NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : নারী



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : নারী


১.
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কখন
Ο ক) 
১৯১৪ সালে
Ο খ) 
১৯১৬ সালে
Ο গ) 
১৯১৮ সালে
Ο ঘ) 
১৯১৯ সালে

  সঠিক উত্তর: (ঘ)

২.
নিজের তৈরি কারাগারে ভুগে মরবে কে?
Ο ক) 
নারী
Ο খ) 
পুরুষ
Ο গ) 
দাস
Ο ঘ) 
ভগ্নী

  সঠিক উত্তর: (খ)

৩.
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
Ο ক) 
বিয়াল্লিশ
Ο খ) 
তেতাল্লিশ
Ο গ) 
চুয়াল্লিশ
Ο ঘ) 
পঁয়তাল্লিশ

  সঠিক উত্তর: (খ)

৪.
‘নারী’ কবিতায় কবি প্রকাশ করেছেন-
i. নারীর মর্যাদা
ii. মানবতার জয়গান
iii. পুরুষের প্রতি ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫.
‘সাম্য’ বলতে যা বোঝায়-
i. সমতা
ii. আন্তরিক ভালোবাসা
iii. সকলের জন্য সম অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬.
বিজয় লক্ষ্মী নারী কী দিয়েছে?
Ο ক) 
শক্তি ও সাহস
Ο খ) 
প্রেরণা ও শক্তি
Ο গ) 
সাহস ও জ্ঞান
Ο ঘ) 
প্রেরণা ও ভক্তি

  সঠিক উত্তর: (খ)

৭.
বিশ্বের মহান সৃষ্টির পেছনে নারীর অবদান কতটুকু?
Ο ক) 
অর্ধেক
Ο খ) 
এক-চতুর্থাংশ
Ο গ) 
পূর্ণমাত্রায়
Ο ঘ) 
তৃতীয়াংশ

  সঠিক উত্তর: (ক)

৮.
“সে যুগ হয়েছে-।” শূন্যাস্থানে হবে-
Ο ক) 
পর
Ο খ) 
নতুন
Ο গ) 
আধুনিক
Ο ঘ) 
বাসি

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘সে যুগে পরিুষ দাস ছিল না ক, নারীরা আছিল দাসী।’-কার দাসী ছিল?
Ο ক) 
নারীর
Ο খ) 
ধনীদের
Ο গ) 
পুরুষের
Ο ঘ) 
দাসদের

  সঠিক উত্তর: (গ)

১০.
কার চোখে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নেই?
Ο ক) 
‘নারী’ কবিতা রচয়িতার
Ο খ) 
বিজয়-লক্ষ্মী নারীদের
Ο গ) 
মাতা, ভগ্নী ও বধূদের
Ο ঘ) 
কারাগারে বন্ধী পুরুষের

  সঠিক উত্তর: (ক)

১১.
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
Ο ক) 
বিয়াল্লিশ
Ο খ) 
তেতাল্লিশ
Ο গ) 
চুয়াল্লিশ
Ο ঘ) 
পঁয়তাল্লিশ

  সঠিক উত্তর: (খ)

১২.
আমাদের মা, বোন ও স্ত্রীদের ত্যাগে মহিমান্বিত হয়ে আছে-
i. দুনিয়ার বড় বড় জয়
ii. পৃথিবীর বড় বড় অভিযান
iii. মানুষের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘নারী’ কবিতায় কী রূপে নারী প্রেরণা ও শক্তি দিয়েছে?
Ο ক) 
বন্দি
Ο খ) 
মাতা, ভগ্নী বধূ
Ο গ) 
পীড়িত
Ο ঘ) 
বিঝয়-লক্ষ্মী

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই?
Ο ক) 
বোনের সেবা
Ο খ) 
নারীর সিঁথির সিঁদুর
Ο গ) 
ভগ্নির আত্মত্যাগ
Ο ঘ) 
বধূদের আত্মত্যাগ

  সঠিক উত্তর: (খ)

১৫.
নজরুলের বিখ্যাত গ্রন্থ হলো-
Ο ক) 
অগ্নিবীণা
Ο খ) 
বীরাঙ্গনা
Ο গ) 
বনফুর
Ο ঘ) 
সঞ্চয়িতা

  সঠিক উত্তর: (ক)

১৬.
কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
Ο ক) 
আসানসোল
Ο খ) 
দরিরামপুর
Ο গ) 
চুরুলিয়া
Ο ঘ) 
মুরাতিপুর

  সঠিক উত্তর: (গ)

১৭.
নজরুলের কবিতায় কী উচ্চারিত হয়েছে?
Ο ক) 
জন্তুর প্রতি প্রেম
Ο খ) 
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ
Ο গ) 
পল্লির প্রতি মায়া
Ο ঘ) 
সবলের বিরুদ্ধে সংগ্রাম

  সঠিক উত্তর: (খ)

১৮.
কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৯৯
Ο খ) 
১৯১৯
Ο গ) 
১৯৭২
Ο ঘ) 
১৯৭৬

  সঠিক উত্তর: (ক)

১৯.
আজ কীসের ডঙ্কা বেজে উঠেছে?
Ο ক) 
কেউ অভিযানে যাবে না
Ο খ) 
নারীরা বন্দী থাকবে না
Ο গ) 
কেউ রহিবে না বন্দী কাহারও
Ο ঘ) 
নারীরা দাসী মনোভাবপন্ন

  সঠিক উত্তর: (গ)

২০.
‘নারী’ কবিতায় কবি প্রকাশ করেছেন-
i. নারীর মর্যাদা
ii. মানবতার জয়গান
iii. পুরুষের প্রতি ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
পৃথিবীর বিরাজমান পাপ-পূণ্যের জন্য দায়ী কে?
Ο ক) 
শুধু নারী
Ο খ) 
শুধু পুরুষ
Ο গ) 
শুধু হিজড়া
Ο ঘ) 
নারী-পুরুষ

  সঠিক উত্তর: (ঘ)

২২.
‘কেহ রহিবে না বন্দী কাহারও।’-এ বাণী বয়ে কী বেজে উঠেছে?
Ο ক) 
যুদ্ধ
Ο খ) 
ডঙ্কা
Ο গ) 
পীড়া
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (খ)

২৩.
কবি কীসের গান গেয়েছেন?
Ο ক) 
জ্ঞানের
Ο খ) 
নারীর
Ο গ) 
সাম্যের
Ο ঘ) 
আনন্দের

  সঠিক উত্তর: (গ)

২৪.
কাজী নজরুল ইসলাম লিখেছেন-
i. কবিতা ও গান
ii. গল্প ও উপন্যাস
iii. ভাষাবিজ্ঞান ও লোকসাহিত্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৫.
পাপ, তাপ, বেদনা অশ্রূবারি কোথায় এলা?
Ο ক) 
অভিযানে
Ο খ) 
যুগে
Ο গ) 
পীড়নে
Ο ঘ) 
বিশ্বে

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
মাতা, ভগ্নী ও কাদের ত্যাগ বিশ্বের বড় বড় জয় মহীয়ান হয়েছে?
Ο ক) 
বধূদের
Ο খ) 
লক্ষ্মীদের
Ο গ) 
বন্দীদের
Ο ঘ) 
নারীদের

  সঠিক উত্তর: (ক)

২৭.
নিজের তৈরি কারাগারে ভুগে মরবে কে?
Ο ক) 
নারী
Ο খ) 
পুরুষ
Ο গ) 
দাস
Ο ঘ) 
ভগ্নী

  সঠিক উত্তর: (খ)

২৮.
কাজী নজরুল ইসলাম ছিলেন-
i. বাঙালি
ii. বাংলাদেশি
iii. ভারতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলার যে মহকুমায়-
Ο ক) 
আসানসোল
Ο খ) 
সিয়ারসোল
Ο গ) 
দরিরামপুর
Ο ঘ) 
লাভপুর

  সঠিক উত্তর: (ক)

৩০.
পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী-পুরুষের অবদান-
Ο ক) 
সমান
Ο খ) 
অসমান
Ο গ) 
আংশিক সমান
Ο ঘ) 
কিছুটা সমান

  সঠিক উত্তর: (ক)

৩১.
পুরুষকে যুদ্ধ� জয়ে নারী প্রেরণা ছাড়া আর কী দিয়েছে?
Ο ক) 
সাম্য
Ο খ) 
সিঁদুর
Ο গ) 
শক্তি
Ο ঘ) 
পীড়া

  সঠিক উত্তর: (গ)

৩২.
নারীর অবদান ও অংশগ্রহণ রয়েছে-
i. পৃথিবীর মহান সৃষ্টির ক্ষেত্রে
ii. যাবতীয় খারাপ ও অশ্লীল কাজে
iii. চিরমঙ্গলময় অনুষঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৩.
বর্তমান যুগ হলো-
i. সাম্যের যুগ
ii. মানুষের যুগ
iii. বেদনার যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
পুরুষ কার রচিত কারাগারে ভুগবে?
Ο ক) 
নারীর
Ο খ) 
ধনীর
Ο গ) 
নিজের
Ο ঘ) 
দাসীর

  সঠিক উত্তর: (গ)

৩৫.
নজরুল সমাজে মানুষ হিসেবে যাদের বুঝিয়েছেন-
i. নারীদের
ii. পুরুষদের
iii. বুদ্ধিজীবীদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৬.
কাজী নজরুল ইসলাম তার লেখায় কোন শব্দ ব্যবহার কুশলতা দেখিয়েছেন?
Ο ক) 
হিন্দি-ফারসি
Ο খ) 
আরবি-ফারসি
Ο গ) 
বাংলা-উর্দু
Ο ঘ) 
উর্দু-ফারসি

  সঠিক উত্তর: (খ)

৩৭.
সাম্যবাদী মানুষ ‘পুরুষ-মহিলা’ সকলকে কী হিসেবে বিবেচনা করেন?
Ο ক) 
প্রাণী হিসেবে
Ο খ) 
সৃষ্টজীব হিসেবে
Ο গ) 
সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে
Ο ঘ) 
মানুষ হিসেবে

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
বিজলী কোন ধরনের পত্রিকা?
Ο ক) 
দৈনিক
Ο খ) 
সাপ্তাহিক
Ο গ) 
মাসিক
Ο ঘ) 
ত্রৈমাসিক

  সঠিক উত্তর: (খ)

৩৯.
যুদ্ধকে ‘নারী’ কবিতায় কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে?
Ο ক) 
লড়াই
Ο খ) 
রণ
Ο গ) 
সংগ্রাম
Ο ঘ) 
দ্রোহ

  সঠিক উত্তর: (খ)

৪০.
‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ -এটি কার ধর্ম?
Ο ক) 
ধর্মের
Ο খ) 
সাম্যের
Ο গ) 
ন্যায়ের
Ο ঘ) 
যুগের

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
“সে যুগ হয়েছে বাসি।” এখানে সে যুগ হলো-
i. নারী স্বাধীনতার ‍যুগ
ii. নারীদের দাসত্বের যুগ
iii. নারী নির্যাতনের যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪২.
মানব সভ্যতার ক্ষেত্রে নারীর অবদান-
Ο ক) 
অর্ধেক
Ο খ) 
খুবই গুরুত্বপূর্ণ
Ο গ) 
সমান
Ο ঘ) 
পুরুষের সমান

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
‘নারী’ কবিতার ভাবের প্রধান বাহন কী?
Ο ক) 
শ্রেণিসংগ্রাম
Ο খ) 
বৈষম্য
Ο গ) 
সাম্য
Ο ঘ) 
শোষণ

  সঠিক উত্তর: (গ)

৪৪.
যুদ্ধ থেকে ফিরে নজরুল ইসলাম কীসে আত্মনিয়োগ করেন?
Ο ক) 
পড়াশোনায়
Ο খ) 
রাজনীতিতে
Ο গ) 
সাহিত্যচর্চায়
Ο ঘ) 
সাংবাদিকতায়

  সঠিক উত্তর: (গ)

৪৫.
নারী কোথায় সিঁথির সিঁদুর দিল?
Ο ক) 
পীড়নে
Ο খ) 
অভিযানে
Ο গ) 
সামেঃ্য
Ο ঘ) 
রণে

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
‘নারী’ কবিতাটি পড়ে শিক্ষার্থীরা কী শিখবে?
Ο ক) 
নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া
Ο খ) 
নারীর প্রতি অবজ্ঞা করা
Ο গ) 
নারীর প্রতি সহিংস হওয়া
Ο ঘ) 
নারীর প্রতি সমব্যর্থী হওয়া

  সঠিক উত্তর: (ক)

৪৭.
কাজী নজরুল ইসরাম কোন শ্রেণির ছাত্র থাকাকালে যুদ্ধে যোগ দিয়েছিলেন?
Ο ক) 
৭ম
Ο খ) 
৮ম
Ο গ) 
৯ম
Ο ঘ) 
১০ম

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
পুরুষের তরবারি একা জয়ী হয় নি কখন?
Ο ক) 
অভিযানে
Ο খ) 
কোনোকালে
Ο গ) 
ইতিহাসে
Ο ঘ) 
স্মৃতিস্তম্ভে

  সঠিক উত্তর: (খ)

৪৯.
‘পীড়ন’ শব্দটির আভিধানিক অর্থ হলো-
i. অত্যাচার
ii. নির্যাতন
iii. শারীরিক কষ্ট প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
নিচের কোনটি ‘রণ’ শব্দটির ভিন্নার্থক শব্দ?
Ο ক) 
যুদ্ধ
Ο খ) 
ত্যাগ
Ο গ) 
লড়াই
Ο ঘ) 
সংগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৫১.
‘নারী’ কবিতা অবলম্বনে সমাজে নারীকে মুক্তি দিতে পারে যে বিষয়টি-
i. সচেতনতা
ii. শিক্ষা
iii. অধিকার বোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
বাংলা সাহিত্যে ‘হিসেবে পরিচিত কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
সুকান্ত ভট্টাচার্য
Ο গ) 
আহসান হাবীব
Ο ঘ) 
শামসুর রাহমান

  সঠিক উত্তর: (ক)

৫৩.
যুগের ধর্ম কী?
Ο ক) 
যুদ্ধ করা
Ο খ) 
পীড়ন করা
Ο গ) 
শাস্তি পাওয়া
Ο ঘ) 
নীরব থাকা

  সঠিক উত্তর: (গ)

৫৪.
কবি কাজী নজরুর ইসলামের রচনাবলির বৈশিষ্ট্য হলো-
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. অবিচার ও শোষণের বিরোধিতা
iii. পরাধীনতা ও অন্যায়ের প্রতিবাদী সত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
কবি নজরুলকে কোন সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
Ο ক) 
১৯৭৬
Ο খ) 
১৯৭২
Ο গ) 
১৯৭৩
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (খ)

৫৬.
কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
কলকাতায়
Ο গ) 
পাকিস্তানে
Ο ঘ) 
দিল্লিতে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
নজরুলের বিখ্যাত গ্রন্থ হলো-
Ο ক) 
অগ্নিবীনা
Ο খ) 
বীরাঙ্গনা
Ο গ) 
বনফুল
Ο ঘ) 
সঞ্চয়িতা

  সঠিক উত্তর: (ক)

৫৮.
আপনার তৈরি কারাগারে কখন পুরুষ নিজেই ভুগে মরবে?
Ο ক) 
এ যুগে
Ο খ) 
সে যগে
Ο গ) 
পর যুগে
Ο ঘ) 
ধর্ম যুগে

  সঠিক উত্তর: (গ)

৫৯.
‘ডঙ্কা’ শব্দের অর্থ হলো-
Ο ক) 
ঢেলি
Ο খ) 
জয়ঢাক
Ο গ) 
বাজনা
Ο ঘ) 
গান

  সঠিক উত্তর: (খ)

৬০.
কোন কবিতাটি প্রকাশের পর নজরুলের সুনাম ছড়িয়ে পড়ে?
Ο ক) 
অগ্নিবীণা
Ο খ) 
কামাল পাশা
Ο গ) 
বিদ্রোহী
Ο ঘ) 
নারী

  সঠিক উত্তর: (গ)

৬১.
জগতের যত বড় বড় জয় আর বড় বড় কী?
Ο ক) 
তরবারি
Ο খ) 
স্মৃতিস্তম্ভ
Ο গ) 
অভিযান
Ο ঘ) 
সিথির সিঁদুর

  সঠিক উত্তর: (গ)

৬২.
আমার চক্ষে-পুরুষ-রমনী ভেদাভেদ নেই-এই পঙ্‌ক্তিতে নজরুলের কোন চেতনার উম্মেষ ঘটেছে?
Ο ক) 
নারীবাদী
Ο খ) 
মানবতাবাদী
Ο গ) 
সাম্যবাদী
Ο ঘ) 
কল্যাণময়ী

  সঠিক উত্তর: (গ)

৬৩.
বেদনার যুগ, মানুষের যুগ আর কিসের যুগ আজি?
Ο ক) 
অভিযানের
Ο খ) 
কল্যাণের
Ο গ) 
সাম্যের
Ο ঘ) 
দাসত্বের

  সঠিক উত্তর: (গ)

৬৪.
পুরুষের তরবারি ছাড়াও বিজয়েল সাথে যুক্ত রয়েছে-
i. বহু নারীর অনুপ্রেরণা
ii. বহু নারীর অন্ধ আবেগ
iii. অসংখ্য নারীর শক্তি-সাহস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৫.
‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
Ο ক) 
নারী
Ο খ) 
দেশ
Ο গ) 
প্রার্থী
Ο ঘ) 
নদীর স্বপ্ন

  সঠিক উত্তর: (ক)

৬৬.
পাপ, তাপ, বেদনা, অশ্রুবারি কোথায় এলো?
Ο ক) 
অভিযানে
Ο খ) 
যুগে
Ο গ) 
পীড়নে
Ο ঘ) 
বিশ্বে

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে?
Ο ক) 
নারী
Ο খ) 
দেশ
Ο গ) 
প্রার্থী
Ο ঘ) 
নদীর স্বপ্ন

  সঠিক উত্তর: (ক)

৬৮.
পুরুষ দাস ছিল না কেন?
Ο ক) 
অভিযানে যাওয়ায়
Ο খ) 
বীর হওয়ায়
Ο গ) 
পুরুষ শাসিত সমাজ থাকায়
Ο ঘ) 
কৌশল বলে

  সঠিক উত্তর: (গ)

৬৯.
‘সে যুগ হয়েছে বাসি’- এখানে সে যুগ হলো-
i. নারী স্বাধীনতার যুগ
ii. নারীদের দাসত্বের যুগ
iii. নারী নির্যাতনের যুগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘নারী’ কবিতাায় ‘সাম্য’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
সকলের জন্য সম অধিকার
Ο খ) 
সাম্য ও মৈত্রী
Ο গ) 
সবাই সমান
Ο ঘ) 
ভেদাভেদহীন সমাজ

  সঠিক উত্তর: (ক)

৭১.
সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে-
Ο ক) 
শুধু নারীরা মিলে
Ο খ) 
শুধু পুরুষেরা মিলে
Ο গ) 
নারী ও শিশু মিলে
Ο ঘ) 
নারী ও পুরুষ মিলে

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
পুরুষ দাস ছিল না কেন?
Ο ক) 
কৌশল বলে
Ο খ) 
বীর হওয়ায়
Ο গ) 
অভিযানে যাওয়ায়
Ο ঘ) 
পুরুষ শাসিত সমাজ থাকায়

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
যে যুগে নারীরা দাসী ছিল, সে যুগে পুরুষরা ছিল
Ο ক) 
দাস
Ο খ) 
সাহেব
Ο গ) 
মুক্ত
Ο ঘ) 
গোলাম

  সঠিক উত্তর: (গ)

৭৪.
নেতিবাচক যে অনুষঙ্গের সঙ্গেও নারী-পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে-
i. পাপ-তাপ
ii. ব্যথা-বেদনা
iii. নয়ন জল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
কাজী নজরুল ইসলামের জন্ম কান জেলায়?
Ο ক) 
বর্ধমান
Ο খ) 
ময়মনসিংহ
Ο গ) 
বীরভূমি
Ο ঘ) 
বিক্রমপুর

  সঠিক উত্তর: (ক)

৭৬.
বেদনার যুগ, মানুষের যুগ আর কীসের যুগ আজি?
Ο ক) 
অভিযানের
Ο খ) 
কল্যাণের
Ο গ) 
সাম্যের
Ο ঘ) 
দাসত্বের

  সঠিক উত্তর: (গ)

৭৭.
যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা বেশি?
Ο ক) 
ছোটদের সহযোগিতা
Ο খ) 
পুরুষের ঘরকুনো স্বভাব
Ο গ) 
রারীদের অন্ধ আবেগ
Ο ঘ) 
নারীদের অশেষ প্রেরণা

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
সে যুগ হয়েছে বাসি। এখানে বাসি বলতে� কী বোঝানো হয়েছে?
Ο ক) 
গত হওয়া
Ο খ) 
ফিরে আশা
Ο গ) 
পচে যাওয়া
Ο ঘ) 
নষ্ট হওয়া

  সঠিক উত্তর: (ক)

৭৯.
জগতের বড় বড় বিয় ও অভিযান সফলতায় অবদান রয়েছে-
i. মাতার
ii. বোনের
iii. বধূর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকার?
Ο ক) 
ধূমকেতু
Ο খ) 
লাঙল
Ο গ) 
শিখা
Ο ঘ) 
বিজলী

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯১৯
Ο খ) 
১৯৭২
Ο গ) 
১৯৭৫
Ο ঘ) 
১৯৭৬

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
কাজী নজরুল ইসলামের চোখে রমণীর স্বরুপ হলো-
i. বিজয় লক্ষ্মী
ii. প্রেরণাদাত্রী
iii. ত্যাগে মহীয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘নারী’ কবিতায় কার সেবার কথা বলা হয়েছে?
Ο ক) 
ভাইয়ের
Ο খ) 
মাতার
Ο গ) 
বোনের
Ο ঘ) 
পিতার

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নারী কবিতার প্রথম লাইন কোনটি?
Ο ক) 
সে যুগ হয়েছে বাসি
Ο খ) 
যুগের ধর্ম এই
Ο গ) 
সাম্যের গান গাই
Ο ঘ) 
জগতের যগ বড় বড় জয়

  সঠিক উত্তর: (গ)

৮৫.
নারী কবিতায় কবি ‘কল্যাণকর’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
আত্মত্যাগ
Ο খ) 
অভিযান
Ο গ) 
হিতকারী
Ο ঘ) 
অহিতকর

  সঠিক উত্তর: (গ)

৮৬.
বর্তমান সময় প্রবাহ হলো-
Ο ক) 
অন্যায় ও ন্যায়ের
Ο খ) 
সমান ও অসমান লড়াইয়ের
Ο গ) 
সমান অধিকারের
Ο ঘ) 
বৈষম্য ও বিভ্রান্তির

  সঠিক উত্তর: (গ)

৮৭.
যুদ্ধের� ইতিহাসে কার রক্তাদানের কথা লেখা আছে?
Ο ক) 
নরের
Ο খ) 
নারীর
Ο গ) 
মাতার
Ο ঘ) 
বোনের

  সঠিক উত্তর: (ক)

৮৮.
‘নারী’ কবিতায় কবি ‘কল্যাণকর’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
আত্মত্যাগ
Ο খ) 
অভিমান
Ο গ) 
হিতকরী
Ο ঘ) 
অহিতকর

  সঠিক উত্তর: (গ)

৮৯.
‘নারী’ কবিতায় নজরুর কার সমকক্ষ হিসেবে নারীকে তুলনা করেছেন?
Ο ক) 
মায়ের
Ο খ) 
নরের
Ο গ) 
শিশুর
Ο ঘ) 
দেবীর

  সঠিক উত্তর: (খ)

৯০.
কবি সাম্যের গান করেন, কারণ-
i. তিনি সাম্যবাদী বলে
ii. তাঁর কাছে পুরুষ-রমণী ভেদাভেদ নেই বলে
iii. নারীর অবদান পুরুষের সমান বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
গণসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া বীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রুমকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু-টাকা আর তাঁকে দেওয়া হলো এক টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে-এটাই নিয়ম!
৯১.
বিজ্ঞাপিত উদ্দীপকটির সাথে ‘নারী’ কবিতার ভাগত ঐক্যের দিকটি হলো-
i. বৈষম্য
ii. শোষণ
iii. সাম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

৯২.
উদ্দীপকের ভাব নিচের কোন চরণ প্রকাশ পেয়েছে?
Ο ক) 
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধক তার নর
Ο খ) 
কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা, নাই তার পাশে
Ο গ) 
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
Ο ঘ) 
কান কাল একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...