এস.এস.সি ||
বাংলা ২য়পত্র ৫ম অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: উক্তি পরিবর্তন |
১. |
হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” - এর পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
হামিদ তাদের পরদিন আসতে (বা যেতে) বলল |
Ο খ) |
হামিদ তাদের গতকাল আসতে (বা যেতে) বলল |
Ο গ) |
হামিদ তাদের আগামীকাল আসতে (বা যেতে) বলল |
Ο ঘ) |
হামিদ আমাদের পরদিন আসতে (বা যেতে) বলল |
সঠিক উত্তর: (ক)
২. |
কোনো কিছু বলাকে কী বলে? |
Ο ক) |
বচন |
Ο খ) |
উক্তি |
Ο গ) |
প্রত্যয় |
Ο ঘ) |
বাক্য |
সঠিক উত্তর: (খ)
৩. |
শিক্ষক বললেন, “পৃথিবী গোলাকার।” এর পরোক্ষ উক্তি কোনটি হবে? |
Ο ক) |
শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার |
Ο খ) |
শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার |
Ο গ) |
শিক্ষক বললেন পৃথিবী হয় গোলাকার |
Ο ঘ) |
শিক্ষক বললেন যে গোলাকার এই পৃথিবী |
সঠিক উত্তর: (ক)
৪. |
সে বলল, “আমি ভালো আছি” - বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
সে বলল, সে ভালো আছে |
Ο খ) |
সে বলল, আমি ভালো আছি |
Ο গ) |
সে বলল যে, আমি ভালো আছি |
Ο ঘ) |
সে বলল যে, সে ভালো আছে |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন অব্যয়টি ব্যবহার করা হয়? |
Ο ক) |
যা |
Ο খ) |
যে |
Ο গ) |
যথা |
Ο ঘ) |
যেমন |
সঠিক উত্তর: (খ)
৬. |
প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না? |
Ο ক) |
কালের |
Ο খ) |
ভাবের |
Ο গ) |
উক্তির |
Ο ঘ) |
পুরুষের |
সঠিক উত্তর: (ক)
৭. |
“আমি আছি, ভয় কেন মা করো?” - কোন ধরনের উক্তি? |
Ο ক) |
প্রশ্নবোধক |
Ο খ) |
পুনরুক্তি |
Ο গ) |
প্রত্যক্ষ |
Ο ঘ) |
পরোক্ষ |
সঠিক উত্তর: (গ)
৮. |
প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে কী হয়? |
Ο ক) |
আগের দিন |
Ο খ) |
পরের দিন |
Ο গ) |
পূর্ব দিন |
Ο ঘ) |
সেদিন |
সঠিক উত্তর: (খ)
৯. |
প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘গতকল্য’ পরোক্ষ উক্তিতে কী হয়? |
Ο ক) |
আগামীকাল |
Ο খ) |
পূর্ব দিন |
Ο গ) |
পরের দিন |
Ο ঘ) |
সেদিন |
সঠিক উত্তর: (খ)
১০. |
অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হয় - |
Ο ক) |
প্রশ্ন চিহ্নের |
Ο খ) |
অনুজ্ঞা পদের |
Ο গ) |
ক্রিয়ার কালের |
Ο ঘ) |
আবেগসূচক উক্তির |
সঠিক উত্তর: (গ)
১১. |
উক্তি কথাটির আভিধানিক অর্থ কী? |
Ο ক) |
কথনীয় |
Ο খ) |
বচন |
Ο গ) |
কথন |
Ο ঘ) |
সারকথা |
সঠিক উত্তর: (গ)
১২. |
বশির আমাকে বলল, “আমি এক্ষুণি আসছি” - পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হবে? |
Ο ক) |
বশির আমাকে বলল যে আমি এক্ষুণি যাচ্ছি |
Ο খ) |
বশির আমাকে বলল যে সে এক্ষুণি আসছে |
Ο গ) |
বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে |
Ο ঘ) |
বশির আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছ |
সঠিক উত্তর: (গ)
১৩. |
শিক্ষক বললেন, “চুপ কর।” - এর পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
শিক্ষক চুপ করতে বললেন |
Ο খ) |
শিক্ষক বললেন যে, চুপ কর |
Ο গ) |
শিক্ষক চুপ করার আদেশ দিলেন |
Ο ঘ) |
শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন |
সঠিক উত্তর: (গ)
১৪. |
প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কী পরিবর্তন হয়? |
Ο ক) |
আংশিক পরিবর্তন হয় |
Ο খ) |
অর্ধেক পরিবর্তন হয় |
Ο গ) |
পরিবর্তন হয় না |
Ο ঘ) |
সম্পূর্ণ পরিবর্তন হয় |
সঠিক উত্তর: (গ)
১৫. |
বক্তার প্রত্যক্ষ উক্তিকে কোন যতিচিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়? |
Ο ক) |
কোলন |
Ο খ) |
ড্যাস চিহ্ন |
Ο গ) |
বন্ধনী চিহ্ন |
Ο ঘ) |
উদ্ধরণ চিহ্ন |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের গতকাল শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপে পরিবর্তিত হবে? |
Ο ক) |
পূর্বদিন |
Ο খ) |
সেদিন |
Ο গ) |
আগের দিন |
Ο ঘ) |
গতকল্য |
সঠিক উত্তর: (গ)
১৭. |
কোনো কথকের বাক্ কর্মের নাম কী? |
Ο ক) |
বাচ্য |
Ο খ) |
বাগবিধি |
Ο গ) |
উক্তি |
Ο ঘ) |
প্রবাদ |
সঠিক উত্তর: (গ)
১৮. |
প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ভাব অনুসারে পরিবর্তন করতে হয় কোন ক্ষেত্রে? |
Ο ক) |
প্রশ্নবোধক বাক্যে |
Ο খ) |
প্রশ্নবোধক ও অনুজ্ঞাসূচক বাক্যে |
Ο গ) |
অনুজ্ঞাসূচক ও আবেগসূচক বাক্যে |
Ο ঘ) |
প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক বাক্যে |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
নিচের কোনটি পরোক্ষ উক্তি? |
Ο ক) |
স্নিগ্ধা বলল যে তিনি বাড়ি গিয়েছেন |
Ο খ) |
সুমী বলল, “আমি বাড়ি যাব” |
Ο গ) |
শোভন বলল, “কি সুন্দর দৃশ্য” |
Ο ঘ) |
“আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক” |
সঠিক উত্তর: (ক)
২০. |
বক্তার মূলভাব ঠিক রেখে বক্তব্য পরিবর্তন করাকে কী বলে? |
Ο ক) |
বাক্য পরিবর্তন |
Ο খ) |
বাচ্য পরিবর্তন |
Ο গ) |
পদ পরিবর্তন |
Ο ঘ) |
উক্তি পরিবর্তন |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? |
Ο ক) |
প্রশ্ন জিজ্ঞাসায় |
Ο খ) |
চিরন্তন সত্যের বর্ণনায় |
Ο গ) |
অনুজ্ঞাসূচক ভাবে |
Ο ঘ) |
আবেগ প্রকাশে |
সঠিক উত্তর: (খ)
২২. |
অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়? |
Ο ক) |
ক্রিয়া |
Ο খ) |
কালের |
Ο গ) |
সর্বনাম এবং বিশেষ্য পদের |
Ο ঘ) |
অর্থের |
সঠিক উত্তর: (ক)
২৩. |
রশিদ বলল, “আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন।” - পরোক্ষ উক্তিতে কী হবে? |
Ο ক) |
রশিদ বলল যে আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন |
Ο খ) |
রশিদ বলল যে তার ভাই আজই ঢাকা যাচ্ছেন |
Ο গ) |
রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন |
Ο ঘ) |
রশিদ বলল যে ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন |
সঠিক উত্তর: (গ)
২৪. |
বাবু বলিলেন, “বুঝেছ উপেন এ জমি লইব কিনে” - কোন উক্তি? |
Ο ক) |
পরোক্ষ উক্তি |
Ο খ) |
স্বগতোক্তি |
Ο গ) |
প্রত্যক্ষ উক্তি |
Ο ঘ) |
নির্দয় উক্তি |
সঠিক উত্তর: (গ)
২৫. |
তিনি বললেন, “দয়া করে ভিতরে আসুন।” - বাক্যটি কিসের উদাহরণ? |
Ο ক) |
কর্মবাচ্যের |
Ο খ) |
পরোক্ষ উক্তির |
Ο গ) |
প্রত্যক্ষ উক্তির |
Ο ঘ) |
কর্তৃবাচ্যের |
সঠিক উত্তর: (গ)
২৬. |
প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়? |
Ο ক) |
ওখানে |
Ο খ) |
সেখানে |
Ο গ) |
ঐ খানে |
Ο ঘ) |
এই খানে |
সঠিক উত্তর: (খ)
২৭. |
প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়? |
Ο ক) |
সর্বনাম |
Ο খ) |
ক্রিয়াপদ |
Ο গ) |
কাল |
Ο ঘ) |
অর্থ |
সঠিক উত্তর: (ঘ)
২৮. |
বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়? |
Ο ক) |
কালের |
Ο খ) |
ভাবের |
Ο গ) |
অর্থের |
Ο ঘ) |
সর্বনামের |
সঠিক উত্তর: (ঘ)
২৯. |
“তিনি বললেন যে বইটা তার দরকার।” - বাক্যটি কিসের উদাহরণ? |
Ο ক) |
প্রত্যক্ষ উক্তি |
Ο খ) |
কর্মবাচ্যের |
Ο গ) |
কর্তৃবাচ্যের |
Ο ঘ) |
পরোক্ষ উক্তির |
সঠিক উত্তর: (ঘ)
৩০. |
‘আজ’ পরোক্ষ উক্তিতে কী হবে? |
Ο ক) |
পূর্ব দিন |
Ο খ) |
আগের দিন |
Ο গ) |
পরের দিন |
Ο ঘ) |
সেদিন |
সঠিক উত্তর: (ঘ)
৩১. |
‘শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?” - এর পরোক্ষ উক্তি - |
Ο ক) |
আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন |
Ο খ) |
আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন |
Ο গ) |
আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জিজ্ঞাসা করলেন |
Ο ঘ) |
আমাদের ছুটির দরকার কি না, শিক্ষক জানতে চাইলেন |
সঠিক উত্তর: (খ)
৩২. |
তিনি বললেন, “দয়া করে ভিতরে আসুন।” - এর উক্তি পরিবর্তনে কোনটি সঠিক? |
Ο ক) |
তিনি (আমাকে) ভিতরে যেতে বললেন |
Ο খ) |
তিনি (আমাকে) ভিতরে যেতে উপদেশ দিলেন |
Ο গ) |
তিনি (আমাকে) ভিতরে আসতে নির্দেশ করলেন |
Ο ঘ) |
তিনি (আমাকে) ভিতরে যেতে অনুরোধ করলেন |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
হামিদ বলল, ‘আমি এক্ষুণি আসছি।’ এর পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
হামিদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে |
Ο খ) |
হামিদ বলল যে, আমি এক্ষুণি যাচ্ছি |
Ο গ) |
হামিদ বলল যে, তুমি তক্ষুণি যাচ্ছ |
Ο ঘ) |
হামিদ বলল যে, সে তক্ষুণি আসছে |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
তিথি বলেছিল, “আমি জাফলং যাচ্ছি” - এর পরোক্ষ উক্তি কী? |
Ο ক) |
তিথি বলেছিল যে, সে জাফলং যাবে |
Ο খ) |
তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে |
Ο গ) |
তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল |
Ο ঘ) |
তিথি বলল যে, সে জাফলং গেল |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়? |
Ο ক) |
যথা |
Ο খ) |
যেহেতু |
Ο গ) |
যে |
Ο ঘ) |
যদি |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
তিনি বললেন, “বইটা আমার দরকার” - এর পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
তিনি বললেন যে, বইটা তাঁর দরকার |
Ο খ) |
তিনি বললেন, বইটা তাঁর দরকার |
Ο গ) |
তিনি বললেন, বইটা আমার দরকার |
Ο ঘ) |
তিনি বইটা তাঁর দরকার বলে জানালেন |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
পরোক্ষ উক্তিতে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করা হয়েছে কোনটিতে? |
Ο ক) |
শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার |
Ο খ) |
লোকটি আনন্দের সাথে বললেন যে, পাখিটি চমৎকার |
Ο গ) |
তিনি বললেন যে বইটা তার দরকার |
Ο ঘ) |
রহমান বলল যে সে তক্ষুণি যাচ্ছে |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
বাবা বললেন, ‘সত্য কথা বলবে’ - এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
বাবা সত্য কথা বলার অনুরোধ করলেন |
Ο খ) |
বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন |
Ο গ) |
বাবা সত্য কথা বলার আদেশ দিলেন |
Ο ঘ) |
বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
উক্তি কত প্রকার? |
Ο ক) |
তিন প্রকার |
Ο খ) |
চার প্রকার |
Ο গ) |
দুই প্রকার |
Ο ঘ) |
পাঁচ প্রকার |
সঠিক উত্তর: (গ)
৪০. |
খোকা বলল, “আমার বাবা বাড়ি নেই” - এর পরোক্ষ উক্তি হবে - |
Ο ক) |
খোকা বলল যে আমার বাবা বাড়ি নেই |
Ο খ) |
খোকা বলল তার বাবা বাড়ি নেই |
Ο গ) |
খোকা বলল বাবা বাড়ি নেই |
Ο ঘ) |
খোকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না? |
Ο ক) |
প্রশ্ন জিজ্ঞাসায় |
Ο খ) |
চিরন্তন সত্যের উদ্ধৃতিতে |
Ο গ) |
অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে |
Ο ঘ) |
আবেগসূচক উদ্ধৃতিতে |
সঠিক উত্তর: (খ)
৪২. |
লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।” - এর পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
লোকটি বলেছিল যে পাখিটি চমৎকার |
Ο খ) |
লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য |
Ο গ) |
লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার |
Ο ঘ) |
লোকটি বিস্মিত হয়ে বলল যে পাখিটি চমৎকার |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
পরোক্ষ উক্তি কোনটি? |
Ο ক) |
সে বলল, “বাড়ি যাও” |
Ο খ) |
সে আমাকে বাড়ি যেতে বলল |
Ο গ) |
সে বলল যে, “তুমি বাড়ি যাও” |
Ο ঘ) |
সে আমাকে বলল যে, “বাড়ি যাও” |
সঠিক উত্তর: (খ)
৪৪. |
প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়? |
Ο ক) |
ভাব অনুসারে |
Ο খ) |
বাচ্য অনুসারে |
Ο গ) |
অর্থ অনুসারে |
Ο ঘ) |
উক্তি অনুসারে |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়া ছাড়া আর কী পরিবর্তন হতে পারে? |
Ο ক) |
বিশেষ্য |
Ο খ) |
সর্বনাম |
Ο গ) |
বিশেষণ |
Ο ঘ) |
ক্রিয়া |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন