এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১৯: পদ্য - প্রাণ |
১. |
‘প্রাণ’ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন? |
Ο ক) |
বাঁচার মোহে |
Ο খ) |
শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য |
Ο গ) |
স্মরণীয় হওয়ার জন্য |
Ο ঘ) |
মানুষকে ভালোবাসার কারণে |
সঠিক উত্তর: (গ)
২. |
‘পৃথিবী আমারে চায় - রেখো না বেঁধে আমায়’ - এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের? |
Ο ক) |
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে |
Ο খ) |
তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই |
Ο গ) |
নব নব সংগীতের কুসুম ফুটাই |
Ο ঘ) |
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় |
সঠিক উত্তর: (খ)
৩. |
‘সংগীত’ শব্দটির সঠিক গঠন হচ্ছে - |
Ο ক) |
সং + গীত = সংগীত |
Ο খ) |
সম্ + গীত = সংগীত |
Ο গ) |
সৎ + গীত = সংগীত |
Ο ঘ) |
সাৎ + গীত = সংগীত |
সঠিক উত্তর: (খ)
৪. |
‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - উক্তিটিতে প্রকাশ পেয়েছে - i. কর্মস্পৃহা ii. মর্ত্যপ্রীতি iii. সৌন্দর্যপ্রীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫. |
‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা? |
Ο ক) |
নাটক |
Ο খ) |
উপন্যাস |
Ο গ) |
কাব্যগ্রন্থ |
Ο ঘ) |
আত্মজীবনী |
সঠিক উত্তর: (ক)
৬. |
‘প্রাণ’ কবিতায় ‘পুষ্পিত কানন’ বলতে কবি বুঝিয়েছেন - |
Ο ক) |
সুন্দর বাগানকে |
Ο খ) |
মানুষের মনকে |
Ο গ) |
সমগ্র পৃথিবীকে |
Ο ঘ) |
বনাঞ্চলকে |
সঠিক উত্তর: (গ)
৭. |
‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’ - এর বিপরীত ভাব ফুটে উঠেছে যে কবিতায় - |
Ο ক) |
বোশেখ |
Ο খ) |
প্রাণ |
Ο গ) |
ছায়াবাজি |
Ο ঘ) |
মানুষ |
সঠিক উত্তর: (খ)
৮. |
মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান - |
Ο ক) |
কবিতা |
Ο খ) |
সংগীত |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (খ)
৯. |
‘কুসুম’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
ফল |
Ο খ) |
লতা |
Ο গ) |
সূর্য |
Ο ঘ) |
ফুল |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
‘প্রাণ’ কবিতায় কবির প্রত্যাশা হলো - |
Ο ক) |
মানুষকে ভালোবাসা |
Ο খ) |
মানুষকে কাছে টানা |
Ο গ) |
মানব হৃদয়ে বেঁচে থাকা |
Ο ঘ) |
প্রকৃতির সাথে থাকা |
সঠিক উত্তর: (গ)
১১. |
রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? |
Ο ক) |
শৈশবে |
Ο খ) |
বাল্যকালে |
Ο গ) |
বার্ধক্যে |
Ο ঘ) |
যৌবনে |
সঠিক উত্তর: (খ)
১২. |
নব নব সংগীতের কুসুম আমরা কখন তুলব? |
Ο ক) |
সন্ধ্যা রাতে |
Ο খ) |
সকালে বিকালে |
Ο গ) |
ভর দুপুরে |
Ο ঘ) |
ভোর বেলাতে |
সঠিক উত্তর: (খ)
১৩. |
বিরহ মিলন কত হাসি - |
Ο ক) |
অশ্রুময় |
Ο খ) |
কান্নাময় |
Ο গ) |
বেদনাময় |
Ο ঘ) |
বিষাদময় |
সঠিক উত্তর: (ক)
১৪. |
কবি সুন্দর ভুবনে কী চান না? |
Ο ক) |
মরতে |
Ο খ) |
বাঁচতে |
Ο গ) |
অমর হতে |
Ο ঘ) |
সৃষ্টি করতে |
সঠিক উত্তর: (ক)
১৫. |
রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান - |
Ο ক) |
বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো |
Ο খ) |
বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করা |
Ο গ) |
সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করা |
Ο ঘ) |
বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা |
সঠিক উত্তর: (ক)
১৬. |
‘হাসি মুখে নিয়ো ফুল।’ এখানে ‘ফুল’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে - |
Ο ক) |
সংগীত |
Ο খ) |
কবিতা |
Ο গ) |
ভালোবাসা |
Ο ঘ) |
বাগানের পুষ্প |
সঠিক উত্তর: (ক)
১৭. |
‘প্রাণ’ কবিতায় কবি স্থান পেতে চান - i. সূর্যকরে ii. পুষ্পিত কাননে iii. জীবন্ত হৃদয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
সংগীতকে বোঝাতে কবি কিসের আশ্রয় নিয়েছেন? |
