NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : রাজকুমার ও ভিখারির ছেলে



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : রাজকুমার ও ভিখারির ছেলে


১.
কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল এবং নানা আনন্দ উৎসবের আয়োজন হলো?
Ο ক) 
টম ক্যান্টির
Ο খ) 
জন ক্যান্টির
Ο গ) 
এডওয়ার্ডের
Ο ঘ) 
লর্ড হার্ডফোর্ডের

  সঠিক উত্তর: (গ)

২.
‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক) 
উইলিয়াম মেক্সপিয়ার
Ο খ) 
ওয়াশিংটন আরভিং
Ο গ) 
মার্ক টোয়েন
Ο ঘ) 
লেভ তলস্তয়

  সঠিক উত্তর: (গ)

৩.
‘হেনডেল হল’ কার বাড়ি ছির?
Ο ক) 
ডিউকের
Ο খ) 
সৈনিকের
Ο গ) 
সন্ন্যাসীর
Ο ঘ) 
ফাদারের

  সঠিক উত্তর: (খ)

৪.
রাজকুমারকে সাহায্য করেছিল-
i. ফাদার এন্ড্রু
ii. সৈনিক
iii. জন ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫.
টম ক্যান্টির বাবার নাম কী?
Ο ক) 
ডেভিড ক্যান্টি
Ο খ) 
টমাস ক্যান্টি
Ο গ) 
জন ক্যান্টি
Ο ঘ) 
উইলিয়াম ক্যান্টি

  সঠিক উত্তর: (গ)

৬.
রাজকুমারের সঙ্গী ভিক্ষুক ছেলেটির নাম কী?
Ο ক) 
মিলস
Ο খ) 
হেনরি
Ο গ) 
হাটফার্ড
Ο ঘ) 
হিউগ্‌স

  সঠিক উত্তর: (ঘ)

৭.
রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
Ο ক) 
রাজকুমার পরিচয় দেওয়অয়
Ο খ) 
বাঁশি বাজাচ্ছিল বলে
Ο গ) 
ছেলেমেয়েদের মারতে আসায়
Ο ঘ) 
পোশাক বদল করেছিল বলে

  সঠিক উত্তর: (ক)

৮.
টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক) 
দুইবার
Ο খ) 
তিনবার
Ο গ) 
চারবার
Ο ঘ) 
পাঁচবার

  সঠিক উত্তর: (খ)

৯.
পোশাক বদলের পর রাজকুমার ও টম ক্যান্টিকে চিনতে সবার ভূল হলো কেন?
Ο ক) 
তাদের চেহারাও বদল হয়ে যায়
Ο খ) 
তাদের চেহারা একই রকম ছিল বলে
Ο গ) 
তারা অসংলগ্ন আচরণ করছিল বলে
Ο ঘ) 
পোশাক দ্বারাই তারা আলাদাভাবে পরিচিত ছিল

  সঠিক উত্তর: (খ)

১০.
টম ক্যান্টি কোথায় জন্মগ্রহণ করে?
Ο ক) 
লন্ডনের এক প্রাসাদে
Ο খ) 
লন্ডনের এক বস্তিতে
Ο গ) 
লন্ডনের বিখ্যাত হাসপাতালে
Ο ঘ) 
লন্ডনের রাজপরিবারে

  সঠিক উত্তর: (খ)

১১.
হোস্টেলের ছেলেমেরা রাজকুমারকে কী করল?
Ο ক) 
মাধর করল
Ο খ) 
পুকুরে ছুড়ে ফেলল
Ο গ) 
নদীতে ছুড়ে ফেলল
Ο ঘ) 
আপ্যায়ন করল

  সঠিক উত্তর: (খ)

১২.
ষোড়শ শতাব্দীতে একই সময়ে একই দিন জন্গ্রহণ করেন-
i. রাজকুমার এডওয়ার্ড
ii. ফাদার এন্ড্রু
iii. টম ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৩.
টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক) 
বস্তিতে
Ο খ) 
শহরে
Ο গ) 
গ্রামে
Ο ঘ) 
পাহাড়ে

  সঠিক উত্তর: (ক)

১৪.
আলমারি, সরাইখানা যথাক্রমে কোন ভাষার শব্দ?
Ο ক) 
আরবি, ফারসি
Ο খ) 
ফরাসি, আরবি
Ο গ) 
আরবি, হিন্দি
Ο ঘ) 
আরবি, ফরাসি

  সঠিক উত্তর: (ক)

১৫.
রাজকুমার সৈনিককে ক খেতাবে ভূষিত করল?
Ο ক) 
নাইট
Ο খ) 
ডিউক
Ο গ) 
আরল
Ο ঘ) 
মাস্টার

  সঠিক উত্তর: (গ)

১৬.
চোরের আস্তানায় রাজকুমারের সঙ্গী ছেলেটির নাম কী?
Ο ক) 
রবিন
Ο খ) 
ফ্রাইডে
Ο গ) 
হিউগস
Ο ঘ) 
ব্যাসানিও

  সঠিক উত্তর: (ক)

১৭.
মাথার উপর হাত রেখে ঘুমানো কার অভ্যাস?
Ο ক) 
টম ক্যান্টির
Ο খ) 
জন ক্যান্টির
Ο গ) 
রাজকুমার এডওয়ার্ডের
Ο ঘ) 
রাজা এডওয়ার্ড টিউডরের

  সঠিক উত্তর: (ক)

১৮.
জন ক্যান্টি রাগের মাথায় কাকে এক ঘা বসিয়ে দিল?
Ο ক) 
টম ক্যান্টিকে
Ο খ) 
রাজকুমার এডওয়ার্ডকে
Ο গ) 
ফাদার এন্ড্রুকে
Ο ঘ) 
লর্ড হাটফোর্ডকে

  সঠিক উত্তর: (গ)

১৯.
টম-এর বাবা রাজকুমারকে ভিক্ষা করাতে রাজি করার জন্য কী করল?
Ο ক) 
মারধর করল
Ο খ) 
ভয় দেখাল
Ο গ) 
গুদাম ঘরে আটকিয়ে রাখল
Ο ঘ) 
চাবুক মারল

  সঠিক উত্তর: (গ)

২০.
টমের কীভাবে ঘুমানের অভ্যাস?
Ο ক) 
হাত মাথার উপর রেখে
Ο খ) 
পায়ের উপর পা রেখে
Ο গ) 
ডানদিকে কাত হয়ে
Ο ঘ) 
বাঁদিকে কাত হয়ে

  সঠিক উত্তর: (ক)

২১.
রাজার পরামর্শদাতা কে ছিলেন?
Ο ক) 
ডিউক অব নরফোক
Ο খ) 
লর্ড চেন্সেলর
Ο গ) 
লর্ড হাটফোর্ড
Ο ঘ) 
ফাদর এন্ড্রু

  সঠিক উত্তর: (খ)

২২.
সমবয়সী বন্ধুদের কাছ ক্যান্টি কী হিসেবে পরিচিত হতে চাইত?
Ο ক) 
সৈনিক
Ο খ) 
গায়ক
Ο গ) 
রাজকুমার
Ο ঘ) 
শিকারি

  সঠিক উত্তর: (গ)

২৩.
রাজকুমার বার বার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক) 
দুর্ব্যবহার করায়
Ο খ) 
ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ) 
মূর্খ হওয়ায়
Ο ঘ) 
পাগলামি করায়

  সঠিক উত্তর: (খ)

২৪.
ক্যান্টির সাথ প্রাসাদের দারোয়ান যা করল-
i. ঘাড়ে পাদাঘাত করল
ii. সরে পড়তে বলল
iii. কশাঘাত করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৫.
টম কী রকম ছেলে?
Ο ক) 
ভ্রমণ বিলাসী
Ο খ) 
কল্পনাবিলাসী
Ο গ) 
বিদ্যানুরাগী
Ο ঘ) 
দায়িত্বজ্ঞানহীন

  সঠিক উত্তর: (খ)

২৬.
চোরের আস্তানায় রাজকুমারকে কী নামকরণ করল?
Ο ক) 
রবিন
Ο খ) 
ফ্রাইডে
Ο গ) 
ফুফু ‍দি ফাস্ট
Ο ঘ) 
ব্যাসনিও

  সঠিক উত্তর: (গ)

২৭.
টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক) 
লন্ডন বিজ্রের কাছে
Ο খ) 
ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ) 
বস্তির বাইরে
Ο ঘ) 
রেস্টেশনের ভেতরে

  সঠিক উত্তর: (ক)

২৮.
সন্ন্যাসী আসল রাজকুমারকে তাঁর কী পরিচয় দিলেন?
Ο ক) 
ভিক্ষুক
Ο খ) 
চোর
Ο গ) 
ডাকাত সর্দার
Ο ঘ) 
ফেরেস্তা

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
ছদ্মাবেশী রাজকুমারকে আনন্দিত রাখার জন্য কোথায় নিয়ে যাওয়া হলো?
Ο ক) 
রাজ্য ভ্রমণে
Ο খ) 
শিকারে
Ο গ) 
নৌবিহারে
Ο ঘ) 
সমুদ্র ভ্রমণে

  সঠিক উত্তর: (গ)

৩০.
আপনার জীবন কী সুখের? এখানে যার জীবনের কথা বলা হয়েছে-
i. টম ক্যান্টির
ii. সৈনিকের
iii. রাজকুমারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
রাজকুমার টমের বাবার কাছে নিজেকে কী বলে পরিচয় দিল?
Ο ক) 
প্রিন্স অব ওয়াশিংটন
Ο খ) 
প্রিন্স অব ব্রালস
Ο গ) 
প্রিন্স অব ওয়েলেস
Ο ঘ) 
প্রিন্স অব ওয়েলিংটন

  সঠিক উত্তর: (গ)

৩২.
টম কী রকম ছেলে?
Ο ক) 
ভ্রমণবিলাসী
Ο খ) 
কল্পনাবিলাসী
Ο গ) 
দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ) 
বিদ্যানুরাগী

  সঠিক উত্তর: (খ)

৩৩.
ক্যান্টি ফদারের কাছে কোন ভাষা শিখেছিল?
Ο ক) 
গ্রিক
Ο খ) 
ল্যাটিন
Ο গ) 
ফরাসি
Ο ঘ) 
জার্মান

  সঠিক উত্তর: (খ)

৩৪.
রাজকুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?
Ο ক) 
বন্ধুত্বের নিদর্শন স্বরূপ
Ο খ) 
একের পোশাক অন্যের ভালো লাগায়
Ο গ) 
একের জীবন অন্যের ভালো লাগায়
Ο ঘ) 
ছদ্মবেশ ধারণ করার জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৫.
নৈসিকটি আসল রাজকুমারকে কোথায় নিয়ে গেল?
Ο ক) 
পাজপ্রাসাদে
Ο খ) 
বস্তিতে
Ο গ) 
লন্ডন ব্রিজে
Ο ঘ) 
সরাইখানায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
পুলিশ� এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক) 
হেনডন হলে
Ο খ) 
রাজপ্রাসাদে
Ο গ) 
জেলখানায়
Ο ঘ) 
বস্তিতে

  সঠিক উত্তর: (গ)

৩৭.
অনেক চড়াই উৎরাই পার হয়ে রাজকুমার ও টম ক্যান্টি কী বুঝতে পারল?
Ο ক) 
বস্তির জীবন ভালো
Ο খ) 
রাজপ্রাসাদের জীবন ভালো
Ο গ) 
নিজ নিজ জীবই ভালো
Ο ঘ) 
সৈনিকের জীবন ভালো

  সঠিক উত্তর: (গ)

৩৮.
বালকের ভাগ্যকে যুবক সৈনিক স্বেচ্ছায় বরণ করে নেওয়ার পর রাজকুমার যা বলেছিল-
i. তুমি সব লোক থেকে মহান
ii. আমি তোমাকে আর্‌ল্‌ খেতাবে ভূষিত করলাম
iii. তোমার কোনো তুলনা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৯.
টম কী রকম ছেলে?
Ο ক) 
ভ্রমণবিলাসী
Ο খ) 
কল্পনাবিলাসী
Ο গ) 
দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ) 
বিদ্যানুরাগী

  সঠিক উত্তর: (খ)

৪০.
টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক) 
বস্তিতে
Ο খ) 
শহরে
Ο গ) 
গ্রামে
Ο ঘ) 
পাহাড়ে

  সঠিক উত্তর: (ক)

৪১.
টম ক্যান্টি নতুন রাজা হলে তার রাজ্য যেমন হবে বলে ঘোষণা করল-
i. দয়ার
ii. ক্ষমার
iii. রক্তপাতহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক) 
মোকসভা
Ο খ) 
বিক্ষোভ মিছিল
Ο গ) 
সমাবেশ
Ο ঘ) 
উৎসব মিছিল

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
রাজকুমার ও টম কী বদল করল?
Ο ক) 
বাঁশি
Ο খ) 
পোশাক
Ο গ) 
সরাইকানা
Ο ঘ) 
বিদ্যালয়

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘বন্যেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- এই বিষয়টি ফুটে উঠেছে কোন গল্পে?
Ο ক) 
রিপভ্যান উইংকেল
Ο খ) 
সাড়ে তিন হাত জমি
Ο গ) 
মার্চেন্ট অব ভেনিস
Ο ঘ) 
রাজকুমার ও ভিখারির ছেলে

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
রাজকুমারকে টম-এর বাবার মারধর থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে এলেন?
Ο ক) 
টম ক্যান্টি
Ο খ) 
ফাদার এন্ড্রু
Ο গ) 
টমের মা
Ο ঘ) 
সৈনিক

  সঠিক উত্তর: (খ)

৪৬.
বিচারে মিলের কয়দিনের জেল হবার আদেশ দেয়া হলো?
Ο ক) 
দুই দিন
Ο খ) 
তিন দিন
Ο গ) 
চার দিন
Ο ঘ) 
পাঁচ দিন

  সঠিক উত্তর: (ক)

৪৭.
‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটিতে কোন শতাব্দীর কথা বলা হয়েছে?
Ο ক) 
পঞ্চদশ শতাব্দী
Ο খ) 
ষোড়শ শতাব্দী
Ο গ) 
সপ্তদশ শতাব্দী
Ο ঘ) 
অষ্টাদশ শতাব্দী

  সঠিক উত্তর: (খ)

৪৮.
সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন?
Ο ক) 
কৃতজ্ঞতার
Ο খ) 
অকৃতজ্ঞতার
Ο গ) 
বুদ্ধিমত্তার
Ο ঘ) 
বোকামির

  সঠিক উত্তর: (ক)

৪৯.
টম ক্যান্টির জন্মের পর তার বাবা-মা খুশি হলো না কেন?
Ο ক) 
পুত্র সন্তান জন্মের কারণে
Ο খ) 
অনেক সন্তান থাকার কারণে
Ο গ) 
রাজার ভয়ে
Ο ঘ) 
দরিদ্রতার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
রাজকুমারের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তিনি কী করেছিলেন?
Ο ক) 
রাজ্য থেকে বের করে দিয়েছিলেন
Ο খ) 
ক্ষমা করে দিয়েছিলেন
Ο গ) 
পুস্কার দিয়েছেলেন
Ο ঘ) 
শাস্তি দিয়েছিলেন

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
চোরের দলের মাতব্বর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক) 
টম ক্যান্টি
Ο খ) 
ফুফু দি ফাস্ট
Ο গ) 
হিউগস
Ο ঘ) 
এডওয়ার্ড

  সঠিক উত্তর: (খ)

৫২.
টম ক্যান্টি ফাদার এন্ড্রুর কাছে কী শিখছিল?
Ο ক) 
ইংরেজি
Ο খ) 
গ্রিক
Ο গ) 
ল্যাটিন
Ο ঘ) 
হিব্রু

  সঠিক উত্তর: (গ)

৫৩.
পুলিশ এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক) 
হেনডন হলে
Ο খ) 
রাজপ্রাসাদে
Ο গ) 
জেলখানায়
Ο ঘ) 
বস্তিতে

  সঠিক উত্তর: (গ)

৫৪.
সৈনিককে কয় ঘা বেত লাগানো হলো?
Ο ক) 
১১
Ο খ) 
১২
Ο গ) 
১৩
Ο ঘ) 
১৪

  সঠিক উত্তর: (খ)

৫৫.
হেনডেন কী?
Ο ক) 
সৈনিকের নাম
Ο খ) 
শহরের নাম
Ο গ) 
সৈনিকের বাবার নাম
Ο ঘ) 
সৈনিকের বাড়ির নাম

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী শিক্ষা নিল?
Ο ক) 
চুরি করা
Ο খ) 
ভিক্ষা করা
Ο গ) 
মারামারি
Ο ঘ) 
খেলাধুলা

  সঠিক উত্তর: (খ)

৫৭.
টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক) 
রাজা
Ο খ) 
যাযাবর
Ο গ) 
শিকারি
Ο ঘ) 
রাজকুমার

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
টমকে ল্যাটিন ভাষায় প্রশ্ন করা হয়েছিল কেন?
Ο ক) 
ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য
Ο খ) 
স্মৃতিশক্তি পরীক্ষার উদ্দেশ্যে
Ο গ) 
সত্যিকার পরিচয় পাওয়া জন্য
Ο ঘ) 
অন্য ভাষায় দক্ষতা না থাকায়

  সঠিক উত্তর: (গ)

৫৯.
টম ক্যান্টি কী হবার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক) 
রাজা
Ο খ) 
যাযাবর
Ο গ) 
শিকারী
Ο ঘ) 
রাজকুমার

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
রাজকুমার যে প্রাসাদে বাস করত তার নামক কী?
Ο ক) 
ওয়েস্ট মিনিস্টার প্যালেস
Ο খ) 
হোয়াইট হাউস
Ο গ) 
বাকিংহাম প্যালেস
Ο ঘ) 
গভর্নমেন্ট হাউস

  সঠিক উত্তর: (ক)

৬১.
রাজকুমার কার কাছে বিদ্যা শিক্ষা নিতে লাগলেন?
Ο ক) 
পন্ডিতের
Ο খ) 
রাজার
Ο গ) 
মন্ত্রীর
Ο ঘ) 
যাজকের

  সঠিক উত্তর: (ক)

৬২.
টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক) 
লন্ডন বিজ্রের কাছে
Ο খ) 
ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ) 
বস্তির বাইরে
Ο ঘ) 
রেলস্টেশনের ভেতরে

  সঠিক উত্তর: (ক)

৬৩.
কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
Ο ক) 
টম ক্যান্টি
Ο খ) 
ফাদার এন্ড্রু
Ο গ) 
জন ক্যান্টি
Ο ঘ) 
রাজকুমার এডওয়ার্ড

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী করার শিক্ষা নিল?
Ο ক) 
যুদ্ধ
Ο খ) 
গান
Ο গ) 
চুরি
Ο ঘ) 
ভিক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
সৈনিকের নাম কী ছিল?
Ο ক) 
মিলস
Ο খ) 
টমাস
Ο গ) 
ডেভিস
Ο ঘ) 
জেমস

  সঠিক উত্তর: (ক)

৬৬.
রাজকুমারকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছিল কে?
Ο ক) 
ফাদার এন্ড্রু
Ο খ) 
সৈনিক
Ο গ) 
সন্ন্যাসী
Ο ঘ) 
টম ক্যান্টি

  সঠিক উত্তর: (খ)

৬৭.
ক্যান্টি বস্তির লোকদের কাছে কী শিক্ষা নিল?
Ο ক) 
চুরি করা
Ο খ) 
ভিক্ষা করা
Ο গ) 
মারামারি
Ο ঘ) 
খেলাধুলা

  সঠিক উত্তর: (খ)

৬৮.
‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক) 
উইলিয়াম শেকসপিয়র
Ο খ) 
ওয়াশিংটন আরভিং
Ο গ) 
মার্ক টোয়েন
Ο ঘ) 
লেভ তলস্তয়

  সঠিক উত্তর: (গ)

৬৯.
সৈনিকের নাম কী ছিল?
Ο ক) 
মিলস
Ο খ) 
টমাস
Ο গ) 
ডেভিস
Ο ঘ) 
জেমস

  সঠিক উত্তর: (ক)

৭০.
টম হাঁটতে হাঁটতে সুন্দর অট্টালিকার সামনে এসে পড়লে গেটের দারোয়ান তাকে কী করল?
Ο ক) 
পদাঘাত করল
Ο খ) 
কষে চড় দিল
Ο গ) 
সম্মান প্রদর্শন করল
Ο ঘ) 
তাড়িয়ে দিল

  সঠিক উত্তর: (ক)

৭১.
গভীর রাতে টমের বাবা কিসের খবর পেলেন?
Ο ক) 
টম ক্যান্টির পালানোর
Ο খ) 
দেশের রাজার মৃত্যুর
Ο গ) 
ফাদার এন্ড্রুর অসুস্থতার
Ο ঘ) 
রাজকুমারের অভিষেকের

  সঠিক উত্তর: (গ)

৭২.
রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
Ο ক) 
খড়ের বিছানায়
Ο খ) 
গাছের নিচে
Ο গ) 
গোয়াল ঘরে
Ο ঘ) 
বাড়ির ছাদে

  সঠিক উত্তর: (ক)

৭৩.
টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক) 
দুইবার
Ο খ) 
তিনবার
Ο গ) 
চারবার
Ο ঘ) 
পাঁচবার

  সঠিক উত্তর: (খ)

৭৪.
রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
Ο ক) 
লর্ড হার্টফোর্ড
Ο খ) 
ফাদার এন্ড্রু
Ο গ) 
নরফোকের ডিউক
Ο ঘ) 
লর্ড চেন্সেলের

  সঠিক উত্তর: (গ)

৭৫.
চোরের দলের মাতবর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক) 
টম ক্যান্টি
Ο খ) 
হিউগস
Ο গ) 
ফুফু দি ফাস্ট
Ο ঘ) 
রাজকুমার এডওয়ার্ড

  সঠিক উত্তর: (গ)

৭৬.
েএডওয়ার্ড টিউডর কোন দেশের রাজা ছিলেন?
Ο ক) 
ভুটান
Ο খ) 
ফ্রান্স
Ο গ) 
ইংল্যান্ড
Ο ঘ) 
নেপাল

  সঠিক উত্তর: (গ)

৭৭.
রাজকুমার কাকে তার পাশে বসালেন?
Ο ক) 
টম ক্যান্টি
Ο খ) 
ফাদার এন্ড্রু
Ο গ) 
মিলস হেনডেন
Ο ঘ) 
হাটফোর্ড

  সঠিক উত্তর: (গ)

৭৮.
টমের মা টমের বেশে থাকা রাজকুমারের আচরণের জন্য কাকে দায়ী করল?
Ο ক) 
পড়াশুনাকে
Ο খ) 
ঘোরাঘুরিকে
Ο গ) 
খেলাধুলাক
Ο ঘ) 
নাচ-গানকে

  সঠিক উত্তর: (ক)

৭৯.
রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক) 
শোকসভা
Ο খ) 
বিক্ষোভ মিছিল
Ο গ) 
সমাবেশ
Ο ঘ) 
উৎসব মিছিল

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
‘‘সেখানকার ছেলেমেয়েরা বেশ মজা পেল।”- এখানে কোন ছেলেমেয়েদের কথা বলা হয়েছে?
Ο ক) 
হোস্টেলের
Ο খ) 
স্কূলের
Ο গ) 
বস্তির
Ο ঘ) 
রাজপ্রাসাদের

  সঠিক উত্তর: (ক)

৮১.
নদীর এপারে কহে ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
উদ্ধৃতাংশের সাথে কোন চরিত্রের মনোভাবর মিল রয়েছে?
Ο ক) 
এডওয়ার্ড
Ο খ) 
হাটফোর্ড
Ο গ) 
এন্ড্রু
Ο ঘ) 
টম ক্যান্টি

  সঠিক উত্তর: (ঘ)

৮২.
নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) 
সন্নাসী
Ο খ) 
সন্যাসী
Ο গ) 
সন্ন্যাসী
Ο ঘ) 
সন্নাসি

  সঠিক উত্তর: (গ)

৮৩.
কোন শতকে টম ক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করে?
Ο ক) 
চতুর্দশ
Ο খ) 
পঞ্চদশ
Ο গ) 
ষোড়শ
Ο ঘ) 
সপ্তদশ

  সঠিক উত্তর: (গ)

৮৪.
রাজকুমার বারবার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক) 
দুর্ব্যবহার করায়
Ο খ) 
ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ) 
মূর্খ হওয়ায়
Ο ঘ) 
পাগলামি করায়

  সঠিক উত্তর: (খ)

৮৫.
ক্যান্টি কার কাছ থেকে কিছু লেখাপড়া শিখেছিল?
Ο ক) 
ফাদার এন্ড্রু
Ο খ) 
ফাদার চার্লস
Ο গ) 
ফাদার উইলিয়াম
Ο ঘ) 
ফাদার ডেভিস

  সঠিক উত্তর: (ক)

৮৬.
টম সবসময় কীসের স্বপ্নে বিভোর হয়ে থাকত?
Ο ক) 
রাজা আর রাজকুমারের
Ο খ) 
পরীদের
Ο গ) 
পাতালপুরীর
Ο ঘ) 
রাজপ্রাসাদের

  সঠিক উত্তর: (ক)

৮৭.
‘‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে নির্দয় প্রকৃতির লোক কারা?
Ο ক) 
রাজকুমার ও টম ক্যান্টি
Ο খ) 
টম ক্যান্টি ও সৈনিক
Ο গ) 
দারোয়ান ও টমের বাবা
Ο ঘ) 
ফাদার এন্ড্রু ও টম ক্যান্টি

  সঠিক উত্তর: (গ)

৮৮.
কয় বছল পর সৈনিকের সাথে তার ভাইয়ের দেখা হলো?
Ο ক) 
পায় পাঁচ বছর
Ο খ) 
প্রায় ছয় বছর
Ο গ) 
প্রায় সাত বছল
Ο ঘ) 
প্রয় আট বছর

  সঠিক উত্তর: (গ)

৮৯.
রাজকুমারের জন্মে রাজ্যময় আনন্দ কেন?
Ο ক) 
রাজার উত্তরসূরির আগমন
Ο খ) 
সুন্দর সন্তান
Ο গ) 
নতুন সন্তান
Ο ঘ) 
প্রথম সন্তান

  সঠিক উত্তর: (ক)

৯০.
টম ক্যান্টির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. সে ছিল কল্পনাবিলাসী
ii. সে কিছুদিন রাজকুমারের মর্যাদা পেয়েছিল
iii.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯১.
সৈনিকের বাগদত্তার নাম কী?
Ο ক) 
লেডি এডিথ
Ο খ) 
লেডি এলিনা
Ο গ) 
লেডি এরিনা
Ο ঘ) 
লেডি এডেন

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
বাগদাদের খলিফা হারুন অর রশিদের খেয়ালে আবু হোসেন একদিনের খলিফা হয়েই রীতিমতো খলিফার ন্যায় আচরণ করা শুরু করল। সে প্রথমেই তার মাকে খাজাঞ্চিখানা থেকে এক থলে মোহর ইনাম হিসেবে পাঠিয়ে দিল। তারপরে মহল্লার মসজিদের দুষ্ট কাদেমকে ধরে এনে পঞ্চাশ ঘা চাবুক মারার নির্দেশ দিল।
৯২.
উদ্দীপকের আবু হোসেনের সমর্থন পাওয়া যায় ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের-
i. রাজকুমারের মধ্যে
ii. টম ক্যান্টির মধ্যে
iii. রাজা এডওয়ার্ডের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
উদ্দীপকের আবু হোসেন তোমার পঠিত কোন চরিত্রের প্রতিচ্ছবি?
Ο ক) 
লর্ড হাটফোর্ড
Ο খ) 
লর্ড চেন্সেলর
Ο গ) 
টম ক্যান্টি
Ο ঘ) 
রাজকুমার এডওয়ার্ড

  সঠিক উত্তর: (গ)

৯৪.
উদ্দীপকের খাদেমের মধ্যে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কাকে মনে পড়ে?
Ο ক) 
সৈনিকটিকে
Ο খ) 
এন্ড্রুকে
Ο গ) 
জন ক্যান্টিকে
Ο ঘ) 
হিউজ হেনডেনকে

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...