NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

জে.এস.সি || গণিত একাদশ অধ্যায় : তথ্য ও উপাত্ত


জে.এস.সি    ||    গণিত
একাদশ অধ্যায় : তথ্য ও উপাত্ত


১.
অবন্যিস্ত উপাত্তসমূহ বিন্যস্ত করা হয় নিচের কোনটির সাহায্যে?
Ο ক) 
শ্রেণি ব্যবধান
Ο খ) 
শ্রেণি সংখ্যা
Ο গ) 
শ্রেণিবিন্যাস
Ο ঘ) 
গণসংখ্যা

  সঠিক উত্তর: (গ)

২.
২৫, ২৮, ২৮, ৪০, ৬০ হচ্ছে-।
Ο ক) 
অবিন্যস্ত উপাত্ত
Ο খ) 
বিন্যস্ত উপাত্ত
Ο গ) 
ট্যালি উপাত্ত
Ο ঘ) 
গণসংখ্যা উপাত্ত

  সঠিক উত্তর: (খ)

৩.
৮ জন লোকের বয়সের উপাত্ত ৩০, ৪৫, ৪০, ৩২, ৩৬, ৪০, ৩৩, ৩৬ কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
বিন্যস্ত উপাত্ত
Ο খ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο গ) 
ট্যালি উপাত্ত
Ο ঘ) 
শ্রেণি উপাত্ত

  সঠিক উত্তর: (খ)

৪.
৭০, ৮০, ৬০, ৫০, ৮৫, ৮৮ উপাত্তগুলো ৬ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর বর্ণিত উপাত্তসমূহকে কী বলে?
Ο ক) 
বিন্যস্ত উপাত্ত
Ο খ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο গ) 
শ্রেণি উপাত্ত
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৫.
২৫-৩১ শ্রেণির নিম্নসীমা কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
২৫
Ο ঘ) 
৩১

  সঠিক উত্তর: (গ)

৬.
খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত?
Ο ক) 
প্রাথমিক উপাত্
Ο খ) 
্‌ুপাত্ত
Ο গ) 
তথ্য
Ο ঘ) 
মাধ্যমিক উপাত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৭.
কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে কী বলে?
Ο ক) 
মধ্যক
Ο খ) 
প্রচুরক
Ο গ) 
ক্রমযোজিত গণসংখ্যা
Ο ঘ) 
গড়

  সঠিক উত্তর: (খ)

৮.
৪০,৩৮,৪১,৩৫,৪৬,৪২,৪৮,৩৭,৫০ উপাত্তটির পরিসর কত?
Ο ক) 
১৪
Ο খ) 
১৫
Ο গ) 
১৬
Ο ঘ) 
১৮

  সঠিক উত্তর: (গ)

৯.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পরিসংখ্যানের দুইবাবে সংগৃহীত হয়
ii. প্রথ্যেকটি শ্রেণির বিস্তার সমান থাকে
iii. পরিসংখ্যানে সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে উপাত্ত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
সরাসরি উৎস থেকে সংগৃহিত উপাত্তের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) 
নির্ভরযোগ্যতা বেশি
Ο খ) 
নির্ভরযোগ্যতা কম
Ο গ) 
তথ্য কম সঠিক
Ο ঘ) 
সময় কম লাগে

  সঠিক উত্তর: (ক)

১১.
২২,১৬,২০,৩০,২৫,৩৬,৩৫,৩৭ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 
২৬.৬২৫
Ο খ) 
২৭.৬২৫
Ο গ) 
২৮
Ο ঘ) 
২৮.৫

  সঠিক উত্তর: (খ)

১২.
যেকোনো শ্রেণির সর্বনিম্ন মানকে এর কী বলা হয়?
Ο ক) 
সর্বোচ্চ সীমা
Ο খ) 
নিম্নসীমা
Ο গ) 
ঊর্ধ্বসীমা
Ο ঘ) 
মধ্যসীমা

  সঠিক উত্তর: (খ)

১৩.
২৮,৩০২৫,২৭,২৮,২৫,৩২,২৬,২৪ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
Ο ক) 
২৪
Ο খ) 
২৭
Ο গ) 
২৫ ও ২৮
Ο ঘ) 
প্রচুরক নাই

  সঠিক উত্তর: (গ)

১৪.
৪৫,৪২,৬০,৬১,৫৮,৪২,৬১,৪২,৫১ সংখ্যাগুলোর প্রচুরক কোনটি?
Ο ক) 
৪২
Ο খ) 
৫১
Ο গ) 
৫৮
Ο ঘ) 
৬১

  সঠিক উত্তর: (ক)

১৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যে সংখ্যা বেশি বার থাকে প্রচুরক
ii. দৈনন্দিন জীবনে প্রচুরকের ব্যবহার সবচেয়ে বেশি
iii. দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৬.
(১৬-২০) শ্রেণিব্যাপ্তি কত?
Ο ক) 
২০
Ο খ) 
১৫
Ο গ) 
১০
Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

১৭.
পরিসংখ্যানের উপাত্তগুলো সংগ্রহের উৎস কয়টি?
Ο ক) 
4
Ο খ) 
3
Ο গ) 
2
Ο ঘ) 
1

  সঠিক উত্তর: (গ)

১৮.
কোন স্কুলের ১০০ জন ছাত্রের জন্য নির্দেশিত কোণ ১৫০০। ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
Ο ক) 
২০০
Ο খ) 
২২০
Ο গ) 
২৪০
Ο ঘ) 
২৫০

  সঠিক উত্তর: (গ)

১৯.
উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো না থাকলে সেগুলো কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
বিন্যস্ত
Ο খ) 
অবিন্যস্ত
Ο গ) 
প্রাথমিক
Ο ঘ) 
মাধ্যমিক

  সঠিক উত্তর: (খ)

২০.
বড় আকারের কোনো অবিন্যস্ত উপাত্তকে মানের অধ:ক্রম বা উর্ধ্বক্রমে বিন্যস্ত করা-
i. বেশ জটিল
ii. সহজ
iii. ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২১.
কোন পরিসংখ্যা ৩৬০০ এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা কোন ধরনের চিত্র?
Ο ক) 
আয়তলেখ
Ο খ) 
রেখাচিত্র
Ο গ) 
পাইচিত্র
Ο ঘ) 
ওজিভ রেখা

  সঠিক উত্তর: (গ)

২২.
যেকোনো শ্রেণির ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকে কি বলে?
Ο ক) 
শ্রেণি ব্যাপ্তি
Ο খ) 
শ্রেণি সীমা
Ο গ) 
শ্রেণি মধ্যমান
Ο ঘ) 
শ্রেণি সংখ্যা

  সঠিক উত্তর: (ক)

২৩.
একজন সাংসদ আগামী নির্বাচনে তার জনপ্রিয়তা জরিপ করার জন্য নির্বাচনী এলাকা থেকে তথ্য সংগ্রহ করলো। এটি-
i. প্রাথমিক তথ্য
ii. মাধ্যমিক তথ্য
iii. তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
৪০,৪১,৪৫,১৮,৪১,২০,৪১,২৫,২৫,২৬ সংখ্যাগুলোর মধ্যক কত?
Ο ক) 
৪১
Ο খ) 
৪০
Ο গ) 
২৫
Ο ঘ) 
২৩

  সঠিক উত্তর: (খ)

২৫.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো-
i. উপাত্তসমূহের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা
ii. গড়
iii. মধ্যক ও প্রচুরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
সারণিভুক্ত করার সময় প্রথম কোনটি নির্ণয় করতে হয়?
Ο ক) 
শ্রেণিসংখ্যা
Ο খ) 
পরিসর
Ο গ) 
শ্রেণিব্যাপ্তি
Ο ঘ) 
গণসংখ্যা

  সঠিক উত্তর: (খ)

২৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:

i. প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি
ii. মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা কম
iii. প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের নির্ভযোগ্যতা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
৯৫, ৮২, ৮০, ৯০, ৭৫, ৮৭ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
ট্যালি উপাত্ত
Ο খ) 
বিন্যস্ত উপাত্ত
Ο গ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο ঘ) 
গণসংখ্যা উপাত্ত

  সঠিক উত্তর: (গ)

২৯.
একই শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
Ο ক) 
শ্রেণির মধ্যবিন্দু
Ο খ) 
শ্রেণির গণসংখ্যা
Ο গ) 
শ্রেণি সীমা
Ο ঘ) 
শ্রেণি ব্যাপ্তি

  সঠিক উত্তর: (খ)

৩০.
১৬, ১৬, ১৯, ২৭, ৩২, ৩৮ কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
বিন্যস্ত উপাত্ত
Ο খ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο গ) 
গণসংখ্যা উপাত্ত
Ο ঘ) 
ট্যালি উপাত্ত

  সঠিক উত্তর: (ক)

৩১.
৮,১০,১২,১৪,১৮,২০,২২,২৪ সংখ্যাগুলোর মধ্যক কত?
Ο ক) 
১৪
Ο খ) 
১৫
Ο গ) 
১৬
Ο ঘ) 
১৮

  সঠিক উত্তর: (গ)

৩২.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৩৩.
কোন শ্রেণিতে ট্যালি চিহ্ন দ্বারা ঐ শ্রেণির কোনটিকে বোঝায়?
Ο ক) 
ট্যালি চিহ্ন
Ο খ) 
রোমান চিহ্ন
Ο গ) 
বর্গের চিহ্ন
Ο ঘ) 
ঘনের চিহ্ন

  সঠিক উত্তর: (ক)

৩৪.
আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজ-
i. X ও Y অক্ষ আঁকা হয়
ii. X অক্ষ বরাবর শ্রেণিব্যাপ্তি নেওয়া হয়
iii. Y অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
সারণিভুক্তকরণ দ্বারা নিচের কোনটি বোঝায়?
Ο ক) 
উপাত্তের বিশ্লেষণ
Ο খ) 
উপাত্তের উপস্থাপন
Ο গ) 
উপাত্তের শ্রেণি বিন্যাস
Ο ঘ) 
উপাত্তের ফলাফল

  সঠিক উত্তর: (খ)

৩৬.
অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণি তৈরির জন্য কয়টি ধাপের প্রয়োজন?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
১,০,১,০,১,০,১,০,১,০ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 
১.৫
Ο খ) 

Ο গ) 
০.৬
Ο ঘ) 
০.৫

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
অবিন্যস্ত উপাত্তসমূহ কিভাবে সাজানো থাকে?
Ο ক) 
সঠিকভাবে
Ο খ) 
এলোমেলোভাবে
Ο গ) 
মানের উর্ধ্বক্রমে
Ο ঘ) 
মানের অধোক্রমে

  সঠিক উত্তর: (খ)

৩৯.
যেকোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয়-।
Ο ক) 
পরিসর নির্ধারণ
Ο খ) 
শ্রেণিব্যাপ্তি নির্ধারণ
Ο গ) 
ট্যালি নির্ধারণ
Ο ঘ) 
সর্বনিম্ন সংখ্যা নির্ধারণ

  সঠিক উত্তর: (খ)

৪০.
একটি উপাত্তের সর্বনিম্ন সংখ্যা ২১ এবং পরিসর ৮০। এর সর্বোচ্চ সংখ্যা কত?
Ο ক) 
১০২
Ο খ) 
১০১
Ο গ) 
১০০
Ο ঘ) 
৯৯

  সঠিক উত্তর: (গ)

৪১.
কোন ‘ঘটনা’ সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যকে কী বলে?
Ο ক) 
পরিসখংস্যান
Ο খ) 
উপাত্ত
Ο গ) 
তথ্য
Ο ঘ) 
সংখ্যা তথ্য

  সঠিক উত্তর: (ক)

৪২.
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কী বলা হয়?
Ο ক) 
প্রচুরক
Ο খ) 
বিস্তার
Ο গ) 
মধ্যক
Ο ঘ) 
কেন্দ্রীয় প্রবণতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
মাধ্যমিক উপাত্ত সংগৃহীত হয়-।
Ο ক) 
প্রত্যক্ষ উৎস থেকে
Ο খ) 
পরোক্ষ উৎস থেকে
Ο গ) 
ইচ্ছেমতো
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৪৪.
৫০-৫৯ শ্রেণির ঊর্ধ্বসমিা কত?
Ο ক) 

Ο খ) 
৫০
Ο গ) 
৫৯
Ο ঘ) 
৬০

  সঠিক উত্তর: (গ)

৪৫.
কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করতে হয়?
Ο ক) 
আয়তলেখ
Ο খ) 
পাইচিত্র
Ο গ) 
গণসংখ্যা বহুভুজ
Ο ঘ) 
রেখাচিত্র

  সঠিক উত্তর: (ক)

৪৬.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ-
i. গাণিতিক গড়
ii. মধ্যক
iii. প্রচুরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
কোনো উপাত্তের সর্বনিম্ন মান ২৫ এবং সর্বোচ্চ মান ৮৫ হলে, পরিসর কত?
Ο ক) 
৩১
Ο খ) 
৩০
Ο গ) 
৩৪
Ο ঘ) 
৩৫

  সঠিক উত্তর: (ক)

৪৮.
১ থেকে ১০ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 
৫.৫
Ο খ) 
৬.৫
Ο গ) 
৭.৫
Ο ঘ) 
৮.৫

  সঠিক উত্তর: (ক)

৪৯.
নিম্নসীমা ২০ এবং ঊর্ধ্বসীমা ২৮ বিশিষ্ট শ্রেণি-।
Ο ক) 
৮-২০
Ο খ) 
২-২৮
Ο গ) 
২৮-৪৮
Ο ঘ) 
২০-২৮

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
আয়তলেখের ক্ষেত্রে-
i. ভূমি হয় শ্রেণিব্যাপ্তি
ii. উচ্চতা হয় গণসংখ্যা
iii. ভূূমি হয় শ্রেণিমধ্যবিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
২৮, ৩৯, ৪০, ৪০, ৪৬, ৫৫, ৫৫ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
গণসংখ্যা  উপাত্ত
Ο খ) 
ট্যালি উপাত্ত
Ο গ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο ঘ) 
বিন্যস্ত উপাত্ত

  সঠিক উত্তর: (ঘ)

৫২.
পাইচিত্র কী?
Ο ক) 
বর্গ
Ο খ) 
আয়তক্ষেত্র
Ο গ) 
লেখচিত্র
Ο ঘ) 
ট্যালি

  সঠিক উত্তর: (গ)

৫৩.
২৮-৩৬ শ্রেণির সর্বোচ্চ মান কত?
Ο ক) 

Ο খ) 
২৮
Ο গ) 
৩৬
Ο ঘ) 
৬৪

  সঠিক উত্তর: (গ)

৫৪.
কেন্দ্রীয় প্রবণতা কয়ভাবে পরিমাপ করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৫৫.
১,২,৩,০,১,০,২,০,১,০,৩,০,০,২ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৫৬.
২০, ২৩, ১৮, ১২, ২৬ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
Ο ক) 
বিন্যস্ত উপাত্ত
Ο খ) 
অবিন্যস্ত উপাত্ত
Ο গ) 
ট্যালি উপাত্ত
Ο ঘ) 
গণসংখ্যা উপাত্ত

  সঠিক উত্তর: (খ)

৫৭.
উপাত্তে চলকের সংখ্যা n বিজোড় হলে, কয়টি মধ্যক পাওয়া যায়?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
মধ্যক থাকবে না

  সঠিক উত্তর: (ক)

৫৮.
পরিসর হচ্ছে-
i. সর্বোচ্চ ও সর্বনিম্ন সংক্যার গড়
ii. সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে ১ যোগ
iii. সর্বদা ধনাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
৮০-৮৮ শ্রেণির মধ্যমান কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
৮৪
Ο ঘ) 
৯৬

  সঠিক উত্তর: (গ)

৬০.
কোনো উপাত্তের সর্বোচ্চ সাংখ্যিক মান ৯৫ এবং সর্বনিম্ন সাংখ্যিক মান ১৫ হলে, পরিসর হবে-।
Ο ক) 
৮০
Ο খ) 
১১০
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪১

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
১ থেকে ১০ এর মধ্যে জোড় সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬২.
৫,৭,৮,৯,১৫,২০,২৫,২৭,৩০ সংখ্যাগুলোর ক্ষেত্রে-
i. পরিসর হলো ২৬
ii. শ্রেণি ব্যাপ্তি ৫ ধরে শ্রেণিসংখ্যা ৬ হবে
iii. সর্বোচ্চ সংখ্যা ৩৫
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৩.
আয়তলেখ অঙ্কনের সময় ছক কাগজে লম্ব বরাবর কোনটি থাকে?
Ο ক) 
গণসংখ্যা
Ο খ) 
শ্রেণি ব্যাপ্তি
Ο গ) 
শ্রেণি মধ্যমান
Ο ঘ) 
শ্রেণি সংখ্যা

  সঠিক উত্তর: (ক)

৬৪.
প্রত্যেক শ্রেণির কয়টি সর্বনিম্ন মান থাকে?
Ο ক) 
১০টি
Ο খ) 
৪টি
Ο গ) 
১টি
Ο ঘ) 
১০০টি

  সঠিক উত্তর: (গ)

৬৫.
উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকলে উপাত্তগুলো কান ধরনের?
Ο ক) 
অবিন্যস্ত উপাত্ত
Ο খ) 
বিন্যস্ত উপাত্ত
Ο গ) 
শ্রেণি ব্যবধান
Ο ঘ) 
প্রাথমিক উপাত্ত

  সঠিক উত্তর: (খ)

৬৬.
সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিচের কোনটি বেশি ব্যবহৃত হয়?
Ο ক) 
গড়
Ο খ) 
মধ্যক
Ο গ) 
প্রচুরক
Ο ঘ) 
অনুমিত গড়

  সঠিক উত্তর: (ক)

৬৭.
পরিসরকে যতগুলো শ্রেণিতে ভাগ করা যায় তার সংখ্যাকে কি বলে?
Ο ক) 
শ্রেণি ব্যাপ্তি
Ο খ) 
শ্রেণি সীমা
Ο গ) 
শ্রেণি সংখ্যা
Ο ঘ) 
শ্রেণি ব্যবধান

  সঠিক উত্তর: (গ)

৬৮.
০,১,২,৩,৪,৫ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) 
২.৫
Ο খ) 

Ο গ) 
৩.৫
Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৬৯.
বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত?
Ο ক) 
00
Ο খ) 
900
Ο গ) 
1800
Ο ঘ) 
3600

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
কোনো উপাত্তের সর্বোচ্চ সাংখ্যিক মান ১০০ এবং সর্বনিম্ন সাংখ্যিক মান ১০ হলে পরিসর কত হবে?
Ο ক) 
১০
Ο খ) 
৪৫
Ο গ) 
৪৬
Ο ঘ) 
১১০

  সঠিক উত্তর: (গ)

৭১.
শ্রেণির উচ্চসীমা ও নিম্ন সীমার যোগফলকে ২ দিয়ে ভাগ করে কী পাওয়া যায়?
Ο ক) 
শ্রেণি সীমা
Ο খ) 
শ্রেণি ব্যাপ্তি
Ο গ) 
শ্রেণি মধ্যমান
Ο ঘ) 
শ্রেণি ব্যবধান

  সঠিক উত্তর: (গ)

৭২.
মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা-।
Ο ক) 
বেশি
Ο খ) 
অনেক বেশি
Ο গ) 
অনেক কম
Ο ঘ) 
একটু বেশি

  সঠিক উত্তর: (গ)

৭৩.
পরিসংখ্যান কী?
Ο ক) 
বিজ্ঞান বিষয়ক তথ্য
Ο খ) 
সংখ্যাসূচক তথ্য
Ο গ) 
ব্যক্তিগত তথ্য
Ο ঘ) 
পরিবেশ বিষয়ক তথ্য

  সঠিক উত্তর: (খ)

৭৪.
সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) 
কেন্দ্রীয় প্রবণতা
Ο খ) 
গাণিতিক গড়
Ο গ) 
মধ্যক
Ο ঘ) 
প্রচুরক

  সঠিক উত্তর: (খ)

৭৫.
সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তর নির্ভযোগ্যতা-
Ο ক) 
কম
Ο খ) 
অনেক কম
Ο গ) 
একটু কম
Ο ঘ) 
অনেক বেশি

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
৩৪-৪১ শ্রেণির নিম্নসীমা কত?
Ο ক) 
৩৪
Ο খ) 
৪১
Ο গ) 

Ο ঘ) 
৭৫

  সঠিক উত্তর: (ক)

৭৭.
আয়তলেখ হতে কোন ধরনের লেখচিত্র অঙ্কন করার যায়?
Ο ক) 
পাইচিত্র
Ο খ) 
দন্ডচিত্র
Ο গ) 
অজিভ রেখা
Ο ঘ) 
গণসংখ্যা বহুভুজ

  সঠিক উত্তর: (খ)

৭৮.
প্রত্যেক শ্রেণির কয়টি সর্বোচ্চ মান থাকে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ক)

৭৯.
৫,৩,৪,৮,৬,৭,৯,১১, ১০ সংখ্যাগুলোর প্রচুরক কোনটি?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১০
Ο ঘ) 
প্রচুরক নাই

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
৪০-৪৪ শ্রেণির ঊর্ধ্বসীমা কত?
Ο ক) 

Ο খ) 
১০
Ο গ) 
৪০
Ο ঘ) 
৪৪

  সঠিক উত্তর: (ঘ)

৮১.
সংখ্যাসূচক তথ্য দ্বারা পরিসংখ্যানের কি নির্দেশ করে?
Ο ক) 
তথ্য
Ο খ) 
উপাত্ত
Ο গ) 
ঘটনা
Ο ঘ) 
তথ্যাদি

  সঠিক উত্তর: (খ)

৮২.
আয়তলেখ অঙ্কনের সময় ছক কাগজে ভূমি বরাবর কোনটি থাকে?
Ο ক) 
গণসংখ্যা
Ο খ) 
শ্রেণি ব্যাপ্তি
Ο গ) 
শ্রেণি মধ্যমান
Ο ঘ) 
শ্রেণি সংখ্যা

  সঠিক উত্তর: (খ)

৮৩.
সংগৃহীত উপাত্তকে পরিসংখ্যানের কী বলে?
Ο ক) 
উপাত্ত
Ο খ) 
ডাটা
Ο গ) 
কাঁচামাল
Ο ঘ) 
তথ্য

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নিচের কোন শ্রেণির নিম্নসীমা ২৪?
Ο ক) 
১০-১৪
Ο খ) 
২৪-২৮
Ο গ) 
৪-২০
Ο ঘ) 
২০-২৪

  সঠিক উত্তর: (খ)

৮৫.
পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৮৬.
৩৫,৪৪,৪৫,৪৪,৪৭,৫৫,৫৭,৫৫,৫৫,৬০,৫৫ সংখ্যাগুলোর ক্ষেত্রে-
i. ৪৪ আছে ৩ বার
ii. ৫৫ আছে ২ বার
iii. ৪৪ ও ৫৫ হল প্রচুরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৭.
৬-১০ শ্রেণির শ্রেণিব্যাপ্তি কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১৬

  সঠিক উত্তর: (ক)

৮৮.
পরিসর ৫৬ ও শ্রেণিব্যাপ্তি ১০ হলে শ্রেণিসংখ্যা কত?
Ο ক) 

Ο খ) 
৫.৬
Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৮৯.
৫-১২ শ্রেণির সর্বনিম্ন মান কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১২
Ο ঘ) 
১৭

  সঠিক উত্তর: (ক)

৯০.
গণসংখ্যা সারণি তৈরি করতে-
i. পরিসর নির্ধারণ করতে হয়
ii. শ্রেণি ব্যবধান ও শ্রেণিসীমা নির্ধারণ করতে হয়
iii. উপাত্তটি অবিন্যস্ত রাখতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i

  সঠিক উত্তর: (ক)

৯১.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পরিসংখ্যান হচ্ছে তথ্য বিষয়ক বিজ্ঞান
ii. এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলে
iii. পরিসংখ্যানের উপাত্ত সংখ্যায় প্রকাশ করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯২.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় নিচের কোনটি দ্বারা?
Ο ক) 
গড়
Ο খ) 
মধ্যক
Ο গ) 
প্রচুরক
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
একটি শ্রেণিতে যত গুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
Ο ক) 
শ্রেণির গণসংখ্যা
Ο খ) 
শ্রেণির মধ্যবিন্দু
Ο গ) 
শ্রেণিসীমা
Ο ঘ) 
ক্রমযোজিত গণসংখ্যা

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কেনো পরিসংখ্যান 3600 এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা নিচের কোনটি?
Ο ক) 
লেখচিত্র
Ο খ) 
পাইচিত্র
Ο গ) 
আয়তলেখ
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৯৫.
শ্রেণিসমূহের মধ্যে সংখ্যাসূচক মান গুলো কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) 
রোমান চিহ্ন
Ο খ) 
ট্যালি চিহ্ন
Ο গ) 
ইচ্ছামতো
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৯৬.
১ থেকে ১০ এর মধ্যে বিজোড় সংখ্যাগুলোর মধ্যক কত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

নিচের তথ্যের ভিত্তিতে চারটি প্রশ্নের উত্তর দাও:
৪১, ৪৩, ৪৫, ৪৮, ৫০, ৫১, ৫৩, ৫৫, ৫৭, ৫৮, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৬, ৬৮, ৭২, ৭৫, ৭৮, ৮০
৯৭.
শ্রেণিব্যাপ্তি ৫ ধরলে প্রদত্ত উপাত্ত থেকে কয়টি শ্রেণি পাওয়া যাবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 
১০

  সঠিক উত্তর: (গ)

৯৮.
শিক্ষার্থীদের সাপ্তাহিক সঞ্চয়ের গড় কত টাকা?
Ο ক) 
৫৮.৩৫
Ο খ) 
৫৮.৫০
Ο গ) 
৫৯.৩৫
Ο ঘ) 
৫৯.৫০

  সঠিক উত্তর: (গ)

৯৯.
শিক্ষার্থীদের সঞ্চয়ের মধ্যমান কত টাকা?
Ο ক) 
৫৯
Ο খ) 
৬০
Ο গ) 
৬২
Ο ঘ) 
৬৫

  সঠিক উত্তর: (ক)

১০০.
নতুন একজন ছাত্র যুক্ত হল যার সাপ্তাহিক সঞ্চয়ের পরিমাণ ৫৫ টাকা। প্রচুরক কত?
Ο ক) 
৫০
Ο খ) 
৫৫
Ο গ) 
৬০
Ο ঘ) 
৬৫

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...