NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৩য় অধ্যায় - ১০ম পরিচ্ছেদ: তদ্ধিত প্রত্যয়

এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৩য় অধ্যায় - ১০ম পরিচ্ছেদ: তদ্ধিত প্রত্যয়


১.
শৈশব শব্দটিতে কী অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
অপত্য
Ο খ) 
ভাব
Ο গ) 
উপাসক
Ο ঘ) 
সম্পর্ক

  সঠিক উত্তর: (খ)

২.
‘জাত’অর্থে কোনটিতে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
ঢাকাই
Ο খ) 
মোগলাই
Ο গ) 
মিঠাই
Ο ঘ) 
চড়াই

  সঠিক উত্তর: (ক)

৩.
সদৃশ/সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
Ο ক) 
চোরা
Ο খ) 
ডিঙা
Ο গ) 
বাঘা
Ο ঘ) 
চাকা

  সঠিক উত্তর: (গ)

৪.
তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (খ)

৫.
যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে -
Ο ক) 
কৃৎপ্রত্যয়
Ο খ) 
তদ্ধিত প্রত্যয়
Ο গ) 
অনুসর্গ
Ο ঘ) 
শব্দ বিভক্তি

  সঠিক উত্তর: (খ)

৬.
মনু + ষ্ণ = মানব - ষ্ণ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?
Ο ক) 
উপাসক
Ο খ) 
অপত্য
Ο গ) 
ভাব
Ο ঘ) 
সম্পর্ক বুঝাতে

  সঠিক উত্তর: (খ)

৭.
শৈশব - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) 
শিশু + ষ্ণ
Ο খ) 
শিশু + ষ্ণ্য
Ο গ) 
শিশু + শব
Ο ঘ) 
শৈ + শব

  সঠিক উত্তর: (ক)

৮.
‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) 
শিশু + ষ্ণ
Ο খ) 
শিশু + জ্ঞ্য
Ο গ) 
শিশু + শয
Ο ঘ) 
শৈ + শয

  সঠিক উত্তর: (ক)

৯.
কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
আগ্নেয়
Ο খ) 
দাশরথি
Ο গ) 
হৈমন্তিক
Ο ঘ) 
সৌর

  সঠিক উত্তর: (খ)

১০.
বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) 
হাজিরা
Ο খ) 
হাতা
Ο গ) 
জবানবন্দি
Ο ঘ) 
লঘিষ্ঠ

  সঠিক উত্তর: (গ)

১১.
অপর্ত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় কোন শব্দটিতে বিদ্যমান?
Ο ক) 
মানব
Ο খ) 
গৌরব
Ο গ) 
শৈশব
Ο ঘ) 
চৈত্র

  সঠিক উত্তর: (ক)

১২.
কোন শব্দে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
পোদ্দারী
Ο খ) 
জমিদারী
Ο গ) 
সরকারী
Ο ঘ) 
রেশমী

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘ডিঙি’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) 
বৃহদার্থে
Ο খ) 
ক্ষুদ্রার্থে
Ο গ) 
সমার্থে
Ο ঘ) 
ভিন্নার্থে

  সঠিক উত্তর: (ক)

১৪.
কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
জৈন
Ο খ) 
যাদব
Ο গ) 
বৈষ্ণব
Ο ঘ) 
শৌর্য

  সঠিক উত্তর: (খ)

১৫.
ফারসি প্রত্যয় কোনটি?
Ο ক) 
কর
Ο খ) 
আন
Ο গ) 
ইয়া
Ο ঘ) 
আমো

  সঠিক উত্তর: (ক)

১৬.
নৈপুণ্য বুঝাতে ইয়া > এ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) 
সুটে
Ο খ) 
জেলে
Ο গ) 
খুনে
Ο ঘ) 
বেলে

  সঠিক উত্তর: (গ)

১৭.
‘জাত’ অর্থে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) 
ঢাকািই
Ο খ) 
মোগলাই
Ο গ) 
মিঠাই
Ο ঘ) 
চড়াই

  সঠিক উত্তর: (ক)

১৮.
‘কাব্যিক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
কবি + য
Ο খ) 
কাব্য + ষ্ণিক
Ο গ) 
কবি + ইক
Ο ঘ) 
কাব্য + ইক

  সঠিক উত্তর: (খ)

১৯.
কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?
Ο ক) 
বোনাই
Ο খ) 
কেষ্টা
Ο গ) 
নিমাই
Ο ঘ) 
গিন্নিপনা

  সঠিক উত্তর: (গ)

২০.
‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
নীল + ইমা
Ο খ) 
নীল + ইমন
Ο গ) 
নীল + ঈশন
Ο ঘ) 
নীল + মা

  সঠিক উত্তর: (খ)

২১.
উপজীবিকা অর্থে ব্যবহৃত হয় -
Ο ক) 
ও প্রত্যয়
Ο খ) 
ই > ঈ প্রত্যয়
Ο গ) 
উয়া > ও প্রত্যয়
Ο ঘ) 
উয়া > উষা প্রত্যয়

  সঠিক উত্তর: (গ)

২২.
ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়?
Ο ক) 
হিন্দি
Ο খ) 
ফারসি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
ইংরেজি

  সঠিক উত্তর: (ক)

২৩.
‘জাত’ অর্থে ‘আই’ প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
Ο ক) 
মিঠাই
Ο খ) 
পাবনাই
Ο গ) 
মোগলাই
Ο ঘ) 
নিমাই

  সঠিক উত্তর: (খ)

২৪.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
Ο ক) 
প্রত্যয়ান্ত শব্দ
Ο খ) 
কৃদন্ত শব্দ
Ο গ) 
তদ্ধিতান্ত শব্দ
Ο ঘ) 
সাধিত শব্দ

  সঠিক উত্তর: (গ)

২৫.
‘কুসুমিত’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
কুসুম + ঈত
Ο খ) 
কুসম + উত
Ο গ) 
কুসুম + উত
Ο ঘ) 
কুসুম + ইত

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
ঢাকা + আই = ঢাকাই - এখানে ‘আই’ প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
জাত অর্থে
Ο খ) 
ভাব অর্থে
Ο গ) 
বৃত্তি অর্থে
Ο ঘ) 
মালিক অর্থে

  সঠিক উত্তর: (ক)

২৭.
নিন্দা জ্ঞাপনে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে?
Ο ক) 
ছেলেমি
Ο খ) 
চোরামি
Ο গ) 
ঘরামি
Ο ঘ) 
পাগলামি

  সঠিক উত্তর: (ক)

২৮.
‘সই’ কোন প্রত্যয়?
Ο ক) 
বাংলা কৃৎ
Ο খ) 
বাংলা তদ্ধিত
Ο গ) 
বিদেশি তদ্ধিত
Ο ঘ) 
সংস্কৃত তদ্ধিত

  সঠিক উত্তর: (গ)

২৯.
‘বৈজ্ঞানিক’ শব্দটিতে কী অর্থে ষ্ণিক প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
দক্ষ বা বেত্তা অর্থে
Ο খ) 
বিষয়ক অর্থে
Ο গ) 
ভাবার্থে
Ο ঘ) 
বিশেষণ গঠনে

  সঠিক উত্তর: (ক)

৩০.
‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
মহি + মা
Ο খ) 
মহা + ইমা
Ο গ) 
মহা + ইমন
Ο ঘ) 
মহৎ + ইমন

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় -
Ο ক) 
তদ্ধিত প্রত্যয়
Ο খ) 
অন্ত প্রত্যয়
Ο গ) 
কৃৎ প্রত্যয়
Ο ঘ) 
আন প্রত্যয়

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘সার্বভৌম’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) 
সর্বভূমি + ষ্ণ
Ο খ) 
সর্ব + ভৌম
Ο গ) 
সার্বভূমি + ষ্ণ
Ο ঘ) 
সার্বভূমি + ষ্ণিক

  সঠিক উত্তর: (ক)

৩৩.
কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
নিমাই
Ο খ) 
কেষ্টা চোরা
Ο গ) 
মুটে
Ο ঘ) 
কানাই

  সঠিক উত্তর: (খ)

৩৪.
উপকরণজাত বিশেষণ গঠনে কোন সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়?
Ο ক) 
ইমন্
Ο খ) 
ইত
Ο গ) 
ইল
Ο ঘ) 
ইষ্ট

  সঠিক উত্তর: (খ)

৩৫.
‘অপত্যার্থে ইষ্ণ্য’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) 
মনুষ্য
Ο খ) 
পার্বত্য
Ο গ) 
কৌমার্য্য
Ο ঘ) 
দাশরথি

  সঠিক উত্তর: (ক)

৩৬.
‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
সুভগ + ষ্ণ্য
Ο খ) 
সুভগ + ষ্ণ
Ο গ) 
সৌভগ + ষ্ণ্য
Ο ঘ) 
সৌভগ + ষ্ণ

  সঠিক উত্তর: (ক)

৩৭.
অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?
Ο ক) 
মিঠাই
Ο খ) 
লোনা
Ο গ) 
লেজুড়
Ο ঘ) 
সাপুড়ে

  সঠিক উত্তর: (গ)

৩৮.
টাক + উয়া = টেকো - কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
Ο ক) 
বাংলা তদ্ধিত
Ο খ) 
বিদেশি তদ্ধিত
Ο গ) 
সংস্কৃত তদ্ধিত
Ο ঘ) 
বাংলা কৃ/

  সঠিক উত্তর: (ক)

৩৯.
বিশেষ্য পদ গঠনে ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
Ο ক) 
মধুর
Ο খ) 
চামড়া
Ο গ) 
ডাক্তার
Ο ঘ) 
আমার

  সঠিক উত্তর: (ক)

৪০.
বৃত্তি অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
বাড়িওয়ালা
Ο খ) 
দুধওয়ালা
Ο গ) 
দাঁড়িওয়ালা
Ο ঘ) 
দিল্লিওয়ালা

  সঠিক উত্তর: (খ)

৪১.
প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Ο ক) 
সুশ্রী
Ο খ) 
সফল
Ο গ) 
জেলে
Ο ঘ) 
মহাত্মা

  সঠিক উত্তর: (গ)

৪২.
নিচের কোনটি দক্ষ বা বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ?
Ο ক) 
ধার্মিক
Ο খ) 
রাবণি
Ο গ) 
হৈমন্তিক
Ο ঘ) 
বৈদিক

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
নিচের কোনটিতে ‘সই’ প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয় নি?
Ο ক) 
জুতসই
Ο খ) 
মানানসই
Ο গ) 
চলনসই
Ο ঘ) 
নামসই

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
‘চোর’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?
Ο ক) 
শ্রদ্ধা
Ο খ) 
অবজ্ঞা
Ο গ) 
সাদৃশ্য
Ο ঘ) 
সামীপ্য

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) 
মিশুক
Ο খ) 
মেঘলা
Ο গ) 
বড়াই
Ο ঘ) 
পানসে/গিন্নীপনা

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
মানু + ষ্ণ
Ο খ) 
মনু + ষ্ণ
Ο গ) 
মনু + ষ্ণ্য
Ο ঘ) 
মানু + বতুপ

  সঠিক উত্তর: (খ)

৪৭.
বৃহদার্থে ‘আনী’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
Ο ক) 
অরণ্যানী
Ο খ) 
ইন্দ্রানী
Ο গ) 
মাতুলানী
Ο ঘ) 
অচার্যানী

  সঠিক উত্তর: (ক)

৪৮.
বিদেশি তদ্ধিত প্রত্যয়ের দ্বারা গঠিত শব্দ কোনটি?
Ο ক) 
গিন্নীপনা
Ο খ) 
মেঘলা
Ο গ) 
নীলিমা
Ο ঘ) 
মেধাবী

  সঠিক উত্তর: (ক)

৪৯.
প্রাতিপাদিক - এর আরেক নাম কী?
Ο ক) 
কৃৎ প্রত্যয়
Ο খ) 
ধাতু
Ο গ) 
বাংলা প্রকৃতি
Ο ঘ) 
নাম প্রকৃতি

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
‘গরিষ্ঠ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
গরি + ইষ্ঠ
Ο খ) 
গুরু + ইষ্ঠ
Ο গ) 
গরি + ষ্ঠ
Ο ঘ) 
গুরু  + ষ্ঠ

  সঠিক উত্তর: (খ)

৫১.
ধান > ধেনো কী অর্থ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
উপজাত
Ο খ) 
অভিজাত
Ο গ) 
জাত
Ο ঘ) 
অপজাত

  সঠিক উত্তর: (গ)

৫২.
নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?
Ο ক) 
মেঘলা
Ο খ) 
গুণিন
Ο গ) 
নীলিমা
Ο ঘ) 
কুলীন

  সঠিক উত্তর: (গ)

৫৩.
কোনটিতে বৃত্তি অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?
Ο ক) 
জমিদার + ঈ = জমিদারী
Ο খ) 
ভাগলপুর + ঈ = ভাগলপুরী
Ο গ) 
মোক্তার + ঈ = মোক্তারী
Ο ঘ) 
দান + ঈ ৎ দানী

  সঠিক উত্তর: (গ)

৫৪.
শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
Ο ক) 
তদ্ধিত প্রত্যয়
Ο খ) 
অন্ত প্রত্যয়
Ο গ) 
কৃৎ প্রত্যয়
Ο ঘ) 
আন প্রত্যয়

  সঠিক উত্তর: (ক)

৫৫.
কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
Ο ক) 
পাঠক
Ο খ) 
লাজুক
Ο গ) 
বালক
Ο ঘ) 
ডাকু

  সঠিক উত্তর: (খ)

৫৬.
অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
Ο ক) 
মিঠাই
Ο খ) 
লোনা
Ο গ) 
লেজুড়
Ο ঘ) 
সাপুড়ে

  সঠিক উত্তর: (গ)

৫৭.
জাত অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) 
জমিদারী
Ο খ) 
রেশমী
Ο গ) 
দোকানী
Ο ঘ) 
চাষী

  সঠিক উত্তর: (খ)

৫৮.
‘বাইশা’ কী অর্থে তদ্ধিত প্রত্যয়?
Ο ক) 
সমষ্টি
Ο খ) 
তারিখ
Ο গ) 
মালিক
Ο ঘ) 
সাদৃশ্য

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘বৃত্তি’ অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
দিল্লিওয়ালা
Ο খ) 
বাড়িওয়ালা
Ο গ) 
দাড়িওয়ালা
Ο ঘ) 
দুধওয়ালা

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ?
Ο ক) 
কাব্য
Ο খ) 
শীতল
Ο গ) 
শ্রীমান
Ο ঘ) 
সৌর

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
অভিশায়নে নিচের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় না?
Ο ক) 
ইষ্ট
Ο খ) 
এর
Ο গ) 
তম
Ο ঘ) 
ত্ব

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
গেঁয়ো
Ο খ) 
মেছো
Ο গ) 
টেকো
Ο ঘ) 
গেছো

  সঠিক উত্তর: (খ)

৬৩.
‘দক্ষ’অর্থে ‘বাজ’ কোন প্রত্যয়?
Ο ক) 
সংস্কৃত প্রত্যয়
Ο খ) 
হিন্দি প্রত্যয়
Ο গ) 
কৃৎ প্রত্যয়
Ο ঘ) 
ফারসি প্রত্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
Ο ক) 
মালিক অর্থে
Ο খ) 
জাত অর্থে
Ο গ) 
ব্যবসায় অর্থে
Ο ঘ) 
ভাব অর্থে

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?
Ο ক) 
মনু + ষ্ণ = মানব
Ο খ) 
গুরু + ষ্ণ = গৌরব
Ο গ) 
সুন্দর + ষ্ণ = সৌন্দর্য
Ο ঘ) 
সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক

  সঠিক উত্তর: (ক)

৬৬.
‘সুন্দর + ষ্ণ = সৌন্দর্য’ কোন অর্থে প্রত্যয়?
Ο ক) 
ভাবার্থে
Ο খ) 
অপর্ত্য অর্থে
Ο গ) 
নিপুণ অর্থে
Ο ঘ) 
রূপকার্থে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
নিচের কোন উদাহরণে ‘বৃত্তি’ অর্থে ‘আমি’ প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
Ο ক) 
বাদরামি
Ο খ) 
ঘরামি
Ο গ) 
ছেলেমি
Ο ঘ) 
জ্যাঠামি

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কোনটিতে ‘উপজীবিকা’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
Ο ক) 
ভাদুরে
Ο খ) 
পাথুরে
Ο গ) 
বেলে
Ο ঘ) 
জেলে

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
‘ষ্ণেয়’ প্রত্যয় যোগে সাধিত শব্দ কোনটি?
Ο ক) 
আগ্নেয়
Ο খ) 
হৈমন্তিক
Ο গ) 
পার্বত্য
Ο ঘ) 
মনুষ্য

  সঠিক উত্তর: (ক)

৭০.
দার ও বাজ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার?
Ο ক) 
উর্দু ও হিন্দি
Ο খ) 
হিন্দি ও ফারসি
Ο গ) 
দুটোই ফারসি
Ο ঘ) 
ফারসি ও উর্দু

  সঠিক উত্তর: (গ)

৭১.
‘মেধাবী’ - এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) 
মেধা + বিন্
Ο খ) 
মেধা + ইন
Ο গ) 
মেধ + বিন
Ο ঘ) 
মেধ + আবী

  সঠিক উত্তর: (ক)

৭২.
‘সওদাগর’ শব্দের ‘গর’ কোন ভাষা হতে আগত?
Ο ক) 
ফারসি
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
আরবি
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (ক)

৭৩.
বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
Ο ক) 
ডিঙা
Ο খ) 
বাঘা
Ο গ) 
হাতা
Ο ঘ) 
জলা

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কোনটিতে ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
Ο ক) 
ঢাক + আই = ঢাকাই
Ο খ) 
কানু + আই = কানাই
Ο গ) 
বাহাদুর + ই = বাহাদুরি
Ο ঘ) 
লাজ + উক = লাজুক

  সঠিক উত্তর: (খ)

৭৫.
‘ইনী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) 
বাঘিনী
Ο খ) 
চাকরানী
Ο গ) 
ভাগনী
Ο ঘ) 
জেলেনী

  সঠিক উত্তর: (ক)

৭৬.
তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
Ο ক) 
সান্ধ্য প্রকৃতি
Ο খ) 
ক্রিয়া প্রকৃতি
Ο গ) 
নাম প্রকৃতি
Ο ঘ) 
নৈশ প্রকৃতি

  সঠিক উত্তর: (গ)

৭৭.
বিশেষণ গঠনে ‘ষ্ণিক’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Ο ক) 
সাহিত্যিক
Ο খ) 
সামুদ্রিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
হৈমন্তিক

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) 
পাথুরে
Ο খ) 
মেছো
Ο গ) 
গেঁয়ো
Ο ঘ) 
নেয়ে

  সঠিক উত্তর: (ক)

২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...