NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৭: গদ্য - মানুষ মুহাম্মদ (স.)



এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৭: গদ্য - মানুষ মুহাম্মদ (স.)


১.
হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যু সংবাদ হযরত ওমর (রা) কীভাবে গ্রহণ করেছিলেন?
Ο ক) 
ধারবাহিকভাবে
Ο খ) 
উত্তেজিতভাবে
Ο গ) 
কান্নায় ভেঙে পড়ে
Ο ঘ) 
স্বাভাবিকভাবে

  সঠিক উত্তর: (খ)

২.
মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি বরণীয়। কারণ তিনি -
i. সর্বগুণে গুণান্বিত
ii. ত্যাগে মহিমান্বিত
iii. কল্যাণ কামনায় স্বচ্ছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
Ο ক) 
হযরত ফাতিমা (রা)
Ο খ) 
হযরত আবুবকর (রা)
Ο গ) 
হযরত আলী (রা)
Ο ঘ) 
হযরত উমর (রা)

  সঠিক উত্তর: (খ)

৪.
“হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল” - এখানে ‘আঁধার ঘনাইয়া আসিল’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
দিন শেষ হয়ে এলো
Ο খ) 
রাতের আগমন ঘটল
Ο গ) 
শোক বিহবল হয়ে পড়ল
Ο ঘ) 
আনন্দে উদ্বেল হলো

  সঠিক উত্তর: (গ)

৫.
বহুলোক কেন জমায়েত হন?
Ο ক) 
যুদ্ধে যাবার প্রস্তুতি নিতে
Ο খ) 
রসুলুল্লাহর পীড়ার খবর শুনে
Ο গ) 
রসুলুল্রাহর নিমন্ত্রণ পেয়ে
Ο ঘ) 
রসুলুল্লাহর বক্তৃতা শুনতে

  সঠিক উত্তর: (খ)

৬.
হযরত মুহম্মদ (স) কিসের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন?
Ο ক) 
মানুষের পক্ষে যা আচরণীয়
Ο খ) 
সত্যের পথে যা অর্জিত
Ο গ) 
ইসলামের পথে যা মহান
Ο ঘ) 
ধর্মের পথে যা আচরণীয়

  সঠিক উত্তর: (ক)

৭.
‘শিথিল অঙ্গ মাটিতে লুটাইল’ - কার?
Ο ক) 
হযরত আবুবকরের
Ο খ) 
হযরত আয়েশার
Ο গ) 
হযরত ওমরের
Ο ঘ) 
হযরত ওসমানের

  সঠিক উত্তর: (গ)

৮.
‘আল-আমিন’ কথাটির অর্থ কী?
Ο ক) 
প্রতিনিধি
Ο খ) 
সত্যবাদী
Ο গ) 
শেষ পয়গম্বর
Ο ঘ) 
বিশ্বাসী

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘তিনি রাসুল কিন্তু তিনি মানুষ’ - একথা বৃদ্ধ আবুবকর কাদের বুঝিয়েছেন?
Ο ক) 
বিধর্মীগনকে
Ο খ) 
মূর্ছিত মুসলিমকে
Ο গ) 
হযরত ওমর (রা) কে
Ο ঘ) 
পৌত্তলিকগণকে

  সঠিক উত্তর: (খ)

১০.
“বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী” - হযরত মুহম্মদ (স) - এর লাবণ্যের বর্ণনা দিতে গিয়ে কে একথা বলেছিলেন?
Ο ক) 
হযরত খাদিজা
Ο খ) 
উম্মে মা’বদ
Ο গ) 
হযরত আয়েশা
Ο ঘ) 
আবু মা’বদ

  সঠিক উত্তর: (খ)

১১.
‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য’ - মহানবি (স) এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর -
i. অকপট সত্যভাষ্য
ii. নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
iii. নিজের অকিঞ্চিৎকরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
হযরত মুহম্মদ (স) - এর সহধর্মিনী হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) 
বিবি খাদিজা
Ο খ) 
রাবেয়া বসরী
Ο গ) 
বিবি সবুরা
Ο ঘ) 
বিবি তাহেরা

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘কিন্তু তিনি মানুষ’ - হযরত মুহম্মদ (স) সম্পর্কে এই কথাটি কার?
Ο ক) 
মহামতি আবুবকরের
Ο খ) 
বীরবাহু উমরের
Ο গ) 
বিয়োগবিধুরা আয়েশার
Ο ঘ) 
উম্ম মা’বদ এর

  সঠিক উত্তর: (ক)

১৪.
হযরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে?
Ο ক) 
ফাতেমা (রা)
Ο খ) 
হযরত আবুবকর (রা)
Ο গ) 
আয়েশা (রা)
Ο ঘ) 
হযরত আলী (রা)

  সঠিক উত্তর: (গ)

১৫.
ইসলামের প্রথম খলিফা হচ্ছেন -
Ο ক) 
হযরত আবুবকর
Ο খ) 
হযরত ওমর
Ο গ) 
হযরত আলী
Ο ঘ) 
হযরত ওসমান

  সঠিক উত্তর: (ক)

১৬.
ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (স) - এর সাথে হযরত আবুবকরের সম্পর্ক -
Ο ক) 
কিয়ৎ ঘনিষ্ঠতা
Ο খ) 
মোটামুটি ঘনিষ্ঠতা
Ο গ) 
সারাজীবনের বিশ্বস্ত সহচর
Ο ঘ) 
ঘনিষ্ঠহীন আত্মীয়তা

  সঠিক উত্তর: (গ)

১৭.
হযরত (স) - এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?
Ο ক) 
বক্তৃতায় বাধা পেয়ে
Ο খ) 
রাগে উত্তেজিত হয়ে
Ο গ) 
অন্ধের কথা শুনে
Ο ঘ) 
অন্যায় সহ্য করতে না পেরে

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘রুধির ধারা’ শব্দের অর্থ কী?
Ο ক) 
রক্তের ধারা
Ο খ) 
ঝরনাধারা
Ο গ) 
মরুঝড়
Ο ঘ) 
নদীর স্রোত

  সঠিক উত্তর: (ক)

১৯.
হযরত মুহম্মদ (স) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?
Ο ক) 
ক্ষমা
Ο খ) 
কল্যাণ
Ο গ) 
সাহায্য
Ο ঘ) 
করুণা

  সঠিক উত্তর: (ক)

২০.
কোন লেখকের জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ?
Ο ক) 
মীর মশাররফ হোসেন
Ο খ) 
মোহাম্মদ ওয়াজেদ আলী
Ο গ) 
এয়াকুব আলী চৌধুরী
Ο ঘ) 
মোতাহের হোসেন চৌধুরী

  সঠিক উত্তর: (খ)

২১.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) 
মরুভাস্কর
Ο খ) 
প্রলয় শিখা
Ο গ) 
মাটির পৃথিবী
Ο ঘ) 
বনি আদম

  সঠিক উত্তর: (ক)

২২.
সকলের জন্য অবধারিত হলো -
Ο ক) 
ইহলোক
Ο খ) 
পরলোক
Ο গ) 
অমরতা
Ο ঘ) 
স্বর্গবাস

  সঠিক উত্তর: (খ)

২৩.
মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) 
দৈনিক মোহাম্মদী
Ο খ) 
দৈনিক আজাদ
Ο গ) 
দৈনিক ইনকিলাব
Ο ঘ) 
দৈনিক ইত্তেফাক

  সঠিক উত্তর: (ক)

২৪.
কোনটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ নয়?
Ο ক) 
মরুভাস্কর
Ο খ) 
স্মার্ণা-নন্দিনী
Ο গ) 
পাঞ্জেরি
Ο ঘ) 
সৈয়দ আহমদ

  সঠিক উত্তর: (গ)

২৫.
মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন?
Ο ক) 
১৮৩৫ খ্রিস্টাব্দে
Ο খ) 
১৯৩৫ খ্রিস্টাব্দে
Ο গ) 
১৮৫৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) 
১৫৯৩ খ্রিস্টাব্দে

  সঠিক উত্তর: (খ)

২৬.
হযরত মুহম্মদ (স) এর রূপ, গুণ ও সততা কাকে আকর্ষণ করেছিল?
Ο ক) 
বিবি আয়েশাকে
Ο খ) 
বিবি খাদিজাকে
Ο গ) 
বিবি উম্মে হানীকে
Ο ঘ) 
হযরত ওমরকে

  সঠিক উত্তর: (খ)

২৭.
মোহাম্মদ ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৫২ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο খ) 
১৯৫৩ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο গ) 
১৯৫৪ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর
Ο ঘ) 
১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
বিধর্মীদের কাছে মুহম্মদ (স) ছিলেন -
i. স্বীকৃত, শ্রদ্ধেয়, মার্জিত
ii. স্মরণীয়, বরণীয়, পূজনীয়
iii. উপহসিত, অবহেলিত, অস্বীকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন -
Ο ক) 
৬ নভেম্বর
Ο খ) 
৮ নভেম্বর
Ο গ) 
১০ নভেম্বর
Ο ঘ) 
১২ নভেম্বর

  সঠিক উত্তর: (খ)

৩০.
মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে গ্রহণ করেন -
Ο ক) 
শিক্ষকতাকে
Ο খ) 
ব্যবসায়কে
Ο গ) 
কোর্টের চাকরিকে
Ο ঘ) 
সাংবাদিকতাকে

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
“শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুশয্যার পাশে উপস্থিত ছিলেন” - কথাটির সমর্থনে নিচের কোনটি গ্রহণযোগ্য?
Ο ক) 
হযরম ওমর (রা)
Ο খ) 
হযরত আবুবকর (রা)
Ο গ) 
হযরত ওসমান (রা)
Ο ঘ) 
হযরত বেলাল (রা)

  সঠিক উত্তর: (খ)

৩২.
‘স্থিতধী’ অর্থ কী?
Ο ক) 
স্থির বুদ্ধিসম্পন্ন
Ο খ) 
এক জায়গায় স্থির থাকা
Ο গ) 
শুভ বুদ্ধিসম্পন্ন
Ο ঘ) 
এক জায়গায় স্থির না থাকা

  সঠিক উত্তর: (ক)

৩৩.
বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবি (স) এর -
i. সাধনা
ii. ত্যাগ
iii. কল্যাণচিন্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
“আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।” এ উক্তি প্রমাণ করে হযরত ছিলেন -
i. নিরহংকারী মানুষ
ii. আপনাকে তুচ্ছভাবাপন্ন ব্যক্তি
iii. মানুষের মন জয়ে পটু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫.
বিবি আয়েশার বুকে শোকের মাতম উঠল কেন?
Ο ক) 
ছেলের মৃত্যুতে
Ο খ) 
বোনের মৃত্যুতে
Ο গ) 
স্বামীর মৃত্যুতে
Ο ঘ) 
বাবার মৃত্যুতে

  সঠিক উত্তর: (গ)

৩৬.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
Ο ক) 
মহানবির ধর্ম প্রচার
Ο খ) 
মহানবির মানবীয় গুণাবলি
Ο গ) 
মহানবির পারিবারিক জীবন
Ο ঘ) 
মহানবির ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

৩৭.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে লেখক হযরত মুহম্মদ (স) - এর রূপলাবণ্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
Ο ক) 
সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ
Ο খ) 
বেঁটে প্রকৃতির
Ο গ) 
খুব লম্বা
Ο ঘ) 
খুব স্বাস্থ্যবান

  সঠিক উত্তর: (ক)

৩৮.
আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
Ο ক) 
পৌত্তলিকদের জন্য
Ο খ) 
মুনাফিকদের জন্য
Ο গ) 
ইহুদিদের জন্য
Ο ঘ) 
নাসারাদের জন্য

  সঠিক উত্তর: (ক)

৩৯.
ছাগীদুগ্ধ দিয়ে কে হযরত মুহম্মদ (স) - এর তৃষ্ণা দূর করেন?
Ο ক) 
খাদিজা
Ο খ) 
আয়েশা
Ο গ) 
উম্মে মা’বদ
Ο ঘ) 
আবু মা’বদ

  সঠিক উত্তর: (গ)

৪০.
‘অহর্নিশি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দিনরাত্রি
Ο খ) 
নিশীথ রাত
Ο গ) 
অন্ধকার
Ο ঘ) 
সন্ধিক্ষণ

  সঠিক উত্তর: (ক)

৪১.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে ব্যবহৃত ‘ধনসম্পদ’ শব্দটির গঠন প্রক্রিযা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
দ্বিগু সমাস
Ο খ) 
দ্বন্ধ সমাস
Ο গ) 
তৎপুরুষ সমাস
Ο ঘ) 
বহুব্রীহি সমাস

  সঠিক উত্তর: (খ)

৪২.
‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’ এ উক্তিতে ফুটে উঠেছে -
i. উদারতা
ii. মহানুভবতা
iii. সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
মহানবি (স) পাপীদের ভালোবাসতেন, কারণ তারা -
Ο ক) 
অজ্ঞ
Ο খ) 
সরল
Ο গ) 
অনুতপ্ত
Ο ঘ) 
বিপন্ন

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘এমন সময় একটি লোক তাঁহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল’ - ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত লোকটি কার ভয়ে কাঁপতেছিল?
Ο ক) 
হযরত আবুবকর (রা)
Ο খ) 
হযরত ওমর (রা)
Ο গ) 
হযরত ওসমান (রা)
Ο ঘ) 
হযরত আলী (রা)

  সঠিক উত্তর: (গ)

৪৫.
মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
Ο ক) 
বিষাদসিন্ধু
Ο খ) 
বিষের বাঁশি
Ο গ) 
স্মার্ণানন্দিনী
Ο ঘ) 
মেঘমল্লার

  সঠিক উত্তর: (গ)

৪৬.
কী বেশে মহানবি (স) মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন?
Ο ক) 
নিঃস্ব কাঙালের বেশে
Ο খ) 
নিতান্ত সাধারণ বেশে
Ο গ) 
সুভ্র সন্তের বেশে
Ο ঘ) 
অভিজাত নাগরিক বেশে

  সঠিক উত্তর: (ক)

৪৭.
সহজ-সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য?
Ο ক) 
মীর মশাররফ হোসেন
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
আবু ইসহাক
Ο ঘ) 
মোহাম্মদ ওয়াজেদ আলী

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
যারা আল্লাহর উপাসক তাদের কী জানা উচিত?
Ο ক) 
রাসুলুল্লাহ অমর
Ο খ) 
রাসুলুল্লাহ প্রথম নবি
Ο গ) 
আল্লাহ অমর
Ο ঘ) 
রাসুলুল্লাহ প্রকৃত যোদ্ধা

  সঠিক উত্তর: (গ)

৪৯.
সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র হয়ে উঠেছিল -
Ο ক) 
সুন্দর
Ο খ) 
আদর্শ
Ο গ) 
কোমল
Ο ঘ) 
মধুময়

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিল -
Ο ক) 
গৌরবের
Ο খ) 
অনুপ্রেরণার
Ο গ) 
আশীর্বাদের
Ο ঘ) 
অপমানের

  সঠিক উত্তর: (ক)

৫১.
মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন জেলায়?
Ο ক) 
খুলনা
Ο খ) 
কুষ্টিয়া
Ο গ) 
বাগেরহাট
Ο ঘ) 
সাতক্ষীরা

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
মহানবি জন্মগ্রহণ করেন -
Ο ক) 
মক্কায়
Ο খ) 
মদিনায়
Ο গ) 
তায়েফে
Ο ঘ) 
জেদ্দায়

  সঠিক উত্তর: (ক)

৫৩.
বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করে কে মহানবি (স) - কে থামিয়েছিল?
Ο ক) 
জনৈক বেদুইন
Ο খ) 
জনৈক পথচারী
Ο গ) 
জনৈক অন্ধ
Ο ঘ) 
জনৈক মরুচারী

  সঠিক উত্তর: (গ)

৫৪.
ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?
Ο ক) 
হযরত আবুবকর (রা)
Ο খ) 
হযরত ওমর (রা)
Ο গ) 
হযরত ওসমান (রা)
Ο ঘ) 
হযরত আলী (রা)

  সঠিক উত্তর: (ক)

৫৫.
“সত্যের নিবিড় সাধনায় তাঁহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল” - এখানে ‘মধুময়’ অর্থে কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) 
মধুর মতো মিষ্টি
Ο খ) 
আকর্ষণীয় ও অনন্য
Ο গ) 
অত্যন্ত সাধারণ
Ο ঘ) 
বজ্রকঠিন

  সঠিক উত্তর: (খ)

৫৬.
মহানবি অত্যাচারীকে ভালোবাসতেন, কারণ তারা -
i. মানুষ
ii. অজ্ঞ
iii. মুসলমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৭.
‘জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন।’ হযরত মুহম্মদ (স) সম্পর্কে এ উক্তির সমর্থনে বলা যায় -
i. তিনি মাতাকে হারিয়েছিলেন
ii. তিনি পিতাকে হারিয়েছিলেন
iii. তিনি চাচাকে হারিয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
হযরত ওমর মহানবিকে হত্যার সংকল্প নিয়ে যাওয়ার সময় কার কন্ঠে কোরআনের বাণী শুনেছিলেন?
Ο ক) 
স্ত্রীর
Ο খ) 
ভগ্নির
Ο গ) 
ভাগ্নির
Ο ঘ) 
মায়ের

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে লেখক মূলবক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
Ο ক) 
মহানবির মানবীয় গুণাবলি
Ο খ) 
প্রবন্ধের আঙ্গিক গঠন
Ο গ) 
মহানবির চরিত্র আলোচনা
Ο ঘ) 
মহানবির ইসলাম প্রচার

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘ছাগীদুগ্ধ’ কোন সমাসের উদাহরণ?
Ο ক) 
৩য়া তৎপুরুষ
Ο খ) 
৪র্থ তৎপুরুষ
Ο গ) 
৫মী তৎপুরুষ
Ο ঘ) 
৬ষ্ঠী তৎপুরুষ

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
হযরত মুহম্মদ (স) মানুষের মন আকর্ষণ করেছিলেন কীসের দ্বারা?
Ο ক) 
সৌন্দর্যের দ্বারা
Ο খ) 
মানবীয় গুণাবলি দ্বারা
Ο গ) 
বাগ্মিতার দ্বারা
Ο ঘ) 
আতিথেয়তার দ্বারা

  সঠিক উত্তর: (খ)

৬২.
সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ ৯ষ) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন?
Ο ক) 
ইহুদিদের
Ο খ) 
খয়বরবাসীদের
Ο গ) 
পৌত্তলিকদের
Ο ঘ) 
হুদায়বিয়াবাসীদের

  সঠিক উত্তর: (খ)

৬৩.
হযরত আয়েশা (রা) কী রকম রমণী ছিলেন?
Ο ক) 
অকুতোভয়
Ο খ) 
স্থিবধী
Ο গ) 
সত্যান্বেষী
Ο ঘ) 
বিদুষী

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
হযরত মুহম্মদ (স) কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলার কারণ, তাঁর -
Ο ক) 
ন্যায়বিচার
Ο খ) 
সুশাসন
Ο গ) 
সাহসিকতা
Ο ঘ) 
মানবীয় গুণাবলি

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
‘মসীময়’ শব্দের অর্থ কী?
Ο ক) 
কালিমাখা
Ο খ) 
কর্দমাক্ত
Ο গ) 
ধুলোমাখা
Ο ঘ) 
অমীমাংসিত

  সঠিক উত্তর: (ক)

৬৬.
মোহাম্মদ ওয়াজেদ আলীর ছিল -
i. পরিচ্ছন্ন চিন্তা
ii. প্রতিবাদী মানসিকতা
iii. যুক্তিবাদী মন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
রসুলুল্লাহর পীড়ার খবর শুনে বহুলোক জমায়েত হওয়ার কারণ কী?
Ο ক) 
রসুলুল্লাহ (স)-এর প্রতি অকুন্ঠ ভালোবাসা
Ο খ) 
যুদ্ধে যাওয়ার প্রস্তুতি
Ο গ) 
মুসলমান হওয়ার নিমিত্তে
Ο ঘ) 
রসুলুল্রাহ (স)-এর নিমন্ত্রণ পেয়ে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী কোনটি?
Ο ক) 
মক্কা
Ο খ) 
মদিনা
Ο গ) 
জেদ্দা
Ο ঘ) 
রিয়াদ

  সঠিক উত্তর: (খ)

৬৯.
মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন?
Ο ক) 
আবু হানিফা
Ο খ) 
আবু মা’বদ
Ο গ) 
আবু না’দ
Ο ঘ) 
আবু শা’মাদ

  সঠিক উত্তর: (খ)

৭০.
মহানবির মানবপ্রেম প্রকাশ পায় -
i. মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য
ii. পৌত্তলিকদের ক্ষমা করে দেওয়ার জন্য
iii. হুদায়বিয়ার সন্ধি মেনে নেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭১.
‘মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন’ - কে?
Ο ক) 
হযরত মুহম্মদ (স)
Ο খ) 
হযরত আবুবকর (রা)
Ο গ) 
হযরত ওমর (রা)
Ο ঘ) 
হযরত ওসমান (রা)

  সঠিক উত্তর: (ক)

৭২.
হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগে -
i. মুসলমানদের ঘাড়ে অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়
ii. মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়
iii. যুদ্ধ বন্ধের কৌশল চাপিয়ে দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘মরুভাস্কর’ গ্রন্থের লেখক কে?
Ο ক) 
কায়কোবাদ
Ο খ) 
প্রমথ চৌধুরী
Ο গ) 
মোহাম্মদ ওয়াজেদ আলী
Ο ঘ) 
মোতাহের হোসেন চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

৭৪.
‘তায়েফ’ সৌদি আরবের কোনদিকে অবস্থিত উর্বর প্রদেশ ভূমি?
Ο ক) 
পূর্ব
Ο খ) 
পশ্চিম
Ο গ) 
উত্তর
Ο ঘ) 
দক্ষিণ

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’ এ উক্তিতে হযরত মুহাম্মদ (স) - এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
সহনশীলতা
Ο খ) 
উদারতা
Ο গ) 
মহানুভবতা
Ο ঘ) 
বিচক্ষণতা

  সঠিক উত্তর: (গ)

৭৬.
“দেশের রাজা, মানুষের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কন্টক মুকুট মাথায় পরিলেন।” - কে কন্টক মুকুট পরিলেন?
Ο ক) 
হযরত আবুবকর (রা)
Ο খ) 
হযরত ওমর (রা)
Ο গ) 
হযরত মুহম্মদ (স)
Ο ঘ) 
হযরত ওসমান (রা)

  সঠিক উত্তর: (গ)

৭৭.
সত্যের ক্ষেত্রে হযরত (স) ছিলেন -
i. মেঘের মতো চলিষ্ণু
ii. আকাশের মতো উদার
iii. বজ্রকঠিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৮.
‘আমি রাজা নই, সম্রাট নই। আমি এমনই এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই যাহার নিত্যকার আহার্য।’ এ বক্তব্যে হযরত মুহম্মদ (স) এর চরিত্রের ফুটে ওঠা দিকটি হলো -
i. নিরহংকার
ii. বিচক্ষণতা
iii. সত্যনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
পরতে পরতে কথাটির অর্থ কী?
Ο ক) 
বিক্ষিপ্তভাবে
Ο খ) 
স্তরে স্তরে
Ο গ) 
পরিপূর্ণভাবে
Ο ঘ) 
দূরে দূরে

  সঠিক উত্তর: (খ)

৮০.
কখন থেকে মক্কাবাসীরা হযরত মুহম্মদ (স) - এর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিল?
Ο ক) 
ইসলাম গ্রহণের পর
Ο খ) 
নবিত্ব লাভের পর
Ο গ) 
মক্কা গমনের পর
Ο ঘ) 
মক্কা জয়ের পর

  সঠিক উত্তর: (খ)

৮১.
মহানবি (স) - এর পূর্বে কোন রাসুল মারা গিয়াছেন?
Ο ক) 
কোনো রাসুলই না
Ο খ) 
হযরত ঈসা (আ)
Ο গ) 
হযরত ইব্রাহিম (আ)
Ο ঘ) 
সকল রাসুল

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র কেমন হয়ে উঠেছিল?
Ο ক) 
সুকোমল
Ο খ) 
আকর্ষণীয়
Ο গ) 
সুন্দর
Ο ঘ) 
মধুময়

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
‘মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল।’ কারণ -
i. হযরত মক্কায় চলে গিয়াছেন
ii. হযরত মৃত্যুবরণ করেছেন
iii. হযরত আহত হয়েছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
খয়বরের যুদ্ধে হযরত মুহম্মদ (স) সম্বন্ধে কোন মিথ্যা সংবাদ প্রচার করা হয়?
Ο ক) 
হযরতের মৃত্যুর
Ο খ) 
মক্কা বিজয়ের
Ο গ) 
যুদ্ধে পরাজয়ের
Ο ঘ) 
বহু মুসলিম হতাহতের

  সঠিক উত্তর: (গ)

৮৫.
মহানবী দুর্বল লোকদের কী করতেন?
Ο ক) 
ঘৃণা করতেন
Ο খ) 
পরীক্ষা নিতেন
Ο গ) 
আদর করতেন
Ο ঘ) 
শাস্তি দিতেন

  সঠিক উত্তর: (গ)

৮৬.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে সাফা পর্বতের উল্লেখ করা হযেছে কোন প্রসঙ্গে?
Ο ক) 
এই পর্বতে রাসুল (স) আত্মগোপন করেছিলেন
Ο খ) 
এই পর্বতে বিবি হাজেরা পানির সন্ধানে এসেছিলেন
Ο গ) 
এই পর্বতের গুহায় মুহম্মদ (স) নবুয়ত প্রাপ্ত হন
Ο ঘ) 
এই পর্বতের পাশে বসে হযরত দীক্ষা দান করেছিলেন

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
বৈরীর অত্যাচারে জর্জরিত হয়েও মহানবির অন্তর থেকে নিঃসৃত হয়েছিল -
i. দোয়ার অমৃতধারা
ii. ক্ষমার অমিয় বাণী
iii. ক্রোধের অনল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৮.
‘মানুষ মুহাম্মদ (স)’ প্রবন্ধে ব্যবহৃত ‘প্রচারিত’ শব্দটির গঠন হিসেবে নিচের কোন নিয়মটি সমর্থনযোগ্য?
Ο ক) 
সন্ধির সাহায্যে গঠিত শব্দ
Ο খ) 
উপসর্গযোগে গঠিত শব্দ
Ο গ) 
প্রত্যয়যোগে গঠিতক শব্দ
Ο ঘ) 
সমাজের সাহায্যে গঠিত শব্দ

  সঠিক উত্তর: (গ)

৮৯.
‘সাফা-মারওয়া’ পাহাড়�‍দুটি কোথায় অবস্থিত?
Ο ক) 
তায়েফে
Ο খ) 
কাবার নিকটে
Ο গ) 
মক্কার নিকটে
Ο ঘ) 
মদিনাতে

  সঠিক উত্তর: (খ)

৯০.
কার দিকে সকলে মহাযাত্রা করবে?
Ο ক) 
আল্লাহর
Ο খ) 
রাসুলের
Ο গ) 
আবুবকরের
Ο ঘ) 
পরকালের

  সঠিক উত্তর: (ক)

৯১.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে হযরতের কোন গুণাবলি বিশ্লেষণ করা হয়েছে?
Ο ক) 
ইসলামের শিক্ষা আলোচনা করা
Ο খ) 
মহানবির গুণাবলি আলোচনা
Ο গ) 
মহানবির অলৌকিক বৈশিষ্ট্যের আলোচনা
Ο ঘ) 
মানুষ হিসেবে মহানবির বৈশিষ্ট্য আলোচনা

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
কারা হযরতের নবিত্বের শুরুতেই তাঁর ওপর নির্মম অমানুষিক অত্যাচার চালিয়েছিল?
Ο ক) 
আপনজনেরা
Ο খ) 
মক্কাবাসীরা
Ο গ) 
তায়েফবাসীরা
Ο ঘ) 
মদিনাবাসীরা

  সঠিক উত্তর: (খ)

৯৩.
‘মৃত্যুর আবছায়া তাঁহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাঁহার বিন্দুমাত্র অভিযোগ নাই’ - তাঁর অভিযোগ না থাকার কারণ কী?
Ο ক) 
দায়িত্বপ্রাপ্তি
Ο খ) 
অনুরুদ্ধ হওয়া
Ο গ) 
মহামানব ছিলেন
Ο ঘ) 
মানুষকে ভালোবাসা

  সঠিক উত্তর: (ক)

৯৪.
‘অরাতি’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
শত্রু
Ο খ) 
সাহস
Ο গ) 
উপাসনা
Ο ঘ) 
ভর্ৎসনা

  সঠিক উত্তর: (ক)

৯৫.
সাধারণ শুষ্ক মাংস কার নিত্যদিনের আহার্য ছিল?
Ο ক) 
হযরত মুহম্মদ (স) এর
Ο খ) 
হযরত মুহম্মদ (স) এর পিতার
Ο গ) 
হযরত মুহম্মদ (স) এর মাতার
Ο ঘ) 
বিবি আয়েশার

  সঠিক উত্তর: (গ)

৯৬.
কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল?
Ο ক) 
বীরবাহু ওমর (রা)
Ο খ) 
হযরত মুহাম্মদ (স)
Ο গ) 
হযরত আবু বকর (রা)
Ο ঘ) 
হযরত উসমান (রা)

  সঠিক উত্তর: (ক)

৯৭.
‘আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র।’ হযরতের এই উক্তিটি স্মরণ হলো কার?
Ο ক) 
আবুবকরের
Ο খ) 
হযরত ওমরের
Ο গ) 
হযরত আলীর
Ο ঘ) 
হযরত ওসমানের

  সঠিক উত্তর: (খ)

৯৮.
মানুষ হিসেবে মুহম্মদ (স) - এর যেটি তাঁর মহিমা গৌরবকে মুহূর্তের জন্যেও ছাপিয়ে উঠতে পারেনি -
i. তুচ্ছতাবোধ
ii. মর্যাদাহানীর আশঙ্কা
iii. ক্ষুদ্রতর অনুভূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
‘রাহী’ অর্থ কী?
Ο ক) 
সাথি
Ο খ) 
মুসাফির
Ο গ) 
প্রথপ্রদর্শক
Ο ঘ) 
বন্ধু

  সঠিক উত্তর: (খ)

১০০.
রাহী-পথিকের সেবা করাই যাদের ব্রত তাদের পরিচয় প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
Ο ক) 
এক সাদামাটা দম্পতি
Ο খ) 
এক পরহিতব্রতী দম্পতি
Ο গ) 
এক অচেনা দম্পতি
Ο ঘ) 
এক বহিরাগত দম্পতি

  সঠিক উত্তর: (খ)

১০১.
মোহাম্মদ ওয়াজেদ আলী কর্মরত ছিলেন -
i. মাসিক মোহাম্মদী পত্রিকায়
ii. দৈনিক মোহাম্মদী পত্রিকায়
iii. সাপ্তাহিক খাদেম পত্রিকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
‘ইসলামের বাহক ও সত্যের প্রচারক, ফুটে উঠেছে নিচের কোন নামটির মাধ্যমে?
Ο ক) 
হযরত মুহম্মদ (স)
Ο খ) 
হযরত আবুবকর (রা)
Ο গ) 
বিবি খাদিজা
Ο ঘ) 
হযরত ওমর (রা)

  সঠিক উত্তর: (ক)

১০৩.
‘হযরতের সচেনত চিত্তে মুহূর্তের জন্যেও স্থান লাভ করে নাই’ - কোনটি?
Ο ক) 
অর্থচিন্তা
Ο খ) 
নিদারুণ মনকষ্ট
Ο গ) 
বংশ গৌরব
Ο ঘ) 
প্রেম ও করুণা

  সঠিক উত্তর: (গ)

১০৪.
বিবি খাদিজার অন্যতম পরিচয় -
Ο ক) 
তিনি মক্কাতে জন্ম নেন
Ο খ) 
তিনি প্রথম মুসলমান নারী
Ο গ) 
তিনি অনেক ধনের মালিক ছিলেন
Ο ঘ) 
তিনি দেখতে সুশ্রী ছিলেন

  সঠিক উত্তর: (খ)

১০৫.
‘পাপীকে নয়, পাপকে ঘৃণা কর।’ এ উক্তির প্রতিফলনস্বরূপ মহানবি (স) পাপীদের -
Ο ক) 
ভালোবাসতেন
Ο খ) 
এড়িয়ে চলতেন
Ο গ) 
হেদায়াত দিতেন
Ο ঘ) 
অভিশাপ দিতেন

  সঠিক উত্তর: (ক)

১০৬.
‘রুবিরাক্ত’ অর্থ কী?
Ο ক) 
রঞ্জিত
Ο খ) 
অভিভূত
Ο গ) 
রক্তাক্ত
Ο ঘ) 
অত্যাচারী

  সঠিক উত্তর: (গ)

১০৭.
‘বড় সুদর্শন পুরুষ’ কে ছিলেন?
Ο ক) 
হযরত আবুবকর
Ο খ) 
হযরত ওমর
Ο গ) 
হযরত মুহম্মদ (স)
Ο ঘ) 
হযরত আলী

  সঠিক উত্তর: (গ)

১০৮.
হযরতের মৃত্যু সংবাদ কে জনসম্মুখে প্রকাশ করলেন?
Ο ক) 
হযরত উমর (রা)
Ο খ) 
হযরত উসমান (রা)
Ο গ) 
হযরত আলী (রা)
Ο ঘ) 
হযরত আবুবকর (রা)

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
‘লোষ্ট্রাঘাত’ শব্দটির সঠিক অর্থ কী?
Ο ক) 
স্বার্থত্যাগ
Ο খ) 
লাঠির আঘাত
Ο গ) 
দেহ ত্যাগ
Ο ঘ) 
ঢিলের আঘাত

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
হযরত মুহম্মদ (স) - এর মৃত্যুর সংবাদ প্রচারিত হলে মদিনায় আঁধার ঘনিয়ে এল কেন?
Ο ক) 
কুরাইশদের পুনঃ আক্রমণ আশঙ্কায়
Ο খ) 
জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনায়
Ο গ) 
উপযুক্ত নেতার অভাবে
Ο ঘ) 
রোমকদের মদীনা অভিযানের ভয়ে

  সঠিক উত্তর: (গ)

১১১.
মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি?
Ο ক) 
হাসেমী
Ο খ) 
কুরাইশ
Ο গ) 
উমাইয়া
Ο ঘ) 
আব্বাসীয়

  সঠিক উত্তর: (খ)

১১২.
‘না, না, তাহা কখনই সম্ভব নয়।’ - মুহম্মদ (স) এর পক্ষে কোনটি সম্ভব ছিল না?
Ο ক) 
শত্রুদের প্রতিরোধ করা
Ο খ) 
শত্রুদের অভিসম্পাত করা
Ο গ) 
শত্রুদের সাথে সন্ধি করা
Ο ঘ) 
শত্রুদের সাথে বন্ধুত্ব করা

  সঠিক উত্তর: (খ)

১১৩.
হযরত মুহম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেলেন যে কারণে -
i. নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল বলে
ii. কোরাইশরা সহজে সত্যকে গ্রহণ করছে না বলে
iii. কোরাইশদের হাতে প্রাণ হারানোর ভয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৪.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটির লেখকের নাম কী?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
মোহাম্মদ ওয়াজেদ আলী
Ο গ) 
মুনীর চৌধুরী
Ο ঘ) 
সিকান্দার আবু জাফর

  সঠিক উত্তর: (খ)

১১৫.
‘হিজরত’ এর শাব্দিক অর্থ কী?
Ο ক) 
ভ্রমণ
Ο খ) 
পরিত্যাগ
Ο গ) 
গমন
Ο ঘ) 
যাত্রা

  সঠিক উত্তর: (খ)

১১৬.
“তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না।” অংশটুকু কোন গল্প বা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে?
Ο ক) 
মহেশ
Ο খ) 
মানুষ মুহম্মদ (স)
Ο গ) 
দুজন বীরশ্রেষ্ঠ
Ο ঘ) 
অপূর্ব ক্ষমা

  সঠিক উত্তর: (খ)

১১৭.
মোহাম্মদ ওয়াজেদ আলী বি.এস অধ্যয়ন করেন কোন কলেজে?
Ο ক) 
প্রেসিডেন্সি কলেজে
Ο খ) 
কারমাইকেল কলেজে
Ο গ) 
হিন্দু কলেজে
Ο ঘ) 
বঙ্গবাণী কলেজে

  সঠিক উত্তর: (ঘ)

১১৮.
“তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।” - উক্তিটি কার?
Ο ক) 
হযরত মুহম্মদ (স) এর
Ο খ) 
হযরত আবুবকর (রা)এর
Ο গ) 
হযরত ওমর (রা) এর
Ο ঘ) 
হযরত ওসমান (রা) এর

  সঠিক উত্তর: (ক)

১১৯.
“তিনি রসুল কিন্তু তিনি মানুষ, আমাদেরই মত দুঃখ-বেদনা, জীবন-মৃত্যুর অধীন রক্ত-মাংসে গঠিত মানুষ” - এ কথা কে, কাকে বুঝিয়ে দিলেন?
Ο ক) 
আবুবকর (রা) ওমর (রা) কে
Ο খ) 
ওমর (রা) আবুবকর (রা) কে
Ο গ) 
ওমর (রা) মূর্ছিত মুসলমানকে
Ο ঘ) 
আবুবকর (রা) মুর্ছিত মুসলিকে

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
বি.এস ক্লাসের ছাত্র থাকাকালীন মোহাম্মদ ওয়াজেদ আলী কিসে যোগ দেন?
Ο ক) 
সাংবাদিকতায়
Ο খ) 
কেরানির চাকরিতে
Ο গ) 
অসহযোগ আন্দোলনে
Ο ঘ) 
রাজনৈতিক দলে

  সঠিক উত্তর: (গ)

১২১.
‘দিগ্বলয়’ শব্দের অর্থ কী?
Ο ক) 
দিকের সমাহার
Ο খ) 
দিকের শুরু
Ο গ) 
দিকের মধ্যে
Ο ঘ) 
দিগন্ত

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’ - এ তিনি কে?
Ο ক) 
হযরত হাসান (রা)
Ο খ) 
হযরত হোসেন (রা)
Ο গ) 
হযরত মুহম্মদ (স)
Ο ঘ) 
হযরত ওমর (রা)

  সঠিক উত্তর: (গ)

১২৩.
মোহাম্মদ ওয়াজেদ আলী কলকাতা বঙ্গবাসী কলেজে পড়ার সময় কোন আন্দোলনে যোগ দেন?
Ο ক) 
অসহযোগ আন্দোলন
Ο খ) 
ফরায়েজি আন্দোলন
Ο গ) 
ভাষা আন্দোলন
Ο ঘ) 
তেভাগা আন্দোলন

  সঠিক উত্তর: (ক)

১২৪.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে মক্কা থেকে মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ (স)-এর তৃষ্ণা দূর করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে কোন বিষয়টির মাধ্যমে?
Ο ক) 
ঠান্ডা পানি
Ο খ) 
ছাগীদুগ্ধ
Ο গ) 
গাভীদুগ্ধ
Ο ঘ) 
কূপের পানি

  সঠিক উত্তর: (খ)

১২৫.
হযরত মুহম্মদ (স) - এর বাণী কোনটি?
Ο ক) 
আমি তোমাদের মতো সাধারণ নই
Ο খ) 
আমি মরণশীল নই
Ο গ) 
আমি একজন অতিমানব
Ο ঘ) 
আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্র

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
চরম অপমান, উপহাস, অবহেলিত হয়েও হযরেতের মুখ দিয়ে কী উচ্চারিত হয়নি?
Ο ক) 
ক্রোধ, ঘৃণা
Ο খ) 
অভিশাপ
Ο গ) 
প্রার্থনা
Ο ঘ) 
সত্য প্রচার

  সঠিক উত্তর: (খ)

১২৭.
যে যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনে বিধর্মীরা আনন্দে আত্মহারা হয়েছিল সে যুদ্ধের নাম প্রকাশে কোনটি সমর্থন করা যায়?
Ο ক) 
খয়বরের যুদ্ধ
Ο খ) 
বদরের যুদ্ধ
Ο গ) 
ওহোদের যুদ্ধ
Ο ঘ) 
আহযাবের যুদ্ধ

  সঠিক উত্তর: (ক)

১২৮.
মুহম্মদ (স) কখন মক্কা থেকে মদিনায় চেলে গেলেন? যখন বুঝতে পারলেন কুরাইশরা -
Ο ক) 
যুদ্ধে লিপ্ত হতে পারে
Ο খ) 
তাঁকে বিতাড়িত করতে পারে
Ο গ) 
সত্যকে গ্রহণ করবে না
Ο ঘ) 
তাঁকে হত্যা করতে পারে

  সঠিক উত্তর: (গ)

১২৯.
কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স) প্রস্তরাঘাতে আহত হন?
Ο ক) 
মক্কায়
Ο খ) 
হুদায়বিয়ায়
Ο গ) 
মদিনায়
Ο ঘ) 
তায়েফে

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
লেখক আল্লাহর সুস্পষ্ট বাণীকে ফুটিয়ে তুলেছেন কোন উক্তির মাধ্যমে?
Ο ক) 
মুহাম্মদ (স) মানবজাতির ঊর্ধ্বে
Ο খ) 
মুহাম্মদ (স) একজন রাসুল বৈ আর কিছু নন
Ο গ) 
মুহাম্মদ (স) অতি মানব
Ο ঘ) 
মুহাম্মদ (স) মহামানব

  সঠিক উত্তর: (খ)

১৩১.
ইসলাম ধর্ম প্রচারের প্রথম দিকে মুসলমানগণ কোনটিকে কিবলা হিসেবে ব্যবহার করতেন?
Ο ক) 
বায়তুল হিকমা
Ο খ) 
বায়তুল আমান
Ο গ) 
বায়তুল মুকাদ্দাস
Ο ঘ) 
বায়তুল মুকাররম

  সঠিক উত্তর: (গ)

১৩২.
‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে ব্যবহৃত নিচের কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?
Ο ক) 
প্রদীপ
Ο খ) 
গৌরব
Ο গ) 
উদ্ভাসিত
Ο ঘ) 
মনুষ্যত্ব

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
হযরত মুহম্মদ (স) - এর অন্তর ভেদ করে যে প্রার্থনার বাণী জেগেছে -
i. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর
ii. এদের জ্ঞান দিও না প্রভু, এদের ধ্বংস কর
iii. এদের শাস্তি দাও প্রভু, এর জঘন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
‘সাফা’ ও ‘মারওয়া’ কী?
Ο ক) 
দুটি যুদ্ধক্ষেত্র
Ο খ) 
দুটি ছোট পাহাড়
Ο গ) 
দুটি সন্ধিক্ষেত্র
Ο ঘ) 
দুটি সীমান্ত এলাকা

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
হযরত মুহম্মদ (স) কখন সাফা পর্বতের পাশে মানুষের দীক্ষা দিচ্ছিলেন?
Ο ক) 
নবুওত লাভের পর
Ο খ) 
মক্কা বিজয়ের পর
Ο গ) 
হিজরতের পর
Ο ঘ) 
মক্কা বিজয়ের আগে

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
“মুহাম্মদ (স) একজন রাসুল বৈ আর কিছু নন” - এ সুস্পষ্ট বাণী কার?
Ο ক) 
হযরত আবুবকর (রা)
Ο খ) 
আল্লাহ
Ο গ) 
হযরত মুসা (আ)
Ο ঘ) 
হযরত আলী (রা)

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
হযরত মুহম্মদ (স) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন?
Ο ক) 
মদিনাবাসীর আমন্ত্রণে
Ο খ) 
ধর্ম প্রচারের উদ্দেশ্যে
Ο গ) 
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
Ο ঘ) 
মক্কাবাসীর নির্যাতনে

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
‘মুসাফির’ এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) 
মিসকিন
Ο খ) 
প্রবাসী
Ο গ) 
রাহী
Ο ঘ) 
ভিক্ষুক

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
হযরত মুহম্মদ (স) এর মাজার রয়েছে-
Ο ক) 
মক্কায়
Ο খ) 
মদিনায়
Ο গ) 
তায়েফে
Ο ঘ) 
হেরা পর্বতে

  সঠিক উত্তর: (খ)

১৪০.
হযরত আবুবকর (রা) - এর উক্তি কোনটি?
Ο ক) 
মুহম্মদ একজন রসুল বৈ আর কিছু নন
Ο খ) 
যে বলিতে হযরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে
Ο গ) 
যাহারা হযরতের পূজা করিত, তাহারা জানুক তিনি মারা গিয়াছেন
Ο ঘ) 
বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী

  সঠিক উত্তর: (গ)

১৪১.
মোহাম্মদ ওয়াজেদ আলী কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৩০১
Ο খ) 
১৩০৩
Ο গ) 
১৩০৫
Ο ঘ) 
১৩০৭

  সঠিক উত্তর: (খ)

১৪২.
হযরত মুহম্মদ (স) - এর প্রতি নিষ্ঠুর ও জঘন্যতম আচরণ করেছে -
Ο ক) 
মক্কার কোরাইশগণ
Ο খ) 
তায়েফের বিধর্মীগণ
Ο গ) 
মদিনার ইহুদিগণ
Ο ঘ) 
আরবের পৌত্তলিকগণ

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম স্কন্ধে কী চাপিয়ে দেওয়া হয়েছিল?
Ο ক) 
যুদ্ধের দায়ভার
Ο খ) 
অপমানের শর্ত
Ο গ) 
বশ্যতার শর্ত
Ο ঘ) 
পরাজয়ের গ্লানি

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
ধার্মিক ও ন্যায়পরায়ণ রহমত আলী একদিন তাঁর শিষ্যদের মাঝে ধর্মকথা বর্ণনা করছেন। সকল শিষ্য তাঁর ধর্মকথা নিঃশব্দে শুনছে। এক অন্ধশিষ্য একটু দূরে বসে তাঁর ধর্মকথা শুনছিল। সেই অন্ধ শিষ্যটি দু’একটি কথা শুনতে না পেয়ে রহমত আলীকে হঠাৎ তা পুনরায় শুনাতে অনুরোধ করে বসল। রহমত আলী কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে তাকে পুনরায় বুঝিয়ে দিলেন। অতঃপর বিস্মিত শিষ্যদের প্রতি স্মিত হেসে বললেন, “ভােই, আমি তোমাদের একজন। আমার বাবা-মাকেও তোমরা সবাই চেন ও জান।”
১৪৪.
উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে ধার্মিক ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের -
Ο ক) 
চরিত্রের উদারতা
Ο খ) 
চরিত্রের অসহিষ্ণুতা
Ο গ) 
চরিত্রের পৌরুষদীপ্ততা
Ο ঘ) 
ঐশ্বর্যগুণ

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
“ভাই আমি তোমাদের একজন” - এ উক্তিটি ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধের যে উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ -
i. ‘আমি রাজা নই, সম্রাট নই’
ii. ‘আমি মানুষের প্রভু নই’
iii. তিনিও একজন অপৌরুষেয় মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
উদ্দীপকের রহমত আলীর আচরণে ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধের হযরত মুহম্মদ (স) সম্পর্কে বলা যায় - তিনি -
i. অসাধারণ মহানুভবতা, প্রজ্ঞা, দানশীলতা, ত্যাগানুশীলনের প্রতীক
ii. সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্যi, আত্মবিশ্বাস গুণের আদর্শ
iii. অপৌরুষেয় গুণের মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...