হয়েছে? |
Ο ক) |
খোকাকে |
Ο খ) |
বাবাকে |
Ο গ) |
মাকে |
Ο ঘ) |
ঠাকুর ঝিকে |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
‘অন্ধবধূ’ কোথায় এসেছে? |
Ο ক) |
পুকুর ঘাটে |
Ο খ) |
বারান্দায় |
Ο গ) |
খোলা বাতাসে |
Ο ঘ) |
দিঘির ঘাটে |
সঠিক উত্তর: (ঘ)
১১০. |
যতীন্দ্রমোহন বাগচীর কবিতায় কিসের সৌন্দর্য চিত্রময় হয়ে উঠেছে? |
Ο ক) |
জীবনের |
Ο খ) |
চেতনার |
Ο গ) |
নিসর্গের |
Ο ঘ) |
অনুভূতির |
সঠিক উত্তর: (গ)
১১১. |
‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ দ্বারা বোঝানো হয়েছে - |
Ο ক) |
চোখ অন্ধ হওয়াকে |
Ο খ) |
চোখ নষ্ট হওয়াকে |
Ο গ) |
দৃষ্টিকটু হওয়াকে |
Ο ঘ) |
এক ধরনের পাখিকে |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
দৃষ্টিহীনরা কোনটি দিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারে? |
Ο ক) |
সাদা ছড়ি দিয়ে |
Ο খ) |
সকলের সহযোগিতা |
Ο গ) |
সরকারি পৃষ্ঠপোষকতায় |
Ο ঘ) |
ইন্দ্রিয়সচেতনতা দিয়ে |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
‘কতক তবু কমত যে তার শোক’ - কীসে শোক কমত? |
Ο ক) |
সান্ত্বনায় |
Ο খ) |
আশ্বাসে |
Ο গ) |
কান্নায় |
Ο ঘ) |
হাসিতে |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
‘সেই তো ফিরে যাব আবার বাড়ি।’ এখানে ‘বাড়ি’ বলতে বোঝানো হয়েছে - |
Ο ক) |
বাবার বাড়ি |
Ο খ) |
মামার বাড়ি |
Ο গ) |
শ্বশুড়ের গৃহ |
Ο ঘ) |
স্বামীর কর্মস্থল |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
‘জন্ম লাগি গিয়েছে যার চোখ’ - কার চোখের কথা বলা হয়েছে? |
Ο ক) |
চোখ গেল পাখির |
Ο খ) |
কোকিলের |
Ο গ) |
ঠাকুরঝির |
Ο ঘ) |
অন্ধবধূর |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
কার ভরসা আছে? |
Ο ক) |
‘চোখ গেল’র |
Ο খ) |
অন্ধবধূর |
Ο গ) |
চক্ষুহীনার |
Ο ঘ) |
ঠাকুরঝির |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
অন্ধবধূর স্বামী যদি আরেকটি বিয়ে করে তাহলে তার কোন পরিবর্তন লক্ষ করা যাবে? |
Ο ক) |
ঘন ঘন চিঠি লেখা |
Ο খ) |
প্রবাস জীবনের অবসান ঘটানো |
Ο গ) |
চাকরি ছেড়ে দেওয়া |
Ο ঘ) |
বাড়ি আসার জন্য আগ্রহ |
সঠিক উত্তর: (ঘ)
১১৮. |
‘অন্ধবধূ’ কবিতায় কী বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? |
Ο ক) |
উত্তরের হাওয়া |
Ο খ) |
দখিনের হাওয়া |
Ο গ) |
জানালা |
Ο ঘ) |
দরজা |
সঠিক উত্তর: (খ)
১১৯. |
অন্ধবধূ কাল রাতে কীসের গন্ধ ছোটার কথা বলেছে? |
Ο ক) |
বকুল ফুলের |
Ο খ) |
কামিনী ফুলের |
Ο গ) |
গোলাপ ফুলের |
Ο ঘ) |
নাম না জানা ফুলের |
সঠিক উত্তর: (ক)
১২০. |
‘অন্ধবধূ’ কবিতায় যে মাসের কথা উল্লেখ করা হয়েছে - i. বৈশাখ ii. জ্যৈষ্ঠ iii. আষাঢ় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২১. |
অন্ধবধূ গভীরভাবে অনুভব করে - |
Ο ক) |
স্বামী বিরহের বেদনা |
Ο খ) |
অন্ধত্বের কষ্ট |
Ο গ) |
মানুষের অবহেলা |
Ο ঘ) |
পায়ের তলার নরম বস্তু |
সঠিক উত্তর: (খ)
১২২. |
‘অন্ধবধূ’ কবিতায় ‘বাসে’ কথাটির মানে কী? |
Ο ক) |
বাসস্থানে |
Ο খ) |
গৃহে |
Ο গ) |
গন্ধে |
Ο ঘ) |
দুর্গন্ধে |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
অন্ধবধূ আকাশ-পাতাল ভাবে - i. দোরের পাশে বসে ii. রাত্রিবেলা iii. জ্যৈষ্ঠ মাসে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
‘অন্ধবধূ’ কবিতাটি লিখেছেন - |
Ο ক) |
সত্যেন্দ্রনাথ দত্ত |
Ο খ) |
মধুসূদন দত্ত |
Ο গ) |
যতীন্দ্রমোহন বাগচী |
Ο ঘ) |
বিষ্ণু দে |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
‘অন্ধবধূ’ কবিতার চেতনা থেকে মনে হয়, অন্ধবধূ - i. নৈরাশ্যবাদী মানুষ নয় ii. আশাহীন মানুষ iii. জীবনের প্রতি মমত্ববোধসম্পন্ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন কত তারিখে? |
Ο ক) |
১ জানুয়ারি |
Ο খ) |
১ ফেব্রুয়ারি |
Ο গ) |
১ মার্চ |
Ο ঘ) |
১ এপ্রিল |
সঠিক উত্তর: (খ)
১২৭. |
পা পিছলিয়ে তলিয়ে গেলে কিসের দ্বন্ধ চুকে যাবে বলে অন্ধবধূ মনে করে? |
Ο ক) |
প্রতিবেশীর সাথে দ্বন্ধ |
Ο খ) |
স্বামীর সাথে দ্বন্ধ |
Ο গ) |
অন্ধ চোখের দ্বন্ধ |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (গ)
১২৮. |
যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
আত্মমগ্নতা |
Ο খ) |
প্রকৃতিচেতনা |
Ο গ) |
নাগরিকতা |
Ο ঘ) |
পল্লিপ্রীতি |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. |
‘অন্ধবধূ’ কবিতায় রয়েছে - i. অন্ধবধূর একাকিত্ব ii. অন্ধত্বের কষ্ট iii. স্বামীর নির্যাতন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩০. |
জ্যৈষ্ঠ মাস আম, কোকিলের ডাক, দিঘির ঘাট সম্পর্কে অন্ধবধূর কথা প্রমাণ করে - i. অন্ধরাও অনুভূতিপ্রবণ ii. অন্ধরা অনুভূতিহীন iii. অন্ধরা না বুঝেই আন্দাজে বলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩১. |
‘আচ্ছা দিদি, কী করবে ভাই তারা - জন্ম লাগি গিয়েছে যার চোখ!’ বাক্যটি দ্বারা বোঝায় - i. সমাজের প্রতি ধিক্কার ii. অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব iii. ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩২. |
অন্ধবধূর শঙ্কা কি নিয়ে? |
Ο ক) |
পা-পিছলে কাদায় পড়ে যাওয়ার |
Ο খ) |
পা পিছলে জলে ডুবে যাওয়ার |
Ο গ) |
গাড়ির নিচে পড়ার |
Ο ঘ) |
নদীর জলে ডোবার |
সঠিক উত্তর: (খ)
১৩৩. |
অন্ধবধূটি কীভাবে প্রকৃতির পরিবর্তন সম্পর্কে জ্ঞান রাখে? |
Ο ক) |
অন্যের সাহায্যে |
Ο খ) |
হাতের স্পর্শে |
Ο গ) |
শ্রবণশক্তি দ্বারা |
Ο ঘ) |
অনুভব দ্বারা |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
‘অন্ধবধূ’ কবিতার মূল সুরটি হলো - |
Ο ক) |
করুণ |
Ο খ) |
গ্লানিময় |
Ο গ) |
প্রীতিময় |
Ο ঘ) |
গীতিময় |
সঠিক উত্তর: (ক)
১৩৫. |
‘কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক’ বাক্যটিতে কী বুঝানো হয়েছে? |
Ο ক) |
অন্ধত্বের গভীর কষ্ট |
Ο খ) |
কাঁদতে না পারার কস্ট |
Ο গ) |
কান্নার আনন্দ থেকে বঞ্চিত |
Ο ঘ) |
প্রিয়জনের দেখা পাওয়া |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
যতীন্দ্রমোহন বাগচীর জন্ম তারিখ হলো - |
Ο ক) |
২২ নভেম্বর |
Ο খ) |
২৫ নভেম্বর |
Ο গ) |
২৭ নভেম্বর |
Ο ঘ) |
২৯ নভেম্বর |
সঠিক উত্তর: (গ)
১৩৭. |
‘মন্দ নেহাত হয় না কিন্তু তায় - অন্ধ চোখের দ্বন্ধ চুকে যাক।’ - পঙক্তিটির মধ্যে কোনটি ফুটে উঠেছে? |
Ο ক) |
উপলব্ধির গভীরতা |
Ο খ) |
অন্ধবধূর মুক্তিলাভ |
Ο গ) |
অন্ধবধূর হৃদয়বেদনা |
Ο ঘ) |
দ্বন্ধ-সংঘাত থেকে মুক্তি |
সঠিক উত্তর: (গ)
১৩৮. |
‘অন্ধবধূ’ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায় - i. কোকিলের ডাক ii. ঝরা বকুল iii. পচান পাতার ঘ্রাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৯. |
যতীন্দ্রমোহন কোন দিক থেকে জীবনানন্দ �ও বিভূতিভূষণের সঙ্গে সম্পর্কিত? |
Ο ক) |
নিসর্গ-সৌন্দর্যের চিত্ররূপময়তার দিক থেকে |
Ο খ) |
বাস্তববাদী বৈশিষ্ট্যের দিক থেকে |
Ο গ) |
কাল্পনিক বিষয়বস্তু রচনার সন্নিবেশের দিক থেকে |
Ο ঘ) |
ঐতিহ্যপ্রীতির সাদৃশ্যময়তার দিক থেকে |
সঠিক উত্তর: (ক)
১৪০. |
যতীন্দ্রমোহন বাগচী কীসের রূপ উন্মোচনে প্রসাসী হয়েছেন? |
Ο ক) |
গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপ |
Ο খ) |
নদীর রূপ |
Ο গ) |
দারিদ্র্যক্লিষ্ট মানুষের রূপ |
Ο ঘ) |
বনবনানীর |
সঠিক উত্তর: (ক)
১৪১. |
কাব্যবস্তু নিসর্গ-সৌন্দর্যে চিত্ররূপময় - i. জীবনানন্দ দাশের ii. যতীন্দ্রমোহন বাগচীর iii. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪২. |
‘মন্দ নেহাত হয় না কিন্তু তায়’ - বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
মৃত্যুকে বরণ করে নেয়া |
Ο খ) |
অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি |
Ο গ) |
সকলের কষ্ট দূর করা |
Ο ঘ) |
স্বামীকে দায়মুক্ত করা |
সঠিক উত্তর: (ক)
১৪৩. |
অন্ধবধূর কাছে মন্দ নয় কোনটি? |
Ο ক) |
স্বামীর মৃত্যু |
Ο খ) |
ঠাকুরঝির রূপ |
Ο গ) |
দিঘির ঘাট |
Ο ঘ) |
নিজের মৃত্যু |
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. |
তিনি নদীয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
নন্দনপুর |
Ο খ) |
জামশেরপুর |
Ο গ) |
বাকুলিয়া |
Ο ঘ) |
গোপালপুর |
সঠিক উত্তর: (খ)
১৪৫. |
‘রাত্তি’ শব্দের চলিত রূপ কোনটি? |
Ο ক) |
রাত |
Ο খ) |
রাত্র |
Ο গ) |
রাতি |
Ο ঘ) |
ক্ষুদ্র |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: চোখের আলো নিভল যখন মনের আলো জ্বেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। আমিও সুখের মতো ফুরিয়ে যাবো। |
১৪৬. |
উদ্ধৃত চরণের কোনটি অন্ধবধূর নেই? |
Ο ক) |
নিঃসঙ্গতাবোধ |
Ο খ) |
মৃত্যুকামনা |
Ο গ) |
মনের আবেগ |
Ο ঘ) |
চোখের আলো |
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. |
‘আমিও সুখের মতো ফুরিয়ে যাবো।’ - এ কথায় অন্ধবধূর জীবনের নির্দেশকৃত দিক হলো - i. মৃত্যুকে স্বাগত জানানো ii. অসহায়ত্ব ও বঞ্চনা iii. মুক্তিকামনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন