NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-২: জীবনের জন্য পানি


এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-২: জীবনের জন্য পানি


১.
বিশুদ্ধ পানিতে কোনটি যোগ করলে তা তড়িৎ পরিবহন করে?
Ο ক) 
এসিড
Ο খ) 
কপার
Ο গ) 
গন্ধক
Ο ঘ) 
সাদা বর্ণযুক্ত

  সঠিক উত্তর: (ক)

২.
পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ শতকরা কতভাগ?
Ο ক) 
৯৭
Ο খ) 
৭৯
Ο গ) 
৭৫
Ο ঘ) 
৯০

  সঠিক উত্তর: (ক)

৩.
গৃহস্থালীর বর্জ্য পদার্থ সাধারণত কতদিন পর পচতে থাকে?
Ο ক) 
১-২ দিন
Ο খ) 
২-৩ দিন
Ο গ) 
১-৩ দিন
Ο ঘ) 
২-৪ দিন

  সঠিক উত্তর: (ক)

৪.
মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) 
৫০-৮০ ভাগ
Ο খ) 
৬৫-৭৫ ভাগ
Ο গ) 
৬০-৮০ ভাগ
Ο ঘ) 
৬০-৯০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৫.
মরা নদী হচ্ছে-
i. করতোয়া
ii. বিবিয়ানা
iii. শাখা বরাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কোন পর্দাটি পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না?
Ο ক) 
গোবর
Ο খ) 
সীসা
Ο গ) 
চিনি
Ο ঘ) 
গ্লুকোজ

  সঠিক উত্তর: (খ)

৭.
কোন তারিখে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের কনভেনশন অনুষ্ঠিত হয়?
Ο ক) 
২১ আগস্ট
Ο খ) 
২১ মে
Ο গ) 
২৫ জুলাই
Ο ঘ) 
২৫ সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (খ)

৮.
বৈশ্বিক উষ্ণতার ফলে-
i. বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায়
ii. বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন পরিবর্তন হয়
iii. মিঠাপানির উৎস লবণাক্ত বেড়ে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯.
সাধারণত নদ-নদীর পানি কী প্রকৃতির হয়?
Ο ক) 
অম্লীয়
Ο খ) 
ক্ষারীয়
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
উভধর্মী

  সঠিক উত্তর: (খ)

১০.
চৌকোণাকার, সরু বা তির্যক কোষ প্রান্ত বিশিষ্ট কোষ টিস্যুর বৈশিষ্ট্য?
Ο ক) 
প্যারেনকাইমা
Ο খ) 
কোলেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১১.
নিম্নের কোন দেশটি ভৌগোলিক কারণে বন্যাপ্রবণ একটি দেশ?
Ο ক) 
ফ্রান্স
Ο খ) 
যুক্তরাষ্ট্র
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১২.
পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কোনটি?
Ο ক) 
জলজ উদ্ভিদ
Ο খ) 
জলজ প্রাণী
Ο গ) 
স্থলজ উদ্ভিদ
Ο ঘ) 
স্থলজ প্রাণী

  সঠিক উত্তর: (ক)

১৩.
যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় ঐ তাপমাত্রাকে কী বলে?
Ο ক) 
 স্ফুটনাঙ্ক
Ο খ) 
গলনাঙ্ক
Ο গ) 
পাতন
Ο ঘ) 
পরিস্রাবণ

  সঠিক উত্তর: (ক)

১৪.
পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত?
Ο ক) 
৭০
Ο খ) 
৭৫
Ο গ) 
৮০
Ο ঘ) 
৯০

  সঠিক উত্তর: (খ)

১৫.
ইউরোনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন-
i. তেজস্ক্রিয় পদার্থ
ii. জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী
iii. শ্বাস-প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
পানিবাহিত রোগসমূহ-
i. টাইফয়েড
ii. কলেরা
iii. আমাশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
জলজ উদ্ভিদ জন্মাতো না কোনটি না থাকলে?
Ο ক) 
লবণ
Ο খ) 
পানি
Ο গ) 
এসিড
Ο ঘ) 
ক্ষার

  সঠিক উত্তর: (খ)

১৮.
আব্বাস বাসা-বাড়িতে সহজে ও কম খরচে পানি বিশুদ্ধ করতে চায়। এক্ষেত্রে গ্রহণ করতে হবে-
i.� ১৫-২০ মিনিট পানি স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়
ii.� পানি পাওয়া ব্যায়বহুল
iii.� সহজে ও সাশ্রয়ী মূল্য খাবার পানি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
পানি দূষণের কারণ-
i. নর্দমার আবর্জনা
ii. শিল্পের আবর্জনা
iii. তেজস্ক্রিয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনটি পানির বিশুদ্ধতা পরিমাপে মানদন্ড নয়?
Ο ক) 
পানির গভীরতা
Ο খ) 
পানির লবণাক্ততা
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
pH

  সঠিক উত্তর: (ক)

২১.
কত সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়?
Ο ক) 
১৯৭৫
Ο খ) 
১৯৭৭
Ο গ) 
১৯৮৫
Ο ঘ) 
১৯৮৭

  সঠিক উত্তর: (খ)

২২.
পানিতে pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে-
i. খনিজ পদার্থ বেরিয়ে যায়
ii. অ্যামোনিয়া নিঃসৃত হয়
iii. ক্যালসিয়াম বের হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোনটি পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে?
Ο ক) 
মৃত শ্যাওলা
Ο খ) 
জীবিত শ্যাওলা
Ο গ) 
পানিতে দ্রবীভূত লবণ
Ο ঘ) 
পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ

  সঠিক উত্তর: (ক)

২৪.
আবাদি জমির চারপাশে কী করে পানির দূষণ প্রতিরোধ করা যায়?
Ο ক) 
পুকুর খনন
Ο খ) 
শিল্প কারখানা স্থাপন
Ο গ) 
ইটের ভাটা স্থাপন
Ο ঘ) 
উপরের সবকটি

  সঠিক উত্তর: (ক)

২৫.
বর্জ্য পদার্থ কতদিনের মধ্যে পচতে শুরু করে?
Ο ক) 
১-২ দিন
Ο খ) 
৪-৬ দিন
Ο গ) 
২-৩ দিন
Ο ঘ) 
৩-৪ দিন

  সঠিক উত্তর: (ক)

২৬.
পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায় কীভাবে?
Ο ক) 
পানির তাপমাত্রা বাড়িয়ে
Ο খ) 
পানির তাপমাত্রা কমিয়ে
Ο গ) 
পানিতে ফসফরাস যুক্ত করে
Ο ঘ) 
পানিতে জলজ প্রাণীর সংখ্যা বাড়িয়ে

  সঠিক উত্তর: (খ)

২৭.
পানিতে অ্যামোনিয়া যোগ করলে কোন উৎপন্ন হয়?
Ο ক) 
H
Ο খ) 
NH3
Ο গ) 
NH4
Ο ঘ) 
CI

  সঠিক উত্তর: (গ)

২৮.
বরফ আকারের পানির উৎস হলো-
i. হিমবাহ
ii. গভীর সমুদ্র
iii. তুষার স্রোত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
পানিতে কোনটির উপস্থিতির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়?
Ο ক) 
পারদ
Ο খ) 
আর্সেনিক
Ο গ) 
সিসা
Ο ঘ) 
সিজিয়াম

  সঠিক উত্তর: (গ)

৩০.
জলজ উদ্ভিদ কোন উপায়ে বংশবিস্তার করে?
Ο ক) 
জলজ
Ο খ) 
অঙ্গজ
Ο গ) 
বায়ু মাধ্যমে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৩১.
তাপমাত্রা-
i.পানির একটি গুরুত্বপূর্ণ মানদন্ড
ii. পানিতে স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়
iii. পানিতে স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে জলজ প্রাণীর শারীরবৃত্তীয় কাজে সমস্যার সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
পানিতে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে কোন আয়নটি উৎপন্ন হয়?
Ο ক) 
H2O
Ο খ) 
NH4
Ο গ) 
OH
Ο ঘ) 
CI

  সঠিক উত্তর: (ক)

৩৩.
কততম সম্মেলন হেলসিংকিতে আন্তজার্তিক আইন সমিতি আন্তজার্তিক নদীগুলোর পানির ব্যবহার নিয়ে রিপোর্ট গ্রহণ করেন?
Ο ক) 
৫৫তম
Ο খ) 
৫২তম
Ο গ) 
৫১তম
Ο ঘ) 
৫০তম

  সঠিক উত্তর: (খ)

৩৪.
১ সি.সি পানির ভর কত?
Ο ক) 
১০০০ গ্রাম
Ο খ) 
১০০ গ্রাম
Ο গ) 
১ মিলিগ্রাম
Ο ঘ) 
১ গ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার?
Ο ক) 
৫০ মিলিগ্রাম
Ο খ) 
৪০ মিলিগ্রাম
Ο গ) 
৫ মিলিগ্রাম
Ο ঘ) 
১০ মিলিগ্রাম

  সঠিক উত্তর: (গ)

৩৬.
তাপমাত্রা বেড়ে গেলে বাংলাদেশের কত অংশ বঙ্গোপসাগরের নিচের চলে যাওয়ার সম্ভাবনা আছে?
Ο ক) 
১/৪
Ο খ) 
৩/২
Ο গ) 
১/৩
Ο ঘ) 
৩/৪

  সঠিক উত্তর: (গ)

৩৭.
বয়লারের ক্ষয় সাধনকারী পানি-
i. কৃষিকাজের অনুপযোগী
ii. প্রচুর লবণযুক্ত পানি
iii. সামুদ্রিক পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য-
i.� কান্ড খুব নরম
ii.� শুধু মূলরোম দিয়ে পানি শোষণ করে
iii.� অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৯.
পানিতে তেজস্ক্রিয় পদার্থ আসতে পারে-
i. লঞ্চ, স্টামার থেকে ফেলা বর্জ্যের মাধ্যমে
ii. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানার বর্জ্যে
iii. পারমাণবিক অস্ত্র তৈরির কারখানার বর্জ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০.
নদ-নদীর পানি কিরূপ হয়?
Ο ক) 
এসিডিক
Ο খ) 
ক্ষারীয়
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
সামান্য এসিডিক

  সঠিক উত্তর: (খ)

৪১.
বৃষ্টি হলে নদীর পানি কোন পদার্থ দ্বারা দূষণ কম হয়?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
আয়রন
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
পানির বিশেষ ধর্ম হলো এটি-
i. বেশিরভাগ অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
ii. অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
iii. জৈব ও অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
ভূ-পৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে কোথায় প্রবেশ করে?
Ο ক) 
বায়ুমন্ডলে
Ο খ) 
পুকুরে
Ο গ) 
নদীতে
Ο ঘ) 
ডোবায়

  সঠিক উত্তর: (ক)

৪৪.
জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশের কত অংশ লবণাক্ত পানির নিচে তলিয়ে যেতে পারে?
Ο ক) 
এক-চতুর্থাংশ
Ο খ) 
দুই-তৃতীয়াংশ
Ο গ) 
এক-তৃতীয়াংশ
Ο ঘ) 
দুই-পঞ্চমাংশ

  সঠিক উত্তর: (গ)

৪৫.
আধুনিক প্রযুক্তি মাধ্যমের অধিকাংশ পানির অণু কী আকারে থাকে?
Ο ক) 
পানি
Ο খ) 
ক্লাস্টার
Ο গ) 
ডিম্বাকার
Ο ঘ) 
উপবৃত্তকার

  সঠিক উত্তর: (খ)

৪৬.
ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে কোন পর্দাটি?
Ο ক) 
মারকারী
Ο খ) 
সীসা
Ο গ) 
আর্সেনিক
Ο ঘ) 
নিউইয়র্ক

  সঠিক উত্তর: (ক)

৪৭.
নাব্যতা হ্রাস পাওয়ার কারণ কোনটি?
Ο ক) 
ঘোলা পানি
Ο খ) 
বিশুদ্ধ পানি
Ο গ) 
অবিশুদ্ধ পানি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

৪৮.
কত সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
Ο ক) 
১৯৭৫
Ο খ) 
১৯৭৭
Ο গ) 
১৯৮৫
Ο ঘ) 
১৯৮৭

  সঠিক উত্তর: (ক)

৪৯.
আন্তজার্তিক সমঝোতা চুক্তি কোন আন্তজার্তিক প্রতিষ্ঠান তৈরি করে?
Ο ক) 
ইউনেস্কো
Ο খ) 
ই্উনিসেফ
Ο গ) 
জাতিসংঘ
Ο ঘ) 
ন্যাটো

  সঠিক উত্তর: (গ)

৫০.
পানির ঘনত্ব, কিসের উপর নির্ভরশীল?
Ο ক) 
চাপ
Ο খ) 
তাপ
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
আয়তন

  সঠিক উত্তর: (গ)

৫১.
pH মান খুব কমে গেলে কোনটি বাঁচাতে পারে না?
Ο ক) 
পোনা মাছ
Ο খ) 
রুই মাছ
Ο গ) 
কাতলা মাছ
Ο ঘ) 
ইলিশ মাছ

  সঠিক উত্তর: (ক)

৫২.
জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযোগী নদীর pH এর মান কোনটি হবে?
Ο ক) 
৫-৬ এর কাছাকাছি
Ο খ) 
৬-৮ এর কাছাকাছি
Ο গ) 
৬-৯ এর কাছাকাছি
Ο ঘ) 
৮-৯ এর কাছাকাছি

  সঠিক উত্তর: (খ)

৫৩.
বাংলাদেশে পানি দূষণের প্রতিরোধের কৌশল হচ্ছে-
i. জলাভূমি রক্ষা
ii. জনসচেতনতা বৃদ্ধি
iii. নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
দূষিত পানিতে বিদ্যমান ক্ষতিকর ধাতব পদার্থ হলো-
i.� মারকারি
ii.� সিসা
iii.� আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
নদীতে নাব্যতা হ্রাস পায় কখন?
Ο ক) 
পানির লবণাক্ত বেড়ে গেলে
Ο খ) 
পানির pH অস্বাভাবিক কমে গেলে
Ο গ) 
পানির বর্ণ ও স্বাদ পরিবর্তন হলে
Ο ঘ) 
পানি ঘোলাটে হলে

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
সাতক্ষীরা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
Ο ক) 
দক্ষিণ-পূর্বাঞ্চলে
Ο খ) 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
Ο গ) 
উত্তর-পূর্বাঞ্চলে
Ο ঘ) 
উত্তর-পশ্চিমাঞ্চলে

  সঠিক উত্তর: (খ)

৫৭.
জলজ উদ্ভিদসমূহের পানি প্রয়োজন কারণ-
i. এরা সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে
ii. এদের বেড়ে উঠার জন্য পানির প্রয়োজন
iii. এদের কান্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
আমাদের প্রয়োজনীয় প্রোটিনের কত ভাগ আসে মাছ থেকে?
Ο ক) 
৯০
Ο খ) 
৮০
Ο গ) 
৭০
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (খ)

৫৯.
একটি পাত্রে পানি দিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কী বলা হবে?
Ο ক) 
স্ফুটন
Ο খ) 
পরিস্রাবণ
Ο গ) 
পাতন
Ο ঘ) 
ক্লোরিনেশন

  সঠিক উত্তর: (গ)

৬০.
বাংলাদেশে পানি উৎসে হুমকির মধ্যে রয়েছে-
i. জলবায়ু পরিবর্তনজনিত হুমকি
ii. নদীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধানির্মাণ
iii. অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
সমুদ্রে পানি পানযোগ্য নয় কেন?
Ο ক) 
প্রচুর জীবাণু থাকে
Ο খ) 
বিষাক্ত পদার্থ বিদ্যমান
Ο গ) 
প্রচুর লবণ থাকে
Ο ঘ) 
এটি স্বাদহীন

  সঠিক উত্তর: (গ)

৬২.
বর্তমানে বায়ুমন্ডলের গড় তাপমাত্রা ৩০সে.হলে ১০০বছর আগে তা কত ছিল?
Ο ক) 
৩০সে.
Ο খ) 
৩১সে.
Ο গ) 
২৮সে.
Ο ঘ) 
২৯সে.

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
নিচের কোনটি মরা নদী?
Ο ক) 
করতোয়া
Ο খ) 
বিবিয়ানা
Ο গ) 
শাখা বরাক
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়-
i.� রাসায়নিক সার
ii.� জৈব সার
iii.� কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
পানিতে কয়টি অক্সিজেন পরমাণু আছে?
Ο ক) 
৫টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
১টি

  সঠিক উত্তর: (ক)

৬৬.
পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কীভাবে?
Ο ক) 
সালোকসংশ্লেষণ
Ο খ) 
অভিস্রবণ
Ο গ) 
ব্যাপন
Ο ঘ) 
শোষণ

  সঠিক উত্তর: (ক)

৬৭.
মিঠা পানির উৎস হলো-
i.� নদী
ii.� পুকুর
iii.� সমুদ্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
নিচের কোনটি মানুষের মৌলিক অধিকার?
Ο ক) 
গান করা
Ο খ) 
নাচ করা
Ο গ) 
শিক্ষা
Ο ঘ) 
হাঁটা-চলা

  সঠিক উত্তর: (গ)

৬৯.
মাটি ক্ষয় হ্রাস করা যায়-
i.� জৈব সার ব্যবহার করে
ii.� জমিতে বছরের পর বছর ফসল ফলিয়ে
iii.� বেশি করে গাছ লাগিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭০.
নদীর নাব্যতা হ্রাসের কারণ কী?
Ο ক) 
মাটি
Ο খ) 
তেল
Ο গ) 
গ্রিজ
Ο ঘ) 
লবণ

  সঠিক উত্তর: (ক)

৭১.
পরিস্রাবণে-
i. পানি জীবাণুমুক্ত হয় না
ii. অদ্রবণীয় পদার্থ দূর হয়
iii. আর্সেনিক জাতীয় পদার্থ দূর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭২.
ডাক্তারের মতে, পানির ক্ষতিকর পদার্থের কারণে রমেশের মস্তিষ্ক বিকল হয়েছে। পদার্থটি হলো-
i.� মারকারি
ii.� সিসা
iii.� আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
বৃষ্টি বা বন্যায় কৃষি জমি প্লাবিত হলে পানি দূষণ ঘটায়-
i. জৈব সার
ii. কীটনাশক
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
পানি কী ধরনের সম্পদ?
Ο ক) 
কৃত্রিম
Ο খ) 
প্রাকৃতিক
Ο গ) 
খনিজ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৭৫.
পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া-
i. পরিস্রাবণ
ii. ক্লোরিনেশন
iii. পাতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে-
i.� উক্ত পানিতে প্রচুর শেওলা জন্মে
ii.� জলজ প্রাণীর সংখ্যা বেড়ে যায়
iii.� দ্রবীভূত অক্সিজেন কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৭.
জলাভূমি সংক্রান্ত কনভেনশন হলো-
i.� ডুইসবার্গ কনভেনশন
ii.� �রামসার কনভেনশন
iii.� �হেলসিংকি কনভেনশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৮.
পুকুরটিতে জলজ উদ্ভিদের কোন প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারবে না?
Ο ক) 
শ্বসন
Ο খ) 
রেচন
Ο গ) 
সালোকসংশ্লেষণ
Ο ঘ) 
দর্শন

  সঠিক উত্তর: (গ)

৭৯.
ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
Ο ক) 
৮০ ভাগ
Ο খ) 
৭৫ ভাগ
Ο গ) 
৬৫ ভাগ
Ο ঘ) 
৬০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৮০.
সাধারণ পানি বিশুদ্ধ করা হয়-
i. পরিস্রাবণ প্রক্রিয়ায়
ii. ক্লোরিনেশন প্রক্রিয়া
iii. পাতন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি অসম্ভব?
Ο ক) 
খাওয়া
Ο খ) 
চলাফেরা
Ο গ) 
উন্নয়ন
Ο ঘ) 
আমদানি

  সঠিক উত্তর: (গ)

৮২.
জাপানের ফুকুশিমা শহরে তেজস্কিয় ঘটনা ক সংঘটিত হয়?
Ο ক) 
২০১০ সালে
Ο খ) 
২০১২ সালে
Ο গ) 
২০১১ সালে
Ο ঘ) 
২০০৯ সালে

  সঠিক উত্তর: (গ)

৮৩.
মাছ, মাংস, শাকসবজি প্রভৃতিতে শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) 
৬৫-৭০ ভাগ
Ο খ) 
৬০-৭৫ ভাগ
Ο গ) 
৬০-৯০ ভাগ
Ο ঘ) 
৭৫-৮০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৮৪.
পানির বিশেষ ধর্ম �কোনটি?
Ο ক) 
অজৈব যৌগও অনেক অজৈব যৌগকে দ্রবীভূত করে
Ο খ) 
অজৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
Ο গ) 
জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে
Ο ঘ) 
জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে

  সঠিক উত্তর: (খ)

৮৫.
ঔষধ তৈরীর জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
ক্লোরিনেশন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
পাতন

  সঠিক উত্তর: (গ)

৮৬.
Ca (OCI) CI ব্যবহার করা হয কোন পদ্ধতিতে?
Ο ক) 
পাতন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
পরিস্রাবণ
Ο ঘ) 
ক্লোরিনেশন

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
ময়লা-আবর্জনা থেকে কী ধরনের জীবাণু তৈরি হয়?
Ο ক) 
জীবন ধ্বংসকারী
Ο খ) 
রোগ সৃষ্টিকারী
Ο গ) 
জ্বর সৃষ্টিকারী
Ο ঘ) 
আমাশয় সৃষ্টিকারী

  সঠিক উত্তর: (ক)

৮৮.
নিচের কোনটি পানিতে দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবহন করে?
Ο ক) 
NaCI
Ο খ) 
বিশুদ্ধ H2O
Ο গ) 
D2O
Ο ঘ) 
ZnO

  সঠিক উত্তর: (ক)

৮৯.
জাতিসংঘের আন্তজার্তিক আইন কমিশনের তৈরিকৃত চুক্তি কত সালে কনভেনশনরূপে গৃহীত হয়?
Ο ক) 
১৯৯৭ সালে
Ο খ) 
১৯৯৯ সালে
Ο গ) 
১৯৯৬ সালে
Ο ঘ) 
১৯৯৮ সালে

  সঠিক উত্তর: (ক)

৯০.
পানিতে কোনটির পরিমাণ খুব বেশি হলে শরীর জ্বালাপোড়া করে?
Ο ক) 
পারদ
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
সিসা
Ο ঘ) 
আর্সেনিক

  সঠিক উত্তর: (গ)

৯১.
নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে-
i. পানি প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে
ii. মনোজ, বড়াল নদী মরে গেছে
iii. পানিসম্পদের মারাত্মক হুমকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯২.
পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো-
i.� পরিস্রাবণ
ii. ব্রোমিনেশন
iii.� ক্লোরিনেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
আর্সেনিক যে পানিতে থাকে তা পানি পান করলে-
i. বিতৃষ্ণাবোধ হয়
ii. ত্বকের ক্যান্সার হয়
iii. পাকস্থলীর রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৪.
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য যেসব নদী মরে গেছে সেগুলো হলো-
i. মরিছাপ
ii. হামকুড়া
iii. হরিছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
মৃত নদী হলো-
i.� মনোজ বড়াল, কুমার
ii.� মরিছাপ, হরিহর
iii.� কপোতাক্ষ, হামকুড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
আন্তজার্তিক আইন সমিতি তাদের কততম সম্মেলনে আন্তজার্তিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে?
Ο ক) 
৫১
Ο খ) 
২৫
Ο গ) 
১৫
Ο ঘ) 
৫২

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
বৃষ্টির পানির প্রবাহ কোন অঞ্চলের পানি দূষণের একটি বড় কারণ?
Ο ক) 
শহরাঞ্চলের
Ο খ) 
গ্রামাঞ্চলের
Ο গ) 
মফসলাঞ্চলের
Ο ঘ) 
সমুদ্র তীরবর্তী অঞ্চলের

  সঠিক উত্তর: (ক)

৯৮.
HCI এর দ্রবণে পানি কিরূপ?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
লবণ
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (খ)

৯৯.
সোডিয়াম হাইপোক্লোরাইড এর মধ্যে থাকা কোন উপাদানটি পানির রোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে?
Ο ক) 
Na
Ο খ) 
CI
Ο গ) 
O
Ο ঘ) 
H

  সঠিক উত্তর: (খ)

১০০.
পানিতে সিসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানব দেহে দেখা দিতে পারে?
Ο ক) 
মস্তিষ্কের বিকল হওয়া
Ο খ) 
বিকলাঙ্গ হওয়া
Ο গ) 
ফুসফুস ক্যান্সার
Ο ঘ) 
পাকস্থলীর রোগ

  সঠিক উত্তর: (ক)

১০১.
নিচের কোনটি জলজ উদ্ভিদের উদাহরণ?
Ο ক) 
ওড়িপানা
Ο খ) 
শাপলা
Ο গ) 
হেলেঞ্চা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
আমেরিকার এরি হৃদকে কত সালে মরা হৃদ হিসেবে ঘোষণা করা হয়?
Ο ক) 
১৮৬০
Ο খ) 
১৮৯০
Ο গ) 
১৯৫০
Ο ঘ) 
১৯৬০

  সঠিক উত্তর: (ঘ)

১০৩.
বরফের গলনাংক কোনটি?
Ο ক) 
সে.
Ο খ) 
সে.
Ο গ) 
সে.
Ο ঘ) 
সে.

  সঠিক উত্তর: (ক)

১০৪.
পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণ কী?
Ο ক) 
পানির তাপমাত্রা বৃদ্ধি
Ο খ) 
পানির তাপমাত্রা হ্রাস
Ο গ) 
জলজ উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি
Ο ঘ) 
ময়লা আবর্জনা হ্রাস

  সঠিক উত্তর: (ক)

১০৫.
জলজ উদ্ভিজসমূহ সালোকসংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
হাইড্রোজেন
Ο গ) 
কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ক)

১০৬.
H2O জীবাণুমুক্ত করা যায়-
i. পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করে
ii. ক্লোরিনেশন এর মাধ্যমে
iii. স্ফুটন পদ্ধতি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৭.
নিচের বাক্যগুলো লক্ষ করো?
i. তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি ক্যান্সার সৃষ্টি করতে পারে
ii. ময়লা আবর্জনা রোগ জীবাণু বহন করে
iii. তাপমাত্রা পানির একটি গুরুত্পূর্ণ মানদন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
ঢাকা শহরে দৈনিক কী পরিমাণ বর্জ্য পদার্থ উৎপন্ন হয়?
Ο ক) 
প্রায় ১০০০ মেট্রিক টন
Ο খ) 
প্রায় ৫০০ মেট্রিক টন
Ο গ) 
প্রায় ১০০ মেট্রেক টন
Ο ঘ) 
প্রায় ৫০০০ মেট্রিক টন

  সঠিক উত্তর: (খ)

১০৯.
জলীয় দ্রবণ নিরপেক্ষ হলে pH এর মান কোনটি হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

১১০.
কোনটি সার্বজনীন দ্রাবক?
Ο ক) 
H2O
Ο খ) 
CH2OH
Ο গ) 
CCI4
Ο ঘ) 
CH5OH

  সঠিক উত্তর: (ক)

১১১.
কত সালে রামসার কনভেনশনের সিদ্বান্ত নেওয়া হয়?
Ο ক) 
১৯৭২
Ο খ) 
১৯৮৭
Ο গ) 
১৯৭১
Ο ঘ) 
১৮৭১

  সঠিক উত্তর: (গ)

১১২.
আমেরিকার এরি হ্রদে কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ার সেটি মৃত হ্রদে পরিণত হয়েছিল?
Ο ক) 
ফসফেট
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
সালফেট
Ο ঘ) 
ক্লোরিন

  সঠিক উত্তর: (ক)

১১৩.
খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে-
i. পাতন করা হয়
ii. পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্রে করা হয়
iii. পানিকে পরিস্রাবণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৪.
কোন উদ্ভিদ মাটি ও পানিতে জন্মে?
Ο ক) 
হেলেঞ্চা
Ο খ) 
টোপাপানা
Ο গ) 
ক্ষুদিপানা
Ο ঘ) 
কচুরিপাানা

  সঠিক উত্তর: (ক)

১১৫.
বাংলাদেশে কত সালে রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করে?
Ο ক) 
১৯৬১
Ο খ) 
১৯৭১
Ο গ) 
১৯৭৩
Ο ঘ) 
১৯৮২

  সঠিক উত্তর: (গ)

১১৬.
পানিতে অদ্রবণীয় কোনটি?
Ο ক) 
মাটি
Ο খ) 
খাদ্য লবণ
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
কার্বন ডাই-অক্সাইড

  সঠিক উত্তর: (ক)

১১৭.
প্রাণী ও উদ্ভিদের বসবাসের জন্য নদ-নদীর পানির বর্ণ কেমন হওয়া উত্তম?
Ο ক) 
লাল বর্ণ
Ο খ) 
নীল বর্ণ
Ο গ) 
হলুদ বর্ণ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
তেজস্ক্রিয় পদার্থ হলো-
i.� ইউরেনিয়াম
ii.� থোরিয়াম
iii.� সিজিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
১৫-২০ মিনিট ধরে ফুটালে, পানি-
i. জৈব সার
ii. কীটনাশক
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
টিপাই মুখে বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
Ο ক) 
পশ্চিমাঞ্চল
Ο খ) 
উত্তরাঞ্চল
Ο গ) 
দক্ষিণাঞ্চল
Ο ঘ) 
পূর্বাঞ্চল

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে ক্যান্সারের মত রোগ সৃষ্টি করতে পারে কোন পদার্থের উপস্থিতি?
Ο ক) 
মৌলিক পদার্থ
Ο খ) 
যৌগিক পদার্থ
Ο গ) 
তেজস্ক্রিয় পদার্থ
Ο ঘ) 
দ্রবীভূত অক্সিজেন

  সঠিক উত্তর: (গ)

১২২.
বোতলজাত পানির কারখানায় কোন প্রক্রিয়ার মাধ্যমে রোগজীবানু মুক্ত করা হয়?
Ο ক) 
অতি বেগুনি রশ্মি
Ο খ) 
এক্স রশ্মি
Ο গ) 
আলফা রশ্মি
Ο ঘ) 
গামা রশ্মি

  সঠিক উত্তর: (ক)

১২৩.
কোন নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণেই বাংলদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানিশূণ্য হয়ে পড়েছে?
Ο ক) 
গঙ্গা
Ο খ) 
নীলনদ
Ο গ) 
বরাক
Ο ঘ) 
বুড়িগঙ্গা

  সঠিক উত্তর: (ক)

১২৪.
পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) 
বালির স্তর
Ο খ) 
ওজোন হ্রাস
Ο গ) 
ক্লোরিন গ্যাস
Ο ঘ) 
পাথরের স্তর

  সঠিক উত্তর: (ক)

১২৫.
জলজ উদ্ভিদসমূহ মূলত কোনটির মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে?
Ο ক) 
মূল
Ο খ) 
শাখা-প্রশাখা
Ο গ) 
কান্ড
Ο ঘ) 
পাতা

  সঠিক উত্তর: (ক)

১২৬.
ঢাকা শহর থেকে প্রতিদিন কী পরিমাণ বর্জ্য নদীতে গিড়ে পড়ে?
Ο ক) 
৫০০ মেট্রিক টন
Ο খ) 
৫০০০ মেট্রিক টন
Ο গ) 
২৫০ মেট্রিক টন
Ο ঘ) 
৫০ মেট্রিক টন

  সঠিক উত্তর: (গ)

১২৭.
স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত করতে কতক্ষণ ন্যূনতম ফুটানো প্রয়োজন?
Ο ক) 
৪-৫ মিনিট
Ο খ) 
৫-১০ মিনিট
Ο গ) 
১৫-২০ মিনিট
Ο ঘ) 
২০-২৫ মিনিট

  সঠিক উত্তর: (গ)

১২৮.
আন্তজার্তিক আইন সমিতির ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) 
ফুকুসিমায়
Ο খ) 
ঢাকায়
Ο গ) 
নিউইয়র্কে
Ο ঘ) 
হেলসিংকিতে

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
শুধুমাত্র পানিতে জন্মে কোন উদ্ভিদটি?
Ο ক) 
কলমী
Ο খ) 
হেলেঞ্চা
Ο গ) 
কেশরদাম
Ο ঘ) 
সিংগারা

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কোনটি দ্বারা পানি দূষিত হয়?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
আর্সেনিক
Ο ঘ) 
খাবার লবণ

  সঠিক উত্তর: (গ)

১৩১.
অক্সিজেনের পরিমাণ কমলে নিচের কোনটির সমস্যা হয়?
Ο ক) 
প্রাণীর প্রজনন সমস্যা
Ο খ) 
প্রাণী বাড়তে পারে না
Ο গ) 
প্রাণী মারা যায়
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৩২.
১ কিউবিক মিটার পানির ভর কত?
Ο ক) 
১০ কেজি
Ο খ) 
১০০ কেজি
Ο গ) 
১০০০ কেজি
Ο ঘ) 
১০০০০ কেজি

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
গ্রাভেল বলতে কী বুঝায়?
Ο ক) 
সিমেন্টের বিকল্প
Ο খ) 
কংক্রিট
Ο গ) 
ছিদ্রযুক্ত পদার্থ
Ο ঘ) 
এক ধরনের ইট

  সঠিক উত্তর: (গ)

১৩৪.
শহরাঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে-
i. বাসাবাড়ীর ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে
ii. গ্রাভেল, জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে
iii. বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
নিচের কোন ক্ষতিকর পদার্থ পানি দুষণ করে?
Ο ক) 
অ্যারোসল
Ο খ) 
পেইন্টস
Ο গ) 
পরিষ্কারক
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায় কোনটি?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
স্নেহ
Ο গ) 
ভিটামিন-বি
Ο ঘ) 
ভিটামিন-ডি

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
আমাদের দেশের কোন অঞ্চলের জেলার নদী ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত?
Ο ক) 
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
Ο খ) 
পূর্বাঞ্চল
Ο গ) 
উত্তরঞ্চল
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
জলজ উদ্ভিদসমূহের জন্ম ও বেড়ে ওঠার জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) 
মাটি
Ο খ) 
খনিজ লবণ
Ο গ) 
পানি
Ο ঘ) 
আলো

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
জলজ উদ্ভিদসমূহ-
i. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সঠিক রাখে
ii. পানি ও মাটি দুজায়গাতেই জন্মাতে পারে
iii. বিশেষ করে শ্যাওলা জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
সালোকসংশ্লেষণের ফলে পানিতে কী তৈরি হয়?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (খ)

১৪১.
সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের কত অংশ পানির নিচে চলে যাবে?
Ο ক) 
এক-তৃতীয়াংশ
Ο খ) 
দুই-তৃতীয়াংশ
Ο গ) 
এক-তৃতীয়াংশ
Ο ঘ) 
দুই-পঞ্চমাংশ

  সঠিক উত্তর: (গ)

১৪২.
কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়?
Ο ক) 
আর্সেনিক
Ο খ) 
অতি বেগুনি রশ্মি
Ο গ) 
সোডিয়াম লাইট
Ο ঘ) 
এক্সরে রশ্মি

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
পারদ দ্বারা সংঘটিত রোগসমূহ-
i. মস্তিষ্কের বিকল হওয়া
ii. ত্বকের ক্যান্সার
iii. শরীর জ্বালাপোড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
H2O পদার্থটি-
i. উভধর্মী
ii. সার্বজনীন দ্রাবক
iii. ২টি H পরমাণু ও ১টি O পরমাণু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) 
কৃষিপ্রধান
Ο খ) 
শীতপ্রধান
Ο গ) 
উন্নত
Ο ঘ) 
অনুন্নত

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
পানিতে কোন উপাদানটি বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে পারে?
Ο ক) 
গোবর
Ο খ) 
গাছপালার ধ্বংসাবশেষ
Ο গ) 
গ্লুকোজ
Ο ঘ) 
ফসফেট ও নাইট্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
Ο ক) 
২৫
Ο খ) 
৫০
Ο গ) 
৭৫
Ο ঘ) 
৮৫

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
কৃষি কোনটির পুনঃআবর্তন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ?
Ο ক) 
মাটি
Ο খ) 
ময়লা
Ο গ) 
পানি
Ο ঘ) 
গ্রীজ

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
বিকলাঙ্গ হওয়ার জন্য দায়ী মৌলের সংকেত কোনটি?
Ο ক) 
Si
Ο খ) 
W
Ο গ) 
Zn
Ο ঘ) 
Hg

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
নিচের কোনটি পানির অন্যতম উৎস?
Ο ক) 
তুষার স্রোত
Ο খ) 
নদী
Ο গ) 
খাল
Ο ঘ) 
ডোবা

  সঠিক উত্তর: (ক)

১৫১.
কৃষিকাজে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়-
i. রাসায়নিক সার
ii. জৈব সার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫২.
জলজ উদ্ভিদের কান্ড অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কেমন হয়?
Ο ক) 
খুব শক্ত
Ο খ) 
খুব নরম
Ο গ) 
বেশ মোটা
Ο ঘ) 
সামান্য নরম

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
Ο ক) 
রেডন
Ο খ) 
আর্সেনিক
Ο গ) 
রেডিয়াম
Ο ঘ) 
ফ্রান্সিয়াম

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
উন্নত বিশ্বের প্রতিটি দেশ কোন ক্ষেত্রে উন্নত?
Ο ক) 
শিল্পে
Ο খ) 
সংস্কৃতিতে
Ο গ) 
ফসল চাষে
Ο ঘ) 
মাছ চাষে

  সঠিক উত্তর: (ক)

১৫৫.
তেজস্ক্রিয় পদার্থসমূহ জীবদেহে কোন রোগ সৃষ্টি করে?
Ο ক) 
কলেরা
Ο খ) 
ক্যান্সার
Ο গ) 
আমাশয়
Ο ঘ) 
জ্বর

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
কত সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়?
Ο ক) 
১৯৭৪
Ο খ) 
১৯৭৫
Ο গ) 
১৯৭৬
Ο ঘ) 
১৯৭৭

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
বাংলাদেশের উত্তরাঞ্চল কেন অনেকটা মরুভূমির পরিণত হয়েছে?
Ο ক) 
গঙ্গার পানির গতিপথ পরিবর্তনে
Ο খ) 
গাছপালা কেটে ফেলায়
Ο গ) 
ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে
Ο ঘ) 
অনাবৃষ্টির কারণে

  সঠিক উত্তর: (ক)

১৫৮.
প্রচন্ড খরা হলে কোন সমস্যা সৃষ্টি হবে?
Ο ক) 
ফসল উৎপাদন কমে যাবে
Ο খ) 
ফসল উৎপাদন বাড়বে
Ο গ) 
ফসল হবেই না
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৫৯.
বাংলাদেশের কোন নদীটির অবস্থা অনেকটাই এরি হ্রদের মতো?
Ο ক) 
পদ্মা
Ο খ) 
করতোয়া
Ο গ) 
বুড়িগঙ্গা
Ο ঘ) 
তিস্তা

  সঠিক উত্তর: (গ)

১৬০.
কোথায় পানি মূলত বরফ আকারে থাকে?
Ο ক) 
হিমবাহে
Ο খ) 
পুকুরে
Ο গ) 
সমুদ্রে
Ο ঘ) 
ঝরণায়

  সঠিক উত্তর: (ক)

১৬১.
ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন মৌল?
Ο ক) 
O
Ο খ) 
S
Ο গ) 
Hg
Ο ঘ) 
H

  সঠিক উত্তর: (গ)

১৬২.
পৃথিবীর প্রায় ৯০ ভাগ পানির উৎস কোনটি?
Ο ক) 
সমুদ্র
Ο খ) 
নদী
Ο গ) 
ডোবা
Ο ঘ) 
খাল

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Ο ক) 
00 সে.
Ο খ) 
0 সে.
Ο গ) 
0 সে.
Ο ঘ) 
0 সে.

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
বাংলাদেশের মাছে মাছে বায়ুমন্ডলের তাপমাত্রা ৪৭০ সেলসিয়াস পর্যন্ত উঠে যায় কেন?
Ο ক) 
গাছপালা বৃদ্ধির কারণে
Ο খ) 
ওজোন গ্যাস বৃদ্ধির কারণে
Ο গ) 
বৃষ্টিপাত কম হওয়ার কারণে
Ο ঘ) 
বৈশ্বিক উষ্ণতার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
ETP-এর পূর্ণরূপ কী?
Ο ক) 
Effluent plant
Ο খ) 
Efflucent Treatment plant
Ο গ) 
Effluent Treatment
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
ভূপৃষ্ঠের সঞ্চিত পানির শতকরা কত ভাগ মিঠা পানি?
Ο ক) 
১%
Ο খ) 
২%
Ο গ) 
৪%
Ο ঘ) 
৫%

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
পানি যে ধর্ম প্রকাশ করে-
i. গলনাঙ্ক
ii. স্ফুটনাঙ্ক
iii. তড়িৎ পরিবাহিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১লিটার পানিতে নূন্যতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
Ο ক) 
৭ মিলিগ্রাম
Ο খ) 
৬ মিলিগ্রাম
Ο গ) 
৫ মিলিগ্রাম
Ο ঘ) 
৪ মিলিগ্রাম

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
কোন উদ্ভিদগুলো পানি ও মাটি উভয় জায়গাতেই জন্মায়?
Ο ক) 
কচুরিপানা, ওড়িপানা
Ο খ) 
হেলেঞ্চা, কেশরদাম
Ο গ) 
সিংগারা, পদ্ম
Ο ঘ) 
টোপাপানা, হাইড্রিলা

  সঠিক উত্তর: (খ)

১৭০.
ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত পানি আছে?
Ο ক) 
৯৫
Ο খ) 
৯৬
Ο গ) 
৯৭
Ο ঘ) 
৯৮

  সঠিক উত্তর: (গ)

১৭১.
মাছ পানির বাইরে বাচতেঁ পারে না কেন?
Ο ক) 
পানির বাইরের পরিবেশ গরম বলে
Ο খ) 
মাছ শুধু পানির অক্সিজেন গ্রহণের সক্ষম বলে
Ο গ) 
মাছ ফুসফুসের সাহায্য শ্বাসকার্যের চালায় বলে
Ο ঘ) 
সাঁতার কাটতে পারে না বলে

  সঠিক উত্তর: (খ)

১৭২.
সঞ্চিত পানির শতকরা কত ভাগ মিঠা পানি?
Ο ক) 
৪ ভাগ
Ο খ) 
৩ ভাগ
Ο গ) 
২ ভাগ
Ο ঘ) 
১ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
নিচের কোন ক্ষেত্রে সূর্যের আলো পৌঁছায় না?
Ο ক) 
ঘোলা পানি
Ο খ) 
মিঠা পানি
Ο গ) 
পরিষ্কার পানি
Ο ঘ) 
লবণাক্ত পানি

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
ভূ-গর্ভস্থ পানিতে কোনটির উপস্থিতি এখন সর্বজনবিদিত?
Ο ক) 
আর্সেনিক
Ο খ) 
ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ο গ) 
খাবার লবণ
Ο ঘ) 
মহাসাগরের

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
কীসের পানির সাধারণত রোগজীবাণু মুক্ত হয়?
Ο ক) 
নদ-নদীর
Ο খ) 
ভূ-গর্ভস্থ
Ο গ) 
পুকুরের
Ο ঘ) 
মহাসাগরের

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
পৃথিবীতে যত প্রকার তরল পদার্থ পাওয়া যায় তার মধ্যে কোনটি সবচেয়ে সহজলভ্য?
Ο ক) 
পেট্রোল
Ο খ) 
পানি
Ο গ) 
দুধ
Ο ঘ) 
গ্লিসারিন

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
ইলিশ মাছ প্রজননের সময় সমুদ্র থেকে মিঠা পানিতে আসে কেন?
Ο ক) 
সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে যা ডিম নষ্ট করে
Ο খ) 
সমুদ্রের পারিন গভীরতা অনেক বেশি
Ο গ) 
সমুদ্রের পানিতে হিংস্র জীবজন্তু থাকে
Ο ঘ) 
মিঠা পানিতে ইলিশের ডিমের প্রজনন বেশি হয়

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
কী কারণে বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ?
Ο ক) 
জনসংখ্যা
Ο খ) 
নদী
Ο গ) 
ভৌগোলিক অবস্থান
Ο ঘ) 
পরিবেশ

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
পানিকে সর্বজনীন বলার কারণ কোনটি?
Ο ক) 
এটি সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে
Ο খ) 
এটি অনেক যৌগকে দ্রবীভূত করতে পারে
Ο গ) 
এটি সকল পদার্থের দ্রাব্যতা সমান
Ο ঘ) 
এটি কেবল জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে

  সঠিক উত্তর: (খ)

১৮০.
পানি ঘোলা হলে কী সমস্যা হতে পারে?
Ο ক) 
সালোকসংশ্লেষণ ঘটে
Ο খ) 
সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়
Ο গ) 
সূর্যের আলো পানির নিচে উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে
Ο ঘ) 
অক্সিজেন উৎপন্ন হতে পারে

  সঠিক উত্তর: (খ)

১৮১.
জলাভূমি নিচের কোনটি করে?
Ο ক) 
ভূমি ক্ষয় বৃদ্ধি
Ο খ) 
যানবাহন বেশি থাকা
Ο গ) 
বৃষ্টির পানির প্রবাহ
Ο ঘ) 
স্কুল কলেজ গড়ে ওঠা

  সঠিক উত্তর: (গ)

১৮২.
জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন-
i. ১ লিটার পানিতে ণ্যূনতম ৫ মিলিগ্রাম অক্সিজেন
ii. নদ-নদীর পানির pH 6-8 এর কাছাকাছি
iii. নদ-নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
পানির সবচেয়ে বড় উৎস কী?
Ο ক) 
সমুদ্র
Ο খ) 
নদী
Ο গ) 
খাল
Ο ঘ) 
ডোবা

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৮৫.
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরা নদী কোনটি?
Ο ক) 
মরিছাপ
Ο খ) 
মনোজ
Ο গ) 
বড়াল
Ο ঘ) 
কুমার নদী

  সঠিক উত্তর: (ক)

১৮৬.
বাংলাদেশ-
i. একটি কৃষিপ্রধান দেশ
ii. ভৌগোলিক কারণে বন্যাপ্রবণ একটি দেশ
iii. সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭.
ডিটারজেন্ট কারখানা হতে কোনটি নির্গত হয়?
Ο ক) 
সালফেট
Ο খ) 
ফসফেট
Ο গ) 
ক্লোরাইড
Ο ঘ) 
নাইট্রেট

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
খাওয়ার পানির জন্য সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
ক্লোরিনেশন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
পাতন

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
বিশুদ্ধ পানির pH কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

১৯০.
বাসা-বাড়ির ছাদে সংগৃহীত বৃষ্টির পানি ব্যবহার করা যায়-
i.� বাগান বা টবে ফুল চাষে
ii.� কাপড় চোপড় ধোয়ার কাজে
iii.� পায়খানায় শৌচ কাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯১.
বিশুদ্ধ পানি-
i. গন্ধহীন
ii. পুরোপুরি নিরপেক্ষ
iii. এর pH 7
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
কিডনী বিকল হয় পানিতে কোন পদার্থ থাকলে?
Ο ক) 
সীসা
Ο খ) 
মারকারী
Ο গ) 
আর্সেনিক
Ο ঘ) 
রেডন

  সঠিক উত্তর: (ক)

১৯৩.
খুব কম বা বেশি pH হলে বাঁচতে পারে না-
i. ব্ড় মাছ
ii. পোনা মাছ
iii. মাছের ডিম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
প্রয়োজনীয় প্রোটিন না পেলে কি হবে?
Ο ক) 
দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাবে
Ο খ) 
দৈহিক বৃদ্ধি পাবে
Ο গ) 
জৈবিক প্রক্রিয়া চলবে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
মাছ কোন কাজে ফুলকা ব্যবহার করে?
Ο ক) 
রক্ত সঞ্চালনে
Ο খ) 
শ্বাসকার্য সম্পাদনে
Ο গ) 
সাঁতার কাটতে
Ο ঘ) 
খাদ্য পরিপাকে

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
ব্যবহার উপযোগী পানির উৎস কোনটি?
Ο ক) 
নদ-নদী
Ο খ) 
সাগর
Ο গ) 
সমুদ্র
Ο ঘ) 
তুষার স্রোত

  সঠিক উত্তর: (ক)

১৯৭.
কৃষি কাজেমাটির উর্বরতা বৃদ্ধির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
রাসায়নিক সার
Ο খ) 
জৈব সার
Ο গ) 
কীটনাশক
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
নিচের কোনটি পানি ও মাটি উভয়তেই জন্মায়?
Ο ক) 
চটা পানা
Ο খ) 
শাপলা
Ο গ) 
কলমি
Ο ঘ) 
হাইড্রিলা

  সঠিক উত্তর: (গ)

১৯৯.
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোন নদীটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে?
Ο ক) 
হরিহর
Ο খ) 
মেঘনা
Ο গ) 
করতোয়া
Ο ঘ) 
সুরমা

  সঠিক উত্তর: (ক)

২০০.
বায়ুমন্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
Ο ক) 
গলনাঙ্ক
Ο খ) 
সমচাপ
Ο গ) 
স্ফুটনাঙ্ক
Ο ঘ) 
স্ফুটন

  সঠিক উত্তর: (গ)

২০১.
ক্লোরিনেশন-
i. এর ফলে পানি জীবাণুমুক্ত হয়
ii. প্রক্রিয়ায় NaOCI ব্যবহৃত হয়
iii. প্রক্রিয়ায় O3গ্যাস ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০২.
গত ১০০ বছরে পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত?
Ο ক) 
০.৫ সেলিসিয়াস
Ο খ) 
সেলিসিয়াস
Ο গ) 
১.৫ সেলসিয়াস
Ο ঘ) 
সেলসিয়াস

  সঠিক উত্তর: (খ)

২০৩.
খাদ্য প্রস্তুত ও উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা কোনটির প্রধান কাজ?
Ο ক) 
কোলেনকাইমা
Ο খ) 
প্যারেনকাইমা
Ο গ) 
স্ক্লেরেনকাইমা
Ο ঘ) 
স্ক্লেরাইড

  সঠিক উত্তর: (ক)

২০৪.
পৃথিবীর যত পানি আছে তার কত ভাগের উৎস সমুদ্র?
Ο ক) 
৮০ ভাগ
Ο খ) 
৯০ ভাগ
Ο গ) 
১০০ ভাগ
Ο ঘ) 
৭০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

২০৫.
পৃথিবীর ৯০ ভাগ পানি ধারণকারী উৎস-
i. সমুদ্র
ii. এর পানি পানের অযোগ্য
iii. Saline water
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৬.
সিসা-
i. মেজাজ খিটখিটে করে
ii. রক্ত শূণ্যতা সৃষ্টি করে
iii. পাকস্থলির রোগ তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৭.
ওষুধ তৈরির জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
স্ফুটন পদ্ধতি
Ο খ) 
ক্লোরিনেশন পদ্ধতি
Ο গ) 
পাতন পদ্ধতি
Ο ঘ) 
পরিস্রাবণ পদ্ধতি

  সঠিক উত্তর: (গ)

২০৮.
কোনটি পানি ও মাটি দুই জায়গাতেই জন্মে থাকে?
Ο ক) 
টোপাপানা
Ο খ) 
সিংগারা
Ο গ) 
হাইড্রিলা
Ο ঘ) 
কেশরদাম

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
পানি ঘোলাটে হলে-
i. জলজ উদ্ভিসমূহের সালোকসংশ্লেষণ বাঁধাগ্রস্ত হয়
ii. জলজ প্রাণী ঠিকমত খাবার সংগ্রহ করতে পারে না
iii. পানির pH এর মান খুব বেশি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১০.
বিশুদ্ধ পানি-
i. স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন হয়
ii. তড়িৎ বহন করে না
iii. নিরপেক্ষ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১১.
বুড়িগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি?
Ο ক) 
সার কারখানা
Ο খ) 
কাগজ তৈরি কারখানা
Ο গ) 
চামড়া তৈরির কারখানা
Ο ঘ) 
চিনি কল

  সঠিক উত্তর: (গ)

২১২.
পানিতে আর্সেনিক থাকলে কী রোগ হয়?
Ο ক) 
বিতৃষ্ণাবোধ
Ο খ) 
রক্তশূণ্যতা
Ο গ) 
কিডনী বিকল
Ο ঘ) 
ত্বক ও ফুসফুসের ক্যান্সার

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
‘এরি হ্রদ ঘোষণার ১০ বছর পর আবার প্রাণীর অস্তিত্ব ফিরে পেল কেন?
Ο ক) 
ফসফরাসযুক্ত করার ফলে
Ο খ) 
ফসফরাসমুক্ত করার ফলে
Ο গ) 
সালফারমুক্ত করার ফলে
Ο ঘ) 
ক্লোরিনমুক্ত করার ফলে

  সঠিক উত্তর: (খ)

২১৪.
রামসার কনভেনশন সংশোধন করা হয়-
i. ১৯৮২ সালে
ii. ১৯৭১ সালে
iii. ১৯৮৭ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৫.
বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
পাতন
Ο ঘ) 
ক্লোরিনেশন

  সঠিক উত্তর: (ঘ)

২১৬.
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিঠা পানির উৎস কোনটি?
Ο ক) 
ঝর্ণার পানি
Ο খ) 
বৃষ্টির পানি
Ο গ) 
ভূ-গর্ভস্থ পানি
Ο ঘ) 
নলকূপের পানি

  সঠিক উত্তর: (খ)

২১৭.
কঠিন বর্জ্য কত দিনের মধ্যে পচতে শুরু করে?
Ο ক) 
১-২
Ο খ) 
২-৩
Ο গ) 
৩-৪
Ο ঘ) 
৪-৫

  সঠিক উত্তর: (ক)

২১৮.
পানিকে ভালোভাবে ফুটালে জীবাণু-
Ο ক) 
মারা মাছ
Ο খ) 
বেঁচে থাকে
Ο গ) 
ভেসে উঠে
Ο ঘ) 
ডুবে যায়

  সঠিক উত্তর: (ক)

২১৯.
বিশুদ্ধ পানির-
i. স্ফুটনাঙ্ক ৯৯.৯৮০�সেলসিয়াস
ii. হিমাঙ্ক ০০�সেলিসিয়াস
iii. pH এর মান ৭
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
পারদের প্রভাবে কোন রোগটি হতে পারে?
Ο ক) 
বিকলাঙ্গ হওয়া
Ο খ) 
জ্বর
Ο গ) 
কলেরা
Ο ঘ) 
আামাশয়

  সঠিক উত্তর: (ক)

২২১.
পানির স্ফুটনাংক কত?
Ο ক) 
৮৫.৮৮0 সে.
Ο খ) 
৯০.৯৮0 সে.
Ο গ) 
৯৫.৯৮0 সে.
Ο ঘ) 
৯৯.৯৮0 সে.

  সঠিক উত্তর: (ঘ)

২২২.
পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে-
i. গোবর
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৩.
আমাদের বেড়ে ওঠার অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
Ο ক) 
প্রোটিন
Ο খ) 
স্নেহ
Ο গ) 
ভিটামিন-বি
Ο ঘ) 
ভিটামিন-ডি

  সঠিক উত্তর: (ক)

২২৪.
পুকুরটি পানিতে দ্রবীভূত থাকতে পারে-
i. মাটি
ii. বালি
iii. গ্রিজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২৫.
জলজ উদ্ভিদ হচ্ছে-
i. পদ্ম
ii. কচুরিপানা
iii. হেলেঞ্চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৬.
জলজ উদ্ভিদসমূহ সাধারণ কিরূপ বংশবিস্তার করে?
Ο ক) 
যৌন উপায়ে
Ο খ) 
অঙ্গজ উপায়ে
Ο গ) 
স্পোরের সাহায্য
Ο ঘ) 
বীজের মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

২২৭.
নদীতে লঞ্চ, স্টিমারের আটকে পড়ার কারণ কী?
Ο ক) 
নাব্যতা হ্রাস
Ο খ) 
নাব্যতা বৃদ্ধি
Ο গ) 
নদীর গভীরতা
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২২৮.
সিসার প্রভাবে নিচের কোনটি হতে পারে?
Ο ক) 
ত্বকের ক্যান্সার
Ο খ) 
বিকলাঙ্গ হওয়া
Ο গ) 
রক্তশূণ্যতা
Ο ঘ) 
কলেরা

  সঠিক উত্তর: (গ)

২২৯.
পানির তাপমাত্রা বেড়ে গেলে পানিতে কোনটির পরিমাণ কমে যায়?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
নাইট্রোজেন
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
ফ্লোরিন

  সঠিক উত্তর: (গ)

২৩০.
কোন পানি কৃষি কাজের জন্য উপযোগী নয়?
Ο ক) 
মিঠাপানি
Ο খ) 
খর পানি
Ο গ) 
লবণাক্ত পানি
Ο ঘ) 
এসিডযুক্ত পানি

  সঠিক উত্তর: (গ)

২৩১.
কৃষিজমিতে ব্যবহৃত অজৈব সার হচ্ছে-
i. নাইট্রেট
ii. ফসফেট
iii. গোবর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩২.
পানিবাহিত রোগ হচ্ছে-
i. টাইফয়েড জ্বর
ii. কলেরা
iii. সংক্রামক হেপাটাইটিস -বি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
কোনটি জলজ উদ্ভিদ?
Ο ক) 
শ্যাওলা
Ο খ) 
হরতকি
Ο গ) 
ক্যাকটাস
Ο ঘ) 
সেগুন

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
কত সালে বাংলাদেশে রামসার কনভেনশন সমঝোতা চুক্তিতে সম্মতি স্বাক্ষর করে?
Ο ক) 
১৯৯৭
Ο খ) 
১৯৯৮
Ο গ) 
১৯৮২
Ο ঘ) 
১৯৭৩

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
ফসলের ধরন পরিবর্তন করে কোনটি করা যায়?
Ο ক) 
দূষণ
Ο খ) 
দূষণ রোধ
Ο গ) 
উর্বরতা বৃদ্ধি
Ο ঘ) 
রাশিয়া

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
Ο ক) 
হাইড্রোজেন
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
রেডন
Ο ঘ) 
ক্লোরিন

  সঠিক উত্তর: (গ)

২৩৭.
আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়?
Ο ক) 
রক্তশূণ্যতা
Ο খ) 
পাকস্থলির রোগ
Ο গ) 
শরীর জ্বালাপোড়া
Ο ঘ) 
কিডনি বিকল হওয়া

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
পানিতে প্রচুর লবণ থাকলে তাকে কী বলে?
Ο ক) 
মিঠা পানি
Ο খ) 
খর পানি
Ο গ) 
লোনা পানি
Ο ঘ) 
সাবান পানি

  সঠিক উত্তর: (গ)

২৩৯.
খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা-
i. প্রতিটিই পানি উপর নির্ভরশীল
ii. পানির সাথে সম্পর্কিত নয়
iii. প্রভৃতির ন্যায পানিও মানুষের মৌলিক অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪০.
ক্লোরিনেশন প্রক্রিয়ায় কোনটি ব্যবহার করা যায়?
Ο ক) 
সোডিয়াম ক্লোরাইড
Ο খ) 
সোডিয়াম হাইপোক্লোরাইড
Ο গ) 
সোডিয়াম বাই ক্লোরাইড
Ο ঘ) 
হাইড্রোজেন ক্লোরাইড

  সঠিক উত্তর: (খ)

২৪১.
পানির সবচেয়ে বড় উৎস কোনটি?
Ο ক) 
ঝর্ণা
Ο খ) 
সমুদ্র
Ο গ) 
নদী-নালা
Ο ঘ) 
পুকুর

  সঠিক উত্তর: (খ)

২৪২.
সর্বপ্রথম কত সালে আন্তজার্তিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়?
Ο ক) 
১৯৬১
Ο খ) 
১৯৬৬
Ο গ) 
১৯৭১
Ο ঘ) 
১৯৭৩

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
নদীর পানি দূষণের অন্যতম কারণ কোনটি?
Ο ক) 
বৃষ্টির পানি
Ο খ) 
যানবাহন চলা
Ο গ) 
কীটনাশক ব্যবহার
Ο ঘ) 
শিল্প-কারখানার সৃষ্ট বর্জ্য পানি

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
�গঙ্গার পানির গতিপথ পরিবর্তনের জন্য বাংলাদেশের কোন অঞ্চলের নদী পানিশূণ্য হয়ে পড়ছে?
Ο ক) 
উত্তরাঞ্চল
Ο খ) 
পশ্চিমাঞ্চল
Ο গ) 
পূর্বাঞ্চল
Ο ঘ) 
দক্ষিণাঞ্চল

  সঠিক উত্তর: (ক)

২৪৫.
নিচের কোনর দেশের জনসংখ্যা জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
মালদ্বীপ
Ο গ) 
ইতালি
Ο ঘ) 
ইংল্যান্ড

  সঠিক উত্তর: (খ)

২৪৬.
পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে পারে-
i. পানি ঘোলাটে হলে
ii. পানিতে তেল, গ্রীজ ইত্যাদি উপস্থিত থাকলে
iii. শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৭.
ইউরেনিয়াম, থেরিয়াম, সিজিয়াম, রেডন-
i. তেজস্ক্রিয় পদার্থ এরে উদাহরণ
ii. নদীর পানিতে থাকলে জলজপ্রাণীর দেহে ক্যান্সার সৃষ্টি করে
iii. শ্বাস-প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৮.
পানির অণু ক্লাস্টার তা কীভাবে জানা যায়?
Ο ক) 
আধুনিক প্রযুক্তির মাধ্যমে
Ο খ) 
দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে
Ο গ) 
স্পর্শ পরীক্ষার মাধ্যমে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
কীসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে?
Ο ক) 
মুখ
Ο খ) 
ফুলকা
Ο গ) 
নাক
Ο ঘ) 
ত্বক

  সঠিক উত্তর: (খ)

২৫০.
পানিবাহিত রোগ নয় কোনটি?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
টাইফয়েড জ্বর
Ο গ) 
কলেরা
Ο ঘ) 
আমাশয়

  সঠিক উত্তর: (ক)

২৫১.
পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

২৫২.
নিচের কোন পানি পুরোপুরি নিরপেক্ষ?
Ο ক) 
অবিশুদ্ধ পানি
Ο খ) 
বিশুদ্ধ পানি
Ο গ) 
রং যুক্ত পানি
Ο ঘ) 
বরফযুক্ত পানি

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
কৃষি কাজে বা শিল্প কারখানায় ব্যবহার করা যায় না কোনটি?
Ο ক) 
বৃষ্টির পানি
Ο খ) 
নদীর পানি
Ο গ) 
বিলের পানি
Ο ঘ) 
সমুদ্রের পানি

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
পানির অপর নাম জীবন কেন?
Ο ক) 
বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য বলে
Ο খ) 
পানি সবচেয়ে সহজলভ্যতা তরল বলে
Ο গ) 
পৃথিবীপৃষ্ঠের বেশিরভাগ পানি দ্বারা গঠিত বলে
Ο ঘ) 
পৃথিবীপৃষ্ঠের বেশিরভাগ পানি দ্বারা গঠিত বলে

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
বাষ্প ঘনীভূত হয়ে কি উৎপন্ন করে?
Ο ক) 
বরফ
Ο খ) 
মেঘ
Ο গ) 
গ্যাস
Ο ঘ) 
তরল

  সঠিক উত্তর: (খ)

২৫৬.
পানির-
i. ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল
ii. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মধ্যে পার্থক্য 100 K
iii. একটি বৈশিষ্ট্য হল বিশুদ্ধ অবস্থায় তড়িৎ অপরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৭.
পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি?
Ο ক) 
অকটেন
Ο খ) 
ডিজেল
Ο গ) 
পানি
Ο ঘ) 
তেল

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে?
Ο ক) 
শ্যাওলা
Ο খ) 
কলমি
Ο গ) 
সিংগারা
Ο ঘ) 
ক্ষুদিপানা

  সঠিক উত্তর: (খ)

২৫৯.
স্ফুটন-
i. একটি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া
ii. সম্পূর্ণ করতে ১৫-২০ মিনিটি সময় লাগে
iii. একটি সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬০.
পানির গতিপথ পরিবর্তিত হয়-
i. বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মাণের ফলে
ii. নদী দখল করে আবাসিক এলাকা গড়লে
iii. বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
সমুদ্রের পানিকে কী বলা হয়?
Ο ক) 
Mineral water
Ο খ) 
Saline water
Ο গ) 
Fresh water
Ο ঘ) 
Inland water

  সঠিক উত্তর: (খ)

২৬২.
তেজস্ক্রিয় পদার্থ জলজ উদ্ভিদ ও প্রাণীর কোন রোগ সৃষ্টি করে?
Ο ক) 
ডায়রিয়া
Ο খ) 
শ্বাসকষ্ট
Ο গ) 
আমাশয়
Ο ঘ) 
ক্যান্সার

  সঠিক উত্তর: (ঘ)

২৬৩.
কোনটি নদ-নদীর পানি দূষণের অন্যতম কারণ?
Ο ক) 
জমির চাষাবাদ
Ο খ) 
শিল্প কারখানার বর্জ্য
Ο গ) 
পানিতে অক্সিজেন বৃদ্ধি
Ο ঘ) 
অতিরিক্ত বৃক্ষরোপণ

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
জলীয় দ্রবণ ক্ষারীয় হলে pH এর মান কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

২৬৫.
পানি দূষণের ক্ষতিরক পদার্থসমূহ-
i. অ্যারোসল
ii. পেইন্টস
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৬.
পানি ঘোলা হওয়ার জন্য কোনটি দায়ী?
Ο ক) 
তেল
Ο খ) 
লবণ
Ο গ) 
এসিড
Ο ঘ) 
ক্ষার

  সঠিক উত্তর: (ক)

২৬৭.
আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা কত ভাগ মাছ থেকে আসে?
Ο ক) 
৯০
Ο খ) 
৮০
Ο গ) 
৭০
Ο ঘ) 
৫০

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
ব্যাপন
Ο গ) 
ঘনীভবন
Ο ঘ) 
শীতলীকরণ

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
পানি কী ধরনের যৌগ?
Ο ক) 
এসিডীয়য
Ο খ) 
ক্ষারীয়
Ο গ) 
উভধর্মী
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

২৭০.
নদীপর পানি দূষণের অন্যতম কারণ কোনটি?
Ο ক) 
বৃষ্টির পানি
Ο খ) 
যানবাহন চলা
Ο গ) 
কীটনাশক ব্যবহার
Ο ঘ) 
শিল্প-কারখানার সৃষ্ট বর্জ্য পানি

  সঠিক উত্তর: (ঘ)

২৭১.
pH- এর মান খুবই গুরুত্বপূর্ণ-
i. নদ-নদীর জন্য
ii. খাল-বিলের জন্য
iii. মাটির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
 
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭২.
কোনটি পানিবাহিত রোগ?
Ο ক) 
সোয়াইন ফ্লু
Ο খ) 
আমাশয়
Ο গ) 
হাম
Ο ঘ) 
বসন্ত

  সঠিক উত্তর: (খ)

২৭৩.
কোন প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত হয় না?
Ο ক) 
পাতন
Ο খ) 
ক্লোরিনেশন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
পরিস্রাবণ

  সঠিক উত্তর: (খ)

২৭৪.
pH মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৭৫.
ব্যবহার উপযোগী পানির উৎস হলো-
i. হ্রদ
ii. হিমবাহ
iii.খাল-বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
শহরাঞ্চল পানি দূষণের কারণ-
i. নদীর তীরে কারখানা স্থাপন
ii. জনগণের অসচেতনতা
iii. অপরিকল্পিত নগরায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
 
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৭.
কোনটি �সম্পূর্ণ নিরপেক্ষ?
Ο ক) 
এসিড মিশ্রিত পানি
Ο খ) 
বিশুদ্ধ পানি
Ο গ) 
সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ
Ο ঘ) 
ব্রোমিন পানি

  সঠিক উত্তর: (খ)

২৭৮.
NH3 এর উপস্থিতিতে পানি কী হিসেবে কাজ করে?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
ক্ষারক
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
কোন দুটি একে অপরের পরিপূরক?
Ο ক) 
বায়ু ও পানি
Ο খ) 
মাটি ও উন্নয়ন
Ο গ) 
মাটি ও পানি
Ο ঘ) 
উন্নয়ন ও পানি

  সঠিক উত্তর: (ঘ)

২৮০.
এরি হ্রদে কোনটির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল?
Ο ক) 
নাইট্রেট
Ο খ) 
ফসফেট
Ο গ) 
সালফেট
Ο ঘ) 
সোডিয়াম ক্লোরাইড

  সঠিক উত্তর: (খ)

২৮১.
জলজ উদ্ভিদসমূহ কীভাবে বংশবিস্তার করে থাকে?
Ο ক) 
পরাগায়নের মাধ্যমে
Ο খ) 
স্পোরের মাধ্যমে
Ο গ) 
অঙ্গজ উপায়ে
Ο ঘ) 
পারথেনোজেনেসিস প্রক্রিয়ায়

  সঠিক উত্তর: (গ)

২৮২.
লোনা পানির ইংরেজি কোনটি?
Ο ক) 
Morine Water
Ο খ) 
Mirine Water
Ο গ) 
Saline Water
Ο ঘ) 
Mwrine Water

  সঠিক উত্তর: (গ)

২৮৩.
জলজ উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল কোনটি?
Ο ক) 
ঘর
Ο খ) 
ঝোপ-ঝার
Ο গ) 
পানি
Ο ঘ) 
এসিড

  সঠিক উত্তর: (গ)

২৮৪.
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কীরূপ?
Ο ক) 
স্বাদযুক্ত
Ο খ) 
স্বাদহীন
Ο গ) 
বর্ণযুক্ত
Ο ঘ) 
তড়িৎপরিবাহী

  সঠিক উত্তর: (খ)

২৮৫.
ওজোন গ্যাসে কয়টি অক্সিজেন পরমাণু থাকে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

২৮৬.
জলজ উদ্ভিদসমূহ-
i. টোপাপানা
ii. শেওলা
iii. কলমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
বনভূমি-
i. বৃষ্টিপাতে সাহায্য করে
ii. ভূগর্ভে পানি সঞ্চালন সাহায্য করে
iii. বন্যপ্রাণিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৮.
নিচের কোন নদী দখলের শিকার?
Ο ক) 
গড়াই
Ο খ) 
মহানন্দা
Ο গ) 
শীতলক্ষ্যা
Ο ঘ) 
ব্রক্ষপুত্র

  সঠিক উত্তর: (গ)

২৮৯.
এরি হ্রদ কোথায় অবস্থিত?
Ο ক) 
আমেরিকার আটলাল্টা অঙ্গরাজ্যে
Ο খ) 
আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে
Ο গ) 
যুক্তরাজ্যের ওহাইও অঙ্গরাজ্যে
Ο ঘ) 
কানাডার ওহাইও অঙ্গরাজ্যে

  সঠিক উত্তর: (খ)

২৯০.
অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে-
i.� কচুরিপানা, ক্ষুদিপানা
ii.� সিংগারা, টেপাপানা
iii.� পদ্ম, হাইড্রিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) 
লবণ
Ο খ) 
বিশুদ্ধ পানি
Ο গ) 
ক্ষার
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৯২.
কোনটি নদ-নদীর পানি দূর্ষণের অন্যতম কারণ?
Ο ক) 
জমির চাষাবাদ
Ο খ) 
শিল্প কারখানার বর্জ্য
Ο গ) 
পানিতে অক্সিজেন বৃদ্ধি
Ο ঘ) 
অতিরিক্ত বৃক্ষরোপণ

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুযুক্ত হয়?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
ক্লোরিনেশন
Ο গ) 
পরিস্রাবণ
Ο ঘ) 
পাতন

  সঠিক উত্তর: (ক)

২৯৪.
আমাদের প্রয়োজনীয় প্রোটিনের বেশির ভাগই আসে কোনটি থেকে?
Ο ক) 
মাংস
Ο খ) 
মাছ
Ο গ) 
শাক-সবজি
Ο ঘ) 
ফলমূল

  সঠিক উত্তর: (খ)

২৯৫.
পানি না থাকলে-
i. গাছপালা জন্মাবে না
ii. গাছপালা জন্মাতে
iii. ফসল উৎপাদন হবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৬.
হিমবাহ ও তুষার স্রোতে পানি কী আকারে থাকে?
Ο ক) 
বরফ
Ο খ) 
তরল
Ο গ) 
গ্যাসীয়
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
জলজ প্রাণীদের খাদ্যভান্ডার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
হাইড্রিলা
Ο খ) 
কলমি
Ο গ) 
কেশরদাম
Ο ঘ) 
শ্যাওলা

  সঠিক উত্তর: (ঘ)

২৯৮.
জলজ উদ্ভিজসমূহ দেহের কোন অংশ দিয়ে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে?
Ο ক) 
সারা দেহ
Ο খ) 
মূল
Ο গ) 
পাতা
Ο ঘ) 
পাতা ও কান্ড

  সঠিক উত্তর: (ক)

২৯৯.
HCI কী?
Ο ক) 
এসিড
Ο খ) 
ক্ষার
Ο গ) 
ক্ষারক
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (ক)

৩০০.
সমুদ্রের পানি কৃষি কাজে এবং কলকারখানায় ব্যবহার করা যায় না কারণ-
i. সমুদ্রের পানিতে প্রচুর এসিড থাকে
ii. সমুদ্রের পানি লবণাক্ত
iii. সমুদ্রের পানি বিভিন্ন যন্ত্রপাতির ক্ষয়সাধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩০১.
মাছ কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে?
Ο ক) 
ফুলকা
Ο খ) 
মুখছিদ্র
Ο গ) 
পাখনা
Ο ঘ) 
লেজ

  সঠিক উত্তর: (ক)

৩০২.
সীসা যুক্ত পানি পান করলে-
i. বিতৃষ্ণাবোধ হয়
ii. রক্তশূণ্যতা দেখা দেয়
iii. কিডনী বিকল হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩.
লবণাক্ত পানি-
i. ইলিশ মাছের ডিমের জন্য ক্ষতিকর
ii. মোট পানির ৯৭ শতাংশ
iii. শিল্পকারখানায় ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০৪.
পানিবাহিত রোগ-
i.� টাইফয়েড, কলেরা
ii.� যক্ষ্মা, হাম
iii.� �আমাশয়, হেপাটাইটিস ‘বি’
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৫.
পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়?
Ο ক) 
শ্যাওলা
Ο খ) 
কচুরি পানা
Ο গ) 
কেশর দাম
Ο ঘ) 
শাপলা

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
সাধারণত পানি-
i. এসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে কাজ করে
ii. ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে
iii. ১০০সেলিসিয়াস-এ বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৭.
ভারত কোনটির পানির গতিপথ পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করছে?
Ο ক) 
মেঘনা
Ο খ) 
করতোয়া
Ο গ) 
গঙ্গা
Ο ঘ) 
সুরমা

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
রামসার কোথায় অবস্থিত?
Ο ক) 
ইরাক
Ο খ) 
ইরান
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
জাপান

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) 
কৃষিপ্রধান
Ο খ) 
শীতপ্রধান
Ο গ) 
উন্নত
Ο ঘ) 
অনুন্নত

  সঠিক উত্তর: (ক)

৩১০.
বাসাবাড়ীর জন্য পানি বিশোধনে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
পরিস্রাবণ
Ο খ) 
ক্লোরিনেশন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
পাতন

  সঠিক উত্তর: (গ)

৩১১.
জলজ প্রাণীদে খাদ্যভান্ডার হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) 
শাপলা
Ο খ) 
পদ্ম
Ο গ) 
কলমি
Ο ঘ) 
শেওলা

  সঠিক উত্তর: (ঘ)

৩১২.
কোন প্রকার টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরু?
Ο ক) 
ক্লোরেনকাইমা
Ο খ) 
স্ক্লেরেনকাইমা
Ο গ) 
জাইলেম
Ο ঘ) 
কোলেনকাইমা

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
বিশুদ্ধ পানির স্বাদ কেমন?
Ο ক) 
সামান্য মিষ্টি স্বাদ
Ο খ) 
সামান্য নোনতা স্বাদ
Ο গ) 
স্বাদহীন
Ο ঘ) 
সামান্য তেঁতোস্বাদ

  সঠিক উত্তর: (গ)

৩১৪.
কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৃহবধুদের পুকুরে সংগৃহীত পানি আনতে হয়?
Ο ক) 
৪-৫ কি.মি.
Ο খ) 
৫-৬ কি.মি.
Ο গ) 
১-২ কি.মি.
Ο ঘ) 
৭-৮কি.মি.

  সঠিক উত্তর: (ঘ)

৩১৫.
জলজ উদ্ভিদ কীভাবে বংশ বৃদ্ধি করে?
Ο ক) 
অঙ্গজ উপায়ে
Ο খ) 
মূলের সাহায্য
Ο গ) 
বীজের সাহায্য
Ο ঘ) 
কান্ডের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৩১৬.
কোনটি প্রাকৃতিক পানির পুনঃআবর্তন?
Ο ক) 
ঝরণা
Ο খ) 
বৃষ্টি
Ο গ) 
বন্যা
Ο ঘ) 
ভূমিকম্প

  সঠিক উত্তর: (খ)

৩১৭.
যে তাপমাত্রায় বরফ গলে যায়, তাকে কী বলে?
Ο ক) 
গলনাঙ্ক
Ο খ) 
স্ফুটনাঙ্ক
Ο গ) 
বাষ্পীভবন
Ο ঘ) 
স্ফুটন

  সঠিক উত্তর: (ক)

৩১৮.
ঢাকা শহরে কোন সময় পানির প্রচন্ড অভাব থাকে?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
শীতকালে
Ο গ) 
বর্ষাকালে
Ο ঘ) 
শরৎকালে

  সঠিক উত্তর: (ক)

৩১৯.
ক্ষতিকর ধাতব পদার্থ হচ্ছে-
i. পারদ
ii. সিসা
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২০.
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
স্বাদহীন, গন্ধহীন ও নীলাভ বর্ণের
Ο খ) 
স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
Ο গ) 
বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন
Ο ঘ) 
কটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন

  সঠিক উত্তর: (গ)

৩২১.
নিচের কোনটি পানি দূষণ প্রতিরোধ কৌশল?
Ο ক) 
জলাভূমি রক্ষা
Ο খ) 
নদীর পানি কমানো
Ο গ) 
নদী ভরাট করা
Ο ঘ) 
পানিতে মাছ চাষ না করা

  সঠিক উত্তর: (ক)

৩২২.
আমাদের দেশের বেশির ভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ο ক) 
চীন
Ο খ) 
রাশিয়া
Ο গ) 
ভারত
Ο ঘ) 
পাকিস্তান

  সঠিক উত্তর: (গ)

৩২৩.
ডিটারজেন্ট কারখানা তে কোনটি নির্গত হয়?
Ο ক) 
সালফেট
Ο খ) 
ফসফেট
Ο গ) 
ক্লোরাইড
Ο ঘ) 
নাইট্রেট

  সঠিক উত্তর: (খ)

৩২৪.
মিঠা পানিতে লবণাক্ততা বাড়লে-
i. পানিদে দ্রবীভূত অক্সিজেন কমে যায়
ii. জলজ উদ্ভিদের বড় অংশ জন্মাতে পারে না
iii. কৃষি কাজের জন্য অনুপোযাগী হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৫.
পানির pH মান খুব কমে গেলে জলজ প্রাণীর-
i. অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না
ii. দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে
iii. পানির তলদেশে সাঁতার কাটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৬.
ভারত সরকার কত সালে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
Ο ক) 
১৯৭০
Ο খ) 
১৯৭৫
Ο গ) 
১৯৮০
Ο ঘ) 
১৯৮৫

  সঠিক উত্তর: (খ)

৩২৭.
নিচের কোনটি জলজ উদ্ভিদ?
Ο ক) 
নারিকেল গাছ
Ο খ) 
তাল গাছ
Ο গ) 
কলমি
Ο ঘ) 
পাইন গাছ

  সঠিক উত্তর: (গ)

৩২৮.
পাকশী ব্রিজ কোন নদীর উপর নির্মিত?
Ο ক) 
যমুনা
Ο খ) 
মেঘনা
Ο গ) 
পদ্মা
Ο ঘ) 
করতোয়া

  সঠিক উত্তর: (গ)

৩২৯.
বৈশ্বিক উষ্ণতার ফলে কী ঘটে?
Ο ক) 
পানির তাপমাত্রা হ্রাস পায়
Ο খ) 
মিঠা পানির লবণাক্ততা হ্রাস পায়
Ο গ) 
পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায়
Ο ঘ) 
বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কতভাগ পানি আছে?
Ο ক) 
৫ ভাগ
Ο খ) 
৪ ভাগ
Ο গ) 
৩ ভাগ
Ο ঘ) 
২ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩১.
রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) 
ইরাক
Ο খ) 
ইরান
Ο গ) 
সৌদি-আরব
Ο ঘ) 
দুবাই

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
পাহাড়ি ঝর্ণা থেকে নদী কোথায় গিয়ে পড়ে?
Ο ক) 
নদী
Ο খ) 
সাগর
Ο গ) 
ডোবা
Ο ঘ) 
খাল

  সঠিক উত্তর: (খ)

৩৩৩.
নিচের কোনিট পানি ও মাটিতে উভয় জায়গায় জন্মায় না?
Ο ক) 
কলমি
Ο খ) 
শাপলা
Ο গ) 
হেলেঞ্চা
Ο ঘ) 
কেশর দাম

  সঠিক উত্তর: (খ)

৩৩৪.
কোনটি থেকে জীবন ধ্বংসকারী জীবাণু তৈরি হয়?
Ο ক) 
সাবান
Ο খ) 
ময়লা-আর্বজনা
Ο গ) 
বিশুদ্ধ পানি
Ο ঘ) 
ডেটল

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
pH দ্বারা কোনটি বোঝায় না?
Ο ক) 
জলীয় দ্রবণের অম্লতা
Ο খ) 
জলীয় দ্রবণের ক্ষরীয়তা
Ο গ) 
জলীয় দ্রবণের নিরপেক্ষতা
Ο ঘ) 
জলীয় দ্রবণের লবণাক্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬.
তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
পাতন
Ο খ) 
আংশিক পাতন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
পরিস্রাবণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৭.
পানিদে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে কোন মৌলটির ঘাটতি জলজ প্রাণিদের দুর্বল করে ফেলে?
Ο ক) 
N
Ο খ) 
Na
Ο গ) 
Ca
Ο ঘ) 
O

  সঠিক উত্তর: (গ)

৩৩৮.
কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ?
Ο ক) 
তাপমাত্রা
Ο খ) 
সমচাপ
Ο গ) 
pH
Ο ঘ) 
শিশিরাঙ্ক

  সঠিক উত্তর: (গ)

৩৩৯.
নিচের কোন দেশে সুনামি ভয়াবহ আকার ধারণ করেছে?
Ο ক) 
জাপান
Ο খ) 
কোরিয়া
Ο গ) 
রাশিয়া
Ο ঘ) 
ইতালি

  সঠিক উত্তর: (ক)

৩৪০.
নদীর নাব্যত কমে গেলে কী অসুবিধা হয়?
Ο ক) 
পানি দূষিত হয়
Ο খ) 
নৌযান চলাচলে বিঘ্ন ঘটে
Ο গ) 
জলজ উদ্ভিদের খাদ্য উৎপাদন ব্যাহত হয়
Ο ঘ) 
পানি লবণাক্ত হয়ে পড়ে

  সঠিক উত্তর: (খ)

৩৪১.
জলজ উদ্ভিদ স্থলে জন্মালে কী ঘটত?
Ο ক) 
মারা যেত
Ο খ) 
কেবল মূলরোম দিয়ে পানি শোষণ করত
Ο গ) 
দ্রুত বৃদ্ধি লাভ করত
Ο ঘ) 
সারাদেহ দিয়ে খনিজ লবণ শোষণ করত

  সঠিক উত্তর: (ক)

৩৪২.
বৈশ্বিক উষ্ণতার প্রভাবে কী ঘটবে?
Ο ক) 
সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে
Ο খ) 
মিঠা পানির পরিমাণ বেড়ে যাবে
Ο গ) 
মেরু অঞ্চলের বরফ জমতে শুরু করবে
Ο ঘ) 
নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
একটি পানির নমুনায় pH এর মান ৭, এক্ষেত্রে-
i. নমুনার পানি বিশুদ্ধ মানের
ii. পানির ভিতর দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে
iii. পানির হিমাংক 00C এর স্ফুটনাংক 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪৪.
সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
Ο ক) 
১ মিলিগ্রাম
Ο খ) 
২ মিলিগ্রাম
Ο গ) 
১০ মিলিগ্রাম
Ο ঘ) 
১০০০ মিলিগ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৫.
কংক্রীটের বদলে আমরা কী ব্যবহার করতে পারি?
Ο ক) 
গ্রাভেল
Ο খ) 
ইট
Ο গ) 
কাঠ
Ο ঘ) 
পাথর

  সঠিক উত্তর: (ক)

৩৪৬.
বৃষ্টি হলে নদীর পানি কোন পদার্থ দ্বারা দূষণ কম হয়?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
আয়রন
Ο ঘ) 
ফসফরাস

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৭.
কী কারণে বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ?
Ο ক) 
জনসংখ্যা
Ο খ) 
নদী
Ο গ) 
ভৌগোলিক অবস্থান
Ο ঘ) 
পরিবেশ

  সঠিক উত্তর: (গ)

৩৪৮.
কোনটি পানির সংকেত?
Ο ক) 
‌H2O
Ο খ) 
H3O
Ο গ) 
OH
Ο ঘ) 
H2O2

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
কচুরিপানা জলজ উদ্ভিদ। এটি পানি ও খনিজ লবণ সংগ্রাহে ব্যবহার করে-
i.� মূলরোম
ii.� কান্ড
iii.� সারাদেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫০.
ফিল্টার কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) 
পানি থেকে ময়লা আবর্জনা দূর করতে
Ο খ) 
পানির জীবাণু ধ্বংস করতে
Ο গ) 
পানিকে আর্সেনিকমুক্ত করতে
Ο ঘ) 
পানির জীবাণু নিস্ক্রিয় করতে

  সঠিক উত্তর: (ক)

৩৫১.
pH-
i. 6-8 হলে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য উপযোগী
ii. ৭ এর বেশি হলে পানি ক্ষারীয় হয়
iii. ৭ এর কম হলে পানি এসিডীয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫২.
pH মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে?
Ο ক) 
ম্যাগনেসিয়াম
Ο খ) 
ক্যালসিয়াম
Ο গ) 
আয়রন
Ο ঘ) 
সোডিয়াম

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) 
১৯৭৩
Ο খ) 
১৯৮৫
Ο গ) 
১৯৯৫
Ο ঘ) 
১৯৯৭

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪.
ভারত ব্রক্ষপুত্র নদের কোন করিডোর দিয়ে পশ্চিমাঞ্চলের পানি দেওয়ার চিন্তাভাবনা করছে?
Ο ক) 
নদীয়া
Ο খ) 
আসাম
Ο গ) 
ত্রিপুরা
Ο ঘ) 
শিলিগুড়ি

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৫.
মাটিতে ও পানিতে উভয় জায়গাতেই জন্মায় কোনটি?
Ο ক) 
টোপাপানা
Ο খ) 
শাপলা
Ο গ) 
শেওলা
Ο ঘ) 
কেশরদাম

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৬.
পৃথিবীর শতকরা কত ভাগ পানি বরফ আকারে রয়েছে?
Ο ক) 
১%
Ο খ) 
২%
Ο গ) 
৪%
Ο ঘ) 
১০%

  সঠিক উত্তর: (খ)

৩৫৭.
কোন প্রতিষ্ঠানটির উদ্যেগে রামসায় কনেভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়?
Ο ক) 
UNESCO
Ο খ) 
ILO
Ο গ) 
UN
Ο ঘ) 
UNICEF

  সঠিক উত্তর: (ক)

৩৫৮.
মাছ, মাংস, শাক-সবজি প্রভৃতির শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) 
৪০-৬০
Ο খ) 
৫০-৪০
Ο গ) 
৬০-৯০
Ο ঘ) 
৩০-৫০

  সঠিক উত্তর: (গ)

৩৫৯.
সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতা দেখা যায়-
i.� মালয়েশিয়ায়
ii.� ইন্দোনেশিয়ায়
iii. জাপানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৬০.
কোন পানি বিদ্যুৎ পরিবহন করে না?
Ο ক) 
বিশুদ্ধ পানি
Ο খ) 
লবণযুক্ত পানি
Ο গ) 
এসিডযুক্ত পানি
Ο ঘ) 
অবিশুদ্ধ পানি

  সঠিক উত্তর: (ক)

৩৬১.
ভারত কীভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করতে পারে?
Ο ক) 
গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে
Ο খ) 
বোমা নিক্ষেপ করে
Ο গ) 
টিপাইমুখে বাঁধ দিয়ে
Ο ঘ) 
মিজোরামের বন ধ্বংস করে

  সঠিক উত্তর: (গ)

৩৬২.
নিচের কোনটি পানি দূষণের কারণ?
Ο ক) 
পানি পান করা
Ο খ) 
গোসল করা
Ο গ) 
পায়খানার বর্জ্য পানি নদ-নদীতে ফেলা
Ο ঘ) 
বেশি সৃষ্টি হওয়া

  সঠিক উত্তর: (গ)

৩৬৩.
রক্তশূণ্যতা হয় কোন রাসায়নিক পদার্থের প্রভাবে?
Ο ক) 
ক্ষার
Ο খ) 
এসিড
Ο গ) 
মারকারি
Ο ঘ) 
সিসা

  সঠিক উত্তর: (গ)

৩৬৪.
কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
Ο ক) 
আর্সেনিক
Ο খ) 
লেড
Ο গ) 
মারকারী
Ο ঘ) 
সিজিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৫.
কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) 
সোডিয়াম ক্লোরাইড
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
চিনি
Ο ঘ) 
কার্বন টেট্রাক্লোরাইড

  সঠিক উত্তর: (ক)

৩৬৬.
পানির অণুর আকৃতি কিরূপ?
i.� ক্লাস্টার
ii.� ভি আকৃতির
iii. পিরামিড আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৭.
নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণ চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয়?
Ο ক) 
মৌলভীবাজার
Ο খ) 
গাইবান্ধা
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
সাতক্ষীরা

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৮.
জলীয় দ্রবণ এসিডিক হলে এর pH মান কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩৬৯.
পানিচক্র না থাকলে-
i. পৃথিবী মরূভূমি হয়ে যেত
ii. বন্যা হয়
iii. ফসল উৎপাদন ব্যাহত হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭০.
নিম্নের কোনটির গলনাঙ্ক ০সেলসিয়াস?
Ο ক) 
খাবার লবণ
Ο খ) 
কেরোসিন
Ο গ) 
টাংস্টেন
Ο ঘ) 
বরফ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭১.
কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি সম্ভব?
Ο ক) 
শিল্পে
Ο খ) 
সংস্কৃতিতে
Ο গ) 
ফসল চাষে
Ο ঘ) 
মাছ চাষে

  সঠিক উত্তর: (ক)

৩৭২.
বালাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয় কেন?
Ο ক) 
ইলিশ চাষের জন্য
Ο খ) 
জমির উর্বরতা বৃদ্ধির জন্য
Ο গ) 
মাটির ক্ষারকতা বৃদ্ধির জন্য
Ο ঘ) 
চিংড়ি চাষের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* রাজীব, রাকীব এবং রোকেয়া পরস্পর ভাইবোন। পিতার মৃত্যুর পর রাজীব ও রাকীব বাবার সমস্ত সম্পদ দু’ভাগ করে নিয়েছে। কিন্তু বোন রোকেয়াকে কোনো সম্পদ দেয় নি।
৩৭৩.
আখলাকে হামীদার কোন গুণের অভাবে রাজীব ও রাকীব এ কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে?
Ο ক) 
তাকওয়া
Ο খ) 
ছবর
Ο গ) 
সিদক
Ο ঘ) 
শোকর

  সঠিক উত্তর: (ক)

৩৭৪.
রাজীব ও রাকীবের কাজের দ্বারা প্রকাশ পেয়েছে-
i. যুলম
ii. অবিচার
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

1 টি মন্তব্য: