NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ২৬: পদ্য - আমি কোনো আগন্তুক নই


 
এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ২৬: পদ্য - আমি কোনো আগন্তুক নই


১.
এ গাঁয়ে কে আগুন্তুক নন?
Ο ক) 
বৃদ্ধ লোকটি
Ο খ) 
অচেনা লোকটি
Ο গ) 
বৃদ্ধা মহিলা
Ο ঘ) 
কবি আহসান হাবীব

  সঠিক উত্তর: (ঘ)

২.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
Ο ক) 
দায়িত্ববোধ
Ο খ) 
কর্তব্যবোধ
Ο গ) 
দেশের প্রতি ভালোবাসা
Ο ঘ) 
বিদেশের প্রতি টান

  সঠিক উত্তর: (গ)

৩.
নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
Ο ক) 
বিস্তর
Ο খ) 
শতাধিক
Ο গ) 
গুটিকয়েক
Ο ঘ) 
একটি

  সঠিক উত্তর: (ক)

৪.
বৈঠায় আর লাঙলে হাত রাখলে বোঝা যায় -
i. এতে কবির হাতের পরশ আছে
ii. এতে স্বদেশি গন্ধ আছে
iii. এগুলো এদেশের সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৫.
পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
Ο ক) 
জারুল
Ο খ) 
জামরুল
Ο গ) 
ডুমুর
Ο ঘ) 
নিশিন্দা

  সঠিক উত্তর: (গ)

৬.
দেশ মানে শুধু কী নয়?
Ο ক) 
ভূখন্ড
Ο খ) 
জনগোষ্ঠী
Ο গ) 
চারপাশের প্রকৃতি
Ο ঘ) 
মানচিত্র

  সঠিক উত্তর: (গ)

৭.
কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশুনা করেন?
Ο ক) 
বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
Ο খ) 
কারমাইকেল কলেজ, রংপুর
Ο গ) 
ব্রজমোহন কলেজ, বরিশাল
Ο ঘ) 
ব্রজলাল কলেজ, খুলনা

  সঠিক উত্তর: (গ)

৮.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
Ο ক) 
জ্যোৎস্নার
Ο খ) 
আসমানের
Ο গ) 
জামরুলের
Ο ঘ) 
নিশিন্দার

  সঠিক উত্তর: (ঘ)

৯.
কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৯১৫
Ο খ) 
১৯১৭
Ο গ) 
১৯২৫
Ο ঘ) 
১৯২০

  সঠিক উত্তর: (খ)

১০.
বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
Ο ক) 
কবির
Ο খ) 
বৃদ্ধার
Ο গ) 
বৃদ্ধের
Ο ঘ) 
জমিলার মা’র

  সঠিক উত্তর: (ক)

১১.
‘রানী খালের সাঁকো’ একটি -
i. সুফিয়া কামালের লেখা গল্পগ্রন্থ
ii. আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস
iii. আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১২.
কবি এ গাঁয়ে কী নন?
Ο ক) 
একা
Ο খ) 
উদ্বাস্তু
Ο গ) 
নবাগত
Ο ঘ) 
অভ্যাগত

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
Ο ক) 
আহসান হাবীব
Ο খ) 
আল মাহমুদ
Ο গ) 
শামসুর রাহমান
Ο ঘ) 
হুমায়ুন আজাদ

  সঠিক উত্তর: (ক)

১৪.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙক্তি কোটি?
Ο ক) 
আমি কোনো অভ্যাগত নই
Ο খ) 
আমি কোনো আগন্তুক নই
Ο গ) 
আসমানের তারা সাক্ষী
Ο ঘ) 
খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নেই

  সঠিক উত্তর: (গ)

১৫.
জোনাকিরা আলো জ্বালাচ্ছে -
i. বাঁশ বাগানে
ii. লেবুর তলে
iii. ঘরের পিছনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬.
‘আগন্তুক’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
অতিথি
Ο খ) 
অপরিচিত
Ο গ) 
নিমন্ত্রিত অতিথি
Ο ঘ) 
বহিরাগত

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
‘লাঙল’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
Ο ক) 
শুদ্ধ রীতি
Ο খ) 
অশুদ্ধ রীতি
Ο গ) 
সাধু রীতি
Ο ঘ) 
চরিত রীতি

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
Ο ক) 
স্বাভাবিক
Ο খ) 
নাড়ির টানে
Ο গ) 
স্বাপ্নিক
Ο ঘ) 
অনিচ্ছায়

  সঠিক উত্তর: (গ)

১৯.
কবি আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
Ο ক) 
সহকারী সম্পাদক
Ο খ) 
সাহিত্য সম্পাদক
Ο গ) 
সংবাদ সম্পাদক
Ο ঘ) 
নির্বাহী সম্পাদক

  সঠিক উত্তর: (খ)

২০.
কদম আলী ও জমিলার মা হলো -
i. দারিদ্র‌্যতার প্রতীক
ii. গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
iii. গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১.
মাটিতে কার গন্ধ রয়েছে?
Ο ক) 
কবির
Ο খ) 
কদম আলীর
Ο গ) 
জমিলার মা’র
Ο ঘ) 
আগন্তুকের

  সঠিক উত্তর: (ক)

২২.
কদম আলীর চোখে কী ফুটে উঠেছে?
Ο ক) 
ভয়
Ο খ) 
ক্লান্তি
Ο গ) 
সাহস
Ο ঘ) 
আশা

  সঠিক উত্তর: (খ)

২৩.
‘আসমান’ শব্দের অর্থ কী?
Ο ক) 
আকাশ
Ο খ) 
বাতাস
Ο গ) 
সমান
Ο ঘ) 
বারি

  সঠিক উত্তর: (ক)

২৪.
চিরল পাতায় কী দেখা যায়?
Ο ক) 
ফড়িং
Ο খ) 
কুয়াশা
Ο গ) 
টলমল শিশির
Ο ঘ) 
কৃষকের স্বপ্ন

  সঠিক উত্তর: (গ)

২৫.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
Ο ক) 
ধনী
Ο খ) 
সন্তানহীনা
Ο গ) 
অভাবী
Ο ঘ) 
দেশপ্রেমিক

  সঠিক উত্তর: (গ)

২৬.
আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
Ο ক) 
পাখির
Ο খ) 
কদম আলীর
Ο গ) 
জোনাকির
Ο ঘ) 
জমিলার মা’র

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
Ο ক) 
শ্যামল
Ο খ) 
অমসৃণ
Ο গ) 
সূচালো
Ο ঘ) 
চিরল

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
ডুমুরের ডাল কেমন?
Ο ক) 
ঝাকড়া
Ο খ) 
মোটা
Ο গ) 
চিকন
Ο ঘ) 
জাঁকালো

  সঠিক উত্তর: (ক)

২৯.
‘জমিন’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
দেশি
Ο গ) 
বিদেশি
Ο ঘ) 
আঞ্চলিক

  সঠিক উত্তর: (গ)

৩০.
কবি বেড়ে উঠেছেন -
i. গ্রামীণ জীবনে
ii. শহুরে জীবনে
iii. প্রবাস জীবনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ -
i. রাত্রিশেষ
ii. ছায়াহরিণ
iii. সারা দুপুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন, কারণ -
i. আকাশের তারা ত্রিকালদর্শী
ii. মিটি মিটি আলো জ্বেলে সে সবাইকে দেখে
iii. আকাশের তারা কবিদের খুব পছন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
আহসান হাবীব কিসের জন্য বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার লাভ করেন?
Ο ক) 
সাংবাদিকতার জন্য
Ο খ) 
সাহিত্যকর্মের জন্য
Ο গ) 
জীবনবোধের জন্য
Ο ঘ) 
সম্পাদনার জন্য

  সঠিক উত্তর: (খ)

৩৪.
‘বৈঠায় লাঙলে’ কবির হাতের স্পর্শ কেমন?
Ο ক) 
আলতো
Ο খ) 
নোংরা
Ο গ) 
গভীর
Ο ঘ) 
খেয়ালি

  সঠিক উত্তর: (গ)

৩৫.
নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
Ο ক) 
জ্যোৎস্নার
Ο খ) 
মেঘের
Ο গ) 
গোধুলির
Ο ঘ) 
হাতের স্পর্শ

  সঠিক উত্তর: (ক)

৩৬.
কবি আহসান হাবীব কোথায় বেড়ে উঠেছেন?
Ο ক) 
শহরে
Ο খ) 
বন্দরে
Ο গ) 
গ্রামে
Ο ঘ) 
বিদেশে

  সঠিক উত্তর: (গ)

৩৭.
কবি যে ভিনদেশি পথিক নন তা তিনি কীভাবে বলেন?
Ο ক) 
অনুরোধ করে
Ο খ) 
ঘোষণা করে
Ο গ) 
কসম করে
Ο ঘ) 
চিৎকার করে

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কবি নিজেকে কেমন বালক বরে অভিহিত করেছেন?
Ο ক) 
পাগল
Ο খ) 
চিরচেনা
Ο গ) 
অবোধ
Ο ঘ) 
অচেনা

  সঠিক উত্তর: (গ)

৩৯.
কবির চিরচেনা কারা?
Ο ক) 
জমিলার দাদী, আলী মিয়া
Ο খ) 
জমিলার মেয়ে, আদব আলী
Ο গ) 
জমিলার মা, কদম আলী
Ο ঘ) 
হারিসার দাদী, মাখন মিয়া

  সঠিক উত্তর: (গ)

৪০.
কবি স্বাপ্নিক নিয়মে কোথায় থাকেন?
Ο ক) 
বাঁশবাগানে
Ο খ) 
জন্মভূমিতে
Ο গ) 
আসমানে
Ο ঘ) 
জমিনে

  সঠিক উত্তর: (খ)

৪১.
কবিতায় ‘খর রৌদ্র জলজ বাতাস’ বলার কারণ কী?
Ο ক) 
প্রচন্ড রোদে বাতাস বয় বলে
Ο খ) 
রৌদ্রতাপে প্রবাহিত বাতাসে জলীয় বাষ্প থাকে বলে
Ο গ) 
রৌদ্রে বাতাস প্রবাহিত হয় না বলে
Ο ঘ) 
গ্রামের বাতাস জলে পূর্ণ থাকে বলে

  সঠিক উত্তর: (খ)

৪২.
আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দিয়েছে কোনটি?
Ο ক) 
গভীর জীবনবোধ ও নৈরাশ্য
Ο খ) 
নিবিড় পর্যবেক্ষণ ও নৈরাশ্য
Ο গ) 
গভীর জীবনবোধ ও আশাবাদ
Ο ঘ) 
নিবিড় পর্যবেক্ষণ ও আশাবাদ

  সঠিক উত্তর: (গ)

৪৩.
মূলত জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কত দিনের?
Ο ক) 
আজীবনের
Ο খ) 
শৈশবের
Ο গ) 
বৃদ্ধকালের
Ο ঘ) 
যৌবনের

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় আসমানের তারার পরে কবি কাকে সাক্ষী করেছেন?
Ο ক) 
বাঁশবাগান
Ο খ) 
জমিনের ফুল
Ο গ) 
জারুল জামরুল
Ο ঘ) 
পুবের পুকুর

  সঠিক উত্তর: (খ)

৪৫.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের ধানের কথা বলা হয়েছে?
Ο ক) 
কার্তিকের ধান
Ο খ) 
পৌষের ধান
Ο গ) 
বৈশাখের ধান
Ο ঘ) 
বর্ষাকালের ধান

  সঠিক উত্তর: (ক)

৪৬.
পাখিরা জানে কবি এদেশের -
i. কোনো আত্মীয় নন
ii. অনাগত নন
iii. ভিনদেশি পথিক নন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
Ο ক) 
আহসান হাবীব
Ο খ) 
শামসুর রাহমান
Ο গ) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) 
আল মাহমুদ

  সঠিক উত্তর: (ক)

৪৮.
কবিকে চেনার ব্যাপারে আসমানের কাকে সাক্ষী করা হয়েছে?
Ο ক) 
সূর্যকে
Ο খ) 
তারাকে
Ο গ) 
গ্রহকে
Ο ঘ) 
চাঁদকে

  সঠিক উত্তর: (খ)

৪৯.
ভিনদেশি পথিকেরা হলো তারা, যারা -
i. গাঁয়ে চিরদিন থাকে না
ii. যাদের অস্তিত্বে জন্মভূমির কিছু ঠাঁই পায় না
iii. যারা হঠাৎ এসে হঠাৎ চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
কবি আহসান হাবীব ‘বিকেল’কে ক্লান্ত বলেছেন কেন?
Ο ক) 
মেঘে ঢাকা বলে
Ο খ) 
খর রৌদ্রের কারণে
Ο গ) 
কবির সাথে গল্প করে বলে
Ο ঘ) 
সারাদিনের পথ পরিক্রমায়

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা বাতাসের প্রকৃতি কীরূপ?
Ο ক) 
চিরচেনা
Ο খ) 
জলজ
Ο গ) 
ক্লান্ত
Ο ঘ) 
স্বাপ্নিক

  সঠিক উত্তর: (খ)

৫২.
কবি আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার পেয়েছেন?
Ο ক) 
অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার
Ο খ) 
আনন্দ পুরস্কার
Ο গ) 
বাংলা একাডেমী পুরস্কর
Ο ঘ) 
আদমজী পুরস্কার

  সঠিক উত্তর: (গ)

৫৩.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির ফুটে উঠেছে -
i. দেশের প্রতি টান
ii. আত্মপরিচয়
iii. ঘৃণা ও লজ্জা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৪.
মানুষের সবচেয়ে বেশি টান থাকে কার প্রতি?
Ο ক) 
জন্মভূমির
Ο খ) 
বিদেশের
Ο গ) 
আত্মীয়দের
Ο ঘ) 
অচেনা লোকদের

  সঠিক উত্তর: (ক)

৫৫.
নিশিন্দার ছায়া কীসের চাদরে ঢাকা থাকে?
Ο ক) 
জ্যোৎস্নার
Ο খ) 
আসমানের
Ο গ) 
জমিনের
Ο ঘ) 
আঁধারের

  সঠিক উত্তর: (ক)

৫৬.
নিশিন্দা কীসের নাম?
Ο ক) 
এক ধরনের ধান গাছ
Ο খ) 
এক ধরনের ফলের গাছ
Ο গ) 
এক ধরনের ভেষজ গাছ
Ο ঘ) 
এক ধরনের ফুল গাছ

  সঠিক উত্তর: (গ)

৫৭.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন?
Ο ক) 
শাশ্বত অবস্থানের গুরুত্বে
Ο খ) 
রাতে আলো দেয় বলে
Ο গ) 
আকাশে মিটিমিটি জ্বলে
Ο ঘ) 
কবির খুউব পছন্দের

  সঠিক উত্তর: (ক)

৫৮.
কবি নিজেকে মুগ্ধ অবোধ বলে কল্পনা করেছেন, কারণ -
i. গাঁয়ের রূপে তিনি অভিভূত
ii. উধাও নদীর কিনার তাঁর অস্তিত্বে গাঁথা
iii. তিনি গাঁয়ের দরিদ্র মানুষের একজন চিরচেনা স্বজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
কবি আহসান হাবীবের অস্তিত্বে গাঁথা হলো -
i. ধানের ক্ষেত
ii. সরু পথ
iii. ধু-ধু নদীর কিনার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
কবির দেখা থালাগুলো কীরূপ?
Ο ক) 
ভেজা
Ο খ) 
শুকনো
Ο গ) 
গন্ধযুক্ত
Ο ঘ) 
খা-খা

  সঠিক উত্তর: (খ)

৬১.
কবির গাঁয়ের থাকার মানে কী?
Ο ক) 
সর্বত্র থাকা
Ο খ) 
আদর্শ গাঁয়ে থাকা
Ο গ) 
নিজ গাঁয়ে থাকা
Ο ঘ) 
আত্মীয়দের মাঝে থাকা

  সঠিক উত্তর: (ক)

৬২.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধ্বনিত হয়েছে -
i. জন্মভূমির প্রতি ঘনিষ্ঠতার অবিচ্ছেদ্য সম্পর্ক
ii. গাঁয়ের নানা উপাদানের সাথে চেনা-জানা
iii. গ্রাম ও জনপদের সাথে আত্মার আত্মীয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কবির অস্তিত্ব গাঁথা রয়েছে -
i. ধানের খেতে
ii. সরুপথে
iii. ধু ধু নদীর কিনারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
কদম আলীর অকাল বার্ধক্যে নত কেন?
Ο ক) 
অসুখে
Ο খ) 
অভাবে
Ο গ) 
সুখে
Ο ঘ) 
চিন্তায়

  সঠিক উত্তর: (খ)

৬৫.
কবি যে এদেশের একজন তার সাক্ষী কার্তিকের -
i. ধান
ii. ঘুঘু পাখি
iii. চড়ুই পাখি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
আহসান হাবীব কীরূপ নদীর মুগ্ধ এক অবোধ বালক?
Ο ক) 
উধাও নদীর
Ο খ) 
ধু-ধু নদীর
Ο গ) 
সরু নদীর
Ο ঘ) 
ভরা নদীর

  সঠিক উত্তর: (ক)

৬৭.
কবিকে চেনে এ বাংলার -
i. চিল
ii. শকুন
iii. মাছরাঙা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৮.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব্যবহৃত বিদেশি শব্দগুলো হলো -
i. আসমান, খোদা, কসম
ii. দৃষ্টি, স্বাপ্নিক, জ্যোৎস্না
iii. ফুল, জারুল, জামরুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii

Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৬৯.
গ্রামের সকল কিছুর সাথে কবির কী মিশে আছে?
Ο ক) 
চেতনা
Ο খ) 
চিন্তা
Ο গ) 
মানবতা
Ο ঘ) 
অস্তিত্ব

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো -
i. মেঘ বলে চৈত্রে যাবো
ii. আশায় বসতি
iii. ছায়াহরিণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
কবি আসমানের তারাকে কী হিসাবে দেখেছেন?
Ο ক) 
সাক্ষী
Ο খ) 
আগন্তুক
Ο গ) 
স্বজন
Ο ঘ) 
অভ্যাসগত

  সঠিক উত্তর: (ক)

৭২.
জমিলার মা’র কোনটি শুকনো?
Ο ক) 
রান্নাঘর
Ο খ) 
থালা
Ο গ) 
লাঙল
Ο ঘ) 
ধানক্ষেত

  সঠিক উত্তর: (খ)

৭৩.
পাখিরা কবিকে কী মনে করে না?
Ο ক) 
আত্মীয়
Ο খ) 
আপনজন
Ο গ) 
পর
Ο ঘ) 
শত্রু

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কবি কদম আলীর চিরচেনা একজন -
Ο ক) 
আগন্তুক
Ο খ) 
স্বজন
Ο গ) 
অভ্যাগত
Ο ঘ) 
ভিনদেশি

  সঠিক উত্তর: (খ)

৭৫.
আহসান হাবীবের লেখা ছোটদের কবিতার বই কোনটি?
Ο ক) 
জোছনা রাতের গল্প
Ο খ) 
সারা দুপুর
Ο গ) 
মেঘ বলে চৈত্রে যাবো
Ο ঘ) 
ছায়া হরিণ

  সঠিক উত্তর: (ক)

৭৬.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে?
Ο ক) 
আশ্বিন
Ο খ) 
কার্তিক
Ο গ) 
অগ্রহায়ণ
Ο ঘ) 
পৌষ

  সঠিক উত্তর: (খ)

৭৭.
‘কবি কোনো আত্মীয় নন’ - এ কথা বলার কারণ হলো -
i. আত্মীয় কোন বাড়িতে নির্দিষ্ট ক’দিনের জন্য আসে
ii. আত্মীয় বেড়াতে গিয়ে সেখানে চিরদিন থাকে না
iii. কবি গাঁয়ে জন্মেছেন, বড় হয়েছেন, আমরণ সেখানেই থাকবেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কবি আহসান হাবীব তাঁর ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় তাঁর জীবনের সমগ্র অস্তিত্ব জুড়ে -
i. জন্মভূমির প্রতি ভালোবাসাকে দেখিয়েছেন
ii. প্রবাস জীবনের কথা বলেছেন
iii. মানবজীবনের দিকগুলো আলোকপাত করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
কবি কোন নিয়মে এখানেই থাকেন?
Ο ক) 
স্বাভাবিক
Ο খ) 
জন্মস্থান
Ο গ) 
স্বাপ্নিক
Ο ঘ) 
পেশাগত

  সঠিক উত্তর: (গ)

৮০.
নিমন্ত্রিত অতিথিকে কী বলা হয়?
Ο ক) 
আত্মীয়
Ο খ) 
অভ্যাগত
Ο গ) 
সম্মানিত ব্যক্তি
Ο ঘ) 
স্বজন

  সঠিক উত্তর: (খ)

৮১.
কদম আলী কিসে নত?
Ο ক) 
বার্ধক্যে
Ο খ) 
অসুখে
Ο গ) 
হতাশায়
Ο ঘ) 
ক্লান্তিতে

  সঠিক উত্তর: (ক)

৮২.
কবিতায় বর্ণিত নদীর কিনার কেমন?
Ο ক) 
গাছগাছালিতে ভরা
Ο খ) 
ধু ধু
Ο গ) 
ধানক্ষেতে ভরা
Ο ঘ) 
ছোট

  সঠিক উত্তর: (খ)

৮৩.
কোন পাখি কবি আহসান হাবীবকে চেনে?
Ο ক) 
শালিক
Ο খ) 
দোয়েল
Ο গ) 
মাছরাঙা
Ο ঘ) 
কাক

  সঠিক উত্তর: (গ)

৮৪.
জন্মভূমির মধ্যে থাকলে কী অনুভব করা যায়?
Ο ক) 
দেশের প্রতি ভালোবাসা
Ο খ) 
দেশের উপকারিতা
Ο গ) 
মনের আকুলতা
Ο ঘ) 
আপন সত্তা

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
কারা জানে যে কবি কোনো আত্মীয় নন?
Ο ক) 
তারারা
Ο খ) 
ফুলেরা
Ο গ) 
স্বজনেরা
Ο ঘ) 
পাখিরা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কদম আলীর শরীর কেমন?
Ο ক) 
যৌবন উদ্দীপ্ত
Ο খ) 
অসুস্থ
Ο গ) 
অকাল বার্ধক্যে নত
Ο ঘ) 
অশীতিপর বৃদ্ধ

  সঠিক উত্তর: (গ)

৮৭.
কবি যে এদেশের একজন তার সাক্ষ্য দেন -
i. কদম আলী
ii. সুরুজ মিয়া
iii. জমিলার মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৮.
‘অভ্যাগত’ শব্দের অর্থ কী?
Ο ক) 
অভ্যাস গত হয়েছে যার
Ο খ) 
অভিযান করেছে এমন ব্যক্তি
Ο গ) 
গত হয়েছে এমন ব্যক্তি
Ο ঘ) 
গৃহে এসেছে এমন ব্যক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
শিশির কোথায় টলমল করে?
Ο ক) 
চিরোল পাতায়
Ο খ) 
বাঁশবাগানে
Ο গ) 
নদীর কিনারে
Ο ঘ) 
লাঙলের ফলায়

  সঠিক উত্তর: (ক)

৯০.
কোথাকার ফুল সাক্ষী?
Ο ক) 
বাগানের
Ο খ) 
জঙ্গলের
Ο গ) 
জমিনের
Ο ঘ) 
পুকুরের

  সঠিক উত্তর: (গ)

৯১.
কবি আহসান হাবীব নিজেকে কার স্বজন বলে দাবি করেছেন?
Ο ক) 
কদম আলীর
Ο খ) 
পুকুরের
Ο গ) 
গাছের
Ο ঘ) 
বাতাসের

  সঠিক উত্তর: (ক)

৯২.
কবি আহসান হাবীব কার কসম করেছেন?
Ο ক) 
মায়ের
Ο খ) 
বাবার
Ο গ) 
খোদার
Ο ঘ) 
নিজের

  সঠিক উত্তর: (গ)

৯৩.
কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
Ο ক) 
শপথ নেয়ার জন্য
Ο খ) 
পরশ অনুভব করার জন্য
Ο গ) 
কবিকে খুঁজে পাবার জন্য
Ο ঘ) 
অস্তিত্ব প্রমাণ করার জন্য

  সঠিক উত্তর: (খ)

৯৪.
আহসান হাবীব ছোটদের জন্য লিখেছেন -
i. জোছনা রাতের গল্প
ii. ছুটির দিন দুপুরে
iii. ছায়াহরিণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৫.
কবির ভাষ্যমতে ‘এখানে থাকা’র নাম কী?
Ο ক) 
অভ্যাগত হিসেবে থাকা
Ο খ) 
কাছাকাছি থাকা
Ο গ) 
আত্মীয় হিসাবে থাকা
Ο ঘ) 
সর্বত্রই থাকা

  সঠিক উত্তর: (ঘ)

৯৬.
‘জ্যোৎস্না’ শব্দটির উৎপত্তি মূল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
তৎসম
Ο খ) 
অর্ধ-তৎসম
Ο গ) 
দেশি
Ο ঘ) 
প্রাকৃত

  সঠিক উত্তর: (ক)

৯৭.
সাক্ষী পুকুরটি কোন দিকের?
Ο ক) 
উত্তরের
Ο খ) 
পশ্চিমের
Ο গ) 
দক্ষিণের
Ο ঘ) 
পুবের

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
‘নিশিন্দা’ এক ধরনের কী?
Ο ক) 
ধান
Ο খ) 
গাছ
Ο গ) 
পাখি
Ο ঘ) 
মাছ

  সঠিক উত্তর: (খ)

৯৯.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব্যবহৃত ‘ধু ধু’ শব্দটির ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
প্রত্যয়যুক্ত শব্দ
Ο খ) 
ধ্বন্যাত্মক শব্দ
Ο গ) 
উপসর্গযুক্ত শব্দ
Ο ঘ) 
অর্থহীন শব্দ

  সঠিক উত্তর: (খ)

১০০.
আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা মধুর আবেশ সৃষ্টি করে কোথায়?
Ο ক) 
পাঠকচিত্তে
Ο খ) 
ভিনদেশে
Ο গ) 
বাঁশবাগানে
Ο ঘ) 
আসমানের

  সঠিক উত্তর: (ক)

১০১.
‘নিশিরাইত’ কোন শব্দের কথ্যরূপ?
Ο ক) 
গাঢ় নিশি
Ο খ) 
নিশীত রাত
Ο গ) 
নিশীথ ব্যক্তি
Ο ঘ) 
নিশিকাল

  সঠিক উত্তর: (গ)

১০২.
আহসান হাবীব পেশা হিসেবে সাংবাদিকতাকে কখন গ্রহণ করেন?
Ο ক) 
ছাত্রজীবনে
Ο খ) 
সাহিত্যচর্চাকালে
Ο গ) 
যৌবনের প্রারম্ভে
Ο ঘ) 
কর্মজীবনে

  সঠিক উত্তর: (ক)

১০৩.
‘নিশীত রাত্রি’ শব্দটির কথ্যরূপ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
নিশিরাত
Ο খ) 
নিশীতরাত
Ο গ) 
নিশিরাইত
Ο ঘ) 
গহিন রাত

  সঠিক উত্তর: (গ)

১০৪.
‘তারা জানে আমি কোনো অনাত্মীয় নই।’ শীর্ষক চরণের মূল বক্তব্য হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
Ο ক) 
কবি এখানে অনাহূত অতিথি
Ο খ) 
কবি ভিন গাঁয়ের পথিক
Ο গ) 
কবি সকলের সাথে আত্মার বন্ধনে জড়িত
Ο ঘ) 
কবি মেহমান নন, মেজবান

  সঠিক উত্তর: (গ)

১০৫.
কবির পায়ে লেগে আছে -
i. স্নিগ্ধ মাটির সুবাস
ii. নদীর পানি
iii. জমির কাদা মাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৬.
জমিলার মা’র রান্নাঘরের কোন জিনিসটি কবিকে চেনে?
Ο ক) 
বাটি
Ο খ) 
বঁটি
Ο গ) 
শুকনো থালা
Ο ঘ) 
মাদুর পাতা বিছানা

  সঠিক উত্তর: (গ)

১০৭.
কবি আহসান হাবীব পেয়েছেন -
i. বাংলা একাডেমী পুরস্কার
ii. একুশে পদক
iii. শিশু একাডেমী পুরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৮.
কবি আহসান হাবীব কোন পর্যন্ত লেখাপড়া করেন?
Ο ক) 
আইএ
Ο খ) 
বিএ
Ο গ) 
এমএ
Ο ঘ) 
এম কম

  সঠিক উত্তর: (ক)

১০৯.
সাংবাদিকতাকে আহসান হাবীব কী হিসেবে গ্রহণ করেন?
Ο ক) 
পেশা
Ο খ) 
নেশা
Ο গ) 
ব্রত
Ο ঘ) 
হাতিয়ার

  সঠিক উত্তর: (ক)

১১০.
‘ধানের মঞ্জুরী’ বলা হয় কাকে?
Ο ক) 
ধানের বীজকে
Ο খ) 
ধানের শিষ বা মুকুলকে
Ο গ) 
ধানের শিকড়কে
Ο ঘ) 
ধানের ফুলকে

  সঠিক উত্তর: (খ)

১১১.
গ্রামের পথে প্রান্তরে সরু পথের দুপাশে কী দেখা যায়?
Ο ক) 
পুকুর
Ο খ) 
গাছগাছালি
Ο গ) 
ধানক্ষেত
Ο ঘ) 
নদ-নদী

  সঠিক উত্তর: (গ)

১১২.
‘চোখের আঁধার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
ঘোলা চোখ
Ο খ) 
ক্লান্ত চোখ
Ο গ) 
আঁধারে ডোবা চোখ
Ο ঘ) 
চোখ গাঢ় কালো

  সঠিক উত্তর: (ক)

১১৩.
কবির জীবনখানি বাঁধা কীসের সঙ্গে?
Ο ক) 
গ্রামের পথের সঙ্গে
Ο খ) 
হিজল গাছের সঙ্গে
Ο গ) 
গ্রামীণ জনপদের সঙ্গে
Ο ঘ) 
ধান-শালিকের সঙ্গে

  সঠিক উত্তর: (গ)

১১৪.
কদম আলী কীরূপ বার্ধক্যে নত?
Ο ক) 
অকাল বার্ধক্যে
Ο খ) 
অশীতিপর বার্ধক্যে
Ο গ) 
হঠাৎ বার্ধক্যে
Ο ঘ) 
সুদীর্ঘ বার্ধক্যে

  সঠিক উত্তর: (ক)

১১৫.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার পুকুরটি কোন দিকে?
Ο ক) 
পূর্বে
Ο খ) 
পূর্ব-উত্তরে
Ο গ) 
পশ্চিমে
Ο ঘ) 
উত্তর-পশ্চিমে

  সঠিক উত্তর: (ক)

১১৬.
‘আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি’ কে বলেছেন?
Ο ক) 
আহসান হাবীব
Ο খ) 
কদম আলী
Ο গ) 
জমিলার মা
Ο ঘ) 
মাছরাঙা

  সঠিক উত্তর: (ক)

১১৭.
আহসান হাবীবের সাংবাদিক জীবনে প্রবেশের কারণ -
i. সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ
ii. সাংবাদিকতাকে কর্মজীবনের জীবিকারূপে গ্রহণ
iii. সংবাদপত্রের সাহিত্য সম্পাদক হওয়ারক বাসনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৮.
‘গাঁথা’ শব্দটির আক্ষরিক অর্থ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
রচনা
Ο খ) 
মালা
Ο গ) 
কবিতা
Ο ঘ) 
বর্ণনা

  সঠিক উত্তর: (ক)

১১৯.
আহসান হাবীবের খোদার কসম খেয়ে যে প্রতিজ্ঞা করেন, তার অর্থ হলো -
i. তিনি ভিনদেশি পথিক নন
ii. তিনি কোনো অভ্যাগত নন
iii. তিনি কোনো আগন্তুক নন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
মাছরাঙা ঝাকড়া ডুমুরের ডালে কেমন দৃষ্টি মেলে চেয়ে থাকে?
Ο ক) 
অস্থির দৃষ্টি
Ο খ) 
ব্যস্ত দৃষ্টি
Ο গ) 
স্থির দৃষ্টি
Ο ঘ) 
স্বাপ্নিক দৃষ্টি

  সঠিক উত্তর: (গ)

১২১.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘মঞ্জরী’ শব্দের অর্থ কী?
Ο ক) 
শিষ
Ο খ) 
ছায়া
Ο গ) 
পথ
Ο ঘ) 
গাঁথা

  সঠিক উত্তর: (ক)

১২২.
মাছরাঙা ও চিলের মধ্যে সাদৃশ্য রয়েছে কীসে?
Ο ক) 
শিকারের তীক্ষ্ণতায়
Ο খ) 
চলাচলের গতিময়তায়
Ο গ) 
ঠোঁটের তীক্ষ্ণতায়
Ο ঘ) 
সৌন্দর্যের মুগ্ধতায়

  সঠিক উত্তর: (ক)

১২৩.
আহসান হাবীব কিসের স্বপক্ষে বক্তব্য দেন?
Ο ক) 
জীবনবোধের
Ο খ) 
আশাবাদের
Ο গ) 
আর্তমানবতার
Ο ঘ) 
আগন্তুকের

  সঠিক উত্তর: (গ)

১২৪.
‘জমিন’ শব্দের অর্থ -
Ο ক) 
ভুবন
Ο খ) 
ভূমি
Ο গ) 
জমা রাখা
Ο ঘ) 
জীবন্ত

  সঠিক উত্তর: (খ)

১২৫.
কবি আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
মাগুরা
Ο খ) 
পিরোজপুর
Ο গ) 
বরিশাল
Ο ঘ) 
ঢাকা

  সঠিক উত্তর: (খ)

১২৬.
কোন সময়ের পাখিরা কবিকে চেনে?
Ο ক) 
সকালের
Ο খ) 
ক্লান্ত বিকেলের
Ο গ) 
দুপুরের
Ο ঘ) 
সন্ধ্যায় নীড়ে ফেরা

  সঠিক উত্তর: (খ)

১২৭.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কখনকার মেঘ ক্লান্ত?
Ο ক) 
নিশিরাতের
Ο খ) 
আঁধারের
Ο গ) 
বিকেলের
Ο ঘ) 
কার্তিকের

  সঠিক উত্তর: (গ)

১২৮.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘কদম আলীর ক্লান্ত চোখের আঁধার’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
বিশ্রামহীন চোখ
Ο খ) 
বার্ধক্যের চোখ
Ο গ) 
ঘুম ঘুম চোখ
Ο ঘ) 
ঘুমহীন চোখ

  সঠিক উত্তর: (ক)

১২৯.
‘পুবের পুকুর’ - এর সাথে সম্পর্ক রয়েছে -
Ο ক) 
তিমি মাছের
Ο খ) 
ডলফিন মাছের
Ο গ) 
ইলিশ মাছের
Ο ঘ) 
শিং মাছের

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কবি নিজেকে কী বলতে চান না?
Ο ক) 
দেশপ্রেমিক
Ο খ) 
মহানুভব
Ο গ) 
আগন্তুক
Ο ঘ) 
আপনজন

  সঠিক উত্তর: (গ)

১৩১.
ধানের পাতা কেমন?
Ο ক) 
মসৃণ
Ο খ) 
মলিন
Ο গ) 
চিরোল
Ο ঘ) 
মিহিন

  সঠিক উত্তর: (গ)

১৩২.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেন?
Ο ক) 
শিকারে মনোসংযোগ
Ο খ) 
গোসল করার জন্য
Ο গ) 
রৌদ্রে ভেজা পাখা শুকাতে
Ο ঘ) 
কবিকে দেখার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
কবি আহসান হাবীবের লেখা কিশোর পাঠ্য উপন্যাস কোনটি?
Ο ক) 
দীপু নাম্বার টু
Ο খ) 
ছয় ছক্কা
Ο গ) 
আমরা সবাই রাজা
Ο ঘ) 
রানী খালের সাঁকো

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
জমিলার মা’র রান্নাঘরে পড়ে থাকে -
i. শুকনো থালা
ii. ভাতভর্তি থালা
iii. একটি বঁটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
লাঙলের গায়ে কবির কী পাওয়া যায়?
Ο ক) 
মমতা
Ο খ) 
স্নেহ
Ο গ) 
দাগ
Ο ঘ) 
পরশ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’ পঙক্তিটির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
Ο ক) 
মাছরাঙা আমাকে চেনে
Ο খ) 
আমি কোনো আগন্তুক নই
Ο গ) 
মাটিতে আমার গন্ধ
Ο ঘ) 
আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির অস্তিত্বের সপক্ষে আমরা ধর্মীয় জীবনের কোন দিকটি খুঁজে পাই?
Ο ক) 
সাক্ষী মানা
Ο খ) 
তারাফুলের কথা বলা
Ο গ) 
কসম করা
Ο ঘ) 
কবিতা রচনা

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
জমিলার মা’র পরিবারের আর্থিক অবস্থা কেমন?
Ο ক) 
ধনাঢ্য
Ο খ) 
সচ্ছল
Ο গ) 
মোটামুটি
Ο ঘ) 
দারিদ্র্যে ভরা

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘বৈঠায় লাঙলে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
শ্রম ও সংগ্রামের প্রতীক
Ο খ) 
রাজনৈতিক দলের প্রতীক
Ο গ) 
গ্রামবাংলার নিত্য ব্যবহার্য বস্তুর প্রতীক
Ο ঘ) 
শোষিত ও বঞ্চিতদের প্রতীক

  সঠিক উত্তর: (ক)

১৪০.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন বৃক্ষগুলোকে সাক্ষী বলা হয়েছে?
Ο ক) 
জাম, ডুমুর
Ο খ) 
জাম, জামরুর
Ο গ) 
জারুল, জামরুল
Ο ঘ) 
জারুল, ডুমুর

  সঠিক উত্তর: (গ)

১৪১.
জমিলার মা’র রান্নাঘর কেমন?
Ο ক) 
শূন্য খা-খা
Ο খ) 
ধু-ধু নদীর কিনার
Ο গ) 
বাসন-কোসনে ভরা
Ο ঘ) 
সাজানো-গোছানো

  সঠিক উত্তর: (ক)

১৪২.
কীসের বিরুদ্ধে আহসান হাবীব বক্তব্য রেখেছেন?
Ο ক) 
৭১’র যুদ্ধাপরাধী
Ο খ) 
রাজনৈতিক অনাচার
Ο গ) 
ধর্মীয় মৌলবাদ
Ο ঘ) 
সামাজিক বৈষম্য

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
নিশি রাতের কে কবিকে চেনে?
Ο ক) 
খাটাশ
Ο খ) 
পেঁচা
Ο গ) 
জোনাকি
Ο ঘ) 
শিয়ালেরা

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জারুল জামরুল হলো -
Ο ক) 
কবির বন্ধু
Ο খ) 
কবির প্রিয
Ο গ) 
প্রকৃতির শোভা
Ο ঘ) 
কবির সাক্ষী

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
কবি আহসান হাবীবের জন্ম কোন জেলায়?
Ο ক) 
খুলনা
Ο খ) 
ঢাকা
Ο গ) 
বরগুনা
Ο ঘ) 
পিরোজপুর

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে?
Ο ক) 
পাখিরা
Ο খ) 
তারারা
Ο গ) 
ফুলেরা
Ο ঘ) 
আত্মীয়রা

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ -
i. মাছ শিকার
ii. শিকারে মনোসংযোগ
iii. গোসল করবে বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৮.
জমিলার মা’র রান্নাঘরের বর্ণনায় আমরা গ্রামীণ জীবনের কোন দিকটি খুঁজে পাই?
Ο ক) 
নারী নির্যাতনের চিত্র
Ο খ) 
ছায়া সুনিবিড় পল্লিকুটির
Ο গ) 
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ
Ο ঘ) 
প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্রতার নগ্ন রূপ

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কবি কীর রকম পথিক নন?
Ο ক) 
ভিনদেশি
Ο খ) 
ভ্রান্ত পথিক
Ο গ) 
শাশ্বত
Ο ঘ) 
জাগ্রত

  সঠিক উত্তর: (খ)

১৫০.
কবির পক্ষে সাক্ষ্য দেয় -
i. টলমল শিশির
ii. নিশিন্দার ছায়া
iii. কার্তিকের ধানের মঞ্জুরী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
কবি আহসান হাবীব কর্মজীবনে ছিলেন -
i. সাংবাদিক
ii. কলকাতায়
iii. ঢাকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫২.
কার্তিকের ধানের কী সাক্ষী হয়ে আছে?
Ο ক) 
মঞ্জরী
Ο খ) 
শিশির
Ο গ) 
রৌদ্র
Ο ঘ) 
বাতাস

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
কবি জমিলার মা’র যা চেনেন, তা হলো -
i. শূন্য খা খা রান্নাঘর
ii. শুকনো থালা
iii. মাটির সুবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
‘জোছনা রাতের গল্প’ ছাড়া ছোটদের জন্য রচিত আহসান হাবীবের অন্য কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) 
আশায় বসতি
Ο খ) 
ছুটির দিন দুপুরে
Ο গ) 
ছায়াহরিণ
Ο ঘ) 
সারা দুপুর

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
কবি কোন পুকুরকে সাক্ষী করেছেন?
Ο ক) 
পুবের পুকুর
Ο খ) 
দক্ষিণের পুকুর
Ο গ) 
উত্তরের পুকুর
Ο ঘ) 
পশ্চিমের পুকুর

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
কার ক্লান্ত চোখে আঁধার নেমেছে?
Ο ক) 
কদম আলীর
Ο খ) 
জমিলার মা’র
Ο গ) 
কবির নিচের
Ο ঘ) 
আগন্তুকের

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
কবি আহসান হাবীব অভ্যাগত নয় কেন?
Ο ক) 
কবি পিরোজপুরের শঙ্করপাশায় জন্মেছেন বলে
Ο খ) 
কবির জন্মনিবন্ধন সনদ রয়েছে বলে
Ο গ) 
দেশের চারপাশের প্রকৃতি কবিকে চেনে বলে
Ο ঘ) 
তিনি একটি পত্রিকার সাহিত্য সম্পাদক বলে

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
‘জমিন’ শব্দটির অভিধার ক্ষেত্রে যে উক্তিটি সমর্থনযোগ্য -
i. শব্দটি বিদেশি
ii. শব্দটি আরবি
iii. শব্দটি ফারসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
কবি আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
Ο ক) 
দৈনিক আজাদ
Ο খ) 
দৈনিক ইত্তেফাক
Ο গ) 
দৈনিক বাংলা
Ο ঘ) 
দৈনিক সংবাদ

  সঠিক উত্তর: (গ)

১৬০.
কবি আহসান হাবীব কনে মারা যান?
Ο ক) 
৫ই মে, ১৯৯০
Ο খ) 
১০ই জুন, ১৯৮৫
Ο গ) 
১০ই জুলাই, ১৯৮৫
Ο ঘ) 
২৫শে আগস্ট, ১৯৮৫

  সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
আমার পূর্ববাংলা একগুচ্ছ স্নিগ্ধ
অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ।
১৬১.
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
Ο ক) 
প্রাণ
Ο খ) 
অন্ধবধূ
Ο গ) 
জীবন সঙ্গীত
Ο ঘ) 
আমি কোনো আগন্তুক নই

  সঠিক উত্তর: (ঘ)

১৬২.
এই সাদৃশ্যের কারণ -
Ο ক) 
প্রাকৃতিক সৌন্দর্য
Ο খ) 
গাছপালার বর্ণনা
Ο গ) 
কবিতার ছন্দ
Ο ঘ) 
ভাষা ও চিত্রকল্পের একাত্মতা

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
উদ্দীপক ও উক্ত কবিতায় ফুটে উঠেছে -
i. স্বদেশের প্রাকৃতিক রূপমাধুর্য
ii. কবির ব্যক্তিগত অনুভূতির বহি:প্রকাশ
iii. জন্মভূমির প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...