এস.এস.সি ||
বাংলা ১মপত্র অধ্যায় - ১৪: গদ্য - সাহিত্যের রূপ ও রীতি |
১. | হায়াৎ মামুদ ঢাকার কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? |
Ο ক) | ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল |
Ο খ) | মেদিনীপুর জেলা স্কুল |
Ο গ) | ঢাকা কলেজিয়েট স্কুর |
Ο ঘ) | ভোলাহাট রামেশ্বরী ইনস্টিটিউশন |
সঠিক উত্তর: (ক)
২. | ‘নাহি তত্ত্ব নাহি উপদেশ’ - এর পরের চরণ কোনটি? |
Ο ক) | নাহি বর্ণনার ছটা |
Ο খ) | প্রত্যহ যেতেছে ভাসি |
Ο গ) | অন্তরে অতৃপ্তি রবে |
Ο ঘ) | শেষ হয়ে হইল না শেষ |
সঠিক উত্তর: (গ)
৩. | একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন - |
Ο ক) | দীনবন্ধু মিত্র |
Ο খ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο গ) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο ঘ) | দ্বিজেন্দ্রলাল রায় |
সঠিক উত্তর: (খ)
৪. |
বঙ্কিমচন্দ্রের প্রধান সৃষ্টিকর্ম নয় - i. গান ii. কবিতা iii. উপন্যাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | i ও ii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৫. | “বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাতার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য।” - উক্তিটি কার? |
Ο ক) | রবীন্দ্রনাথের |
Ο খ) | বঙ্কিমচন্দ্রের |
Ο গ) | শরৎচন্দ্রের |
Ο ঘ) | মাইকেল মধুসূদন দত্তের |
সঠিক উত্তর: (খ)
৬. |
যেগুলোর সমন্বয়ে উপন্যাসের প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে - i. গল্প ii. চরিত্র iii. সংলাপ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭. | বাংলা নাটকের যুগন্ধর পুরুষ কে? |
Ο ক) | দীনবন্ধু মিত্র |
Ο খ) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο গ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο ঘ) | দ্বিজেন্দ্রলাল রায় |
সঠিক উত্তর: (গ)
৮. |
‘কপালকুন্ডলা’ উপন্যাসের নামকরণ করা হয়েছে - i. নায়িকার নামানুসারে ii. নায়িকার ভাগ্যের পরিণতি অনুসারে iii. বিষয়বস্তু অনুসারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯. | কোন বাঙালি ঔপন্যাসিক রচিত উপন্যাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়? |
Ο ক) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
Ο গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) | হুমায়ুন আহমেদ |
সঠিক উত্তর: (গ)
১০. | সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের? |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (ক)
১১. | হায়াৎ মামুদ কোথায় জন্মগ্রহণ করেন? |
Ο ক) | হুগলী জেলার মৌড়া গ্রামে |
Ο খ) | কলকাতায় |
Ο গ) | ফেনী জেলার মজুপুর গ্রামে |
Ο ঘ) | পশ্চিম বঙ্গের মালদলে |
সঠিক উত্তর: (ক)
১২. | কোন চরিত্রটি পৌরাণিক? |
Ο ক) | শূর্পণখা |
Ο খ) | শেক্সপীয়ার |
Ο গ) | শাজাহান |
Ο ঘ) | শ্রীশচন্দ্র দাস |
সঠিক উত্তর: (ক)
১৩. | কোন কাব্যে যুদ্ধ বিগ্রহের চিত্র ফুটে ওঠে? |
Ο ক) | গীতি |
Ο খ) | শোকগাথায় |
Ο গ) | মহাকাব্যে |
Ο ঘ) | ভক্তিমূলক কবিতায় |
সঠিক উত্তর: (গ)
১৪. | বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি? |
Ο ক) | চর্যাপদ |
Ο খ) | রামায়ণ |
Ο গ) | মহাভারত |
Ο ঘ) | বৈষ্ণব কবিতাবলি |
সঠিক উত্তর: (ঘ)
১৫. | সাহিত্যের সকল শাখার ভিতরে কোনটি সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়? |
Ο ক) | কবিতা |
Ο খ) | উপন্যাস |
Ο গ) | গল্প |
Ο ঘ) | নাটক |
সঠিক উত্তর: (ঘ)
১৬. | ‘চন্দ্রশেখর’ নাটকটির রচয়িতা কে? |
Ο ক) | দ্বিজেন্দ্রলাল রায় |
Ο খ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο গ) | ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ |
Ο ঘ) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ঘ)
১৭. | ছোটগল্পের বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্র-পাত্রীর ভিড় সম্ভবপর নয় কেন? |
Ο ক) | আরম্ভ নাটকীয় বলে |
Ο খ) | উপসংহার নাটকীয় বলে |
Ο গ) | আকারে ছোট বলে |
Ο ঘ) | বর্ণনা কম বলে |
সঠিক উত্তর: (গ)
১৮. | পাঠক সমাজে উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কেন? |
Ο ক) | গদ্যসাহিত্য |
Ο খ) | কাব্যসাহিত্য |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | ছোটগল্প |
সঠিক উত্তর: (খ)
১৯. | মঙ্গলকাব্যে গল্প বা কাহিনীই প্রাধান্য পেলেও তা কাব্য কেন? |
Ο ক) | ছন্দের কারণে |
Ο খ) | উপমার কারণে |
Ο গ) | অলঙ্কারের কারণে |
Ο ঘ) | ভাবের কারণে |
সঠিক উত্তর: (ক)
২০. | হায়াৎ মামুদ - এর পিতার নাম কী? |
Ο ক) | ডা. এ.টি.এ.এম. মোয়াজ্জেম |
Ο খ) | মুহম্মদ শমসের আলী |
Ο গ) | কলিম উদ্দীন |
Ο ঘ) | সৈয়দ আব্দুল আলী |
সঠিক উত্তর: (খ)
২১. | নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত ভাবা হয়? |
Ο ক) | দৃশ্যকাব্য |
Ο খ) | শ্রব্যকাব্য |
Ο গ) | গীতিকাব্য |
Ο ঘ) | মহাকাব্য |
সঠিক উত্তর: (ক)
২২. | বৈষ্ণব কবিতাবলি কোন যুগের নিদর্শন? |
Ο ক) | প্রাচীন যুগের |
Ο খ) | অন্ধকার যুগের |
Ο গ) | ঐতিহাসিক যুগের |
Ο ঘ) | আধুনিক যুগের |
সঠিক উত্তর: (গ)
২৩. | ‘যা নেই ভারতে তা নেই ভারতে’ - মন্তব্যটি কোনটি সম্পর্কে? |
Ο ক) | গীতিকবিতা |
Ο খ) | ছোটগল্প |
Ο গ) | মহাকাব্য |
Ο ঘ) | কাহিনীকাব্য |
সঠিক উত্তর: (গ)
২৪. | শিমুল সাহেব উপন্যাস রচনা করতে চান। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে তাকে কোন ভাষা ব্যবহার করতে হবে? |
Ο ক) | গদ্য ভাষা |
Ο খ) | কাব্যিক ভাষা |
Ο গ) | ছন্দের ভাষা |
Ο ঘ) | কবিতার ভাষা |
সঠিক উত্তর: (ক)
২৫. |
‘গল্পপাঠ শেষ করেও পাঠক কাহিনীর সমাপ্তি খুঁজে’ বক্তব্যটি ধারণ করে যে পঙক্তি -� i. ঘটনার ঘনঘটা ii. শেষ হয়ে হইল না শেষ iii. অন্তরে অতৃপ্তি রবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৬. | পল্লির ভাব কল্পনা লক্ষ করা যায় যে কবির মধ্যে - |
Ο ক) | জসীমউদদীন |
Ο খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) | শামসুর রাহমান |
Ο ঘ) | নির্মলেন্দু গুন |
সঠিক উত্তর: (ক)
২৭. | হায়াৎ মামুদের মাতার নাম কী? |
Ο ক) | আয়েশা বেগম |
Ο খ) | আমিনা বেগম |
Ο গ) | আয়েশা খাতুন |
Ο ঘ) | আমিনা খাতুন |
সঠিক উত্তর: (ঘ)
২৮. | ‘নকশীকাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? |
Ο ক) | নজরুল ইসলাম |
Ο খ) | জসীমউদদীন |
Ο গ) | জীবনানন্দ দাশ |
Ο ঘ) | সৈয়দ শামসুল হক |
সঠিক উত্তর: (খ)
২৯. |
যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয় - i. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না ii. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না iii. যাদের শিল্পদৃষ্টি নেই নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩০. | ‘স্বগত সংলাপ’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) | হায়াৎ মামুদ |
Ο খ) | শেখ আজিজুল হক |
Ο গ) | মাইকেল মধুসুদন দত্ত |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ক)
৩১. | কো নাট্যকার বাংলা নাটকের মোড় নানাদিকে ঘুড়িয়ে দিয়েছেন? |
Ο ক) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο খ) | দীনবন্ধু মিত্র |
Ο গ) | অমৃতলাল বসু |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ঘ)
৩২. | পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’ এর মূল বিষয় কী? |
Ο ক) | সীতার বনবাস জীবন |
Ο খ) | শূর্পণখার সম্মান রক্ষার চেষ্টা |
Ο গ) | রাম ও রাবণের মধ্যে যুদ্ধ |
Ο ঘ) | রামের প্রতি লক্ষণের ভালোবাসা |
সঠিক উত্তর: (গ)
৩৩. | বেল লেতর শব্দটি কোন ভাষার? |
Ο ক) | ল্যাটিন |
Ο খ) | গ্রিক |
Ο গ) | পর্তুগিজ |
Ο ঘ) | ফরাসি |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
গীতিকবিতা সাধারণত যে ধরনের হয়ে থাকে - i. ভক্তিমূলক ii. প্রেমমূলক iii. স্বদেশপ্রীতিমূলক নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. | কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) | তিন |
Ο খ) | চার |
Ο গ) | প৭াচ |
Ο ঘ) | ছয় |
সঠিক উত্তর: (ক)
৩৬. | বঙ্কিমচন্দ্রের সমকালে ইতিহাস আশ্রিত উপন্যাসে আর কে রচনা করেছিল? |
Ο ক) | রমেশচন্দ্র দত্ত |
Ο খ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) | সমরেশ বসু |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ক)
৩৭. | বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) | একমালিকানা কারবার |
Ο খ) | প্রাইভেট লিমিটেড কোম্পানি |
Ο গ) | পাবলিক লিমিটেড কোম্পানি |
Ο ঘ) | সমবায় সংগঠন |
সঠিক উত্তর: (ক)
৩৮. | কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে হায়াৎ মামুদ অবসর গ্রহণ করেন? |
Ο ক) | ঢাকা বিশ্ববিদ্যালয় |
Ο খ) | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
Ο গ) | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
সঠিক উত্তর: (খ)
৩৯. | মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানর উদাহরন কোনটি? |
Ο ক) | বিদ্যালয় |
Ο খ) | হাসপাতাল |
Ο গ) | দর্জির দোকান |
Ο ঘ) | বাংলাদেশ রেলওয়ে |
সঠিক উত্তর: (গ)
৪০. | ‘অরূপরতন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা? |
Ο ক) | কবিতা |
Ο খ) | প্রবন্ধ |
Ο গ) | নাটক |
Ο ঘ) | উপন্যাস |
সঠিক উত্তর: (গ)
৪১. | কোন দ্বীপকে লঙ্কা দ্বীপ বলা হয়? |
Ο ক) | সুমাত্রা |
Ο খ) | সিংহল |
Ο গ) | মালয় |
Ο ঘ) | দারুচিনি |
সঠিক উত্তর: (খ)
৪২. | নাটক সাধারণত কয় অঙ্কে বিভক্ত থাকে? |
Ο ক) | তিন |
Ο খ) | চার |
Ο গ) | পাঁচ |
Ο ঘ) | ছয় |
সঠিক উত্তর: (গ)
৪৩. | ‘কিশোর বাংলা অভিযান’ গ্রন্থের লেখক কে? |
Ο ক) | আনিসুজ্জামান |
Ο খ) | হায়াৎ মামুদ |
Ο গ) | হুমায়ুন আজাদ |
Ο ঘ) | কবীর চৌধুরী |
সঠিক উত্তর: (খ)
৪৪. | নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন? |
Ο ক) | নাটকে রস উপলব্ধির বিষয়টি জড়িত বলে |
Ο খ) | সমাজজীবনের দর্পন তাই |
Ο গ) | মানবজীবনের চিত্রণ |
Ο ঘ) | নাটক দেখা হয় বলে |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. | পারিবারিক অর্থায়নে উপযুক্ত ব্যবহার প্রয়োজন কেন? |
Ο ক) | তহবিল সীমাবদ্ধ বলে |
Ο খ) | তহবিল অসীম বলে |
Ο গ) | সঞ্চয় অপরিহার্জ বলে |
Ο ঘ) | ঋণ গ্রহণ কঠিন বলে |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
এরিস্টটলের বক্তব্য মতে কমেডির বৈশিষ্ট্য - i. এটি কাউকে পীড়ন করে না ii. ব্যাথা দেয় না iii. এটি হাস্যরস সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. | হায়াৎ মামুদ খ্যাতি লাভ করেন - |
Ο ক) | কবিতা ও প্রবন্ধে |
Ο খ) | গবেষণা ও প্রবন্ধে |
Ο গ) | নাটক ও প্রবন্ধে |
Ο ঘ) | গবেষণা ও কবিতায় |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
প্রাচীন ও মধ্যযুগে যে কারণে উপন্যাস রচিত হয়নি - i. তখন গদ্যভাষা প্রচলিত ছিল না ii. তখন কাহিনীধর্মী রচনা রচিত হতো না iii. সকল সাহিত্যই তখন পদ্যভাষায় লেখা হত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৯. | মাইকেল মধুসূদন তার কোন রচনায় মহাকাব্যের চূড়ান্ত রূপ প্রকাশ করেন? |
Ο ক) | তিলোত্তমাসম্ভব কাব্য |
Ο খ) | ব্রজাঙ্গনা কাব্য |
Ο গ) | মেঘনাদবধ কাব্য |
Ο ঘ) | বীরাঙ্গনা কাব্য |
সঠিক উত্তর: (গ)
৫০. | সফোক্লিসের ‘ইডিপাস’ পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রুর আভাস পাচ্ছিল। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়? |
Ο ক) | ভক্তিমূলক গীতিকাব্য |
Ο খ) | ট্র্যাজেডি |
Ο গ) | প্রহসন |
Ο ঘ) | দর্শনাশ্রয়ী কবিতা |
সঠিক উত্তর: (খ)
৫১. | হাসান আজিজুল হক কী হিসেবে পরিচিত? |
Ο ক) | অভিনেতা |
Ο খ) | কবি |
Ο গ) | নাট্যকার |
Ο ঘ) | কথাশিল্পী |
সঠিক উত্তর: (ঘ)
৫২. | সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? |
Ο ক) | বেদনা |
Ο খ) | দুঃখ |
Ο গ) | বর্ণনা |
Ο ঘ) | সৃজনশীলতা |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. | নাটকের মোটা দাগের বিভাজন কয়টি? |
Ο ক) | ২টি |
Ο খ) | ৩টি |
Ο গ) | ৪টি |
Ο ঘ) | ৫টি |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
আকারে ছোট বলে ছোটগল্পে সম্ভব নয় - i. বহু ঘটনা সমাবেশ ii. বহু পাত্র-পাত্রীর ভিড় iii. ঘটনার পঙ্খানুপুঙ্খ উপস্থাপন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. | শহীদুল্লাহ কায়সার শহিদ হন কখন? |
Ο ক) | ভাষা আন্দোলনের সময় |
Ο খ) | গণঅভ্যুত্থানের সময় |
Ο গ) | মুক্তিযুদ্ধের সময় |
Ο ঘ) | স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় |
সঠিক উত্তর: (গ)
৫৬. | হায়াৎ মামুদ কতগুলো গন্থের রচয়িতা? |
Ο ক) | অর্ধ শতাধিক |
Ο খ) | শতাধিক |
Ο গ) | দুইশত |
Ο ঘ) | তিনশত |
সঠিক উত্তর: (ক)
৫৭. | নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন কারা? |
Ο ক) | নাট্য নির্মাতারা |
Ο খ) | সংস্কৃত আলঙ্কারিকবৃন্দরা |
Ο গ) | মধ্যযুগের সাহিত্যিকরা |
Ο ঘ) | আধুনিক যুগের সাহিত্যিকরা |
সঠিক উত্তর: (খ)
৫৮. | বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক কে? |
Ο ক) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο ঘ) | মানিক বন্দ্যোপাধ্যায় |
সঠিক উত্তর: (ক)
৫৯. | নাটকের আখ্যান ভাগকে কী বলে? |
Ο ক) | প্লট |
Ο খ) | চিন্তা |
Ο গ) | পরিস্ফুটন |
Ο ঘ) | মঞ্চায়ন |
সঠিক উত্তর: (ক)
৬০. | হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? |
Ο ক) | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
Ο খ) | খুলনা বিশ্ববিদ্যালয় |
Ο গ) | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) | ঢাকা বিশ্ববিদ্যালয় |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
হায়াৎ মামুদের খ্যাতিলাভের সাথে সম্পৃক্ত রয়েছে - i. গবেষণা ii. প্রবন্ধ রচনা iii. নাটক রচনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬২. | ছন্দোবদ্ধ ভাষায় যা লিখিত হয় তাকে বলা হয় - |
Ο ক) | গল্প |
Ο খ) | নাটক |
Ο গ) | কবিতা |
Ο ঘ) | উপন্যাস |
সঠিক উত্তর: (গ)
৬৩. | বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন বিষয় নিয়ে আলোচনা করছিলেন মুর্শিদুল হাসান। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে বর্ণিত উক্ত বিষয়টির নাম কী? |
Ο ক) | কবিতা |
Ο খ) | নাটক |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | প্রবন্ধ |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
‘উপন্যাসিকা’ বলতে বোঝায় - i. ছোট উপন্যাস ii. বৃহৎ আয়তনের উপন্যাস iii. বড় আকারের গল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. | কোন ধরনের নাটক সবচেয়ে জনপ্রিয়? |
Ο ক) | ট্র্যাজেডি |
Ο খ) | প্রহসন |
Ο গ) | কমেডি |
Ο ঘ) | একাঙ্কিকা |
সঠিক উত্তর: (ক)
৬৬. | ট্র্যাজেডির মূল মানবমনে - |
Ο ক) | হাস্যরস সৃষ্টি করা |
Ο খ) | দেশপ্রেমের সঞ্চার ঘটানো |
Ο গ) | ভক্তিভাব জাগ্রত করা |
Ο ঘ) | করুণরসের আনন্দ সৃষ্টি করা |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. | কাকে ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক বলা হয়? |
Ο ক) | উইলিয়াম শেক্সপিয়র |
Ο খ) | এডগার অ্যালান পো |
Ο গ) | এইচ ডি ওয়েলস |
Ο ঘ) | জর্জ বার্নার্ড শ |
সঠিক উত্তর: (খ)
৬৮. | সাহিত্যের কোন শাখাটি বিশ্বসাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন? |
Ο ক) | কবিতা |
Ο খ) | নাটক |
Ο গ) | গল্প |
Ο ঘ) | উপন্যাস |
সঠিক উত্তর: (খ)
৬৯. | ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে? |
Ο ক) | রাজা রামমোহন রায় |
Ο খ) | বৃদ্ধদেব বসু |
Ο গ) | পবিত্র সরকার |
Ο ঘ) | শ্রীশচন্দ্র দাস |
সঠিক উত্তর: (ঘ)
৭০. | বাঙালির কাছে এখন পর্যন্ত সর্বাধিক পঠিত ও জনপ্রিয় কথা সাহিত্যিক হলেন? |
Ο ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο গ) | মানিক বন্দ্যোপাধ্যায় |
Ο ঘ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ঘ)
৭১. | প্রবন্ধের উদ্দেম্য কী? |
Ο ক) | পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা |
Ο খ) | পাঠকের চিন্তাকে পরিবর্তন করা |
Ο গ) | পাঠকের মনোবৃত্তি সম্পর্কে ধারণা দান |
Ο ঘ) | লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ননা |
সঠিক উত্তর: (ক)
৭২. | ‘ছোটগল্পের আয়তন এমন হওয়া উচিত ১৩ থেকে ৫০ মিনিটের মধ্যে শেষ করা যায়’ কে বলেছেন? |
Ο ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) | এডগার অ্যালান পো |
Ο গ) | এইচ. জি. ওয়েলস |
Ο ঘ) | এল. রবিনসন |
সঠিক উত্তর: (গ)
৭৩. | ‘লঙ্কা দ্বীপের রাজা রাবণ’ এখানে লঙ্কা দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে? |
Ο ক) | নেপাল |
Ο খ) | শ্রীলঙ্কা |
Ο গ) | ভারত |
Ο ঘ) | মায়ানমার |
সঠিক উত্তর: (খ)
৭৪. | বাংলা গদ্যের প্রস্তুতিপর্বের শিল্পী কে? |
Ο ক) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο খ) | রাজা রামমোহন রায় |
Ο গ) | সমরেশ বসু |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (খ)
৭৫. | উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে হওয়া উচিত - |
Ο ক) | বত্রিশ হাজার |
Ο খ) | চল্লিশ হাজার |
Ο গ) | পঁচিশ হাজার |
Ο ঘ) | বিশ হাজার |
সঠিক উত্তর: (গ)
৭৬. | রাজা রামমোহন রায়ের জীবনকাল কোনটি? |
Ο ক) | ১৭৭২-১৮৩৩ |
Ο খ) | ১৭৮২-১৮৩৬ |
Ο গ) | ১৭৮৭-১৮৩৭ |
Ο ঘ) | ১৭৮৮-১৮৩৩ |
সঠিক উত্তর: (ক)
৭৭. |
ঊনবিংশ শতাব্দীতে বাঙালির জাতীয় জীবনে যে নবচেতনার সৃষ্টি হয়েছিল তারই প্রতিফলন ঘটেছে - i. বাংলা উপন্যাসে ii. বাংলা মহাকাব্যে iii. বাংলা প্রবন্ধে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৮. | সামাজিক নাটকের উদাহরণ কোনটি? |
Ο ক) | কালাপাহাড় |
Ο খ) | রাজা |
Ο গ) | শাহজাহান |
Ο ঘ) | নীলদর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৭৯. |
প্রবন্ধের মুখ্য শ্রেণিবিভাগ - i. তন্ময় ii. �মন্ময় iii. অভিসন্দর্ভ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. | এডগার অ্যালান পো কোন দেশের কবি? |
Ο ক) | ব্রিটেন |
Ο খ) | আমেরিকা |
Ο গ) | ইতালি |
Ο ঘ) | ফ্রান্স |
সঠিক উত্তর: (খ)
৮১. | এডগার অ্যালান পো’র জীবন-মৃত্য কত সাল? |
Ο ক) | ১৮০৫-১৮৪৯ |
Ο খ) | ১৮০৬-১৮৪৯ |
Ο গ) | ১৮০৭-১৮৪৯ |
Ο ঘ) | ১৮০৯-১৮৪৯ |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
মহাকাব্যের সাথে সম্পৃক্ত হলো - i. যুদ্ধবিগ্রহ ii. ব্যাপকতা iii. বীর রস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৩. |
আমার সোনার বাংলা� আমি তোমায় ভালোবাসি। এটি কোন শ্রেণির গীতিকবিতা? |
Ο ক) | ভক্তিমূলক |
Ο খ) | প্রেমমূলক |
Ο গ) | স্বদেশপ্রীতিমূলক |
Ο ঘ) | প্রকৃতি বিষয়ক |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
তথ্যবহুল গদ্য রচনা হলেই, প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য হবে না, যদি না লেখাটি - i. সাহিত্য পদবাচ্য হয় ii. সৃজনশীলতা বর্জিত হয় iii. অভিনব হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮৫. | ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে? |
Ο ক) | মধুসূদন দত্ত |
Ο খ) | দীনবন্ধু মিত্র |
Ο গ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (খ)
৮৬. | আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম - সাহিত্যের কোন শাখা? |
Ο ক) | নাটক |
Ο খ) | গল্প |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | প্রবন্ধ |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. | সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা কী বুঝে থাকি? |
Ο ক) | কবিতা |
Ο খ) | মহাকাব্য |
Ο গ) | রম্য রচনা |
Ο ঘ) | সাহিত্যের বিভিন্ন শাখা |
সঠিক উত্তর: (ঘ)
৮৮. | কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে নাটককে কয় শ্রেণিতে বিভক্ত করা যায? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (গ)
৮৯. | কোন ধরনের নাটক মানসুলভ ত্রুটিবিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের স্বাভাবিক করে তুলে? |
Ο ক) | ট্র্যাজেডি |
Ο খ) | সাঙ্কেতিক নাটক |
Ο গ) | সমস্যা প্রধান নাটক |
Ο ঘ) | কমেডি |
সঠিক উত্তর: (ঘ)
৯০. | দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ কোন শ্রেণির নাটক? |
Ο ক) | সাঙ্কেতিক নাটক |
Ο খ) | সমস্যা প্রধান নাটক |
Ο গ) | সামাজিক নাটক |
Ο ঘ) | ঐতিহাসিক নাটক |
সঠিক উত্তর: (গ)
৯১. | বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস কোনটি? |
Ο ক) | বিষবৃক্ষ |
Ο খ) | আনন্দমঠ |
Ο গ) | কপালকুন্ডলা |
Ο ঘ) | রাজসিংহ |
সঠিক উত্তর: (ক)
৯২. | কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন রকম? |
Ο ক) | একমালিকানা কারবার |
Ο খ) | অংশীদারি কারবার |
Ο গ) | সমবায় সংগঠন |
Ο ঘ) | যৌথ মূলধনি কোম্পানি |
সঠিক উত্তর: (ঘ)
৯৩. | সাহিত্যের বিভিন্ন শাখার গঠনশৈলী নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে বলে - |
Ο ক) | বিচার |
Ο খ) | রূপ |
Ο গ) | রীতি |
Ο ঘ) | ভাব |
সঠিক উত্তর: (গ)
৯৪. | হায়াৎ মামুদ কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? |
Ο ক) | ১৯৩৯ |
Ο খ) | ১৯৫৬ |
Ο গ) | ১৯৫৮ |
Ο ঘ) | ১৯৬০ |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
বাংলা নাটকে সর্বপ্রথম যুগান্তকারী প্রতিভার স্বাক্ষর রাখেন - i. রবীন্দ্রনাথ ঠাকুর ii. মাইকেল মধুসূদন দত্ত iii. দীনবন্ধু মিত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৬. | বাণিজ্যি ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? |
Ο ক) | আমদানি |
Ο খ) | রপ্তানি |
Ο গ) | রেমিটেন্স |
Ο ঘ) | গার্মেন্টস |
সঠিক উত্তর: (গ)
৯৭. | একটি কোম্পানি আর্থ বা তহবিল সয়ংগ্রহ করে কেমন করে? |
Ο ক) | জমি বিক্রি করে |
Ο খ) | মালিকের নিজস্ব তহবিল থেকে |
Ο গ) | শেয়ার বিক্রি করে |
Ο ঘ) | ইজারা প্রদান করে |
সঠিক উত্তর: (গ)
৯৮. | বঙ্কিমচন্দ্রের সময়ে কোন ধরনের উপন্যাস সর্বাধিক জনপ্রিয় ছিল? |
Ο ক) | ঐতিহাসিক উপন্যাস |
Ο খ) | সামাাজিক উপন্যাস |
Ο গ) | কাব্যধর্মী উপন্যাস |
Ο ঘ) | ডিটেকটিভ উপন্যাস |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
ছোটগল্পের বৈশিষ্ট্য হলো - i. উপন্যাসের মত এতেও কাহিনী থাকে ii. কাহিনীর শুরু থেকে সমাপ্তি এতে থাকে না iii. কাহিনীর ভেতরের কোন অংশই বেছে নেয়া হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০০. | নাটকের প্রধান লক্ষ্য কোনটি? |
Ο ক) | রাজনীতি |
Ο খ) | দর্শকসমাজ |
Ο গ) | অর্থনীতি |
Ο ঘ) | ব্যক্তিবিশেষ |
সঠিক উত্তর: (খ)
১০১. | উপন্যাসের প্রধান উপাদান কোনটি? |
Ο ক) | চরিত্র |
Ο খ) | কাহিনী |
Ο গ) | ভাষা |
Ο ঘ) | বর্ণনাভঙ্গি |
সঠিক উত্তর: (খ)
১০২. | মঙ্গলকাব্য কোন যুগের নিদর্শন? |
Ο ক) | প্রাচীন যুগ |
Ο খ) | অন্ধকার যুগ |
Ο গ) | মধ্যযুগ |
Ο ঘ) | আধুনিক যুগ |
সঠিক উত্তর: (গ)
১০৩. |
রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে প্রযোজ্য - i. বাংলা নাটকের আঙ্গিক পরিবর্তনকারী ii. ‘রক্তকবরী’ নাটকের রচয়িতা iii. ‘ডাকঘর’ নাটকের রচয়িতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৪. |
‘ছোটগল্প’ সম্পর্কে এডগার অ্যালান পোর অভিমত হচ্ছে - i. আধ ঘন্টায় যা পড়ে শেষ করা যায় ii. এক ঘন্টায় যা পড়ে শেষ করা যায় iii. দুই ঘন্টায় যা পড়ে শেষ করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৫. | নাটক কী ধরনের সৃষ্টি? |
Ο ক) | সংলাপ নির্ভর |
Ο খ) | ভাষা নির্ভর |
Ο গ) | ছন্দ নির্ভর |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ক)
১০৬. | মহাভারত আয়তনের দিক থেকে - |
Ο ক) | রামায়ণ ক্ষুদ্র |
Ο খ) | বৃহৎ |
Ο গ) | রামায়ণ লম্বা |
Ο ঘ) | যথাযথ |
সঠিক উত্তর: (খ)
১০৭. | কোন সাহিত্যিকের সময় থেকে শুরু করে অদ্যবধি তার প্রবহমানতা কখনো বাধাপ্রাপ্ত হয় নি? |
Ο ক) | রাজা রামমোহন রায় |
Ο খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) | কাজী নজরুল ইসলাম |
Ο ঘ) | রণেশ দাশগুপ্ত |
সঠিক উত্তর: (ক)
১০৮. | কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক? |
Ο ক) | প্রফুল্ল |
Ο খ) | চন্দ্রগুপ্ত |
Ο গ) | বুদ্ধদেব |
Ο ঘ) | অরূপ রতন |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. | বৈষ্ণব কবিতার ভাববৈচিত্র্যের সাথে সাদৃশ্য রয়েছে - |
Ο ক) | গীতিকবিতার |
Ο খ) | মহাকাব্যের |
Ο গ) | ঐতিহাসিক কাব্যের |
Ο ঘ) | কাহিনী কাব্যের |
সঠিক উত্তর: (ক)
১১০. | রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কিশোর জীবনী লেখেন - |
Ο ক) | হায়াৎ মামুদ |
Ο খ) | কবীর চৌধুরী |
Ο গ) | আনিসুজ্জামান |
Ο ঘ) | হুমায়ুন আজাদ |
সঠিক উত্তর: (ক)
১১১. | ‘কালাপাহাড়’ নাটকের রচয়িতা কে? |
Ο ক) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο খ) | দীনবন্ধু মিত্র |
Ο গ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (গ)
১১২. | ইংরেজি ভাষায় বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্রষ্টা কে? |
Ο ক) | এইচ. জি ওয়েলস |
Ο খ) | এডগার অ্যালান পো |
Ο গ) | উইলিয়াম শেক্সপিয়র |
Ο ঘ) | জিওফ্রে চসার |
সঠিক উত্তর: (ক)
১১৩. | শ্রব্যকাব্যের বিপরীতে কী রয়েছে? |
Ο ক) | গীতিকাব্য |
Ο খ) | দৃশ্যকাব্য |
Ο গ) | মহাকাব্য |
Ο ঘ) | গীতিনাট্য |
সঠিক উত্তর: (খ)
১১৪. | ‘মহাকাব্য’ সাহিত্যের কোন শাখার অন্তর্ভুক্ত? |
Ο ক) | কবিতা |
Ο খ) | গল্প |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | ছড়া গান |
সঠিক উত্তর: (ক)
১১৫. |
ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য অনুভূত হয় - i. গাম্ভীর্যে ii. দৃশ্য পরম্পরা উপস্থাপনে iii. রস সঞ্চারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১৬. | সাহিত্যের শাখাগুলো কীভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলা হয়? |
Ο ক) | সাহিত্যের রূপ |
Ο খ) | সাহিত্যের রীতি |
Ο গ) | সাহিত্যের সমালোচনা |
Ο ঘ) | সাহিত্য পর্যবেক্ষণ |
সঠিক উত্তর: (খ)
১১৭. | সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পূর্ব নাম কী ছিল? |
Ο ক) | জেনারেল নিয়াজি কলেজ |
Ο খ) | কায়েদে আজম কলেজ |
Ο গ) | জগন্নাথ কলেজ |
Ο ঘ) | আবুজর গিফারী কলেজ |
সঠিক উত্তর: (খ)
১১৮. | সাহিত্য কয় ধরনের |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | নানা ধরনের |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. | ছোটগল্পের ধারনা এসেছে - |
Ο ক) | পাশ্চাত্য সাহিত্য থেকে |
Ο খ) | প্রাচীন সাহিত্য থেকে |
Ο গ) | প্রাচ্যের সাহিত্য থেকে |
Ο ঘ) | সংস্কৃত সাহিত্য থেকে |
সঠিক উত্তর: (ক)
১২০. |
‘রামায়ণ’ - এর সাথে সম্পৃক্ত রয়েছে - i. রাম ii. রাবণ iii. সীতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২১. | নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হতো না কেন? |
Ο ক) | অর্থের অভাবে |
Ο খ) | ছাপাখানা ছিল না |
Ο গ) | পৃষ্ঠপোষক ছিল না |
Ο ঘ) | জ্ঞানের অভাবে |
সঠিক উত্তর: (খ)
১২২. | ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো - |
Ο ক) | রামায়ণ |
Ο খ) | মেঘনাদবধ কাব্য |
Ο গ) | শ্রীকৃষ্ণকীর্তন |
Ο ঘ) | বৈষ্ণব পদাবলি |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য গ্রন্থ - i. বেদান্ত গ্রন্থ ii. বেদান্ত সার iii. গৌড়ীয় ব্যাকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. | ‘বাঙালি বলিয়া লজ্জা নািই’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) | হুমায়ুন আজাদ |
Ο খ) | শামসুর রাহমান |
Ο গ) | সৈয়দ শামসুল হক |
Ο ঘ) | হায়াৎ মামুদ |
সঠিক উত্তর: (ঘ)
১২৫. |
কবিতার প্রধান রূপভেদগুলো হলো - i. কাহিনী কাব্য ii. মহাকাব্য iii. গীতিকবিতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
কমেডি বলতে বোঝায়, মানবচরিত্রের যে কৌতুকপ্রদ দিক - i. হাস্যরস সৃষ্টি করে ii. কাউকে পীড়ন দেয় না iii. কাউকে ব্যাথা দেয় না নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
সংস্কৃত আলঙ্কারিকদের মতে নাটকের প্রকারভেদগুলো হলো - i. দৃশ্যকাব্য ii. শ্রুতিকাব্য iii. গীতিকাব্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৮. | সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? |
Ο ক) | নাটক |
Ο খ) | উপন্যাস |
Ο গ) | কাব্য |
Ο ঘ) | ছোটগল্প |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. | সাহিত্যের রূপ = উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ প্রভৃতি হলে, সাহিত্যের রীতি = ? |
Ο ক) | দীর্ঘ - সংক্ষিপ্ত গদ্যভাষা - পদ্যভাষা, সংলাপময় বর্ণনাময় প্রভৃতি |
Ο খ) | মহাকাব্য - গীতিকাব্য, ট্র্যাজেডি - কমেডি, তন্ময় - মন্ময় প্রভৃতি |
Ο গ) | হাসি - কান্না, দ্রোহ, ভাবালুতা প্রভৃতি |
Ο ঘ) | যুদ্ধবিগ্রহ, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক চেতনা, আত্মনিমগ্নতা প্রভৃতি |
সঠিক উত্তর: (ক)
১৩০. | পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে কায়কোবাদ রচিত ‘মহাশশ্মান’ অতীশয় দীর্ঘ কাহিনী কবিতা। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে ‘মহাশশ্মান’ কোন শ্রেণির কাব্য? |
Ο ক) | গীতিকাব্য |
Ο খ) | মহাকাব্য |
Ο গ) | স্তূতিকাব্য |
Ο ঘ) | ভক্তিমূলক কাব্য |
সঠিক উত্তর: (খ)
১৩১. | কত শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয় নি? |
Ο ক) | আঠার |
Ο খ) | ঊনিশ |
Ο গ) | বিশ |
Ο ঘ) | একুশ |
সঠিক উত্তর: (খ)
১৩২. |
বাংলা সাহিত্যের বয়সে সর্বকনিষ্ঠ শাখা হলো - i. কবিতা ii. উপন্যাস iii. ছোটগল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৩. | হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অধ্যাপনা শুরু করেন? |
Ο ক) | ঢাকা বিশ্ববিদ্যালয় |
Ο খ) | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
Ο গ) | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. | ‘বনফুল’ কার ছদ্ম নাম? |
Ο ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) | বলাইচাঁদ মুখোপাধ্যায় |
Ο গ) | দ্বিজেন্দ্রলাল রায় |
Ο ঘ) | বিহারী লাল চক্রবর্তী |
সঠিক উত্তর: (খ)
১৩৫. | কোনটি হায়াৎ মামুদ রচিত গ্রন্থ? |
Ο ক) | স্বগত সংলাপ |
Ο খ) | রূপসী বাংলা |
Ο গ) | বুক তার বাংলাদেশের হৃদয় |
Ο ঘ) | বন্দি শিবির থেকে |
সঠিক উত্তর: (ক)
১৩৬. | রামায়ণে যে রথের বর্ণনা এসেছে, এটির সাথে নিচের কোন যানবাহনটি সাদৃশ্যপূর্ণ? |
Ο ক) | জাহাজ |
Ο খ) | উড়োজাহাজ |
Ο গ) | সাবমেরিন |
Ο ঘ) | মোটর লরি |
সঠিক উত্তর: (খ)
১৩৭. | ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে অতি সংক্ষেপে কিসের পরিচয় আছে? |
Ο ক) | নাটকের |
Ο খ) | ছোটগল্পের |
Ο গ) | প্রবন্ধের |
Ο ঘ) | বিচিত্র সাহিত্যরীতির |
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. | বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) | সোনালী ব্যাংক |
Ο খ) | অগ্রণী ব্যাংক |
Ο গ) | জনতা ব্যাংক |
Ο ঘ) | বাংলাদেশ কৃষি ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. | হায়াৎ মামুদ কত সালে জন্মগ্রহণ করেন? |
Ο ক) | ১৯৩৫ |
Ο খ) | ১৯৩৭ |
Ο গ) | ১৯৩৮ |
Ο ঘ) | ১৯৩৯ |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. | প্রবন্ধে কীসের আধিক্য থাকে? |
Ο ক) | তথ্যের |
Ο খ) | সংলাপের |
Ο গ) | চরিত্রের |
Ο ঘ) | প্লটের |
সঠিক উত্তর: (ক)
১৪১. | অপেক্ষাকৃত কম লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) | BCIC |
Ο খ) | IFIC |
Ο গ) | IMF |
Ο ঘ) | ICC |
সঠিক উত্তর: (ক)
১৪২. | চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোটগল্প কত প্রকার হতে পারে? |
Ο ক) | পাঁচ প্রকার |
Ο খ) | ছয় প্রকার |
Ο গ) | সাত প্রকার |
Ο ঘ) | বহু প্রকার |
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. | এক কথায় মহাকাব্যকে কী বলা যায়? |
Ο ক) | কাহিনী কবিতা |
Ο খ) | দীর্ঘ কাহিনী কবিতা |
Ο গ) | কবিতা |
Ο ঘ) | কোনোটিই নয় |
সঠিক উত্তর: (খ)
১৪৪. | ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে কবি মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যটি রচনা করেন সেটিই বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে আলোচিত উক্ত মহাকাব্যের নাম কী? |
Ο ক) | রামায়ণ |
Ο খ) | মহাভারত |
Ο গ) | মহাশশ্মান |
Ο ঘ) | মেঘনাদবধ |
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. | নাটকের লক্ষ্য কারা? |
Ο ক) | পাঠক |
Ο খ) | দর্শক |
Ο গ) | শিক্ষক |
Ο ঘ) | রাজনীতিবিদ |
সঠিক উত্তর: (খ)
১৪৬. | ছোটগল্পে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সম্ভব নয় কেন? |
Ο ক) | পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে |
Ο খ) | নিয়ম থাকার করণে |
Ο গ) | পাঠক পড়তে চায় না বলে |
Ο ঘ) | মানুষ বিরক্ত হবে বলে |
সঠিক উত্তর: (ক)
১৪৭. | ‘নকশীকাঁথার মাঠ’ গ্রন্থটির রচয়িতা কে? |
Ο ক) | জসীমউদদীন |
Ο খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) | বুদ্ধদেব বসু |
Ο ঘ) | বিষ্ণু দে |
সঠিক উত্তর: (ক)
১৪৮. | বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? |
Ο ক) | মাইকেল মধুসূদন দত্ত |
Ο খ) | কায়কোবাদ |
Ο গ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) | কাজী নজরুল ইসলাম |
সঠিক উত্তর: (ক)
১৪৯. | কবি জসীমউদদীন রচিত ‘নকশিকাঁথার মাঠ’ কোন ধরনের কাজ? |
Ο ক) | আখ্যান কাব্য |
Ο খ) | ভক্তিমূলক |
Ο গ) | দর্শনাশ্রয়ী |
Ο ঘ) | প্রকৃতিবিষয়ক |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
হায়াৎ মামুদের কর্মজীবনের সাথে সম্পর্কযুক্ত হলো - i. ঢাকা বিশ্ববিদ্যালয় ii. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় iii. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫১. | নিচের কোনটি ইতিহাস আশ্রিত উপন্যাস নয়? |
Ο ক) | মাধবী বন্ধন |
Ο খ) | রাজপুত জীবন সন্ধ্যা |
Ο গ) | মহারাষ্ট্র জীবনপ্রভাত |
Ο ঘ) | প্রতিভার খেলা নজরুল |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. | কার কবিতায় উদ্দীপ্ত কন্ঠস্বর ও দৃপ্ত ভাবের দেখা মিলে? |
Ο ক) | মাইকেল মধুসুদন দত্ত |
Ο খ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο গ) | কাজী নজরুল ইসলাম |
Ο ঘ) | জসীমউদদীন |
সঠিক উত্তর: (গ)
১৫৩. | দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক ‘সীতা’ কত সালে প্রকাশিত হয়? |
Ο ক) | ১৯০০ |
Ο খ) | ১৯০৮ |
Ο গ) | ১৯১৩ |
Ο ঘ) | ১৯২১ |
সঠিক উত্তর: (খ)
১৫৪. | জীবনের পূর্ণাবয়ব নয়, খন্ডাংশকে লেখক রস-নিবিড় করে ফুটিয়ে তোলেন। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে - সল্পসংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে। উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে? |
Ο ক) | কবিতা |
Ο খ) | ছোটগল্প |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | নাটক |
সঠিক উত্তর: (খ)
১৫৫. | বিষয়বস্তুর দিক দিয়ে ছোটগল্প আসলে - |
Ο ক) | জীবনের সমগ্র ঘটনা |
Ο খ) | পরিবারের সব ঘটনা |
Ο গ) | সমাজের সব ঘটনা |
Ο ঘ) | জীবনের একটা খন্ডাংশ |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. | হারাধন রায় নাতিকে রামায়ণের কাহিনী বলছিলেন। এটি কোন শ্রেণির সাহিত্য? |
Ο ক) | মহাকাব্য |
Ο খ) | কাব্যনাট্য |
Ο গ) | ট্র্যাজেডি |
Ο ঘ) | গীতিকাব্য |
সঠিক উত্তর: (ক)
১৫৭. | মঙ্গলকাব্যে কাহিনীর বর্ণনা থাকলেও উপন্যাস বলা হয় কেন? |
Ο ক) | পদ্যাকারে রচিত হয়েছে বলে |
Ο খ) | পৌরাণিক কাহিনী বলে |
Ο গ) | ভাষা কঠিন বলে |
Ο ঘ) | সাধু চলিত ভাষার মিশ্রণ ছিল বলে |
সঠিক উত্তর: (ক)
১৫৮. | দীনবন্ধু মিত্র কী ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন? |
Ο ক) | পৌরাণিক |
Ο খ) | ঐতিহাসিক |
Ο গ) | রাজনৈতিক |
Ο ঘ) | সামাজিক |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
ছোটগল্পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথাটি হলো - i. ছোট প্রাণ, ছোট ব্যথা ii. �নাহি বর্ণনার ছটা iii. শেষ হয়ে হইল না শেষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬০. | ট্র্যাজেডির ভিতরে কয়টি অংশ ক্রিয়াশীল থাকে? |
Ο ক) | দুই |
Ο খ) | তিন |
Ο গ) | চার |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (ক)
১৬১. | বাংলা বাষায় সার্থক ছোটগল্পকার কে? |
Ο ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) | কাজী নজরুল ইসলাম |
Ο গ) | সৈয়দ ওয়ালীউল্লাহ |
Ο ঘ) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ক)
১৬২. |
মহাকাব্যে রসের প্রাধান্য থাকবে - i. বীর ii. শৃঙ্গার iii. শান্ত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা হলেন - i. মাইকেল মধুসুদন দত্ত ii. দীনবন্ধু মিত্র iii. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i ও ii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. | হায়াৎ মামুদ সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য কোন পুরস্কার লাভ করেন? |
Ο ক) | বাংলা একাডেমী পুরস্কার |
Ο খ) | আলাওল সাহিত্য পুরস্কার |
Ο গ) | একুশে পদক |
Ο ঘ) | কুন্তলীন সাহিত্য পুরস্কার |
সঠিক উত্তর: (ক)
১৬৫. | “জীবনের খন্ডাংশকে লেখক যখন রস-নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই উহার সার্থকতা” উক্তিটি কার? |
Ο ক) | প্রমথ চৌধুরী |
Ο খ) | শিশির কুমার দাস |
Ο গ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) | শ্রীশচন্দ্র দাশ |
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. | রাবণ কার সম্মান রক্ষার্থে সীতাকে হরণ করে? |
Ο ক) | মা |
Ο খ) | বোন |
Ο গ) | ভাই |
Ο ঘ) | স্ত্রী |
সঠিক উত্তর: (খ)
১৬৭. |
‘পাঠক সমাজে উপন্যাসসাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়।’ কারণ উপন্যাস - i. সহজ-সরল-প্রাঞ্জল ii. পাঠক নিজেকে খুঁজে পায় iii. এখানে সমাজ-দেশ ও জাতির প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. | গীতিকবিতা সাধারণত কোন কারণে দীর্ঘ হয় না? |
Ο ক) | যুদ্ধবিগ্রহের বর্ণনা থাকে তাই |
Ο খ) | মূল লক্ষ্য গল্প বলা তাই |
Ο গ) | কবির অনুভূতির প্রকাশ হওয়ায় |
Ο ঘ) | এটি শেষ হয়েও শেষ হয় না তাই |
সঠিক উত্তর: (গ)
১৬৯. |
প্রহসনের রচনাশৈলী হতে পারে - i. উপন্যাস অবলম্বনে ii. নাটক অবলম্বনে iii. কবিতা অবলম্বনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭০. | সংস্কৃত অমান্যকারিগণ নাট্যসাহিত্যকে কোন সাহিত্যের মধ্যে বলে গণ্য করেছেন? |
Ο ক) | গদ্যসাহিত্য |
Ο খ) | কাব্যসাহিত্য |
Ο গ) | উপন্যাস |
Ο ঘ) | ছোটগল্প |
সঠিক উত্তর: (খ)
১৭১. | ‘বন্দে মাতরম’ গানটি বঙ্কিমচন্দ্র তাঁর কোন উপন্যাসে যুক্ত করেছেন? |
Ο ক) | কৃষ্ণকান্তের উইল |
Ο খ) | কপালকুন্ডলা |
Ο গ) | বিষবৃক্ষ |
Ο ঘ) | আনন্দমঠ |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. | হায়াৎ মামুদের জন্ম তারিখ কোনটি? |
Ο ক) | ২ জুলাই |
Ο খ) | ৪ জুলাই |
Ο গ) | ৬ জুলাই |
Ο ঘ) | ৮ জুলাই |
সঠিক উত্তর: (ক)
১৭৩. | কোন ভাষার উপন্যাস পড়ে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস লেখায় অনুপ্রাণিত হন? |
Ο ক) | সংস্কৃত |
Ο খ) | ফরাসি |
Ο গ) | ইংরেজি |
Ο ঘ) | জার্মান |
সঠিক উত্তর: (গ)
১৭৪. | এডগার অ্যালন পো কী ছিলেন? |
Ο ক) | কবি |
Ο খ) | গল্পকার |
Ο গ) | সমালোচক |
Ο ঘ) | প্রামালকি |
সঠিক উত্তর: (খ)
১৭৫. |
রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধকে যে শ্রেণির প্রবন্ধ বলা যেতে পারে -� i. তন্ময় প্রবন্ধ ii. মন্ময় প্রবন্ধ iii. ব্যক্তিগত প্রবন্ধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৬. |
বাংলা কাব্যের ক্ষেত্রে এই কবির অনুসারী কেউ নেই বলে মনে করা হয়। এই কবি হলেন - i. রবীন্দ্রনাথ ঠাকুর ii. কাজী নজরুল ইসলাম iii. জসীমউদদীন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i ও ii |
সঠিক উত্তর: (গ)
১৭৭. | হায়াৎ মামুদ কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) | ঢাকা কলেজ |
Ο খ) | কায়েদে আজম কলেজ |
Ο গ) | জগন্নাথ কলেজ |
Ο ঘ) | প্রেসিডেন্সি কলেজ |
সঠিক উত্তর: (খ)
১৭৮. | কোন ভাষার উপন্যাস পাঠ করে বঙ্কিম বাংলা ভাষায় উপনযাস রচনা করতে অনুপ্রাণিত হন? |
Ο ক) | জার্মান ভাষা |
Ο খ) | ফারসি |
Ο গ) | ইংরেজি |
Ο ঘ) | ল্যাটিন |
সঠিক উত্তর: (গ)
১৭৯. | ক্ল্যাসিক্যাল নাটকের বাংলা পরিভাষা কোনটি? |
Ο ক) | কাব্যধর্মী নাটক |
Ο খ) | চরিত নাটক |
Ο গ) | সাংকেতিক নাটক |
Ο ঘ) | ধ্রুপদী নাটক |
সঠিক উত্তর: (ঘ)
১৮০. | নাট্যভিনয়ের মাধ্যমে মূলত কী ফুটিয়ে তোলা হয়? |
Ο ক) | গতিশীল মানবজীবনের প্রতিচ্ছবি |
Ο খ) | রস |
Ο গ) | ভাব |
Ο ঘ) | ব্যঞ্জনা |
সঠিক উত্তর: (ক)
১৮১. |
জসীমউদদীন রচিত কাব্যগ্রন্থ - i. নকশিকাঁথার মাঠ ii. সোজনবাদিয়ার ঘাট iii. কাঁদো নদী কাঁদো নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
হায়াৎ মামুদের শিক্ষা জীবনের সাদৃশ্য রয়েছে - i. সেন্ট গ্রেগরী স্কুলের ii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের iii. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. | স্বদেশপ্রীতিমূরক গীতিকাব্যের উদাহরণ কোনটি? |
Ο ক) | বৈষ্ণব পদাবলি |
Ο খ) | সোজন বাদিয়ার ঘাট |
Ο গ) | বন্দে মাতরম |
Ο ঘ) | রামায়ণ |
সঠিক উত্তর: (গ)
১৮৪. |
মঙ্গলকাব্য উপন্যাসের মতো কাহিনী থাকলেও তা উপন্যাস নয় যে কারণে - i. ভাষার ii. বিষয়ের iii. ছন্দের নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৮৫. | হায়াৎ মামুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কোন বিষযে? |
Ο ক) | সংস্কৃত |
Ο খ) | বাংলা |
Ο গ) | ইংরেজি |
Ο ঘ) | পালি |
সঠিক উত্তর: (খ)
১৮৬. | বর্তমানে তিনি কোথায় বাস করেন? |
Ο ক) | ঢাকার গেন্ডারিয়ায় |
Ο খ) | ঢাকা নারায়ণগঞ্জ |
Ο গ) | ঢাকা ধানমন্ডি |
Ο ঘ) | ঢাকা মোহাম্মদপুর |
সঠিক উত্তর: (ক)
১৮৭. | মহাকাব্যের আধুনিক সংস্করণ কোনটি? |
Ο ক) | উপন্যাস |
Ο খ) | ছোটগল্প |
Ο গ) | গীতিকবিতা |
Ο ঘ) | নাটক |
সঠিক উত্তর: (ক)
১৮৮. | কার দেশাত্মবোধক গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে? |
Ο ক) | রমেশচন্দ্র দত্ত |
Ο খ) | রজনীকান্ড সেন |
Ο গ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο ঘ) | সমরেশ বসু |
সঠিক উত্তর: (খ)
১৮৯. | সাহিত্যের বিশেষ একটি শাখার ভক্ত নিবেদিতা। কারণ শুধুমাত্র এই শাখাটিই সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সাহিত্যের এই বিশেষ শাখাটির নাম কী? |
Ο ক) | উপন্যাস |
Ο খ) | নাটক |
Ο গ) | ছোটগল্প |
Ο ঘ) | প্রবন্ধ |
সঠিক উত্তর: (খ)
১৯০. | প্রবন্ধের মুখ্য শ্রেণিবিভাগ কয়টি? |
Ο ক) | দুটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | চারটি |
Ο ঘ) | পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
১৯১. | কোন একটি বিস্তৃত বিষয়কে সহজভাবে বোঝার জন্য তাকে অনেক ভাগে বিভক্ত করা হয়। এ বক্তব্যের আলোকে ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে হায়াৎ মামুদ কোন বিস্তৃত বিষয়ের ভগ্নাংশগুলোকে দেখিয়েছেন? |
Ο ক) | সাহিত্যের |
Ο খ) | সাহিত্য রীতির |
Ο গ) | সাহিত্য সমলোচনার |
Ο ঘ) | অনুবাদ সাহিত্যের |
সঠিক উত্তর: (ক)
১৯২. | চল্লিশ-পঞ্চাশ বছর আগে ছোটগল্পকে কী বলা হতো? |
Ο ক) | কাহিনী |
Ο খ) | গল্প |
Ο গ) | অনুগল্প |
Ο ঘ) | খন্ডগল্প |
সঠিক উত্তর: (খ)
১৯৩. |
দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক নাট্যকার - i. অমৃতলাল বসু ii. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ iii. শ্রীশচন্দ্র দাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৪. | বাংলা কবিতায় ‘বিদ্রোহী’ ভাবের সাথে সম্পর্ক রয়েছে কোন কবির? |
Ο ক) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο খ) | কাজী নজরুল ইসলাম |
Ο গ) | জসীমউদদীন |
Ο ঘ) | জীবনানন্দ দাশ |
সঠিক উত্তর: (খ)
১৯৫. | হায়াৎ মামুদের পেশা ছিল - |
Ο ক) | অধ্যাপনা |
Ο খ) | সাংবাদিকতা |
Ο গ) | ওকালতি |
Ο ঘ) | গবেষণা |
সঠিক উত্তর: (ক)
১৯৬. | নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয় কোন অর্থায়নে? |
Ο ক) | পারিবারিক অর্থায়নে |
Ο খ) | সরকারি অর্থায়নে |
Ο গ) | আন্তর্জাতিক অর্থায়নে |
Ο ঘ) | ব্যবসায় অর্থায়নে |
সঠিক উত্তর: (ক)
১৯৭. | সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের আয়ের খাত কোনটি? |
Ο ক) | শিক্ষক-কর্মচারীদের বেতন |
Ο খ) | ছাত্রছাত্রীদের বেতন |
Ο গ) | বিদ্যুৎ বিল প্রদান |
Ο ঘ) | কম্পিউটার ও আসবাবপত্র ক্রয় |
সঠিক উত্তর: (খ)
১৯৮. |
সাহিত্যের রূপ বলতে বোঝায় - i. সাহিত্যের বিভিন্ন শাখা ii. উপন্যাস iii. নাটক নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৯. | গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, নাটক, কবিতা প্রভৃতিকে সামগ্রিকভাবে কী বলা হয়? |
Ο ক) | সংস্কৃতি |
Ο খ) | সাহিত্য |
Ο গ) | কলা |
Ο ঘ) | শিল্প |
সঠিক উত্তর: (খ)
২০০. | সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ পড়াতে গিয়ে বাংলা শিক্ষক আমিনুল ইসলাম ছাত্রদের কবিতার প্রধান দুটি রূপভেদের আলোচনা করছিলেন। তিনি কী কী নিয়ে আলোচনা করছিলেন? |
Ο ক) | বিদ্রোহী কবিতা, লোকছড়া |
Ο খ) | কমেডি, ট্র্যাজেডি |
Ο গ) | গীতিকবিতা, মহাকাব্য |
Ο ঘ) | ধ্রুপদী কবিতা, আধুনিক কবিতা |
সঠিক উত্তর: (গ)
২০১. | কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যে কী হিসেবে পরিচিত? |
Ο ক) | পল্লিকবি |
Ο খ) | বিদ্রোহী কবি |
Ο গ) | বিশ্বকবি |
Ο ঘ) | প্রথাবিরোধী কবি |
সঠিক উত্তর: (খ)
২০২. | সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে কোন গ্রন্থটি বিস্তারিত আলোচনা করেছে? |
Ο ক) | আত্মপরিচয় |
Ο খ) | বেদান্তগ্রন্থ |
Ο গ) | সাহিত্য সন্দর্শন |
Ο ঘ) | বেদান্তসার |
সঠিক উত্তর: (গ)
২০৩. |
রবীন্দ্রনাথ যখন টি এস এলিয়টের একটি কবিতা প্রথম অনুবাদ করেন তখনই বাঙালি
কবিদের প্রথম আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে। ‘সাহিত্যের রূপ ও রীতি’
প্রবন্ধে দুজন কবির প্রসঙ্গে বলা হয়েছে, তারাও বাংলার কবি পাঠকদের নতুন
কিচুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তারা হলেন - i. কাজী নজরুল ইসলাম ii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর iii. জসীমউদদীন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০৪. | কবিতার প্রধান রূপভেদ কয়টি? |
Ο ক) | দুইটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | চারটি |
Ο ঘ) | পাঁচটি |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
তন্ময় প্রবন্ধ রচনার মুখ্য হয়ে দেখা দেয় লেখকের - i. পান্ডিত্য ii. বুদ্ধি iii. জ্ঞানের পরিচয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৬. | হায়াৎ মামুদ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন? |
Ο ক) | ১৯৫৬ |
Ο খ) | ১৯৫৭ |
Ο গ) | ১৯৫৮ |
Ο ঘ) | ১৯৫৯ |
সঠিক উত্তর: (গ)
২০৭. | মহাকাব্য কোন কাহিনী অবলম্বন করে রচিত হয়? |
Ο ক) | প্রেমের কাহিনী |
Ο খ) | যুদ্ধবিগ্রহের কাহিনী |
Ο গ) | রাজার কাহিনী |
Ο ঘ) | সাধারণ মানুষের কাহিনী |
সঠিক উত্তর: (খ)
২০৮. | ‘প্রেম-অপ্রেম নিয়ে বেঁচে আছি’ কোন শ্রেণির গ্রন্থ? |
Ο ক) | উপন্যাস |
Ο খ) | গল্পগ্রন্থ |
Ο গ) | কাব্যগ্রন্থ |
Ο ঘ) | প্রহসন |
সঠিক উত্তর: (গ)
২০৯. | হায়াৎ মামুদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন? |
Ο ক) | স্নাতক |
Ο খ) | স্নাতকোত্তর |
Ο গ) | এম.ফিল |
Ο ঘ) | পিএইচ.ডি |
সঠিক উত্তর: (ঘ)
২১০. | ‘ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা’ কবিতাটি কার? |
Ο ক) | মাইকেল মধুসুদন দত্ত |
Ο খ) | দীনবন্ধু মিত্র |
Ο গ) | গিরিশচন্দ্র ঘোষ |
Ο ঘ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
সঠিক উত্তর: (ঘ)
২১১. | জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য হিসেবে গণ্য নয় কেন? |
Ο ক) | তথ্যের অভাবে |
Ο খ) | ছন্দের অভাবে |
Ο গ) | সৃজনশীলতার অভাবে |
Ο ঘ) | গুরুগম্ভীর ভাষার অভাবে |
সঠিক উত্তর: (গ)
২১২. | বিশাল পরিধির একটি বিষয়ের নাম কী? |
Ο ক) | সাহিত্য |
Ο খ) | কবিতা |
Ο গ) | নাটক |
Ο ঘ) | উপন্যাস |
সঠিক উত্তর: (ক)
২১৩. | বাংলা সাহিত্যে ছোটগল্প শব্দটি কত বছর ধরে ব্যবহৃত হচ্ছে? |
Ο ক) | ত্রিশ-চল্লিশ বছর |
Ο খ) | চল্লিশ-পঞ্চাশ বছর |
Ο গ) | প্রায় একশত বচর |
Ο ঘ) | দেড়শ-দুইশ বছর |
সঠিক উত্তর: (খ)
২১৪. | শূর্পণখা কার বোন? |
Ο ক) | মেঘনাদের |
Ο খ) | রামের |
Ο গ) | লক্ষণের |
Ο ঘ) | রাবণের |
সঠিক উত্তর: (ঘ)
২১৫. | সাহিত্যের কোন শাখাটির আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই? |
Ο ক) | ট্র্যাজেডি |
Ο খ) | কমেডি |
Ο গ) | ছোটগল্প |
Ο ঘ) | উপন্যাস |
সঠিক উত্তর: (গ)
২১৬. | বেল লেতর (bell letre0 - কে বাংলা কী বলা যেতে পারে? |
Ο ক) | চারুকথন |
Ο খ) | মিষ্টিকথন |
Ο গ) | অতিভাষণ |
Ο ঘ) | অভিবাসন |
সঠিক উত্তর: (ক)
২১৭. | হায়াৎ মামুদের সাহিত্যচর্চা শুরু হয় - |
Ο ক) | কবিতা ও গল্প দিয়ে |
Ο খ) | উপন্যাস ও নাটক দিয়ে |
Ο গ) | গল্প ও উপন্যাস দিয়ে |
Ο ঘ) | প্রবন্ধ ও কবিতা দিয়ে |
সঠিক উত্তর: (ক)
২১৮. | ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বাংলায় উপন্যাস রচনায় হাত দেন কে? |
Ο ক) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
Ο খ) | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
Ο গ) | রবীন্দ্রনাথ ঠাকুর |
Ο ঘ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজি সাহিত্য পড়ে বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে উৎসাহিত হন। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ তিনি রচনা করেন। ইংরেজি উপন্যাস সাহিত্যের আলোকে উপন্যাসটি রচিত হয় বিদায় এটিই প্রথম সার্থক উপন্যাস। |
২১৯. | বঙ্কিমচন্দ্র ইংরেজি উপন্যাস পাঠ করে বাংলা উপন্যাস রচনা করেন কেন? |
Ο ক) | ঊনিশ শতকের আগে বাংলায় উপন্যাস রচিত হতো না |
Ο খ) | তিনি বাংলা উপন্যাস পড়তেন না |
Ο গ) | তিনি বাংলা ভাষায় রচিত সাহিত্যকে নিম্নশ্রেণির মনে করত |
Ο ঘ) | তিনি ইংরেজি ভাষার প্রতি আসক্ত ছিলেন |
সঠিক উত্তর: (ক)
২২০. |
উদ্দীপক ও ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে বলা যায় - i. উপন্যাস পাশ্চাত্য সাহিত্য থেকে বাংলা এসেছে ii. উপন্যাস আধুনিক বাংলা সাহিত্যের সংযোজিত ভাগ iii. উপন্যাস গদ্য ভাষায় রচিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii ও iii |
Ο গ) | i ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন