NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ২২ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ২য় পত্র অধ্যায় - ৩: সন্ধি



জে.এস.সি    ||    বাংলা ২য় পত্র
অধ্যায় - ৩: সন্ধি


১.
নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
Ο ক) 
সংহার
Ο খ) 
মস্যাধার
Ο গ) 
স্বাগত
Ο ঘ) 
নমস্কার

  সঠিক উত্তর: (ঘ)

২.
‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
সুব + অন্ত
Ο খ) 
সুপ্ + অন্ত
Ο গ) 
সুপ + ন্ত
Ο ঘ) 
সু + পন্ত

  সঠিক উত্তর: (খ)

৩.
‘মহৌষধি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
মহা + ওষধি
Ο খ) 
মহা + ঔষধি
Ο গ) 
মহৌষধি
Ο ঘ) 
মহাঔষধ

  সঠিক উত্তর: (খ)

৪.
নিচের কোনটি ‘সংগীত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Ο ক) 
সম্ + গীত
Ο খ) 
সং + গীত
Ο গ) 
সংগী + ত
Ο ঘ) 
সংগ + ইত

  সঠিক উত্তর: (ক)

৫.
নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Ο ক) 
মহোর্মি
Ο খ) 
অন্তর্গত
Ο গ) 
পুনর্বার
Ο ঘ) 
প্রাতরাশ

  সঠিক উত্তর: (ক)

৬.
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
Ο ক) 
ই-কার হয়
Ο খ) 
উ-কার হয়
Ο গ) 
এ-কার হয়
Ο ঘ) 
ও-কার হয়

  সঠিক উত্তর: (ঘ)

৭.
‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
পুন + আবৃত্তি
Ο খ) 
পুণ + আবৃত্তি
Ο গ) 
পুনঃ + আবৃত্তি
Ο ঘ) 
পুণঃ + আবৃত্তি

  সঠিক উত্তর: (গ)

৮.
‘গায়ক’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
Ο ক) 
গা + ওক
Ο খ) 
গা + য়ক
Ο গ) 
গা + অক
Ο ঘ) 
গৈ + অক

  সঠিক উত্তর: (ঘ)

৯.
‘প্রত্যেক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
প্র + ত্যক
Ο খ) 
প্রতি + ইক
Ο গ) 
প্রত + ইক
Ο ঘ) 
প্রতি + এক

  সঠিক উত্তর: (ঘ)

১০.
‘শ্রীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
শ্রী + ঈশ
Ο খ) 
শ্রী + ইশ
Ο গ) 
শ্রী + শ
Ο ঘ) 
শ্রীশ + অ

  সঠিক উত্তর: (ক)

১১.
‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
দুঃ + লোক
Ο খ) 
দ্বি + লোক
Ο গ) 
দিব্ + লোক
Ο ঘ) 
দু + লোক

  সঠিক উত্তর: (গ)

১২.
প্রাতঃ + কাল = ?
Ο ক) 
প্রাতঃকাল
Ο খ) 
প্রাতকাল
Ο গ) 
প্রাতষ্কাল
Ο ঘ) 
প্রাতরাশ

  সঠিক উত্তর: (ক)

১৩.
‘আশীর্বাদ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
আশীঃ + বাদ
Ο খ) 
আশিঃ + বাদ
Ο গ) 
আশিরঃ + বাদ
Ο ঘ) 
আশি + বাদ

  সঠিক উত্তর: (ক)

১৪.
চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
Ο ক) 
চ্ছ
Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫.
ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে -
Ο ক) 
স্বরসন্ধি
Ο খ) 
ব্যঞ্জনসন্ধি
Ο গ) 
বিসর্গসন্ধি
Ο ঘ) 
নিপাতনে সন্ধি

  সঠিক উত্তর: (খ)

১৬.
কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী সন্ধি বলে?
Ο ক) 
স্বরসন্ধি
Ο খ) 
ব্যঞ্জনসন্ধি
Ο গ) 
বিসর্গ সন্ধি
Ο ঘ) 
নিপাতনে সিদ্ধ সন্ধি

  সঠিক উত্তর: (গ)

১৭.
‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
তনু + নী
Ο খ) 
তনু + ঈ
Ο গ) 
তন + নী
Ο ঘ) 
তনু + ই

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
Ο ক) 
বিদ্যা + আলয়
Ο খ) 
বিদ্য + আলয়
Ο গ) 
বিদ্যা + অলয়
Ο ঘ) 
বিদ্যা + লয়

  সঠিক উত্তর: (ক)

১৯.
ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি?
Ο ক) 
তদন্ত
Ο খ) 
ভাবুক
Ο গ) 
ইত্যাদি
Ο ঘ) 
বিপচ্ছায়া

  সঠিক উত্তর: (ঘ)

২০.
‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
উৎ + হার
Ο খ) 
উধ্ + হার
Ο গ) 
উৎ + ধার
Ο ঘ) 
উদ্ + ধার

  সঠিক উত্তর: (ক)

২১.
অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ স্থলে কোন বর্ণ হবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

২২.
‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
দিগ + অন্ত
Ο খ) 
দিক্ + অন্ত
Ο গ) 
দি + গন্ত
Ο ঘ) 
দিগ্ + ন্ত

  সঠিক উত্তর: (খ)

২৩.
‘মনোমোহন’ শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?
Ο ক) 
বিসর্গসন্ধি
Ο খ) 
ব্যঞ্জনসন্ধি
Ο গ) 
স্বরসন্ধি
Ο ঘ) 
নিপাতনে সন্ধি

  সঠিক উত্তর: (ক)

২৪.
‘ইত্যাদি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
ইতি + আদি
Ο খ) 
ইত্যা + আদি
Ο গ) 
ইত্য + আদি
Ο ঘ) 
ইত + আদি

  সঠিক উত্তর: (ক)

২৫.
সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
Ο ক) 
পাঁচ প্রকার
Ο খ) 
চার প্রকার
Ο গ) 
তিন প্রকার
Ο ঘ) 
দুই প্রকার

  সঠিক উত্তর: (গ)

২৬.
‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
সুর্য + উদয়
Ο খ) 
সূর্য + উদয়
Ο গ) 
সূর্য + ঊদয়
Ο ঘ) 
সূর্য + দয়

  সঠিক উত্তর: (খ)

২৭.
‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
গো + এষণা
Ο খ) 
গবে + এষণা
Ο গ) 
গবি + এষণা
Ο ঘ) 
গবেষ + ণা

  সঠিক উত্তর: (ক)

২৮.
সন্ধির প্রধান উদ্দেশ্য -
Ο ক) 
স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
Ο খ) 
উচ্চারণের দ্রুততা
Ο গ) 
আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
Ο ঘ) 
স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণের মিলন

  সঠিক উত্তর: (ক)

২৯.
নিচের কোনটি ‘শীতার্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ?
Ο ক) 
শীত + ঋত
Ο খ) 
শীত + আর্ত
Ο গ) 
শীতা + ঋত
Ο ঘ) 
শীতা + আর্ত

  সঠিক উত্তর: (ক)

৩০.
সন্ধি কত প্রকার?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩১.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
তৎ + মধ্যে = তন্মধ্যে
Ο খ) 
তন + ময় = তন্ময়
Ο গ) 
বাগ + দান = বাগদান
Ο ঘ) 
উদ + ঘাটন = উদঘাটন

  সঠিক উত্তর: (ক)

৩২.
‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
পরি + ইক্ষা
Ο খ) 
পরি + ঈক্ষা
Ο গ) 
পরী + ক্ষা
Ο ঘ) 
পরী + ঈক্ষা

  সঠিক উত্তর: (খ)

৩৩.
‘দ্বিগ্বিজয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
দিগ + বিজয়
Ο খ) 
দিক্ + বিজয়
Ο গ) 
দিক + জয়
Ο ঘ) 
দিগ + জয়

  সঠিক উত্তর: (খ)

৩৪.
বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
Ο ক) 
সমাস
Ο খ) 
সন্ধি
Ο গ) 
পদ
Ο ঘ) 
শব্দ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
‘ইতস্তত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
Ο ক) 
ইত + তত
Ο খ) 
ইতসঃ + তত
Ο গ) 
ইতঃ + তত
Ο ঘ) 
ইতঃ + স্তত

  সঠিক উত্তর: (গ)

৩৬.
‘বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
বনঃ + পতি
Ο খ) 
বনস্ + পতি
Ο গ) 
বন + পতি
Ο ঘ) 
বন + স্পতি

  সঠিক উত্তর: (গ)

৩৭.
‘মস্যাধারা’ - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
মৎস + আধার
Ο খ) 
মৎস্য + আধার
Ο গ) 
মসী + আধার
Ο ঘ) 
মসি + আধার

  সঠিক উত্তর: (গ)

৩৮.
মহা + ঔষধ = কী হবে?
Ο ক) 
মহাষৌধ
Ο খ) 
মহৌষধ
Ο গ) 
মহৌষধি
Ο ঘ) 
মহাঔষধ

  সঠিক উত্তর: (খ)

৩৯.
‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
তরু + ছায়া
Ο খ) 
তর + ছায়া
Ο গ) 
তরু + চ্ছায়া
Ο ঘ) 
তর + চ্ছায়া

  সঠিক উত্তর: (ক)

৪০.
‘উচ্ছ্বাস’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
উৎ + চ্ছাস
Ο খ) 
উচ + ছাস
Ο গ) 
উচ + শাস
Ο ঘ) 
উৎ + শ্বাস

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘নীরব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
নিঃ + রব
Ο খ) 
নী + রব
Ο গ) 
নি + রব
Ο ঘ) 
নীঃ + রব

  সঠিক উত্তর: (ক)

৪২.
‘নায়ক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
না + য়ক
Ο খ) 
নী + অক
Ο গ) 
নৈ + অক
Ο ঘ) 
নৈ + ইক

  সঠিক উত্তর: (গ)

৪৩.
‘মনোহর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
মনো + হর
Ο খ) 
মন + আহর
Ο গ) 
মনঃ + হর
Ο ঘ) 
মনঃ + অহর

  সঠিক উত্তর: (গ)

৪৪.
বিসর্গ সন্ধির উদাহরণ হলো -
Ο ক) 
তিরোধান
Ο খ) 
সঞ্চয়
Ο গ) 
সংযম
Ο ঘ) 
সংকীর্ণ

  সঠিক উত্তর: (ক)

৪৫.
‘পুরস্কার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
পুরঃ + কার
Ο খ) 
পুরস + কার
Ο গ) 
পুর + স্কার
Ο ঘ) 
পুর + কার

  সঠিক উত্তর: (ক)

৪৬.
‘দুশ্চরিত্র’ সন্ধিটি কোন সন্ধির উদাহরণ?
Ο ক) 
স্বরসন্ধি
Ο খ) 
ব্যঞ্জনসন্ধি
Ο গ) 
বিসর্গ সন্ধি
Ο ঘ) 
নিপাতনে সিদ্ধ সন্ধি

  সঠিক উত্তর: (গ)

৪৭.
‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
Ο ক) 
বিচ্ + ছেদ
Ο খ) 
বিচ্ছে + দ
Ο গ) 
বি + ছেদ
Ο ঘ) 
বি + চ্ছেদ

  সঠিক উত্তর: (গ)

৪৮.
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
Ο ক) 
দিগন্ত
Ο খ) 
নদ্যম্ব
Ο গ) 
গবাক্ষ
Ο ঘ) 
যথেষ্ট

  সঠিক উত্তর: (গ)

৪৯.
‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
পুনঃ + মিলন
Ο খ) 
পুন + মিলন
Ο গ) 
পুনর + মিলন
Ο ঘ) 
পুর্ন + মিলন

  সঠিক উত্তর: (ক)

৫০.
‘উড্ডীন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো -
Ο ক) 
উৎ + ডীন
Ο খ) 
উদ + ডীন
Ο গ) 
উড + ডীন
Ο ঘ) 
উত + ডিন

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘দুর্লভ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
Ο ক) 
দুর + লভ
Ο খ) 
দুঃ + লভ
Ο গ) 
দুর + অলভ
Ο ঘ) 
দুঃ + অর্লভ

  সঠিক উত্তর: (খ)

৫২.
‘যশোভিলাষ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
যশ + অভিলাষ
Ο খ) 
যশঃ + অভিলাষ
Ο গ) 
যশো + অভিলাষ
Ο ঘ) 
যশো + ভিলাষ

  সঠিক উত্তর: (খ)

৫৩.
কোনটির সন্ধির উদ্দেশ্য?
Ο ক) 
শব্দের মিলন
Ο খ) 
বর্ণের মিলন
Ο গ) 
ধ্বনিগত মাধুর্য সম্পাদন
Ο ঘ) 
শব্দগত মাধুর্য সম্পাদন

  সঠিক উত্তর: (গ)

৫৪.
‘নিষ্পাপ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
নীঃ + পাপ
Ο খ) 
নিঃ + পাপ
Ο গ) 
নী + পাপ
Ο ঘ) 
নি + পাপ

  সঠিক উত্তর: (খ)

৫৫.
‘দুরবস্থা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) 
দুর + বস্থা
Ο খ) 
দুঃ + অবস্থা
Ο গ) 
দুর + অবস্থা
Ο ঘ) 
দুরা + বস্থা

  সঠিক উত্তর: (খ)

৫৬.
‘অতীত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
অতি + ইত
Ο খ) 
অতী + ইত
Ο গ) 
অতী + ত
Ο ঘ) 
অতি + ত

  সঠিক উত্তর: (ক)

৫৭.
‘অন্তঃকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) 
অন্ত + করণ
Ο খ) 
অন্তঃ + করণ
Ο গ) 
আন্ত + করণ
Ο ঘ) 
অন্তক + রণ

  সঠিক উত্তর: (খ)

৫৮.
‘ধনুষ্টঙ্কার’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো -
Ο ক) 
ধনু + টঙ্কর
Ο খ) 
ধনুঃ + টঙ্কার
Ο গ) 
ধনুষ + টঙ্কর
Ο ঘ) 
ধনম + টঙ্কার

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘নিরাপদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
নিরঃ + আপদ
Ο খ) 
নিঃ + আপদ
Ο গ) 
নির + আপদ
Ο ঘ) 
নি + আপদ

  সঠিক উত্তর: (খ)

৬০.
‘জনৈক’ শব্দের গঠিত সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
জন + ঐক
Ο খ) 
জন + এক
Ο গ) 
জনা + ঐক
Ο ঘ) 
জনা + এক

  সঠিক উত্তর: (খ)

৬১.
উ + উ = ঊ - এই নিয়মে সন্ধিসাধিত শব্দ কোনটি?
Ο ক) 
বহূর্ধ্ব
Ο খ) 
লঘূর্মি
Ο গ) 
কটূক্তি
Ο ঘ) 
ভূর্ধ্ব

  সঠিক উত্তর: (গ)

৬২.
সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
শির + পীড়া = শিরঃপীড়া
Ο খ) 
বহি + কার = বহিষ্কার
Ο গ) 
নিঃ + ফল = নিষ্ফল
Ο ঘ) 
ভা + কর = ভাস্কর

  সঠিক উত্তর: (গ)

৬৩.
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে -
Ο ক) 
ই-কার হয়
Ο খ) 
উ-কার হয়
Ο গ) 
এ-কার হয়
Ο ঘ) 
ও-কার হয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে -
Ο ক) 
সন্ধি
Ο খ) 
স্বরসন্ধি
Ο গ) 
ব্যঞ্জনসন্ধি
Ο ঘ) 
বিসর্গ সন্ধি

  সঠিক উত্তর: (ক)

৬৫.
বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে কোন সন্ধি হয়?
Ο ক) 
স্বরসন্ধি
Ο খ) 
ব্যঞ্জনসন্ধি
Ο গ) 
বিসর্গসন্ধি
Ο ঘ) 
নিপাতনে সিদ্ধ সন্ধি

  সঠিক উত্তর: (গ)

৬৬.
‘বধূক্তি’ শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) 
বধু+উক্তি
Ο খ) 
বধু+ঊক্তি
Ο গ) 
বধূ+উক্তি
Ο ঘ) 
বধূ+ঊক্তি

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন