NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

বহিপীর (201-434)

২০১.
‘বহিপীর’ নাটকে কোন কালের কথা আছে?
Ο ক) 
গ্রীষ্ম
Ο খ) 
বর্ষা
Ο গ) 
শরৎ
Ο ঘ) 
হেমন্ত

  সঠিক উত্তর: (ঘ)

২০২.
বাংলা অঞ্চলে সর্বপ্রথম কত সালে নাটক মঞ্চায়িত হয়?
Ο ক) 
১৯৭৬
Ο খ) 
১৭৯৫
Ο গ) 
১৯২১
Ο ঘ) 
১৬৯৭

  সঠিক উত্তর: (খ)

২০৩.
তাহেরার বাড়িতে কারা আছে?
Ο ক) 
বাপজান ও সৎমা
Ο খ) 
বাবা-মা ও দুই ভাই
Ο গ) 
মা-বাবা ও তিন বোন
Ο ঘ) 
বাবা ও মা

  সঠিক উত্তর: (ক)

২০৪.
দুপুরে খাওয়ার পরেই কে চলে যাবেন?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (খ)

২০৫.
বাংলা নাটকের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বিদেশি কর্তৃক সূচনা হয়েছে
ii. অষ্টাদশ শতাব্দীতে চর্চা শুরু
iii. প্রথমদিকে অনুবাদের সাহায্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৬.
আধ-শোয়া অবস্থায় গালগল্প করে-
i. হকিকুল্লাহ ও চাকরটি
ii. চাকরটি
iii.� মাঝি দু’জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২০৭.
অন্যান্য রাতের মতো এ রাতও-
Ο ক) 
আমাকে জেগে থাকতে হবে
Ο খ) 
এক সময়ে শেষ হয়ে যাবে
Ο গ) 
বৃষ্টিপাত থাকবে
Ο ঘ) 
জোনাকি পোকার আলো দেখব

  সঠিক উত্তর: (খ)

২০৮.
‘না অসুখী কেন হবো?’-সংলাপটি কার?
Ο ক) 
হাশেমের
Ο খ) 
হাতেমের
Ο গ) 
তাহেরার
Ο ঘ) 
খোদেজার

  সঠিক উত্তর: (গ)

২০৯.
পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তাহেরা কী করবে?
Ο ক) 
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে
Ο খ) 
তার বাপজানের সাথে চলে যাবে
Ο গ) 
হাশেমের হাত ধরে চলে যাবে
Ο ঘ) 
তার মায়ের মতো নিরুদ্দেশ হবে

  সঠিক উত্তর: (ক)

২১০.
‘বহিপীর’ নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?
Ο ক) 
১৯৬০
Ο খ) 
১০৬২
Ο গ) 
১৯৬৪
Ο ঘ) 
১৯৬৬

  সঠিক উত্তর: (ক)

২১১.
সৈয়দ ওয়ালীউল্লাহ সারা বছর কী করেন?
Ο ক) 
বিদেশে থাকেন
Ο খ) 
কঠোর পরিশ্রম করেন
Ο গ) 
ব্যবসায় করেন
Ο ঘ) 
মুরিদদের বাড়ি ঘুরে বেড়ান

  সঠিক উত্তর: (ঘ)

২১২.
চিন্তামুক্ত করতে হাশেম তাহেরাকে কী কথা দিয়েছিল?
Ο ক) 
আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন
Ο খ) 
পীর সাহেবের সঙ্গে আপনাকে যেতে হবে না
Ο গ) 
আমি আপনাকে বিয়ে করব
Ο ঘ) 
আপনাকে কেউ নিয়ে যাবে না

  সঠিক উত্তর: (খ)

২১৩.
‘বুঝি, তবু যেন বুঝি না’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাতেম আলীর-
Ο ক) 
নির্বুদ্ধিতা
Ο খ) 
অসহায়ত্ব
Ο গ) 
কপটতা
Ο ঘ) 
দুর্বোধ্যতা

  সঠিক উত্তর: (খ)

২১৪.
‘বহিপীর’ নাটকে তাহেরা চরিত্রের বৈশিষ্ট্য-
i. দুর্বল প্রকৃতির
ii. অনমনীয়
iii. মানবিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২১৫.
চরিত্রের পারস্পরিক কথোপকথনে বা চরিত্রের আত্মকথনেরন মাধ্যমে-
i. নাটক পরিণতি লাভ করে
ii. নাটকের কাহিনীর উদ্ভব ঘটে
iii. নাটকের ঘটনা গতিলাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

২১৬.
জমিদার শহর থেকে ফিরে আসার সময় তাঁর মুখশ্রী কেমন ছিল?
Ο ক) 
অত্যন্ত প্রফুল্ল
Ο খ) 
চিন্তাভাবাচ্ছন্ন
Ο গ) 
শোকে কাতর
Ο ঘ) 
নেশাগ্রস্ত

  সঠিক উত্তর: (খ)

২১৭.
‘আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে’- হাতেম আলির এ কথায় প্রকাশ পায়-
i. জমিদারি হারানোর শঙ্কা
ii. তাহেরার আসন্ন বিপদ
iii. দু:খ-বেদনার অভিব্যক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
কীসের মধ্য দিয়ে চরিত্রের প্রকৃতি ও বিশিষ্টতা প্রকাশিত হয়?
Ο ক) 
অভিনয়
Ο খ) 
কাহিনী
Ο গ) 
দক্ষতা
Ο ঘ) 
সংলাপ

  সঠিক উত্তর: (ঘ)

২১৯.
তাহেরার চাচাত ভাইয়ের যে অবস্থা হয়েছিল?
i. তাহেরা তাকে ফাঁকি দিয়ে ডেকে এনেছিল
ii. ভয়ে কেঁদে ফেলেছিল
iii. তার খুব ক্ষুধা লেগেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
‘বহিপীর’ নাটকের প্রারম্ভে কীসের শব্দ শোনা যায়-
i. পানির শব্দ
ii. জাহাজের সিটি-ধ্বনি
iii. তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২১.
নাটকে সংলাপের উপযোগিতা হচ্ছে-
i. চরিত্রের প্রকৃতি উপস্থাপন
ii. ঘটনার বিকাশ সাধন
iii. নাটকের ইতিহাস বর্ণনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২২২.
সাহিত্যের কোন শাখাকে প্রধানত অভিনয়ের জন্য গণ্য করা হয়?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
কবিতা
Ο গ) 
প্রবন্ধ
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (ঘ)

২২৩.
ঐতিহাসিক নাটক কোনটি?
Ο ক) 
কৃষ্ণকুমারী
Ο খ) 
জমিদার দর্পণ
Ο গ) 
রাবণ বধ
Ο ঘ) 
রক্তকরবী

  সঠিক উত্তর: (ক)

২২৪.
তাহেরার বিয়ে হয়েছিল কার সঙ্গে?
Ο ক) 
হাশেম
Ο খ) 
বৃদ্ধ পীর
Ο গ) 
এক উকিল
Ο ঘ) 
এক শিক্ষক

  সঠিক উত্তর: (খ)

২২৫.
কলকাতায় প্রথম মঞ্চায়িত হওয়া নাটকের নাম কী?
Ο ক) 
পদ্মবতী
Ο খ) 
শর্মিষ্ঠা
Ο গ) 
কাল্পনিক সংবদল
Ο ঘ) 
কল্লোল

  সঠিক উত্তর: (গ)

২২৬.
বাইরের ঘরে হাতেম আলি কিসের মতো বসে?
Ο ক) 
মূর্তির মতো
Ο খ) 
উন্মাদের মতো
Ο গ) 
স্বপ্নবিষ্টের মতো
Ο ঘ) 
শোকার্তের মতো

  সঠিক উত্তর: (গ)

২২৭.
পীর সাহেবের বিবাহের রাত্রে যে ঘটনা ঘটেছিল-
i. ইসানে গায়ের মামুলি কান্ড
ii. তাহেরা পালিয়ে গিয়েছিল
iii. হাতেম আলি বেহুঁশ হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২২৮.
দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক কোনটি?
Ο ক) 
জমিদার দর্পণ
Ο খ) 
নীল দর্পণ
Ο গ) 
সাজাহান
Ο ঘ) 
চিত্রাগঙ্গা

  সঠিক উত্তর: (খ)

২২৯.
‘বহিপীর’ কত বছর অন্তর শিষ্য ও মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান?
Ο ক) 
এক বছর
Ο খ) 
দুই বছর
Ο গ) 
তিন বছর
Ο ঘ) 
চার বছর

  সঠিক উত্তর: (খ)

২৩০.
আধুনিক কালের মঞ্চ নাটক মূলত কোন মহাদেশ থেকে এসেছে?
Ο ক) 
আমেরিকা
Ο খ) 
আফ্রিকা
Ο গ) 
অস্ট্রেলিয়া
Ο ঘ) 
ইউরোপ

  সঠিক উত্তর: (ঘ)

২৩১.
‌‌‌‌‌‌‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচয়িতা কে?
Ο ক) 
মীর মশাররফ হোসেন
Ο খ) 
দীনবন্ধু মিত্র
Ο গ) 
গিরিশচন্দ্র ঘোষ
Ο ঘ) 
দ্বিজেন্দ্রলাল রায়

  সঠিক উত্তর: (গ)

