NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৩২: সহপাঠ - বহিপীর

এস.এস.সি    ||    বাংলা ১মপত্র
অধ্যায় - ৩২: সহপাঠ - বহিপীর

১.
বহিপীর ধর্মব্যবসা পরিচালনা করতেন-
i. সাধারণ মানুষের কুসংস্কার পুঁজি করে
ii. অশিক্ষিত মানুষদের উপদেশ দিয়ে
iii. সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২.
তাহেরাদের বাড়িতে বছরে দু-বছরে একবার কে আসতেন?
Ο ক) 
চাচাত ভাই
Ο খ) 
জমিদার পুত্র
Ο গ) 
পীর সাহেব
Ο ঘ) 
তার মামাত ভাই

  সঠিক উত্তর: (গ)

৩.
তাহেরা হাশেমকে বিয়েতে মত দিতে চায় না কেন-
i. হাশেম যা করছে তা ঝোঁকের মাথায়
ii. সে কারো করুণা চায় না
iii. খোদেজাকে শাশুড়ি হিসেবে পছন্দ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪.
‘বহিপীর’ নাটকে হাতেম আলির চরিত্রটি-
i. মানবিক চেতনাসম্পন্ন
ii. আত্মোপলব্ধিহীন
iii. আত্মনিমগ্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫.
পূর্ববাংলার সমাজবাস্তবতা ও সমাজচিত্র উপস্থাপনে উল্লেখযোগ্য নাট্যকার-
i. নুরুল মোমেন
ii. আসকার ইবনে শাইখ
iii. বুদ্ধদেব বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬.
খোদেজার মতে কার ঘাড়ে শয়তান চেপে রয়েছে-
i. তাহেরায় ঘাড়ে
ii. পীরের ঘাড়ে
iii. হাশেম আলির ঘাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭.
বহিপীর জমিদারের বজরায় উঠলেন কেন?
Ο ক) 
তার নববিবাহিত স্ত্রী আছে জানতে পেরে
Ο খ) 
জমিদারের অনুরোধ রক্ষা করতে
Ο গ) 
পথিমধ্যে নৌকা দুর্ঘটনায় পতিত হয়ে
Ο ঘ) 
জমিদারকে নগদ অর্থ প্রদান করতে

  সঠিক উত্তর: (গ)

৮.
বহিপীর হাশেমকে ডেকে কী প্রশ্ন করেছিলেন?
Ο ক) 
কোন কলেজ থেকে পাস করেছে
Ο খ) 
তোমাদের জমিদারত্বের বয়স কত
Ο গ) 
তাদের  আশ্রিত মেয়েটির পরিচয়
Ο ঘ) 
কী জন্য সে ছাপাখানা করবে

  সঠিক উত্তর: (গ)

৯.
তাহেরার মা-বাবা কী জন্য বহিপীরের সাথে তার বিয়ে দিলেন?
Ο ক) 
পীর সাহেবকে খুশি করার জন্য
Ο খ) 
পীর সাহেবের দোয়া পাওয়ার জন্য
Ο গ) 
পীর সাহেবের কাছে টাকা পাওয়ার লোভে
Ο ঘ) 
পীর সাহেবের বিশেষ অনুরোধ রক্ষার্থে

  সঠিক উত্তর: (ক)

১০.
পীর সাহেব তাহেরাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ-
i. তাঁর প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে মারা গেছেন
ii. তাহেরার বংশ খান্দানি
iii. তাহেরা নেক পরহেজগার মেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
বহিপীর চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র। কার‌ণ-
i. ব্যক্তিস্বার্থে জীবনকে গণনা করে
ii. ব্যক্তিস্বার্থে জগৎকে গণনা করে
iii. ব্যক্তিস্বার্থে অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২.
“বিয়ের ব্যাপার কী আইন-মোকদ্দমা নাকি?”- কথাটি কে বলেছিলেন?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
পথচারী
Ο গ) 
খোদেজা
Ο ঘ) 
মাঝি

  সঠিক উত্তর: (গ)

১৩.
ডেমরার ঘাটে কীসের জন্য মানুষের ভিড় জমেছিল?
Ο ক) 
ভিখারির করুণ আর্তনাদের জন্য
Ο খ) 
মুসলমান মেয়ে বিপদে পড়ার জন্য
Ο গ) 
সাপুড়ের সাপ খেলা দেখার জন্য
Ο ঘ) 
অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য

  সঠিক উত্তর: (খ)

১৪.
বেড়ালের থাবার নিচে ইদুর ধরার যে ভাব সেটা কার মধ্যে পরিলক্ষিত হয়েছে?
Ο ক) 
হাশেম আলি
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
বদলোকের

  সঠিক উত্তর: (খ)

১৫.
নাটকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ঐক্য হচ্ছে-
i. সময়ের ঐক্য
ii. স্থানের ঐক্য
iii. ঘটনার ঐক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) 
১৯৭৫
Ο খ) 
১৯৭৭
Ο গ) 
১৯৭৮
Ο ঘ) 
১৯৭১

  সঠিক উত্তর: (ঘ)

১৭.
পীর সাহেব পুলিশে খবর দিলেন না কারণ-
i. তাহেরা আত্মহত্যা করতে পারে
ii. বিশেষ কোনো লাভ হতো না
iii. তাহেরাকে বিপদে ফেলতে চায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
‘বহিপীর’ নাটকে পরিলক্ষিত হয়েছে-
i. জমিদারের অমানুষিক অত্যাচার
ii. পাকিস্তানি শাসকের নির্যাতন
iii. পীর সম্প্রদায়ের সৃষ্ট ধর্মীয় কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

১৯.
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-মধুসূদনের কী জাতীয় রচনা?
Ο ক) 
নাটক
Ο খ) 
উপন্যাস
Ο গ) 
মহাকাব্য
Ο ঘ) 
প্রহসন

  সঠিক উত্তর: (ঘ)

২০.
চর্যাপদ নৃত্য ও অভিনয় কোথায় পরিবেশিত হতো?
Ο ক) 
বৌদ্ধ মন্দিরে
Ο খ) 
গুরুর গৃহে
Ο গ) 
জঙ্গলে
Ο ঘ) 
রাজদরবারে

  সঠিক উত্তর: (ক)

২১.
নাট্যকার ওয়ালীউল্লাহ্‌ কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
প্যারিসে
Ο খ) 
ঢাকায়
Ο গ) 
চট্টগ্রামে
Ο ঘ) 
সিলেটে

  সঠিক উত্তর: (ক)

২২.
জমিদার হাতেম আলির পুত্রের নাম কী?
Ο ক) 
হকিকুল্লাহ
Ο খ) 
রহমত আলি
Ο গ) 
হাশেম আলি
Ο ঘ) 
নওশের আলি

  সঠিক উত্তর: (গ)

২৩.
বজরায় উঠার পর তাহেরার অভিব্যক্তিতে প্রকাশ পায়-
i. উৎকন্ঠা
ii. ভয়ে নির্বাক অনুভূতি
iii. নির্ভাবনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৪.
হাশেম আলির পরিচয় পাওয়া যায়-
i. মনুষ্যত্ববোধে
ii. প্রতিবাদে
iii. কুসংস্কারমুক্ত চিন্তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
নাটক কী?
Ο ক) 
সংলাপের মাধ্যমে বক্তৃতা
Ο খ) 
দৃশ্য ও শ্রব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিশীল মানবজীবনের প্রতিচ্ছবি
Ο গ) 
অভিনয়ের মাধ্যমে ঘটনার বিবরণ
Ο ঘ) 
রঙ্গমঞ্চের সংলাপ

  সঠিক উত্তর: (খ)

২৬.
তাহেরা কোন কথাটা প্রকাশ করতে নিষেধ করল?
Ο ক) 
বজরায় তার অবস্থানের কথা
Ο খ) 
পানিতে ডুবে মরার কথা
Ο গ) 
তার চাচাত ভাইয়ের কথা
Ο ঘ) 
তার বিবাহের কথা

  সঠিক উত্তর: (ক)

২৭.
জুলুম করলে আত্মহত্যার ভয় দেখাল কে?
Ο ক) 
হাশেম
Ο খ) 
বহিপীর
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

২৮.
‘কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়।’ এখানে বার্তাবাহক কে ছিলেন?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
হকিকুল্লাহ
Ο গ) 
হাতেম
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (ঘ)

২৯.
‘বহির ভাষাই আমার একমাত্র জবান’- এখানে ‘জবান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
কথাবার্তা
Ο খ) 
চাল-চলন
Ο গ) 
শিক্ষাদান
Ο ঘ) 
কার্যকলাপ

  সঠিক উত্তর: (ক)

৩০.
তাহেরার কৃতজ্ঞতার তেজ কেমন?
Ο ক) 
নেশার মতো
Ο খ) 
জলের মতো
Ο গ) 
হিংস্র বাঘের মতো
Ο ঘ) 
জ্বলন্ত আগুনের মতো

  সঠিক উত্তর: (ক)

৩১.
তাহেরা খোলা দরজায় তাকিয়ে কী সন্দেহ করেছিল?
Ο ক) 
তিনিই সেই পীর হতে পারেন
Ο খ) 
পীরের লক্ষণ ভালো নয়
Ο গ) 
পীর জমিদারকে কু-পরামর্শ দিচ্ছেন
Ο ঘ) 
তিনি পীর নন ডাকাত

  সঠিক উত্তর: (ক)

৩২.
নাট্যকার ওয়ালীউল্লাহ্‌র মাতার নাম কী?
Ο ক) 
নাছিমা আক্তার
Ο খ) 
নাসিম আরা খাতুন
Ο গ) 
নাছরিন উল্লাহ
Ο ঘ) 
মমতাজ বেগম

  সঠিক উত্তর: (খ)

৩৩.
কথাবার্তায় কে বিলকুল বহির ভাষা ব্যবহার করেন?
Ο ক) 
হাতেম
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (খ)

৩৪.
বহিপীর অপরের মাথায় সুরঙ্গ করে কী জানতে চান?
Ο ক) 
কষ্টের স্বরুপ
Ο খ) 
বুদ্ধিমত্তার রহস্য
Ο গ) 
মনের কথা
Ο ঘ) 
গোপন কথা

  সঠিক উত্তর: (গ)

৩৫.
প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে কোন নাট্যকার কাজ করতেন?
Ο ক) 
মুনীর চৌধুরী
Ο খ) 
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
Ο গ) 
আনিস চৌধুরী
Ο ঘ) 
মমতাজ বেগম

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কথ্য ভাষায় অনুপস্থিত-
i. পবিত্রতা
ii. গাম্ভীর্য
iii. বোধগম্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
বাংলা নাটকের ইতিহাস কত বছরের?
Ο ক) 
সাত বছর
Ο খ) 
আট বছর
Ο গ) 
নয় বছর
Ο ঘ) 
হাজার বছর

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
নুরুল মোমেনের উল্লেখযোগ্য নাটক কোনগুলো?
Ο ক) 
নয়া খান্দান
Ο খ) 
নেমেসিস
Ο গ) 
রূপান্তর
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
ঝড়ের সময় বজরাটি কোথায় অবস্থান নিয়েছিল?
Ο ক) 
খালের ভিতরে
Ο খ) 
ডেমরা ঘাটে
Ο গ) 
একটি গাছের নিচে
Ο ঘ) 
বড় লঞ্চের নিকটে

  সঠিক উত্তর: (ক)

৪০.
পূর্বে নাটকে ঘটনার বিকাশ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল?
Ο ক) 
তিনটি
Ο খ) 
পাঁচটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (খ)

৪১.
মানুষ কখণ তার বুদ্ধি বিবেচনার শক্তি হারিয়ে ফেলে?
Ο ক) 
যুদ্ধ পরিচালনার সময়
Ο খ) 
অতিথি আপ্যায়নের সময়
Ο গ) 
বদান্যতার পরীক্ষার সময়
Ο ঘ) 
শহরে বসবাস করার সময়

  সঠিক উত্তর: (গ)

৪২.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৯২১
Ο খ) 
১৯২২
Ο গ) 
১৯২৩
Ο ঘ) 
১৯২৪

  সঠিক উত্তর: (খ)

৪৩.
প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার?
Ο ক) 
তারাচাঁদ শিকদার
Ο খ) 
যোগেশচন্দ্র গুপ্ত
Ο গ) 
হরচন্দ্র ঘোষ
Ο ঘ) 
মাইকেল মধুসূদন দত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
পীর তাহেরাকে পেতে যে পদক্ষেপ নিয়েছিলেন-
i. হাতেম আলিকে প্রলোভন দেখিয়েছিলেন
ii. তাহেরাকে প্রলোভন দেখিয়েছিলেন
iii. ঝেড়ে তাহেরার কাঁধ থেকে শয়তান নামাতে চেয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৫.
নাটকের কুশীলবদের সচরাচর বলা হয়-
i. অভিনয় শিল্পী
ii. নট-নটী
iii. সাজ-সজ্জা নির্মাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৪৬.
পর্দা উঠলেই তাহেরার মুখে কীসের ভাব পরিলক্ষিত হয়?
Ο ক) 
উদাসীনতার
Ο খ) 
সামান্য উদভ্রান্ত
Ο গ) 
পাগলিনীর
Ο ঘ) 
বিষণ্নতার

  সঠিক উত্তর: (খ)

৪৭.
সৈয়দ ওয়ালী উল্লাহর প্রথম গল্প গ্রন্থ কোনটি?
Ο ক) 
নয়ন চারা
Ο খ) 
দুই তীর ও অন্যান্য গল্প
Ο গ) 
কাঁদো নদী কাঁদো
Ο ঘ) 
মানচিত্র

  সঠিক উত্তর: (ক)

৪৮.
‘আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব’ - উক্তিটি কার?
Ο ক) 
চাকর
Ο খ) 
মাঝি
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

৪৯.
হাতেম আলির জমিদারি ভেঙে গেলে হাশেমের কোন স্বপ্ন ভেঙে যাবে?
Ο ক) 
জমিদার হওয়ার
Ο খ) 
ছাপাখানা দেওয়ার
Ο গ) 
বিদেশ যাওয়ার
Ο ঘ) 
ব্যবসা করার

  সঠিক উত্তর: (খ)

৫০.
‘আপনাদের বুদ্ধি নাই’-তাহেরা কথাটি বলেছিল কেন?
Ο ক) 
বহিপীরকে আশ্রয় দেওয়ার জন্য
Ο খ) 
হাশেম ও তার মাকে রাগানোর জন্য
Ο গ) 
তাকে দিয়ে তরকারি কুটার জন্য
Ο ঘ) 
জমিদারি নিলাম হওয়ার জন্য

  সঠিক উত্তর: (খ)

৫১.
নাটক কিসের একটি বিশেষ শাখা?
Ο ক) 
সাহিত্য
Ο খ) 
শিল্প
Ο গ) 
দর্শন
Ο ঘ) 
সঙ্গীত

  সঠিক উত্তর: (ক)

৫২.
‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহ চরিত্রটি-
i. ধামাধরা
ii. ব্যক্তিত্বহীন
iii. বিচক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৩.
জিব্রাইলের মতো বহিপীরের কাঁধের ওপর কে দাঁড়াইয়া ছিল?
Ο ক) 
চাকর
Ο খ) 
হাশেম
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
মাঝি

  সঠিক উত্তর: (গ)

৫৪.
বাংলাদেশের আধূনিক ধারার নাট্যচর্চার ক্ষেত্রে অগ্রগণ্য নাট্যকার কে?
Ο ক) 
সেলিম আল-দীন
Ο খ) 
মামুনুর রশীদ
Ο গ) 
মুনীর চৌধুরী
Ο ঘ) 
আনিস চৌধুরী

  সঠিক উত্তর: (গ)

৫৫.
কার দৃষ্টি মেঝের ওপর নিবদ্ধ?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
হাতেম
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
রিজিক ধার্য করার ক্ষেত্রে বহিপীরের ধারণা কী?
Ο ক) 
খোদা এর মালিক নন
Ο খ) 
তারই একমাত্র রিজিক রয়েছে
Ο গ) 
খোদাই রিজিক দেনেওয়ালা
Ο ঘ) 
খোদার রিজিক শেষ হয় না

  সঠিক উত্তর: (গ)

৫৭.
একটু অস্থির প্রকৃতির মানুষ ছিল কে?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
তাহেরা
Ο গ) 
হাতেম
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
নাটকের কয়টি উপাদান থাকে?
Ο ক) 
দুইটি
Ο খ) 
তিনটি
Ο গ) 
চারটি
Ο ঘ) 
পাঁচটি

  সঠিক উত্তর: (গ)

৫৯.
ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে নাটকের যে পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়-
i. মঞ্চের বদলে বাস্তব পটভূমিতে অভিনয়
ii. চরিত্রের সংখ্যা বৃদ্ধি
iii. দর্শকের সংখ্যা হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

৬০.
হাতেম আলি কোন অঞ্চলের জমিদার?
Ο ক) 
কেরানীগঞ্জ
Ο খ) 
ভবানীনগর
Ο গ) 
রেশমপুর
Ο ঘ) 
কালিনগর

  সঠিক উত্তর: (গ)

৬১.
পাশাপাশি বসেও কখন দুজন মানুষের মধ্যে আসমান - জমিনের পার্থক্য থাকে-
i. তার পারিপার্শ্বিক লোকগুলো অজ্ঞ
ii. তার মনের দু:খ কেউ বুঝে না
iii. আনন্দের অনূভূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬২.
বর্তমানে হাতেম আলির জমিদারিত্বে কিরূপ অবস্থা বিদ্যমান?
Ο ক) 
দেখতে বড় কিন্তু ভিতরে ফাঁকা
Ο খ) 
ধন-সম্পদের প্রাচুর্য বিরাজমান
Ο গ) 
অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা যথেষ্ট রয়েছে
Ο ঘ) 
সূর্যাস্ত আইনে পড়ার কোনো প্রশ্নই ওঠে না

  সঠিক উত্তর: (ক)

৬৩.
একাকী বলে পীর সাহেবের ভালো লাগে না কেন-
i. সর্বদা তার ওয়াজ করার অভ্যাস
ii. একাকী চুপচাপ বসে থাকলে মনে অশান্তি হয়
iii. তাকে অসম্মান করা হচ্ছে একথা ভেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘ভদ্রার্জুন’ নাটক কত সালে প্রকাশ?
Ο ক) 
১৮৫০
Ο খ) 
১৮৫২
Ο গ) 
১৮৫৪
Ο ঘ) 
১৮৫৬

  সঠিক উত্তর: (খ)

৬৫.
জমিদার হাতেম আলির সবকিছু উচ্ছন্নে যাবে কী করলে?
Ο ক) 
ছাপাখানার ব্যবসা করলে
Ο খ) 
তাহেরাকে হাশেমের সঙ্গে বিয়ে দিলে
Ο গ) 
বহিপীরের কথামতো কাজ করলে
Ο ঘ) 
পূর্বপুরুষের জমিদারি নিলামে উঠলে

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
নাটকের প্রধান বাহন কী?
Ο ক) 
চরিত্র
Ο খ) 
কাহিনী
Ο গ) 
মঞ্চ
Ο ঘ) 
সংলাপ

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
জমিদারের কাছে কোন ডাকটা এখন কেমন ঠাট্টার মতো শোনায়?
Ο ক) 
হাতেম সাহেব
Ο খ) 
জমিদার সাহেব
Ο গ) 
ভাই সাহেব
Ο ঘ) 
পীর সাহেব

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কথ্য ভাষা হচ্ছে-
i. অপবিত্র ভাষা
ii. মাঠ-ঘাটের ভাষা
iii. খোদার বাণী বহন করার অনুপযুক্ত ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
তাহেরার পক্ষ হয়ে হাশেমের কিছূ বলার থাকল না কেন?
Ο ক) 
বহিপীর কঠিন শর্ত প্রদান করায়
Ο খ) 
পিতার অনুরোধ রক্ষা করার জন্য
Ο গ) 
খোদেজার আদেশ পালনে কঠিন প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলে
Ο ঘ) 
তাহেরার প্রতি অনেক বেশি দুর্বল হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৭০.
বাংলাদেশের আধুনিক ধারার নাট্যচর্চার ক্ষেত্রে অগ্রণী নাট্যকার কে?
Ο ক) 
মুনীর চৌধুরী
Ο খ) 
সিকান্‌দার আবু জাফর
Ο গ) 
শওকত ওসমান
Ο ঘ) 
আনিস চৌধুরী

  সঠিক উত্তর: (ক)

৭১.
‘হাত না দিলে তাঁকে বাঁচাতো কে?’- হাশেম কথাটি কীভাবে বলল?
Ο ক) 
মিষ্টি স্বরে
Ο খ) 
লজ্জিতভাবে
Ο গ) 
রুক্ষ স্বরে
Ο ঘ) 
ব্যঙ্গ করে

  সঠিক উত্তর: (গ)

৭২.
‘বেয়াদপি মনে না করেন-তো একটি সওয়াল করি।’ - এখানে ‘সওয়াল’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) 
সংকর জাতি
Ο খ) 
প্রশ্ন করা
Ο গ) 
সওদা করা
Ο ঘ) 
 পরিপূর্ণতা

  সঠিক উত্তর: (খ)

৭৩.
খোদেজার চোখে অকৃতজ্ঞ কে?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
বহিপীর
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
হকিকুল্লাহ

  সঠিক উত্তর: (গ)

৭৪.
বজরার সাথে নৌকার ধাক্কা লেগেছিল-
i. অন্ধকারে বজরা ও নৌকা একই খালে ঢুকতে গিয়ে
ii. মাঝিরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল
iii. পীর সাহেবের দোয়ায় অলৌকিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৫.
‘পড়ন্ত ঘরও ঠ্যাকা দিয়া দাঁড় করিয়া রাখা যায় ।’-কার ইচ্ছায়?
Ο ক) 
মানুষের
Ο খ) 
খোদার
Ο গ) 
বন্যপ্রাণীর
Ο ঘ) 
পশুপাখির

  সঠিক উত্তর: (খ)

৭৬.
পাশ্চাত্যের রীতি-আদর্শের ভিত্তিতে মাইকেল মধুসূদন দত্ত ‘কৃষ্ণকুমারী’ নাটকটি রচনা করেছেন। এতে পাশ্চাত্য প্রভাবের দিক হচ্ছে-
i. ট্র্যাজেডির আবাহন
ii. বিদেশি ভাষার ব্যবহার
iii. চরিত্রের সংখ্যাধিক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৭.
হাতেম আলির জমিদারি কেমন ছিল-
i. বেশ নামডাক ছিল
ii. খুব অত্যাচারি কেমন ছিল
iii. প্রচুর আয় ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৮.
সাহিত্যের ইতিহাস পর্যালোচনায় যে ক্রমধারাটি সঠিক-
i. নাটক-কবিতা-উপন্যাস
ii. কাব্য-নাটক-কথাসাহিত্য
iii. গল্প-নাটক-কাব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

৭৯.
‘দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র’-উক্তিটি কে করেছেন?
Ο ক) 
হাতেম আলি
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হাশেম আলি
Ο ঘ) 
তাহেরা

  সঠিক উত্তর: (খ)

৮০.
গত জুম্মা রাতে তাহেরা বিবি নামে একটি বালিকার-
Ο ক) 
অকাল মৃত্যুতে আমি শোকাহত হই
Ο খ) 
সঙ্গে আমার শাদি মোবারক সম্পন্ন হয়
Ο গ) 
নামে মিথ্যা অপবাদ ছাড়ানো হয়েছে
Ο ঘ) 
দুষ্কৃতকারীরা যথাসর্বস্ব নিয়ে পালিয়ে যায়

  সঠিক উত্তর: (খ)

৮১.
বজরার পেছনের জানালাগুলো কী অবস্থায় ছিল?
Ο ক) 
অধিকাংশ খোলা ছিল
Ο খ) 
সবগুলো বন্ধ ছিল
Ο গ) 
অধিকাংশ ভাঙা ছিল
Ο ঘ) 
অধিকাংশ মজবুত ছিল

  সঠিক উত্তর: (ক)

৮২.
মাইকেল মধুসূদন দত্তের ‘শর্মিষ্ঠা’ কোন শ্রেণির নাটক?
Ο ক) 
সামাজিক
Ο খ) 
পৌরাণিক
Ο গ) 
রূপক
Ο ঘ) 
ঐতিহাসিক

  সঠিক উত্তর: (গ)

৮৩.
আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই-
Ο ক) 
তো এখনও বেঁচে আছি
Ο খ) 
তো আমি পালাতে পেরেছি
Ο গ) 
তো মনে সাহস পাচ্ছি
Ο ঘ) 
তো আমি এতদূর আসতে পেরেছি

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নাটকের সাথে অন্যান্য সাহিত্যের পার্থক্য হচ্ছে-
i. নাটক পড়া যায় না
ii. নাটকে বিধৃত জীবন রঙ্গমঞ্চে দেখা যায়
iii. এটা একই সাথে শোনা ও দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কোন পত্রিকার সাংবাদিক ছিলেন?
Ο ক) 
দৈনিক আজাদ
Ο খ) 
দৈনিক স্টেটসম্যান
Ο গ) 
দৈনিক বাংলা
Ο ঘ) 
দৈনিক ইত্তেফাক

  সঠিক উত্তর: (খ)

৮৬.
তাহেরাকে জোর করে কারা বিয়ে দিয়েছিল-
i. গ্রামবাসী
ii. সৎ মা
iii. তার বাপজান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৭.
স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ কাজ করেন কোথা থেকে?
Ο ক) 
নেত্রকোণা
Ο খ) 
কুড়িগ্রাম
Ο গ) 
আমেরিকা
Ο ঘ) 
প্যারিস

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
বজরায় জমিদারের সাথে তাঁর পরিবারের কারা ছিল-
i. পরিবারের কেউ ছিল না
ii. জমিদারের স্ত্রী
iii. জমিদারের একমাত্র পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৯.
মানুষ কী দিয়ে সবকিছু বিচার করবে?
Ο ক) 
সময়ের দীর্ঘতা
Ο খ) 
অসময়ের দীর্ঘতা
Ο গ) 
সময়ের স্বল্পতা
Ο ঘ) 
অসময়ের স্বল্পতা

  সঠিক উত্তর: (ক)

৯০.
তাহেরার সাথে পালিয়ে পালিয়ে আসা ছেলেটির কান্নার কারণ-
i. অনুশোচনা
ii. ভয়
iii. ক্ষুদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
‘বিদ্রোহী পদ্মা’ নাটকটি কে রচনা করেন?
Ο ক) 
নুরুল মোমেন
Ο খ) 
আসকার ইবনে শাইখ
Ο গ) 
শওকত ওসমান
Ο ঘ) 
মুনীর চৌধূরী

  সঠিক উত্তর: (খ)

৯২.
কালই নিলামে কী উঠবে?
Ο ক) 
জমিদারি
Ο খ) 
বজরা
Ο গ) 
ছাপাখানা
Ο ঘ) 
নৌকাটি

  সঠিক উত্তর: (ক)

৯৩.
বহিপীরকে চিনতে পেরে তাহেরা কী করতে চেয়েছিল?
Ο ক) 
গলায় দড়ি দিয়ে মরে যেতে
Ο খ) 
বহিপীরকে খুন করতে
Ο গ) 
পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে
Ο ঘ) 
বজরা থেকে তখুনি নেমে যেতে

  সঠিক উত্তর: (গ)

৯৪.
খোদার ভেদ বোঝা সত্যই-
Ο ক) 
অসুবিধার
Ο খ) 
দু:সাধ্য
Ο গ) 
মুশকিল
Ο ঘ) 
কষ্টসাধ্য

  সঠিক উত্তর: (গ)

৯৫.
নাটকের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
Ο ক) 
Druacan
Ο খ) 
Dramf
Ο গ) 
Dramatic
Ο ঘ) 
Dragon

  সঠিক উত্তর: (খ)

৯৬.
ওয়ালীউল্লাহ্‌র বাঙালি মুসলমান সমাজে জেঁকে বসা পীর প্রথার কাছ থেকে দেখা অভিজ্ঞতার প্রতিফলন-
i. লালসালু
ii. কাঁদো নদী কাঁদো
iii. বহিপীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯৭.
‘নদীতে কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়’ তাহেরার এ কথায় প্রকাশ পায়-
i. মানুষের বোকামি
ii. সুখের অনুভূতি
iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য নাটক কোনগুলো?
Ο ক) 
পদ্মবতী
Ο খ) 
কৃষ্ণকুমারী
Ο গ) 
একেই কি বলে সভ্যতা
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
হকিকুল্লাহর পুলিশে খবর না দেওয়ায় প্রকাশ পেয়েছে-
i. বুদ্ধিমত্তা
ii. প্রচন্ড ভয়
iii. প্রভুভক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১০০.
‘বিলাপ করিয়া কী হইবে?- উক্তিটি কার?
Ο ক) 
হাশেমের
Ο খ) 
হাতেমের
Ο গ) 
বহিপীরের
Ο ঘ) 
হকিকুল্লাহ্‌-এর

  সঠিক উত্তর: (গ)

১০১.
‘আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি’ - এখানে কুমিরটা কে ছিল?
Ο ক) 
হাশেম
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
তাহেরা

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
শহরে পীর সাহেবের কতজন ধনী মুরিদ আছেন?
Ο ক) 
দুইজন
Ο খ) 
তিনজন
Ο গ) 
চারজন
Ο ঘ) 
পাঁচজন

  সঠিক উত্তর: (খ)

১০৩.
রূপক বা সাংকেতিক নাটক কোনটি?
Ο ক) 
ডাকঘর
Ο খ) 
কবর
Ο গ) 
পদ্মাবতী
Ο ঘ) 
কৃষ্ণকুমারী

  সঠিক উত্তর: (ক)

১০৪.
নাটক রচনার সূত্রপাত ঘটে-
i. প্রাচীন ব্রিটেনে
ii. প্রাচীন গ্রিসে
iii. প্রাচীন ভারতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১০৫.
ধনী-গরিব সবাই পীরকে কেমন চোখে দেখে-
i. ভয় করে
ii. মান্য করে
iii. শ্রদ্ধা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৬.
হাতেম আলি শহরে যাচ্ছিলেন-
i. টাকা ধার করতে
ii. অসুস্থতার জন্য
iii. জমিদারি রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৭.
এমন ঝড় কখনো দেখিনি- উক্তিটি কার?
Ο ক) 
হাশেমের
Ο খ) 
তাহেরার
Ο গ) 
খোদেজার
Ο ঘ) 
বহিপীরের

  সঠিক উত্তর: (ক)

১০৮.
হাতেম আলিকে কে টাকা কর্জ দেবে?
Ο ক) 
আনোয়ারউদ্দীন
Ο খ) 
বহিপীর
Ο গ) 
এক মুরিদ
Ο ঘ) 
হাশেমের বন্ধু

  সঠিক উত্তর: (খ)

১০৯.
খোদেজা সবসময় তাহেরাকে পীরের সাথে যেতে বলে কেন-
i. খোদেজা ধর্মান্ধ
ii. খোদেজা কুসংস্কারাচ্ছন্ন
iii. খোদেজা পীরের মুরিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i, ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১০.
আমি তাঁর কাছে টাকা চািই নাই, তিনিই
Ο ক) 
আমাদের দু:খের সাথি হতেক চেয়েছেন
Ο খ) 
আমাদের উপকারের জন্য এসেছেন
Ο গ) 
নিজের দায়িত্ব মনে করে এগিয়ে এসেছেন
Ο ঘ) 
স্বত:প্রবৃত্ত হয়ে  দিতে চেয়েছেন

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে পরিবর্তন আসে নাটকের-
i. বিষয়বস্তু ও আঙ্গিকে
ii. প্রকৃতি ও চরিত্রে
iii. সংলাপ ও মঞ্চায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১১২.
বজরায় বহিপীরের নববধু আছে জানতে পেরে তিনি কী করেছিলেন?
Ο ক) 
সজোরে শোকর আদায় করেন
Ο খ) 
সস্ত্রীক বজরা থেকে নেমে পড়েন
Ο গ) 
জমিদারকে গালমন্দ করেন
Ο ঘ) 
হাশেমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন

  সঠিক উত্তর: (ক)

১১৩.
সৈয়দ ওয়ালীউল্লাহর মাতা কোন প্রকৃতির মানুষ ছিলেন?
Ο ক) 
অন্যায় প্রতিবাদকারী
Ο খ) 
বিশিষ্ট সমাজসংস্কারক
Ο গ) 
উচ্চ শিক্ষিত ও সংস্কৃতিবান
Ο ঘ) 
অতিশয় ধর্মপরায়ণ

  সঠিক উত্তর: (গ)

১১৪.
মাইকেল মধুসূদন দত্তের জীবন ও কর্ম নিয়ে নাটক লেখা হলে তাকে বলা যাবে-
i. জীবনী নাটক
ii. চরিত নাটক
iii. আত্মজীবনীমূলক নাটক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১১৫.
মিথ্যা কথা বলা সম্বন্ধে হাতেমের ধারণা কী ছিল?
Ο ক) 
মিথ্যাকে কখনো চাপা দেওয়া যায় না
Ο খ) 
মিথ্যা বলা মহাপাপ
Ο গ) 
একবার শুরু হলে তার শেষ নেই
Ο ঘ) 
উদ্দেশ্য সাধনের জন্য মিথ্যা বলতে হয়

  সঠিক উত্তর: (গ)

১১৬.
‘পীর সাহেব, তিনি ঐ একই কথা বলছেন।’-বার বার একই কথা বলছিল কে?
Ο ক) 
জমিদার
Ο খ) 
হাশেম
Ο গ) 
তাহেরা
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

১১৭.
‘বাবা, তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম।’- মিথ্যা কথাটা কী ছিল?
Ο ক) 
জমিদারের কোনো অসুখ হয় নি
Ο খ) 
বহিপীরের সাথে তাহেরার বিয়ে হয় নি
Ο গ) 
নৌকায় কোনো দুর্ঘটনা হয় নি
Ο ঘ) 
তাহেরা চাচাত ভাইকে নিয়ে পালায় নি

  সঠিক উত্তর: (ক)

১১৮.
পীর বলা মাত্র তাহেরা তার সাথে যেতে রাজি হলো না কেন-
i. সে পালিয়ে এসেছে
ii. তাহেরা পীরকে পছন্দ করে না
iii. তাহেরা হাশেম আলিকে ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (খ)

১১৯.
‘বহিপীর’ নাটকের রচয়িতা কে?
Ο ক) 
মুনীর চৌধুরী
Ο খ) 
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
Ο গ) 
আসিন চৌধুরী
Ο ঘ) 
মামুনুর রশীদ

  সঠিক উত্তর: (খ)

১২০.
‘হঠাৎ আপনি চাইছেন আপনার ছেলের কথায় আমি মত দিই।’ - কথাটি তাহেরা কীভাবে বলেছিল?
Ο ক) 
রাগান্বিতভাবে
Ο খ) 
একটু হেসে
Ο গ) 
কাঁদতে কাঁদতে
Ο ঘ) 
ব্যঙ্গাত্মকভাবে

  সঠিক উত্তর: (খ)

১২১.
প্রতিটি নাটকে কত ‍গুলো চরিত্র থাকে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
একাধিক
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
কার ঘাড়ে এবং ভিতরে শয়তান রয়েছে?
Ο ক) 
বহিপীরের
Ο খ) 
তাহেরার
Ο গ) 
হাশেমের
Ο ঘ) 
মাঝির

  সঠিক উত্তর: (খ)

১২৩.
বহিপীরের দেখাশোনার ভার কার ওপর ছিল?
Ο ক) 
তাহেরা বিবির
Ο খ) 
মুরিদদের
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
চাকরের

  সঠিক উত্তর: (গ)

১২৪.
তাহেরাকে উদ্ধার করতে কী পিছু টলাতে পারে নি?
Ο ক) 
মায়ের সাবধান বানী
Ο খ) 
বহিপীরের ভীতি প্রদর্শন
Ο গ) 
পিতার করুণ মুখ
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
‘বহিপীর’ নাটকের নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র বাবার নাম কী?
Ο ক) 
খান বাহাদুর শাহ
Ο খ) 
সৈয়দ আহমাদ উল্লাহ
Ο গ) 
খান আব্দুলাহ মালিক
Ο ঘ) 
সৈয়দ দবির উল্লাহ

  সঠিক উত্তর: (খ)

১২৬.
পীর সাহেব একেক বার কোন ধরনের ভাবনায় আফসোস করেন?
Ο ক) 
খোদার ভেদ বুঝা সত্যই মুশকিল
Ο খ) 
যাহা চেয়েছিলাম তাই পেয়েছি
Ο গ) 
এই শহরে বহুদিন ধরেই আছি
Ο ঘ) 
কেবল মুরিদানা করেই জীবন কাটিয়েছি

  সঠিক উত্তর: (ঘ)

১২৭.
নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র মায়ের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি স্বভাবকবি
ii. উচ্চ শিক্ষিত
iii. সংস্কৃতিবান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (খ)

১২৮.
‘আমি যেন কোরবানির বকরি।’-কথাটি কে বলেছিল?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
হাশেম আলি
Ο গ) 
আমেনা
Ο ঘ) 
তাহেরা

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
‘আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে’-কথাটি কে বলেছিল?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
বহিপীর
Ο গ) 
হাতেম
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (গ)

১৩০.
‘এক আধটু ঠাট্টা-মস্করা করতেও শুরু করেছে’-কারা এ কাজটি করতে শুরু করেছে?
Ο ক) 
মাঝিরা
Ο খ) 
সহপাঠীরা
Ο গ) 
গ্রামের লোকেরা
Ο ঘ) 
যাত্রীরা

  সঠিক উত্তর: (গ)

১৩১.
বিচিত্র ধারার নাটক রচনা করে নাট্যসাহিত্যকে সমৃদ্ধ করেন কোন নাট্যকার?
Ο ক) 
ক্ষীরোদপ্রসাদ
Ο খ) 
শচীন্দ্রনাথ সেনগুপ্ত
Ο গ) 
দ্বিজেন্দ্রলাল রায়
Ο ঘ) 
রবীন্দ্রনাথ ঠাকুর

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
‘ছোট মুখে বড় কথা, কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর।’-এখানে হকিকুল্লাহর ভাবনা কী ছিল?
Ο ক) 
রাগের মাথায় পুলিশ ডাকার কথা
Ο খ) 
জমিদারি নিলামে উঠার কথা
Ο গ) 
বহিপীরের মুরিদগণের কথা
Ο ঘ) 
তাহেরার বাপজান ও সৎ মার কথা

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
নাটকে সাধারণত কতটি উপাদান থাকে?
Ο ক) 
সাত
Ο খ) 
দশ
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
ওয়ালীউল্লাহ্‌ সারা বাংলাদেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। কারণ-
i. ব্যবসা দেখাশুনার জন্য
ii. ভ্রমণপিপাসু ছিলেন
iii. পিতার বদলি চাকরি সূত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

১৩৫.
কোথায় পৌঁছে তাহেরার চাচাত ভাইয়ের হুঁশ হয়েছিল?
Ο ক) 
ডেমরা
Ο খ) 
নারায়নঞ্জ
Ο গ) 
নোয়াখালী
Ο ঘ) 
বরিশাল

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
বর্তমান সময়ে অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
Ο ক) 
মহাকাব্য
Ο খ) 
শ্রব্যকাব্য
Ο গ) 
নাটক
Ο ঘ) 
গীতিকাব্য

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
জমিদার হাতেম আলি খোদার কাছে শোকর জানান কেন?
Ο ক) 
বহিপীরের শারীরিক কোনো ক্ষতি না হবার জন্য
Ο খ) 
জমিদারি নিলামে উঠার সংবাদে
Ο গ) 
ছেলের ছাপাখানার ব্যবসা করার প্রস্তাবে
Ο ঘ) 
দুর্ঘটনায় পতিত স্ত্রীর অসুস্থাতায়

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
‘বহিপীর’ নাটকে তাহেরা কীসের প্রতীক?
Ο ক) 
বাংলার সদা জাগ্রত ব্যক্তির
Ο খ) 
প্রতিবাদের
Ο গ) 
নতুন দিনের এক বিদ্রোহী বালিকার
Ο ঘ) 
ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর

  সঠিক উত্তর: (গ)

১৩৯.
হাতেম আলি বিস্ফোরিত নেত্রে পীর সাহেবকে কী বলেছিলেন?
Ο ক) 
আমার মাথার অবস্থা এখন ঠিক নেই
Ο খ) 
সেটা আপনার মেহেরবানি পীর সাহেব
Ο গ) 
এ রাতকে কেউ ঠেকাতে পারবে না
Ο ঘ) 
জি, পীর সাহেব আস্থা রাখছি বৈকি

  সঠিক উত্তর: (ক)

১৪০.
‘বহিপীর’ নাটকে কে নিজেকে কসাইয়ের মতো মনে করেন?
Ο ক) 
হাশেম
Ο খ) 
হাতেম
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (খ)

১৪১.
“ঐ কামরায় একবার ঢুকিলে সে যেন জোঁকের মতো লাগিয়া থাকে”- উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
হকিকুল্লাহ
Ο গ) 
হাশেম
Ο ঘ) 
বহিপীর

  সঠিক উত্তর: (গ)

১৪২.
রবীন্দ্রনাথের রচিত নাটক কোনটি?
Ο ক) 
চিরকুমার সভা
Ο খ) 
বসন্তকুমারী
Ο গ) 
কৃষ্ণকুমারী
Ο ঘ) 
সধবার একাদশী

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র মৌলিক সৃষ্টি?
Ο ক) 
রূপার কৌটা
Ο খ) 
ডাকঘর
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
শর্মিষ্ঠা

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
হকিকুল্লাহ হুঁকা ধরায় কেন-
i. সে নিজে হুঁকা খায়
ii. পীর হুঁকা খান
iii. হাতেম আলি হুঁকা খায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
তাহেরাকে দেখার পর পীর সাহেবের কোন ধারণা আরও বদ্ধমূল হয়েছিল?
Ο ক) 
তার কাছে আমি সত্যিই অপরাধী
Ο খ) 
তার যেকোনো কাজে আমি সাহায্য করব
Ο গ) 
তাকে আমি ফেলে যেতে পারি না
Ο ঘ) 
তাকে খুঁজতে এসে আমি ভুল করি নি

  সঠিক উত্তর: (গ)

১৪৬.
‘যান আপনি পাশের ঘরে।’ - কথাটি কে কীভাবে বলেছিল?
Ο ক) 
খোদেজা, হুকুমের সুরে
Ο খ) 
তাহেরা, হুকুমের সুরে
Ο গ) 
হাতেম, আদেশের সুরে
Ο ঘ) 
হাশেম, হুকুমের সুরে

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
‘বহিপীর’ নাটক ঢাকায় প্রথম কত সালে প্রকাশিত হয়?
Ο ক) 
১৯৫৫
Ο খ) 
১৯৬০
Ο গ) 
১৯৬৫
Ο ঘ) 
১৯৭০

  সঠিক উত্তর: (খ)

১৪৮.
ডেমরার ঘাটে একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটি মেয়ে চুপচাপ বসে আছে- এখানে অল্প বয়স্ক মেয়েটি কে ছিল?
Ο ক) 
খোদেজা
Ο খ) 
তাহেরা
Ο গ) 
মাঝির কন্যা
Ο ঘ) 
আমেনা

  সঠিক উত্তর: (খ)

১৪৯.
‘আমাকে বাঁচাবার জন্য আপনাদের এত মাথাব্যথা কেন? - তাহেরার এ কথার মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায়-
i. প্রচন্ড ক্ষোভের
ii. খুব চালাকের
iii. দৃঢ় প্রতিজ্ঞার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫০.
জমিদারের স্ত্রী বহিপীরকে কী বলেছিলেন?
Ο ক) 
আপনি আমাদের বজরায় কিছুদিন থাকেন
Ο খ) 
আপনার বিবি আমার সঙ্গেই আছেন
Ο গ) 
আপনার মতো মহৎ মানুষ আমি কখনো দেখি নি
Ο ঘ) 
আপনার সেবা শুশ্রুষার কোনো ত্রুটি হবে না

  সঠিক উত্তর: (খ)

১৫১.
মাইকেল মধূসুদন দত্তের পাশ্চাত্য নাট্যরীতিতে রচিত প্রথম নাটক কোনটি?
Ο ক) 
পদ্মাবতী
Ο খ) 
কৃষ্ণকুমারী
Ο গ) 
শর্মিষ্ঠা
Ο ঘ) 
একেই কী বলে সভ্যতা

  সঠিক উত্তর: (গ)

১৫২.
হাশেম তাহেরাকে নিয়ে যাওয়ার সময় তাহেরা তাকে কী বলেছিল?
Ο ক) 
চল অজানার উদ্দেশ্য পালাই
Ο খ) 
একী কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে
Ο গ) 
আমি তোমার সঙ্গে যাব না
Ο ঘ) 
আজ থেকে তুমি আমার স্বামী

  সঠিক উত্তর: (খ)

১৫৩.
কিসের ঐতিহ্য বেশ পুরনো?
Ο ক) 
চর্যাপদ
Ο খ) 
বৈষ্ণব পদাবলী
Ο গ) 
যাত্রাপালা
Ο ঘ) 
শ্রীকৃষ্ণকীর্তন

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
কোনো বিয়ে জায়েজ হয় না কেন-
i. কনে মত না দিলে
ii. কনে লজ্জা পেলে
iii. জোরপূর্বক বিয়ে দিলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
বহিপীরের পরনে কোন ধরনের পোশাক ছিল?
Ο ক) 
লুঙ্গি ও আলখাল্লা
Ο খ) 
পাঞ্জাবী ও পায়জামা
Ο গ) 
পাঞ্জাবী ও লুঙ্গি
Ο ঘ) 
আলখাল্লা ও পায়জামা

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
সাহিত্যের প্রাচীন রূপকে কী বলা হতো?
Ο ক) 
উপন্যাস
Ο খ) 
নাটক
Ο গ) 
গল্প
Ο ঘ) 
কাব্য

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
তাহেরার পালিয়ে যাওয়ার কারণ-
i. এতিম মেয়ে
ii. অধিকার সচেতনতা
iii. ধর্মভীরুতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৮.
গীতিনাট্যের বৈশিষ্ট্যের বেলায় প্রযোজ্য-
i. এতে নাচ থাকে
ii. এতে সংলাপ থাকে গানের আদলে
iii. এতে সংলাপ থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৫৯.
১৯৪৭ সালের পূর্বে বাংলা নাট্যচর্চার প্রাণকেন্দ্র কোথায় ছিল?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কলকাতা
Ο গ) 
নদীয়া
Ο ঘ) 
চন্দননগর

  সঠিক উত্তর: (খ)

১৬০.
তাহেরাকে কোন শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা যায়?
Ο ক) 
আঠার শতক
Ο খ) 
উনিশ শতক
Ο গ) 
বিশ শতক
Ο ঘ) 
একুশ শতক

  সঠিক উত্তর: (গ)

১৬১.
‘বহিপীর’ নাটকে কীসের পরিচয় পাওয়া যায়?
Ο ক) 
পীর সম্প্রদায়ের সৃষ্ট কুসংস্কার ও ধর্মবিশ্বাস
Ο খ) 
পীর সম্প্রদায়ের উপকারী মনোভাব
Ο গ) 
পীর সম্প্রদায়ের সৃষ্ট নৈতিক মূল্যবোধ
Ο ঘ) 
পীর সম্প্রদায়ের সৃষ্ট জীবনযাপনের নির্দেশ

  সঠিক উত্তর: (ক)

১৬২.
তাহেরা কোন ঘাট থেকে বজরায় উঠেছিল?
Ο ক) 
 মেঘনা ঘাট
Ο খ) 
ডেমরা ঘাট
Ο গ) 
রূপসা ঘাট
Ο ঘ) 
সদরঘাট

  সঠিক উত্তর: (খ)

১৬৩.
হাতেম আলি শহরে কী জন্য এসেছিলেন?
Ο ক) 
ডাক্তার দেখাতে
Ο খ) 
জামা-কাপড় কিনতে
Ο গ) 
টাকার যোগাড় করতে
Ο ঘ) 
তাহেরাকে বাঁচাতে

  সঠিক উত্তর: (গ)

১৬৪.
নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?
Ο ক) 
নৌকা
Ο খ) 
বজরা
Ο গ) 
পদ্ম পলাশ
Ο ঘ) 
কচুরিপানা

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
ছেলেটি প্রচন্ড চিৎকার করে কাঁদছিল কেন?
Ο ক) 
তাদের কোনো যাবার জায়গা নেই বলে
Ο খ) 
চোরে তাদের সবকিছু নিয়ে গেছে বলে
Ο গ) 
তার পায়ে অস্বাভাবিক যন্ত্রণার জন্য
Ο ঘ) 
বদলোকেরা তাকে আঘাত করার জন্য

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
খোদেজার মতে বহিপীরের সঙ্গে গেলে কে মান-যশ-সুখ, সব পাবে?
Ο ক) 
হকিকুল্লাহ্‌
Ο খ) 
তাহেরা
Ο গ) 
হাতেম
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (খ)

১৬৭.
‘লীলাবতী’ নাটকটি কে রচনা করেছেন?
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
দীনবন্ধু মিত্র
Ο গ) 
মুনীর চৌধুরী
Ο ঘ) 
জহির রায়হান

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
পুলিশ ডাকলে পরবর্তীতে কে আফসোস করতে পারেন?
Ο ক) 
হাতেম
Ο খ) 
তাহেরা
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
হাশেম

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
বহিপীর ঘটনাক্রমে কী জানতে পারেন?
Ο ক) 
তিনি এক সময় জমিদার ছিলেন
Ο খ) 
তার নববিবাহিতা স্ত্রীও এই বজরায় আছেন
Ο গ) 
তার বিশ্বস্ত এক মুরিদের মৃত্যু হয়েছে
Ο ঘ) 
তার সঙ্গী হকিকুল্লাহ তাকে ছেড়ে চলে গেছে

  সঠিক উত্তর: (খ)

১৭০.
নাটকের প্রথম দৃশ্যে খোদেজা ও তাহেরা কী করছিল?
Ο ক) 
চুল বাঁধায় ব্যস্ত
Ο খ) 
শুধু গল্প করছিল
Ο গ) 
বসে তরকারি কাটাছিল
Ο ঘ) 
নদীতে ভেসে যাওয়া কচুরি পানা দেখছিল

  সঠিক উত্তর: (গ)

১৭১.
হাশেম আলির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ-
i. বহিপীরকে সাহায্য করা
ii. মানবীয় মূল্যবোধ
iii. ন্যায়বোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭২.
‘নিমরাজি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
প্রায় সম্মত
Ο খ) 
সম্মত
Ο গ) 
অনেক বেশি রাজি
Ο ঘ) 
প্রস্তুত

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
বহিপীর সব ছেড়ে চলে যেতে চান-
i. গুহা-গহ্বরে
ii. অরণ্য পর্বতে
iii. ইরানতুরান-কাবলিস্থানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
পীর সাহেব কোন কথা মানতে নারাজ ছিলেন?
Ο ক) 
পীর হতে হলে তাকে পীরের সঙ্গ ধরতে হয়
Ο খ) 
পরস্পরের দিলে শক্তি আনতে হয়
Ο গ) 
তাহেরা তার সঙ্গে যেতে পারবে না
Ο ঘ) 
অপরের দু:খ ভাগ করে নেওয়া যায়

  সঠিক উত্তর: (ক)

১৭৫.
পীর তাহেরাকে বিবি সাহেব বলে ডাকলে তাহেরা প্রতিবাদ করে কেন-
i. সে বিয়েতে মত দেয় নি
ii. তার সাথে পীরের বিয়ে হয় নি
iii. কাবিননামা হয় নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
মূলত কীভাবে পীরসমাজের সৃষ্টি হয়েছে?
Ο ক) 
মানুষের কুসংস্কারের সূত্র ধরে
Ο খ) 
ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরে
Ο গ) 
সমাজের অশিক্ষিত মানুষের কর্মকান্ডের সূত্র ধরে
Ο ঘ) 
সমাজের বাল্যবিবাহ প্রচলনের সূত্র ধরে

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
‘বহিপীর’ নাটকে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ করা যায়?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৭৮.
পীরের নাম বহিপীর হয়েছিল কারণ-
i. তিনি বইয়ের ভাষায় কথা বলেন
ii. পীর বিদেশ থেকে এসেছেন
iii. পীরকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যেতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
বহিপীর জঘন্য কূটকৌশল গ্রহণ করলেন কেন?
Ο ক) 
জমিদারি পাওয়া জন্য
Ο খ) 
নববিবাহিতা স্ত্রীকে পাওয়ার জন্য
Ο গ) 
সফরসঙ্গী হকিকুল্লাহর অনুরোধে
Ο ঘ) 
হাশেম আলির প্রতি ক্ষিপ্ত হয়ে

  সঠিক উত্তর: (খ)

১৮০.
রাম নারায়ণ তর্করত্নের নাটকের নাম কী?
Ο ক) 
ভদ্রাজ্জুন
Ο খ) 
কীর্তিবিলাস
Ο গ) 
চিত্তবিলাস
Ο ঘ) 
কুলীনকূল-সর্ব্বস্ব

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
বহিপীরের পেয়ারা মুরিদের কন্যার নাম কী?
Ο ক) 
তাহেরা
Ο খ) 
মহিমা
Ο গ) 
সালেহা
Ο ঘ) 
জোলেখা

  সঠিক উত্তর: (ক)

১৮২.
পীর সাহেবের মতো ধৈর্যশীল নয় কে?
Ο ক) 
হাশেম
Ο খ) 
হাতেম
Ο গ) 
হকিকুল্লাহ
Ο ঘ) 
খোদেজা

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
তাহেরা কোন শর্তে পীর সাহেবের সঙ্গে যেতে রাজি হয়েছিল?
Ο ক) 
হাশেমের স্বপ্ন পূরণ করে দিতে হবে
Ο খ) 
তার চাচাত ভাইকে ক্ষমা করতে হবে
Ο গ) 
আগে জমিদারকে টাকা দিতে হবে তারপর সে যাবে
Ο ঘ) 
তাকে সুন্দর একটি বাড়ি কিনে দিতে হবে

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
তাহেরার পানিতে ঝাঁপ দিতে চাওয়ার উদ্দেশ্য ছিল-
i. পীরের হাত থেকে বাঁচার জন্য
ii. হাশেমকে ভয় দেখানোর জন্য
iii. খোদেজার ওপর রাগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
বাংলা নাটকের প্রতিযোগিতায় কোন নাটক পুরস্কার লাভ করে?
Ο ক) 
তরঙ্গভঙ্গ
Ο খ) 
সুড়ঙ্গ
Ο গ) 
বহিপীর
Ο ঘ) 
দুই তীর

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
‘আমি পয়সাও চাই না ছাপাখানাও চাই না’- হাশেমের এ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) 
ক্ষোভ
Ο খ) 
ঘৃণা
Ο গ) 
সমবেদনা
Ο ঘ) 
রাগ

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
ক্লাইমেক্স (Climax) বলতে বোঝায়-
i. কাহিনীর উৎকর্ষ
ii. কাহিনীর চুড়ান্ত দ্বন্দ্ব
iii. কাহিনীর গর্ভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
বহিপীরের সর্বদা কী করার অভ্যাস ছিল?
Ο ক) 
ওয়াজ-নছিয়ত
Ο খ) 
অপরের গালমন্দ
Ο গ) 
উপন্যাস পড়ার
Ο ঘ) 
গল্প করার

  সঠিক উত্তর: (ক)

১৮৯.
বহিপীরের যাত্রার আসল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) 
জমিদারের আমন্ত্রণ রক্ষা করা
Ο খ) 
শহরবাসী মুরিদগণের  অনুরোধ রক্ষা করা
Ο গ) 
নববিবাহিতা স্ত্রীর সন্ধান করা
Ο ঘ) 
হাশেমকে উপযুক্ত শিক্ষা প্রদান করা

  সঠিক উত্তর: (গ)

১৯০.
বহিপীর তাহেরার পালিয়ে আসার ঘটনাকে কী মনে করেন?
Ο ক) 
ন্যায়সঙ্গত কাজ
Ο খ) 
বয়সের দোষ
Ο গ) 
তরিকাবিহীন কাজ
Ο ঘ) 
পরামর্শের শিকার

  সঠিক উত্তর: (গ)

১৯১.
‘বহিপীর’ নাটকের হাশেম আলি চরিত্রটি মূলত যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ-
i. বিবেক চরিত্র
ii. নায়ক চরিত্র
iii. সাধারণ চরিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৯২.
বহিপীর সম্বন্ধে লোকেরা কী বলে থাকেন?
Ο ক) 
পীর সাহেব খুবই দয়ালু ব্যক্তি
Ο খ) 
মানুষের উপকার করতে তাঁর জন্ম হয়েছে
Ο গ) 
সর্বদা খোদার দয়া তাঁর ওপর বর্ষিত হয়
Ο ঘ) 
খোদা তাঁর দিলে রুহানি শক্তি দিয়েছেন

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
হাশেম কোন ব্যবসা করবে বলে মনস্থির করেছে?
Ο ক) 
মাছের ব্যবসা
Ο খ) 
ছাপাখানার ব্যবসা
Ο গ) 
পোশাকের ব্যবসা
Ο ঘ) 
ধানের ব্যবসা

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
বহিপীর হাতেম আলিকে কোন শর্তে টাকা কর্জ দেবেন?
Ο ক) 
জমিদারির অর্ধেক ভাগ দিতে হবে
Ο খ) 
বজরাটি তাকে দিয়ে দিতে হবে
Ο গ) 
তাহেরাকে তার হাতে তুলে দিতে হবে
Ο ঘ) 
জমিদারের বাড়িটি লিখে দিতে হবে

  সঠিক উত্তর: (গ)

১৯৫.
মানুষের দেহে রুহানি শক্তি দিয়েছেন কে?
Ο ক) 
বহিপীর
Ο খ) 
খোদা
Ο গ) 
সূর্য
Ο ঘ) 
নদী

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
সাহিত্যকর্মের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ কী পুরস্কার লাভ করেন?
Ο ক) 
পিইএন পুরস্কার
Ο খ) 
বাংলা একাডেমী পুরস্কার
Ο গ) 
একুশে পদক
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৯৭.
খোদেজা কার মাথার চুল বেঁধে দিল?
Ο ক) 
মাঝি কন্যার
Ο খ) 
চাকরের কন্যার
Ο গ) 
তাহেরার
Ο ঘ) 
জায়েদার

  সঠিক উত্তর: (গ)

১৯৮.
বহিপীরের অনুরোধে তার মুরিদগণ কী করতে পারে?
Ο ক) 
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে
Ο খ) 
সকল মানুষকে জিম্মি করে রাখতে পারে
Ο গ) 
সবার মনে ধর্মবিশ্বাস জোগাতে পারে
Ο ঘ) 
তাদের ভিটাবাড়ি বন্ধক রাখতে পারে

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
‘গূঢ়তত্ত্ব’ বলতে পীরসাহেব কী বুঝতে চেয়েছেন?
Ο ক) 
দুর্বোধ্য কোনো ব্যাপার
Ο খ) 
অপ্রকাশিত কোনো ব্যাপার
Ο গ) 
প্রচ্ছন্ন কোনো ব্যাপার
Ο ঘ) 
একান্ত কোনো ব্যাপার

  সঠিক উত্তর: (গ)

২০০.
তাহেরার বাবা ও সৎ মা পীরের সাথে তাকে বিয়ে দিয়েছিল কারণ-
i. তারা পীরের ভক্ত
ii. তারা অজ্ঞ
iii. পীর পাত্র হিসেবে উপযুক্ত ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...