NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ২য়পত্র ৩য় অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: উপসর্গ


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৩য় অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: উপসর্গ


১.
নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
Ο ক) 
বাজে খরচ
Ο খ) 
কারখানা/বদনাম
Ο গ) 
আকন্ঠ
Ο ঘ) 
অবগাহন

  সঠিক উত্তর: (খ)

২.
‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ঊর্ধ্বে
Ο খ) 
আতিশয্য
Ο গ) 
প্রস্তুতি
Ο ঘ) 
নিশ্চয়তা

  সঠিক উত্তর: (ক)

৩.
‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) 
আরবি
Ο খ) 
হিন্দি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

৪.
‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
অভাব
Ο খ) 
গতি
Ο গ) 
সাধারণ
Ο ঘ) 
বিশেষ

  সঠিক উত্তর: (ঘ)

৫.
উপসর্গের কাজ কী?
Ο ক) 
বর্ণ সংস্করণ
Ο খ) 
নতুন শব্দ গঠন
Ο গ) 
ভাবের পার্থক্য নিরূপণ
Ο ঘ) 
যতি সংস্থাপন

  সঠিক উত্তর: (খ)

৬.
তৎসম উপসর্গ কোনটি?
Ο ক) 
গর
Ο খ) 
অনা
Ο গ) 
লা
Ο ঘ) 
সম

  সঠিক উত্তর: (ঘ)

৭.
গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) 
বিশেষ
Ο খ) 
মন্দ
Ο গ) 
না
Ο ঘ) 
অভাব

  সঠিক উত্তর: (ঘ)

৮.
উপসর্গ কত প্রকার?
Ο ক) 
দুই প্রকার
Ο খ) 
তিন প্রকার
Ο গ) 
চার প্রকার
Ο ঘ) 
পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (খ)

৯.
কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) 
অকাজ
Ο খ) 
পরিশেষ
Ο গ) 
নিষেধ
Ο ঘ) 
বিবর্ণ

  সঠিক উত্তর: (ক)

১০.
নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
Ο ক) 
অনুসর্গের
Ο খ) 
বিভক্তির
Ο গ) 
উপসর্গের
Ο ঘ) 
পদাশ্রিত অব্যয়ের

  সঠিক উত্তর: (গ)

১১.
‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
Ο ক) 
সাধারণ
Ο খ) 
বিশেষ
Ο গ) 
অভাব
Ο ঘ) 
স্বল্প

  সঠিক উত্তর: (খ)

১২.
নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
Ο ক) 
অনা, কদ
Ο খ) 
সম, গর
Ο গ) 
কু, নি
Ο ঘ) 
অজ, অভি

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) 
সুনীল
Ο খ) 
সুলভ
Ο গ) 
সুতীক্ষ্ণ
Ο ঘ) 
সুচতুর

  সঠিক উত্তর: (ক)

১৪.
কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) 
চোরটি বমাল ধরা পড়েছে
Ο খ) 
অনুকরণ করো না
Ο গ) 
সমাগত সুধী
Ο ঘ) 
কুজনে কুবর করে

  সঠিক উত্তর: (ক)

১৫.
বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
Ο ক) 
অ, অঘা, অজা
Ο খ) 
আ, উপ, আপ
Ο গ) 
সু, বি, নি
Ο ঘ) 
কু, অনা, ইতি

  সঠিক উত্তর: (গ)

১৬.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
Ο ক) 
ইতিহাস
Ο খ) 
অনুবাদ
Ο গ) 
অভিযান
Ο ঘ) 
গরমিল

  সঠিক উত্তর: (ক)

১৭.
ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
Ο ক) 
তৎসম
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (খ)

১৮.
ফুল, হাফ - কোন ধরনের উপসর্গ?
Ο ক) 
তৎসম
Ο খ) 
ইংরেজি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (খ)

১৯.
‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
Ο ক) 
সুনজর
Ο খ) 
সুদিন
Ο গ) 
সুনাম
Ο ঘ) 
সুকন্ঠ

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোনটি বাংলা উপসর্গ?
Ο ক) 
আধ
Ο খ) 
উৎ
Ο গ) 
নিম
Ο ঘ) 
আড়/হা

  সঠিক উত্তর: (ঘ)

২১.
‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
Ο ক) 
উৎকৃষ্ট
Ο খ) 
তুচ্ছ
Ο গ) 
বড়
Ο ঘ) 
বিশিষ্ট

  সঠিক উত্তর: (গ)

২২.
‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
Ο ক) 
অর্ধ-তৎসম
Ο খ) 
বিদেশি
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
খাঁটি বাংলা

  সঠিক উত্তর: (ঘ)

২৩.
বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
Ο ক) 
এগারোটি
Ο খ) 
একুশটি
Ο গ) 
বাইশটি
Ο ঘ) 
আঠারোটি

  সঠিক উত্তর: (খ)

২৪.
“নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” - কোনটির?
Ο ক) 
অনুসর্গের
Ο খ) 
বিভক্তির
Ο গ) 
উপসর্গের
Ο ঘ) 
পদাশ্রিত অব্যয়ের

  সঠিক উত্তর: (গ)

২৫.
‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
Ο ক) 
বাংলা
Ο খ) 
সংস্কৃত
Ο গ) 
দেশি
Ο ঘ) 
বিদেশি

  সঠিক উত্তর: (ক)

২৬.
‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
Ο ক) 
উপকন্ঠ
Ο খ) 
উপকূল
Ο গ) 
উপস্থিত
Ο ঘ) 
উপনেতা

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
আরবি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (ক)

২৮.
‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
Ο ক) 
নিতান্ত অর্থে
Ο খ) 
ন্যূন অর্থে
Ο গ) 
নঞ অর্থে
Ο ঘ) 
সামান্য অর্থে

  সঠিক উত্তর: (ক)

২৯.
‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) 
বিশিষ্ট
Ο খ) 
বিচিত্র
Ο গ) 
বিকল্প
Ο ঘ) 
বিক্ষিপ্ত

  সঠিক উত্তর: (ঘ)

৩০.
‘রামছাগল’ - এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
Ο ক) 
ক্ষুদ্র
Ο খ) 
নিকৃষ্ট
Ο গ) 
উৎকৃষ্ট
Ο ঘ) 
সম্যক

  সঠিক উত্তর: (গ)

৩১.
শব্দের আগে বসে কোনটি?
Ο ক) 
অনুসর্গ
Ο খ) 
উপসর্গ
Ο গ) 
প্রত্যয়
Ο ঘ) 
বিভক্তি

  সঠিক উত্তর: (খ)

৩২.
কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
Ο ক) 
বিফল
Ο খ) 
আলুনি
Ο গ) 
নিলাজ
Ο ঘ) 
সুনজর

  সঠিক উত্তর: (ক)

৩৩.
বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
Ο ক) 
পরাকাষ্ঠা
Ο খ) 
পরাভব
Ο গ) 
পরাক্রান্ত
Ο ঘ) 
পরায়ণ

  সঠিক উত্তর: (খ)

৩৪.
কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নি?
Ο ক) 
এত অত্যাচার আর সহ্য হয় না
Ο খ) 
এটি একটি অতিপ্রাকৃত গল্প
Ο গ) 
অতিকায় হস্তী লোপ পেয়েছে
Ο ঘ) 
অতি চালাকের গলায় দড়ি

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) 
প্রহার
Ο খ) 
খাসকামরা
Ο গ) 
আগ্রহ
Ο ঘ) 
উপকার

  সঠিক উত্তর: (খ)

৩৬.
‘গমন’অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) 
অভিযান
Ο খ) 
অভিভূত
Ο গ) 
অভিব্যক্তি
Ο ঘ) 
অভিবাদন

  সঠিক উত্তর: (ক)

৩৭.
“অঘারাম বাস করে অজ পাঁড়াগায়ে” - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Ο ক) 
বিদেশি
Ο খ) 
খাঁটি বাংলা
Ο গ) 
তৎসম
Ο ঘ) 
আরবি উপসর্গ

  সঠিক উত্তর: (খ)

৩৮.
‘নিদার্ঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?
Ο ক) 
গভীর
Ο খ) 
না
Ο গ) 
অল্পতা
Ο ঘ) 
আতিশয্য

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
Ο ক) 
আম
Ο খ) 
রাম
Ο গ) 
সম
Ο ঘ) 
নিম

  সঠিক উত্তর: (খ)

৪০.
‘দরপাট্টা’ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) 
আধা
Ο খ) 
অধীন
Ο গ) 
প্রতি
Ο ঘ) 
স্বল্প

  সঠিক উত্তর: (খ)

৪১.
‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) 
বাংলা
Ο খ) 
সংস্কৃত
Ο গ) 
হিন্দি
Ο ঘ) 
বিদেশি

  সঠিক উত্তর: (ক)

৪২.
‘অঘা’ কোন প্রকারের উপসর্গ?
Ο ক) 
সংস্কৃত
Ο খ) 
খাঁটি বাংলা
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (খ)

৪৩.
‘অভি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) 
বাংলা
Ο খ) 
তৎসম
Ο গ) 
আরবি
Ο ঘ) 
ফারসি

  সঠিক উত্তর: (খ)

৪৪.
কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (খ)

৪৫.
বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
Ο ক) 
পরাকাষ্ঠা
Ο খ) 
পরাভব
Ο গ) 
পরাক্রান্ত
Ο ঘ) 
পরায়ণ

  সঠিক উত্তর: (খ)

৪৬.
বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
Ο ক) 
দেশি
Ο খ) 
ফারসি
Ο গ) 
সংস্কৃত
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (খ)

৪৭.
শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
Ο ক) 
উপসর্গ
Ο খ) 
অব্যয়জাতীয় শব্দাংশ
Ο গ) 
অনুসর্গ
Ο ঘ) 
প্রত্যয়জাতীয় শব্দাংশ

  সঠিক উত্তর: (ক)

৪৮.
“মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে” - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) 
বাংলা
Ο খ) 
সংস্কৃত
Ο গ) 
হিন্দি
Ο ঘ) 
বিদেশি

  সঠিক উত্তর: (ক)

৪৯.
“সীমার মাঝে অসীম তুমি” - বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
ব্যাপ্তি
Ο খ) 
ঐকদেশিক
Ο গ) 
মধ্য
Ο ঘ) 
নিকট

  সঠিক উত্তর: (গ)

৫০.
‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’ - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Ο ক) 
বিদেশি
Ο খ) 
খাঁটি বাংলা
Ο গ) 
তৎসম
Ο ঘ) 
আ উপসর্গ

  সঠিক উত্তর: (খ)

৫১.
‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
Ο ক) 
কদ্
Ο খ) 
কু
Ο গ) 
আব
Ο ঘ) 
হা

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘পাতিহাঁস’ - এখানে কী অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) 
নিন্দিত
Ο খ) 
অভাব
Ο গ) 
পূর্ণতা
Ο ঘ) 
ক্ষুদ্র

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
Ο ক) 
আ, সু, অব, আড়
Ο খ) 
ফি, নি, বি, সু
Ο গ) 
অজ, আন, ইতি, পাতি
Ο ঘ) 
কু, বি, প্র, নি

  সঠিক উত্তর: (গ)

৫৪.
উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?
Ο ক) 
তিন প্রকার
Ο খ) 
চার প্রকার
Ο গ) 
পাঁচ প্রকার
Ο ঘ) 
ছয় প্রকার

  সঠিক উত্তর: (গ)

৫৫.
খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সুনীল
Ο খ) 
সুখবর
Ο গ) 
সুকন্ঠ
Ο ঘ) 
সুনিপুণ

  সঠিক উত্তর: (খ)

৫৬.
‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ বাক্যে কয়টি উপসর্গ রয়েছে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

৫৭.
নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) 
সাব-জজ
Ο খ) 
উপাধ্যক্ষ
Ο গ) 
সহযোগী
Ο ঘ) 
উপকূল

  সঠিক উত্তর: (ক)

৫৮.
বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
Ο ক) 
উপকূল
Ο খ) 
উপভোগ
Ο গ) 
উপবন
Ο ঘ) 
উপকন্ঠ

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘খাসমহল’ শব্দের খাস কোন দেশি উপসর্গ?
Ο ক) 
আরবি
Ο খ) 
ফারসি
Ο গ) 
উর্দু
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (ক)

৬০.
পরাকাষ্ঠা শব্দের ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
সম্যক
Ο খ) 
অভাব
Ο গ) 
অল্পতা
Ο ঘ) 
আতিশয্য

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
উপসর্গ কী?
Ο ক) 
ভাষায় ব্যবহৃত সর্বনাম
Ο খ) 
ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
Ο গ) 
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
Ο ঘ) 
ভাষায় ব্যবহৃত অব্যয়

  সঠিক উত্তর: (গ)

৬২.
বিদেশি উপসর্গ কতটি?
Ο ক) 
তিনটি
Ο খ) 
বিশটি
Ο গ) 
একুশটি
Ο ঘ) 
অনির্দিষ্ট

  সঠিক উত্তর: (ঘ)

৬৩.
কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ?
Ο ক) 
বিশুদ্ধ
Ο খ) 
বিজ্ঞান
Ο গ) 
বিশুষ্ক
Ο ঘ) 
বিপথ

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
‘নিম’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) 
আরবি
Ο খ) 
হিন্দি
Ο গ) 
ফারসি
Ο ঘ) 
উর্দু

  সঠিক উত্তর: (গ)

৬৫.
কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?
Ο ক) 
রাম, সু, পরি
Ο খ) 
বি, নি, দুর
Ο গ) 
সু, বি, নি
Ο ঘ) 
নি, অব, সু

  সঠিক উত্তর: (গ)

৬৬.
সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
উৎকৃষ্ট
Ο খ) 
বিশিষ্ট
Ο গ) 
সঙ্গে
Ο ঘ) 
নিকৃষ্ট

  সঠিক উত্তর: (ক)

৬৭.
‘সুনিপুণ’ শব্দের ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?
Ο ক) 
আতিশয্য
Ο খ) 
বিশেষ
Ο গ) 
নিশ্চয়
Ο ঘ) 
নিষেধ

  সঠিক উত্তর: (ক)

৬৮.
তৎসম উপসর্গ কয়টি?
Ο ক) 
১৯টি
Ο খ) 
২০টি
Ο গ) 
২১টি
Ο ঘ) 
২২টি

  সঠিক উত্তর: (খ)

৬৯.
‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
Ο ক) 
ফারসি
Ο খ) 
উর্দু
Ο গ) 
আরবি
Ο ঘ) 
হিন্দি

  সঠিক উত্তর: (গ)

৭০.
ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন - এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৭১.
কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
Ο ক) 
শব্দ বিভক্তি
Ο খ) 
ক্রিয়া বিভক্তি
Ο গ) 
প্রত্যয়
Ο ঘ) 
উপসর্গ

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
Ο ক) 
অ, অজ, অনা, আ
Ο খ) 
সু, বি, নি, আ
Ο গ) 
কু, ইতি, রাম, আ
Ο ঘ) 
সা, আন, আব, আ

  সঠিক উত্তর: (খ)

৭৩.
‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
Ο ক) 
উৎকৃষ্ট
Ο খ) 
আকৃষ্ট
Ο গ) 
নিকৃষ্ট
Ο ঘ) 
বিশিষ্ট

  সঠিক উত্তর: (গ)

৭৪.
নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
Ο ক) 
লাপাত্তা
Ο খ) 
বকলম
Ο গ) 
আমদরবার
Ο ঘ) 
অবগাহন

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...