NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র আনন্দপাঠ : রবিনসন ক্রুশো



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
আনন্দপাঠ : রবিনসন ক্রুশো


১.
রবিনসনের সেই নিঝুম দ্বীপে মোট কয়বার মানুষের আগমন হয়েছিল?
Ο ক) 
একবার
Ο খ) 
দুইবার
Ο গ) 
তিনবার
Ο ঘ) 
চারবার

  সঠিক উত্তর: (গ)

২.
লন্ডনে আসার পর রবিনসনের কার সাথে পরিচয় হয়?
Ο ক) 
জাহাজ-মালিক
Ο খ) 
জলদস্যু
Ο গ) 
অস্ত্র ব্যবসায়ী
Ο ঘ) 
ফল-বিক্রেতা

  সঠিক উত্তর: (ক)

৩.
খাড়া পাহাড় থাকায় রবিনসনের যে সুবিধা হলো-
i. রোদ থেকে রক্ষা পেল
ii. বন্য জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা পেল
iii. নিরাপত্তা বৃদ্ধি পেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪.
ইয়র্ক থেকে লন্ডনে আসার জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
Ο ক) 
গিনি উপকূলে
Ο খ) 
ব্রাজিল বন্দরে
Ο গ) 
ইয়ারমাউথে
Ο ঘ) 
ভেনিসে

  সঠিক উত্তর: (গ)

৫.
বিপদাপন্ন লোকটি রবিনসনকে কৃতজ্ঞতা জানাল কেন?
Ο ক) 
প্রাণে বাঁচানের জন্য
Ο খ) 
কাবার দেয়ার জন্য
Ο গ) 
থাকতে দেয়ার জন্য
Ο ঘ) 
জাহাজে নেয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৬.
রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী দৈরি করল?
Ο ক) 
পোশাক
Ο খ) 
জুতা
Ο গ) 
বিছানা
Ο ঘ) 
পতাকা

  সঠিক উত্তর: (ক)

৭.
ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
Ο ক) 
তেরো
Ο খ) 
চৌদ্দ
Ο গ) 
পনেরো
Ο ঘ) 
ষোলো

  সঠিক উত্তর: (খ)

৮.
রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
Ο ক) 
বাসানিও
Ο খ) 
ফ্রাইডে
Ο গ) 
লরেঞ্জো
Ο ঘ) 
পাখোম

  সঠিক উত্তর: (খ)

৯.
নিম্নোক্ত শব্দগুলো ‘রবিনসন ক্রুশো’ গল্পে পাওয়া যায়-
i. পরিষ্কার, আবিষ্কার
ii. ঈশ্বর, কোদাল
iii. অর্ধমৃত, ডেটকার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

১০.
সামুদ্রিক ঝড়ের কবলে পড়ার পর রবিনের যা হলো-
i. নৌকায় করে কূলে পৌছেল
ii. ভেসে উঠল
iii. সাঁতার কেটে কূলে পৌঁছল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১১.
রবিনসন যে ব্যবসা করতে গিনি উপকূলে গেল-
i. প্লাস্টিকের খেলনা
ii. পুঁতির মালা
iii. ফুলের মালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২.
‘পাউন্ড’ কোন দেশের মুদ্রা?
Ο ক) 
ব্রিটেন
Ο খ) 
আমেরিকা
Ο গ) 
ব্রাজিল
Ο ঘ) 
ফ্রান্স

  সঠিক উত্তর: (ক)

১৩.
রবিনসনের মতে, বনের পশু উত্তম কেন?
Ο ক) 
শান্ত স্বভাবের হওয়ায়
Ο খ) 
কৃতঘ্ন হওয়ায়
Ο গ) 
লোভী না হওয়ায়
Ο ঘ) 
ভয়শূন্য হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

১৪.
রবিনসন ক্রুশোর ঝোঁপ ছিল-
i. পড়ালেখার
ii. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো
iii. সমুদ্র যাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৫.
‘চাঁই’ বলতে কাকে বুঝানো হয়?
Ο ক) 
জাহাজের ক্যাপ্টেন
Ο খ) 
খালাসিদের ক্যাপ্টেন
Ο গ) 
দুষ্টু দলের ক্যাপ্টেন
Ο ঘ) 
জাহাজের মেট

  সঠিক উত্তর: (গ)

১৬.
রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিলেন?
Ο ক) 
২৮
Ο খ) 
৩০
Ο গ) 
২৭
Ο ঘ) 
৩৫

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
ফ্রাইডে কে ছিল?
Ο ক) 
রবিনসনের ভৃত্য
Ο খ) 
রবিনসনের বন্ধু
Ο গ) 
মুর ভদ্রলোক
Ο ঘ) 
পর্তুগিজ ভদ্রলোক

  সঠিক উত্তর: (ক)

১৮.
রবিনসনের ঝোঁক ছিল কীসে?
Ο ক) 
খেলাধূলায়
Ο খ) 
লেখাপড়ায়
Ο গ) 
মাছ ধরায়
Ο ঘ) 
দেশে-বিদেশে ঘুরে বেড়ানোয়

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
ছোটবেলা থেকেই রবিনসন কেমন ছিলেন?
Ο ক) 
স্থির
Ο খ) 
অস্থির
Ο গ) 
শান্ত
Ο ঘ) 
বদরাগী

  সঠিক উত্তর: (খ)

২০.
‘পাউন্ড’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) 
যুক্তরাষ্ট্র
Ο খ) 
যুক্তরাজ্য
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
ইটালি

  সঠিক উত্তর: (খ)

২১.
‘মনিহারি’ কী ধরনের মালামাল?
Ο ক) 
নিত্যপ্রয়োজনীয় মালামাল
Ο খ) 
খাদ্যদ্রব্য
Ο গ) 
শৌখিন মালামাল
Ο ঘ) 
পোশাক পরিচ্ছদ

  সঠিক উত্তর: (গ)

২২.
রবিনসন দ্বীপোর মধ্যে রাত কাটানোর জন্য কী তৈরি করল?
Ο ক) 
ঘর
Ο খ) 
মাচা
Ο গ) 
বিছানা
Ο ঘ) 
তাবু

  সঠিক উত্তর: (খ)

২৩.
রবিনসন দ্বীপে পৌছার পর প্রথম রাত কোথায় কাটিয়েছিল?
Ο ক) 
গাছের উপর
Ο খ) 
মাটির উপর
Ο গ) 
পাহাড়ের উপর
Ο ঘ) 
মাচার উপর

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
রবিনসন দ্বীপ ছেড়ে আসার সময় সঙ্গে করে কাকে নিয়ে এল?
Ο ক) 
ক্যাপ্টেনকে
Ο খ) 
ফ্রাইডেকে
Ο গ) 
মেটদেরকে
Ο ঘ) 
জলদস্যুদের

  সঠিক উত্তর: (খ)

২৫.
দূরের জিনিস কাছে দেখার যন্ত্রকে কী বলে?
Ο ক) 
অণুবীক্ষণ
Ο খ) 
দূরবীন
Ο গ) 
মাইক্রোস্কোপ
Ο ঘ) 
টেলিভিশন

  সঠিক উত্তর: (গ)

২৬.
ব্রাজিলে পৌঁছে রবিনসন কী ধরনের কাজ করতো?
Ο ক) 
মাছ ধরত
Ο খ) 
কৃষি কাজ করত
Ο গ) 
শ্রমিকের কাজ করত
Ο ঘ) 
জাহাজ চালাত

  সঠিক উত্তর: (খ)

২৭.
বর্বরদের হাতে বন্দি থাকা ফ্রাইডের স্বজাতীয় লোকটি আসলে কে?
Ο ক) 
ফ্রাইডের বাবা
Ο খ) 
ফ্রাইডের বন্ধু
Ο গ) 
ফ্রাইডের ভাই
Ο ঘ) 
ফ্রাইডের চাচা

  সঠিক উত্তর: (ক)

২৮.
দ্বীপবাসী রবিনসনের জীবনে কিছু মজার ঘটনা ঘটনা ঘটেছিল-
i. ধান ও যবের চাষ করা
ii. ফ্রাইডেকে উদ্ধার করা
iii. দিন ও তারিখের হিসাব রাখতে পারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৯.
রবিনসন বালির উপর কী দেখতে পেল?
Ο ক) 
তূষ
Ο খ) 
পায়ের ছাপ
Ο গ) 
ঝিনুক
Ο ঘ) 
মই

  সঠিক উত্তর: (খ)

৩০.
মুর-জলদস্যুরা রবিনসনকে কী করল?
Ο ক) 
ক্রীতদাসরূপে বিক্রি করল
Ο খ) 
সাহায্য করল
Ο গ) 
পানিতে ফেলে দিল
Ο ঘ) 
আঘাত করল

  সঠিক উত্তর: (ক)

৩১.
ফ্রাইডেকে রবিনসন যে দিন উদ্ধার করেছিল সেদিন কী বার ছিল?
Ο ক) 
বৃহস্পতিবার
Ο খ) 
শুক্রবার
Ο গ) 
শনিবার
Ο ঘ) 
সোমবার

  সঠিক উত্তর: (খ)

৩২.
মানুষকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে কোনটি?
Ο ক) 
ইচ্ছাশক্তি
Ο খ) 
প্রকৃতিপ্রেম
Ο গ) 
সৌন্দর্যচেতনা
Ο ঘ) 
সাহিত্রিক মনোভাব

  সঠিক উত্তর: (ক)

৩৩.
রবিনসন জাহাজডুবির মানুষজনকে দ্বীপে আনার ব্যবস্থা করতে শর্ত দিল কেন?
Ο ক) 
রবিনসনের বশত্যতা স্বীকার করতে
Ο খ) 
রবিনের কাজে সহযোগিতা করতে
Ο গ) 
দ্বীপে শস্য ফলাতে
Ο ঘ) 
উপকূলে জাহাজ চালাতে

  সঠিক উত্তর: (ক)

৩৪.
পালানোর সময় রবিনসন সমুদ্রে কিসের দেখা পেল?
Ο ক) 
পর্তুগিজ জাহাজের
Ο খ) 
স্প্যানিশ জাহাজের
Ο গ) 
দস্যু জাহাজের
Ο ঘ) 
ভারতীয় জাহাজের

  সঠিক উত্তর: (ক)

৩৫.
গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
Ο ক) 
স্প্যানিশ জলদস্যু
Ο খ) 
ইংরেজ জলদস্যু
Ο গ) 
পর্তুগিজ জলদস্যু
Ο ঘ) 
মরু জলদস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
Ο ক) 
ডাকাতের
Ο খ) 
বর্বর লোকদের
Ο গ) 
ঝড়ের
Ο ঘ) 
হিংস্র জন্তুর

  সঠিক উত্তর: (গ)

৩৭.
রবিনসন কোন শহরের ছেলে ছিল?
Ο ক) 
নিউইয়র্ক
Ο খ) 
ইয়র্ক
Ο গ) 
উনার্ক
Ο ঘ) 
উইয়র্ক

  সঠিক উত্তর: (খ)

৩৮.
দ্বীপে রবিনসনের সবচেয়ে বেশি অভাব হয়েছিল কীসের?
Ο ক) 
খাবারের
Ο খ) 
সঙ্গীসাথির
Ο গ) 
ভালো পানির
Ο ঘ) 
বস্ত্রের

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
রবিন শক্ত জংলাগাছের কাঠ দিয়ে কী তৈরি করল?
Ο ক) 
টেবিল
Ο খ) 
শেলফ
Ο গ) 
কোদাল
Ο ঘ) 
কুড়াল

  সঠিক উত্তর: (গ)

৪০.
রবিনসন ছোট থলেটি খুলে তাতে কী দেখতে পেল?
Ο ক) 
মুদ্রা
Ο খ) 
সোনা
Ο গ) 
রূপা
Ο ঘ) 
তূষ

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজা’-এখানে ওরা কারা?
Ο ক) 
কুকুর-বেড়াল
Ο খ) 
হাঁস-মুরগি
Ο গ) 
ময়না-শালিক
Ο ঘ) 
গরু-ছাগল

  সঠিক উত্তর: (ক)

৪২.
সর্বশেষ দ্বীপে আসা জাহাজের মানুষের দেখে রবিনসনের মনে হলো তারা-
i. শ্বেতাঙ্গ
ii. ইংরেজ
iii. স্বজাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
রবিনসন ফ্রাইডের প্রতি খুবই মুগ্ধ ছিল-
i. ভক্তির কারণে
ii. ভালোবাসার কারণে
iii. বিশ্বাসের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
৫ পাউন্ডের জিনিস রবিনসন কত পাউন্ডে বিক্রি করল?
Ο ক) 
১৫
Ο খ) 
২০
Ο গ) 
২৫
Ο ঘ) 
৩০

  সঠিক উত্তর: (খ)

৪৫.
রবিনসন ঐ দ্বীপের ‘মুকুটহীন রাজা’ বলতে কী বোঝানো হয়েছে?
i. দ্বীপের নির্বাচিত অধিপতি
ii. দ্বীপের মালিক
iii. দ্বীপের একচ্ছত্র অধিপতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

৪৬.
‘ছুতার’ কাদের বলা হয়?
Ο ক) 
কাঠমিস্ত্রি
Ο খ) 
রাজমিস্ত্রি
Ο গ) 
মুচি
Ο ঘ) 
কুমোর

  সঠিক উত্তর: (ক)

৪৭.
রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
Ο ক) 
বালিতে পায়েল ছাপ দেখে
Ο খ) 
দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
Ο গ) 
জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
Ο ঘ) 
সাপের উপদ্রব হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৪৮.
রবিনসন ছোট থলেটিতে দেখতে পেল?
Ο ক) 
মুদ্রা
Ο খ) 
সোনা
Ο গ) 
রুপা
Ο ঘ) 
তূষ

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
প্রায় কয় বছর পরে রবিনসন মনিবের কাছ থেকে পালানোর সুযোগ পেল?
Ο ক) 
এক বছর
Ο খ) 
দুই বছর
Ο গ) 
তিন বছর
Ο ঘ) 
চার বছর

  সঠিক উত্তর: (খ)

৫০.
শেতাঙ্গরা কীভাবে রবিনসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল?
Ο ক) 
অনেক অর্থসম্পদ দিয়ে
Ο খ) 
রবিনসনের বশ্যতা স্বীকার করে
Ο গ) 
রবিনকে তার দেশে ফিরিয়ে নিয়ে
Ο ঘ) 
দ্বীপে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৫১.
রবিনসন বালির উপরে কী দেখতে পেল?
Ο ক) 
তুষ
Ο খ) 
ঝিনুক
Ο গ) 
মই
Ο ঘ) 
পায়ের ছাপ

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
‘রবিনসন ক্রুশো’ গল্পটি লেখা?
Ο ক) 
মার্ক টোয়েন
Ο খ) 
লেভ তলস্তয়
Ο গ) 
ড্যানিয়েল ডিফো
Ο ঘ) 
উইলিয়াম শেক্সপিয়র

  সঠিক উত্তর: (গ)

৫৩.
রবিন নৌকাটি গভীর সমুদ্রে নিয়ে যায় কেন?
Ο ক) 
মাছ দরতে
Ο খ) 
মুর ছেলেকে সমুদ্রে ফেলতে
Ο গ) 
পালিয়ে যেতে
Ο ঘ) 
জাল ফেলতে

  সঠিক উত্তর: (খ)

৫৪.
ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক) 
ওকালতি করুক
Ο খ) 
ব্যবসা করুক
Ο গ) 
পর্যটক হউক
Ο ঘ) 
নাবিক হউক

  সঠিক উত্তর: (ক)

৫৫.
রবিনসন কতজন লোককে আগুনের কুন্ডলী ঘিরে জানাল কেন?
Ο ক) 
প্রাণে বাঁচানোর জন্য
Ο খ) 
খাবার দেয়ার জন্য
Ο গ) 
থাকতে দেয়ার জন্য
Ο ঘ) 
জাহাজে নেয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৫৬.
দ্বীপে বসবাসকালে রবিনসন নিচের কোন আসবাবপত্রগুলো তৈরি করেছিল-
i. চেয়ার, টেবিল, কুড়াল
ii. কোদাল, শেলফ, তাওয়া
iii. মাড়াই করা যন্ত্র, বাক্স, লাঙল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৭.
নিঝুম দ্বীপে কাটানো সাতাশ বছরে রবিনসন কয়জন সঙ্গী পেয়েছিল?
Ο ক) 
দুইজন
Ο খ) 
তিনজন
Ο গ) 
চারজন
Ο ঘ) 
পাঁচজন

  সঠিক উত্তর: (খ)

৫৮.
রবিনসনের ঝোঁক ছিল কীসে?
Ο ক) 
খেলাধুলায়
Ο খ) 
লেখাপড়ায়
Ο গ) 
মাছ ধরার
Ο ঘ) 
দেশে বিদেশে ঘুরে বেড়ানোয়

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
ব্রাজিলের স্থানীয় লোকেরা রবিনকে কী পরামর্শ দিল?
Ο ক) 
বাড়িতে ফিরে যেতে
Ο খ) 
গিনিতে যেয়ে ব্যবসা করতে
Ο গ) 
ব্রাজিলেই বসবাবস করতে
Ο ঘ) 
কাউকে বিয়ে করতে

  সঠিক উত্তর: (খ)

৬০.
রবিনসন ক্রুশোর ঝোঁক ছিল-
i. পড়ালেখায়
ii. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো
iii. সমুদ্র যাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
রবিনসন রুটি সেঁকবার তাওয়া তৈরি করল কী দিয়ে?
Ο ক) 
তামা
Ο খ) 
কাঠ
Ο গ) 
নরম মাটি
Ο ঘ) 
ইস্পাত

  সঠিক উত্তর: (গ)

৬২.
পর্তুগিজ জাহাজ রবিনসনকে কোন বন্দরের নামিয়ে দিল?
Ο ক) 
ইয়ারমাউথ বন্দরে
Ο খ) 
পর্তুগিজ বন্দারে
Ο গ) 
গিনি উপকূলে
Ο ঘ) 
ব্রাজিল বন্দরে

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
‘রবিনসন ক্রুশো’ গল্পে নিম্নোক্ত শব্দগুলো পাওয়া যায়-
i. ডাঙ্গা, আশ্চর্য
ii. প্রকান্ড, প্রহার
iii. কুন্ডলী, অসাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
উপকারীর অপকার করে যে’- এক কথায় তাকে কী বলা হয়?
Ο ক) 
অবিমৃষ্যকারী
Ο খ) 
কৃতজ্ঞ
Ο গ) 
কৃতঘ্ন
Ο ঘ) 
কৃতদার

  সঠিক উত্তর: (গ)

৬৫.
রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
Ο ক) 
সব কাজ করে দতি বলে
Ο খ) 
মাছ ধরতে পারত বলে
Ο গ) 
গান গাইতে পারত বলে
Ο ঘ) 
ভ্রমণের নেশা ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৬৬.
রবিনসন বেলাভূমিতে হাঁটার সময় হঠাৎ কী চোখে পড়ল?
Ο ক) 
একখানি বড় জাহাজ
Ο খ) 
কতগুলো নৌকা
Ο গ) 
কতগুলো অদ্ভুত লোক
Ο ঘ) 
প্রকান্ড এক পায়ের ছাপ

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
নিঝুপ দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
Ο ক) 
২৪ বছর
Ο খ) 
২৬ বছর
Ο গ) 
২৮ বছর
Ο ঘ) 
৩০ বছর

  সঠিক উত্তর: (গ)

৬৮.
রবিনসন মুর ছেলের সাথে যা করল-
i. ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিল
ii. গুলি করে মারার হুমকি দিল
iii. পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৯.
‘বিধিবাম’ বাগধারাটির অর্থ কী?
Ο ক) 
বিধি বাম দিকে আছে
Ο খ) 
বিধির অনুগ্রহ
Ο গ) 
সৌভাগ্য
Ο ঘ) 
দুর্ভাগ্য

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কত বছর পর রবিনসন দেশের মাটিতে পা দিল?
Ο ক) 
পঁয়ত্রিশ বছর
Ο খ) 
চল্লিশ বছর
Ο গ) 
পঁয়তাল্লিশ বছর
Ο ঘ) 
পঞ্চশা বছর

  সঠিক উত্তর: (ক)

৭১.
গিনি উপকূলে ব্যবসার জন্য রবিনসন টাকার ব্যবস্থা করল কীভাবে?
Ο ক) 
আত্মীয়েল কাছ থেকে
Ο খ) 
বন্ধুদের কাছ থেকে
Ο গ) 
জাহাজ মালিকের কাছ থেকে
Ο ঘ) 
মা-বাবার কাছ থেকে

  সঠিক উত্তর: (ক)

৭২.
রবিনসন ফ্রাইডের উপর খুবই সন্তুষ্ট ছিল কেন?
Ο ক) 
সাহস দেখে
Ο খ) 
শক্তি দেখে
Ο গ) 
ভক্তি ও ভালোবাসা দেখে
Ο ঘ) 
বুদ্ধিমত্তা দেখে

  সঠিক উত্তর: (গ)

৭৩.
যা দেখে রবিনসন ফ্রােইডের উপর খুবই সন্তুষ্ট ছিল-
Ο ক) 
সাহস
Ο খ) 
ভক্তি ও ভালোবাসা
Ο গ) 
বুদ্ধিমত্তা
Ο ঘ) 
দৃঢ়চিত্ততা

  সঠিক উত্তর: (খ)

৭৪.
ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক) 
ওকালতি করুক
Ο খ) 
ব্যবসায় করুক
Ο গ) 
পর্যটক হউক
Ο ঘ) 
নাবিক হউক

  সঠিক উত্তর: (ক)

৭৫.
রবিনসন ক্রুশো শেতাঙ্গদের জন্য যা করল-
i. তাদের প্রাণে বাঁচাল
ii. জাহাজ ফিরে পেতে সাহায্য করল
iii. দেশে ফিরে যাওয়ার জন্য অর্থসম্পদ দিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৬.
পর্তুগিজ জাহাজ রবিনসনকে কোন বন্দরে নামিয়ে দিল?
Ο ক) 
উয়ারমাউথ বন্দরে
Ο খ) 
পর্তুগিজ বন্দরে
Ο গ) 
গিনি উপকূলে
Ο ঘ) 
ব্রাজিল বন্দরে

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
রবিনসন ও ফ্রাইডে বর্বরদের হাত থেকে কয়জন লোককে উদ্ধার করল?
Ο ক) 
একজন
Ο খ) 
দুইজন
Ο গ) 
তিনজন
Ο ঘ) 
চারজন

  সঠিক উত্তর: (খ)

৭৮.
রবিনসন ফ্রািইডের উপর খুবই সন্তুষ্ট ছিল কেন?
Ο ক) 
ফ্রাইডের কাজ দেখে
Ο খ) 
বুদ্ধিমত্তা দেখে
Ο গ) 
সাহস দেখে
Ο ঘ) 
ভক্তি ও ভালোবাসা দেখে

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
মনিহারি কী ধরনের মালামাল?
Ο ক) 
নিত্যপ্রয়োজনীয় মালামাল
Ο খ) 
খাদ্যদ্রব্য
Ο গ) 
শৌখিন মালামাল
Ο ঘ) 
পোশাক পরিচ্ছদ

  সঠিক উত্তর: (ক)

৮০.
ব্রাজিলে যেয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল রবিন?
Ο ক) 
ব্যবসা করে
Ο খ) 
চাকরি করে
Ο গ) 
চাষাবাদ করে
Ο ঘ) 
পশ-পালন করে

  সঠিক উত্তর: (গ)

৮১.
কত বছর পর রবিনসন দেশের মাটিতে পা দিল?
Ο ক) 
পঁয়ত্রিশ বছর
Ο খ) 
চল্লিশ বছর
Ο গ) 
পঁয়তাল্লিশ বছর
Ο ঘ) 
পঞ্চাশ বছর

  সঠিক উত্তর: (ক)

৮২.
রবিনসন কতজন লোককে তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (ক)

৮৩.
দ্বীপের পাহাড়ের ওপর উঠে রবিনের মনটা দমে গেল-
i. চারপাশ মানবশূন্য থাকায়
ii. নির্জন দ্বীপে অবস্থান করায়
iii. অন্নের সংস্থান না হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
রবিনসন সাগরের তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক) 
৩টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি

  সঠিক উত্তর: (গ)

৮৫.
জাহাজে কারা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দি করে?
Ο ক) 
খালাপসিরা
Ο খ) 
জলদস্যুরাা
Ο গ) 
পর্তুগিজরা
Ο ঘ) 
স্থানীয়রা

  সঠিক উত্তর: (ক)

৮৬.
রবিনসন মনে করে যে মানুষের সাধারণ স্বভাবে হলো-
i. উপকারীর অপকার করা
ii. উপকারীর উপকার ভূলে যাওয়া
iii. কৃতঘ্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
রবিনসন সাগরের তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক) 
পাঁচটি
Ο খ) 
ছয়টি
Ο গ) 
সাতটি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (ক)

৮৮.
দ্বীপবাসী রবিনসনের জীবনে সঙ্গীসাথি হিসেবে জুটেছিল-
i. কিছু কুকুর ও বিড়াল
ii. ফ্রািইডে
iii. ফ্রাইডের বাবা ও স্প্যানিশ খালাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
রবিনসন কী দিয়ে রুটি সেঁকবার তাওয়া তৈরি করল?
Ο ক) 
লোহা দিয়ে
Ο খ) 
কাঠ দিয়ে
Ο গ) 
মাটি দিয়ে
Ο ঘ) 
পাথর দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৯০.
রবিনসন পাহাড়ের গায়ে কী লিখে রেখেছিল?
Ο ক) 
দিনলিপি
Ο খ) 
বন্ধুদের নাম
Ο গ) 
তারিখ
Ο ঘ) 
কবিতা

  সঠিক উত্তর: (গ)

৯১.
ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক) 
ওকালতি করুক
Ο খ) 
ব্যবসায় করুক
Ο গ) 
পর্যটক হোক
Ο ঘ) 
নাবিক হোক

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
এবারে রবিনসনের ভাবনা- এগুলো মাড়াই করবে কীভাবে? তাছাড়া চাই যাঁতাকল আর রুটি সেঁকবার জন্য তাওয়া। যাই হোক, বুদিঊধমান রবিন শক্ত কাঠ দিয়ে যাঁতা তৈরি করল তাওয়া।
৯২.
এগুলো মাড়াই করবে কীভাবে?-এগুলো কী?
Ο ক) 
গম ও যব
Ο খ) 
ধান ও গম
Ο গ) 
ধান ও যব
Ο ঘ) 
যব ও ভুট্টা

  সঠিক উত্তর: (গ)

৯৩.
যাঁতাকল দিয়ে কী করা হয়?
Ο ক) 
মাড়াইয়ের কাজ
Ο খ) 
ধান ভাঙার কাজ
Ο গ) 
ডাল ভাঙার কাজ
Ο ঘ) 
চাষাবাদের কাজ

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...