Ο ক) |
রূপকের |
Ο খ) |
অলংকারের |
Ο গ) |
উৎপ্রেক্ষার |
Ο ঘ) |
অনুপ্রাসের |
সঠিক উত্তর: (ক)
১৯. |
নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়? |
Ο ক) |
পৃথিবী |
Ο খ) |
ধরিত্রী |
Ο গ) |
মেদিনী |
Ο ঘ) |
অন্তরীক্ষ |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য ভর্তি হন নি? |
Ο ক) |
ওরিয়েন্টাল সেমিনারি |
Ο খ) |
নর্মাল স্কুল |
Ο গ) |
হেয়ার স্কুল |
Ο ঘ) |
বেঙ্গল একাডেমি |
সঠিক উত্তর: (গ)
২১. |
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতার মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত পঙক্তি হিসেবে কোনটি সমর্থনযোগ্য? |
Ο ক) |
মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে |
Ο খ) |
জীবন বড়ই সুন্দর |
Ο গ) |
আশাই মানুষকে বাঁচিয়ে রাখে |
Ο ঘ) |
মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে চায় না |
সঠিক উত্তর: (ক)
২২. |
রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? |
Ο ক) |
চিত্রা |
Ο খ) |
মানসী |
Ο গ) |
গীতাঞ্জলি |
Ο ঘ) |
বনফুল |
সঠিক উত্তর: (ঘ)
২৩. |
‘চাহি’ শব্দটির চলিত রূপ কোনটি? |
Ο ক) |
চাওয়া |
Ο খ) |
চাহিয়া |
Ο গ) |
চাই |
Ο ঘ) |
চাও |
সঠিক উত্তর: (গ)
২৪. |
ফুল শুকিয়ে গেলে ‘প্রাণ’ কবিতায় কবি কী করতে বলেছেন? |
Ο ক) |
ফেলে দিতে |
Ο খ) |
ভিজিয়ে রাখতে |
Ο গ) |
অবহেলা করতে |
Ο ঘ) |
যত্নে রেখে দিতে |
সঠিক উত্তর: (ক)
২৫. |
‘সূর্য করে’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
সূর্যের আলোতে |
Ο খ) |
সূর্যের উত্তাপে |
Ο গ) |
সূর্যের আকার |
Ο ঘ) |
সূর্য বহ্নিতে |
সঠিক উত্তর: (ক)
২৬. |
‘প্রাণ’ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত? |
Ο ক) |
প্রাণের |
Ο খ) |
মানুষের |
Ο গ) |
প্রকৃতির |
Ο ঘ) |
সৃষ্টির |
সঠিক উত্তর: (ক)
২৭. |
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? |
Ο ক) |
ঢাকায় |
Ο খ) |
কলকাতায় |
Ο গ) |
মাদ্রাজে |
Ο ঘ) |
লন্ডনে |
সঠিক উত্তর: (খ)
২৮. |
কবি সুন্দর ভুবন ছেড়ে মরতে চায় না কেন? |
Ο ক) |
ধন সম্পত্তি পাওয়ার লোভে |
Ο খ) |
যশ-খ্যাতি পাওয়ার জন্য |
Ο গ) |
মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলে |
Ο ঘ) |
সৃজনশীল কর্ম রচনা করবে বলে |
সঠিক উত্তর: (গ)
২৯. |
‘প্রাণ’ কবিতায় কবি নিজের সৃষ্টিকর্মকে কীসের সাথে তুলনা করেছেন? |
Ο ক) |
পৃথিবীর |
Ο খ) |
মানুষের |
Ο গ) |
ফুলের |
Ο ঘ) |
প্রকৃতির |
সঠিক উত্তর: (গ)
৩০. |
রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন - |
Ο ক) |
২৫ বৈশাখ |
Ο খ) |
১১ জ্যৈষ্ঠ |
Ο গ) |
২২ শ্রাবণ |
Ο ঘ) |
২০ ফাল্গুন |
সঠিক উত্তর: (গ)
৩১. |
‘প্রাণ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হযেছে? |
Ο ক) |
মানসী |
Ο খ) |
সোনার তরী |
Ο গ) |
বলাকা |
Ο ঘ) |
কড়ি ও কোমল |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
কবি কীসের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে চান না? |
Ο ক) |
অসহায় শিশুর |
Ο খ) |
দুঃখী মানুষের |
Ο গ) |
জগতের |
Ο ঘ) |
মানব শিশুর |
সঠিক উত্তর: (গ)
৩৩. |
‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ - এখানে আমি কে? |
Ο ক) |
জগতের মানুষ |
Ο খ) |
কবি স্বয়ং |
Ο গ) |
কাল্পনিক চরিত্র |
Ο ঘ) |
স্বতন্ত্র প্রকৃতি |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন - i. দৃঢ় সংকল্প ii. খ্যাতির আকাঙ্ক্ষা iii. শুভকর্ম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন; কবি তেমনি তৈরি করতে চান - |
Ο ক) |
গল্প |
Ο খ) |
সংগীত |
Ο গ) |
প্রবন্ধ |
Ο ঘ) |
নাটক |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
কবি-সাহিত্যিকরা সবার নিকট আদৃত হন - i. প্রেমের উপাখ্যান রচনার মাধ্যমে ii. মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে iii. ঐতিহাসিক নাটক সৃষ্টির মাধ্যমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭. |
কবি তাঁর সৃষ্টিকে কখন গ্রহণ করতে বলেছেন? i. যখন তাতে মানুষের কথা থাকবে ii. যথন তা তাদের ভালো লাগবে iii. যখন তা বোদ্ধাশ্রেণির পছন্দ হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
কোন কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? |
Ο ক) |
মীর মশাররফ হোসেন |
Ο খ) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
Ο ঘ) |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
‘তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই’ পঙক্তিতে প্রকাশ পেয়েছে - |
Ο ক) |
মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা |
Ο খ) |
খ্যাতি লাভের তীব্র কামনা |
Ο গ) |
মানুষের প্রতি ভালোবাসা |
Ο ঘ) |
পৃথিবীর প্রতি ভালোবাসা |
সঠিক উত্তর: (ক)
৪০. |
‘কীর্তিমানের মৃত্যু নাই’ - এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার? |
Ο ক) |
কপোতাক্ষ নদ |
Ο খ) |
প্রাণ |
Ο গ) |
অন্ধবধূ |
Ο ঘ) |
মানুষ |
সঠিক উত্তর: (খ)
৪১. |
‘প্রাণ’ কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন - |
Ο ক) |
সম্পর্কের মাধ্যমে |
Ο খ) |
সৃষ্টির মাধ্যমে |
Ο গ) |
সুরের মাধ্যমে |
Ο ঘ) |
স্মৃতির মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৪২. |
‘মানবের মাঝে আমি বাঁচিবার চাই’ বাক্যটি দ্বারা বোঝায় - i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে iii. শরীর-মনে বেঁচে থাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত? |
Ο ক) |
ধরায় |
Ο খ) |
সাগরে |
Ο গ) |
আকাশে |
Ο ঘ) |
বাতাসে |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
‘প্রাণ’ কবিতার লেখক কে? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
যতীন্দ্রমোহন বাগচী |
Ο গ) |
কাজী নজরুল ইসলাম |
Ο ঘ) |
জীবনানন্দ দাশ |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
‘জীবন্ত হৃদয়’ বলতে বুঝানো হয়েছে - i. মানুষের হৃদয় ii. পশুর হৃদয় iii. পাখির হৃদয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
‘ঠাঁই’ শব্দ দ্বারা বোঝায় - |
Ο ক) |
স্থির |
Ο খ) |
ঠিক |
Ο গ) |
স্থান |
Ο ঘ) |
অমরত্ব |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব? |
Ο ক) |
কবি হয়ে |
Ο খ) |
শুভকর্ম করে |
Ο গ) |
ধনী হয়ে |
Ο ঘ) |
গান গেয়ে |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
‘প্রাণ’ কবিতাটির শেষ চরণ কোনটি? |
Ο ক) |
নব নব সংগীতের কুসুম ফুটাই |
Ο খ) |
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় |
Ο গ) |
যদি গো রচিতে পারি অমর - আলয় |
Ο ঘ) |
জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
‘সংগীতের কুসুম’ বলতে কবি কী বুঝিয়েছেন? |
Ο ক) |
সৃষ্টির বৈচিত্র্য |
Ο খ) |
নিজের গান |
Ο গ) |
সংগীতের সুর |
Ο ঘ) |
গানের বৈচিত্র্য |
সঠিক উত্তর: (ক)
৫০. |
‘প্রাণ’ কবিতার চরণ সংখ্যা কত? |
Ο ক) |
১২ |
Ο খ) |
১৪ |
Ο গ) |
১৬ |
Ο ঘ) |
১৮ |
সঠিক উত্তর: (খ)
৫১. |
‘প্রাণ’ কবিতায় কবির আকুতি হচ্ছে - i. মানুষের মনে বেঁচে থাকা ii. নিজের অস্তিত্বকে অম্লান রাখা iii. আত্মিক প্রশান্তি লাভ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫২. |
‘লভি’ শব্দের যথার্থ অর্থ কোনটি? |
Ο ক) |
লাভ করি |
Ο খ) |
লোভী |
Ο গ) |
কুসুমাস্তীর্ণ |
Ο ঘ) |
অনুভূতি |
সঠিক উত্তর: (ক)
৫৩. |
কবি-সাহিত্যিকদের রচনা সৃজনশীল না হলে সবার নিকট তা হবে - i. আদৃত ii. আবৃত iii. অনাদৃত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫৪. |
বেঁচে থাকার তীব্র বাসনাই কবিকে অনুপ্রাণিত করেছে - i. সত্যকে অস্বীকার করায় ii. হৃদয় আবেগ দিয়ে সংগীত রচনায় iii. মানব হৃদয়ে আসন প্রতিষ্ঠায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
‘ভুবন’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
জীবন |
Ο খ) |
পৃথিবী |
Ο গ) |
ধর্ম |
Ο ঘ) |
স্বর্গ |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
‘প্রাণ’ কবিতাটির কথক কে? |
Ο ক) |
মানুষ |
Ο খ) |
দুঃখী মানব |
Ο গ) |
সুখী মানব |
Ο ঘ) |
কবি নিজে |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
‘প্রাণ’ কবিতার চরণান্তের মিলবিন্যাস কীরূপ? |
Ο ক) |
প্রতি চরণে |
Ο খ) |
প্রতি দুই চরণে |
Ο গ) |
প্রতি চরণ পর |
Ο ঘ) |
প্রতি স্তবকে |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
প্রাণের খেলা সর্বদা কল্লোলিত হয় কোথায়? |
Ο ক) |
হৃদয় মাঝে |
Ο খ) |
ধরার বুকে |
Ο গ) |
মানবের বুকে |
Ο ঘ) |
তরঙ্গ মাঝে |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী? |
Ο ক) |
দ্বারকনাথ ঠাকুর |
Ο খ) |
দেবেন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) |
সত্যেন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) |
অবনীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ক)
৬০. |
‘যদি গো রচিতে পারি অমর-আলয়’ - বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে? |
Ο ক) |
নির্ভয় |
Ο খ) |
আকাঙ্ক্ষা |
Ο গ) |
দুরন্তপনা |
Ο ঘ) |
আসক্তি |
সঠিক উত্তর: (খ)
৬১. |
‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক’ - উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ হলো - i. মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ii. তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই iii. ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬২. |
বাংলা সাহিত্যের কোন শাখায় রবীন্দ্রনাথের সমৃদ্ধশালী প্রভাব রয়েছে? |
Ο ক) |
কাব্য ও উপন্যাস |
Ο খ) |
ছোটগল্প ও নাটক |
Ο গ) |
প্রবন্ধ ও গান |
Ο ঘ) |
উল্লিখিত সকল শাখায় |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
‘প্রাণ’ কবিতায় কবি কীসের কুসুম ফোটাতে চান? |
Ο ক) |
গানের |
Ο খ) |
কবিতার |
Ο গ) |
গল্পের |
Ο ঘ) |
ভালোবাসর |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
‘বিরহ মিলন কত হাসি-অশ্রুময়।’ এখানে ‘বিরহ মিলন’ হলো - |
Ο ক) |
সমার্থক শব্দ |
Ο খ) |
প্রতিশব্দ |
Ο গ) |
বিপরীতার্থক শব্দ |
Ο ঘ) |
সন্ধিগঠিত শব্দ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখাপড়ার জন্য পাঠানো হয় - i. ওরিয়েন্টাল সেমিনারিতে ii. নর্মাল স্কুলে iii. বেঙ্গল একাডেমীতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৬. |
‘যোগাযোগ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? |
Ο ক) |
কাব্য |
Ο খ) |
নাটক |
Ο গ) |
গল্প |
Ο ঘ) |
উপন্যাস |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
‘প্রাণ’ কবিতায় মানুষের কী নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন? |
Ο ক) |
টাকা-পয়সা |
Ο খ) |
জীবন |
Ο গ) |
সুখ-দুঃখ |
Ο ঘ) |
সহযোগিতা |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন - i. কবি ও কথাসাহিত্যিক ii. দার্শনিক ও শিক্ষাবিদ iii. সুরকার ও অভিনেতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’ এখানে কবি মরতে চান না কেন? |
Ο ক) |
অসমাপ্ত কাজ শেষ হয় নি বলে |
Ο খ) |
পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে |
Ο গ) |
মৃত্যুকে তিনি ভয় পান বলে |
Ο ঘ) |
চিরদিন মানুষকে বালোবাসব বলে |
সঠিক উত্তর: (খ)
৭০. |
“আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে” - এর সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? |
Ο ক) |
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে |
Ο খ) |
নব নব সংগীতের কুসুম ফুটাই |
Ο গ) |
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত |
Ο ঘ) |
তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
‘ঘরে বাইরে’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের - |
Ο ক) |
গল্প |
Ο খ) |
কবিতা |
Ο গ) |
উপন্যাস |
Ο ঘ) |
গল্প |
সঠিক উত্তর: (গ)
৭২. |
‘প্রাণ’ কবিতায় কবি সুন্দর ভুবনে মরতে চান না কেন? |
Ο ক) |
মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছন বলে |
Ο খ) |
সম্পত্তি পাওয়ার লোভে |
Ο গ) |
খ্যাতি পাওয়ার আশায় |
Ο ঘ) |
সৃষ্টির সম্ভার সমৃদ্ধ করার আশায় |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
‘প্রাণ’ কবিতায় ‘তোমরা’ বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? |
Ο ক) |
কিশোরদের |
Ο খ) |
নবীনদের |
Ο গ) |
মানবজাতিকে |
Ο ঘ) |
আত্মীয়স্বজনদের |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আসে কোন বিষয়ে? |
Ο ক) |
পদার্থবিজ্ঞানে |
Ο খ) |
রসায়নবিজ্ঞানে |
Ο গ) |
অর্থনীতিতে |
Ο ঘ) |
সাহিত্যে |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
‘তা যদি না পরি’- উক্তিটিতে প্রকাশ পেয়েছে - |
Ο ক) |
অবিশ্বাস |
Ο খ) |
হতাশা |
Ο গ) |
সংশয় |
Ο ঘ) |
প্রত্যয় |
সঠিক উত্তর: (গ)
৭৬. |
ধরায় প্রাণের খেলা কীরূপ? |
Ο ক) |
চিরঅম্লান |
Ο খ) |
চিরজাগরূক |
Ο গ) |
চিরঅশ্রুময় |
Ο ঘ) |
চিরতরঙ্গিত |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
‘প্রাণ’ কবিতার মতো মর্ত্যপ্রীতি প্রবল যে চরণে - i. এবার আমারে লহ করুণা করে ii. যেতে আমি দিব না তোমায়, কহিছেন জননী জাহ্নবীর তীরে iii. ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
‘অমর আলয়’ শব্দটি ব্যবহৃত হয়েছে - |
Ο ক) |
অমরত্ব বোঝাতে |
Ο খ) |
সুন্দর বাড়ি বোঝাতে |
Ο গ) |
অমর সৃষ্টি বোঝাতে |
Ο ঘ) |
হৃদয়ের সৌন্দর্য বোঝাতে |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
‘জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই! পঙক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির - i. আকুতি ii. প্রার্থনা iii. উচ্ছ্বাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮০. |
ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথ কত বছর ইংল্যান্ডে ছিলেন? |
Ο ক) |
দেড় বছর |
Ο খ) |
দুই বছর |
Ο গ) |
আড়াই বছর |
Ο ঘ) |
তিন বছর |
সঠিক উত্তর: (ক)
৮১. |
‘প্রাণ’ কবিতায় ব্যবহৃত শব্দ হচ্ছে - i. বিরহ মিলন ii. সুখ দুঃখ iii. মরা বাঁচা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
‘প্রাণ’ কবিতায় কোনটি ধরা পড়েছে? |
Ο ক) |
দার্শনিকতা |
Ο খ) |
মর্ত্যপ্রীতি |
Ο গ) |
ঐতিহ্যপ্রীতি |
Ο ঘ) |
সত্যানুসন্ধান |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
‘প্রাণ’ কবিতায় কবি তাঁর ফোটানো ফুলগুলো কখন ফেলে দিতে বলেছেন? |
Ο ক) |
শুকিয়ে গেলে |
Ο খ) |
সাঁঝের বেলায় |
Ο গ) |
ঘোর নিশিতে |
Ο ঘ) |
ঊষা লগ্নে |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
‘প্রাণ’ কবিতায় কবি নব নব কী ফোটাতে চেয়েছেন - |
Ο ক) |
কুসুম |
Ο খ) |
গল্প |
Ο গ) |
কবিতা |
Ο ঘ) |
গান |
সঠিক উত্তর: (ক)
৮৫. |
‘প্রাণ’ কবিতার প্রথম দুটি চরণে ফুটে উঠেছে - |
Ο ক) |
আকাঙ্ক্ষা |
Ο খ) |
উদ্দীপনা |
Ο গ) |
বীতস্পৃহা |
Ο ঘ) |
হতাশা |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
মানবের সুখে-দুঃখে কবি কী গেঁথে চলেছেন? |
Ο ক) |
অশ্রুমালা |
Ο খ) |
সংগীত |
Ο গ) |
ফুলের মালা |
Ο ঘ) |
অলংকার |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
‘প্রাণ কবিতায় ‘ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত’ বলতে কী বোঝ? |
Ο ক) |
প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে |
Ο খ) |
প্রিয় খেলাধুলা পৃথিবীতে বিদ্যমান |
Ο গ) |
জীবজন্তু, পশুপাখি সবকিছুই বোঝানো হয়েছে |
Ο ঘ) |
প্রকৃতির অপার লীলা রহস্য |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
‘প্রাণ’ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছেন তাঁর - |
Ο ক) |
সৃষ্টির মাধ্যমে |
Ο খ) |
ভালোবাসার মাধ্যমে |
Ο গ) |
আচরণের মাধ্যমে |
Ο ঘ) |
স্থাপত্যের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
‘প্রাণ’ কবিতায় কবি কত দিন মানব হৃদয়ে স্থান পেতে চান? |
Ο ক) |
এক শতাব্দী |
Ο খ) |
দুই শতাব্দী |
Ο গ) |
অনন্তকাল |
Ο ঘ) |
ক্ষণিক সময় |
সঠিক উত্তর: (গ)
৯০. |
‘প্রাণ’ কবিতায় মানুষের প্রতি কবির প্রকাশ ঘটেছে - i. সংগ্রামের ii. গভীর মমতার iii. ভালোবাসার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯১. |
কবির বেঁচে থাকাটা আসলে - |
Ο ক) |
শারীরিকভাবে টিকে থাকা |
Ο খ) |
অশরীরী বেঁচে থাকা |
Ο গ) |
মরণের নামান্তর |
Ο ঘ) |
বেঁচে থাকা নয় |
সঠিক উত্তর: (খ)
৯২. |
‘প্রাণ’ কবিতায় কবি বাঁচতে চান - |
Ο ক) |
উপভোগের জন্য |
Ο খ) |
আনন্দের জন্য |
Ο গ) |
সৃষ্টির জন্য |
Ο ঘ) |
ত্যাগের জন্য |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
‘নব’ শব্দের সঠিক অর্থ কোনটি? |
Ο ক) |
নূতন |
Ο খ) |
আধুনিক |
Ο গ) |
বড় |
Ο ঘ) |
ভিন্ন |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
‘প্রাণ’ কবিতায় কবির সংগীত রচনার উদ্দেশ্য হলো - |
Ο ক) |
মানুষের মনে আনন্দ দান করা |
Ο খ) |
মানুষের মনে স্থান পাওয়া |
Ο গ) |
মানুষের মনকে পুলকিত করা |
Ο ঘ) |
মানুষের মনকে সমৃদ্ধ করা |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
‘গাঁথিয়া’ শব্দের চলিত রূপ কোনটি? |
Ο ক) |
গেঁথে |
Ο খ) |
গাঁথা |
Ο গ) |
গাঁথিয়াছি |
Ο ঘ) |
গেঁথেছি |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন ইংল্যান্ডে পাঠানো হয়? |
Ο ক) |
ব্যারিস্টারি পড়ার জন্য |
Ο খ) |
কলেজে পড়ার জন্য |
Ο গ) |
শিল্পকলা চর্চার জন্য |
Ο ঘ) |
ইতিহাস পড়ার জন্য |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিতে স্থান দিতে চান মানবজীবনের - i. সুখ ii. দুঃখ iii. ভালোবাসা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
‘প্রাণ’ কবিতাটি মূলত - |
Ο ক) |
অভিলাষমূলক |
Ο খ) |
আহবানমূলক |
Ο গ) |
প্রশস্তিমূলক |
Ο ঘ) |
উদ্দীপনামূলক |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? |
Ο ক) |
চোখের বালি |
Ο খ) |
গোরা |
Ο গ) |
ঘরে বাইরে |
Ο ঘ) |
যোগাযোগ |
সঠিক উত্তর: (খ)
১০০. |
এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? |
Ο ক) |
রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) |
অমর্ত্য সেন |
Ο গ) |
কেনজাবুরো ওয়ে |
Ο ঘ) |
মো. ইয়ান |
সঠিক উত্তর: (ক)
১০১. |
‘তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই।’ - এখানে ‘তোমাদের’ বলতে বুঝানো হয়েছে - |
Ο ক) |
শ্রমজীবী মানুষ |
Ο খ) |
আত্মীয়স্বজন |
Ο গ) |
সর্বসাধারণ |
Ο ঘ) |
অভিজাতশ্রেণি |
সঠিক উত্তর: (গ)
১০২. |
‘তুলিবে’ শব্দের চলিত রূপ কোনটি? |
Ο ক) |
তুলবে |
Ο খ) |
তুলেছে |
Ο গ) |
তুলছে |
Ο ঘ) |
তুলিতেছে |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কী প্রয়োজন? |
Ο ক) |
দৃঢ় সংকল্প |
Ο খ) |
টাকা-পয়সা |
Ο গ) |
সম্মান |
Ο ঘ) |
শক্তি |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
নিচের কোন শব্দটি ‘কুসুম’ শব্দের সমার্থক শব্দ নয়? |
Ο ক) |
ফুল |
Ο খ) |
প্রসূণ |
Ο গ) |
কোমল |
Ο ঘ) |
পুষ্প |
সঠিক উত্তর: (গ)
১০৫. |
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখার দক্ষ রূপকার হয়ে ওঠে - i. স্বীয় সাধনায় ii. সৃজনশীলতায় iii. আত্মপ্রচেষ্টায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৬. |
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মানুষের কোন জিনিসটিকে ঠিকভাবে স্থান দিতে চেয়েছেন? |
Ο ক) |
ভালোবাসা |
Ο খ) |
হর্ষ-পুলক |
Ο গ) |
সুখ-দুঃখ |
Ο ঘ) |
বিষাদ-যন্ত্রণা |
সঠিক উত্তর: (গ)
১০৭. |
কবি অমর সৃষ্টি রচনা করতে না পারলেও কী আশা করেন? |
Ο ক) |
মানুষের মাঝে ঠাঁই |
Ο খ) |
সংগতি |
Ο গ) |
অর্থ |
Ο ঘ) |
রাজ্য |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
জগতের মানুষের মধ্যে অমরত্ব লাভের জন্য কী প্রয়োজন? |
Ο ক) |
টাকাপয়সা |
Ο খ) |
ঐশ্বরিক শক্তি |
Ο গ) |
রাজ ক্ষমতা |
Ο ঘ) |
দৃঢ় সংকল্প |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে?’ - এই দার্শনিক সত্যকে অকিক্রমণের চেষ্টা আছে যে চরণে - i. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ii. তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই iii. জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১০. |
‘কানন’ শব্দের অর্থ কী? |
Ο ক) |
বাগান |
Ο খ) |
অম্বর |
Ο গ) |
পুষ্প |
Ο ঘ) |
অরণ্য |
সঠিক উত্তর: (ক)
১১১. |
পৃথিবীর বুকে প্রাণের খেলা কেমন? |
Ο ক) |
চির অমর |
Ο খ) |
চির তরঙ্গিত |
Ο গ) |
চির বেদনাময় |
Ο ঘ) |
চির রঙিন |
সঠিক উত্তর: (খ)
১১২. |
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
৭ই আগস্ট |
Ο খ) |
৭ই মে |
Ο গ) |
৭ই জুন |
Ο ঘ) |
৭ই মার্চ |
সঠিক উত্তর: (খ)
১১৩. |
কবি মানব হৃদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন? |
Ο ক) |
ভালোবেসে |
Ο খ) |
সৃষ্টির মাধ্যমে |
Ο গ) |
ফুল ফুটিয়ে |
Ο ঘ) |
সংগীতের সাহায্যে |
সঠিক উত্তর: (খ)
১১৪. |
‘হাসিমুখে নিয়ো ফুল’ বলতে কী বুঝানো হয়েছে? |
Ο ক) |
কবির সৃষ্টিকর্মকে আগ্রহ ভরে গ্রহণ করতে বলেছেন |
Ο খ) |
ফুল তোলার সময় হাসিমুখে থাকতে বলেছেন |
Ο গ) |
ফুলের মতো কবিকে ভালোবাসতে বলেছেন |
Ο ঘ) |
ফুলের হাসিতে হাসতে বলেছেন |
সঠিক উত্তর: (ক)
১১৫. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
১২৫৮ |
Ο খ) |
১২৬২ |
Ο গ) |
১২৬৮ |
Ο ঘ) |
১২৭২ |
সঠিক উত্তর: (গ)
১১৬. |
জীবন্ত হৃদয় মাঝে কবি কীসের প্রত্যাশা করেন? |
Ο ক) |
স্থান পাওয়ার |
Ο খ) |
ছবি আঁকার |
Ο গ) |
গান গাওয়ার |
Ο ঘ) |
খেলা করার |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
‘অমর-আলয়’ - কথাটিতে ‘অমর’ কোন পদের প্রয়োগ? |
Ο ক) |
বিশেষ্য পদ |
Ο খ) |
বিশেষণ পদ |
Ο গ) |
অব্যয় পদ |
Ο ঘ) |
ক্রিয়া পদ |
সঠিক উত্তর: (খ)
১১৮. |
পৃথিবীকে প্রাণের খেলা চলছে - i. মিলন বিরহে ii. হাসি আর গানে iii. হাসি আর কান্নায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
‘প্রাণ’ কবিতায় ‘তোমারা তুলিবে বলে সকাল বিকাল নব নব সংগীতের কুসুম ফুটাই’ পঙক্তি দ্বারা কী বোঝায়? |
Ο ক) |
মানবের জন্যই কবির নতুন নতুন সৃষ্টি |
Ο খ) |
মানুষের কথা ভেবে কবি ফুল ফোটাচ্ছেন |
Ο গ) |
মানুষ যখন ফুল তুলবে কবি তখন গান শোনাবেন |
Ο ঘ) |
ফুলের সৌরভের মতো বিলাবেন সংগীতের সুর |
সঠিক উত্তর: (ক)
১২০. |
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বদরবারে গৌরবের আসনে অধিষ্ঠিত হওয়ার যথার্থ কারণ হিসেবে সমর্থনযোগ্য - i. সাহিত্যের সকল শাখার সার্থক রূপকার ii. বাল্যকালে কবিপ্রতিভার উন্মেষ iii. নোবেল পুরস্কারপ্রাপ্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২১. |
‘প্রাণ’ কবিতায় কবি কীভাবে ফুল নিতে বলেছেন? |
Ο ক) |
হাসি মুখে |
Ο খ) |
কষ্ট পেয়ে |
Ο গ) |
ব্যথা পেয়ে |
Ο ঘ) |
আঘাত পেয়ে |
সঠিক উত্তর: (ক)
১২২. |
মানুষের মৃত্যুর পর কী বেঁচে থাকে? |
Ο ক) |
দেহ |
Ο খ) |
চোখ |
Ο গ) |
কর্ম |
Ο ঘ) |
ভালোবাসা |
সঠিক উত্তর: (গ)
১২৩. |
‘প্রাণ’ কবিতায় ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় - এখানে কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
তাঁর রচনার আবেদন ফুরিয়ে গেলে তখন ফেলে দিতে বলেছেন |
Ο খ) |
শুকিয়ে যাওয়া ফুল ফেলে দিতে বলেছেন |
Ο গ) |
শুকনো ফুল কোনো কাজে লাগে না বলে ফেলে দিতে বলেছেন |
Ο ঘ) |
মানুষেরা শুকনো ফুলের মূল্য বোঝে না বলে ফেলে দিতে বলেছেন |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
‘প্রাণ’ কবিতায় কবি নব নব সংগীত রচনা করতে চান কেন? |
Ο ক) |
সুরের মূর্ছনা ছড়াতে |
Ο খ) |
অমরতা লাভ করতে |
Ο গ) |
খ্যাতি অর্জনের জন্য |
Ο ঘ) |
মানুষ গাইবে বলে |
সঠিক উত্তর: (ঘ)
১২৫. |
‘কানন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? |
Ο ক) |
গগন |
Ο খ) |
অম্বর |
Ο গ) |
বাগান |
Ο ঘ) |
সরোবর |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
জগতে সৎ ও শুভ কর্ম করলে কী পাওয়া যায়? |
Ο ক) |
অমরত্ব |
Ο খ) |
রাজত্ব |
Ο গ) |
মণিমুক্তা |
Ο ঘ) |
মূল্যবান অলংকার |
সঠিক উত্তর: (ক)
১২৭. |
কবির বিশ্বাস পৃথিবীর নরনারীর সুখ-দুঃখ-বিরহ যদি ঠিকভাবে তাঁর সৃষ্টিতে ঠাঁই পায়, তবে তিনি হতে পারবেন - |
Ο ক) |
অমর |
Ο খ) |
সম্মানীয় |
Ο গ) |
সম্রাট |
Ο ঘ) |
খ্যাতিমান |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণির রচনা? |
Ο ক) |
নাটক |
Ο খ) |
উপন্যাস |
Ο গ) |
গল্প |
Ο ঘ) |
প্রবন্ধ |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
‘প্রাণ’ কবিতার দার্শনিকতায় প্রাধান্য পেয়েছে - i. অতীতমুখিতা ii. জীবনের প্রতি আসক্তি iii. বেঁচে থাকার আকুতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩০. |
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন তারিখে জন্মগ্রহণ করেন? |
Ο ক) |
২৫শে বৈশাখ |
Ο খ) |
২৩শে ফাল্গুন |
Ο গ) |
২৫শে আশ্বিন |
Ο ঘ) |
৬ই ভাদ্র |
সঠিক উত্তর: (ক)
১৩১. |
কবি বাঁচতে চান - i. এই সূর্যকরে ii. এই পুষ্পিত কাননে iii. জীবন্ত হৃদয় মাঝে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন? |
Ο ক) |
স্বর্গে |
Ο খ) |
পৃথিবীতে |
Ο গ) |
পুষ্পিত কাননে |
Ο ঘ) |
মানুষদের মাঝে |
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. |
‘প্রাণ’ কবিতার ভাষারীতি কী? |
Ο ক) |
সাধু |
Ο খ) |
চলিত |
Ο গ) |
আঞ্চলিক |
Ο ঘ) |
মিশ্র |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
লেখক মানুষের মন জয় করতে চান কীসে? |
Ο ক) |
ভালোবাসা দিয়ে |
Ο খ) |
সাহিত্যকর্ম দিয়ে |
Ο গ) |
সমাজ উন্নয়নের মাধ্যমে |
Ο ঘ) |
রাজনীতি করে |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ? |
Ο ক) |
কৃষ্ণকুমারী |
Ο খ) |
গৃহদাহ |
Ο গ) |
বিষবৃক্ষ |
Ο ঘ) |
গোরা |
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. |
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? |
Ο ক) |
রবি সিংহ |
Ο খ) |
বীরবল |
Ο গ) |
বনফুল |
Ο ঘ) |
ভানুসিংহ |
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. |
কবি তাঁর আবেগকে বাস্তব রূপ দিয়েছেন যে চরণে - i. জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ii. যদি গো রচিতে পারি অমর আলয় iii. তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. |
আমাদের এই জগৎ কেমন? |
Ο ক) |
জ্বালা ও যন্ত্রণাময় |
Ο খ) |
সুন্দর ও আকর্ষণীয় |
Ο গ) |
দুঃখ ও হতাশার |
Ο ঘ) |
বিষাদ ও অশান্তির |
সঠিক উত্তর: (খ)
১৩৯. |
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান? |
Ο ক) |
১৭ বছর |
Ο খ) |
১৮ বছর |
Ο গ) |
১৯ বছর |
Ο ঘ) |
২০ বছর |
সঠিক উত্তর: (ক)
১৪০. |
‘তোমরা তুলিবে বলে সাকল বিকাল।’ এখানে ‘সকাল বিকাল’ দ্বারা কী বোঝানো হয়েছে? |
Ο ক) |
সকাল ও বিকালে |
Ο খ) |
মাঝে মধ্যে |
Ο গ) |
প্রয়োজনের সময় |
Ο ঘ) |
সব সময় |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
মানুষের সুখ-দুঃখ কবির রচনায় ঠিকভাবে ঠাঁই না পেলে সে রচনা হয়ে যাবে - |
Ο ক) |
অনাদৃত |
Ο খ) |
আদৃত |
Ο গ) |
সমালোচিত |
Ο ঘ) |
দুর্বল |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। |
১৪২. |
উদ্ধৃতাংশের মূলভাবের সাথে কোন কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য আছে? |
Ο ক) |
মানুষ |
Ο খ) |
ঐকতান |
Ο গ) |
আমার পরিচয় |
Ο ঘ) |
প্রাণ |
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. |
উভয় কবিতার সাদৃশ্যের দিকটি হলো - i. মানবপ্রেম ii. সত্যপ্রীতি iii. ধরণীপ্রীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন