NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

জে.এস.সি || বাংলা ১ম পত্র পদ্য : দুই বিঘা জমি


জে.এস.সি    ||    বাংলা ১ম পত্র
পদ্য : দুই বিঘা জমি


১.
দুই বিঘা জমির জমির পরিবর্তে� ভগবান উপেনকে অলিখিত মালিক করলেন-
Ο ক) 
দশ বিঘার
Ο খ) 
দশ গ্রামের
Ο গ) 
সারা দেশের
Ο ঘ) 
বিশ্ব নিখিলের

  সঠিক উত্তর: (ঘ)

২.
প্রাচীরের কাছে আমগাছ দেখে উপেনের কোন কথা মনে হলো?
Ο ক) 
শিশুকালের কথা
Ο খ) 
বালককালের কথা
Ο গ) 
যৌবনকালের কথা
Ο ঘ) 
জন্মকালের কথা

  সঠিক উত্তর: (খ)

৩.
‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’-এখানে ‘ভূস্বামী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) 
উপেনকে
Ο খ) 
সন্ন্যাসীকে
Ο গ) 
মালীকে
Ο ঘ) 
জমিদারক

  সঠিক উত্তর: (ঘ)

৪.
দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ-
Ο ক) 
মরবার মতো ঠাঁই
Ο খ) 
সপ্তপুরুষের বাস
Ο গ) 
মিথ্যা দেনার খত
Ο ঘ) 
বিলাস বেশ ধরায়

  সঠিক উত্তর: (খ)

৫.
দুই বিঘা জমির সব কিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষাী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
Ο ক) 
প্রাচীর
Ο খ) 
শাকপাতা
Ο গ) 
পুষ্পিত কেশ
Ο ঘ) 
আম গাছ

  সঠিক উত্তর: (ঘ)

৬.
অবশিষ্ট দুই বিঘা ছাড়া বাকি জমি উপেন কীভাবে হারিয়েছে?
Ο ক) 
ভ্রমণে
Ο খ) 
ভোগে
Ο গ) 
দানে
Ο ঘ) 
ঋণে

  সঠিক উত্তর: (ঘ)

৭.
‘সপ্তম সুর’ বলতে কোনটিকে বুঝানো হয়েছে?
Ο ক) 
কোমল সুর
Ο খ) 
কর্কশ সুর
Ο গ) 
উঁচু গলা
Ο ঘ) 
নিচু গলা

  সঠিক উত্তর: (গ)

৮.
জমি-ভিটেমাটি হারিয়ে উপেন কী বেশে ঘুরতে লাগল?
Ο ক) 
ভিক্ষুক
Ο খ) 
সন্ন্যাসী
Ο গ) 
দরবেশ
Ο ঘ) 
মুসাফির

  সঠিক উত্তর: (খ)

৯.
‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’- এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) 
গৃহ বিবাগি
Ο খ) 
গৃহ-আসক্ত
Ο গ) 
গৃহ লুটেরা
Ο ঘ) 
গৃহবন্দি

  সঠিক উত্তর: (ক)

১০.
লুটেরা শ্রেণি যার জোরে ন্যায়কে অন্যায় ও অন্যায়কে ন্যায়ে পরিণত করে-
i. অর্থ
ii. শক্তি
iii. দাপট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১.
আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
Ο ক) 
কাজী নজরুল ইসলাম
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
সৈয়দ শামসুল হক
Ο ঘ) 
দ্বিজেন্দ্রলাল রায়

  সঠিক উত্তর: (খ)

১২.
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) 
ঢাকায়
Ο খ) 
কলকাতায়
Ο গ) 
প্যারিসে
Ο ঘ) 
বিলেতে

  সঠিক উত্তর: (খ)

১৩.
পরিষদদের সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. তোষামোদগ করা
ii. ন্যায় কথা বলা
iii. জি হুজুর, জি হুজুর করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৪.
কয়টি পাকা ফল উপেনের কোলের কাছে পড়ল?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

১৫.
‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে?
Ο ক) 
মালি
Ο খ) 
উপেন
Ο গ) 
জমিদার
Ο ঘ) 
পেয়াদা

  সঠিক উত্তর: (গ)

১৬.
উপেন কখন নিজ গ্রামে প্রবেশ করল?
Ο ক) 
দুইদিন পর
Ο খ) 
দ্বিতীয় প্রহরে
Ο গ) 
তিন দিন পর
Ο ঘ) 
তিন প্রহরে

  সঠিক উত্তর: (খ)

১৭.
‘যমদূতপ্রায়’ বিশেষণটি ‘দুই বিঘা জমি’ কবিতায় কার পরিচয় বহন করে?
Ο ক) 
ভূস্বামী
Ο খ) 
উপেন
Ο গ) 
মালী
Ο ঘ) 
পরিষদ

  সঠিক উত্তর: (গ)

১৮.
উপেন প্রথমে জমি দিতে না চাইলে রাজা-
i. আদালতের ডিক্রি জারি করে
ii. উপেনকে তোষামোদ করে
iii. জমি দেনার খতে বিক্রি দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
বাবু, রাজ, মহারাজ ইত্যাদি শব্দগুলোর মাধ্যমে ‘দুই বিঘা জমি’ কবিতায় কাকে বুঝানো হয়েছে?
Ο ক) 
জমিদার
Ο খ) 
পরিষদ
Ο গ) 
মহাজন
Ο ঘ) 
ইজারাদার

  সঠিক উত্তর: (ক)

২০.
এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Ο ক) 
মো ইয়ান
Ο খ) 
রবীন্দনাথ ঠাকুর
Ο গ) 
গাও জিং জিয়ান
Ο ঘ) 
ইয়াসুনারি কাওয়াবার্টা

  সঠিক উত্তর: (খ)

২১.
‘বছর পনেরো-ষোল’ উপেনের কোথায় কাটে?
Ο ক) 
কাশীতে
Ο খ) 
বৃন্দাবনে
Ο গ) 
গহীন জঙ্গলে
Ο ঘ) 
হাটে-মাঠে-ঘাটে

  সঠিক উত্তর: (ঘ)

২২.
উপেন তার দুই বিঘা জমিকে কার সাথে তুলনা করেছে?
Ο ক) 
পৃথিবী
Ο খ) 
ভিনগ্রহ
Ο গ) 
মাতৃভূমি
Ο ঘ) 
বসবাসের স্থান

  সঠিক উত্তর: (গ)

২৩.
সহসা কে শ্বাস ফেলে গেল?
Ο ক) 
শাখা
Ο খ) 
ফল
Ο গ) 
বাতাস
Ο ঘ) 
ঝড়

  সঠিক উত্তর: (গ)

২৪.
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।- এই পঙ্‌ক্তিতে ‘হেরিলাম’ শব্দের অর্থ কী?
Ο ক) 
ছাড়লাম
Ο খ) 
দেখলাম
Ο গ) 
খুঁজলাম
Ο ঘ) 
আনন্দ করলাম

  সঠিক উত্তর: (খ)

২৫.
রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) 
১৮৪১
Ο খ) 
১৮৫১
Ο গ) 
১৮৯৬১
Ο ঘ) 
১৮৭১

  সঠিক উত্তর: (গ)

২৬.
জ্যৈষ্ঠের ঝড়ে উপেনের রাত্রে ঘুম না থাকার কারণটি হলো-
i. অতি ভোরে উঠতে হবে
ii. আম কুড়াবার ধুম পরবে
iii. পাঠশালা থেকে পালাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৭.
‘দুই বিঘা জমি’ কবিতায় ‘বক্ষে হাত জুড়ে’ কথা বলেছে-
Ο ক) 
জমিদার
Ο খ) 
রাজা
Ο গ) 
উপেন
Ο ঘ) 
রাজার চাকর

  সঠিক উত্তর: (গ)

২৮.
বুকভরা মধু রয়েছে-
Ο ক) 
বঙ্গের বধূর
Ο খ) 
বাংলার প্রকৃতির
Ο গ) 
বাংলার রাখালের
Ο ঘ) 
দেশ-মাতৃকার

  সঠিক উত্তর: (ক)

২৯.
উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
Ο ক) 
নিলাজ কুলটা
Ο খ) 
নিলাজ জননী
Ο গ) 
নিলাজ দাসী
Ο ঘ) 
দাসী জননী

  সঠিক উত্তর: (ক)

৩০.
আমাদের জাতীয় সংগীতের সম্মানিত লেখক হলেন-
Ο ক) 
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
জীবনানন্দ দাশ

  সঠিক উত্তর: (খ)

৩১.
ধাম শব্দের অর্থ-
Ο ক) 
খেলাঘর
Ο খ) 
পর্বত
Ο গ) 
তীর্থস্থান
Ο ঘ) 
দুনিয়া

  সঠিক উত্তর: (গ)

৩২.
‘পাণি’ শব্দের অর্থ কী?
Ο ক) 
জল
Ο খ) 
হাত
Ο গ) 
গৃহ
Ο ঘ) 
প্রহর

  সঠিক উত্তর: (খ)

৩৩.
রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাশিক্ষা গ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানে-
i. ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল
ii. বেঙ্গল একাডেমী
iii.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস কোথায়?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
খুলনা
Ο গ) 
কলকাতা
Ο ঘ) 
কুষ্টিয়া

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কত কাঠায় এক বিঘা?
Ο ক) 
দশ
Ο খ) 
বিশ
Ο গ) 
ত্রিশ
Ο ঘ) 
চল্লিশ

  সঠিক উত্তর: (খ)

৩৬.
রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কোন তারিখে?
Ο ক) 
২২ বৈশাখ
Ο খ) 
২২ শ্রাবণ
Ο গ) 
২৫ বৈশাখ
Ο ঘ) 
২৫ শ্রাবণ

  সঠিক উত্তর: (গ)

৩৭.
জোরপূর্বক কারও সম্পদ হরণ করা-
i. অনৈতিক
ii. লোভের পরিচায়ক
iii. স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩৮.
ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?
Ο ক) 
দুই বিঘা জমিতে
Ο খ) 
সাধুর আশ্রমে
Ο গ) 
মোহ গর্তে
Ο ঘ) 
হাটে-মাঠে-বাটে

  সঠিক উত্তর: (গ)

৩৯.
নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) 
সন্নাসী
Ο খ) 
সন্যাসী
Ο গ) 
সন্ন্যাসী
Ο ঘ) 
সন্নাসি

  সঠিক উত্তর: (গ)

৪০.
‘দুই বিঘা জমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Ο ক) 
কথা ও কাহিনী
Ο খ) 
কড়ি ও কোমল
Ο গ) 
সোনার তরী
Ο ঘ) 
শেষ লেখা

  সঠিক উত্তর: (ক)

৪১.
উপেনের জমি দেওয়ার ব্যাপারে অপারগতা দেখে রাজা হাসলেন-
Ο ক) 
শুষ্ক হাসি
Ο খ) 
কষ্টের হাসি
Ο গ) 
ক্রুর হাসি
Ο ঘ) 
িআনন্দের হাসি

  সঠিক উত্তর: (গ)

৪২.
ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটে-মাটি ছেড়ে পথে বের হয়?
Ο ক) 
এক মাস
Ο খ) 
দেড় মাস
Ο গ) 
দুই মাস
Ο ঘ) 
আড়াই মাস

  সঠিক উত্তর: (খ)

৪৩.
উপেনকে যখন ধরে নিয়ে যায় বাবু তখন-
Ο ক) 
মাছ ধরছিল
Ο খ) 
গান গাইছিল
Ο গ) 
দু:খ করছিল
Ο ঘ) 
কান্না করছিল

  সঠিক উত্তর: (ক)

৪৪.
‘কাঙাল’ বলতে বোঝায়-
Ο ক) 
দরিদ্র
Ο খ) 
বিত্তবান
Ο গ) 
সমর্থবান
Ο ঘ) 
কালো মানুষ

  সঠিক উত্তর: (ক)

৪৫.
রবীন্দ্রনাথে র কবি প্রতিভার উন্মেষ কখন ঘটে?
Ο ক) 
ছোটবেলায়
Ο খ) 
যৌবনে
Ο গ) 
মধ্যবয়সে
Ο ঘ) 
বার্ধক্যে

  সঠিক উত্তর: (ক)

৪৬.
উপেন স্নেহের দান লাভ করার কারণ কোনটি?
Ο ক) 
ভূ-স্বামীর দয়া
Ο খ) 
মালীর সহানুভূতি
Ο গ) 
চৌর্যবৃত্তি
Ο ঘ) 
বায়ুপ্রবাহ

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
উপেনকে কে ধরে নিয়ে গেল?
Ο ক) 
পেয়াদা
Ο খ) 
মালি
Ο গ) 
ভূস্বামী
Ο ঘ) 
পাহারাদার

  সঠিক উত্তর: (খ)

৪৮.
দীর্ঘদিন পর বাড়ি ফিরে উপেন হয়-
i. স্মৃতিকাতর
ii. তৃষ্ণার্ত
iii. শান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
উপেনের� দুই বিঘা জমি কয় পুরুষের স্মৃতিবিজড়িত?
Ο ক) 
তিন
Ο খ) 
পাঁচ
Ο গ) 
সাত
Ο ঘ) 
নয়

  সঠিক উত্তর: (গ)

৫০.
‘মরিবার মতো ঠাঁই’ বলতে উপেন কোনটাকে বুঝিয়েছে?
Ο ক) 
দুই বিঘা জমি
Ο খ) 
জননী জন্মভূমি
Ο গ) 
ছোটো গ্রামগুলি
Ο ঘ) 
আমগাছের ছায়া

  সঠিক উত্তর: (ক)

৫১.
‘লক্ষ্মীছাড়া’ শব্দের ব্যবহারিক অর্থ কোনটি?
Ο ক) 
ধর্মহীন
Ο খ) 
বেয়াদব
Ο গ) 
দুর্ভাগা
Ο ঘ) 
ভাগ্যবান

  সঠিক উত্তর: (গ)

৫২.
‘দুই বিঘা জমি’ কবিতায় ‘পারিষদ’ বলতে বোঝানো হয়েছে-
i. মোসাহেব
ii. পার্শ্বচর
iii. কার্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৩.
উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
Ο ক) 
দশ-পনেরো
Ο খ) 
চৌদ্দ-পনেরো
Ο গ) 
পনেরো-ষোল
Ο ঘ) 
পনেরো-বিশ

  সঠিক উত্তর: (গ)

৫৪.
উপেনের জমি কীভাবে হাতছাড়া হলো?
Ο ক) 
অভাবের কারণে
Ο খ) 
দারিদ্র্যের কারণে
Ο গ) 
অনাবাদের কারণে
Ο ঘ) 
মিথ্যা দেনার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
‘মরিবার মতো ঠাঁই বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) 
দয়া
Ο খ) 
নিজের শেষ অবস্থা
Ο গ) 
মরার স্থান
Ο ঘ) 
বিস্তার জায়গা

  সঠিক উত্তর: (গ)

৫৬.
‘উড়ে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) 
উড়ু উড়ু স্বভাবের
Ο খ) 
ঝুলন্ত থাকে এমন
Ο গ) 
উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক
Ο ঘ) 
উড়ো খবর বা চিঠি

  সঠিক উত্তর: (গ)

৫৭.
উপেনের পরিচয় কী?
Ο ক) 
ক্ষুদ্র জোতদার
Ο খ) 
প্রান্তিক নাগরিক
Ο গ) 
দরিদ্র কৃষক
Ο ঘ) 
গ্রামের জমিদার

  সঠিক উত্তর: (গ)

৫৮.
জমি হারিয়ে উপেন কোনটি হলো?
Ο ক) 
চোর
Ο খ) 
সন্ন্যাসী
Ο গ) 
সাধু
Ο ঘ) 
ভৃত্য

  সঠিক উত্তর: (খ)

৫৯.
‘দুই বিঘা’ কোন ধরনের কবিতা?
Ο ক) 
কাহিনী-কবিতা
Ο খ) 
গীতিকবিতা
Ο গ) 
চতুর্দশপদী কবিতা
Ο ঘ) 
স্বদেশপ্রেমের কবিাত

  সঠিক উত্তর: (ক)

৬০.
এ জগতে কে সবচেয়ে বেশি চায়?
Ο ক) 
রাজা
Ο খ) 
জমিদার
Ο গ) 
ক্ষমতাবান লোক
Ο ঘ) 
যার অনেক আছে

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
এক বিঘা বলতে বোঝায়-
i. কুড়ি কাঠা
ii. ১৩৩৪ বর্গমিটার
iii. ১৪৪০ বর্গফুট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬২.
আদালত উপেনের বিরুদ্ধে কোন যুক্তিতে ডিক্রি জারি করেছে?
Ο ক) 
অন্যের সম্পদ হরণ করায়
Ο খ) 
মিথ্যা দেনার খতে
Ο গ) 
অন্যের জিনিস চুরি করায়
Ο ঘ) 
গুরুতর ফৌজদারি অপরাধে

  সঠিক উত্তর: (খ)

৬৩.
দুই বিঘা জমি কবিতায় যে ঋড়ের কথা বলা হয়েছে-
Ο ক) 
বৈশাখী ঝড়
Ο খ) 
জ্যৈষ্ঠের ঝড়
Ο গ) 
মৌসুমি ঝড়
Ο ঘ) 
আশ্বিনী ঝড়

  সঠিক উত্তর: (খ)

৬৪.
‘খত’ বলতে কী বোঝায়?
Ο ক) 
ঋণপত্র
Ο খ) 
সাক্ষর
Ο গ) 
ঋণ
Ο ঘ) 
উৎস


  সঠিক উত্তর: (ক)

৬৫.
শস্য রাখার আড়তকে কী বলে?
Ο ক) 
ধাম
Ο খ) 
গোলা
Ο গ) 
খত
Ο ঘ) 
সমীর

  সঠিক উত্তর: (খ)

৬৬.
‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?
Ο ক) 
গদ্য-কবিতা
Ο খ) 
কাব্য-কবিতা
Ο গ) 
কাহিনি-কবিতা
Ο ঘ) 
নাট্য-কবিতা

  সঠিক উত্তর: (গ)

৬৭.
গ্রামে ফেরার সময় উপেন রথতলাকে রেখেছিল-
Ο ক) 
বামে
Ο খ) 
ডানে
Ο গ) 
ঈষাণে
Ο ঘ) 
নৈঋতে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন-
i. কবি ও দার্শনিক
ii. গীতিকার, সুরকার ও শিক্ষাবিদ
iii. চিত্রশিল্পী, নাট্য প্রয়োজক ও অভিনেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
কয়টি পাকা ফল উপেনের কোলের কাছে পড়ল?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৭০.
ভূস্বামী চরিত্রে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?
Ο ক) 
সাম্যবাদী
Ο খ) 
সামন্তবাদী
Ο গ) 
শ্রেণিবাদী
Ο ঘ) 
নীতিবাদী

  সঠিক উত্তর: (খ)

৭১.
রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন-
i. নর্মাল স্কুলে
ii. ওরিয়েন্টাল সেমিনারিতে
iii. বেঙ্গল একাডেমিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়?
Ο ক) 
চার রঙা
Ο খ) 
তিন রঙা
Ο গ) 
পাঁচ রঙা
Ο ঘ) 
সাত রঙা

  সঠিক উত্তর: (গ)

৭৩.
এ জগতে কে বেশি চায়?
Ο ক) 
যার বিশেষ কিছু নেই
Ο খ) 
যার সামান্যই আছে
Ο গ) 
যার ভূরি ভূরি আছে
Ο ঘ) 
যার সহায়-সম্পদ নেই

  সঠিক উত্তর: (গ)

৭৪.
দুই বিঘার পরিবর্তে উপেন কী পেয়েছে?
Ο ক) 
বিশ্বনিখিল
Ο খ) 
সন্ন্যাসীবেশ
Ο গ) 
দুইটি আম
Ο ঘ) 
জন্মভূমিকে

  সঠিক উত্তর: (ক)

৭৫.
‘দুই বিঘা জমি’ কবিতায় বিভিন্ন জনের বক্তব্য বিষয়ে উপেনের যে পরিচয় পাওয়া যায়-
i. সাধু মানুষ
ii. দরিদ্র কৃষক
iii. সাধুবেশী চোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল?
Ο ক) 
পনেরো-ষোলো
Ο খ) 
সতেরো-আঠারো
Ο গ) 
উনিশ-বিশ
Ο ঘ) 
বারো-তেরো

  সঠিক উত্তর: (ক)

৭৭.
‘দুই বিঘা জমি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
Ο ক) 
গঙ্গা
Ο খ) 
পদ্মা
Ο গ) 
যমুনা
Ο ঘ) 
মেঘনা

  সঠিক উত্তর: (ক)

৭৮.
নিজের জমি উপেন বিক্রি করতে রাজী হয়নি কারণ-
i. জমিটি সাতপুরুষের ইতিহাসের সাক্ষী
ii. জমিটি তার একমাত্র আশ্রয়স্থল
iii. জমিটি অত্যন্ত উর্বর ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (ক)

৭৯.
ভিটেমাটি ছাড়ার পর উপেনের সময় কেটেছে-
i. মনোহর তীর্থস্থান দেখে
ii. পথে বিবর্ণ-বিশীর্ণ বাস্তবতা দেখে
iii. মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮০.
উপেন কীভাবে তার সমস্ত জমি হারিয়েছে?
Ο ক) 
মহাজনী শোষণে
Ο খ) 
ঋণের দায়ে
Ο গ) 
বিলাসিতা করে
Ο ঘ) 
সরকারি দখলে

  সঠিক উত্তর: (খ)

৮১.
‘দুই বিঘা জমি’ কবিতায় বঙ্গের বধূর কোন রূপটি ফুটে উঠেছে?
Ο ক) 
বিলাসিনী
Ο খ) 
কুলটা
Ο গ) 
স্নেহময়ী
Ο ঘ) 
নিলাজ

  সঠিক উত্তর: (গ)

৮২.
উপেন তার পূর্বের দুই বিঘা জমি বা বঙ্গভূমিকে কী আখ্যা দিয়েছে?
Ο ক) 
ছিনালি
Ο খ) 
রাক্ষসী
Ο গ) 
ডাইনি
Ο ঘ) 
সর্বগ্রাসিনী

  সঠিক উত্তর: (খ)

৮৩.
উপেন দুই বিঘা জমি হাতছাড়া করবে না জানিয়ে দিলে রাজা যা করেন-
i. চোখ রক্তবর্ণ করেন
ii. পাগলামি শুরু করেন
iii. কিছুক্ষণ মৌনভাবে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
বর্ধমান
Ο ঘ) 
কলকাতা

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
উপেন কীভাবে তার সমস্ত জমি হারিয়েছে?
Ο ক) 
মহাজনী শোষণে
Ο খ) 
ঋণের দায়ে
Ο গ) 
বিলাসিতা করের
Ο ঘ) 
সরকারি দখলে

  সঠিক উত্তর: (খ)

৮৬.
“দুই বিঘা জমি” কবিতায় কোন শব্দ ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) 
খতে
Ο খ) 
ললাটে
Ο গ) 
ধামে
Ο ঘ) 
ঘটে

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
উপেনকে ধরে নিয়ে গেল?
Ο ক) 
পেয়াদা
Ο খ) 
মালি
Ο গ) 
ভূস্বামী
Ο ঘ) 
পাহারাদার

  সঠিক উত্তর: (খ)

৮৮.
‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে?
Ο ক) 
মালি
Ο খ) 
উপেন
Ο গ) 
জমিদার
Ο ঘ) 
পেয়াদা

  সঠিক উত্তর: (গ)

৮৯.
একজন ভূস্বামীর পারিষদ হলেন তাঁর-
i. পার্শ্বচরেরা
ii. মোসাহেবেরা
iii. কর্মচারীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯০.
কোন কবি বিশ্বকবি হিসেবে খ্যাত?
Ο ক) 
উইলিয়াম শেক্সপিয়ার
Ο খ) 
কাজী নজরুল ইসলাম
Ο গ) 
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) 
লর্ড বায়রন

  সঠিক উত্তর: (গ)

৯১.
বাবু ছিপ হাতে কার সাথে মাছ ধরছিলেন?
Ο ক) 
রাজার সাথে
Ο খ) 
প্রতিবেশীর সাথে
Ο গ) 
উকিলের সাথে
Ο ঘ) 
পারিষদের সাথে

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। এ থেকে বোঝা যায়-
i. তাঁর জন্ম আধুনিক যুগে
ii. তাঁর জন্ম আঠারো শতকে
iii. তাঁর জন্ম উনিশ শতকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দা:
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।
এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা
পিয়ে এরি দুধের বাটি।
৯৩.
উদ্দীপকের কবিতাংশের সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার ভাবগত মিল কোথায়?
Ο ক) 
মর্ত্যপ্রীতিতে
Ο খ) 
স্বজাত্যপ্রীতিতে
Ο গ) 
স্বদেশপ্রীতিতে
Ο ঘ) 
স্বজনপ্রীতিতে

  সঠিক উত্তর: (গ)

৯৪.
উদ্দীপকের কবি ও ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন উভয়ই-
i. প্রকৃতির দানে পরিতৃপ্ত
ii. প্রকৃতির সৌন্দর্যে অভিভূত
iii. স্বদেশপ্রেমে উদ্দীপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন