NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ১৭: পদ্য - কপোতাক্ষ নদ


  
এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ১৭: পদ্য - কপোতাক্ষ নদ


১.
ইংরেজি ‘সনেট’ এর বাংলা পরিভাষা কী?
Ο ক) 
মৃদু ধ্বনি
Ο খ) 
প্রতিধ্বনি
Ο গ) 
চতুর্দশপদী কবিতা
Ο ঘ) 
সপ্তদশপদী কবিতা

  সঠিক উত্তর: (গ)

২.
‘তিলোত্তমাসম্ভব কাব্য’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
জসীমউদদীন
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩.
‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি বুঝিয়েছেন -
i. নিশার স্বপনে
ii. নদীর কলধ্বনি
iii. বঙ্গের সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪.
‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ - কবির কোন নদের কথা মনে পড়ে?
Ο ক) 
ব্রহ্মপুত্র
Ο খ) 
করতোয়া
Ο গ) 
মেঘনা
Ο ঘ) 
কপোতাক্ষ

  সঠিক উত্তর: (ঘ)

৫.
বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
কায়কোবাদ
Ο গ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) 
নবীনচন্দ্র সেন

  সঠিক উত্তর: (ক)

৬.
‘সনেট’ কবিতার স্রষ্টা কে?
Ο ক) 
পেত্রার্ক
Ο খ) 
সেকসপীয়র
Ο গ) 
জন মিলটন
Ο ঘ) 
মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (ক)

৭.
‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ - কবি কোন বিরলে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
Ο ক) 
সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে
Ο খ) 
সুদূর জার্মানির বার্লিন নগরীতে
Ο গ) 
ফ্রান্সের প্যারিস নগরীতে
Ο ঘ) 
ইংল্যান্ডের ডাবলিন নগরীতে

  সঠিক উত্তর: (ক)

৮.
‘বারি-রূপ কর তুমি।’ এখানে ‘কর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
কাজ
Ο খ) 
হাত
Ο গ) 
রাজস্ব
Ο ঘ) 
করা

  সঠিক উত্তর: (গ)

৯.
চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
বিহারীলাল চক্রবর্তী

  সঠিক উত্তর: (ক)

১০.
ছন্দ বিবেচনায় ‘কপোতাক্ষ নদ’ কোন ছন্দে লেখা?
Ο ক) 
মাত্রাবৃত্ত
Ο খ) 
স্বরবৃত্ত
Ο গ) 
অক্ষরবৃত্ত
Ο ঘ) 
অমিত্রাক্ষর ছন্দ

  সঠিক উত্তর: (ঘ)

১১.
‘কৃষ্ণকুমারী’র সাথে ‘পদ্মাবতী’র সাদৃশ্য মূলত -
i. বিষয়ে
ii. ভাবে
iii. আঙ্গিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২.
‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে’ কবির দেখা দেশ হচ্ছে -
i. ব্রিটেন
ii. ফ্রান্স
iii. ইরাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
Ο ক) 
ফ্রান্সে
Ο খ) 
ইংল্যন্ডে
Ο গ) 
ইতালিতে
Ο ঘ) 
আমেরিকায়

  সঠিক উত্তর: (ক)

১৪.
মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?
Ο ক) 
আগরদাঁড়ি
Ο খ) 
সাগরদিঘি
Ο গ) 
সাগরদাঁড়ি
Ο ঘ) 
নাগরদাঁড়ি

  সঠিক উত্তর: (গ)

১৫.
‘মাইকেল’ - এটি কোন ভাষার শব্দ?
Ο ক) 
আরবি
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
বাংলা
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (খ)

১৬.
মধুসূদনের কাব্যপ্রতিভার যথার্থ স্ফুরণ ঘটে -
Ο ক) 
বাংলা ভাষায়
Ο খ) 
ইংরেজি ভাষায়
Ο গ) 
ফরাসি ভাষায়
Ο ঘ) 
মাদ্রাজি বাষায়

  সঠিক উত্তর: (ক)

১৭.
কোথায় অধ্যয়নকালে মধুসূদনের ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে?
Ο ক) 
সাগরদাঁড়ি স্কুলে
Ο খ) 
কারমাইকেল কলেজে
Ο গ) 
প্রেসিডেন্সি কলেজে
Ο ঘ) 
হিন্দু কলেজে

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো -
Ο ক) 
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
Ο খ) 
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
Ο গ) 
তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
Ο ঘ) 
সতত, হে নদ, তুমি পড় মোর মনে

  সঠিক উত্তর: (গ)

১৯.
‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
কপোতাক্ষকে
Ο খ) 
বঙ্গদেশকে
Ο গ) 
বাংলা ভাষাকে
Ο ঘ) 
বাংলা গানকে

  সঠিক উত্তর: (ক)

২০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা হলো -
Ο ক) 
মায়া-মন্ত্রধ্বনি
Ο খ) 
নিশার স্বপন
Ο গ) 
স্নেহের তৃষ্ণা
Ο ঘ) 
কপোতাক্ষের কলকল ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
Ο ক) 
তিতাস
Ο খ) 
কপোতাক্ষ নদ
Ο গ) 
বাংলা আমার
Ο ঘ) 
স্বাধীনতা তুমি

  সঠিক উত্তর: (খ)

২২.
মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্ত কোনটি?
Ο ক) 
বীরাঙ্গনা কাব্য
Ο খ) 
শর্মিষ্ঠা নাটক
Ο গ) 
মেঘনাদবধ কাব্য
Ο ঘ) 
ব্রজাঙ্গনা কাব্য

  সঠিক উত্তর: (গ)

২৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক - এর মেলবন্ধন কোনটি?
Ο ক) 
ঘঙচ-ঘঙচ
Ο খ) 
কখক-ককখ
Ο গ) 
গঘ গঘ গঘ
Ο ঘ) 
কখ কখ কখ

  সঠিক উত্তর: (গ)

২৪.
‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ - এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে -
Ο ক) 
ভালোবাসার আকুলতা
Ο খ) 
বিরহের ব্যাকুলতা
Ο গ) 
সান্নিধ্যের উদ্বেলতা
Ο ঘ) 
বিচ্ছেদের প্রতিকূলতা

  সঠিক উত্তর: (ক)

২৫.
কপোতাক্ষ নদের অন্তরালে অভিব্যক্ত হয়েছে কবির -
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশের প্রতি মমত্ববোধ
iii. বাংলা ভাষার প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬.
মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক -
i. কৃষ্ণকুমারী, শাহজাহান
ii. বিসর্জন, শর্মিষ্ঠা
iii. কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭.
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ হলো -
i. ব্রজাঙ্গনা কাব্য
ii. বীরাঙ্গনা কাব্য
iii. চতুর্দশপদী কবিতাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?
Ο ক) 
সমুদ্রকে
Ο খ) 
কপোতাক্ষ নদকে
Ο গ) 
বঙ্গজ জনকে
Ο ঘ) 
বিশ্ববাসীকে

  সঠিক উত্তর: (খ)

২৯.
‘আর কি হে হবে দেখা?’ - কবির উক্তিতে উপস্থাপিত হয়েছে তাঁর মনের -
i. মাধুরী
ii. একাগ্রতা
iii. সংশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩০.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) 
বীরাঙ্গনা
Ο খ) 
ব্রজাঙ্গনা
Ο গ) 
চতুর্দশপদী কবিতাবলি
Ο ঘ) 
মেঘনাদবধ কাব্য

  সঠিক উত্তর: (গ)

৩১.
কবি মাইকেল মধুসুদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
Ο ক) 
১৮৪৩
Ο খ) 
১৮৪৫
Ο গ) 
১৮৫০
Ο ঘ) 
১৮৫৫

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘মেঘনাদবধ’ কোন ধরনের কাব্য?
Ο ক) 
নাটক
Ο খ) 
কাব্য
Ο গ) 
মহাকাব্য
Ο ঘ) 
কাহিনী কাব্য

  সঠিক উত্তর: (গ)

৩৩.
'Sester' - এর বাংলা রূপ হলো -
Ο ক) 
অষ্টক
Ο খ) 
ষষ্টক
Ο গ) 
অন্ত্যমিল
Ο ঘ) 
ত্রিপদীকা

  সঠিক উত্তর: (খ)

৩৪.
সনেটে ষষ্টক হচ্ছে -
Ο ক) 
প্রথম ছয় চরণের স্তবক
Ο খ) 
মাঝের ছয় চরণের স্তবক
Ο গ) 
শেষের ছয় চরণের স্তবক
Ο ঘ) 
চৌদ্দ চরণের পরবর্তী ছয় চরণের স্তবক

  সঠিক উত্তর: (গ)

৩৫.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি পড়ার পর জুবায়ের নদটিকে স্বচক্ষে দেখতে চায়। তাকে কোথায় যেতে হবে?
Ο ক) 
সিরাজগঞ্জ
Ο খ) 
রাজশাহী
Ο গ) 
যশোর
Ο ঘ) 
সিলেট

  সঠিক উত্তর: (গ)

৩৬.
‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’ - এই কথাটির অর্থ কী?
Ο ক) 
আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা
Ο খ) 
নিজেকে প্রবোধ দেওয়া
Ο গ) 
সম্মোহিত হওয়া
Ο ঘ) 
স্মৃতি রোমন্থনে সুখানুভব

  সঠিক উত্তর: (ক)

৩৭.
চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?
Ο ক) 
দুটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ক)

৩৮.
কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
Ο ক) 
১৮৮৩
Ο খ) 
১৮৭৩
Ο গ) 
১৮৭৬
Ο ঘ) 
১৮৮৬

  সঠিক উত্তর: (খ)

৩৯.
কোথায় বসে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেন?
Ο ক) 
ভার্সাই নগরীতে
Ο খ) 
বার্লিন নগরীতে
Ο গ) 
প্যারিস নগরীতে
Ο ঘ) 
লন্ডন নগরীতে

  সঠিক উত্তর: (ক)

৪০.
কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
হতাশা
Ο খ) 
গভীর অনুরাগ
Ο গ) 
তীব্র অভিমান
Ο ঘ) 
হাহাকার

  সঠিক উত্তর: (খ)

৪১.
কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন?
Ο ক) 
ভ্রান্তির ছলনা
Ο খ) 
নিশার স্বপন
Ο গ) 
বঙ্গের সংগীত
Ο ঘ) 
মায়া মন্ত্রধ্বনি

  সঠিক উত্তর: (ক)

৪২.
‘একান্ত নিরিবিলি’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক) 
ছলনে
Ο খ) 
বিরলে
Ο গ) 
যেমতি
Ο ঘ) 
সতত

  সঠিক উত্তর: (খ)

৪৩.
কপোতাক্ষ নদ কবিতায় মোট মাত্রা সংখ্যা কত?
Ο ক) 
১৮২টি
Ο খ) 
১৯৬টি
Ο গ) 
২১০টি
Ο ঘ) 
২২৪টি

  সঠিক উত্তর: (খ)

৪৪.
‘সখা-রীতে তার নাম’ এখানে সখা কে?
Ο ক) 
বঙ্গজ জন
Ο খ) 
বঙ্গদেশ
Ο গ) 
কপোতাক্ষ নদ
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
হিন্দু কলেজে অধ্যয়নকালে মাইকেল মধুসূদন দত্তের কোন ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মেছিল?
Ο ক) 
স্পেনিশ ভাষা ও সাহিত্য
Ο খ) 
ইংরেজি ভাষা ও সাহিত্য
Ο গ) 
ফরাসি ভাষা ও সাহিত্য
Ο ঘ) 
ফারসি ভাষা ও সাহিত্য

  সঠিক উত্তর: (খ)

৪৬.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
Ο ক) 
দেশপ্রেম
Ο খ) 
প্রকৃতিপ্রীতি
Ο গ) 
নদীর প্রতি মমতা
Ο ঘ) 
শৈশবস্মৃতি

  সঠিক উত্তর: (ক)

৪৭.
মাইলেক মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৯৭৩ সালের -
Ο ক) 
২৫ মার্চ
Ο খ) 
১৭ জুন
Ο গ) 
২৯ জুন
Ο ঘ) 
৩০ জুন

  সঠিক উত্তর: (গ)

৪৮.
কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?
Ο ক) 
কলকাতায়
Ο খ) 
যুক্তরাজ্যে
Ο গ) 
ফ্রান্সে
Ο ঘ) 
মাদ্রাজে

  সঠিক উত্তর: (গ)

৪৯.
"Visions of the past" - কাব্যের রচয়িতা কে?
Ο ক) 
জসীমউদদীন
Ο খ) 
কাজী ওয়াদুদ আহমেদ
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
মোতাহের হোসেন চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

৫০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন -
Ο ক) 
কপোতাক্ষের জলকে
Ο খ) 
গঙ্গার জলকে
Ο গ) 
কবির অশ্রুকে
Ο ঘ) 
স্বদেশের প্রেমরসকে

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘সতত তোমার কথা বাবি এ বিরলে’ - কবি কার কথা বলেছেন?
Ο ক) 
কপোতাক্ষ নদ
Ο খ) 
সাগরদাঁড়ি গ্রাম
Ο গ) 
মাতৃভূমি
Ο ঘ) 
বঙ্গজ জন

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘কপোতাক্ষ নদ’ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?
Ο ক) 
ক খ ক খ ক খ খ ক
Ο খ) 
ক খ খ গ ক খ খ গ
Ο গ) 
ক খ খ ক ক খ কখ
Ο ঘ) 
ক খ ক খ ক খ খ গ

  সঠিক উত্তর: (ক)

৫৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’ কথাটিতে প্রকাশ পেয়েছে কবির -
i. স্মৃতিকাতরতা
ii. স্বজাত্যবোধ
iii. স্বদেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৪.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
Ο ক) 
কপোতাক্ষ নদকে
Ο খ) 
বঙ্গদেশের জনগণকে
Ο গ) 
প্রবাসী বাঙালিকে
Ο ঘ) 
বাংলা সাহিত্যকে

  সঠিক উত্তর: (খ)

৫৫.
কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
Ο ক) 
সংশয়
Ο খ) 
বিরক্তি
Ο গ) 
পুলক
Ο ঘ) 
বেদনা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
‘কপোতাক্ষ নদ’ চতুর্দশপদী কবিতার অষ্টক অংশের শেষ চরণ কোনটি?
Ο ক) 
প্রজারূপে বারিরূপ সাগরেরে দিতে
Ο খ) 
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
Ο গ) 
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
Ο ঘ) 
দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন হলো -
i. একেই কি বলে সভ্যতা
ii. সধবার একাদশী
iii. বুড় সালিকের ঘাড়ে রোঁ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’ - এ চরণের সাথে ভাবগত মিল আছে কোন চরণের?
Ο ক) 
বাংলার নদী কী শোভাশালিনী
Ο খ) 
মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ের ছেলে
Ο গ) 
ও নদীরে একটি শুধাই শুধু তোমারে
Ο ঘ) 
গহীন গাঙ্গে নাও ভাসাইলাম আল্লাজির নাম লইয়া

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘তিলোত্তমাসম্ভব’ মধুসূদনের কোন ধরনের রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
কাব্য
Ο গ) 
প্রহসন
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (খ)

৬০.
অমিত্রাক্ষর ছন্দ ও সনেট বাংলা সাহিত্যে কী যোগ করেছে?
Ο ক) 
নতুন ভাব
Ο খ) 
নতুন বিষয়
Ο গ) 
নতুন মাত্রা
Ο ঘ) 
নতুন ভাষা

  সঠিক উত্তর: (গ)

৬১.
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
বিহারীলাল চক্রবর্তী

  সঠিক উত্তর: (ক)

৬২.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?
Ο ক) 
ভ্রান্ত আবেগ
Ο খ) 
নদীর প্রতি মমতা
Ο গ) 
দেশপ্রেম
Ο ঘ) 
স্মৃতিকাতরতা

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির স্মৃতিকাতরতার মাধ্যমে প্রকাশিত হয়েছে -
i. বাল্য স্মৃতি
ii. �নদীপ্রীতি
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৪.
কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে -
Ο ক) 
ভ্রান্তির চলনা
Ο খ) 
নিশার স্বপন
Ο গ) 
বঙ্গের সংগীত
Ο ঘ) 
মায়ামন্ত্র ধ্বনি

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য নয় কোনটি?
Ο ক) 
ষষ্টকে ভাবের প্রবর্তনা ও অষ্টকে ভাবের পরিণতি
Ο খ) 
চৌদ্দ চরণ সমন্বিত ভাবসংগত
Ο গ) 
গঠন প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট
Ο ঘ) 
ছয় চরণের স্তবককে ষষ্টক বলে

  সঠিক উত্তর: (ক)

৬৬.
স্কুলজীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কলকাতার কোন কলেজে ভর্তি হন?
Ο ক) 
হিন্দু কলেজে
Ο খ) 
প্রেসিডেন্সি কলেজে
Ο গ) 
সেন্ট পল জলেজে
Ο ঘ) 
সেন্ট জেভিয়ার্স কলেজে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?
Ο ক) 
চৌদ্দটি
Ο খ) 
আঠারোটি
Ο গ) 
বাইশটি
Ο ঘ) 
চব্বিশটি

  সঠিক উত্তর: (ক)

৬৮.
‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টক - এর মিলবন্ধন কোনটি?
Ο ক) 
ঘঙচ-ঘঙচ
Ο খ) 
কখখ-ককখ
Ο গ) 
গঘগঘগঘ
Ο ঘ) 
কখকখকখ

  সঠিক উত্তর: (গ)

৬৯.
মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি?
Ο ক) 
ষোলো
Ο খ) 
সতেরো
Ο গ) 
আঠারো
Ο ঘ) 
ঊনিশ

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
প্রবাসে স্বদেশপ্রেমের উদ্বেলতা কখন জাগে?
Ο ক) 
ভাবান্তরে জন্মভূমির স্মৃতি উদ্দীপ্ত হলে
Ο খ) 
ভাবান্তরে স্বদেশে ফিরে আসতে চােইলে
Ο গ) 
ভাবান্তরে প্রবাসী জীবন একঘেয়ে মনে হরে
Ο ঘ) 
ভাবান্তরে জন্মভূমিতে ফিরে এসে মরতে চাইলে

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘আর কি হে হবে দেখা? - যত দিন যাবে।’ উদ্ধৃত চরণে কবি কার সাথে দেখা হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন?
Ο ক) 
সাগরদাঁড়ির
Ο খ) 
মাতৃভূমির
Ο গ) 
কপোতাক্ষের
Ο ঘ) 
স্বজনদের

  সঠিক উত্তর: (গ)

৭২.
কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজারূপে কাকে কর দেয়?
Ο ক) 
কবিকে
Ο খ) 
কবির জন্মভূমিকে
Ο গ) 
সাগরকে
Ο ঘ) 
গ্রামীণ প্রকৃতিকে

  সঠিক উত্তর: (গ)

৭৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের যে পঙক্তিতে -
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
ii. দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
iii. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৪.
কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় সাগরকে ‘রাজা’ সম্বোধন করেছেন কেন?
Ο ক) 
রাজার প্রাচুর্যের মতো আগরে অঢেল পানি আছে
Ο খ) 
রাজার ক্ষমতার মতো সাগরেরও অনেক ক্ষমতা
Ο গ) 
যেকোনো নদীর চেয়ে সাগর অনেক বড়
Ο ঘ) 
সকল নদীর স্রোত সাগরের কাছে আত্মসমর্পণ করে

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
কোন চরণে কবির দেশপ্রেম সকল সীমার বাঁধন অতিক্রম করে গেছে?
Ο ক) 
দুগ্ধ স্রোতা-রূপী তুমি জন্মভূমি স্তনে
Ο খ) 
সতত, হে নদ, তুমি পড় মোর মনে
Ο গ) 
বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
Ο ঘ) 
লইয়ে যে তব নাম বঙ্গের সংদীতে

  সঠিক উত্তর: (ক)

৭৬.
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
Ο ক) 
ভারতচন্দ্র রায়গুণাকর
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  সঠিক উত্তর: (গ)

৭৭.
‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের স্নেহের তৃষ্ণা মিটে কীসের মাধ্যমে?
Ο ক) 
মেঘনা নদীর জলে
Ο খ) 
কপোতাক্ষ নদের জরে
Ο গ) 
পদ্মানদীর জলে
Ο ঘ) 
যমুনা নদীর জলে

  সঠিক উত্তর: (খ)

৭৮.
মধুসূদনকে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে তাঁর -
i. পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা
ii. নিজেকে বিশ্ববিস্তৃত করার তীব্র ইচ্ছা
iii. ইংরেজিতে সাহিত্যচর্চার তীব্র আবেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৯.
কবি কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?
Ο ক) 
তাঁকে ক্ষমা করতে
Ο খ) 
তাঁকে ভুল না বুঝতে
Ο গ) 
তাঁর তৃষ্ণা নিবারণ করতে
Ο ঘ) 
তাঁকে মনে রাখতে

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
Ο ক) 
দেশাত্মমূলক
Ο খ) 
স্মৃতিচারণমূলক
Ο গ) 
কাহিনীমূলক
Ο ঘ) 
নদীকেন্দ্রিক

  সঠিক উত্তর: (খ)

৮১.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের সবাইকে সিক্ত করে?
Ο ক) 
প্রবাস জীবনের তিক্ত অভিজ্ঞতা
Ο খ) 
কপোতাক্ষের প্রতি বিরহবোধ
Ο গ) 
স্বদেশের মাটি জলের জন্য অনুতাপ
Ο ঘ) 
স্মৃতির আবরণে দেশপ্রেম

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
নদীপ্রেমের
Ο খ) 
নিগর্সপ্রতির
Ο গ) 
প্রকৃতির প্রতি মমত্ববোধের
Ο ঘ) 
স্মৃতিকাতরতা

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক) 
মন্ত্রধ্বনি
Ο খ) 
বিরলে
Ο গ) 
ছলনে
Ο ঘ) 
সখা-রীতে

  সঠিক উত্তর: (খ)

৮৪.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?
Ο ক) 
বাল্যজীবনের দুরন্তপনা মনে করে
Ο খ) 
শৈশবের বর্ণিল দিনের কথা মনে করে
Ο গ) 
কলকাতার বন্ধুদের কথা মনে করে
Ο ঘ) 
নিজ গ্রামের কপোতাক্ষ নদের কথা মনে করে

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে -
Ο ক) 
ভাষাপ্রীতি
Ο খ) 
স্মৃতিকাতরতা
Ο গ) 
নদীপ্রেম
Ο ঘ) 
স্বাজত্যবোধ

  সঠিক উত্তর: (খ)

৮৬.
মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ কি জাতীয় রচনা?
Ο ক) 
সামাজিক নাটক
Ο খ) 
কাহিনী কাব্য
Ο গ) 
ঐতিহাসিক নাটক
Ο ঘ) 
প্রহসন

  সঠিক উত্তর: (গ)

৮৭.
‘স্বদেশপ্রেম’ উপজীব্য করে রচিত কবিতা হলো -
i. কপোতাক্ষ নদ
ii. ধনধান্য পুষ্পভরা
iii. অভিযাত্রিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
বাংলা কাব্যে মধুসূদনের উল্লেখযোগ্য অবদান হলো -
i. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন
ii. সনেট প্রবর্তন
iii. গীতিকবিতা প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৯.
‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
Ο ক) 
সনেট
Ο খ) 
গীতিকবিতা
Ο গ) 
পয়ার
Ο ঘ) 
লিমেরিক

  সঠিক উত্তর: (ক)

৯০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি দেখা করতে চান -
i. নিজ দেশের মানুষের সঙ্গে
ii. নিজ গ্রামের নদীর সঙ্গে
iii. নিজ দেশের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তা -
i. সখা
ii. সখে
iii. হে নদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯২.
কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?
Ο ক) 
নিশার স্বপন
Ο খ) 
মায়া-মন্ত্রধ্বনি
Ο গ) 
স্নেহের তৃষ্ণা
Ο ঘ) 
কপোতাক্ষের কলকল

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় ব্যবহৃত ‘রাজরূপ’ শব্দটির গঠনপ্রক্রিয়া হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
Ο ক) 
সন্ধির প্রক্রিয়ায় গঠিত
Ο খ) 
সমাসের প্রক্রিয়ায় গঠিত
Ο গ) 
প্রত্যয়ের প্রক্রিয়ায় গঠিত
Ο ঘ) 
উপসর্গের প্রক্রিয়ায় গঠিত

  সঠিক উত্তর: (খ)

৯৪.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় নিম্নলিখিত শব্দ পাওয়া যায় -
i. বারি-রূপ, রাজরূপ
ii. বঙ্গজ, মিনতি
iii. কামরুপ, নিশিরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৫.
‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
Ο ক) 
ভুলের ছলনায়
Ο খ) 
আশার ছলনায়
Ο গ) 
পাওয়ার ছলনায়
Ο ঘ) 
হারাবার ছলনায়

  সঠিক উত্তর: (ক)

৯৬.
সনেট কবিতায় কয়টি লাইন থাকে?
Ο ক) 
১২টি
Ο খ) 
১৩টি
Ο গ) 
১৪টি
Ο ঘ) 
১৬টি

  সঠিক উত্তর: (গ)

৯৭.
‘পদ্মাবতী’ নাটকটি কার লেখা?
Ο ক) 
আব্দুল হাকিম
Ο খ) 
দ্বিজেন্দ্রলাল রায়
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
সত্যেন্দ্রনাথ দত্ত

  সঠিক উত্তর: (গ)

৯৮.
কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
Ο ক) 
জামাই বারিক
Ο খ) 
সধবার একাদশী
Ο গ) 
এর উপায় কি
Ο ঘ) 
বুড় শালিকের ঘাড়ে রোঁ

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
কপোতাক্ষ দুগ্ধ-স্রোতোরূপী হলে স্বদেশকে বলা চলে -
i. মা
ii. মাতা
iii. দুধের উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০০.
কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ‘সাগরদাঁড়ি’ গ্রামটি কোন জেলার অন্তর্গত?
Ο ক) 
যশোর
Ο খ) 
কুষ্টিয়া
Ο গ) 
সাতক্ষীরা
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (ক)

১০১.
কাব্য ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য অবদান হলো -
i. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন
ii. সনেট রচনা
iii. সার্থক মহাকাব্য রচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
মাইকেল মধুসূদন দত্তকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে -
Ο ক) 
পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা
Ο খ) 
ইংরেজি ভাষার মোহ
Ο গ) 
বিদেশপ্রীতি
Ο ঘ) 
স্বদেশি ভাষার প্রতি অবজ্ঞা

  সঠিক উত্তর: (ক)

১০৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?
Ο ক) 
তব কলকলে
Ο খ) 
জন্মভূমি স্তনে
Ο গ) 
স্বপনে
Ο ঘ) 
ছলনে

  সঠিক উত্তর: (ক)

১০৪.
‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’ - এখানে কবিমনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
Ο ক) 
ভয়
Ο খ) 
সংশয়
Ο গ) 
অনিশ্চয়তা
Ο ঘ) 
আবেগ

  সঠিক উত্তর: (খ)

১০৫.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?
Ο ক) 
অষ্টকের প্রথমে
Ο খ) 
ষষ্ঠকের প্রথমে
Ο গ) 
অষ্টকের শেষে
Ο ঘ) 
ষষ্ঠকের শেষে

  সঠিক উত্তর: (গ)

১০৬.
মধুকবি কোন ধর্ম ছেড়ে কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?
Ο ক) 
হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্মে
Ο খ) 
হিন্দুধর্ম ছেড়ে বৌদ্ধধর্মে
Ο গ) 
হিন্দুধর্ম ছেড়ে খ্রিস্টধর্মে
Ο ঘ) 
হিন্দুধর্ম ছেড়ে ইহুদিধর্মে

  সঠিক উত্তর: (গ)

১০৭.
কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি জানিয়েছেন -
i. তাঁকে বন্ধুর মতো স্মরণ করতে
ii. বঙ্গবাসীদের কাছে তাঁর কাতরতা পৌঁছে দিতে
iii. বঙ্গদেশকে অবজ্ঞা না করার জন্য মিনতি জানাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৮.
‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’ - এ চিত্রকল্পে ফুটে উঠেছে -
Ο ক) 
ভ্রান্তি বিলাস
Ο খ) 
স্মৃতি রোমন্থন
Ο গ) 
আত্মসম্বিৎ
Ο ঘ) 
চৈতন্য-উদয়

  সঠিক উত্তর: (খ)

১০৯.
সনেট কবিতার অষ্টকে মূলত থাকে -
Ο ক) 
ভাবের প্রবর্তনা
Ο খ) 
ভাবের পরিণতি
Ο গ) 
ভাবের প্রবর্তনা ও পরিণতি
Ο ঘ) 
সূচনা ও উপসংহার

  সঠিক উত্তর: (ক)

১১০.
‘জুড়াই এ কান ভ্রান্তির ছলনে’ - চরণের পরের চরণ দুটির মিলবিন্যাস কোনটি?
Ο ক) 
কখ
Ο খ) 
খখ
Ο গ) 
খক
Ο ঘ) 
কক

  সঠিক উত্তর: (খ)

১১১.
‘সনেট’ - এর শুদ্ধ ইংরেজি বানান কোনটি?
Ο ক) 
Sonnet
Ο খ) 
Sounet
Ο গ) 
Sownnet
Ο ঘ) 
Swonet

  সঠিক উত্তর: (ক)

১১২.
ঘঙঘঙচচ - এটি চতুর্দশপদী কবিতার কোন চরণগুলোর অন্ত্যমিল?
Ο ক) 
শেষ ছয় চরণ
Ο খ) 
প্রথম ছয় চরণ
Ο গ) 
প্রথম আট চরণ
Ο ঘ) 
শেষ আট চরণ

  সঠিক উত্তর: (ক)

১১৩.
মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮২৪
Ο খ) 
১৮৪২
Ο গ) 
১৮৭৩
Ο ঘ) 
১৮৩৭

  সঠিক উত্তর: (ক)

১১৪.
ষষ্টকে থাকে -
Ο ক) 
ভাবের প্রবর্তনা
Ο খ) 
ভাবের পরিণতি
Ο গ) 
ভাবের বিস্তার
Ο ঘ) 
ভাবের আকৃতি

  সঠিক উত্তর: (খ)

১১৫.
‘দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে’ - কথাটির অর্থ কী?
Ο ক) 
কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের মতো মনে করা
Ο খ) 
জন্মভূমির নদকে কপোতাক্ষের মতো মনে করা
Ο গ) 
নিজ গ্রামের নদীর কলকল ধ্বনি কপোতাক্ষের মতো
Ο ঘ) 
কোনো নদ-নদীর জলই কপোতাক্ষের মতো নয়

  সঠিক উত্তর: (ক)

১১৬.
মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক নয় কোনটি?
Ο ক) 
বিসর্জন
Ο খ) 
শর্মিষ্ঠা
Ο গ) 
কৃষ্ণকুমারী
Ο ঘ) 
পদ্মাবতী

  সঠিক উত্তর: (ক)

১১৭.
‘দুগ্ধস্রোতোরূপ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
সাগরদাঁড়িকে
Ο খ) 
বাংলা ভাষার মাধুর্যকে
Ο গ) 
স্বদেশের প্রতি মমতাকে
Ο ঘ) 
কপোতাক্ষ নদকে

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ কবি কার নাম নিচ্ছেন?
Ο ক) 
জন্মভূমির নদীর
Ο খ) 
জন্মভূমি বাংলার
Ο গ) 
সাগরদাঁড়ি গাঁয়ের
Ο ঘ) 
বঙ্গোপসাগরের

  সঠিক উত্তর: (ক)

১১৯.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
Ο ক) 
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
Ο খ) 
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
Ο গ) 
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
Ο ঘ) 
আর কি হে হবে দেখা?

  সঠিক উত্তর: (ক)

১২০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে?
Ο ক) 
অপ্রতুল
Ο খ) 
অত্যুজ্জ্বল
Ο গ) 
অপ্রকট
Ο ঘ) 
উচ্ছ্বসিত

  সঠিক উত্তর: (খ)

১২১.
সনেটের বৈশিষ্ট্য কী?
Ο ক) 
আট চরণ, চৌদ্দ মাত্রা
Ο খ) 
চৌদ্দ চরণ, আট মাত্রা
Ο গ) 
আট চরণ, আট মাত্রা
Ο ঘ) 
ছয় চরণ, ছয় মাত্রা

  সঠিক উত্তর: (খ)

১২২.
‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন অংশে কবি চিত্তের সংশয় প্রকাশ পেয়েছে?
Ο ক) 
অষ্টকের প্রথম চার চরনে
Ο খ) 
অষ্টকের শেষ চার চরনে
Ο গ) 
ষটকের প্রথম তিন চরণে
Ο ঘ) 
ষটকের শেষ তিন চরণে

  সঠিক উত্তর: (গ)

১২৩.
সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল -
Ο ক) 
নির্দিষ্ট
Ο খ) 
অনির্দিষ্ট
Ο গ) 
সুনির্দিষ্ট
Ο ঘ) 
অবিন্যস্ত

  সঠিক উত্তর: (গ)

১২৪.
অষ্টক কাকে বলে?
Ο ক) 
চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
Ο খ) 
চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
Ο গ) 
চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
Ο ঘ) 
চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে

  সঠিক উত্তর: (গ)

১২৫.
‘আর কি হে হবে দেখা?’ - কবি কার সাথে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?
Ο ক) 
মাতৃভূমি
Ο খ) 
কপোতাক্ষ নদ
Ο গ) 
বন্ধু-বান্ধব
Ο ঘ) 
পিতা-মাতা

  সঠিক উত্তর: (খ)

১২৬.
‘ব্রজাঙ্গনা’ কাব্য কোন কবির রচনা?
Ο ক) 
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο খ) 
নবীনচন্দ্র সেন
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

  সঠিক উত্তর: (গ)

১২৭.
মাইকেল মধুসূদনের লেখা কাব্য কোনটি?
Ο ক) 
জিব্রাইলের ডানা
Ο খ) 
মেঘনাদবধ কাব্য
Ο গ) 
শাহনামা
Ο ঘ) 
সোনার তরী

  সঠিক উত্তর: (খ)

১২৮.
‘ঘঙঘঙ চচ’ - এটি চতুর্দশপদী কবিতার কোন চরণের অন্ত্যমিল?
Ο ক) 
শেষ ছয় চরণের
Ο খ) 
প্রথম আট চরনের
Ο গ) 
মধ্য চরণের
Ο ঘ) 
সমস্ত কবিতার শেষ চরণের

  সঠিক উত্তর: (ক)

১২৯.
মধুসূদন দত্তের নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি কত সালে যুক্ত হয়?
Ο ক) 
১৮৪৩
Ο খ) 
১৮৪৪
Ο গ) 
১৮৪৫
Ο ঘ) 
১৮৪৬

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু তীরের সৌন্দর্য উপভোগ করতেন। এখন তিনি কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে অবসর জীবনযাপন করছেন। অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে।
১৩০.
‘কপোতাক্ষ নদ’ কবিতার যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত, তা হলো -
Ο ক) 
শৈশব স্মৃতি
Ο খ) 
স্মৃতিকাতরতা
Ο গ) 
প্রকৃতি প্রীতি
Ο ঘ) 
দেশপ্রেম

  সঠিক উত্তর: (খ)

১৩১.
উদ্দীপকে উদ্ভাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হলো -
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
ii. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
iii. সতত তোমার কথা ভাবি এ বিরলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২টি মন্তব্য:

  1. সত্যিই মনটা খুশিতে ভরে গেলো।আলহামদুলিল্লাহ কিন্তু বোর্ড পরীক্ষায় এখান থেকে কি হুবহু আসবে?

    উত্তরমুছুন
  2. very nice of you but we want more and more
    may Allay bless us

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...