NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

এস.এস.সি || সাধারণ বিজ্ঞান অধ্যায়-৩: হৃদযন্ত্রের যত কথা

এস.এস.সি    ||    সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৩: হৃদযন্ত্রের যত কথা


১.
পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
হুপিং কাশি
Ο গ) 
ডেঙ্গজ্বর
Ο ঘ) 
ব্লাড ক্যান্সার

  সঠিক উত্তর: (গ)

২.
কাদের দেহে অনুচক্রিকার সংখ্যা বেশি থাকে?
Ο ক) 
ভ্রূণদেহে
Ο খ) 
শিশুদেহে
Ο গ) 
অসুস্থদেহে
Ο ঘ) 
পরিনতদেহে

  সঠিক উত্তর: (গ)

৩.
রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলো হলো-
i. সোডিয়াম
ii. পটাসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
রক্ত কোষ কতৃক সৃষ্ট পদার্থকে কী বলে?
Ο ক) 
অ্যান্টিবডি
Ο খ) 
অ্যান্টিজেন
Ο গ) 
অ্যান্টি টক্সিন
Ο ঘ) 
গ্লুটিনিন

  সঠিক উত্তর: (ক)

৫.
হৃদস্পন্দনের ত্রুটিপূর্ণ প্রবাহ হলে তাকে কী বলে?
Ο ক) 
হার্ট ফেইলওর
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ব্লক
Ο ঘ) 
হাইপার টেনশন

  সঠিক উত্তর: (গ)

৬.
LDL এর পূর্ণ রূপ-
Ο ক) 
Low Density Liporprotein
Ο খ) 
Low Density Lipid
Ο গ) 
Low Density Liquid
Ο ঘ) 
Long Distance Lipid

  সঠিক উত্তর: (ক)

৭.
কোনটি অনুচক্রিকার প্রধান কাজ?
Ο ক) 
অক্সিজেন সরবরাহ করা
Ο খ) 
জীবাণু ভক্ষণ করা
Ο গ) 
অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা
Ο ঘ) 
রক্ত তঞ্চনে সাহায্য করা

  সঠিক উত্তর: (ঘ)

৮.
একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
Ο ক) 
৪০-৮০
Ο খ) 
৫০-৯০
Ο গ) 
৬০-১০
Ο ঘ) 
৭০-১০

  সঠিক উত্তর: (ঘ)

৯.
দুই ধরনের অ্যান্টিবডি রক্তনালিকার রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
Ο ক) 
সেরিব্রাল থ্রম্বোসিস
Ο খ) 
করোনারি থ্রম্বোসিস
Ο গ) 
পারপুরা
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (ক)

১০.
নিউক্লিয়াসবিহীন পরিণত লোহিত রক্তকণিকা উপস্থিতি কোন প্রাণীতে?
Ο ক) 
মাছ
Ο খ) 
মানুষ
Ο গ) 
ব্যাঙ
Ο ঘ) 
পাখি

  সঠিক উত্তর: (খ)

১১.
ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে?
Ο ক) 
হার্ট ব্লক
Ο খ) 
হার্ট ফেলিওর
Ο গ) 
করোনারি হৃদরোগ
Ο ঘ) 
প্যারালাইসিস

  সঠিক উত্তর: (গ)

১২.
হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কী বলে?
Ο ক) 
পালস
Ο খ) 
লাব
Ο গ) 
ডাব
Ο ঘ) 
ইসিজি

  সঠিক উত্তর: (ক)

১৩.
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলানায় বেড়ে যাওয়াকে কী বলে?
Ο ক) 
পারপুরা
Ο খ) 
থ্রম্বোসাইটোসিস
Ο গ) 
থ্যালসিমিয়া
Ο ঘ) 
লিউকোমিয়া

  সঠিক উত্তর: (গ)

১৪.
কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে?
Ο ক) 
বেসোফিল
Ο খ) 
মনোসাইট
Ο গ) 
নিউট্রোফিল
Ο ঘ) 
বেসোফিল

  সঠিক উত্তর: (খ)

১৫.
হৃদপিন্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কী বলে?
Ο ক) 
হার্ট অ্যাটাক
Ο খ) 
হার্ট ব্লক
Ο গ) 
হার্টবিট
Ο ঘ) 
হার্ট ফেলিওর

  সঠিক উত্তর: (খ)

১৬.
বি গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) 
৯%
Ο খ) 
৪৪১২%
Ο গ) 
৩%
Ο ঘ) 
৪৬%

  সঠিক উত্তর: (ক)

১৭.
মিলির বাবার ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকেঁ করতে হবে-
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ওষুধ সেবন
iii. জীবন শৃঙ্খলা মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
Ο ক) 
পলিসাইথিমিয়া
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
লিউকোমিয়া
Ο ঘ) 
পারপুরা

  সঠিক উত্তর: (ক)

১৯.
পূর্ব বয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত?
Ο ক) 
প্রায় ৮%
Ο খ) 
প্রায় ৯%
Ο গ) 
প্রায় ৬%
Ο ঘ) 
প্রায় ৭%

  সঠিক উত্তর: (ক)

২০.
মানুষের দেহে থ্যালসিমিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কোনটি?
Ο ক) 
অটোজোম ক্রোমোজোমের প্রকট জিন
Ο খ) 
অটোজোম ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন
Ο গ) 
হিমোগ্লোবিনের অস্বাভাবিক বৃদ্ধি
Ο ঘ) 
শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

২১.
রক্তরসে পানির পরিমাণ শতকরা-
Ο ক) 
৮০%
Ο খ) 
৮৫%
Ο গ) 
৯০%
Ο ঘ) 
৯৫%

  সঠিক উত্তর: (গ)

২২.
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে-
Ο ক) 
পালমোনারি
Ο খ) 
পালমোনারি ধমনি
Ο গ) 
অ্যাওর্টা
Ο ঘ) 
বাম ভেন্ট্রিকল

  সঠিক উত্তর: (খ)

২৩.
ধমনি ও শিরার মধ্যে সাদৃশ্য কোনটি?
Ο ক) 
উভয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে
Ο খ) 
উভয়ের প্রাচীর তিন স্তরবিশিষ্ট
Ο গ) 
উভয়টিতে কপাটিকা থাকে
Ο ঘ) 
উভয়ে হৃৎপিন্ড থেকে সারাদেহে রক্ত ছড়িয়ে দেয়

  সঠিক উত্তর: (খ)

২৪.
বহিরাগত অযাচিত প্রোটিন রক্তে কী তৈরিতে উদ্বুদ্ধ করে?
Ο ক) 
অ্যান্টিবডি
Ο খ) 
হরমোন
Ο গ) 
এনজাইম
Ο ঘ) 
অ্যান্টিজেন

  সঠিক উত্তর: (ক)

২৫.
রক্তরস তরল অংশকে কী বলে?
Ο ক) 
সিরাম
Ο খ) 
রক্তকণিকা
Ο গ) 
লসিকা
Ο ঘ) 
প্লাজমা

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
Ο ক) 
কোলেস্টেরল
Ο খ) 
অ্যামাইনো এসিড
Ο গ) 
ফ্যাটি এসিড
Ο ঘ) 
গ্লুকোজ

  সঠিক উত্তর: (ক)

২৭.
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সতর্কতামূলক উপায়-
i. সুষম খাবার খাওয়া
ii. নিয়মিত ব্যায়াম করা
iii. ৭-৮ ঘন্টা ঘুমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
Rh- বিশিষ্ট রত্কে Rh+ বিশিষ্ট রক্ত দিলে গ্রহীতার রক্তরসে ক্রমশ বিপরীত অ্যান্টিবডি গড়ে উঠবে-
i. Rh- অ্যান্টিজেনের
ii. Rh+ অ্যান্টিজেনের
iii. তার নাম Rh+ অ্যান্টি ফ্যাক্টর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
ডায়াবেটিস কেন হয়?
Ο ক) 
বংশগত কারণে
Ο খ) 
ভিটামিনের অভাবে
Ο গ) 
এক ধরনের ভাইরাসের আক্রমণে
Ο ঘ) 
অতিরিক্ত দৈহিক পরিশ্রমে

  সঠিক উত্তর: (ক)

৩০.
রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
Ο ক) 
২০%
Ο খ) 
১৫%
Ο গ) 
৮০%
Ο ঘ) 
১০%

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
প্রতি ডিগ্রী ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
১২
Ο ঘ) 
২০

  সঠিক উত্তর: (খ)

৩২.
পালস রেট এর কম স্বাভাবিক-
i. ঘুমানো অবস্থায়
ii. সুনিদ্রার পর সকালে
iii. ব্যায়ামের পর
নিচের কোনটি সঠিক
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
শিরার উৎপত্তি কোথা হতে?
Ο ক) 
হৃৎপিন্ড
Ο খ) 
কৈশিক জালিকা
Ο গ) 
পালমোনারি নালি
Ο ঘ) 
উপশিরা

  সঠিক উত্তর: (খ)

৩৪.
সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৫.
রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে বিভক্ত করা যায়?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

৩৬.
করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?
Ο ক) 
ডায়রিয়া
Ο খ) 
উচ্চ রক্তচাপ
Ο গ) 
জন্ডিস
Ο ঘ) 
আমাশয়

  সঠিক উত্তর: (খ)

৩৭.
লোহিত রক্তকণিকার আকৃতি কীরূপ?
Ο ক) 
দ্বি-অবতল
Ο খ) 
দ্বি-উত্তল
Ο গ) 
উত্তল-অবতল
Ο ঘ) 
অবতল-উত্তল

  সঠিক উত্তর: (ক)

৩৮.
অ্যান্টিবডি কোথায় থাকে?
Ο ক) 
রক্তরসে
Ο খ) 
সিরামে
Ο গ) 
বৃক্কে
Ο ঘ) 
লসিকায়

  সঠিক উত্তর: (ক)

৩৯.
ধমনি ও শিরার পার্থক্য হলো-
i. প্রথমটি বিশুদ্ধ ও দ্বিতীয়টি দূষিত রক্ত বহন করে
ii. প্রথমটিতে কপাটিকা আছে, দ্বিতীয়টিতে তা নেই
iii. প্রথমটির প্রাচীর পুরু এবং দ্বিতীয়টির প্রাচীর পাতলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪০.
রক্তরসে দ্রবীভূত অবস্থায় কোনটি থাকে?
Ο ক) 
লোহিত রক্তকণিকা
Ο খ) 
শ্বেত রক্তকণিকা
Ο গ) 
অনুচক্রিকা
Ο ঘ) 
জৈব ও অজৈব পদার্থ

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
ইনসুলিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
Ο ক) 
লিউকোমিয়া
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
ডায়াবেটিস
Ο ঘ) 
পারপুরা

  সঠিক উত্তর:

৪২.
কোনটি রক্তরসের জৈব পদার্থ?
Ο ক) 
সোডিয়াম
Ο খ) 
ক্লোরিন
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
যে সব মানুষের রক্তে Rh ফ্যাক্টর উপস্থিত তাদের কী বলে?
Ο ক) 
Rh + Ve
Ο খ) 
Rh - Ve
Ο গ) 
O + Ve
Ο ঘ) 
O - Ve

  সঠিক উত্তর: (ক)

৪৪.
গ্রানুলোসাইট শ্বেত কণিকার অন্তর্ভূক্ত-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ-
Ο ক) 
৪-৫ লিটার
Ο খ) 
৫-৬ লিটার
Ο গ) 
৬-৭ লিটার
Ο ঘ) 
৭-৮ লিটার

  সঠিক উত্তর: (খ)

৪৬.
হৃৎপিন্ডকে ভালো রাখা যায়-
i. শুধু প্রাণিজ প্রোটিন খেয়ে
ii. দেহের ওজন স্বাভাবিক রেখে
iii. সুষম খাদ্য গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৭.
সারাদেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) 
রক্ত
Ο খ) 
লসিকা
Ο গ) 
বৃক্ক
Ο ঘ) 
পাকস্থলি

  সঠিক উত্তর: (ক)

৪৮.
অণুচক্রিকার আকার-
i. দ্বি-অবতল
ii. গোলাকার ও বড় আকৃতি
iii. ডিম্বাকার, বড় আকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৯.
লোহিত কণিকার কাজ-
i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা
ii. অ্যান্টিবডি তৈরি করা
iii. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫০.
পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা-
Ο ক) 
৪-৫ লাখ
Ο খ) 
৪.৫-৫.৫ লাখ
Ο গ) 
৬০-৭০ লাখ
Ο ঘ) 
৮০-৯০ লাখ

  সঠিক উত্তর: (ক)

৫১.
মানুষের রক্তের সিরামের কত রকম অ্যান্টিবডি আছে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৫২.
রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক হল-
i. এ গ্রুপের রক্তধারী ভ্যক্তি এ ও এবি গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
ii. বি গ্রুপের রক্তধারী ব্যক্তি এ গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
iii. ও গ্রুপের রক্তধারী ব্যক্তি এ, বি, এবি ও এবং ও গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে পারবে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৩.
হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ দুটিকে কী বলে?
Ο ক) 
অ্যাট্রিয়াম
Ο খ) 
ভেন্ট্রিকল
Ο গ) 
এন্ডোথেলিয়াম
Ο ঘ) 
নিলয়

  সঠিক উত্তর: (ক)

৫৪.
বেসোফিল শ্বেতরক্ত কণিকা হতে নিঃসৃত হয়-
i. হিস্টারিন
ii. অ্যান্টিবডি
iii. হেপারিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৫.
Rh �ফ্যাক্টর নামকরণ হয়েছে - নাম অনুসারে।
Ο ক) 
রেসাস হনুমান
Ο খ) 
রেসাস বানর
Ο গ) 
রেসাস বেবুন
Ο ঘ) 
রেসাস গন্ডার

  সঠিক উত্তর: (খ)

৫৬.
একটি রক্তনালি X কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। এক্ষেত্রে Y নিচের কোনটি?
Ο ক) 
সিস্টোমিক মহাধমনি
Ο খ) 
জুগুলার শিরা
Ο গ) 
পালমোনারি ধমনি
Ο ঘ) 
সাবক্লেভিয়ান শিরা

  সঠিক উত্তর: (ক)

৫৭.
বংশগত রোগ কোনটি?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
হুপিং কাশি
Ο গ) 
থ্যালসিমিয়া
Ο ঘ) 
পারপুরা

  সঠিক উত্তর: (গ)

৫৮.
হৃদস্পন্দনে 'ডাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
Ο ক) 
অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
Ο খ) 
ভেন্ট্রিকলের ডায়াস্টোল
Ο গ) 
অ্যাট্রিয়ামের সিস্টোল
Ο ঘ) 
ভেন্ট্রিকলের ডায়াস্টোল

  সঠিক উত্তর: (খ)

৫৯.
মানবদেহের পাম্প যন্ত্রের অনুরূপ অঙ্গাণু কোনটি?
Ο ক) 
যকৃত
Ο খ) 
ফুসফুস
Ο গ) 
হৃৎপিন্ড
Ο ঘ) 
পাকস্থলী

  সঠিক উত্তর: (গ)

৬০.
কোনটি অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনে সক্ষম?
Ο ক) 
শ্বেত রক্ত কণিকা
Ο খ) 
অণুচক্রিকা
Ο গ) 
থ্রম্বোসাইট
Ο ঘ) 
লোহিত রক্ত কণিকা

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
ECG- এর পূর্ণরূপ কী?
Ο ক) 
Electronic cardiogram
Ο খ) 
Electro cardilgram
Ο গ) 
Electro cardiology
Ο ঘ) 
Cardiography Engincering

  সঠিক উত্তর: (খ)

৬২.
রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
Ο ক) 
ডা. কার্ল ল্যান্ডস্টেইনার
Ο খ) 
গ্রেগর জোহান মেন্ডেল
Ο গ) 
স্ট্রাচবুর্গার
Ο ঘ) 
রবার্ট ব্রাউন

  সঠিক উত্তর: (ক)

৬৩.
রক্ত চাপ বেড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) 
হাইপো টেনশন
Ο খ) 
হাইপার টেনশন
Ο গ) 
টেনশন
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (খ)

৬৪.
রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে?
Ο ক) 
কার্বমিনো হিমোগ্লোবিন হিসেবে
Ο খ) 
অক্সিহিমোগ্লোবিন হিসেবে
Ο গ) 
অক্সাইড আয়ন হিসেবে
Ο ঘ) 
বাইকার্বনেট আয়ন হিসেবে

  সঠিক উত্তর: (খ)

৬৫.
ইওসিনোফিল ও বেসোফিল বলতে কী বোঝায়?
Ο ক) 
অ্যাগ্রানুলোসাইট
Ο খ) 
গ্রানুলোসাইট
Ο গ) 
প্রেইটলেট
Ο ঘ) 
থ্রম্বোসাইট

  সঠিক উত্তর: (খ)

৬৬.
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
Ο ক) 
হরমোন
Ο খ) 
এনজাইম
Ο গ) 
বিলিরুবিন
Ο ঘ) 
ইউরিয়া

  সঠিক উত্তর: (ক)

৬৭.
হৃদযন্ত্র ভাল রাখার উপায়-
i. শর্করা বেশি খেতে হবে
ii. অতিভোজন হতে বিরত থাকা
iii. নিয়মিত হালকা ব্যায়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৮.
রক্ত চাপ বড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) 
হাইপো টেনশন
Ο খ) 
হাইপার টেনশন
Ο গ) 
টেনশন
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (খ)

৬৯.
রক্ত নাইট্রোজেনজনিত বর্জ্য পদার্থগুলোকে কোন অঙ্গে পরিবহন করে?
Ο ক) 
যকৃতে
Ο খ) 
পাকস্থলীতে
Ο গ) 
বৃক্ষে
Ο ঘ) 
হৃৎপিন্ডে

  সঠিক উত্তর: (গ)

৭০.
শিরার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর প্রাচীর স্তর বিশিষ্ট
ii. কপাটিকা বিদ্যমান
iii. শিরাগুলো মিলে মহাশিরা গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
পারপুরা অবস্থার সৃষ্টি হয় কেন?
Ο ক) 
RBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
Ο খ) 
WBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে
Ο গ) 
Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
Ο ঘ) 
Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে

  সঠিক উত্তর: (গ)

৭২.
কোলেস্টেরলের বৈশিষ্ট্য হলো-
i. রক্তে স্বাভাবিক মাত্রা ১০০-২০০ mg/dl
ii. এটি লিপিড এবং স্টেরয়েডের অন্তর্ভুক্ত
iii. এটি ফুসফুসে বেশি পরিমাণে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
রক্তরসে দ্রবীভূত জৈব পদার্থ হলে-
i. ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন ও অ্যালবুমিন
ii. অক্সিজেন, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম
iii. গ্লুকোজ, কোলেস্টেরল ও বিলিরুবিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৪.
হৃদযন্ত্রকে ভাল রাখার জন্য কী করা উচিত?
Ο ক) 
চর্বিযুক্ত খাবার খাওয়া
Ο খ) 
দেহের ওজন বাড়ানো
Ο গ) 
ধুমপান ও মদ পান করা
Ο ঘ) 
শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
স্বাভাবিক ডায়াস্টোলিক রক্ত চাপ-
Ο ক) 
৬০-৯০ mm Hg
Ο খ) 
৮০-১০০ mm Hg
Ο গ) 
১১০-১৪০ mm Hg
Ο ঘ) 
১০০-১২৫ mm Hg

  সঠিক উত্তর: (ক)

৭৬.
ঘন ঘন প্রসাব কোন রোগের বৈশিষ্ট্য?
Ο ক) 
ডায়াবেটিস
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ব্লক
Ο ঘ) 
উচ্চ রক্তচাপ

  সঠিক উত্তর: (ক)

৭৭.
ভেন্ট্রিকলের প্রাচীর-
Ο ক) 
পাতলা
Ο খ) 
পুরু
Ο গ) 
পেশিবহুল
Ο ঘ) 
পুরু ও পেশিবহুল

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
হৃদস্পন্দনে 'লাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
Ο ক) 
অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
Ο খ) 
ভেন্ট্রিকলের সিস্টোল
Ο গ) 
অ্যান্ট্রিয়ামের সিস্টোল
Ο ঘ) 
ভেন্ট্রিকলের ডায়াস্টোল

  সঠিক উত্তর: (খ)

৭৯.
হৃদপিন্ড প্রাণিদেহে-মতো কাজ করে।
Ο ক) 
হিটারের
Ο খ) 
জালিকার
Ο গ) 
পাম্প যন্ত্রের
Ο ঘ) 
নলের

  সঠিক উত্তর: (গ)

৮০.
বাম ভেন্ট্রেকলের সঙ্গে কয়টি পালমোনারি শিরাযুক্ত থাকে?
Ο ক) 
চারটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
দুটি

  সঠিক উত্তর: (ক)

৮১.
হৃৎপিন্ড বেষ্টিত থাকে কোন পর্দা দ্বারা?
Ο ক) 
এপিকার্ডিয়াম
Ο খ) 
পেরিকার্ডিয়াম
Ο গ) 
এপিথেলিয়াম
Ο ঘ) 
এন্ডোকার্ডিয়াম

  সঠিক উত্তর: (খ)

৮২.
WBC বলা হয় কোনটিকে?
Ο ক) 
লোহিত রক্ত কণিকা
Ο খ) 
শ্বেতরক্ত কণিকা
Ο গ) 
অণুচক্রিকা
Ο ঘ) 
থ্রম্বোসাইট

  সঠিক উত্তর: (খ)

৮৩.
আহারের পূর্বে রক্ত শর্করার স্বাভাবিক সীমা কত?
Ο ক) 
৩.৬-৬.০ mmol/L
Ο খ) 
২-৪ mmol/L
Ο গ) 
৪.২-৩.১ mmol/L
Ο ঘ) 
৬-৮ mmol/L

  সঠিক উত্তর: (ক)

৮৪.
সেন্ট্রিফিউজ রক্তের-
i. উপরের ৫৬% কে প্লাজমা বলে
ii. নিচের ৪৫% কে রক্তকণিকা বলে
iii. উপরের ৫৫% কে প্লাজমা বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
হাইপার টেনশনের কারণ-
Ο ক) 
অতিরিক্ত লবণ খাওয়া
Ο খ) 
অতিরিক্ত ব্যায়াম
Ο গ) 
বেদবিহীন শরীর
Ο ঘ) 
কম ওজন

  সঠিক উত্তর: (ক)

৮৬.
পেরিকার্ডিয়াম পর্দা কম কয় স্তরবিশিষ্ট?
Ο ক) 
এক স্তর
Ο খ) 
দুই স্তর
Ο গ) 
তিন স্তর
Ο ঘ) 
স্তরবিহীন

  সঠিক উত্তর: (খ)

৮৭.
অ্যান্টিবডি গঠন করে কোনটি?
Ο ক) 
নিউট্রোফিন
Ο খ) 
বেসোফিল
Ο গ) 
লিম্ফোসাইট
Ο ঘ) 
মনোসাইট

  সঠিক উত্তর: (গ)

৮৮.
পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৮৯.
রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?
Ο ক) 
থ্রম্বোপস্টিন
Ο খ) 
প্রোথ্রম্বিন
Ο গ) 
ফাইব্রিন
Ο ঘ) 
নিউট্রোফিল

  সঠিক উত্তর: (গ)

৯০.
রক্তকে সেন্ট্রিফিউজ করলে যে রক্তরস পাওয়া যায় তার বর্ণ কীরূপ?
Ο ক) 
লাল
Ο খ) 
হলুদ
Ο গ) 
হলদে লাল
Ο ঘ) 
সাদা

  সঠিক উত্তর: (খ)

৯১.
নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ বৃক্কে নিয়ে যায়-
Ο ক) 
ধমনি
Ο খ) 
শিরা
Ο গ) 
কৈশিক জালিকা
Ο ঘ) 
রক্ত

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
ইসিজি এর পূর্ণরূপ-
i. Electro Cardiogram
ii. Eco Cardiogram
iii. Electro Cardiograph
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
রক্তের প্রধান উপাদান কয়টি?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5

  সঠিক উত্তর: (ক)

৯৪.
শ্বেতরক্ত কণিকা প্রধানত কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৯৫.
রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে-
i. ফাইব্রিন
ii. ভিটামিন কে
iii. ক্যালসিয়াম আয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?
Ο ক) 
গ্লাইকোলিপিড
Ο খ) 
গ্লাইকোপ্রোটিন
Ο গ) 
লাইপোপ্রোটিন
Ο ঘ) 
কোলেস্টেরল

  সঠিক উত্তর: (গ)

৯৭.
বিশ্রামে প্রাপ্ত বয়স্কদের পালস রেট কত?
Ο ক) 
৬০-১০০/মি.
Ο খ) 
৩০-৬০/মি.
Ο গ) 
১০০-১৪০/মি.
Ο ঘ) 
১০০-১২০/মি.

  সঠিক উত্তর: (ক)

৯৮.
কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে?
Ο ক) 
মুরগি
Ο খ) 
মানুষ
Ο গ) 
গরু
Ο ঘ) 
ছাগল

  সঠিক উত্তর: (ক)

৯৯.
মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকার আকৃতি কেমন?
Ο ক) 
চ্যাপ্টা
Ο খ) 
গোলাকার
Ο গ) 
ডিম্বাকার
Ο ঘ) 
রড আকৃতি

  সঠিক উত্তর: (ক)

১০০.
দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কোনটি?
Ο ক) 
হেপাটোসআটি
Ο খ) 
লিউকোসাইট
Ο গ) 
থ্রম্বোসাইট
Ο ঘ) 
এরিথ্রোসাইট

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
কোনটি বিপাকজনিত রোগ?
Ο ক) 
ডায়াবেটিস
Ο খ) 
ডেঙ্গুজ্বর
Ο গ) 
ম্যালেরিয়া
Ο ঘ) 
জন্ডিস

  সঠিক উত্তর: (ক)

১০২.
অ্যাওর্টার উৎপত্তিস্থল কোনটি?
Ο ক) 
ডান ভেন্ট্রেকল
Ο খ) 
বাম ভেন্ট্রেকল
Ο গ) 
ডান অ্যাট্রিয়াম
Ο ঘ) 
বাম অ্যাট্রিয়াম

  সঠিক উত্তর: (খ)

১০৩.
রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করছে?
Ο ক) 
৬ ধরনের
Ο খ) 
৫ ধরনের
Ο গ) 
৩ ধরনের
Ο ঘ) 
৪ ধরনের

  সঠিক উত্তর: (ঘ)

১০৪.
হৃদপেশি নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত অঙ্গ কোনটি?
Ο ক) 
যকৃত
Ο খ) 
হৃৎপিন্ড
Ο গ) 
ফুসফুস
Ο ঘ) 
পাকস্থলি

  সঠিক উত্তর: (খ)

১০৫.
অ্যাট্রিয়ামে সিস্টোল হলে ভেন্টেকলে - হয়।
Ο ক) 
সিস্টোল
Ο খ) 
ডায়াস্টোল
Ο গ) 
লাব
Ο ঘ) 
ডাব

  সঠিক উত্তর: (খ)

১০৬.
শ্বেতরক্ত কণিকা কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে?
Ο ক) 
সাইটোসিস
Ο খ) 
ফ্যাগোসাইটোসিস
Ο গ) 
এন্টিজেন
Ο ঘ) 
ফাইব্রিন

  সঠিক উত্তর: (খ)

১০৭.
অণুচক্রিকা থেকে নিঃসৃত পদার্থের নাম কী?
Ο ক) 
ফাইব্রিনোজেন
Ο খ) 
থ্রম্বিন
Ο গ) 
থ্রম্বোপ্লাসটিন
Ο ঘ) 
ভিটামিন

  সঠিক উত্তর: (গ)

১০৮.
কলাকোষকে পুষ্টি দ্রব্য সরবরাহ করে-
i. রক্তকণিকা
ii. শাখা ধমনি
iii. ধমনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৯.
রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
Ο ক) 
৫০-৬০ gm/dl
Ο খ) 
৮০-১০০ mg/dl
Ο গ) 
১০০-২০০ mg/dl
Ο ঘ) 
২০০-৩০০ mg/dl

  সঠিক উত্তর: (গ)

১১০.
অণুচক্রিকার অস্বাভাবিকতায় সৃষ্ট রোগ-
i. পারপুরা
ii. থ্রম্বসিসা
iii. অ্যানিমিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে - বলে?
Ο ক) 
অ্যানিমিয়া
Ο খ) 
লিউকোমিয়া
Ο গ) 
থ্যালসিমিয়া
Ο ঘ) 
থ্রম্বোসিস

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
কতগুলো শিরার একত্রে অবস্থানকে কী বলে?
Ο ক) 
উপশিরা
Ο খ) 
মহাশিরা
Ο গ) 
ধমনি
Ο ঘ) 
উপ-ধমনি

  সঠিক উত্তর: (খ)

১১৩.
কোনটি অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে?
Ο ক) 
লোহিত রক্তকণিকা
Ο খ) 
শ্বেত রক্তকণিকা
Ο গ) 
অনুচক্রিকা
Ο ঘ) 
নিউরন

  সঠিক উত্তর: (খ)

১১৪.
রক্ত কণিকা অনুপস্থিত কোনটিতে?
Ο ক) 
রক্ত রস
Ο খ) 
প্লাজমা
Ο গ) 
সিরাম
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১১৫.
অণুচক্রিকার প্রধান কাজ-
Ο ক) 
ফ্যাগোসাইটোসিস
Ο খ) 
রক্ততঞ্চন
Ο গ) 
এলার্জি প্রতিরোধ
Ο ঘ) 
অ্যান্টিবডি তৈরি

  সঠিক উত্তর: (খ)

১১৬.
রক্ত চাপ বলতে বুঝায়-
Ο ক) 
শিরার রক্তচাপ
Ο খ) 
কৈশিক জালিকার রক্তচাপ
Ο গ) 
ধমনির রক্ত চাপ
Ο ঘ) 
ভেনাক্যাভার রক্ত চাপ

  সঠিক উত্তর: (গ)

১১৭.
কোন প্রাণীদের নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকা?
Ο ক) 
মাছের
Ο খ) 
সরীসৃপদের
Ο গ) 
প্লীহাতে
Ο ঘ) 
হৃৎপিন্ডে

  সঠিক উত্তর: (গ)

১১৮.
কোন প্রাণীর রক্তের রং লাল?
Ο ক) 
তেলাপোকা
Ο খ) 
ব্যাঙ
Ο গ) 
ঘাসফড়িং
Ο ঘ) 
জোঁক

  সঠিক উত্তর: (খ)

১১৯.
হৃৎপিন্ডের আকৃতি কেমন?
Ο ক) 
গোলাকার
Ο খ) 
সর্পিলাকার
Ο গ) 
ত্রিকোণাকার
Ο ঘ) 
বর্গাকার

  সঠিক উত্তর: (গ)

১২০.
রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?
Ο ক) 
লোহিত কণিকা
Ο খ) 
অণুচক্রিকা
Ο গ) 
শ্বেত কণিকা
Ο ঘ) 
লসিকা কোষ

  সঠিক উত্তর: (খ)

১২১.
বিশ্রামে থাকা অবস্থায় পালস বা হার্ট-বিটের স্বাভাবিক গতি প্রতি মিনিটে-
i. প্রাপ্তবয়স্ক : ৮০-১১০ বার
ii. ছোটদের : ৮০-১০০ বার
iii. শিশুদের : ১০০-১৪০
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
বহিরাগত অযাচিত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে কী বলে?
Ο ক) 
অ্যান্টিবডি
Ο খ) 
হরমোন
Ο গ) 
এনজাইম
Ο ঘ) 
অ্যান্টিজেন

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
হৃৎপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
Ο ক) 
আর্টারিওস্কেলেরোসিস
Ο খ) 
করোনারি থ্রম্বোসিস
Ο গ) 
সেরিব্রাল থ্রম্বোসিস
Ο ঘ) 
মধুমেহ

  সঠিক উত্তর: (খ)

১২৪.
হার্ট অ্যাটাক কেন হয়?
Ο ক) 
পালমোনরি শিরা বন্ধ হয়ে গেলে
Ο খ) 
পালমোনারি ধমনি বন্ধ হয়ে গেলে
Ο গ) 
অ্যাওর্টার প্রাচীর পুরু হয়ে গেলে
Ο ঘ) 
করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
একটি হৃদস্পন্দন সময় লাগে-
Ο ক) 
০.৬ সেকেন্ড
Ο খ) 
০.৭ সেকেন্ড
Ο গ) 
০.৮ সেকেন্ড
Ο ঘ) 
০.৯ সেকেন্ড

  সঠিক উত্তর: (গ)

১২৬.
কোনটির নির্দিষ্ট কোন আকার নাই?
Ο ক) 
লোহিত রক্তকণিকা
Ο খ) 
শ্বেত রক্তকণিকা
Ο গ) 
অনুচক্রিকা
Ο ঘ) 
ডিম্বাণু

  সঠিক উত্তর: (খ)

১২৭.
হাইপার টেনশন প্রতিরোধে দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত?
Ο ক) 
৪-৬ ঘন্টা
Ο খ) 
৭-৮ ঘন্টা
Ο গ) 
৮-১০ ঘন্টা
Ο ঘ) 
১০-১২ ঘন্টা

  সঠিক উত্তর: (খ)

১২৮.
�স্নেহ ও প্রোটিনের যৌগ হলো-
Ο ক) 
স্নেহ প্রোটিন
Ο খ) 
লাইপোপ্রোটিন
Ο গ) 
হাইপো প্রোটিন
Ο ঘ) 
অযৃগ্ম প্রোটিন

  সঠিক উত্তর: (খ)

১২৯.
র্থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) 
দুই মাস
Ο খ) 
তিন মাস
Ο গ) 
চার মাস
Ο ঘ) 
ছয় মাস

  সঠিক উত্তর: (খ)

১৩০.
ডায়াবেটিস বেশি হয়ে থাকে-
i. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে
ii. বাবা অথবা মায়ের ডায়াবেটিস থাকলে
iii. শারীরিক পরিশ্রম না করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
সারাদেহে রক্ত সংবহিত হওয়ার কারণ-
Ο ক) 
হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
Ο খ) 
ফুসফুসের সংকোচন ও প্রসারণ
Ο গ) 
শিরার সংকোচন ও প্রসারণ
Ο ঘ) 
শিরা ও ধমনীর সংকোচন ও প্রসারণ

  সঠিক উত্তর: (ক)

১৩২.
পূর্ণবয়স্ক পুরুষদেহে লোহিত রক্ত কণিকা বিদ্যমান-
Ο ক) 
৪-৫ লাখ
Ο খ) 
৪.৫-৫.৫ লাখ
Ο গ) 
৮০-৯০ লাখ
Ο ঘ) 
৬০-৭০ লাখ

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
রক্তে কোনটির মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস মেলিটাস হয়?
Ο ক) 
কোলেস্টেরল
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
অ্যামিনো অ্যাসিড
Ο ঘ) 
গ্লিসারল

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
মানব দেহের প্রতি ঘনি মিলিমিটার রক্তে শ্বেত কণিকার পরিমাণ-
Ο ক) 
২-৪ হাজার
Ο খ) 
৪-৮ হাজার
Ο গ) 
৪-১০ হাজার
Ο ঘ) 
৫-১০ হাজার

  সঠিক উত্তর: (গ)

১৩৫.
রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওযাকে বলে-
Ο ক) 
অ্যানিমিয়া
Ο খ) 
লিকোমিয়া
Ο গ) 
লিউকোসাইটোসিস
Ο ঘ) 
থ্রম্বোসাইটোসিস

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত-প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
Ο ক) 
পারপুরা
Ο খ) 
লিউকোমিয়া
Ο গ) 
থ্যালাসিমিয়া
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
প্লাজমার কাজ কোনটি?
Ο ক) 
অক্সিজেন পরিবহন করা
Ο খ) 
অ্যালার্জি প্রতিরোধ করা
Ο গ) 
পুষ্টিদ্রব্য পরিবহন করা
Ο ঘ) 
আয়রনের সমতা রক্ষা করা

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
রক্তকণিকা বিদ্যমান-
i. রক্ত রস
ii. প্লাজমাতে
iii. সিরামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
আঘাতপ্রাপ্ত টিস্যুর অণুচক্রিকা ভেঙে গঠিত পদার্থ হলো-
Ο ক) 
থ্রম্বোপ্লাসটিন
Ο খ) 
থ্রম্বিন
Ο গ) 
ফাইব্রিন
Ο ঘ) 
প্রথ্রমবিন

  সঠিক উত্তর: (ক)

১৪০.
রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধির ফলে কী কী রোগ সৃষ্টি হতে পারে?
i. নিউমোনিয়া
ii. হুপিং কাশি
iii. ব্লাড ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
রক্তরসের রক্তকণিকাগুলো- থাকে।
Ο ক) 
ডুবন্ত
Ο খ) 
ভাসমান
Ο গ) 
নিমজ্জিত
Ο ঘ) 
ঘুমন্ত

  সঠিক উত্তর: (খ)

১৪২.
রক্তের কাজ-
i. হরমোন পরিবহন
ii. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ
iii. শ্বাসকার্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) 
শুধু ওষুধ দ্বারা এর নিয়ন্ত্রণ সম্ভব
Ο খ) 
দৈহিক পরিশ্রম ক্ষতিকর
Ο গ) 
শর্করা উপযুক্ত খাদ্য
Ο ঘ) 
প্রোটিনসমৃদ্ধ খাদ্য খাওয়া উচিত

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কণিকাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
২ ভাগে
Ο খ) 
৩ ভাগে
Ο গ) 
৪ ভাগে
Ο ঘ) 
৫ ভাগে

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কী ঘটে?
i. LDL এর উপাদান বেড়ে যায়
ii. LDL এর পরিমাণ কমে যায়
iii. HDL এর পরিবহন কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি যুক্ত থাকে?
Ο ক) 
ভেনাক্যাভা
Ο খ) 
পালমোনারি শিরা
Ο গ) 
পালমোনারি ধমনি
Ο ঘ) 
অ্যাওর্টা

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
রক্তের উপাদানগুলো হলো-
i. রক্তরস
ii. সিরাম
iii. রক্ত কণিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ইহার অপর নাম অ্যাগ্লুটিনোজেন
ii. অ্যাগ্লুটিনিন
iii. ইহার ভিত্তিতে পৃথিবীতে চার ধরনের মানুষ বিরাজ করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কী?
Ο ক) 
কোলেস্টেরল
Ο খ) 
অ্যামিানিয়া
Ο গ) 
ইউরিক এসিড
Ο ঘ) 
হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (গ)

১৫১.
কোনো অ্যান্টিজেন নাই - গ্রুপের রক্তে?
Ο ক) 

Ο খ) 
বি
Ο গ) 

Ο ঘ) 
এবি

  সঠিক উত্তর: (গ)

১৫২.
রক্তকণিকা প্রধানত কত রকমের?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
মেরুদন্ডী প্রাণিদেহের রক্তের বর্ণ কেমন?
Ο ক) 
লাল
Ο খ) 
সাদা
Ο গ) 
হলুদ
Ο ঘ) 
বর্ণহীন

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
নিচের কোনটিতে কখনোই নিউক্লিয়াস থাকে না?
Ο ক) 
লোহিত কণিকা
Ο খ) 
বেসেফিল
Ο গ) 
অণুচক্রিকা
Ο ঘ) 
মনোসাইট

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
গুরু মস্তিষ্খের রক্তনালিকায় রক্ত জমাটি বাঁধলে তাকে কী বলে?
Ο ক) 
সেরিব্রাল থ্রম্বোসিস
Ο খ) 
করোনারি থ্রম্বোসিস
Ο গ) 
পারপুরা
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
সিরামের বৈশিষ্ট্য হলো-
i. এটি রক্তরসের অপর নাম
ii. এর বর্ণ হালকা হলুদ
iii. এতে রক্তকণিকা থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
রক্তরসে উপস্থিতি জৈব পদার্থ কোনটি?
Ο ক) 
পটাসিয়াম
Ο খ) 
ভিটামিন
Ο গ) 
লৌহ
Ο ঘ) 
আয়োডিন

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
Ο ক) 
৬০-১০০
Ο খ) 
৮০-১০০
Ο গ) 
১০০-১২০
Ο ঘ) 
১০০-১৪০

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
স্বাভাবিক রক্তে-
i. নিউট্রোফিল ৪০-৭৫%
ii. ইওসিনোফিল ১-৬%
iii. বেসোফিল ২-১০%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬০.
একজন সুস্থ পুরুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ-
Ο ক) 
১৪-১৬ mg/dl
Ο খ) 
৬-১০ mg/dl
Ο গ) 
১২-১৪ mg/dl
Ο ঘ) 
৭-১৩ mg/dl

  সঠিক উত্তর: (ক)

১৬১.
ডায়াবেটিস রোগীদের কোন খাবার সম্পূর্ণ ছাড়তে হবে?
Ο ক) 
টক খাবার
Ο খ) 
মিষ্টি খাবার
Ο গ) 
প্রোটিন খাবার
Ο ঘ) 
চর্বিযুক্ত খাবার

  সঠিক উত্তর: (খ)

১৬২.
Rh- মহিলার সঙ্গে Rh+ পুরুষের বিয়ে হলে তাদের ১ম সন্তান কোনটি হবে?
Ο ক) 
Rh-
Ο খ) 
Rh+
Ο গ) 
Rh বিহীন
Ο ঘ) 
Rh+-

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
কোন রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
রাতকানা
Ο গ) 
জন্ডিস
Ο ঘ) 
ডেঙ্গুজ্বর

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
কোনটি বংশগত রোগ?
Ο ক) 
পলিসাইথিমিয়া
Ο খ) 
লিউকোসাইটোসিস
Ο গ) 
থ্রম্বোসাইটোসিস
Ο ঘ) 
থ্যালাসিমিয়া

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
Ο ক) 
১-৫
Ο খ) 
৫-১০
Ο গ) 
১-১৫
Ο ঘ) 
১২০

  সঠিক উত্তর: (গ)

১৬৬.
রক্তচাপ নির্ভর করে-
i. হৃৎপিন্ডের কার্যকারিতার উপর
ii. রক্তের ঘনত্বের উপর
iii. ধমনির দৈর্ঘ্যের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
দ্রুত সুতার মতো জালিকা তৈরি করে কোনটি?
Ο ক) 
ফাইব্রিন
Ο খ) 
থ্রমবিন
Ο গ) 
থ্রম্বোপ্লাসটিন
Ο ঘ) 
গ্রামুলোসাইট

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
শরীরের জন্য ক্ষতিকর-
Ο ক) 
LDL
Ο খ) 
HDL
Ο গ) 
FDL
Ο ঘ) 
CO2

  সঠিক উত্তর: (ক)

১৬৯.
হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়?
Ο ক) 
রাতকানা
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
জন্ডিস
Ο ঘ) 
লিউকেমিয়া

  সঠিক উত্তর: (খ)

১৭০.
শ্বেতরক্ত কণিকার সংখ্যা কত হলে নিউমোনিয়া দেখা দেয়?
Ο ক) 
১০,০০০-২০,০০০
Ο খ) 
২০,০০০-৩০,০০০
Ο গ) 
৩০,০০০-৪০,০০০
Ο ঘ) 
৩৫,০০০-৪৫,০০০

  সঠিক উত্তর: (খ)

১৭১.
কোনো অ্যান্টিবডি নাই - গ্রুপের রক্তে?
Ο ক) 

Ο খ) 
বি
Ο গ) 

Ο ঘ) 
এবি

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে রক্ত ধমনির প্রাচীরে যে পার্শ্চচাপ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) 
রক্তচাপ
Ο খ) 
হার্টবিট
Ο গ) 
পালস
Ο ঘ) 
হৃদস্পন্দন

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
রক্তরসের কাজগুলো হলো-
i. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন
ii. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা
iii. হরমোন পরিবহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা-
Ο ক) 
২ ধরনের
Ο খ) 
৩ ধরনের
Ο গ) 
৪ ধরনের
Ο ঘ) 
৫ ধরনের

  সঠিক উত্তর: (খ)

১৭৫.
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ক্ষেত্রে?
Ο ক) 
পলিসাইথিমিয়া
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
লিউকোমিয়া
Ο ঘ) 
পারপুরা

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
অ্যান্টি Rh ফ্যাক্টরের ফলে কোন রোগ সৃষ্টি হতে পারে?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
হুপিং কাশি
Ο গ) 
জন্ডিস
Ο ঘ) 
ক্যান্সার

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
রক্তেরক্তকণিকার পরিমাণ শতকরা-
Ο ক) 
৫৪%
Ο খ) 
৫৫%
Ο গ) 
৪৪%
Ο ঘ) 
৪৫%

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
ধমনির স্থিতিস্থাপকতা কমে গেলে তাকে কী বলে?
Ο ক) 
Arteriosclerosis
Ο খ) 
Osteoporosis
Ο গ) 
Anemia
Ο ঘ) 
Heart attack

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
বিয়ের পূর্বে বর ও কনের রক্ত পরীক্ষা করা উচিত কেন?
Ο ক) 
সুস্থতা জানার জন্য
Ο খ) 
একই রক্তগ্রুপ রাখার জন্য
Ο গ) 
সঠিক Rh ফ্যাক্টর বজায় রাখার জন্য
Ο ঘ) 
ভিন্ন রক্তগ্রুপ বজায় রাখার জন্য

  সঠিক উত্তর: (গ)

১৮০.
মানুষের রক্তকোষের কয় ধরনের অ্যান্টিজেন আছে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১৮১.
কখন রক্তের শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়?
Ο ক) 
দেহ সুস্থ থাকা অবস্থায়
Ο খ) 
জীবাণু দ্বারা আক্রান্ত হলে
Ο গ) 
বিশ্রামকালে
Ο ঘ) 
কঠোর পরিশ্রমের সময়

  সঠিক উত্তর: (খ)

১৮২.
দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে-
Ο ক) 
রক্তরস
Ο খ) 
লোহিত কণিকা
Ο গ) 
শ্বেত কণিকা
Ο ঘ) 
অণুচক্রিকা

  সঠিক উত্তর: (খ)

১৮৩.
হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রেকলের সংকোচন ক্ষমতা লোপকে কী বলা হয়?
Ο ক) 
হার্ট ব্লক
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ফেলিউর
Ο ঘ) 
হার্ট উইক

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
অ্যানিমিয়া কেন হয়?
Ο ক) 
লোহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে
Ο খ) 
শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে
Ο গ) 
অণুচক্রিকার সংখ্যা কমে গেলে
Ο ঘ) 
হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
অণুচক্রিকাকে ইংরেজিতে কী বলে?
Ο ক) 
গ্রানুলোসাইট
Ο খ) 
অ্যাগ্রানুলোসাইট
Ο গ) 
থ্রম্বোসাইট
Ο ঘ) 
প্লেইটলেট

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
শাহেদের রক্তের গ্রুপ বি। দুর্ঘটনায় তার রক্তের প্রয়োজন সে রক্ত গ্রহণ করতে পারে-
i. বি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
ii. এবি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
iii. ও রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
জন্ডিস
Ο গ) 
টাইফয়েড
Ο ঘ) 
চর্মরোগ

  সঠিক উত্তর: (ক)

১৮৮.
হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
Ο ক) 
হার্ট অ্যাটাক
Ο খ) 
কার্নিয়েক চক্র
Ο গ) 
কার্ডিয়াক চক্র
Ο ঘ) 
খাদ্য চক্র

  সঠিক উত্তর: (গ)

১৮৯.
হৃৎপিন্ড সংকুচিত হলে কোনটি ঘটে?
Ο ক) 
রক্ত শিরাপথে হৃৎপিন্ড ফিরে আসে
Ο খ) 
পালমোনারি শিরা বিশুদ্ধ রক্ত বহন করে
Ο গ) 
পালমোনারি পথে সারা দেহে ছড়িয়ে পড়ে
Ο ঘ) 
পালমোনারি ধমনি রক্তশূণ্য হয়

  সঠিক উত্তর: (গ)

১৯০.
ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয়?
Ο ক) 
অ্যাওর্টা
Ο খ) 
অ্যাট্রিয়াম
Ο গ) 
পালমোনারী ধমনি
Ο ঘ) 
কৈশিক জালিকা

  সঠিক উত্তর: (গ)

১৯১.
রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
রক্তরসে দ্রবীভূত থাকে
Ο খ) 
রক্তকণিকা রক্তরস ধারণ করে
Ο গ) 
সকল রক্তকণিকা অভিন্ন
Ο ঘ) 
রক্তকণিকা রক্তরসে ভাসমান থাকে

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
অ্যামিবার মতো আকার পরিবর্তনের সক্ষম কোনটি?
Ο ক) 
রক্তরস
Ο খ) 
শ্বেতরক্তকণিকা
Ο গ) 
লোহিত রক্ত কণিকা
Ο ঘ) 
অণুচক্রিকা

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে?
Ο ক) 
কৈশিক জালিকা
Ο খ) 
পালমোনারি ধমনি
Ο গ) 
রক্তরস
Ο ঘ) 
পালমোনারি শিরা

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার?
Ο ক) 
এরিথ্রোসাইট
Ο খ) 
থ্রম্বোসাইট
Ο গ) 
মনোসাইট
Ο ঘ) 
বেসোফিল

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য-
i. হিমোগ্লোবিন নামজক রঞ্জক পদার্থ থাকে
ii. অক্সিজেন পরিবহন করে
iii. বিভজিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
Ο ক) 
ডায়াস্টোল
Ο খ) 
সিস্টোল
Ο গ) 
লাব
Ο ঘ) 
ডাব

  সঠিক উত্তর: (খ)

১৯৭.
জৈব পদার্থের অর্ন্তভূক্ত কোনটি?
Ο ক) 
লিম্ফোসাইট
Ο খ) 
সিউট্রোফিল
Ο গ) 
মোনোসাইট
Ο ঘ) 
সিরাম ইউরিয়া

  সঠিক উত্তর: (ঘ)

১৯৮.
কোনটি দানাহীন শ্বেত রক্তকণিকা?
Ο ক) 
নিউট্রোফিল
Ο খ) 
ইওসিনোফিল
Ο গ) 
বেসোফিল
Ο ঘ) 
মনোসাইট

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটার লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
Ο ক) 
৪.৫-৫.৫ লাখ
Ο খ) 
৩-৫ লাখ
Ο গ) 
৮০-৯০ লাখ
Ο ঘ) 
৪-৫ লাখ

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
রক্তের তরল অংশকে কী বলে?
Ο ক) 
শ্বেতকণিকা
Ο খ) 
অণুচক্রিকা
Ο গ) 
প্লাজমা
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (গ)

২০১.
পালস রেট ৬০ এর কম হয় কোন রোগের ক্ষেত্রে?
Ο ক) 
নিউমোনিয়া
Ο খ) 
হুপিং কাশি
Ο গ) 
ক্যান্সার
Ο ঘ) 
জন্ডিস

  সঠিক উত্তর: (ঘ)

২০২.
হিমোগ্লোবিনে কোন মৌলটি বিদ্যমান?
Ο ক) 
লৌহ
Ο খ) 
সোডিয়াম
Ο গ) 
ম্যাগনেসিয়াম
Ο ঘ) 
পারদ

  সঠিক উত্তর: (ক)

২০৩.
মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা কোন আকৃতির?
Ο ক) 
দ্বি-উত্তল চাকতি
Ο খ) 
দ্বি-অবতল চাকতি
Ο গ) 
উত্তলাবতল চাকতি
Ο ঘ) 
হেপাটোসইট

  সঠিক উত্তর: (গ)

২০৪.
কোনটি হেপারিন নিঃসৃত করে?
Ο ক) 
বেসোফিল
Ο খ) 
মনোসাইট
Ο গ) 
ইওসিনোফিল
Ο ঘ) 
নিউট্রোফিল

  সঠিক উত্তর: (ক)

২০৫.
হিস্টাসিন নিঃসৃত করে-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০৬.
থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) 
দুই মাস
Ο খ) 
তিন মাস
Ο গ) 
চার মাস
Ο ঘ) 
ছয় মাস

  সঠিক উত্তর: (খ)

২০৭.
বিশ্রামে ছোটদের পলিস রেট কত?
Ο ক) 
৬০-১০০/মি.
Ο খ) 
৮০-১০/মি.
Ο গ) 
১০০-১৪০/মি.
Ο ঘ) 
১০০-১২০/মি.

  সঠিক উত্তর: (গ)

২০৮.
প্লেগ রোগ সৃষ্টির কারণ-
Ο ক) 
অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া
Ο খ) 
অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া
Ο গ) 
শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
Ο ঘ) 
লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া

  সঠিক উত্তর: (গ)

২০৯.
সুমীর বাবার রক্তের গ্রুপ এবি। অসুস্থ অবস্থায় প্রয়োজন তাকে প্রয়োগ করা যাবে-
i. এ,বি গ্রুপের রক্ত
ii. এবি গ্রুপের রক্ত
iii. ও গ্রুপের রক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১০.
কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়-
Ο ক) 
উপশিরা
Ο খ) 
মহাশিরা
Ο গ) 
ধমনি
Ο ঘ) 
শাখা ধমনি

  সঠিক উত্তর: (ক)

২১১.
রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র-
Ο ক) 
স্টেথোস্কোপ
Ο খ) 
স্ফিগমোম্যানোমিটার
Ο গ) 
ব্যারোমিটার
Ο ঘ) 
ল্যাকটোমিটার

  সঠিক উত্তর: (খ)

২১২.
বহিরাগত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই প্রোটিনকে কী বলে?
Ο ক) 
অ্যান্টিজেন
Ο খ) 
সিরাম
Ο গ) 
রক্তরস
Ο ঘ) 
পাজমা

  সঠিক উত্তর: (ক)

২১৩.
রক্তরসের কাজ হলো-
Ο ক) 
অম্লের পরিমাণ বৃদ্ধি করা
Ο খ) 
ক্ষারের পরিমাণ কমিয়ে ফেলা
Ο গ) 
অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট করা
Ο ঘ) 
অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা

  সঠিক উত্তর: (ঘ)

২১৪.
লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কেথায়?
Ο ক) 
অস্থিমজ্জায়
Ο খ) 
হৃৎপিন্ডে
Ο গ) 
ফুসফুসে
Ο ঘ) 
রক্তরসে

  সঠিক উত্তর: (ক)

২১৫.
প্লাজমা হতে সিরামের পার্থক্যকারী বৈশিষ্ট্য-
i. রং হলুদ
ii. রক্তরসে কণিকা থাকে
iii. সিরামে রক্তকণিকা অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৬.
কত সালে ডা. কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ প্রবর্তন করেন?
Ο ক) 
১৮০০
Ο খ) 
১৮৫০
Ο গ) 
১৯০০
Ο ঘ) 
১৯৫০

  সঠিক উত্তর: (গ)

২১৭.
রক্তের সাধারণ কাজ হলো-
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বৃক্কে পডরিবণ করা
ii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
iii. ফুসফুস থেকে টিস্যুকোষে অক্সিজেন পরিবহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
একজন রোগীর রক্তের গ্রুপ এ। তার রক্তের প্রয়োজন। সে নিম্নের কোন গ্রুপের রক্ত গ্রহণ করবে?
Ο ক) 
বি+
Ο খ) 

Ο গ) 
এবি
Ο ঘ) 
বি-

  সঠিক উত্তর: (খ)

২১৯.
কোন কোষে হিমোগ্লোবিন থাকে?
Ο ক) 
লিউকোসাইট
Ο খ) 
থ্রম্বোসাইট
Ο গ) 
এরিথ্রোসাইট
Ο ঘ) 
হেপাটোসাইট

  সঠিক উত্তর: (গ)

২২০.
দানাহীন শ্বেত রক্তকণিকাকে কী বলা হয়?
Ο ক) 
গ্রানুলোসাইট
Ο খ) 
অ্যাগ্রানুলোসাইট
Ο গ) 
উত্তসাইট
Ο ঘ) 
হেপাটোসাইট

  সঠিক উত্তর: (খ)

২২১.
রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য-
i. সুষম খাদ্য গ্রহণ করতে হবে
ii. চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে
iii. অতিরিক্ত লবণ খেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২২.
সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
Ο ক) 

Ο খ) 
বি
Ο গ) 

Ο ঘ) 
এবি

  সঠিক উত্তর: (ঘ)

২২৩.
রক্তে অ্যান্টিজেন আবিষ্কার করেন কে?
Ο ক) 
মাইকেল এডানসন
Ο খ) 
থমাস হান্ট মর্গান
Ο গ) 
কার্ল ল্যান্ডস্টেইনার
Ο ঘ) 
ওয়ালথার ফ্লেমিং

  সঠিক উত্তর: (গ)

২২৪.
লিম্ফোসাইট কোথায় তৈরি হয়?
Ο ক) 
অস্থিমজ্জায়
Ο খ) 
পেশীতে
Ο গ) 
টনসিলে
Ο ঘ) 
যকৃতে

  সঠিক উত্তর: (গ)

২২৫.
হৃৎপিন্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তরবিশিষ্ট?
Ο ক) 
একস্তর
Ο খ) 
দ্বিস্তর
Ο গ) 
ত্রিস্তর
Ο ঘ) 
চার স্তর

  সঠিক উত্তর: (খ)

২২৬.
স্টেথোস্কোপের সাহায্য শোনা হৃদস্পন্দনের শব্দকে বলা হয়-
Ο ক) 
হৃদস্পন্দন
Ο খ) 
হার্ট-বিট
Ο গ) 
হার্ট-অ্যাটাক
Ο ঘ) 
হার্ট সাউন্ড

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কী বলে?
Ο ক) 
অ্যানিমিয়া
Ο খ) 
লিউকোমিয়া
Ο গ) 
পলিসাইথিমিয়া
Ο ঘ) 
লিউকোসাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

২২৮.
শ্বেত রক্তকণিকার গড় আয়ু-
Ο ক) 
১-৫ দিন
Ο খ) 
১-১০ দিন
Ο গ) 
১-১৫ দিন
Ο ঘ) 
১-২০ দিন

  সঠিক উত্তর: (গ)

২২৯.
রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয় কোনটি?
Ο ক) 
হেপারিন
Ο খ) 
হিস্টারিন
Ο গ) 
অ্যান্টিবডি
Ο ঘ) 
এনজাইম

  সঠিক উত্তর: (ক)

২৩০.
রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) 
লিউকেমিয়া
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
ডায়াবেটিস
Ο ঘ) 
পারপুরা

  সঠিক উত্তর: (গ)

২৩১.
ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য পালস রেট বাড়ে-
Ο ক) 
১০/মি.
Ο খ) 
১৫/মি.
Ο গ) 
২০/মি.
Ο ঘ) 
২৫/মি.

  সঠিক উত্তর: (ক)

২৩২.
ধমনি পরিবহন করে-
Ο ক) 
বিশুদ্ধ রক্ত
Ο খ) 
দূষিত রক্ত
Ο গ) 
বর্জ্য পদার্থ
Ο ঘ) 
রক্তরস

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
হৃদপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
Ο ক) 
আটারিওস্কেলেরোসিস
Ο খ) 
করোনারি থ্রম্বোসিস
Ο গ) 
সেরিব্রাল থ্রম্বোসিস
Ο ঘ) 
মধুমেহ

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃদপিন্ডে ফিসে আসে?
Ο ক) 
অক্সিজেনসমৃদ্ধ রক্ত
Ο খ) 
নাইট্রোজেনসমৃদ্ধ রক্ত
Ο গ) 
ক্যালসিয়ামসমৃদ্ধ রক্ত
Ο ঘ) 
কার্বন ডাইঅক্সাইডসমৃদ্ধ রক্ত

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫.
কবিরের রক্তের গ্রুপ এ হলে তার রক্তে কোন অ্যান্টিজেন থাকবে?
Ο ক) 

Ο খ) 
এ, বি
Ο গ) 

Ο ঘ) 
কোনো অ্যান্টিজেন থাকবে না

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
থ্যালসিমিয়া রোগটি সাধারণত কখন শনাক্ত হয়?
Ο ক) 
ভ্রুণ অবস্থায়
Ο খ) 
শিশু অবস্থায়
Ο গ) 
পূর্ণাঙ্গ অবস্থায়
Ο ঘ) 
মৃত্যুর পূর্বে

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
রক্ত বাহিকার ভেতরে রক্তকে জমাট বার্ধতে বাধা দেয় কোনটি?
Ο ক) 
নিউট্রোফিল
Ο খ) 
বেসোফিল
Ο গ) 
ইওসিনোফিল
Ο ঘ) 
মনোসাইট

  সঠিক উত্তর: (খ)

২৩৮.
অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্তের নাম কী?
Ο ক) 
কোলেস্টেরল
Ο খ) 
অ্যামোনিয়া
Ο গ) 
ইউরিক এসিড
Ο ঘ) 
হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯.
রক্ত সংবহন তন্ত্রের অংশসমুহ-
i. রক্ত
ii. হৃদপিন্ড
iii. রক্ত বাহিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪০.
ও গ্রুপের রক্ত জমাট বাঁধিয়ে দেয়-
i. এ বি গ্রুপের রক্তকে
ii. বি গ্রুপের রক্তকে
iii. এ গ্রুপের রক্তকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪১.
কোনটির সংকোচন ও প্রসারণ সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায়?
Ο ক) 
হৃৎপিন্ড
Ο খ) 
ধমনি
Ο গ) 
শিরা
Ο ঘ) 
ফুসফুস

  সঠিক উত্তর: (ক)

২৪২.
হৃৎপিন্ডের স্পন্দকে কী বলে?
Ο ক) 
হার্ট বিট
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ফেইলিউর
Ο ঘ) 
ইসিজি

  সঠিক উত্তর: (ক)

২৪৩.
ধমনি শাখা-প্রশাখার বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক) 
অ্যার্টোরিওল
Ο খ) 
অ্যাওর্টা
Ο গ) 
অ্যাট্রিয়াম
Ο ঘ) 
কৈশিক জালিকা

  সঠিক উত্তর: (ক)

২৪৪.
কোন যন্ত্রের সাহায্য হার্টবিট অনুভব করা যায়?
Ο ক) 
স্টেথোস্কোপ
Ο খ) 
স্ফিগমোম্যানোমিটার
Ο গ) 
অলটিমিটার
Ο ঘ) 
গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (ক)

২৪৫.
একটি হৃদস্পন্দন সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে?
Ο ক) 
০.৫
Ο খ) 
০.৬
Ο গ) 
০.৭
Ο ঘ) 
০.৮

  সঠিক উত্তর: (ঘ)

২৪৬.
নিচের কোন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?
Ο ক) 
বেসোফিল
Ο খ) 
ইওসিনোফিল
Ο গ) 
নিউট্রোফিল
Ο ঘ) 
লিম্ফোসাইট

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
হৃদপিন্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
Ο ক) 
পেরিকার্ডিয়াম
Ο খ) 
অ্যাট্রিয়াম
Ο গ) 
ভেন্ট্রিকল
Ο ঘ) 
ভেনক্যাভা

  সঠিক উত্তর: (ক)

২৪৮.
ভেন্ট্রিকলের সিস্টোল অবস্থায় কোনটি ঘটে?
Ο ক) 
বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে
Ο খ) 
ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে
Ο গ) 
সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে
Ο ঘ) 
সেমিলুনার কপাটিকা খোলা থাকে

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯.
নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
Ο ক) 
এরিথ্রোসাইট
Ο খ) 
থ্রম্বোসাইট
Ο গ) 
লিউকোসাইট
Ο ঘ) 
মনোসাইট

  সঠিক উত্তর: (গ)

২৫০.
হৃৎপিন্ডকে সংকোচনে সাহায্য করে-
Ο ক) 
অ্যাট্রিয়াম
Ο খ) 
ভেন্ট্রেকল
Ο গ) 
অ্যাওর্টা
Ο ঘ) 
পেরিকার্ডিয়াল ফ্লুইড

  সঠিক উত্তর: (ঘ)

২৫১.
রক্তরস-বর্ণের?
Ο ক) 
লাল
Ο খ) 
হলুদ
Ο গ) 
কমলা
Ο ঘ) 
গোলাপী

  সঠিক উত্তর: (খ)

২৫২.
একজন সুস্থ মানুষের রক্তে কী পরিমাণ বিলিরুবিন থাকে?
Ο ক) 
১৫-১০ mg/dl
Ο খ) 
০.২-১ mg/dl
Ο গ) 
০.৫-১.৫ mg/dl
Ο ঘ) 
০-২০০ mg/dl

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

২৫৪.
নিচের কোনটির নির্দিষ্ট আকার নেই?
Ο ক) 
লোহিত কণিকা
Ο খ) 
শ্বেত কণিকা
Ο গ) 
অণুচক্রিকা
Ο ঘ) 
হৃদপিন্ড

  সঠিক উত্তর: (খ)

২৫৫.
অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
Ο ক) 
ধমনি ও পালমোনারি ধমনি
Ο খ) 
শিরা ও পালমোনারি শিরা
Ο গ) 
ধমনি ও পালমোনারি শিরা
Ο ঘ) 
শিরা ও ধমনি

  সঠিক উত্তর: (গ)

২৫৬.
রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা-
Ο ক) 
১০-৪০ mg/dl
Ο খ) 
৪০-৮০ mg/dl
Ο গ) 
৮০-১২০ mg/dl
Ο ঘ) 
১২০-১৪০ mg/dl

  সঠিক উত্তর:

২৫৭.
হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিব্ধ করার যন্ত্রকে কী বলে?
Ο ক) 
ইসিজি
Ο খ) 
ব্যারোমিটার
Ο গ) 
থার্মোমিটার
Ο ঘ) 
ল্যাকটোমিটার

  সঠিক উত্তর: (ক)

২৫৮.
অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে-
i. পালমোনারি শিরা
ii. অ্যাটেরিওল
iii. সাবক্লোভিয়ান শিরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৯.
শ্বেত কণিকার কাজ কোনটি?
Ο ক) 
এলার্জি প্রতিরোধ করা
Ο খ) 
আয়রনের সমতা রক্ষা করা
Ο গ) 
রক্তক্ষরণ রোধ করা
Ο ঘ) 
অম্ল-ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করা

  সঠিক উত্তর: (ক)

২৬০.
কোনটির অবস্থান লোহিত কণিকার প্লাজমা পর্দার বাইরে?
Ο ক) 
অ্যান্টিবডির
Ο খ) 
অ্যান্টিজেনের
Ο গ) 
সিরামের
Ο ঘ) 
অ্যাগ্লুটিনিনের

  সঠিক উত্তর: (খ)

২৬১.
কোন যৌগে গঠনের মাধ্যমে রক্ত অক্সিজেন পরিবহন করে?
Ο ক) 
অক্সিগ্লোবিন
Ο খ) 
অক্সিহিমোগ্লোবিন
Ο গ) 
হিমোক্সিজেন
Ο ঘ) 
হিমোক্সিন

  সঠিক উত্তর: (ক)

২৬২.
কোলেস্টেরলের পরিমাণ কোথায় বেশি থাকে?
Ο ক) 
বৃক্কে
Ο খ) 
পাকস্থলীতে
Ο গ) 
যকৃতে
Ο ঘ) 
হৃদপিন্ডে

  সঠিক উত্তর: (গ)

২৬৩.
গ্লুকোজ কোন ধরনের জৈব পদার্থ?
Ο ক) 
খাদ্যসার
Ο খ) 
রেচন পদার্থ
Ο গ) 
ইউরিক পদার্থ
Ο ঘ) 
হরমোন

  সঠিক উত্তর: (ঘ)

২৬৪.
সুমনের রক্তের গ্রুপ O হলে তার রক্তে কোন অ্যান্টিজেন উপস্থিত?
Ο ক) 

Ο খ) 
বি
Ο গ) 
এ ও বি উভয়ই
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ঘ)

২৬৫.
কোনটি রক্তরসের কাজ?
Ο ক) 
স্বাস্থ্য ভাল রাখে
Ο খ) 
রক্তে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে
Ο গ) 
দেহের ভারসাম্য রক্ষা করে
Ο ঘ) 
দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে

  সঠিক উত্তর: (খ)

২৬৬.
উর্ধ্ব ও নিম্ন মহাশিরা কেথায় প্রবেশ করে?
Ο ক) 
বাম অ্যাট্রিয়াম
Ο খ) 
ডান ভেন্ট্রিকলে
Ο গ) 
ডান অ্যাট্রিয়ামে
Ο ঘ) 
বাম ভেন্ট্রেকলে

  সঠিক উত্তর: (গ)

২৬৭.
রক্ত চাপ নির্ণয়ে যন্ত্র-
Ο ক) 
স্টেথোস্কোপ
Ο খ) 
স্ফিগমোম্যানোমিটার
Ο গ) 
ব্যারোমিটার
Ο ঘ) 
ল্যাকটোমিটার

  সঠিক উত্তর: (খ)

২৬৮.
কৈশিক জালিকা কী দিয়ে গঠিত?
Ο ক) 
পেরিকার্ডিয়াম
Ο খ) 
হাইপোথেলিয়াম
Ο গ) 
এন্ডোথেলিয়াম
Ο ঘ) 
এপিথেলিয়াম

  সঠিক উত্তর: (গ)

২৬৯.
পালস রেট দ্বারা নির্ণয় সম্ভব কোনটি?
Ο ক) 
যকৃতের সমস্যা
Ο খ) 
বৃক্ষের সমস্যা
Ο গ) 
হৃদপিন্ডের সমস্যা
Ο ঘ) 
পাকস্থলীর সমস্যা

  সঠিক উত্তর: (গ)

২৭০.
কোনটির লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস অনুপস্থিতি?
Ο ক) 
মানুষ
Ο খ) 
ব্যাঙ
Ο গ) 
পাখি
Ο ঘ) 
সাপ

  সঠিক উত্তর: (ক)

২৭১.
প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনিমিলিটারে অণুচক্রিকার সংখ্যা-
Ο ক) 
১,৫০,০০০-৪,০০,০০০
Ο খ) 
৪,০০০-১০,০০০
Ο গ) 
৯০,০০০-১,২০,০০০
Ο ঘ) 
৫০,০০০-৭৬,০০০

  সঠিক উত্তর: (ক)

২৭২.
বাম ভেন্ট্রিকল থেকে কোনটির উৎপত্তি হয়েছে?
Ο ক) 
সুপিরিয়র ভেনাক্যাভা
Ο খ) 
ইনফিরিয়ার ভেনাক্যাভা
Ο গ) 
পালমোনারি শিরা
Ο ঘ) 
অ্যাওর্টা

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
শ্বেত রক্তকণিকা নামকরণ করা হয়েছে কেন?
Ο ক) 
হিমোগ্লোবিনবিহীন হওয়ার কারণে
Ο খ) 
হিমোগ্লোবিনযুক্ত হওয়ার কারণে
Ο গ) 
নিউক্লিয়াসযুক্ত হওয়ার কারণে
Ο ঘ) 
নিউক্লিয়াসবিহীন হওয়ার কারণে

  সঠিক উত্তর: (ক)

২৭৪.
এ গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) 
৩%
Ο খ) 
৯%
Ο গ) 
৪২%
Ο ঘ) 
৪৬%

  সঠিক উত্তর: (গ)

২৭৫.
ফাইব্রিন এক ধরনের-
Ο ক) 
দ্রবণীয় প্রোটিন
Ο খ) 
অদ্রবণীয় প্রোটিন
Ο গ) 
কোলেস্টেরল
Ο ঘ) 
আয়ন

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
রক্তের কণিকাগুলো প্রধানত কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২৭৭.
কৈশিক জালিকা কী?
Ο ক) 
শিরা
Ο খ) 
ধমনী
Ο গ) 
হৃদপিন্ড
Ο ঘ) 
ধমনী ও শিরার সংযোগস্থল

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে-
i. নিউট্রোফিল
ii. বোসিফিল
iii. মনোসাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
ভেন্ট্রেকলকে বাংলায় কী বলে?
Ο ক) 
অলিন্দ
Ο খ) 
ধমনি
Ο গ) 
নিলয়
Ο ঘ) 
শিরা

  সঠিক উত্তর: (গ)

২৮০.
কোনটি বংশগত রক্তের রোগ?
Ο ক) 
লিউকেমিয়া
Ο খ) 
অ্যানিমিয়া
Ο গ) 
পলিসাইথিমিয়া
Ο ঘ) 
থ্যালাসিমিয়া

  সঠিক উত্তর: (ঘ)

২৮১.
উচ্চ রক্তচাপের ফলে হতে পারে-
i. প্যারালাইসিস
ii. ফুসফুসের ক্যান্সার
iii. দৃষ্টিশক্তির ব্যাঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮২.
পালমোনারি শিরা যুক্ত থাকে কোনটির সাথে?
Ο ক) 
ডান অ্যাট্রিয়াম
Ο খ) 
বাম অ্যাট্রিয়াম
Ο গ) 
ডান ভেন্ট্রিকল
Ο ঘ) 
বাম ভেন্ট্রিকল

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩.
কোন রোগে নির্দিষ্ট সময় অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) 
পারপুরা
Ο খ) 
থ্রম্বোসাইটোসিস
Ο গ) 
থ্যালসিমিয়া
Ο ঘ) 
লিউকোমিয়া

  সঠিক উত্তর: (গ)

২৮৪.
কোনটির প্রাচীর পুরু?
Ο ক) 
ধমনির
Ο খ) 
শিরার
Ο গ) 
কৈশিক জালিকার
Ο ঘ) 
রক্তকণিকার

  সঠিক উত্তর: (ক)

২৮৫.
ঘন ঘন প্রস্রাব কোন রোগের বৈশিষ্ট্য?
Ο ক) 
ডায়াবেটিস
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ব্লক
Ο ঘ) 
উচ্চ রক্তচাপ

  সঠিক উত্তর: (ক)

২৮৬.
সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাক্যাভা যুক্ত থাকে কোনটির সাথে?
Ο ক) 
ডান অ্যাট্রিয়াম
Ο খ) 
বাম অ্যাট্রিয়াম
Ο গ) 
ডান ভেন্ট্রিকল
Ο ঘ) 
বাম ভেন্ট্রেকল

  সঠিক উত্তর: (খ)

২৮৭.
রক্তে রক্তরসের পরিমাণ শতকরা-
Ο ক) 
৫৪%
Ο খ) 
৫৫%
Ο গ) 
৪৪%
Ο ঘ) 
৪৫%

  সঠিক উত্তর: (খ)

২৮৮.
Rh- রক্তবিশিষ্ট ব্যক্তির রক্তে দুইবার Rh+ বিশিষ্ট রক্ত দিলে দ্বিতীয়বার কোনটি ঘটে?
Ο ক) 
লোহিত রক্তকণিকা পিন্ডে পরিণত হয়
Ο খ) 
গ্রহীতার রক্ত স্বাভাবিক থাকে
Ο গ) 
অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হয়
Ο ঘ) 
অ্যান্টি Rh ফ্যাক্টর নষ্ট হয়ে যায়

  সঠিক উত্তর: (ক)

২৮৯.
হৃদপিন্ডের ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ হলো-
Ο ক) 
হার্ট ব্লক
Ο খ) 
হার্ট অ্যাটাক
Ο গ) 
হার্ট ফেলিউর
Ο ঘ) 
হাইপার টেনশন

  সঠিক উত্তর: (ক)

২৯০.
লোহিত রক্তকণিকার বর্ণ কী হয়?
Ο ক) 
হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য
Ο খ) 
নিউক্লিয়াসবিহীন বলে
Ο গ) 
অস্থিমজ্জা হতে উৎপন্ন হয় বলে
Ο ঘ) 
অক্সিজেন পরিবহণে সক্ষম বলে

  সঠিক উত্তর: (ক)

২৯১.
Rh + Ve অ্যান্টিজেনের প্রভাবে উৎপন্ন অ্যান্টিবডিকে কী বলে?
Ο ক) 
অ্যান্টি Rh ফ্যাক্টর
Ο খ) 
অ্যান্টি পজিটিভ
Ο গ) 
অ্যান্টি নেগেটিভ
Ο ঘ) 
অ্যান্টি এ

  সঠিক উত্তর: (ক)

২৯২.
রক্তে কণিকার পরিমাণ কতটুকু?
Ο ক) 
৪০%
Ο খ) 
৫০%
Ο গ) 
৫৫%
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
ডায়াবেটিস রোগের লক্ষণগুলো হলো-
i. চোখে ঝাপসা দেখা
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ঘন ঘন প্রসাব হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৪.
ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
i. যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে
ii. যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল
iii. দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৫.
প্রাণিদেহের রক্ত এক ধরনের-
i. লালবর্ণের অস্বচ্ছ পদার্থ
ii. আন্তঃকোষীর লবণাক্ত পদার্থ
iii. ক্ষারধর্মী তরল যোজক টিস্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত-প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
Ο ক) 
পারপুরা
Ο খ) 
লিউকোমিয়া
Ο গ) 
থ্যালসিমিয়া
Ο ঘ) 
অ্যানিমিয়া

  সঠিক উত্তর: (গ)

২৯৭.
হাতের কবজিতে হৃৎস্পন্দন-
i. মিনিটে গণনা করা হয়
ii. ডাব
iii. পালস নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৮.
ভেন্ট্রিকল রক্তপূর্ণ হলে সেগুলো - হয়।
Ο ক) 
সংকুচিত
Ο খ) 
প্রসারিত
Ο গ) 
স্থির
Ο ঘ) 
স্পন্দিত

  সঠিক উত্তর: (ক)

২৯৯.
অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
Ο ক) 
৫-১০
Ο খ) 
১০-১৫
Ο গ) 
১৫-২০
Ο ঘ) 
২০-২৫

  সঠিক উত্তর: (ক)

৩০০.
ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়-
i. ওষুধ সেবন
ii. খাদ্য নিয়ন্ত্রণ
iii. ব্যায়াম বর্জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০১.
অ্যান্টিবডির অপর নাম হলো-
Ο ক) 
অ্যাগ্লুটিনোজেন
Ο খ) 
অ্যাগ্লুটিনিন
Ο গ) 
নিউট্রোফিল
Ο ঘ) 
বেসোফিল

  সঠিক উত্তর: (খ)

৩০২.
অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকলের সংকোচ ক্ষমতা লোপ পাওয়াকে কী বলে?
Ο ক) 
হার্টব্লক
Ο খ) 
হার্ট ফেইলিউর
Ο গ) 
হার্ট অ্যাটাক
Ο ঘ) 
হার্টসাউন্ড

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
কোন শ্বেত রক্তকণিকা সর্বাপেক্ষা কম পরিমানে থাকে?
Ο ক) 
নিউট্রোফিল
Ο খ) 
ইওসিনোফিল
Ο গ) 
মনোসাইট
Ο ঘ) 
বেসোফিল

  সঠিক উত্তর: (ঘ)

৩০৪.
শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
Ο ক) 
৬০-৭০ লক্ষ
Ο খ) 
৬৫-৭৫ লক্ষ
Ο গ) 
৭০-৮০ লক্ষ
Ο ঘ) 
৮০-৯০ লক্ষ

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
Ο ক) 
Rh
Ο খ) 
RH
Ο গ) 
rh
Ο ঘ) 
rH

  সঠিক উত্তর: (ক)

৩০৬.
বড় নিউক্লিয়াস যুক্ত ছোট দানাহীন শ্বেত কণিকার নাম কী?
Ο ক) 
লিম্ফোসাইট
Ο খ) 
মনোসাইট
Ο গ) 
বেসোফিল
Ο ঘ) 
প্লেইট লেট

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
রক্তে রক্তরসের পরিমাণ কতটুকু?
Ο ক) 
৪৫%
Ο খ) 
৫০%
Ο গ) 
৫৫%
Ο ঘ) 
৬০%

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
শিশুদের দেহের লোহিত �কণিকার সংখ্যা-
Ο ক) 
৫০-৬০
Ο খ) 
৬০-৭০
Ο গ) 
৭০-৮০
Ο ঘ) 
৮০-৯০

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে কোনটি থাকবে?
Ο ক) 
এ অ্যান্টিজেন
Ο খ) 
বি অ্যান্টিজেন
Ο গ) 
এ অ্যান্টিবডি
Ο ঘ) 
ও অ্যান্টিবডি

  সঠিক উত্তর: (ক)

৩১০.
ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ক্ষুধামন্দা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১১.
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-
i. মনোসাইট
ii. বেসোফিল
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১২.
পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা-
Ο ক) 
৮০-৯০ লাখ
Ο খ) 
৪-৫ লাখ
Ο গ) 
৬০-৭০ লাখ
Ο ঘ) 
৪.৫-৫.৫ লাখ

  সঠিক উত্তর: (ঘ)

৩১৩.
দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
Ο ক) 
A
Ο খ) 
B
Ο গ) 
AB
Ο ঘ) 
O

  সঠিক উত্তর: (ঘ)

৩১৪.
রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?
Ο ক) 
কোলেস্টেরল
Ο খ) 
গ্লুকোজ
Ο গ) 
অ্যামিনো এসিড
Ο ঘ) 
গ্লিসারল

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে?
Ο ক) 
সিস্টোল
Ο খ) 
ডায়াস্টোল
Ο গ) 
অ্যাট্রিয়াস
Ο ঘ) 
ভেন্ট্রিকল

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি?
Ο ক) 
৯%
Ο খ) 
৩%
Ο গ) 
৪২%
Ο ঘ) 
৪৬%

  সঠিক উত্তর: (খ)

৩১৭.
ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ওজন বেড়ে যাওয়া
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া
iii. দেরিতে ক্ষত শুকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৮.
রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে?
Ο ক) 
লোহিত রক্তকণিকা
Ο খ) 
রক্তরস
Ο গ) 
শ্বেতরক্তকণিকা
Ο ঘ) 
অণুচক্রিকা

  সঠিক উত্তর: (খ)

৩১৯.
প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হয় কখন?
Ο ক) 
জন্ডিস হলে
Ο খ) 
জ্বর হলে
Ο গ) 
পরিশ্রম হলে
Ο ঘ) 
ভয় পেলে

  সঠিক উত্তর: (ক)

৩২০.
কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
Ο ক) 
প্লীহা ও যকৃতে
Ο খ) 
যকৃত ও মগজে
Ο গ) 
কিডনী ও পেশীতে
Ο ঘ) 
রক্ত ও পেশীতে

  সঠিক উত্তর: (খ)

৩২১.
পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায়-
Ο ক) 
এক লক্ষ
Ο খ) 
দেড় লক্ষ
Ο গ) 
দুই লক্ষ
Ο ঘ) 
আড়াই লক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৩২২.
রক্তনালির ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
Ο ক) 
থ্রম্বোসিস
Ο খ) 
থ্রম্বোসাইটোসিস
Ο গ) 
লিউকোসাইটোসিস
Ο ঘ) 
সাইটোলাইসিস

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
রক্তরস বা প্লাজমার জৈব পদার্থ হলো-
i. গ্লুকোজ, অ্যামিনো এসিড
ii. ফাইব্রিনোজেন, অ্যালবুমিন
iii. ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৪.
হাইপার টেনশনজনিত রোগ কোনটি?
Ο ক) 
ক্যান্সার
Ο খ) 
হুপিং কাশি
Ο গ) 
স্ট্রোক
Ο ঘ) 
থ্যালাসিমিয়া

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
কোনটি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড প্রবেশ করে?
Ο ক) 
পালমোনারি ধমনি
Ο খ) 
পালমোনারি শিরা
Ο গ) 
অ্যাওর্টা
Ο ঘ) 
ভেনাক্যাভা

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
থ্যালসিমিয়ার প্রধান কারণ কী?
Ο ক) 
রক্তশূণ্যতা
Ο খ) 
অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি
Ο গ) 
শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি
Ο ঘ) 
অণুচক্রিকার সংখ্যা হ্রাস

  সঠিক উত্তর: (ক)

৩২৭.
মানব ভ্রূণে বিদ্যমান লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
Ο ক) 
৪-৫ লাখ
Ο খ) 
৪.৫-৫.৫ লাখ
Ο গ) 
৬০-৭০ লাখ
Ο ঘ) 
৮০-৯০ লাখ

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮.
শ্বেত কণিকার সংখ্যা বেড়ে কত হলে তাকে ব্লাড ক্যান্সার বলে?
Ο ক) 
৪০,০০০-৮০,০০০
Ο খ) 
৫০,০০০-১,০০,০০০
Ο গ) 
৩৫,০০০-৭২,০০০
Ο ঘ) 
৪০,০০০-৯০,০০০

  সঠিক উত্তর: (খ)

৩২৯.
মানুষের লোহিত রক্তকণিকার আয়ু-
Ο ক) 
৪ মাস
Ο খ) 
৫ মাস
Ο গ) 
৬ মাস
Ο ঘ) 
৭ মাস

  সঠিক উত্তর: (ক)

৩৩০.
ও গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) 
৩%
Ο খ) 
৯%
Ο গ) 
৪২%
Ο ঘ) 
৪৬%

  সঠিক উত্তর: (ঘ)

৩৩১.
থ্যালসিমিয়া রোগে রোগীকে কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) 
২ মাস
Ο খ) 
৩ মাস
Ο গ) 
৪ মাস
Ο ঘ) 
৫ মাস

  সঠিক উত্তর: (খ)

৩৩২.
প্রোটিনধর্মী জৈব পদার্থগুলো হলো-
i. গ্লুকোজ
ii. অ্যালবুমিন
iii. প্রোথ্রম্বিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিদ্ধ করার যন্ত্রকে কী বলে?
Ο ক) 
ECG
Ο খ) 
ব্যারোমিটার
Ο গ) 
থার্মোমিটার
Ο ঘ) 
ল্যাকটোমিটার

  সঠিক উত্তর: (ক)

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
পলির বাবা আজকাল সামান্য পরিশ্রমে বেশ ক্লান্তি ও দুর্বলতা বোধ করেন। তাঁর ঘন ঘন প্রস্রাব হয়। যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে। তাই তিনি ডাক্তারের পরামর্শ নিলেন।
৩৩৪.
পলির বাবার কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে?
Ο ক) 
উচ্চ রক্তচাপ
Ο খ) 
ডায়াবেটিস
Ο গ) 
প্লেগ
Ο ঘ) 
থ্যালসিমিয়া

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
পলির বাবা কীভাবে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারেন?
Ο ক) 
নিয়মিত ব্যায়াম করে
Ο খ) 
চর্বিযুক্ত খাবার খেয়ে
Ο গ) 
১০-১২ ঘন্টা ঘুমিয়ে
Ο ঘ) 
স্টেরয়েড ওষুধ সেবন করে

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন