NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : জাগো তবে অরণ্য কন্যারা



জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : জাগো তবে অরণ্য কন্যারা


১.
পল্লবের নিবিড় ছায়ায় কার স্নেহ ঝরে পড়ছে?
Ο ক) 
মাটির
Ο খ) 
সূর্যের
Ο গ) 
আলোর
Ο ঘ) 
রোদের

  সঠিক উত্তর: (ক)

২.
‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
Ο ক) 
পানি
Ο খ) 
খাদ্য
Ο গ) 
ফলমূল
Ο ঘ) 
অমৃত

  সঠিক উত্তর: (খ)

৩.
বৃক্ষের বুকে বহ্নিজ্বালা-
i. বৃক্ষনিধনের কারণে
ii. বন উজাড় হয়ে যাওয়ার কারণে
iii. খরার প্রচন্ড দাবদাহের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪.
সকলের ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
Ο ক) 
মৌসুমি ফুল ফোটে নি বলে
Ο খ) 
অস্তিত্ব হুমকির মুখে বলে
Ο গ) 
তারা অতি দরিদ্র বলে
Ο ঘ) 
আত্মার আনন্দ আর নেই বলে

  সঠিক উত্তর: (খ)

৫.
কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
বাসন্ডা গ্রামে
Ο খ) 
তাম্বুলখানা গ্রামে
Ο গ) 
বাড়িয়াল গ্রামে
Ο ঘ) 
শায়েস্তাবাদ গ্রামে

  সঠিক উত্তর: (ঘ)

৬.
ফুলেরৈ ফসল নেই, নেই কারও কণ্ঠে আর-
Ο ক) 
প্রাণ
Ο খ) 
গান
Ο গ) 
দু:খ
Ο ঘ) 
হতাশা

  সঠিক উত্তর: (খ)

৭.
কারো কন্ঠে গান নেই-কবি কেন এ কথা বলেছেন?
Ο ক) 
প্রকৃতির বিপন্নতার জন্য
Ο খ) 
মানুষ এখন গান শোনে না
Ο গ) 
গান গাওয়অর মানুষ নেই বলে
Ο ঘ) 
কারো মানুষের খাবার নেই বলে

  সঠিক উত্তর: (ক)

৮.
কবি সুফিয়া কামাল পৃথিবীর জীবনকে কী বলেছেন?
Ο ক) 
ক্ষুধার্ত
Ο খ) 
ভয়ার্তে
Ο গ) 
ম্লান
Ο ঘ) 
মুমূর্ষু

  সঠিক উত্তর: (ঘ)

৯.
কোনটি সুফিয়া কামালের স্মৃতিমূলক গ্রন্থ?
Ο ক) 
আমি বিজয় দেখেছি
Ο খ) 
আমার ডায়েরী
Ο গ) 
সাঁজের মায়া
Ο ঘ) 
একাত্তরের ডায়েরী

  সঠিক উত্তর: (ঘ)

১০.
কবি কেন ব্যথিত হন?
Ο ক) 
ফুল-ফল না থাকায়
Ο খ) 
মৌসুমি গান শোনায়
Ο গ) 
অরণ্য-নিধন লক্ষ করে
Ο ঘ) 
বৃক্ষের বহ্নিজ্বালা দেখে

  সঠিক উত্তর: (গ)

১১.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কবির কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
Ο ক) 
সাঁঝের মায়া
Ο খ) 
উদাত্ত পৃথিবী
Ο গ) 
মায়া কাজল
Ο ঘ) 
উতল বিতল

  সঠিক উত্তর: (খ)

১২.
কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন?
Ο ক) 
জাগরণের
Ο খ) 
মৃত্যুর
Ο গ) 
হারিয়ে যাওয়ার
Ο ঘ) 
বিলীন হয়ে যাওয়ার

  সঠিক উত্তর: (ক)

১৩.
কার বুকে বহ্নি জ্বালা?
Ο ক) 
ফুলের
Ο খ) 
ফলের
Ο গ) 
বৃক্ষের
Ο ঘ) 
সকলের

  সঠিক উত্তর: (গ)

১৪.
কবি অরণ্য কন্যাদের আত্মার জন্য কী আনতে বলেছেন?
Ο ক) 
খাদ্য
Ο খ) 
সুখ
Ο গ) 
পরিতৃপ্তি
Ο ঘ) 
আনন্দ

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
‘তিমির’ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো-
Ο ক) 
আলোক
Ο খ) 
অন্ধকার
Ο গ) 
জ্যোৎস্না
Ο ঘ) 
আলো-ছায়া

  সঠিক উত্তর: (খ)

১৬.
‘পল্লব’ শব্দের অর্থ কী?
Ο ক) 
গাছের নতুন পাতা
Ο খ) 
গাছের নতুন ফুল
Ο গ) 
গাছের নতুন ফল
Ο ঘ) 
গাছের নতুন শাখা

  সঠিক উত্তর: (ক)

১৭.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতারয় পঙ্‌ক্তি সংখ্যা হলো-
Ο ক) 
বারো
Ο খ) 
চৌদ্দ
Ο গ) 
ষোলো
Ο ঘ) 
আঠারো

  সঠিক উত্তর: (গ)

১৮.
কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন-
i. আড়মোড়া ভেঙে
ii. লেলিহান শিখা মেলে
iii. আগুন রঙা ফুল ফুটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
মৌসুমি ফুলের গান কার কন্ঠে আর জাগে না?
Ο ক) 
মানুষের
Ο খ) 
কবির
Ο গ) 
অরণ্যের
Ο ঘ) 
পাখির

  সঠিক উত্তর: (খ)

২০.
অরণ্যকন্যার কাছে কবির আহ্বানের বাণীরূপ কোনটি?
i. ফুলের ফসল আনো
ii. খাদ্য আনো ক্ষুধার্তের লাগি
iii. আনো বৃক্ষের বহ্নিজ্বালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২১.
কঙ্কণে কিসের তান তোলা হয়?
Ο ক) 
কবিতার
Ο খ) 
বীণার
Ο গ) 
গাণের
Ο ঘ) 
ছন্দের

  সঠিক উত্তর: (ঘ)

২২.
কবি সুফিয়া কামাল আনতে বলেছেন-
i. ফুলের ফসল
ii. ক্ষুধার্তের খাদ্য
iii. আত্মার আনন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
কোনটি সুফিয়া কামালের রচনা?
Ο ক) 
আকাত্তরের ডায়েরী
Ο খ) 
একাত্তরের দিনগুলি
Ο গ) 
একাত্তরের দিনলিপি
Ο ঘ) 
স্মৃতিময় একাত্তর

  সঠিক উত্তর: (ক)

২৪.
সুফিয়া কামাল কোন বয়সে কবিতাচর্চা শুরু করেছিলেন?
Ο ক) 
ছোটোবেলায়
Ο খ) 
যৌবনে
Ο গ) 
প্রৌঢ় বয়সে
Ο ঘ) 
বৃদ্ধ বয়সে

  সঠিক উত্তর: (ক)

২৫.
‘ম্লান’ শব্দের অর্থ কী?
Ο ক) 
মলিন
Ο খ) 
মসলিন
Ο গ) 
ক্ষরা
Ο ঘ) 
মহান

  সঠিক উত্তর: (ক)

২৬.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোথায় শুধু হাহাকার শোনা যায়?
Ο ক) 
উত্তর দিকে
Ο খ) 
দক্ষিণ দিকে
Ο গ) 
পশ্চিম দিকে
Ο ঘ) 
চারদিকে

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
Ο ক) 
কান্না
Ο খ) 
খুশি
Ο গ) 
দু:খ
Ο ঘ) 
আনন্দ

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
কবি ফুলের ফসল আনতে বলেছেন-
i. ক্ষুধার্তের জন্য
ii. সৌন্দর্যপিপাসুদের জন্য
iii. যারা অন্ধকারে জেগে আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কোথায়?
Ο ক) 
কুমিল্লায়
Ο খ) 
বরিশালে
Ο গ) 
কলকাতায়
Ο ঘ) 
ঢাকায়

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
বৃক্ষের বুকে বহ্নিজ্বালা-
i. বৃক্ষনিধনের কারণে
ii. বন উজাড় হয়ে যাওয়ার কারণে
iii. খরার প্রচন্ড দাবদাহের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩১.
কোনটি সুফিয়া কামালের স্মৃতিমূলক গ্রন্থ-
Ο ক) 
আমি বিজয় দেখেছি
Ο খ) 
আমার ডায়েরি
Ο গ) 
সাঁঝের মায়া
Ο ঘ) 
একাত্তরের ডাইরি

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
কবি সুফিয়া কামাল চারদিকে কী শোনেন?
Ο ক) 
কান্না
Ο খ) 
আর্তনাদ
Ο গ) 
হাহাকার
Ο ঘ) 
হাসি

  সঠিক উত্তর: (গ)

৩৩.
‘মুমূর্ষু’ শব্দটি দ্বারা বোঝায়-
i. মৃতপ্রায়
ii. মরণাপন্ন
iii. মরে যাচ্ছে এমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
কবি সুফিয়া কামালের কবিতার বৈশিষ্ট্য-
i. সহজ
ii. সুললিত ভাষা
iii. ছন্দ ব্যঞ্জনাময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
নিচের কোনটি ‘নয়ন’ শব্দটির অর্থ থেকে ভিন্নার্থক?
Ο ক) 
লোচন
Ο খ) 
নেত্র
Ο গ) 
আঁখি
Ο ঘ) 
কুন্তল

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা পাঠে শিক্ষার্থীরা কোনটির প্রতি সহানুভূতিশীল হবে?
Ο ক) 
স্বদেশের
Ο খ) 
মানুষের
Ο গ) 
প্রাণিকুলের
Ο ঘ) 
প্রকৃতিজগতের

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। এ থেকে বলা যায়-
i. তাঁর জন্ম উনিশ শতকে
ii. তাঁর জন্ম বিংশ শতাব্দীতে
iii. প্রাবন্ধিক ও কলামিস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৮.
কোন আলো মুঠি মুঠি ছড়াবো?
Ο ক) 
দুপুরের
Ο খ) 
সন্ধ্যার
Ο গ) 
প্রভাতের
Ο ঘ) 
রাতের

  সঠিক উত্তর: (গ)

৩৯.
কবির কল্পনায় মানুষের ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি কেমন?
Ο ক) 
নিষ্পলক
Ο খ) 
ভীত-সন্ত্রসস্ত
Ο গ) 
জড়তাগ্রস্ত
Ο ঘ) 
প্রাণহীন

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
সুফিয়া কামালের কবিতার ভাষা কেমন ছিল?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
সুললিত
Ο গ) 
ছান্দরিক
Ο ঘ) 
দোলায়িথ

  সঠিক উত্তর: (খ)

৪১.
“ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ-”
Ο ক) 
ম্লান
Ο খ) 
গান
Ο গ) 
অম্লান
Ο ঘ) 
প্রাণ

  সঠিক উত্তর: (ক)

৪২.
কোথায় ছন্দ তান তুলে মুমূর্ষ ধরা-প্রাণ বাঁচাতে বলা হয়েছে?
Ο ক) 
কঙ্কণে
Ο খ) 
অলকে
Ο গ) 
বাজুতে
Ο ঘ) 
কর্ণ-দুলে

  সঠিক উত্তর: (ক)

৪৩.
মৌসুমি ফুলের গান আর কবির কণ্ঠে জাগে না কেন?
i. অরণ্য নিধনে তিনি ব্যথিত বলে
ii. চারিদেকে হাহাকার শুনে
iii. স্বামী বিয়োগে ব্যথিত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন যেভাবে-
i. আড়মোড়া ভেঙে
ii. লেলিহান শিখা মেলে
iii. আগুন রঙা ফুল ফুটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৫.
কবি সুফিয়া কামাল পৃথিবীর জীবনকে কী বলেছেন?
Ο ক) 
ক্ষুধার্ত
Ο খ) 
ভয়ার্ত
Ο গ) 
ম্লান
Ο ঘ) 
মুমূর্ষু

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
শিশুদের জন্য কবি সুফিয়া কামাল লিখেছেন-
i. ইতল বিতল
ii. মোর যাদুদের সমাধি পরে
iii. নওল কিশোরের দরবারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪৭.
সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন?
Ο ক) 
ভািইয়ের সহযোগিতায়
Ο খ) 
নিজের চেষ্টায়
Ο গ) 
বাবার তত্ত্বাবধানে
Ο ঘ) 
স্বামীর পৃষ্টপোষকতায়

  সঠিক উত্তর: (খ)

৪৮.
সুফিয়া কামাল কখন থেকে কবিতাচর্চা শুরু করেন?
Ο ক) 
ছোটবেলা থেকে
Ο খ) 
কলেজজীবন থেকে
Ο গ) 
বিয়ের পর
Ο ঘ) 
বিশ্ববিদ্যালয় থেকে

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় চারিদিকে কবি কী শোনেন?
Ο ক) 
আনন্দধ্বনি
Ο খ) 
চিৎকার
Ο গ) 
ক্রন্দন
Ο ঘ) 
হাহাকার

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
মাটি কার পানে চায়?
Ο ক) 
অরণ্যের
Ο খ) 
মৌসুমি ফুলের
Ο গ) 
ক্ষুধার্ত মানুষের
Ο ঘ) 
ম্লান মুখের

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার মাটি কার পানে চায়?
Ο ক) 
আকামের
Ο খ) 
পাহাড়ের
Ο গ) 
নক্ষত্রের
Ο ঘ) 
অরণ্যের

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
নিজের কোন বানানটি সঠিক?
Ο ক) 
মুমুর্ষ
Ο খ) 
মূমূর্ষ
Ο গ) 
মুমূর্ষু
Ο ঘ) 
মমুর্ষূ

  সঠিক উত্তর: (গ)

৫৩.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় ‘নিবিড় ছায়া’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) 
গাঢ় ছায়া
Ο খ) 
মেঘের ছায়া
Ο গ) 
হালকা ছায়া
Ο ঘ) 
রাতের ছায়া

  সঠিক উত্তর: (ক)

৫৪.
মানুষের দৃষ্টি ক্ষুধার্ত ভয়ার্ত-
i. মাটির মমতারস পেয়ে
ii. সূর্যের আলোয় সিক্ত হয়ে
iii. জোছনার নরম আলোয় ভিজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
ধরা-প্রাণ কী?
Ο ক) 
পৃথিবীর জীবন
Ο খ) 
মৃত্যুর জন্যে গান
Ο গ) 
আখেরাতের জীবন
Ο ঘ) 
অস্তিত্ব রক্ষার গান

  সঠিক উত্তর: (ক)

৫৬.
কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস ছিল-
Ο ক) 
বরিশাল
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
মুন্সিগঞ্জ
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (খ)

৫৭.
মুমূর্ষ ধরা-প্রাণ জেগে উঠতে পারে-
i. সবুজ বৃক্ষের সমারোহে
ii. অরণ্য কন্যার জাগরণে
iii. প্রচুর বৃষ্টিপাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৮.
সব মুখ ম্লান কেন?
Ο ক) 
বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
Ο খ) 
প্রকৃতিতে মৌসুমি ফুল নেই বলে
Ο গ) 
কবি অভিমানে নীরব বলে
Ο ঘ) 
মানুষ মুমূর্ষু বলে

  সঠিক উত্তর: (ক)

৫৯.
‘তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন’-অতন্দ্র নয়ন বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
তন্দ্রাহীন নয়ন
Ο খ) 
তন্দ্রাচ্ছন্ন নয়ন
Ο গ) 
ঘুমকাতুরে
Ο ঘ) 
নিদ্রাচ্ছন্ন নয়ন

  সঠিক উত্তর: (ক)

৬০.
‘ম্লান’ বলতে বোঝানো হয়েছে নিচের কোনটি?
Ο ক) 
ময়লা
Ο খ) 
মলিন
Ο গ) 
অসুন্দর
Ο ঘ) 
অমলিন

  সঠিক উত্তর: (খ)

৬১.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
Ο ক) 
গোলাপ
Ο খ) 
শাপলা
Ο গ) 
মৌসুমী ফুল
Ο ঘ) 
অরণ্য ফুল

  সঠিক উত্তর: (গ)

৬২.
কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন
i. চারিদিকে সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টির জন্য
ii. ফুলে ও ফসলে পৃথিবী ভরে তোলার জন্য
iii. মানুষের বিপন্ন অস্তিত্ব রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
মানুষের দৃষ্টি ভয়ার্ত হওয়ার কারণ-
i. প্রকৃতিতে ফৃুল ফসল কমে যাওয়ায়
ii. বিদেশি অর্থ সাহায্য বন্ধ হওয়ায়
iii. সবুজ প্রকৃতি বিলীন হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৪.
কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন-
Ο ক) 
মামার বাড়িতে
Ο খ) 
খালার বাড়িতে
Ο গ) 
বাপের বাড়িতে
Ο ঘ) 
ফুফুর বাড়িতে

  সঠিক উত্তর: (ক)

৬৫.
সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (ক)

৬৬.
পল্লবের নিবিড় ছায়ায় কার স্নেহ ঝরে পড়ছে?
Ο ক) 
মাটির
Ο খ) 
আলোর
Ο গ) 
রোদের
Ο ঘ) 
সূর্সের

  সঠিক উত্তর: (গ)

৬৭.
প্রকৃতির বিলীনতায় কবি মানুষের মাঝে যে পরিবর্তন লক্ষ করেছেন তা হলো-
i. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি
ii. সব ম্লান মুখ
iii. জীর্ণ-শীর্ণ চেহারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
কবি সুফিয়া কামাল কিছুকাল কোথায় শিক্ষকতা করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
কলকাতায়
Ο গ) 
বরিশালে
Ο ঘ) 
চট্টগ্রামে

  সঠিক উত্তর: (খ)

৬৯.
কোথায় স্নেহ চুয়ে পড়ছে?
Ο ক) 
মৌসুমি ফুলে
Ο খ) 
ম্লান মুখে
Ο গ) 
পল্লবের নিবিড় ছায়ায়
Ο ঘ) 
কবির স্নিগ্ধ দৃষ্টিতে

  সঠিক উত্তর: (গ)

৭০.
কোথায় স্নেহ চুয়ে পড়েছে?
Ο ক) 
মৌসুমি ফুলে
Ο খ) 
ম্লান মুখে
Ο গ) 
পল্লবের নিবিড় ছায়ায়
Ο ঘ) 
কবির স্নিগ্ধ দৃষ্টিতে

  সঠিক উত্তর: (গ)

৭১.
বহ্নিজ্বালা কোাথায় বাজে?
Ο ক) 
মর্মরে
Ο খ) 
হৃদয়ে
Ο গ) 
বক্ষে
Ο ঘ) 
বৃক্ষে

  সঠিক উত্তর: (গ)

৭২.
কোনটি সুফিয়অ কামালের কাব্যগ্রন্থ?
Ο ক) 
বনফুল
Ο খ) 
বনলতা সেন
Ο গ) 
সাঁঝের মায়া
Ο ঘ) 
চক্রবাক

  সঠিক উত্তর: (গ)

৭৩.
মুমূর্ষু ধারা-প্রাণ জেগে উঠতে পারে-
i. সবুজ বৃক্ষের সমারোহে
ii. অরণ্য কন্যার জাগরণে
iii. প্রচুর বৃষ্টিপাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কবি চারিদিকে হাহাকার শোনেন, কেননা-
i. নেই কারও কন্ঠে আর গান
ii. প্রাণহীন সব মুখ ম্লান
iii. ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭৫.
কবি কীসের আনন্দ আনার আহ্বান জানিয়েছেন-
Ο ক) 
দেহের
Ο খ) 
আত্মার
Ο গ) 
জীবনের
Ο ঘ) 
পৃথিবীর

  সঠিক উত্তর: (খ)

৭৬.
সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ছিল?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
সিরাজগঞ্জ
Ο ঘ) 
পাবনা

  সঠিক উত্তর: (খ)

৭৭.
মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
Ο ক) 
সাধারণ মানুষের
Ο খ) 
সুফিয়া কামালের
Ο গ) 
অরণ্যের
Ο ঘ) 
পাখির

  সঠিক উত্তর: (খ)

৭৮.
‘নয়ন’ শব্দটির অর্থ কী?
Ο ক) 
চোখ
Ο খ) 
নাক
Ο গ) 
মুখ
Ο ঘ) 
কপাল

  সঠিক উত্তর: (ক)

৭৯.
‘ক্ষরিছে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
খনন করছে
Ο খ) 
চুয়ে চুয়ে পড়ছে
Ο গ) 
খর খর শব্দ করছে
Ο ঘ) 
রক্তক্ষরণ হচ্ছে

  সঠিক উত্তর: (খ)

৮০.
কবি ফুলের ফসল আনতে বলেছেন-
i. ক্ষুধার্তের জন্য
ii. সৌন্দর্যপিপাসুদের জন্য
iii. যারা অন্ধকারে জেগে আছে তাদের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
শুভ গ্রামে বেড়াতে গিয়ে এ হাটের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্য হয়ে দেখল এক বৃদ্ধ চিৎকার করে বলছে- ‘তোমরা আমার কাছে ঔষধ চেয়ো না বরং এক একটি বৃক্ষ নিয়ে যাও। ঔষধ আমি কোথা তেকে দেব? ঔষধের গাছ তো নেই।’ শুভ চিন্তা করে দেখল, ভভিষ্যতে আমরা ঔষধ কোথায় পাব?
৮১.
উদ্দীপকে বর্ণিত বৃদ্ধের চিৎকার ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন দিক নির্দেশ করে?
Ο ক) 
গাছ লাগাও পরিবেশ বাঁচাও
Ο খ) 
গাছ কাটো পরিবেশ নষ্ট করো
Ο গ) 
গাছ কাটে ইটের ভাটা দাও
Ο ঘ) 
গাছ কাটো দালান কোঠা করো

  সঠিক উত্তর: (ক)

৮২.
‘ঔষধ আমি কোথা থেকে দেব? ঔষধের গাছ তো নেই?’- ‘জাগো তবে অরণ্য কন্যার’ কবিতার কবির মনোভাব ও বৃদ্ধের মনোভাব একই দিকে প্রতিফলিত হচেছ। তা হলো-
i. গাছ লাগাও পরিবেশ বাঁচাও
ii. ভভিষ্যতের জন্যে বৃক্ষরোপণ প্রয়োজনীয়
iii. শহর রক্ষায় গাছ কাটো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন