NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র গদ্য: আমাদের লোকশিল্প


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
গদ্য: আমাদের লোকশিল্প


১.
লোকশিল্পের ভেতর দিয়ে কিসের কিসের প্রকাশ ঘটে?
Ο ক) 
পরিশ্রমের
Ο খ) 
হৃদয়-মনের
Ο গ) 
ইচ্ছাশক্তির
Ο ঘ) 
জীবনবোধের

  সঠিক উত্তর: (খ)

২.
মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
Ο ক) 
কুমিল্লা
Ο খ) 
সিলেট
Ο গ) 
পার্বত্য চট্টগ্রাম
Ο ঘ) 
নারায়ণগঞ্জ

  সঠিক উত্তর: (ঘ)

৩.
মসলিন কী দিয়ে বোনা হতো?
Ο ক) 
সূক্ষ্ম পশমি আঁশ
Ο খ) 
সূক্ষ্ম রেশম সুতা
Ο গ) 
সূক্ষ্ম পাটের আঁশ
Ο ঘ) 
সূক্ষ্ম সুতা

  সঠিক উত্তর: (ঘ)

৪.
সানকি, দইয়ের ভাঁড়, রসের ঠিলা তৈরির মূল উপাদান কোনটি?
Ο ক) 
মাটি
Ο খ) 
পিতল
Ο গ) 
কাঁসা
Ο ঘ) 
তামা

  সঠিক উত্তর: (ক)

৫.
বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শের মূলে ছিল-
Ο ক) 
খাদি কাপড়
Ο খ) 
জামদানি
Ο গ) 
মসলিন
Ο ঘ) 
টাঙ্গাাইল কাপড়

  সঠিক উত্তর: (ক)

৬.
কোন বিলুপ্ত শিল্পটির কথা স্মরণ করে আমরা এখনও গর্ববোধ করি?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
জামদানি
Ο গ) 
ঢাকাই মসলিন
Ο ঘ) 
তাম্রশিল্প

  সঠিক উত্তর: (গ)

৭.
খাদি কাপড় সাধারণত কেমন হয়?
Ο ক) 
হালকা
Ο খ) 
চিকন
Ο গ) 
মোটা
Ο ঘ) 
নরম

  সঠিক উত্তর: (গ)

৮.
মসলিন কাপড় বুননের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
বাস্তবজ্ঞান
Ο খ) 
কারিগরি দক্ষতা ও শিল্পীমন
Ο গ) 
পারিবারিক ঐতিহ্য
Ο ঘ) 
সূক্ষ্ম চিন্তা

  সঠিক উত্তর: (খ)

৯.
লোকশিল্পের দ্বারা সম্ভব-
i. বেকারত্ব দূর করা
ii. স্বাবলম্বী করা
iii. পরিশ্রমী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০.
বিশেষ ছাঁচে কী ঢেলে পড়ন বানানো হয়?
Ο ক) 
গলিত সিসা
Ο খ) 
গলিত তামা
Ο গ) 
গলিত মেটাল
Ο ঘ) 
গলিত লোহা

  সঠিক উত্তর: (ক)

১১.
কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?
Ο ক) 
লোহ
Ο খ) 
ঢেউটিন
Ο গ) 
কাঠ
Ο ঘ) 
বাঁশ

  সঠিক উত্তর: (ঘ)

১২.
শীতলপাটি কোন সময় ব্যবহার করা হয়?
Ο ক) 
গ্রীষ্মকালে
Ο খ) 
শীতকালে
Ο গ) 
বর্ষাকালে
Ο ঘ) 
বসন্তকালে

  সঠিক উত্তর: (ক)

১৩.
তৈজসপত্র তৈরিতে ছাঁচেরে মধ্যে কোন বস্তুটি ঢেলে ছাঁচ ভেঙ্গে ফেলা হয়?
Ο ক) 
গলিত লোহা
Ο খ) 
গলিত সিসা
Ο গ) 
গলিত কাঁসা
Ο ঘ) 
গলিত ইস্পাত

  সঠিক উত্তর: (গ)

১৪.
খাদ্যশস্যের পরে এদেশের মানুষের জীবনের সাথে কোন জিনিসটি জড়িয়ে আছে?
Ο ক) 
লোকশিল্প
Ο খ) 
কুটিরশিল্প
Ο গ) 
ক্ষুদ্রশিল্প
Ο ঘ) 
তাঁতশিল্প

  সঠিক উত্তর: (খ)

১৫.
নিম্নের কোনটি লোকটিল্পের অন্যতম উপকরণ?
Ο ক) 
কাপড়ের তৈরি পুতুল
Ο খ) 
প্রতিীকধর্মী পুতুল
Ο গ) 
সোনার পুতুল
Ο ঘ) 
মাটির পুতুল

  সঠিক উত্তর: (ক)

১৬.
কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
ঢাকাই মসলিন
Ο গ) 
খদ্দরের কাপড়
Ο ঘ) 
শীতলপাটি

  সঠিক উত্তর: (খ)

১৭.
সৌন্দর্যপ্রিয় মানুষ শিকাগুলোতে নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি-
i. গৃহস্থারি বস্তুতে পরিণত করেছে
ii. শিল্পবস্তুতে পরিণত করেছে
iii. শৈল্পিক পণ্যে পরিণত করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮.
আমাদের দেশের লোকশিল্প কী মানের?
Ο ক) 
উচ্চমানের
Ο খ) 
নিম্নমানের
Ο গ) 
মানহীন
Ο ঘ) 
সাধারণ

  সঠিক উত্তর: (ক)

১৯.
সূতার সূক্ষ্মতার বিচারে মসলিনের বিপরীতে রয়েছে কোনটি?
Ο ক) 
জামদানি
Ο খ) 
খাদি বা খদ্দর
Ο গ) 
বেনারসি
Ο ঘ) 
আদ্দি

  সঠিক উত্তর: (খ)

২০.
স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জনের আদর্শ কী?
Ο ক) 
মসলিন
Ο খ) 
জামদানি
Ο গ) 
খাদি
Ο ঘ) 
নকশিকাঁথা

  সঠিক উত্তর: (গ)

২১.
নকশিকাঁথা তৈরির সঠিক মৌসুম কোনটি?
Ο ক) 
গ্রীষ্মকাল
Ο খ) 
বর্ষাকাল
Ο গ) 
শরৎকাল
Ο ঘ) 
হেমন্তকাল

  সঠিক উত্তর: (খ)

২২.
মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
জামদানি শাড়ি
Ο গ) 
টেপা পুতুল
Ο ঘ) 
শীতলপাটি

  সঠিক উত্তর: (খ)

২৩.
গ্রামীণ কোন লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়?
Ο ক) 
খাদি কাপড়
Ο খ) 
নকশিকাঁথা
Ο গ) 
টেপা পুতুল
Ο ঘ) 
কাপড়ের পুতুল

  সঠিক উত্তর: (খ)

২৪.
খাদি কাপড়ের বিশেষত্ব কী?
Ο ক) 
বাহারি রং
Ο খ) 
চিকন সুতা
Ο গ) 
গামে সাশ্রয়ী
Ο ঘ) 
হাতে প্রস্তুত

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
নওয়াপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
Ο ক) 
শীতলক্ষ্যা
Ο খ) 
যমুনা
Ο গ) 
মেঘনা
Ο ঘ) 
মধুমতি

  সঠিক উত্তর: (ক)

২৬.
কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) 
হুগলিতে
Ο খ) 
চট্টগ্রামে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (গ)

২৭.
কামরুল হাসান পেশায় কী ছিলেন?
Ο ক) 
অধ্যাপক
Ο খ) 
চিকিৎসক
Ο গ) 
সাহিত্যিক
Ο ঘ) 
প্রকৌশলী

  সঠিক উত্তর: (ক)

২৮.
ঢাকাই মসলিন শাড়ির ক্ষেত্রে প্রযোজ্য-
i. দুনিয়া জুড়ে সমাদৃত
ii. মোগল বাদশাদের বিলাসের সামগ্রী
iii. কারুকার্য সংবলিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
Ο ক) 
নোওয়াপাড়া
Ο খ) 
নওয়াপাড়ায়
Ο গ) 
নবাবপাড়া
Ο ঘ) 
নওদাপাড়া

  সঠিক উত্তর: (খ)

৩০.
যারা সুতা কাটে তাদের কী বলা হয়?
Ο ক) 
বাটুনি
Ο খ) 
কাটুনি
Ο গ) 
চাটুনি
Ο ঘ) 
মাজনি

  সঠিক উত্তর: (খ)

৩১.
শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে বড় বড়-
Ο ক) 
কাগজের কল
Ο খ) 
কাপড়ের কারখানা
Ο গ) 
রাবারের কারখানা
Ο ঘ) 
প্লাস্টিকের কারখানা

  সঠিক উত্তর: (খ)

৩২.
গ্রামবাসীদের যারা অবসর সময়ে সুতা কাটে তাদের কী বলা হয়?
Ο ক) 
কাটুনি
Ο খ) 
কর্তুনি
Ο গ) 
সুতেল
Ο ঘ) 
সুত্রধর

  সঠিক উত্তর: (ক)

৩৩.
উপজাতীয়দের হাতে তৈরি পরিধেয় বস্ত্রগুলো সাধারণত কী রকম হয়?
Ο ক) 
পাতলা
Ο খ) 
মোটা
Ο গ) 
টেকসই
Ο ঘ) 
মোটা ও টেকসই

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কুটির শিল্পকে শিল্পগুণ বিচারে বলা যায়-
Ο ক) 
লোকশিল্প
Ο খ) 
ক্ষুদ্র শিল্প
Ο গ) 
কারুশিল্প
Ο ঘ) 
বৃহৎ শিল্প

  সঠিক উত্তর: (ক)

৩৫.
নঁকশি কাঁথায় জড়িয়ে আছে-
i. পরিবারের কাহিনি
ii. মনের গভীর আবেগ
iii. হাসি কান্নার গল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
শতাব্দীকাল ধরে কোন নদীর তীরে তীরে তাঁত শিল্পের বিস্তার লাভ করেছে?
Ο ক) 
বুড়িগঙ্গা
Ο খ) 
শীতলক্ষ্যা
Ο গ) 
মেঘনা
Ο ঘ) 
তুরাগ

  সঠিক উত্তর: (খ)

৩৭.
কোনটি দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলে?
Ο ক) 
কারখানা
Ο খ) 
খনিজ পদার্থ
Ο গ) 
কৃষি বিপ্লব
Ο ঘ) 
লোকিশিল্প

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
আমাদের দেশে কোন শিল্পে বিশেষ সৃজনশীল নমুনা পাওয়া যায়?
Ο ক) 
বাঁশ
Ο খ) 
সোলা
Ο গ) 
বেত
Ο ঘ) 
কাঠ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
কোন জেলার কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
Ο ক) 
সিলেট
Ο খ) 
খুলনা
Ο গ) 
বরিশাল
Ο ঘ) 
কুষ্টিয়া

  সঠিক উত্তর: (গ)

৪০.
টেপা পুতুলগুলোর মধ্যে কাদের শিল্পীমনের পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
তুর্কিদের
Ο খ) 
পালদের
Ο গ) 
সেনদের
Ο ঘ) 
সুলতানদের

  সঠিক উত্তর: (খ)

৪১.
শীতলক্ষ্যা নদীর তীরে কোন শহর অবস্থিত?
Ο ক) 
নারায়ণগঞ্জ
Ο খ) 
গোপালগঞ্জ
Ο গ) 
মুন্সিগঞ্জ
Ο ঘ) 
মানিকগঞ্জ

  সঠিক উত্তর: (ক)

৪২.
আমরা যদি সবাই লোকশিল্পের কদর করি তাহলে-
i. দেশের বেকারত্ব লাঘব হবে
ii. দারিদ্র বিমোচন হবে
iii. ঐতিহ্য সংরক্ষিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে কোনটি তৈরির রেওয়াজ ছিল?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
খাদি বা খদ্দর
Ο গ) 
কাঁসা-পিতলের
Ο ঘ) 
মসলিন

  সঠিক উত্তর: (ক)

৪৪.
শীতলক্ষ্যা নদীর তীরে বস্ত্রশিল্প গড়ে ওঠার অনুকূল বিষয়গুলো হচ্ছে-
i. ভৌগোলিক অবস্থান
ii. পরিবহন সুবিধা
iii. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বাংলাদেশের গ্রামে গ্রামে কোন শিল্পটি তৈরির রেওয়াজ ছিল?
Ο ক) 
মসলিন কাপড়
Ο খ) 
নকশিকাঁথা
Ο গ) 
পিতলের কলসি
Ο ঘ) 
জামদানি শাড়ি

  সঠিক উত্তর: (খ)

৪৬.
স্বদেশি আন্দোলনের সাক্ষর বহনকারী লোকশিল্প কোনটি?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
জামদানি
Ο গ) 
খাদি
Ο ঘ) 
হাসিয়া

  সঠিক উত্তর: (গ)

৪৭.
একজন খ্যাতিমান শিল্পি হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেন-
Ο ক) 
কামরুল হাসান
Ο খ) 
বিপ্রদাশ বড়ুয়া
Ο গ) 
হুমায়ুন আজাদ
Ο ঘ) 
শামসনুজ্জামান খান

  সঠিক উত্তর: (ক)

৪৮.
মসলিন শিল্প ঢাকার কোথঅয় গড়ে উঠেছিল?
Ο ক) 
ডেমরা
Ο খ) 
শাহবাগে
Ο গ) 
সাভারে
Ο ঘ) 
যাত্রাবাড়িতে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
জামদানি শাড়ি আজকাল কীসের বস্তুতে পরিণত হয়েছে?
Ο ক) 
দুর্লভ
Ο খ) 
গর্বের
Ο গ) 
কদরের
Ο ঘ) 
তুচ্ছ

  সঠিক উত্তর: (খ)

৫০.
হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুটকে বলা হয়-
Ο ক) 
টুপি
Ο খ) 
পাগড়ি
Ο গ) 
টোপর
Ο ঘ) 
চূড়

  সঠিক উত্তর: (গ)

৫১.
কোন জিনিসের কাজ বাংলাদেশের বহুযুগের ঐতিহ্য
Ο ক) 
হস্তশিল্পের
Ο খ) 
মাটির ও বেতের
Ο গ) 
বেত ও বাঁশের
Ο ঘ) 
পোড়ামাটির

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
প্রতীকধর্মী টেপা পুতুলগুলো কিসের তৈরি?
Ο ক) 
কাঠের
Ο খ) 
কাঁসার
Ο গ) 
মাটির
Ο ঘ) 
সিমেন্টের

  সঠিক উত্তর: (গ)

৫৩.
পোড়ামাটির তৈজসপত্র প্রস্তুতকারকদের পল্লিক কী বলা হয়?
Ο ক) 
জোলা পাড়া
Ο খ) 
কামার পাড়া
Ο গ) 
পালপাড়া ও কুমোরপাড়া
Ο ঘ) 
কৈবর্ত পাড়া

  সঠিক উত্তর: (গ)

৫৪.
বিশেষভাব রক্ষা করাকে বলা হয়-
Ο ক) 
সযত্ন
Ο খ) 
সুরক্ষা
Ο গ) 
সংরক্ষণ
Ο ঘ) 
রক্ষণাবেক্ষণ

  সঠিক উত্তর: (গ)

৫৫.
মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে?
Ο ক) 
কুমিল্লা
Ο খ) 
সিলেট
Ο গ) 
পাবর্ত্য চট্টগ্রাম
Ο ঘ) 
নারায়ণগঞ্জ

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
কোন গ্রামীণ লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়?
Ο ক) 
মসলিন
Ο খ) 
জামদানি
Ο গ) 
নকশিকাঁথা
Ο ঘ) 
খাদি কাপড়

  সঠিক উত্তর: (গ)

৫৭.
‘জীবনকথা’ অর্থ হলো-
Ο ক) 
জীবনের কাহিনী
Ο খ) 
অতীতকে গাঁথা
Ο গ) 
জীবনকে গাঁথা
Ο ঘ) 
অতীতের কথা

  সঠিক উত্তর: (ক)

৫৮.
মূল্য দিয়ে যা বিচার করা যায় না-
Ο ক) 
মূল্যবান
Ο খ) 
অমূল্য
Ο গ) 
মূল্যহীন
Ο ঘ) 
দুর্মূল্য

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?
Ο ক) 
লোহা
Ο খ) 
ঢেউটিন
Ο গ) 
কাঠ
Ο ঘ) 
বাঁশ

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
খাদি কাপড়ের সাথে জড়িত-
i. স্বদেশী আন্দোলন
ii. সিপাহি বিদ্রোহ
iii. ফরায়েজি আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
নকশিকাঁথার বৈশিষ্ট্য-
i. সূক্ষ্ম সেলাই
ii. রং-বেরঙের নকশা
iii. তুলা দিয়ে সুতা কাটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
কোন লোকশিল্পে শিল্পীেমনের অভাবনীয় পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
মাটির টেপা পুতুল
Ο গ) 
জামদানি শাড়ি
Ο ঘ) 
শীতলপাটি

  সঠিক উত্তর: (খ)

৬৩.
মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?
Ο ক) 
নকশিকাঁথা
Ο খ) 
জামদানি শাড়ি
Ο গ) 
টেপাপুতুল
Ο ঘ) 
শীতল পাটি

  সঠিক উত্তর: (খ)

৬৪.
কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্যে উপযোগী?
Ο ক) 
বুড়িগঙ্গা
Ο খ) 
শীতলক্ষ্যা
Ο গ) 
গোমতী
Ο ঘ) 
মেঘনা

  সঠিক উত্তর: (খ)

৬৫.
প্রতীকধর্মী পুতুল তৈরি করতে প্রয়োজন-
i. তীক্ষ্ণ চিন্তাশক্তি
ii. প্রখর বাস্তবতাবোধ
iii. তীক্ষ্ণ শক্তি, কারিগরি দক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
খাদি কাপড়ের বৈশিষ্ট্য-
i. এর সবটাই হাতে প্রস্তুত
ii. এর কিছুটা হাতে প্রস্তুত
iii. হাত ও মেশিনের অপূর্ব সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৭.
শীতলপাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
Ο ক) 
গাজীপুর
Ο খ) 
খুলনা
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
বরিশাল

  সঠিক উত্তর: (গ)

৬৮.
মণিপুরি মেয়েরা সিলেটের কোন অঞ্চলের অধিবাসী?
Ο ক) 
মাছিমপুর
Ο খ) 
জয়ন্তপুর
Ο গ) 
দিরাই
Ο ঘ) 
শাল্লা

  সঠিক উত্তর: (ক)

৬৯.
কোন লোকশিল্প এককালে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল?
Ο ক) 
জামদানি
Ο খ) 
ঢাকাই মসলিন
Ο গ) 
নকশিকাঁথা
Ο ঘ) 
টেপা পুতুল

  সঠিক উত্তর: (খ)

৭০.
মসলিন কী?
Ο ক) 
এক প্রকার খাবার
Ο খ) 
এক প্রকার কাপড়
Ο গ) 
এক প্রকার আসবাব
Ο ঘ) 
এক প্রকার পানীয়

  সঠিক উত্তর: (খ)

৭১.
কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
Ο ক) 
নোওয়অপাড়া
Ο খ) 
নওয়াপাড়া
Ο গ) 
নবাবপাড়া
Ο ঘ) 
নওদাপাড়া

  সঠিক উত্তর: (খ)

৭২.
মসলিন কী দিয়ে বোনা হতো?
Ο ক) 
সূক্ষ্ম পশমি আঁশ
Ο খ) 
সূক্ষ্ম রেশম সুতা
Ο গ) 
সূক্ষ্ম পাটের আঁশ
Ο ঘ) 
সূক্ষ্ম সুতা

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
এককালে গ্রামদেশে কোন ধাতুর বাসনপত্রের ব্যবহার অধিক প্রচলিত ছিল?
Ο ক) 
সোনা, রূপার
Ο খ) 
তামা, পিতলের
Ο গ) 
কাঁসা, পিতলের
Ο ঘ) 
লোহা, তামার

  সঠিক উত্তর: (গ)

৭৪.
এদেশে তৈরি পুতুল কিসের প্রতিনিধিত্ব করে?
Ο ক) 
জাতির ইতিহাস
Ο খ) 
জাতীয় সংস্কৃতির
Ο গ) 
দেশের ঐতিহ্য ও জীবনের
Ο ঘ) 
দেশের ঐতিহ্য

  সঠিক উত্তর: (গ)

৭৫.
কামরুল হাসানের মতে, জামদানি শাড়ি’ আমাদের কী বহন করে আসছে?
Ο ক) 
অতীত ইতিহাস
Ο খ) 
মসলিনের শিল্পধারা
Ο গ) 
অতীত শিল্প-ঐতিহ্য
Ο ঘ) 
অতীত সংস্কৃতি

  সঠিক উত্তর: (খ)

৭৬.
খাদি কাপড়ের বিশেষত্ব কী?
Ο ক) 
বাহারি রং
Ο খ) 
চিকন সুতা
Ο গ) 
দামে সাশ্রয়ী
Ο ঘ) 
হাতে প্রস্তুত

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
‘রেওয়াজ’ শব্দের অর্থ-
Ο ক) 
রীতি
Ο খ) 
নীতি
Ο গ) 
ভীতি
Ο ঘ) 
প্রীতি

  সঠিক উত্তর: (ক)

৭৮.
শতাব্দীকাল ধরে কান লোকশিল্প শীতলক্ষ্যা নদীর তীরে আছে?
Ο ক) 
মৃৎশিল্প
Ο খ) 
জামদানি তাঁতশিল্প
Ο গ) 
চিনিশিল্প
Ο ঘ) 
বাঁশ বেতশিল্প

  সঠিক উত্তর: (খ)

৭৯.
‘মাদুর’ কোন অঞ্চলের শিল্পীরা তৈরি করত?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
খুলনা
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
কুষ্টিয়া

  সঠিক উত্তর: (খ)

৮০.
হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাড়র তৈরি হয়?
Ο ক) 
মসলিন
Ο খ) 
জামদানি
Ο গ) 
খদ্দর
Ο ঘ) 
তসর

  সঠিক উত্তর: (গ)

৮১.
জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?
Ο ক) 
উচ্চ তাপমাত্রা
Ο খ) 
আর্দ্রতা
Ο গ) 
নদীর পানি
Ο ঘ) 
বৃষ্টির পানি

  সঠিক উত্তর: (খ)

৮২.
বাংলাদেশের কোন শিল্প শিল্পগুণ বিচারে লোকশিল্পের মধ্যে গণ্য?
Ο ক) 
কুটিরশিল্প
Ο খ) 
পাটশিল্প
Ο গ) 
চিনিশিল্প
Ο ঘ) 
বস্ত্রশিল্প

  সঠিক উত্তর: (ক)

৮৩.
খদ্দরের কাপড় কোন জেলায় পাওয়া যায়?
Ο ক) 
কুমিল্লায়
Ο খ) 
বরিশালে
Ο গ) 
সাজাদপুরে
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (ক)

৮৪.
‘অপ্রতুল’ অর্থ কী?
Ο ক) 
পর্যাপ্ত
Ο খ) 
যথেষ্ট নয়
Ο গ) 
অসীম
Ο ঘ) 
অনেক

  সঠিক উত্তর: (খ)

৮৫.
জামদানি শাড়ির জন্য প্রয়োজন-
Ο ক) 
নদীর পানি
Ο খ) 
বৃষ্টির পানি
Ο গ) 
উচ্চ তাপমাত্রা
Ο ঘ) 
আদ্রঁতা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
কোন জেলার কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
Ο ক) 
সিলেট
Ο খ) 
খুলনা
Ο গ) 
বরিশাল
Ο ঘ) 
নোয়াখালি

  সঠিক উত্তর: (গ)

৮৭.
এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতে কত দিন সময় লাগে?
Ο ক) 
পাঁচ মাস
Ο খ) 
ছয় মাস
Ο গ) 
আট মাস
Ο ঘ) 
নয় মাস

  সঠিক উত্তর: (খ)

৮৮.
কী সংরক্ষণে কামরুল হাসানের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল?
Ο ক) 
লোকশিল্প
Ο খ) 
পরিবেশ
Ο গ) 
গাছপালা
Ο ঘ) 
বনজসম্পদ

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কী?
Ο ক) 
বাস্তবধর্মিতা
Ο খ) 
জনপ্রিয়তা
Ο গ) 
প্রতীকধর্মিতা
Ο ঘ) 
সৃজনধর্মিতা

  সঠিক উত্তর: (গ)

৯০.
কামরুল হাসান কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
বরিশালে
Ο খ) 
পাবনায়
Ο গ) 
ঢাকায়
Ο ঘ) 
রংপুরে

  সঠিক উত্তর: (গ)

৯১.
শহরর আধুনিক সমাজে কদর আছে কোনটির?
Ο ক) 
নকশি কাঁথার
Ο খ) 
খদ্দরের
Ο গ) 
কাঁসার তৈজসপত্রের
Ο ঘ) 
মাটির বাসন কোসনের

  সঠিক উত্তর: (খ)

৯২.
শত শত গ্রাম্য কারিগর আজও বিচিত্র ধরনের কী তৈরি করে?
Ο ক) 
েউপকরণ
Ο খ) 
তৈজসপত্র
Ο গ) 
প্রসাধনী
Ο ঘ) 
প্রয়োজনীয় দ্রব্য

  সঠিক উত্তর: (খ)

৯৩.
মসলিন শাড়ি দুনিয়া জুড়ে কী তুলেছিল?
Ο ক) 
প্রবল আলোড়ন
Ο খ) 
হাহাকার
Ο গ) 
সাড়া
Ο ঘ) 
কাঁপন

  সঠিক উত্তর: (ক)

৯৪.
শীতলপাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
Ο ক) 
গাজীপুর
Ο খ) 
খুলনা
Ο গ) 
সিলেট
Ο ঘ) 
বরিশাল

  সঠিক উত্তর: (গ)

৯৫.
সিলেটের মণিপুরি মেয়েরা কোন অঞ্চলের অধিবাসী?
Ο ক) 
মাছিমপুর
Ο খ) 
জয়ন্তপুর
Ο গ) 
দিরাই
Ο ঘ) 
শাল্লা

  সঠিক উত্তর: (ক)

৯৬.
সাধারণ আকারের একটি নকশিকাঁথা তৈরি করতে কত সময় লাগত?
Ο ক) 
তিন মাস
Ο খ) 
চার মাস
Ο গ) 
ছয় মাস
Ο ঘ) 
কমপক্ষে ছয় মাস

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
স্বদেশী আন্দোলনের যুগে খাদি কাপড় ব্যবহারে আমাদের মাঝে জাগ্রত হয়েছিল কোনটি?
Ο ক) 
স্বাধিকার চেতনা
Ο খ) 
স্বজাত্যবোধ
Ο গ) 
দেশপ্রেম
Ο ঘ) 
ঐতিহ্যপ্রীতি

  সঠিক উত্তর: (গ)

৯৮.
খদ্দর কাপড় কোন জেলায় পাওযা যায়?
Ο ক) 
কুমিল্লায়
Ο খ) 
বরিশালে
Ο গ) 
সাজাদপুরে
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
আমাদের দেশে ঘর সাজাবার কাজে কাপড় দিয়ে যেসব পুতুল তৈরি হয় সেগুলেকে মূলত প্রতীকর্মী পুতুল বলা হয়। এ ধরনের পুতুল তৈরি করতে বিশেষ সৌন্দর্যবোধ এবং বিচার-বিবেচনা প্রয়োজন।
৯৯.
উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) 
তৈলচিত্রের ভূত
Ο খ) 
গাছের সঙ্গে জীবন
Ο গ) 
তারার দেশের হাতছানি
Ο ঘ) 
আমাদের লোকশিল্প

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
উদ্দীপকে বর্ণিত পুতুলগুলোকে প্রতীকধর্মী বলার কারণ-
Ο ক) 
এগুলো সম্পূর্ণ হাতে তৈরি
Ο খ) 
এগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি
Ο গ) 
এগুলোতে পশুপাখির প্রতিকৃতি থাকে
Ο ঘ) 
এগুলো বিশেষ ধরনের তাৎপর্যবাহী

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...