২৩২.
খোদেজা বজরায় তাহেরাকে ডেকে আনলেন কেন?
Ο ক) 
রান্নাবান্নায় সাহায্য করার জন্য
Ο খ) 
কাপড় পরিষ্কার করার জন্য
Ο গ) 
পীর সাহেবের অনুরোধ রাখতে
Ο ঘ) 
মনে মমতা জেগে উঠার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

২৩৩.
পুলিশ ডেকে আনলে বহিপীরের কোন জিনিসটা নষ্ট হবার আশংকা রয়েছে?
Ο ক) 
ধন-সম্পদ
Ο খ) 
মান-সম্মান
Ο গ) 
আসবাবপত্র
Ο ঘ) 
নৌকার মালিকানা

  সঠিক উত্তর: (খ)

২৩৪.
তাহেরার করুণ কাহিনী জেনে তার পক্ষ নেয়-
i. জমিদারের স্ত্রী
ii. জমিদার নিজেই
iii. জমিদারের পুত্র হাশেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
ii
Ο গ) 
i
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

২৩৫.
বহিপীরের বাড়ি কোথায়?
Ο ক) 
চাঁদপুর
Ο খ) 
সুনামগঞ্জ
Ο গ) 
মৌলভীবাজার
Ο ঘ) 
দেওয়ানগঞ্জ

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
মিশ্র শিল্প মাধ্যম কোনটি?
Ο ক) 
নাটক
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
প্রবন্ধ
Ο ঘ) 
গল্প

  সঠিক উত্তর: (ক)

২৩৭.
সংস্কৃতে নাটককে কী বলা হয়েছে?
Ο ক) 
দৃশ্যকাব্য
Ο খ) 
শ্রব্যকাব্য
Ο গ) 
মহাকাব্য
Ο ঘ) 
গীতিকাব্য

  সঠিক উত্তর: (ক)

২৩৮.
পীর সাহেব, আমার মাথার ওপর হঠাৎ যেন-
Ο ক) 
ব্রজপাত হয়েছে
Ο খ) 
শক্ত লাঠির আঘাত করেছে
Ο গ) 
আকাশ ভেঙে পড়েছে
Ο ঘ) 
কঠিন বোঝা চেপে বসেছে

  সঠিক উত্তর: (গ)

২৩৯.
বর্তমান সময়ে অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
Ο ক) 
গল্প
Ο খ) 
কবিতা
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
নাটক

  সঠিক উত্তর: (ঘ)

২৪০.
নাটকের অত্যাবশ্যকীয় ঐক্য হচ্ছে-
i. বাস্তবতার রূপায়ণ
ii. ঘটনাকে দৃশ্যমান করা
iii. কল্পনার রূপায়ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

২৪১.
“এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো?”- কথাটি কে, কাকে বলেছিল?
Ο ক) 
হাশেম, হকিকুল্লাহকে
Ο খ) 
হাশেম, তাহেরাকে
Ο গ) 
হাতেম, তাহেরাকে
Ο ঘ) 
খোদেজা, তাহেরাকে

  সঠিক উত্তর: (খ)

২৪২.
“আমি কী বকরী ঈদের গরু-ছাগল না কি?” - কথাটি কে বলেছিল?
Ο ক) 
হাশেম
Ο খ) 
তাহেরা
Ο গ) 
খোদেজা
Ο ঘ) 
বহিপীর

  সঠিক উত্তর: (খ)

২৪৩.
গতকাল ঝড়ের রাতে প্রায় ডুবে মারা যাচ্ছিল কে?
Ο ক) 
হাশেম
Ο খ) 
হকিকুল্লাহ
Ο গ) 
হাতেম
Ο ঘ) 
বহিপীর

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
হাশেম তাহেরাকে কী ভাবে উদ্ধার করতে চায়?
Ο ক) 
তাহেরাকে বিয়ে করে
Ο খ) 
বহিপীরকে অপমান করে
Ο গ) 
তাহেরাকে লুকিয়ে রেখে
Ο ঘ) 
পুলিশের সাহায্য নিয়ে

  সঠিক উত্তর: (ক)

২৪৫.
‘বহিপীর’ নাটকে দু:খের কারণ এক না হলেও মিল রয়েছে কোন দুটি চরিত্রের?
Ο ক) 
তাহেরা ও খোদেজা
Ο খ) 
হাশেম ও তাহেরা
Ο গ) 
হাতেম ও বহিপীর
Ο ঘ) 
বহিপীর ও হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (গ)

২৪৬.
বহিপীর নৌকা দুর্ঘটনায় পতিত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন?
Ο ক) 
এক মুরিদের বাড়ি
Ο খ) 
হাতেম আলির বজরায়
Ο গ) 
নিকটবর্তী হাসপাতালে
Ο ঘ) 
এক ব্যবসায়ীর কাছে

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
বজরার সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা কত মিনিটের মধ্যে আধা-ডোবা হয়ে গেল?
Ο ক) 
এক মিনিট
Ο খ) 
দুই মিনিট
Ο গ) 
তিন মিনিট
Ο ঘ) 
চার মিনিট

  সঠিক উত্তর: (ক)

২৪৮.
মীর মশাররফ হোসেনের ‘জমিদার দর্পণ’ কোন ধরনের নাটক?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
রূপক
Ο গ) 
চরিত
Ο ঘ) 
ঐতিহাসিক

  সঠিক উত্তর: (ক)

২৪৯.
‘Drama’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) 
Dracin
Ο খ) 
Dream
Ο গ) 
Drama
Ο ঘ) 
Dragon

  সঠিক উত্তর: (ক)

২৫০.
মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ কী জাতীয় রচনা?
Ο ক) 
সামাজিক নাটক
Ο খ) 
সামাজিক উপন্যাস
Ο গ) 
ঐতিহাসিক নাটক
Ο ঘ) 
মহাকাব্য

  সঠিক উত্তর: (গ)

২৫১.
জোর-জুলুম করে কাকে বশে আনা যায়?
Ο ক) 
মানুষ
Ο খ) 
পাগলা হাতি
Ο গ) 
নদীর স্রোত
Ο ঘ) 
সূর্যের রশ্মি

  সঠিক উত্তর: (খ)

২৫২.
জুলুম করলে তিনি সত্যি পানিতে ঝাঁপ দিয়ে, না হয়-
Ο ক) 
হাশেমের সাথে চলে যেতে বাধ্য হবেন
Ο খ) 
বহিপীরকে খুন করতে বাধ্য হবেন
Ο গ) 
আবার কোথাও পালিয়ে যাবেন
Ο ঘ) 
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন

  সঠিক উত্তর: (ঘ)

২৫৩.
হাতেম আলির জমিদারি উদ্ধারের টাকা বহিপীর কোথা থেকে সংগ্রহ করবেন?
Ο ক) 
তার নিজস্ব সম্পদ বিক্রি করে
Ο খ) 
তার সাতটি নৌকা বিক্রি করে
Ο গ) 
শহরের তিন ধনী মুরিদের কাছ থেকে
Ο ঘ) 
হকিকুল্লাহর কাছে রক্ষিত অর্থ দিয়ে

  সঠিক উত্তর: (ঘ)

২৫৪.
‘কবর’ নাটকের রচয়িতা কে?
Ο ক) 
মুনীর চৌধুরী
Ο খ) 
জহির রায়হান
Ο গ) 
কাজী ইমদাদুল হক
Ο ঘ) 
আনোয়ারুল হক

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ওয়ালীউল্লহ্‌ কোন শহরে ছিলেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
কলকাতায়
Ο গ) 
প্যারিসে
Ο ঘ) 
লন্ডনে

  সঠিক উত্তর: (গ)

২৫৬.
খোদেজার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
i. বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি
ii. ব্যক্তিত্বহীন চরিত্র
iii. কুসংস্কারাচ্ছান্নতার প্রতিমূর্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iiii

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
পীর সাহেব কেমন লোক-
i. ধূর্ত লোক
ii. সাবধানী
iii. শিকারি বিড়ালের মতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৮.
‘বহিপীর’ নাটকের শেষ উক্তি কোনটি?
Ο ক) 
থামান তাদের? থামান আমার ছেলেকে
Ο খ) 
আমরা কী করিয়া তাহাদের ঠেকাই
Ο গ) 
আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি। হকিকুল্লাহ!
Ο ঘ) 
আমরা থাকিব: আপনার জমিদারিও থাকিবে

  সঠিক উত্তর: (গ)

২৫৯.
তাহেরা ফিরে গেলে তাঁর কিছু ক্ষতি হবে না। বরং -
Ο ক) 
নগদ টাকা পাবে
Ο খ) 
আমাদের সম্মান বেড়ে যাবে
Ο গ) 
সে মান, যশ, সুখ, সম্পত্তি সব পাবে
Ο ঘ) 
বাপজানের সম্পত্তির মালিক হবে

  সঠিক উত্তর: (গ)

২৬০.
বয়স হলেও পীর হলো পীর। তাছাড়া-
Ο ক) 
পুরুষের কোনো বয়স থাকে না
Ο খ) 
পুরুষেরা সব বয়সেই বিয়ে করতে পারে
Ο গ) 
জোয়ান পীর তো দেখা যায় না
Ο ঘ) 
পীরের বৌ হওয়া সৌভাগ্যের ব্যাপার

  সঠিক উত্তর: (গ)

২৬১.
তাহেরাকে কীসের প্রতীক বলা যায়-
i. নারী অধিকারে
ii. নারী আন্দোলনের
iii. নারী জাগরণের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৬২.
হাশেম আলি চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ধর্মীয় কুসংস্কারবিরোধী
ii. সামাজিক অবিচারের প্রতিবাদকারী
iii. বৈষয়িক বিষয়বস্তু ত্যাগকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৩.
দুপুরে খাওয়ার পরেই কে চলে যাবেন ?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (খ)

২৬৪.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ মৃত্যুবরণ করেন কবে?
Ο ক) 
১৯৭০ সালে
Ο খ) 
১৯৭১ সালে
Ο গ) 
১৯৭২ সালে
Ο ঘ) 
১৯৭৩ সালে

  সঠিক উত্তর: (খ)

২৬৫.
বিবাহ বাড়িতে হুলস্থল পড়ল কেন?
Ο ক) 
ডাকাতের আক্রমণে
Ο খ) 
হঠাৎ পুলিশের আগমনে
Ο গ) 
নববধূর পালানোর কারণে
Ο ঘ) 
নববধুর অজ্ঞান হওয়ার ঘটনায়

  সঠিক উত্তর: (গ)

২৬৬.
পীর সাহেবের যাত্রাপথে ব্যাঘাত ঘটেছিল কেন?
Ο ক) 
স্ত্রী পালিয়ে যাওয়ার কারণে
Ο খ) 
নৌকা দুর্ঘটনায় পতিত হয়ে
Ο গ) 
পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে
Ο ঘ) 
জমিদারের অনুরোধ রক্ষা করতে

  সঠিক উত্তর: (খ)

২৬৭.
কলকাতায় প্রথম মঞ্চনাটকের যিনি আয়োজন করেন তাঁর নাম কী?
Ο ক) 
যোগেশচন্দ্র গুপ্ত
Ο খ) 
তার চাঁদ শিকদার
Ο গ) 
হরচন্দ্র ঘোষ
Ο ঘ) 
হেরাসিম স্পেপানভিচ্‌

  সঠিক উত্তর: (ঘ)

২৬৮.
জমিদারের অসহায়ত্বের সুযোগ কে গ্রহণ করে?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
তাহেরা
Ο গ) 
হকিকুল্লা
Ο ঘ) 
মাঝিরা

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন?
Ο ক) 
কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়
Ο খ) 
বগুড়া জেলা স্কুল
Ο গ) 
রংপুর জেলা স্কুল
Ο ঘ) 
ফরিদপুর জিলা স্কুল

  সঠিক উত্তর: (ক)

২৭০.
পীর সাহেব কাকে ঝেড়ে দিতে প্রস্তুত?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
হাতেম
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (গ)

২৭১.
তাহেরা কাকে কখনো ভালো করে দেখে নি কিন্তু গলা শুনেছে?
Ο ক) 
তার সৎ মাকে
Ο খ) 
হাশেম
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
জমিদার

  সঠিক উত্তর: (গ)

২৭২.
কে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতীক চরিত্র?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
জমিদার হাতেম আলি
Ο গ) 
খোদেজা
Ο ঘ) 
হাশেম আলি

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
তৎকালীন পূর্ববঙ্গে কোথায় নাট্যচর্চা কেন্দ্র গড়ে উঠেছিল?
Ο ক) 
নারায়নগঞ্জ
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
যশোর
Ο ঘ) 
ঢাকা

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
‘কাল্পনিক সংবদল’ নাটকটি ইংরেজি কোন নাটকের বাংলা রূপান্তর?
Ο ক) 
হেমলেট
Ο খ) 
দ্য ডিসগাইজ
Ο গ) 
সিস্‌টার
Ο ঘ) 
লাভ ইজ দ্য বেস্ট ডক্টর

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
খোদেজা তাহেরার পরিচয় পীরকে বলে দিলেন কেন-
i. পীরের বদদোয়ার ভয়ে
ii. তাহেরাকে বাঁচানোর জন্য
iii. হাশেম আলির ওপর রাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
‌‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকটি কে রচনা করেছেন?
Ο ক) 
মধুসূদন দত্ত
Ο খ) 
মীর মশাররফ হোসেন
Ο গ) 
গিরিশচন্দ্র ঘোষ
Ο ঘ) 
দীনবন্ধু মিত্র

  সঠিক উত্তর: (ঘ)

২৭৭.
উল্লিখিত শব্দের মধ্যে কোনটি আরবি শব্দ?
Ο ক) 
পীর
Ο খ) 
পানি
Ο গ) 
খাতির
Ο ঘ) 
খেদমত

  সঠিক উত্তর: (গ)

২৭৮.
হকিকুল্লাহ বহিপীরকে কী দিয়ে বাতাস করেছিল?
Ο ক) 
চাদর
Ο খ) 
পাখা
Ο গ) 
গামছা
Ο ঘ) 
বই

  সঠিক উত্তর: (খ)

২৭৯.
ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন -
Ο ক) 
চাকরি খুঁজতে ব্যস্ত আছে
Ο খ) 
জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়েছে
Ο গ) 
উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবে
Ο ঘ) 
ছাপাখানা দিতে চায়

  সঠিক উত্তর: (ঘ)

২৮০.
রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত নাটক কোনটি?
Ο ক) 
রক্তকরবী
Ο খ) 
রক্তপদ্ম
Ο গ) 
স্বপ্নময়ী
Ο ঘ) 
বিয়ে পাগলা বুড়ো

  সঠিক উত্তর: (ক)

২৮১.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত বছর বয়সে মাতৃহারা হন?
Ο ক) 
দশ বছর
Ο খ) 
বারো বছর
Ο গ) 
নয় বছর
Ο ঘ) 
আট বছর

  সঠিক উত্তর: (ঘ)

২৮২.
বজরায় পীর সাহেবের সঙ্গে তার বিবির মিলন হলে খোদেজা কী পাওয়ার আশা করলেন?
Ο ক) 
ধন-সম্পদ
Ο খ) 
পীরের দোয়া
Ο গ) 
কিছূ সওয়াব
Ο ঘ) 
নগদ অর্থ

  সঠিক উত্তর: (গ)

২৮৩.
কোথায় গেলে পীর পলায়নরত তাহেরাকে ধরতে পারতেন-
i. কদমতলা
ii. ডেমরার ঘাট
iii. পুলিশের কাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

২৮৪.
খোদেজা তাহেরার পালিয়ে আসাকে সমর্থন না করার কারণ-
i. তাহেরা অভিভাবকের কথা শোনে নি
ii. তাহেরা বিয়ের তগদির মানে নি
iii. তাহেরা পীরকে স্বামী হিসেবে মেনে নেয় নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

২৮৫.
জমিদার বহিপীরের কাছে মাফ চাইলেন কেন?
Ο ক) 
ছেলের অপরাধের জন্য
Ο খ) 
একটা ঝুট কথা বলার জন্য
Ο গ) 
তাঁর স্ত্রীকে আশ্রয় দেবার জন্য
Ο ঘ) 
তাঁর সম্পর্কে বাজে মন্তব্য করার জন্য

  সঠিক উত্তর: (খ)

২৮৬.
কোন শব্দগুলোর মূল শব্দ হলো -নট্‌?
Ο ক) 
নাটক
Ο খ) 
নাট্য
Ο গ) 
নটী
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭.
তাহেরা আর বহিপীরের বার্তাবাহক কে ছিল?
Ο ক) 
হকিকুল্লাহ্
Ο খ) 
হাতেম
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
চাকরটি

  সঠিক উত্তর: (গ)

২৮৮.
বহিপীর চরিত্রটির সংলাপগুলো কোন ভাষারীতিতে রচিত?
Ο ক) 
চলিত ভাষা
Ο খ) 
সাধু ভাষা
Ο গ) 
আঞ্চলিক ভাষা
Ο ঘ) 
কথ্য ভাষা

  সঠিক উত্তর: (খ)

২৮৯.
‘বহিপীর’ নাটকের পটভূমি বা প্রেক্ষাপট কোনটি?
Ο ক) 
সম্প্রদায়ের সর্বগ্রাসী স্বার্থ
Ο খ) 
স্বৈরাচারী শাসকের অত্যাচার
Ο গ) 
৫২-এর ভাষা আন্দোলনের ইতিহাস
Ο ঘ) 
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

  সঠিক উত্তর: (ক)

২৯০.
জমিদার কীসের জন্য এতটা কাহিল হয়ে পড়েছিলেন?
Ο ক) 
চিন্তা-ভাবনায়
Ο খ) 
রোগ শয্যায়
Ο গ) 
খাওয়া-দাওয়া না করায়
Ο ঘ) 
নিদ্রাহীনতায়

  সঠিক উত্তর: (ক)

২৯১.
বহিপীরের শেষ দাবি কী ছিল?
Ο ক) 
তাহেরাকে ক্ষমা করে দেওয়া
Ο খ) 
হাশেমকে ছাপাখানার টাকা দেওয়া
Ο গ) 
শর্তহীনভাবে হাতেমকে টাকা দেওয়া
Ο ঘ) 
তাহেরাকে মুক্তি দেওয়া

  সঠিক উত্তর: (গ)

২৯২.
‌‌‌‌‌‌‘আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি’ - কথাটি কে বলেছিল?
Ο ক) 
হকিকুল্লাহ
Ο খ) 
তাহেরা
Ο গ) 
একজন মাঝি
Ο ঘ) 
চাকরটি

  সঠিক উত্তর: (খ)

২৯৩.
‘না দেখলেও তার গলা অনেক শুনেছি’- কার গলা?
Ο ক) 
হাশেমের
Ο খ) 
মুরিদের
Ο গ) 
বহিপীরের
Ο ঘ) 
হকিকুল্লাহর

  সঠিক উত্তর: (গ)

২৯৪.
তাহেরাকে খুজে পাওয়ার ব্যাপারে বহিপীরের নিশানাটি কী ছিল?
Ο ক) 
জমিদারের বজরা
Ο খ) 
তাহেরার চাচাত ভাই
Ο গ) 
ডেমরা নদীর ঘাট
Ο ঘ) 
কদমতলার বাজার

  সঠিক উত্তর: (খ)

২৯৫.
বহিপীর ও তার সঙ্গী কার সন্ধান করেন?
Ο ক) 
জমিদারের
Ο খ) 
খোদেজার
Ο গ) 
তাহেরার
Ο ঘ) 
হাশেমের

  সঠিক উত্তর: (গ)

২৯৬.
তাহেরার আত্মহত্যা না করাটা কী প্রমাণ করে?
Ο ক) 
বিশ শতকের নারী জাগরণ
Ο খ) 
ধর্মভীরুতা
Ο গ) 
পৃথিবীপ্রীতি
Ο ঘ) 
বাপ-মায়ের প্রতি টান

  সঠিক উত্তর: (ক)

২৯৭.
বজরার পাটাতনে বসে কে মশলা পেষে?
Ο ক) 
মাঝি
Ο খ) 
একটি চাকর
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
তাহেরা

  সঠিক উত্তর: (খ)

২৯৮.
তাহেরা বিয়ের রাতে পালিয়েছিল, কারণ-
i. সে মানসিকভাবে অসুস্থ ছিল
ii. হাশেমকে ভালোবাসত
iii. বৃদ্ধ পীরের সাথে বিয়ে মানতে পারে নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

২৯৯.
তাহেরা যা ভেবে ভয় পেয়েছিল-
i. বজরায় আশ্রয় নেওয়া পীরের কথা
ii. হাশেমের কথার সত্যতা
iii. হাতেম আলির জমিদারি যাওয়ার কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০০.
প্রহসন হচ্ছে এমন নাটক, যাতে থাকে-
i. করুণ পরিণতি
ii. সমাজের অসংগতির প্রতি বিদ্রূপ
iii. হাস্যরসের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩০১.
কথ্যভাষা সম্পর্কে বহিপীরের মত হলো,- এটি
i. মাঠ ঘাটের ভাষা
ii. স্রষ্টার বাণী বহন করার উপযুক্ত
iii. খোদার বাণী বহন করার অনুপযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০২.
সৈয়দ ওয়ালীউল্লাহ এর তাঁর পিতার নাম কী?
Ο ক) 
সৈয়দ আহমাদউল্লাহ
Ο খ) 
সৈয়দ হাসান
Ο গ) 
সৈয়দ রহমাত উল্লাহ
Ο ঘ) 
সৈয়দ নাসিমা খাতুন

  সঠিক উত্তর: (গ)

৩০৩.
নাট্যকার ওয়ালীউল্লাহ্‌ কর্মজীবনের মাঝখানে কিছূদিন কোথায় চাকরি করতেন?
Ο ক) 
সেনাবহিনীতে
Ο খ) 
রেলওয়েতে
Ο গ) 
বেতারে
Ο ঘ) 
হাইকোর্টে

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
যে কাব্য অভিনয় করে দেখানো হয় তাকে কী বলে?
Ο ক) 
দৃশ্যকাব্য
Ο খ) 
শ্রব্যকাব্য
Ο গ) 
মহাকাব্য
Ο ঘ) 
গীতিকাব্য

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
তাহেরার ভাবনা ছাড়া পীর সাহেবের আরও একটি কী ভাবনা ছিল?
Ο ক) 
তাহেরার সৎ মাকে কী ভাবে শিক্ষা দেওয়া যায়
Ο খ) 
জমিদারি কীভাবে উদ্ধার করা যায়
Ο গ) 
হাশেমকে কীভাবে শাস্তি দেওয়া যায়
Ο ঘ) 
খোদেজাকে কীভাবে বশে আনা যায়

  সঠিক উত্তর: (খ)

৩০৬.
জীবনে কীসের সিঞ্চনা না থাকলে এবাদতই সম্ভব নয়?
Ο ক) 
বহুস্থানে পরিভ্রমণ
Ο খ) 
নির্জনে বসবাস
Ο গ) 
সামান্য ঘনিষ্ঠ স্নেহ-মমতার
Ο ঘ) 
অধিক দু:খ-কষ্টের

  সঠিক উত্তর: (গ)

৩০৭.
‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কে কোনটি ছাড়া সবকিছু রাতের অন্ধকারে ঢাকা থাকবে?
Ο ক) 
পাটাতন
Ο খ) 
বজরা
Ο গ) 
সিঁড়ি
Ο ঘ) 
উঁচু পাড়

  সঠিক উত্তর: (খ)

৩০৮.
নাটকের কয়টি ঐক্য একান্ত বাঞ্ছনীয়?
Ο ক) 
২টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (গ)

৩০৯.
তাহেরাকে বজরায় ডেকে আনতে বললেন কে?
Ο ক) 
জমিদার
Ο খ) 
হাশেম
Ο গ) 
চাকরটি
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (ঘ)

৩১০.
‌যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না- কথাটি কে বলেছিল?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
হাশেম
Ο গ) 
খোদেজা
Ο ঘ) 
হাতেম

  সঠিক উত্তর: (গ)

৩১১.
বহিপীর মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে কী বুঝতে পেরেছেন?
Ο ক) 
নিশ্চয় কোনো গূঢ়তত্ত্ব আছে
Ο খ) 
খোদা তাঁকে অমর করেছেন
Ο গ) 
ধার্মিক মানুষের মৃত্যু সহজে হয় না
Ο ঘ) 
স্ত্রীর সাথে তার মিলন সম্ভব

  সঠিক উত্তর: (ক)

৩১২.
‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম কী?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
হাতেম

  সঠিক উত্তর: (খ)

৩১৩.
তাহেরা বহিপীরের সঙ্গে যেতে না চাইলে তাকে কীসের ভয় দেখানো হয়েছিল?
Ο ক) 
পুলিশ ও হকিকুল্লাহর
Ο খ) 
হকিকুল্লাহ ও মাঝির
Ο গ) 
পুলিশ ও বাপজানের
Ο ঘ) 
সৎ মা ও বাপজানের

  সঠিক উত্তর: (গ)

৩১৪.
আমরা যে আধুনিক মঞ্চনাটকের সাথে পরিচিত তা কোন অঞ্চল থেকে এসেছে?
Ο ক) 
ইউরোপ
Ο খ) 
আমেরিকা
Ο গ) 
এশিয়া
Ο ঘ) 
ওশেনিয়া

  সঠিক উত্তর: (ক)

৩১৫.
তাহেরার মধ্যে ফুটে উঠেছে-
i. বিশ শতকের নারী জাগরণ
ii. নারী অধিকার
iii. মানবিক চেতনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩১৬.
‘বহিপীর’ নাটকটি জীবন্ত ও প্রাঞ্জল হয়ে উঠেছে কোন গুণটির কারণে?
Ο ক) 
বলিষ্ঠ সংলাপ রীতি ও প্রয়োগ দক্ষতায়
Ο খ) 
পটভূমি ও কাহিনীবিন্যাস
Ο গ) 
কাহিনীবিন্যাস ও প্রয়োগ দক্ষতায়
Ο ঘ) 
সংলাপ ও চরিত্র বিকাশে

  সঠিক উত্তর: (ক)

৩১৭.
বিয়েতে কন্যার মত না থাকলে সে বিয়ে কী হতে পারে না?
Ο ক) 
সুখ-শান্তি
Ο খ) 
জায়েজ
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
আইন

  সঠিক উত্তর: (খ)

৩১৮.
বহিপীরের মুরিদান দেশের কোন স্থনে?
Ο ক) 
পশ্চিমাংশে
Ο খ) 
নানা স্থানে
Ο গ) 
উত্তারাংশে
Ο ঘ) 
দক্ষিণাংশে

  সঠিক উত্তর: (খ)

৩১৯.
হাতেম আলির চরিত্রে ফুটে উঠেছে-
i. সন্দেহপ্রবণতা
ii. স্থিতধীভাব
iii. আত্মনিমগ্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২০.
বহিপীর কাদের জন্য বাধাহীন পদক্ষেপে অগ্রসর হতে পারেন না?
Ο ক) 
স্ত্রী ও পুত্রের জন্য
Ο খ) 
মুরিদগণের জন্য
Ο গ) 
ধন-সম্পদের জন্য
Ο ঘ) 
হকিকুল্লাহর জন্য

  সঠিক উত্তর: (খ)

৩২১.
মীর মশাররফ হোসেনের বিখ্যাত নাটক কোনটি?
Ο ক) 
নীল দর্পণ
Ο খ) 
জমিদার দর্পণ
Ο গ) 
বিয়ে পাগলা বুড়ো
Ο ঘ) 
রক্তকরবী

  সঠিক উত্তর: (খ)

৩২২.
তাহেরা কী কারণে ঘর ছেড়ে পালিয়েছিল?
Ο ক) 
অধিক বয়স্ক বহিপীরের ভয়ে
Ο খ) 
সৎ মায়ের সাথে ঝগড়া করে
Ο গ) 
পিতার নির্যাতনের শিকার হয়ে
Ο ঘ) 
পূর্ব প্রেমের সূত্র ধরে

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
নাটক অভিনীত হতে পারে-
i. মঞ্চে
ii. রেডিও-টিভিতে
iii. যেকোনো গণমাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৪.
সামাজিক নাটক কোনটি?
Ο ক) 
সধবার একাদশী
Ο খ) 
ডাকঘর
Ο গ) 
নূরজাহান
Ο ঘ) 
রাবণ বধ

  সঠিক উত্তর: (ক)

৩২৫.
হাশেম আলি কোন কথাটা মন থেকে বলেছিল?
Ο ক) 
জমিদারি নিলামের কথা
Ο খ) 
পীরের হাতে তাহেরাকে তুলে দেওয়া
Ο গ) 
বহিপীর একটা নারীলোভী মানুষ
Ο ঘ) 
তাহেরার সঙ্গে বিয়ের কথা

  সঠিক উত্তর: (ঘ)

৩২৬.
জমিদারের হঠাৎ সব ভয় ভাবনা কেটে গেছে। কারণ -
Ο ক) 
জমিদারি উদ্ধার করতে পেরেছেন
Ο খ) 
নতুন এক জীবনের স্বাদ পেয়েছেন
Ο গ) 
বাল্যবন্ধু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন
Ο ঘ) 
জমিদারি নিলামে উঠার খবর মিথ্যা ছিল

  সঠিক উত্তর: (খ)

৩২৭.
তাহেরা নদীতে ভাসমান কচুরিপানা দেখে কী উপলব্ধি করেছে?
Ο ক) 
নিজেকেও নদীতে ভাসিয়ে দেবে
Ο খ) 
নদীতে বেগুনি রঙের শাপলা ও পদ্ম, পলাশ থাকে না
Ο গ) 
মাছ ধরার কোনো জালও থাকে না
Ο ঘ) 
নদীতে শুধু বজরা চলাচল করে

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
বহিপীরের দেখাশোনার ভার কার ওপর ছিল?
Ο ক) 
তাহেরা বিবির
Ο খ) 
মুরিদদের
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
চাকরের

  সঠিক উত্তর: (গ)

৩২৯.
হাতেম আলি দ্রুতগতিতে দরজার দিকে রওনা হলে কে তার হাত ধরেন?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
হকিকুল্লাহ
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
মাঝি

  সঠিক উত্তর: (গ)

৩৩০.
কোনটি সাহিত্যের প্রাচীন রূপ?
Ο ক) 
কাব্য
Ο খ) 
নাটক
Ο গ) 
গল্প
Ο ঘ) 
উপন্যাস

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
হাতেম আলির জমিদারি যাওয়া না যাওয়া কীসের ওপর নির্ভর করছিল?
Ο ক) 
হাশেম
Ο খ) 
খোদেজা
Ο গ) 
টাকা
Ο ঘ) 
হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (গ)

৩৩২.
বহিপীরের জঘন্য কূটকৌশলের আশ্রয় গ্রহণ করার মূলে ছিল-
i. জমিদারি লাভ
ii. মুরিদান করা
iii. তাহেরাকে কাছে পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৩৩৩.
খোদেজা কেন তাহেরাকে সাবাস মেয়ে বললেন?
Ο ক) 
বাড়ি থেকে পালানোর জন্য
Ο খ) 
চোখে কান্না ও ভয় না থাকার জন্য
Ο গ) 
পীরকে বিয়ের করার জন্য
Ο ঘ) 
রান্নাবান্না করতে পারার জন্য

  সঠিক উত্তর: (খ)

৩৩৪.
হাশেম আলি মাটি খুঁড়লে কী পাওয়া যাবে বলেছিল?
Ο ক) 
বহু মানুষের লাশ
Ο খ) 
কত বিশাল জমিদারির নিশানা
Ο গ) 
নানা ধরনের সোনার গহনা
Ο ঘ) 
পূর্বপুরুষের ধন-সম্পদ

  সঠিক উত্তর: (খ)

৩৩৫.
আমাকে যখন আশ্রয় দিয়েছেন, তখন -
Ο ক) 
আর এইটুকুও আমার জন্য করুন
Ο খ) 
মুখ ঢেকে কাঁদতে শুরু করেন
Ο গ) 
খেয়ে-দেয়ে দুপুরেই চলে যাবেন
Ο ঘ) 
আপনাকে ফিরে যেতে হবে না

  সঠিক উত্তর: (ক)

৩৩৬.
হাশেম দেখবে যাতে বহিপীরের কোনো ফন্দি-কৌশল না খাটে, কারণ-
Ο ক) 
বহিপীরকে সে সহ্য করতে পারে না
Ο খ) 
তাহেরাকে সে বিয়ে করবে
Ο গ) 
সে তাহেরাকে কথা দিয়েছে
Ο ঘ) 
সে খোদেজার কাছে প্রতিজ্ঞা করেছে

  সঠিক উত্তর: (খ)

৩৩৭.
জমিদার পীর সাহেবকে কোন ধরনের প্রশ্ন করেছিলেন?
Ο ক) 
বৃদ্ধ বয়সে বিয়ে করলেন কেন
Ο খ) 
আপনার কোন অঞ্চলে বসবাস
Ο গ) 
আপনার নাম বহিপীর কী করে হলো
Ο ঘ) 
আপনার কয়জন ছেলেমেয়ে

  সঠিক উত্তর: (গ)

৩৩৮.
মাতৃহারা কন্যা ছিল কে?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
খোদেজা
Ο গ) 
হালিমা
Ο ঘ) 
রেহেনা

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?
Ο ক) 
নৌকা
Ο খ) 
বজরা
Ο গ) 
পদ্ম পলাশ
Ο ঘ) 
কচুরিপানা

  সঠিক উত্তর: (ঘ)

৩৪০.
পূর্ব বঙ্গের নাট্যচর্চায় দেখানো হতো এ অঞ্চলের-
i. সমাজ বাস্তবতা
ii. সমাজচিত্র
iii. বাঙালি মুসলমান সমাজের চরিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
তাহেরার� বাপজান কীসের জন্য পুলিশকে খবর দিতে চাইল?
Ο ক) 
বহিপীরের অত্যাচার প্রতিহত করতে
Ο খ) 
তার প্রথম স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর জন্য
Ο গ) 
তাহেরার পালিয়ে যাবার জন্য
Ο ঘ) 
ডাকাতি কর্মকান্ডকে অবগত করতে

  সঠিক উত্তর: (গ)

৩৪২.
তাহেরা চরিত্রটি বিশ শতকের প্রারম্ভে-
i. নারী নির্যাতনের প্রতীক
ii. নারী অধিকারের প্রতীক
iii. নারী জাগরণের প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৪৩.
পথিমধ্যে বহিপীর কোন দুর্ঘটনায় পতিত হন?
Ο ক) 
নৌকা দুর্ঘটনায়
Ο খ) 
বাস দুর্ঘটনায়
Ο গ) 
ট্রেন দুর্ঘটনায়
Ο ঘ) 
বিমান দুর্ঘটনায়

  সঠিক উত্তর: (ক)

৩৪৪.
হাতেম আলির কাছে জমিদারি ডাকটা কেমন লাগে-
i. ঠাট্টার মতো
ii. বিদ্রুপের মতো
iii. খুবই ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৩৪৫.
বহিপীর তাহেরাকে থামালেন না কেন?
Ο ক) 
ব্যর্থ হয়েছে
Ο খ) 
অনুশোচনা হয়েছে
Ο গ) 
আশা ফুরিয়ে গিয়েছে
Ο ঘ) 
সমস্ত খেলা শেষ হয়েছে

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৬.
কঠিন অসুখের চেয়ে অধিক কষ্টকর কী?
Ο ক) 
মানসিক যন্ত্রনা
Ο খ) 
বজরায় অবস্থান
Ο গ) 
নৌকায় যাতায়াত
Ο ঘ) 
বহিপীরের কথা

  সঠিক উত্তর: (ক)

৩৪৭.
বজরায় কে জঘন্য কূটকৌশলের আশ্রয় গ্রহণ করেন?
Ο ক) 
জমিদার
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (খ)

৩৪৮.
‘পীর সাহেব আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে’-হাতেম আলি একথা বলেছিলেন-
i. তার জমিদারি চলে যাচ্ছে
ii. অসুস্থতার জন্য
iii. সে ভয় পেয়েছিল বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii

  সঠিক উত্তর: (ক)

৩৪৯.
নদীতে কী ভাসতে দেখে গেল?
Ο ক) 
একটি লাশ
Ο খ) 
বেগুনি রঙের শাপলা
Ο গ) 
কচুরিপানা
Ο ঘ) 
পানি রাখার পাত্র

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
‘বহিপীর’ নাটকটি গড়ে উঠেছে-
i. বহিপীরের সর্বগ্রাসী স্বার্থকে কেন্দ্র করে
ii. এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে
iii. সর্বনাশ নদীর ধ্বংসস্তূপকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৫১.
‘তার বিবি। বহিপীরের বিবি।’-তাহেরা উক্তিটি কীভাবে করেছিল?
Ο ক) 
ব্যঙ্গ করে
Ο খ) 
গর্ব করে
Ο গ) 
অহংকার করে
Ο ঘ) 
ছলনা করে

  সঠিক উত্তর: (ক)

৩৫২.
বিবি কোন শব্দ?
Ο ক) 
আরবি
Ο খ) 
ফারসি
Ο গ) 
ইংরেজি
Ο ঘ) 
পর্তুগিজ

  সঠিক উত্তর: (খ)

৩৫৩.
তাহেরা পালিয়ে কোথায় আশ্রয় গ্রহণ করে?
Ο ক) 
পুলিশের কাছে
Ο খ) 
মাতবরের বাড়িতে
Ο গ) 
এক ব্যবসায়ীর কাছে
Ο ঘ) 
জমিদারের শহরগামী বজরায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪.
তাহেরার বাপজান ও সৎমা কার মুরিদ ছিলেন?
Ο ক) 
জমিদারের
Ο খ) 
এক দরবেশের
Ο গ) 
বহিপীরের
Ο ঘ) 
আগন্তুকের

  সঠিক উত্তর: (গ)

৩৫৫.
চাকরটা এবং আরো দু’জন বজরায় ওঠে বসলেন কেন?
Ο ক) 
হঠাৎ চিৎকার শুনে
Ο খ) 
তাহেরার কান্না শুনে
Ο গ) 
হাশেমের অনুরোধে
Ο ঘ) 
জমিদারের চিৎকারে

  সঠিক উত্তর: (ক)

৩৫৬.
বাংলা আধুনিক নাটক রচনায় প্রথম কৃতিত্ব কার?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
দীনবন্ধু মিত্র
Ο গ) 
হরচন্দ্র ঘোষ
Ο ঘ) 
রামনারায়ণ

  সঠিক উত্তর: (ক)

৩৫৭.
হাতেম আলি স্ত্রী ও পুত্রের কাছে কোন কথাটি গোপন রেখেছে?
Ο ক) 
নিজের অসুস্থতার কথা
Ο খ) 
জমিদারি নিলামে উঠার কথা
Ο গ) 
বাল্যবন্ধু আনোয়ারের কথা
Ο ঘ) 
তাহেরা বিবির কথা

  সঠিক উত্তর: (খ)

৩৫৮.
হাতেম আলি কেন নিজের পরিবার ও দশজনের কাছে মুখ দেখাতে সঙ্কোচ বোধ করে?
Ο ক) 
অসুস্থতার জন্য
Ο খ) 
গোপনীয়তা অবলম্বনের জন্য
Ο গ) 
জমিদারি রক্ষা না করতে পারার জন্য
Ο ঘ) 
অপরাধবোধের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৯.
হাশেম আলি কীসের জন্য কাঁদছিল?
Ο ক) 
জমিদারি চলে যাচ্ছে বলে
Ο খ) 
শোকে-দু:খে পাথর পিতার কথা ভেবে
Ο গ) 
তাহেরাকে না পাওয়ার জন্য
Ο ঘ) 
হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে

  সঠিক উত্তর: (খ)

৩৬০.
পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কিছুটা -
Ο ক) 
নাকানি চুবানি খেয়েছেন
Ο খ) 
সাহসিকতার পরিচয় দিলেন
Ο গ) 
ভয় পেয়ে গিয়েছেন
Ο ঘ) 
আনন্দিত হয়ে ঘুমিয়ে পড়েন

  সঠিক উত্তর: (ক)

৩৬১.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেন?
Ο ক) 
ঢাকা কলেজ
Ο খ) 
পাঞ্জাব কলেজ
Ο গ) 
জগন্নাথ কলেজ
Ο ঘ) 
বিএম কলেজ

  সঠিক উত্তর: (ক)

৩৬২.
কারা বহিপীরকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে?
Ο ক) 
গ্রামবাসী
Ο খ) 
মাঝিরা
Ο গ) 
জমিদারেরা
Ο ঘ) 
মুরিদগণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৩.
জমিদারের শহরগামী বজরাটি কেমন ছিল?
Ο ক) 
বহু পুরাতন একটি বজরা
Ο খ) 
দু-কামরাওয়ালা একটি রঙদার বজরা
Ο গ) 
এক-কামরাবিশিষ্ট বজরা
Ο ঘ) 
পরিষ্কার-পরিচ্ছন্ন রঙদার বজরা

  সঠিক উত্তর: (খ)

৩৬৪.
আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই দেখতে পারেন না- কথাটিতে তাহেরা বুঝিয়েছে-
i. মনে দয়া থাকলেও সাহস নাই
ii. খাওয়ার আশা করলেও মৃত্যু দেখে ভয় পায়
iii. নির্বোধের মতো ব্যবহার ভালো নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬৫.
কোন কোন ব্যবহারে তাহেরার প্রতি খোদেজার আদর ধরা পড়েছে-
i. বজরায় আশ্রয় দেওয়ায়
ii. সারাদিন একসাথে রান্নাবান্না করে
iii. তাহেরার যুক্তিসঙ্গত কথা শুনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬৬.
বহিপীরের স্ত্রী তার সঙ্গে না এলে কাকে খবর দেবেন?
Ο ক) 
গ্রামবাসীদের
Ο খ) 
পুলিশকে
Ο গ) 
মুরিদদের
Ο ঘ) 
মাঝিদের

  সঠিক উত্তর: (খ)

৩৬৭.
নিচের কোনটি রূপক বা সাংকেতিক নাটক?
Ο ক) 
রক্তকরবী
Ο খ) 
নূরজাহান
Ο গ) 
পদ্মবতী
Ο ঘ) 
প্রফুল্ল

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
জমিদারের জীবদ্দশায় তাঁর পুত্রকে কীভাবে কামনা করেন?
Ο ক) 
তাঁর পুত্র বিদেশে সুস্থ থাকুক
Ο খ) 
পুত্র যেন কখনো তাঁর সামনে না আসে
Ο গ) 
যত দিন জিন্দা আছেন পুত্র তাঁর সঙ্গে থাকুক
Ο ঘ) 
চাকরি করার জন্য দূরে থাকার প্রয়োজন নেই

  সঠিক উত্তর: (গ)

৩৬৯.
জমিদার সাহেবের শহরে আসার উদ্দেশ্য কী?
Ο ক) 
তাহেরার খোঁজ করা
Ο খ) 
ছাপাখানা প্রতিষ্ঠা
Ο গ) 
বহিপীরকে সঙ্গ দেওয়া
Ο ঘ) 
জমিদারি রক্ষা করা

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০.
হাতেম আলিকে সাহায্য করতে পারবে না কে?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
মুরিদগণ
Ο গ) 
মাঝিরা
Ο ঘ) 
আনোয়ারউদ্দীন

  সঠিক উত্তর: (ঘ)

৩৭১.
নাটকের শেষ দৃশ্যে পীরের আচরণে যে বৈশিষ্ট্য নির্দেশ করে-
i. মানবিক চেতনা
ii. বুদ্ধিমত্তা
iii. বাস্তব জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭২.
বাংলাদেশের আধুনিক ধারার নাট্যচর্চার ক্ষেত্রে অগ্রনী নাট্যকার-
i. সিকান্দার আবু জাফর
ii. মুনীর চৌধুরী
iii. সৈয়দ ওয়ালীউল্লাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৩.
বহিপীরের কানে কোন ভাষা অত্যন্ত কটু ঠেকে?
Ο ক) 
চলিত ভাষা
Ο খ) 
কথ্য ভাষা
Ο গ) 
সাধু ভাষা
Ο ঘ) 
উপভাষা

  সঠিক উত্তর: (খ)

৩৭৪.
‘সারা বিকাল, সারা সন্ধ্যা কাটলো আশায়-আশায়।’-আশাটা কী ছিল?
Ο ক) 
বাল্যবন্ধু আনোয়ারের আসার প্রতীক্ষা
Ο খ) 
হাশেমের আগমনের প্রতীক্ষা
Ο গ) 
টাকা পাওয়ার প্রত্যাশা
Ο ঘ) 
বহিপীরের পুনর্গমনের অপেক্ষা

  সঠিক উত্তর: (ক)

৩৭৫.
‘একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে।’-কথাটি কে, কাদের উদ্দেশ্যে করে বলেছিলেন?
Ο ক) 
খোদেজা, হাশেম ও তাহেরাকে উদ্দেশ্য করে
Ο খ) 
বহিপীর, হাতেম ও হাশেমকে উদ্দেশ্য করে
Ο গ) 
হাতেম, হাশেম ও তাহেরাকে উদ্দেশ্য করে
Ο ঘ) 
হাতেম আলি, বহিপীর ও হকিকুল্লাহকে উদ্দেশ্য করে

  সঠিক উত্তর: (গ)

৩৭৬.
সমাজের প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ, সংস্কার প্রভৃতি বিষয়কে অবলম্বন করে যে নাটক রচিত হয়, তাকে কী নাটক বলে?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
পৌরাণিক
Ο গ) 
ঐতিহাসিক
Ο ঘ) 
রূপক

  সঠিক উত্তর: (ক)

৩৭৭.
জমিদারের বজরা ঝড়ের কবল থেকে কেমন করে রক্ষা পেয়েছিল?
Ο ক) 
সময়মতো খালের মধ্যে ঢুকাতে পারে
Ο খ) 
গাছের সঙ্গে শক্ত করে বাঁধতে পেরে
Ο গ) 
সময়মতো ঘাটে পৌঁছাতে পেরে
Ο ঘ) 
বজরা থেকে সকলে নেমে গিয়ে

  সঠিক উত্তর: (ক)

৩৭৮.
‘কথ্য ভাষা হইল মাঠে-ঘাটের ভাষা’-কথাটি কে বলেছিলেন?
Ο ক) 
হাশেম আলি
Ο খ) 
হাতেম আলি
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

৩৭৯.
গত জুম্মা রাতে বহিপীরের সঙ্গে কার বিয়ে হয়েছিল?
Ο ক) 
তাহেরা বিবি
Ο খ) 
রেহানা বিবি
Ο গ) 
হালিমা বিবি
Ο ঘ) 
মরিয়ম বিবি

  সঠিক উত্তর: (ক)

৩৮০.
মায়ের আঁচল ধরে থাকার অভ্যাস কার?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
হাশেম
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (খ)

৩৮১.
যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন, আমরা তাঁর মুরিদ-মুরিদ হলেন-
i. তাহেরার বাপজান
ii. তাহেরা
iii. তাহেরার সৎ মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮২.
ক’দিন ধরে শরীরটা কার ভালো যাচ্ছিল না?
Ο ক) 
হাতেম
Ο খ) 
হাশেম
Ο গ) 
খোদেজা
Ο ঘ) 
বহিপীর

  সঠিক উত্তর: (ক)

৩৮৩.
পীর সাহেব কাকে ডাকতে হুকুম দিলেন?
Ο ক) 
মাঝিদের
Ο খ) 
পুলিশকে
Ο গ) 
তাহেরার বাপজানকে
Ο ঘ) 
গ্রামবাসীদের

  সঠিক উত্তর: (খ)

৩৮৪.
নাট্যকার সৈয়দ ওয়াউলীউল্লাহ্‌র মাতার নাম কী?
Ο ক) 
১৯২২
Ο খ) 
১৯৭৫
Ο গ) 
১৮৭৫
Ο ঘ) 
১৮২০

  সঠিক উত্তর: (ক)

৩৮৫.
নট্‌ শব্দের অর্থ কী?
Ο ক) 
নড়াচড়া করা
Ο খ) 
না
Ο গ) 
গাছ
Ο ঘ) 
রঙ্গ

  সঠিক উত্তর: (ক)

৩৮৬.
‘অন্যান্য রাতের মতো এ-রাতও এক সময়ে শেষ হয়ে যাবে’-হাতেম আলির একথা বলার কারণ-
i. হতাশা
ii. ক্ষোভ
iii. সূর্যাস্ত আইনের শেষ রাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৭.
হাশেমের চোখে কান্না এলো কার কথা ভেবে?
Ο ক) 
হাতেমের
Ο খ) 
খোদেজার
Ο গ) 
বহিপীরের
Ο ঘ) 
তাহেরার

  সঠিক উত্তর: (ক)

৩৮৮.
বহিপীর কাকে টলাতে পারে না?
Ο ক) 
হাশেমকে
Ο খ) 
খোদেজাকে
Ο গ) 
তাহেরাকে
Ο ঘ) 
হাতেমকে

  সঠিক উত্তর: (গ)

৩৮৯.
বার্তাবাহককে কেমন হতে হয়?
Ο ক) 
একপাক্ষিক
Ο খ) 
দ্বিপাক্ষিক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
পক্ষপাতদুষ্ট

  সঠিক উত্তর: (গ)

৩৯০.
তাহেরাকে আত্মহত্যার হাত থেকে কে বাঁচিয়েছিল?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
হাতেম
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (ঘ)

৩৯১.
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
Ο ক) 
শ্রীকৃষ্ণকীর্তন
Ο খ) 
মঙ্গলকাব্য
Ο গ) 
চর্যাপদ
Ο ঘ) 
নাথ সাহিত্য

  সঠিক উত্তর: (গ)

৩৯২.
‘আপনি তাঁর হাত ছাড়িয়া দিন’ -কথাটি কে কাকে বলেছিল?
Ο ক) 
খোদেজা, হাশেমকে
Ο খ) 
বহিপীর, খোদেজাকে
Ο গ) 
বহিপীর, হাশেমকে
Ο ঘ) 
হাশেম, তাহেরাকে

  সঠিক উত্তর: (গ)

৩৯৩.
খোদেজা ও তাহেরা সকালবেলায় কোন কাজে ব্যস্ত ছিল?
Ο ক) 
কাঠ শুকানোর
Ο খ) 
পোশাক পরিষ্কারের
Ο গ) 
পিঠা তৈরি করার
Ο ঘ) 
রান্নাবান্নার

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪.
আধুনিক কালের নাটকের বিকাশ কয়টি অঙ্কে বিভক্ত?
Ο ক) 
তিনটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
নয়টি

  সঠিক উত্তর: (ক)

৩৯৫.
তাহেরাকে বজরায় আশ্রয় দেওয়া হয়েছিল কারণ-
i. তাহেরা মুসলমানের মেয়ে ছিল
ii. ডেমরার ঘাটে বজরা থামানো হয়েছিল
iii. তাহেরা অল্প বয়স্কা মেয়ে ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৯৬.
তাহেরার বাপ-মা পীর সাহেব এলে কীসের জন্য ব্যস্ত হয়ে� উঠেন?
Ο ক) 
ধর্ম শিক্ষার জন্য
Ο খ) 
তাহেরার বিবাহের জন্য
Ο গ) 
ভাগ্য নির্ধারণের জন্য
Ο ঘ) 
খাতির খেদমত করার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৭.
হাশেম আলির বৈশিষ্ট্য হলো-
i. অস্থির প্রকৃতির
ii. মতিগতি ভালো
iii. অল্পতে রেগে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৮.
বহিপীরের চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. বুদ্ধিমত্তা
ii. ধূর্ততা
iii. মানবিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৯৯.
‘বহিপীর’ নাটকের কেন্দ্র্রীয় চরিত্রটির মধ্যে কোন দিকটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে?
Ο ক) 
অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞানসম্পন্ন
Ο খ) 
অশিক্ষিত মানুষের আলোর দিশারি
Ο গ) 
স্বদেশপ্রেম
Ο ঘ) 
বর্বরতা ও চাটুকারিতা

  সঠিক উত্তর: (ক)

৪০০.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে মাধ্যমিক পাস করেন?
Ο ক) 
১৯২৭
Ο খ) 
১৯২৯
Ο গ) 
১৯৩৭
Ο ঘ) 
১৯৩৯

  সঠিক উত্তর: (ঘ)

৪০১.
নাটকের প্রাণ বলা হয় কাকে?
Ο ক) 
কাহিনী
Ο খ) 
সংলাপ
Ο গ) 
চরিত্র
Ο ঘ) 
পরিবেশ

  সঠিক উত্তর: (খ)

৪০২.
হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী?
Ο ক) 
আফিলউদ্দীন
Ο খ) 
আনোয়ারউদ্দীন
Ο গ) 
জহিরউদ্দীন
Ο ঘ) 
আনোয়ার সাহেব

  সঠিক উত্তর: (খ)

৪০৩.
নিচের কোন ঐতিহ্যটি বেশ পুরনো?
Ο ক) 
ছোটগল্প
Ο খ) 
যাত্রাপালা
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
প্রবন্ধ

  সঠিক উত্তর: (খ)

৪০৪.
ঢাকার ‘পিইএন ক্লাবের’ উদ্যোগে বাংলা নাট্য প্রতিযোগিতায় কোন নাটকটি পুরস্কৃত হয়?
Ο ক) 
কবর
Ο খ) 
রক্তাক্ত প্রান্তর
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
তরঙ্গভঙ্গ

  সঠিক উত্তর: (গ)

৪০৫.
কোন বিদেশির নাট্যচর্চায় বাংলা নাটকের সূত্রপাত হয়?
Ο ক) 
উইলিয়াম কেরী
Ο খ) 
হেরাসিম লেবেদেফ
Ο গ) 
হ্যালহেড
Ο ঘ) 
আরউইন শ

  সঠিক উত্তর: (খ)

৪০৬.
‘বহিপীর’ নাটকের কাহিনী কীভাবে গড়ে উঠেছে?
Ο ক) 
জমিদারের জীবনযাপনকে কেন্দ্র করে
Ο খ) 
নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহকে কেন্দ্র করে
Ο গ) 
জমিদারপুত্রের সাহসী মনোভাবকে কেন্দ্র করে
Ο ঘ) 
গৃহবধূ খোদেজার জীবনাচরণকে কেন্দ্র করে

  সঠিক উত্তর: (খ)

৪০৭.
কোন কথায় পীর সাহেবের রাগ প্রকাশ পেয়েছে-
i. আপনি সে ঘরে গিয়া কী করেন বুঝি না
ii. হকিকুল্লাহ! যাও পুলিশ ডাকিয়া লইয়া আস
iii. বহুত আদর আবদার হইয়াছে আর নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪০৮.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কোন শহরে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
বরিশাল
Ο গ) 
নোয়াখালী
Ο ঘ) 
চট্টগ্রাম

  সঠিক উত্তর: (ঘ)

৪০৯.
বজরায় এত হুলস্থুল তবু জমিদারের কোনো সাড়া শব্দ নেই কেন?
Ο ক) 
তিনি শহরে গিয়েছিলেন
Ο খ) 
গভীর চিন্তায় মগ্ন ছিলেন
Ο গ) 
তিনি ঘুমিয়েছিলেন
Ο ঘ) 
কথা বলার মতো শক্তি ছিল না

  সঠিক উত্তর: (খ)

৪১০.
হেরাসিম স্পেপানভিচ্‌ লেবেদেফ কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) 
রাশিয়া
Ο খ) 
ইংল্যান্ড
Ο গ) 
আমেরিকা
Ο ঘ) 
জাপান

  সঠিক উত্তর: (ক)

৪১১.
মঞ্চ নাটকে পরিবেশ সৃষ্টি করা হয়-
i. মঞ্চসজ্জার মাধ্যমে
ii. আলোক সম্পাতের মাধ্যমে
iii শব্দযোজনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১২.
বহিপীরের মতে মানুষের রূহ কীভাবে মারা যায়?
Ο ক) 
এবাদত না করলে
Ο খ) 
সামান্য স্নেহ না থাকলে
Ο গ) 
পীরের দোয়া না থাকলে
Ο ঘ) 
স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করলে

  সঠিক উত্তর: (খ)

৪১৩.
বহিপীরের শরীরটা কে ভর্তা বানিয়ে দিল?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
হাশেম
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

৪১৪.
পাশাপাশি বসলেও দুজনের মধ্যে কেমন প্রভেদ লক্ষ করা যায়?
Ο ক) 
নদী-সাগর
Ο খ) 
জল-স্থল
Ο গ) 
মানুষ-জন্তু
Ο ঘ) 
আসমান-জমিন

  সঠিক উত্তর: (ঘ)

৪১৫.
পীর সাহেব পাশের ঘরে বসে ভাবছেন-
i. ফন্দিফিকির
ii. এবাদতের ভাবনা
iii. কূটকৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৬.
যোগেন্দ্রচন্দ্রের রচিত নাটক কোনটি?
Ο ক) 
কীর্ত্তিবিলাস
Ο খ) 
ভানুমতি চিত্তবিলাস
Ο গ) 
ভদ্রার্জ্জুন
Ο ঘ) 
শর্মিষ্ঠা

  সঠিক উত্তর: (ক)

৪১৭.
কোন দেশে প্রথম নাটকের সূত্রপাত ঘটে?
Ο ক) 
গ্রিসে
Ο খ) 
ভারতে
Ο গ) 
ফ্রান্সে
Ο ঘ) 
চীনে

  সঠিক উত্তর: (ক)

৪১৮.
রবীন্দ্র-পরবর্তী যুগের কোন নাটকটি উল্লেখযোগ্য?
Ο ক) 
নবীন তপস্বিনী
Ο খ) 
ছেঁড়া তার
Ο গ) 
লীলাবতী
Ο ঘ) 
এর উপায় কী

  সঠিক উত্তর: (খ)

৪১৯.
‘এক আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে’- কারা এ কাজটি করতে শুরু করেছে?
Ο ক) 
মাঝিরা
Ο খ) 
 সহপাঠীরা
Ο গ) 
গ্রামের লোকেরা
Ο ঘ) 
যাত্রীরা

  সঠিক উত্তর: (গ)

৪২০.
কার ওপর বহিপীরের সম্পূর্ণ আস্থা ছিল?
Ο ক) 
মুরিদের
Ο খ) 
জমিদারের
Ο গ) 
মাঝিগণের
Ο ঘ) 
হকিকুল্লাহর

  সঠিক উত্তর: (খ)

৪২১.
‘মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না।’ এ বাক্যে ফুটে উঠেছে-
i. নিলামে ওঠা জমিদারি
ii. ঋণভারগ্রস্ত জমিদার
iii. আশ্রয়হীনা তাহেরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪২২.
‘শূন্যতার মধ্যে শূন্যতাই সম্ভব।’ বহিপীরের এ মন্তব্য প্রকাশ পেয়েছে-
i. ঘোর স্বার্থ বুদ্ধি
ii. উপলব্ধিজাত জীবনদর্শন
iii. পীর-মুরিদি তত্ত্বকথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৪২৩.
নাটকের চরিত্র ও উপন্যাসের চরিত্রের মধ্যে পার্থক্য হচ্ছে-
i. একটি বাস্তব অন্যটি অবাস্তব
ii. নাটকের চরিত্র দর্শনযোগ্য, উপন্যাসের চরিত্র অনুভবযোগ্য
iii. নাটকের চরিত্র কম, উপন্যাসে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

৪২৪.
কে বজরায় তাহেরার থাকার ব্যাপারটি পীর সাহেবকে নিশ্চিত করে?
Ο ক) 
হাশেম
Ο খ) 
হাতেম
Ο গ) 
চাকর
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (ঘ)

৪২৫.
হাশেমের মায়ের কোন কথা বিশ্বাস হতে চায় না?
Ο ক) 
নৌকা দুর্ঘটনায় পতিত হওয়া
Ο খ) 
গত রাতে প্রবাহিত হওয়া ঝড়ের কথা
Ο গ) 
তাহেরার বাড়ি থেকে পালিয়ে আসা
Ο ঘ) 
জমিদারি নিলামে উঠার ঘোষণা

  সঠিক উত্তর: (গ)

৪২৬.
কাকে কেন্দ্র করে বহিপীর নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
তাহেরা
Ο গ) 
হাশেম আলি
Ο ঘ) 
হাতেম আলি

  সঠিক উত্তর: (খ)

৪২৭.
বহিপীরের মতে জোরজুলুম করে কাকে বশ মানানো যায়?
Ο ক) 
পাগলা হাতিকেও
Ο খ) 
পাগলা মানুষকেও
Ο গ) 
পাগলা ষাঁড়কেও
Ο ঘ) 
পাগলা গরুকেও

  সঠিক উত্তর: (ক)

৪২৮.
বহিপীর জমিদারের বজরায় আশ্রয় নিয়েছিলেন, কারণ-
i. তাঁর নববধূ সেখানে ছিলেন
ii. জমিদার বহিপীরকে খবর দিয়েছিলেন
iii. নৌকা দুর্ঘটনায় পতিত হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
iii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪২৯.
তাহেরা পালিয়ে আশ্রয় নিয়েছিল-
i. জমিদারের বাগান বাড়িতে
ii. ধনী এক ব্যবসায়ীর বাড়িতে
iii. শহরগামী জমিদারের বজরায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
ii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৪৩০.
বৃদ্ধ পীরের নাম বহিপীর হলো কেন?
Ο ক) 
জমিদার নাম দিয়েছিলেন বলে
Ο খ) 
মুরিদের বাড়ি ঘুরে বেড়ানোর জন্য
Ο গ) 
বইয়ের ভাষায় কথা বলার জন্য
Ο ঘ) 
বৃদ্ধ বয়সে বিবাহ করার জন্য

  সঠিক উত্তর: (গ)

৪৩১.
নদীতে কী ভেসে যায়?
Ο ক) 
বেগুনি রঙের শাপলা
Ο খ) 
পদ্ম
Ο গ) 
পলাশ
Ο ঘ) 
কচুরিপানা

  সঠিক উত্তর: (ঘ)

অনুচ্ছেদটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
* গ্রামের শতবর্ষী বটগাছের পাশে জিয়ারুদ্দিন পীরের আস্তানা । পীরের দুইজন স্ত্রী থাকলেও কোনো সন্তান নেই । পীরের আশা তৃতীয় বিয়ে করলে তার সন্তান হবে। গ্রামের গরিব কৃষক সবের আলির মেয়ে জমিলার সাথে পীরের বিয়ে ঠিক হলে জমিলা মনে অনেক কষ্ট পেলেও গরিব বাবার কথা ভেবে রাজি হলো।
৪৩২.
তৃতীয় বিয়ে করলে সন্তান হবে পীরের এমন মনে হওয়ার কারণ কী?
i. ভন্ডামি
ii. সামাজিক কুসংস্কার
iii. পীরের আধ্যাত্মিক ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৩৩.
জমিলার সাথে ‘বহিপীর’ নাটকের তাহেরার বৈসাদৃশ্য ফুটিয়ে তুলেছে-
Ο ক) 
অসহায়ত্ব
Ο খ) 
কুসংস্কার
Ο গ) 
প্রতিবাদ
Ο ঘ) 
অহংকার

  সঠিক উত্তর: (গ)

৪৩৪.
যে দিক থেকে ‘বহিপীর’ নাটক উদ্দীপকের সম্পূর্ণ ভিন্ন-
i. কুসংস্কার
ii. নারী জাগরণ
iii. মানবিকতার পরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)


৪টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...